Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

মহাশূন্যচারী ও মহাকাশ গবেষণা সংস্থা

 মহাশূন্যচারী

  • প্রথম মহিলা মহাশূন্যচারী :
  • মহাকাশে যাত্রা করেন : ভস্টক-৬ নভোযানে ১৯৬৩ সালে ১৬ জুন
  • পৃথিবীর প্রথম মহাশূন্যচারী : তৎকালীন সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়া) ইউরি গ্যাগারি (Yuri Gagarin)
  • প্রথম মহাশূন্যচারী হিসেবে রাশিয়ার ইউরি গ্যাগারিন মহাকাশে যাত্রা করেন : ১২ এপ্রিল ১৯৬১ (ভস্টক-১ নভোযানে)
  • চাঁদে পা রাখা প্রথম ব্যক্তি : নীল আর্মস্ট্রং

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর চাঁদে অভিযান চালনাকারী চতুর্থ দেশ ভারত। ২২ জুলাই, ২০১৯ সালে চন্দ্রযান-২ 'বিক্রম' উৎক্ষেপণ করে ভারত।

পাথফাইন্ডার: পাথফাইন্ডার নামে মঙ্গল অভিযানটি নাসা যে কয়টি মহাকাশযানকে মঙ্গলে পাঠানোর পরিকল্পনা করেছিল, তার একটি। পাথফাইন্ডার মহাকাশযানটি ১৯৯৬ সালের ডিসেম্বরে রওনা দেয় এবং ১৯৯৭ সালের জুলাইতে মঙ্গলে পৌঁছায়। এটা আগে থেকে ঠিক করে দেওয়া জায়গাতেই নামে। আগের ভাইকিং-এর সঙ্গে এর তফাৎ হল, এতে সোজর্নার নামে একটি চলমান রোবট ছিল।

মহাকাশ গবেষণা সংস্থা

পরিচিতিমার্কিন মহাকাশ গবেষণা সংস্থা
পূর্ণরূপNational Aeronatics & Space adminstration
প্রতিষ্ঠাকাল২৯ জুলাই, ১৯৫৮
সদর দপ্তরওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
উৎক্ষেপণ কেন্দ্রফ্লোরিডার কেপ ক্যানভেরালে (পূর্ব নাম কেপ কেনেডি)
পরিচিতিইউরোপের ১৮টি দেশের সম্মিলিত মহাকাশ গবেষণা সংস্থা।
পূর্ণরূপEuropean Space Agency
প্রতিষ্ঠাকাল১৯৭৫
সদর দপ্তরপ্যারিস, ফ্রান্স।
  • 'কিওরিওসিটি' - মঙ্গলে প্রেরিত নাসার রোবোটিক রোভার
  • পৃথিবী থেকে এ পর্যন্ত চাঁদে গেছেন মাত্র ২৪ জন মানুষ। এদের মধ্যে ১২ জন চাঁদের মাটিতে পা রাখেন। চাঁদে যাওয়া মানুষদের ২৪ জনই মার্কিন নাগরিক।
  • মার্কিন মহাকাশ বাহিনীর যাত্রা : মার্কিন সামরিক বাহিনীর মহাকাশবিষয়ক কার্যক্রম দেখভালের জন্য ২৯ আগস্ট ২০১৯ উদ্বোধন করা হয় United States Space Command (USSPACECOM) নামের মহাকাশ বাহিনী। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ষষ্ঠ শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয় এ বাহিনী।
Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...