Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

বাংলাদেশের নদ-নদী নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তথ্যাবলি ও প্রশ্নোত্তর! ১/২ মার্ক নিশ্চিত কমন!

 দেশে নদ-নদীর সংখ্যা

❐ বর্তমানে নদ-নদীর সংখ্যা ➺ ১,৪১৫টি
❐ দীর্ঘতম নদী ➺ পদ্মা (৩৫১ কি.মি.)
❐ ক্ষুদ্রতম নদী ➺ বলেশ্বর (০.২ কি.মি.); অবস্থান শেরপুর জেলায়
❐ ইছামতি নামে বিভিন্ন জেলায় নদী আছে ➺ ১৪টি।
❐ নদীর সংখ্যা নিয়ে বিতর্ক চলছে বছরের পর বছর। নদী গবেষণা ইনস্টিটিউটের গণনার সঙ্গে মেলে না জাতীয় নদী রক্ষা কমিশনের হিসাব, আবার এ দুই সংস্থার সঙ্গে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (BWDB) হিসাবেও ছিল গরমিল। অবশেষে নদ-নদীর তালিকা তৈরিতে সকল প্রতিষ্ঠান একজোট হয়। 
❐ ১৪ এপ্রিল ২০২৫ ➺ BWDB দেশে নদ-নদীর সংখ্যার নতুন তালিকা প্রকাশ করে। BWDB'র ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশে নদ- নদীর সংখ্যা ➺ ১,৪১৫টি। 
❐ পানি সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহণ মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB), জাতীয় নদী রক্ষা কমিশন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন এবং নদীকর্মীদের সমন্বয়ে প্রস্তুত করা হয় এ তালিকা। সরকারের নথিপত্রে আছে এমন নদীগুলোই তালিকাভুক্ত করা হয়। তবে এটি চূড়ান্ত তালিকা নয়, কাজটি একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতে আরও নদ-নদীর সন্ধান পাওয়া গেলে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

দীর্ঘতম ১৫টি নদী (কি.মি.)

❐ নাম ➺ দৈর্ঘ্য ➺ প্রবাহিত জেলা
❐ পদ্মা ➺ ৩৫১ কি.মি. ➺ চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, রাজবাড়ী, চাঁদপুর, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী ও ফরিদপুর
❐ ইছামতি/কালিন্দি ➺ ৩৩৪ কি.মি. ➺ চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ ও সাতক্ষীরা
❐ ধলেশ্বরী ➺ ৩৩০ কি.মি. ➺ ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ
❐ সাঙ্গু ➺ ২৯৪ কি.মি. ➺ বান্দরবান ও চট্টগ্রাম
❐ কুশিয়ারা ➺ ২৮৮ কি.মি. ➺ সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ
❐ পুরাতন ব্রহ্মপুত্র ➺ ২৮৮ কি.মি. ➺ গাইবান্ধা, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর ও নরসিংদী
❐ কপোতাক্ষ ➺ ২৭৪ কি.মি. ➺ ঝিনাইদহ, যশোর, খুলনা ও সাতক্ষীরা
❐ সুরমা ➺ ২৫০ কি.মি. ➺ সুনামগঞ্জ ও সিলেট
❐ ভৈরব ➺ ২৪২ কি.মি. ➺ চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, খুলনা ও নড়াইল
❐ বংশী ➺ ২৩৯ কি.মি. ➺ জামালপুর, গাজীপুর ও ঢাকা
❐ ব্রহ্মপুত্র-যমুনা ➺ ২৩০ কি.মি. ➺ টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া
❐ ভোগাই ➺ ২২৪ কি.মি. ➺ নেত্রকোণা ও সুনামগঞ্জ
❐ মেঘনা ** ➺ ২২১ কি.মি. ➺ হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, বরিশাল, ভোলা ও পটুয়াখালী
❐ আত্রাই ➺ ২১৭ কি.মি. ➺ নওগাঁ, নাটোর, পঞ্চগড় ও দিনাজপুর
❐ নবগঙ্গা ➺ ২১৪ কি.মি. ➺ চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, খুলনা ও যশোর

❐ তালিকায় পদ্মা নদীকে দুটি ভাগে বিভক্ত করা হয়। একটি হলো গঙ্গা/পদ্মা, যার দৈর্ঘ্য ➺ ২৩০ কি.মি. এবং অপরটি হলো পদ্মা, যার দৈর্ঘ্য ➺ ১২১ কি.মি.।
❐ মেঘনা নদীকেও দুটি ভাগে বিভক্ত করা হয়। একটি হলো মেঘনা আপার, যার দৈর্ঘ্য ➺ ১৫৬ কি.মি. এবং অপরটি হলো মেঘনা লোয়ার, যার দৈর্ঘ্য ➺ ৬৫ কি.মি.।

ক্ষুদ্রতম ৩টি নদী (কি.মি.)

❐ নাম ➺ দৈর্ঘ্য ➺ প্রবাহিত জেলা
❐ বলেশ্বর ➺ ০.২ কি.মি. ➺ শেরপুর
❐ প্র. নাইজার ➺ ০.৩২ কি.মি. ➺ সুনামগঞ্জ
❐ ভগাইন ➺ ০.৩৪ কি.মি. ➺ নেত্রকোণা

ইছামতি নামে ১৪টি নদী (কি.মি.)

❐ নাম ➺ দৈর্ঘ্য ➺ প্রবাহিত জেলা
❐ ইছামতি/নাচনিয়া ➺ ৩ ➺ রংপুর
❐ ইছামতি (ঢাকা) ➺ ৫ ➺ মানিকগঞ্জ
❐ ইছামতি-মইদারা/মাইদারা ➺ ১১ ➺ বাগেরহাট
❐ ইছামতি (ময়মনসিংহ) ➺ ২২.২ ➺ ময়মনসিংহ
❐ ইছামতি (দিনাজপুর) ➺ ৩৬ ➺ দিনাজপুর, নীলফামারী
❐ ইছামতি (সিরাজদিখান) ➺ ৩৬ ➺ নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ
❐ ইছামতি (রাঙ্গামাটি) ➺ ৪৩ ➺ চট্টগ্রাম, রাঙ্গামাটি
❐ ইছামতি (সিরাজগঞ্জ) ➺ ৫০ ➺ সিরাজগঞ্জ
❐ ইছামতি (সিরাজগঞ্জ)/মরা বাঙ্গালী ➺ ৫০ ➺ বগুড়া
❐ ইছামতি (খুলনা) ➺ ৫৪ ➺ খুলনা
❐ ইছামতি (বগুড়া) ➺ ৭১ ➺ বগুড়া
❐ ইছামতি (মানিকগঞ্জ) ➺ ৭২ ➺ ঢাকা, মানিকগঞ্জ
❐ ইছামতি (পাবনা) ➺ ৮৯ ➺ পাবনা
❐ ইছামতি-কালিন্দি/ইছামতি/কালিন্দি ➺ ৩৩৪ ➺ সাতক্ষীরা, ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা

এক নজরে বাংলাদেশের বিভিন্ন নদী

❐ বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে ফিরে এসেছে এমন নদীর সংখ্যা ➺ ৪টি। নদীগুলো আত্রাই, মহানন্দা, পুনর্ভবা ও টাঙ্গন।
❐ বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী ➺ পদ্মা।
❐ চলন বিলের মধ্য দিয় প্রবাহিত নদী ➺ আত্রাই।
❐ জোয়ার -ভাঁটা হয় না ➺ গোমতী নদীতে
❐ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র ➺ হালদা নদী
❐ বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী ➺ নাফ
❐ বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী ➺ হাড়িয়াভাঙ্গা
❐ বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে ➺ আত্রাই
❐ বরাক নদী বাংলাদেশে ঢুকেছে ➺ সুরমা হয়ে (পরে মেঘনায় গিয়ে মিশেছে)
❐ যমুনার সৃষ্টি হয় ➺ ১৭৮৭ সালের ভূমিকম্পে
❐ কুমিল্লার দু:খ বলা হয় ➺ গোমতীকে (জোয়ার ➺ ভাটা হয় না)।

বিভিন্ন নদীর পূর্বনাম

❐ পদ্মা নদীর প্রাচীন নাম ➺ নলিনী/কীর্তিনাশা
❐ যমুনা ➺ জোনাই নদী
❐ বুড়িগঙ্গা ➺ দোলাই নদী (দোলাই খাল)
❐ ব্রহ্মপুত্র ➺ লৌহিত্য
❐ নদী সিকস্তি ➺ নদী ভাঙনে সর্বস্বান্ত
❐ নদী পয়স্তি ➺ নদীর চরে যারা চাষাবাদ করে
❐ ফারাক্কা বাঁধ ➺ গঙ্গা নদীর উপরে (বাংলাদেশে এসে গঙ্গা ‘পদ্মা’ নাম নিয়েছে)
❐ বাকল্যান্ড বাঁধ ➺ বুড়িগঙ্গার তীরে (১৮৬৪ সালে নির্মিত)
❐ টিপাইমুখ বাঁধ ➺ বরাক নদীর উপরে (ভারতের মণিপুর রাজ্যে)
❐ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র ➺ কর্ণফুলী নদীর উপর (১৯৬২ সালে নির্মিত)
❐ চট্টগ্রাম বন্দর ➺ কর্ণফুলী নদীর তীরে
❐ মংলা (খুলনা) বন্দর ➺ পশুর নদীর তীরে
❐ মাওয়া ফেরিঘাট ➺ পদ্মার তীরে
❐ প্রধান নদীবন্দর ➺ নারায়ণগঞ্জ
❐ নদী গবেষণা ইন্সটিটউট ➺ ফরিদপুর
❐ নদী উন্নয়ন বোর্ড ➺ ঢাকায়।

বিভিন্ন নদীর উৎসস্থল (প্রবেশমুখ)

❐ তিস্তা ➺ তি+নি [ তিস্তা+ নীলমারী]
❐ ব্রহ্মপুত্র ➺ ব+কু [ব্রহ্মপুত্র+ কুড়িগ্রাম]
❐ মেঘনা ➺ মে+সি [ মেঘনা + সিলেট]
❐ যমুনা ➺ য+কু [যমুনা + কুড়িগ্রাম]
❐ নাফ ➺ না+ক [নাফ + কক্সবাজার]
❐ হালদা ➺ হাল+খা [হালদা + খাগড়াছড়ি]
❐ পদ্মা ➺ প+চা [পদ্মা + চাঁপাই]

প্রধান নদী সমূহের মিলিত স্থান ও প্রবাহ:

❐ নদী ➺ মিলিতস্থল ➺ সম্মিলিত প্রবাহ
❐ পদ্মা ও যমুনা ➺ গোয়ালন্দ, রাজবাড়ী ➺ পদ্মা
❐ পদ্মা ও মেঘনা ➺ চাঁদপুর ➺ মেঘনা
❐ তিস্তা ও ব্রহ্মপুত্র ➺ চিলমারী, কুড়িগ্রাম ➺ ব্রহ্মপুত্র
❐ সুরমা ও কুশিয়ারা ➺ আজমিরিগঞ্জ ➺ কালনী
❐ পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা ➺ ভৈরব বাজার ➺ মেঘনা
❐ ধলেশ্বরী ও শীতলক্ষ্য ➺ নারায়ণগঞ্জ ➺ শীতলক্ষ্যা

নদীর মিলিত স্থান মনে রাখার শর্টকাট

❐ ১. চাঁদে পদ্ম (মে+ঘ) জমেছে।
 ➺ চাঁদপুরে (পদ্মা + মেঘনা)।
❐ ২. কুড়িগ্রামে (তী+ব্র) শীত।
 ➺ কুড়িগ্রামে (তিস্তা + ব্রহ্মপুত্র)।
❐ ৩. আজ (খুশির+ সুর) বাজে।
 ➺ আজমিরিগঞ্জ (কুশিয়ারা + সুরমা)।
❐ ৪. বগুড়ার (য+বা) ফুল।
 ➺ বগুড়ায় (যমুনা + বাঙ্গালী)।
❐ ৫. চট্টগ্রামের (হাল ধরেছে কর্ণ।)
 ➺ চট্টগ্রামে ( হালদা + কর্ণফুলী)।
❐ ৬. খুলনার (রূপ + পশুর) মতো।
 ➺ খুলনা (রূপসা + পশুর) [১৯৫০ সালে মংলা বন্দর পন্থুর নর্দাতে]।
❐ ৭. গোয়ালে (প+য) এ ধারছে।
 ➺ গোয়ালন্দে (পদ্মা + যমুনা)।

নদ-নদীর উৎপত্তি ও পতিত স্থল:

❐ নদী ➺ উৎপত্তি ➺ পতিত
❐ পদ্মা ➺ হিমালয়ের গাঙ্গোত্রী নামক হিমবাহ থেকে ➺ মেঘনা
❐ ব্রহ্মপুত্র ➺ তিব্বতের কৈলাস শৃঙ্গ থেকে ➺ মেঘনা
❐ সাঙ্গু ➺ মিয়ানমার-বাংলাদেশ সীমানার আরাকান পর্বত ➺ বঙ্গোপসাগর
❐ মেঘনা ➺ নাগ-মণিপুর পাহাড়ের দক্ষিণে লুসাই পাহাড় ➺ বঙ্গোপসাগর
❐ কর্ণফুলী ➺ আসামের লুসাই পাহাড়ের লংলেহ ➺ বঙ্গোপসাগর
❐ করতোয়া ➺ ভারতের সিকিম রাজ্যের পার্বত্য অঞ্চল ➺ যমুনা
❐ হালদা ➺ খাগড়াছড়ির, বাদনাতলী পর্বত শৃঙ্গ
❐ নাফ ➺ মিয়ানমারের আরাকান পর্বত
❐ ফেনী ➺ পার্বত্য ত্রিপুরা থেকে
❐ তিস্তা ➺ ভারতের সিকিমের পর্বত থেকে

নদ-নদীর শাখা-প্রশাখা ও উপনদী:

❐ নদী ➺ উপনদী ➺ শাখা নদী
❐ পদ্মা ➺ উপনদী:- মহানন্দা 
 ➺ শাখা নদী:-কুমার, মাথাভাঙা, ভৈরব, গড়াই, মধুমতি, আড়িয়াল খাঁ
❐ মহানন্দা ➺ উপনদী:- পুনর্ভবা, নাগর, ট্যাংগন ও কুলিক
❐ মেঘনা ➺ উপনদী:- মনু, বাউলাই, তিতাস, গোমতী
❐ ব্রহ্মপুত্র ➺ উপনদী:- ধরলা ও তিস্তা 
 ➺ শাখা নদী:-যমুনা, বংশী, শীতললক্ষ্যা
❐ যমুনা ➺ উপনদী:- করতোয়া ও আত্রাই 
 ➺ শাখা নদী:-ধলেশ্বরী
❐ কর্ণফুলি ➺ উপনদী:- হালদা, বোয়ালখালি, কাসালং
❐ ধলেশ্বরী 
 ➺ শাখা নদী:-বুড়িগঙ্গা
❐ ভৈরব 
 ➺ শাখা নদী:-কপোতাক্ষ ও পশুর

নদী তীরবর্তী জেলা/শহর:

❐ জেলা/শহর ➺ নদী
❐ ঢাকা ➺ বুড়িগঙ্গা
❐ চট্টগ্রাম ➺ কর্ণফুলী
❐ কুমিল্লা ➺ গোমতী ডাকাতিয়া
❐ রাজশাহী ➺ পদ্মা
❐ মহাস্থানগড় ➺ করতোয়া
❐ বরিশাল ➺ কীর্তনখোলা
❐ খুলনা ➺ রূপসা
❐ টঙ্গী ➺ তুরাগ
❐ চাঁদপুর ➺ মেঘনা
❐ গাজীপুর ➺ তুরাগ
❐ সুনামগঞ্জ ➺ সুরমা
❐ মংলা ➺ পশুর
❐ ভৈরব ➺ মেঘনা
❐ রংপুর ➺ তিস্তা
❐ টাঙ্গাইল ➺ যমুনা
❐ পঞ্চগড় ➺ করতোয়া
❐ কক্সবাজার ➺ নাফ
❐ নাটোর ➺ আত্রাই
❐ দৌলতদিয়া ➺ পদ্মা
❐ কুষ্টিয়া ➺ গড়াই।

নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ স্থাপনা:

❐ নদী ➺ তীরবর্তী স্থান
❐ লালবাগের কেল্লা, আহসান মঞ্জিল’ বাকল্যান্ড বাঁধ ➺ বুড়িগঙ্গা
❐ সোনারগাঁ ➺ শীতলক্ষ্যা
❐ ফেঞ্চুগঞ্জ সার কারখানা ➺ কুশিয়ারা
❐ গোয়ালপাড়া তাপ বিদ্যুৎ কেন্দ্র ➺ ভৈরব
❐ পাহাড়পুর বৌদ্ধ বিহার ➺ আত্রাই
❐ ফারাক্কা বাঁধ ➺ গঙ্গা
❐ মহাস্থানগর ➺ করতোয়া
❐ তিস্তা বাঁধ প্রকল্প ➺ তিস্তা
❐ যমুনা সার কারখানা ➺ যমুনা
❐ বাংলাবান্দা স্থলবন্দর ➺ মহানন্দা

স্মৃতি বিজড়িত নদী

❐ কবি রবীন্দ্রনাথ ঠাকুর ➺ পদ্মা (কুষ্টিয়া)
❐ মাইকেল মধুসূদন দত্ত ➺ কপোতাক্ষ (যশোর)
❐ কবি জসীম উদ্দীন ➺ আড়িয়াল খাঁ (ফরিদপুর)
❐ এসএম সুলতান ➺ চিত্রা (নড়াইল)
❐ মানিক বন্দ্যোপাধ্যায় ➺ পদ্মা (মুন্সিগঞ্জ)
❐ বাউল সম্রাট শাহ আবদুল করিম ➺ সুরমা (সিলেট)
❐ অদ্বৈত মল্লবর্মন, আল মাহমুদ ➺ তিতাস (ব্রাহ্মণবাড়িয়া)
❐ জীবনানন্দ দাশ ➺ ধানসিঁড়ি (ঝালকাঠি)
❐ এম.এ. মোত্তালিব মিহির ➺ করতোয়া (মহাস্থানগড়, বগুড়া)

বাংলাদেশের নদ-নদী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি

❐ যৌথ নদী কমিশন (JRC) গঠিত হয় ➺ ১৯৭২।
❐ নদী গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় ➺ ১৯৭৭
❐ বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ➺ ভাঙ্গা, ফরিদপুর।
❐ জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক প্রকাশিত ''বাংলাদেশের নদ-নদী: সংজ্ঞা ও সংখ্যা'' শীর্ষক গ্রন্থের তথ্যমতে শাখা-প্রশাখাসহ মোট নদ-নদী ➺ ১,০০৮ টি 
❐ সর্বাধিক নদী ➺ সুনামগঞ্জ (৯৭টি)।
❐ নদের সংখ্যা ➺ ৪টি ( কপোতাক্ষ, ব্রহ্মপুত্র, কুমার ও আড়িযাল খাঁ )।
❐ উপনদী শাখানদীসহ বাংলাদেশের নদীর মোট দৈর্ঘ্য হলো প্রায় ➺ ২২,১৫৫ কিলোমিটার ।
❐ বাংলাদেশের দীর্ঘতম নদী ➺ পদ্মা [দৈর্ঘ্য ➺ ৩৪১ কিলোমিটার; গড় প্রস্থ ➺ ১০ কিলোমিটার (নদী রক্ষা কমিশন রিপোর্ট ২০২৩)]

❐ সবচেয়ে বেশি উপজেলা দিয়ে প্রবাহিত নদী ➺ মেঘনা (৩৬টি)।
❐ সবচেয়ে বেশি জেলা দিয়ে প্রবাহিত নদী ➺ পদ্মা (১২টি)।
❐ সবচেয়ে বেশি নদী প্রবাহিত বিভাগ ➺ ঢাকা (২২২টি)
❐ সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলা ➺ সুনামগঞ্জ (৯৭টি)

❐ উৎপত্তি ➺ হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ।
❐ বাংলাদেশে প্রবেশ ➺ রাজশাহী জেলা দিয়ে।
❐ যমুনার সাথে মিলিত হয়েছে ➺ রাজবাড়ির গোয়ালন্দে।
❐ মেঘনার সাথে মিলিত হয়েছে ➺ চাঁদপুরে।
❐ শাখা নদী ➺ ভারতঃ ভাগীরথী ও হুগলী; বাংলাদেশঃ মাথাভাঙ্গা, ইছামতি, ভৈরব, কপোতাক্ষ, চিত্রা, মধুমতি ও আড়িয়াল খাঁ।
❐ উপনদী ➺ মহানন্দা ও পুনর্ভবা।

❐ দীর্ঘতম নদ ➺ ব্রহ্মপুত্র।
❐ ব্রহ্মপুত্রের উৎপত্তি ➺ হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর।
❐ ব্রহ্মপুত্র প্রবাহিত হয়েছে ➺ চীন, ভারত, তিব্বত ও বাংলাদেশ দিয়ে।
❐ বাংলাদেশে প্রবেশ ➺ কুড়িগ্রাম জেলা দিয়ে।
❐ ব্রহ্মপুত্র ও তিস্তা মিলিত হয়েছে ➺ কুড়িগ্রাম ও গাইবান্ধা সীমান্তে।
❐ গতিপথ পরিবর্তন ➺ ১৭৮৭ সালের ভুমিকম্প।
❐ পরিবর্তীত স্রোতধারা ➺ যমুনা নামে প্রবাহিত হয়েছে।
❐ মূল স্রোতধারা বা ব্রহ্মপুত্র মেঘনার সাথে মিলিত হয়েছে ➺ ভৈরবে।
❐ ব্রহ্মপুত্রের উপনদী ➺ ধরলা ও তিস্তা।
❐ যমুনার শাখা নদী ➺ ধলেশ্বরী।
❐ যমুনার উপনদী ➺ করতোয়া ও আত্রাই।
❐ ধলেশ্বরীর শাখা নদী ➺ বুড়িগঙ্গা।

❐ মেঘনা নদীর উৎপত্তি ➺ মণিপুরের লুসাই পাহাড় থেকে।
❐ মেঘনার দৈর্ঘ্য ➺ ৩৩০ কি:মি:
❐ মেঘনা ভারতে মিলিত হয়েছে ➺ তুইভাই নদীর সাথে।
❐ বাংলাদেশে প্রবেশ ➺ সিলেট জেলা দিয়ে।
❐ বিভক্ত হয়েছে ➺ সুরমা ও কুশিয়ারা নদীতে।
❐ সুরমা ও কুশিয়ারা পুণরায় মিলিত হয়েছে ➺ সুনামগঞ্জের আজমিরীগঞ্জে (কালনী নামে)।
❐ বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও শীতলক্ষার মিলিত জলধারা কালনী বা মেঘনায় পতিত হয়েছে ➺ মুন্সিগঞ্জে।
❐ মেঘনা পদ্মার সাথে মিলিত হয়েছে ➺ চাঁদপুরে।
❐ মেঘনার শাখা নদী ➺ মনু, তিতাস, গোমতী ও বাউলাই।

❐ কর্ণফুলী নদীর উৎপত্তি ➺ মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহ থেকে।
❐ বাংলাদেশে প্রবেশ ➺ রাঙামাটি ও চট্টগ্রামের মাঝ দিয়ে।
❐ কর্ণফুলীর দৈর্ঘ্য ➺ ৩২০ কিলোমিটার।
❐ চট্টগ্রাম সমুদ্র বন্দর ➺ এ নদীর তীরে অবস্থিত।
❐ কর্ণফুলীর উপনদী ➺ কাপ্তাই (হ্রদ), হালদা, কাসালং ও রাঙকিয়াং।
❐ বাংলাদেশের একমাত্র বিদ্যুৎ উৎপাদনে সক্ষম নদী ➺ কর্ণফুলী।

❐ তিস্তা নদীর উৎপত্তি ➺ সিকিমের পার্বত্য অঞ্চলে।
❐ বাংলাদেশে প্রবেশ ➺ নীলফামারীর ডিমলা উপজেলা দিয়ে।
❐ তিস্তা নদী পতিত হয়েছে ➺ ব্রহ্মপুত্রে ( ১৭৮৭ সালের পূর্বে গঙ্গায় মিলিত হয়েছিল)।
❐ তিস্তা নদীর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ➺ ১৭৭ কিলোমিটার ও ৩০০ থেকে ৫৫০ মিটার।
❐ তিস্তা ব্যারেজ নির্মিত হয় ➺ ১৯৯৭-১৯৯৮ সালে।

❐ পশুর নদীর উৎপত্তি ➺ খুলনার ভৈরব বা রুপসা নদী থেকে।
❐ পশুর নদী পতিত হয়েছে ➺ সুন্দরবনের ভিতর দিয়ে বঙ্গোপসাগরে।
❐ পশুর নদীর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ➺ ১৪২ কিলোমিটার ও ৪৬০ মিটার থেকে ২.৫ কিলোমিটার ।

❐ সাঙ্গু নদীর উৎপত্তি ➺ আরাকান পর্বত।
❐ বাংলাদেশে প্রবেশ ➺ বান্দরবানের থানচি দিয়ে।
❐ সাঙ্গু নদীর দৈর্ঘ্য ➺ ২৯৪ কিলোমিটার।

❐ ফেনী নদীর উৎপত্তি ➺ পার্বত্য ত্রিপুরা।
❐ ফেণী নদী বিভক্ত করেছে ➺ ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশের চট্টগ্রাম ও নোয়াখালী।
❐ ফেনী নদীর দৈর্ঘ্য ➺ ১১৬ কিলোমিটার।
❐ ফেনী নদীর পানি বন্টন নিয়ে বাংলাদেশ ➺ ভারত সমঝোতা স্বারক স্বাক্ষর ➺ ২০১৯ সালে।

❐ নাফ নদীর উৎপত্তি ➺ মিয়ানমারের আরাকান পাহাড়।
❐ নাফ নদী অবস্থিত ➺ বাংলাদেশ ➺ মিয়ানমার সীমান্তে।
❐ নাফ নদীর দৈর্ঘ্য ➺ ৫৬ কিলোমিটার।

❐ মাতামহুরী নদীর উৎপত্তি ➺ বান্দরবানের লামার মাইভার পর্বত।
❐ মাতামহুরীর দৈর্ঘ্য ➺ ১২০ কিলোমিটার।

❐ হালদা নদীর উৎপত্তি ➺ চট্টগ্রামের মানিকছড়ি উপজেলার সালদা গ্রামের বাদনাতলী শৃঙ্গ।
❐ হালদা পতিত হয়েছে ➺ কর্ণফুলী নদীতে।
❐ নামকরণ ➺ সালদা গ্রামের নামানুসারে।
❐ হালদার দৈর্ঘ্য ➺ ৮১ কিলোমিটার।

❐ গোমতী নদীর উৎপত্তি ➺ ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চল।
❐ বাংলাদেশে প্রবেশ ➺ কুমিল্লা জেলা দিয়ে।
❐ গোমতি নদীকে বলা ➺ কুমিল্লার দুঃখ।

❐ নদীপথের মোট দৈর্ঘ্য ➺ ২৪,১৪০ কি.মি.।
❐ বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা ➺ ৫৪।
❐ উৎপত্তিস্থলে মেঘনা নদীর নাম ➺ বরাক।
❐ নদী ভাঙ্গনে সর্বস্বান্ত জনগণকে বলা হয় ➺ সিকস্তি।
❐ মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকারী নদী ➺ ৩টি (নাফ, মাতামুহুরী, সাঙ্গু)।
❐ বাংলাদেশে আর্ন্তজাতিক মানের নদী ➺ ১টি (পদ্মা)।
❐ ১৭৮৭ সালের ভূমিকম্পের ফলে সৃষ্ট নদী ➺ যমুনা।
❐ পশ্চিমাঞ্চলের লাইফ লাইন বলা হয় গড়াই নদীকে।
❐ জীবন্ত সত্ত্বা (লিভিং এনটিটি) মর্যাদা পাওয়া দেশের প্রথম নদী ➺ তুরাগ।
❐ নদীর চর জাগলে যারা চাষাবাদ শুরু করে তাদেরকে বলা হয় ➺ পরন্তী।
❐ বাংলাদেশের আন্ত ➺ সীমান্ত নদী ➺ ৫৭টি।
❐ বাংলার সুয়েজখাল বলা হয় ➺ গাবখান নদীকে (ঝালকাঠি)।
❐ বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী ➺ নাফ (দৈর্ঘ্য ৫৬. কি.মি/ মতান্তরে ৬২ কি.মি.)।
❐ বাংলাদেশের জলসীমার উৎপত্তি ও সমাপ্তি নদী ➺ হালদা ও সাঙ্গু।
❐ বাংলাদেশের প্রধান নদীবন্দর ➺ নারায়ণগঞ্জ।
❐ বাংলার দুঃখ বলা হয় ➺ দামোদার নদীকে।
❐ চট্টগ্রামের দুঃখ বলা বলা হয় ➺ চাকতাই খালকে
❐ বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী ➺ হাড়িয়াভাঙ্গা।
❐ ব্রহ্মপুত্র নদের বর্তমান প্রবাহ যে নামে পরিচিত ➺ যমুনা।
❐ বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র নদী ➺ হালদা।
❐ ব্রহ্মপুত্র নদের ভারতীয় অংশের নাম ➺ ডিহি।
❐ ব্রহ্মপুত্র নদের তিব্বতীয় অংশের নাম ➺ সানপো
❐ ফেনীর জেলার নামকরণ করা হয়েছে ➺ ফেনী নদীর নামে।
❐ বালাদেশ থেকে ভারত গিয়ে পুনরায় বাংলাদেশে ফিরে এসেছে এমন নদী ➺ ৪টি (আত্রাই, মহানন্দা, পূর্ণভবা, ট্যাঙ্গন)।
❐ চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদী ➺ আত্রাই।
❐ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী ➺ ১টি (কুলিক)।

❐ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছে ➺ আত্রাই, পুনর্ভবা ও টাঙ্গন
❐ নদী সিকন্তি ➺ নদী ভাঙনে সর্বস্বান্ত জনগণ
❐ নদী পয়স্তি ➺ নদীতে চর জাগলে যারা চাষাবাদ করে
❐ একটি নদীর নাম একজন ব্যক্তির নামে করা হয়েছে। (নদী এবং ব্যক্তির নাম যথাক্রমে) ➺ রূপসা (রূপলাল সাহার নামানুসারে)
❐ ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয়েছে ➺ চীন (তিব্বত), ভুটান, ভারত ও বাংলাদেশ
❐ গঙ্গা (পদ্ম) নদী প্রবাহিত হয়েছে ➺ চীন (তিব্বত), নেপাল, ভারত ও বাংলাদেশ
❐ এশিয়ার সর্ববৃহৎ 'প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র' ➺ হালদা নদী
❐ বাণিজ্যিকভিত্তিতে মাছের রেণু পোনা সংগ্রহ করা হয় ➺ হালদা নদী থেকে
❐ জোয়ার-ভাটা হয় না ➺ গোমতী নদীতে
❐ গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত নদী অববাহিকায় বাংলাদেশের অন্তর্ভুক্ত অংশ ➺ ৩৩ শতাংশ
❐ দূষণ ও দখলের হাত থেকে রক্ষা করতে আদালত 'জীবন্ত সত্তা' ঘোষণা করেছে ➺ তুরাগ নদীকে

❐ বিশ্বের নদীবিহীন দেশসমূহ ➺ সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, মালদ্বীপ, মাল্টা, সংযুক্ত আরব আমিরাত, বাহামা, বাহরাইন, কমোেরাস, কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, মোনাকো, নাউরু, টুভ্যালু, ভ্যাটিকান সিটি ও ইয়েমেন।

দেশের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা

❐ দেশের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় ভয়াবহভাবে আক্রান্ত হয় ➺ ফেনীসহ ১১টি জেলা।
❐ ভারতীয় বাঁধ খুলে দিলে বন্যায় মানুষ পানি বন্দি হয় ➺ ১৯ আগস্ট, ২০২৪।
❐ ভারতের ত্রিপুরার গোমতী জেলায় অবস্থিত গোমতী জল বিদ্যুৎ কেন্দ্রের অধীন ডুম্বুর জলাধার খুলে দেয় ➺ ৩১ বছর পর (১৯৯৩ সালে পূর্বে খুলে দেওয়া হয়)
❐ বাংলাদেশের উল্লেখযোগ্য বন্যার সালসমূহ ➺ ১৯৮৮, ১৯৯৮, ২০০৪, ২০২৪।

বাংলাদেশের উজানে ভারতের বাঁধ

❐ বাঁধ ➺ যে নদীর উপরে ➺ বাংলাদেশের ক্ষতিগ্রন্থ জেলা
❐ ফারাক্কা বাঁধ ➺ গঙ্গা/পদ্মা ➺ চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া
❐ গজলডোবা বাঁধ ➺ তিস্তা ➺ লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা
❐ ইন্দিরা বাঁধ ➺ নর্মদা ➺ দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী
❐ পোখরা বাঁধ ➺ মহানন্দা ➺ ঠাকুরগাঁও, পঞ্চগড়
❐ ডম্বুর বাঁধ ➺ গোমতী ➺ ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া
❐ টিপাইমুখ বাঁধ ➺ বরাক ➺ সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ
❐ আলমাটি বাঁধ ➺ কৃষ্ণ ➺ সাতক্ষীরা, খুলনা
❐ কাপ্তাই বাঁধ ➺ কর্ণফুলী ➺ রাঙ্গামাটি, চট্টগ্রাম

টিপাইমুখ বাঁধা

❐ টিপাইমুখ বাঁধ ভারতের ➺ মণিপুর রাজ্যে অবস্থিত।
❐ বাংলাদেশ থেকে বাঁধের দূরত্ব ➺ ১০০ কি.মি. পূর্বে।
❐ টিপাইমুখ বাঁধ যে নদীর উপর ➺ বরাক নদী
❐ নির্মাণ কাজ শুরু হয় ➺ ২০০৫ সালে
❐ নির্মাণ প্রতিষ্ঠান ➺ NEPCO (ভারতীয় কম্পানি)
❐ NEPCO ➺ North Eastern Electrical Power Corporation

ফারাক্কা বাঁধ

❐ ভারত ফারাক্কা বাঁধ নির্মাণের পরিকল্পনা করে ➺ ১৯৫১ সালে।
❐ ফারাক্কা বাঁধ নির্মাণ করে ➺ গঙ্গা নদীর উপর।
❐ নির্মাণ কাজ শুরু হয় ➺ ১৯৬১ সালের ৩০ জানুয়ারি।
❐ নির্মাণ কাজ শেষ হয় ➺ ১৯৭৪ সালে।
❐ ৩০ বছর মেয়াদী গঙ্গায় পানি চুক্তি কার্যকর হয় ➺ ৪ নভেম্বর ১৯৯৭
❐ ফারাক্কা লং মার্চ দিবস ➺ ১৬ মে।
❐ ফারাক্কা বাঁধের দৈর্ঘ্য ➺ ৭,৩৬৩ ফুট ৬ ইঞ্চি।
❐ জাতিসংঘে অধিবেশনে ফারাক্কা ইস্যু উত্থাপন হয় ➺ ৩১ তম অধিবেশনে (১৯৭৬ সালে)।

 

বিভিন্ন পরীক্ষায় বাংলাদেশের নদ-নদীর থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সমূহ।

BCS পরীক্ষার প্রশ্ন ও উত্তর

❐ বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি? মেডিকেল:০৭-০৮: RU: 17-18: DU: 08-09] ➺ হালদা [ বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী হচ্ছে হালদা নদী; যার উৎপত্তি পার্বত্য চট্টগ্রামের বদনাতলী পাহাড় এবং সমাপ্তি কর্ণফুলী নদীতে।] 
❐ ডাউকি ফল্ট বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে? (44° BCS] ➺ ব্রহ্মপুত্র নদী
❐ কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন-প্রবণ? [43 BCS] ➺ নড়িয়া
❐ কোনটি যমুনার উপনদী? [42 BCS] ➺ ভিস্তা
❐ "পলল পাখা" জাতীয় ভূমিরূপ গড়ে ওঠে- [38 BCS] ➺ পাহাড়ের পাদদেশে
❐ বাংলাদেশ ও মায়ানমারের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম-[ 34, 15 BCS; DU:18-19,11-12, 03-04; CU:14-15, 12-13] ➺ নাফ।
❐ বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট/কেন্দ্র কোথায় অবস্থিত? [30 BCS] ➺ ফরিদপুর
❐ দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? | 29 BCS] ➺ হাড়িয়াভাঙ্গা।
❐ বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? [26 BCS] ➺ তিস্তা সেচ প্রকল্প।
❐ কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্য? [25 BCS] ➺ মিজোরাম।
❐ বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়? [25 BCS] ➺ বগুড়া।
❐ পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী? [25, 14 BCS) ➺ মহানন্দা।
❐ বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘপথ অতিক্রম করছে কোনটি? (24 BCS] ➺ ব্রহ্মপুত্র।
❐ সিলেট কোন নদীর তীরে অবস্থিত? (22 BCS] ➺ সুরমা।
❐ কংশ নদী নিম্নের কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত? ➺ শেরপুর
❐ পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? [21 BCS] ➺ গোয়ালন্দ।
❐ বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? ।।1 BCS: DU:08-09, 03-04, 02-03, 00-01, 98-99; JnU: 09-10; RU: 17-18, 12-13) ➺ পদ্মা (দৈর্ঘ্য - ৩৪১ কিলোমিটার; ১২টি জেলা দিয়ে প্রবাহিত হয়েছে)।
❐ বাংলাদেশের সীমান্ত হতে ফারাক্কা বাঁধের দূরত্ব কত? (13" BCS; DU:06-07, 99-001 ➺ ১৬.৫ কি.মি.।
❐ বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? [13° BCS; RU:16-17] ➺ বুড়িগঙ্গা।
❐ গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত? [15° BCS] ➺ ৩৩।
❐ যমুনা নদী কোথায় পতিত হয়েছে? [14° BCS] ➺ পদ্মা।
❐ ব্রহ্ম নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? [13" BCS] ➺ কৈলাশ

ব্যাংক, শিক্ষক-নিয়োগ ও অন্যান্য সরকারী চাকুরি পরীক্ষার প্রশ্ন ও উত্তর

❐ 'গজল ডোবা বাঁধ' বাংলাদেশের কোন নদীর উজানে অবস্থিত? (BRTA মোটরযান পরিদর্শক-১৭] ➺ ভিয়া।
❐ কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক? (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উপ-সহকারী-১২) ➺ মেঘনা।
❐ 'বাঙালি' নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? (প্রা.বি.এ.শিক্ষক-১২) ➺ বগুড়া।
❐ কোনটি আন্তর্জাতিক নদী? [মাবি.স.শিক্ষক-১১/ ➺ পদ্মা।
❐ বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী 'নাফ' নদীর দৈর্ঘ্য কত? (সাইফার অফিসার-০৫) ➺ ৫৬ কিলোমিটার।
❐ বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি? (থানা শিক্ষা অফিসার-৯৬) ➺ মেঘলা।
❐ বাংলাদেশের মহাস্থানগড়ের পূর্বদিক দিয়ে প্রবাহিত নদীটির নাম কী? (কেলওয়ে সহকারী কমান্ডেট-০৭) ➺ করতোয়া।
❐ সারদা পুলিশ একাডেমি কোন নদীর তীরে অবস্থিত? সচিবালয়ে সহকারী গবেষণা অফিসার-০৬) ➺ পদ্মা।
❐ মায়ানমার হতে কটি নদী বাংলাদেশের প্রবেশ করেছে? (দুর্নীতি দমন কমিশন উপসহকারী পরিচালক-১০। ➺ ৩টি
❐ বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? উপজেলা ও থানা শিক্ষা অফিসার-০৫] ➺ কর্ণফুলী
❐ কোন নদীর অপর নাম কীর্তিনাশা?। খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী-১২) ➺ গना
❐ Which river of Bangladesh originates in Tibet? [সমন্বিত ৮ ব্যাংকের অফিসর-২২] ➺ Brahmaputra
❐ পদ্ম নদীর উৎপত্তি- [কারিগরি শিক্ষা অধিদপ্তরের হিসাব রক্ষক-২১) ➺ হিমালয় পর্বত

ঢাবি, জাবি, রাবি, চবি, BUP-এর প্রশ্ন ও উত্তর

❐ পদ্ম, যমুনা ও মেঘনা নদী কোথায় মিলিত হয়েছে? (CU: 21-22) ➺ চাঁদপুর
❐ ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্রের যে নতুন স্রোতধারার সৃষ্টি হয় সেটি পরবর্তীতে কী নামে পরিচিতি পায়? (RU: 21-22] ➺ যমুনা
❐ Which river is declared as Bangabandhu herritage? (BUP: 21-22] ➺ Halda river
❐ গোমুখ থেকে উৎপন্ন হয়ে যে নদীটি বঙ্গপোসাগরে মিলিত হয়েছে, বাংলাদেশ অংশে সে নদীটির নাম কী?|IU: 20-211 ➺ পদ্মা
❐ বাংলাদেশের ব্রহ্মপুত্র নদ কী নামে পরিচিত? [JU: 20-21] ➺ যমুনা
❐ বাংলাদেশে কয়টি আন্তর্জাতিক নদী রয়েছে? [JU: 20-211 ➺ ৫৭
❐ চীন, ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদী- JU:19-20] ➺ ব্রলাপুত্র।
❐ গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন নামে পরিচিত হয়েছে? [JU: 19-20; CU: 08-09] ➺ পদ্মা।
❐ কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়?(DU:06-07:JU:19-20) Anse মিজোরামের লুসাই পাহাড়।
❐ বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি? (DU:18-19,16-17] ➺ ৫৪ টি।
❐ তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? | DU:17-18] ➺ সিকিম।
❐ মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? [DU:16-17; RU: 17-181 ➺ করতোয়া।
❐ বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? (RU:17-181 ➺ মেঘলা।
❐ বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত? [DU:16-17] ➺ হালদা।
❐ ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল কোথায়? [RU:16-17] ➺ মানস সরোবর।
❐ প্রস্তাবিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে স্থাপিত হবে? (RU:16-17) ➺ পত্তর।
❐ নরসিংদী কোন নদীর তীরে অবস্থিত? [JU: 15-16] ➺ শীতলক্ষ্যা।
❐ নারায়াণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? [JU: 15-16] ➺ শীতলক্ষ্যা।
❐ মেহেরপুর কোন নদীর তীরে অবস্থিত? [JU: 15-16] ➺ ইছামতি।
❐ টিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা কোন নদীতে? [DU:15-16, 11-12] ➺ বরাক।
❐ পদ্মা নদীর উৎপত্তি স্থল কোনটি? (RU:15-16] ➺ গঙ্গোত্রী হিমবাহ।
❐ লালন শাহ সেতু কোন নদীর উপরে অবস্থিত? [RLI:14-15] ➺ পদ্মা।
❐ বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি? (RU:14-15] ➺ কর্ণফুলী।
❐ বাংলাদেশের কোন নদীর উজানে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে? [JU:13-14] ➺ পদ্মা।
❐ 'সাইনী' কোন নদীর উপ-নদী? [DU:12-13] ➺ কর্ণফুলী।
❐ উৎপত্তিস্থলে মেঘনার নাম কী? (DU:12-13) ➺ বরাক।
❐ তেঁতুলিয়া কোন নদীর তীরে অবস্থিত? [JU:12-13] ➺ মহানন্দা।
❐ কুমিল্লা শহর কোন নদীর তীরবর্তী? (JU:12-13, 11-12) ➺ গোমতী।
❐ কোন নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে? (JU:12-13] ➺ হালদা।
❐ পদ্মা ও যমুনা নদী কোন স্থানে মিলিত হয়েছে? [JU:12-13] ➺ দৌলতদিয়া ঘাট।
❐ সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে? [DU:11-12] ➺ করতোয়া।
❐ ঢাকা মহানগর কয়টি নদী দ্বারা বেষ্টিত? [JU:11-12) ➺ ৪ টি।
❐ দিনাজপুর শহরের পাশ দিয়ে কোন নদী প্রবাহিত? [JU:11-12, 10-111 ➺ পূণর্ভবা।
❐ কোন নদীটি বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছে? (DU: 98-99] ➺ আত্রাই।
❐ চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? [DU:99-001 ➺ আল্লাই।
❐ গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? IDU: 00-01] ➺ ভৈরব।
❐ পদ্মা নদী কোন স্থানে মেঘনা নদীর সাথে মিশেছে? (DU:99-001 ➺ চাঁদপুর।
❐ বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণু পোনা সংগ্রহ করা হয়? [DU:07-08) ➺ হালদা।
❐ বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? (DU:02-031 ➺ আজমিরিগঞ্জ।

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তর

❐ তিস্তা নদীর উৎপত্তিস্থল- (GST: 21-22] ➺ সিকিমের পার্বত্য অঞ্চল
❐ ভুটান, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত আন্তঃসীমান্ত নদী- (BSMRSTU: 19-201 ➺ ব্রহ্মপুত্র।
❐ পায়রা সমুদ্র বন্দর কোন নদীর মোহনায়? (JnU:16-17] ➺ কির্তনখোলা।
❐ জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? [JnU:16-17] ➺ কক্সবাজার।
❐ ধানসিঁড়ি নদী কোন জেলায় অবস্থিত? | JnU:10-11; RU: 16-17] ➺ ঝালকাঠি।
❐ করতোয়া নদীর উৎপত্তিস্থল কোনটি? [JnU:13-14] ➺ সিকিমের পর্বত অঞ্চল।
❐ টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত? [JnU:12-13] ➺ মলিপুর।

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...