Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

আঞ্চলিক সামরিক জোট

 বিশ্বের বিভিন্ন অঞ্চলে সামরিক শক্তি বজায় রাখা, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য বেশ কিছু আঞ্চলিক সামরিক জোট গঠিত হয়েছে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য জোট হল:

উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (NATO)

NATO এর পূর্ণরুপNorth Atlantic Treaty Organization
প্রতিষ্ঠাকালNATO চুক্তি স্বাক্ষরত হয় ৪ এপ্রিল, ১৯৪৯।
সদস্য দেশ● বর্তমান সদস্য সংখ্যা ৩০। যথা- যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, ডেনমার্ক, আইসল্যান্ড, ইতালি, নরওয়ে, পর্তুগাল, গ্রিস, তুরস্ক, জার্মানি, স্পেন, পোল্যান্ড, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, বুলগেরিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, আলবেনিয়া, ক্রোয়েশিয়া ও উত্তর মেসিডোনিয়া।
● সর্বশেষ সদস্য দেশ - উত্তর মেসিডোনিয়া (২৭ মার্চ ২০২০)।
● ন্যাটোভূক্ত মুসলিম দেশ ২টি। যথা- আলবেনিয়া ও তুরস্ক।
সদর দপ্তরব্রাসেলস, বেলজিয়াম
লক্ষএকটি সামরিক জোট। সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক আগ্রাসন প্রতিরোধ করা।
Noteন্যাটো বাহিনী ২০০৩ সালের আগস্টে আফগানিস্তানে International Security Assistance Force (ISAF) মিশনে অংশগ্রহণ করে। এটি ইউরোপের বাহিরে ন্যাটো বাহিনীর প্রথম মিশন।

আনজুস (ANZUS)

পূর্ণরূপAustralia, New Zealand, United States Security Treaty
প্রতিষ্ঠাকাল১ সেপ্টেম্বর, ১৯৫১
সদস্য দেশবর্তমান সদস্য সংখ্যা ৩। যথা- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্র।
সদর দপ্তরক্যানবেরা (অস্ট্রেলিয়ার রাজধানী)
লক্ষএকটি সামরিক জোট। সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক আগ্রাসন প্রতিরোধ করা।
Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...