রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)
বিবিসির জরিপে (২০০৪) সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় ২য় স্থান প্রাপ্ত নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা, সব্যসাচী লেখক, কবি, নাট্যকার, ঔপন্যাসিক, ছোটগল্পকার, প্রাবন্ধিক, দার্শনিক, সঙ্গীত রচয়িতা, সুরস্রষ্টা, গায়ক, চিত্রশিল্পী, অভিনেতা, সমাজসেবী, শিক্ষাবিদ, গ্রামীণ ক্ষুদ্রঋণ ও গ্রাম উন্নয়ন প্রকল্পের পথিকৃৎ। ১৯৩০ সালে জার্মানিতে আইনস্টাইনের সাথে সাক্ষাৎ হয়। সাক্ষাতে তিনি দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের শাহজাদপুর (সিরাজগঞ্জ), শিলাইদহ (কুষ্টিয়া), পতিশ্বর (নওগাঁ) ইত্যাদি তাঁর স্মৃতিবিজড়িত স্থান।
রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম
সাহিত্যিক উপাদান | সাহিত্যিক তথ্য |
---|---|
জন্ম | রবীন্দ্রনাথ ঠাকুর ৭ মে, ১৮৬১ খ্রিস্টাব্দে (বাংলা- ২৫ বৈশাখ, ১২৬৮) কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয় ১৯৬১ সালে। |
পারিবারিক পরিচিতি | রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ- প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, পিতামহি- দিগম্বরী দেবী, পিতা- দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা- সারদা দেবী। তিনি পিতা-মাতার ১৫জন সন্তানের মধ্যে ১৪তম সন্তান এবং ৮ম পুত্র। |
বিবাহ | তিনি ৯ ডিসেম্বর, ১৮৮৩ সালে ঠাকুরবাড়ীর অধস্তন কর্মচারী বেণীমাধব রায় চৌধুরীর কন্যা ভবতারিণী দেবীকে বিয়ে করেন। বিয়ের পর রবীন্দ্রনাথ নাম রাখেন মৃণালিনী দেবী । স্ত্রী ভবতারিণী দেবী খুলনার দক্ষিণডিহি গ্রামের মেয়ে । |
সম্পাদনা | তিনি ‘সাধনা’ (১৮৯৪), ‘ভারতী' (১৮৯৮), ‘বঙ্গদর্শন’ (১৯০১), ‘তত্ত্ববোধিনী' (১৯১১) পত্রিকা সম্পাদনা করেন । |
সাহিত্যিক ভাবধরা | সাহিত্যিক জীবনের শুরুতে তিনি বিহারীলাল চক্রবর্তীর অনুসারী ছিলেন। পরবর্তীতে তাঁর সাহিত্যে মধ্যযুগীয় বৈষ্ণব পদাবলি, উপনিষদ, দোঁহাবলি, লালনের বাউল গান ও রামপ্রসাদ সেনের শাক্ত পদাবলির প্রভাব পরিলক্ষিত হয়। |
রাখিবন্ধন | হিন্দু-মুসলমান মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ ‘রাখিবন্ধন’ উৎসবের সূচনা করেন। |
শ্রেষ্ঠ কাব্য | তাঁর শ্রেষ্ঠ কাব্য সংকলনের নাম ‘সঞ্চয়িতা' । |
‘নাইটহুড’ | ব্রিটিশ সরকার ৩ জুন, ১৯১৫ সালে রবীন্দ্রনাথকে ‘নাইটহুড’ বা ‘স্যার' উপাধি প্রদান করেন। পরবর্তীতে ১৩ এপ্রিল, ১৯১৯ সালে পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তা বর্জন করেন। |
বংশ পরিচয় | পিরালি ব্রাহ্মণ [বিধর্মীদের সংস্পর্শে এসে জাত হারানো ব্রাহ্মণরা হলেন পিরালি ব্রাহ্মণ]। (পারিবারিক উপাধি কুশারি)। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ জগন্নাথ কুশারি পিরালি ব্রাহ্মণ মেয়ে বিয়ে করলে হিন্দু ধর্ম থেকে বিচ্যুত হয় এবং সমাজচ্যুত করা হয়। তার ছেলে পঞ্চানন কুশারি ১৮ শতকের শুরুতে খুলনার দক্ষিণডিহি থেকে কলকাতার গোবিন্দপুরে এসে জেলে পাড়ার পুরোহিতের কাজ করা শুরু করেন। ফলে অনেকে ঠাকুর বলে ডাকেন । এছাড়াও ইংরেজদের বাণিজ্য তরীতে দ্রব্য উঠা-নামার কাজ করলে ইংরেজরাও তাকে ঠাকুর বলে ডাকতেন। তারই উত্তর প্রজন্ম দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে অর্থের পাশাপাশি 'প্রিন্স' উপাধি লাভ করেন। ক্রমান্বয়ে শত বছরের ব্যবধানে জেলে সম্প্রদায়ের পুরোহিত থেকে কলকাতার প্রভাবশালী পরিবারে পরিণত হয়। |
ছদ্মনাম | রবীন্দ্রনাথ ঠাকুরের মোট ৯টি ছদ্মনাম পাওয়া যায়। যথা: ভানুসিংহ ঠাকুর, অকপট চন্দ্র ভাস্কর, আন্নাকালী পাকড়াশী, ষষ্ঠীচরণ দেবশর্মা, বানীবিনোদ বিদ্যাবিনোদ, শ্রীমতি কনিষ্ঠা শ্রীমতি মধ্যমা, দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর শর্মন। |
উপাধি | রবীন্দ্রনাথকে যারা যেসব উপাধিতে ভূষিত করেন: গুরুদেব- মহাত্মা গান্ধী, কবিগুরু - ক্ষিতিমোহন সেন, বিশ্বকবি- ব্রহ্মবান্ধব উপাধ্যায় |
পদক প্রাপ্তি | রবীন্দ্রনাথ যেখান থেকে যেসব পদক পান: ডি. লিট- ১৯১৩ ( কলকাতা বিশ্ববিদ্যালয়), ডি. লিট ১৯৩৫ ( কাশী বিশ্ববিদ্যালয়), ডি. লিট- ১৯৩৬ ( ঢাকা বিশ্ববিদ্যালয়), ডি. লিট- ১৯৪০ (অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়)। |
ব্রহ্মচর্যাশ্রম | ব্রহ্মচর্যাশ্রম ১৯০১ সালে শান্তিনিকেতন (বোলপুরে) প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এটি ১৯২১ সালে ‘বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়' এ রূপান্তরিত হয়। |
রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত রচনাবলির নাম | |
প্রথম প্রকাশিত কবিতা | ‘হিন্দু মেলার উপহার' (২৫/০২/১৮৭৪): তাঁর মাত্র ১৩ বছর বয়সে কবিতাটি অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয় [সূত্র : বাংলা একাডেমি চরিতাভিধান] । ‘অভিলাষ' (১৮৭৪): এটি প্রকাশিত হয় ‘তত্ত্ববোধিনী' পত্রিকায়।[সূত্র: বাংলাপিডিয়া]। তিনি মাত্র ৮ বছর বয়সে কবিতা লেখা শুরু করেছিলেন । |
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ | ‘কবি-কাহিনী' (১৮৭৮), এটি তাঁর ১৭ বছর বয়সে প্রকাশিত হয়। এ কাব্যের কবিতাগুলি ‘ভারতী' পত্রিকায় প্রকাশিত হয়। |
প্রথম অপ্রকাশিত কাব্যগ্রন্থ | ‘পৃথ্বীরাজের পরাজয়’। ১২৭৯ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ তাঁর বাবার সাথে বোলপুর- শান্তিনিকেতনে যান এবং সেখানেই বীররসাত্মক এ কাব্য রচনা করেন। এ কাব্যটি সম্পর্কে তাঁর ‘জীবনস্মৃতি’তে বিস্তারিত পাওয়া যায়। |
প্রথম প্রকাশিত কবিতার লাইন | মীনগণ দীন হয়ে ছিল সরোবরে এখন তাহারা সুখে জলে ক্রীড়া করে ৷ |
প্রথম প্রকাশিত নাটক | ‘বাল্মীকি প্রতিভা' (১৮৮১), এটি তাঁর গীতিনাট্য। অধিকাংশের মতে, রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত নাটক ‘রুদ্রচণ্ড' (১৮৮১)। কিন্তু ‘রুদ্রচণ্ড’ নাটক নয়, নাটিকা। রবীন্দ্রনাথ নিজেই বাল্মীকির ভূমিকায় অভিনয় করেন। |
প্রথম প্রকাশিত উপন্যাস | ‘বৌ ঠাকুরানীর হাট’ (১৮৮৩): এটি ঐতিহাসিক উপন্যাস। উৎসর্গ করেন সৌদামিনী দেবীকে। |
প্রথম প্রকাশিত ছোটগল্প | ‘ভিখারিনী’ (১৮৭৭) |
প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ | ‘বিবিধপ্রসঙ্গ' (১৮৮৩) |
প্রথম প্রকাশিত রচনা সংকলন | ‘চয়নিকা’ (১৯০৯) |
প্রথম সম্পাদিত পত্রিকা | ‘সাধনা’ (১৮৯৪) |
---------------- | |
সর্বশেষ প্রকাশিত ছোটগল্প | ‘ল্যাবরেটরী' (১৯৪০) |
সর্বশেষ রচিত গল্প | ‘মুসলমানীর গল্প’ |
২য় কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথের প্রকাশিত ২য় কাব্যগ্রন্থের নাম ‘বনফুল' (১৮৮০): এটি রবীন্দ্রনাথ রচিত প্রথম সম্পূর্ণ কাব্য। কিন্তু প্রকাশের দিক দিয়ে দ্বিতীয়। গ্রন্থাগারে প্রকাশিত হওয়ার ৪ বছর পূর্বে অর্থাৎ ১৫ বছর বয়সে রচনা করেন। এ কাব্যের কবিতাগুলি ১৮৭৬ সালেই 'জ্ঞানাঙ্কুর’ ও ‘প্রতিবিম্ব’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। কিন্তু গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৮৮০ সালে। তাই ‘বনফুল’কে প্রথম কাব্যগ্রন্থ বলা যায় না। যদিও অনেকে এটিকে প্রথম কাব্যগ্রন্থ বলে থাকেন কিন্তু তা সঠিক নয়। এ কাব্যের উল্লেখযোগ্য চরিত্র: বিজয়, কমলা, নীরদ, নীরজা । [সূত্র: বাংলা একাডেমি চরিতাভিধান] |
‘গীতাঞ্জলি’ | ‘গীতাঞ্জলি' কাব্য ১৯১০ সালে প্রকাশিত হয়।গীতাঞ্জলির অনুবাদ Song Offerings নামে ১৯১২ সালে ইংল্যান্ড থেকে প্রকাশিত হয় । Song Offerings এর ভূমিকা লেখেন ইংরেজ কবি (জাতিতে আইরিশ) W.B Yeats. |
নোবেল পুরস্কার | রবীন্দ্রনাথ ঠাকুর ‘গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পাননি। তিনি ১৯১৩ সালের নভেম্বর মাসে নোবেল পুরস্কার পান ‘গীতাঞ্জলি'র ইংরেজি অনুবাদ Song Offerings এর জন্য। নোবেল পুরস্কার প্রাপ্তির সময় তাঁর বয়স ছিল ৫২ বছর। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় এবং সাহিত্যে একমাত্র নোবেলজয়ী বাঙালি । ২৪ মার্চ, ২০০৪ সালে শান্তি নিকেতন থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়ে যায়। |
প্রথম জীবনের উল্লেখযোগ্য কবিতা | রবীন্দ্রনাথের প্রথম জীবনের উল্লেখযোগ্য কবিতা. ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ' (আজি এ প্রভাতে রবির কর / কেমনে পশিল প্রাণের 'পর) । |
রবীন্দ্রনাথের প্রধান কাব্যগ্রন্থগুলোর নাম | রবীন্দ্রনাথের প্রধান কাব্যগ্রন্থগুলোর নাম: রবীন্দ্রনাথের মোট কাব্যগ্রন্থ ৫৬টি। ‘কবি-কাহিনী' (১৮৭৮) : প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, যা অমিত্রাক্ষর ছন্দে রচিত। চার সর্গে বিভক্ত এ কাব্যের নায়ক কবি এবং নায়িকা নলিনী। নলিনীর মৃত্যুর পর নায়ক কবির বিশ্বপ্রেমের উপলব্ধিতে কাব্যের সমাপ্তি। ধরে নেয়া হয়, এ কাব্যের নায়ক রবীন্দ্রনাথ নিজেই । ‘প্রভাতসঙ্গীত' (১৮৮৩): কাব্যগ্রন্থটিতে মোট ২১টি কবিতা আছে । উল্লেখযোগ্য কবিতা: নির্ঝরের স্বপ্নভঙ্গ । ‘কড়ি ও কোমল' (১৮৮৬): তারুণ্যের উচ্ছ্বলতা, নারীদেহের প্রতি মুগ্ধতা ও মৃত্যুর রহস্যময়তার প্রতি আকর্ষণ এ কাব্যের বৈশিষ্ট্য। ৯ ডিসেম্বর, ১৮৮৩ সালে রবীন্দ্রনাথ বিয়ে করলে ১৯ এপ্রিল, ১৮৮৪ সালে জ্যোতিরিন্দ্রনাথের পত্নী প্রায় সমবয়সী বৌঠান কাদম্বরী দেবী আত্মহত্যা করেন। রবীন্দ্রমনন ও রবীন্দ্রপ্রতিভার বিকাশে কাদম্বরী দেবীর অসামান্য অবদান রবীন্দ্রনাথ আমৃত্যু ভুলতে পারেননি। বৌদির আত্মহত্যাজনিত মৃত্যু কবির মনে যে বিরাগের সৃষ্টি করেছিল, তাঁর প্রভাব এ কাব্যগ্রন্থে আছে। উল্লেখযোগ্য কবিতা: চুম্বন, বাহু, চরণ, মোহ। ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলি' (১৮৮৪): ব্রজবুলি ভাষায় রচিত গীতিকাব্য সংকলন। 'প্রাচীন কাব্য সংগ্রহ' গ্রন্থের সম্পাদক অক্ষয়চন্দ্র সরকারের কাছ থেকে টমাস চ্যাটার্টন নামক জনৈক বালককবির কথা শুনে তিনি কাব্যটি রচনা করেন। উল্লেখ্য, টমাস চ্যাটার্টন প্রাচীন কবিদের অনুকরণে মৈথিলি ভাষায় কবিতা লিখতেন। তিনি আধুনিক বাংলা সাহিত্যের একমাত্র পদাবলি সাহিত্যের রচয়িতা। কাব্যটি উৎসর্গ করেন কাদম্বরী দেবীকে। ‘সোনার তরী' (১৮৯৪): এ কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতা পদ্মাবিধৌত পূর্ববঙ্গের পটভূমিতে লেখা, যা তিনি শিলাইদহে বসে রচনা করেন। এ কাব্যে কবি তার জীবন ও কীর্তির ক্ষণস্থায়ী অস্তিত্বের কথা বলেছেন। বিখ্যাত কবিতা ‘সোনার তরী' যা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এ কাব্যের অন্যান্য কবিতা ‘নিরুদ্দেশ যাত্রা’, ‘হিং টিং ছট'। 'চিত্রা' (১৮৯৬): এ কাব্যের কিছু কবিতায় বাস্তবমুখিতা, কিছু কবিতায় নিরুদ্দেশ সৌন্দর্যের অভিসার- এই দুই ভিন্নমুখী সুর এ কাব্যের প্রধান বৈশিষ্ট্য। উল্লেখযোগ্য কবিতা: উর্বশী, জীবনদেবতা, ১৪০০ সাল, বিজয়িনী, দুই বিঘা জমি, দুঃসময়, স্বর্গ হইতে বিদায় ইত্যাদি। ‘কথা ও কাহিনী' (১৯০০): ‘কথা' (১৮৯৯) ও ‘কাহিনী’ (১৮৯৯) নামে পৃথক দুটি কাব্যের একত্রিত রূপ এ কাব্যটি। কাব্যটির অধিকাংশ কবিতার উৎস উইলিয়াম টডের ‘রাজস্থান' গ্রন্থের কাহিনি। কবিতা: দেবতার গ্রাস, বিসর্জন, গান্ধারীর আবেদন, পূজারিণী ইত্যাদি। ‘ক্ষণিকা' (১৯০০): জীবনের আপাত-তুচ্ছ মুহূর্তগুলির প্রতি গভীর ভালোবাসা, যৌবনের উল্লাস ও চটুলতা এ কাব্যের মূল সুর । উল্লেখযোগ্য কবিতা: ক্ষণিকা, অচেনা, উদাসীন। ‘স্মরণ' (১৯০৩): স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ এটি রচনা করেন। ১৯০২ সালে (৭ অগ্রহায়ণ, ১৩০৯ বঙ্গাব্দ) রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী মৃত্যুবরণ করেন । ‘খেয়া’ (১৯০৬): এ কাব্যের ৫৫টি কবিতার মধ্যে ক্লান্তি ও বিষাদের সুর প্রাধান্য পেয়েছে। উল্লেখযোগ্য কবিতা: পথের শেষ, বিদায়, আগমন, জাগরণ, শেষ খেয়া, দীঘি। এটি জগদীশচন্দ্র বসুকে উৎসর্গ করেন। ‘বলাকা' (১৯১৬): ফরাসী দার্শনিক বার্গস-র তত্ত্ব প্রয়োগ করে তিনি এ কাব্যটি রচনা করেন। এ কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে। এ কাব্যে মোট ৪৫টি কবিতা রয়েছে। বিখ্যাত কবিতা ‘সবুজের অভিযান’, ‘শা-জাহান’, ‘ছবি’, শঙ্খ' । এটি তিনি উইলিয়াম পিয়ারসনকে উৎসর্গ করেন । ‘পলাতকা’ (১৯১৮) : রবীন্দ্রনাথ তাঁর জ্যেষ্ঠকন্যা মাধুরীলতার অকাল মৃত্যুর (মে, ১৯১৮) চালচিত্র ধারণ করে রচনা করেন এ কাব্যটি। এ কাব্যে নারীজীবনের সমসাময়িক সমস্যাগুলি আলোচিত হয়েছে। ‘পূরবী' (১৯২৫): এটি আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া ওকাম্পকে উৎসর্গ করেন এবং ভিক্টোরিয়া ওকাম্পকে ‘বিজয়া” নামে অভিহিত করেন। ‘পুনশ্চ' (১৯৩২): এ কাব্য থেকে তিনি গদ্যরীতিতে কবিতা লেখা শুরু করেন। উল্লেখযোগ্য কবিতা: ক্যামেলিয়া, সাধারণ মেয়ে, বাঁশি , শেষ চিঠি । ‘আকাশ প্রদীপ' (১৯৩৯): এ কাব্যের কবিতায় কবির শৈশবস্মৃতি এবং জীবন সায়াহ্নের অনুভূতির প্রকাশ পেয়েছে। এটি উৎসর্গ করেন সুধীন্দ্রনাথ দত্তকে। ‘শেষলেখা' (১৯৪১): এটি তাঁর শেষ কাব্যগ্রন্থ যা মৃত্যুর পরে প্রকাশিত হয়। 'স্ফুলিঙ্গ' (১৯৪৫): কবি জীবিতাবস্থায় অনেক ব্যক্তির ডায়রিতে কয়েকটি লাইন লিখে স্বাক্ষর দিয়েছেন। এই কয়েকটি লাইনই ছিল এক একটি কবিতা। পরবর্তীতে ‘স্ফুলিঙ্গ' গ্রন্থটিতে এসব কবিতা সংকলন করা হয় । ‘সন্ধ্যা-সংগীত' (১৮৮২), 'মানসী' (১৮৯০), ‘চৈতালি’ (১৮৯৭), ‘কণিকা' (১৮৯৯), 'কল্পনা' (১৯০০), 'নৈবেদ্য' (১৯০১), ‘উৎসর্গ' (১৯১৪), ‘মহুয়া' (১৯২৯), ‘পরিশেষ’ (১৯৩২), ‘শেষসপ্তক' (১৯৩৫), ‘শ্যামলী' (১৯৩৬), ‘পত্রপুট' (১৯৩৬), ‘সেঁজুতি' (১৯৩৮), ‘রোগশয্যায়' (১৯৪০), ‘নবজাতক' (১৯৪০), 'আরোগ্য' (১৯৪১), ‘জন্মদিনে' (১৯৪১)। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ মনে রাখার কেীশল: কবি কাহিনীতে আছে বিশ্বকবি চৈতালীতে মানসী সোনার তরী দিয়ে খেয়া পার হন। তারপর কবি কাহিনীতে শোনা যায় সেজুতির বনফুল নিয়ে কবি শ্যামলী মহুয়াকে দিয়ে নবজাতকের জন্মদিনে সানাই বাজিয়ে প্রভাত সঙ্গীত সঞ্চয়িতা উৎসর্গ করেন। তারপর আকাশে প্রদীপ জ্বালিয়ে পুরবী,বলাকা,কড়ি ও কোমল পত্রপুট পাঠ করেন। ক্ষণিকার কণিকার কল্পনার স্ফুলিঙ্গ পুনশ্চ কাব্যে আরোগ্য লাভ করেন। ছড়ার ছবি গীতাঞ্জলী কাব্যে ভানুসিংহ ঠাকুরের পদাবলী ব্রজবুলিতে শেষ লেখা লেখেন। |
“মানসী” কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুরের পরিণত কাব্যকলার অন্যতম প্রতিফলন ‘মানসী' (১৮৯০)। এ কাব্যে বিশাল প্রকৃতির প্রভাব কবির আবেগ-অনুভূতি, চিন্তা-চেতনায়, মেধা-মননে ব্যাপকভাবে ক্রিয়াশীল। কবি নিজেই বলেছেন, ‘নূতন আবেষ্টনে এই কবিতাগুলি সহসা যেন নবদেহ ধারণ করল।’ ‘মানসী’ কাব্যে কবির সঙ্গে যেন একজন শিল্পী এসে যোগ দিল। এ কাব্যের কবিতায় একদিকে যেমন রয়েছে অতীত জীবনের পিছুটান আবার অপরদিকে রয়েছে নবযৌবনের কর্ম- উদ্দীপনার প্রখর দীপ্তি। তাই বুদ্ধদেব বসু ‘মানসী' কাব্যকে রবীন্দ্র-কাব্যের অণুবিশ্ব বলেছেন। এ কাব্যের উল্লেখযোগ্য কবিতা: ‘নিষ্ফল কামনা’ ‘দুরন্ত আশা’ কুলুধ্বনি’‘মেঘদূত’, ‘অহল্যার প্রতি’, ‘আত্মসমর্পণ' ইত্যাদি। |
‘‘গীতাঞ্জলি” কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭টি গানের সংকলন ‘গীতাঞ্জলি’ (১৯১০) কাব্য। এ কাব্যের গানগুলি ১৯০৮-১৯০৯ সালের মধ্যে রচিত এবং গ্রন্থাকারে ১৯১০ সালে প্রকাশিত। এ গানগুলো মূলত কবিতা এবং সহজ ও সরল ভাষায়, সাবলীল ছন্দে রচিত। এ গান জাতীয় কবিতাগুলোতে ফুটে উঠেছে ঈশ্বরকে না পাওয়ার বেদনা, আত্ম-অহংকার বিসর্জন দিয়ে সহনশীলতা প্রদর্শন, ঈশ্বরের ক্ষণদর্শনানুভূতি, দীন-হীনদের মাঝে ঈশ্বর কল্পনা, অসীম-সসীমের লীলাতত্ত্ব ইত্যাদি। এর মূলসুর ঈশ্বরকেন্দ্রিক হলেও তা কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়। এটি বিশাল প্রকৃতির সৌন্দর্য থেকে উৎসারিত অধ্যাত্মবোধের সঙ্গে সংশ্লিষ্ট। গীতাঞ্জলির ১৫৭টি গানের মধ্য থেকে ৫৩টি, ‘গীতিমাল্য' ১৬টি, ‘নৈবেদ্য’ ১৫টি, ‘খেয়া’ ১১টি, ‘শিশু’ ৩টি, ‘কল্পনা’ ১টি, ‘উৎসর্গ’ ১টি, ‘স্মরণ’ ১টি, ‘চৈতালী’ ১টি এবং ‘অচলায়তন’ থেকে ১টিসহ মোট ৯টি গ্রন্থের ১০৩টি গান/কবিতার ইংরেজি অনুবাদ Song Offerings নামে নভেম্বর, ১৯১২ সালে ইন্ডিয়া সোসাইটি থেকে প্রকাশিত হয়। Song Offerings এর ভূমিকা লিখেন ইংরেজ কবি WB Yeats. ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের কিছু গানের ইংরেজি অনুবাদ করে দেন ব্রিটিশ লেখক ও অনুবাদক ব্রাদার জেমস ও জো উইন্টার। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ Song Offerings এর জন্য নোবেল পান । |
‘‘শেষলেখা” কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্য ‘শেষলেখা' (১৯৪১)। এটি তাঁর মৃত্যুর পরে প্রকাশিত হয়, তাই তিনি এটির নামকরণ করে যেতে পারেননি। এ গ্রন্থের কবিতাগুলো তাঁর জীবনের শেষ সময়কালের লেখা এবং কয়েকটি কবিতা মুখে মুখে রচিত। ‘তোমার সৃষ্টির পথ', ‘দুখের আঁধার রাত্রি' প্রভৃতি কবিতায় রয়েছে জীবন সম্বন্ধে দার্শনিক গভীর অনুভূতির প্রকাশ অপরদিকে, অন্যান্য কবিতায় ভাববাদী দর্শনের মধ্যেও ইহজগৎ প্রীতি গভীরভাবে প্রকাশিত। যেমন- ‘রূপনারানের কূলে / জেগে উঠিলাম; জানিলাম এ জগৎ / স্বপ্ন নয়'। |
উপন্যাস | রবীন্দ্রনাথের মোট উপন্যাস ১২টি। ‘করুণা’ : এটি তাঁর প্রথম লেখা অসমাপ্ত উপন্যাস। এটি মাসিক ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের জীবদ্দশায় এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়নি। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত ‘রবীন্দ্র রচনাবলি'তে (১৯৬১) প্রথম ‘করুণা' প্রকাশিত হয়। ২৭টি পরিচ্ছেদে এ উপন্যাসটি রচিত। উল্লেখযোগ্য চরিত্র: মহেন্দ্র, মোহিনী, রজনী। অনেকের মতে, এটি রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। যেহেতু এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়নি, সুতরাং এটি প্রথম উপন্যাস- এ দাবিটি হাস্যকর ও অযৌক্তিক। ‘রাজর্ষি' (১৮৮৭): ত্রিপুরার রাজপরিবারের ইতিহাস নিয়ে লেখা ঐতিহাসিক উপন্যাস। উপন্যাসটি ‘বালক' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এ উপন্যাসের প্রথমাংশ নিয়ে ‘বিসর্জন' (১৮৯০) নাটক রচিত হয়। ‘নৌকাডুবি' (১৯০৬): এটি সামাজিক উপন্যাস, যা 'বঙ্গদর্শন' পত্রিকায় প্রকাশিত হয়। ‘প্রজাপতির নির্বন্ধ' (১৯০৮): এটি হাস্যরসাত্মক উপন্যাস। পরবর্তীতে এর নাট্যরূপ প্রহসন ‘চিরকুমার সভা' । ‘ঘরে-বাইরে' (১৯১৬): চলিত ভাষায় রচিত রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস, যা ‘সবুজপত্র' পত্রিকায় প্রকাশিত হয়। স্বদেশী আন্দোলনের পটভূমিতে ব্রিটিশ ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট এর মূল সুর। এ উপন্যাসের নায়িকা বিমলা স্বামী নিখিলেশের প্রতি অনুরাগ থাকা সত্ত্বেও বিপ্লবী সন্দীপের দ্বারা আকর্ষিত। একদিকে বাইরের আন্দোলনের উত্তেজনা অন্যদিকে তিনটি মানুষের জীবনে টানাপোড়েন ও ব্যক্তিগত জীবনের দ্বন্দ্ব, এই দুই মিলে ‘ঘরে-বাইরে' উপন্যাস। উল্লেখযোগ্য চরিত্র: নিখিলেশ (রাজবংশীয় যুবক অতিমাত্রায় শুদ্ধাচারী), বিমলা (সাধারণ পরিবারের মেয়ে), সন্দীপ (স্বদেশী আন্দোলনের নেতা) । ‘চতুরঙ্গ' (১৯১৬): সাধু ভাষায় রচিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস । ‘যোগাযোগ” (১৯২৯): সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস। মাসিক ‘বিচিত্রা' পত্রিকায় প্রকাশকালে এর নাম ছিল “তিন পুরুষ'। পরে গ্রন্থাকারে প্রকাশের সময় এর নামকরণ হয় ‘যোগাযোগ”। নায়িকা কুমুদিনী ও নায়ক মধুসূদনের ব্যক্তিত্বের তীব্র বিরোধ এ উপন্যাসের কেন্দ্র। শেষে স্বামীর কাছে কুমুদিনীর দ্বিধান্বিত সমর্পণ। চরিত্র: মধুসূদন, কুমুদিনী । ‘দুইবোন' (১৯৩৩): উপন্যাসটি ১৯৩২-১৯৩৩ সাল পর্যন্ত 'বিচিত্রা' পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়। বড় বোন শর্মিলার স্বামী শশাঙ্কের সাথে ছোট বোন ঊর্মিলার ঘনিষ্ঠতা তাদের জীবনে যে আলোড়ন তুলেছিল, তারই নাটকীয়তার রূপায়ণ এ উপন্যাস। চরিত্র: শর্মিলা, ঊর্মিলা, শশাঙ্ক । ‘চার অধ্যায়' (১৯৩৪) : অসহযোগ আন্দোলন পরবর্তীতে বাংলায় নতুন করে যে হিংসাত্মক বিপ্লব প্রচেষ্টা গড়ে উঠেছিল, তাঁর প্রতি বিরূপ মনোভাব ফুটে উঠেছে এ উপন্যাসে। সন্ত্রাসবাদের সমালোচনা করে এ উপন্যাসের কাহিনি রচিত। চরিত্র: অতিন, এলা, ইন্দ্ৰনাথ । 'মালঞ্চ' (১৯৩৪): মৃত্যুপথযাত্রী নারী নীরজা ও তাঁর স্বামী আদিত্যকে কেন্দ্র করে এ উপন্যাসের কাহিনি রচিত। উল্লেখযোগ্য চরিত্র: নীরজা, আদিত্য, সরলা। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ মনে রাখার কেীশল: বিশ্বকবির চোখের বালি রাজর্ষি চতুরঙ্গকে তার দুই বোনের সাথে ঘরে বাইরে যোগাযোগ বন্ধ করে দেন। তাই প্রখ্যাত রাজনৈতিক গোরা বৌ ঠাকুরানীর হাটে যাওয়ার সময় নেীকাডুবিতে যারা প্রাণ দেন তাদের শেষের কবিতা নামক চার অধ্যায়ের উপন্যাস রচনা করার জন্য মালঞ্চকে নির্দেশ দেন। |
‘বৌঠাকুরানীর হাট’ | রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঐতিহাসিক উপন্যাস 'বৌঠাকুরানীর হাট' (১৮৮৩)। এ উপন্যাসের কাহিনি রবীন্দ্রনাথ প্রতাপচন্দ্র ঘোষের 'বঙ্গাধিপতি পরাজয়' (১৯৬৯) থেকে সংগ্রহ করেন। বাল্যকালে রবীন্দ্রনাথ মাতৃবিয়োগের পর বড় বোন সৌদামিনী দেবীর স্নেহে লালিত-পালিত হন। এ সময়কাল সম্পর্কিত কিছু কাহিনি এবং কয়েকটি ঐতিহাসিক চরিত্রের সম্মিলনে তিনি এটি রচনা করেন। যশোরের রাজা প্রতাপাদিত্য ও বাকলার জমিদার রামচন্দ্রের বিবাদকে উপজীব্য করে রচনা করেন। উপন্যাসের প্রধান চরিত্রগুলোর মধ্যে ঐতিহাসিকতার ছোঁয়া থাকলেও এসবের সঙ্গে ইতিহাসের সরাসরি কোন সম্পর্ক নাই। চরিত্র: বসন্ত রায়, উদয়াদিত্য, রামচন্দ্র। পরবর্তীতে তিনি এর কাহিনি অবলম্বনে 'প্রায়শ্চিত্ত' (১৯০৯) নাটকটি রচনা করেন। |
'চোখের বালি' | রবীন্দ্রনাথ ঠাকুরের মনস্তাত্ত্বিক উপন্যাস 'চোখের বালি' (১৯০৩)। এটি ৫৫টি পরিচ্ছেদে বিন্যস্ত। এ উপন্যাসটি প্রথমে 'বঙ্গদর্শন' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। সমাজ ও যুগযুগান্তরের সংস্কারের সাথে ব্যক্তিজীবনের বিরোধ এ উপন্যাসের মূল সুর। বিনোদিনীর সাথে মহেন্দ্রের বিয়ে হওয়ার কথা থাকলেও মহেন্দ্রের অনাগ্রহের কারণে অন্যত্র বিয়ে হয় এবং কিছু দিনের মধ্যে বিধবা হয় । শিক্ষিত, মার্জিত বিনোদিনী ঘটনাচক্রে মহেন্দ্রের বাড়িতে আসলে তাকে দেখে মহেন্দ্ৰ মুগ্ধ হয় এবং উপলব্ধি করে সমচেতনা সম্পন্ন জীবনসঙ্গীর প্রয়োজনীয়তা। সুন্দরী ও কর্মদক্ষ বিনোদিনী তিলে তিলে মহেন্দ্রকে ঘোরায় চড়কির মত। কিন্তু বিনোদিনী সমর্পিত হতে চায় বিহারীর নিকট। কিন্তু রবীন্দ্রনাথ বিনোদিনীকে জীবনের সকল কোলাহল এড়িয়ে কাশীর নির্লিপ্ত জীবনে নিক্ষেপ করেন। চরিত্র: আশালতা,মহেন্দ্র, বিনোদিনী, বিহারী, রাজলক্ষ্মী, অন্নপূর্ণা। |
‘গোরা' | উনবিংশ শতাব্দীর শেষভাগের ধর্মান্দোলন, স্বদেশপ্রেম ও নারীমুক্তি চিন্তার পটভূমিকা তুলে ধরে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন বিখ্যাত রাজনৈতিক উপন্যাস 'গোরা' (১৯১০)। এটি ১৯০৮-১৯১০ পর্যন্ত 'প্রবাসী' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। উপন্যাসের নায়ক গোরা সিপাহী বিপ্লবের সময় নিহত আইরিশ দম্পতির সন্তান। পরে সে লালিত- পালিত হয় হিন্দু ব্রাহ্মণ কৃষ্ণদয়াল ও আনন্দময়ীর কাছে। গোরা আস্তে আস্তে হিন্দু ধর্মের অন্ধ সমর্থক হয়ে উঠে। সময়ের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে এক নারীর ভালোবাসা কিভাবে তাকে অন্ধতা ও সংকীর্ণতা থেকে নির্দিষ্ট ধর্মকে অতিক্রম করে মানবতাবাদী আদর্শিক মহাভারতবর্ষের দিকে পৌঁছে, তারই কাহিনি 'গোরা' উপন্যাস। এ উপন্যাসে ব্যক্তির সাথে সমাজের, সমাজের সাথে ধর্মের এবং ধর্মের সাথে সত্যের বিরোধ ও সমন্বয় চিত্রিত হয়েছে। |
'শেষের কবিতা' | রবীন্দ্রনাথের কাব্যধর্মী উপন্যাস 'শেষের কবিতা' (১৯২৯)। এটি ১৯২৮ সালে 'প্রবাসী' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ভাষার অসামান্য কবিত্ব, দৃপ্তশক্তি ও পাণ্ডিত্যের দীপ্তি এ উপন্যাসটিকে স্বাতন্ত্র্য দান করেছে যা রবীন্দ্রনাথের বিস্ময়কর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। সুকুমার সেন এ উপন্যাস সম্পর্কে বলেছেন, 'বৈষ্ণব সাধনায় পরকীয়াতত্ত্ব রবীন্দ্রনাথের কবিমানসে যেভাবে রূপান্তর লাভ করিয়াছিল শেষের কবিতায় তার পরিচয় পাই'। অমিত ও লাবণ্যের প্রণয়কাহিনি সাহিত্যিক ব্যঞ্জনায় অমর হয়ে উঠেছে এবং বিচিত্রতা দান করেছে। উপন্যাসের প্রধান চরিত্র অমিত রায় ব্যারিস্টারি পড়তে বিলেত গিয়েছি। তার ছেলে বন্ধুর চেয়ে মেয়ে বন্ধু বেশি। এদের মধ্যে কেতকীর সাথে অমিতের প্রেম হয় এবং অমিতের দেয়া আংটিও পরে। ব্যারিস্টার হয়ে দেশে ফিরে অমিত শিলংয়ে বেড়াতে গেলে উপন্যাসের মূল নায়িকা লাবণ্যের সাথে পরিচয় থেকে প্রেম হয়। কিন্তু লাবণ্য বুঝতে পারে অমিত রোমান্টিক জগতের স্বপ্নাতুর ব্যক্তি। তবুও তাদের বিয়ে ঠিক হলে উপস্থিত হয় কেতকী। ভেঙ্গে যায় বিয়ে। কেতকীর সাথে অমিতের বিয়ে উপন্যাসকে ভিন্নতর রূপ দান করেছে। লাবণ্য বিয়ে করে শোভনলালকে । উপন্যাসের কিছু বাক্য আজ প্রবাদের মর্যাদা পেয়েছে। যেমন- ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। ‘কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও' কবিতার মাধ্যমে উপন্যাসের পরিসমাপ্তি ঘটে। এ উপন্যাসে ভাষাবিদ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ আছে । |
নাটক | রবীন্দ্রনাথের প্রধান নাটকগুলোর নাম : রবীন্দ্রনাথের মোট নাটক ২৯টি, কাব্যনাট্য ১৯টি। রূপক ও সাংকেতিক নাটক: ‘ডাকঘর' (১৯১১): এ নাটকের নায়ক অমল ঘরের মধ্যে বন্দী এক রুগ্ন বালক। তার ধারণা, সে একদিন বাইরে যাবে এবং তার নামে রাজার চিঠি আসবে। বিষয়ী লোকেরা তাকে উপহাস করত। কিন্তু একদিন সত্যি সত্যি রাজা এলেন। চরিত্র: অমল । ‘কালের যাত্রা' (১৯৩২): এটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেন। “তাসের দেশ” (১৯৩৩): রাজপুত্র ও সদাগর পুত্র এক অপরিচিত দ্বীপে এসে পৌঁছেছেন, যে দ্বীপের জীবন শাসিত হয় যান্ত্রিক নিয়মানুবর্তিতায়, যুক্তি ও হৃদয়হীন শাসনতন্ত্রের আনুগত্যে। রাজপুত্র ও সদাগরপুত্র স্বাধীনভাবে বসবাসের জন্য করলেন বিদ্রোহ, এটাই এ নাটকের মূল বিষয়। এটি রবীন্দ্রনাথ নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন। ‘প্রকৃতির প্রতিশোধ' (১৮৮৪), 'রাজা ও রাণী' (১৮৮৯), ‘রাজা’ (১৯১০), ‘অচলায়তন' (১৯১২), ‘রক্তকরবী' (১৯২৬)। নৃত্যনাট্য: এ নাটকের মূল বৈশিষ্ট্য হলো গীতিনির্ভর নাট্যধর্মী নৃত্য । বিভিন্ন কাহিনি অবলম্বনে নৃত্য নির্মিত হয়। ‘চিত্রাঙ্গদা' (১৮৯২): মনিপুর রাজকন্যা চিত্রাঙ্গদা ও অর্জুনের পৌরাণিক প্রণয় কাহিনি অবলম্বনে রচিত এ নাটক। এটি অমিত্রাক্ষর ছন্দে রচিত। ‘নটীর পূজা' (১৯২৬): রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘কথা ও কাহিনী'র অন্তর্গত পূজারিণী কবিতাটির আখ্যান অবলম্বনে এ নাটকটি রচনা করেন। এ নাটকে প্রথম অভিনয়ের সাথে নাচ ও গানের প্রয়োগ ঘটে । ‘চণ্ডালিকা’ (১৯৩৩): ‘প্রকৃতি' একজন চণ্ডালী কন্যা। সে কিভাবে তার মায়ের সাহায্যে বৌদ্ধ সন্ন্যাসীকে প্রলোভিত করেছিল, সেই কাহিনিই এর মূল বিষয়। অস্পৃশ্যতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ যেমন এর প্রধান সুর তেমনি আছে সংরাগের প্রকাশ ও সংযমের সুষমা। ‘শ্যামা' (১৯৩৯)। কাব্যনাট্য: ‘প্রকৃতির প্রতিশোধ’ (১৮৮৪), ‘মায়ার খেলা' (১৮৮৪), ‘বিদায় অভিশাপ' (১৮৯৪)। গীতিনাট্য: ‘বসন্ত' (১৯২৩): এ গীতিনাট্যটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। অনেকেই এ উৎসর্গের বিষয়টি সহজে মেনে নিতে পারেনি। এর প্রত্যুত্তরে রবীন্দ্রনাথ লিখেছেন- ‘নজরুল ইসলাম সম্পর্কে তোমাদের মনে যেন কিছু সন্দেহ রয়েছে। নজরুলকে আমি ‘বসন্ত' গীতিনাট্য উৎসর্গ করেছি এবং উৎসর্গপত্রে তাকে 'কবি' বলে অভিহিত করেছি। জানি তোমাদের মধ্যে কেউ কেউ এটা অনুমোদন করতে পারোনি। আমার বিশ্বাস, তোমরা নজরুলের কবিতা না পড়েই এই মনোভাব পোষণ করেছো। সমগ্র জাতির অন্তর যখন সে সুরে বাঁধা, অসির ঝনঝনায় যখন সেখানে ঝংকার তোলে, ঐকতান সৃষ্টি হয়, তখন কাব্যে তাকে প্রকাশ করবে বৈকি! আমি যদি আজ তরুণ হতাম, তাহলে আমার কলমেও ঐ সুর বাজতো।' ‘কালমৃগয়া’ (১৮৮২)। অন্যান্য নাটক: ‘শারদোৎসব' (১৯০৮), ‘প্রায়শ্চিত্ত’ (১৯০৯), ‘মুক্তধারা' (১৯২২)। প্রহসন: ‘বৈকুণ্ঠের খাতা' (১৮৯৭): এক আত্মভোলা সরল প্রকৃতির বৃদ্ধকে ঘিরে গড়ে উঠেছে নানা কৌতুকময় ঘটনা, যা এ প্রহসনের মূল বিষয়। এটি কৌতুক প্রকৃতির প্রহসন । ‘চিরকুমার সভা” (১৯২৬): রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০০-১৯০১ সাল পর্যন্ত ‘বঙ্গদর্শন' পত্রিকায় ‘প্রজাপতির নির্বন্ধ' নামে একটি আখ্যান রচনা করেন। পরবর্তীতে এটি ১৯০৮ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। ১৯২৬ সালে ‘প্রজাপতি র নির্বন্ধ'কে ‘চিরকুমার সভা' নামে নাট্যরূপ দেন। একদল যুবকের বিয়ে না করার প্রতিজ্ঞা এবং পরে প্রতিজ্ঞাভঙ্গের কৌতুককর কাহিনি নিয়ে এ প্রহসন রচিত । ‘গোড়ায় গলদ' (১৮৯২), ‘হাস্যকৌতুক' (১৯০৭), ‘শেষ রক্ষা' । |
‘বিসর্জন' নাটক | রবীন্দ্রনাথ ঠাকুরের মঞ্চসফল ও জনপ্রিয় নাটকের মধ্যে অন্যতম ‘বিসর্জন' (১৮৯০)। এটি অমিত্রাক্ষর ছন্দে রচিত নাটক। এ নাটকে শুধু আত্মবিসর্জনে সমস্যার সমাধান খোঁজা হয়নি, তার চেয়েও কঠোর ত্যাগের মধ্য দিয়ে বিরোধের অবসান প্রদর্শিত হয়েছে। উদার ধর্মবোধ এবং সংকীর্ণ ধর্মীয় বিশ্বাসের মধ্যে দ্বন্দ্ব যেমন এ নাটকের প্রধান উপকরণ, তেমনি বিশ্বাসের উগ্রতা এবং মানব সম্পর্কের নিবিড়তা এ নাটকের প্রধান বৈশিষ্ট্য। রবীন্দ্রনাথ নিজে এ নাটকের রঘুপতি ও জয়সিংহের ভূমিকায় অভিনয় করেন। অন্যান্য চরিত্র: অপর্ণা, গুণবতী, গোবিন্দ্যমাণিক্য। |
‘‘রক্তকরবী' নাটক | রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক ‘রক্তকরবী' (১৯২৬)। মানুষের প্রবল লোভ কিভাবে জীবনের সমস্ত সৌন্দর্য ও স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিছক উৎপাদনের যন্ত্রে পরিণত করে এবং এর বিরুদ্ধে মানুষের প্রতিবাদ কি রূপ ধারণ করে, তারই রূপায়ণ ‘রক্তকরবী' নাটক। এ নাটকে ধনের উপর ধান্যের, শক্তির উপর প্রেমের এবং মৃত্যুর উপর জীবনের জয়গান গাওয়া হয়েছে। |
ছোটগল্প | বাংলা ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর।রবীন্দ্রনাথের মোট ছোটগল্প ১১৯টি। প্রেম সম্পর্কিত গল্প : ‘শেষকথা’, ‘মধ্যবর্তিনী’, ‘সমাপ্তি’ (নায়িকা- মৃন্ময়ী), ‘নষ্টনীড়' (প্রধান চরিত্র- চারু), ‘একরাত্রি' (নায়িকা- সুরবালা)। সমাজ সম্পর্কিত গল্প : ‘ছুটি’ (প্রধান চরিত্র- ফটিক), ‘হৈমন্তী' (প্রধান চরিত্র- হৈমন্তী, অপু, গৌরীশঙ্কর । যৌতুক প্রথার প্রাধান্য), ‘পোস্ট- মাস্টার' (প্রধান চরিত্র- রতন), ‘দেনাপাওনা' (বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প), ‘খোকাবাবুর প্রত্যাবর্তন' (প্রধান চরিত্র- রাইচরণ), ‘কাবুলিওয়ালা’ (প্রধান চরিত্র- রহমত, খুকি। মুসলমান চরিত্র সংযুক্ত), “শাস্তি” (চরিত্র- চন্দরা), ‘দুরাশা', ‘মাস্টার মশাই” । অতিপ্রাকৃত গল্প : ‘ক্ষুধিত পাষাণ’, ‘কঙ্কাল’, ‘নিশীথে’, ‘জীবিত ও মৃত (প্রধান চরিত্র- কাদম্বিনী) । |
রবীন্দ্রনাথের ছোটগল্পগুলোর বৈশিষ্ট্য | রবীন্দ্রনাথের ছোটগল্পগুলোর বৈশিষ্ট্য : বাংলা ছোটগল্পের সার্থক রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর। আনন্দময় বৈচিত্র্যে ভরা ছোটগল্প সৃষ্টি তাকে বিখ্যাত সাহিত্যিক হিসেবে বিশ্বজনীন খ্যাতি ও স্বীকৃতি প্রদান করেছে। বাংলার নির্জন প্রান্তর, নদীর তীর, উন্মুক্ত আকাশ, বালুচর, অবারিত মাঠ, ছায়া-সুনিবিড় গ্রামে সহজ-সরল অনাড়ম্বর জীবন, অভাবক্লিষ্ট অথচ শান্ত, সহিষ্ণু গ্রামবাসী ইত্যাদি বিষয় রবীন্দ্রনাথের ছোটগল্পের অন্যতম বৈশিষ্ট্য। তিনি ‘সোনার তরী' কাব্যের ‘বর্ষাযাপন' কবিতায় ছোটগল্পের বৈশিষ্ট্য চমৎকারভাবে তুলে ধরেছেন। ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি তারি দু-চারিটি অশ্রুজল । নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘনঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ। |
প্রবন্ধ গ্রন্থ | রবীন্দ্রনাথের প্রধান প্রবন্ধ গ্রন্থগুলোর নাম: ‘কালান্তর' (১৯৩৭): এটি ভারতবর্ষীয় রাজনৈতিক সমস্যা বিষয়ক বিভিন্ন প্রবন্ধের সংকলন । ‘পঞ্চভূত' (১৮৯৭): এ প্রবন্ধগুলি 'সাধনা' পত্রিকায় ‘পঞ্চভূতের ডায়রি’ নামে প্রকাশিত হতো। পত্রিকায় প্রকাশের সময় লেখকের নাম ছাপা হতো ‘লেখক ভূতনাথ বাবু' । ‘বিবিধ প্রসঙ্গ' (১৮৮৩), ‘বিচিত্র প্রবন্ধ' (১৯০৭), ‘সাহিত্য’ (১৯০৭), ‘শিক্ষা’ (১৯০৮), ‘মানুষের ধর্ম' (১৯৩৩), ‘সভ্যতার সংকট’ (১৯৪১)। |
‘সভ্যতার সংকট’ | রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গদ্যরচনা ‘সভ্যতার সংকট’ (১৯৪১)। এ ক্ষুদ্র কিন্তু অসামান্য প্রবন্ধে ইউরোপীয় সভ্যতা ও ভারতবর্ষে ইংরেজ শাসনের তীব্র সমালোচনা ও মানবতার প্রতি গভীর আস্থা প্রকাশিত। ‘মানুষের উপর বিশ্বাস হারানো পাপ' উক্তিটি তিনি এ গ্রন্থে উল্লেখ করেছেন। |
ভ্রমণকাহিনি | রবীন্দ্রনাথের ভ্রমণকাহিনি সমূহ: ‘য়ুরোপ প্রবাসীর পত্র' (১৮৮১): এটি তাঁর প্রথম প্রকাশিত ভ্রমণকাহিনি । এটি চলিত ভাষায় লিখিত । ‘য়ুরোপ প্রবাসীর ডায়রি’ (১৮৯১), ‘জাভা যাত্রীর পত্র' (১৯২৯), ‘জাপান যাত্রী' (১৯১৯), ‘রাশিয়ার চিঠি (১৯৩১), ‘পারস্যে' (১৯৩৬)। |
ধ্বনিবিজ্ঞানের উপর লেখা গ্রন্থ | রবীন্দ্রনাথের ধ্বনিবিজ্ঞানের উপর লেখা গ্রন্থের নাম ‘শব্দতত্ত্ব' (১৯০৯)। |
বিজ্ঞানবিষয়ক গ্রন্থ | রবীন্দ্রনাথের বিজ্ঞানবিষয়ক গ্রন্থের নাম ‘বিশ্বপরিচয়' (১৯৩৭)। |
পত্র সংকলন | রবীন্দ্রনাথের পত্র সংকলনগুলোর নাম: ‘ছিন্নপত্র' (১৯১২): এতে মোট ১৫৩টি পত্র আছে। এর প্রথম ৮টি পত্র শ্রীশচন্দ্র মজুমদারকে এবং ১৪৫টি পত্র ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা । ‘ভানুসিংহের পত্রাবলী’ : এটি রানু অধিকারীকে লেখেন। ‘পথে ও পথের প্রান্তে’ : নির্মলকুমারী মহলানবিশকে লেখা । |
চিত্রকলার সংখ্যা | ৭০ বছর বয়সের পর তিনি ছবি আঁকা শুরু করেন। তার অঙ্কিত ছবি ও স্কেচের সংখ্যা প্রায় ২০০০। নিজের আঁকা ছবিগুলোকে তিনি 'শেষ বয়সের প্রিয়া' বলে আখ্যায়িত করেছেন। |
আত্মজীবনীমূলক গ্রন্থ | রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম: ‘জীবনস্মৃতি' (১৯১২): এতে রবীন্দ্রনাথের বাল্যকাল থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত কালের ঘটনা বর্ণিত হয়েছে। ‘চরিত্রপূজা' (১৯০৭), ‘ছেলেবেলা' (১৯৪০)। |
সনেট | রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য সনেট “বাংলার মাটি বাংলার জল”। |
জাতীয় সঙ্গীত | বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি' এটি তাঁর গানের সংকলন 'গীতবিতান' এর স্বরবিতানের স্বদেশ পর্যায়ের অংশভুক্ত। গানটি ১৯০৫ সালে প্রথম ‘বঙ্গদর্শন' পত্রিকায় প্রকাশিত হয়। এটি তিনি গগন হরকরার ‘আমি কোথায় পাব তারে' গানের সুরের অনুকরণে রচনা করেন। গানটির প্রথম ১০ লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ৩ মার্চ, ১৯৭১ সালে গ্রহণ করা হয় । কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে এর প্রথম ৪ লাইন বাদ্যযন্ত্র সহযোগে বাজানো হয়। রবীন্দ্রনাথ ঠাকুর মোট দুইটি (বাংলাদেশ, ভারত) দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা এবং শ্রীলংকার জাতীয় সঙ্গীতের সুরকার। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাংলার প্রকৃতির কথা প্রধানভাবে ফুটে উঠেছে। ভারতের জাতীয় সঙ্গীত : ‘জন গণ মন অধিনায়ক জয় হে, ভারতভাগ্যবিধাতা।' |
ঢাকায় আগমন | রবীন্দ্রনাথ ঠাকুর মোট দুইবার ঢাকায় আসেন। প্রথমবার ১৮৯৮ সালে এবং দ্বিতীয়বার ১৯২৬ সালের ফেব্রুয়ারি মাসে জগন্নাথ হলের তৎকালীন প্রভোস্ট এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ড. রমেশচন্দ্র মজুমদারের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় আসেন এবং ১০ ফেব্রুয়ারি কার্জন হলে The Meaning of Art শিরোনামে একটি বক্তব্য রাখেন। একই দিনে সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদের সংবর্ধনায় যোগ দেন। ১৩ ফেব্রুয়ারি কার্জন হলে The Rule of the Giant শিরোনামে দ্বিতীয় বক্তৃতা প্রদান করেন। রবীন্দ্রনাথ জগন্নাথ হলের ছাত্রদের অনুরোধে ‘বাসন্তিকা' নামে একটি গীতিকবিতা রচনা করেন। এ কবিতার প্রথম চার পক্তি নিম্নরূপ: এই কথাটি মনে রেখো তোমাদের এই হাসি খেলায় আমি এ গান গেয়েছিলেম জীর্ণপাতা ঝরার বেলায় । |
বিখ্যাত পক্তি | ১. উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই, ওরে ভয় নাই- নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই। (পূরবী) ২. বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা- বিপদে আমি না যেন করি ভয়। (গীতাঞ্জলি) ৩. এ জগতে হায়, সেই বেশী চায় আছে যার ভুরি ভুরি- রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। (দুই বিঘা জমি) ৪. আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এই ছিল মোর ঘটে- তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে ।(দুই বিঘা জমি) ৫. পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে- করিল ডিক্রি, সকলই বিক্রি মিথ্যা দেনার খতে । (দুই বিঘা জমি) ৬. যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি, এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি । (শেষের কবিতা) ৭. মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না।(মানুষের ধর্ম) ৮. যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী-লাগি কান পেতে আছি। (জন্মদিনে) ৯. তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি তোমার সৃষ্টির পথ- (শেষলেখা) ১০.সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা। (বলাকা) ১১. আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রিছায়ে হেনেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। (প্রশ্ন) ১২. এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাই তুমি করে গেলে দান । ১৩. আজ হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহলভরে। (১৪০০ সাল- চিত্রা) ১৪. সম্মুখে শান্তি পারাপার ভাসাও তরী হে কর্ণধার তুমি হবে চিরসাথী লও লও হে ক্রোড়পতি অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুবতারার । (এটি কবির সমাধিস্তম্ভে লেখা) ১৫. মরণরে, তুঁহু মম শ্যাম সমান! (ভানুসিংহ ঠাকুরের পদাবলী) ১৬. বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান- বিষ্টি পড়ে টাপুর টুপুর্, নদেয় এলো বান্ । (বৃষ্টি পড়ে টাপুর টুপুর্) ১৭. ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। (সবুজের অভিযান- বলাকা) ১৮. নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহি রে। ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে। (আষাঢ়) ১৯. একখানি ছোটো ক্ষেত আমি একেলা। (সোনার তরী ) ২০. এতকাল নদীকূলে যাহা লয়ে ছিনু ভুলে সকলি দিলাম তুলে ধরে বিথরে- এখন আমারে লহ করুণা করে। (সোনার তরী) ২১. গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা। (সোনার তরী) ২২. ঠাঁই নাই, ঠাঁই নাই- ছোটো সে তরী আমারি সোনার ধানে গিয়েছে ভরি। (সোনার তরী) ২৩. খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে। একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধাতার মনে। (দুই পাখি- সোনার তরী) ২৪. কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই ব'লে ডাক যদি দেব গলা টিপে। হেনকালে গগণেতে উঠিলেন চাঁদা- কেরোসিন বলি উঠে, এসো মোর দাদা! (কুটুম্বিতা বিচার- কণিকা) ২৫.আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ । (নির্ঝরের স্বপ্নভঙ্গ) ২৬. নমোঃ নমোঃ নমোঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি!(দুই বিঘা জমি) ২৭. মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। (প্রাণ) ২৮. হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগো রে ধীরে এই ভারতের মহামানবের সাগরতীরে। (হে মোর চিত্ত, পুণ্য তীর্থে- গীতাঞ্জলি) ২৯. ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা। (দেশাত্মবোধক গান) ৩০. বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়। (নৈবেদ্য) ৩১. আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর (দেশাত্মবোধক গান) ৩২. বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতাবিসর্জনের কাহিনি লিখিতে হইবে সে কথা কে জানিত। (হৈমন্তী) ৩৩. যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম, এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে। অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই। (হৈমন্তী) ৩৪. এ যে দুর্লভ, এ যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে। (হৈমন্তী) ৩৫. সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। (হৈমন্তী) ৩৬. হায়রে, তাহার বউমার প্রতি বাবার সেই মধুমাখা পঞ্চস্বর একেবারে এমন বাজখাই নাদে নামিল কেমন করিয়া? (হৈমন্তী) ৩৭. কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই । (জীবিত ও মৃত) ৩৮. একবার নিতান্ত হইল, ‘ফিরিয়া যাই, জগতের ক্রোড়বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি'... জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি? পৃথিবীতে কে কাহার? (পোস্টমাস্টার) ৩৯. শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়। (সমাপ্তি) ৪০. কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল । (কাবুলিওয়ালা) ৪১. মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। (সভ্যতার সংকট) ৪২. সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না। (রাশিয়ার চিঠি) ৪৩. আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। (রাজা) ৪৪. যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই। (সভ্যতার সংকট) ৪৫. আমরা আরম্ভ করি, শেষ করি না; আড়ম্বর করি, কাজ করি না; যাহা অনুষ্ঠান করি, তাহা বিশ্বাস করি না; যাহা বিশ্বাস করি, তাহা পালন করি না; ভূরি পরিমাণ বাক্যরচনা করিতে পারি, তিল পরিমাণ আত্মত্যাগ করিতে পারি না; আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি, যোগ্যতালাভের চেষ্টা করি না। (বিদ্যাসাগরচরিত) |
তীর্থযাত্রী | রবীন্দ্রনাথের “তীর্থযাত্রী” কবিতাটি টি এস ইলিয়টের “The Journey Of the Magi” এর অনুবাদ। |
মৃত্যু | তিনি ৭ আগস্ট, ১৯৪১ সালে (বাংলা- ২২ শ্রাবণ, ১৩৪৮) দুপুর ১২টা ১০মিনিটে মৃত্যুবরণ করেন। |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. ‘পদাবলী’ লিখেছেন- [ ২২তম বিসিএস]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- মাইকেল মধুসূদন দত্ত
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- কায়কোবাদ
২. রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘শেষের কবিতা’ হচ্ছে- [ গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফটম্যান : ১৭]
- একটি বিয়োগান্তক কবিতা
- একটি মিলাত্বক উপন্যাস
- একটি রোমান্টিক উপন্যাস
- একটি রম্য রচনা
৩. বাংলাদেশ ছাড়া আর কোন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান জাতীয় সংগীত হিসেবে নির্বাচিত করেছে ? [ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার:০৯]
- নেপাল
- ভারত
- ভুটান
- শ্রীলংকা
৪. কোন আধুনিক কবি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেন ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- মাইকেল মধুসূদন দত্ত
- রবীন্দ্রনাথ ঠাকুর
- অতুল প্রসাদ সেন
- জীবনানন্দ দাশ
৫. কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় ? [ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৭ ]
- সোনার তরী
- রক্তকরবী
- রাজবন্দীর জবানবন্দী
- চোখের বালি
৬. 'আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর'- কোন কবিতার চরণ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- হিং টিং ছট
- প্রিয়তমাষু
- নির্ঝরের স্বপ্নভঙ্গ
- আজি সৃষ্টি সুখের উল্লাসে
৭. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি ? [ পিটিআই এর ইন্সট্রাক্টর : ১৯]
- গীতাঞ্জলি
- বলাকা
- বনফুল
- পূরবী
৮. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- অগ্নিবীণা
- সোনার তরী
- চিত্রা
- বলাকা
৯. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৮]
- নৌকাডুবি
- সোনার তরী
- চিত্রা
- বলাকা
১০. কোনটি রবীন্দ্রনাথের সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- সাহিত্য
- সাহিত্যের স্বরূপ
- সাহিত্যের পথে
- তিনটিই
১১. 'নৌকাডুবি' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি - [ প্রাথমিক প্রধান শিক্ষক (নাগলিঙ্গম) : ১২]
- কাব্য
- নাটক
- ছোটগল্প
- উপন্যাস
১২. রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করেন- [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৩ ]
- ১৯১৩
- ১৯১৫
- ১৯১৭
- ১৯১৯
১৩. বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে ? [ ১৬তম বিসিএস ]
- বাংলার প্রকৃতির কথা
- বাংলার মানুষের কথা
- বাংলার ইতিহাসের কথা
- বাংলার সংস্কৃতির কথা
১৪. ’আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।’ -গানটির রচনার প্রেক্ষাপট কি ছিল ? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : ২০০৭-০৮ ]
- কলকাতার সাম্প্রদায়িক দাঙ্গা
- প্রথম বিশ্বযুদ্ধ
- অসহযোগ আন্দোলন
- বঙ্গবিভাগজনিত জাতীয় আন্দোলন
১৫. কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় ? [ রেলওয়ে সহকারী কমান্ডেট : ০৩ ]
- শেষের কবিতা
- সোনার তরী
- কৃষ্ণকুমারী
- বলাকা
১৬. 'ক্ষণিকা' রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- উপন্যাস
- প্রহসন
- কাব্য
- নাটক
১৭. রবীন্দ্রনাথ রচিত প্রথম নাটক কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ডাকঘর
- অচলায়তন
- বাল্মীকি প্রতিভা
- রাজা ও রাণী
১৮. কোন বাঙালি কবি ‘নাইট’ উপাধি পেয়েছিলেন ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৪ ]
- Kazi Najrul Islam
- Shukumar Roy
- Robindronath Togore
- Satyendranath Datta
১৯. রবীন্দ্রনাথ ঠাকুরের 'উর্বশী' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত ? [বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক : ১১ ]
- মানসী
- চিত্রা
- সোনার তরী
- বলাকা
২০. রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ উপন্যাসরে প্রধান দুটি চরিত্রের নাম- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
- মহেন্দ্র ও বিনোদিনী
- সুরেশ ও অচলা
- মধুসূদন ও কুমুদিনী
২১. ‘সবুজের অভিযান’ রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ক্ষণিকা
- বলাকা
- কণিকা
- বীথিকা
২২. 'আমি এ কথা, এ ব্যাথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।' -রবীন্দ্রনাথের এ গানে ’নিছনি’ কী অর্থে ব্যবহৃত হয়েছে? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- অপনোদন অর্থে
- পূজা অর্থে
- বিলানো অর্থে
- উপহার অর্থে
২৩. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ কোনটি ? [ সাব রেজিস্ট্রার : ০১]
- য়ুরোপ প্রবাসী পত্র
- য়ুরোপ যাত্রীর ডায়রী
- জাপানযাত্রীর পত্র
- জাভাযাত্রীর পত্র
২৪. ‘রক্তকরবী’ ও ‘রক্তাক্ত প্রান্তর’ লিখেছেন যথাক্রমে- [ সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক : ০৭ ]
- মুনীর চৌধুরী ও জহির রায়হান
- রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী
- জহির রায়হান ও শহীদুল্লাহ
- মুনীর চৌধুরী ও রবীন্দ্রনাথ
২৫. ‘ভানু সিংহ ঠাকুরের পদাবলী’ এর রচয়িতা কে ? [ ২৬তম বিসিএস ]
- ভানু বন্দ্যোপাধ্যায়
- চণ্ডীদাস
- রবীন্দ্রনাথ ঠাকুর
- ভারতচন্দ্র
২৬. কোনটি রবী ঠাকুরের লেখা প্রহসন নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- বৈকুন্ঠের খাতা
- চিরকুমার সভা
- শেষ রক্ষা
- এর উপায় কি
২৭. নিচের কোনটি রবীন্দ্রনাথ রচিত প্রবন্ধ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- হৈমন্তী
- ল্যাবরেটরী
- ক্ষুধিত পাষাণ
- সভ্যতার সংকট
২৮. রবীন্দ্রনাথের নাটক নয় কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- বিসর্জন
- রক্তকরবী
- মালিনী
- পুতুলের বিয়ে
২৯. রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- চিত্রাঙ্গদা
- মালিনী
- চিরকুমার সভা
- বিসর্জন
৩০. ‘শেষের কবিতা’ উপন্যাসের চরিত্র হচ্ছে- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- অমিত, লাবণ্য
- মহেন্দ্র, বিনোদিনী
- মধূসুদন, কুমুদিনী
- শচীশ, দামিনী
৩১. ‘জীবনস্মৃতি’ কার আত্মজীবনী ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- বুদ্ধদেব বসু
- সৈয়দ মুজতবা আলী
- রজনীকান্ত সেন
৩২. বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা ’১৪০০ সাল’ এর রচয়িতা কে ? [ চবি : ০২-০৩ ]
- নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- জীবনানন্দ দাশ
- গোলাম মোস্তফা
৩৩. রবীন্দ্রনাতের সাংকেতিক নাটক হল- [দুর্নীতি দমন পরিদর্শক : ০৪ ]
- রাজা ও রানী
- ডাকঘর
- তাসের ঘর
- প্রায়শ্চিত্ত
৩৪. ‘বিশ্বভারতী’ কে প্রতিষ্ঠা করেন ? [ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক : ০১]
- মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
- রবীন্দ্রনাথ ঠাকুর
- অবনীন্দ্রনাথ ঠাকুর
- রথীন্দ্রনাথ ঠাকুর
৩৫. রবীন্দ্রনাথের কোন উপন্যাসের মূল উপজীব্য হল সামাজিক নিয়মনীতির দ্বন্দ্ব ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- নৌকাডুবি
- যোগাযোগ
- দুইবোন
- নৈবেদ্য
৩৬. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- মানসী
- রাজা
- সঞ্চিতা
- সভ্যতার সংকট
৩৭. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ ২৫ বৈশাখ ১৮৬১ সালের মে মাসের কোন তারিখ ছিল ? [ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক : ০১]
- ৬
- ৭
- ৮
- ৯
৩৮. ‘চিরকুমার সভা’ নাটকটির রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক (মেঘনা ) : ০৮ ]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- মীর মশাররফ হোসেন
- মুনীর চৌধুরী
- নুরুল মোমেন
৩৯. 'ঠাকুর' পরিবারের আসল পদবি ছিল ? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৫ ]
- কুশারী
- মুখোপাধ্যায়
- শাস্ত্রী
- ঘোষ
৪০. ‘ছিন্নপত্র’ এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা ? [ ৩১তম বিসিএস]
- ইন্দিরা দেবী
- কাদম্বরী দেবী
- মৃণালিনী দেবী
- মৈত্রয়ী দেবী
৪১. রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- আগস্ট, ১৯১৩ খ্রিস্টাব্দে
- সেপ্টেম্বর, ১৯১৩ খ্রিস্টাব্দে
- অক্টোবর, ১৯১৩ খ্রিস্টাব্দে
- নভেম্বর, ১৯১৩ খ্রিস্টাব্দে
৪২. কোনটি কাব্য গ্রন্থ ? [ ২০ তম বিসিএস]
- শেষ প্রশ্ন
- শেষ লেখা
- শেষের কবিতা
- নবযুগ
৪৩. রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক প্রবন্ধগ্রন্থ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- সভ্যতার সংকট
- কঙ্কাল
- ল্যাবরেটরী
- বিশ্বপরিচয়
৪৪. “জীবনস্মৃতি” কার রচনা ? [ ৪০তম বিসিএস]
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- রবীন্দ্রনাথ ঠাকুর
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- রোকেয়া সাখাওয়াত হোসেন
৪৫. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- চতুর্দশী
- চুতষ্পাঠী
- চতুর্দশপদী
- চার অধ্যায়
৪৬. ‘বিসর্জন’ কার রচনা ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (খুলনা ) : ০৯]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- সেলিম আল দীন
- কাজী নজরুল ইসলাম
- গিরিশ চন্দ্র ঘোষ
৪৭. রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি ? [২৮তম বিসিএস ]
- একরাত্রি
- নষ্টনীড়
- ক্ষুধিত পাষাণ
- মধ্যবর্তিনী
৪৮. ‘নন্দিনী, কিশোর’ রবীন্দ্রনাথের কোন নাটকের চরিত্র ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- মুক্তধারা
- রক্তকরবী
- অচলায়তন
- বিসর্জন
৪৯. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ? [১৬তম বিসিএস ]
- বিষবৃক্ষ
- গণদেবতা
- আরণ্যক
- ঘরে-বাইরে
৫০. রবীন্দ্রনাথ ঠাকুর মানবজীবনের সাথে কোনটির তুলনা করেছেন ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ০৬]
- নদী
- বৃক্ষ
- পথ
- পাহাড়
৫১. গল্পগুচ্ছের লেখক কে ? [ উপজেলা সমাজসেবা অফিসার : ০৬]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- বীরবল
- সুনীল গঙ্গোপাধ্যায়
- সৈয়দ মুজতবা আলী
৫২. নিচের কবিতাংশটি কোন কবির রচনা? ‘নীল নবঘনে আষাঢ় গগনে তিন ঠাঁই আর নাহিরে’। [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- কায়কোবাদ
- ফররুখ আহমদ
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
৫৩. ‘শেষের কবিতা’ পূস্তকটি কোন শ্রেণীর সাহিত্যকর্ম ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- কাব্যগ্রন্থ
- গীতিকাব্য
- কাব্যনাট্য
- উপন্যাস
৫৪. ’আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ কে লিখেছেন-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- শেখ হাসিনা
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
৫৫. 'চোখের বালি' উপন্যাসটি কোন ধরনের উপন্যাস ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- ইতিহাস আশ্রয়ী
- দ্বন্দ্বমূলক
- রাজনৈতিক
- সমস্যামূলক
৫৬. কোনটি সঠিক ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- গোরা (গল্পগ্রন্থ)
- শেষের কবিতা (নাটক)
- শেষ প্রশ্ন (নাটক)
- জল পড়ে পাতা নড়ে (উপন্যাস)
৫৭. গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- এজরা পাউন্ড
- টি এস ইলিয়ট
- ডবলিউ. বি. ইয়েটস
- কীটস
৫৮. ’এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি’- চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৪ ]
- দেবতার গ্রাস
- পুরাতন ভৃত্য
- নিষ্ফল উপহার
- দুই বিঘা জমি
৫৯. যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালোমন্দ মিলায়ে সকলি, এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। চরণ টির রচয়িতা- [জনশক্তি,কর্মসংস্থান ব্যুরোর উপ-সহকারী পরিচালক : ০১ ]
- জীবনানন্দ দাশ
- রবীন্দ্রনাথ ঠাকুর
- অমিত রায়
- কাজী নজরুল ইসলাম
৬০. 'মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না' । কার উক্তি ? [ পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ে সহকারী সচিব : ০৫ ]
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- জীবনানন্দ দাশ
- শামসুর রাহমান
৬১. ' তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি' ---- রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা ? [ ২৬তম বিসিএস ]
- পূরবী
- শেষলেখা
- আকাশ প্রদীপ
- সেজূঁতি
৬২. ‘সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা’- রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা ? [২৫তম বিসিএস ]
- বলাকা
- সোনার তরী
- চিত্রা
- পুনশ্চ
৬৩. ‘এনেছিলে সাথে করে মৃতুহীন প্রাণ, মরণে তাই তুমি করে গেলে দান।’ কবিশুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উদ্দেশ্য করে কথাগুলো লিখেছিলেন ? [ সহকারী পরিসংখ্যান কর্মকর্তা: ৯৮]
- সত্যেন্দ্রনাথ দত্ত
- আশুতোষ মুখোপাধ্যায়
- নবীনচন্দ্র
- চিত্তরঞ্জন দাস
৬৪. ‘আজ হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি, আমার............. কৌতুহলভরে। শূন্যস্থানে প্রচলিত শব্দটি চিহ্নিত করুন ? [ বিআরসি অফিসার : ৯৮]
- রচনাখানি
- কবিতাখানি
- গ্রন্থখানি
- কাব্যখানি
৬৫. ‘মরণ রে, তুঁহু মম শ্যাম সমান’ পঙ্ক্তিটির রচয়িতা কে ? [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (ঝিলাম) :১৩ ]
- অতুল প্রসাদ সেন
- মুকুন্দরাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- শেখ ফজলুল করিম
৬৬. বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান-- বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান।। পঙ্ক্তিটির রচয়িতা কে ? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক ( সুরমা) :১৩ ]
- গোলাম মোস্তফা
- সুফিয়া কামাল
- সত্যেন্দ্রনাথ দত্ত
- রবীন্দ্রনাথ ঠাকুর
৬৭. ‘নীল নবঘনে আষাঢ় গগনে ..... ঠাঁই আর নাহিরে।’ [ কর্মসংস্থান ব্যাংক ডাটা এন্ট্রি অপারেটর :১১]
- তিল
- এতটুকু
- বিন্দু
- সামান্য
৬৮. 'একখানি ছোট ক্ষেত আমি একেলা'- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ ? [ ৩৬তম বিসিএস ]
- সোনার তরী
- চিত্রা
- মানসী
- বলাকা
৬৯. ‘গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা। -এই উদ্ভৃতাংশটি কোন কবির রচনা ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৮]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- নবীনচন্দ্র সেন
- গোলাম মোস্তফা
- সুফী মোতাহার হোসেন
৭০. ঠাই নাই ঠাই নাই, ছোট সে তরী/ আমারি সোনার ধান নিয়েছি ভরি। এটি কোন কবিতার অংশ ? [ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক অফিসার : ১৬ ]
- রবীন্দ্রনাথ ঠাকুরঃ সোনার তরী
- কবি জসীমদ্দীনঃ কবর
- কবি নজরুল ইসলামঃ সর্বহারা
- কবি রবীন্দ্রনাথ ঠাকুরঃ হিং টিং ছট
৭১. ‘খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হইল দোঁহে, কি ছিল বিধাতার মনে’ কবিতাংশটুকুর রচয়িতা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক(করতোয়া) :১২ ]
- সুকুমার রায়
- কাজী নজরুল ইসলাম
- সত্যেন্দ্রনাথ দত্ত
- রবীন্দ্রনাথ ঠাকুর
৭২. 'চোখের বালি' উপন্যাসটি লিখেছেন কে ? [ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন সহকারী ব্যবস্থাপক :১৯]
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- সেলিনা হোসেন
৭৩. 'ডাকঘর' কোন ধরনের রচনা ? [ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন সহকারী ব্যবস্থাপক :১৯]
- নাটক
- কবিতা
- উপন্যাস
- প্রবন্ধ
৭৪. 'বিসর্জন' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত..... । [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১৯ ]
- কাব্যনাটক
- উপন্যাস
- আত্মজীবনী
- ছোটগল্প
৭৫. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত কাব্যগ্রন্থ নয় কোনটি ? [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী এনফোর্সমেন্ট কো- অর্ডিনেটর :১৯]
- বনফুল
- শ্যামলী
- ঝরা পালক
- পূরবী
৭৬. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান ? [ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮]
- ৫৭
- ৬১
- ৫৫
- ৫২
৭৭. ২৫শে বৈশাখ কার জন্ম দিন ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট : ১৯ ]
- কাজী নজরুল ইসলাম
- শামসুর রহমান
- ড. মুহম্মদ শহীদুল্লাহ
- রবীন্দ্রনাথ ঠাকুর
৭৮. রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা- [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৮ ]
- ২৫ শে বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ
- ৭ ই বৈশাখ, ১২৭৮ বঙ্গাব্দ
- ২৭ শে বৈশাখ, ১৩৫৭ বঙ্গাব্দ
- ২৪ শে বৈশাখ, ১৩৬৮ বঙ্গাব্দ
৭৯. 'দুই বোন' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- উপন্যাস
- কাব্যগ্রন্থ
- গল্পগ্রন্থ
- ভ্রমণকাহিনী
৮০. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায় ? [ পরিসংখ্যান কর্মকর্তা: ১৭ ]
- রাজশাহী
- কুষ্টিয়া
- ঢাকা
- কুমিল্লা
৮১. গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের নাম কী ? [তিতাস গ্যাস ইঞ্জিনিয়ার : ১১ ]
- Song Book
- Song Offerings
- Song Collection
- Songs
৮২. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় ? [ সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা : ০৬]
- সোনার তরী
- সেঁজুতি
- ক্ষণিকা
- ফাল্গুনী
৮৩. 'ভানুসিংহ' কার ছদ্মনাম ? [ ৩৪তম বিসিএস]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- সত্যেন্দ্রনাথ দত্ত
- প্রমথ চৌধুরী
- টেকচাঁদ ঠাকুর
৮৪. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ? [ ১৯তম বিসিএস ]
- পরশুরাম
- ভোরের পাখি
- ভানুসিংহ
- গাজী মিয়া
৮৫. আমাদের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’- এ গানের সুর রবীন্দ্রনাথ কোন ধরনের গানের সুর থেকে নিয়েছেন ? [ অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার : ১৫]
- পালা গানের
- বাউল গানের
- ভাটিয়ালি গানের
- মুর্শিদি গানের
৮৬. বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- বিষ্ণু দে
- সুধীন্দ্রনাথ দত্ত
- বুদ্ধদেব বসু
৮৭. 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি' এ গানের কত লাইন আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে ? [ সোনালী ব্যাংক অফিসার : ১০]
- ৬ লাইন
- ৮ লাইন
- ১০ লাইন
- ১২ লাইন
৮৮. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা’ গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় ? [বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার : ১১ ]
- ২রা মার্চ ১৯৭১
- ৩রা মাচ ১৯৭১
- ২৬শে মার্চ ১৯৭১
- ১৭ই এপ্রিল ১৯৭১
৮৯. কোন কবি একক ভাবে তিনটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন ? [ অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার : ১৫]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- জন মিল্টন
- বার্সিল ফার্ণান্দো
৯০. কোন কবিতা হতে রবীন্দ্রনাথ গদ্যরীতিতে কবিতা লেখা শুরু করেন ? [তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা : ০৬ ]
- বলাকা
- পুনশ্চ
- খাপছাড়া
- সেঁজুতি
৯১. স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেন ? [ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ১২]
- স্মরণ
- উৎসর্গ
- নৈবেদ্য
- খেয়া
৯২. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয় ? [১৩তম বিসিএস ]
- ১৯৫১
- ১৯৬১
- ১৯৭১
- ১৯৮১
৯৩. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্ম-শতবার্ষিকী পালিত হয় ? [ডাচ বাংলা ব্যাংক (এমটিও) : ১২ ]
- ১৯৬১
- ১৯৮১
- ২০১১
- ২০১০
৯৪. রবীন্দ্রনাথের প্রথম গ্রন্থকারে প্রকাশিত উপন্যাস কোনটি ? [ সহকারী জজ নিয়োগ পরীক্ষা : ০৭]
- বৌঠাকুরানীর হাট
- নৌকাডুবি
- করুণা
- রাজর্ষি
৯৫. ‘শেষের কবিতা’ কোন ধরনের সাহিত্যকর্ম ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- কবিতার নাম
- গল্প সংকলনের নাম
- উপন্যাসের নাম
- কাব্য সংকলনের নাম
৯৬. রবীন্দ্রনাথ শান্তি নিকেতন প্রতিষ্ঠা করেন ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ১৯০০ সালে
- ১৯০১ সালে
- ১৯০২ সালে
- ১৯০৩ সালে
৯৭. বাংলাদেশ ছাড়া আর কোন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান তার জাতীয় সংগীত হিসাবে নির্বাচন করেছে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- নেপাল
- ভারত
- ভুটান
- শ্রীলংকা
৯৮. “সোনার তরী” কাব্যের লেখক কে ? [ মাধ্যমিক সহকারী শিক্ষক : ৮৯]
- কাজী নজরুল ইসলাম
- কায়কোবাদ
- রবীন্দ্রনাথ ঠাকুর
- শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
৯৯. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য তার কত বছর বয়সে প্রকাশিত হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- ১০ বছর বয়সে
- ১২ বছর বয়সে
- ১৫ বছর বয়সে
- ১৭ বছর বয়সে
১০০. কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- ৭ জুন, ১৯৪১
- ৭ জুলাই, ১৯৪১
- ৭ আগস্ট, ১৯৪১
- ৭ সেপ্টেম্বর, ১৯৪১
১০১. খেয়া রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- কাব্য
- ছোটগল্প
- প্রহসন
- নাটক
১০২. কোন গ্রন্থটি উপন্যাস ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- পদ্মাবতী
- মহাশ্মশান
- শেষের কবিতা
- রক্তাক্ত প্রান্তর
১০৩. কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় ? [১৮তম বিসিএস ]
- শেষের কবিতা
- দোলনচাঁপা
- সোনারতরী
- মানসী
১০৪. বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ব বিজ্ঞানী এর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- নিউটন
- আইনস্টাইন
- শ্রডিঞ্জার
- ম্যাক্স প্লাংক
১০৫. রবীন্দ্রনাথের লেখা প্রথম ছোটগল্প কোনটি ? [ পিএসসির সহকারী পরিচালক : ১৬ ]
- কাবুলিওয়ালা
- পোস্টমাস্টার
- হৈমন্তী
- ভিখারিনী
১০৬. নিচের কোনটি রবীন্দ্রনাথের নৃত্যনাট্য ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- চিত্রাঙ্গদা
- বিসর্জন
- চতুরঙ্গ
- রক্তকবরী
১০৭. ‘ডাকঘর’ নাটকটির রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- মমতাজ উদ্দিন আহমদ
- ওবায়েদ উল হক
- রবীন্দ্রনাথ ঠাকুর
১০৮. ‘খেয়া’ রবীন্দ্রনাথের একটি- [ সমবায় অধিদপ্তরের ২য় শ্রেণির অফিসার : ৯৭ ]
- নাটক
- কাব্যগ্রন্থ
- গল্পগ্রন্থ
- প্রবন্ধ
১০৯. রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয়- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- কড়ি ও কোমল
- রক্তকরবী
- মানসী
- পুনশ্চ
১১০. রবীন্দ্রনাথ ঠাকুরের কত বছর বয়সে 'বনফুল' প্রকাশিত হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- চৌদ্দ বছর
- পনের বছর
- ষোল বছর
- সতের বছর
১১১. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ ? [ ৩৮তম বিসিএস ]
- শেষপ্রশ্ন
- শেষকথা
- শেষদিন
- শেষলেখা
১১২. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস ? [ ২৪ তম বিসিএস]
- শেষের কবিতা
- বলাকা
- ডাকঘর
- কালান্তর
১১৩. নিচের কোন উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- গোরা
- শেষের কবিতা
- কৃষ্ণকান্তের উইল
- নৌকাডুবি
১১৪. রবীন্দ্রনাথের প্রথম কাব্য- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- জন্মদিন
- সন্ধ্যা সঙ্গীত
- প্রভাত সঙ্গীত
- আকাশ প্রদীপ
১১৫. কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয় ? [ ৩৫তম বিসিএস ]
- ’কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও’?
- ’অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান’।
- ’প্রানের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে’?
- ‘কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে’।
১১৬. রবীন্দ্রনাথের প্রথম কাব্য কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- সোনার তরী
- মানসী
- বনফুল
- পরপুট
১১৭. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন- [ সাব রেজিস্ট্রার : ০১ ]
- ১৯৩৮ সালে
- ১৯৪১ সালে
- ১৯৪২ সালে
- ১৯৪০ সালে
১১৮. রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করেন কে ? [ শ্রম অধিদপ্তরের শ্রম কর্মকর্তা/জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা : ০৩]
- W. B Yeats
- T. S. Eliot
- রবীন্দ্রনাথ ও W. B Yeats
- রবীন্দ্রনাথ
১১৯. মৃত্যুর পরে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- জন্মদিনে
- শেষলেখা
- পুনশ্চ
- বিসর্জন
১২০. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ১৯০৫ সালে
- ১৯১৩ সালে
- ১৯২৩ সালে
- ১৯২৫ সালে
১২১. সাহিত্যে নোবেল পুরষ্কার পান প্রথম ভারতীয় কে ? [ ইবি: ০২-০৩ ]
- স্যার ইকবাল
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কৃষন চন্দর
- নীরোদ চৌধুরী
১২২. কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- শেষের কবিতা
- সোনার তরী
- বীরাঙ্গনা
- বলাকা
১২৩. কোন উপন্যাসটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় ? [বাংলাদেশ ব্যাংক অফিসার : ১১ ]
- শেষের কবিতা
- চোখের বালি
- গোরা
- বিষের বাঁশী
১২৪. রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি' কাব্য প্রকাশিত হয় কত সনে ? [ ৩৭ তম বিসিএস]
- ১৯১০
- ১৯১১
- ১৯১২
- ১৯১৩
১২৫. 'মহেন্দ্র' ও 'বিনোদিনী' নিচের কোন উপন্যাসের চরিত্র ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- মৃণালিণী
- চোখের বালি
- পল্লীসমাজ
- মানসী
১২৬. ‘বাংলার মাটি বাংলার জল’ সনেটটি কার রচনা ? [ [ সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার : ১৩]
- অতুলপ্রসাদ সেন
- দ্বিজেন্দ্রলাল রায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
১২৭. উপন্যাস রচনার প্রথমদিকে রবীন্দ্রনাথ কার উপন্যাস দ্বারা প্রভাবিত হয়েছিলেন ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- মীর মশাররফ হোসেন
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- মধুসূদন দত্ত
১২৮. ‘পদাবলী’ লিখেছেন- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- মাইকেল মধুসূদন দত্ত
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- কায়কোবাদ
১২৯. রবীন্দ্রনাথের কোন নাটকটি সাঙ্কেতিক নাটক নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- রাজা
- রক্তকরবী
- ডাকঘর
- বৈকুণ্ঠের খাতা
১৩০. কোনটি রবীন্দ্রনাথের রচনা ? [২১তম বিসিএস ]
- চতুরঙ্গ
- চতুষ্কোণ
- চতুদর্শী
- চতুষ্পাঠী
১৩১. ‘মা আমার ছুটি হয়েছে, আমি বাড়ি যাচ্ছি’ -কোন গল্পের উদ্ধৃতি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- পোস্ট মাস্টার
- শাস্তি
- ছুটি
- একরাত্রি
১৩২. ‘অমল’ চরিত্রটি কোন নাটকের ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ডাকঘর
- বিসর্জন
- রক্তকরবী
- অচলায়তন
১৩৩. কোন বাঙালি সাহিত্যে নোবেল পুরস্কার পান ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ৯৩]
- মীর মশাররফ হোসেন
- রবীন্দ্রনাথ ঠাকুর
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- মাইকেল মধুসূদন দত্ত
১৩৪. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন ? [ মাধ্যমিক সহকারী শিক্ষক : ১৯]
- Gitanjali
- Sonar Tari
- Shesher Kabita
- Chitrangada
১৩৫. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম- [সহকারী থানা শিক্ষা কর্মকর্তা: ১৫ ]
- ১৮৬১ খ্রিস্টাব্দে ৭ মে
- ১৮৫১ খ্রিস্টাব্দে ৭ জুন
- ১৮৩৮ খ্রিস্টাব্দে ৫ মে
- ১৮৪১ খ্রিস্টাব্দে ৭ জুন
১৩৬. 'শেষের কবিতা' উপন্যাসটির রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
- জহির রায়হান
১৩৭. রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল ? [ ৩৫ তম বিসিএস ]
- খুলনা দক্ষিণ ডিহি
- যশোরের কেশবপুর
- ছোটনাগপুর মালভূমি
- কুষ্টিয়ার শিলাইদহ
১৩৮. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন ? [ ১৫তম বিসিএস ]
- বিসর্জন
- ডাকঘর
- বসন্ত
- অচলায়তন
১৩৯. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- সাহিত্যের পথে
- কালান্তর
- সাহিত্য
- তিনটিই
১৪০. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- রক্তকরবী
- রানা প্রতাপসিংহ
- নবযৌবন
- বসন্ত কুমারী
১৪১. ‘রক্তকরবী’ কী ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১১]
- রবীন্দ্রনাথের নাটক
- তারা শংকর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস
- বুদ্ধদেব বসুর কাব্যগ্রন্থ
- সৈয়দ শামসুল হকের নাটক
১৪২. নিচের কোনটি রবীন্দ্রনাথ রচিত রঙ্গনাট্য ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- রাজা ও রাণী
- চিরকুমার সভা
- বিয়ে পাগলা বুড়ো
- রামগরুড়ের ছানা
১৪৩. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক ? [ ২২তম বিসিএস]
- চোখের বালি
- বলাকা
- ঘরে বাইরে
- রক্তকরবী
১৪৪. রবীন্দ্রনাথ নিচের কোন দেশে ভ্রমণ করে প্রবন্ধ লিখেন ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- সুইজারল্যান্ড
- তুরস্ক
- জাপান
- জার্মানি
১৪৫. নিচের কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম ? [ সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক : ০৭]
- কবি
- ছবি
- জীবনের জলছবি
- কাঠ কয়লার ছবি
১৪৬. ‘কালান্তর’ রবীন্দ্রনাথের কোন জাতীয় গ্রন্থ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ছোটগল্প
- প্রবন্ধ
- উপন্যাস
- কাব্য
১৪৭. রবীন্দ্রনাথ ঠাকুরের 'রক্তকরবী' কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- একটি কবিতা
- নাটক
- উপন্যাস
- ছোটগল্প
১৪৮. ‘কালের যাত্রা’ নাটকটির রচয়িতা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক (কপোতাক্ষ) : ১০ ]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- অমৃতলাল বসু
- নবীনচন্দ্র সেন
- মনোমোহন বসু
১৪৯. 'কালান্তর' শীর্ষক প্রবন্ধের রচয়িতা কে ? [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক : ১৫ ]
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
- প্রমথ চৌধুরী
- রবীন্দ্রনাথ ঠাকুর
১৫০. যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে ? [সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ০৭ ]
- হৈমন্তী
- বিলাসী
- কোরবানী
- মহেশ
১৫১. ‘পঞ্চভূত’ কার লেখা- [ সোনালী ও জনতা ব্যাংক অফিসার (আইটি) : ১৯]
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- রবীন্দ্রনাথ ঠাকুর
- হুমায়ন আহম্মেদ
- কাজী নজরুল ইসলাম
১৫২. ‘চতুরঙ্গ’ গ্রন্থ একটি- [দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক : ০৪ ]
- নাটক
- উপন্যাস
- ভ্রমণকাহিনী
- কাব্য
১৫৩. রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যেকোনটি কাব্যগ্রন্থ নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- শেষ সপ্তক
- শ্যামলী
- শেষ লেখা
- শেষের কবিতা
১৫৪. ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল - ছোটগল্প সম্পর্কে এ বক্তব্য কার ? [ উত্তরা ব্যাংক এসিস্ট্যান্ট অফিসার : ১১]
- প্রমথ চৌধুরী
- প্রমথনাথ বিশি
- প্রেমেন্দ্র মিত্র
- রবীন্দ্রনাথ ঠাকুর
১৫৫. রবীন্দ্রনাথের বিখ্যাত ‘সাজাহান’ কবিতাটি তার কোন কাব্যে স্থান পেয়েছে ? [ উপজেলা সমাজসেবা অফিসার : ০৬]
- ক্ষণিকা
- বলাকা
- চিত্রা
- পূরবী
১৫৬. রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ছিলেন না ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- শাহজাদপুর
- শিলাইদহ
- মনপুরা
- পতিশ্বর
১৫৭. ‘গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়।’ উদ্ধৃত বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘শেষের কবিতা’ উপন্যাসের কোন চরিত্রের বক্তব্য ? [ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক : ৯৯ ]
- অমিত রায়
- লাবণ্য
- শোভন লাল
- কেতকী
১৫৮. 'গোরা' উপন্যাসের লেখক কে ? [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রদর্শক : ১৩]
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- মানিক বন্দ্যোপাধ্যায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৫৯. ' ঘরে বাইরে' উপন্যাসটি কার লেখা ? [ ৩৪তম বিসিএস]
- আলাওল
- কাজী দীন মহম্মদ
- কাজী মোতাহের হোসেন
- রবীন্দ্রনাথ ঠাকুর
১৬০. 'চতুরঙ্গ'গ্রন্থটি কার রচিত ? [ পিএসসির সহকারী পরিচালক:১৬]
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- দীনবন্দু মিত্র
- বলাইচাঁদ মুখোপাধ্যায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
১৬১. ”ছিন্নপত্র” রচনাটি কোন শ্রেণীর ? [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার:১০ ]
- ছোটগল্প
- আত্মকথন
- নাটক
- রম্য রচনা
১৬২. 'রক্তকরবী' নাটকটির রচয়িতা কে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) -(শরৎ):১০]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- দ্বিজেন্দ্রলাল রায়
- ইব্রাহীম খাঁ
১৬৩. 'তাসের দেশ' নাটকটির রচয়িতা কে ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মেঘনা) : ১২ ]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- দ্বিজেন্দ্রলাল রায়
- অমৃতলাল বসু
- আকবর উদ্দীন
১৬৪. রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজী সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেন ? [সোনালী ব্যাংক সিনিয়র অফিসার :১০ ]
- শেষের কবিতা
- কালের যাত্রা
- তাসের দেশ
- বসন্ত
১৬৫. ‘রাশিয়ার চিঠি’ রবীন্দ্রনাথের কোন জাতীয় রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- পত্র
- উপন্যাস
- প্রবন্ধ
- ভ্রমণকাহিনী
১৬৬. নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা ? [ দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর সহকারী পরিচালক : ০১]
- ক্ষুধিত পাষাণ
- পদ্মগোখরা
- মাস্টার মশায়
- একটি তুলসী গাছের কাহিনী
১৬৭. রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত, সেটি কোনটি ? [সহকারী বিস্ফোরক পরিদর্শক : ০৩ ]
- বাংলাদেশের জাতীয় সংগীত
- গল্পগুচ্ছ
- সঞ্চয়িতা
- গীতাঞ্জলি
১৬৮. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম উপন্যাস কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ঘরে বাইরে
- নৌকাডুবি
- করুণা
- গোরা
১৬৯. কোনটি নাটক ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ডাকঘর
- রজনী
- গৃহদাহ
- তিথিডোর
১৭০. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গদ্য নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেছিলেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ডাকঘর
- নন্দিনী
- তীর্থযাত্রা
- কালের যাত্রা
১৭১. 'সেজুঁতি' কাব্যগ্রন্থটির রচয়িতা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- শামসুর রাহমান
- অক্ষয়কুমার বড়াল
১৭২. শেষের কবিতা কি ? কে লেখেন ? ‘শেষের কবিতা’ একটি-, ‘শেষের কবিতা’ উপন্যাসটির রচয়িতা কে ? [১০ম বিসিএস ]
- উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুর
- কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর
- গল্প, কায়কোবাদ
- প্রবন্ধ, নজরুল ইসলাম
১৭৩. ‘ঘরে-বাইরে’ উপন্যাসের মূল উপজীব্য হলো- [ জনশক্তি,কর্মসংস্থান ব্যুরোর উপ-সহকারী পরিচালক : ০১]
- ব্রিটিশ ভারতে রাজনীতি
- ইতিহাস
- প্রেম-ভালবাসা
- জমিদার-প্রজারকাহিনী
১৭৪. 'যে আছে অপেক্ষা করে, তার পরণে ঢাকাই শাড়ী, কপালে সিদুঁর-কার লেখা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- শামসুর রহমান
- আহসান হাবীব
- রবীন্দ্রনাথ ঠাকুর
- শক্তি চট্টোপাধ্যায়
১৭৫. রবীন্দ্রনাথের প্রথম কাব্য- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- জন্মদিন
- সন্ধ্যা সঙ্গীত
- প্রভাত সঙ্গীত
- আকাশ প্রদীপ
১৭৬. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হলেন- [ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিদর্শক : ০৪]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- প্রমথ চৌধুরী
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- সৈয়দ ওয়ালীউল্লাহ
১৭৭. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার : ১২]
- ২২ শে শ্রাবণ
- ২৩ শে শ্রাবণ
- ২৪ শে শ্রাবণ
- ২৫ শে শ্রাবণ
১৭৮. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন রচনাটি নাটক নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- বিসর্জন
- মুকুট
- মালিনী
- যোগাযোগ
১৭৯. কোনটি রবীন্দ্রনাথের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিপ্রসূত উপন্যাস ? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক : ১৬]
- গোরা/চার অধ্যায়
- যোগাযোগ
- চোখের বালি
- নৌকাডুবি
১৮০. ‘দেনাপাওনা’ উপন্যাস ও ‘দেনাপাওনা’ ছোটগল্পের লেখক যথাক্রমে- [বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সহকারী পরিচালক : ০৬ ]
- রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধায়
- অবনীন্দ্রনাথ ঠাকুর ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- শরৎ চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর
১৮১. রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে- [ ১৪তম বিসিএস ]
- ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
- বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষট করে
- প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী
- ভাঙার পরেই গড়ার কাজ শুরু হয়
১৮২. ‘রক্তকরবী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- নাটকের নাম
- গল্পের নাম
- উপন্যাসের নাম
- গীতিনাট্যের নাম
১৮৩. ‘গীতাঞ্জলি’ কাব্যের ভূমিকা ইংরেজিতে লিখেন কোন কবি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ডব্লিও বি ইয়েটস্
- টি এস ইলিয়ট
- মিল্টন
- শেলী/কীটস
১৮৪. 'মৃণালিনী' কার রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
- বিমল মিত্র
১৮৫. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘কালের যাত্রা’ নাটকটি নিচের কাকে উৎসর্গ করেন ? [ পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী : ১৯]
- সুভাষ চন্দ্র বসু
- লোকেন্দ্রনাথ পালিত
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- কাজী নজরুল ইসলাম
১৮৬. বাংলা গীতিকবিতার পুনর্বিকাশ ঘটে- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- সত্যেন্দ্রনাথের হাতে
- কাজী নজরুল ইসলামের হাতে
- রবীন্দ্রনাথের হাতে
- রজনীকান্ত সেনের হাতে
১৮৭. ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন ? [ ২২তম বিসিএস ]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- সত্যন্দ্রনাথ দত্ত
- কাজী নজরুল ইসলাম
- জসীম উদ্দীন
১৮৮. পারিবারিকভাবে ঐতিহ্যসূত্রে রবীন্দ্রনাথ কোন ধর্মের অনুসারী ছিলেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- হিন্দু ধর্ম
- ব্রাহ্ম ধর্ম
- সনাতন ধর্ম
- বৈষ্ণব ধর্ম
১৮৯. ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা। পংক্তিটিকোন কবির রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- গোলাম মোস্তফা
- সুফিয়া কামাল
১৯০. রবীন্দ্রনাথের ‘পুনশ্চ’ কোন ধরনের গ্রন্থ ? [তথ্য অফিসার : ০৫ ]
- কাব্যগ্রন্থ
- নাটক
- উপন্যাস
- প্রহসন
১৯১. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- যৌবনে দাও রাজঢীকা
- বই পড়া
- বাজে কথা
- সাহিত্যে খেলা
১৯২. রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্য কোনটি নাটক নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- ডাকঘর
- নলিনী
- মুক্তধারা
- নৌকাডুবি
১৯৩. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস কোন ভাষাবিদের নাম পাওয়া যায় ? [ নির্বাচন কমিশন সচিবালয়ে প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তা: ০৬ ]
- সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- সুকুমার সেন
- হরপ্রসাদ শাস্ত্রী
- পবিত্র সরকার
১৯৪. 'দেনা-পাওনা' গল্পটির রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক (খুলনা ) :০৭]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- সুনীতিকুমার চট্টোপাধ্যায়
১৯৫. রবীন্দ্রনাথ রচিত সর্বশেষ ছোটগল্প কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- কঙ্কাল
- ল্যাবরেটরী
- নষ্টনীড়
- স্ত্রীর পত্র
১৯৬. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- চোখের বালি
- বৌঠাকুরানীর হাট
- শেষের কবিতা
- গোরা
১৯৭. বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতার নাম কি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- শামসুর রহমান
- আল মাহমুদ
১৯৮. রবীন্দ্রনাথের ‘সোনারতরী’ কবিতা কোন ছন্দে রচিত ? [ ৩০তম বিসিএস ]
- স্বরবৃত্ত
- অক্ষরবৃত্ত
- মন্দাক্রান্তা
- মাত্রাবৃত্ত
১৯৯. 'জীবিত ও মৃত' রবীন্দ্রনাথের কোন জাতীয় ছোটগল্প ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- প্রেমের
- সামাজিক
- অতিপ্রাকৃত
- প্রাকৃত
২০০. কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘নাইট’ উপাধি বর্জন করেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে
- বঙ্গভঙ্গের প্রতিবাদে
- ইংরেজদের অত্যাচারের প্রতিবাদে
- নীলকর সাহেবদের অত্যাচারের প্রতিবাদে
২০১. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ রচিত ---- [ ১০তম বিসিএস]
- কবিতার নাম
- গল্প সংকলনের নাম
- উপন্যাসের নাম
- কাব্য সংকলনের নাম
২০২. 'হিং টিং ছট' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর এর কোন কাব্যগ্রন্থ হতে নেয়া হয়েছে ? [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা(NSI) সহকারী পরিচালক: ১৫ ]
- ভানুসিংহের পদাবলী
- কবি-কাহিনী
- চিত্রাঙ্গদা
- সোনার তরী
২০৩. রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি লাভ করেন কত সালে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ১৯১৩ সালে
- ১৯১৫ সালে
- ১৯১৭ সালে
- ১৯১৮ সালে
২০৪. ’শেষের কবিতা’ উপন্যাস হলে ‘শেষ লেখা’ কি ? [ সোনালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৪ ]
- উপন্যাস
- কাব্য
- কাব্য
- ছোটগল্প
২০৫. রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- নটীর পূজা
- চিত্রাঙ্গদা
- শ্যামা
- সবগুলো
২০৬. রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি ? [সহকারী থানা শিক্ষা অফিসার : ১৬ ]
- পরিশেষ
- শেষ লেখা
- জন্মদিনে
- পুনশ্চ
২০৭. বিদায় অভিশাপ কবিতাটি কার লেখা ? [ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠকর্মী: ১৪]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- মাইকেল মধুসূদন দত্ত
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- কায়কোবাদ
২০৮. কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- গীতাঞ্জলি
- সোনার তরী
- দোলনচাঁপা
- মানসী
২০৯. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘পূরবী’ কাব্য কাকে উৎসর্গ করেছিলেন ? [ সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক : ০৭]
- মৈত্রেয়ী দেবী
- হেমন্তবালা দেবী
- ভিক্টোরিয়া ওকামপো
- কাদম্বরী দেবী
২১০. আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান! না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এ উদ্ধৃতাংশটুকু কোন কবির রচনা ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (পদ্মা) : ০৯ ]
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- সুকান্ত ভট্টাচার্য
- কবি গোলাম মোস্তফা
২১১. ‘নমো নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি’ উদ্ধৃতাংশের লেখক- [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক: ৯৯]
- বঙ্কিমচন্দ্র
- সুফিয়া কামাল
- জীবনানন্দ দাশ
- রবীন্দ্রনাথ
২১২. ‘আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এ ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।’- পঙ্ক্তিটির রচয়িতা কে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( খুলনা):০৬]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- মোজাম্মেল হক
- মোহিতলাল মজুমদার
২১৩. ‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।’ চরণ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতায় উল্লেখ আছে ? [ ১০ম বিজেএস : ১৬ ]
- সোনার তরী
- নূতন
- প্রাণ
- পুরাতন
২১৪. ‘এ যে দুর্লভ, এ যে মানবী, ইহাররহস্যের কি অন্ত আছে?’ এই উক্তিটি কার ? [ কর্মসংস্থান ব্যাংক এসিস্ট্যান্ট অফিসার : ০১]
- প্রমথ চৌধুরী
- রবীন্দ্রনাথ ঠাকুর
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২১৫. ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরেন নাই’ উক্তিটি কোন গল্প লেখকের ? [পল্লী উন্নয়ন কর্মকর্তা: ০৬ ]
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়
- মানিক বন্দোপাধ্যায়
- বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
২১৬. ‘শিশুরাজ্যে এই মেয়েটি একট ছোটখাট বর্গির উপদ্রব বলিলে হয়’। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ ? [ ২৭তম বিসিএস ]
- একরাত্রি
- শুভা
- সমাপ্তি
- পোস্টমাস্টার
২১৭. “কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল”- উদ্ধৃতাংশটি রবি ঠাকুরের কোন গল্প থেকে নেয়া হয়েছে ? [ এলজিইডির সহকারী পরিচালক : ০৫ ]
- শেষের কথা
- করুণা
- কাবুলিওয়ালা
- হৈমন্তী
২১৮. ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ’-কার উক্তি ? [ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপ-আঞ্চলিক ব্যবস্থাপক : ১৩]
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- মীর মোশাররফ হোসেন
- রবীন্দ্রনাথ ঠাকুর
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২১৯. ‘সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না’ বলেছেন- [ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা : ০৩]
- শরৎচন্দ্র
- নজরুল ইসলাম
- বঙ্কিমচন্দ্র
- রবীন্দ্রনাথ
২২০. ‘আমরা সবাই রাজা আামদের এই রাজার রাজত্বে’ এই পঙ্ক্তিটির রচয়িতা কে ? [ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক : ১৩]
- কাজী নজরুল ইসলাম
- সত্যেন্দ্রনাথ দত্ত
- সিকানদার আবু জাফর
- রবীন্দ্রনাথ ঠাকুর
২২১. ‘যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই’- উক্তিটি কোন লেখকের লেখা প্রবন্ধে পাওয়া যায় ? [ আমদানি রপ্তানি অধিদপ্তরের নির্বাহী অফিসার : ০৭ ]
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
- মোহাম্মদ বরকতুল্লাহ
- মোতাহের হোসেন চৌধুরী
২২২. ’হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগো রে ধারে-- এই ভারতের মহামানবের সাগরতীরে ।’ চরণগুলো কার রচিত ? [ ৭ম বিজেএস(সহকারী জজ):১২ ]
- কাজী নজরুল ইসলাম
- সত্যেন্দ্রনাথ দত্ত
- রবীন্দ্রনাথ ঠাকুর
- প্রফুল্লচন্দ্র রায়
২২৩. ' ও আমার দেশের মাটি , তোমার ' পরে ঠেকাই মাথা'- পংক্তিটির লেখক কে ? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার : ১২]
- দীনবন্ধু মিত্র
- রবীন্দ্রনাথ ঠাকুর
- দ্বিজেন্দ্রলাল রায়
- কাজী নজরুল ইসলাম
২২৪. 'বৈরাগ্য সাধনে--- সে আমার নয়।' শূন্যস্থান পূরণ করুন। [ ১১তম বিসিএস]
- আনন্দ
- মুক্তি
- বিশ্বাস
- আশ্বাস
২২৫. ”আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর”-এই শাশ্বত বাণী রচনা করেছেন কে ? [ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার:১৬]
- নজরুল
- রবীন্দ্রনাথ
- রজনীকান্ত
- অতুলপ্রসাদ
২২৬. ’যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম । এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে ।’ এই উক্তিটি কোনটির অন্তর্গত ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৮ ]
- বিলাসী
- হৈমন্তী
- অর্ধাঙ্গিনী
- বৈকালী
২২৭. ‘এ যে দুর্লভ, এ যে মানবী, ইহাররহস্যের কি অন্ত আছে ?’ এই উক্তিটি কার ? [কর্মসংস্থান ব্যাংক এসিস্ট্যান্ট অফিসার : ০১ ]
- প্রমথ চৌধুরী
- রবীন্দ্রনাথ ঠাকুর
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২২৮. ’কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই।’ -এ বাক্যে যে গল্পে রয়েছে তার নাম - [রুপালী ব্যাংক জুনিয়র অফিসার : ১৩ ]
- শাস্তি
- জীবিত ও মৃত
- মেঘ ও রৌদ্র
- মধ্যবর্তিনী
২২৯. ”আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যাহা অনুশীলন করি, তাহা বিশ্বাস করি না”-- এ উক্তিটি করেন-- [উপজেলা/থানা শিক্ষা অফিসার:১০ ]
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- অরুন্ধতী রায়
- রাজা রামমোহন রায়
২৩০. “কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যা বেলায় দ্বীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো”- বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্বৃত ? [ ৪০তম বিসিএস]
- নৌকাডুবি
- চোখের বালি
- যোগাযোগ
- শেষের কবিতা
২৩১. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত শিক্ষা বিষয়ক গ্রন্থ ? [পিটিআই ইন্সট্রাক্টর :১৯ ]
- শিক্ষাতত্ত্ব
- শিক্ষার বুনিয়াদ
- শিক্ষার রুপরেখা
- শিক্ষার হেরফের
২৩২. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে: [৩৯তম বিসিএস (বিশেষ) ]
- বৈকুণ্ঠের খাতা
- জামাই বারিক
- বিবাহ-বিভ্রাট
- হিতে বিপরীত
২৩৩. 'পোস্টমাস্টার' ছোট গল্পের রচয়িতা কে ? [কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রধান সহকারী: ২১ ]
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- বিহারীলাল
- রবীন্দ্রনাথ ঠাকুর
২৩৪. T.S. Eliot এর 'The Journey of the Magi' কবিতার রবীন্দ্রনাথ ঠাকুরকৃত অনূদিত রূপ হলো- [বাংলাদেশ ব্যাংকের অফিসার: ১৯ ]
- পুনশ্চ
- তীর্থযাত্রী
- বাশী
- জীবনদেবতা
২৩৫. রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কোনটি ? [ পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট: ২০]
- আদুরে
- আমাদের ছোট নদী
- জননী
- কবর
২৩৬. রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্যকাব্য কোনটি ? [মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রদর্শক: ২১/ পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জুনিয়র ইন্সট্রাক্টর: ২০ ]
- পুনশ্চ
- বলাকা
- সোনারতরী
- ক্ষণিকা
২৩৭. কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় ? [সিনিয়র স্টাফ নার্স:২৩ ]
- শেষের কবিতা
- শেষ বিকেলের মেয়ে
- সোনার তরী
- নৌকাডুবি
২৩৮. যোগাযোগ' উপন্যাসের রচয়িতা কে ? [দুদকের উপ-সহকারী পরিচালক: ২০ ]
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
- বনফুল
- রবীন্দ্রনাথ ঠাকুর
২৩৯. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয় ? [ বাংলাদেশ ব্যাংকের ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর: ২০ ]
- রক্তকরবী
- পুনশ্চ
- ডাকঘর
- চিত্রাঙ্গদা
২৪০. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৃত্যনাট্য কোনটি ? [ জনতা ব্যাংকের অফিসার (ক্যাশ): ২০ ]
- তাসের দেশ
- চণ্ডালিকা
- রক্তকরবী
- ডাকঘর
২৪১. 'ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু' গানটির রচয়িতা কে ? [ গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক: ২৩/এনআরবিসি ব্যাংকের প্রবেশনারী অফিসার: ২১ ]
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- হাছন রাজা
- লালন শাহ
২৪২. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় ? [ সিনিয়র স্টাফ নার্স: ২১]
- অগ্নিবীণা
- সোনার তরী
- চিত্রা
- বলাকা
২৪৩. বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি ? [ ৪১তম বিসিএস]
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শেষ প্রশ্ন'
- রবীন্দ্রনাথ ঠাকুরের 'চোখের বালি'
- কাজী নজরুল ইসলামের 'কুহেলিকা'
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কপালকুণ্ডলা'
২৪৪. নিচের কোন গ্রন্থটি অন্যদের থেকে আলাদা ? [ বেপজার সহকারী ব্যবস্থাপক: ২১]
- সোনার তরী
- দোলন চাঁপা
- মানসী
- শেষের কবিতা
২৪৫. 'মানসী' কাব্যগ্রন্থের রচয়িতা কে ? [ এনএসআই এর কম্পিউটার অপারেটর: ২১]
- মাইকেল মধুসূদন দত্ত
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- জীবনানন্দ দাশ
২৪৬. তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার / জনমে জনমে যুগে যুগে অনিবার।'- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ ? [ ৪৩তম বিসিএস ]
- অনন্ত প্রেম
- উপহার
- ব্যক্ত প্রেম
- শেষ উপহার
২৪৭. 'চিত্রা' রবীন্দ্রনাথের একটি- [বেসামরিক বিমান চলাচলের ইন্সপেক্টর: ২১ ]
- উপন্যাস
- নাটক
- প্রবন্ধ
- কাব্যগ্রন্থ
২৪৮. ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রথম বক্তৃতা করেন- [ পিএসসি'র সিনিয়র ইন্সট্রাক্টর: ২১ ]
- ১৯২৬ সালের ১০ ফেব্রুয়ারি
- ১৯২৮ সালের ১০ এপ্রিল
- ১৯৩০ সালের ১০ মে
- ১৯৩২ সালের ১০ আগস্ট
২৪৯. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ ? [ বেসামরিক বিমান চলাচলের এরোড্রাম ফায়ার লিডার: ২১]
- শেষ প্রশ্ন
- শেষ কথা
- গীতাঞ্জলি
- শেষের কবিতা
২৫০. 'ব্যক্ত প্রেম' ও 'গুপ্ত প্রেম' কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ? [ ৪৪তম বিসিএস ]
- খেয়া
- মানসী
- কল্পনা
- সোনার তরী
২৫১. 'অভীক' রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক ? [ ৪৪তম বিসিএস]
- নষ্টনীড়
- নামঞ্জুর গল্প
- রবিবার
- ল্যাবরেটরি
২৫২. 'অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে'- এখানে 'ছায়া' বলতে কী বোঝানো হয়েছে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক: ২২]
- জন্মভূমির আশ্রয়
- মায়ের কোল
- জন্মভূমির প্রকৃতি
- গাছের ছায়া
২৫৩. বাংলাদেশের জাতীয় সংগীত ’আমার সোনার বাংলা আমি তোমায় ...’ রচিত হয় বাংলা কোন সনে ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা: ২২]
- ১৩১০
- ১৩১৫
- ১৩১২
- ১৩১৪
২৫৪. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধগ্রন্থ ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা: ২২ ]
- কালান্তর
- ডাকঘর
- বলাকা
- চিত্রা
২৫৫. বাংলাদেশের কোন স্মৃতি বিজড়িত এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির জন্য ঘুরে বেড়ান ? [সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ): ২২ ]
- কালিগ্রাম
- সখিপুর
- টুনিরহাট
- ব্যারিস্টার বাজার
২৫৬. 'গীতাঞ্জলি' কাব্যের ইংরেজি অনুবাদ করেন কে ? [ স্থলবন্দর কর্তৃপক্ষের ক্যাশিয়ার: ২২/ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ২২ ]
- জীবনানন্দ দাশ
- সত্যেন্দ্রনাথ দত্ত
- হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
২৫৭. 'মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে' ছড়াটি কার রচনা ? [ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার: ২৩/ বিএডিসি'র সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা: ২২]
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- সুফিয়া কামাল
- জীবনানন্দ দাশ
- রবীন্দ্রনাথ ঠাকুর
২৫৮. 'বলাকা' কাব্য লিখেছেন- [ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২২ ]
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
২৫৯. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন ? [ সমন্বিত ৯ ব্যাংকের অফিসার: ২২ ]
- ১৯১৮
- ১৯২৬
- ১৯৩২
- ১৯৩৬
২৬০. 'জাপান যাত্রী' এর রচয়িতা কে ? [ সিজিএ এর অডিটর: ২২]
- জসীমউদ্দীন
- রবীন্দ্রনাথ ঠাকুর
- ইব্রাহীম খাঁ
- আহমদ ছফা
২৬১. ’এ ধরার মাঝে তুলিয়া নিনাদ চাহি নে করিতে বাদ প্রতিবাদ।’ কোন কবির উক্তি ? [ আবহাওয়া অধিদপ্তরের অধীন সহকারী আবহাওয়াবিদ: ০০]
- সত্যেন্দ্রনাথ দত্ত
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- শামসুর রাহমান
২৬২. রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থ কোনটি ? [ স্থলবন্দর কর্তৃপক্ষের ক্যাশিয়ার: ২২ ]
- ছায়ানট
- কালান্তর
- গৃহদাহ
- পল্লীসমাজ
২৬৩. কোনটি উপন্যাস ? [ স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা: ২২ ]
- শেষের কবিতা
- বলাকা
- ডাকঘর
- কালান্তর
২৬৪. কোন কাব্যগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের ? [ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার: ২২]
- মানসী, ক্ষণিকা, বলাকা
- সোনারতরী, প্রভাতসংগীত, নাম রেখেছি কোমল গান্ধার
- চিত্রা, চৈতালি, চিনে নেওয়াক্ষণ
- পূরবী, বীরাঙ্গনা, নন্দিনী
২৬৫. রবীন্দ্রনাথের কোন ছোট গল্পটি উপন্যাসের পর্যায়ে পড়ে ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার: ২২]
- পোস্টমাস্টার
- খোকাবাবুর প্রত্যাবর্তন
- ছুটি
- নষ্টনীড়
২৬৬. বাংলাদেশের 'জাতীয় সংগীত' রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেয়া হয়েছে ? [ বিএডিসি'র উপ-সহকারী প্রকৌশলী: ২২]
- বনফুল
- সোনার তরী
- সন্ধ্যা সংগীত
- গীতবিতান
২৬৭. বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্ররচনা- [বিআরডিবি'র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা: ২২ ]
- মুকুট
- ছিন্নপত্র
- ভাঙারগান
- রাজর্ষি
২৬৮. বাংলা সাহিত্যের নোবেল বিজয়ী- [ইসলামী ব্যাংকের ফিল্ড অফিসার: ২২ ]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২৬৯. ’যেতে নাহি দিব! হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।’-এই চরণ দুইটি কোন কবির রচনা ? [ স্থলবন্দর কর্তৃপক্ষের ক্যাশিয়ার: ২২ ]
- মাইকেল মধুসূদন দত্ত
- বিহারীলাল চক্রবর্তী
- রবীন্দ্রনাথ ঠাকুর
- সত্যেন্দ্রনাথ দত্ত
২৭০. 'শেষের কবিতা' কি ধরনের রচনা ? [খাদ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী: ২২ ]
- কাব্যগ্রন্থ
- নাট্যকাব্য
- উপন্যাস
- প্রবন্ধগ্রন্থ
২৭১. রবীন্দ্রনাথ ঠাকুর 'সোনার তরী' কোথায় রচনা করেন ? [ সওজের কার্য সহকারী: ২২]
- শাহজাদপুর
- শিলাইদহ
- পতিসর
- জোড়াসাঁকো
২৭২. 'দুই বিঘা জমি' কবিতাটি কার লেখা ? [ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী: ২২ ]
- কাজী নজরুল ইসলাম
- মাইকেল মধুসূদন দত্ত
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কায়কোবাদ
২৭৩. রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন ? [৪৫তম বিসিএস ]
- ১০ বছর
- ১২ বছর
- ১৪ বছর
- ১৬ বছর
২৭৪. 'বাজে কথা' রবীন্দ্রনাথের কোন গ্রন্থের অন্তর্গত ? [ জাতীয় সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২৩ ]
- লিপিকা
- কালান্তর
- বিচিত্র প্রবন্ধ
- সাহিত্য
২৭৫. রবীন্দ্রনাথ রচিত 'কাবুলিওয়ালা' গল্পে কাবুলিওয়ালার নিজ দেশ কোনটি ? [ স্বাস্থ্য অধিদপ্তরের টেকনোলজিস্ট : ২৩ ]
- কাশ্মীর
- তিব্বত
- আফগানিস্তান
- উজবেকিস্তান
২৭৬. 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন ? [ পিএসসি'র জুনিয়র ইন্সট্রাক্টর: ২৩ ]
- প্রাচীন যুগ
- আধুনিক যুগ
- মধ্যযুগ
- অন্ধকার যুগ
২৭৭. রবীন্দ্রনাথের 'বলাকা' কাব্যে ব্যবহৃত ছন্দের নাম: [ পিএসসি'র জুনিয়র ইন্সট্রাক্টর: ২৩ ]
- মুক্তক ছন্দ
- স্বরবৃত্ত ছন্দ
- গদ্য ছন্দ
- মন্দাক্রান্তা ছন্দ
২৭৮. নিচের কোনটি নাটক ? [ পিএসসি'র জুনিয়র ইন্সট্রাক্টর: ২৩ ]
- গড্ডলিকা
- রক্তকরবী
- সিন্ধু হিন্দোল
- কালান্তর
২৭৯. “হৈম কে আমি লইয়া যাইব”- কে বলেছিল ? [ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যসহকারী: ২৩]
- হৈমন্তীর স্বামী
- হৈমন্তীর বাবা
- দিদিমা
- বনমালী বাবু
Tags:
বাংলা সাহিত্য