Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

একনজরে বাংলা ভাষা ও সাহিত্যে যা কিছু প্রথম ➺ এখান থেকে যেকোন চাকরি পরীক্ষায় কমন আসবেই!

 বাংলা ভাষা ও সাহিত্যে যা কিছু প্রথম

📚 কাব্য, কবি, কবিতা

❐ বাংলা সাহিত্যের প্রথম কাব্য সংকলন (কাব্যগ্রন্থ) ➺ চর্যাপদ

❐ প্রাচীনতম ও প্রথম নিদর্শন ➺ চর্যাপদ

❐ বাংলা সাহিত্যে প্রবাদ প্রবচন ও ছন্দের ব্যবহার প্রথম পাওয়া যায় ➺ চর্যাপদে।

❐ আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য ➺ পদ্মিনী উপাখ্যান ✐ রচয়িতা: ☞ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।

❐ বাংলা সাহিত্যের প্রথম জীবনী কাব্য ➺ শ্রী চৈতন্যভাগবত।

❐ বাংলা সাহিত্যের প্রথম জীবনীকাব্য যাকে কেন্দ্র করে রচনা করা হয় ➺ শ্রী চৈতন্যদেব।

❐ বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য ➺ বীরাঙ্গনা (প্রকাশকাল ➺ ১৮৬২)। ✐ রচয়িতা: ☞ মাইকেল মধুসূধন দত্ত।

❐ প্রাচীনতম বাঙালি মুসলমান কবি / রোমান্টিক প্রণয়োপাখ্যানের প্রথম কবি ➺ শাহ মুহম্মদ সগীর।

❐ বাংলা ভাষার প্রথম মুসলমান কবি ➺ শাহ মুহাম্মাদ সগীর।

❐ আধুনিক যুগের কাব্যে প্রথম মুসলমান কবি ➺ মোজাম্মেল হক।

❐ বাংলা সাহিত্যের প্রথম আধুনিকবোধসম্পন্ন কবি ➺ ঈশ্বরচন্দ্র গুপ্ত।

❐ বাংলা সাহিত্যে আধুনিক যুগের প্রথম কবি ➺ ঈশ্বরচন্দ্র গুপ্ত।

❐ বাংলা সাহিত্যের প্রথম পরিবেশ সচেতন কবি ➺ ঈশ্বরচন্দ্র গুপ্ত।

❐ পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি ➺ ফকির গরীবুল্লাহ।

❐ দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি ➺ ফকির গরীবুল্লাহ।

❐ বাংলা সাহিত্যের প্রথম বা আদি কবি ➺ লুইপা।

❐ বাংলা ভাষার বৈষ্ণব পদাবলির প্রথম কবি ➺ চণ্ডীদাস।

❐ বাংলা সাহিত্যের প্রথম বাঙালি কবি ➺ মীননাথ বা মৎসেন্দ্রনাথ।

❐ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি ➺ চন্দ্রাবতী।

❐ আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবি ➺ নওয়াব ফয়জুন্নেসা।

❐ বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ➺ ভারতচন্দ্র রায় গুণাকর।

❐ বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক কবি ➺ বিহারীলাল চক্রবর্তী।

❐ বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি ➺ কাজী নজরুল ইসলাম।

❐ বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি ➺ মাইকেল মধুসূধন দত্ত।

❐ বাংলা ভাষায় মধ্যযুগে রচিত 'মনসামঙ্গল' কাব্যের প্রথম (আদি) কবি ➺ কানা হরিদত্ত।

❐ বাংলা ভাষায় মর্সিয়া সাহিত্য ধারার প্রথম কবি শেখ ফয়জুল্লাহ। কাব্য ➺ জয়নবের চৌতিশ

❐ বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি ➺ বিহারীলাল চক্রবর্তী।

❐ বাংলা সাহিত্যের প্রথম গীতিকাব্য ➺ স্বপ্নদর্শন। ✐ রচয়িতা: ☞ : বিহারীলাল চক্রবর্তী।

❐ বাংলা সাহিত্যের প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহারকারী ➺ মাইকেল মধুসূদন দত্ত।

❐ বাংলায় প্রথম সনেট রচনাকারী ➺ মাইকেল মধুসূদন দত্ত।

❐ বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন ➺ চতুর্দশপদী কবিতাবলী। ✐ রচয়িতা: ☞ মাইকেল মধুসূধন দত্ত।

❐ মুসলমান কবিদের মধ্যে বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা: ➺ কায়কোবাদ। ✐ প্রকৃত নাম ➺ মোহাম্মাদ কাজেম আল কোরায়শী

❐ বাংলা কাব্যে প্রথম মহাকাব্য রচনার প্রচেষ্টাকারী ➺ নবীনচন্দ্র সেন।

❐ বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্য ➺ মেঘনাদবধ কাব্য।

❐ বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্য ✐ রচয়িতা: ➺ মাইকেল মধুসূধন দত্ত।

❐ বাংলা ভাষার প্রথম মহাকবি ➺ বড়ু চণ্ডীদাস আনুমানিক (১৩১৭ ➺ ১৪৩৩)।

❐ বাংলা সাহিত্যের প্রথম ত্রয়ী মহাকাব্য ✐ রচয়িতা: ➺ নবীনচন্দ্র সেন।

❐ ও মুসলমান কবিদের মধ্যে বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য ✐ রচয়িতা: ➺ কায়কোবাদ।

❐ বাংলা কাব্য সর্বপ্রথম প্রচুর পরিমাণে আরবি- ফারসি শব্দ ব্যবহার করেন ➺ মোহিতলাল মজুমদার।

❐ যে দুজন বাংলা কাব্য প্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফার্সি শব্দ ব্যবহার করেন ➺ মোহিতলাল মজুমদার ও কাজী নজরুল ইসলাম। একুশের প্রথম কবিতা ➺ কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। ✐ রচয়িতা: ☞ : মাহবুব উল আলম চৌধুরী।

❐ বাংলা সাহিত্যের প্রথম কবিতা সংক্রান্ত পত্রিকার সম্পাদক ➺ বুদ্ধদেব বসু।

📚 নাটক

❐ বাংলা ভাষায় রচিত প্রথম নাটক ➺ ভদ্রার্জুন। ✐ রচয়িতা: ☞ : তারাচরণ শিকদার।

❐ বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক ➺ পদ্মাবতী (১৮৬০) ✐ রচয়িতা: ☞ ➺ মাইকেল মধুসূদন দত্ত।

❐ বাংলা ভাষায় প্রথম আধুনিক নাটক ➺ শর্মিষ্ঠা। ✐ রচয়িতা: ☞ ➺ মাইকেল মধুসুদন দত্ত।

❐ একুশের প্রথম নাটক ➺ কবর (১৯৫৩)।

❐ বাংলাদেশে প্রথম মঞ্চায়িত নাটক ➺ বাকি ইতিহাস।

❐ বাংলাদেশ বেতারে প্রচারিত প্রথম নাটক ➺ কাঠ ঠোকরা। ✐ রচয়িতা: ☞ বুদ্ধদেব বসু

❐ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক ➺ একতলা দোতলা

❐ বাংলা সাহিত্যের প্রথম বিয়োগান্তক/ট্রাজেডি নাটক ➺ কীর্তিবিলাস। ✐ রচয়িতা: ☞ যোগেন্দ্র নাথ গুপ্ত।

❐ জবাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক ➺ কৃষ্ণকুমারী। ✐ রচয়িতা: ☞ : মাইকেল মধুসুদন দত্ত।

❐ জবাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক ➺ সাজাহান। ✐ রচয়িতা: ☞ দ্বিজেন্দ্রলাল রায়।

❐ বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক ➺ ভদ্রার্জুন (প্রকাশকাল ১৮৫২)। ✐ রচয়িতা: ☞ তারাচরণ শিকদার।

❐ বাংলা ভাষায় প্রথম সামাজিক নাটক ➺ কুলীনকুলসর্বস্ব।✐ রচয়িতা: ☞ রামনারায়ণ তর্করত্ন।

❐ মুসলমান নাট্যকার রচিত প্রথম বাংলা নাটক ➺ বসন্ত কুমারী। ✐ রচয়িতা: ☞ মীর মশাররফ হোসেন

❐ মুসলমান চরিত্র অবলম্বনে প্রথম বাংলা নাটক ➺ জমিদার দর্পন। ✐ রচয়িতা: ☞ মীর মশাররফ হোসেন

❐ ঢাকা থেকে প্রকাশিত প্রথম গণমুখী নাটক ➺ নীল দর্পন। ✐ রচয়িতা: ☞ দীনবন্ধু মিত্র।

❐ বাংলা সাহিত্যের প্রথম প্রহসনধর্মী নাটক ➺ একেই কি বলে সভ্যতা। ✐ রচয়িতা: ☞ মাইকেল মধুসূদন দত্ত।

❐ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার ➺ মীর মশাররফ হোসেন।

❐ বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার ➺ মাইকেল মধুসূদন দত্ত।

❐ বাংলা ভাষার প্রথম আধুনিক নাট্যকার ➺ মাইকেল মধুসূধন দত্ত।

📚 উপন্যাস

❐ বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক ➺ স্বর্ণকুমারী দেবী।

❐ জে বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক ➺ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

❐ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক ➺ মীর মশাররফ হোসেন।

❐ বাংলা সাহিত্যে পাশ্চাত্য ভাবধারার প্রথম ঔপন্যাসিক ➺ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

❐ বাংলাদেশে চেতনা প্রবাহ রীতির উপন্যাস প্রথম লিখেছেন ➺ সৈয়দ ওয়ালীউল্লাহ।

❐ বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ➺ আলালের ঘরের দুলাল। ✐ রচয়িতা: ☞ প্যারীচাঁদ মিত্রের (বাঙালি কর্তৃক)

❐ বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ➺ ফুলমনি ও করুণার বিবরণ ✐ রচয়িতা: ☞ হ্যানা কেথেরিন ম্যালেন্সর (অবাঙালি কর্তৃক)

❐ বাংলা সাহিত্যে উপন্যাস রচনার প্রথম প্রচেষ্টা হচ্ছে ➺ ফুলমনি ও করুণার বিবরণ

❐ বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস ➺ দুর্গেশনন্দিনী ✐ রচয়িতা: ☞ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের

❐ বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যান ➺ ইউসুফ- জুলেখা ✐ রচয়িতা: ☞ শাহ মোহাম্মদ সগীর।

❐ বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস ➺ কপালকুণ্ডলা ✐ রচয়িতা: ☞ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের

❐ একুশের প্রথম উপন্যাস ➺ আরেক ফাল্গুন (১৯৬৮)। ✐ রচয়িতা: ☞ জহির রায়হান।

❐ জে বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস ➺ কল্পতরু। ✐ রচয়িতা: ☞ ইন্দ্রনাথ বন্দোপাধ্যায়।

❐ বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস ➺ চোখের বালি। ✐ রচয়িতা: ☞ ➺ রবীন্দ্রনাথ ঠাকুর।

❐ মুসলমান ঔপন্যাসিক রচিত প্রথম বাংলা উপন্যাস ➺ রত্নাবতী ✐ রচয়িতা: ☞ মীর মশাররফ হোসেন।

📚 প্রবন্ধ

❐ বাংলা সাহিত্যের প্রথম প্রহসন রচয়িতা: ➺ মাইকেল মধুসূদন দত্ত।

❐ বাংলা সাহিত্যের প্রথম শ্রেষ্ঠ রম্য রচনাকারী ও অনন্য গদ্য শৈলীর স্রষ্টা ➺ সৈয়দ মুজতবা আলী।

❐ একুশের প্রথম সাহিত্য সংকলন ➺ একুশে ফেব্রুয়ারি (১৯৫৩)।

❐ বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম প্রবন্ধ গ্রন্থ ➺ বঙ্গভাষা ও সাহিত্য।

❐ বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন ➺ শ্রীকৃষ্ণকীর্তন।

❐ বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ব্রাহ্মণ ➺ রোমোন -ক্যাথলিক সংবাদ।

❐ বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণকাহিনী ➺ পালামৌ। ✐ রচয়িতা: ☞ সঞ্জীব চট্টোপাধ্যায়।

❐ বাংলা গদ্যে প্রথম আত্মচরিত ➺ বিদ্যাসাগর চরিত ✐ রচয়িতা: ☞ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

❐ বাংলা সাহিত্যে প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ রচয়িতা: ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

❐ বাংলা ভাষার প্রথম কাহিনিধর্মী গ্রন্থ রচনাকারী ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (বেতালপঞ্চবিংশতি)।

❐ বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা ➺ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

❐ বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থ ➺ বেদান্ত গ্রন্থ ✐ রচয়িতা: ☞ রাজা রামমোহন রায়।

❐ বাংলা সাহিত্যের প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচয়িতা: ☞ প্রমথ চৌধুরী

❐ বাংলা সাহিত্যের প্রথম প্রহসন ➺ বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। ✐ রচয়িতা: ☞ মাইকেল মধুসূধন দত্ত।

❐ মুসলমান রচিত বাংলা সাহিত্যের প্রথম প্রহসন ➺ "এর উপায় কি"। ✐ রচয়িতা: ☞ মীর মশাররফ হোসেন

❐ বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি পদ্মাবতী (প্রকাশকাল ➺ ১৮৬০)। ✐ রচয়িতা: ☞ মাইকেল মধুসূধন দত্ত।

❐ প্রথম বাংলা নাটক মঞ্চস্থ হয় ➺ বেঙ্গল থিয়েটারে (১৭৯৫ সালে)।

📚 গল্প

❐ বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প ➺ ভিখারিণী।

❐ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্পকার ➺ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।

❐ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প ➺ দেনাপাওনা।

📚 অনুবাদক

❐ বাংলা ভাষায় 'রামায়ণ' এর প্রথম অনুবাদক ➺ কৃত্তিবাস ওঝা।

❐ বাংলা ভাষায় 'রামায়ণ' এর প্রথম মহিলা অনুবাদক ➺ চন্দ্রাবতী।

❐ বাংলা ভাষায় 'মহাভারত' এর প্রথম অনুবাদক ➺ কবীন্দ্র পরমেশ্বর।

❐ বাংলা ভাষায় বাইবেলের প্রথম অনুবাদক ➺ উইলিয়াম কেরি।

❐ মৈয়মনসিংহ গীতিকার প্রথম ইংরেজি অনুবাদক (সম্পাদক ও আবিষ্কারক) ➺ ড. দীনেশচন্দ্র সেন

❐ বাংলায় টি. এস. এলিয়েটর প্রথম অনুবাদক ➺ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।

📚 ব্যাকরণ

❐ বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ রচয়িতা: ➺ ম্যানওয়েল দ্যা আসসুম্পসাঁও (পর্তুগিজ পাদ্রী)।

❐ বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ➺ পর্তুগিজ বাংলা ব্যাকরণ 'Vocabulario en Idiomae Bengalla'e Portuguez'✐ রচয়িতা: ➺ ম্যানুয়াল দ্যা আসসুম্প সাঁও।

❐ সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ➺ নাথানিয়েল ব্রাসি হ্যালহেড।

❐ প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ রচনাকারী নাথানিয়েল ব্রাসি হ্যালহেড গ্রন্থের নাম ➺ A Grammar of the Bengali Language

❐ বাঙালি কর্তৃক বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণ ➺ গৌড়ীয় বাংলা ব্যাকরণ। ✐ রচয়িতা: ☞ : রাজা রামমোহন রায়।

❐ বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণের নাম ➺ ম্যানওয়েল দ্যা আসসুম্পসাঁও রচিত “কৃপার শাস্ত্রের অর্থভেদ” (রচনাকাল – ১৭৩৪, প্রকাশকাল - ১৭৪৩)।

❐ বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম ➺ ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত “A Grammar Of The Bengali Language” (মুদ্রন ও প্রকাশকাল -১৭৭৬)। এটি সর্বপ্রথম বাংলা অক্ষরে মুদ্রিত পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ বই। [মনে রাখতে হবে ম্যানওয়েল বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ রচনা করেন। আর হ্যালহেড বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন।]

📚 চলচ্চিত্র

❐ ওয়েবসাইট চালুকৃত প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ➺ কখনো মেঘ কখনো বৃষ্টি

❐ বাংলাদেশের প্রথম প্রামাণ্য চিত্র ➺ স্টপ জেনোসাইড

❐ প্রথম বাংলা সবাক চিত্র ➺ জামাই ষষ্ঠী (১৯৩১)

❐ বাংলাদেশে (ঢাকায়) নির্মিত প্রথম বাংলা সবাক চলচ্চিত্র ➺ মুখ ও মুখোশ ১৯৫৬। ✐ পরিচালক: আব্দুর জব্বার খান

❐ মুক্তিযুদ্ধ পূর্ব যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ➺ জীবন থেকে নেওয়া

❐ স্বাধীন বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ➺ ওরা ১১ জন

❐ স্বাধীনতা দিবসে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র ➺ মেঘের পর মেঘ (চাষী নজরুল ইসলাম, ২০০৪)।

📚 গান

❐ বাংলা টপ্পা গান প্রথম সূচনা করেন ➺ রামনিধি গুপ্ত।

❐ বাংলা সাহিত্যে কবিগানের প্রথম কবি ➺ গোজলা গুই।

❐ বাংলা গানে সর্বপ্রথম ঠুমরি প্রচলন করেন ➺ অতুল প্রসাদ সেন।

❐ বাংলা ভাষার প্রথম ইসলামী গান ও গজল রচনাকারী ➺ কাজী নজরুল ইসলাম।

📚 পত্রিকা ও ছাপাখানা

❐ উপমহাদেশের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ➺ গোয়ায় (পর্তুগিজ ভাষায়, ১৪৯৮ সালে)

❐ উপমহাদেশের প্রথম সংবাদপত্র (ইংরেজি সাপ্তাহিক) ➺ বেঙ্গল গেজেট (১৭৮০)

❐ বাংলা গদ্যরীতিকে প্রথম পাঠ্যপুস্তকের বাইরে ব্যবহার করেন ➺ রাজা রামমোহন রায়।

❐ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী ➺ দিকদর্শন। ✐ সম্পাদক ➺ জন ক্লার্ক মার্সম্যান।

❐ প্রথম বাংলা পত্রিকা ➺ দিকদর্শন।

❐ বাঙ্গালির প্রচেষ্টায় প্রথম প্রকাশিত পত্রিকা ➺ বাঙ্গালা গেজেট।

❐ মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা ➺ সমাচার সভারাজেন্দ্র। ✐ সম্পাদক ➺ শেখ আলীমুল্লাহ।

❐ ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ ➺ নীলদর্পণ (১৮৬০) ✐ রচয়িতা: ☞ দীনবন্ধু মিত্র।

❐ ছাপার অক্ষরে কথ্য ভাষার প্রথম বাংলা বই ➺ কৃপার শাস্ত্রের অর্থভেদ

❐ বাংলা মুদ্রন শিল্পের জনক চার্লস ➺ উইলকিনস।

❐ সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন ➺ চার্লস উইলকিনস।

❐ বাঙ্গালিদের মধ্যে সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন ➺ পঞ্চানন কর্মকার।

❐ বাংলা ছাপার অক্ষরে মুদ্রিত বাংলা সাহিত্যের প্রথম বই/ প্রথম মুদ্রিতগ্রন্থ ➺ কথোপকথন (১৮০১) ✐ রচয়িতা: ☞ উইলিয়াম কেরির

❐ বাংলা বর্ণমালা স্থায়ী রূপ লাভ করে ➺ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা।

❐ সর্বপ্রথম প্রকাশিত বাংলা পত্রিকার নাম ➺ দিকদর্শন, ১৮১৮ সালের এপ্রিলে প্রথম প্রকাশিত।

❐ সর্বপ্রথম প্রকাশিত বাংলাদেশি পত্রিকার নাম ➺ রংপুর বার্তাবহ, রংপুর থেকে প্রকাশিত।

❐ উপমহাদেশে প্রথম ছাপাখানা আমদানি করে ➺ পর্তুগিজরা।

❐ উপমহাদেশের প্রথম ছাপাখানায় মুদ্রিত বইয়ের নাম ➺ কণুকসোজ (পর্তুগিজ ভাষায় রচিত)।

❐ উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপিত হয় ➺ ১৪৯৮ সালে।

❐ ঢাকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় ➺ ১৮৬০ সালে।

❐ বাংলায় মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থের নাম ➺ রাজা প্রতাপাদিত্য চরিত্র।

❐ বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র ➺ সমাচার দর্পণ (প্রকাশকাল - মে ১৮১৮)

❐ ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র ➺ ঢাকা প্রকাশ (প্রকাশকাল- ১৮৬১)

❐ বাংলা বানানরীতিতে সংস্কার সাধনে প্রথম অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান ➺ কলকাতা বিশ্ববিদ্যালয়।

❐ বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ➺ ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ।

❐ বাংলা হরফে প্রথম মুদ্রিত গ্রন্থ মাথী রচিত ➺ মঙ্গল সমাচার।

❐ প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ➺ হুগলীতে (১৭৭৮)।

❐ প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় যার তত্ত্বাবধানে ➺ চার্লস উইলকিন্স।

❐ বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ ➺ রাজা প্রতিপাদিত্য চরিত্র।

❐ বাংলা লিপি গঠনের কাজ শুরু হয় ➺ সেন আমলে।

❐ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা ➺ সংবাদ প্রভাকর।

❐ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার সম্পাদক ➺ ঈশ্বরচন্দ্র গুপ্ত।

❐ ঢাকার প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ➺ ১৮৬০ সালে।

❐ ঢাকার প্রথম বাংলা ছাপাখানার নাম ➺ বাংলা প্রেস (প্রতিষ্ঠাতা ➺ সুন্দর মিত্র)।

❐ ছাপার অক্ষরে প্রথম বাংলা বই ➺ কৃপারশাস্ত্রের অর্থভেদ (প্রকাশকাল -১৭৪৩)।

❐ ছাপার অক্ষরে প্রথম বাংলা বই রচয়িতা: ➺ ম্যানুয়েল দ্য আসুম্প সাঁও (পর্তুগীজ পাদ্রি)।

❐ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী/সাময়িক পত্র ➺ দিকদর্শন (প্রকাশকাল - এপ্রিল/১৮১৮)।

❐ মুসলমান সম্পাদিত বাংলা ভাষার প্রথম পত্রিকা ➺ সমাচার সাভারাজেন্দ্র (সম্পাদক - শেখ আলীমুল্লাহ)।

❐ প্রথম বাংলা বর্ণের ধারণা দেন ➺ স্যার উইলস কিনসন।

❐ প্রথম বাংলা বর্ণ খোদাইকারী ➺ পঞ্চানন কর্মকার।

❐ বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত বই ➺ কথোপকথন (প্রকাশকাল ➺ ১৮০১)।

❐ বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত বইয়ের রচয়িতা: ➺ উইলিয়াম কেরি।

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...