Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

'মাইকেল মধুসূদন দত্ত' থেকে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সমূহ!

 💥 মাইকেল মধুসূদন দত্ত

🍁 মাইকেল মধুসূদন দত্তের জন্মসাল কোনটি? [সাব-রেজিস্ট্রার পদে নিয়োগ পরীক্ষা-২০০১] ➺ ১৮২৪।

❐ ‘একেই কী বলে সভ্যতা? কে লিখেছেন? [খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা- ২০০১।] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে – [১৩ তম বিসিএস] ➺ সনেটে

❐ 'চতুর্দশপদী কবিতাবলী' কার রচনা? [২১ তম বিসিএস] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ বাংলা সাহিত্যে সনেট প্রবর্তক হলেন – [ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা-২০০৩] ➺ মাইকেল মধুসূদন দত্ত ।

❐ দি ক্যাপটিভ লেডি কাব্যটি লিখেছেন – [ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা-২০০৩] ➺ মাইকেল মধুসূদন দত্ত ।

❐ ‘অলীক কুনাট্য রঙ্গে, মজে লো রাঢ়ে ও বঙ্গে' কারি উক্তি? [তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক, গ্রেড-২,-২০০৩] ➺ মাইকেল মধুসূদন দত্ত ।

❐ বাংলা সাহিত্যের প্রথম মহাকবি – [গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক (বেতার প্রকৌশল প্রশিক্ষণ) -২০০৩] ➺ মাইকেল মধুসূদন দত্ত ।

❐ ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' কার রচনা? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪] ➺ মাইকেল মধুসূদন দত্ত ।

❐ বুড়ো শালিকের ঘাড়ে রোঁ কোন জাতীয় শিল্পকর্ম? [বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সহকারী সুপারিনটেনডেন্ট অব সার্ভে:-২০০৫] ➺ প্রহসন ।

❐ বাংলা সাহিত্যের আধুনিকতার জনক কে? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2004] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে? [২৫ তম বিসিএস] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ একেই কি বলে সভ্যতার রচয়িতা হলেন – [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুপ্ত সংকেত পরিদপ্তরের সাইফার অফিসার-২০০৫] ➺ মাইকেল মধুসূদন দত্ত ।

❐ অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি? [জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট-2005] ➺ তিলোত্তমাসম্ভব কাব্য

❐ আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি – [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার-2005] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ বাংলা সাহিত্যে প্রথম আধুনিক কবি কে? [জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক-২০০৬] ➺ মাইকেল মধুসূদন দত্ত ।

❐ মাইকেল মধুসূদন দত্তের প্রহসন – [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম পরিদপ্তরের সহকারী শ্রম পরিচালক; তারিখ-২০০৬] ➺ একই কি বলে সভ্যতা ৷

❐ বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা কে? [সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (চট্টগ্রাম বিভাগ) ২০০৬] ➺ মাইকেল মধুসূদন দত্ত ।

❐ বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন কে? [সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (সিলেট বিভাগ) ২০০৬] ➺ মাইকেল মধুসুদন দত্ত ।

❐ মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোনটি? [প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক; তারিখ-২০০৭] ➺ সনেট এর প্রবর্তন

❐ মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত নতুন ছন্দের নাম – [বাংলাদেশ রেলওয়ের এর সহকারী কমান্ডেন্ট-20071] ➺ অমিত্রাক্ষর

❐ প্রথম বাঙালি সনেটকার? [নির্বাচন কমিশন সচিবালয়ে থানা/উপজেলা নির্বাচন অফিসার-২০০৮] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ মাইকেল মধুসুধন দত্তের 'বীরঙ্গনা কাব্য' কী ধরনের রচনা? [সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা সমাজসেবা অফিসার-২০০৮] ➺ পত্রকাব্য

❐ বাংলা কাব্যে 'অমিত্রাক্ষর ছন্দ' প্রবর্তন করেন কে? [Bangladesh Bank Assistant Director-2008] ➺ মাইকেল মধুসূধন দত্ত

❐ 'হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি' কোন কবির কবিতা থেকে নেয়া হয়েছে? [Sonali, Janata & Agrani Bank Officer (Cash Recruitment) -2008] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ "মেঘনাদবধ' কাব্যের রচয়িতা কে? [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার-20091] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ "দত্তকুলোদ্ভাব" কবি কে? [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার-20091] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ সনেট কবিতার প্রবর্তক কে? [২৯ তম বিসিএস] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক - [সমাজসেবা অধিদপ্তরের ও মাজসেবা অফিসার-২০১০] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ মাইকেল মধুসূদন দত্তের “মেঘনাদবধ কাব্য” কোন ছন্দে রচিত? [জাতীয় রাজস্ব বোর্ডের ইন্সপেক্টর/এপ্রেইজার/প্রিভেন্টিভ অফিসার/গোয়েন্দা কর্মকর্তা-২০১০] ➺ অমিত্রাক্ষর ছন্দ

❐ বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্য রচনা করেছেন - [সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকোশলী-২০১০] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ হে বঙ্গ, ভান্ডারে তব বিবিধ রতন; তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি, পর-ধন লোভে মত্ত, করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এই পঙক্তিটি কোন কবির রচনা? [সরকারী প্রাথমিক সহকারী শিক্ষক-২০১০ (বসন্ত)|] ➺ মাইকেল মধুসূদন দত্ত ।

❐ বাংলা সনেটের প্রথম রচয়িতা কে? [পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর পরিবার পরিকল্পনা পরিদর্শক/পরিবার কল্যাণ সহকারী-২০১১] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা কাব্য' কোন ধরনের কাব্য? [৩১ তম বিসিএস] ➺ পত্রকাব্য

❐ মাইকেল মধুসূদনের নাটক কোনটি? [প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক-২০১২] ➺ শর্মিষ্ঠা

❐ নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়? [আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার-২০১২] ➺ অশ্রুমালা

❐ মাইকেল মধুসূদন দত্তের 'তিলোত্তমাসম্ভব কাব্য' একটি- [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা-২০১২] ➺ কাহিনীকাব্য

❐ বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ প্রথম ব্যবহৃত হয়- [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১৩] ➺ মাইকেল মধুসূদন দত্তের ‘পদ্মাবতী' নাটকে

❐ মাইকেল মধুসূদন দত্তের রচনা কোনটি? [কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক-২০১৩] ➺ ক্যাপটিভ লেডী

❐ মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল - [তথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার-২০১৩] ➺ ১৮২৪-১৮৭৩

❐ মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি? [৩৪ তম বিসিএস] ] ➺ বেতাল পঞ্চবিংশতি

❐ “মেঘনাদবধ কাব্য” কার লেখা? [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা)-২০১৫] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি? [সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এর সহকারী থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা-২০১৫] ➺ মেঘনাদবধ

❐ রাধাকৃষ্ণ বিষয়ক রচনা কোনটি? [জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৫] ➺ ব্রজাঙ্গনা (মাইকেল মধুসূদন দত্ত)

❐ 'মেঘনাদবধ কাব্য' এর রচয়িতা কে? [জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৫] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ 'একেই কি বলে সভ্যতা' কোন ধরনের নাটক? [শিক্ষা মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়' উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৫] ➺ প্রহসন (মাইকেল মধুসূদন দত্ত)

❐ মাইকেল মধুসূদন দত্তের “কৃষ্ণকুমারী” কোন ধরনের নাটক? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই জুনিয়র ইনস্ট্রাক্টর -২০১৬] ➺ ট্র্যাজিডি

❐ মাইকেল মধুসূদন দত্ত'র নাটক কোনটি? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইনস্ট্রাক্টর-২০১৬] ➺ কৃষ্ণকুমারী

❐ 'বঙ্গভাষা' কবিতার রচয়িতা কে? [পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা-২০১৬] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? [৩৬ তম বিসিএস] ➺ বীরাঙ্গনা

❐ কোন কবিতাটি চতুর্দশপদী? [স্বাস্থ্য মন্ত্রণালারের অধীন সহকারী প্রকৌশলী-২০১৬] ➺ বঙ্গভাষা

❐ মাইকেল মধুসূদন দত্তের ‘বঙ্গভাষা’ কবিতাটি কোন ছন্দে রচিত? [বিভিন্ন] ➺ অক্ষরবৃত্ত।

❐ মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতাটি মূলত কী ভাব] ➺ আত্মগ্লানি

❐ মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য' ইংরেজিতে প্রথম অনুবাদ করেন কে? [রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী-২০১৭] ➺ রাজনারায়ণ বসু ।

❐ ‘বীরাঙ্গনা কাব্য' কার রচনা? [তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভির সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৭] ➺ মাইকেল মধুসূদন দত্ত ।

❐ বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে? [১৪তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা-২০১৭] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ মাইকেল মধুসূদন দত্তের জন্ম স্থান কোনটি? [নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স-২০১৮] ➺ যশোর ।

❐ নিচের কোনটি একটি মাইকেল ধাতুর দৃষ্টান্ত - [Bangladesh bank; officer (general)-2018] ➺ পাবিত্রি

❐ ‘মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাবধ কাব্য' কী ধরনের রচনা? [ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের বিল্ডিং ওভারশিয়ার- ২০১৮] ➺ মহাকাব্য ।

❐ ‘তিলোত্তমাসম্ভব' কাব্য গ্রন্থের রচয়িতা কে? [বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এর সহকারী ব্যবস্থাপক-২০১৮] ➺ মাইকেল মধুসূদন দত্ত ।

❐ প্রথম বাঙালী সনেট কার লেখা? [বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ব্যক্তিগত সহকারী-২০১৯] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ বাংলা সাহিত্যের প্রথম মহাকবি? [বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-২০১৯] ➺ মাইকেল মধুসূদন দত্ত ।

❐ মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটি? [বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-২০১৯] ➺ বীরাঙ্গনা।

❐ বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দ ও সনেটের প্রবর্তন করেন – [পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০১৯] ➺ মাইকেল মধুসূদন দত্ত ।

❐ বাংলা কবিতার আধুনিকতার প্রবর্তক কে? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর হিসাবরক্ষক-২০১৯] ➺ মাইকেল মধুসূদন দত্ত ।

❐ দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? [৪০ তম বিসিএস] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? [৪০ তম বিসিএস] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ ‘সেই ধন্য নরকুলে কাকে যাবে নাহি ভুলে', পঙক্তিটি কার? [দুর্নীতি দমন কমিশন (উপ-সহকারী পরিচালক)-২০২০] ➺ মাইকেল মধুসূদন দত্ত ।

❐ মাইকেল মধুসূদন দত্তের ‘একই কি বলে সভ্যতা' কোন ধরনের নাটক? [সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা-২০২১] ➺ সামাজিক প্রহসন ।

❐ ‘উর্ধ্বশির যদি তুমি কুলে মনে ধনে; করিওনা ঘৃণা তব নীচ শির জনে! কবিতাংশটি কার রচনা? [বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (সহকারী পরিচালক)-২০২১] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ ‘ক্ষুদ্র শত্রু ভবি লোকে অবহেলা যারে,/বহুবিধ সঙ্কটে সে ফেলাইতে পারে।' কবিতার লাইন দুটি কার রচনা? [Microcredit Regulatory Authority (সহকারী পরিচালক)-২০২১] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ বাংলা সাহিত্যে সার্থক মহাকব্যের রচয়িতা - বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এর সিনিয়র ইন্সট্রাক্টর-২০২১] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ ‘জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে? এ উক্তিটি কার? [বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর নিরাপত্তা অফিসার-২০২১] ➺ মাইকেল মধুসূদন দত্তের

❐ সাগরদাঁড়ি গ্রামে জন্ম গ্রহণ করেন – [বিভিন্ন মন্ত্রণালয় এর ব্যক্তিগত কর্মকর্তা ২০২২] ➺ মাইকেল মধুসূদন দত্ত ।

❐ নিচের কোনটি মাইকেল মধুসদূন দত্তের রচনা নয়? [ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার-২০২২] ➺ অশ্রুমালা (কৃষ্ণকুমারী/শর্মিষ্ঠা/পদ্মাবতী)

❐ ‘ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারী দশা তবে কেন তোর আজি’ কোন কবির লেখা? [কমিউনিটি বেইজড হেলথ কেয়ার এর কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার-২০২২] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায়? [দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কোর্ট পরিদর্শক-২০২২] ➺ কেশবপুর

❐ চতুর্দশপদী কবিতা রচনায় মাইকেল মধুসুদন দত্ত কার দ্বারা প্রভাবিত হন? [সংসদ সচিবালয় এর ব্যাক্তিগত কর্মকর্তা (নন ক্যাডার)-২০২৩] ➺ পেত্রার্ক

❐ মাইকেল মধুসূদন দত্তের "মেঘনাদ বধ" কাব্যের উৎস কি? [সমবায় অধিদপ্তর এর পরিদর্শক/প্রশিক্ষক-২০২৩] ➺ রামায়ণ

❐ 'মেঘনাদবধ কাব্যের কবির নাম কী? [বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এর প্রাণরসায়নবিদ-২০২৩] ➺ মাইকেল মধুসূধন দত্ত

❐ মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ‘অমিত্রাক্ষর ছন্দ' প্রকৃত পক্ষে বাংলা কোন ছন্দের নব-রূপায়ণ? [৪৫ তম বিসিএস] ➺ অক্ষরবৃত্ত ছন্দ

❐ মাইকেল মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক নাটক কোনটি? [সিভিল সার্জন কার্যালয়, কুমিল্লা এর স্বাস্থ্য সহকারী-২০২৪] ➺ কৃষ্ণকুমারী

❐ মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ- [পররাষ্ট্র মন্ত্রণালয় এর ব্যক্তিগত কর্মকর্তা-২০২৪] ➺ অমিত্রাক্ষর

❐ মাইকেল মধুসূদন দত্তের প্রবর্তিত ছন্দ-[বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর সিনিয়র স্টাফ নার্স-২০২৪] ➺ অমিত্রাক্ষর

❐ মাইকেল মধুসূদন দত্ত এর প্রহসন-[বাংলাদেশ রেলওয়ে এর উপ-সহকারী প্রকৌশলী-২০২৪] ➺ একেই বলে সভ্যতা

❐ 'কপোতাক্ষ নদ' কবিতাটি কার লেখা? [দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর মিটার রিডার কাম মেসেঞ্জার-২০২৪] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ মধুসূদন খ্রিষ্টধর্মে দীক্ষিত হন – [সমাজসেবা অধিদপ্তরের উপসহকারী পরিচালক/সহকারী ব্যবস্থাপক-২০০৫] ➺ ১৮৪৩ খ্রিষ্টাব্দে ।

❐ মধুসূদনের মৃত্যূ হয় কোথায়? [ শ্রম পরিদপ্তরের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসহকারী পরিচালক-২০০১] ➺ আলিপুর হাসপাতালে ।

❐ নিম্নগ্রন্থগুলোর মধ্যে মধুসূদনের রচিত কোনটি? [ শ্রম পরিদপ্তরের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসহকারী পরিচালক-২০০১] ➺ মায়াকানন ।

❐ মধুসূদন দত্ত রচিত 'বীরাঙ্গনা' – [১২তম বিসিএস] ➺ পত্রকাব্য

❐ একেই কি বলে সভ্যতা এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী শ্রম অফিসার-২০০৩] ➺ প্রহসন।

❐ কোনটি শুদ্ধ? [নির্বাচন কমিশন সচিবালয়ে জেলা নির্বাচক আফসার কারা চির-১০০৪] ➺ মধুসূদন ।

❐ ‘তিলোত্তমা’ কাব্যটি কার রচিত? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম পরিদপ্তরের সহকারী শ্রম পরিচালক; তারিখ-২০০৬] ➺ মধুসূদন দত্ত।

❐ বাংলা কাব্যসাহিত্যে আধুনিকতার জনক কে? [শ্রম পরিদপ্তরে জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা-২০০৯] ➺ মধুসূদন দত্ত

❐ মধুসূদন দত্তের “মেঘনাদবধ কাব্য” এর কাহিনী কোন মহাকাব্য থেকে নেয়া? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক- ২০১০] ➺ রামায়ণ

❐ মধুসূদন দত্ত রচিত ‘কপোতাক্ষ নদ' কবিতাটি কোন ধরনের? | স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল)- ২০১৭] ➺ চতুর্দশপদী ।

❐ কপোতাক্ষ নদ কোন জাতীয় কবিতা? [তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরে সহকারী তথ্য অফিসার-২০০৫] ➺ সনেট।

❐ কোনটি মধুসূদন দত্তের পত্র কাব্য? [পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের ফিল্ড সুপারভাইজার-২০১৮] ➺ বীরাঙ্গনা ।

❐ মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক নাটক কোনটি? [পিটিটিআই ইন্সট্রাক্টর-২০১৯] ➺ কৃষ্ণকুমারী

❐ 'ব্রজাঙ্গনা' কাব্য কোন কবির রচনা? [বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন এর বিভিন্ন পদ-২০২৩] ➺ মধুসূদনের

❐ মাইকেল মধুসূদন দত্ত কোন শতাব্দীতে জীবিত ছিলেন? [মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক: ০৩] ➺ উনবিংশ শতাব্দী

❐ বাংলা ভাষায় প্রহসনের প্রথম রচয়িতা? [বাংলাদেশ সুপ্রীম কোর্ট (আপিল বিভাগ) এর প্রটোকল অফিসার: ২৩] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ 'অমিত্রাক্ষর' ছন্দের বৈশিষ্ট্য হলো – [২৫ তম বিসিএস] ➺ অন্ত্যমিল নেই

❐ বাংলা ভাষায় প্রথম আধুনিক সনেট রচনা করেছন কে? [ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের এস্টিমেটর-২০১৮] ➺ মধুসূদন দত্ত।

❐ মধুসূদন দত্ত কোন ছন্দ প্রথা ভেঙে নতুন ছন্দ গড়লেন? [চবি ডি ইউনিট: ২০-২১] ➺ পয়ার

❐ 'সনেট' কত লাইন হয়? [গণপূর্ত অধিদপ্তর এর অফিস সহায়ক-২০২৩] ➺ ১৪

❐ 'সনেট' শব্দটি কোন ভাষা থেকে আগত? [মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর হিসাব সহকারী-২০২৩] ➺ ইতালিয়ান

❐ বাংলা ভাষায় প্রথম সনেট লেখেন – [নিরাপদ খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদ-২০১৯] ➺ মধুসূদন দত্ত।

❐ সনেট কবিতায় কয়টি চরণ থাকে? [দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-২০১৯] ➺ ১৪ টি।] ➺

❐ সনেটের ক'টি অংশ? [২৪ তম বিসিএস (বাতিল)] ➺ দুটি

❐ সনেটের প্রথম ভাগে কত লাইন হয়? [জনপ্রশাসন মন্ত্রণালয়'র ব্যক্তিগত কর্মকর্তা-২০১৬] ➺ ৮

❐ সনেটের শেষ অংশকে কি বলে? [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা)-২০১৫] ➺ ষষ্টক

❐ কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত নয়? [চবি ডি ইউনিট: ২০-২১] ➺ সাধের আসন (বীরাঙ্গনা/ব্রজাঙ্গনা/মেঘনাদবধ কাব্য)

❐ মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থের নাম কী? [বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক: ২০১৮] ➺ তিলোত্তমাসম্ভব কাব্য

❐ মেঘনাদ বধ কাব্যের রচনা কাল – [বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭] ➺ ১৮৬১।

❐ কত সালে ‘মেঘনাদবধ কাব্য’ প্রথম প্রকাশিত হয়? [৩৮ তম বিসিএস] ➺ ১৮৬১

❐ ‘মেঘনাদবধ কাব্যে, যুদ্ধের সময় পশ্চিম দুয়ারে রক্ষ হিসেবে কে ছিল? [পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা-২০০৬] ➺ বীর নীল

❐ মেঘনাদ বধ কাব্যে সর্গ সংখ্যা কয়টি? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক-২০০৭] ➺ ৯টি।

❐ আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্য কোনটি? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009] ➺ মেঘনাদবধ

❐ মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ' কাব্যের উৎস কি? [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (রাইন)-২০১৩] ➺ রামায়ণ ।

❐ মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী উপজেলা /থানা শিক্ষা অফিসার-২০১৬] ➺ মেঘনাদবধ

❐ ‘মেঘনাদবধ কাব্য' এর কাহিনী কোথা থেকে গৃহীত? [ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার-২০১৭] ➺ রামায়ণ ।

❐ ‘অরিন্দম’ কে? [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা (সাধারণ) -২০১৮] ➺ মেঘনাদ ।

❐ ‘এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে'। এখানে অরিন্দম' কে? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-২০২২] ➺ মেঘনাদ ।

❐ ‘মেঘনাদবধ’ কোন আঙ্গিকের সাহিত্যকর্ম? [বিভিন্ন মন্ত্রণালয় এর ব্যক্তিগত কর্মকর্তা-২০২২] ➺ মহাকাব্য ।

❐ 'মেঘনাদবধ কাব্যের কবির নাম কী? [বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এর প্রাণরসায়নবিদ-২০২৩] ➺ মাইকেল মধুসূধন দত্ত

❐ মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য’ প্রকৃতপক্ষে কোন রসের কাব্য? [থানা সহকারী শিক্ষা অফিসার: ৯৯] ➺ বীররস

❐ বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি? [১৪ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-২০২১] ➺ বীরাঙ্গনা

❐ ‘বীরাঙ্গনা' কাব্য গ্রন্থটি কোন ধরনের রচনা – [বন অধিদপ্তর এর বিভিন্ন পদ-২০২২] ➺ পত্রকাব্য ।

❐ 'বীরঙ্গনা' কাব্যে পত্র সংখ্যা কত? [বহিরাগত ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১৪] ➺ ১১

❐ ‘কৃষ্ণকুমারী’ কী? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর হিসাবরক্ষক-২০১৯] ➺ একটি ট্রাজেডি নাটক ।

❐ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক – [কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা-২০১৭] ➺ কৃষ্ণকুমারী

❐ মাইকেল মধুসূদন দত্তের ‘বঙ্গভূমির প্রতি' কবিতাটি একটি? [বিসিএসআইআর নিয়োগ পরীক্ষা: ২০১৭] ➺ পত্র কবিতা

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...