Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

'পঙক্তি ও বক্তা' থেকে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সমূহ!

 💥 পঙক্তি ও বক্তা

🍁 “আমি চিরদদম, দুর্বিনীত, নৃশংস” । মহা-প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস।” পঙক্তিটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001 ( IDA / ADB Project)] ➺ বিদ্রোহী

❐ 'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়' পঙক্তিটির রচয়িতা কে? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2004] ➺ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

❐ “গাহি সাম্যের গান-মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” পঙক্তিটির রচয়িতা কে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (রাজশাহী বিভাগ)-২০০৫] ➺ কাজী নজরুল ইসলাম ।

❐ আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এ ছিল মোর ঘটে- তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।' পঙক্তিটির রচয়িতা কে? [সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (খুলনা বিভাগ) ২০০৬] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর।

❐ কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ নরক- মানুষেতে সুরাসুর ।' পঙক্তিটির রচয়িতা কে? [সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (রাজশাহী বিভাগ) ২০০৬] ➺ কাজী নজরুল ইসলাম ।

❐ মরণ রে, তুই মম শ্যাম সমান। পঙক্তিটির রচয়িতা কে? [সরকারী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (কংস)] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর।

❐ দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সা'ব তারে ঠেলে দিল নীচে ফেলে! পঙতিটির রচয়িতা কে? [সরকারী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (দড়াটানা)] ➺ কাজী নজরুল ইসলাম ।

❐ পরে মাস-দেড়ে ভিটেমাটি ছেড়ে বাহির হেইনু পথে- করিল ডিক্রি, সকলই বিক্রি মিথ্যা দেনার খতে। পঙক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন কবিতার অংশ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (শাপলা)-২০০৯] ➺ দুই বিঘা জমি ।

❐ মেঘনা নদী দেবো পাড়ি কল-অলা এক নায়ে । আবার আমি যাবো আমার পাড়াতলী গাঁয়ে- উপরোক্ত পঙক্তিটি কোন কবির রচনা? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (শিউলি)-২০০৯] ➺ শামসুর রাহমান ।

❐ 'এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি' পঙক্তিটির রচয়িতা কে? [৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-২০১০] ➺ সুকান্ত ভট্টাচার্য

❐ 'খাঁচার ভিতর অচিন পাখি' পঙক্তিটির উৎস কি? [৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-২০১০] ➺ লালন গীতি

❐ হে বঙ্গ, ভান্ডারে তব বিবিধ রতন; তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি, পর-ধন লোভে মত্ত, করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এই পঙক্তিটি কোন কবির রচনা? সরকারী প্রাথমিক সহকারী শিক্ষক-২০১০ (বসন্ত)] ➺ মাইকেল মধুসূদন দত্ত ।

❐ 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে" এই বিখ্যাত পঙক্তিটি কার রচনা? [খাদ্য অধিদপ্তরের অধীন খাদ্য/উপ-খাদ্য পরিদর্শক-২০১১] ➺ ভারতচন্দ্র

❐ 'বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান – তলীর গাঁ' পঙক্তিটির রচয়িতা কে? [অর্থ মন্ত্রণালয়ের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এর ক্লাস্টার আইটি অ্যাসিসটেন্ট/ডাটা এন্ট্রি অপারেটর-২০১২] ➺ জসীমউদ্দীন

❐ আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমাতে রয়েছে নিঝঝুম নিরালায় । পঙক্তিটি কোন কবির রচনা? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (সুরমা)-২০১২] ➺ জসীমউদদীন

❐ খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে। একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধাতার মনে । পঙক্তিটির রচয়িতা কে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (করতোয়া)-২০১২] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর ।

❐ কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাক যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন বলি উঠে, এসো মোর দাদা। পঙক্তিটি কোন কবির রচনা? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ক্রিসানথিয়াম)-২০১২] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর।

❐ 'আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে' পঙক্তিটির রচয়িতা কে? [প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, টেলিফোন ইঞ্জিনিয়ার ও সহকারী কম্পিউটার প্রগ্রামার-২০১৩] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর

❐ এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে, গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয়ায়ে চোখের জলে । পঙক্তিটি কোন কবির রচনা? [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (শীতলক্ষ্যা)-২০১৩] ➺ জসীমউদদীন ।

❐ বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান- বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান।' পঙক্তিটির রচয়িতা কে? [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (সুরমা)-২০১৩] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর।

❐ ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি' অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান? পঙক্তিটির রচয়িতা কে? [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (বুড়িগঙ্গা)-২০১৩] ➺ কাজী নজরুল ইসলাম ।

❐ 'গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান' । পঙক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত কোন কবিতার অংশ? [Bangladesh Bank Officer-2015] ➺ জীবন-বন্দনা

❐ ‘নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা' পঙক্তিটির রচয়িতা কে? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (১৭ জেলা)-২০১৫] ➺ রামনিধি গুপ্ত ।

❐ ‘এ দিন আজি কোন ঘরে গো খুলে দ্বার? আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার? পঙক্তিটি কার? [জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার-২০১৭] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর ।] ➺

❐ ‘একটি ধানের শিষের উপরে একটি শিশির বিন্দু' পঙক্তিটির রচয়িতা কে? [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা (সাধারণ)-২০১৮] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর।

❐ ‘তাম্বুল রাতুল হইল অধর পরশে' পঙক্তিটির রচয়িতা – [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা (সাধারণ)-২০১৮] ➺ আলাওল ।

❐ ‘মোদের গরব মোদের আশা' আ-মরি বাংলা ভাষা” এই পঙক্তিটির রচয়িতা কে? [পায়রা বন্দর কর্তৃপক্ষের সহকারী সাব-ইন্সপেক্টর-২০১৮] ➺ অতুল প্রসাদ সেন ।

❐ “আমাদের দেশ হবে সেই ছেলে কবে/কথায় না বড় হয়ে কাজে বড় হবে” পঙক্তিটির রচয়িতা কে? [স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার-২০১৮] ➺ কুসুম কুমারী দাস।

❐ 'পাখি সব করে রব রাতি পোহাইল' পঙক্তিটির রচয়িতা কে? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৯] ➺ মদনমোহন তর্কালঙ্কার

❐ আমারে ছাড়িয়া এত ব্যথী যরি, কেমন করিয়া হায়' পঙক্তিটি কার? [দুর্নীতি দমন কমিশন (উপ-সহকারী পরিচালক)-২০২০] ➺ জসীম উদদীন।

❐ ‘সেই ধন্য নরকুলে কাকে যাবে নাহি ভুলে', পঙক্তিটি কার? [দুর্নীতি দমন কমিশন (উপ-সহকারী পরিচালক)-২০২০] ➺ মাইকেল মধুসূদন দত্ত ।

❐ একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের: “কখন আসবে কবি?” “কখন আসবে কবি?” পঙক্তিটির রচয়িতা কে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (৩য় ধাপ-৪০২১-০২)-২০২২] ➺ নির্মলেন্দু গুণ

❐ ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' পঙক্তিটির স্রষ্টা কে? [বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) এর প্রটোকল অফিসার-২০২৩] ➺ ভারতচন্দ্র

❐ ‘ভাত দে হারামজাদা তা না হলে মানচিত্র খাব' পঙক্তিটি রচয়িতা কে? [বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর নিরাপত্তা অধিক্ষক-২০২৪] ➺ রফিক আজাদ

❐ 'ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ/আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা; পঙক্তিটি কোন কবির রচনা? [বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর নিরাপত্তা অধিক্ষক-২০২৪] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর

❐ ‘সকলের তরে সকরে আমরা প্রত্যেকে আমরা পরের তরে' । চরণ দুটি কোন কবিতার অংশ? [বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর- ২০২০] ➺ · পরার্থে ।

❐ ‘সকলের তরে সকলে আমরা/ প্রত্যেকে আমরা পরের তরে।' কার রচিত পঙক্তি? [৪৪ তম বিসিএস] ➺ কামিনী রায়

❐ ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি' পঙতিটি কার? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (প্রথম ধাপ-৩০৭১)-২০২২] ➺ মদনমোহন তর্কালংকার

❐ "কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যা বেলায় দ্বীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো" বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? [৪০ তম বিসিএস] ➺ যোগাযোগ

❐ ‘ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।' কে বলেছেন? [৩৭ তম বিসিএস] ➺ মোতাহের হোসেন চৌধুরী

❐ ‘মাতৃভাষায় যার ভক্তি নাই, সে মানুষ নহে' কার উক্তি? [দুর্নীতি দমন কমিশন (সহকারী পরিচালক)-২০২০] ➺ মীর মশাররফ হোসেন ।

❐ ‘পাখি সব করে রব রাতি পোহাইল' পংক্তির রচয়িতা কে? [২৬ তম বিসিএস] ➺ মদনমোহন তর্কালংকার

❐ ‘শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? [২৭ তম বিসিএস] ➺ সমাপ্তি

❐ 'তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি' রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? [২৬ তম বিসিএস] ➺ শেষলেখা

❐ 'রুপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর' কার রচনা? [২৬ তম বিসিএস] ➺ জ্ঞানদাস

❐ 'সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা' রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? [২৫ তম বিসিএস] ➺ বলাকা

❐ 'ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে,' বলেছেন – [২৪ তম বিসিএস] ➺ প্রমথ চৌধুরী

❐ ‘কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা' এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? [২৪ তম বিসিএস (বাতিল)] ➺ কাজী নজরুল ইসলাম

❐ ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' কথাগুলো কে বলেছেন? [দুর্নীতি দমন ব্যুরো এর সহকারী উপ-পরিদর্শক-2004] ➺ চন্ডীদাস ।

❐ 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' কে বলেছেন? [২১ তম বিসিএস] ➺ চণ্ডীদাস

❐ 'আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে' লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায় – [১৭তম বিসিএস] ➺ ভারতচন্দ্র রায়

❐ 'আমার সন্তান যেন থাকে দুধেভাতে' এ প্রার্থনাটি করেছে – [২৩ তম বিসিএস] ➺ ঈশ্বরী পাটনী

❐ ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে' কার উক্তি? [বাংলাদেশ টেলিভিশনের অডিয়েন্স রিসার্চ অফিসার-২০০৬] ➺ ভারতচন্দ্র।

❐ 'আমার সন্তান যেন থাকে 'দুধে-ভাতে' উক্তিটি কোন কাব্যের অন্তর্গত? [আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার-২০১৬] ➺ অন্নদামঙ্গল কাব্যের

❐ 'মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি খাঁটি সোনার চেয়ে খাঁটি' । কবিতায় এই অংশ বিশেষের রচয়িতা – [১৭তম বিসিএস] ➺ সত্যেন্দ্রনাথ দত্ত

❐ ‘পথিক তুমি পথ হারাইয়াছ' কে কাকে বলেছিল? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ সহকারী রসায়নিক পরীক্ষক-২০০২] ➺ কপালকুণ্ডলা নবকুমারকে।

❐ 'পথিক তুমি কি পথ হারাইয়াছ?' কথাটি কার? [১৬তম বিসিএস] ➺ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

❐ ‘পথিক তুমি পথ হারাইয়াছ! কোন গ্রন্থের অন্তর্গত? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক-২০০৭] ➺ কপালকুন্ডলা ।

❐ ‘পথিক তুমি পথ হারাইয়াছ' উক্তিটি কার? [বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০১৯] ➺ কপালকুণ্ডলা ।

❐ কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ নরক- মানুষেতে সুরাসুর।' পঙক্তিটির রচয়িতা কে? [সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (রাজশাহী বিভাগ) ২০০৬] ➺ শেখ ফজলল করিম

❐ 'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যান সকল অশোভন।' চরণ দুটি কার লেখা? [১৫তম বিসিএস] ➺ কাজী নজরুল ইসলাম

❐ 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত' এই উক্তিটি কার? [১৫তম বিসিএস] ➺ প্রমথ চৌধুরী

❐ 'শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির; লিখে রেখ, একবিন্দু দিলেম শিশির।' এ অংশটুকুর মূল প্রতিপাদ্য – [১৩ তম বিসিএস] ➺ অকৃতজ্ঞতা

❐ "বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী" এই কবিতাংশটুকুর কবি কে? [১৪তম বিসিএস] ➺ কাজী নজরুল ইসলাম

❐ কার রচিত গান? মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা – [ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক-২০০৬] ➺ অতুল প্রসাদ ।

❐ 'মোদের গরব, মোদের আশা/আ-মরি বাংলা ভাষা' রচিয়তা – [১২তম বিসিএস] ➺ অতুল প্রসাদ সেন

❐ 'স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ' এই উক্তিটি কার? [১৬ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-২০২৩] ➺ মোতাহার হোসেন চৌধুরী

❐ ‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি' কার বক্তব্য? [খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা— 2008] ➺ ড. মুহম্মদ শহীদুল্লাহ

❐ 'কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?' কার লেখা? [৩৩ তম বিসিএস] ➺ কৃষ্ণচন্দ্র মজুমদার

❐ “যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে" কোন কবিতার চরণ? [পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রাম এর পোস্টাল অপারেটর- 2023] ➺ আমি কিংবদন্তির কথা বলছি

❐ কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে। [বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর এটিএম/এরোড্রাম কর্মকর্তা-২০২৩]

❐ ‘এ কী অপরূপ রূপে মা তোমায়/ হেরিনু পল্লী জননী' চরণটি কোন কবির? [কর্মসংস্থান ব্যাংক এর ডাটা এন্ট্রি অপারেটর-২০২৩] ➺ কাজী নজরুল ইসলাম

❐ "ও কি ক্ষুধাতুর পাঁজরায় বাজে ---।” চরণটির শূন্যস্থানে কী হবে? [স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এর হিসাব সহকারী-২০২৩] ➺ মৃত্যুর জয়ভেরী

❐ বিখ্যাত কবিতা 'বড় কে' এর কবি কে? [বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এর Assistant Manager (Production Control)-2023] ➺ হরিশচন্দ্র মিত্র

❐ যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি আশুগৃহে তার দেখিবে না আর নিশিথে ভাতি- এই অংশের সম্প্রসারণে কোন ভাষাটি সঠিক? [৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১০] ➺ অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক

❐ যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি । এই পঙক্তিটি কোন কবির থেকে নেয়া হয়েছে? [ডাক বিভাগ উচ্চমান সহকারী-২২] ➺ · কৃষ্ণচন্দ্র মজুমদার

❐ “মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে” চরণটি কার রচনা? [তথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার-২০১৩] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর ৪০. 'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই,' চরণ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতায় উল্লেখ আছে? [১০ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-২০১৬] ➺ প্ৰাণ

❐ “আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?” “ভিখারী রাঘব” কে? [সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার-২০১০] ➺ রাম

❐ “আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?” পংক্তিটি কোন কবির রচনা? [জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ট্রেনিং অফিসার-২২] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ 'আমার সোনার বাংলা' রবীন্দ্রসঙ্গীতের প্রথম কত পঙক্তি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত? [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা-২০১২] ➺ ১০

❐ ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি' কে লিখেছেন? [বিভিন্ন মন্ত্রণালকের সহকারী প্রোগ্রামার-২০১৭] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর।

❐ 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ' গানিটির রচয়িতা কে? [নন-ক্যাডার: জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষার ইন্সট্রাক্টর-২০১৮] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর

❐ 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত? [ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা: ২২] ➺ গীতবিতান

❐ 'ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে, অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে' কোন কবিতার অংশ? [স্বাস্থ্য অধিদপ্তর এর মেডিকেল টেকনোলজিস্ট-২০২৩] ➺ কবর

❐ 'ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে, অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে' বিখ্যাত এই পঙক্তিদ্বয়ের রচয়িতা কে? [বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২২] ➺ কবর

❐ “যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী” “সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।” এটি কার রচনা? [সংসদ সচিবালয় এর ব্যাক্তিগত কর্মকর্তা (নন ক্যাডার)-২০২৩] ➺ আবদুল হাকিম

❐ যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী ।

❐ সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।' কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত? [৪৬ তম বিসিএস] ➺ নূরনামা

❐ ‘সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া' এ অমর উক্তির রচয়িতা, - [বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর সিনিয়র একাউন্টস ক্লার্ক-২০২২] ➺ চন্ডীদাস ।

❐ ‘সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া' এ অমর উক্তির রচয়িতা, - [বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর সিনিয়র একাউন্টস ক্লার্ক-২০২২] ➺ চন্ডীদাস ।

❐ ‘ক্ষুদ্ৰ শত্ৰু ভাবি লোকে অবহেলে যারে/বহুবিধ সঙ্কটে সে ফেলাইতে পারে। কবিতার লাইন দুটি কার রচনা? [মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এর সহকারী পরিচালক: ২১] ➺ মাইকেল মধুসূদন দত্ত

❐ ‘মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে' কার উক্তি? [ঢাবি ক ইউনিট: ২১-২২] ➺ শেখ মুজিবুর রহমান

❐ 'তুমি অধম, তাই বলে আমি উত্তম হব না কেন?' এই প্রবাদটির রচয়িতা কে? [৩২ তম বিসিএস] ➺ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

❐ ‘তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? কার উক্তি? [খাদ্য অধিদপ্তর এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-২০২১] ➺ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

❐ ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল' কার রচনা? [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা-২০১৮] ➺ জ্ঞানদাস ।

❐ ঘুম থেকে জেগে বৈশাখী ঝড়ে কুড়ায়েছি ঝরা আম' এই লাইনটির লেখক বা কবি কে? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ওয়েরলেস অপারেটর)-২০২১] ➺ বেগম সুফিয়া কামাল

❐ ‘সেই ধন্য নরকুলে কাকে যাবে নাহি ভুলে’, পঙক্তিটি কার? [দুর্নীতি দমন কমিশন (উপ-সহকারী পরিচালক)-২০২০] ➺ মাইকেল মধুসূদন দত্ত ।

❐ কোন চরণটি সঠিক? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (সহকারী প্রসিকিউটর)-২০২০] ➺ ধন ধান্য পুষ্পে ভরা।

❐ 'ধন ধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা' সংগীতটির রচয়িতা কে? [বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর সিনিয়র স্টাফ নার্স-২০২৩] ➺ দ্বিজেন্দ্রলাল রায়

❐ ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে' কবিতার চরণটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর

❐ এই বাঙ্গালায় তোমাকেই আসতে হবে হে স্বাধীনতা' উক্তিটি কার? [কর্মসংস্থান ব্যাংকের সহকারী পরিচালক: ০১] ➺ শামসুর রাহমান

❐ ‘ধ্বনিয়া উঠিছে শূন্য নিখিলের পাখার এ গানে/হেথা নয়, অন্য কোথা, অন্য কোথা, অন্য কোন খানে' কবিতাংশটি রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ? [সমাজসেবা অধিদপ্তরের হাউজ পেরেন্ট কাম টিচার-২০১৮। বলাকা ৷

❐ ‘লও তুমি যত পার, শাস্ত্রের সন্ধান' কার লেখা? যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার-২০১৮] ➺ ঈশ্বরচন্দ্র গুপ্ত ।

❐ 'ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত' এ উদ্ধৃতিটি কার? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(৩য় ধাপ)-২০২৪] ➺ সুভাষ মুখোপাধ্যায়

❐ “আর কতদূরে নিয়ে যাবে সুন্দরী, শূন্যস্থানে কি বসবে? [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা)-২০১৫] ➺ মোরে

❐ ‘আমি যে এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে' কবিতার চরণটি কার লেখা? [সমবায় অধিদপ্তরের মাঠ সহকারি-২০১৮] ➺ সৈয়দ শামসুল হক

❐ ‘সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে’ কবিতাংশটি কার লেখা? [পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার পরিকল্পনা সহকারী:২০১৮] ➺ জীবনানন্দ দাস

❐ 'একখানি ছোট ক্ষেত আমি একেলা' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ? [৩৬ তম বিসিএস] ➺ সোনার তরী

❐ রোগকে ঘৃণা করা যায় রোগীকে কেন? একথা কে বলেছে? [বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার-২০১৭] ➺ হুমায়ূন আহমেদ ।

❐ ‘মম একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতুর্য নজরুলের কোন কবিতার চরণ? [বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর স্টাফ অফিসার-২০২৩] ➺ বিদ্রোহী

❐ ‘সুরঞ্জনা ওইখানে যেয়নাকো তুমি' কোন কবি এ কথা বলেছেলেন? [বাংলাদেশ রেলওয়ের খালাসী-২০১৫] ➺ জীবনানন্দ দাশ

❐ ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় গানটির রচয়িতা ও সুরকার হলেন শিল্পী – [বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB) এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা- ২০০৬] ➺ আবদুল লতিফ

❐ “মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ” কার উক্তি? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট-২০১০] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর

❐ নাচে পাপ-সিন্ধু তুঙ্গ তরঙ্গ। মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ। নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে। পংক্তিটি কোন কবির রচনা? [রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক (হাসনাহেনা)-২০১১] ➺ কাজী নজরুল ইসলাম ৷

❐ "তবুও থামে না যৌবন বেগ, জীবনের উল্লাসে" এই চরণটির রচয়িতা কোন কবি? [স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী-২০১০] ➺ কাজী নজরুল ইসলাম

❐ 'সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মত সন্ধ্যা নামে' কার লেখা? [গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১১] ➺ জীবনানন্দ দাশ

❐ "হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগো রে ধারে - এই ভারতের মহামানবের সাগরতীরে।" চরণগুলো কার রচিত? [৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-২০১২] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর

❐ ‘আজি রক্ত নিশি ভোরে একি এ শুনি ওরে মুক্তি কোলাহল বন্দী শৃঙ্খলে ।' চরণগুলোর রচয়িতা কে? [৭ম বিজেএস (সহকারী জজ) পরীক্ষা: ১২] ➺ কাজী নজরুল ইসলাম

❐ “স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা” কথাটি করা রচনা? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার-২০১২] ➺ শামসুর রাহমান

❐ 'সকল দেশের রানী সে যে-আমার জন্মভূমি' চরণটি কোন কবির রচনা? [আমিন, চার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার-২০১২] ➺ দ্বিজেন্দ্রলাল রায়

❐ “দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায় নিজ দেশ ত্যাগী কোন বিদেশ ন যায়।” কবিতাংশটি কার? [বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি অধিদপ্তরের নির্বাহী অফিসার-২০০৭] ➺ কবি আব্দুল হাকিম

❐ "তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন।" কোন কবির রচনা? [আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব- রেজিস্ট্রার-২০১২] ➺ আবদুল হাকিম

❐ ‘সই কে শুনাইল শ্যাম নাম' পদটির রচয়িতা কে? [মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী-২০১৩] ➺ চণ্ডীদাস

❐ “চাষী ওরা, নয়কো চাষা, নয়কো ছোটলোক” বলেছেন- [দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক-২০১৩] ➺ কাজী নজরুল ইসলাম

❐ ‘রমযানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ' গানটি কার রচনা? [নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর এর মিডওয়াইফ-২০২০] ➺ কাজী নজরুল ইসলাম

❐ ‘আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণর পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান! না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ ।' এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (পদ্ম)-২০০৯] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর ।

❐ ‘আজি এ প্রভাত রবির কর কেমনে পশিল প্রাণের পর' কোন কবিতার চরণ? [উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা-২০১০] ➺ নির্ঝরের স্বপ্নভঙ্গ (কবিতাংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাত সংগীত কাব্য গ্রন্থের নির্ঝরের স্বপ্নভংগ নামক কবিতার অংশ বিশেষ)

❐ আমি বেদুঈন, আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। পক্তিটির রচয়িতা কে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (কর্ণফুলী)-২০১২] ➺ কাজী নজরুল ইসলাম

❐ 'ভায়া লাফ দেয় তিন হাত, হেসে গান গায় দিন রাত' ছড়াটি কার সম্পর্কে? [৪র্থ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-2009] ➺ কাজী নজরুল ইসলাম

❐ 'আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে এই বাংলায়'- এ লাইনটি কোন কবির কবিতায় পাওয়া যাবে? [৬ষ্ঠ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-২০১১] ➺ জীবনানন্দ দাশ

❐ বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি শখের বোটে মাঝিরে কন, বলতে পারিস সূর্যি কেন ওঠে? এই উদ্ধৃতাংশটুকু কোন কবির রচনা? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (পদ্ম)-২০০৯] ➺ সুকুমার রায় ।

❐ 'পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি' কার রচনা? [স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স-২০১৬] ➺ সুকান্ত ভট্টাচার্য

❐ এ আমার ছোট ছেলে, যে নেই এখন, পাথরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে বছর-তিনেক আগে কাক-ডাকা গ্রীষ্মের দুপুরে। পঙক্তিগুলো কোন কবির রচনা? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (বাগানবিলাস)-২০১২] ➺ শামসুর রাহমান

❐ “জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে” এটি কার উক্তি? [বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB) এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা-২০২৩] ➺ সুফিয়া কামাল

❐ "বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতাবিসর্জনের কাহিনী লিখতে হইবে সে কথা কে জানিত" এ বাক্যটি কোন লেখায় আছে? [স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী-২০১০] ➺ হৈমন্তী

❐ ‘বুকের রক্তে লিখেছি একটি নাম ‘বাংলাদেশ' কোন কবি লিখেছেন? [বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার-২০১৭] ➺ মোহাম্মদ মনিরুজ্জামান ।

❐ ‘বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ' কোন কবির কবিতায় আছে? [আনসার ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট: ০৫] ➺ যতীন্দ্রমোহন বাগচী

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...