Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

বাংলা পত্রিকা / সাময়িকী ও সম্পাদক

পৃথিবীর প্রথম সংবাদপত্র ১৫৬০ সালে জার্মান থেকে প্রকাশিত হয়। ১৭০২ সালে ইংল্যান্ড থেকে প্রকাশিত হয় বিশ্বের প্রথম দৈনিক পত্রিকা । ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সরকার ১৭৯৫ সালে পত্র-পত্রিকায় প্রথম সেন্সর প্রথা চালু করে । ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র জেমস্ অগাস্টাস হিকি সম্পাদিত ‘বেঙ্গল গেজেট' (১৭৮০)। এটি ইংরেজিতে প্রকাশিত হয় । বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত ‘দিগদর্শন' (১৮১৮)। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত ‘সমাচার দর্পণ' (১৮১৮)। এটি সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হয়। বাঙালি কর্তৃক প্রকাশিত প্রথম সংবাদপত্র গঙ্গাকিশোর ভট্টাচার্য সম্পাদিত ‘বাঙ্গাল গেজেট' (১৮১৮)। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত ‘সংবাদ প্রভাকর'। সাপ্তাহিক হিসেবে ১৮৩১ সালে এবং দৈনিক হিসেবে ১৮৩৯ সালে প্রকাশিত হয়। মুসলমান কর্তৃক প্রকাশিত প্রথম পত্রিকা শেখ আলিমুল্লাহ সম্পাদিত ‘সমাচার সভারাজেন্দ্র' (১৮৩১)। বাংলাদেশ থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র গুরুচরণ রায় সম্পাদিত ‘রংপুর বার্তাবহ' (১৮৪৭)। ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কৃষ্ণচন্দ্র মজুমদার সম্পাদিত ‘ঢাকা প্রকাশ' (১৮৬১)।

বাংলা পত্রিকা / সাময়িকী ও সম্পাদক

সাময়িকী / সংবাদপত্র ও প্রকাশকালসম্পাদকপত্রিকা সম্পর্কিত তথ্য
বেঙ্গল গেজেট (১৭৮০)জেমস অগাস্টাস হিকিভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র (ইংরেজিতে)।
দিগদর্শন (১৮১৮)জন ক্লার্ক মার্শম্যানবাংলা ভাষার প্রথম সাময়িকপত্র।
সমাচার দর্পণ (১৮১৮)জন ক্লার্ক মার্শম্যানবাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র (সাপ্তাহিক)।
বাঙ্গাল গেজেট (১৮১৮)গঙ্গাকিশোর ভট্টাচার্যবাঙালি কর্তৃক প্রকাশিত প্রথম সংবাদপত্র।
সম্বাদ কৌমুদী (১৮২১)রাজা রামমোহন রায়সামাজিক কুসংস্কার অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ প্রকাশিত হত।
ব্রাহ্মণসেবধি (১৮২১)
পশ্বাবলী (১৮২২)বেভারেন্ড লঙ-
সমাচার চন্দ্রিকা (১৮২২)ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়-
বঙ্গদূত (১৮২৯)নীলমণি হালদার-
সংবাদ প্রভাকর (সাপ্তাহিক)-(১৮৩১)ঈশ্বরচন্দ্র গুপ্ত-
সংবাদ প্রভাকর (দৈনিক)-(১৮৩৯)বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র।
সমাচার সভারাজেন্দ্র(১৮৩১)শেখ আলিমুল্লাহমুসলমান কর্তৃক প্রকাশিত প্রথম পত্রিকা।
জ্ঞানান্বেষণ (১৮৩১)দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়‘ইয়ংবেঙ্গল' গোষ্ঠীর মুখপত্র।
তত্ত্ববোধিনী (১৮৪৩)অক্ষয়কুমার দত্ততত্ত্ববোধিনী সভার মুখপত্র।
রংপুর বার্তাবহ (১৮৪৭)গুরুচরণ রায়বাংলাদেশ থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র।
ঢাকা প্রকাশ (১৮৬১)কৃষ্ণচন্দ্র মজুমদারঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র।
গ্রামবার্তা প্রকাশিকা (১৮৬৩)কাঙাল হরিনাথকুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত সংবাদপত্র।
বঙ্গদর্শন (১৮৭২)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়বাংলা গদ্যের বিকাশে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখে।
ভারতী (১৮৭৭)দ্বিজেন্দ্রনাথ ঠাকুর-
সুধাকর (১৮৮৯)শেখ আব্দুর রহিমমুসলমানদের মহিমা, তত্ত্ব, জ্ঞান-বিজ্ঞান প্রভৃতি বিষয় এতে আলোচিত হতো।
মিহির (১৮৯২)
হাফেজ (১৮৯৭)
কোহিনুর (১৮৯৮)মো: ইয়াকুব আলীকুষ্টিয়া থেকে প্রকাশিত সংবাদপত্র।
সবুজপত্র (১৯১৪)প্রমথ চৌধুরীবাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনে অবদান রাখে।
সওগাত (মাসিক)-(১৯১৮)মোহাম্মদ নাসিরউদ্দিন-
সওগাত (সাপ্তাহিক)-(১৯২৮)
মোসলেম ভারত (১৯২০)মোজাম্মেল হককাজী নজরুলের কাব্য খ্যাতিতে এটি অবদান রাখে।
আঙুর (১৯২০)ড. মোহাম্মদ শহীদুল্লাহকিশোর পত্রিকা
ধূমকেতু (১৯২২)কাজী নজরুল ইসলামরবীন্দ্রনাথ ঠাকুর এ পত্রিকায় অভিনন্দন বাণী পাঠিয়েছেন।
লাঙ্গল (১৯২৫)কাজী নজরুল ইসলাম-
নবযুগ (১৯৪১)কাজী নজরুল ইসলাম১৯২০ সালে মুজাফফর আহমদ সহযোগে প্রথম প্রকাশিত।
কল্লোল (১৯২৩)দীনেশরঞ্জন দাশএ পত্রিকাকে ঘিরে একটি স্বতন্ত্র সাহিত্যিক বলয় তৈরি হয়েছিল।
কালী ও কলম (১৯২৬)-ঢাকায় প্রকাশিত মাসিক পত্রিকা।
মাসিক মোহাম্মদী (১৯২৭)মো: আকরম খাঁকলকাতা থেকে প্রকাশিত।
শিখা (১৯২৭)আবুল হোসেন‘বুদ্ধির মুক্তি' আন্দোলনের মুখপত্র রূপে প্রকাশিত।পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত-“জ্ঞান যেখানে সীমাবদ্ধ,বুদ্ধি যেখানে আড়ষ্ট,মুক্তি সেখানে অসম্ভব”।
পূর্বাশা (১৯৩২)সঞ্জয় ভট্টাচার্য-
কবিতা (১৯৩৫)বুদ্ধদেব বসুত্রৈমাসিক সাহিত্য পত্রিকা
দৈনিক আজাদ (১৯৩৬)মো: আকরম খাঁকলকাতা থেকে প্রকাশিত
চতুরঙ্গ (১৯৩৯)হুমায়ুন কবির-
ক্রান্তি (১৯৪০)রণেশ দাশগুপ্তঢাকা থেকে প্রকাশিত।
বেগম (সাপ্তাহিক)-(১৯৪৭)সুফিয়া কামাল, নুরজাহান বেগমমহিলা সম্পাদিত প্রথম পত্রিকা।
সমকাল (১৯৫৭)সিকান্দার আবু জাফরতৎকালীন সময়ের ঢাকার প্রভাবশালী পত্রিকা।
কণ্ঠস্বর (১৯৬৫)আব্দুল্লাহ আবু সায়ীদ-
কালবেলা ( ১৯৬৫)জ্যোতিপ্রকাশ দত্ত-
স্বদেশ (১৯৬৯)আহমদ ছফা-
শিলালিপি (১৯৬৯)সেলিনা পারভীন-
শিল্পকলা (১৯৭০)আবদুল মান্নান সৈয়দ-
লোকায়ত (১৯৯০)-১৯৯০ সালে হুগলী জেলার শ্রীরামপুর স্টেশনের ডাউন প্লাটফর্মের হাতে লেখা দেয়াল পত্রিকা ‘লোকায়ত’র শুরু । ১৯৯২ সালে মুদ্রিত আকারে আত্নপ্রকাশ।
নারীশক্তিডা. লুৎফর রহমাননারী সমাজের প্রগতির লক্ষ্যে প্রকাশিত।
ইত্তেফাকতফাজ্জল হোসেন (মানিক মিয়া)-
উত্তরাধিকার (প্রথমে ত্রৈমাসিক, বর্তমানে মাসিক)বাংলা একাডেমি থেকে প্রকাশিত।
ধান শালিকের দেশ (ষাণ্মাসিক)বাংলা একাডেমি থেকে প্রকাশিত শিশু পত্রিকা।
সাহিত্য পত্রিকাঢাকা বিশ্ববিদ্যালয় (বাংলা বিভাগ)
ভাষা সাহিত্যপত্রজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বাংলা বিভাগ)
সাহিত্যিকীরাজশাহী বিশ্ববিদ্যালয় (বাংলা বিভাগ)

‘বেঙ্গল গেজেট' পত্রিকার পরিচয়

১৭৮০ সালে ২৯ জানুয়ারি কলকাতা থেকে প্রকাশিত হয় । ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র জেমস অগাস্টাস হিকি সম্পাদিত ‘বেঙ্গল গেজেট'। পত্রিকাটিতে মূলত বিজ্ঞাপন, বিদেশী ইংরেজি পত্রিকা থেকে উদ্ধৃতি, সংবাদদাতাদের বিবরণধর্মী লেখা ছাপা হতো। প্রকাশের প্রথম মাস দশেক কোন রাজনৈতিক বিবাদপূর্ণ লেখা প্রকাশিত হয়নি। পরবর্তীতে প্রশাসনের বিপক্ষে কিছু লেখা বের হলে ১৭৮০ সালের ১৪ নভেম্বর ফোর্ট উইলিয়াম থেকে এক বিজ্ঞপ্তি জারি করে ডাকঘরের মাধ্যমে পত্রিকা বন্ধ করা হয়। পরে হিকি মামলায় জড়িয়ে পড়ে এবং ১৭৮২ সালে তাঁর ছাপাখানা আটক ও বিক্রি করে দেয়া হলে ভারতবর্ষের প্রথম সংবাদপত্রের অপমৃত্যু ঘটে।

‘দিকদর্শন' পত্রিকার পরিচয়

১৮১৮ সালের এপ্রিল মাসে বাংলা মাসিকপত্র হিসেবে হুগলি জেলার শ্রীরামপুর মিশনারিদের পক্ষ থেকে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় ‘দিকদর্শন' প্রকাশিত হয়। সংবাদ অপেক্ষা ধর্মীয় নীতিকথা ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্য পরিবেশনই বেশি প্রাধান্য পেত। ২৬টি সংখ্যা প্রকাশিত হওয়ার পর এ পত্রিকা বন্ধ হয়ে যায়। নীতি ও ধর্ম শিক্ষা প্রচার করায় তৎকালীন সরকার এ পত্রিকার উপর সদয় ছিল। সে অর্থে এ পত্রিকা সংবাদপত্র হিসেবে নয়; নীতি- ধর্ম-তত্ত্বমূলক মাসিক সাময়িকপত্র হিসেবে পরিচিত ছিল।

‘সমাচার দর্পণ' পত্রিকার পরিচয়

১৮১৮ সালের মে মাসে হুগলি জেলার শ্রীরামপুর মিশনারির জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় ‘সমাচার দর্পণ' নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়। মার্শম্যান বিশেষভাবে সক্রিয় ছিলেন না, এতে বাঙালি হিন্দু পণ্ডিতেরা লিখতেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জয়গোপাল তর্কালঙ্কার। সংবাদই ছিল এ পত্রিকার প্রাণ, তবে ধর্ম বা তত্ত্ব আলোচনাও থাকত। এ পত্রিকা কোনো ধর্মীয় বিতর্কে না গিয়ে খ্রিস্টান মতবাদের প্রতি পক্ষপাত পোষণ করতো। এ পত্রিকার লেখার ভাষায় সারল্য, তথ্যবোধ ও মাত্রাজ্ঞান লক্ষ্যযোগ্য বিদ্যমান ছিল। এটি ১৮৪০ সালে বন্ধ হয়ে যায়।

‘সংবাদ প্রভাকর' পত্রিকার পরিচয়

বাংলা গদ্য সাহিত্যকে শিশু থেকে যৌবনপ্রাপ্ত করার বিশেষ সহযোগী হিসেবে ‘সংবাদ প্রভাকর' পত্রিকার ভূমিকা উল্লেখযোগ্য। এটি ১৮৩১ সালে প্রথমে সাপ্তাহিক হিসেবে আত্মপ্রকাশ করে এবং ১৮৩৯ সালে দৈনিকরূপে প্রকাশিত হয়। দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ মূলত এ পত্রিকার মাধ্যমে শুরু হয়। এছাড়াও বহু খ্যাতনামা ব্যক্তি (জয়গোপাল তর্কালঙ্কার, প্রসন্নকুমার ঠাকুর) এ পত্রিকায় নিয়মিত লিখতেন। ‘সংবাদ প্রভাকর’ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক।

‘কল্লোল’ যুগ সম্পর্কে ধারণা

১৯২৩ সালে আধুনিক লেখকদের সাহিত্যিক মুখপত্র হিসেবে কলকাতা থেকে মাসিক 'কল্লোল' প্রকাশিত হয়। দীনেশরঞ্জন দাশ ছিলেন এর সম্পাদক। এটি রবীন্দ্র-রোমান্টিক সাহিত্যের বিরুদ্ধধারা হিসেবে আধুনিক সাহিত্যের সূচনা হিসেবে বিশেষ ভূমিকা পালন করে। এ পত্রিকার লেখকগণ বয়সে তরুণ, সৃষ্টিতে কূলপ্লাবী। প্রথম বিশ্বযুদ্ধের চেতনা, ইউরোপীয় সাহিত্যের প্রভাব এ তরুণ লেখকদের লেখনিতে বিশেষ প্রভাব বিস্তার করেছিল। অচিন্ত্যকুমার সেনগুপ্ত, শৈলজানন্দ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু, কাজী নজরুল ইসলাম প্রমুখ ছিলেন এ পত্রিকার নিয়মিত লেখক।

‘সবুজপত্র' পত্রিকার পরিচয়

প্রমথ চৌধুরী সম্পাদিত 'সবুজপত্র' বাংলা সাময়িক পত্রের ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। ১৯১৪ সালে এর প্রথম প্রকাশ ঘটে। বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরসীম। সাধু গদ্যরীতির পরিবর্তে চলিত গদ্যরীতি ব্যবহার ও প্রতিষ্ঠায় এটির অবদান তাৎপর্যপূর্ণ। রবীন্দ্রনাথ নিজেও এই পত্রিকায় লেখার সুবাদে চলিত গদ্যরীতির স্বাচ্ছন্দ্য অনুভব করেন এবং পরে তা তিনি চর্চা করেন। প্রমথ চৌধুরী ‘বীরবলী রীতি' নামে যে মৌখিক ভাষারীতি সাহিত্যে প্রচলন করে যুগান্তর এনেছিলেন তার প্রচারের মাধ্যম ছিল এই সবুজপত্র। সাহিত্যজগতে এ পত্রিকা ‘সবুজপত্র গোষ্ঠী’ তৈরি করতে সক্ষম হয়।

‘সমকাল' পত্রিকার পরিচয়

১৯৫৭ খ্রিস্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত সিকান্দার আবু জাফর সম্পাদিত ‘সমকাল' সমকালীন সময়ের প্রভাবশালী পত্রিকা। তৎকালীন পাকিস্তানে, বর্তমান বাংলাদেশের আধুনিক সাহিত্যের বীজতলা নির্মাণে ‘সমকাল' পত্রিকার ভূমিকা অপরিসীম। ষাটের দশকের সকল সাহিত্যিক এ পত্রিকায় লিখতেন। এ পত্রিকার হাত ধরেই অনেক সাহিত্যিক খ্যাতির শীর্ষে আরোহণ করেছেন বা প্রতিষ্ঠা লাভ করেছেন।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. ‘কল্লোল’ পত্রিকা কত সালে বন্ধ হয়ে যায় ? [ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন জুনিয়র অডিটর : ১১]

  • ১৯২৩ সালে
  • ১৯২৭ সালে
  • ১৯২৯ সালে
  • ১৯৩০ সালে

২. শেখ আবদুর রহিম কর্তৃক প্রকাশিত পত্রিকা নয়- [ শ্রম পরিদপ্তরের জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা : ০৯]

  • মিহির
  • হাফেজ
  • সুধাকর
  • কোহিনুর

৩. ‘দৈনিক নবযুগ’ পত্রিকার সম্পাদক কে ? [প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসার : ০৪ ]

  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • কাজী নজরুল ইসলাম
  • মোজাম্মেল হক
  • মাওলানা আকরাম খাঁ

৪. শনিবারের চিঠিতে কাকে কটাক্ষ করে ‘গাজী আব্বাস বিটকেল’ বলা হতো ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা : ১৫]

  • মীর মশাররফ হোসেনকে
  • মুহাম্মদ বরকতুল্লাহকে
  • কাজী নজরুল ইসলামকে
  • এস ওয়াজেদ আলীকে

৫. ঢাকার 'মুসলিম সাহিত্য সমাজ'- এর মুখপাত্র ছিল কোন পত্রিকা ? [ প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ০৪]

  • সওগাত
  • মোহাম্মদী
  • শিখা
  • মুসলিম ভারত

৬. 'সবুজপত্র' সম্পাদনা করেন কে ? [বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৯ ]

  • সুধীন্দ্রনাথ দত্ত
  • প্রমথ চৌধুরী
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৭. ‘ভারতী’ পত্রিকার সম্পাদকের নাম কী ? [ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার : ১২ ]

  • ঈশ্বরগুপ্ত
  • দেবেন্দ্রনাথ ঠাকুর
  • দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
  • বঙ্কিমচন্দ্র

৮. সংবাদপত্রের স্বাধীনতা সঙ্কোচন করে কঠোর সেন্সর ব্যবস্থা প্রবর্তিত হয় কত সালে ? [ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র : ১৯]

  • ১৭৮০ সালে
  • ১৭৯৯ সালে
  • ১৮১৮ সালে
  • ১৮২২ সালে

৯. বাংলাদেশ ভুখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি ? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন অ্যাডমিনিস্ট্রেশন অফিসার : ০৬ ]

  • বরিশাল হিতৈষী
  • সমাচার দর্পণ
  • ঢাকা প্রকাশ
  • রংপুর বার্তাবহ

১০. নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি ? [উপজেলা সমাজসেবা অফিসার : ০৮ ]

  • মাহেনও
  • সওগাত
  • ধূমকেতু
  • কালিকলম

১১. 'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ? [ ১৪ তম বিসিএস ]

  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • নবীনচন্দ্র সেন
  • সত্যেন্দ্রনাথ দত্ত

১২. ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রকাশ করেছিলেন ? [ঢাকা বিশ্ববিদ্যালয়-ঘ ইউনিট : ২০০৬-০৭ ]

  • রাজা রামমোহন রায়
  • দীনবন্ধু মিত্র
  • মাইকেল মধুসূদন দত্ত
  • কাঙ্গাল হরিনাথ

১৩. ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাটি কে সম্পাদনা করতেন ? [ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ-প্রকল্প কর্মকর্তা : ১৩ ]

  • কাঙ্গাল হরিনাথ
  • কাজী নজরুল ইসলাম
  • মাইকেল মধুসূদন দত্ত
  • মীর মশাররফ হোসেন

১৪. কোন পত্রিকাটি পূর্ববঙ্গ (বাংলাদেশ) থেকে প্রকাশিত হতো ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • কোহিনুর
  • কল্লোল
  • কালিকলম
  • প্রচারক

১৫. বাংলা প্রথম সচিত্র মাসিক পত্রিকা কোনটি ? [ঢাকা বিশ্ববিদ্যালয়-ঘ ইউনিট : ২০০৬-০৭ ]

  • বিবিধার্থ সংগ্রহ
  • বঙ্গদর্শন
  • ভারতী
  • রহস্যসন্দর্ভ

১৬. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি ? [ সোনালী ব্যাংকের অফিসার ( ক্যাশ ) : ১৪]

  • সওগাত
  • কল্লোল
  • মোহাম্মদী
  • লাঙ্গল

১৭. ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি ? [ ২৭ তম বিসিএস ]

  • অরণি
  • পরিচয়
  • নবশক্তি
  • ক্রান্তি

১৮. কাজী নজরুল ইসলাম সম্পাদিত ‘ধুমকেতু’ কতসালে প্রথম প্রকাশিত হয় ? [ডেন্টাল কলেজ : ০৫-০৬ ]

  • ১৯৩০
  • ১৯২০
  • ১৯২২
  • ১৯৩২

১৯. বাঙালি পরিচালিত প্রথম পত্রিকা কোনটি ? [ উপজেলা/থানা শিক্ষা অফিসার : ২০০৫ ]

  • বাঙ্গালা গেজেট
  • বেঙ্গল গেজেট
  • সংবাদ প্রভাকর
  • সম্বাদ কৌমুদী

২০. বাংলা প্রথম দৈনিক পত্রিকার সম্পাদক কে ছিলেন ? [বাংলাদেশ বেতার সহ-সম্পাদক : ১৯ ]

  • ক্লার্ক মার্শম্যান
  • গঙ্গাকিশোর ভট্টাচার্য
  • ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • শ্রীরামপুর মিশনারীরা

২১. ‘মাসিক মোহাম্মদী’ কোন সালে প্রকাশিত হয় ? [২৭ তম বিসিএস ]

  • ১৯২৬ সালে
  • ১৯২৭ সালে
  • ১৯২৮ সালে
  • ১৯২৯ সালে

২২. ব্রাহ্মসমাজের মুখপাত্র হিসেবে খ্যাত 'তত্ত্ববোধনী' পত্রিকার সম্পাদক কে ছিলেন ? [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ - এরোড্রম কর্মকর্তা : ২১]

  • অক্ষয় কুমার দত্ত
  • রামমোহন রায়
  • ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

২৩. ”লাঙ্গল” পত্রিকাটি কে সম্পাদনা করতেন ? [ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইনস্ট্রাক্টর : ১৬]

  • মোজাম্মেল হক
  • মোহাম্মদ নাসির উদ্দিন
  • কাজী নজরুল ইসলাম
  • মোহাম্মদ আকরাম খাঁ

২৪. মুসলমান সম্পাদিত প্রথম সাময়িক পত্র কোনটি ? [ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ]

  • সমাচার সভারাজেন্দ্র
  • জগদদ্দীপক ভাঙ্কর
  • আজীজুন নেহার
  • সুধাকর

২৫. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়- [১৭ তম বিসিএস ]

  • ১৮৪১ সালে
  • ১৮৪২ সালে
  • ১৮৫০ সালে
  • ১৮৪৩ সালে

২৬. 'সম্বাদ কৌমুদী' পত্রিকাটি ছিল- [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা : ১১]

  • দৈনিক
  • সাপ্তাহিক
  • পাক্ষিক
  • মাসিক

২৭. ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদকের নাম মানিক মিয়া হলেও প্রকৃত নাম- [ সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার : ১০]

  • আনোয়ার হোসেন
  • মঈনুল হোসেন
  • তফাজ্জল হোসেন
  • সিরাজউদ্দিন হোসেন

২৮. রবীন্দ্রনাথের প্রথম কাব্য 'বনফুল' প্রকাশিত হয় কোন পত্রিকায় ? [তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভি-এর সহকারী প্রকৌশলী (সিভিল) : ১৭ ]

  • ভারতী
  • সাময়িক পত্র
  • জ্ঞানাঙ্কুর
  • সংবাদ প্রভাকর

২৯. শের এ বাংলা এ. কে. ফজলুল হকের পরিচালনায় দৈনিক 'নবযুগ' পত্রিকা ১৯৪১ সালে নবপর্যায়ে প্রকাশিত হয়। পত্রিকাটির প্রধান সম্পাদক কে ছিলেন ? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন অ্যাডমিনিস্ট্রেশন অফিসার ও পার্সোনাল অফিসার : ০৬]

  • মুজাফফর আহমেদ
  • মোহাম্মদ ওয়াজেদ আলী
  • কাজী নজরুল ইসলাম
  • আবুল কালাম শামসুদ্দিন

৩০. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম অথবা, ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদনায় শিশু পত্রিকার নাম কী ? [ দুর্নীতি দমন ব্যুরোর সহকারী উপ পরিদর্শক : ০৪]

  • সংবাদ রত্নাবলী
  • সংবাদ পূর্ণ চন্দ্রোদয়
  • সাহিত্য
  • আঙুর

৩১. বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে বর্তমানে কোন প্রতিষ্ঠানের সমধিক খ্যাতি বিদ্যমান ? [ ১২তম (বিশেষ) বিসিএস (পুলিশ) ]

  • শিল্পকলা একাডেমী
  • শিশু একাডেমী
  • এশিয়াটিক সোসাইটি
  • বাংলা একাডেমী

৩২. সুকান্ত ভট্টাচার্য 'দৈনিক স্বাধীনতা' পত্রিকার কোন বিভাগের আজীবন সম্পাদক ছিলেন ? [ ১২তম (বিশেষ) বিসিএস (পুলিশ)]

  • সাহিত্য বিভাগ
  • কিশোর সভা বিভাগ
  • ফিচার বিভাগ
  • চিঠিপত্র বিভাগ

৩৩. কোন সাময়িক পত্রটি বেশী প্রভাবশালী হয়েছিল ? [তথ্য মন্ত্রণালয়র সহকারী পরিচালক : ০৪ ]

  • দিলরুবা
  • উত্তরণ
  • পরিক্রম
  • সমকাল

৩৪. কবি জসীমউদদীনের জন্ম সালে কোন পত্রিকাটি প্রকাশিত হয় ? [ তথ্য মন্ত্রনালয়ের সহকারী পরিচালক (গ্রেড-২) : .০৩]

  • লহরী
  • বাসনা
  • প্রচারক
  • নবনূর

৩৫. নজরুলের 'বিদ্রোহী' কবিতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়-- [ তথ্য মন্ত্রনালয়ের সহকারী পরিচালক (গ্রেড-২) : .০৩]

  • শিখা
  • সবুজপত্র
  • বিজলী
  • সংবাদ প্রভাকর

৩৬. শিখা পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ১৯ ]

  • ১৮২৭
  • ১৮৭২
  • ১৯৩২
  • ১৯২৭

৩৭. . কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি ? [২৮ তম বিসিএস ]

  • মাহেনও
  • সওগাত
  • ধূমকেতু
  • কালিকলম

৩৮. সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কী ? [১২তম প্রভাষক নিবন্ধন : ১৫ ]

  • গ্রামবার্তা
  • বঙ্গদর্শন
  • মাসিক পত্রিকা
  • সংবাদ প্রভাকর

৩৯. 'সবুজপত্র' প্রকাশিত হয় কোন সালে ? [ ৩৬ তম বিসিএস ]

  • ১৯০৯
  • ১৯১০
  • ১৯১৪
  • ১৯২১

৪০. 'ধুমকেতু' পত্রিকা সম্পাদনা করেছেন কে ? [প্রভাষক নিবন্ধন : ১৭]

  • জীবনানন্দ দাশ
  • মাইকেল মধুসূদন দত্ত
  • কাজী নজরুল ইসলাম
  • মওলানা আকরাম খান

৪১. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি ? [২৮ তম বিসিএস ]

  • দিকদর্শন
  • সংবাদ প্রভাকর
  • তত্ত্ববোধিনী
  • বঙ্গদর্শন

৪২. ”কোহিনুর” পত্রিকাটি সম্পাদনা করেন কে ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবারকল্যাণ পরিদর্শিকা(FWV) প্রশিক্ষণার্থী : ১৩]

  • এস ওয়াজেদ আলী
  • মোহাম্মদ আব্দুল হাই
  • মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী
  • মাহবুবুল আলম

৪৩. ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্ররূপে প্রকাশিত পত্রিকাটির নাম কী ? [ তথ্য মন্ত্রণালয়ের অধীনে সহকারী পরিচালক : ০৪]

  • শিখা
  • সমকাল
  • অভিযান
  • জয়শ্রী

৪৪. কোন পত্রিকাটিতে মুসলমানদের মহিমা, তত্ত্ব, তথ্য, ঐতিহ্য সম্বন্ধে লেখা হতো ? [ জাতীয় সংসদ সচিবালায়ের সহকারী পরিচালক :০৬]

  • সমাচার দর্পণ
  • বঙ্গদর্শন
  • সুধাকর
  • সবুজপত্র

৪৫. ‘সওগাত’ পত্রিকার সম্পাদক- [ তথ্য মন্ত্রনালয়ের সহকারী পরিচালক (গ্রেড-২) : .০৩]

  • মোজাম্মেল হক
  • সৈয়দ এমদাদ আলী
  • শেখ ফজলুল করিম
  • মোঃ নাসিরউদ্দীন

৪৬. বুদ্ধদেব বসু সম্পাদিত বিখ্যাত পত্রিকার নাম কী ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৪]

  • কবিতা
  • কালি কলম
  • পরিচয়
  • পূর্বাশা

৪৭. কালি ও কলম কী ? [১১তম বেসরকারি প্রভাষক নিবন্ধন: ১৪ ]

  • উপন্যাস
  • কাব্যগ্রন্থ
  • পত্রিকা
  • প্রবন্ধ

৪৮. উত্তরাধিকার কোন প্রতিষ্ঠানের সাময়িকী ? [ জাবি : ১২-১৩]

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • শিল্পকলা একাডেমি
  • বাংলা একাডেমি

৪৯. বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা 'কল্লোল' কত সালে প্রথম মুদ্রিত হয় ? [ ৩৩তম বিসিএস]

  • ১৯২৩ সালে
  • ১৯২৪ সালে
  • ১৯২৫ সালে
  • ১৯২৭ সালে

৫০. কোন পত্রিকায় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয় ? [ তথ্য মন্ত্রনালয়ের সহকারী পরিচালক (গ্রেড-২) : .০৩ ]

  • জ্ঞানান্বেষণ
  • তত্ত্ববোধিনী
  • বিবিধার্থ সংগ্রহ
  • বিজ্ঞান সেবধি

৫১. ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয় ? [১৫ তম বিসিএস ]

  • ১৮৬৫
  • ১৮৭২
  • ১৮৭৫
  • ১৮৮১

৫২. “ঢাকা প্রকাশ’ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে ? [ ৪০ তম বিসিএস]

  • কৃষ্ণচন্দ্র মজুমদার
  • রামানন্দ চট্টোপাধ্যায়
  • শামসুর রাহমান
  • সিকান্দার আবু জাফর

৫৩. কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদ একত্রে সম্পাদনা করেছিলেন ? [ ঢাবি ( ঘ ইউনিট) : ০৮-০৯]

  • আজাদ
  • সওগাত
  • নবযুগ
  • ধূমকেতু

৫৪. বাংলা একাডেমী থেকে প্রকাশিত বাংলা ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম- [ ১৫ তম বিসিএস ]

  • সুন্দরম
  • লোকায়ত
  • উত্তরাধিকার
  • কিছুক্ষণ

৫৫. ‘ধূমকেতু’ পত্রিকা সম্পাদনা করেছেন- [তথ্য মন্ত্রনালয়ের সহকারী পরিচালক (গ্রেড-২) : .০৩ ]

  • জীবনানন্দ দাশ
  • মাইকেল মধুসূদন দত্ত
  • কাজী নজরুল ইসলাম
  • মওলানা আকরাম খান

৫৬. ‘মোসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন ? [ ১৩ তম বিসিএস]

  • মীর মশাররফ হোসেন
  • মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
  • মোজাম্মেল হক
  • রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী

৫৭. 'শিখা' পত্রিকা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ? [ সোনালী ব্যাংক সিনিয়র অফিসার :১৩ ]

  • মুসলিম বাংলা
  • মুসলিম সাহিত্য সমাজ
  • এশিয়াটিক সোসাইটি
  • বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ

৫৮. ঢাকা থেকে প্রকাশিত আঙ্গুর (কিশোর পত্রিকা) পত্রিকার সম্পাদক কে ছিলেন ? [ তথ্য মন্ত্রনালয়ের সহকারী পরিচালক (গ্রেড-২) : .০৩ ]

  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • হেকিম হাবিবুর রহমান
  • আবুল হাসান
  • ড. এনামুল হক

৫৯. ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি ? [ জাতীয় সংসদে প্রশাসনিক কর্মকর্তা : ১০]

  • সংবাদ
  • ঢাকা প্রকাশ
  • আজকের কাগজ
  • ইত্তেফাক

৬০. বাংলাদেশে (বিভাগোত্তর পূর্ব বাংলায়) মহিলাদের সম্পাদনায় প্রথশ প্রকাশিত পত্রিকার সম্পাদকের নাম কী ? [পিএসসির সহকারী পরিচালক : ০৪ ]

  • বেগম শামসুন নাহার মাহমুদ
  • নূরজাহান বেগম
  • বেগম ফয়জুন্নেসা
  • বেগম সারা আহসান উল্লাহ

৬১. থিয়েটার পত্রিকার সম্পাদক কে ? [ সরকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৮ ]

  • সারা জাকের
  • রামেন্দু মজুমদার
  • আব্দুল্লাহ আল মামুন
  • আসাদুজ্জামান নূর

৬২. মাসিক ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ? [২২তম ও ১৬তম বিসিএস ]

  • মোহাম্মদ নাসির উদ্দিন
  • আবুল কালাম শামসুদ্দিন
  • কাজী আবদুল ওদুদ
  • সিকান্দার আবু জাফর

৬৩. বাংলা একাডেমী থেকে প্রকাশিত ষান্মাসিক পত্রিকা কোনটি ? [ চবি : ০৫-০৬]

  • বাংলা জার্নাল
  • কিশোর জার্নাল
  • উত্তরাধিকার
  • ধান শালিকের দেশ

৬৪. প্রমথ চৌধুরীর ‘বীরবলী’ রীতির প্রচার মাধ্যম হিসাবে কোন পত্রিকা ভূমিকা রাখে ? [ সমাজসেবা অধিদপ্তরের উপসহকারী পরিচালক/সহকারী ব্যবস্থাপক : ০৫]

  • সাহিত্য
  • কল্লোল
  • সবুজপত্র
  • কালিকলম

৬৫. বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি-কত সালে প্রকাশিত হয় ? [সমাজসেবা অধিদপ্তরের উপসহকারী পরিচালক/সহকারী ব্যবস্থাপক : ০৫ ]

  • ১৮৮৬ সালে
  • ১৮৯৯ সালে
  • ১৯০৭ সালে
  • ১৯১৩ সালে

৬৬. বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কী ? [ বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার : ১২ ]

  • আজাদ
  • বঙ্গদর্শন
  • সমাচার দর্পন
  • বেঙ্গল গেজেট

৬৭. 'Bengali Gazette' সাময়িক পত্রিকাটি কোন ভাষায় রচিত ? [ সমাজসেবা অধিদপ্তরের উপসহকারী পরিচালক/সহকারী ব্যবস্থাপক : ০৫]

  • ইংরেজি
  • সংস্কৃত
  • বাংলা
  • হিন্দি

৬৮. অক্ষয়কুমার দত্ত কত সাল পর্যন্ত 'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (পদ্মা)- ২০১২]

  • ১৮৪৩ সাল
  • ১৮৪৯ সাল
  • ১৮৫৩ সাল
  • ১৮৫৫ সাল

৬৯. কোনটি বাংলা একাডেমী হতে প্রকাশিত পত্রিকা নয় ? [ ডাক অধিদপ্তরের এস্টিমেটর : ১৮]

  • লেখা
  • উত্তরাধিকার
  • ধানশালিকের দেশ
  • নবারূণ

৭০. কোন পত্রিকাটি রবীন্দ্র প্রভাব থেকে বাইরে আসার চেষ্টা করেছিলেন ? [ দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক: ০৩]

  • কল্লোল
  • কালিকলম
  • প্রগতি
  • তিনটিই

৭১. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মেঘনা) : ১২]

  • ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • রামমোহন রায়
  • অক্ষয়কুমার দত্ত
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৭২. বঙ্কিমচন্দ্র সম্পাদিত 'বঙ্গদর্শন' পত্রিকার প্রকাশ কাল- [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) : ১৬ ]

  • ১৮৬৫
  • ১৮৭০
  • ১৮৭২
  • ১৮৭৪

৭৩. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকপত্র কোনটি ? [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) : ১৬]

  • সমাচার দর্পণ
  • বেঙ্গল গেজেট
  • বঙ্গদর্শন
  • দিগদর্শন

৭৪. কোন সাময়িকপত্রটি ঢাকা থেকে প্রকাশিত হয় ? [ থানা নির্বাচন অফিসার : ০৪ ]

  • চতুরঙ্গ
  • লোকায়ত
  • পরিচয়
  • কল্লোল

৭৫. ‘সম্বাদ কৌমুদী’ সাময়িক পত্রিকাটি কোন পত্রিকার জবাব স্বরূপ প্রকাশিত হয় ? [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) : ১৬]

  • দিগদর্শন
  • সমাচার দর্পণ
  • বঙ্গদূত
  • বেঙ্গল গেজেট

৭৬. নিচের কোন পত্রিকাটি শিশু কিশোর পত্রিকা হিসাবে পরিচিত ? [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) : ১৬ ]

  • নবারুণ
  • উন্মাদ
  • অগত্যা
  • ধান শালিকের দেশ

৭৭. নারী সমাজের উন্নতির জন্য 'নারী শক্তি' নামে পত্রিকাটির প্রকাশক কে ছিলেন ? [সরকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৮ ]

  • বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
  • বেগম শামসুন্নাহার মাহমুদ
  • কবি সুফিয়া কামাল
  • ডা. লুৎফর রহমান

৭৮. ঈশ্বরগুপ্তের ‘সংবাদ প্রভাকর’ কত সালে প্রকাশিত হয় ? [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) : ১৬]

  • ১৮২২ সালে
  • ১৮২৯ সালে
  • ১৮৩১ সালে
  • ১৮৩৯ সালে

৭৯. কোন বিষয়ের উপর বাংলা একাডেমী প্রতি বছর পুরস্কার প্রদান করে ? [ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন জুনিয়র অডিটর : ১১]

  • শিক্ষা
  • সাংবাদিকতা
  • সাহিত্য
  • শিল্পকলা

৮০. সিকান্দার আবু জাফর সম্পাদিত সাহিত্য পত্রিকাটির নাম কী ? [বাতিলকৃত ২৪ তম বিসিএস ] ]

  • সওগাত
  • সমকাল
  • উত্তরণ
  • শিখা

৮১. হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কী ? [ ৩৬ তম বিসিএস]

  • অবকাশ রঞ্জিকা
  • বিধিধার্য সংগ্রহ
  • কাব্য প্রকাশ
  • গ্রামবার্তা প্রকাশিকা

৮২. বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক সংবাদপত্র কোনটি ? [ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন জুনিয়র অডিটর : ১১ ]

  • দিগদর্শন
  • সমাচার দর্পণ
  • সংবাদ প্রভাকর
  • তত্ত্ববোধিনী

৮৩. বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপাত্র কোনটি ? [ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন জুনিয়র অডিটর : ১১]

  • সমাচার দর্পণ
  • কল্লোল
  • সবুজপত্র
  • বঙ্গদর্শন

৮৪. ‘সমাচার দর্পন’ পত্রিকার প্রকাশ কাল কত ? [ সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ১০]

  • ১৮০০ খ্রিস্টাব্দ
  • ১৮১৮ খ্রিস্টাব্দ
  • ১৮৩৫ খ্রিস্টাব্দ
  • ১৮৫০ খ্রিস্টাব্দ

৮৫. সম্বাদ কৌমুদী'র সাথে সম্পর্ক ছিন্ন করে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কোন পত্রিকা প্রকাশ করেন ? [ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন জুনিয়র অডিটর : ১১]

  • সমাচার চন্দ্রিকা
  • সংবাদ তিমির নাশক
  • বঙ্গদূত
  • পার্শ্বপদাবলী

৮৬. ‘সুধাকর’ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে ? [ ২৭ তম বিসিএস ]

  • মুন্সি মোহাম্মদ মেহের উল্লা
  • মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
  • শেখ আব্দুর রহিম
  • ইসমাইল হোসেন সিরাজী

৮৭. ১৮৩১ সালে প্রকাশিত 'জ্ঞানান্বেষণ' পত্রিকার প্রকাশক কে ? [ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন জুনিয়র অডিটর : ১১]

  • নীলরত্ন হালদার
  • দক্ষিণারঞ্জন মিত্র
  • ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
  • রামমোহন রায়

৮৮. বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশী ? [দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় অডিটর : ১৯ ]

  • কল্লোল
  • সবুজপত্র
  • কালিকলম
  • বঙ্গদর্শন

৮৯. সিকান্দার আবু জাফর কোন পত্রিকার সম্পাদক ছিলেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • সবুজপত্র
  • সমকাল
  • কবিতা
  • সাহিত্য

৯০. বাংলা ভাষার প্রথম সাময়িকী হলো- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • দিগদর্শন
  • বেঙ্গল গেজেট
  • সমাচার দর্পন
  • নবযুগ

৯১. ‘চতুরঙ্গ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৫]

  • হুমায়ুন কবির
  • ফজল শাহাবুদ্দীন
  • আবুল হোসেন
  • মোজাম্মেল হক

৯২. গণসাহিত্য শব্দে গণ কথাটি ব্যবহৃত হয়- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • সাধারণ মানুষ অর্থে
  • জনগণের রচিত সাহিত্য অর্থে
  • লোকসাহিত্য অর্থে
  • জনগণের জন্য রচিত সাহিত্য অর্থে

৯৩. নিচের কোন পত্রিকাটি জীবজন্তু বিষয়ক ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • সংবাদ তিমির নাশক
  • পশ্বাবলী
  • বিজ্ঞান-সেবধি
  • বঙ্গদূত

৯৪. তত্ত্বাবোধিনী পত্রিকার সম্পাদকের নাম কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • অবনীন্দ্রনাথ ঠাকুর
  • ঈশ্বরগুপ্ত
  • দেবেন্দ্রনাথ ঠাকুর
  • অক্ষয় কুমার দত্ত

৯৫. কবি ঈশ্বরগুপ্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • দিগদর্শন
  • সমাচার দর্পণ
  • সংবাদ প্রভাকর
  • তত্ত্ববোধিনী

৯৬. রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী দিয়েছিলেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • সবুজপত্র
  • শনিবারের চিঠি
  • ধূমকেতু
  • কল্লোল

৯৭. ‘কল্লোল’ পত্রিকার সাথে সংশ্লিষ্ট ছিলেন- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • অচিন্ত্যকুমার সেনগুপ্ত
  • মানিক বন্দ্যোপাধ্যায়
  • কাজী নজরুল ইসলাম
  • এঁরা প্রত্যেকেই

৯৮. 'আলালের ঘরের দুলাল' গ্রন্থটি কোন পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • তত্ত্ববোধিনী
  • মাসিক পত্রিকা
  • সবুজপত্র
  • ভারতী

৯৯. সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয় ? [ গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক ( গণযোগাযোগ প্রশিক্ষণ ) : ০৩]

  • ১৯৫২ সালে
  • ১৯৪৮ সালে
  • ১৯৪৭ সালে
  • ১৯৫৫ সালে

১০০. ‘সবুজপত্র’ কী ? [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক ( গামা ) : ১৪ ]

  • উপন্যাস
  • নাটক
  • সাময়িকপত্র
  • গদ্য সংকলন

১০১. মাসিক ‘সওগাত’ পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয় ? [ গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক ( গণযোগাযোগ প্রশিক্ষণ ) : ০৩]

  • ১৯১৫ সালে
  • ১৯১৮ সালে
  • ১৯৩০ সালে
  • ১৯৪৮ সালে

১০২. ১৯২৩ সালে প্রকাশিত পত্রিকা কোনটি ? [ ২৭ তম বিসিএস]

  • কালি কলম
  • প্রগতি
  • কল্লোল
  • সবুজপত্র

১০৩. কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • রোমান্টিসিজম
  • আধুনিকতাবাদ
  • উত্তরাধুনিকতবাদ
  • বাস্তববাদ

১০৪. “আনন্দময়ীর আগমনে’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • নবযুগ
  • বিজলী
  • ধূমকেতু
  • লাঙল

১০৫. নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • মোসলেম ভারত
  • বিজলী
  • সবুজপত্র
  • ধূমকেতু

১০৬. বাংলা ভাষার প্রকাশিত দৈনিক সংবাদপত্র কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • দিগদর্শন
  • সমাচার দর্পণ
  • সংবাদ প্রভাকর
  • তত্ত্ববোধিনী

১০৭. প্যারীচাঁদ মিত্র ও রাধানাথ শিকদারের সম্পাদনায় ১৮৫৪ সালে কোন পত্রিকাটি প্রকাশিত হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ভারতী
  • মাসিক পত্রিকা
  • তত্ত্ববোধিনী
  • বঙ্গদর্শন

১০৮. কোন পত্রিকাটির প্রধান উদ্দেশ্য ছিল স্বধর্ম, স্বদেশ ও মাতৃভাষার সেবা করা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • সওগাত
  • বঙ্গদর্শন
  • ধূমকেতু
  • আল এসলাম

১০৯. বঙ্গদূত পত্রিকা কত সালে প্রকাশিত হয় ? [মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অডিটর : ১১ ]

  • ১৮৩৯ সালে
  • ১৭৮০ সালে
  • ১৮৩৩ সালে
  • ১৮২৯ সালে

১১০. ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ? [৩০ তম ও ৩৮ তম বিসিএস ]

  • সঞ্জয় ভট্টাচার্য
  • কাজী নজরুল ইসলাম
  • শাহাদাৎ হোসেন
  • সুধীন্দ্রনাথ দত্ত

১১১. চলিত ভাষারীতির প্রথম মুখপাত্র কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • সাধনা
  • শিখা
  • শনিবারের চিঠি
  • সবুজপত্র

১১২. ‘কল্লোল’ পত্রিকাটি কত বছর চলমান ছিল ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • সাত বছর
  • আট বছর
  • নয় বছর
  • দশ বছর

১১৩. ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • কল্লোল
  • কালিকলম
  • প্রগতি
  • শিখা

১১৪. ‘দৈনিক নবযুগ’ এর ১৯২০ সালের প্রথম ও প্রধান সম্পাদক কে ছিলেন ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • কাজী নজরুল ইসলাম
  • মুজাফ্ফর আহম্মদ
  • একে ফজলুল হক
  • কাজী ইমদাদুল হক

১১৫. ‘নওবাহার’ পত্রিকাটির সম্পাদক কে ছিলেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • আবদুল করিম সাহিত্যবিশারদ
  • গোলাম মোস্তফা
  • ড. এনামুল হক
  • মোহাম্মদ ওয়াজেদ আলী

১১৬. কোন পত্রিকাটি বাংলা একাডেমী থেকে প্রকাশিত ? [ তথ্য মন্ত্রণালয়ের টেলিভিশন প্রকৌশলী : ০৪]

  • লোকায়ত
  • উত্তরাধিকার
  • নতুন দিগন্ত
  • সুন্দরম

১১৭. ‘সবুজপত্র’ বাংলা ভাষা ও সাহিত্যে কী হিসেবে পরিচিত ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • একটি বিখ্যাত কাব্য গ্রন্থ
  • এক শ্রেণীর লেখকদের আলোচিত রচনা সংকলন
  • বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা
  • অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস ও নাটক

১১৮. ‘সওগাত’ পত্রিকার সম্পদাক কে ছিলেন ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • মোহাম্মদ নাসির উদ্দিন
  • আবুল কালাম শামসুদ্দিন
  • কাজী আব্দুল ওদুদ
  • সিকান্দার আবু জাফর

১১৯. কল্লোল যুগের কবি কে ছিলেন ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • কাজী নজরুল ইসলাম
  • জীবনানন্দ দাশ
  • শামসুর রহমান
  • সুকান্ত ভট্টাচার্য

১২০. শ্রীরামপুর মিশনারীদের চেষ্টায় কোন সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয় ? [ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম পরিদপ্তরের সহকারী শ্রম পরিচালক : ০৬ ]

  • সমাচার দর্পণ
  • বাঙ্গাল গেজেট
  • সংবাদ কৌমুদী
  • সমাচার চন্দ্রিকা

১২১. 'সমাচার দর্পণ' পত্রিকার সম্পাদক কে ছিলেন ? [ ৩৫ তম বিসিএস]

  • জন ক্লার্ক মার্শম্যান
  • জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন
  • উইলিয়াম কেরি
  • ডেভিড হেয়ার

১২২. ‘মানসী পত্রিকা’ কে সম্পাদনা করতেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
  • যতীন্দ্রমোহন বাগচী
  • কাজী নজরুল ইসলাম
  • ফররুখ আহমদ

১২৩. ‘আয় চলে আয়, রে ধূমকেতু, আঁধারে বাধ অগ্নিকেতু’। ধূমকেতু পত্রিকা সম্পর্কে এই উক্তিটি কোন লেখকের ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • কাজী নজরুল ইসলাম
  • চট্টোপাধ্যায়
  • কাজী মোতাহের হোসেন
  • রবীন্দ্রনাথ ঠাকুর

১২৪. ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ? [ ২৫ তম বিসিএস ]

  • প্যারীচাঁদ মিত্র
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • প্রমথ চৌধুরী

১২৫. 'সমকাল পত্রিকা' প্রকাশিত হয়- [ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১১]

  • করাচী থেকে
  • কলকাতা থেকে
  • ঢাকা থেকে
  • পাটনা থেকে

১২৬. ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ? [ ১৬ তম বিসিএস/১৫ তম বিসিএস ]

  • বিনয় ঘোষ
  • সিকান্দার আবু জাফর
  • মোহাম্মদ আকরাম খাঁ
  • তফাজ্জল হোসেন

১২৭. বদ্ধদেব বসু কর্তৃক প্রকাশিত 'কবিতা' একটি-- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • পত্রিকা
  • কাব্যগ্রন্থ
  • উপন্যাস
  • কোনটিই নয়

১২৮. কাজী নজরুল ইসলাম নামের সাথে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • কবিতা
  • পত্রিকা
  • উপন্যাস
  • ছোটগল্প

১২৯. বাংলাদেশের প্রথম সংবাদপত্র- [ কৃষি ব্যাংক অফিসার : ১২]

  • আজাদ বঙ্গদর্শন
  • বঙ্গদর্শণ
  • সমাচার দর্পণ
  • বেঙ্গল গেজেট

১৩০. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী ? [বাংলাদেশ টেলিভিশনের উপ-সহকারী প্রকৌশলী : ২৩ ]

  • আজাদ
  • বঙ্গদর্শন
  • বেঙ্গল গেজেট
  • সমাচার দর্পণ

১৩১. বিশ্বের আলোচিত কোন ঘটনার সময় ‘সবুজপত্র’ প্রকাশিত হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির বছর
  • প্রথম বিশ্বযুদ্ধ শুরুর বছর
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের বছর
  • মধুসূদনের ধর্মান্তরিত হওয়ার বছর

১৩২. সবুজপত্রে লিখতেন- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • অতুলচন্দ্র গুপ্ত
  • ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়
  • সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • ওপরের তিনজনই

১৩৩. কোন পত্রিকাটি বাংলা একাডেমি হতে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা ? [ তথ্য মন্ত্রণালয়ের টেলিভিশন প্রকৌশলী : ০৪]

  • লোকায়ত
  • বিন্দুধ্বনি
  • উত্তরাধিকার
  • টইটুম্বুর

১৩৪. আধুনিকতার লক্ষণ কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • ইংরেজি শিক্ষা
  • দেশ বিদেশে ঘুরে বেড়ানো
  • সহশিক্ষা
  • স্বদেশ প্রেম ও মানবতাবোধ

১৩৫. কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • প্রমথ নাথ চৌধুরী
  • ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • প্যারীচাঁদ মিত্র
  • দীনবন্ধু মিত্র

১৩৬. কোন পত্রিকাটি বাংলা একাডেমী থেকে প্রকাশিত ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • লোকায়ত
  • উত্তরাধিকার
  • কারণতুন দিগন্ত
  • সুন্দরম

১৩৭. 'সওগাত' পত্রিকার প্রথম সম্পাদকের নাম চিহ্নিত করুন ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • মোঃ নাসিরউদ্দীন
  • ড. আনিসুজ্জামান
  • আবদুল কাদির
  • সানাউল হক

১৩৮. কোনটি সাময়িক পত্রিকা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ধূমকেতু
  • জুলফিকার
  • নতুন চাঁদ
  • বুলবুল

১৩৯. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ? [ ৩৪ তম বিসিএস]

  • ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • অক্ষয়কুমার দত্ত
  • প্যারিচাঁদ মিত্র
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১৪০. কাঙাল হরিণাথ সম্পাদিত পত্রিকার নামঃ [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • গ্রামবার্তা প্রকাশিকা
  • অমৃতবাজার পত্রিকা
  • রংপুর বার্তাবহ
  • সমাচার দর্পণ

১৪১. নিচের কোনটি একটি পত্রিকার নাম ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • রক্তাক্ত মানচিত্র
  • ইস্তাম্বুল যাত্রীর পত্র
  • সবুজপত্র
  • শবনম

১৪২. প্রথম বাংলা পত্রিকা কোনটি ? [ সোনালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৪]

  • বেঙ্গল গেজেট
  • দিকদর্শন
  • সমাচার দর্পন
  • বঙ্গদূত

১৪৩. ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • মোহাম্মদ আকরাম খাঁ
  • তফাজ্জল হেসেন
  • নাসিরুদ্দিন
  • সিকান্দার আবু জাফর

১৪৪. কোন পত্রিকাটি সম্পাদক তার স্ত্রীর নামে নামকরণ করেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • সাধনা
  • মিহির
  • আজিজুন নেহার
  • কোহিনুর

১৪৫. 'কল্লোল' পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী ? [ ৩৭ তম বিসিএস]

  • বুদ্ধদেব বসু
  • দীনেশরঞ্জন দাশ
  • সজনীকান্ত দাস
  • প্রেমেন্দ্র মিত্র

১৪৬. বাংলা সাহিত্যে কথারীতির প্রচার মাধ্যম হিসাবে কোন পত্রিকা ভূমিকা রাখে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • কল্লোল
  • সবুজপত্র
  • কালিকলম
  • বঙ্গদর্শন

১৪৭. কাজী নজরুল ইসলাম সম্পাদিত 'ধূমকেতু' কত সালে প্রথম প্রকাশিত হয় ? [ ডেন্টাল কলেজ: ০৫-০৬]

  • ১৯৩০
  • ১৯২০
  • ১৯২২
  • ১৯৩২

১৪৮. 'ভারতী' পত্রিকা কে সম্পাদনা করতেন ? [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার: ১২ ]

  • নিরুপমা দেবী
  • কামিনী রায়
  • স্বর্ণকুমারী দেবী
  • মানকুমারী

১৪৯. 'বেগম' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন ? [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রদর্শক: ২১]

  • হেনা দাঁস
  • সুলতানা কামাল
  • সুফিয়া কামাল
  • নুরজাহান

১৫০. 'গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত ? [ ৪১তম বিসিএস]

  • ঢাকার পল্টন
  • নওগাঁর পতিসর
  • কুষ্টিয়ার কুমারখালী
  • ময়মনসিংহের ত্রিশাল

১৫১. সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী ? [৪৩তম বিসিএস ]

  • শনিবারের চিঠি
  • রবিবারের ডাক
  • বিজলি
  • বঙ্গদর্শন

১৫২. 'দৈনিক আজাদ' পত্রিকার সম্পাদকের নাম কী ? [ পিএসসি'র সিনিয়র ইন্সট্রাক্টর: ২১ ]

  • মোহাম্মদ আকরাম খাঁ
  • আহমদ ছফা
  • সিকান্দার আবু জাফর
  • রায়াত খান

১৫৩. নিচের পত্রিকাগুলোর মধ্যে যেটি ব্যতিক্রমধর্মী- [ সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার: ২১]

  • প্রগতি
  • কালিকলম
  • সীমান্ত
  • পূর্বাশা

১৫৪. ঢাকা থেকে প্রকাশিত সাহিত্যসাময়িকী 'প্রগতি'র অন্যতম সম্পাদক ছিলেন- [ প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার: ২১]

  • নরেশ সেনগুপ্ত
  • বুদ্ধদেব বসু
  • আশুতোষ ভট্টাচার্য
  • মনীশ ঘটক

১৫৫. নিচের কোনটি বিশ শতকের পত্রিকা ? [ ৪৪তম বিসিএস]

  • শনিবারের চিঠি
  • বঙ্গদর্শন
  • তত্ত্ববোধিনী
  • সংবাদ প্রভাকর

১৫৬. 'কণ্ঠস্বর' সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন- [ সমন্বিত ৯ ব্যাংকের অফিসার: ২২]

  • সিকান্দার আবু জাফর
  • আবদুল্লাহ আবু সায়ীদ
  • রফিক আজাদ
  • আবদুল মান্নান সৈয়দ

১৫৭. 'সাহিত্যিকী' পত্রিকাটি কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয় ? [ সমন্বিত ৯ ব্যাংকের অফিসার: ২২]

  • বাংলা একাডেমি
  • বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়

১৫৮. প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম- [১৭তম শিক্ষক নিবন্ধন: ২২ ]

  • তত্ত্ববোধিনী
  • সবুজপত্র
  • কল্লোল
  • ধূমকেতু

১৫৯. 'শনিবারের চিঠি' কি ধরনের সাহিত্য পত্রিকা ? [ বাংলাদেশ ব্যাংকের অফিসার: ২২]

  • মন্তব্যধর্মী
  • নীতিকথা
  • হাস্যরসাত্মক
  • তথ্য সমৃদ্ধ
  • ক ও গ

১৬০. প্রথম বাংলা সাময়িক পত্র কোনটি ? [ টিটিসি'র ইন্সট্রাক্টর: ২২]

  • বেঙ্গল গেজেট
  • দিগদর্শন
  • বঙ্গদূত
  • সমাচার দর্পণ

১৬১. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা- [ জাতীয় সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২৩]

  • কল্লোল
  • দিগদর্শন
  • সংবাদ প্রভাকর
  • সমাচার দর্পণ

১৬২. নিচের কোন পত্রিকাকে ঘিরে একটি স্বতন্ত্র সাহিত্যিক বলয় তৈরি হয়েছিল ? [ সমন্বিত ৭ ব্যাংকের অফিসার: ২৩]

  • কালি ও কলম
  • নবযুগ
  • কল্লোল
  • সবুজপত্র
Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...