Classification of Adjective


গত Parts of Speech টিউটরিয়ালে আমরা Adjective সম্পর্কে জেনেছি । এই টিউটরিয়ালে আমরা Classification of Adjective এর ইন ডিটেইলস জানার চেষ্টা করব। সেই সাথে আমরা Adjective এর ব্যবহার সম্পর্কে ও জানবো । তবে আমাদের রিকমেন্ড থাকবে Classification of Adjective জানার আগে Adjective কে আরেকবার একটু চোখ বুলিয়ে নিতে । তাহলে এই টিউটরিয়ালের আদ্যোপান্ত বুঝতে সহজ হবে এবং সহজে এই অধ্যায়টিকে হৃদয়ঙ্গম করতে পারবেন। আর সেজন্যই Adjective কাকে বলে তা আরেকবার চোখ বুলিয়ে নেয়ার জন্য উদাহরণের সাহায্যে আবার ও এখানে যৎসামান্য তুলে ধরলাম । চলুন তাহলে শুরু করি ।

What is Adjective?

আমরা Parts of Speech শেখার সময় adjective কাকে বলে তা জেনেছি। এখানে তবুও adjective-এর কিছু পরিচয় জেনে নেওয়া যাক। নিচের বাক্য গুলো পড়;
He is a good boy.
He gave me five taka.
His conduct (আচরণ) is not bad.
Go to the next door.
He is the first boy in the class.
She gave me much money.
উপরের বাক্যগুলোতে মোটা অক্ষরের (bold) wordগুলো দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, ক্রম ইত্যাদি বুঝিয়ে বিভিন্ন noun ও pronounকে বিশেষায়িত করছে। এ গুলোকে adjective বলে। তাহলে
Definition: The parts of speech that modifies a noun or a pronoun in a sentence is called the adjective.
(Noun বা pronoun-কে বাক্যের মধ্যে যে word বিশেষায়িত করে তাকে adjective বলে।)

Two Uses Of Adjective

Adiective-এর দুই প্রকার ব্যবহার যথা:
(a) Attributive use
(b) Predicative use
(a) Attributive use : Adj. + Noun -এভাবে adjective-এর ব্যবহার হলে, অর্থাৎ, adjective কোন noun-এর আগে ব'সে তাকে qualify (বিশেষায়িত) করলে তখন তার attributive use হয়।
যেমন : He is a good ( Adj. ) boy. ( Noun )
এখানে good এর উদ্দেশ্য হল boy এর একটি গুণ প্রকাশ করা। good এখানে boy-এর ঠিক আগে বসে সে কাজ সমাধা করেছে। সুতরাং এখানে good adjective-টি attributively used হয়েছে।
মনে রেখ, attribute মানে “আরোপ করা,” বা কোন কিছু—যেমন বোঝা, বৈশিষ্ট্য, দোষ—অন্য কোনকিছুর উপর চাপানো ।
(b) Predicative use: Noun/pronoun+...+Adj. এভাবে ব্যবহৃত হলে, অর্থাৎ noun-এর পরে ব'সে যদি adjective — তাকে qualify করে তাহলে adjective-এর predicative use হয়। অন্যভাবে বলতে গেলে, adjective যখন subject-এর predicate রূপে কাজ করে ঐ subject কে qualify করে তখন তার predicative use হয়। যেমন :
She (Pron.) is beautiful ( Adj.)
Shila ( Noun ) is intelligent.( Adj.)
উভয় বাক্যেই adjective নিজ নিজ subject কে (She, Shila) qualify করেছে এবং এ কাজ করেছে predicate-এর অবস্থানে থেকে। বুঝতে পারছ নিশ্চয়ই? beautiful she বা intelligent Shila-তো লেখা হয়নি। সুতরাং বুঝতেই পারছ adjective-এর এই দুই use এর মধ্যে পার্থক্য কি ।
Adjective-এর যখন predicative use হয় তখন সাধারণত ঐ adjective কে বলে complement. শুধু adjective নয়, noun-ও যে complement হিসাবে ব্যবহৃত হয় একথা তোমরা আগে জেনেছ।

Classification of Adjective

Adjective প্রধানত : চার প্রকার । যথা :

Name of AdjectiveMeaning in Bengali
1. Adjective of quality or Descriptive adjectiveগুণবাচক বিশেষণ
2. Adjective of quantity or Quantitive Adjeciveপরিমাণজ্ঞাপক বিশেষণ
3. Adjective of number or Numeral adjective.সংখ্যা বাচক বিশেষণ
4. Pronominal adjectiveসর্বনামোদ্ভূত বিশেষণ

Adjective of Quality

1. Adjective of Quality (গুণবাচক বিশেষণ) : এই প্রকার adjective কোন noun বা pronoun এর গুণ, দোষ, অবস্থা (যা পরিমাণ দ্বারা নির্দিষ্ট নয়) প্রকাশ করে। যেমন :
গুণ—
She is a good girl.
Biva is a beautiful girl.
The tiger is very strong.
দোষ—
I am weak today.
The crow looks ugly . (কুৎসিত).
You are a bad boy.
অবস্থা—
This is a horizontal (আনুভূমিক line (রেখা).
(রেখাটি কোন অবস্থায় আছে তা বুঝাচ্ছে।)
Bangladesh is a plain (সমতল) land.
(ভূমির অবস্থা বুঝাচ্ছে।)
Proper adjective: নিচের উদাহরণগুলো পড়
He married an American lady.
He is an Iranian boy.
বাক্যদু'টিতে American এবং Iranian শব্দ দু'টি হল adjective. কিন্তু এদের উদ্ভব ঘটেছে দুটি proper noun থেকে যারা হল যথাক্রমে America এবং Iran. এ রূপে proper noun থেকে যখন কোন adjective গঠিত হয় তখন তাকে বলে proper adjective.
Proper adjective-এর প্রথম অক্ষর সবসময় CAPITAL LETTER হয়।
উপরের উদাহরণে American এবং Iranian হল proper adjective. proper adjective-কেও এক প্রকার adjective of quality বলে ধরা হয় ।

Adjective of quantity

2. Adjective of quantity (পরিমাণ জ্ঞাপক বিশেষণ) : এই ধরনের adjective কোন (সাধারণত material ও abstract noun-এর ক্ষেত্রে) কিছুর পরিমাণ (Quantity) নির্দেশ করে। যেমন :

much—প্রচুর—I need much money.
a little —সামান্য —There is a little milk in the glass.
whole—সমূদয়—The whole (সমস্ত) class laughed out (হেসে উঠল।)
some-কিছু—Give me some salt.
no—কোন নয়—I have no pens. (আমার কোন কলম নেই।)
none—একটিও না-Do you have any books of poetry ( কবিতার বই)?
No, I have none (= no+one).
enough—পর্যাপ্ত, যথেষ্ট—There was not enough rain last year.
sufficient—যথেষ্ট, পর্যাপ্ত—Babies need sufficient milk.
all—সমস্ত—The cat drank off all the milk (সবটুকু দুধ).
half—অর্ধেক—Half a loaf (=half of a loaf) is better than no loaf. ইত্যাদি ।

NOTE. নিচের বাক্যটি পড়
There is no water in the mug.
এখানে no হল একটি descriptive adjective. No-এর পর একটি noun(water) ব্যবহৃত হয়েছে। কিন্তু noun টি যদি অনুক্ত থাকে তাহলে no এর স্থলে none বসে। যেমন : Do you have any such (এরকম কোন) dress? No, I have none (=no such dress).

Numeral adjective

নিচের বাক্যগুলো পড়
They have three goats.
She lives in the second room.
Many men came to the meeting.
উপরের বাক্যগুলোতে three (তিনটি), second (দ্বিতীয়), many (অনেক) – adjective গুলো যথাক্রমে goats, room, ও men—এই noun গুলোর সংখ্যা বুঝাচ্ছে (লক্ষ্য কর, পরিমাণ, দোষ, গুণ, অবস্থা – এসব নয়।)। এগুলোর সাথে কোন না কোন number (সংখ্যা) জড়িত, যেমন :
three → 3
second → 2
many → 100, বা 200 (অনির্দিষ্ট)
এজন্যে এদেরকে বলে numeral adjective. তাহলে বলা যায় : যে adjective কোন noun এর নির্দিষ্ট সংখ্যা, ক্রম, পর্যায় ইত্যাদি বুঝায় তাকে numeral adjective বলে ।

Classification of numeral adjective

(Numeral adjective-এর প্রকারভেদ)
Numeral Adjective তিন প্রকার । যথা:
1. Cardinal numeral adjective
2. Ordinal numeral adjective
3. Multiplicative numeral adjective

1. Cardinal numeral adjective

One (1), two (2), three (3), eighty (৪০) ইত্যাদি সংখ্যা হল cardinal সংখ্যা। এই সংখ্যা যখন adjective রূপে ব্যবহৃত হয় তখন তাদেরকে বলে cardinal numeral adjective. যেমন :
I have four geese (রাজহংসী).
You bought seven birds.

2. Ordinal numeral adjective

First (one—নয়), second (two—নয়), third (three—নয়), fourth (four—নয়) ইত্যাদি সংখ্যা গুলোকে বলে ordinal number. এরা কোন order বা ধারা বা ক্রম সূচিত করে। এই সব সংখ্যা যখন adjective হিসাবে ব্যবহৃত হয় তখন তাদেরকে বলে ordinal numeral adjective. যেমন :
Keep it in the second (3) box.
She is my uncle'c tenth (দশম) child (সন্তান).
NOTE. নিচে cardinal ও ordinal number এর মধ্যে পার্থক্য স্পষ্টভাবে বোঝার জন্য কয়েকটি cardinal number—থেকে ordinal number তৈরি ক'রে দেখান হল ।

CardinalOrdinal
one (এক)first (প্রথম)
two (দুই)second (দ্বিতীয়)
three (তিন)third (তৃতীয়)
four (চার)fourth (চতুর্থ)
five (পাঁচ)fifth (পঞ্চম)

NOTE. ordinal numeral adjective-এর আগে the ব্যবহৃত হয়। অর্থাৎ
the + Ordinal Numeral Adj+ Noun
যেমন : He lives in the second room or compartment.

3. Multiplicative numeral adjective

নিচের উদাহরণগুলো পড় :

CardinalOrdinalMultiplicative
one (এক) →first (প্রথম) →single (একক)
two (দুই) →second (দ্বিতীয়) →double (দ্বিগুণ)
three (তিন) →third (তৃতীয়) →threefold ro treble (তিনগুণ)

এভাবে কোন adjective যদি কোন সংখ্যার কত গুণ এরূপ বুঝায় তাহলে তাকে বলে multiplicative numeral adjective. নিচে cardinal number থেকে multiplicative number গঠন করে ছকে দেখান হল :

CardinalMultiplicative
One (এক )single (একক)
two (দুই)twofold, double (দ্বিগুণ, দ্বিবিধ)
three (তিন)threefold, treble, triple (ত্রিবিধ, তিনগুণ)
four (চার)fourfold,quadruple (চারগুণ, চতুর্বিধ)
five (পাঁচ)fivefold (পাঁচগুণ)

সাধারণভাবে :
Multiplicative → Cardinal +fold
NOTE : Definite numeral adjective (নির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ) : উপরের cardinal, ordinal, ও multiplicative numeral adjective –গুলো কোন নির্দিষ্ট সংখ্যা বা নির্দিষ্ট ক্রম বা নির্দিষ্ট গুণ বুঝায় বলে এদেরকে definite numeral adjective বলে ।
Indefinite Numeral Adjective: (অনির্দিষ্টতা জ্ঞাপক সংখ্যা বাচক বিশেষণ)
All, some, many, enough, several (কয়েক), few (কয়েক), several-এর চেয়ে কম, sundry (বিবিধ), no- –ইত্যাদি numeral adjective গুলো যখন noun-এর নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে না তখন তাদেরকে indefinite numeral adjective বলে।
লক্ষ্য কর, all, some, enough ইত্যাদিকে আমরা quantitative adjective রূপেও এর আগে জেনেছি । এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, যেমন; all যখন quantitative তখন এটি কি নির্দেশ করে এবং যখন numeral, তখন এটি কি নির্দেশ করে। এবার তাহলে পার্থক্যটি দেখ ।
All (বা অন্য Adj) + Uncountable Noun
এভাবে ব্যবহৃত হলে সেক্ষেত্রে all হল quantitative (পরিমাণ জ্ঞাপক) adjective,
অপরপক্ষে
All (বা অন্য Adj) + Countable Noun
এরূপে ব্যবহৃত হলে সেক্ষেত্রে all (বা অন্য Adj) হল numeral adjective.
তোমাদের মনে করিয়ে দেয়ার জন্য এখানেও বলা হচ্ছে যে, যা গণনা করা যায় না শুধু অন্য কোন উপায়ে পরিমাণ নির্ণয় করা যেতে পারে তার নামকে বলে uncountable noun, এবং অপরপক্ষে যা গণনা করা যায় তার নামকে বলে countable noun. আর যা গণনা করা যায় না তার সংখ্যা বা number থাকা সম্ভব নয়। তাই all +uncountable —এভাবে ব্যবহৃত হলে all কে numeral adjective না ব'লে quantitative adjective বলতে হবে।

Pronominal adjective

নিচের বাক্যগুলো পড়
This is a book.
That is a dog.
বাক্য দু'টিতে this ও that হল pronoun, বলতো কোন্ pronoun? -demonstrative pronoun. কিন্তু নিচের বাক্য দুটো পড়ো।
This book ( Noun) is mine.
That dog ( Noun) is mad.
এখানে This/ that + Noun এরূপ ব্যবহৃত হয়েছে। আগের বাক্য দু'টিতে this/that এর পর কোন noun বসেনি। কিন্তু এই বাক্য দু'টোতে this / that কোন noun-কে বিশেষভাবে চিহ্নিত করে দিচ্ছে। এগুলো এখানে adjective.
অতএব, কোন pronoun যখন noun এর আগে বসে adjective এর কাজ করে তখন তাকে pronominal adjective বলে। pronoun থেকে এসেছে বলে এসব adjective এর এরূপ নাম।
মনে রাখবে pronoun গুলো একাকী ব্যবহৃত হয়। কিন্তু এগুলো যখন adjective এর কাজ সম্পন্ন করে তখন এরা noun এর আগে বসে।

Classification Of Pronominal adjective

(Proniminal Adjcetive- এর শ্রেণীবিভাগ)
যেহেতু pronoun বিভিন্ন প্রকারের সেহেতু এদের নাম অনুসারে pronominal adjective-এর নামকরণ করা হয়। নিচে এদের সম্বন্ধে আলোচনা করা হল :

(a) Demonstrative Adjective:

Demonstrative Pronoun + Noun -এইভাবে ব্যবহৃত হলে ঐ pronoun গুলো তখন demonstrative adjective এর কাজ করে। নিচের ছক থেকে ব্যাপারটি স্পষ্ট হবে।

Demon. PronounDemon. AdjectiveShort ExampleSentence
ThisThis + NounThis manI know This man
ThatThat + NounThat manI saw That man yesterday.
TheseThese +NounThese thingsShe bought These things
ThoseThose +NounThose frogsThose frogs are croaking (ঘ্যাঙর ঘ্যাঙ করা).

লক্ষ্য কর, প্রথম কলামে কতকগুলো demonstrative pronoun-দেওয়া আছে। দ্বিতীয় কলামে দেখা যাচ্ছে যে ঐ গুলোই demonstrative adjective হিসেবে কাজ করে যদি তারা কোন noun এর আগে ব'সে ঐ সব noun কে qualify করে ।

(b) Distributive adjective:

Distributive pronoun যখন adjective হিসেবে কাজ করে তখন তাদেরকে distributive adjective বলে । নিচের মোটা অক্ষরের (bold) word distributive pronoun.
Each of them (তাদের প্রত্যেক) went there.
There are two pens here; You can take either ( যে কোনটি).
Either of the two brothers (দুই ভাইয়ের মাধ্যে যে কোন একজন) has told this.
Alam : These are a banana and a mango.
Kalim : Sorry, I like neither ( কোনটিই নয়).
Neither of the two trees bear fruit.
উপরের প্রতিটি বাক্যে each, either, neither —এগুলো হয় Each/Either/Neither + of+ Noun (Pl.) -এভাবে, না হয় একাকী ব্যবহৃত হয়েছে। কখনও noun এর আগে বা Each/Either/Neither + Noun এরূপে ব্যবহৃত হয়নি।
দ্বিতীয় কায়দায় ব্যবহৃত হলে তখন তাদেরকে বলা হত distributive adjective. নিচের ছক থেকে ব্যাপারটি আরও স্পষ্টভাবে বোঝা যাবে।

Distri. Pron.Distri. Adjec.Short Exam.Sentence
EachEach + Nouneach boyEach boy was(were নয় ) present.
EveryEvery + Nounevery motherEvery mother loves her child.
EitherEither + Nouneither bankThere are trees on either bank ( উভয় তীরে) (banks নয় ) of the river.
NeitherNeither + Nounneither penThere are two pens but neither pen (pens নয় ) will do.

(c) Interrogative adjective:

Interrogative (প্রশ্নবোধক) pronoun যখন adjective রূপে কাজ করে তখন তাকে বলে interrogative adjective.
Pronoun শিখতে গিয়ে তোমরা এটি শিখেছ। তবুও তোমাদের সাহায্যার্থে এখানে কতকগুলো interrogative pronoun এর উদাহরণ দেয়া হল :
What do you want?
Which is better?
এখানে what, which একাকী verb এর আগে ব্যবহৃত হয়েছে বলে এরা pronoun.
কিন্তু What/which + Noun— এভাবে ব্যবহৃত হলে এদেরকে বলা হত adjective. নিচের ছকের মাধ্যমে ব্যাপারটি স্পস্টভাবে দেখান হল ।

Interr. PronounInterr. AdjectiveShort exampleSentence
Whatwhat + nounwhat colourWhat colour do you like most?
Whichwhich + nounwhich manwhich man is your uncle?

NOTE: অনেক গুলোর মধ্য থেকে একটিকে বেছে নিলে which ব্যবহৃত হয়। যেমন :
There are five pens here;
which do you want?
এখানে which কে pronoun হিসেবে দেখান হয়েছে ।

(d) Possessive adjective:

Possessive pronoun এর কথা মনে আছে? কয়েকটি উদাহরণ দেওয়া হল: my, our, his, her etc. এবার বাক্যের মাধ্যমে দেখ :
This is my pen.
We love our dog.
বাক্য দুটিতে my এবং our হল possessive pronoun.
কিন্তু pen ও dog এর আগে ব'সে এরা একটি সম্বন্ধ প্রকাশ করছে বলে এরা আবার adjective.

(e) Relative adjective:

Relative pronoun এর কথা মনে আছেত? নিচের বাক্য দু'টি পড়:
This is a book.
You gave me the book.
বাক্য দুটিকে relative pronoun "which" দ্বারা যুক্ত করে পাওয়া যায় :
This is the book which you gave me.
কিন্তু বাক্যটিকে যদি এমন ভাবে লিখি যে উপরের book which – পরিবর্তিত হয়ে which book –হয় তাহলে সেক্ষেত্রে which কে বলে relative adjective. কারণ, তখন তা book (noun) কে modify করে। যেমন :
This is which book you gave me.
এভাবে : He gave me what shoe I wanted.
এবং He gave me which pen I requested him for. (আমি যে কলমটির জন্য তাকে অনুরোধ করেছিলাম সে আমাকে সেইটি দিয়েছিল।)
বাক্যগুলোতে what ও which হল relative adjective.
আরও কয়েক প্রকার Adjective :

(a) Emphasizing adjective:

Pronoun পড়তে গিয়ে emphatic possessive নামে একটি pronoun শিখেছিলে, মনে আছে? সেটি হল own. (একবার দেখে নিতে পার)।
এটিকে আবার emphasizing (বা emphasising) adjective বলে ।
এভাবে, Is this your own cat? (এটা কি তোমার নিজের বিড়াল?)
He will come this very day (ঠিক আজই).
I want this very pen (এই কলমটিই).
বাক্যগুলোতে own ও very হল emphasizing adjective. এরা জোর আরোপ করার জন্য ব্যবহৃত হয়েছে।

(b) Compound adjective:

Compound মানে যৌগিক। অর্থাৎ একটি word + আরেকটি word—এভাবে কোন word গঠিত হলে তাকে বলে compound word. আর তা যদি হয় adjective তাহলে তাকে বলে compound adjective.
যেমন : out+of+date= out-of-date (সেকেলে ).
two+month+long = two-month-long (দুই মাস ব্যাপী)
five+year+old -five-year-old (পাঁচ বছর বয়স্ক)
This is an out-of-date house.
There will be a two-month-long meeting.
I want a five-year-old boy.

(c) Exclamatory adjective:

নিচের Exclamatory sentenceটি পড়
What a fool ( বোকা ) you are!
এখানে what হল pronoun.
কিন্তু What nonsense (বোকামি) is this!
বাক্যটিতে What + Noun এভাবে ব্যবহৃত হয়েছে বলে এখানে what হল exclamatory adjective.

uses of some Adjective

(কতকগুলো Adjective-এর ব্যবহার)
many a/an+singular noun + singular verb যেমন :
Inc. Many a men were listening to him (তার কথা অনেকেই শুনছিল।)
cor. Many a man was listening to him.
Inc.Many an ants were rushing (দ্রুত ছুটে যাচ্ছিল) to the nearby (নিকটস্থ) hole (গর্ত).
cor.Many an ant was rushing to the nearby hole.
কিন্তু many/a great many/a good many + plural noun + plural verb
Inc. We saw that a great many (অনেক অনেক) bird was bathing there.
cor. We saw that a great many birds were bathing there.

few, a few, the few, very few, not a few :
few—কিছু না এরকম, নেই বললেও চলে । এর অর্থ সব সময় negative হয় ।
I have few relatives here.
(এখানে আমার কোন আত্মীয় স্বজন নেই বললেই চলে।)
a few—অল্প কিছু সংখ্যক :
I have a few relatives here.
(আমার এখানে অল্প কয়েকজন আত্মীয় আছে।)
the few—নির্দিষ্ট অর্থে খুব অল্প সংখ্যক :
I have read the few books she has.
(তার যে কয়টিমাত্র বই আছে তা আমি পড়েছি।)
very few—অত্যন্ত কম, জোর দিয়ে বলতে গেলে :
Very few people here are competent (উপযুক্ত) for the post (চাকরির পদ).
not a few—অনেকগুলো :
She offered (উপহার দিয়েছিল) me not a few books.
little, a little, the little, very little, not a little : এখানে জেনে রাখ, few এর উপরোক্ত সবক'টি ব্যবহার— countable noun (যা গোণা যায়) এর ক্ষেত্রে এবং বর্তমানে আলোচ্য little এর সবক'টি ব্যবহার uncountable noun এর ক্ষেত্রে প্রযোজ্য।

little —নেই বা না বললেই চলে ; negative অর্থ দেয়।
I have little hope that he will pass.
(আমার বলতে গেলে কোন আশাই নেই যে সে পাশ করবে।)
a little -সামান্য পরিমাণ:
Give the cat a little milk.
the little - নির্দিষ্ট অর্থে খুব অল্প পরিমাণ:
The little milk (that) you gave him was bad.
(যে সামান্য দুধটুকু তুমি তাকে দিয়েছিলে তা ছিল খারাপ।)
very little -খুব কম, জোর প্রদানার্থে :
Many Bangalees have very little money to spend for recreational purposes (চিত্তবিনোদনের কাজে)
not a little-অনেক পরিমাণ:
She gave me not a little hope (=much hope).
NOTE. Few, a few, the few... ইত্যাদির পর plural noun এবং plural verb বসে। অপরপক্ষে, little, a little, the little ইত্যাদির পর singular noun ও singular verb বসে। যেমন :
Few people are known to me.
A little milk is enough.
Whole, the whole of, all:
Inc. Whole India realized the loss.
cor. The whole of India realized the loss.
or, All India realized the loss.
Singular common noun এর আগে the whole. (শুধু whole নয়) বসে। যেমন :
Inc. Eat whole banana.
cor. Eat the whole banana.
many, much :
many + countable noun (plural) যেমন :
Many men were present there.
much + uncountable noun (singular) যেমন :
She gave me much help.
Any, some:
Negative-এ some ব্যবহৃত হয় না । negative ও affirmative-এ any ব্যবহৃত হয় ।
Any book will do. (যেকোন বইতে চলবে।)
She did not give me any books.
She gave me some books.
Inc. She did not give me some books.
Cor. She did not give me any books.

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. Tareq was a bright student. Here 'bright' is ---- ? [সমবায় অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির অফিসার : ৯৭ ]

  • Noun
  • Adjective
  • Adverb
  • Preposition

২. Which one of the following words is not an adjective ? [ খাদ্য অধিদপ্তরে উচ্চমান সহকারী: ২০২১]

  • some
  • the
  • old
  • none of these

৩. The word 'diabetic' is ----? [ খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক: ২০০১]

  • A noun
  • An adjective
  • Both a noun and an adjective
  • A noun adjective

৪. The word 'Vital' is --- ? [খাদ্য অধিদপ্তরে উপ-খাদ্য পরিদর্শক: ২০০১ ]

  • Noun
  • Adverb
  • Adjective
  • Verb

৫. The boy is very meritorious. Here 'meritorious' is ----? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯]

  • A noun
  • A verb
  • An adjective
  • An adverb

৬. Depression is often (hereditary).The bracket close word means [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৫]

  • verb
  • Adjective
  • Noun
  • Adverb

৭. Choose the adjective form of the following words : [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৬]

  • Excite
  • Exciting
  • Excitement
  • Exciteingly

৮. Identify the adjective in the sentence : “She is a brave woman” ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৮]

  • She
  • is
  • brave
  • none of these

৯. Which of the following is not an adjective ? [ প্রাথমিক সহকারী শিক্ষক:১৯]

  • humble
  • humane
  • humid
  • humor

১০. The college teacher is popular among his students. The word 'popular' of the sentence is ---? [ প্রাথমিক সহকারী শিক্ষক:২০]

  • Noun
  • Adjective
  • Adverb
  • Verb

১১. Which of the following sentences uses “right” as an adjective ? [ খাদ্য অধিদপ্তর (উচ্চমান সহকারী)-২১ ]

  • it is such a fault that will right itself.
  • Serve him right
  • He is a right man for the job.
  • It is matter of right.

১২. Which is possessive adjective ? [ মৎস্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ (অফিস সহায়ক -২১]

  • Mine
  • Our
  • Ours
  • Yours

১৩. Which one is not an adjective ? [ রাজশাহী বিশ্ববিদ্যালয়।ইউনিট : E: ০৭-০৮]

  • cute
  • acute
  • lute
  • mute

১৪. The adjective of 'imitate' is ---? [ পানি উন্নয়ন বোর্ড : ২০১৯]

  • imitation
  • imitator
  • imitative
  • imitating

১৫. My father was furious when he learnt that I missed G.P.A 5.00. Here “furious” is a/an [পররাষ্ট্র মন্ত্রণালয়, ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯ ]

  • verb
  • adverb
  • noun
  • adjective

১৬. The word 'Homely' is [ ১৬তম শিক্ষক নিবন্ধন, কলেজ/সমপর্যায়: ২০১৯]

  • Noun
  • Adverb
  • Verb
  • Adjective

১৭. Which of the following is not an adjective ? [ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে পরিসংখ্যান সহকারী পদে নিয়োগ পরীক্ষা -২০২০]

  • humble
  • human
  • humid
  • humor

১৮. Which one is adjective ? [আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের অধীনে অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]

  • Eligible
  • Enhance
  • Production
  • Search

১৯. Which one is an adjective ? [ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) : ২০১৯]

  • Clever
  • Briefly
  • Simplicity
  • Importance

২০. What the adjective of marriage ? [পানি উন্নয়ন বোর্ড অফিস সহকারী: ২০১৯ ]

  • Marring
  • Emery
  • Marry
  • Nuptial

২১. Change the word 'brevity' into adjective . [ পরিবেশ অধিদপ্তরের অফিস সহকারী:২০০৭]

  • brave
  • bravery
  • brief
  • briefly

২২. “The time for sleep is past”. The word 'past' in the above sentence is [ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: সিকিউরিটি অফিসার ২০১৯]

  • a preposition
  • an adjective
  • a noun
  • an adverb

২৩. This is a grammar of the English language . What parts of speech is the underlined word in the above sentence ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ২০০৯ ]

  • Noun
  • Adjective
  • Verb
  • Adverb

২৪. The word “Vital” is – [ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ঃ সহকারী শিক্ষক : ২০১৯]

  • a noun
  • an adverb
  • an adjective
  • a verb

২৫. His younger brother is a school boy. Here 'school' is a/an [ পররাষ্ট্র মন্ত্রণালয়ঃ প্রশাসনিক কর্মকর্তা ২০১৯]

  • noun
  • adverb
  • adjective
  • pronoun

২৬. The adjective of the word 'brother' is - [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ২০১৩ ]

  • brotherly
  • brother in law
  • brotherhood
  • breathen

২৭. Study শব্দটির Adjective হচ্ছে ----? [পরিবেশ অধিদপ্তরের রিসার্স অফিসার:২০০৭ ]

  • Studious
  • Persevering
  • Stupidity
  • Study

২৮. What is the verb form of “habit” ? [ Agrani bank Ltd - Senior Officer - 2017]

  • habitable
  • habitation
  • habitual
  • habituate

২৯. “He was a rather disagreeable man”.Here the underlined woird is a/an-- [ অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪ ]

  • Noun
  • Adjective
  • Adverb
  • Preposition

৩০. It is necessary that he------ the meeting. [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক ২০১৯ ]

  • must join
  • should join
  • join
  • joins

৩১. “One should do-------duty”, we need - [বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]

  • his
  • Her
  • the
  • one's

৩২. I need some-------. The correct answer is [ পররাষ্ট্র মন্ত্রণালয়, ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯]

  • advice
  • advise
  • advises
  • advice

৩৩. Which one is adjective ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার : ২০১৭]

  • Search
  • Production
  • Eligible
  • Enhance

৩৪. We felt very tired. The word 'tired' used in the sentence is... [ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উচ্চমান সহকারি কাম হিসাবরক্ষক নিয়োগ-২০১৭]

  • adjective
  • noun
  • verb
  • none

৩৫. কোনটি 'circle' শব্দটির adjective ? [ বিসিএসআইআর নিয়োগ পরীক্ষা-২০১৭]

  • Circular
  • Circle like
  • Circulate
  • Encircle

৩৬. The word “beautiful” is [ বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) গেইটকিপার পদে নিয়োগ-২০১৭/ নন-ক্যাডার বাছাই পরীক্ষা-২০১৭/ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উচ্চমান সহকারি কাম হিসাবরক্ষক নিয়োগ-২০১৭ / স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স ২০১৬/ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ২০১৬ জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা (মুক্তিযুদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী) ২০১৫]

  • an adjective
  • A noun
  • A Verb
  • An Adverb

৩৭. নিচের শব্দগুলোর কোনটি adjective ? [অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-:২০০৪ ]

  • beauty
  • beautiful
  • beautification
  • beautifying

৩৮. 'People' শব্দটির adjective form হচ্ছে- [ বিসিএসআইআর নিয়োগ পরীক্ষা-২০১৭]

  • Popularity
  • Popular
  • Popularise
  • Populous

৩৯. Identify the adjective in the sentence : “The last chapter is carelessly written.” [B ইউনিট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : ১৯-২০ ]

  • last
  • chapter
  • carelessly
  • written

৪০. An adjective modifies------ [ বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ পরীক্ষা-২০১৭]

  • a noun
  • a verb
  • an adverb
  • none of the above

৪১. It was a very - situation. [ ঢাবি ২০১৮-১৯; ‘গ’ইউনিট]

  • embarrass
  • embarrassing
  • embarrassed
  • embarrassment

৪২. Homely শব্দটি কোন Parts of speech ? [ জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ক-ইউনিট):১৬-১৭/ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ ২০১৬]

  • Noun
  • Adjective
  • Verb
  • Adverb

৪৩. “Every man must die”. Here the word 'every' is used as -. [ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইঞ্জিনিয়ারিং):১৬-১৭]

  • Demonstrative adjective
  • Distributive adjective
  • Possessive adjective
  • Descriptive adjective

৪৪. People শব্দটি Adjective- [সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ 2016 ]

  • Popularity
  • Popularly
  • Popularise
  • Populous

৪৫. Which parts of speech is “homely” ? [ বাংলাদেশ রেলওয়ের উপসহকারী (সিভিল) ২০১৬]

  • noun
  • adjective
  • verb
  • Adverb

৪৬. An adjective is a [ গণপূর্ত অধিদপ্তরের কম্পিউটার অপারেটর ২০১৬]

  • naming word.
  • substituting word.
  • modifying word.
  • qualifying word.

৪৭. Truth শব্দটির adjective হবে— [সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ ২০১৬ ]

  • Truly
  • True
  • Truism
  • None of them

৪৮. Which is the adjective among the following words ? [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১১]

  • Diploma
  • Diplomacy
  • Diplomatic
  • Diplomat

৪৯. Oval is an adjective of - [ বাংলাদেশ রেলওয়ের উপসহকারী (সিভিল) ২০১৬/গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) - ২০১১]

  • over
  • eye
  • Egg
  • Lip

৫০. Which is the adjective form of the word “Name” ? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিভিলিয়ান স্টাফ অফিসার এবং সহকারী পরিচালক ২০১৬]

  • Proper
  • Nomination
  • Concrete
  • Nominal

৫১. What is the adjective of 'obey' ? [ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬]

  • Obediently
  • Obedience
  • Obedient
  • Obselete

৫২. What is the adjective of the word “Tax” ? [ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পিএসসি'র সহকারী পরিচালক ২০১৬/জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ২০১৬ ]

  • Taxable
  • Taxation
  • Taxability
  • Taxing

৫৩. Coward শব্দটির Adjective হচ্ছে ---- ? [ বাংলাদশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা -২০১৭]

  • Cerocious
  • Coward
  • Cowardly
  • Cowardeous

৫৪. Adjective of 'Blood' is ---? [ আল-আরাফাহ ব্যাংক :২০১৩]

  • Blood
  • Bloody
  • Bloodshed
  • Bleeding

৫৫. He is a better worker than I. [প্রাক-প্রাথমিক বিদ্যালয় সহকারী ও প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ ]

  • Adverb
  • Verb
  • Noun
  • Adjective

৫৬. Which book do you want ? Here 'Which' is ---- [ এবি ব্যাংক :২০১৩]

  • An adjective
  • A verb
  • A pronoun
  • An adverb

৫৭. Which is adjective ? [ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনঃ ১৩– ১৬তম গ্রেড এর কর্মচারী ২০১৯/প্রাক-প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫]

  • special
  • laugh
  • crime
  • miser

৫৮. The word 'compulsive' is ----? [বাংলাদেশ কমার্স ব্যাংক:২০১৪ ]

  • Adverb
  • Verb
  • Adjective
  • Noun

৫৯. Adjective of the word 'Trouble' is ----? [বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক:২০১৩ ]

  • Troublefull
  • Troublesome
  • Troubling
  • None of them

৬০. Which of the following is an adjective ? [ পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক ২০১৫]

  • or
  • do
  • bad
  • Open

৬১. The up train is late. এখানে up শব্দটি- [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শক (FWV) প্রশিক্ষণার্থী ২০১৫]

  • Noun
  • Pronoun
  • Adverb
  • Adjective

৬২. What is the adjective of the word 'Heart' ? [ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক:২০১৩]

  • Hearten
  • Heartening
  • Heartful
  • Heartened

৬৩. Which is the adjective of the word 'contempt' ? [ বাংলাদেশ কৃষি ব্যাংক:২০১৩]

  • Contemptible
  • Contempting
  • Contemption
  • Contemptable

৬৪. Adjective of the word 'Float' is ----? [ আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট:২০১৩]

  • Floaty
  • Floating
  • Fleet
  • None of them

৬৫. This is a book of English language. What is the parts of speech is the following word ---? [ব্যাংক আলফালাহ :২০১৩ ]

  • Verb
  • Adjective
  • Interjection
  • Adverb

৬৬. The word 'prolific' is ---- ? [ব্যাসিক ব্যাংক :২০১৩ ]

  • Noun
  • Pronoun
  • Adjective
  • Preposition

৬৭. Still waters run deep. এখানে Still শব্দটি ------? [ ব্যাংক এশিয়া :২০১৩]

  • Noun
  • Pronoun
  • Adjective
  • Adverb

৬৮. The adjective of the word 'laugh' -----? [ সিটি ব্যাংক :২০১৩ ]

  • laughing
  • laugh
  • laughable
  • laughingly

৬৯. 'passion' শব্দটির adjective হচ্ছে --- [ ডাচ-বাংলা ব্যাংক :২০১৩]

  • passionful
  • pastoral
  • Emotion
  • passionate

৭০. Tareq was a bright student. বাক্যটিতে bright শব্দটি কোন পদ ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শক (FWV) প্রশিক্ষণার্থী ২০১৫]

  • noun
  • adjective
  • adverb
  • verb

৭১. In the sentence, “The man is afraid of the dog.” the word 'afraid' belongs to which 'parts of speech' ? [ ইস্টার্ন ব্যাংক :২০১৩]

  • Noun
  • Verb
  • Adjective
  • Adverb

৭২. Which of the following is an adjective of the word 'mountain' ? [ এক্সিম ব্যাংক:২০১৩]

  • mounting
  • mountainous
  • mountic

৭৩. The word diabetic is—— [ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) সহকারী পরিচালক ২০১৫]

  • noun
  • an adjective
  • both noun and adjective
  • pronoun

৭৪. The adjective form of the Noun 'Noun' is ---? [ এনএসআই (NSI) - ডেসপাচ রাইডার ও অফিস সহায়ক : ২০২১ ]

  • Nasal
  • Nominal
  • Nocturnal
  • Naval

৭৫. He sleeps a sound sleep, এখানে Sound শব্দটি ------? [ নির্বাচন কমিশন সচিবালয়ে থানা/উপজেলা নির্বাচন অফিসার : ২০০৮]

  • Adjective
  • Noun
  • Pronoun
  • Adverb

৭৬. Might শব্দটির Adjective কোনটি -----? [ জনতা ও রূপালী ব্যাংক- অফিসার : ২০১৯]

  • Mighteous
  • Mighty
  • Mightful
  • Mighter

৭৭. The adjective of the word 'decision' is - [কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসার রক্ষক : ২০২১ ]

  • decide
  • decisiveness
  • decisive
  • decisive

৭৮. Joy শব্দটির Adjective হচ্ছে ----? [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : -২০০১]

  • Enjoy
  • Jolly
  • Joyous
  • Joyful

৭৯. Which is the adjective form of the word “Heaven” ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিবার পরিকল্পনা পরিদর্শক/পরিবার কল্যাণ সহকারী : ২০১১]

  • Heavenness
  • Heavinity
  • Heavenly
  • Heavened

৮০. Which form of the word is adjective ? [ অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী : ২০১১]

  • defy
  • defiant
  • defiance
  • None of these

৮১. What is the adjective form of 'Literature' ? [ বাংলাদেশ জুটমিল কর্পোরেশনের অফিসার -২০১৭]

  • Literal
  • Literate
  • Literary
  • Literatural

৮২. Envy শব্দটির Adjective হচ্ছে ----? [ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান অ্যাসিসট্যান্ট অফিসার : ২০১৪]

  • Envity
  • Envious
  • Jealous
  • Enviable

৮৩. Which is not an acceptable adjective form of the verb “vary” ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১০]

  • Variable
  • Various
  • Variful
  • Varied

৮৪. 'Village' শব্দটির বিশেষণ হচ্ছে- [ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী-২০১১]

  • Villager
  • Pastoral
  • Rural
  • Urban

৮৫. The word 'wonderful' is a ----? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১২]

  • Noun
  • Adjective
  • Preposition
  • Adverb

৮৬. The word 'intolerable' is ----? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১২]

  • Verb
  • Conjunction
  • Adjective
  • Adverb

৮৭. “His solution to the problem was novel” - the adjective in this sentence is : [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১২]

  • his
  • approach
  • problem
  • novel

৮৮. Which word is not an adjective ? [ গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) – ২০১১]

  • Solar
  • Polar
  • Linear
  • Hammer

৮৯. কোন শব্দটি Adjective ? [ পরিবার পরিকল্পনা সহকারী/ পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারী-২০১১]

  • Police
  • Child
  • Care
  • None of these

৯০. A rolling stone gathers no moss. What “rolling” is ? [১১তম বিসিএস/ দুর্নীতি দমন কমিশনের অধীনে উপ সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা-২০২০/ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উচ্চমান সহকারি কাম হিসাবরক্ষক নিয়োগ-২০১৭ ]

  • Gerund
  • Varbal noun
  • Participle
  • Adjective

৯১. Which form of the word is adjective ? [উপজেলা / থানা শিক্ষা অফিসারনিয়োগ পরীক্ষাঃ ২০১০ ]

  • Resolve
  • Resolute
  • Resolution
  • Resolutely

৯২. The adjective for 'love' is ---? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২০১০ ]

  • lovable
  • lovely
  • lovingly
  • levrd

 

Premium By Raushan Design With Shroff Templates
Link copied to clipboard.