Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

ঢাকা মুসলিম সাহিত্য সমাজ

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব' স্লোগানকে ধারণ করে চিন্তাচর্চা ও জ্ঞানের জন্য আকাঙ্ক্ষা সৃষ্টি এবং আবহমানকালের চিন্তা ও জ্ঞানের সাথে সংযোগ সাধনের লক্ষ্যে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ও ছাত্রের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে বাংলা ও সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয় ।

ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়

১৯১১ সালে 'বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয় এবং এর প্রথম সম্পাদক ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ । কিন্তু এতে মুসলমানদের গুরুত্ব উপেক্ষিত হওয়ায় ১৯২৬ সালে ঢাকায় ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়। এ সংগঠনের মুখপত্রের নাম শিখা । এটি ১৯২৭ সালে আবুল হোসেনের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়।

শিখা পত্রিকার স্লোগান

ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র হিসাবে ১৯২৭ সালে আবুল হোসেনের সম্পাদনায় ‘শিখা’ পত্রিকা প্রকাশিত হয়। পত্রিকার পরিচালকেরা মনে করতেন, ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব'। তাই পত্রিকাটির প্রতি সংখ্যায় এ কথাটি লেখা থাকত।

‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' এর প্রধান লেখক

এর প্রধান লেখক কাজী আবদুল ওদুদ , আবুল হোসেন, কাজী মোতাহার হোসেন প্রমুখ । এরা সবাই মুক্ত বুদ্ধির লেখক হিসেবে পরিচিত। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর মাধ্যমে বুদ্ধির মুক্তি আন্দোলনের সুত্রপাত হয়।

বুদ্ধির মুক্তি আন্দোলন

১৯২৬ সালে ঢাকায় ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠার মাধ্যমে এ আন্দোলনের সূত্রপাত। ব্রিটিশ শাসনামলে মুসলমানেরা চিন্তা-চেতনায়, জ্ঞানে-গরিমায়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে হিন্দুদের থেকে পিছিয়ে ছিল। এ অবস্থা থেকে মুসলিম সমাজকে জাগিয়ে তোলার জন্য কাজী আবদুল ওদুদ , আবুল হোসেন, কাজী মোতাহার হোসেন প্রমুখ ব্যক্তিগণ 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' এর মাধ্যমে যে আন্দোলন শুরু করেন, তাই বুদ্ধির মুক্তি আন্দোলন। ১৯২৭ সালে আবুল হোসেনের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় 'শিখা' পত্রিকা। এ পত্রিকা প্রকাশের প্রধান উদ্দেশ্য ছিল বর্তমান মুসলমান সমাজের জীবন ও চিন্তাধারার গতির পরিবর্তন সাধন, যা বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রধান উদ্দেশ্য।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে ? [বাতিলকৃত ২৪তম বিসিএস ]

  • ১৯২৬
  • ১৯১১
  • ১৯৬৪
  • ১৯০৫

২. 'মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়- [৪৩তম বিসিএস ]

  • ১৯ ফেব্রুয়ারি, ১৯২৬
  • ১৯ জানুয়ারি, ১৯২৬
  • ১৯ মার্চ, ১৯২৬
  • ২৬ মার্চ, ১৯২৭

৩. ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’-এর প্রধান লেখক ছিলেন- [ ১৫তম বিসিএস ]

  • কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
  • মোহাম্মদ বরকত উল্লাহ, আবুল কালাম শামসুদ্দিন প্রমুখ
  • মোহাম্মদ মোহাম্মদ আকরাম খাঁ, মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ
  • কাজী ইমদাদুল হক, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ

৪. মুক্তবুদ্ধির লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য- [ উপ-খাদ্য পরিদর্শক : ১২]

  • এয়াকুব আলী চৌধুরী
  • শেখ ফজলুল করিম
  • কাজী আবদুল ওদুদ
  • কায়কোবাদ

৫. ঢাকার 'মুসলিম সাহিত্য সমাজ'- এর মুখপাত্র ছিল কোন পত্রিকা ? [ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী(সিভিল):১৬]

  • সওগাত
  • মোহাম্মদী
  • শিখা
  • মুসলিম ভারত

৬. 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।' -- এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো ? [ ১৬তম বিসিএস]

  • সওগাত
  • মোহাম্মদী
  • সমকাল
  • শিখা

৭. নিচের কোন ব্যক্তি 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না ? [ ৪৪তম বিসিএস]

  • কাজী আবদুল ওদুদ
  • এস ওয়াজেদ আলি
  • আবুল ফজল
  • আবদুল কাদির

৮. 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।'- কোন আন্দোলনের স্লোগান ? [ ১৭তম শিক্ষক নিবন্ধন:২২]

  • ভাষা আন্দোলন
  • শিক্ষা আন্দোলন
  • গণনাট্য আন্দোলন
  • বুদ্ধির মুক্তি আন্দোলন

৯. কোন পত্রিকায় 'বুদ্ধি ও মুক্তি আন্দোলন' সম্পর্কিত লেখা প্রথম প্রকাশিত হয় ? [বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ২২ ]

  • শিখা
  • সমকাল
  • মোহাম্মদী
  • সওগাত

১০. 'বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয় কত সালে ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার: ২২ ]

  • ১৯০৭
  • ১৯০৯
  • ১৯১১
  • ১৯২১
Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...