💥 বাংলা ভাষা
🍁 ভাষা কি? [পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা-২০০৬] ➺ ভাবের উচ্চারণ ।
❐ ভাষা কি? [বিএসসি ইন নার্সিং প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা-২০২৩] ➺ ধ্বনির সমষ্টি
❐ মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? [বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিস সহায়ক-২০১৯] ➺ ভাষা ৷
❐ ভাষাকে কিসের বাহন বলা হয়? [পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর এমএলএসএস/নিরাপত্তা প্রহরী-২০২৩] ➺ ভাবের
❐ কোনটি আদিম মানুষের ভাব প্রকাশের বাহন ছিল না? [খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-2006] ➺ ভাষা (চিত্রাঙ্কন, ইশারা-ইঙ্গিত, অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবহার)
❐ মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে – [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার-2005] ➺ ভাষা ৷
❐ ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? [১০ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়)-২০১৪] ➺ ভাষা
❐ কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? [৯ম প্রভাষক নিবন্ধন পরীক্ষা-২০১৩] ➺ ইশারা বা অঙ্গভঙ্গি (অর্থদ্যোতকতা/মানুষের কণ্ঠনিঃসৃত ধ্বনি/জনসমাজে ব্যবহার যোগ্যতা)
❐ দেশ, কাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য হয়? [স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী-২০০৪] ➺ ভাষার ৷
❐ বাঙালি জাতির মাতৃভাষা কোনটি? [পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট ২০২০] ➺ বাংলা ৷
❐ ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষা পৃথিবীর কততম মাতৃভাষা? [বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৭] ➺ ছয়।
❐ ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর হিসাবরক্ষক-২০১৯] ➺ ষষ্ঠ
❐ বাংলাদেশ ছাড়াও কোন জায়গায় মানুষের মুখের ভাষা বাংলা? [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর এর প্রশাসনিক কর্মকর্তা (সাধারণ)-২০১৯] ➺ পশ্চিমবঙ্গ ও আসাম ।
❐ বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? [সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী-২০১৬] ➺ · উড়িষ্যা
❐ বেদের ভাষাকে কি ভাষা বলা হয়? [পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর পরিবারকল্যাণ পরিদর্শিকা (FWV) প্রশিক্ষণার্থী-২০১৩] ➺ বৈদিক ভাষা] ➺
❐ কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? [৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৩] ➺ বঙ্গ-কামরূপী
❐ 'বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে'। এ মতের প্রবক্তা কে? [৯ম প্রভাষক নিবন্ধন পরীক্ষা-২০১৩] ➺ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
❐ বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিচের কোন ভাষা হতে? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান অ্যাসিসট্যান্ট অফিসার-১৪.০২.২০১৪] ➺ প্রাকৃত
❐ বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে? [কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স এর কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর-২০১৪] ➺ প্ৰাকৃত
❐ ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব – [১০ম প্রভাষক নিবন্ধন পরীক্ষা-২০১৪] ] ➺ গৌড়ীয় প্রাকৃত থেকে
❐ বাংলা ভাষার মূল উৎস কোনটি? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সহকারী পরিচালক-২০১৬] ➺ প্রাকৃত ভাষা
❐ “বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ” গ্রন্থের রচয়িতার নাম - [১৪তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা-২০১৭] ➺ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
❐ বাংলা ভাষার উৎপত্তি হয়েছে – [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা-২০১৮] ➺ সপ্তম শতাব্দীতে।
❐ কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? [পায়রা বন্দর কর্তৃপক্ষের সহকারী সাব-ইন্সপেক্টর-২০১৮] ➺ মাগধী প্ৰাকৃত
❐ বাংলা ভাষার উদ্ভব হয়েছে ভাষা থেকে। [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওয়ারলেস অপারেটর-২০১৮] ➺ প্ৰাকৃত ৷
❐ বর্তমান বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর হিসাবরক্ষক-২০১৯] ➺ · ৬ষ্ঠ ।
❐ বাংলা ভাষার মূল উৎস কোনটি? [কারিগরি শিক্ষা অধিদপ্তর- বিভিন্ন পদ(কর্মচারী)-২০২১] ➺ প্রাকৃত
❐ বাংলা ভাষার বয়স কত? [বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এর এরোড্রাম কর্মকর্তা-২০২১] ➺ প্রায় ১০০০ বছর
❐ বাংলা ভাষার মূল উৎস – [পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ২০২৩)] ➺ অনার্য ভাষা
❐ বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে -[স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এর কম্পিউটার মুদ্রাক্ষরিক-২০২৩] ➺ প্ৰাকৃত
❐ বাংলা ভাষার আদি উৎস কী? [বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর সিনিয়র স্টাফ নার্স-২০২৩] ➺ ইন্দো-ইউরোপীয় ভাষা
❐ বাংলা ভাষার বয়স কত? [বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর নিরাপত্তা অধিক্ষক-২০২৪] ➺ ১০০০ বছর
❐ বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল -[সমন্বিত ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এর অফিসার (জেনারেল)-২০২৪] ➺ ৬৫০-১২০০ খ্রি.
❐ বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল- [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(৩য় ধাপ)-২০২৪] ➺ ৬৫০-১২০০ খ্রিঃ
❐ বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? [বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর উপ সহকারী প্রকৌশলী-২০২৪] ➺ সপ্তম
❐ বাংলা ভাষার উদ্ভব হয় –[ শ্রম পরিদপ্তরের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসহকারী পরিচালক-২০০১] ➺ সপ্তম খ্রিষ্টাব্দে
❐ বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? [১৪তম বিসিএস] ➺ দশম থেকে চতুর্দশ শতাব্দী
❐ বাংলা ভাষার উদ্ভব নিম্নোক্ত একটি ভাষা থেকে – [সহকারী পরিচালক (পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন)-২০০৩] ➺ প্রাকৃত (ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ এর মতে গৌড়ীয় প্রাকৃত থেকে এবং ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধী প্রাকৃত থেকে)
❐ কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড. মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন? [পরিবেশ ও বন মন্ত্রণালয়ের রিসার্চ অফিসার; তারিখঃ 09.2006] ➺ গৌড়ীয় অপভ্রংশ ।
❐ বাংলা ভাষার পূর্ববর্তী স্তর এর নাম কি? [খাদ্য অধিদপ্তরের অধীন খাদ্য/উপ-খাদ্য পরিদর্শক-২০১১] ➺ প্ৰাকৃত
❐ বাংলা ভাষার উৎপত্তিকাল – [৬ষ্ঠ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-২০১১] ➺ দশম শতাব্দী
❐ ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? [৮ম প্রভাষক নিবন্ধন পরীক্ষা-২০১২] ➺ গৌড়ীয় প্রাকৃত
❐ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা উদ্ভবকাল কবে? [মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অফিস সহায়ক-২০২১] ➺ ৬৫০ খ্রিষ্টাব্দ/সপ্তম শতাব্দী (সুনীতিকুমার-দশম শতাব্দী)
❐ বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? [৭ম প্রভাষক নিবন্ধন পরীক্ষা-২০১১] ➺ ইন্দো-ইউরোপীয়
❐ কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? [৪৩ তম বিসিএস] ➺ হিত্তিক ও তুখারিক
❐ প্রাচীন কথ্য ভারতীয় আর্য ভাষার পরবর্তী স্তরের ভাষা কোনটি? [কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর সহকারী ব্যবস্থাপক (সাধারণ)-২০২১] ➺ বৈদিক/প্রাচীন প্রাচ্য
❐ প্রাচীন ভারতীয় আর্যভাষা চিহ্নিত করুন: [বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC) এর সহকারী পরিচালক; তারিখঃ ০৮.১২.২০০৬] ➺ বৈদিক ।
❐ বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে? [৬ষ্ঠ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-২০১১] ➺ খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়
❐ ইন্দো-ইউরোপীয় ভাষার কটা শাখা? [সমাজসেবা অধিদপ্তরের সমাজকল্যাণ সংগঠক: ০৫] ➺ দুটো
❐ আর্যভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে? [শ্রম পরিদপ্তরের মেডিকেল অফিসার-০৭] ➺ প্রাচীন ভারতীয় আর্যভাষা
❐ প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ - [১৫তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা-২০১৯, ] ➺ জনগণের ভাষা
❐ 'প্রাকৃত' শব্দটির অর্থ — [বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি. এর এডমিন অ্যাসিস্ট্যান্ট-২০২৩] ➺ স্বাভাবিক
❐ প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কী? [বিসিএসআইআর নিয়োগ-২০১৭] ➺ অপভ্রংশ
❐ নিচের কোনটি বঙ্গকামরূপি ভাষা থেকে সৃষ্ট ভাষা? [পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রাম এর পোস্টাল অপারেটর-২০২৩] ➺ অসমিয়া
❐ বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? [৪২ তম বিসিএস-২০২১] ➺ অস্ট্রিক
❐ কোন শাসকের অনুশাসনের সময় এ উপমহাদেশে আর্যভাষার প্রাচীনতম বর্ণমালার সন্ধান পাওয়া যায়? [সমন্বিত ৮ ব্যাংক ও ১ টি আর্থিক প্রতিষ্ঠান এর অফিসার জেনারেল-২০২৩] ➺ সম্রাট অশোক
❐ যে ইংরেজ ব্যক্তির কাছে বাংলাভাষা চির ঋণী হয়ে আছে তার নাম – [গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক (গণযোগাযোগ প্রশিক্ষণ)-২০০৩] ➺ উইলিয়াম ক্যারি ।
❐ ‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।' মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের? [৪৫ তম বিসিএস] ➺ সুকুমার সেন
❐ কোনটি ভাষাবংশের নাম নয়? [বাখরাবাদ গ্যাস ফিল্ড লি. এর সহকারী ব্যবস্থাপক (সাধারণ)-২০২১] ➺ হিস্পানি (আফ্রিকীয়/দ্রাবিড়ীয়/ইন্দো-ইউরোপীয়)
❐ বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী? [আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ-২০০৪] ➺ অপভ্রংশ ।
❐ বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে? [জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক-২০০৬] ➺ উপভাষা ৷
❐ আঞ্চলিক ভাষার অপর নাম কী? [৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১০] ➺ উপভাষা
❐ ‘Idiolect' শব্দের অর্থ কী? [সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার-২০১৮] ➺ উপভাষা ।
❐ কোন বিদেশী পন্ডিত বাংলা উপভাষা শ্রেণীবিন্যাসে বিশেষ অবদান রাখেন? [সোনালী ও ডিবিবিএল ব্যাংক এর সিনিয়র অফিসার (আইটি)-২০২০] ➺ জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
❐ বাংলা ভাষায় উপভাষা কয়টি? [বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) হিসাব সহকারী-২০২১] ➺ ৫টি (রাঢ়ী উপভাষা/বঙ্গালী উপভাষা/বরেন্দ্রী উপভাষা/ঝাড়খণ্ডী উপভাষা/রাজবংশী উপভাষা)
❐ ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয়? [রেলপথ মন্ত্রণালয় এর গার্ড (গ্রেড-২)-২০২২] ➺ উপভাষা ৷
❐ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক কথ্য রীতি/উপভাষার নাম কি? [বাংলাদেশ ব্যাংক অফিসার-২০২২] ➺ বাঙ্গালি
❐ Dialect শব্দের বাংলা পরিভাষা কোনটি? [বাংলাদেশ রেলওয়ে এর পয়েন্টসম্যান-২০২৪] ➺ উপভাষা
❐ উপভাষা কোনটি? [উপজেলা সমাজসেবা অফিসার:০৬] ➺ অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা
❐ বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রচলিত উপভাষার নাম কি? [বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি. লি. এর সহকারী ব্যবস্থাপক/সহকারী কর্মকর্তা-২০২১] ➺ বরেন্দ্রি
💥 বাংলা লিপি
🍁 বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? [বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB) এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা-২০২৩] ➺ বাংলা
❐ . বাংলা লিপির উৎস? [স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এর কম্পিউটার মুদ্রাক্ষরিক-২০২৩] ➺ ব্রাহ্মী লিপি
❐ কোন প্রাচীন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে? [ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি এর Assistant Engineer - ২০২৩] ➺ ব্রাক্ষী লিপি] ➺
❐ বাংলা লিপির উৎস কি? [১৪তম বিসিএস] ➺ ব্ৰাহ্মী লিপি
❐ বাংলালিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? [সাব-রেজিস্ট্রার-২০০৩] ➺ ব্ৰাক্ষী ।
❐ কথকলিপি কি? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা তত্ত্বাবধায়ক-২০০৫] ➺ বর্ণমালার ইলেকট্রিক বই ।
❐ কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ীরুপ তৈরি করে করে অক্ষর গঠনের কাজ শুরু করা হয়? [খাদ্য অধিদপ্তরের অধীন খাদ্য/উপ-খাদ্য পরিদর্শক-২০১১] ➺ সেন আমলে] ➺ ৪. কোন লিপি ডানদিক থেকে লেখা হতো? [মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন জুনিয়র অভিক্টর-২০১১)] ➺ খরোষ্ঠীলিপি
❐ কোনটি লিপির বিবর্তনের ধাপ নয়? [(অফিসার জেনারেল) সমন্বিত ৪ ব্যাংক-২০১৯] ➺ দেবলিপি (চৈনিক লিপি/জাপানি লিপি/চীনা লিপি)
❐ বাংলা লিপির প্রথম নিদর্শন পাওয়া যায় – [ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর স্টেশন অফিসার-২০২২] ➺ চর্যাপদ
❐ তাম্রলিপি কী? [রাজশাহী বিশ্ববিদ্যালয়, এ ইউনিট (গ্রুপ-৩):২০] ➺ তামার পাত্রে শাসনাদেশ
❐ ভারতীয় মৌলিক লিপি কোনটি? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খ ইউনিট: ০৪-০৫] ➺ ব্ৰাহ্মী