স্থলবেষ্টিত দেশ সমূহ | Landlocked countries


 স্থলবেষ্টিত দেশ হলো সেই দেশ যেখানে কোনরুপ জলসীমা নেই, অর্থাৎ চারদিকের সীমানা অন্যান্য দেশের সাথে স্থলসীমান্ত দ্বারা যুক্ত থাকে । বেশিরভাগ স্থলবেষ্টিত দেশ মহাদেশের কেন্দ্রস্থলে অবস্থিত। স্থলবেষ্টিত দেশগুলোর অর্থনীতি প্রায়শই কৃষি, খনিজ সম্পদ, এবং পর্যটনের উপর নির্ভরশীল। এই সমস্ত দেশগুলিকে মালামাল পরিবহনের জন্য পার্শ্ববর্তী দেশের সমুদ্রবন্দর ব্যবহার করতে হয় । উত্তর আমেরিকা আর ওশেনিয়া মহাদেশে কোন স্থলবেষ্টিত দেশ নেই। বিশ্বে মোট স্থলবেষ্টিত দেশের সংখ্যা ৪৫ টি। এই দেশসমূহের নিজস্ব সমুদ্রবন্দর নেই। যথাঃ

এশিয়ার ১০ টি দেশ

  1. নেপাল
  2. ভুটান
  3. আফগানিস্তান
  4. লাওস
  5. মঙ্গোলিয়া
  6. কাজাখস্তান
  7. কিরগিজস্তান
  8. উজবেকিস্তান
  9. তাজিকিস্তান
  10. তুর্কমেনিস্তান

আফ্রিকার ১৬ টি দেশ

  1. মালি
  2. নাইজার
  3. উগান্ডা
  4. বতসোয়ানা
  5. জিম্বাবুয়ে
  6. রুয়ান্ডা
  7. বুরুন্ডি
  8. মালাউই
  9. জাম্বিয়া
  10. ইথিওপিয়া
  11. চাঁদ
  12. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
  13. লেসোথো
  14. বুর্কিনা ফাসো বা বারকিনো ফাসো
  15. ইসোয়াতিনি বা সোয়াজিল্যান্ড
  16. দক্ষিণ সুদান

ইউরোপের ১৭ টি দেশ

  1. অস্ট্রিয়া
  2. আর্মেনিয়া
  3. আজারবাইজান
  4. সুইজারল্যান্ড
  5. চেক প্রজাতন্ত্র
  6. কসোভো
  7. মলদোভা
  8. বেলারুশ
  9. স্লোভাকিয়া
  10. সার্বিয়া
  11. ভ্যাটিকান সিটি
  12. অ্যান্ডোরা
  13. মেসিডোনিয়া
  14. স্যান মেরিনো
  15. লিচেনস্টাইন
  16. লুক্সেমবার্গ
  17. হাঙ্গেরি (ইউরোপের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ।)

দক্ষিণ আমেরিকার ২ টি দেশ

  1. বলিভিয়া
  2. প্যারাগুয়ে

ছিদ্রায়িত রাষ্ট্র

ছিদ্রায়িত রাষ্ট্র : স্থলবেষ্টিত যে দেশটি চারদিকে শুধুমাত্র একটি দেশ দ্বারা পরিবেষ্টিত থাকে, তাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে। যথা-

  1. স্যান মেরিনো (ইতালি দ্বারা পরিবেষ্টিত)
  2. ভ্যাটিকান সিটি (ইতালি দ্বারা পরিবেষ্টিত)
  3. লেসেথো (দক্ষিা আফ্রিকা দ্বারা পরিবেষ্টিত)
  4. সোয়াজিল্যান্ড ( দেশটির উত্তর-পূর্ব দিকে মোজাম্বিক এবং উত্তর, পশ্চিম ও দক্ষিণে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সীমান্ত রয়েছে )
Premium By Raushan Design With Shroff Templates
Link copied to clipboard.