Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ)

১. মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05 📖 30th BCS General Jul, 2010 📖 36th BCS General Jan, 2016
ব্যাখ্যাঃ
মঙ্গলের দুইটি উপগ্রহ আছে; ফোবোস ও ডেইমোস। দুইটি চাঁদের মধ্যে ফোবোস বৃহত্তম এবং এর কক্ষপথ মঙ্গলের নিকটতম । ফোবোস নামকরনটি করা হয়েছে গ্রীক ভয়ের(phobia) দেবতা phobos এর নামে।
স্পেশাল ব্যাখ্যাঃ
📝 মঙ্গল (Mars):
▣ সূর্য থেকে মঙ্গলের গড় দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার।
▣ এর ব্যাস ৬,৭৮৭ কিলোমিটার।
▣ মঙ্গলগ্রহ ৬৮৭ দিনে সূর্যকে আবর্তন করে।
❐ - ডিমোস এবং ফোবোস নামক মঙ্গলের দুটি উপগ্রহ রয়েছে।
▣ বৃত্তাকার কক্ষপথে ডিমোস প্রতি ৩০ ঘণ্টা ১৭ মিনিট ৫৫ সেকেন্ড এবং ফোবস ৭ ঘণ্টা ৩৯ মিনিট ১৪ সেকেন্ডে মঙ্গলকে একবার আবর্তন করে।
▣ মঙ্গলে রয়েছে সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি নিকস অলিম্পিকা।
▣ মঙ্গলের বায়ুমণ্ডলে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন প্রভৃতি গ্যাস রয়েছে।
▣ মঙ্গলের আকাশ নীল, মাটি লাল ও শুষ্ক।
▣ মঙ্গলের তাপমাত্রা ২০° সেলসিয়াস এর অধিক হয় না।
২. বিশ্ব মান দিবস প্রতিপালিত হয় প্রতি বছর-
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
বিশ্ব মান দিবস প্রতি বছর ১৪ অক্টোবর তারিখে আন্তর্জাতিকভাবে উদযাপিত একটি দিবস। পণ্য-সেবা প্রভৃতির মান উন্নয়নের লক্ষ্যে বিশ্বব্যাপী কর্মরত বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অবদানের প্রতি সম্মান জানানোর জন্যই এই দিনটির অবতারনা।
স্পেশাল ব্যাখ্যাঃ
📝 বিশ্ব মান দিবস:
❐ - পণ্য ও সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছর ১৪ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়।
▣ বিশ্ব মান দিবস উপলক্ষে জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
▣ বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে আলোচনা সভাসহ প্রচার-প্রচারণামূলক কার্যক্রমের আয়োজন করে।
❐ বিভিন্ন আন্তর্জাতিক দিবস:
▣ ২৮ মে - বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস।
▣ ৩ মে - বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।
▣ ২৫ মে বিশ্ব থাইরয়েড দিবস।
▣ ৩১ মে - বিশ্ব তামাকমুক্ত দিবস।
৩. ভিটামিন ই-এর কাজ কি?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
ভিটামিন ই একটি চর্বি-দ্রবণীয় ভিটামিন এবং মানবদেহ দ্বারা ব্যবহৃত একমাত্র আলফা-টোকোফেরল। ভিটামিন ই এর প্রধান কাজ হল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করা। এটি মুক্ত র্যাডিকেলগুলিকে ধ্বংস করে যা কোষের ক্ষতি করে, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং হার্টের ধমনীতে জমাট বাঁধতে বাধা দেয়।
স্পেশাল ব্যাখ্যাঃ
📝 ভিটামিন ই (Vitamin E):
▣ ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল।
▣ এটি তাপ ও অম্লে বিনষ্ট হয় না। তবে ক্ষারে সামান্য নষ্ট হয়।
❐ ভিটামিন ই এর উৎস:
▣ সব ধরনের উদ্ভিজ্জ তেল, যেমন- নারিকেল তেল, সরিষার তেল, চালের কুঁড়ার তেল, সয়াবিন তেল ইত্যাদি ভিটামিন ই এর ভালো উৎস।
▣ শস্যদানার ভ্রূণ, বাদাম, গোটা শস্য, শাক-সবজি, মাখন ইত্যাদিতে কিছু পরিমাণে ভিটামিন ই থাকে।
▣ ডিমের কুসুম, দুধ ও যকৃতেও ভিটামিন ই পাওয়া যায়।
❐ ভিটামিন ই এর কাজ:
❐ ১। ভিটামিন এ রক্তের লোহিত কণার জারণসহ অবাঞ্ছিত জারণ রোধ করে।
❐ ২। জননাঙ্গের বৃদ্ধি ও স্বাভাবিক ক্ষমতা বজায় রাখে ।
❐ ৩। নারী ও পুরুষের বন্ধ্যাত্ব প্রতিরোধ করে।
❐ ৪। নারী ও পুরুষের স্বাভাবিক প্রজননে সহায়তা করে।
❐ ৫। অকাল বার্ধক্য রোধ করে।
❐ ৬। ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে।
❐ ভিটামিন ই এর অভাবজনিত অবস্থা:
❐ ১। নারী ও পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা লোপ পায় এবং বন্ধ্যাত্ব দেখা দেয়।
❐ ২। ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়।
❐ ৩। গর্ভপাত হতে পারে।
❐ ৪। অকাল বার্ধক্য দেখা দেয়।
৪. বাংলাদেশ পুলিশ একাডেমি কোন জেলায় অবস্থিত?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
বাংলাদেশ পুলিশ একাডেমী উপমহাদেশের শ্রেষ্ঠ পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র। এটি রাজশাহী শহর থেকে ২০ মাইল দূরে পদ্মা নদীর পূর্ব পাড়ে সারদায় অবস্থিত।
স্পেশাল ব্যাখ্যাঃ
📝 বাংলাদেশ পুলিশ একাডেমী:
▣ বাংলাদেশ পুলিশ একাডেমী পুলিশ অফিসারদের প্রশিক্ষণের লক্ষ্যে গঠিত একটি প্রতিষ্ঠান।
❐ - এটি রাজশাহী শহর থেকে ২০ মাইল দূরে পদ্মা নদীর পূর্ব পাড়ে সারদায় অবস্থিত।
▣ ব্রিটিশ সরকার কর্তৃক একাডেমীটি প্রতিষ্ঠিত হয়।
▣ পুলিশ অফিসার্স প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে মেজর এইচ চামনীর ওপর একাডেমী স্থাপনের দায়িত্ব অর্পণ করা হয়।
▣ ১৯১২ সালের জুলাই মাসে একাডেমী প্রতিষ্ঠার কাজ শুরু হয়।
▣ প্রতিষ্ঠার পর থেকেই এই প্রশিক্ষণ কেন্দ্রে অবিভক্ত বাংলার বিভিন্ন প্রদেশ সহ ভারত, ব্রিটেন এবং আসামের বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারগণ প্রশিক্ষণ নিতে শুরু করেন।
▣ ভারত বিভক্তির পর এই একাডেমী ছিল পাকিস্তানের উভয় অংশের পুলিশ সার্ভিসে (পিএসপি) কর্মরত অফিসারদের প্রশিক্ষণের একমাত্র কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্র।
▣ বাংলাদেশের স্বাধীনতার পর এই একাডেমী বাংলাদেশ পুলিশ বিভাগের সকল পদমর্যাদার অফিসারদের প্রশিক্ষণের একমাত্র প্রতিষ্ঠানে পরিণত হয়।
৫. আরব লীগের সদর দফতর-
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
১৯৪৫ সালের ২২ মার্চ আরব লিগ গঠিত হয়। মিশরের রাজধানী কায়রোতে এর সদর দপ্তর অবস্থিত।
স্পেশাল ব্যাখ্যাঃ
📝 আরব লীগ:
▣ মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
▣ উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
▣ ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
▣ আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
▣ ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
❐ - সদর দপ্তর: কায়রো, মিশর।
▣ সদস্য: মোট ২২টি রাষ্ট্র।
▣ আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান
▣ অফিসিয়াল ভাষা: আরবি।
৬. যীশুখ্রিস্টের জন্মস্থান কোথায়?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
📝 যীশু খ্রিস্ট:
❐ - যীশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেম জেরুজালেম শহরে।
▣ যিশু ছিলেন একজন ইহুদি ধর্মপ্রচারক। যিনি খ্রিস্টধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে গণ্য হন।
▣ তিনি নাসরতের যিশু নামেও অভিহিত হন। যিশুকে প্রদত্ত উপাধি ‘খ্রিস্ট’ থেকে খ্রিস্টধর্মের নামকরণ করা হয়েছে।
▣ খ্রিস্টানরা বিশ্বাস করেন, যীশু ইশ্বরের পুত্র এবং বাইবেলের পুরাতন নিয়মে পূর্বব্যক্ত মসিহ যার আগমন নতুন নিয়মে পুনর্ব্যক্ত হয়েছে।
▣ আদি বাইবেল অনুযায়ী ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্ম হয় এবং তখন থেকে এই দিন যিশু খ্রিস্টের জন্মদিন হিসাবে ধরা হয়।
৭. কোনটি অপিনিহিতি’র উদাহরণ?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ পরের ই - কার আগে উচ্চারিত হলে বা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই - কার বা উ - কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। অর্থাৎ পরের \"ই\" কার ও \"উ\" কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে অপিনিহিতি (Apenthesis) বলে। যেমন - আজি > আইজ, সাধু > সাউধ, রাখিয়া > রাইখ্যা, বাক্য > বাইক্য, সত্য > সইত্য, চারি > চাইর, মারি >মাইর।
স্পেশাল ব্যাখ্যাঃ
📝 অপিনিহিতি:
▣ পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
❐ যেমন:
▣ সত্য সইত্য,
❐ - আজি আইজ,
▣ চারি চাইর,
▣ সাধু সাউধ,
▣ বাক্য বাইক্য ইত্যাদি।
৭. কোনটি অপিনিহিতি’র উদাহরণ?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
পরের ই - কার আগে উচ্চারিত হলে বা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই - কার বা উ - কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। অর্থাৎ পরের \"ই\" কার ও \"উ\" কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে অপিনিহিতি (Apenthesis) বলে। যেমন - আজি > আইজ, সাধু > সাউধ, রাখিয়া > রাইখ্যা, বাক্য > বাইক্য, সত্য > সইত্য, চারি > চাইর, মারি >মাইর।
স্পেশাল ব্যাখ্যাঃ
📝 অপিনিহিতি:
▣ পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
❐ যেমন:
▣ সত্য সইত্য,
❐ - আজি আইজ,
▣ চারি চাইর,
▣ সাধু সাউধ,
▣ বাক্য বাইক্য ইত্যাদি।
৮. নিচের কোনটি সঠিক?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
নিম্নোক্ত বর্ণগুলোর যুক্ত বর্ণের রূপ: হ্+ম=হ্ম (ব্রাহ্মণ)
ক্+ষ=ক্ষ(পরীক্ষা, প্রতিক্ষা,তিতিক্ষা )
জ্+ঞ=জ্ঞ(বিজ্ঞান,জ্ঞানী )
ঞ+জ=ঞ্জ (অঞ্জলি, পতঞ্জলি )
ষ+ণ=ষ্ণ(তৃষ্ণা, কৃষ্ণ )
ঞ+চ=ঞ্চ(মঞ্চ, অঞ্চল )
স্পেশাল ব্যাখ্যাঃ
▣ 'হ্ম' - এই যুক্তব্যঞ্জনে বর্ণ আছে - হ্‌ + ম।
▣ 'হ্ম' - সহযোগে গঠিত কয়েকটি শব্দ ব্রাহ্মণ, ব্রহ্ম, ব্রহ্মাণ্ড, ব্রহ্মপুত্র ইত্যাদি।
❐ এছাড়া-
▣ ক্+ষ= ক্ষ যেমন: শিক্ষা, রক্ষা ইত্যাদি।
▣ হ্ + ণ = হ্ণ, যেমন: পূর্বাহ্ণ, অপরাহ্ণ ইত্যাদি।
▣ হ্+ ন = হ্ন, যেমন: চিহ্ন, বহ্নি, মধ্যাহ্ন ইত্যাদি।
৯. বিভক্তিহীন নাম শব্দকে বলে-
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
প্রাতিপদিক : বিভক্তিহীন নামশব্দকে প্রাতিপদিক বলে। নামপদের যেই অংশকে আর বিশ্লেষণ করা বা ভাঙা যায় না, তাকেই প্রাতিপদিক বলে। যেমন - \"হাত\"। এই নাম শব্দের সঙ্গে কোনো বিভক্তি নেই।
স্পেশাল ব্যাখ্যাঃ
📝 - 'প্রাতিপদিক' মানে যা দিয়ে শুরু করা হয়।
❐ - বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক।
▣ প্রাতিপদিকের সাথে নাম বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয় নামপদ।
▣ যেসব শব্দকে বিশ্লেষণ করলে আর কোন অর্থসঙ্গতিপূর্ণ শব্দ পাওয়া যায় না, তাকে মৌলিক শব্দ বলে।
▣ কৎপ্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ।
১০. কতজন সদস্যের সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয়েছিল?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05 📖 সহকারী শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা)-২১.0৮.১৫
ব্যাখ্যাঃ
মওলানা আকরাম খাঁ শিক্ষা কমিটি ১৯৪৯ সালে গঠিত হয়েছিলো। এই কমিটিতে সদস্য ছিলো ১৭ জন।
স্পেশাল ব্যাখ্যাঃ
📝 আকরাম খান শিক্ষা কমিটি:
▣ প্রচলিত শিক্ষা ব্যবস্থার পুনর্মূল্যায়ন এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার ও পুনর্বিন্যাসের ক্ষেত্রে সুপারিশ পেশ করার জন্য ১৯৪৯ সালে পাকিস্তানে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয়।
▣ এই কমিটির প্রধান ছিলেন মওলানা মোহাম্মদ আকরম খাঁ এবং এই কমিটি আকরম খাঁ কমিটি অন এডুকেশন নামে পরিচিত।
❐ - ১৭ জন সদস্যের সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয়।
▣ কমিটি ১৯৫২ সালে রিপোর্ট পেশ করে।
▣ কমিটি কর্তৃক পেশকৃত সুপারিশমালা আকরাম খান শিক্ষা কমিশন রিপোর্ট ১৯৫২ নামে পরিচিত।
১১. What is the correct sentence?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
স্পেশাল ব্যাখ্যাঃ
📝 উল্লেখিত অপশন গুলোর মধ্যে সঠিক বাক্যটি হচ্ছে - My silence is due to my illness.
▣ অর্থাৎ, আমার অসুস্থতাই হচ্ছে আমার নীরবতার কারণ।
❐ Due to (preposition)
❐ Meaning: because of something (কারণে)
▣ অন্য অপশন গুলোতে -
❐ ক) The reason for my silence is due to my illness হলে বাক্যটি সঠিক হত।
❐ গ) The reason of my silence a due to my illness এই বাক্যে of এর স্থলে for এবং silence এরপর a না বসলে বাক্যটি শুদ্ধ হত।
❐ ঘ) বাক্যে - due the er স্থলে due to বসলে বাক্যটি শুদ্ধ হত।
১২. রিবন রেটিং কি?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
কাঁচা পাট গাছ থেকে ছাল বা বাকল আলাদা করার পর ঐ ছাল বা বাকলকে যে পদ্ধতিতে অল্প পানিতে পচানো হয়, তাকে রিবন রেটিং বলা হয়।
স্পেশাল ব্যাখ্যাঃ
📝 রিবন রেটিং:
▣ Ribbon শব্দের আভিধানিক অর্থ হলো ফিতা এবং Retting অর্থ হলো পচানো।
❐ - কাঁচা পাট গাছ থেকে ছাল বা বাকল আলাদা করার পর ঐ ছাল বা বাকলকে যে পদ্ধতিতে অল্প পানিতে পচানো হয়, তাকে রিবন রেটিং (ribbon retting) বলা হয়।
▣ যার মাধ্যমে পাট গাছের কাঁচা ছাল ছাড়ানো হয় তাকে রিবনার (Ribboner) বলে।
▣ রিবনারের মাধ্যমে ছাল ছাড়ানোর কৌশলকে রিবনিং (Ribboning) বলে।
১৩. মঙ্গলগ্রহ কত দিনে সূর্যকে আবর্তন করে?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
সূর্য থেকে মঙ্গল গ্রহের গড় দূরত্ব প্রায় ২৩০ মিলিয়ন কিলোমিটার (১৪৩ মিলিয়ন মাইল), এবং ৬৮৭ দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। পৃথিবীর তুলনায় মঙ্গলের দিন সামান্য দীর্ঘ: ২৪ ঘণ্টা, ৩৯ মিনিট, ৩৫.২৪৪ সেকেন্ড। এক মঙ্গলীয় বর্ষ পৃথিবীর ১.৮৮০৯ বছর বা ১ বছর, ৩২০ দিন, এবং ১৮.২ ঘণ্টার সমান।
স্পেশাল ব্যাখ্যাঃ
📝 মঙ্গল (Mars):
▣ সূর্য থেকে মঙ্গলের গড় দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার।
▣ এর ব্যাস ৬,৭৮৭ কিলোমিটার।
❐ - মঙ্গলগ্রহ ৬৮৭ দিনে সূর্যকে আবর্তন করে।
▣ ডিমোস এবং ফোবোস নামক মঙ্গলের দুটি উপগ্রহ রয়েছে।
▣ বৃত্তাকার কক্ষপথে ডিমোস প্রতি ৩০ ঘণ্টা ১৭ মিনিট ৫৫ সেকেন্ড এবং ফোবস ৭ ঘণ্টা ৩৯ মিনিট ১৪ সেকেন্ডে মঙ্গলকে একবার আবর্তন করে।
▣ মঙ্গলে রয়েছে সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি নিকস অলিম্পিকা।
▣ মঙ্গলের বায়ুমণ্ডলে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন প্রভৃতি গ্যাস রয়েছে।
▣ মঙ্গলের আকাশ নীল, মাটি লাল ও শুষ্ক।
▣ মঙ্গলের তাপমাত্রা ২০° সেলসিয়াস এর অধিক হয় না।
১৪. একটি ঘড়ি ৫৬০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05 📖 প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৮ (যমুনা) ☞31.10.08
ব্যাখ্যাঃ
❐ ২০% ক্ষতিতে,
❐ বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ৫৬০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৫৬০)/৮০ টাকা
= ৭০০ টাকা
১৫. একটি থলিতে ৮৮ টি পেন্সিল আছে। তার মধ্যে ৪৫০/১১% পেন্সিল লাল রঙের। থলিতে কতগুলো লাল পেন্সিল আছে?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
❐ ৪০(১০/১১)% = (৪০ × ১১ + ১০)/১১ % = ৪৫০/১১%
❐ ১০০টি পেন্সিলে লাল পেন্সিল ৪৫০/১১ টি
∴ ১টি পেন্সিলে লাল পেন্সিল ৪৫০/(১১ × ১০০) টি
∴ ৮৮টি পেন্সিলে লাল পেন্সিল (৪৫০ × ৮৮)/(১১ × ১০০)টি
= ৩৬টি
১৬. ১ টন কত কেজির সমান?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05 📖 জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট-২০.১২.০৫ 📖 জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট-২০.১২.০৫
ব্যাখ্যাঃ
বর্তমানে মেট্রিক পদ্ধতিতে ১০০০কেজি(২২০৪.৬২ পাউন্ড)= ১ মে. টন। পূর্বের ব্রিটিশ পদ্ধতিতে(বর্তমানে ব্যবহৃত হয় না) = ২৭.৫ মন = ১০১৬ কেজি (২২৪০ পাউন্ড)।
১৭. বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা কত সালে বাংলাদেশ ভ্রমণ করেন?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
ইবনে বতুতা (১৩০৪ - ১৩৭৮) মরক্কোর পর্যটক ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলায় সফর করেন। তিনি চতুর্দশ শতকে বাংলাদেশে আসেন। তাঁর পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহম্মদ।
স্পেশাল ব্যাখ্যাঃ
📝 ইবনে বতুতা:
❐ - মরক্কোর পর্যটক ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলায় সফর করেন।
▣ তাঁর পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহম্মদ।
▣ বাংলায় সফরের উদ্দেশ্য তিনি নিজেই তাঁর ভ্রমন কাহিনীতে উল্লেখ করেছেন এবং তা ছিল কামরূপের পার্বত্য অঞ্চলে বিখ্যাত সুফিসাধক শেখ জালালউদ্দিনের (হযরত শাহজালাল মুজার্রদ-ই-ইয়েমেনী) দর্শন লাভ।
▣ ইবনে বতুতা ১৩২৫ খ্রিস্টাব্দে একুশ বছর বয়সে বিশ্ব সফরে বের হন এবং আট বছরের মধ্যে সমগ্র উত্তর আফ্রিকা, আরব, পারস্য, ভূমধ্যসাগরের পূর্ব তীরবর্তী অঞ্চল ও কনস্টান্টিনোপল পরিভ্রমণ করেন।
▣ এরপর তিনি ভারতে আসেন। ১৩৩৪ খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে পৌঁছেন।
▣ সুলতান মুহাম্মদ বিন তুঘলক তাঁকে দিল্লির কাজী নিযুক্ত করেন।
১৮. পাঁচ পীরের মাজার কোথায়?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
রাজশাহী বিভা‌গের বগুড়া জেলার অন্তর্ভুক্ত কাহলু উপ‌জেলায় অব‌স্থিত "পাঁচ পীর মাজার" উ‌ল্লেখযোগ‌্য। এ‌টি কাহলু উপ‌জেলার এক‌টি ঐ‌তিহা‌সিক স্থান। এ‌টি উচু এক‌টি ঢি‌বি বা পাহা‌ড়ের চূড়ার উপর অব‌স্থিত।
স্পেশাল ব্যাখ্যাঃ
📝 পাঁচ পীরের মাজার:
▣ পাঁচ পীর বাংলায় পীরানী বিশ্বাসের বিবর্তনে এক তাৎপর্যপূর্ণ উত্তরণ।
▣ দূরদূরান্তে ইসলামের বিস্তৃতির ফলে মুসলিম জনগণ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সংস্পর্শে আসে।
❐ - সোনারগাঁয়ের পাঁচ পীরের মাজার প্রতিষ্ঠিত হয়েছিল।
▣ দরগাহর পাশে একটি মসজিদ আছে।
▣ মসজিদের গায়ে নির্মাণের তারিখ সম্বলিত কোনো লিপি সংস্থাপিত নেই।
১৯. একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05 📖 13th BCS General Apr, 1992 📖 প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক - মিসিসিপি- ০৮.১১.১৩
ব্যাখ্যাঃ
জন্মের সময় মানবদেহে ৩০০ টিরও বেশি হাড় থাকে, তবে এইগুলির মধ্যে অনেকগুলি বিকাশের সময় একসঙ্গে যুক্ত হয়ে যায়, এর ফলে প্রাপ্তবয়স্কদের দেহে, অসংখ্য ছোট সিসাময়েড অস্থি বাদ দিয়ে মোট ২০৬ টি পৃথক হাড় থাকে।
স্পেশাল ব্যাখ্যাঃ
📝 মানুষের কঙ্কালতন্ত্র:
▣ একজন মানুষের দেহে ২০৬ টুকরা হাড় থাকে।
▣মানুষের কঙ্কালতন্ত্রকে প্রধান দুটি অংশে ভাগ করা হয়। যথা-
❐ (১) অক্ষীয় কঙ্কাল
❐ (২) উপানীয় কঙ্কাল।
▣ মুখমণ্ডলীয় ও করোটিকার অস্থি সমন্বয়ে গঠিত মাথার কঞ্চালিক গঠনকে করোটি বলে। করোটিতে
❐ মোট ২৯টি অস্থি থাকে।
▣ করোটির যে অংশ মস্তিষ্ক আবৃত করে রাখে তাকে করোটিকা বলে।
▣ সর্বমোট ১৪টি অস্থি নিয়ে মুখমণ্ডল গঠিত।
▣ ৩৩টি অসম আকৃতির সীমিত সঞ্চালনক্ষম অস্থিখণ্ডক সমন্বয়ে মেরুদণ্ড গঠিত।
২০. A correct passive form-
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
স্পেশাল ব্যাখ্যাঃ
📝 Active voice কে Passive Voice- এ রূপান্তরের নিয়ম:
▣ Active Voice এর object টি Passive Voice এর Subject হয়।
▣ Active Voice এর মূল Verb এর form অনুযায়ী অতিরিক্ত ‘be’ Verb বসে।
▣ মূল verb এর Past Participle form বসে।
▣ Active Voice এর subject টি Passive Voice এর Object হয় এবং তার পূর্বে Preposition (By, with, at, to, in) বসে।
▣ May, might, can, could, must, ought to, going to যুক্ত Active Voice কে Passive Voice এ পরিবর্তন করার সময় এদের পরে be বসে এবং তার পরেই মূল verb টির Past Participle বসে।
❐ যেমন:
❐ Active: I must do it.
❐ Passive: It must be done by me.
২১. What is the correct spelling?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
Archaeology meaning পুরাতত্ত্ব....so this is the right answer of the questions.
স্পেশাল ব্যাখ্যাঃ
📝 Archaeology (noun):
❐ English Meaning: The study of human history and prehistory through the excavation of sites and the analysis of artefacts and other physical remains.
❐ Bengali meaning: প্রত্নতত্ত্ব; প্রত্নবিদ্যা।
২২. ‘Asparagus’ means-
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
Asparagus meaning শতমূলী.....so the ans is value of food
স্পেশাল ব্যাখ্যাঃ
📝 Asparagus
❐ English Meaning: a tall plant of the lily family with fine feathery foliage, cultivated for its edible shoots.
❐ Bangla Meaning: উদ্ভিদবিশেষ, যার কচি অঙ্কুর সবজিরূপে রান্না করে খাওয়া হয়; শতমূলী, শতাবতী; অহেরু।
▣ সুতরাং, বোঝা যাচ্ছে - Asparagus হচ্ছে খাওইয়ার উপযোগী বিশেষ এ ধরণের উদ্ভিদ।
▣ তাই বলা যায়, 'Asparagus' means - A valuable food.
২৩. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05 📖 23rd BCS General Mar, 2001 📖 প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -করতোয়া- ০৮.০১.১০
ব্যাখ্যাঃ
বায়বীয় মাধ্যমে শব্দের দ্রুতি সবচেয়ে কম এবং শূন্যস্থানে শব্দের বেগ শূন্য। বাতসে শব্দের গতি ঘন্টায় ৭৫৭ মাইল। লোহার মধ্যদিয়ে শব্দ বাতাসের চেয়ে ১৫ গুণ দ্রুত চলে।
স্পেশাল ব্যাখ্যাঃ
📝 শব্দের গতি:
❐ - বায়বীয় পদার্থে শব্দের গতি সবচেয়ে কম।
▣ শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ। তাই শব্দ চলার জন্য মাধ্যমের প্রয়োজন হয়।
▣ কঠিন পদার্থে শব্দের গতি সবচেয়ে বেশি। যেমন- ইস্পাত, লোহা ইত্যাদি।
▣ তরলে পদার্থে শব্দের গতি কঠিন পদার্থের চেয়ে কম। যেমন- পানি।
▣ বায়বীয় পদার্থে শব্দের গতি সবচেয়ে কম।
▣ আর শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য।
২৪. ‘হোয়াইট গোল্ড’ বলা হয়-
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
বাংলাদেশ চিংড়ি মাছ রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে । এ জন্য বাংলাদেশের চিংড়ি সম্পর্কে "White gold" বলা হয় ।
স্পেশাল ব্যাখ্যাঃ
📝 হোয়াইট গোল্ড:
▣ বাংলাদেশ বিদেশে চিংড়ি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে।
❐ - তাই চিংড়িকে ‘সাদা সোনা’ বা ‘হোয়াইট গোল্ড’ বলা হয়।
▣ বাংলাদেশে বর্তমানে বিশ্বের মোট চিংড়ির একটা উল্লেখযোগ্য অংশ উত্পাদিত হচ্ছে, তবে বছরভেদে এর পরিমান ওঠানামা করে।
▣ ২০২১-২২ অর্থবছরে ৪১ কোটি ডলারের চিংড়ি রপ্তানি হয়।
▣ প্রবৃদ্ধি দাঁড়ায় ২৩.৮৪ শতাংশ।
২৫. ‘উকিল’ কোন দেশী শব্দ?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
সালাত,যাকাত,সিয়াম,আদালত,দস্তখত,কলম, আদালত , এই শব্দ গুলো আরবি ভাষার শব্দ,,, যা বাংলা ভাষায় প্রচলিত,,
স্পেশাল ব্যাখ্যাঃ
📝 উকিল (বিশেষ্য)
❐ - আরবি শব্দ,
❐ অর্থ:
▣ আইন ব্যবসায়ী,
▣ ব্যবহারজীবী,
▣ প্রতিনিধি
▣ মুসলমান সমাজের বিবাহের অনুষ্ঠানে যে ব্যাক্তি কনের আনুষ্ঠানিক সম্মতি নিয়ে বিজ্ঞাপিত করে।
২৬. একটি আয়তকার মেঝের ক্ষেত্রফল ২৭৩ বর্গমিটার। দৈর্ঘ্য ৫ মিটার বেশি হলে মেঝের ক্ষেত্রফল হতো ৩৩৮ বর্গমিটার দৈর্ঘ্য প্রস্থ কত?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
ধরি,
দৈর্ঘ্য X মিটার ও প্রস্থ Y মিটার
ক্ষেত্রফল = XY
প্রশ্নমতে,
XY = 273=> Y = 273/X
আবার,
(X+5) Y = 338
=>(X+5)×273/X = 338
=> 273X + 1365 = 338X
=> 338X - 273X = 1365
=> 65X = 1365
So, X = 21 মিটার
এবং
Y = 273/21 = 13 মিটার
স্পেশাল ব্যাখ্যাঃ
❐ ধরি,
❐ আয়তাকার মেঝের দৈর্ঘ্য ক মিটার
❐ আয়তাকার মেঝের প্রস্থ খ মিটার
❐ আয়তাকার মেঝের ক্ষেত্রফল কখ = ২৭৩ বর্গমিটার
∴ খ = ২৭৩/ক ..................(১)
❐ দৈর্ঘ্য ৫ মিটার বেশি হলে দৈর্ঘ্য হবে (ক + ৫) মিটার
∴ ক্ষেত্রফল হবে (ক + ৫)খ = ৩৩৮ বর্গমিটার
∴ খ = ৩৩৮/(ক + ৫) ...............(২)
❐ (১) ও (২) নং হতে পাই,
❐ ৩৩৮/(ক + ৫) = ২৭৩/ক
বা, ৩৩৮ক = ২৭৩ক + ১৩৬৫
বা, ৬৫ক = ১৩৬৫
∴ ক = ২১
❐ (১) নং হতে পাই,
❐ খ = ২৭৩/২১ = ১৩
∴ দৈর্ঘ্য ২১ মিটার এবং প্রস্থ ১৩ মিটার
২৭. ১ নটিক্যাল মাইল সমান-
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
📝 ১ নটিক্যাল মাইল সমান ১.১৫ মাইল।
❐ ১ নটিক্যাল মাইল সমান ১.৮৫২ কিলোমিটার।
❐ নটিক্যাল মাইল পৃথিবীর পরিধির সঙ্গে সম্পর্কিত।
❐ ধরা যাক,
❐ বিষুবরেখা একটি বৃত্ত। পৃথিবীর কেন্দ্র থেকে এটা ৩৬০ ডিগ্রি কোণ তৈরি করে।
❐ বিষুবরেখার দৈর্ঘ্যকে ৩৬০ দিয়ে ভাগ করলে প্রতি ডিগ্রি কৌণিক দূরত্ব পাওয়া যায়।
❐ একে আবার ৬০ দিয়ে ভাগ করলে প্রতি মিনিটের কৌণিক দূরত্ব পাওয়া যায়। এটাই নটিক্যাল মাইল।
❐ এটা এক মাইলের চেয়ে সামান্য বেশি।
২৮. a + b = 14, ab = 45 হলে a – b এর মান কত?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
স্পেশাল ব্যাখ্যাঃ
❐ দেওয়া আছে,
❐ a + b = 14
❐ ab = 45
❐ আমরা জানি
❐ (a - b)² =(a + b)² - 4ab
➾ (a - b)² = 14² - 4 × 45
➾ (a - b)² = 196 - 180
➾ (a - b)² = 16
➾ (a - b) = √16
∴ a - b = ± 4
২৯. পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা কত যাকে ৪, ৬, ১০ ও ১৫ দ্বারা ভাগ করলে প্রতি স্থলেই ৩ অবশিষ্ট থাকে?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
❐ আমরা জানি,
❐ পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০
এখন,
❐ ৪, ৬, ১০ ও ১৫ এর ল.সা.গু = ৬০
❐ এখানে,
❐ ৬০ ) ১০০০০ ( ১৬৬
❐ ৯৯৬০
❐ _____________________
❐ ৪০
∴ ৬০ দ্বারা বিভাজ্য পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা হবে (৬০ × ১৬৭) = ১০০২০
❐ এবং ৩ অবশিষ্ট থাকতে হলে সংখ্যাটি হবে (১০০২০ + ৩) = ১০০২৩
∴ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১০০২৩
৩০. ভাবুক-এর সন্ধি-বিচ্ছেদ-
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
”ভাবুক” শব্দের সন্ধি বিচ্ছেদ ভৌ + উক।
এ, ঐ, ও, ঔ কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। যেমন : ভৌ + উক = ভাবুক, গো + এষণা = গবেষণা ইত্যাদি।
স্পেশাল ব্যাখ্যাঃ
📝 'ভাবুক' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ = ভৌ + উক
▣ এটি স্বরসন্ধির উদাহরণ।
৩১. ‘আমার তুল্য’-এর বাক্য সংকোচন-
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
নিম্নোক্ত শব্দের এক কথায় প্রকাশের রূপ
তাহার তুল্য - তাদৃশ
ইহার তুল্য -ঈদৃশ
আমার তুল্য-মাদৃশ
স্পেশাল ব্যাখ্যাঃ
📝 ‘আমার তুল্য’ -এর বাক্য সংকোচন- মাদৃশ।
❐ কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
▣ 'যে অপরের লেখা চুরি করে নিজ নামে চালায়' এর বাক্যসংকোচন - কুম্ভীলক।
▣ 'যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে' এর বাক্যসংকোচন - অবিমৃষ্যকারী।
▣ 'যার বাসস্থান নেই' এর বাক্যসংকোচন- অনিকেত।
▣ ‘যে বিষয়ে কোনো বিতর্ক নেই’ এর বাক্যসংকোচন - অবিসংবাদিত।
৩২. বাংলাদেশ-বারত গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়-
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নতুন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী এইচ ডি. দেবেগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সামগ্রিক বৈদেশিক চুক্তি সাক্ষর করেন। এই চুক্তিটি ছিল বাংলাদেশকে ন্যূনতম পানি সরাবরাহের গ্যারান্টিসহ ৩০ বছরের পানিবন্টন চুক্তি। উল্লেখ্য, গঙ্গার নিম্ন অববাহিকায় বাংলাদেশের অধিকার স্বীকৃত।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি কখন শেষ ২০২৬
স্পেশাল ব্যাখ্যাঃ
📝 বাংলাদেশ-ভারত গঙ্গার পানি বণ্টন চুক্তি:
❐ - বাংলাদেশ-ভারত গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর।
▣ দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৗড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন।
▣ দুই প্রধানমন্ত্রীই তখন সবেমাত্র প্রথমবার দেশের ক্ষমতায় এসেছেন - তারপরও বহু বছরের এই অমীমাংসিত বিষয়টি অসম্ভব দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হয়েছিল তাদের আমলেই।
▣ দুই প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া ও শেখ হাসিনা দিল্লির হায়দ্রাবাদ হাউসে বসে গঙ্গা-চুক্তিতে সই করছেন।
৩৩. হকি খেলায় কয়জন রেফারি থাকেন?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05 📖 30th BCS General Jul, 2010 📖 36th BCS General Jan, 2016
ব্যাখ্যাঃ
হকিতে, দুটি লাইনম্যানের সাথে দুটি রেফারি একটি খেলা পরিচালনা করেন। তারা নিয়ম প্রয়োগ করে, জরিমানার আহ্বান জানায় এবং ন্যায্য খেলা নিশ্চিত করে।
স্পেশাল ব্যাখ্যাঃ
📝 হকি খেলা:
▣ হকি একটি প্রাচীন ও জনপ্রিয় খেলা।
❐ - হকি খেলায় ২ জন রেফারি থাকেন।
▣ প্রতি দলে ১১ জন খেলোয়াড় নিয়ে দুটি দলের মধ্যে সমতল ঘাসযুক্ত মাঠ ও কৃত্রিম টার্ফের উপর বাঁকানো স্টিক ও বলের সাহায্যে এই খেলা অনুষ্ঠিত হয়।
▣ খেলার সময় প্রত্যেক দলের লক্ষ্য থাকে স্টিকের সাহায্যে বলকে চালিয়ে বিপক্ষের গোল সীমানায় প্রবেশ করিয়ে স্কোর করা।
▣ হকি খেলার মাঠ আয়তাকার এবং তার মাপ ১০০× ৬০ গজ।
▣ হকি খেলায় ব্যবহৃত বলের ওজন ও পরিধি যথাক্রমে ৫.৫ আউন্স ও ২৩.৫ সেমি।
▣ গ্রিসে এই খেলার উৎপত্তি ধরা হলেও হকি খেলা পূর্ণতা পায় ইংল্যান্ডে।
৩৪. প্রথম আধুনিক ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ এনিয়াক (ENIAC) হচ্ছে ইলেক্ট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর এন্ড কম্পিউটার (Electronic Numerical Integrator and Computer)। এটিই প্রথম প্রোগ্রাম ঢুকানোর মতো ডিজিটাল কম্পিউটার। এ থেকেই কম্পিউটার প্রজন্ম শুরু হয়।
স্পেশাল ব্যাখ্যাঃ
📝 এনিয়াক:
❐ - প্রথম আধুনিক ইলেকট্রনিক কম্পিউটারের নাম এনিয়াক।
▣ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এটি নির্মাণ করে।
▣ ১৯৪৩ সালের প্রথম দিকে ENIAC-তে কাজ শুরু হয়।
▣ এটির সুবিধা ছিল যে, একবার নির্দেশাবলী প্রোগ্রাম করা হয়ে গেলে, মেশিনটি ইলেকট্রনিক গতিতে চলত।
❐ অন্যদিকে,
▣ Mark-1 হলো প্রথম বৈদ্যুতিক কম্পিউটার।
▣ EDSAC হলো প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার।
▣ UNIVAC-1 হলো বাণিজ্যিকভাবে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার।
৩৫. ফরাসি বিপ্লব হয়েছিল কবে?
প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (চট্টগ্রাম বিভাগ) ☞26.8.05
ব্যাখ্যাঃ
ফরাসি বিপ্লব (ফরাসি: Révolution française) (১৭৮৯–১৭৯৯) ফরাসি বিপ্লব, ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা।
স্পেশাল ব্যাখ্যাঃ
📝 ফরাসি বিপ্লব:
▣ ফরাসি বিপ্লবের স্লোগান ছিল স্বাধীনতা,সাম্য ও ভ্রাতৃত্ব।
❐ - এই বিপ্লব হয়েছিল ১৭৮৯ সালের ১৪ জুলাই।
▣ ফরাসি বিপ্লবের মাধ্যমে বাস্তিল দুর্গের পতন ঘটে।
▣ নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ছিলেন।
▣ ভলতেয়ার চেয়েছিলেন এমন একটি সমাজব্যবস্থা যেখানে প্রত্যেক মানুষ তার সাধ্যমতো ভালো কাজ করবে।
▣ পূর্বতন সমাজে তিনটি গোষ্ঠী ছিল। এগুলো হলো যাজক শ্রেণি, অভিজাত শ্রেণি এবং জনসাধারণ। অভিজাত প্রভাবিত পূর্বতন সমাজের প্রতি শহরের জনতা ও বিপ্লবী বুর্জোয়া শ্রেণি অসন্তুষ্ট ছিল।
Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...