Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-১৯৯৫

 

১. বেইজিং এ অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের উদ্যোক্তা কারা ?

  •  চীন
  •  যুক্তরাষ্ট্র
  •  জাপান
  •  জাতিসংঘ
ব্যাখ্যা: বেইজিং এ অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের উদ্যোক্তা হলো জাতিসংঘ। চতুর্থ বিশ্ব নারী সম্মেলন (১৯৯৫) ছিল জাতিসংঘের উদ্যোগে আয়োজিত একটি সম্মেলন, যা চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নারী অধিকার কর্মী, সরকারি প্রতিনিধি এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন। এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করা।

২. পৃথিবীতে শক্তির প্রধান উৎস কি ?

  •  কয়লা
  •  তেল
  •  পানি
  •  সূর্য
ব্যাখ্যা: পৃথিবীতে শক্তির প্রধান উৎস হল সূর্য। সূর্য থেকে প্রাপ্ত শক্তিকে সৌর শক্তি বলে। সৌরশক্তি একটি নবায়নযোগ্য শক্তি। সর্বশেষ মানুষ এ অফুরন্ত শক্তিকে কাজে লাগাচ্ছে।

৩. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে শালন করা হয় ?

  •  ১৩ই ডিসেম্বর
  •  ১৪ই ডিসেম্বর
  •  ১৫ই ডিসেম্বর
  •  ১৬ই ডিসেম্বর
ব্যাখ্যা: ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা মিলে বাংলাদেশের অনেক বিজ্ঞানী, পণ্ডিত, সাহিত্যিক তথা এ দেশের বুদ্ধিজীবীদেরকে অর্বিচারে হত্যা করে। তাদের স্মরণে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।

৪. কোনটি সঠিক বাক্য ?

  •  He asked me did I pass
  •  He Asked me if I passed
  •  He asked me if I had passed
  •  He asked me if I have passed
ব্যাখ্যা: সঠিক বাক্যটি হলো: He asked me if I had passed.

৫. “I congratulated him---his success.” -বাক্যটির শূন্যস্থানে কোনটি বসবে ?

  •  for
  •  to
  • on
  • at
ব্যাখ্যা: “I congratulated him on his success.” -বাক্যটির শূন্যস্থানে on বসবে। ইংরেজি ভাষায় “congratulate” শব্দের পরে সাধারণত “on” প্রিপোজিশনটি ব্যবহৃত হয়।

৬. “He is the --- teacher in the school.” বাক্যটির শূন্যস্থানে কোনটি বসবে ?

  •  good
  •  bad
  •  worse
  •  best
ব্যাখ্যা: “He is the --- teacher in the school.” বাক্যটির শূন্যস্থানে best বসবে। এখানে “the” থাকার কারণে সুপারলেটিভ ডিগ্রি বসবে। তাই সঠিক উত্তর “best” হবে।

৭. যে পরিমাণ চালে ২০০ জন লোকের ২০ সপ্তাহ চলে, তাতে কত লোকের ৮ সপ্তাহ চলবে ?

  •  ৪০০ জন
  •  ৫০০ জন
  •  ৫৫০ জন
  •  ৬০০ জন
ব্যাখ্যা: এখানে, ২০০ জন লোকের ২০ সপ্তাহ চলে।
সুতরাং, ১ জন লোকের চলে (২০০ × ২০) সপ্তাহ = ৪০০০ সপ্তাহ।
এখন, ৪০০০ সপ্তাহ চলে ১ জন লোকের।
তাহলে, ৮ সপ্তাহ চলবে (৪০০০ ÷ ৮) জন লোকের = ৫০০ জন লোকের।
সুতরাং, যে পরিমাণ চালে ২০০ জন লোকের ২০ সপ্তাহ চলে, তাতে ৫০০ জন লোকের ৮ সপ্তাহ চলবে।

৮. x+1x=3 হলে x3+1x3 = কত ?

  •  9
  •  12
  •  18
  •  21
ব্যাখ্যা: দেওয়া আছে, x+1x=3
প্রদত্ত রাশি = x3+1x3
(x+1x)3-3·x·1x(x+1x)
33-3×3
= 27 - 9
= 18

৯. সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি ?

  •  দৈর্ঘ্য × প্রস্থ
  •  (ভূমি × উচ্চতা)
  •  ভূমি × উচ্চতা
  •  এর কোনটি নয়
ব্যাখ্যা: সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো: ভূমি × উচ্চতা । অর্থাৎ, সামান্তরিকের ভূমি এবং উচ্চতা গুণ করলেই ক্ষেত্রফল পাওয়া যায়।

১০. The teacher failed to make the students -- to him. শূন্যস্থানে কোনটি বসবে ?

  •  to listen
  •  listening
  •  listen
  •  listened
ব্যাখ্যা: The teacher failed to make the students listen to him. এখানে “make” শব্দটি Causative verb হিসেবে ব্যবহৃত হয়েছে। Causative verb এর পরে ভার্ব এর বেইস ফর্ম বসে। তাই “listen” সঠিক উত্তর।

১১. ইউনেস্কোর (UNESCO) সদর দফতর কোথায় অবস্থিত ?

  •  প্যারিস
  •  জেনেভা
  •  রোম
  •  ভিয়েনা
ব্যাখ্যা: ইউনেস্কোর সদর দফতর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। ইউনেস্কো (UNESCO) এর পূর্ণরূপ হলো জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (United Nations Educational, Scientific and Cultural Organization)। এই সংস্থাটি ১৯৪৫ সালের ১৬ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়। ইউনেস্কোর প্রধান কাজ হলো শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। বিশ্বজুড়ে বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান সংরক্ষণের জন্য ইউনেস্কো কাজ করে থাকে।

১২. প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয় ?

  •  ঢাকা
  •  কাঠমান্ডু
  •  নয়াদিল্লী
  •  কলম্বো
ব্যাখ্যা: প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ১৯৮৪ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সাফ গেমস অনুষ্ঠিত হয় ২ বছর পর পর ।

১৩. ২০০০ সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বয়স্ক শিক্ষার হার শতকরা কতভাগে উন্নীত করার জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ?

  •  ৬২%
  •  ৭২%
  •  ৭৫%
  •  ৮০%
ব্যাখ্যা: ২০০০ সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বয়স্ক শিক্ষার হার ৭৫% উন্নীত করার জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

১৪. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি অংকদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত ?

  •  ১৪
  •  ২৫
  •  ৩৬
  •  ৪৭
ব্যাখ্যা: ধরি, দশক স্থানীয় অঙ্ক = x
সুতরাং, একক স্থানীয় অঙ্ক = x + ৩
তাহলে সংখ্যাটি হবে = ১০x + (x + ৩) = ১১x + ৩
প্রশ্নমতে, সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি।
অর্থাৎ, ১১x + ৩ = ৩(x + x + ৩) + ৪
বা, ১১x + ৩ = ৬x + ৯ + ৪
বা, ১১x - ৬x = ১৩ - ৩
বা, ৫x = ১০
বা, x = ২
সুতরাং, সংখ্যাটি = ১১ × ২ + ৩ = ২৫
সুতরাং, সংখ্যাটি হলো ২৫।

১৫. বাংলাদেশের একজন প্রখ্যাত জনপ্রিয় বিজ্ঞান লেখক কে ?

  •  আবদুল্লাহ আল-মুতী
  •  বদরউদ্দিন উমর
  • কবির চৌধুরী
  • আশরাফ সিদ্দিকী
ব্যাখ্যা: আবদুল্লাহ আল-মুতী বাংলাদেশের একজন প্রখ্যাত জনপ্রিয় বিজ্ঞান লেখক। আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন (১ জানুয়ারি ১৯৩০ - ৩০ নভেম্বর ১৯৯৮) ছিলেন বাংলাদেশের একজন শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক, বিজ্ঞান কর্মী এবং সরকারি কর্মকর্তা। তিনি আবদুল্লাহ আল-মুতী নামেই সমধিক পরিচিত। বিজ্ঞান জনপ্রিয় করণে ভূমিকা রাখার জন্য তিনি ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার লাভ করেন। তিনি বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে সহজ ও সাবলীল ভাষায় সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারতেন। তার লেখা বইগুলো মূলত শিশুদের এবং কিশোর-কিশোরীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে সাহায্য করতো। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে এসো বিজ্ঞানের রাজ্যে, যেখানে তিনি বিজ্ঞানের বিভিন্ন মজার ও আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন। আবিষ্কারের নেশায় বইটিতে তিনি বিখ্যাত বিজ্ঞানীদের আবিষ্কারের গল্পগুলো তুলে ধরেছেন, যা পাঠকদের মনে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করে। রহস্যের শেষ নেই এবং সাগরের রহস্যপুরী বইগুলোতে তিনি প্রকৃতির বিভিন্ন রহস্য এবং সমুদ্রের অজানা জগৎ সম্পর্কে আলোচনা করেছেন। ফুলের রাজ্যে কয়েকদিন এবং কীটপতঙ্গের অবাক কাণ্ড বইগুলোতে তিনি যথাক্রমে ফুল এবং কীটপতঙ্গের জগৎ সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। এছাড়া, এ বিশ্বকে জানোমেঘ বৃষ্টি রোদ এর মতো বইগুলোতে তিনি আমাদের চারপাশের বিভিন্ন প্রাকৃতিক ঘটনা এবং পরিবেশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। তার লেখা প্রতিটি বই-ই বিজ্ঞানকে সহজভাবে উপস্থাপনের এক অনন্য নিদর্শন।

১৬. “বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর/অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।” কবিতাংশটি কোন কবির লেখা ?

  •  রবীন্দ্রনাথ ঠাকুর
  •  কাজী নজরুল ইসলাম
  •  গোলাম মোস্তফা
  •  বেগম সুফিয়া কামাল
ব্যাখ্যা: “বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর/অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।” কবিতাংশটি কাজী নজরুল ইসলামের 'নারী' কবিতার অংশ। কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক, এবং যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকার জন্য পরিচিত। তার এই কবিতাংশটি নারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি তার লেখনীর মাধ্যমে নারী-পুরুষের সমতার কথা তুলে ধরেছেন।

১৭. কোনটি শুদ্ধ বানান ?

  •  Wellcome
  •  Tuition
  •  Institusion
  •  Successfull
ব্যাখ্যা: শুদ্ধ বানান হলো: Tuition. অন্যান্য বানানগুলো ভুল: Wellcome - সঠিক বানান Welcome , Institusion - সঠিক বানান Institution , Successfull - সঠিক বানান Successful.

১৮. ময়ূরের ডাককে এক কথায় কি বলে ?

  •  কুহু
  •  কেকা
  •  কুত্তি
  •  কীর্তি
ব্যাখ্যা: ময়ূরের ডাককে এক কথায় কেকা বলে।

১৯. কোনটি বিদেশী শব্দ ?

  •  হাত
  •  ডাগর
  •  হায়াত
  •  নাগর
ব্যাখ্যা: 'হাত' তদ্ভব শব্দ, 'নাগর ও ডাগর' দেশি শব্দ আর 'হায়াত' বিদেশি (আরবী শব্দ)।

২০. “Empty vessels sound much” এর সমার্থক প্রবাদ বাক্য কোনটি ?

  •  All that glitters is not gold
  •  A little learning is a dangerous thing
  •  Haste makes waste
  •  Barking dogs seldom bite
ব্যাখ্যা: 'Empty vessels sound much' এর সমার্থক প্রবাদ বাক্য হলো: A little learning is a dangerous thing. উভয় প্রবাদ বাক্যই বোঝায় যে, অল্প জ্ঞান বা অগভীর জ্ঞানীরা বেশি কথা বলে বা নিজেদেরকে বেশি জাহির করে। 'Empty vessels sound much' - খালি কলস বাজে বেশি, অর্থাৎ অল্প জ্ঞানীরা বেশি কথা বলে। ‘A little learning is a dangerous thing’ - অল্প বিদ্যা ভয়ঙ্করী, অর্থাৎ অল্প জ্ঞানীরা ভুল পথে চালিত হতে পারে এবং অন্যদেরও বিপদে ফেলতে পারে।

২১. “Macbeth” নাটকটি কার লেখা ?

  •  William Wordsworth
  •  William Shakespeare
  •  John Milton
  •  George Bernard Shaw
ব্যাখ্যা: ‘ম্যাকবেথ’ নাটকটি উইলিয়াম শেক্সপিয়রের লেখা। উইলিয়াম শেক্সপিয়র ছিলেন ইংরেজি ভাষার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক। তিনি ১৫৬৪ সালে জন্মগ্রহণ করেন এবং ১৬১৬ সালে মৃত্যুবরণ করেন। তিনি বহু নাটক ও কবিতা রচনা করেছেন, যার মধ্যে ‘ম্যাকবেথ’ অন্যতম। ‘ম্যাকবেথ’ একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক, যেখানে ক্ষমতার লোভ এবং পরিণতির কথা তুলে ধরা হয়েছে ।

২২. “Wisdom” শব্দের বাংলা অর্থ কি ?

  •  বুদ্ধি
  •  জ্ঞান
  •  প্রজ্ঞা
  •  মেধা
ব্যাখ্যা: ‘Wisdom’ শব্দের বাংলা অর্থ হলো: প্রজ্ঞা

২৩. “স্বাধীনতা তুমি” কবিতাটি কার লেখা ?

  •  রবীন্দ্রনাথ ঠাকুর
  •  কাজী নজরুল ইসলাম
  •  শামসুর রাহমান
  •  বেগম সুফিয়া কামাল
ব্যাখ্যা: “স্বাধীনতা তুমি” কবিতাটি শামসুর রাহমানের লেখা। শামসুর রাহমান বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক কবি। তিনি নাগরিক জীবনের যন্ত্রণা এবং সমকালীন রাজনৈতিক ও সামাজিক ঘটনা তাঁর কবিতায় তুলে ধরেছেন। তাঁর কবিতায় স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, প্রেম, প্রকৃতি, এবং মানুষের জীবন ও স্বপ্ন গভীরভাবে প্রতিফলিত হয়েছে। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো: প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০), রৌদ্র করোটিতে (১৯৬৩), বিধ্বস্ত নীলিমা (১৯৬৭), নিজ বাসভূমে (১৯৭০), বন্দী শিবির থেকে (১৯৭২), দুঃসময়ে মুখোমুখি (১৯৭৩), ফিরিয়ে নাও ঘাতক কাঁটা (১৯৭৪), আদিগন্ত নগ্ন পদধ্বনি (১৯৭৪), এক ধরনের অহংকার (১৯৭৫), আমি অনাহারী (১৯৭৬)। শামসুর রাহমানের কবিতা শুধু সমকালীন সমাজের দর্পণ নয়, বরং তা সার্বজনীন মানবিক অনুভূতিরও প্রকাশ ঘটায়।

২৪. প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রির নাম কি ?

  •  ব্যারিস্টার জমির উদ্দিন সরকার
  •  অধ্যাপিকা জাহানারা বেগম
  •  ডঃ খন্দকার মোশাররফ হোসেন
  •  বেগম খালেদা জিয়া
ব্যাখ্যা: যখন পরীক্ষা অনুষ্ঠিত হয় তখন খালেদা জিয়া উক্ত দায়িত্বে ছিলেন। কাজেই এই প্রশ্নটি এখন আর ভ্যালিড নয় ।

২৫. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রধানের পদবী কি ?

  •  চেয়ারম্যান
  •  মহা-ব্যবস্থাপক
  • মহা-পরিচালক
  • সচিব
ব্যাখ্যা: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কর্মকর্তার পদবী হলো মহাপরিচালক। বর্তমান মহাপরিচালক হলেন মোঃ আব্দুস সামাদ ।

২৬. a = 1, b = -1, c = 2, d = -2 হলে a - ( -b ) - ( -c ) - ( -d ) = কত ?

  •  0
  •  1
  •  2
  •  3
ব্যাখ্যা: a - (-b) - (-c) - (-d)
= ১ - {-(-১)} - (-২) - {-(-২)}
= ১ - ১ + ২ - ২
= ১ + ২ - ১ - ২
= ৩ - ৩
= ১

২৭. কোন সংখ্যাটি বৃহত্তম ?

  •  ০.৩০
  •  ০.৯০
  •  
  •  
ব্যাখ্যা: এখানে প্রদত্ত সংখ্যাগুলো হলো:
০.৩০ = ০.৩০
০.৯০ = ০.৯০
 = ০.৮০
 = ০.৮৭৫
প্রাপ্ত দশমিক ভগ্নাংশ থেকে দেখা যায় যে ০.৯০ ই বৃহত্তম ।

২৮. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৩ ও ৪ সেন্টিমিটার। অতিভুজের দৈর্ঘ্য কত ?

  •  ৫ সেন্টিমিটার
  •  ৬ সেন্টিমিটার
  •  ৭ সেন্টিমিটার
  •  ৮ সেন্টিমিটার
ব্যাখ্যা: আমরা জানি, সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ = লম্বের বর্গ + ভূমির বর্গ।
এখানে, লম্ব = ৩ সেন্টিমিটার এবং ভূমি = ৪ সেন্টিমিটার।
সুতরাং, অতিভুজের বর্গ = ৩² + ৪² = ৯ + ১৬ = ২৫
সুতরাং, অতিভুজ = √২৫ = ৫ সেন্টিমিটার।

২৯. 'পেসো' কোন্ দেশের মুদ্রার নাম ?

  •  থাইল্যান্ড
  •  সিঙ্গাপুর
  •  ইন্দোনেশিয়া
  •  ফিলিপাইন
ব্যাখ্যা: পেসো হলো ফিলিপাইনের মুদ্রার নাম।

৩০. গ্রীনিচ মান সময় থেকে বাংলাদেশের সময় কত ঘণ্টা আগে ?

  •  ৫ ঘণ্টা
  •  ৬ ঘণ্টা
  •  ১০ ঘণ্টা
  •  ১২ ঘণ্টা
ব্যাখ্যা: গ্রীনিচ মান সময় থেকে বাংলাদেশের সময় ৬ ঘণ্টা আগে। গ্রীনিচ মান সময় (GMT) হলো যুক্তরাজ্যের লন্ডনের নিকটবর্তী গ্রীনিচ মানমন্দিরের উপর ভিত্তি করে নির্ধারিত বিশ্বব্যাপী সময় অঞ্চল। এই সময় অঞ্চলটি মূলত ১৮৮৪ সালে আন্তর্জাতিক মেরিডিয়ান সম্মেলনে প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে, বাংলাদেশের সময় অঞ্চল হলো বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম (BST)। এটি গ্রীনিচ মান সময় থেকে ৬ ঘণ্টা এগিয়ে। অর্থাৎ, যখন গ্রীনিচে দুপুর ১২টা বাজে, তখন বাংলাদেশে সন্ধ্যা ৬টা বাজে। এই সময় পার্থক্যটি মূলত বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে। বাংলাদেশ গ্রীনিচ মানমন্দির থেকে প্রায় ৯০ ডিগ্রি পূর্বে অবস্থিত, যার কারণে এই ৬ ঘণ্টার পার্থক্য তৈরি হয়েছে।

৩১. কোন্ মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম ?

  •  কঠিন পদার্থে
  •  তরল পদার্থে
  •  বায়বীয় পদার্থে
  •  শূন্য মাধ্যমে
ব্যাখ্যা: বায়বীয় মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম। বায়বীয় পদার্থের অণুগুলো সবচেয়ে দূরে দূরে থাকে, তাই শব্দের গতি সবচেয়ে কম হয়। যেমন, বাতাসে শব্দের গতি প্রায় ৩৪৩ মিটার/সেকেন্ড। অন্যদিকে পানিতে শব্দের গতি প্রায় ১৪৮০ মিটার/সেকেন্ড এবং লোহাতে শব্দের গতি প্রায় ৫১২০ মিটার/সেকেন্ড। কিন্তু শূন্য মাধ্যমে কোনো অণু না থাকায় শব্দের কম্পন ছড়িয়ে পড়তে পারে না, তাই শব্দ চলাচল করতে পারে না। তাই শূন্য মাধ্যমে শব্দের গতি শূন্য ।

৩২. “ভোরে সূর্য উদয় হয়” - উদাহরণটি কোন বর্তমান কালের ?

  •  সাধারণ
  •  ঘটমান
  •  নিত্যবৃত্ত
  •  পুরাঘটিত
ব্যাখ্যা: “ভোরে সূর্য উদয় হয়” - উদাহরণটি নিত্যবৃত্ত বর্তমান কালের। নিত্যবৃত্ত বর্তমান কাল হলো সেই কাল, যা দ্বারা কোনো কাজ সাধারণত ঘটে বা ঘটে থাকে বোঝায়। এটি কোনো স্থায়ী সত্য বা নিয়মিত ঘটনাকে বোঝায়। যেমন- সূর্য উদয় হওয়া, পৃথিবীর সূর্যের চারদিকে ঘোরা এবং পাখিদের আকাশে ওড়া নিয়মিত ঘটনা, যা সাধারণত ঘটে থাকে। তাই এগুলো নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ।

৩৩. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কোন্ সালে স্থাপিত হয় ?

  •  ১৯৮০ সালে
  •  ১৯৮১ সালে
  •  ১৯৮২ সালে
  •  ১৯৮৩ সালে
ব্যাখ্যা: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি অধিদপ্তর। এটি বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনা ও তত্ত্বাবধান করে।

৩৪. দেশে সরকারি প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এর সংখ্যা কত ?

  •  ৫১
  •  ৫২
  •  ৫৩
  •  ৬৭
ব্যাখ্যা: বাংলাদেশে সরকারি প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এর সংখ্যা ৬৭টি।

৩৫. শিক্ষার জন্য খাদ্য কর্মসূচির আওতায় গম সাহায্য পেতে হলে ছাত্র/ছাত্রীদের প্রতি মাসে স্কুল কর্মদিবসের শতকরা কত দিন উপস্থিত থাকতে হয় ?

  •  ৭৫ দিন
  •  ৮০ দিন
  • ৮৫ দিন
  • ৯০ দিন
ব্যাখ্যা: শিক্ষার জন্য খাদ্য কর্মসূচির আওতায় গম সাহায্য পেতে হলে ছাত্র/ছাত্রীদের প্রতি মাসে স্কুল কর্মদিবসের শতকরা ৮০ দিন উপস্থিত থাকতে হয়।

৩৬. “সকল শিক্ষকগণ আজ উপস্থিত।”- বাক্যটি কোন্ দোষে দুষ্ট ?

  •  গুরুচণ্ডালী দোষে
  •  বাহুল্য দোষে
  •  দুর্বোধ্যতা দোষে
  •  বিদেশী শব্দ দোষে
ব্যাখ্যা: “সকল শিক্ষকগণ আজ উপস্থিত।”- বাক্যটি বাহুল্য দোষে দুষ্ট। এখানে ‘সকল’ এবং ‘গণ’ উভয় শব্দই বহুবচন নির্দেশ করে। তাই, এদের একই সাথে ব্যবহার করা বাহুল্য। বাক্যটি শুদ্ধভাবে লেখার জন্য, হয় ‘সকল শিক্ষক আজ উপস্থিত’ অথবা ‘শিক্ষকগণ আজ উপস্থিত’ লিখতে হবে। বাহুল্য দোষ: যখন কোনো বাক্যে অপ্রয়োজনীয় শব্দ বা তথ্য ব্যবহার করা হয়, তখন তাকে বাহুল্য দোষ বলে।

৩৭. “পড়েছি মোঘলের হাতে, খানা খেতে হবে সাথে” প্রবচনটির অর্থ কি ?

  •  ভদ্র ব্যক্তির সঙ্গে খাদ্য খাওয়া
  •  মোঘলের সাথে বসে খাদ্য খাওয়া
  •  সুদিন হঠাৎ ফিরে আসা
  •  বিপদে পড়ে কাজ করা
ব্যাখ্যা: “পড়েছি মোঘলের হাতে, খানা খেতে হবে সাথে” প্রবচনটির অর্থ হলো বিপদে পড়ে কাজ করা। এই প্রবাদটি বোঝায় যে, যখন কেউ কোনো শক্তিশালী বা প্রভাবশালী ব্যক্তির অধীনে থাকে, তখন তার ইচ্ছা না থাকলেও তার নির্দেশ মেনে চলতে বাধ্য থাকে। এই প্রবাদটি প্রায়শই এমন পরিস্থিতিতে ব্যবহৃত হয়, যখন কেউ কোনো বাধ্যবাধকতা বা অসুবিধার সম্মুখীন হয়, কিন্তু তা মেনে নিতে বাধ্য থাকে।

৩৮. ‘ডালভাত’ কেমন অর্থের শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে ?

  •  সমার্থক
  •  বিপরীতার্থক
  •  মিলনার্থক
  •  ভিন্নার্থক
ব্যাখ্যা: ‘ডালভাত’ ভিন্নার্থক অর্থে দ্বিরুক্ত হয়েছে। দ্বিরুক্ত শব্দ হলো একই শব্দ পরপর দুইবার ব্যবহার করা। ‘ডালভাত’ শব্দটিতে ‘ডাল’ এবং ‘ভাত’ দুটি ভিন্ন শব্দ। তাই, ‘ডালভাত’ ভিন্নার্থক অর্থে দ্বিরুক্ত হয়েছে।

৩৯. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ-এর পদবী কি ছিল ?

  •  ক্যাপ্টেন
  •  লেফটেন্যান্ট
  •  সিপাহী
  •  ল্যান্স নায়েক
ব্যাখ্যা: বাংলাদেশের সাত বীর শ্রেষ্ঠের পদবী নিম্নে দেয়া হল-
* নূর মোহাম্মদ ল্যান্স নায়েক (ইপিআর)
* মুন্সী আব্দুর রউফ নায়েক (ইপিআর)
* মহিউদ্দীন জাহাঙ্গীর ক্যাপ্টেন (সেনাবাহিনী)
* রুহুল আমিন ইঞ্জিনরুম আর্টিফিসার (নৌবাহিনী)
* মোহাম্মদ মোস্তফা কামাল সিপাহী (সেনাবাহিনী)
* মতিউর রহমান ফ্লাইট লেফটেন্যান্ট (বিমানবাহিনী)
* হামিদুর রহমান সিপাহী (সেনাবাহিনী)
ইপিআর পূর্ব পকিস্তান রাইফেলস যার পরিবর্তিত নাম ছিল BDR: সর্বশেষ পরিবর্তিত নাম BGB (বর্ডার গার্ডস বাংলাদেশ)।

৪০. জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্জের নাম কি ?

  •  অধ্যাপক এমাজউদ্দিন আহমদ
  •  অধ্যাপক আমিনুল ইসলাম
  •  অধ্যাপক শমসের আলী
  •  ড. এ এস এম আমানুল্লাহ
ব্যাখ্যা: প্রতিষ্ঠালগ্নে উপাচার্য ছিলেন অধ্যাপক এম.এ, বারী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের নাম অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

৪১. কোন্ দেশটি আরব লীগের অন্তর্ভূক্ত নয় ?

  •  জর্ডান
  •  লেবানন
  •  ইরান
  •  বাহরাইন
ব্যাখ্যা: ইরান আরব লীগের অন্তর্ভুক্ত নয়। আরব লীগ হলো আরব দেশসমূহের সংস্থা। ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়। মিশরের রাজধানী কায়রোতে এর সদর দপ্তর অবস্থিত।

৪২. এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?

  •  টোকিও
  •  ম্যানিলা
  •  জাকার্তা
  •  নয়াদিল্লী
ব্যাখ্যা: ADB প্রতিষ্ঠিত হয়-১৯৬৬ সালের ২২ আগস্ট। কার্যক্রম শুরু হয় ১৯৬৬ সালের ১৯ ডিসেম্বর। এর সদর দপ্তর ম্যানিলা, ফিলিপাইন।

৪৩. শয়ন (শোয়ার কাজ), গমন (যাওয়ার কাজ) কি বাচক বিশেষ্য ?

  •  গুণবাচক
  •  ভাববাচক
  •  দ্রব্যবাচক
  •  সংখ্যাবাচক
ব্যাখ্যা: ‘শয়ন’ (শোয়ার কাজ) এবং ‘গমন’ (যাওয়ার কাজ) ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য হলো সেই বিশেষ্য পদ, যা কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশ করে।

৪৪. “বিজ্ঞান” শব্দে 'বি' উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে ?

  •  বিশেষ
  •  অভাব
  •  গতি
  •  সাধারণ
ব্যাখ্যা: ‘বিজ্ঞান’ শব্দে 'বি' উপসর্গটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। বাংলা ব্যাকরণে, উপসর্গ হলো কতগুলো অব্যয় সূচক শব্দাংশ, যা অন্য শব্দের পূর্বে বসে শব্দটির অর্থের পরিবর্তন, সম্প্রসারণ বা সংকোচন ঘটাতে পারে। ‘বি’ একটি তৎসম উপসর্গ এবং এটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। তবে ‘বিজ্ঞান’ শব্দে এটি ‘বিশেষ’ অর্থে ব্যবহৃত হয়েছে।

৪৫. প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলক) আইন কোন সালে পাশ হয় ?

  •  ১৯৯০ সালে
  •  ১৯৯১ সালে
  • ১৯৯২ সালে
  • ১৯৯৩ সালে
ব্যাখ্যা: ১৯৯০ সালে জাতীয় সংসদ কর্তৃক 'প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক আইন' গৃহীত হয়। ১৯৯২ সালের ১ জানুয়ারি থেকে সারা দেশের ৬৮টি থানায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয়। পরবর্তীতে ১৯৯৩ সালে সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়।

৪৬. বাংলাদেশে প্রাথমিক শিক্ষা কয় বৎসর মেয়াদী ?

  •  ৪ বৎসর
  •  ৫ বৎসর
  •  ৬ বৎসর
  •  ৮ বৎসর
ব্যাখ্যা: বাংলাদেশে প্রাথমিক শিক্ষা ৫ বছর মেয়াদী। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা মূলত ৫ বছর মেয়াদী। তবে, বর্তমানে প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু হওয়ার কারণে, শিশুদের জন্য এক বা দুই বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক।

৪৭. “The science exhibition was opened by the Education Minister.” এর Active form কি ? The Education Minister

  •  was opening the science exhibition
  •  opened the science exhibition
  •  has opened the science exhibtion
  •  had opened the science exhibition
ব্যাখ্যা: সঠিক উত্তর: opened the science exhibition

৪৮. `White elephant'-এর অর্থ কি ?

  •  সাদা রং এর হাতী
  •  কাজে আসে না অথচ দামি ও অসুবিধাজনক
  •  ধনী
  •  মোটাসোটা
ব্যাখ্যা: ‘White elephant’ -এর অর্থ হলো কাজে আসে না অথচ দামি ও অসুবিধাজনক। এটি একটি ইংরেজি বাগধারা যা কোনো মূল্যবান কিন্তু অপ্রয়োজনীয় বা অসুবিধাজনক বস্তুকে বোঝায়। এটি প্রায়শই এমন কোনো প্রকল্প বা সম্পত্তিকে বোঝাতে ব্যবহৃত হয় যা লাভজনক হওয়ার পরিবর্তে খরচ বাড়িয়ে দেয়। এই বাগধারাটির উৎপত্তি থাইল্যান্ড থেকে। থাইল্যান্ডে সাদা হাতিকে পবিত্র মনে করা হয় এবং এটি রাজকীয় প্রতীক হিসেবে বিবেচিত হতো। অতীতে, থাইল্যান্ডের রাজা প্রায়শই তাদের অপছন্দের সভাসদদের সাদা হাতি উপহার দিতেন। হাতিগুলো মূল্যবান হলেও, এগুলো রক্ষণাবেক্ষণ করা ছিল ব্যয়বহুল এবং অসুবিধাজনক। তাই, “White elephant” বাগধারাটি এমন কোনো জিনিসকে বোঝাতে ব্যবহৃত হয় যা দেখতে মূল্যবান হলেও আসলে তা বোঝা স্বরূপ।

৪৯. সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন্ শ্রেণী থেকে ইংরেজি ভাষা শেখান হয় ?

  •  প্রথম শ্রেণী
  •  তৃতীয় শ্রেণী
  •  দ্বিতীয় শ্রেণী
  •  চতুর্থ শ্রেণী
ব্যাখ্যা: প্রাথমিক স্তরে প্রথম শ্রেণী থেকে ইংরেজি পড়ানো হয়। বাংলাদেশে প্রাথমিক স্তরে ইংরেজি শিক্ষা প্রথম শ্রেণী থেকে শুরু হয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজি পাঠ্যপুস্তক প্রণয়ন করে।

৫০. কোন্ ক্ষুদ্রতম সংখ্যাকে ২, ৩,৪, ৫ ও ৬ দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ১ অবশিষ্ট থাকে ?

  •  ৬১
  •  ৩১
  •  ৪১
  •  ৫১
ব্যাখ্যা: ২, ৩,৪, ৫ ও ৬ এর ল. সা. গু = ৬০
যেহেতু সংখ্যাটিকে ২, ৩, ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ১ অবশিষ্ট থাকে সেহেতু সংখ্যাটি হবে (৬০+ ১) = ৬১

৫১. এক মাইলে কত কিলোমিটার ?

  •  ০.৬১ কিলোমিটার
  •  ১.৬ কিলোমিটার
  •  ১০০০ কিলোমিটার
  •  ১৭৬০ কিলোমিটার
ব্যাখ্যা: ১ মাইল হলো ১.৬০৯ কিলোমিটার।

৫২. ১৬ জন লোক একটি কাজ ৬ দিনে করতে পারে। ঐ কাজ ২৪ জন লোক কত দিনে করতে পারে ?

  •  ২ দিনে
  •  ৩ দিনে
  •  ৪ দিনে
  •  ৫ দিনে
ব্যাখ্যা: ১৬ জন লোক একটি কাজ করতে পারে = ৬ দিনে
১ জন লোক একটি কাজ করতে পারে = ১৬ × ৬ = ৯৬ দিনে
২৪ জন লোক একটি কাজ করতে পারে = ৯৬ ÷ ৬ = ৪ দিনে

৫৩. বাংলাদেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ২.৫% হলে দেশের জনসংখ্যা দ্বিগুণ হতে কত বৎসর লাগবে ?

  •  ২৮ বৎসর
  •  ৩৩ বৎসর
  •  ৩৫ বৎসর
  •  ৪০ বৎসর
ব্যাখ্যা: যদি কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধির হার r% হয়, তবে জনসংখ্যা দ্বিগুণ হতে সময় লাগে (৭০ ÷ r) বছর।
এখানে উল্লেখ্য যে কোন দেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার অনুসারে ঐ দেশের জনসংখ্যা দ্বিগুণ হতে ৭০ ÷ r বছর সময় লাগবে ।
জনসংখ্যা দ্বিগুণ / তিনগুণ হওয়ার হিসাবটি একটু জটিল। এটি হিসাব করার জন্য নির্দিষ্ট সূত্র এবং লগারিদমের ব্যবহার প্রয়োজন হয়। আমরা এখানে লগারিদমের সূত্র প্রয়োগ করলে যে মান পাব সেই মানটা এখানে সরাসরি প্রয়োগ করছি যা হল ৭০ ÷ r বছর
এখানে, জনসংখ্যা বৃদ্ধির হার r = ২.৫%।
সুতরাং, জনসংখ্যা দ্বিগুণ হতে সময় লাগবে = ৭০ ÷ ২.৫ = ২৮ বছর।
একটি দেশের জনসংখ্যা বৃদ্ধির হার ২.৫% হলে, সেই দেশের জনসংখ্যা দ্বিগুণ হতে প্রায় ২৮ বছর সময় লাগবে।

৫৪. “I could not attend the school -- of illness.” -বাক্যটির শূন্যস্থানে কোনটি বসবে ?

  •  on the occasion
  •  on the verge
  •  on the eve
  •  on account
ব্যাখ্যা: “I could not attend the school on account of illness.” -বাক্যটির শূন্যস্থানে on account বসবে। “on account of” একটি ইংরেজি phrase, যার অর্থ “কারণে” । এখানে, বাক্যটি দ্বারা বোঝানো হচ্ছে যে অসুস্থতার কারণে আমি স্কুলে উপস্থিত হতে পারি নি।

৫৫. কোন পরীক্ষায় ৮০% পরীক্ষার্থী গণিতে এবং ৯০% পরীক্ষার্থী বাংলায় পাশ করেছে। উভয় বিষয়ে কেউ ফেল করে নাই এবং উভয় বিষয়ে পাশ করেছে ৩৫০ জন। ঐ পরীক্ষায় কতজন পরীক্ষার্থী ছিল ?

  •  ৪০০ জন
  •  ৫০০ জন
  • ৬০০ জন
  • ৭০০ জন
ব্যাখ্যা: ধরি, মোট পরীক্ষার্থী = x জন।
গণিতে পাশ করেছে ৮০% = ০.৮x জন
বাংলায় পাশ করেছে ৯০% = ০.৯x জন
উভয় বিষয়ে পাশ করেছে ৩৫০ জন।
যেহেতু কোনো পরীক্ষার্থী ফেল করেনি, তাই:
গণিতে পাশ + বাংলায় পাশ - উভয় বিষয়ে পাশ = মোট পরীক্ষার্থী
০.৮x + ০.৯x - ৩৫০ = x
১.৭x - ৩৫০ = x
১.৭x - x = ৩৫০
০.৭x = ৩৫০
x = ৩৫০ ÷ ০.৭
x = ৫০০
সুতরাং, ঐ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৫০০ জন।

৫৬. “Cattle” শব্দটি কি ধরনের noun ?

  •  Proper noun
  •  Common noun
  •  Collective noun
  •  Material noun
ব্যাখ্যা: যে noun দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায়, তাকে Collective noun বলে। 'Cattle' শব্দটি গবাদি পশুর একটি দলকে বোঝায়, তাই এটি একটি সমষ্টিবাচক বিশেষ্য।

৫৭. “Put-out” শব্দটির বাংলা অর্থ কি ?

  •  বাইরে রাখা
  •  নিভিয়ে ফেলা
  •  ফেলে দেওয়া
  •  দূরে রাখা
ব্যাখ্যা: 'Put-out' শব্দটির বাংলা অর্থ হলো নিভিয়ে ফেলা।

৫৮. কোনটি সঠিক বাক্য ?

  •  I have received your letter yesterday
  •  I received your letter yesterday
  •  I was receiving your letter yesterday
  •  I had received your lefter yesterday
ব্যাখ্যা: বাক্যে যদি অতীতকাল নির্দেশক কোন শব্দ যেমন yesterday, last night, last day, last year প্রভৃতি উল্লেখ থাকে তবে সে বাক্যটি Past Indefinite tense হয় এ হিসাবে (খ) একমাত্র সঠিক উত্তর। বাকী সবগুলো ভুল। কারণ বাক্যে yesterday উল্লেখ আছে ।

৫৯. “Hard labour is -- him.” বাক্যটির শূন্যস্থানে কোনটি বসবে ?

  •  breaking down
  •  breaking up
  •  breaking out
  •  breaking upon
ব্যাখ্যা: “Hard labour is breaking down him.” বাক্যটির শূন্যস্থানে breaking down বসবে। এখানে 'break down' phrasal verb টি ব্যবহৃত হবে, যার অর্থ হলো ভেঙে পড়া, দুর্বল হয়ে যাওয়া বা ভেঙে দেওয়া। বাক্যটি দ্বারা বোঝানো হচ্ছে যে কঠোর পরিশ্রম তাকে দুর্বল করে দিচ্ছে।

৬০. যে পুরুষের এ যাবৎ দাড়ি-গোঁফ গজায়নি তাকে কি বলে ?

  •  অজাতশত্রু
  •  অজাতমিত্র
  •  অজাতশ্মশ্রু
  •  বর্ণচোরা
ব্যাখ্যা: * যার কোন শত্রু নেই- অজাতশত্রু
যে পুরুষের এ যাবৎ দাড়ি, গোফ গজায়নি- অজাতশ্মশ্রু
যার কোন মিত্র নেই- অজাত মিত্র
* আপনার রং লুকায় যে- বর্ণচোরা

৬১. “সুবচন নির্বাসন” নাটকটি কার লেখা ?

  •  আবদুল্লাহ আল মামুন
  •  মমতাজ উদ্দিন আহমেদ
  •  হুমায়ুন আহমেদ
  •  মামুনুর রশীদ
ব্যাখ্যা: “সুবচন নির্বাসন” নাটকটি আবদুল্লাহ আল মামুনের লেখা। আবদুল্লাহ আল মামুনের উল্লেখযোগ্য কিছু নাটক হলো: সুবচন নির্বাসনে , এখন দুঃসময় , এখনও ক্রীতদাস , সেনাপতি , মেহেরজান আরেকবার , মেরাজ ফকিরের মা ।

৬২. কোন্ লেখক 'বনফুল' ছদ্মনামে লিখতেন ?

  •  প্রমথ চৌধুরী
  •  বলাই চাঁদ মুখোপাধ্যায়
  •  বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
  •  বিমল ঘোষ
ব্যাখ্যা: বলাইচাঁদ মুখোপাধ্যায় 'বনফুল' ছদ্মনামে লিখতেন। বলাইচাঁদ মুখোপাধ্যায় (১৮৯৯-১৯৭৯) ছিলেন একজন বাঙালি কথাসাহিত্যিক, নাট্যকার ও কবি। তিনি 'বনফুল' ছদ্মনামেই অধিক পরিচিত ছিলেন। বলাইচাঁদ মুখোপাধ্যায় বিহারের মণিহারীতে জন্মগ্রহণ করেন। তিনি ছোটগল্প, কবিতা, নাটক, উপন্যাস, প্রহসন ও রম্যরচনা সহ সাহিত্যের বিভিন্ন শাখায় কাজ করেছেন। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের উল্লেখযোগ্য কিছু সাহিত্যকর্ম: বনফুলের গল্প , অগ্নিশ্বর , বৈরিশ্রী , জল তরঙ্গ , স্থাবর ,নিমন্ত্রণ , কষ্টিপাথর ।

৬৩. কোনটি শুদ্ধ বানান ?

  •  প্রেরন
  •  গ্রহন
  •  ধরন
  •  ধারনা
ব্যাখ্যা: সঠিক বানান: ধরন । ধরন এবং ধরণ দুটোই শুদ্ধ, তবে অর্থ ভিন্ন। অন্যান্য বানানগুলো ভুল: গ্রহন - সঠিক বানান: গ্রহণ , প্রেরন - সঠিক বানান: প্রেরণ, ধারনা - সঠিক বানান: ধারণা ।

৬৪. সমগ্র দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কবে থেকে চালু করা হয় ?

  •  ১লা জানুয়ারি, ১৯৯০ সাল থেকে
  •  ১লা জানুয়ারি, ১৯৯১ সাল থেকে
  •  ১লা জানুয়ারি, ১৯৯২ সাল থেকে
  •  ১লা জানুয়ারি, ১৯৯৩ সাল থেকে
ব্যাখ্যা: ১৯৯০ সালে জাতীয় সংসদ কর্তৃক 'প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক আইন' গৃহীত হয়। ১৯৯২ সালের ১লা জানুয়ারি থেকে সারা দেশের ৬৮টি থানায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয়। পরবর্তীতে ১লা জানুয়ারি, ১৯৯৩ সাল থেকে সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়।

৬৫. কোন্ ব্যাংক বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে ?

  •  সমবায় ব্যাংক
  •  কৃষি ব্যাংক
  • শিল্প ব্যাংক
  • গ্রামীণ ব্যাংক
ব্যাখ্যা: গ্রামীণ ব্যাংক বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে। গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা। এটি ১৯৭৬ সালে গ্রামীণ অর্থনীতিবিদ ডঃ মুহাম্মদ ইউনূস কর্তৃক প্রতিষ্ঠিত হয়। গ্রামীণ ব্যাংক দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ প্রদান করে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করে। গ্রামীণ ব্যাংক ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক এবং এই ধারণার জন্য ডঃ মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

৬৬. সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ৬ষ্ঠ কমনওয়েলথ যুব হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলাদেশ বালক দল ও বালিকা দলের স্থান কি ছিল ?

  •  বালক দল চ্যাম্পিয়ন, বালিকা দল রানার্স আপ
  •  বালিকা দল চ্যাম্পিয়ন, বালক দল রানার্স আপ
  •  উভয় দলই চ্যাম্পিয়ন
  •  উভয় দলই রানার্স আপ
ব্যাখ্যা: সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ৬ষ্ঠ কমনওয়েলথ যুব হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলাদেশ বালক দল চ্যাম্পিয়ন এবং বালিকা দল রানার্স আপ হয়েছিল।

৬৭. পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক আবদুস সালাম কোন্ দেশের নাগরিক ?

  •  বাংলাদেশ
  •  ভারত
  •  পাকিস্তান
  •  মিসর
ব্যাখ্যা: অধ্যাপক আবদুস সালাম পাকিস্তানের নাগরিক ছিলেন। তিনি একজন পাকিস্তানি তাত্ত্বিক পদার্থবিদ ছিলেন।

৬৮. সরল সুদের হার শতকরা কত হলে যে-কোন মূলধন ৮ বৎসরে সুদে আসলে তিনগুণ হবে ?

  •  ১২.৫%
  •  ১৫%
  •  ২০%
  •  ২৫%
ব্যাখ্যা: ধরি, মূলধন = ১০০ টাকা
সুদ-আসল = ৩ × ১০০ = ৩০০ টাকা
সুদ = ৩০০ - ১০০ = ২০০ টাকা
১০০ টাকার ৮ বৎসরে সুদ = ১০০ টাকা
১০০ টাকার ১ বৎসরে সুদ = ১০০ ÷ ৮ = ২৫ টাকা

৬৯. a+b+c = ০ হলে a3+b3+c3 এর মান কত ?

  •  ab
  •  3abc
  •  6ab
  •  9abc
ব্যাখ্যা: দেওয়া আছে , a + b + c = 0
বা, a + b = - c
প্রদত্ত রাশি = a3+b3+c3
বা, a3+b3=-c3
বা, a3+b3+3ab(a+b)=-c3
বা, a3+b3+3ab(-c)=-c3
বা, a3+b3-3abc=-c3
বা, a3+b3+c3=3abc

৭০. নিচের সংখ্যা সারির শূন্যস্থানে কোন্ সংখ্যাটি বসবে ? ৫, ৭, ১১, ১৯--

  •  ২৭
  •  ২৯
  •  ৩১
  •  ৩৫
ব্যাখ্যা: ধারাটিতে প্রতিটি পদে ২, ৪, ৮, ১৬ এভাবে বৃদ্ধি পেয়েছে ।

খ. অংশ (রচনামূলক)-৩০

[দ্রষ্টব্য: প্রশ্নের নিচে ফাঁকা জায়গায় উত্তর লিখুন।]

  • ৭১. ইংরেজিতে অনুবাদ করুন:
    ক. সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে।
    Ans: It has been raining cats and dogs since morning.
    খ. গতরাতে আমার ভাল ঘুম হয় নাই।
    Ans: I did not have a sound sleep last night.
    গ. বাস ধরার জন্য আমি এক ঘন্টা ধরে অপেক্ষা করছি ।
    Ans: I have been waiting for about an hour to catch the bus.
    ঘ. পরীক্ষা দেওয়ার জন্য আমি গত পরশু ঢাকায় এসেছি।
    Ans: I came to Dhaka the day before yesterday to appear at the examination.
    ঙ. আমি পরীক্ষাকেন্দ্রে পৌঁছবার দশ মিনিট পর পরীক্ষা শুরু হয়েছে।
    Ans: The examination started ten minutes later after I had reached the examination centre.
  • ৭২: বাংলায় অনুবাদ করুন:
    Bangladesh is one of the most density populated country in the world. More than 110 million people live in an area of 144,000 square kilometre. It is also one of the poorest nations in the world. Education is the key to its social and economic development. In Bangladesh only one person in every four can read and write.
    Ans: বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলির মধ্যে একটি। ১৪৪,০০০ বর্গকিলোমিটার আয়তনের এই অঞ্চলে ১১ কোটিরও বেশি মানুষ বাস করে। এটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলির মধ্যে একটি। শিক্ষাই এর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি। বাংলাদেশে প্রতি চারজনের মধ্যে মাত্র একজন পড়তে এবং লিখতে পারে।
  • ৭৩. শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক শিক্ষকদের ভূমিকা কি? দশটি বাক্যে বর্ণনা করুন।
    উত্তর: প্রাথমিক শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। এই স্তরে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। নিচে দশটি বাক্যে প্রাথমিক শিক্ষকদের ভূমিকা তুলে ধরা হলো:
    ১. শিশুদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা শিক্ষকদের অন্যতম প্রধান দায়িত্ব।
    ২. শিক্ষকদের উচিত শিশুদের বয়স ও মানসিক বিকাশের স্তর অনুযায়ী পাঠদান করা।
    ৩. নিয়মিত পাঠ পরিকল্পনার মাধ্যমে শিক্ষকদের শিক্ষাদান প্রক্রিয়াকে আরও কার্যকর করতে হবে।
    ৪. শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে তাদের ব্যক্তিগতভাবে সহায়তা করা।
    ৫. শ্রেণীকক্ষে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করা শিক্ষকদের একটি গুরুত্বপূর্ণ কাজ।
    ৬. শিক্ষকদের উচিত নিয়মিত অভিভাবকদের সাথে যোগাযোগ রাখা এবং শিক্ষার্থীদের অগ্রগতি সম্পর্কে তাদের জানানো।
    ৭. শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের পেশাগত দক্ষতা বাড়ানো উচিত।
    ৮. শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করা।
    ৯. শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে শিক্ষকদের উচিত বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রম পরিচালনা করা।
    ১০. শিক্ষকদের উচিত নিজেদের পেশার প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্ববান হওয়া।
Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...