Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

'কবি সাহিত্যিকের উপাধি' থেকে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সমূহ!

 💥 কবি সাহিত্যিকের উপাধি

🍁 প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে? [৪৫ তম বিসিএস] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

❐ চারণ কবি হিসেবে বিখ্যাত কে? [৪১ তম বিসিএস-২০২১] ➺ মুকুন্দ দাস

❐ বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে? [১১তম বিসিএস] ➺ বিহারীলাল চক্রবর্তী

❐ বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' বলা হয় কাকে? [পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১১] ➺ বিহারীলাল চক্রবর্তী

❐ রূপসী বাংলার কবি – [১২তম বিসিএস] ➺ জীবনানন্দ দাশ

❐ ড. মুহাম্মদ শহীদুল্লাহ প্রধানত কোন ধরনের ব্যক্তিত্ব ছিলেন? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার-২০১২] ➺ ভাষাতত্ত্ববিদ

❐ কাকে বাংলা গদ্যের জনক বলা হয়? [পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর সহকারী] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কল্পনা কমকর্ত ২০১২] ➺ ৪. বাংলা গদ্যের ‘যথার্থ শিল্পী' বল হয় কাকে? [স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৭] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।

❐ ‘নাগরিক কবি' কার উপাধি? [গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক-২০১৮] ➺ শামসুর রাহমান ।

❐ বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে? [হিসাব-মহানিয়ন্ত্রক (সিজিএ), অডিটর - ২০২০] ➺ ভারতচন্দ্র রায়। (আধুনিক নাগরিক কবি বলা হয় সমর সেন কে। নাগরিক কবি বলা হয় শামসুর রহমান কে ।)

❐ কবিকঙ্কণ কার উপাধি? [শ্রম মন্ত্রণালয়ের সহকারী পরিচালক-২০০৫] ➺ মুকুন্দরাম চক্রবর্তী।

❐ ‘পল্লীকবি' কোন কবিকে বলা হয়? [পোস্টমাস্টার জেনারেল উত্তরাঞ্চল, রাজশাহী-৬২০৩; পোস্টম্যান-২০২২] ➺ জসীমউদ্দীন

❐ বাংলা সাহিত্যের পল্লীকবি কে? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক-২০১০] ➺ জসীমউদ্দীন

❐ বাংলা সাহিত্যে কাকে ‘ছন্দের জাদুকর' বলা হয়? [বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিভিন্ন পদ-২০১৮] ➺ সত্যেন্দ্রনাথ ঠাকুর ।

❐ বাংলা সাহিত্যে ‘ছন্দের জাদুকর’ কার উপাধি? [পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা-২০১৮] ➺ সত্যেন্দ্রনাথ দত্ত।

❐ সাহিত্য সম্রাট কার উপাধি? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2006] ➺ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

❐ ‘সাহিত্য সম্রাট' উপাধিতে সমধিক পরিচিত - [দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর বিভাগীয় সহকারী-২০১৯] ➺ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

❐ বাংলা সাহিত্যের আধুনিকতার জনক কে? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2004] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ বাংলা গদ্যের জনক কে? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2004] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

❐ আধুনিক বাংলা উপন্যাসের জনক কে? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2004] ➺ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

❐ বাংলা ছোটগল্পের জনক কাকে বলা হয়? [নির্বাচন কমিশন সচিবালয় এর উচ্চমান সহকারী-২০১৮] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর

❐ ‘যুগসন্ধিক্ষণের কবি' হিসেবে পরিচিত কে? [বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (ব্রিজ)-২০১৮] ➺ ঈশ্বরচন্দ্র গুপ্ত ।

❐ বাংলা সাহিত্যের যুগসন্ধিক্ষণের কবি কে? [সিভিল সার্জন কার্যালয়, কুমিল্লা এর স্বাস্থ্য সহকারী-২০২৪] ➺ ঈশ্বরচন্দ্র গুপ্ত

❐ জননী সাহসিকা কাকে বলা হয়? [শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর হিসাব রক্ষক-২০২১] ➺ সুফিয়া কামাল

❐ কোন লেখক ‘জননী সাহসিকা' বলে পরিচিত? [স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নকশাকার ড্রাফটসম্যান)-২০২২] ➺ সুফিয়া কামাল ।

❐ বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন কে? [পোস্টমাস্টার জেনারেলের, উত্তরাঞ্চল, রাজশাহী-6203; উচ্চমান সহকারী-২০২২] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক - [সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার-২০১০] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ অমিত্রাক্ষর ছন্দের প্রবতর্ক কে? [মহিলা ও শিশুবিষয়ক মন্ত্র লিনেক অধীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা-২০১৬] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেন কে? [৩৯ তম বিসিএস] ➺ বুদ্ধদেব বসু

❐ নির্জনতম কবি বলে পরিচিত – [বিভিন্ন মন্ত্রণালয় এর ব্যক্তিগত কর্মকর্তা-২০২২] ➺ জীবনানন্দ দাশ ।

❐ বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? [বিশেষ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১০] ➺ প্রমথ চৌধুরী

❐ বাংলাদেশে কাকে সব্যসাচী লেখক বলা হয়? [বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর (অফিস সহকারী)-২০২১] ➺ সৈয়দ শামসুল হক

❐ বাংলাদেশের বর্তমান সাহিত্যাঙ্গনে সব্যসাচী লেখক কাকে বলা হয়? [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার-2009] ➺ সৈয়দ শামসুল হক

❐ ‘বাংলা সাহিত্যে তিনি একজন সব্যসাচী লেখক' বাক্যে সব্যসাচী বলতে কি বোঝানো হয়েছে? [বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, ১৩-১৬তম গ্রেড এর কর্মচারী-২০১৯] ➺ দুই হাতেই সমান দক্ষতায় লিখতে পারেন।

❐ ‘বাংলার মিল্টন' বলা হয় কোন লেখককে? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর হিসাবরক্ষক-২০১৯] ➺ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ।

❐ বাংলার মিল্টন' কোন কবির উপাধি? [বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (সহকারী পরিচালক)-২০২০] ➺ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ।

❐ ‘রায়গুণাকর’ কার কাব্য উপাধি - [তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ প্রশিক্ষণ সহকারী পরিচালক-২০০১] ➺ ভারতচন্দ্র।

❐ 'রায়গুনাকর' উপাধি কে লাভ করেন? [বাংলাদেশ রেলওয়ে এর উপসহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৬] ➺ ভারতচন্দ্র রায়

❐ ‘তিমির হননের কবি' উপাধিটি কার? [বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট-২০১৯] ➺ জীবনানন্দ দাশ ।

❐ ‘কাব্য সুধাকর’ কার উপাধি? [স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার-২০১৮] ➺ গোলাম মোস্তফা ।

❐ বাংলাদেশে ইসলামি রেনেসাঁর কবি কাকে বলা হয়? [বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি. এর এডমিন অ্যাসিস্ট্যান্ট-২০২৩] ➺ ফররুখ আহমদ

❐ আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি – [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার-2005] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কে? [খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক/অফিস সকার রক্ষা কম্পিউটার মুদ্রাক্ষরিক-২০১২] ➺ কাজী নজরুল ইসলাম

❐ “মরমী কবি” বলা হয় কাকে? [খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক-২০১১)] ➺ হাছন রাজা

❐ মরমী কবি কে? [সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী-২০১০] ➺ হাসন রাজা

❐ বাংলা সাহিত্যে কিশোর কবি কার উপাধি? [বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এর সহকারী ব্যবস্থাপক-২০১৮] ➺ সুকান্ত ভট্টাচার্য ।

❐ 'কিশোর কবি' কার উপাধি? [কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর মিটার রিডার কাম মেসেঞ্জার-২০২৪] ➺ সুকান্ত ভট্টাচার্য

❐ কে বহু ভাষাবিদ পন্ডিত ও গবেষক ছিলেন? [পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর পরিবারকল্যাণ পরিদর্শিকা (FWV) প্রশিক্ষণার্থী-২০১৩] ➺ ড. মুহাম্মদ শহীদুল্লাহ] ➺

❐ ড. মুহম্মদ শহীদুল্লাহ'র উপাধি কোনটি? [বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হিসাব করণিক-২০১৮] ➺ ভাষাবিজ্ঞানী।

❐ বাংলা সাহিত্যের “দুঃখবাদী কবি” কে? [দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক-২০১৩] ➺ যতীন্দ্রনাথ সেনগুপ্ত

❐ কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (ডেলটা)-২০১৪] ➺ রায় গুণাকর ।

❐ বাংলা সাহিত্যের দিকপাল, যার উপাধি সঠিক নয়? [বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB) এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা-২০০৬] ➺ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-সাহিত্য কবি সম্রাট।

❐ "দত্তকুলোদ্ভাব" কবি কে? [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার-2009] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ বাংলাদেশের জাতীয় কবির নাম? [বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB) এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা-২০০৬] ➺ কাজী নজরুল ইসলাম ।

❐ বহুভাষাবিদ পণ্ডিত বলতে কার নাম প্রথমে মনে আসে – [সম্বনিত ৪ ব্যাংক এর সিনিয়র অফিসার: ৯৯] ➺ শহীদুল্লাহ

❐ বিহারীলাল চক্রবর্তীকে কে ভোরের পাখি বলেছেন? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার-২০১২] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর

❐ বাংলা সাহিত্যে সাহিত্য বিশারদ কার উপাধি? [সহকারী পরিচালক (পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন)-২০০৩] ➺ আবদুল করিম ।

❐ বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করেছেন কে? [নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর এর মিডওয়াইফ-২০২০] ➺ বেগম রোকেয়া

❐ বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি – [পরিকল্পনা মন্ত্রণালয়ের ডাটা প্রসেসিং অপারেটর-২০০২] ➺ বেগম সুফিয়া কামাল ।

❐ বাংলা সাহিত্যে 'স্বভাব কবি' হিসেবে পরিচিত – [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার-2005] ➺ গোবিন্দচন্দ্র দাস

❐ বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি’ বলা হয় কাকে? [বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর স্টোরকিপার-২০১৭] ➺ গোবিন্দ দাস

❐ কোন কবির উপাধি “কবি কন্ঠহার” [সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার-২০০ বিদ্যাপতি

❐ বাংলা সাহিত্যে ক্লাসিক কবি কার উপাধি? [অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার ২০১৭] ➺ সুধীন্দ্রনাথ দত্ত

❐ বাংলা সাহিত্যে বিদ্রোহী কবির উপাধি কে পেয়েছেন? [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা-২০১৮] ➺ কাজী নজরুল ইসলাম

❐ বাংলা নাট্য সাহিত্যে 'নাট্যকার্য' কার উপাধি? [পিএসসি পিটিআই এর শিক্ষক-২০১৯] ➺ সেলিম আল দীন

❐ চন্ডীমঙ্গল কাব্যের প্রণেতা মুকুন্দরায়ের উপাধি ছিল-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর সহকারী প্রোগ্রামার-২০২০] ➺ কবিকঙ্কন

❐ হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী? [৪৩ তম বিসিএস] ➺ মহামহোপাধ্যায়

❐ 'বাহরাম খান' এর উপাধি কোনটি? [পররাষ্ট্র মন্ত্রণালয় এর সুপারিনটেনডেন্ট-২০২৪] ➺ দৌলত উজির

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...