Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

'বাংলা সাহিত্যের মধ্যযুগ' থেকে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা ৬০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর!

 💥 মধ্যযুগ


 

🍁 বাংলা ভাষার মধ্যযুগ – [তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ প্রশিক্ষণ সহকারী পরিচালক-২০০১] ➺ ১২০১ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ ।

❐ বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটি? [জনপ্রশাসন মন্ত্রণালয়'র প্রশাসনিক কর্মকর্তা-২০১৬] ➺ ১২০১-১৮০০ খ্রি.

❐ ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল – [১০ম প্রভাষক নিবন্ধন পরীক্ষা-২০১৪] ➺ ফারসি

❐ মধ্যযুগের বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা রাখে – [ঢাকা বিশ্ববিদ্যালয় চ ইউনিট: ২১-২২] ➺ মোগল ও পাঠানরা

❐ মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করে — [যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক: ৯৯] ➺ পাঠান সুলতানগণ


 

💥 শ্রীচৈতন্যদেব


 

🍁 চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনীকাব্য রচনা করেন- [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2006] ➺ বৃন্দাবন দাস

❐ মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? [মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা-২০০৭] ➺ শ্রী চৈতন্যদেব

❐ চৈতন্য দেব ছিলেন [বাংলাদেশ রেলওয়ে এর উপ-সহকারী প্রকৌশলী-২০১৩] ➺ বৈষ্ণব ধর্মের প্রচারক

❐ চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে? [বাংলাদেশ রেলওয়ে এর উপ-সহকারী প্রকৌশলী-২০১৩] ➺ কৃষ্ণদাস কবিরাজ

❐ শ্রীচৈতন্যদেব কেন বিখ্যাত? [কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক-২০১৩] ➺ বৈষ্ণব ধর্মের প্রবর্তক

❐ মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক এর প্রভাব অপরিসীম? [৩৬ তম বিসিএস] ➺ শ্রীচৈতন্যদেব

❐ ‘চৈতন্য-ভগবত' রচনা করেন কে? [বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-২০১৯] ➺ বৃন্দাবন দাস ৷

❐ জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? [৪১ তম বিসিএস-২০২১] ➺ শ্রীচৈতন্যদেব

❐ শ্রী চৈতন্যদেবের জীবনীগ্রন্থ 'চৈতন্যমঙ্গল' এর লেখক কে? [পেট্রোবাংলা এর বিভিন্ন পদ-২০২৪] ➺ বৃন্দাবন দাস


 

💥 মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতা


 

🍁 বাংলার কোন সুলতানের সঙ্গে ইরানের কবি হাফিজের পত্রালাপ হয়েছিল? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ-২০০৭] ➺ গিয়াস উদ্দীন আযম শাহ

❐ 'আইন-ই-আকবরী' গ্রন্থের রচয়িতা – [বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর সিনিয়র অফিসার-২০২১] ➺ আবুল ফজল

❐ কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী অফিসার: ৯৯] ➺ গিয়াস উদ্দিন আজম শাহ

❐ ‘আকবরনামা’ গ্রন্থের রচয়িতা কে? [রাবি এ ইউনিট:২০-২১] ➺ আবুল ফজল

❐ বাংলায় কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদের অনুরোধ জানান – [জবি খ ইউনিট: ০৭-০৮] ➺ গিয়াসউদ্দিন আজম শাহ

❐ কোন কবি হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেন? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক: ৯৯] ➺ মালাধর বসু

❐ বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক – [প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা-২০০৪] ➺ আলাউদ্দিন হোসেন শাহ ।

❐ আলাউদ্দীন হুসেন শাহ বাংলা সাহিত্যে কী কারণে খ্যাতিমান? [কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক-২০১৩] ➺ অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য

❐ মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্বপুর্ন ভূমিকা রয়েছে? [জনপ্রশাসন মন্ত্রণালয়'র ব্যক্তিগত কর্মকর্তা-২০১৬] ➺ আলাউদ্দিন হুসেন শাহ


 

💥 রাজসভার সমসাময়িক বিভিন্ন কবি


 

🍁 আলাওল কোন রাজসভার কবি ছিলেন? [রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী-২০১৭] ➺ রোসাঙ্গ ।

❐ কবি আলাওল কোন রাজ দরবারের কবি ছিলেন? [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা-২০১৮] ➺ রোসাঙ্গ ।

❐ রোসাঙ্গ-রাজসভার পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছে-[কারিগরি শিক্ষা অধিদপ্তর এর ইন্সট্রাক্টর-২০২৩] ➺ পদ্মাবতী

❐ আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন – [ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা-২০০৩] ➺ আলাওল ।

❐ মহাকবি আলাওল কোন যুগের কবি? [পরিবেশ অধিদপ্তরের সহ-পরিচালক ও রিসার্স অফিসার-২০০৭] ➺ মধ্যযুগের

❐ আলাওল কোন রাজসভার কবি ছিলেন? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১১] ➺ আরাকান রাজসভা

❐ কোন দুজন আরাকান রাজসভার কবি? [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (দানিয়ুব)-২০১৩] ➺ মহাকবি আলাওল ও দৌলত কাজী।

❐ মহাকবি আলাওল কোন যুগের কবি? [বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার-২০১৭] ➺ মধ্য যুগ ।


 

💥 কৃষ্ণনগর রাজসভা


 

🍁 ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি? [২৬ তম বিসিএস] ➺ কৃষ্ণনগর রাজসভা

❐ কবি ভারতচন্দ্র সভাকবি ছিলেন - [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১] ➺ রাজা কৃষ্ণচন্দ্রের

❐ কবি ভারতচন্দ্রকে ‘রায়গুণাকর’ উপাধি দিয়েছিলেন কে? [বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৭] ➺ রাজা কৃষ্ণচন্দ্র ।

❐ মধ্যযুগের শেষ্ঠ কবি হলেন - [৬ষ্ঠ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-২০১১] ➺ ভারতচন্দ্র রায় গুণাকর

❐ বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ কবি কে? [প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়েল উপসহকারী পরিচালক-২০১৭] ➺ ভারতচন্দ্র রায় ।


 

💥 অন্ধকার যুগ ·


 

🍁 বাংলা সাহিত্যের অন্ধকার যুগ? [সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এর সহকারী পরিদর্শক-২০১৯] ➺ ১২০১-১৩৫০।

❐ কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? [স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর অফিস সহায়ক-২০২৩] ➺ ১২০১-১৩৫০

❐ বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে –[৩৪ তম বিসিএস] ➺ ১২০১-১৩৫০ পর্যন্ত

❐ কোন শাসকদের সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? [বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি সহকারী ব্যবস্থাপক-২০১১] ➺ তুর্কি

❐ ‘আঁধার যুগের রচনা' বলা হয় কোনটিকে? [পিটিটিআই ইন্সট্রাক্টর-২০১৯] ➺ প্রাকৃত পৈঙ্গল

❐ 'প্রাকৃতপৈঙ্গল' এর কবি কে? [ডাক অধিদপ্তর এর উপজেলা পোস্টমাস্টার-২০২৪] ➺ শ্রীহর্ষ

❐ অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শন -[বাংলাদেশ রেলওয়ে এর উপ-সহকারী প্রকৌশলী-২০২৪] ➺ শেখ শুভোদয়া (প্রাকৃতপৈঙ্গল (প্রাকৃত ভাষা), শুন্যপুরাণ (সংস্কৃত ভাষা), ও সেক শুভোদয়া (প্রাচীন বাংলা ভাষা) নামের তিনটি গ্রন্থের নিদর্শন পাওয়া যায়

❐ ‘শূন্যপুরাণ’ হলো –[দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ এর সহকারী ব্যবস্থাপক (জেনারেল)-২০২১] ➺ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ

❐ “শূন্যপূরাণ” রচনা করেছেন – [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই হন মাক্টর-২০১৬] ➺ রামাই পন্ডিত] ➺

❐ বাংলা সাহিত্যের যুগ বিচারে নিচের কোনটি অন্যটি থেকে আলাদা? (সোনালী ও ডিবিবিএল ব্যাংক এর সিনিয়র অফিসার (আইটি)-২০২০] ➺ শূন্যপুরাণ (শ্রীকৃষ্ণ কীর্তন/সতীময়না/পদ্মাবতী)

❐ 'শূন্যপুরাণ' গ্রন্থটি মোট কয়টি অধ্যায়ে বিভক্ত? ।জীবন বীমা কর্পোরেশন (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক)-২০২১] ➺ ৫১টি


 

💥 বৈষ্ণবপদাবলী


 

🍁 মধ্যযুগের প্রথম কবি হচ্ছে – [শ্রম মন্ত্রণালয়ের সহকারী পরিচালক-২০০৫] ➺ বড়ু চন্ডীদাস ।

❐ মধ্যে যুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? [৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৩] ➺ বৈষ্ণব পদাবলী

❐ শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে? [৩৭ তম বিসিএস] ➺ মধুর রস

❐ ‘বৈষ্ণব পদাবলী' তে রস কত প্রকার? [স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৭] ➺ পঞ্চরস ।

❐ বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা কে? [প্রতিরক্ষা মন্ত্রনালয়ের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের স্টোরম্যান-২০১৮] ➺ বিদ্যাপতি ।

❐ বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? [জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট-2005] ➺ চন্ডীদাস

❐ বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? [৪০ তম বিসিএস] ➺ ব্রজবুলি

❐ বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুপ্ত সংকেত পরিদপ্তরের সাইফার অফিসার-২০০৫] ➺ বিদ্যাপতি ।] ➺

❐ বৈষ্ণব পদকর্তা “চন্ডীদাস” কত জন? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক-২০১০] ➺ ৩ জন

❐ “সই কেবা শুনাইল শ্যামনাম” পদটি কোন বৈষ্ণব কবির রচনা? [বাংলাদেশ রেলওয়ে এর উপ-সহকারী প্রকৌশলী-২০১৩] ➺ গোবিন্দদাস

❐ ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল' এই বৈষ্ণবপদের রচয়িতা কে? [হিসাব-মহানিয়ন্ত্রক (সিজিএ), অডিটর -২০২০] ➺ জ্ঞানদাস ৷

❐ কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়? [৪৫ তম বিসিএস] ➺ ব্রজবুলি

❐ ‘গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? [৪৫ তম বিসিএস] ➺ লক্ষ্মণ সেনের

❐ কোন উক্তিটি ঠিক? [জেলা দুর্নীতি দমন অফিসার: ৯৪]

❐ বৈষ্ণব পদাবলী রাধা ও কৃষ্ণের আকর্ষণ-বিকর্ষণের বিচিত্র অনুভূতি সম্বলিত এক প্রকার গান] ➺ ব্রজবুলি ভাষা

❐ ‘ব্রজবুলি’ একটি – [পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা-২০১৭] ➺ ভাষা ৷

❐ ‘ব্রজবুলি' ভাষার স্রষ্টা কে? [নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স-২০১৮] ➺ বিদ্যাপতি ।

❐ বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? [৪০ তম বিসিএস] ➺ ব্রজবুলি

❐ ব্রজবুলিতে কোন কবি পদাবলি রচনা করেন? [১৫তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা-২০১৯] ➺ · বিদ্যাপতি

❐ ব্রজবুলি' বলতে কী বোঝানো হয়? [খাদ্য অধিদপ্তর এর উপ খাদ্য পরিদর্শক-২০২১] ➺ এক রকম কৃত্রিম কবিভাষা

❐ বিদ্যাপতি কোন ভাষায় পদাবলি লিখেছেন? [বাংলাদেশ সরকারি কর্মকমিশন এর সিনিয়র স্টাফ নার্স-২০২৪] ➺ ব্রজবুলি

❐ 'ব্রজবুলি' ভাষার প্রবর্তক কে? [নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এর মিডওয়াইফ-২০২৪] ➺ বিদ্যাপতি

❐ ব্রজবুলি কি? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2006] ➺ মিথিলা ও বাংলার মিশ্র ভাষা

❐ বাংলা ও মৈথিলী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে, তার নাম কি? [প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ- পরিচালক; তারিখ-২০০৭] ➺ ব্রজবুলি ।

❐ বিদ্যাপতি কোন ভাষার রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলো রচনা করেন? [৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-২০১২] ➺ ব্রজবুলি

❐ “ব্রজবুলি” কোন স্থানের ভাষা? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১৩] ➺ মিথিলা

❐ গীতগোবিন্দ কোন ভাষায় রচিত? [পরিবেশ ও বন মন্ত্রণালয়ের রিসার্চ অফিসার; তারিখঃ ২২.০৯.২০০৬] ➺ ব্রজবুলি ।

❐ বজ্রভাষা কি? [চীফ ইনস্ট্রাক্টর (ননটেক):০৩] ➺ মথুরার ভাষা


 

💥 পদ বা পদাবলী


 

🍁 পদ বা পদাবলী বলতে কি বুঝায়? [২২ তম বিসিএস] ➺ বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি

❐ পদাবলী লিখেছেন? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (বরিশাল বিভাগ)–২০০৮] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর।

❐ পদাবলীর রচয়িতা - [ Bangladesh Bank Assistant Director-2014] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর

❐ 'পদাবলী'র প্রথম কবি কে? [২২ তম বিসিএস] ➺ বিদ্যাপতি

❐ 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' এর রচয়িতা কে? [২৬ তম বিসিএস] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর

❐ 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন? [বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPSC) এর জুনিয়র ইন্সট্রাক্টর-২০২৩] ➺ আধুনিক যুগ

❐ শাক্ত পদাবলির জন্য বিখ্যাত – [৩৭ তম বিসিএস] ➺ রামপ্রসাদ সেন


 

💥 বিদ্যাপতি


 

🍁 'কবি কণ্ঠহার' কোন কবির উপাধি? [সমন্বিত ব্যাংক অফিসার (ক্যাশ)-২০২৩] ➺ বিদ্যাপতি

❐ ‘এ ভরা বাদর, মাহ ভাদর শূন্য মন্দির মোর' কে লিখেছেন? [বাংলাদেশ ব্যাংক এর অফিসার (ক্যাশ)-২০২৩] ➺ বিদ্যাপতি

❐ বিদ্যাপতি কোন ভাষায় পদাবলি লিখেছেন? [বাংলাদেশ সরকারি কর্মকমিশন এর সিনিয়র স্টাফ নার্স-২০২৪] ➺ ব্রজবুলি

❐ 'ব্রজবুলি' ভাষার প্রবর্তক কে? [নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এর মিডওয়াইফ-২০২৪] ➺ বিদ্যাপতি

❐ বিদ্যাপতি কোন ভাষার রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলো রচনা করেন? [৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-২০১২] ➺ ব্রজবুলি

❐ 'মৈথিল কোকিল' খ্যাত কে? [বহিরাগত ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১৪] ➺ কোনটিই নয় (বিদ্যাপতি)

❐ বিদ্যাপতি কোন ধারার কবি? [ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার-২০০৭) বৈষ্ণব পদাবলি ।

❐ কাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়? [রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী-২০১।] ➺ গোবিন্দদাস ৷

❐ “বিদ্যাপতি” কোন রাজসভার কবি ছিলেন? [৩৮ তম বিসিএস] ➺ মিথিলা

❐ কবি গোবিন্দ দাস কার ভাবশিষ্য ছিলেন? [জীবন বীমা কর্পোরেশন (উচ্চমান সহকারী)-২০২১] ➺ বিদ্যাপতি

❐ বিদ্যাপতি কোন ভাষার পদ রচনা করেছেন? [দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ এর সহকারী ব্যবস্থাপক (জেনারেল)-২০২১] ➺ মৈথিলী

❐ বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? [পররাষ্ট্র মন্ত্রণালয় এর সহকারী সাইফার-২০২২] ➺ · মিথিলার ।

❐ বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? [৪৪ তম বিসিএস] ➺ মৈথিলি

❐ বাংলা ভাষার কবি নন? [সমন্বিত ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এর সিনিয়র অফিসার-২০২৩] ➺ জয়দেব (জ্ঞানদাস/মুকুন্দরাম/চণ্ডীদাস)


 

💥 শ্রীকৃষ্ণকীর্তন


 

🍁 মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? [বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর সিনিয়র স্টাফ নার্স-২০২৪] ➺ শ্রীকৃষ্ণকীর্তন

❐ 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের 'বড়ায়ি' কী ধরনের চরিত্র? [ডাক অধিদপ্তর এর উপজেলা পোস্টমাস্টার-২০২৪] ➺ রাধাকৃষ্ণের প্রেমের দূতি

❐ বাংলা সাহিত্যের ইতিহাসে কাঁকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য? [৪৬ তম বিসিএস] ➺ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রাপ্তিস্থান

❐ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা – [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী শ্রম অফিসার-২০০৩] ➺ বড়ু চন্ডীদাস ।

❐ মধ্যযুগের প্রথম কাব্য কোনটি? [জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট-2005] ➺ শ্রীকৃষ্ণকীর্তন

❐ মধ্যযুগের প্রথম কাব্য 'শ্রীকৃষ্ণকীর্তন' এর রচয়িতা কে? [নির্বাচন কমিশন সচিবালয়ে থানা/উপজেলা নির্বাচন অফিসার-২০০৮] ➺ বড়ু চন্ডীদাস

❐ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র? [২৮ তম বিসিএস] ➺ রাধাকৃষ্ণের প্রেমের দূতী

❐ 'শ্রীকৃষ্ণকীর্তন' এর রচয়িতা কে? [২৯ তম বিসিএস] ➺ বড় চণ্ডীদাস

❐ ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্য' খানি আবিষ্কৃত হয় কোথায়? [সহকারীউপজেলা/থানা শিক্ষা অফিম ২০১০। ] ➺ গোয়ালঘরে (১৯০৯ খ্রিস্টাব্দে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার কাঁকিলা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে এই কাব্যের খণ্ডিত পুঁথিটি আবিষ্কার করেন । ১৯১৬ খ্রিস্টাব্দে তাঁরই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পুঁথিটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।) 10.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কর্তা- [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব মর্কর্তা-২০১২] ➺ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ

❐ ‘শ্ৰীকৃষ্ণকীর্তন’ শীর্ষক কাব্যগ্রন্থ কে আবিষ্কার করেন? সা করা উপজেলা/থানা শিক্ষা অফিসার (20-09-2012)] ➺ বসন্তরঞ্জন রায়

❐ 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের খণ্ড সংখ্যা – [বহিরাগত ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১৪] ➺ ১৩] ➺

❐ ‘বড়ায়ি’ কোন কাব্যের চরিত্র? [রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী-২০১৭] ➺ শ্রীকৃষ্ণকীর্তন।

❐ ‘শ্ৰীকৃষ্ণ কীর্তন' কাব্য কয় খন্ডের? [স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৭] ➺ ১৩।

❐ গঠনরীতিতে “শ্রীকৃষ্ণকীর্তন” কাব্য মূলত – [৩৮ তম বিসিএস] ➺ নাটগীতি (নাট্যগীতি)

❐ ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি আবিষ্কৃত হয় – [গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ও ড্রাফটসম্যান/সিভিল-২০১৮] ➺ ১৯০৯।

❐ ‘শ্ৰীকৃষ্ণকীর্তন’ কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন? [পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা-২০১৮] ➺ মধ্যযুগ ।

❐ মধ্যযুগের বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কী? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৯] ➺ শ্রীকৃষ্ণকীর্তন

❐ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের সম্পাদক – [বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর নিরাপত্তা অফিসার-২০২১] ➺ · বসন্তরঞ্জন

❐ কোনটি ‘শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের অন্তর্ভুক্ত নয়? [বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক-২০২২] ➺ কালিদমন খন্ড (বান খন্ড, তাম্বুল খন্ড, নৌকা খন্ড)

❐ ‘শ্ৰীকৃষ্ণকীর্তন কাব্য' কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? [৪৪ তম বিসিএস] ➺ গোয়ালঘর থেকে

❐ নিচের কোনটি নাট্যগুণসম্পন্ন আখ্যান কাব্য? [কারিগরি শিক্ষা অধিদপ্তর এর ইন্সট্রাক্টর-২০২৩] ➺ শ্রীকৃষ্ণকীর্তন

❐ মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন নয় কোনটি? [বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ'র মোটরযান পরিদর্শক-২০২৩] ➺ চর্যাপদ

❐ সবর্জন স্বীকৃত ও খাঁটি ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সাইবার অফিসার: ৯৯] ➺ শ্রীকৃষ্ণকীর্তন


 

💥 মঙ্গলকাব্য


 

🍁 ‘মঙ্গলকাব্য’ সমূহের বিষয়বস্তু মূলত – [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (বরিশাল বিভাগ)-২০০৫] ➺ ধর্মবিষয়ক আখ্যান ।

❐ মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কী? [কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক-২০১৩] ➺ মঙ্গলকাব্য (মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন-শ্রীকৃষ্ণকীর্তন/মধ্যে যুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ট নিদর্শন-বৈষ্ণব পদাবলি)

❐ মঙ্গলকাব্য রচনার মূলে উল্লিখিত কারণ কি? [তথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার-২০১৩] ➺ স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ

❐ 'মঙ্গলকাব্যে'র রচয়িতা নন- [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র-নৃগোষ্ঠী)-২০১৫] ➺ বড়ু চন্ডীদাস

❐ মঙ্গলকাব্যের কবি নন কে? [৩৫ তম বিসিএস] ➺ দাশু রায়

❐ মধ্যযুগের সাহিত্যের সবচেয়ে উল্লেখ্যযোগ্য শাখা কোনটি? [সাধারণ পুলের আওতায় বিভিন্ন মন্ত্রনালয়ের সহকারী প্রোগ্রামার, উপসহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা-২০১৬] ➺ মঙ্গলকাব্য

❐ ‘মঙ্গলকাব্য’ কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন? [যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার-২০১৮] ➺ মধ্যযুগ ।

❐ 'মঙ্গলকাব্য' এ ধর্মীয় আরাধনা মূখ্য হলে ও এর অন্যতম সাধারণ বৈশিষ্ট্য হলো - | বাংলাদেশ ব্যাংক এর অফিসার (সাধারণ)-২০১৯] ➺ সামাজিক মিথস্ক্রিয়া

❐ মঙ্গলকাব্যের কবি নন কে? [বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর-২০২০] ➺ দাশু রায় (ভারতচন্দ্র, কানা হরিদত্ত, মানিক দত্ত)।

❐ মঙ্গলকাব্যের শেষ কবি – [বিভিন্ন মন্ত্রণালয় এর ব্যক্তিগত কর্মকর্তা-২০২২] ➺ ভারতচন্দ্র রায়গুণাকর ।


 

💥 মনসামঙ্গল


 

🍁 কোন দেবীর কাহিনী নিয়ে মঙ্গলকাব্য রচিত? [প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক; তারিখ-২০০৭] ➺ মনসা দেবী ।

❐ চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? [২৩ তম বিসিএস] ➺ মনসামঙ্গল

❐ কোনটি মনসা মঙ্গলের চরিত্র? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2004] ➺ লক্ষ্মীন্দর

❐ মনসামঙ্গল কাব্যের আদি কবি কে? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক-২০০৭] ➺ কানা হরিদত্ত (বিজয়গুপ্ত এই কাব্যের সর্বশ্রেষ্ঠ কবি)

❐ চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (বরিশাল বিভাগ)-২০০৭] ➺ মনসামঙ্গল ।] ➺

❐ ‘বেহুলা’ চরিত্রটি কোন মঙ্গলকাব্যের সম্পদ? সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (20-09-2012)] ➺ মনসামঙ্গল

❐ মঙ্গলকাব্যে কোন দুই দেবতার প্রাধান্য বেশি? [৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-২০১২] ➺ মনসা ও চন্ডী

❐ “মনসামঙ্গল” কাব্যের চরিত্র- [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১৩] ➺ বেহুলা লখিন্দর

❐ মনসামঙ্গল কাব্যের সবচেয়ে জনপ্রিয় কবি কে? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই জুনিয়র ইনস্ট্রাক্টর -২০১৬] ➺ বিজয়গুপ্ত

❐ মনসামঙ্গল কাবব্যের আদি কবি-[স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সহকারী প্রকৌশলী ২০১] ➺ কানাহরি দত্ত

❐ মঙ্গল কাব্যে কোন দেবীর কাহিনী আছে? [বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার-২০১৭] ➺ মনসা দেবী ।

❐ কোনটি মধ্যযুগের রচনা? [সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বিআরটিএ'র মোটরযান পরিদর্শক-২০১৮] ➺ মনসামঙ্গল ।

❐ ‘মনসামঙ্গল’ কাব্যের রচয়িতা কোন কবি? [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা (মুক্তিযোদ্ধা)-২০১৮] ➺ বিজয় গুপ্ত ।

❐ ‘বেহুলা-লখিন্দরের' কাহিনি পাওয়া যায় কোন মঙ্গলকাব্যে? [ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের এস্টিমেটর-২০১৮] ➺ মনসামঙ্গল ৷

❐ মানসী দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী? [৪৩ তম বিসিএস] ➺ পদ্মাপুরাণ

❐ 'মঙ্গলকাব্যে'র রচয়িতা নন- [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র-নৃগোষ্ঠী)-২০১৫] ➺ বড় চন্ডীদাস

❐ মনসামঙ্গল' কাব্যের একজন প্রধান রচয়িতা হলেন-সাধারণ পুলের আওতায় বিভিন্ন মন্ত্রনালয়ের সহকারী প্রোগ্রামার, উপসহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা-২০১৬] ➺ বিজয় গুপ্ত


 

💥 ধর্মমঙ্গল


 

🍁 ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ছিলেন? [সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এস্টিমেটর: ২০১৯] ➺ ময়ূর ভট্ট

❐ কোন কবি “ধর্মমঙ্গল” কাব্যের প্রণেতা? [সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার-২০১০] ➺ রূপরাম চক্রবর্তী (ধর্মমঙ্গল কাব্যের আদিকবি ময়ূরভট্ট। এছাড়াও খেলারাম চক্রবর্তী, মানিকরাম, রুপরাম, চক্রবর্তী, শ্যাম পন্ডিত, সীতারাম দাস, রাজারাম দাস, দ্বিজ প্রভুরাম, ঘনরাম চক্রবর্তী প্রমুখ ধর্মমঙ্গল কাব্য রচনা করেছেন।)

❐ ময়ূর ভট্ট, রুপরাম চক্রবর্তী, শ্যামপন্ডিত, শীতারাম দাস প্রমুখ কবিদের সৃষ্টি কোন কাব্য? [শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর কম্পিউটার অপারেটর-২০২১ ] ➺ ধর্ম মঙ্গল ।


 

💥 চণ্ডীমঙ্গল


 

🍁 ‘চণ্ডীমঙ্গল' কাব্যের প্রধান কবি কে? [সহকারীউপজেলা/থানা শিক্ষা অফিসার-২০১০] ➺ মুকুন্দরাম চক্রবর্তী

❐ মুকুন্দরাম চক্রবর্তী কোন মঙ্গলকাব্য ধারার কবি?] ➺ চণ্ডীমঙ্গল

❐ চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা – [নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স-২০১৮] ➺ মুকুন্দরাম চক্রবর্তী।

❐ ‘চণ্ডীমঙ্গল' কাব্যে কোন চরিত্রটি পাওয়া যায়? [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা (মুক্তিযোদ্ধা)-২০১৮] ➺ ফুল্লরা ।

❐ 'ভাঁড়ুদত্ত' চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে? [পিটিটিআই ইন্সট্রাক্টর-২০১৯] ➺ চণ্ডীমঙ্গল কাব্যে

❐ মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কী? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৯] ➺ চণ্ডীমঙ্গল

❐ ‘ভাড়ুদত্ত’কোন কাব্যের চরিত্র? [বাংলাদেশ টেলিভিশন'র উপ-সহকারী প্রকৌশলী-২০২৩] ➺ চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু উপাখ্যান ('চন্ডীমঙ্গল' কাব্যের আদি কবি মানিক দত্ত আর প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী। এ কাব্যের প্রধান চরিত্র গুলো হল: কালকেতু, ফুল্লরা, ধনপতি, ভাড়ুদত্ত প্রমুখ।)

❐ জনশ্রুতি অনুযায়ী চণ্ডীমন্ডল কাব্যধারার প্রথম কবি কে? [পিএসসি ইনস্ট্রাক্টর/ওয়ার্কশপ সুপার-২৩] ➺ মানিক দত্ত

❐ 'চন্ডীমঙ্গল' কাব্যের উপাস্য ‘চণ্ডী’ কার স্ত্রী? [পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর পরিবার কল্যাণ পরিদর্শিকা-২০২৩] ➺ শিব

❐ ‘ফুল্লাবার বারমাস্যা' কোন মঙ্গলকাব্যের অন্তর্গত? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-২০২২] ➺ চন্ডীমঙ্গল

❐ মঙ্গলকাব্যের ব্যক্তিত্বমী নারীচরিত্র -[কারিগরি শিক্ষা অধিদপ্তর এর ইন্সট্রাক্টর-২০২৩] ➺ ফুল্লরা

❐ 'ফুল্লবর' চরিত্রটি মধ্যযুগে কোন কাব্যে পাওয়া যায়? জনপ্রশাসন মন্ত্রণালয়'র প্রশাসনিক কর্মকর্তা-২০১৬] ➺ চন্ডীমন্ডল

❐ ‘চণ্ডীমঙ্গল' কাব্যে কোন চরিত্রটি পাওয়া যায়? [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা (মুক্তিযোদ্ধা)-২০১৮] ➺ ফুল্লরা ।

❐ ভাড়ু দত্ত চরিত্রটি মধ্যযুগের কোন কাব্যে পাওয়া যায়? [সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এস্টিমেটর: ২০১৯] ➺ চন্ডীমঙ্গল

❐ চন্ডীমঙ্গল কাব্যের প্রণেতা মুকুন্দরায়ের উপাধি ছিল-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর সহকারী প্রোগ্রামার-২০২০] ➺ কবিকঙ্কন

❐ মুকুন্দরাম চক্রবর্তী সৃষ্টি করেছেন কোন চরিত্রটি? সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়'র উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)-২০১৯] ➺ ভাঁড় দত্ত

❐ চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় কাকে? সড়ক পরিবহন ও সেতু; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়' উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৫] ➺ মুকুন্দ চক্রবর্তী


 

💥 অন্নদামঙ্গল


 

🍁 ‘অন্নদামঙ্গল’ কাব্য কে রচনা করেন? [সহকারীউপজেলা/থানা শিক্ষা অফিসার-২০১০] ➺ ভারতচন্দ্র রায়গুনাকর

❐ ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে' – বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙালির এ প্রার্থনা ধ্বনিত হয়েছে? [সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৭] ➺ অন্নদামঙ্গল ।

❐ অন্নদামঙ্গল কাব্য কোন যুগের কাব্য? [সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী-২০১৬] ➺ মধ্যযুগ

❐ ভারতচন্দ্র রায়গুণাকর কোন কাব্য রচনা করেন? [ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার-২০১৭] ➺ · অন্নদামঙ্গল ।

❐ 'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?' কোন কাব্যের পঙক্তি? [বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর Home Economist (নিপোর্ট)-২০২৪] ➺ অন্নদামঙ্গল

❐ ভুরসুট পরগনার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহন করেন- [বহিরাগত ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১৪] ➺ ভারতচন্দ্র রায়গুনাকর

❐ 'রায়গুনাকর' উপাধি কে লাভ করেন? [বাংলাদেশ রেলওয়ে এর উপসহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৬] ➺ ভারতচন্দ্র রায়

❐ মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? [৩৬ তম বিসিএস] ➺ ১৭৬০

❐ মঙ্গলকাব্যের শেষ কবি – [বিভিন্ন মন্ত্রণালয় এর ব্যক্তিগত কর্মকর্তা-২০২২] ➺ ভারতচন্দ্র রায়গুণাকর ।

❐ বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কে? [পিএসসি এর সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা-২০২২] ➺ ভারতচন্দ্র রায়গুণাকর

❐ কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যে মধ্যযুগের অবসান ঘটে? বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর-২০২৪] ➺ ভারতচন্দ্র রায়গুণাকর


 

💥 জীবনী সাহিত্য


 

🍁 'রসুল বিজয়' কাব্যের রচয়িতা কে? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট/উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা/সহকারী অ্যাডজুটেন্ট-২০১৫] ➺ শেখ চাঁদ] ➺

❐ কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ? [৪৫ তম বিসিএস] ➺ রসুল বিজয়

❐ জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত: [৪০ তম বিসিএস] ➺ বৃন্দাবন দাস

❐ ‘চৈতন্য-ভগবত' রচনা করেন কে? [বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-২০১৯] ➺ বৃন্দাবন দাস ।

❐ “নবীবংশ” কোন কবির রচনা? [বাংলাদেশ রেলওয়ে এর উপ-সহকারী প্রকৌশলী-২০১৩] ➺ সৈয়দ সুলতান

❐ শ্রীচৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন- [স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৬] ➺ বৃন্দাবন দাস

❐ শ্রী চৈতন্যদেবের জীবনীগ্রন্থ 'চৈতন্যমঙ্গল' এর লেখক কে? [পেট্রোবাংলা এর বিভিন্ন পদ-২০২৪] ➺ বৃন্দাবন দাস


 

💥 নাথসাহিত্য

❐ 'গোরক্ষ বিজয়' কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা? [৩৭ তম বিসিএস] ➺ নাথধর্ম মর্সিয়া সাহিত্য


 

🍁 ‘মর্সিয়া' শব্দের উৎস ভাষা – [পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা-২০১৭] ➺ আরবি ।

❐ ‘মর্সিয়া' শব্দের অর্থ কী? [বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট-২০১৯] ➺ শোক ৷

❐ কোনটি মর্সিয়া সাহিত্য? [হিসাব-মহানিয়ন্ত্রক (সিজিএ), অডিটর - ২০২০] ➺ জঙ্গনামা ।

❐ 'মর্সিয়া' কি? [বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর ইন্সপেক্টর/সিনিয়র অফিসার/নিরাপত্তা কর্মকর্তা-২০২৪] ➺ শোক গীতি

❐ কোনটি শোকগীতি বা বিলাপ সঙ্গীত? [জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক-২০০৬] ➺ মর্সিয়া ।

❐ মর্সিয়া শব্দের অর্থ কি? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট-২০১০] ➺ শোককাব্য

❐ ‘জঙ্গনামা' কাব্যের বিষয় কি? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক-২০০৭] ➺ যুদ্ধ-বিগ্রহ।

❐ দৌলত উজির বাহরাম খান কোন কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? [৩৮ তম বিসিএস] ➺ চট্টগ্রাম

❐ দৌলত উজির বাহরাম খান সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্টপোষকতা লাভ করেন? [৪৩ তম বিসিএস] ➺ জমিদার নিজাম শাহ

❐ নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন? [৪৫ তম বিসিএস] ➺ সৈয়দ নূরুদ্দীন


 

💥 লোক সাহিত্য


 

🍁 লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? [পররাষ্ট্র মন্ত্রণালয় এর সুপারিনটেনডেন্ট-২০২৪] ➺ ছড়া

❐ লোকসাহিত্য কাকে বলে? [২৮ তম বিসিএস] ➺ লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে

❐ লোকসাহিত্য বলতে কি বোঝায়? [শ্রম পরিদপ্তরে জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা-২০০৯] ➺ ছড়া, গান, ধাঁধা, প্রবাদ-প্রবচন

❐ বাংলা লোকসাহিত্য সংশ্লিষ্ট 'আলকাপ' হল এক প্রকার- [সমন্বিত ৭ ব্যাংক এর সিনিয়র অফিসার-২০২১] ➺ পালাগান

❐ ‘লোকসাহিত্য' সংগ্রহে অবদান রেখেছেন কে? [বাংলাদেশ ব্যাংক অফিসার-২০২২] ➺ দীনেশচন্দ্র সেন

❐ বাংলাদেশের সাহিত্যে লোকসাহিত্য সংগ্রাহক কে? [১৬ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-২০২৩] ➺ মুহম্মদ মনসুরউদ্দীন

❐ নাথ গীতিকা ‘ময়নামতির গান' এর রচয়িতার নাম কি? [বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এর Assistant Manager (Production Control) - 2023] ➺ ভবানী দাস

❐ Ballad কি? [২৬ তম বিসিএস] ➺ গীতিকা


 

💥 মৈয়মনসিংহ গীতিকা


 

🍁 'মৈয়মনসিংহ গীতিকা' এর সংগ্রাহক কে ছিলেন? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৯] ➺ চন্দ্রকুমার দে

❐ ঐতিহাসিক ‘মৈয়মনসিংহ-গীতিকা'র সংগ্রাহক মূলত কে ছিলেন? [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এর সহকারী পরিচালক-২০১৯] ➺ চন্দ্রকুমার দে ।

❐ ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেছিলেন, [তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর সহকারী প্রোগ্রামার-২০২০] ➺ চন্দ্রকুমার দে

❐ "দেওয়ানা মদিনা" কোন কাব্যের অন্তর্গত? [শ্রম পরিদপ্তরে জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা-২০০৯] ➺ ময়মনসিংহ গীতিকা

❐ কোনটি মৈমনসিংহ গীতিকার উপাখ্যান? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট-২০১০] ➺ জয়চন্দ্র চন্দ্রাবতী (‘মৈমনসিংহ গীতিকা' অভিহিত করা হয় ময়মনসিংহ অঞ্চলের পালাগানগুলো হল মহুয়া, মলুয়া, জয়চন্দ্র, চন্দ্রাবতী, কমলা, দেওয়ান ভাবনা, দস্যু কেনারামের পালা, রূপবতী, কঙ্ক ও লীল, কাজল রেখা ও দেওয়ানা মদিনা)

❐ মৈমনসিংহ গীতিকা' কে সম্পাদন করেন? তার জন্ম কোন জেলায়? [বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষা-২০১৩] ➺ দীনেশ চন্দ্রসেন, ময়মনসিংহ ।

❐ ময়মনসিংহ গীতিকা নয়- [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র-নৃগোষ্ঠী)-২০১৫] ➺ ভেলুয়া (মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী)

❐ ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন-[প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সহকারী পরিচালক-২০১৬] ➺ দীনেশচন্দ্র সেন

❐ দীনেশচন্দ্র সেন সম্পাদিত ‘পূর্ববঙ্গ-গীতিকা’র কোন খণ্ড ‘মৈমনসিংহ গীতিকা' নামে প্রকাশিত? [বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)-২০২১] ➺ প্ৰথম খণ্ড

❐ ‘লোকসাহিত্য' সংগ্রহে অবদান রেখেছেন কে? [বাংলাদেশ ব্যাংক অফিসার- ২০২২ ] ➺ দীনেশচন্দ্র সেন

❐ ‘মৈমনসিংহ গীতিকা' গ্রন্থটি সংকলন করেন কে? [বাংলাদেশ টেলিভিশন'র উপ-সহকারী প্রকৌশলী-২০২৩] ➺ দীনেশচন্দ্র সেন] ➺

❐ ময়মনসিংহ গীতিকা নয়- [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র-নৃগোষ্ঠী)-২০১৫] ➺ ভেলুয়া (মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী)

❐ “মহুয়া পালা” কে রচনা করেছেন? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার-২০১২] ➺ দ্বিজকানাই

❐ 'মহুয়া' পালাটির রচয়িতা কে? [সাধারণ পুলের আওতায় বিভিন্ন মন্ত্রনালয়ের সহকারী প্রোগ্রামার, উপসহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা-২০১৬] ➺ দ্বিজ কানাই

❐ মৈমনসিংহ গীতিকায় 'মহুয়া' পালার রচয়িতা কে? [ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এর টেকনিক্যাল অফিসার-২০২৩] ➺ দ্বিজ কানাই

❐ "নদেরচাঁদ" কোন গীতিকার নায়ক? [শ্রম পরিদপ্তরে জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা-২০০৯] ➺ মহুয়া

❐ নিচের কোনটি মৈমনসিংহ গীতিকা? [সমন্বিত ব্যাংক অফিসার (ক্যাশ)-২০২৩] ➺ মলুয়া

❐ নিচের পালাগানগুলির মধ্যে কোনটি মনসুর বয়াতি রচিত? [জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট-2005] ➺ দেওয়ানা মদিনা

❐ 'পূর্ববঙ্গ গীতিকা'র লোকপালাসমূহের সংগ্রাহক কে? [৩৭ তম বিসিএস] ➺ চন্দ্রকুমার দে

❐ ‘ময়মনসিংহ গীতিকা' কতটি ভাষায় অনূদিত? [আমদানি ও রপ্তানি অধিদপ্তর:০৭] ➺ ২৩

❐ কোন উপাদানটি পাওয়া যায় মৈমনসিংহ গীতিকার? [বাংলাদেশ কর্মকমিশন বাছাই পরীক্ষা: ২২] ➺ মহুয়া

❐ নিচের কোনটি চন্দ্রকুমার দে সংগৃহীত পালাগান? [পিএসসি'র সহকারী তথ্য অফিসার: ২২] ➺ মলুয়া


 

💥 অনুবাদ সাহিত্য


 

🍁 নিচের কোনটি অনুবাদ কাব্য? [তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরে সহকারী তথ্য অফিসার-২০০৫] ➺ মহাপৃথিবী ৷


 

💥 রামায়ণ


 

🍁 ‘রামায়ণের’ প্রথম বাংলা অনুবাদ কে রচনা করেন? [বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর সিকিউরিটি অফিসার-২০১৯] ➺ কৃত্তিবাস ওঝা। ।

❐ ‘রামায়ণ’ কে রচনা করেন? [হিসাব-মহানিয়ন্ত্রক (সিজিএ), অডিটর - ২০২০] ➺ বাল্মীকি ৷

❐ সর্বপ্রথম রামায়ণ অনুবাদকারী কবি হলেন – [পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ে সহকারী সচিব-২০০৫] ➺ কৃত্তিবাস ওঝা।

❐ প্ৰথম কোন মহিলা রামায়ণ রচনা করেন? [নির্বাচন কমিশন সচিবালয়ে জেলা নির্বাচন অফিসার ও সহকারী সচিব-২০০৪] ➺ চন্দ্ৰাবতী ।

❐ রামায়ণের রচয়িতা – [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন/এইচআর ২০১৭] ➺ রত্নাকর দস্যু।

❐ রামায়ণের রচয়িতা কে? [বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৭] ➺ বাল্মীকি ।

❐ রামায়ণের অনুবাদক নয় কে? [প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়েল উপসহকারী পরিচালক-২০১৭] ➺ কবীন্দ্র পরমেশ্বর।

❐ রামায়ণের লেখক কে? [পিএসসি এর সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা-২০১২] ➺ বাল্মীকি

❐ চন্দ্রাবতী কে ছিলেন? [ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এর মাঠ সংগঠক-২০২৩] ➺ বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি

❐ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক-২০১০] ➺ চন্দ্ৰাবতী

❐ চন্দ্রাবতী কে? [স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নকশাকার (ড্রাফটসম্যান)-২০২২] ➺ · বাংলা সাহিত্যের প্রথম নারী কবি ।

❐ অনুবাদকারী প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি কোথায়? [বিভিন্ন মন্ত্রণালয় এর ব্যক্তিগত কর্মকর্তা-২০২২] ➺ কিশোরগঞ্জ ।

❐ মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী নিচের কোনটি রচনা করেন? [৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-২০১৪] ➺ রামায়ণ

❐ মধ্যযুগের মহিলা কবি চন্দ্রবতীর পিতার নাম কি? [কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক-২০১৩] ➺ দ্বিজ বংশীদাস


 

💥 মহাভারত


 

🍁 “মহাভারত” এর রচয়িতা- [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট-২০১০] ➺ বেদব্যাস

❐ কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম কি? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট-২০১০] ➺ পরাগলী মহাভারত

❐ 'পরাগলী মহাভারত' খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী? [৩১ তম বিসিএস] ➺ কবীন্দ্র পরমেশ্বর

❐ মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? [বাংলাদেশ রেলওয়ে এর উপ-সহকারী প্রকৌশলী-২০১৩] ➺ কাশীরাম দাস

❐ কাশীরাম দাস কোন গ্রন্থের অনুবাদক? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১৩] ➺ মহাভারত

❐ দ্রৌপদী কে? [৩৫ তম বিসিএস] ➺ মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী

❐ মহাভারতের প্রথম অনুবাদক কে ছিলেন? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই জুনিয়র ইনস্ট্রাক্টর -২০১৬] ➺ কবীন্দ্র পরমেশ্বর

❐ কাশীরাম দাসের অনুদিত গ্রন্থ কোনটি? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০১৯] ➺ মহাভারত ।

❐ মহাভারতের অনুবাদকারী প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি কোথায়? [বিভিন্ন মন্ত্রণালয় এর ব্যক্তিগত কর্মকর্তা-২০২২] ➺ কিশোরগঞ্জ ।

❐ বাংলায় মহাভারত অনুবাদ করেছেন [কারিগরি শিক্ষা অধিদপ্তর এর ইন্সট্রাক্টর ২০২৩] ➺ কাশীরাম দাস

❐ মহাভারত বাংলায় অনুবাদ করেন কে? [চবি বি ইউনিট: ২১-২২] ➺ পরমেশ্বর দাস


 

💥 প্রণয়োপাখ্যান


 

🍁 প্রণয়োপাখ্যান গুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে – [স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৭] ➺ মানবিক প্রেম ।

❐ বাংলা সাহিত্যের মধ্যযুগে মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান – [সাব-রেজিস্টার নিয়োগ পরীক্ষা-২০১৬] ➺ রোমান্টিক প্রণয়োপাখ্যান

❐ রোমান্টিক কাব্যের কবি নয় কে? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপ-পরিদর্শক-২০১৯] ➺ শেখ ফয়জুল্লাহ (কোরেশী মাগন ঠাকুর, দোনা গাজী চৌধুরী, শাহ বারিদ খান)। লাইলী মজনু


 

🍁 ‘লাইলী-মজনু’ কাব্যের উপাখ্যান কোন দেশের? [মৎস্য অধিদপ্তরের হিসাবরক্ষক (ক্যাটাগরি-২)-২০১৮] ➺ ইরান ।

❐ মধ্যযুগের প্রণয়কাব্য “লায়লী মজনু” কার রচনা? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক-২০১০] ➺ দৌলত উজির বাহরাম খান

❐ লায়লী মজনু কাব্যের রচয়িতা – [উপজেলা/থানা শিক্ষা অফিসার-২০১০] ➺ দৌলত উজির বাহরাম খান

❐ ‘গুলে বকাওলী' গ্রন্থের রচয়িতা কে? [ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড (EGCB) এর সহকারী প্রকৌশলী-২০২৪] ➺ নওয়াজিস খান—

❐ ‘গুল-ই-বকাওলী’ গ্রন্থের রচয়িতা কে? [থানা সহকারী শিক্ষা অফিসার: ০৪] ➺ মুহাম্মদ মুকিম


 

💥 আরাকান রাজসভা


 

🍁 আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে? [পররাষ্ট্র মন্ত্রণালয় এর সহকারী সাইফার-২০২২] ➺ দৌলত কাজী ।

❐ আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন – [ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা-২০০৩] ➺ আলাওল ।

❐ আলাওল কোন রাজসভার কবি ছিলেন? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১১] ➺ আরাকান রাজসভা

❐ কোন দুজন আরাকান রাজসভার কবি? [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (দানিয়ুব)-২০১৩] ➺ মহাকবি আলাওল ও দৌলত কাজী।

❐ রোসাঙ্গ-রাজসভার পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছে-[কারিগরি শিক্ষা অধিদপ্তর এর ইন্সট্রাক্টর-২০২৩] ➺ পদ্মাবতী/চন্দ্রাবতী

❐ লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? [২৭ তম বিসিএস] ➺ দৌলত কাজী

❐ ‘দেষী ভাষে কহ তাকে পাঞ্চালীর ছন্দে । সকলে শুনিয়া যেন বুঝয় সানন্দে।' এই কাব্যাংশের কবি কে? [১৫ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা- 2022] ➺ দৌলত কাজী

❐ 'সতীময়না ও লোরচন্দ্রনী' কার লেখা? [পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. এর সহকারী প্রকৌশলী/ব্যবস্থাপক-২০২৪] ➺ দৌলত কাজী


 

💥 আলাওল


 

🍁 হিন্দী 'পদুমাবৎ ' এর অবলম্বনে 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা – [১৭তম বিসিএস] ➺ আলাওল

❐ আলাওল রচিত গ্রন্থ – [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী শ্রম অফিসার-২০০৩] ➺ পদ্মাবতী ।

❐ আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন – [ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা-২০০৩] ➺ আলাওল ৷

❐ মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে? [বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সহকারী বিস্ফোরক পরিদর্শক-২০০৩] ➺ আলাওল ।

❐ আরাকান রাজসভার কবি কে? [বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সহকারী সুপারিনটেনডেন্ট অব সার্ভে:-২০০৫] ➺ আলাওল ।

❐ মহাকবি আলাওল কোন যুগের কবি? [পরিবেশ অধিদপ্তরের সহ-পরিচালক ও রিসার্স অফিসার-২০০৭] ➺ মধ্যযুগের

❐ “পদ্মাবতী” কাব্য রচনা করেন - [উপজেলা/থানা শিক্ষা অফিসার-২০১০] ➺ আলাওল

❐ মহাকবি আলাওল রচিত কাব্য কোনটি? [সহকারীউপজেলা/থানা শিক্ষা অফিসার-২০১০] ➺ পদ্মাবতী

❐ আলাওল কোন রাজসভার কবি ছিলেন? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১১] ➺ আরাকান রাজসভা

❐ 'পদ্মাবতী' কাব্য মহাকবি আলাওল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন? [বহিরাগত ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১৪] ➺ হিন্দি

❐ 'হপ্তপয়কর' কার রচনা? [৩৫ তম বিসিএস] ➺ · সৈয়দ আলাওল

❐ 'তোহফা' কাব্যটি কে রচনা করেন? [৩৬ তম বিসিএস] ➺ · আলাওল

❐ কোন গ্রন্থটি আলাওল রচিত? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা-২০১৭] ➺ তোহফা ।

❐ মহাকবি আলাওল কোন যুগের কবি? [বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার-২০১৭] ➺ মধ্য যুগ ।

❐ আলাওল কোন রাজসভার কবি ছিলেন? [রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী-২০১৭] ➺ রোসাঙ্গ ।

❐ ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা আলাওল কোন যুগের কবি? [স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স (বাতিলকৃত)-২০১৭] ➺ মধ্য যুগের ৷

❐ কবি আলাওল কোন রাজ দরবারের কবি ছিলেন? [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা-২০১৮] ➺ রোসাঙ্গ ।

❐ ‘তাম্বুল রাতুল হইল অধর পরশে' পঙক্তিটির রচয়িতা – [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা (সাধারণ)-২০১৮ ] ➺ আলাওল ৷

❐ কোন গ্রন্থটি আলাওল কর্তৃক রচিত নয়? [বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০১৯] ➺ ইউসুফ জোলেখা (তোহফা, পদ্মাবতী, হপ্তপয়কার ) ।

❐ রসিক নায়ক/গুণীজন তোষক/শ্রীযুক্ত আগুন/দাতা' এই কবিতার চরণ কার রচনা? [বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ (সহকারী ম্যানেজার)-২০২১] ➺ আলাওল

❐ মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ কবি – [বন অধিদপ্তর এর বিভিন্ন পদ-২০২২] ➺ আলাওল ৷

❐ কবি আলাওল এর 'পদ্মাবতী' কোন গ্রন্থ থেকে অনূদিত? [পররাষ্ট্র মন্ত্রণালয় এর সুপারিনটেনডেন্ট-২০২৪] ➺ পদুমাবৎ ।

❐ আলাওল কোন শতাব্দীর কবি? [৪৬ তম বিসিএস] ➺ সপ্তদশ

❐ কবি আলাওলের জন্মস্থান কোনটি? [২৯ তম বিসিএস] ➺ চট্টগ্রামের জোবরা

❐ সপ্তাদশ শতকের কবি আলাওলের প্রধান কাব্য কোনটি? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০১৯] ➺ পদ্মাবতী ।

❐ কবি আলাওলের প্রথম রচনা – [বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী: ২০১৩] ➺ পদ্মাবতী

❐ 'পদ্মাবতী' একটি? [Bangladesh Bank Officer (Cash)-2016 ] ➺ অনুবাদ গ্ৰন্থ

❐ পদ্মাবতী কাব্যগ্রন্থের অনুবাদক কে? [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র-নৃগোষ্ঠী)-২০১৫] ➺ আলাওল

❐ কোন গ্রন্থ খানি রোমান্টিক প্রণয়োপাখ্যান? [ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের এস্টিমেটর-২০১৮] ➺ পদ্মাবতী ।

❐ আলাওলের গ্রন্থ নয় কোনটি? [স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সহকারী প্রকৌশলী-২০১৬] ➺ নূরনামা

❐ “চন্দ্রাবতী” কী? [৩৮ তম বিসিএস] ➺ কাব্য


 

💥 অবক্ষয় যুগ (১৭৬০-১৮৬০)


 

🍁 ‘অবক্ষয়' যুগের কবি কে? [সমন্বিত ব্যাংক অফিসার (ক্যাশ)-২০২৩] ➺ ঈশ্বরচন্দ্র গুপ্ত কবিগান


 

🍁 এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা? [৩৬ তম বিসিএস] ➺ কবিগান

❐ কবি গানের প্রথম কবি কে? [৩৩ তম বিসিএস] ➺ গোঁজলা পুট [গুই]

❐ কবি গান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত – [১২তম বিসিএস] ➺ রাম বসু এবং ভোলা ময়রা

❐ নীচের কোন সাহিত্যে প্রাচীন হিন্দু ও আগত মুসলিম সংস্কৃতির চমৎকার মিথস্ক্রিয়া লক্ষ্য করা যায়? [সমন্বিত ৮ ব্যাংক ও ১ টি আর্থিক প্রতিষ্ঠান এর অফিসার জেনারেল-২০২৩] ➺ শায়ের

❐ কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন? [৩৩ তম বিসিএস] ➺ আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে

❐ “ফিরিঙ্গি' কাদের বলা হয়? [বাংলাদেশ রেলওয়ে এর ওয়েম্যান-২০২৩] ➺ পর্তুগিজদের


 

💥 পুঁথি সাহিত্য


 

🍁 পুঁথি সাহিত্য বলতে বুঝি- [শ্রম পরিদপ্তরে জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা-২০০৯] ➺ ইসলামী চেতনা সম্পৃক্ত

❐ বটতলার পুঁথি বলতে বুঝায় – [১২তম বিসিএস] ➺ দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য

❐ দোভাষী পুঁথি বলতে কি বোঝায়? [২২ তম বিসিএস] ➺ কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষার রচিত পুঁথি

❐ দোভাষী পুঁথির উল্লেখযোগ্য কবি হচ্ছে – [বেসামরিক বিমান মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৫] ➺ সৈয়দ হামজা ।

❐ দো-ভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি – [তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ প্রশিক্ষণ সহকারী পরিচালক-২০০১] ➺ ফকির গরীবুল্লাহ ।

❐ পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক – [ ১১তম বিসিএস] ➺ ফকির গরিবুল্লাহ ।

❐ পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? [সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৭] ➺ সৈয়দ হামজা ।

❐ হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছেন- [শ্রম পরিদপ্তরে জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা-২০০৯] ➺ তিব্বত, নেপাল

❐ পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে? [মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন জুনিয়র অডিটর-২০১১] ➺ ফকির গরীব উল্লাহ

❐ পুঁথি সাহিত্যের লেখক- [আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাম্প- বিজিষ্ট্রার ২০১২] ➺ সৈয়দ হামজা

❐ পুঁথি সাহিত্যের আদি কবি কে? [কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক-২০১৩] ➺ শাহ গরীবুল্লাহ

❐ উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? ৪০ তম বিসিএস] ➺ ময়মনসিংহ গীতিকা

❐ পুঁথি সাহিত্যের ভাষা কিরূপ? [দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ এর সহকারী ব্যবস্থাপক (জেনারেল)-২০২১] ➺ মিশ্র

❐ 'আমীর হামজা' কাব্য রচনা করেন কে? [১৪তম বিসিএস] ➺ ফকির গরীবুল্লাহ /সৈয়দ হামজা

❐ 'মধুমালতী' কাব্যগ্রন্থের কবি হলেন 111 । [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৯] ➺ সৈয়দ হামজা


 

💥 টপ্পা গান


 

🍁 আধুনিক বাংলা গীতি কবিতার উৎস কি? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপ-পরিদর্শক-২০১৯] ➺ টপ্পা গান ৷

❐ 'টপ্পা' কী? [১৫তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা-২০১৯] ➺ এক ধরনের গান

❐ ‘টপ্পা’ কী – [প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়েল উপসহকারী পরিচালক-২০১৭] ➺ বিশেষ ধরনের গান ৷

❐ নিচের যেটি মধ্যযুগের সাহিত্যধারার অন্তর্ভূক্ত -সমন্বিত ৭ ব্যাংক ও ১টি আর্থিক এর সিনিয়র অফিসার-২০২১] ➺ পাঁচালি

❐ পাঁচালিকার হিসাবে সর্বাধিক খ্যাতি কার ছিল? [৪১ তম বিসিএস-২০২১] ➺ দাশরথি রায়


 

💥 বাংলা গদ্যের উদ্ভব ও ক্রমবিকাশ


 

🍁 বাংলা গদ্যের সূচনা হয় - [পিএসসি এর সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা-২০২২] ➺ উনিশ শতকে

❐ বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? [২৮ তম বিসিএস] ➺ উনিশ শতকে

❐ বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? [সাধারণ পুলের আওতায় বিভিন্ন মন্ত্রনালয়ের সহকারী প্রোগ্রামার, উপসহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা-২০১৬] ➺ আধুনিক যুগ

❐ উপন্যাস কোন যুগের সৃষ্টি? [স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী-২০০৪] ➺ আধুনিক যুগের ।

❐ কোন সাল থেকে বাংলা সাহিত্যে আধুনিক যুগ শুরু হয়? [বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এর প্রাণরসায়নবিদ-২০২৩] ➺ ১৮০১

❐ গদ্য সাহিত্য কোন যুগের সৃষ্টি? [বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট-২০১৯] ➺ আধুনিক যুগ ।

❐ বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ব্রাক্ষণ রোমান ক্যাথলিক সংবাদ এর রচয়িতা কে? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী শ্রম অফিসার- ২০০৩] ➺ দোম অ্যান্তোনিয়ো দো রোজারিও।

❐ ‘ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ' নামক মুদ্রিত গ্রন্থের রচয়িতা কে? [বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এর Assistant Manager (Production Control)-2023] ➺ দোম অ্যান্তোনিও


 

💥 ফোর্ট উইলিয়াম কলেজ


 

🍁 ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী প্রধান পরিদর্শক ২০০৯] ➺ ১৮০০ খ্রিঃ

❐ কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় – [নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স:২০১৮] ➺ ১৮০০ সালে ।

❐ ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2004] ➺ . উইলিয়াম কেরি

❐ ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় – [২৬ তম বিসিএস] ➺ ১৮০১ সালে

❐ ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের শিক্ষক নয়? [বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি অধিদপ্তরের নির্বাহী অফিসার-২০০৭] ➺ রামমোহন রায় (উইলিয়াম কেরি, বিদ্যাসাগর, রামরাম বসু)

❐ কোন দু'জন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত? [মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা- ২০০৭] ➺ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু

❐ কোলকাতায় প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে প্রথম বাংলা বিভাগ খোলা হয় কোন সালে? [নির্বাচন কমিশন সচিবালয়ে থানা/উপজেলা নির্বাচন অফিসার-২০০৮] ➺ ১৮০১ খ্রি.

❐ “ফোর্ট উইলিয়াম যুগে” সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন- [সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার-২০১০] ➺ মৃত্যুঞ্জয় বিদ্যালংকার

❐ ফোর্ট উইলিয়াম কলেজের সাথে নিম্নোক্ত কোন মনীষীর নাম জড়িত? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১৩] ➺ মৃত্যুঞ্জয় বিদ্যালংকার

❐ 'বত্রিশ সিংহাসন' কার রচনা? [২৬ তম বিসিএস] ➺ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

❐ কোন গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করেন? [বাংলাদেশ রেলওয়ে এর উপ-সহকারী প্রকৌশলী-২০১৩] ➺ বত্রিশ সিংহাসন

❐ যে ইংরেজ ব্যক্তির কাছে বাংলাভাষা চির ঋণী হয়ে আছে তার নাম – [গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক (গণযোগাযোগ প্রশিক্ষণ)- ২০০৩] ➺ উইলিয়াম ক্যারি ।

❐ ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন - [Bangladesh Bank Assistant Director- 2015] ➺ উইলিয়াম কেরি

❐ ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2004] ➺ উইলিয়াম কেরি

❐ 'ইতিহাসমালা'র লেখক কে? [পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা-২০১৬] ➺ উইলিয়াম কেরী

❐ “কথোপকথন” গ্রন্থটি কার রচনা? [বাংলাদেশ রেলওয়ে এর উপ-সহকারী প্রকৌশলী-২০১৩] ➺ উইলিয়ম কেরি

❐ বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানের বিশেষ অবদান রয়েছে? [ "রিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা-২০১৭] ➺ ফোর্ট উইলিয়াম কলেজ ।

❐ কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? [৩৮ তম বিসিএস] ➺ রামরাম বসু

❐ ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন - [অর্থ মন্ত্রণালয়ের জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক-২০০৯] ➺ রামরাম বসু

❐ 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' গ্রন্থটির প্রণেতা – ৩৬ তম বিসিএস] ➺ রামরাম বসু

❐ কোন জন ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? [ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের এস্টিমেটর-২০১৮] ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।

❐ চন্ডীচরণ মুন্সী কে? [৪৬ তম বিসিএস] ➺ ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত

❐ বাংলা গদ্য সাহিত্যের বিকাশে কোন প্রতিষ্ঠানের বিশেষ অবদান রয়েছে? [বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর সিনিয়র একাউন্টস ক্লার্ক-২০২২] ➺ ফোর্ট উইলিয়াম কলেজ ।

💥 শ্রীরামপুর মিশন


 

🍁 শ্রীরামপুর মিশন থেকে প্রথম মাসিক সংবাদ পত্র – [বন অধিদপ্তর এর বিভিন্ন পদ-২০২২] ➺ দিগদর্শন ।

❐ শ্রীরামপুর মিশনারিদের চেষ্টায় কোন সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম পরিদপ্তরের সহকারী শ্রম পরিচালক; তারিখ-২০০৬] ➺ সমাচার দর্পন ।

❐ শ্রীরামপুরের মিশনারিরা স্মরণীয় যে জন্য – [৪র্থ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-2009] ➺ প্রথম বাংলায় মুদ্রণ

❐ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয়- [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা-২০১২] ➺ ১৯৩৬ সালে

❐ বাঙালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি? [পিএসসি কর্তৃক নির্ধারিত ১২ টি পদের নিয়োগ পরীক্ষা-২০০১] ➺ রাজা প্রতাপাদিত্য চরিত্র।


 

💥 হিন্দু কলেজ ও ইয়ংবেঙ্গল


 

🍁 ইয়ং বেঙ্গল কি? [২৮ তম বিসিএস] ➺ ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক

❐ ইয়ংবেঙ্গল বলতে কী বোঝায়? [সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা সমাজসেবা অফিসার-২০০৮] ➺ ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক

❐ 'ইয়ং বেঙ্গল' আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? [আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার-২০১৬] ➺ ডিরোজিও

❐ 'ইয়ং বেঙ্গল' গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? [৩৬ তম বিসিএস] ➺ জ্ঞানান্বেষণ

❐ ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? [৪০ তম বিসিএস] ➺ মাইকেল মধুসূদন দত্ত

💥 ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ'


 

🍁 ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' এর প্রতিষ্ঠা কোন খ্রিষ্টাব্দে? [বাতিলকৃত ২৪তম বিসিএস] ➺ ১৯২৬

❐ 'মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয় – [৪৩ তম বিসিএস] ➺ ১৯ জানুয়ারী ১৯২৬

❐ ‘মুসলিম সাহিত্য সমাজ' এর মুখপত্র ছিল - [বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা (সাধারণ)-১৯] ➺ শিখা

❐ ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্ররূপে প্রকাশিত পত্রিকাটির নাম কী? [তথ্য মন্ত্রণালয়ের অধীনে সহকারী পরিচালক-০৪] ➺ শিখা

❐ কোন পত্রিকায় ‘বুদ্ধির মুক্তি আন্দোলন' সম্পর্কিত লেখা প্রথম পরিচালক-২০২২] ➺ শিখা

❐ শিখা পত্রিকা কোন সংগঠনের সঙ্গে যুক্ত? [সোনালী ব্যাংক লি. সিনিয়র অফিসার-১৩] ➺ মুসলিম সাহিত্য সমাজ

❐ “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।”- এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত? [১৬তম বিসিএস/সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক-০৭] ➺ শিখা

❐ ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' এর প্রধান লেখক ছিলেন - [১৫তম বিসিএস] ➺ কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ

❐ মোতাহার হোসেন চৌধুরী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? [ঢাবি (গ ইউনিট)]: ১৮-১৯] ➺ বুদ্ধির মুক্তি

❐ মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিরক্ষা আবুল ফজল কোন যুগান্তরকারী আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন? [বিএসসি ইন নার্সিং প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা-২৩] ➺ বুদ্ধির মুক্তির আন্দোলন

❐ নিচের কোন ব্যক্তি ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না? [৪৪ তম বিসিএস] ➺ এস ওয়াজেদ আলি

❐ নিচের কোন ব্যক্তি ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না? [পিএসসি'র সহকারী তথ্য অফিসার: ২২] ➺ রোকেয়া সাখাওয়াত হোসেন (কাজী আবদুল ওদুদ/আবুল ফজল/কাজী মোতাহের হোসেন)

❐ মুক্তবুদ্ধির লেখক হিসাবে বিশেষ উল্লেখযোগ্য – [শ্রম মন্ত্রণালয়ের অধীনে সহকারী পরিচালক-০৫] ➺ কাজী আবদুল ওদুদ

❐ ‘শাশ্বত বঙ্গ’ গ্রন্থটির রচয়িতা কে? [বাতিলকৃত ২৪তম বিসিএস/সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা-১৬] ➺ কাজী আবদুল ওদুদ

❐ ‘রেখাচিত্র' কার রচনা? [গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক (বেতার প্রকৌশলী প্রশিক্ষণ): ০৩] ➺ আবুল ফজল

❐ ‘রেখাচিত্র’ কোন জাতীয় রচনা? [সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-১১] ➺ আত্মজীবনী

❐ ‘চৌচির’ উপন্যাসটি কার লেখা? [বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক-৯৪] ➺ আবুল ফজল

❐ আবুল ফজল বাংলা একাডেমি পুরস্কার পান কোন সালে? [সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-১১] ➺ সঠিক উত্তর নেই: (১৯৬২ সালে।)

❐ ১৯২৬ এর ‘বুদ্ধির মুক্তি আন্দোলন' কোন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক? [চবি ডি ইউনিট: ২১-২২] ➺ ঢাকা বিশ্ববিদ্যালয় মোহামেডান লিটারেরি সোসাইটি/বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি


 

🍁 মোহামেডান লিটারেরি সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে?] ➺ নওয়াব আব্দুল লতিফ

❐ বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে?] ➺ ১৯১১

💥 বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি


 

🍁 এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?] ➺ স্যার উইলিয়াম জোন্স

❐ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় – [ঢাবি খ ইউনিট: ০৭-০৮] ➺ ১৯৫২

❐ বাংলাপিডিয়া প্রকাশিত হয় – [পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ে সহকারী সচিব-২০০৫ ] ➺ এশিয়াটিক সোসাইটি কর্তৃক।

❐ বাংলাপিডিয়া কোন প্রতিষ্ঠানের উদ্যোগে প্রকাশিত হয়েছিল? [প্রতিরক্ষা বরণালয়ের উপ-সহকারী পরিচালক-২০১৬] ➺ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি

❐ বিখ্যাত বাংলাপিডিয়ার প্রকাশক কোন প্রতিষ্ঠান? [বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC) এর সহকারী পরিচালক; তারিখঃ ০৮.১২.২০০৬] ➺ এশিয়াটিক সোসাইট অব বাংলাদেশ ।

❐ ‘বাংলাপিডিয়া’ প্রকাশের উদ্যোক্তা – [বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা-২০২২] ➺ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি

❐ ‘বাংলাপিডিয়া' হচ্ছে – [আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের অফিস সহায়ক-২০২০] ➺ জাতীয় জ্ঞানকোষ ।

❐ বাংলা পিডিয়া'র প্রধান সম্পাদক কে? [প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসার: ০৪] ➺ সিরাজুল ইসলাম


 

💥 বাংলা একাডেমি


 

🍁 বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় কখন? [তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক-২০০৪] ➺ ৩ ডিসেম্বর, ১৯৫৫ ৷

❐ বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? [১৬তম বিসিএস] ➺ ১৯৫৫ খ্রিস্টাব্দে

❐ বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে বর্তমানে কোন প্রতিষ্ঠানের সমধিক খ্যাতি বিদ্যমান? [খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-2006] ➺ বাংলা একাডেমি

❐ বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল? [পল্লী উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী-২০১৪] ➺ বর্ধমান হাউজ

❐ ‘বাংলা একাডেমী' পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ঢাকা বিভাগ)–২০০৮] ➺ ১৯৬০ সাল ।

❐ একুশে গ্রন্থমেলার আয়োজক সংস্থার নাম কী? [পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা-২০১৬] ➺ বাংলা একাডেমি

❐ বাংলা একাডেমির ১ম মহাপরিচালক কে? [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন/এইচআর)-২০১৭] ➺ ড. মাযহারুল ইসলাম ।

❐ ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল? [বাংলাদেশ ডাক বিভাগ এর পোষ্টাল অপারেটর-২০১৯] ➺ বাংলা একাডেমী ।

❐ বাংলাদেশে প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০১৯] ➺ বাংলা একাডেমি।

❐ বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করে – [বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর-২০২০] ➺ ২০১০ সালে ।

❐ বাংলা একাডেমী প্রকাশিত প্রমিত বাংলা বানানের নিয়ম প্রথম কত সালে প্রকাশিত হয়? [দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ এর সহকারী ব্যবস্থাপক (জেনারেল)-২০২১] ➺ ১৯৯২

❐ প্রমিত বাংলা বানান নিয়ম চালু করেন- [প্রাণিসম্পদ অধিদপ্তর এর ল্যাবরেটরী টেকনিশিয়ান-২০২৩] ➺ বাংলা একাডেমি

❐ বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল? [বাংলাদেশ নির্বাচন কমিশন এর ডাটা এন্ট্রি অপারেটর-২০২৩] ➺ বর্ধমান হাউজ

❐ ‘বর্ধমান হাউজ' কোথায় অবস্থিত? [১৭তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা-২২] ➺ ঢাকা

❐ বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা চালু হয় কত সালে? [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)-২০২১] ➺ ১৯৭২

❐ বাংলা একাডেমি কত সালে হীরকজয়ন্তী উদযাপন করেছিল? [ঢাবি ঘ ইউনিট: ১৮-১৯] ➺ ২০১৫

❐ কোন বিষয়ের উপর বাংলা একাডেমী প্রতি বছর পুরস্কার প্রদান করে? [পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ে সহকারী সচিব-২০০৫] ➺ সাহিত্য ।

❐ বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি? [গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১১] ➺ সুন্দরম

❐ বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম – [১৫তম বিসিএস] ➺ উত্তরাধিকার


 

💥 বাংলা সাহিত্যের প্রথম


 

🍁 বাংলা সাহিত্যের আদি কবি কে? [২৯ তম বিসিএস] ➺ লুইপা

❐ লুইপা কোন যুগের কবি? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-২০২২] ➺ প্রাচীন যুগ ৷

❐ বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কী? [৪৩ তম বিসিএস] ➺ স্বর্ণকুমারী দেবী

❐ বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী রচিত প্রথম উপন্যাসের নাম কি? [বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক-২০২২] ➺ দীপনির্বাণ

❐ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (রাইন)-২০১৩] ➺ চন্দ্রাবতী।

❐ বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম নির্দেশ করুন? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুপ্ত সংকেত পরিদপ্তরের সাইফার অফিসার-২০০৫] ➺ কথোপকথন ।

❐ বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস কোনটি? [পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী-২০১০] ➺ আলালের ঘরের দুলাল

❐ বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল' কবে প্রকাশিত হয়? [ঔষধ প্রশাসন অধিদপ্তর এর অফিস সহায়ক-২০২২] ➺ ১৮৫৮ ।

❐ বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে? [তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক-২০০৪] ➺ প্যারীচাঁদ মিত্র ।

❐ বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন – [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (ভলগা)-২০১৩] ➺ প্যারীচাঁদ মিত্র।

❐ ‘আলালের ঘরের দুলাল' কার রচনা? [পররাষ্ট্র মন্ত্রণালয় এর সহকারী সাইফার ২০২২ ] ➺টেকচাঁদ ঠাকুর। (প্যারীচাঁদ মিত্র)

❐ আলালের ঘরের দুলাল কার লেখা? [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সহকারী প্রকৌশলী-২০২৩] ➺ প্যারীচাঁদ মিত্র

❐ বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি? | মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্তরে-এর অধীন অডিটর-২০১১] ➺ দুর্গেশনন্দিনী

❐ বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা ২০১৭] ➺ দুর্গেশনন্দিনী।

❐ প্রথম সার্থক বাংলা উপন্যাসের রচয়িতা কে? [বাংলাদেশ জুটমিল কর্পোরেশনের অফিসার-২০১০।] ➺ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

❐ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে? [পরিবার পরিকল্পনা অধিদল এ সহকারী প্রকল্পনা কর্মকর্তা-২০১২] ➺ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়

❐ বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক – [বন অধিদপ্তর এর বিভিন্ন পদ-২০২২] ➺ শর্মিষ্ঠা

❐ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি? [কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসাব সহকারী/অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর)- ২০২১] ➺ কৃষ্ণকুমারী

❐ বাংলা সাহিত্যে পাশ্চাত্য আদর্শে প্রথম সার্থক উপন্যাস রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়

❐ ১৯ শতকের প্রথম মুসলিম লেখক - [ শ্রম পরিদপ্তরের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসহকারী পরিচালক-২০০১] ➺ খন্দকার শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী ।

❐ বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? [১৪তম বিসিএস] ➺ বসন্ত কুমারী

❐ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার কে? [প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক; তারিখ- ২০০৭] ➺ মীর মশাররফ হোসেন ।

❐ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি? [২৮ তম বিসিএস] ➺ মীর মশাররফ হোসেন

❐ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি - [উপজেলা/থানা শিক্ষা অফিসার-২০১০] ➺ শাহ মুহম্মদ সগীর


 

💥 জীবনচরিত (সীরাত গ্রন্থ)


 

🍁 'মোস্তফা চরিত' গ্রন্থের রচয়িতা – [১১তম বিসিএস] ➺ মওলানা আকরম খাঁ

❐ মাওলানা আকরাম খাঁ রচিত ‘মোস্তফা চরিত' গ্রন্থটি - [বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর সিনিয়র একাউন্টস ক্লার্ক-২০২২] ➺ সীরাতগ্রন্থ ।

❐ মানব মুকুট' গ্রন্থটির রচয়িতা কে? [ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (DPDC) এর উপ-সহকারী প্রকৌশলী-২০২৪] ➺ এয়াকুব আলী চৌধুরী

❐ ‘বিশ্বনবী’ গ্রন্থটির রচয়িতা কে? [আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের অফিস সহায়ক-২০২০] ➺ গোলাম মোস্তফা ।

❐ কোনটি হযরত মুহম্মদ (স) এর জীবনী গ্রন্থ? [২২ তম বিসিএস] ➺ মরু ভাস্কর

❐ কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত? [২৪ তম বিসিএস (বাতিল)] ➺ মানব মুকুট

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...