মহামেডান লিটারেরি সোসাইটি / বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি


মহামেডান লিটারেরি সোসাইটি

১৭৫৭ সালের পলাশীর যুদ্ধে নবাব সিরাজদ্দৌলার পতনের পর ইংরেজ শাসকদের সঙ্গে পরিপূর্ণ সহযোগিতার জন্য এদেশীয় হিন্দুরা জীবনের বিবিধ ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠা করার সঙ্গে সঙ্গে সাহিত্যক্ষেত্রেও সুযোগ্য স্থান লাভ করতে সক্ষম হয়েছিল। তাই বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রাথমিক পর্যায়ে সাহিত্যের যে বিচিত্র বিকাশ হয়েছে তা প্রধানত হিন্দু সাহিত্যিকদের প্রচেষ্টার ফল । আবদুল লতিফ ‘মহামেডান লিটারেরি সোসাইটি' নামে ১৮৬৩ খ্রিস্টাব্দে একটি সাহিত্য সমিতি গঠন করেন। মুসলমানেরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হোক, স্বাধীন চিন্তাধারার বিকাশ ও স্বকীয় অবস্থার পর্যালোচনার মাধ্যমে জাতীয় জীবনের উন্নতি সাধন করুক --এই ছিল সমিতির উদ্দেশ্য। এই সমস্ত প্রচেষ্টার ফলেই দেখা যায়, মুসলমানেরা বাংলা সাহিত্যের সাধনায় আত্মনিয়োগ করে নিজস্ব বৈশিষ্ট্য প্রকাশে একান্তই তৎপর হয়ে ওঠে এবং আধুনিক বাংলা সাহিত্যে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়।

বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি

বাঙালি মধ্যবিত্তের সাহিত্যচর্চা ও সাধনার পীঠভূমি বঙ্গীয় সাহিত্য পরিষদ' প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৯৫ সালে। সেখানে মুসলমানদের গুরুত্ব উপেক্ষিত হওয়ায় ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয় 'বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি'। এর প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন ডঃ মুহম্মদ শহীদুল্লাহ, মুহম্মদ মোজাম্মেল হক, কাজী ইমদাদুল হক, মওলানা আকরাম খাঁ, কমরেড মুজাফ্ফর আহমেদ প্রমুখ। এই সমিতির পত্রিকা ছিল বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা। এই সমিতির অফিস ছিল কলকাতার ৩২ নং কলেজ স্ট্রিটে।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. 'বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়-- [৪৩ তম বিসিএস ]

  • ১৯০৭ সালে
  • ১৯০৯ সালে
  • ১৯১১ সালে
  • ১৯১৩ সালে

২. মুক্তবুদ্ধির লেখক হিসাবে বিশেষ উল্লেখযোগ্য- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • এয়াকুব আলী চৌধুরী
  • শেখ ফজলুল করিম
  • কাজী আব্দুল ওদুদ
  • কায়কোবাদ

৩. মহামেডান লিটারেরি সোসাইটি গঠিত হয় কত খ্রিস্টাব্দ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ১৮৬৩
  • ১৮৩৬
  • ১৮৩১
  • ১৮১৭

৪. 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব'- এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত ? [১৬ তম (বিশেষ) বিসিএস ]

  • সওগাত
  • মোহাম্মদী
  • সমকাল
  • শিখা

৫. ঢাকা মুসলিম সাহিত্য সমাজের লেখক নন- [ পূবালী ব্যাংক লিমিটেড প্রবেশনারি অফিসার : ২৩]

  • আবুল হুসেন
  • আবদুল কাদির
  • কাজী আবদুল ওদুদ
  • আবু জাফর

৬. ‘রেখাচিত্র’ কার রচনা ? [ গণমাধ্যম ইনস্টিটিউট || সহকারী পরিচালক (বেতার প্রকৌশল প্রশিক্ষণ) : ০৩]

  • গোলাম মোস্তাফা
  • আবুল ফজল
  • আবুল মনসুর আহমেদ
  • বদরুদ্দীন ওমর

৭. ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’-এর প্রধান লেখক ছিলেন- [ ১৫ তম বিসিএস]

  • কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
  • মোহাম্মদ বরকত উল্লাহ, আবুল কালাম শামসুদ্দিন প্রমুখ
  • মোহাম্মদ মোহাম্মদ আকরাম খাঁ, মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ
  • কাজী ইমদাদুল হক, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ

৮. ঢাকার ‘মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রতিষ্ঠা কোন খ্রিষ্টাব্দে ? [ ২৪ তম বিসিএস (বাতিল)]

  • ১৯২৬
  • ১৯১১
  • ১৯৬৪
  • ১৯০৫

৯. ‘মুসলিম সাহিত্য সমাজ’ এর মুখপত্র ছিল- [বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা : ০৫ ]

  • শিখা
  • তত্তবোধিনী
  • বঙ্গদর্শন
  • সবুজপত্র

১০. ‘রেখাচিত্র’ কোন জাতীয় রচনা ? [ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের টেলিফোন বোর্ড সহকারী পরিচালক/হিসাবরক্ষণ কর্মকর্তা : ০৪]

  • জীবনী
  • আত্মজীবনী
  • রম্যরচনা
  • ভ্রমণকাহিনী

১১. 'শিখা' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • আবুল ফজল
  • আবুল হুসেন
  • কাজী নজরুল ইসলাম
  • রবীন্দ্রনাথ ঠাকুর

১২. আবুল ফজল এর কোন রচনাটি আত্মকাহিনী মূলক ? [ বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার : ১৭]

  • রেখাচিত্র
  • সমকালীন চিন্তা
  • শুভবুদ্ধি
  • বিচিত্র কথা

১৩. বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ১৯১১
  • ১৯৩৬
  • ১৮৯৩
  • ১৮৫৯

১৪. ‘শাশ্বত বঙ্গ’ গ্রন্থটির রচয়িতা কে ? [২৪ তম বিসিএস (বাতিল) ]

  • কাজী মোতাহার হোসেন
  • আবুল হুসেন
  • কাজী আবদুল ওদুদ
  • কাজী আনোয়ারুল কাদির

১৫. 'মোহামেডান লিটারেরি সোসাইটি' এর প্রতিষ্ঠাতা কে ? [ ঢাকা বিশ্ববিদ্যালয় - খ ইউনিট : ২০০৩-০৪]

  • নওয়াব আবদুল লতিফ
  • হাজী মুহম্মদ মুহসীন
  • সৈয়দ আমীর আলী
  • স্যার সলিমুল্লাহ
Premium By Raushan Design With Shroff Templates
Link copied to clipboard.