Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ)

১. বাংলা সাহিত্যে সনেট রচনায় প্রবর্তক কে?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05 📖 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়➟2012➯C ইউনিট 📖 প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক -গোলাপ- ১১.০৯.০৯

 বাংলা ভাষা ও সাহিত্য 

ব্যাখ্যাঃ

মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪ - ১৮৭৩) মহাকবি, নাট্যকার, বাংলাভাষার সনেট প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 ⇒ মাইকেল মধুসূদন দত্ত:

▣ মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার। তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জম্ম গ্রহণ করেন।

▣ মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার সনেট প্রবর্তক।

▣ তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন  ‘পদ্মাবতী ’ নাটকে। (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে)

▣ অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ - তিলোত্তমাসম্ভব কাব্য। অর্থ্যাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত।

▣ মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। এটি ইংরেজিতে রচিত।

❏ তাঁর রচিত নাটক:

▣ শর্মিষ্ঠা,

▣ পদ্মাবতী,

▣ কৃষ্ণকুমারী।

❏ তাঁর রচিত কাব্য:

▣ তিলোত্তমাসম্ভব কাব্য

▣ মেঘনাদবধ কাব্য,

▣ ব্রজাঙ্গনা কাব্য,

▣ বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য),

▣ চতুর্দশপদী কবিতাবলী।

❏ মাইকেল মুধুসূধন দত্ত রচিত প্রহসনগুলো হলো:

▣ একেই কি বলে সভ্যতা,

▣ বুড়ো সালিকের ঘাড়ে রোঁ।


২. ‘Harry Potter and the Half Blood Prince’ বইটির লেখক কে?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05

 English Language and Literature 

স্পেশাল ব্যাখ্যাঃ

📝J.K. Rowling is a British author and creator of the popular and critically acclaimed Harry Potter series.

▣ Harry Potter was first introduced in the novel Harry Potter and the Philosopher ’s Stone (1997; also published as Harry Potter and the Sorcerer ’s Stone),

▣ Harry Potter series এ মোট ৭টি খন্ড রয়েছে যা সারাবিশ্বে অত্যধিক জনপ্রিয়।

▣ 'Harry Potter and the Half Blood Prince' হচ্ছে এই সিরিজের ৬ ষষ্ঠ খন্ড।

▣ Harry Potter books -

❏ Part: 1: Harry Potter and the Philosopher ’s Stone

❏ Part: 2: Harry Potter and the Chamber of Secrets

❏ Part: 3: Harry Potter and the Prisoner of Azkaban

❏ Part: 4: Harry Potter and the Goblet of Fire

❏ Part: 5: Harry Potter and the Half-Blood Prince

❏ Part: 6: Harry Potter and the Order of the Phoenix

❏ Part: 7: Harry Potter and the Deathly Hallows


৩. ইংরেজি সাহিত্যে ‘প্রকৃতির কবি’ হিসেবে পরিচিত-

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05 📖 36th BCS General Jan, 2016 📖 বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়➟2016➯B ইউনিট

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

ওয়ার্ডসওয়ার্থের মৃত্যুর পর দ্য প্রিলিউড ধারাবাহিকভাবে প্রকাশ করা হয়। মূলত ইংরেজি সাহিত্যে রোমান্টিক ধারার প্রবর্তক হলেও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির কবি হিসেবেই সর্বাধিক পরিচিত।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 William Wordsworth (1770 -1850):

▣ He is one of the major poets of the Romantic Period.

▣ William Wordsworth is pre-eminently a - nature poet.

▣ তিনি ১৮৪৩ থেকে ১৮৫০ সাল পর্যন্ত England এর  ‘Poet Laureate ’ ছিলেন।

▣ William Wordsworth এবং Samuel Taylor Coleridge রচিত Lyrical Ballads এর প্রকাশনার মাধ্যমে Romantic Period এর সূচনা হয় ।

▣ Lyrical Ballads, William Wordsworth and Samuel Taylor Coleridge এর যৌথ প্রকাশনা কিন্তু এই প্রকাশনায় William Wordsworth এর অবদান ছিল সর্বোচ্চ ছিল বলে তাকে The father of Romantic Age বলা হয়।

▣ Famous poems of Wordsworth:

▣ The Solitary Reaper

▣ Peter Bell

▣ The Recluse

▣ the World is too Much with Us

▣ Tintern Abbey

▣ Rainbow

▣ To The Cuckoo

▣ Laodamia

▣ Lucy Poems

▣ The Daffodils

▣ Ode on immortality

▣ The Excursion

▣ Michael etc

▣ The only play by William Wordsworth is The Borderers.

▣ The Borderers, a tragedy in five acts, was Wordsworth's first major work.

❏ তাঁর কয়েকটি উপাধি হচ্ছে -

▣ Poet of Nature

▣ Poet of Childhood

▣ Lake Poet.


৪. ‘ঢাকের কাঠি’ বাগধারাটির অর্থ-

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05 📖 22nd BCS General Feb, 2001 📖 ৫ম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস প্রিলিমিনারী পরীক্ষা, .১০

 বাংলা ভাষা ও সাহিত্য 

ব্যাখ্যাঃ

"ঢাকের কাঠি" বাগধারার অর্থ : মোসাহেব , তোষামুদে । "দহরম - মহরম" বাগধারার অর্থ : ঘনিষ্ঠ সম্পর্ক , ইঁদুর কপালে/ আট কপালে বাগধারায় অর্থ হতভাগ্য।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝'ঢাকের কাঠি' বাগধারাটির অর্থ - তোষামুদে।

❏ গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:

❏  ‘কচু বনের কালাচাঁদ ’ বাগধারাটির অর্থ - অপদার্থ।

❏  ‘ঢাকের বাঁয়া ’ বাগধারাটির অর্থ - যার কোন মূল্য নেই

❏  ‘নারকের ঢেঁকি ’ বাগধারাটির অর্থ - বিবাদের বিষয়।

❏  ‘সোনার কাঠি রূপার কাঠি ’ বাগধারাটির অর্থ - বাঁচামরার লড়াই।


৫. ‘লাঠালাঠি’ শব্দটি কোন সমাস?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05 📖 বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়➟2014➯B ইউনিট 📖 ঢাকা বিশ্ববিদ্যালয়➟2017➯খ ইউনিট

 বাংলা ভাষা ও সাহিত্য 

ব্যাখ্যাঃ

লাঠালাঠি ব্যতিহার বহুব্রীহি সমাস। ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। এ সমাসে পূর্বপদে \"আ\" এবং উত্তর পদে \"ই\" যুক্ত হয়। যেমন: হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি, লাঠিতে লাঠিতে যে লড়াই = লাঠালাঠি।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 Occasion (Noun):

❏ English Meaning:

❏ 1. A particular event, or the time at which it takes place.

❏ 2. A special or noteworthy event, ceremony, or celebration.

❏ 3. A suitable or opportune time for doing something.

❏ Bangla Meaning- অনুষ্ঠান, ঘটনা, উপলক্ষ,


৬. কোনটি শুদ্ধ বানান?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05 📖 প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক -গোলাপ- ১১.০৯.০৯ 📖 প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) -বসন্ত- ১৩.০৮.১০

 English Language and Literature 

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 Occasion (Noun):

❏ English Meaning:

❏ 1. A particular event, or the time at which it takes place.

❏ 2. A special or noteworthy event, ceremony, or celebration.

❏ 3. A suitable or opportune time for doing something.

❏ Bangla Meaning- অনুষ্ঠান, ঘটনা, উপলক্ষ,


৭. ‘The patient died __ cancer.’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05 📖 ঢাকা বিশ্ববিদ্যালয়➟2010➯খ ইউনিট 📖 রাজশাহী বিশ্ববিদ্যালয়➟2012➯F ইউনিট

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

Die of - রোগে মরা 

Die for - দেশের জন্য / মহৎ কাজে মারা যাওয়া 

Die from - কোন কিছুর জন্য মারা যাওয়া। 

Die by - কোন কিছুর দ্বারা মারা যাওয়া। 

স্পেশাল ব্যাখ্যাঃ

📝রোগে মারা যাওয়ার ক্ষেত্রে Died of ব্যবহৃত হয়।

▣ ক্যান্সার যেহেতু একটি রোগ তাই  ‘The man died of cancer ’ বাক্যটিই সঠিক হবে।

❏ ======================================

▣ die of (disease): He died of cholera/cancer.

▣ die from (effect): He died from snake bite/ over eating.

▣ die for (shake / cause): He died for his country .

▣ die in (accident): He died in an accident.

▣ die in (place / month / year): He died in 1950./ He died in London. / He died in a hospital in Dhaka.

▣ die in (accident ): He died in a train accident.

▣ die on (name of day /spot death): He died on the spot./ He died on Monday.

▣ die at (time): He died at 9.30 a m.

▣ die between (time): He died between 9 a m to 9.30 a m.

▣ die within (time): He died within five minutes.

৮. ‘This necklace is made of gold’ বাক্যে ‘gold’ শব্দটি কোন প্রকারের noun?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05 📖 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়➟2013➯B2-ইউনিট 📖 কুমিল্লা বিশ্ববিদ্যালয়➟2012➯B ইউনিট

 English Language and Literature 

স্পেশাল ব্যাখ্যাঃ

📝The necklace was made of gold. Here 'gold' is a - Material noun.

▣ Materiel noun

▣ যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।

▣ Material noun সাধারণত uncountable noun হয়। একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।

▣ gold (স্বর্ণ; সোনা) হলো Material noun, কারণ এটি পদার্থ বা বস্তু বাচক এবং একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।

▣ আরো উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Oil etc.

৯. একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05 📖 বিমান বাংলাদেশ এয়ারলাইনস ➺এডমিন অ্যাসিস্ট্যান্ট ☞4.3.23 📖 বিমান বাংলাদেশ এয়ারলাইনস ➺এডমিন অ্যাসিস্ট্যান্ট ☞4.3.23

 গাণিতিক যুক্তি 

ব্যাখ্যাঃ

স্পেশাল ব্যাখ্যাঃ

সমাধান:

 আমরা জানি,

 সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × সমকোণ সংলগ্ন সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল

 বা, ১৪৪ = (১/২) × ১২ × অপর বাহু

 বা, ১২ × অপর বাহু = ২৮৮

 বা, অপর বাহু = ২৮৮/১২

 ∴ অপর বাহু = ২৪ একক

১০। প্রশ্ন:P - 1/p = 5 হলে (P + 1/p)² = কত?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05 📖 বরিশাল বিশ্ববিদ্যালয়➟2015➯খ ইউনিট 📖 Bangladesh Bank - Assistant Director - 2011

 গাণিতিক যুক্তি 

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 প্রশ্ন:P - 1/p = 5 হলে (P + 1/p)² = কত?

 সমাধান:

 দেওয়া আছে

 P - 1/p = 5

❏ আমরা জানি

 (P + 1/p)² = (p - 1/p)² + 4.p.1/p

 (P + 1/p)²= 5 + 4

 (P + 1/p) = 25 + 4

 (P + 1/p)²= 29

১১. ৬০ জন লোক কোনো কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05 📖 প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক - রাইন- ০৮.১১.১৩ 📖 প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ২০১৩ (করতোয়া) ☞14.4.13

 গাণিতিক যুক্তি 

ব্যাখ্যাঃ

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 প্রশ্ন: ৬০ জন লোক কোন কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজটি ৩৬ জন লোকে কত দিনে সম্পন্ন করতে পারবে?

❏ সমাধান:

❏ ৬০ জন লোক করতে পারে ১৮ দিনে

❏ ১ জন লোক করতে পারে (৬০ × ১৮) দিনে

❏ ∴ ৩৬ জন লোক করতে পারে (৬০ × ১৮)/৩৬ দিনে

❏ = ৩০ দিনে

১২. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05

 গাণিতিক যুক্তি 

ব্যাখ্যাঃ

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?

❏ সমাধান:

 ১/২০ = ০.০৫

 ১/১৬ = ০.০৬২৫

 ১/১৫ =০.০৬৬

 ১/১২ = ০.৮৩৩

১৩. কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05 📖 ইসলামী বিশ্ববিদ্যালয়➟2017➯B ইউনিট 📖 ইসলামী বিশ্ববিদ্যালয়➟2013➯C ইউনিট

 সাধারণ বিজ্ঞান 

ব্যাখ্যাঃ

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 - হাইড্রোজেন গ্যাসটি নিজে জ্বলে অন্যকে জ্বলতে সাহায্য করে না। 

▣ অক্সিজেন গ্যাসটি নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। 

▣ কার্বন ডাই-অক্সাইড গ্যাসটি নিজে জ্বলে না, অন্যকে জ্বলতেও সাহায্য করে না।

❏ 

১৪. জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য ব্যবহৃত হয়-

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05

 সাধারণ বিজ্ঞান 

ব্যাখ্যাঃ

মিথান্যাল বা ফরম্যালডিহাইডের ৪০% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফরমালিন একটি কার্যকরী জীবাণুনাশক। তাই জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য ফরমালিন ব্যবহার করা হয়

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 ফরমালিন:

▣ মিথান্যালের ৪০% জলীয় দ্রবণকে ফরমালিন বলে।

▣ ফরমালিনে ৪০ ভাগ মিথান্যাল ও ৬০ ভাগ পানি থাকে।

▣ মৃত জীবদেহ সংরক্ষণে ফরমালিন ব্যবহৃত হয়।

▣ ফরমালিন শক্তিশালী জীবাণুনাশক ও জীবাণুজনিত পচন নিরোধক।

❏ 

১৫. ইস্পাত লোহা থেকে ভিন্ন, কারণ এতে-

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05

 সাধারণ বিজ্ঞান 

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 - সাধারণ লোহার সাথে সুনিয়ন্ত্রিত উপায়ে কার্বন মিশিয়ে ইস্পাত তৈরী করা হয়, তাই এটি সাধারণ লোহা থেকে ভিন্ন।

▣ ইস্পাত লোহা ও কার্বনের একটি সংকর ধাতু যার মধ্যে মোট ওজনের ০.২% থেকে ২.১% কার্বন থাকে।

▣ এছাড়াও ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম এবং ট্যাংস্টেন লোহার সাথে মিশিয়ে ইস্পাত তৈরী করা যায়।

❏ 

১৬. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05 📖 11th BCS General Oct, 1991 📖 প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক -নাগালিঙ্গম- ১২.১০.১২

 সাধারণ জ্ঞান 

ব্যাখ্যাঃ

মহাস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় । বগুড়া শহর থেকে প্রায় ১৮ কি. মি. উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়৷।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 মহাস্থানগড়:

▣ মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত।

▣ পূর্বে মহাস্থানগড়ের নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর।

▣ বগুড়া শহর হতে ১৫ কিঃমিঃ দূরে পুণ্ড্রবর্ধনের প্রশাসনিক কেন্দ্রবিন্দু ছিল এই মহাস্থানগড়।

▣ মহাস্থানগড় সমগ্র বাংলার সর্বপ্রধান ও সর্বপ্রাচীন এ দূর্গনগরী ।

▣ সমগ্র বাংলার সর্বপ্রধান ও সর্বপ্রাচীন এ দুর্গ নগরী ইটের বেষ্টনী প্রাচীর দ্বারা সুরক্ষিত যা উত্তর দক্ষিনে ১৫২৫ মিঃদীর্ঘ এবং পূর্ব পশ্চিমে ১৩৭০মিঃ প্রশস্থ ও চতুপার্শ্বস্থ সমতল ভূমি হতে ৫মিঃ উঁচু।

▣ কয়েক শতাব্দী পর্যন্ত এ স্থান পরাক্রমশালী মৌর্য, গুপ্ত এবং পাল শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সমান্ত রাজাগণের রাজধানী ছিল।

▣ বিখ্যাত চীনা পরিব্রাজক হয়েন সাঙ ভারতবর্ষ ভ্রমণকালে (৬৩৯-৬৪৫) পুন্ড্রনগর পরিদর্শন করেন।

❏ 

১৭. ২০০৫ সালে ক্রিকেট খেলায় ১ দিনের ম্যাচে কোন বড় দলকে ১ম বার পরাজিত করে বাংলাদেশ দল চাঞ্চল্য সৃষ্টি করে?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05 📖 2017 - বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) - 19.06.17 📖 সরকারি কর্মকমিশন ~ পিএসসি ➺ ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর ☞20.12.23

 সাধারণ জ্ঞান 

স্পেশাল ব্যাখ্যাঃ

📝ওয়ানডে ক্রিকেট:

▣ বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে।

▣ বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে বিপক্ষে ১৯৮৬ সালের ৩১ মার্চ।

▣ বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায় ১৯৯৭ সালে।

▣ বাংলাদেশ আইসিসি ট্রফি জয় করে ১৯৯৭ সালে।

▣ একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ তাদের প্রথম জয়টা পায় ২২ ম্যাচ পর।

▣ কেনিয়ার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম জয়টা পায়।

❏ 

১৮. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05 📖 16th BCS General Apr, 1994

 বাংলা ভাষা ও সাহিত্য 

ব্যাখ্যাঃ

ঘরে বাইরে (১৯১৬) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। এটি চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। উপন্যাসটি সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় ১৯১৫ সালে। স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত এই উপন্যাসে একদিকে আছে জাতিপ্রেম ও সংকীর্ণ স্বাদেশিকতার সমালোচনা, অন্যদিকে আছে সমাজ ও প্রথা দ্বারা নিয়ন্ত্রিত নারী পুরুষের স

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 ⇒ 'ঘরে বাইরে' উপন্যাস:

▣ 'ঘরে বাইরে' চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস।

▣ উপন্যাসটি 'সবুজপত্রে' প্রকাশিত হয় ১৯১৫ সালে।

▣ রবীন্দ্র প্রতিভার শেষ যুগের উপন্যাস হচ্ছে 'ঘরে বাইরে'।

▣ 'ঘরে বাইরে' উপন্যাসে রাজনৈতিক মতবাদের লীলাচাঞ্চল্য ফুটে উঠেছে।

▣ স্বদেশি আন্দোলনের পটভূমিতে রচিত এই উপন্যাসে আছে জাতিপ্রেম ও সংকীর্ণ স্বাদেশিকতার সমলোচনা।

❏ রবীন্দ্রনাথের অন্যান্য উপন্যাস গুলো:

▣ চোখের বালি,

▣ গোরা,

▣ যোগাযোগ,

▣ চতুরঙ্গ,

▣ ঘরে বাইরে,

▣ চার অধ্যায়,

▣ মালঞ্চ।

❏ 

❏ অন্যদিকে,

▣ বিষবৃক্ষ:

▣ 'বিষবৃক্ষ' (১৮৭৩) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সামাজিক উপন্যাস।

▣ উপন্যাসের কেন্দ্রীয় সমস্যার সঙ্গে বিধবা বিবাহ পুরুষের একাধিক বিবাহ তার রূপতৃষ্ণা ও নৈতিকতার দ্বন্দ্ব, নারীর আত্মসম্মান ও অধিকারবোধ প্রভৃতি ঘনিষ্ঠভাবে জড়িত।

▣ চরিত্রায়ণে, ঘটনা সংস্থানে এবং জীবনের কঠিন সমস্যার রূপায়ণে 'বিষবৃক্ষ' বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।

▣ বাল্যবিধবা কুন্দনন্দিনীর প্রেম ও কামনার বিকাশকে তৎকালীন সমাজ যে প্রশ্রয় দেয় নি, এ উপন্যাস তার প্রমাণ।

▣ লেখকও মনে করেছেন, কুন্দনন্দিনীর কাহিনি পাঠ করার ফলে ঘরে ঘরে অমৃত ফলবে অর্থাৎ এ ধরনের প্রণয়াকাঙ্ক্ষা রহিত হবে।

▣ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কী চেয়েছেন সেটি মুখ্য নয়। 'বিষবৃক্ষে' তিনি সমস্যার যে যথার্থ রূপায়ণ করতে পেরেছেন এটাই আসল।

▣ উল্লেখযোগ্য চরিত্র: কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ, হীরা, সূর্যমুখী ইত্যাদি।

▣ 'বিষবৃক্ষ' আজও শ্রেষ্ঠ উপন্যাসগুলোর একটি।

▣ আরণ্যক:

▣ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস  ‘আরণ্যক ’। 

▣ ভাগলপুরের নিকটবর্তী বনঞ্চলের নিম্নবিত্ত মানুষের জীবন নিয়ে রচিত হয়েছে আরণ্যক উপন্যাস।

▣ প্রধান চরিত্র: ভানুমতী, বনোয়ারী, দোবরু, বুদ্ধু সিংহ।

▣ গণদেবতা ’ উপন্যাসটি রচনা করেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।


১৯. ‘গাহি সাম্যের গান- মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’- পঙ্‌ক্তিটির রচয়িতা কে?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05 📖 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়➟2012➯A ইউনিট 📖 রাজশাহী বিশ্ববিদ্যালয়➟2015➯B ইউনিট

 বাংলা ভাষা ও সাহিত্য 

ব্যাখ্যাঃ

গাহি সাম্যের গান-

মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান!

নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,

সব দেশে, সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

--এটি কাজী নজরুল ইসলামের "মানুষ" কবিতার প্রথম অংশ।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 ⇒ আলোচ্য পঙক্তিটি কাজী নজরুল ইসলামের 'মানুষ' কবিতা থেকে নেয়া হয়েছে।

▣ কাজী নজরুল ইসলাম রচিত  ‘মানুষ ’ কবিতাটি  ‘সাম্যবাদী ’ কাব্যগ্রন্থের অন্তর্গত।

▣  ‘সাম্যবাদী ’ কাব্যগ্রন্থটি ১৯২৫ সালে প্রকাশিত হয়।

▣ সবগুলোতেই মানুষের সমতা নিয়েই আলোচনা করা হয়েছে।

❏ মানুষ কবিতার শুরুতে কবি বলেছে -

❏ "গাহি সাম্যের গান-

❏ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান,

❏ নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,

❏ সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।"


২০. আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05 📖 সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী-৫.১৬

 English Language and Literature 

স্পেশাল ব্যাখ্যাঃ

📝William Shakespeare is considered by many to be the father of modern English Literature. 

▣ It is not just his popularity and influence on modern writers that allows for this title to be attributed to him but because of the massive contributions he made to the development of the English language.

▣ Shakespeare:

▣ তার জন্মস্থান Stratford Avon.

▣ তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.

▣ তাকে English national poet বলা হয়।

▣ তাকে 'Bard of Avon' বলা হয়।

▣ He is considered by many to be the greatest dramatist of all time.

▣ Notable works:

▣ Tragedy:

▣ Hamlet,

▣ Othello,

▣ King Lear,

▣ Macbeth,

▣ Julius Caesar.

▣ Comedy:

▣ As You Like It,

▣ The Tempest,

▣ Twelfth Night,

▣ A Midsummer Night's Dream etc.

▣ Famous poem:

▣ Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,

▣ The Rape of Lucrece,

▣ Venus and Adonis.


২১. ‘তিলে তৈল হয়’-এ বাক্যে কোন কারকে কোন বিভক্তি বিদ্যমান?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05 📖 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯ 📖 পোস্টমাস্টার জেনারেলের রাজশাহী ➺উচ্চমান সহকারী ☞10.9.22

 বাংলা ভাষা ও সাহিত্য 

ব্যাখ্যাঃ

\"তিলে তৈল হয়\" - - এ বাক্যে অপাদান কারকে তৃতীয়া বিভক্তি বিদ্যমান। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 ❏ 'তিলে তৈল হয়' - অপাদানে সপ্তমী।

❏ কিন্তু 'তিলে তৈল আছে'- অধিকরণে সপ্তমী।

❏ ⇒ অপাদান কারক:

▣ যা থেকে কোনো কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।

▣ বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলো অপাদান কারক।

❏ যেমন:

❏ ⇒ তিলে তৈল হয়।- বাক্যকে কি থেকে তেল হয়? দ্বারা প্রশ্ন কররে উত্তর পাওয়া যায়  ‘তিলে ’। সুতরাং এ বিভক্তি যোগে  ‘তিলে ’ অপাদান কারকে সপ্তমী।

▣ অপাদান কারকের এরূপ কিছু উদাহরণ হলো:

▣ এ বনে বাঘের ভয় = অপাদান কারকে ৭মী বিভক্তি,

▣ মেঘ থেকে বৃষ্টি হয় = অপাদান কারকে ৫মী বিভক্তি,

▣ তিলে তৈল হয় = অপাদান কারকে ৭মী বিভক্তি,

▣ তিথির চেয়ে বিথী বড় = অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি,

▣ পরাজয়ে ডরে না বীর = অপাদান কারকে ৭মী বিভক্তি,

▣ ছাদ থেকে পানি পড়ে = অপাদান কারকে৫মী বিভক্তি।

❏ অন্যদিকে,

❏ ⇒ অধিকরণ কারক:

❏ ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বোঝায়।

❏ অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।

▣ বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনো বিষয় বোঝাতে অধিকরণ কারক হয়।

▣ অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।

❏ যেমন:

▣ আধার (স্থান) : তিলে তৈল আছে।- বাক্যকে কোথায় তেল আছে? প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় (তিলের সারা অংশব্যাপী)। 


২২. কোনটি শুদ্ধ বানান?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05 📖 25th BCS General Sep, 2004 📖 সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বিআরটিএ'র মোটরযান পরিদর্শক - 08.12.17

 বাংলা ভাষা ও সাহিত্য 

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 ⇒ শুদ্ধ বানান - দ্বন্দ্ব।

▣ দ্বন্দ্ব (বিশেষ্য),

▣ সঠিক উচ্চারণ: [দন্‌দো];

▣ যার অর্থ:

❏ ১ বিরোধ (দ্বন্দ্ব-কলহে উভয় পক্ষের ক্ষতি)।

❏ ২ কলহ; ঝগড়া; বিবাদ (কেহ কেহ বহুবীহি ও দ্বন্দ্ব লইয়া মহাদ্বন্দ্ব করিতেছেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))।

❏ ৩ যুদ্ধ; মল্লযুদ্ধ (দ্বন্দ্বে আহ্বান করা)।

❏ ৪ সমাসবিশেষ; সমপ্রাধান্যপূর্ণ উভয় পদের সমাস।

❏ ৫ পরস্পর বিরোধী দুই বিষয়।

❏ ৬ জোড়া; যুগল; মিথুন; স্ত্রী-পুরুষ।

❏ বাংলা ব্যাকরণে দ্বন্দ্ব নামের সমাস রয়েছে-

❏ ⇒ দ্বন্দ্ব সমাস:

❏ দ্বন্দ্ব শব্দের অর্থ সংঘাত বা বিবাদ হলেও সমাসের ক্ষেত্রে  ‘দ্বন্দ্ব ’ শব্দটি মিলন, জোড়া ও যুগল অর্থেই ব্যবহৃত হয়। সুতরাং যে সমাসে সমস্যমান প্রত্যেক পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে।

▣ এ সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বোঝানোর জন্য ব্যাসবাক্যে ও, এবং, আর- এ তিনটি অব্যয়পদ সংযোজক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

❏ যেমন:

▣ হাসি ও খুশি = হাসিখুশি।

▣ ক্ষুধা ও পিপাসা = ক্ষুৎপিপাসা।


২৩. ‘হৃদয় আমার নাচেরে আজিকে’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05

 বাংলা ভাষা ও সাহিত্য 

ব্যাখ্যাঃ

হৃদয় আমার নাচেরে \"আজিকে\" বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। দ্বিতীয়া বিভক্তি: মন আমার নাচে রে \"আজিকে\"।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 ⇒ অধিকরণ কারক:

❏ ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বোঝায়। অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।

▣ বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনো বিষয় বোঝাতে অধিকরণ কারক হয়। অধিকরণ কারকে সাধারণত সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।

❏ যেমন:

▣ আধার (স্থান) : আমরা প্রতিদিন কলেজে যাই।

▣ কাল (সময়): সকালে সূর্য উঠবে।

❏ ⇒ এরূপ  ‘হৃদয় আমার নাচেরে আজিকে ’- বাক্যে নিম্নরেখ শব্দটি অধিকরণ কারক। বাক্যটি ক্রিয়া নিষ্পন্ন হওয়ার কালকে বোঝাচ্ছে।

❏ কিন্তু এতে  ‘-কে ’ বিভক্তি যুক্ত হয়েছে। তাই বাক্যটি অধিকরণ কারকে ২য়া বিভক্তি প্রকাশ করে।


২৪. কোন বাক্যটি শুদ্ধ?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05 📖 পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী সচিব/সহকারী পরিচালক(প্রশাসন)-৬.১৩

 English Language and Literature 

স্পেশাল ব্যাখ্যাঃ

📝উল্লিখিত অপশন গুলোর মধ্যে - You are the pride of Bangladesh শুদ্ধ বাক্য।

▣ the pride of something - the thing or person that the people in a particular place are most proud of.

▣ নির্দিষ্টতা বোঝাতে এখানে the এর ব্যবহার হয়েছে।

২৫. ‘Is he eating fruit?’ বাক্যটির Passive form হবে-

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

"Is he eating fruit ?" বাক্যটির passive form হবে- সঠিক উত্তর Is fruit being eaten by him?Rule:Is/are/am + Object of the active sentence +  being + past participle form of the verb + by + subject of the active sentence + ?


ব্যাখ্যাকারী : 

২৬. বৃত্তের একটি চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে কত অংশ?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05 📖 ১১তম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরিক্ষা-১৩.১২.১৪ 📖 প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক - বিটা- ১৮.০৪.১৪

 গাণিতিক যুক্তি 

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 প্রশ্ন: একটি বৃত্তের একটি চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ এর কত অংশ?

❏ সমাধান:

▣ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।

▣ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

❏ যেমন, যদি একটি বৃত্তের বৃত্তস্থ কোণ 40°  হয়, তবে বৃত্তটির কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে 80° ।

২৭. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ : ৩। চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ : ৫ । বর্তমানে কার বয়স কত?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05

 গাণিতিক যুক্তি 

 ১

২৮. পিতা ও দুই সন্তানের বয়সের গড় ২৭ বছর। দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে পিতার বয়স কত?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05 📖 প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন গুপ্ত সংকেত পরিদপ্তরের সাইফার অফিসার-৪.০৫

 গাণিতিক যুক্তি 

ব্যাখ্যাঃ

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 প্রশ্ন: পিতা ও দুই সন্তানের বয়সের গড় ২৭ বছর। দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে পিতার বয়স কত?

❏ সমাধান:

 পিতা ও দুই সন্তানের বয়সের গড় ২৭ বছর

 পিতা ও দুই সন্তানের বয়সের সমষ্টি = ২৭ × ৩ বছর

 = ৮১ বছর

 দুই সন্তানের বয়সের গড় ২০ বছর

 দুই সন্তানের বয়সের সমষ্টি = ২০ × ২ বছর

 = ৪০ বছর

 পিতার বয়স = (৮১ - ৪০)বছর

 = ৪১ বছর

২৯. স্কুলের কোনো ক্লাসের ৩২ জন ছাত্রের মধ্যে ১৮ জন ফুটবল খেলে, ১৬ জন ক্রিকেট খেলে এবং ৭ জন দুটিই খেলে। কত জন কোনোটিই খেলে না?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05 📖 প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক -ক্যামেলিয়া- ১২.১০.১২ 📖 প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক -গোলাপ- ১১.০৯.০৯

 গাণিতিক যুক্তি 

ব্যাখ্যাঃ

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 প্রশ্ন: স্কুলের কোনো ক্লাসের ৩২ জন ছাত্রের মধ্যে ১৮ জন ফুটবল খেলে, ১৬ জন ক্রিকেট খেলে এবং ৭ জন দুটিই খেলে। কত জন কোনোটিই খেলে না?

❏ সমাধান:

 শুধু ক্রিকেট খেলে = ১৮ - ৭ = ১১ জন।

 শুধু ফুটবল খেলে = ১৬ - ৭ = ৯ জন।

 এক বা উভয় খেলা খেলে = ১১ + ৯ + ৭ = ২৭ জন

 কোনটিই খেলে না = (৩২ - ২৭) জন

 = ৫ জন

৩০. ঘর্ষণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয়-

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05

 সাধারণ বিজ্ঞান 

ব্যাখ্যাঃ

পরমাণুর কেন্দ্রে অবস্থান করে প্রোটন ও নিউট্রন,, বাহিরের স্তরে অবস্থান করে ইলেকট্রন। তাপ, ঘর্ষন ও রাসায়নিক প্রকিয়ার সহজেই নির্গত হয় ইলেকট্রন

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 - তাপ, ঘর্ষন ও রাসায়নিক প্রকিয়ার সহজেই নির্গত হয় ইলেকট্রন।

▣ পরমাণুর বাইরের স্তর থেকে সহজেই ইলেকট্রন পৃথক হয়ে যেতে পারে।

▣ প্রোটন ও নিউট্রন সহজে পৃথক হয় না কারণ এগুলো আবদ্ধ শক্তির কারণে পরমাণুর ভিতরে অবস্থান করে।

৩১. কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05 📖 13th BCS General Apr, 1992 📖 প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক - ভলগা- ০৮.১১.১৩

 সাধারণ বিজ্ঞান 

 ১

ব্যাখ্যাঃ

ব্রোমিন হ\"ল একটি রাসায়নিক উপাদান যা প্রতীক Br এবং পারমাণবিক সংখ্যা 35। এটি একমাত্র অধাতু যা কক্ষ তাপমাত্রায় তরল হিসেবে থাকে।

৩২. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা হয়েছিল?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05 📖 29th BCS General Aug, 2009 📖 ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-(স্কুল/সমপর্যায়-২)-১৩.০৬.১৬

 সাধারণ জ্ঞান 

ব্যাখ্যাঃ

মুক্তিযুদ্ধ পরিচালনার লক্ষ্যে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা, এবং প্রতি সেক্টরের জন্য একজন করে সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 মুক্তিযুদ্ধের সেক্টর ও সাব-সেক্টর সমূহ:

▣ মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল।

▣ ১১টি সেক্টরের অধীনে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়।

▣ ঢাকা ও কুমিল্লা অঞ্চল নিয়ে ২নং সেক্টর গঠন করা হয়।

▣ চট্টগ্রাম অঞ্চল নিয়ে ১নং সেক্টর গঠন করা হয়।

▣ নৌ সেক্টর ছিলো ১০ নং সেক্টরের অধিনে ।

▣ ১০ নং সেক্টরের নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলো না।

▣ ২ নং সেক্টর প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দারের অধীনে ছিল।

▣ ১ নং সেক্টরে সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।

❏ 

৩৩. নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের কে নিয়োগ করেন?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05 📖 ৭ম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস প্রিলিমিনারী পরীক্ষা, .১২ 📖 ইসলামী বিশ্ববিদ্যালয়➟2011➯C ইউনিট

 সাধারণ জ্ঞান 

ব্যাখ্যাঃ

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের বাংলাদেশের রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করেন। সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার যেদিন প্রথম অফিস করবেন সেদিন থেকে পাঁচ বছর মেয়াদের জন্য নিয়োগপ্রাপ্ত হন। প্রধান নির্বাচন কমিশনার-পদে অধিষ্ঠিত এমন কোন ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মে নিয়োগলাভের যোগ্য হবেন না।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 নির্বাচন কমিশন:

▣ নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা। জাতীয় ও স্থানীয় সরকার পর্যায়ের সকল নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের।

▣ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সপ্তম ভাগে নির্বাচন কমিশনের গঠন-কাঠামো, ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ করা আছে।

▣ রাষ্ট্রপতি সংবিধানের ১১৮(১) নং অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন।

❏ নির্বাচন কমিশনের কার্যাবলী:

▣ নির্বাচনের তফসিল ঘোষণা

▣ নির্বাচনী এলাকা নির্ধারণ

▣ ভোটার তালিকা তৈরি

▣ ভোটগ্রহণ তত্ত্বাবধান

▣ নির্বাচনের ফলাফল ঘোষণা

▣ নির্বাচনী অভিযোগ-মোকদ্দমা মীমাংসার লক্ষ্যে নির্বাচনী ট্রাইবুনাল গঠন করা নির্বাচন কমিশনের কাজ।

❏ 

৩৪. দহগ্রামা ছিটমহল কোন জেলায় অবস্থিত ছিল?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05 📖 জগন্নাথ বিশ্ববিদ্যালয়➟2008➯খ ইউনিট 📖 প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -করতোয়া- ০৮.০১.১০

 সাধারণ জ্ঞান 

ব্যাখ্যাঃ

দহগ্রাম ইউনিয়ন বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন ও বাংলাদেশের অন্যতম বৃহৎ ছিটমহল, যা ভারতের মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত। এর তিন দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলা, একদিকে তিস্তা নদী, নদীর ওপারেও ভারতীয় ভূখণ্ড। ভৌগোলিক কারণে এটি দহগ্রাম-আঙ্গোরপোতা ছিটমহল নামেই বেশি পরিচিত।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 ছিটমহল:

▣ লালমনিরহাট জেলায় দহগ্রাম ছিটমহলটি অবস্থিত।

▣ লালমনিরহাটকে ছিটমহলবেষ্টিত জেলা বলা যায়।

▣ এ জেলায় ৩৩ টি ছিটমহল রয়েছে।

▣ এ জেলার বৃহত্তম ছিটমহল দুটি হচ্ছে দহগ্রাম ও আঙ্গরপোতা।

▣ তিন বিঘা করিডরের মাধ্যমে এই দুই ছিটমহলকে মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে।

❏ 

৩৫. ‘প্রাথমিক শিক্ষার উপবৃত্তি প্রকল্প’-এর অধীনে শতকরা কত ভাগ ছাত্র/ছাত্রীকে উপবৃত্তি দেয়া হয়?

প্রাথমিক সহকারী শিক্ষক➺২০০৫ (রাজশাহী বিভাগ) ☞26.8.05 📖 বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(BARD)-এর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা-০২.১০.০৯ 📖 Rural Development Board - Officer - 02.10.09

 সাধারণ জ্ঞান 

ব্যাখ্যাঃ

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 প্রাথমিকে উপবৃত্তি:

▣ প্রাথমিক শিক্ষার বিস্তার ও মান উন্নয়নের লক্ষ্যে ১৯৯৩ সালে শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি এবং ১৯৯৯ সালে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প চালু করা হয়।

▣ ২০০২ সালে দুটি কর্মসূচিকে একীভূত করে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প চালু করে সরকার।

▣ উপবৃত্তি প্রকল্পের সুফল বিবেচনায় ২০০৮ সালে পুনরায় প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প (২য় পর্যায়) গ্রহণ করা হয়।

▣ এ প্রকল্পে তৃতীয় পর্যায়ে সুবিধাভোগী শিক্ষার্থীর লক্ষ্যমাত্রা ১ কোটি ৩০ লক্ষ নির্ধারণ করা হয়।

▣ পরবর্তীতে দুই দফায় প্রকল্পটির মেয়াদ বাড়িয়ে ২০২১ সালের জুন পর্যন্ত করা হয়।

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...