প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ)


১. বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন?[প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05 📖 প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -ইছামতি- ০৮.০১.১০]
ব্যাখ্যাঃ
📝ব্রজেন দাস:
▣ - ইংলিশ চ্যানেল সাঁতরিয়ে অতিক্রমের গৌরবের অধিকারী দক্ষিণ এশিয়ার প্রথম সাঁতারু ব্রজেন দাস।
❐ তিনি ১৯২৭ সালের ৯ ডিসেম্বর মুন্সিগঞ্জের বিক্রমপুরের অন্তর্গত কুচিয়ামোড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
❐ গ্রামের প্রাথমিক স্কুলে পড়ালেখা শেষ করে তিনি ১৯৪৬ সালে ঢাকার কে.এল জুবিলি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং কোলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে আই.এ এবং বি.এ পাস করেন।
❐ ১৯৫৮ থেকে ১৯৬১ এই তিন বছরে ব্রজেন দাস সর্বমোট ছয়বার ইংলিশ চ্যানেল সাঁতরিয়ে অতিক্রম করেন।
❐ ১৯৬১ সালের অভিযানে তিনি সময় নেন সাড়ে দশ ঘণ্টা।
❐ এর পূর্বে ইংলিশ চ্যানেল সাঁতরিয়ে অতিক্রম করার সর্বনিম্ন রেকর্ড সময় ছিল ১০ ঘণ্টা ৩৫ মিনিট।
❐ ব্রজেন দাস ১৯৭৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার এবং ১৯৯৯ সালে স্বাধীনতা পদকে (মরণোত্তর) ভূষিত হন।
❐ তাঁর মৃত্যু হয় ১৯৯৮ সালের ১ জুন।
২. সুন্দরবন কোন ধরনের বন? [প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05 📖 প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -ইছামতি- ০৮.০১.১০ 📖 প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -ইছামতি- ০৮.০১.১০]
ব্যাখ্যাঃ
📝ম্যানগ্রোভ বন:
▣ - সুন্দরবন ম্যানগ্রোভ বন।
❐ ম্যানগ্রোভ বলতে উপকূলীয় বনভূমিকে বুঝায়।
❐ ম্যানগ্রোভ বলতে সাধারণভাবে জোয়ারভাটায় প্লাবিত বিস্তির্ণ জলাভূমিকে বোঝায়।
❐ ম্যানগ্রোভ বন জোয়ারভাটায় বিধৌত লবনাক্ত সমতলভূমি।
❐ উষ্ণমন্ডলীয় ও উপ-উষ্ণমন্ডলীয় অক্ষাংশের আন্তপ্লাবিত আবাসস্থলের সমন্বয়ে ম্যানগ্রোভ ইকোসিস্টেম গঠিত।
❐ এ আন্তপ্লাবিত জলাভূমি বিভিন্ন স্তরের পারষ্পরিক নির্ভরশীল উপাদানসমূহ যেমন- পানি প্রবাহ, পলি, পুষ্টি উপাদান, জৈব পদার্থ এবং জীবজন্তুর সমন্বয়ে গঠিত।
৩. বিখ্যাত ‘লাহোর প্রস্তাব' ১৯৪০ সালে কে উপস্থাপন করেন? [প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05]
ব্যাখ্যাঃ
📝লাহোর প্রস্তাব:
▣ - বিখ্যাত ‘লাহোর প্রস্তাব' ১৯৪০ সালে এ কে ফজলুল হক উপস্থাপন করেন।
❐ ১৯৪০ সালের ২৩ মার্চ মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে বাংলার মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক একটি প্রস্তাব পেশ করেন।
❐ জিন্নাহর সভাপতিত্বে প্রস্তাবটি সভায় গৃহীত হয়।
❐ এই প্রস্তাবই ঐতিহাসিক লাহোর প্রস্তাব নামে পরিচিত।
❐ লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব।
❐ এ প্রস্তাবের কোথাও পাকিস্তান শব্দটি ছিল না।
❐ তথাপি এ প্রস্তাব ‘পাকিস্তান প্রস্তাব' হিসেবে পরিচিতি লাভ করে।
❐ এ প্রস্তাব ভারতীয় মুসলমানদের মধ্যে পৃথক আবাসভূমির স্বপ্ন বপন করে।
❐ কংগ্রেস নেতৃবৃন্দ লাহোর প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে।
❐ এ প্রস্তাবে ভারতে একাধিক মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হলেও ১৯৪৬ সালের দিল্লি অধিবেশনে কেবল পাকিস্তান প্রতিষ্ঠার প্রস্তাব গৃহিত হয়।
৪. তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়?[প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05 📖 প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক -ক্যামেলিয়া- ১২.১০.১২]
ব্যাখ্যাঃ
📝দুই বা ততোধিক ধাতু পরস্পরের সাথে মিশে যে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ উৎপন্ন করে সেই কঠিন ধাতব পদার্থকে সংকর ধাতু বলে।
❐ যেমন: পিতল হলো তামা ও দস্তার (জিঙ্ক) সংকর ধাতু।
❐ কাঁসা বা ব্রোঞ্জ হলো কপার ও টিনের সংকর ধাতু।
৫. ‘গ্রীণ হাউজ ইফেক্ট’ বলতে বুঝায়-[প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05]
ব্যাখ্যাঃ
📝গ্রীন হাউস ইফেক্ট:
❐ পৃথিবীর বায়ুমন্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তনশীল আবহাওয়ার প্রক্রিয়াকে গ্রীন হাউস ইফেক্ট বলে।
❐ বায়ুমন্ডলে উপস্থিত যে সব গ্যাসীয় CO₂, CFC, N₂O₂, CO, O₃ ইত্যাদি পদার্থের আবরণ পৃথিবীকে আচ্ছাদন রূপে ঢেকে রেখে পৃথিবী পৃষ্ঠ হতে বিকিরিত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয় এবং বায়ুমন্ডলকে উত্তপ্ত রাখে তাদেরকে গ্রীন হাউজ গ্যাস বলে।
❐ পরিবেশ দূষণ এবং গাছপালা কেটে ফেলার ফলে গ্রীনহাউস গ্যাসের পরিমাণ বাড়ছে ফলে সূর্য থেকে তাপ বিকিরিত হয়ে পৃথিবীতে ঢোকার পর যতটা আবার পৃথিবীর বাইরে বিকিরিত হওয়া উচিত তা হচ্ছে না, ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
❐ গ্রিন-হাউজ ইফেক্ট এর ফলে তাপ আটকে পড়ে পৃথিবীর বায়ুমন্ডলের সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পায়।
৬. নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?[প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05]
স্পেশাল ব্যাখ্যাঃ
📝প্রশ্ন: নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?
▣ সমাধান:
০.০৯ = ৯/১০০
০.৫০ = ৫০/১০০
০.১৯ = ১৯/১০০
০.৩৩ = ৩৩/১০০
▣ এখানে
৫০ ৩৩ ১৯ ৯
৫০/১০০ ৩৩/১০০ ১৯/১০০ ৯/১০০
০.৫০ .৩৩ .১৯ ০.০৯
▣ সবচেয়ে বেশি = ০.৫০
৭. ১৬ জন লোক একটি কাজ ৬ দিনে সম্পন্ন করে। কাজটি ৪ দিন সম্পন্ন করতে কত জন লাগবে?[প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05]
ব্যাখ্যাঃ
📝প্রশ্ন: ১৬ জন লোক একটি কাজ ৬ দিনে সম্পন্ন করে। কাজটি ৪ দিন সম্পন্ন করতে কত জন লাগবে?
▣ সমাধান:
৬ দিনে কাজটি করতে পারে ১৬ জনে
১ দিনে কাজটি করতে পারে ১৬ × ৬ জনে
৪ দিনে কাজটি করতে পারে (১৬ × ৬)/৪ জনে
=২৪ জনে
৮. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিনগুণ। ৫ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?[প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05]
ব্যাখ্যাঃ
মনেকরি,
বর্তমানে পুত্রের বয়স ক বছর
পিতার বয়স ৩ক বছর
▣ প্রশ্নমতে,
৪(ক - ৫) = ৩ক - ৫
বা, ৪ক - ২০ = ৩ক - ৫
বা, ৪ক - ৩ক = ২০ - ৫
∴ ক = ১৫
পুত্রের বর্তমান বয়স ১৫ বছর
পিতার বর্তমান বয়স (১৫ × ৩) = ৪৫ বছর
৯. বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭০° হলে বিপরীত কোণটির মান কত?[প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05 📖 বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ➺ জুনিয়র পরিসংখ্যান সহকারী ☞০৩.০১.২০ 📖 প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৬ (ঢাকা বিভাগ) ☞1.12.06]
ব্যাখ্যাঃ
বৃত্তস্থ চতুর্তুজের দুটি বিপরীত কোনের সমষ্টি = ১৮০⁰
একটি কোন ৭০⁰ হলে, অপরটি = (১৮০ - ৭০) বা ১১০⁰
১০. 'Forgiveness is a great virtue' বাক্যে 'forgiveness' শব্দটি কোন প্রকারের Noun?[প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05 📖 প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক -শাপলা- ১১.০৯.০৯ 📖 প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সহকারী সুপারিনটেনডেন্ট অব সার্ভে-৪.০৫]
ব্যাখ্যাঃ
📝Abstract Noun:
❐ Abstarct Noun হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না; গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বুঝা যায়।
❐ Forgiveness অর্থ ক্ষমা, যা একটি অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে।
❐ তাই এটি Abstarct Noun.
১১. 'Your offer is acceptable _____me' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-[প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05 📖 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়➟2010➯E ইউনিট 📖 রাজশাহী বিশ্ববিদ্যালয়➟2013➯B ইউনিট]
ব্যাখ্যাঃ
📝শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
❐ Complete sentence: Your offer is acceptable to me.
❐ Bangla Meaning: আপনার প্রস্তাব আমার কাছে গ্রহণযোগ্য।
▣ Acceptable to: Meaning: গ্রহণযোগ্য।
১২. কোনটি শুদ্ধ বানান?
প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05
ব্যাখ্যাঃ
📝উল্লেখিত প্রশ্নে সঠিক বানান হচ্ছে Accessible.
▣ Accessible (adjective): English Meaning: capable of being reached.
Bangla Meaning: অভিগম্য; কোনো কিছুর দ্বারা প্রভাবিত করার উপযোগী।
১৩. কোনটি শুদ্ধ বানান?
প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05 📖 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়➟2008➯A ইউনিট 📖 রাজশাহী বিশ্ববিদ্যালয়➟2012➯F ইউনিট
ব্যাখ্যাঃ
📝শব্দটির শুদ্ধ বানান হলো- 'বিভীষিকা' (বিশেষ্য)।
❐ বিভীষিকা একটি সংস্কৃত শব্দ।
❐ প্রকৃতি প্রত্যয় = বি+√ভীষি+অক+আ।
❐ অর্থ: আতঙ্ক, ভীতিকর ঘটনা।
১৪. ‘আমি বই পড়ি’ - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05
ব্যাখ্যাঃ
📝বাক্যে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।
যেমন;
❐ “আমি বই পড়ি”- এ বাক্যে পড়ার কাজটি বইকে অবলম্বন করে হয়েছে।
তাই এটা কর্মকারক এবং ‘বই’ এর সাথে কোন বিভক্তি যুক্ত হয়নি অর্থাৎ এটি একটি শূন্য বিভক্তির উদাহরণ।
১৫. 'To be or not to be, that is the question' কোটেশানটি শেক্সপীয়রের কোন রচনার অন্তর্গত?
প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05 📖 মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন জুনিয়র অডিটর-১২.১১ 📖 বিসিএস প্রশাসন একাডেমির➺অফিস সহায়ক🖎১১.১২.২১
ব্যাখ্যাঃ
📝'To be, or not to be, that is the question' is a quotation taken from - William Shaskespeare's hamlet.
- it is a famous soliloquy.
▣ Hamlet is a famous tragedy of Shakespeare.
❐ এটি একটি 5 acts বিশিষ্ট tragedy.
❐ এটি ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা হয়েছিল
❐ ১৬০৩ সালে এটি প্রকাশিত হয়
❐ এই tragedy তে Shakespeare Denmark এর prince Hamlet এর কাহিনী তুলে ধরেছেন, যে জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে , তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
▣ Famous quotations of Hamlet:
❐ 'To be or not to be that is the question',
❐ 'Frailty, thy name is woman',
❐ Brevity is the soul of wit',
❐ Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend',
❐ 'There is divinity that shapes our end'.
১৬. 'The Good Earth' উপন্যাসটির লেখক কে?
প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05
ব্যাখ্যাঃ
📝Pearl S. Bucks the writer of 'The Good Earth.
❐ তিনি একজন American novelist and writer.
❐ ১৯৩৮ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন for her rich and truly epic description of peasant life in China.
▣ Her some notable works -
❐ The good earth  ❐ Pavilion of women,  ❐ Imperial women,  ❐ A House Divided.
১৭. ‘কবর’ নাটকটির রচিয়তা-
প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05
ব্যাখ্যাঃ
📝'কবর' নাটকের রচয়িতা অধ্যাপক মুনীর চৌধুরী।
❐ 'কবর' নাটকের পটভূমি হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
❐ এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক।
❐ জেলে বন্দি থাকা অবস্থায় ১৯৫৩ সালে বামপন্থী রণেশ দাশগুপ্ত জেলখানাতে ২১ ফেব্রুয়ারি উদযাপনের লক্ষে মুনীর চৌধুরীকে একটি নাটক লেখার অনুরোধ জানান।
❐ এই অনুরোধের ভিত্তিতে তিনি এ নাটকটি রচনা করেন।
১৮. বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রথম কখন থেকে চালু করা হয়?
প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05 📖 প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৭ (খুলনা বিভাগ) ☞7.9.07
ব্যাখ্যাঃ
📝প্রাথমিক শিক্ষা আইন:
❐ বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন প্রণীত হয় ১৯৯০ সালের ১৩ ফেব্রুয়ারি।
❐ ১৯৯২ সালের ১ জানুয়ারি প্রতি জেলার একটি করে থানায় পরীক্ষামূলকভাবে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রথমে চালু করা হয়।
❐ ১৯৯৩ সালের ১ জানুয়ারি থেকে সারাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন চালু হয়।
১৯. বরেন্দ্রভূমি বলা হয়-
প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05
ব্যাখ্যাঃ
📝বরেন্দ্রভূমি (Barind Tract):
▣ - রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিম অঞ্চলকে বরেন্দ্রভূমি বলে।
❐ বঙ্গ অববাহিকার বৃহত্তম প্লাইসটোসিন ভূ-প্রাকৃতিক একক।
❐ অবস্থান- বৃহত্তর দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী ও বগুড়া জেলা জুড়ে বরেন্দ্রভূমির অবস্থান।
❐ বরেন্দ্রভূমির নামকরণের পেছনে একাধিক পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। 'বর' শব্দের অর্থ হচ্ছে আশীর্বাদ এবং ‘ইন্দ্র' শব্দের অর্থ দেবতাদের রাজা। অর্থাৎ ইন্দ্রের বর বা ইন্দ্রের আশীর্বাদ থেকে সাধারণভাবে বরেন্দ্র শব্দটির উৎপত্তি।
❐ বরেন্দ্রভূমির অবস্থান গ্রীষ্মপ্রধান মৌসুমিমন্ডলে।
❐ কর্কটক্রান্তি এই ভূমির দক্ষিণে অবস্থান করছে।
❐ এই অঞ্চলের জলবায়ু সাধারণভাবে উষ্ণ ও আর্দ্র।
২০. বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কোন সালে?
প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05 📖 26th BCS General Dec, 2000 📖 27th BCS General Nov, 2005
ব্যাখ্যাঃ
📝জাতিসংঘ:
▣ ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র কর্তৃক জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
❐ জাতিসংঘ মূলত একটি রাজনৈতিক আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
❐ বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬ তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে।
❐ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) টেকসই উন্নয়নের তিনটি মাত্রাকে এগিয়ে নিতে জাতিসংঘের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
❐ ১৯৫৬ সালে প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়।
❐ সেপ্টেম্বর ১৯৮৭ সালে মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয়। এটির উদ্দেশ্য ছিল ওজোন-ক্ষয়কারী পদার্থের উৎপাদন ও ব্যবহার কমানো।
২১. কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ নয়?
প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05 📖 সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক .০১ 📖 Krishi Bank - Officer - 2004
ব্যাখ্যাঃ
📝ম্যানগ্রোভ উদ্ভিদ:
▣ - শাল ম্যানগ্রোভ উদ্ভিদ নয়।
❐ 'সুন্দরবন' বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি।
❐ সুন্দরবনে মোট ৩৩৪ প্রজাতির উদ্ভিদ রয়েছে যার মধ্য ৩৫টি প্রজাতি হলো ম্যানগ্রোভ উদ্ভিদের।
❐ এই বনের প্রধান উদ্ভিদ হলো সুন্দরী ও গেওয়া।
❐ এছাড়া অন্যান্য উদ্ভিদের মধ্যে রয়েছে:
❐ গরান। ❐ কেওড়া।  ❐ ধুন্দল।  ❐ বাইন।  ❐ গোলপাতা।  ❐ ওড়া।  ❐ পশুর প্রভৃতি।
▣ অন্যদিকে,
❐ চাপালিশ উদ্ভিদ পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চলে দেখতে পাওয়া যায়।
২২. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?  প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05 📖 দুর্নীতি দমন ব্যুরোর সহকারী উপ-পরিদর্শক.০৪ 📖 নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই ➺ সাব-স্টেশন অ্যাটেনডেন্ট ☞27.1.24
ব্যাখ্যাঃ
📝পরমাণুর একটি কেন্দ্র আছে, যার নাম নিউক্লিয়াস।
❐ এই নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন অবস্থান করে।
❐ সুতরাং পরমাণুর সকল ধনাত্মক আধান এবং প্রায় সম্পূর্ণ ভরই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত।
❐ ইলেকট্রন নিউক্লিয়াসের বাহিরে থাকে এবং তার চারদিকে ভ্রমণ করে।
❐ পরমাণু আধান নিরপেক্ষ, কারণ একটি পরমাণুতে যতটি প্রোটন আছে ততটি ইলেকট্রনও আছে।
২৩. দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম তরঙ্গ-দৈর্ঘ্য কোন রঙের আলোর? প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05 📖 ঢাকা বিশ্ববিদ্যালয়➟2003➯ঘ ইউনিট 📖 ঢাকা বিশ্ববিদ্যালয়➟2001➯ঘ ইউনিট
ব্যাখ্যাঃ
📝দৃশ্যমান আলোক তরঙ্গ:
❐ তাড়িতচৌম্বকীয় বর্ণালির অতিবেগুনি রশ্মির একটি অতি ক্ষুদ্র অংশ আমাদের চোখে দৃশ্যমান হয়, একে বলা হয় দৃশ্যমান আলোক তরঙ্গ।
❐ এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পরিসীমা হচ্ছে 4×10^(-7)▫m থেকে 7×10^(-7)▫m মাত্র।
❐ এই পরিসীমার বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আলোর বিভিন্ন রঙ দেখা যায়।
❐ এদের আসমানি, সবুজ, নীল, হলুদ, বেগুনি, কমলা ও লাল এই সাতটি ভাগে ভাগ করা হয়েছে।
❐ দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি।
❐ দৃশ্যমান আলোর মধ্যে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম।
২৪. কোনো অফিসে কর্মরত ৫৩ জন ব্যক্তির মধ্যে ৩৬ জন গান পছন্দ করেন, ১৮ জন কবিতা পছন্দ করেন এবং ১০ জন গান ও কবিতা কোনোটিই পছন্দ করেন না। কত জন ২টিই পছন্দ করেন? প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05 📖 প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -করতোয়া- ০৮.০১.১০ 📖 Commerce Bank Ltd - Assistant Officer (General) - 2016
ব্যাখ্যাঃ
গান পছন্দ করে n(A) = ৩৬ জন
কবিতা পছন্দ করে n(B) = ১৮ জন
গান, কবিতা বা যেকোন একটি পছন্দ করে n(A ∪ B) = ৫৩ - ১০ = ৪৩ জন
গান, কবিতা উভয় পছন্দ করে n(A ∩ B) = ?
▣ আমরা জানি
n(A ∩ B) = n(A) + n(B) - n(A ∪ B)
n(A ∩ B) = ৩৬ + ১৮ - ৪৩
n(A ∩ B) = ৫৪ - ৪৩
n(A ∩ B) = ১১
২৫. পাঁচ সন্তানের বয়সের গড় ৭ বছর এবং পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বছর। পিতার বয়স কত? প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05 📖 প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক - বিটা- ১৮.০৪.১৪
ব্যাখ্যাঃ
পাঁচ সন্তানের বয়সের গড় ৭ বছর
পাঁচ সন্তানের বয়সের সমষ্টি = (৭ × ৫) বছর=৩৫ বছর
▣ পিতা ও পাঁচ সন্তানের বয়সের গড় ১৩ বছর
পিতা ও পাঁচ সন্তানের বয়সের সমষ্টি = (১৩ × ৬) বছর=৭৮ বছর
▣ পিতার বয়স = (৭৮ -৩৫) বছর= ৪৩ বছর
২৬। a - 1/a = 2 হলে a³ - 1/a³ এর মান কত? প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05 📖 39th BCS Special (Health) Aug, 2018 📖 27th BCS General Nov, 2005
▣ সমাধান:
a - 1/a = 2
▣ a³ - 1/a³ = (a - 1/a)³ + 3.a.1/a(a - 1/a)
= 2³ + 3 × 2
= 8 + 6
= 14
২৭. কোনো বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর কয়টি স্পর্শক আঁকা যেতে পারে?প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05 📖 28th BCS General Nov, 2008 📖 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়➟2003➯A ইউনিট
ব্যাখ্যাঃ বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে 2 টি স্পর্শক আঁকা যাবে।
২৮. 'The cow gives us milk' বাক্যটির Passive form হবে-   প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05
ব্যাখ্যাঃ
📝প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হবে - Milk is given to us by the cow
❐ প্রদত্ত প্রশ্নে যে বাক্য রয়েছে, সেখানে Double object রয়েছে।
▣ সেক্ষেত্রে-
(1) দু'টি object এর যেকোন একটি কে passive voice এর Subject করতে হয় ( +
(2) Tense অনুযায়ী Auxiliary verb বসে +
(3) প্রদত্ত মূল verb এর Past Participle বসে +
(4) প্রদত্ত বাকী object টি বসে+
(5) by বসে +
(6) প্রদত্ত active voice এর subject টি object রূপে বসে।যেমন:
Active: The Headmaster teaches us English.
Passive: We are taught English by the Headmaster.
❐ তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - Milk is given to us by the cow
২৯. কোন বাক্যটি শুদ্ধ?  প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05
ব্যাখ্যাঃ
📝প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে,
▣ It has been raining for three days.
❐ এই বাক্যটি সঠিক।
❐ এই বাক্যটি present perfect continuous tense এ রয়েছে।
❐ এখানে It একটি impersonal subject, যা weather এর condition বোঝাতে ব্যবহৃত হয়েছে।
❐ 'For' preposition টি period of time অর্থাৎ অনির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়।
❐ English grammar এর rule অনুযায়ী বাক্যটি সঠিক।
▣ It rained three days./It rained three days
❐ এই বাক্যদ্বয় ভুল।
❐ যদি বাক্যটি এমন হতো 'It rained for three days continuously' তবে এটি সঠিক হতো।
▣ It was raining since three days - এখানে since এর পরিবর্তে for হলে বাক্যটি শুদ্ধ হত।
৩০. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05 📖 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৩ম পর্যায়] ২১. ০৬.১৯
ব্যাখ্যাঃ দ্বন্দ্ব সমাস:
যে সমাসে পূর্বপদ ও পরপদ- উভয়েরই অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। এই সমাসে ব্যাসবাক্যে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ স্থাপনে ও, এবং, আর- এই তিনটি অব্যয় ব্যবহৃত হয়।
যেমন:
❐ তাল ও তমাল = তালতমাল।
দোয়াত ও কলম = দোয়াতকলম।
মাতা ও পিতা = মাতাপিতা।
ভাই ও বোন = ভাইবোন।
৩১. 'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ-  প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05 📖 প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০১৩ (মেঘনা) ☞14.4.13 📖 Rajshahi Krishi Unnayan Bank ➺Officer ☞22.11.14
ব্যাখ্যাঃ
📝'গোঁফ খেজুরে' বাগধারার অর্থ নিতান্ত অলস।
▣ গুরুত্বপূর্ণ বাগধারা সমূহ:
❐ ‘ইঁদুর কপালে’ বাগধারাটির অর্থ - মন্দভাগ্য।
❐ ‘অদৃষ্টের পরিহাস’ বাগধারাটির অর্থ - ভাগ্যের নিষ্ঠুরতা।
❐ ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ - অর্থের কু-প্রভাব।
❐ ‘ভূষন্ডির কাক’ - বিচক্ষণ ব্যক্তি/ দীর্ঘজীবী।
৩২. 'টাকায় কি না হয়?' – বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05
ব্যাখ্যাঃ
📝▣ করণ কারক:
❐ যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে।‘করণ' শব্দের অর্থ উপায় বা সহায়।
❐ বাক্যের ক্রিয়াপদকে 'কার দ্বারা বা কী উপায়ে জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক।
▣ করণ কারকে বিভক্তির ব্যবহার:
করণ কারকে সাধারণত দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি তৃতীয়া - বিভক্তির (অনসুর্গেরর্গে ) ব্যবহার হয়।
তবে অন্য বিভক্তিগুলোরও প্রয়োগ রয়েছে -
❐ করণ কারকে ‘দ্বারা বিভক্তি (অনসুর্গ) - র্গ তোমাদের দ্বারা দেশের ক্ষতি হবে।
❐ করণ কারকে ‘দিয়া বিভক্তি (অনসুর্গ) - র্গ তোমার লোক দিয়ে কাজটা করাবে।
❐ করণ কারকে শূন্য (০) বা অ-বিভক্তি - রফিক তাস খেলে।
করণ কারকে এ-বিভক্তি ➯ গ্যাসে গাড়ি চলে।
❐ করণ কারকে এ-বিভক্তি - গ্যাসে গাড়ি চলে। করণ কারকে য়-বিভক্তি ➯ টাকায় টাকা হয়।
❐ করণ কারকে তে-বিভক্তি ➯ তার কথা যেন মধুতে মাখা।
[ আবার, এ, য়, তে সপ্তমী বিভক্তির উদাহরণ। ]
▣ অতএব, টাকায় কি না হয়?- বাক্যে টাকায় করণ কারকে সপ্তমী বিভক্তি।
৩৩. 'A Passage to India'-এর রচয়িতা কে? প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05
ব্যাখ্যাঃ
📝▣ 'A Passage to India' is written by - E.M. Forster.
❐ Edward Morgan Forster হলেন Modern Period এর একজন famous novelist, essayist, social and literary critic.
❐ His 'A Passage to India' was published in 1924 and considered one of the author's finest works.
এই novel টিতে মূলত racism and colonialism ফুটে উঠেছে।
The book portrays the relationship between the British and the Indians in India.
▣ ▣ এই Novel এর কিছু গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে -
❐ Dr. Aziz ❐ Mrs. Moore  ❐ Adela Quested  ❐ Rony Hislop  ❐ Cyril Fielding  ❐ Adella Quested.
▣ ▣ E.M. Forster's other works -
❐ Aspects of novel   ❐The Longest Journey  ❐ A Room with a View
▣ তবে উল্লেখ্য যে, 'A Passage to India' শিরোনামে Walt Whitman এর একটি poem রয়েছে।
৩৪. 'খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কী করিয়া মিলন হ'ল দোঁহে, কী ছিল বিধাতার মনে।' কবিতাংশটুকুর কবি কে?
প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05 📖 22nd BCS General Feb, 2001 📖 24th BCS (Cancelled) Feb, 2003
ব্যাখ্যাঃ
📝আলোচ্য পঙক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'সোনার তরী' কাব্যগ্রন্থের সোনার তরী কবিতার অন্তর্গত। কবিতার কিছু অংশ-
▣ দুই পাখি
- রবীন্দ্রনাথ ঠাকুর
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে
বনের পাখি ছিল বনে।
একদা কী করিয়া মিলন হল দোঁহে,
কী ছিল বিধাতার মনে।
বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই,
বনেতে যাই দোঁহে মিলে।
খাঁচার পাখি বলে-- বনের পাখি, আয়
খাঁচায় থাকি নিরিবিলে।'
▣ রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থটি ১৮৯৪ সালে প্রকাশিত হয়। এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতা কুষ্টিয়ার শিলাইদহে বসে লেখা হয়েছে।
এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলো হলো :
❐ সোনার তরী,❐ বিম্ববতী,❐ বর্ষাযাপন,❐ সুপ্তোত্থিতা,❐ হিং টিং ছট,❐ বসুন্ধরা,❐ নিরুদ্দেশ যাত্রা।
৩৫. 'সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন?
প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৫ (ঢাকা বিভাগ) ☞26.5.05 📖 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়➟2012➯A ইউনিট 📖 ইসলামী বিশ্ববিদ্যালয়➟2013➯B ইউনিট
ব্যাখ্যাঃ
📝‘সঞ্চিতা’- 'কাজী নজরুল ইসলাম' এর কাব্য সংকলন।
▣ 'সঞ্চিতা' কাব্য সংকলন:
❐ 'সঞ্চিতা' কাজী নজরুল ইসলামের একটি কবিতা সংকলন।
❐ এটি ১৯২৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
❐ গ্রন্থটি তিনি উৎসর্গ করেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে।
❐ এতে মোট ৭৮টি কবিতা ও গান আছে।
❐ নজরুলের কবিতার ধারা বুঝবার জন্য এ সংকলনটি গুরুত্বপূর্ণ।
▣ উল্লেখ্য 'সঞ্চয়িতা' রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা সংকলন।
Premium By Raushan Design With Shroff Templates
Link copied to clipboard.