জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি ও স্থাপনা
❐ ক্র. নং ➺ শিল্পকর্ম ও স্থাপনার নাম ➺ তারিখ ➺ অবস্থান
❐ ০১ ➺ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ➺ ০৫ সেপ্টেম্বর ২০২৪ ➺ গণভবন
❐ ০২ ➺ জুলাই স্মৃতি উদ্যান ➺ ০১ জানুয়ারি ২০২৫ ➺ চট্টগ্রাম
❐ ০৩ ➺ শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক ➺ ০১ জানুয়ারি ২০২৫ ➺ চট্টগ্রাম
❐ ০৪ ➺ অদম্য-২৪ (স্মৃতিস্তম্ভ) ➺ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
❐ ০৫ ➺ জুলাই-২৪ (শহীদ চত্বর) ➺ ফেনী
❐ ০৬ ➺ উন্নত মম শির (গ্রাফিতি) শিল্পী- শহীদ কবির
▣ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান:
❐ পূর্ণাঙ্গ স্মৃতিস্তম্ভ: ➺ অদম্য ২৪।
❐ অবস্থান: ➺ জাহারঙ্গীনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
▣ গণঅভ্যুণ্ডানে প্রথম শহীদ আবু সাঈদ:
❐ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম: ➺উন্নত মম শির।
❐ শিল্পী: ➺শহীদ কবীর।
❐ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পূর্ণাঙ্গ স্মৃতিস্তম্ভের নাম ➺ অদম্য ২৪ (অবস্থান: জাহারঙ্গীনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে)।
❐ জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নির্মিত বাংলাদেশের প্রথম স্মৃতিস্তম্ভ 'অদম্য ২৪' কোথায় অবস্থিত? ➺ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
❐ গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম: ➺ উন্নত মম শির (শিল্পী: শহীদ কবীর)।
❐ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কোথায়? ➺ গণভবন, ঢাকা
❐ গবেষণামূলক বই '৩৬শে জুলাই গণঅভ্যুত্থান' এর লেখক কে? ➺ সাংবাদিক ও গবেষক মুহাম্মদ নূরে আলম।
❐ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে 'জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু' বইয়ের লেখক কে? ➺ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
এক নজরে গণঅভ্যুত্থান
▣ গণঅভ্যুত্থান কী:❐ গণঅভ্যুত্থান (Mass Uprising) হলো সাধারণ জনগণের একটি সংগঠিত ও ব্যাপক প্রতিবাদ বা বিদ্রোহ, যা কোনো সরকার, শাসনব্যবস্থা বা সামাজিক অন্যায়ের বিরুদ্ধে পরিচালিত হয়। এটি সাধারণত স্বৈরাচারী শাসনের পতন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক ন্যায়বিচার বা সামাজিক পরিবর্তনের দাবিতে সংঘটিত হয়।
❐ "When dictatorship is a fact, revolution becomes a right." - Victor Hugo.
▣ গণঅভ্যুত্থানের উদাহরণ:
❐ ফরাসি বিপ্লব ➺ (১৭৮৯) সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে জনগণের বিপ্লব।
❐ আরব বসন্ত ➺ (২০১০-২০১২) মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে স্বৈরশাসনের বিরুদ্ধে ব্যাপক গণঅভ্যুত্থান সংঘটিত হয়।
❐ বাংলাদেশের ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ➺ আইয়ুব খানের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সংঘটিত হয়।
❐ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ (সশস্ত্র অভ্যুত্থান) ➺ ৯ মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।
❐ ১৯৭৫ সালের ১৫ আগস্ট অভ্যুত্থান (সামরিক অভ্যুত্থান) ➺ শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা, একদলীয় শাসন (বাকশাল) ব্যবস্থার পতন এবং বাংলাদেশে সামরিক শাসনের সূচনা।
❐ ১৯৯০ সালের গণঅভ্যুত্থান ➺ এরশাদবিরোধী এ আন্দোলনে এরশাদ পদত্যাগ করেন এবং দেশে সাংবিধানিক সরকারব্যবস্থা ফিরে আসে ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।
❐ জুলাই গণঅভ্যুত্থান ➺ ২০২৪ বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনের ফলে রাজনৈতিক পরিবর্তন।
❐ জাতীয়ভাবে ৫ আগস্ট পালন হবে ➺ 'জুলাই গণ- অভ্যুত্থান দিবস'
❐ ১৯৬৯ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ৫৬তম বার্ষিকী পালিত হয় কবে? ➺ ২৪ জানুয়ারি ২০২৫
❐ বিগত ৫৬ বছরে দেশে গণঅভ্যুত্থান হয় কতবার? ➺ মোট তিনবার (১৯৬৯, ১৯৯০ ও ২০২৪ সালে)
এক নজরে জুলাই গণঅভ্যুত্থানের জাতিসংঘ রিপোর্ট
❐ জাতিসংঘ রিপোর্ট : ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ।▣ জানুন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
❐ তদন্তকারী দল: ➺ জাতিসংঘের মানবাধিকার সংস্থা
❐ বর্তমানে জাতিসংঘের মানবাধিকার প্রধান ➺ ফলকার টুর্ক।
❐ তদন্তকারী দলের নেতৃত্বে ছিলেন: জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান ➺ ররি মুনগোভেন।
❐ তদন্ত প্রতিবেদন অনুসারে নিহত ➺ ১৪০০+(১ জুলাই থেকে ১৫ আগস্ট'২৪)
❐ জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী জুলাই আন্দোলনে নিহত শিশু ➺ ১১৮ জন।
❐ জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, জুলাই গণঅভ্যুত্থানে কত জন পুলিশ নিহত হয়েছে? ➺ ৪৪ জন।
জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর
❐ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নতুন অধিদপ্তর হিসেবে যাত্রা শুরু করেছে-অধিদপ্তর। ➺ জুলাই গণঅভ্যুত্থান❐ 'জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর' কোন মন্ত্রণালয়ের অধীন? ➺ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
❐ জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দুই ক্যাটাগরিতে ভাগ করে কত জনকে 'জুলাইযোদ্ধা' হিসেবে আখ্যায়িত করা হয়েছে? ➺ ১৪০১ [নোট: এই গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।।]
❐ চব্বিশের গণঅভ্যুত্থান/জুলাই বিপ্লব এর – শহীদগণ কি নামে অভিহিত হবেন ➺ জুলাই শহীদ
❐ চব্বিশের গণঅভ্যুত্থান/জুলাই বিপ্লব এর – আহতগণ কি নামে অভিহিত হবেন ➺ জুলাই যোদ্ধা
❐ স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে বর্তমান পর্যন্ত গেজেটভুক্ত শহীদদের সংখ্যা ➺ ৮৩৪ জন।
❐ ১৫ জানুয়ারি ২০২৫ প্রকাশিত গেজেট অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ শহীদের সংখ্যা কতজন? ➺ ৮৩৪ জন
জুলাই গণঅভ্যুত্থান গুরুত্বপূর্ণ তথ্যঃ
❐ শহিদ আবু সাঈদ দিবস পালিত হবে ➺ ১৬ জুলাই।❐ শহিদ আবু সাঈদ দিবস পালন করবে ➺ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
❐ 'জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু' গ্রন্থের লেখক ➺ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
❐ 'জুলাই শহীদ স্মৃতি ভবন' অবস্থিত ➺ ঢাকা বিশ্ববিদ্যালয়।
❐ ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের বলা হয় ➺ জুলাই শহিদ।
❐ ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের বলা হয় ➺ জুলাই যোদ্ধা।
❐ জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দেয়া হয় ➺ → ১৫ জানুয়ারি ২০২৫ সাল।
❐ জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর যে মন্ত্রণালয়ের অধীনে ➺ → মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
❐ প্রথম কোটা সংস্কার আন্দোলন শুরু হয় ➺ ২০১৩ সালে।
❐ কোটা সংস্কারের দাবীতে গঠিত সংগঠন ➺ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
❐ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহিদ ➺ আবু সাঈদ (১৬ জুলাই ২০২৪)।
❐ ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’-এ স্লোগানটি মূলত ➺ আবু সাঈদ-এর অভিব্যক্তি।
❐ 'পানি লাগবে পানি?' হৃদয়স্পর্শী এ আবেদন ➺ মীর মাহফুজুর রহমান মুগ্ধ-এর সাথে সম্পৃক্ত।
❐ ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনকে বলা হয় ➺ Generation Z বা Gen Z এর আন্দোলন।
❐ বাংলাদেশের জুলাই হত্যাকাণ্ডের তদন্ত করে ➺ জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।
❐ গণভবন শেরেবাংলা নগর, ঢাকা-কে জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত হয় ➺ ৫ সেপ্টেম্বর ২০২৪
❐ গণভবন জাদুঘরের নামকরণ করা হয় ➺ জুলাই গণঅভ্যুণ্ডান স্মৃতি জাদুঘর।
❐ ২৩-৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত বিশ্বব্যাংকের আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুণ্ডানের দেয়াল চিত্র নিয়ে যে প্রদর্শনী হয়, তার শিরোনাম - ➺ Paint the Sky, Make it Yours: Future Bangladesh in the eyes of the youth.
❐ July Protest.com ➺ ছাত্র-জনতার বিপ্লব সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন।
❐ 'জুলাই অনির্বাণ' ➺ ছাত্র-জনতার অভ্যুণ্ডান ও আত্মত্যাগ নিয়ে নির্মিত ভিডিওচিত্র। ২১ নভেম্বর ২০২৪ ভিডিওচিত্রটি প্রকাশ করা হয়।
❐ ৩০ অক্টোবর ২০২৪ সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে ২০২৪ সালের জুলাই অভ্যুণ্ডানের ইতিহাস অন্তর্ভুক্ত করার সিদ্বান্ত নেয় ➺ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
❐ 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন' গঠিত হয় ➺ ১০ সেপ্টেম্বর ২০২৪।
❐ কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ৫ সেপ্টেম্বর ২০২৪ পালিত কর্মসূচির নাম ➺ শহিদি মার্চ।
❐ ছাত্র-জনতার অভ্যুণ্ডানে গ্রাফিতি চিত্রের ভাষায় উঠে আসা 'আসছে ফাল্গুনে আমরা কিন্দ দ্বিগুণ হব' উক্তিটির স্রষ্টা ➺ ২৮ অক্টোবর ২০২৪।
❐ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম 'উন্নত মম শির'-এর শিল্পী ➺ শহীদ কবির।
❐ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার দেয়ালে শি‣ার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রেন্'র নাম ➺ Art of Triumph।
❐ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ১৮ জুলাই ২০২৪ প্রকাশিত প্রতিবাদী হিপ হপ সঙ্গীত ‘আওয়াজ উডা’ গীতিকার ও কণ্ঠশিল্পী ➺ র্যাপার হায়্যান হোসাইন শিমুল।
❐ 'বিদে্রাহে বিপ্লবে: ছাত্র-জনতার অভ্যুত্থান ২০২৪' একটি তথ্যচিত্র। এর নির্মাতা ➺ রেদওয়ান রনি ও সালেহ সোবহান অনীম।
❐ গণঅভ্যুত্থান ২০২৪ এ প্রথম শহিদ কে? ➺ আবু সাইদ
❐ 'বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন' গঠিত হয় কবে? ➺ ১ জুলাই, ২০২৪
❐ শেখ হাসিনা সরকারের পতন হয় কবে? ➺ ৫ আগস্ট, ২০২৪
❐ Gen-Z প্রজন্মের জন্মকাল কখন? ➺ ১৯৯৭-২০১২
❐ অসহযোগ আন্দোলনে 'লং মার্চ টু ঢাকা' কবে অনুষ্ঠিত হয়? ➺ ৫ আগস্ট, ২০২৪
❐ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কবে? ➺ ৮ আগস্ট, ২০২৪
❐ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কে? ➺ ড. মুহাম্মদ ইউনূস
▣ অদম্য-২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হলের সামনে নির্মাণ হয়েছে ২৪ এর গনঅভ্যুণ্ডানের প্রথম স্মৃতিস্তম্ভ "অদম্য-২৪"।
▣ আবু সাঈদ
২০০১ সালে রংপুর জেলার পীরগঞ্ছ উপজেলার বাবনপুর গ্রামে জম্মগ্রহন করেন। পিতাঃ মকবুল হোসেন, মাতাঃ মনোয়ারা বেগম। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ১২তম ব্যাচে পড়াশুনা করতেন। মৃত্যুঃ ১৬ জুলাই ২০২৪।
▣ মীর মাহফুজুর রহমান মুগ্ধ
শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন একজন বাংলাদেশী শি‣ার্থী এবং কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী। আন্দোলনের সময় খাবার পানি এবং বিস্কুট বিতরণ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ২০২৩ সালে গণিতে সœাতক ডিগ্রী অর্জন করেন। তিনি ঢাকা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে এমবিএ করছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত ফাইভারে এক হাজারের অধিক কাজ সম্পন্ন করেছেন। জন্মঃ ৯ সেপ্টেম্বর ১৯৯৮ উত্তরা, ঢাকা, বাংলাদেশ। মৃত্যুঃ ২০২৪ সালের ১৮ জুলাই ।
জুলাই বিপ্লব ২০২৪ নিয়ে আসা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন
❐ জুলাই বিপ্লব ২০২৪ এর প্রথম শহীদ কে? [বিজ্ঞান ইউনিট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৫] ➺ আবু সাইদ।❐ জুলাই বিপ্লব ২০২৪-এর অন্যতম স্লোগান কোনটি? [বি ইউনিট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৫] ➺ কোটা না মেধা? মেধা! মেধা !
❐ সরকারি চাকরির নিয়োগে কোটার নতুন প্রজ্ঞাপন জারি হয়? [বি ইউনিট, কলা ও মানববিদ্যা অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৫] ➺ ২৩ জুলাই ২০২৪।
❐ জুলাই বিপ্লব ২০২৪-এ শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেন কোন বিশ্ববিদ্যায়ের ছিলেন? [বি ইউনিট, কলা ও মানববিদ্যা অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৫] ➺ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
❐ জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর প্রেক্ষাপট কী ছিল? [মিটার রিডার-কাম-ম্যাসেঞ্জার, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি ২০২৫] ➺ কোটা সংস্কার ।
❐ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কী? [শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, গ্রামীণ ব্যাংক ২০২৫] ➺ উন্নত মম শির ।
❐ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয়? [শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, গ্রামীণ ব্যাংক ২০২৫] ➺ গণভবন।
❐ জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত উন্নত মম শির' শিল্পকর্মটি অঙ্কন করেন? [শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, গ্রামীণ ব্যাংক ২০২৫] ➺ শহিদ কবির।
❐ জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের সময় ঢাকার দেওয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি নিয়ে সংকলিত গ্রন্থের নাম? [শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, গ্রামীণ ব্যাংক ২০২৫] ➺ Art of Triumph
❐ জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ নিহত হন? [শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, গ্রামীণ ব্যাংক ২০২৫] ➺ ১৬ জুলাই।
❐ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আবু সাঈদ জুলাই মাসের কোন তারিখে গুলিবিদ্ধ হন? [কাস্টমার রিলেশন অফিসার, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল) ২০২৪] ➺ ১৬ তারিখে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে প্রশ্নোত্তর
❐ সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় কত তারিখে? ➺ ১ জুলাই, ২০২৪।❐ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কবে ‘বাংলা ব্লকেড কর্মসূচি' ঘোষণা করে? ➺ ৭ জুলাই, ২০২৪।
❐ কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয় কবে? ➺ ১৮ জুলাই, ২০২৪।
❐ বৈষম্যবিরোধী আন্দোলনের মেয়াদকাল কত? ➺ ১ জুলাই থেকে ৫ আগস্ট অর্থাৎ ৩৬ দিন ।
❐ কোন বিষয়কে কেন্দ্র করে বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়? ➺ সরকারি চাকরিতে কোটা সংস্কার ।
❐ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৫ আগস্টের "লং মার্চ টু গণভবন" কর্মসূচি ঘোষণা করে কত তারিখে? ➺ ৪ আগস্ট ২০২৪।
❐ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' কর্তৃক ঘোষিত 'লং মার্চ টু গণভবন' কত তারিখের ঘটনা? ➺ ৫ আগস্ট ২০২৪।
❐ অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় কত তারিখে? ➺ ২০ জুলাই ২০২৪।
❐ সরকারি চাকরিতে নতুন কোটা বরাদ্দ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় কত তারিখে? ➺ ২৩ জুলাই ২০২৪।
❐ সরকারি চাকরিতে বর্তমানে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষিত কোটা কত শতাংশ? ➺ ৫ শতাংশ।
❐ সরকারি চাকরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত কোটা কত শতাংশ? ➺ ১ শতাংশ।
❐ সরকারি চাকরিতে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষিত কোটা কত শতাংশ? ➺ ১ শতাংশ।
❐ সরকারি চাকরিতে মেধাবীদের জন্য মেধার ভিত্তিতে সংরক্ষিত কোটা কত শতাংশ? ➺ ৯৩ শতাংশ।
❐ নতুন ঘোষিত সংরক্ষিত কোটা ব্যবস্থার পূর্বে সরকারি চাকরিতে মেধাবীদের জন্য সংরক্ষিত ছিল কত শতাংশ? ➺ ৪৪ শতাংশ (কোটার ভিত্তিতে ৫৬ শতাংশ)।
❐ বৈষম্যবিরোধী আন্দোলন কত তারিখে শেখ হাসিনার পদত্যাগ দাবি করে এক দফা আন্দোলন ঘোষণা করে? ➺ ৩ আগস্ট ২০২৪।
❐ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় কত তারিখে? ➺ ৩ আগস্ট ২০২৪।
❐ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' এর প্রধান আহ্বায়ক কে? ➺ হাসনাত আবদুল্লাহ ।
❐ কত তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পলায়ন করেন? ➺ ৫ আগস্ট ২০২৪।
❐ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান ভারতের কোন বিমানঘাঁটিতে অবতরণ করে? ➺ উত্তর প্রদেশের হিন্দন বিমানঘাঁটিতে।
❐ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় কত তারিখে? ➺ ৭ আগস্ট ২০২৪।
❐ অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে কত তারিখে? ➺ ৮ আগস্ট ২০২৪।
❐ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে? ➺ ড. মুহাম্মদ ইউনূস ।
❐ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সংখ্যা কত জন? ➺ ২৩ জন (প্রধান উপদেষ্টাসহ, ১৩ এপ্রিল ২০২৫ পর্যন্ত)।
❐ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' প্রথম শহীদ কে? ➺ আবু সাঈদ।
❐ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' প্রথম শহীদ আবু সাঈদ কত তারিখে মারা যায়? ➺ ১৬ জুলাই, ২০২৪।
❐ মীর মুগ্ধ কত তারিখে মারা যায়? ➺ ১৮ জুলাই, ২০২৪।
জুলাই ২০২৪ পরবর্তী নিয়োগ পরীক্ষার প্রশ্নে ড. মুহাম্মদ ইউনূস
❐ ব্রিটেনের কোন জার্নালে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসকে Nation Builder বলা হয়েছে? [বিজনেস স্টাডিজ অনুষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়-২০২৫] ➺ দ্য নেচার ।❐ ড. মোহাম্মদ ইউনূস তারিখে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? [ বি ইউনিট বি, কলা ও মানববিদ্যা অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৫] ➺ ৮ আগস্ট, ২০২৪।
❐ গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে? [শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, গ্রামীণ ব্যাংক ২০২৫] ➺ ২ অক্টোবর ১৯৮৩ ।
❐ ড. মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মননা কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন? [শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, গ্রামীণ ব্যাংক ২০২৫] ➺ ২০১৩ সালে ।
❐ অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস-এর তিন শূন্যের তত্ত্বের অর্ন্তভূক্ত নয় কোনটি? [শিক্ষানবিশ কেন্দ্ৰ ব্যবস্থাপক, গ্রামীণ ব্যাংক ২০২৫] ➺ শূন্য ক্ষুধা ।
❐ বর্তমানে গ্রামীণ ব্যাংক ‘গ্রামীণ ব্যাংক প্রকল্প' রূপে কার্যক্রম শুরু করে কবে? [শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, গ্রামীণ ব্যাংক ২০২৫] ➺ ১৯৭৬ সালে ।
❐ গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়? [শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, গ্রামীণ ব্যাংক ২০২৫] ➺ ক্ষুদ্র ও কৃষিঋণ দানের মাধ্যমে।
❐ কোনটি ড. মুহাম্মদ ইউনূসের লেখা বই না? [শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, গ্রামীণ ব্যাংক ২০২৫] ➺ The Sun Also Rises
❐ ড. মুহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার পান কত সালে? [শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, গ্রামীণ ব্যাংক ২০২৫] ➺ ১৯৮৭।
❐ ড. মুহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন? [শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, গ্রামীণ ব্যাংক ২০২৫] ➺ ১৯৭৪ সালে ।
❐ গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট কোনটি? [শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, গ্রামীণ ব্যাংক ২০২৫] ➺ আমানত ছাড়া ঋণদান
❐ থ্রি জিরো তত্ত্বের উদ্ভাবক কে? [কারিগরি সহায়ক, পাওয়ার গ্রিড বাংলাদেশ লিমিটেড ২০২৪] ➺ ড. মুহাম্মদ ইউনূস ।
❐ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেন? [ট্রাফিক হেলপার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ২০২৪] ➺ ৭৯ তম।
❐ Which of the following is not one of the professor Muhammad Yunus's 3 Zeros for sustainable future? [সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), পেট্রোবাংলা সমন্বিত নিয়োগ-২০২৪] ➺ Zero Hunger
❐ Who is the proponent of the concept of Three Zeros? [সহকারী পরিচালক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-২০২৪] ➺ Dr. Muhammad Yunus
❐ বর্তমান অর্ন্তবর্তী সরকার গঠিত হয়েছিল? [মিটার রিডার কাম মেসেঞ্জার, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২০২৪] ➺ ৮ আগস্ট ২০২৪।
জুলাই ২০২৪ পূর্ববর্তী নিয়োগ পরীক্ষার প্রশ্নে ড. মুহাম্মদ ইউনূস
❐ গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে? [কুমিল্লা বিশ্ববিদ্যালয় সি ইউনিট ২০১৯-২০: আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ২০০৭] ➺ মালয়েশিয়া (১৯৮৫ সালে)।❐ নিচের কোন গ্রাম থেকে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয়? [চবি এফ-৩ ইউনিট ২০১৫-১৬] ➺ জোবরা।
❐ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন বছর? [জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৫] ➺ ১৯৮৩ সালে (২ অক্টোবর)।
❐ Grameen Bank is directly regulated by - [Jamuna Bank Ltd. Probationary Officer 2014] ➺ Bangladesh Bank
❐ ইউরোপে কোন দেশে ড. মুহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসায় কেন্দ্র স্থাপিত হচ্ছে? [রাজশাহী বিশ্ববিদ্যালয় ক ইউনিট ২০১৩-১৪] ➺ আলবেনিয়া (আলবেনিয়ার রাজধানী তিরানায়)।
❐ সামাজিক ব্যবসা (Social Business) ধারণাটির প্রবক্তা কে? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার ২০১২] ➺ ড. মুহাম্মদ ইউনূস।
❐ Which of the following is not a scheduled bank? [BKB Senior Officer 2012] ➺ Grameen Bank.
❐ In which year was Grameen Bank Established? [Trust Bank Ltd Assistant Officer 2011] ➺ 1983
❐ বর্তমান গ্রামীণ ব্যাংক 'গ্রামীণ ব্যাংক প্রকল্প' রূপে কবে কাজ শুরু করে? [ডাক অধিদপ্তরের উপজেলা পোস্ট মাস্টার ২০১০] ➺ ১৯৭৬ সালে ।
❐ যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি- [৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন ২০১০] ➺ ড. মুহাম্মদ ইউনূস ।
❐ বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করে? [সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক ২০০৭] ➺ জাপান ।
❐ নোবেল বিজয়ী ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকের সূচনাপর্বে জোবরা গ্রামে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা দারিদ্র্য গৃহবধুর নাম কী? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ ইউনিট ২০০৬-০৭] ➺ সুফিয়া বেগম ।
❐ ড. মুহাম্মদ ইউনুসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? [আমদানি-রপ্তানি অধিদপ্তরের নির্বাহী অফিসার ২০০৭] ➺ দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে ।
❐ বাংলাদেশে কোন ব্যাংক বিনা জামানতে ঋণ দেয়? [বাংলাদেশ টেলিভিশন-এর প্রযোজক ২০০৬] ➺ গ্রামীণ ব্যাংক।
❐ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন করছে কোন ব্যাংক? [বাংলাদেশ টেলিভিশনের অডিয়েন্স রিসার্চ অফিসার ২০০৬] ➺ গ্রামীণ ব্যাংক।
❐ সাধারণত দারিদ্র্য মহিলারা ক্ষুদ্রঋণীর কত ভাগ? [বিআরডিবি'র সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০০৬] ➺ ৯৫ ভাগের বেশি।
❐ গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত? [বিআরডিবি'র সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০০৬] ➺ দারিদ্র্য পরিবারকে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ দেয়ার জন্য।
❐ Which of the following institutions is the pioneer of microfinance movement in Bangladesh? [RAKUB Ltd. Senior Officer 2006] ➺ গ্রামীণ ব্যাংক।
❐ বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রোক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? [২৬তম বিসিএস] ➺ গ্রামীণ ব্যাংক।
❐ নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের গ্রামের নাম কী? [রাজশাহী বিশ্ববিদ্যালয় ফোকলোর ২০০৭-০৮] ➺ বাথুয়া ।
❐ ক্ষুদ্র ঋণের (Micro Credit) প্রবর্তক কে? [রাজশাহী বিশ্ববিদ্যালয় (অ-বাণিজ্য) ২০০৫-০৬] ➺ ড. মুহাম্মদ ইউনূস ।
❐ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? [রাজশাহী বিশ্ববিদ্যালয় (ভূগোল ও পরিবেশ বিদ্যা) ২০০৫-০৬] ➺ ড. মুহাম্মদ ইউনূস ।
❐ Who has been awarded Nobel Peace Prize in 2006 ? [Bangladesh Krishi Bank Ltd. Officer 2007] ➺ Dr. Mohammad Yunus
❐ দক্ষিণ এশিয়ায় ড. ইউনুস শান্তিতে কততম নোবেল বিজয়ী? [আবহাওয়া অধিদপ্তরে সহকারী আবহাওয়াবিদ ২০০৭] ➺ দ্বিতীয় (প্রথম: ভিয়েতনামের লি ডাক থো) ।
❐ Dr. Muhammad Yunus was awarded the Nobel Prize under which category? [Sadharan Bima Corporation Junior Officer 2009] ➺ Peace
❐ ড. মো. ইউনূস ২০০৬ সালের কোন তারিখ অসলোতে নোবেল পুরস্কার গ্রহণ করেন? [ঢাবি গ ইউনিট ২০০৬-০৭] ➺ ডিসেম্বর ১০।
❐ Grameen Bank is - [ Bangladesh Bank Assistant Director 2004] ➺ a development bank
❐ গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে? [মহ্য হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীনে 'অধীক্ষক' ১৯৯৮] ➺ গ্রামের ভূমিহীন ও দারিদ্র্য জনসাধারণদের।
❐ কোন ব্যাংক বাংলাদেশের দারিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে? [১৪তম বিসিএস: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (ঢাকা বিভাগ) ২০০৩: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১৯৯৫] ➺ গ্রামীণ ব্যাংক।
ড. মুহাম্মদ ইউনূস এবং তার পরিবার
❐ ড. মুহাম্মদ ইউনূস কোথায় জন্মগ্রহণ করেন ? ➺ চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে ।❐ ড. মুহাম্মদ ইউনূস কত সালে জন্মগ্রহণ করেন? ➺ ২৮ জুন, ১৯৪০ সালে।
❐ ড. মুহাম্মদ ইউনূসের পিতার নাম কী? ➺ হাজী দুলা মিয়া সওদাগর (পেশায় জহুরি ছিলেন)।
❐ ড. মুহাম্মদ ইউনূসের মাতার নাম কী? ➺ সুফিয়া খাতুন ।
❐ ড. মুহাম্মদ ইউনূসের ভাই-বোন কত জন এবং তিনি কততম সন্তান? ➺ দুই ভাই ও নয় বোনের মধ্যে ড. মুহাম্মদ ইউনূস ছিলেন-তৃতীয়। ৬. ড. মুহাম্মদ ইউনূসের পরিবার কত সালে চট্টগ্রামে গমন করে? ➺ ১৯৪৪ সালে ।
ড. মুহাম্মদ ইউনূসের শিক্ষাজীবন
❐ ড. মুহাম্মদ ইউনূস প্রথম কোথায় অধ্যয়ন শুরু করেন? ➺ বাথুয়া গ্রামের মহাজন ফকিরের স্কুলে।❐ ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রামে কোন স্কুলে ভর্তি হন? ➺ লামাবাজার প্রাথমিক বিদ্যালয় ।
❐ ড. মুহাম্মদ ইউনূস মাধ্যমিক পাশ করেন কোন স্কুল থেকে? ➺ চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে।
❐ ড. মুহাম্মদ ইউনূস কোন প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন? ➺ চট্টগ্রাম কলেজ থেকে ।
❐ চট্টগ্রাম কলেজে অধ্যয়নকালে ড. মুহাম্মদ ইউনূস কোন পত্রিকার সম্পাদনা করেন? ➺ সাহিত্য পত্রিকা ।
❐ চট্টগ্রাম কলেজে অধ্যয়নকালে ড. মুহাম্মদ ইউনূস কোন পত্রিকায় কলাম লিখার কাজে যুক্ত ছিলেন ? ➺ দৈনিক আজাদি পত্রিকায়।
❐ কত সালে ড. মুহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণিতে ভর্তি হন? ➺ ১৯৫৭ সালে ।
❐ ড. মুহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মান শ্রেণিতে কোন বিভাগে ভর্তি হন? ➺ অর্থনীতি বিভাগে ।
❐ কত সালে ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রী লাভ করেন? ➺ ১৯৬৯ সালে।
ড. মুহাম্মদ ইউনূসের কর্মজীবন
❐ ড. মুহাম্মদ ইউনূস কোন প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে কর্মজীবন শুরু করেন? ➺ ব্যুরো অব ইকোনমিক্স-এ গবেষণা সহকারী হিসেবে।❐ কত সালে ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম কলেজের অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেন? ➺ ১৯৬২ সালে ।
❐ কত সালে ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন? ➺ ১৯৮৩ সালে ।
❐ কত সালে ড. মুহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন? ➺ ১৯৭৪ সালে ।
❐ ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত প্রকল্পটির নাম কী? ➺ পল্লী ব্যাংকিং এর পাইলট প্রকল্প ।
ড. মুহাম্মদ ইউনূসের পুরস্কার ও সম্মাননা
❐ কত সালে ড. মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন? ➺ ২০০৬ সালের ১৩ অক্টোবর (গ্রহণ করেন ২০০৬ সালের ১০ ডিসেম্বর)।❐ ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক কোন সম্মাননাটি অর্জন করেন? ➺ কংগ্রেশনাল গোল্ড মেডেল।
❐ ড. মুহাম্মদ ইউনূস ২০১২ সালে ফরচুন ম্যাগাজিন কর্তৃক কোন স্বীকৃতি লাভ করেন? ➺ ‘সময়ের অন্যতম সেরা উদ্যোক্তা' ।
❐ ড. মুহাম্মদ ইউনূস কত সালে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেন? ➺ ১৯৭৮ সালে ।
❐ ড. মুহাম্মদ ইউনূস কত সালে র্যামোন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন? ➺ ১৯৮৪ সালে ।
❐ ড. মুহাম্মদ ইউনূস কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড লাভ করেন কত সালে? ➺ ১৯৮৫ সালে।
❐ ড. মুহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার লাভ করেন কবে? ➺ ১৯৮৭ সালে ।
অন্তর্বর্তীকালীন সরকারে ড. মুহাম্মদ ইউনূস
❐ তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন কবে? ➺ ৮ আগস্ট ২০২৪।❐ অন্তর্বর্তীকালীন সরকার কতজন সদস্য নিয়ে গঠিত? ➺ প্রধান উপদেষ্টাসহ ২১জন।
❐ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে? ➺ ড. মুহাম্মদ ইউনূস ।
ড. মুহাম্মদ ইউনূস রচিত গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহ
❐ “Creating a World without Poverty” বইটি কার লেখা? ➺ ড. মুহাম্মদ ইউনূস ।
❐ “Banker to the Poor: Micro-lending and the battle against World Poverty” বইটির লেখক কে এবং কত সালে প্রকাশিত হয়? ➺ ড. মুহাম্মদ ইউনূস এবং ১৯৯৮ সালে।
❐ ড. মুহাম্মদ ইউনূস এর আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? ➺ দারিদ্রহীন বিশ্বের অভিমুখে।
ড. মুহাম্মদ ইউনূসের প্রকাশিত গ্রন্থসমূহ
❐ Banker to the Poor: Micro-lending and The Battle against World Poverty. (1998)❐ Creating a World Without Poverty
❐ Building Social Business - The New Kind of Capitalism that Serves Humanities Most Pressing Needs
❐ A World of Three Zeros: The New Economics of Zero Poverty, Zero Unemployment, and Zero Net Carbon Emissions
❐ আত্মজীবনীমূলক বই - দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে
❐ দারিদ্র্যমুক্ত বিশ্বের জন্য
❐ গ্রামীণ ব্যাংক ও আমার জীবন
❐ পথের বাঁধা সরিয়ে নিন, মানুষকে এগুতে দিন
ড. মুহাম্মদ ইউনূসের বিখ্যাত উক্তি:
❐ "Poverty does not belong in civilized human society. Its proper place is in a museum. That's where it will be."
❐ "If you think creating a world without any poverty is impossible, let's do it. Because it is the right thing to do”
❐ "If we are looking for one single action which will enable the poor to overcome their poverty, I would focus on credit."
জেনারেশনগুলোর নামকরণ হলো যেভাবে...
❐ ১ জানুয়ারি ২০২৫ যে শিশুটা জন্মগ্রহণ করেছে, সে জেনারেশন বিটার সদস্য। এই যে জেনারেশন বিটা নামটা কোত্থেকে এলো? কে বা কারা প্রজন্মের এমন নামকরণ করলো? কিসের ভিত্তিতে বা এই নামকরণ হলো? - তা নিয়ে চলছে তুমুল আলোচনা। বিষয়গুলো সম্পর্কে তথা জেনারেশনগুলোর নামকরণ, সময়কাল ও বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন- মোনাব্বের স্যার১. জেনারেশন বেবি বুমার্স( Gen Boomers):
▣ সময়কাল: ১৯৪৬ - ১৯৬৪ সালের মধ্যে যাদের জন্ম।
▣ নামকরণ: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা বিশ্বের জন্মহার ছিল ঊর্ধ্বমুখি। জন্মহারের তীব্র বৃদ্ধির সময়ে জন্ম হয়েছে বিধায় তাঁদেরকে বেবি বুমার্স নামকরণ করা হয়েছে।
▣ বৈশিষ্ট্য:
❐ বেবি বুমার্সদের বয়স এখন ৬০ থেকে ৭৮ বছর।
❐ পশ্চিমে ১৯৫০ ও ১৯৬০-এর দশকে বুমারদের শৈশবকালে শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য সংস্কার হয়েছিল।
❐ এ প্রজন্মের সদস্যরা স্পষ্ট নির্দিষ্ট বক্তব্য ও সামাজিক আন্দোলন তৈরি করতে পেরেছিল। ১৯৬০-এর দশকের কাউন্টারকালচার ও এর প্রতিক্রিয়া তারই স্বাক্ষর বহন করে।
❐ এ প্রজন্মের সদস্যরা প্রযুক্তির তেমন ছোঁয়া পায় নি। তাই তারা বিজ্ঞান-প্রযুক্তি সম্পর্কে অনভিজ্ঞ।
২. জেনারেশন এক্স (Gen X):
▣ সময়কাল: ১৯৬৫–১৯৮০ সালের মধ্যে যাদের জন্ম।
▣ নামকরণ: কানাডিয়ান লেখক ডগলাস কুপল্যান্ড তাঁর ১৯৯১ সালের বই ‘জেনারেশন এক্স: টেলস ফর অ্যান অ্যাক্সিলারেটেড কালচার’-এ ১৯৬৫ থেকে ১৯৮০ সালের মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ‘জেন এক্স’ বলেন। আর এই নাম পরবর্তীতে ব্যাপক জনপ্রিয়তা পায়।
▣ বৈশিষ্ট্য:
❐ জেনারেশন এক্স সরাসরি বেবি বুমার্স প্রজন্মকে অনুসরণ করে।
❐ জেনারেশন এক্সের বয়স এখন ৪৪ থেকে ৫৯ বছর।
❐ বুমার্সদের মতো একই রকম অর্থনৈতিক, প্রযুক্তিগত ও রাজনৈতিক পরিস্থিতিতে বেড়ে উঠেছে। কেননা, এ সময় বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি বা ইতিহাসে খুব একটা রদবদল ঘটেনি।
❐ সামাজিক নিয়ম এবং অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে বড় হলেও তাঁরা স্বাধীন, বাস্তববাদী এবং উদ্ভাবনীশক্তিসম্পন্ন ছিল।
❐ তাঁরা কিছুটা পার্সোনাল কম্পিউটার এবং এমটিভি-র উত্থান প্রত্যক্ষ করেছে।
❐ জেনারেশন এক্স মূলত তাদের আগে জন্মানো বেবি বুমার্স ও জেনারেশন ওয়াইয়ের মাঝখানে পড়ে যাওয়া ‘স্যান্ডউইচ’।
৩. জেনারেশন ওয়াই বা মিলেনিয়াল(Gen y/ Millenial):
▣ সময়কাল: ১৯৮১–১৯৯৬ সালের মধ্যে যাদের জন্ম।
▣ নামকরণ: এ প্রজন্ম জেনারেশন এক্সের পরে জন্মগ্রহণ করেছে বিধায় ইংরেজি এক্স বর্ণের পরের বর্ণানুসারে তাঁদের নামকরণ করা হয়েছে জেনারেশন ওয়াই।
❐ এ ছাড়া এ প্রজন্ম মিলেনিয়াল(সহস্রাব্দ) হিসেবে পরিচিত। তাঁদের সবচেয়ে বয়স্ক সদস্যরা দ্বিতীয় সহস্রাব্দের দিকে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেন বিধায় লেখক উইলিয়াম স্ট্রস ও নিল হাউ এমন নামকরণ করেন। পরবর্তীতে তা সবার নিকট জনপ্রিয় হয়ে ওঠে।
❐ ২০১৪ সালে নিল হাউ মার্কিন রেডিও এনপিআরকে (ন্যাশনাল পাবলিক রেডিও) দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমরা ভেবেছিলাম, এ প্রজন্ম যেহেতু ২০০০ সালে জীবনের সেরা সময়, অর্থাৎ তরুণ্যে পৌঁছাবে, তাই তাদের বোঝানোর জন্য চট করে সহস্রাব্দ (মিলেনিয়াল) নামটি মাথায় এসেছিল।’
▣ বৈশিষ্ট্য:
❐ জেনারেশন ওয়াই বা মিলেনিয়ালদের বর্তমান বয়স ২৮ থেকে ৪৩ বছর(তাদের ‘নাইন্টিজ কিডস’ বা নব্বইয়ের সন্তানও বলা হয় )।
❐ তাদের মা-বাবারা বুমার্স ও জেনারেশন এক্সের সদস্য।
❐ তাঁরা ইন্টারনেটের প্রসার এবং বিশ্বায়নের সময়ে বড় হয়েছে।
❐ এ প্রজন্ম সোশ্যাল মিডিয়া এবং মোবাইল প্রযুক্তির দ্বারা গভীরভাবে প্রভাবিত।
❐ তাঁরা প্রযুক্তি দক্ষ, সামাজিকভাবে সচেতন এবং অভিজ্ঞতাকে মূল্য দেয়।
৪. জেনারেশন জেড(Gen Z):
▣ সময়কাল: ১৯৯৭ - ২০১২ সালের মধ্যে যাদের জন্ম।
▣ নামকরণ: এ প্রজন্ম যেহেতু জেনারেশন ওয়াই-পরবর্তী সময়ে জন্মেছে, তাই তাদের ডাকা হয় ‘জেনারেশন জেড’ বা জেন–জি নামে।
▣ বৈশিষ্ট্য:
❐ বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এ প্রজন্মের মা-বাবারা মূলত জেনারেশন এক্স ও ওয়াইয়ের সদস্য।
❐ এ প্রজন্মের বর্তমান বয়স ১২ থেকে ২৭ বছর।
❐ এ প্রজন্মের সদস্যরা প্রথম স্মার্টফোনের সঙ্গে তাদের বয়ঃসন্ধিকাল কাটিয়েছে।
❐ বৈচিত্র্যময়, সামাজিকভাবে সচেতন এবং উদ্যোক্তা মনোভাবসম্পন্ন এ প্রজন্ম পুরোপুরি ডিজিটাল যুগে জন্মেছে এবং বড় হয়েছে।
❐ এ প্রজন্ম প্রযুক্তি ব্যবহারে স্বচ্ছন্দবোধ করে এবং নতুন প্রবণতা দ্রুত গ্রহণ করতে আগ্রহী।
৫. জেনারেশন আলফা (Gen Alpha):
▣ সময়কাল: ২০১৩ - ২০২৪ সালের মধ্যে যাদের জন্ম।
▣ নামকরণ: পূর্ববর্তী জেনারেশন জেডের সঙ্গে সঙ্গে ইংরেজি বর্ণমালার অক্ষর শেষ হয়ে যাওয়ায় এ প্রজন্মের নামকরণে গ্রিক বর্ণমালার অক্ষর দিয়ে শুরু হয়। সামাজিক বিশ্লেষক ও জনসংখ্যাবিদ মার্ক ম্যাকক্রিন্ডল বলেন, ‘এ প্রজন্ম সত্যিকার অর্থে সবচেয়ে কম বয়স থেকে ডিজিটাল। অনিশ্চিত ও দ্রুত পরিবর্তনশীল সময়ে বেড়ে উঠছে। এটি একটি সম্পূর্ণ নতুন বাস্তবতার সূচনা। তাই আমি শুধু “লেটস গো উইথ দ্য সায়েন্টিফিক নেমিং” ধারণা সামনে রেখেছি। আর এ ক্ষেত্রে গ্রিক বর্ণমালা ব্যবহার করেছি।’
❐ আলফার পরবর্তী প্রজন্মগুলোর নাম হতে পারে ‘বিটা’, ‘গামা’ ইত্যাদি।
▣ বৈশিষ্ট্য:
❐ এ প্রজন্মের মা-বাবারা আবার জেনারেশন ওয়াই বা জেড এর সদস্য।
❐ এ প্রজন্মের বর্তমান বয়স ০ থেকে ১২ বছর।
❐ সবচেয়ে কম বয়সী প্রজন্ম, বর্তমানে বড় হচ্ছে।
❐ আধুনিক প্রযুক্তি যেমন এআই এবং স্মার্ট ডিভাইসের সঙ্গে বেড়ে উঠছে।
❐ এ প্রজন্ম সবচেয়ে শিক্ষিত এবং প্রযুক্তি-বিশেষজ্ঞ প্রজন্ম হতে পারে।
৬. জেনারেশন বিটা (Gen Beta):
▣ সময়কাল: ১ জানুয়ারি ২০২৫ এর পর জন্মগ্রহণকারী (সময়কাল এখনও আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা না হলেও কেউ কেউ এর সীমা হিসেবে ২০৩৯ সালকে উল্লেখ করছেন।)।
▣ নামকরণ: জনসংখ্যাবিদ মার্ক ম্যাকক্রিন্ডল এর “লেটস গো উইথ দ্য সায়েন্টিফিক নেমিং” ধারণা থেকে গ্রিক বর্ণমালা আলফার পরে জেনারেশন বিটার নামকরণ করা হয়েছে।
▣ বৈশিষ্ট্য:
❐ এ প্রজন্ম আলফা প্রজন্মের পরবর্তী প্রজন্ম হিসেবে বিবেচ্য।
❐ আরও উন্নত প্রযুক্তি এবং এআই-চালিত বিশ্বের সঙ্গে বড় হবে।
❐ এই প্রজন্ম বিজ্ঞান ও প্রযুক্তির অজানা অনেক কিছু অবলোকন করবে।
❐ সর্বপরি কথা হচ্ছে, আজকের শিশু আগামিদিনের শিশুর তুলনায় যেমন ব্যাকডেটেট, তেমনি আবার আগামিদিনের শিশুর তুলনায় তার পরবর্তী শিশু আরো আপডেটেড। সুতরাং বিটা পরবর্তী সম্ভাব্য ‘গামা’ প্রজন্ম আরো উৎকৃষ্ট, উন্নত ও আরো শক্তিশালী প্রযুক্তিগত বিশ্বের সাথে পরিচিত হবে।
নতুন মুখ ও বাংলাদেশ
❐ What is the name of the vice-chancellor of Bangladesh University of Engineering and Technology (BUET)? (বুয়েটের উপচার্যের নাম কী?) ➺ Prof ABM Badruzzaman (প্রফেসর এবিএম বদরুজ্জামান)।❐ What is the name of the vice chancellor of Jahangirnagar University? (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম কী?) ➺ Prof Kamrul Ahsan (প্রফেসর কামরুল আহসান)।
❐ What is the name of director general of Bangla Academy? (বাংলা একাডেমির মহাপরিচালকের নাম কী ? ) ➺ Prof Mohammad Azam (প্রফেসর মোহাম্মদ আজম)।
❐ Who is the chairman of University Grants Commission (UGC)? (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নাম কী?) ➺ Prof Dr SMA Faiz (প্রফেসর ড. এসএমএ ফায়াজ)।
❐ What is the name of the director general of Bangladesh Television (BTV)? (বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকের নাম কী?) ➺ Mahbubul Alam (মাহবুবুল আলম)।
❐ What is the name of the vice chancellor of University of Dhaka? (ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম কী?) ➺ Niaz Ahmed Khan (নিয়াজ আহমদ খান)।
❐ What is the name of the chief of army of Bangladesh? (বাংলাদেশের বর্তমান সেনাপ্রধানের নাম কী? ➺ General Waker - Uz Zaman (জেনারেল ওয়াকার-উজ-জামান)।
❐ What is the name of the vice chancellor of Jagannath University? (জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম কী?) ➺ অধ্যাপক ড. রেজাউল করিম।
❐ What is the name of Attorney General of Bangladesh? (বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কী?) ➺ Md Asaduzzaman (মো. আসাদুজ্জামান)।
❐ What is the name of the chief of Dhaka Metropoliton Police? (ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধানের নাম কী?) ➺ Md Mainul Hasan (মো: মাইনুল হাসান)।
❐ What is the name of the present governor of Bangladesh Bank? (বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কী?) ➺ Dr. Ahsan H. Mansur ( 13th Governor) [আহসান এইচ মনসুর (১৩তম গভর্নর)]
❐ What is the name of the new chairman of PSC (Public Service Commision? (বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এর নবনিযুক্ত চেয়ারম্যানের নাম কী?) ➺ Professor Mobasser Monem (14th) [অধ্যাপক মোবাশ্বের মোনেম (১৪ তম)]।
❐ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের নাম কী? ➺ মো. আবদুর রহমান খান ।
❐ What is the name of the chief prosecutor to the International Crimes Tribunal? (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনানের চিপ প্রসিকিউটরের নাম কী?) ➺ Mohammad Tajul Islam (মোহাম্মদ তাজুল ইসলাম)।
❐ Who has been selected as permanent representative of Bangladesh to the United Nations (UN)? (জাতিসংঘের বাংলাদেশর স্থায়ী প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন কে?) ➺ Salahuddin Noman Chowdhury (সালাউদ্দীন নোমান চৌধুরী)।
❐ What is the name of the Inspector General of Police (IGP)? (বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের নাম কী?) ➺ Baharul Alam (বাহারুল আলম)।
❐ Who is the Chief Justice of Bangladesh? (বাংলাদেশের প্রধান বিচারপতি কে? ➺ Syed Refaat Ahmed (25th) [সৈয়দ রেফাত আহমেদ (২৫তম)
❐ What is the name of Chief of Air Staff of the Bangladesh Air Force (BAF)? (বাংলাদেশ বিমান বাহিনি প্রধানের নাম কী?) ➺ Hasan Mahmood Khan (হাসান মাহমুদ খাঁন)।
❐ What is the name of the chief of Border Guard Bangladesh (BGB)? (বাংলাদেশ বর্ডার বাংলাদেশ এর প্রধানের নাম কী?) ➺ Mohammad Ashrafuzzaman Siddiqui (মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী)।
❐ What is the name of the chairman of Non-Government Teachers' Registration & Certification Authority (NTRCA)? (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (NTRCA) এর চেয়ারম্যানের নাম কী?) ➺ মোহাম্মদ মফিজুর রহমান।
❐ What is the name of the vice-chancellor of National University? (জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের নাম কী?) ➺ Professor Dr. A.S.M. Amanullah (প্রফেসর ড. এ এম আমানুল্লাহ)।
❐ What is the name of the chief of Bangladesh Navy? (বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের নাম কী?) ➺ Admiral M Nazmul Hasan (অ্যাডমিরাল এম নাজমুল হাসান)।
❐ What is the name of the Controller General of Accounts (CGA) for the Government of Bangladesh? (বাংলাদেশ সরকারের হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) এর নাম কী? ➺ S M Rezvi (এস এম রিজভী)।