Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-১৯৯৭

 

১. নিচের সংখ্যা সারির শূন্যস্থানে কোন্ সংখ্যাটি বসবে ?
৩, ৬, ৫, ১১, ৭--

  •  ৯
  •  ১১
  •  ১৬
  •  ১৫
ব্যাখ্যা: এখানে দুটি সিরিজ একসাথে চলছে:
প্রথম সিরিজ: ৩, ৫, ৭... (প্রতিটি সংখ্যার মধ্যে ২ যোগ হচ্ছে)
দ্বিতীয় সিরিজ: ৬, ১১... (প্রতিটি সংখ্যার মধ্যে ৫ যোগ হচ্ছে)
সুতরাং, শূন্যস্থানে ১৬ বসবে।

২. 'সাহিত্য সম্রাট' নামে খ্যাত কোন বাংলা লেখক ?

  •  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  •  রবীন্দ্রনাথ ঠাকুর
  •  বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
  •  বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 'সাহিত্য সম্রাট' নামে পরিচিত। তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়ে আছেন। তাকে বাংলা উপন্যাসের জনকও বলা হয়। তার লেখা উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, আনন্দমঠ, কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ ইত্যাদি।

৩. প্রথম বাঙালি মুসলমান কবি কে ?

  •  আলাওল
  •  কায়কোবাদ
  •  শাহ মোহাম্মদ সগীর
  •  শেখ ফয়জুল্লাহ
ব্যাখ্যা: শাহ মুহম্মদ সগীর প্রাচীনতম মুসলমান কবি । তাঁর বিখ্যাত সাহিত্যকর্ম হল ইউসূফ জুলেখা। (কাব্য)। এ গ্রন্থটি সুলতান গিয়াসউদ্দীন আজম শাহের সামলে রচিত। তিনি সুলতানের রাজকর্মচারী ছিলেন।

৪. পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত ?

  •  ৯
  •  ১০
  •  ১
  •  ৫
ব্যাখ্যা: পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হল ১০০০০।
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হল ৯৯৯৯।
সুতরাং, ১০০০০ - ৯৯৯৯ = ১

৫. 'সমাচার দর্পণ' পত্রিকা কে প্রথম বের করেন ?

  •  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  •  প্রমথ চৌধুরা
  • মাইকেল মধুসূদন দত্ত
  • ক্লার্ক মার্শম্যান
ব্যাখ্যা: 'সমাচার দর্পণ' পত্রিকা প্রথম বের করেন ক্লার্ক মার্শম্যান। ১৮১৮ সালের ২৩ মে শ্রীরামপুর মিশন থেকে প্রথম প্রকাশিত হয় 'সমাচার দর্পণ'। এটি ছিল বাংলা ভাষার প্রথম সংবাদপত্র। জন ক্লার্ক মার্শম্যান এই পত্রিকার সম্পাদক ছিলেন। তবে, সে সময়ের খ্যাতিমান বাঙালি পণ্ডিতেরা এই পত্রিকার সম্পাদনার সাথে যুক্ত ছিলেন। এদের মধ্যে ছিলেন জয়গোপাল তর্কালঙ্কার, তারিণীচরণ শিরোমণি প্রমুখ।

৬. 'পূর্বে ছিল, এখন নাই' এক কথায় কি হয় ?

  •  অভূতপূর্ব
  •  অচিন্তিতপূর্ব
  •  ভূতপূর্ব
  •  অদৃষ্টপূর্ব
ব্যাখ্যা: যা পূর্বে ছিল এখন নেই - ভূতপূর্ব
যা পূর্বে দেখা যায় নি এমন - অদৃষ্ট পূর্ব
যা চিন্তা করা যায় না - অচিন্তনীয়, অচিন্ত্য
যা পূর্বে কখনো হয় নি - অভূতপূর্ব

৭. বাংলাদেশের প্রাথমিক স্কুলে বছরে কত ঘণ্টা পড়ান হয় ?

  •  ৪০০ ঘণ্টা
  •  ২৪৪ ঘণ্টা
  •  ৪৮৮ ঘণ্টা
  •  ৫৪৪ ঘণ্টা
ব্যাখ্যা: বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বছরে পাঠদানের নির্ধারিত কোনো সুনির্দিষ্ট সময় নেই। তবে বছরে কতদিন পড়ানো হয় তার একটি হিসাব করা যায় । তবে সেটি ও প্রত্যেক বছর একই রকম থাকে না । বাংলাদেশে স্কুল-কলেজে গড়ে ২শ' দিনের মতো শিক্ষা কার্যক্রম চলে। প্রাথমিক বিদ্যালয়ে তা ১১ দিন বেশি। বাংলাদেশের ক্ষেত্রে শিক্ষার্থীরা গড়ে ৮ ঘণ্টা স্কুলে কাটায়।

৮. ভারত-বাংলাদেশ পানি চুক্তি কখন স্বাক্ষরিত হয় ?

  •  ১৬ আগস্ট '৯৬
  •  ১২ ডিসেম্বর '৯৬
  •  ২ জানুয়ারি '৯৭
  •  ১৫ ফেব্রুয়ারি '৯৭
ব্যাখ্যা: ভারত ও বাংলাদেশের মধ্যে ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে ৩০ বছর মেয়াদী পানি চুক্তি স্বাক্ষরিত হয় ।

৯. ত্রিভুজের যে কোন দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর-

  •  সমান
  •  অর্ধেক
  •  দ্বিগুণ
  •  এক তৃতীয়াংশ
ব্যাখ্যা: ত্রিভুজের যে কোন দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর অর্ধেক।

১০. 'Nature is the -- physician'-বাক্যটির শূন্যস্থানে কোনটি বসবে ?

  •  good
  •  better
  •  best
  •  excellent
ব্যাখ্যা: সঠিক উত্তর হল 'best'। সম্পূর্ণ বাক্যটি হবে 'Nature is the best physician'।

১১. 'সে হাসিতে হাসিতে ঘরে ঢুকিল।' বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি ?

  •  He laughed and entered the room.
  •  He entered the room and laughed
  •  He entered the room laughing
  •  Entering the room he laughed
ব্যাখ্যা: সঠিক উত্তর হল: He entered the room laughing. He laughed and entered the room: এই বাক্যটিতে হাসা এবং ঘরে ঢোকা দুটি আলাদা ঘটনা হিসেবে দেখানো হয়েছে, যা মূল বাক্যের ভাব প্রকাশ করে না। He entered the room and laughed: এই বাক্যটিতে ঘরে ঢোকার পর হাসার কথা বলা হয়েছে, যা মূল বাক্যের বিপরীত। Entering the room he laughed: এই বাক্যটি ব্যাকরণগতভাবে সঠিক হলেও, মূল বাক্যের মতো সাবলীল নয়।

১২. William Wordsworth-এর সমসাময়িক কবি কে ?

  •  T. S. Eliot
  •  W. B. Yeats
  •  D. G. Rossett
  •  S.T. Coleridge
ব্যাখ্যা: উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সমসাময়িক কবি হলেন এস.টি. কোলরিজ (S.T. Coleridge)। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজ ছিলেন ঘনিষ্ঠ বন্ধু এবং তারা একসাথে ইংরেজি সাহিত্যের রোমান্টিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন। ১৭৯৮ সালে, তারা যৌথভাবে 'লিরিক্যাল ব্যালাডস' (Lyrical Ballads) প্রকাশ করেন, যা রোমান্টিক যুগের একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়। তাদের মধ্যে কিছু পার্থক্য থাকা সত্ত্বেও, তাদের বন্ধুত্ব এবং সাহিত্যিক সহযোগিতা ইংরেজি সাহিত্যে একটি স্থায়ী প্রভাব ফেলেছে।

১৩. এ দেশে প্রথম কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক, সার্বজনীন ও বাধ্যতামূলক করার জন্য সুপারিশ করে ?

  •  স্যাডলার কমিশন, ১৯৯৭
  •  সার্জেন্ট কমিশন, ১৯৪৪
  •  শরীফ কমিশন, ১৯৫৯
  •  কুদরাত-ই-খুদা কমিশন, ১৯৭৪
ব্যাখ্যা: কুদরাত-ই-খুদা কমিশন, ১৯৭৪ সালে বাংলাদেশে প্রথম প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক, সার্বজনীন ও বাধ্যতামূলক করার জন্য সুপারিশ করে।

১৪. ইংল্যান্ডে কত সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন জারী করা হয় ?

  •  ১৭৬০ সালে
  •  ১৮৫৭ সালে
  •  ১৮৭০ সালে
  •  ১৮৯০ সালে
ব্যাখ্যা: ইংল্যান্ডে ১৮৭০ সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন জারী করা হয়। এই আইন 'এডুকেশন অ্যাক্ট ১৮৭০' নামেও পরিচিত। এই আইন জারীর ফলে ইংল্যান্ডে শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধিত হয়।

১৫. পরবর্তী বিশ্ব অলিম্পিক কত সালে অনুষ্ঠিত হবে ?

  •  ১৮৯৮ সালে
  •  ২০০০ সালে
  • ২০০৪ সালে
  • ২০০৬ সালে
ব্যাখ্যা: তখনকার সময় অনুযায়ী সঠিক উত্তর ২০০০ সাল । তবে পরবর্তী গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২৮ সালে অনুষ্ঠিত হবে। এটি আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে অনুষ্ঠিত হবে।

১৬. 'তাহার বাড়ি রাজশাহী' বাক্যাটির সঠিক অনুবাদ কি ?

  •  His house is in Rajshahi
  •  He comes from Rajshahi
  •  Rajshahi is his home
  •  There is his house in Rajshahi
ব্যাখ্যা: সঠিক অনুবাদ হলো: He comes from Rajshahi.

১৭. 'PMED' পুরো লিখলে কি হয় ?

  •  Prime Minister's Education Division
  •  Prime Minister's Economic Division
  •  Primary and Mass Education Division
  •  Primary and Mass Education Department
ব্যাখ্যা: 'PMED' পুরো লিখলে হয় Primary and Mass Education Division।

১৮. 'শিক্ষার জন্য খাদ্য' কর্মসূচির আওতায় একজন ছাত্রাছাত্রীর অভিভাবককে মাসে কতটুকু গম দেওয়া হয় ?

  •  ১০ কেজি
  •  ১৫ কেজি
  •  ২০ কেজি
  •  ২৫ কেজি
ব্যাখ্যা: 'শিক্ষার জন্য খাদ্য' কর্মসূচির অধীনে একজন ছাত্রছাত্রীর অভিভাবককে প্রতি মাসে ১৫ কেজি গম দেওয়া হয়। এই কর্মসূচির লক্ষ্য হলো দরিদ্র পরিবারের শিশুদের বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়ানো এবং তাদের পুষ্টি নিশ্চিত করা। তবে এখন গম দেওয়া হয় না । এর পরিবর্তে উপবৃত্তি দেওয়া হয় ।

১৯. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের যে শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে তার নাম-

  •  বরাইল
  •  কৈলাস
  •  কাঞ্চনজঙ্ঘা
  •  গডউইন অস্টিন
ব্যাখ্যা: ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। এটি চীন, ভারত ও বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

২০. ১৯৯৬ সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেয়েছেন ?

  •  বিসলাভা শিমরস্কা
  •  উইলিয়াম ভিকবে
  •  রোবার কার্ল
  •  পিটার সি. ডোহার্টি
ব্যাখ্যা: ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং।

২১. 'Call in a doctor' বাক্যটির বাংলা অনুবাদ কোনটি ?

  •  ডাক্তারকে ভিতরে ডেকে আনো
  •  ডাক্তার ডাকো
  •  ভিতরে গিয়ে ডাক্তার ডাকো
  •  ডাক্তারের কাছে যাও
ব্যাখ্যা: 'Call in a doctor' বাক্যটির সবচেয়ে সঠিক বাংলা অনুবাদ হলো: ডাক্তার ডাকো। ডাক্তারকে ভিতরে ডেকে আনো: এই অনুবাদটি ভুল, কারণ 'Call in' মানে ভিতরে ডাকা নয়, বরং কাউকে ডেকে আনা। ভিতরে গিয়ে ডাক্তার ডাকো: এই অনুবাদটিও সঠিক নয়, কারণ 'Call in' মানে নিজে গিয়ে ডাকা নয়, বরং কাউকে ডেকে আনা। ডাক্তারের কাছে যাও: এই অনুবাদটি 'Call in' এর সঠিক অর্থ প্রকাশ করে না, কারণ এর মানে ডাক্তারের কাছে যাওয়া।

২২. কোন্ বাক্যটি শুদ্ধ ?

  •  He insisted me to go to cinema
  •  He insisted on my going to cinema
  •  He insisted on my going cinema
  •  He insisted for my going to cinema
ব্যাখ্যা: সঠিক বাক্যটি হলো: He insisted on my going to cinema.

২৩. প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ কত সালে সৃষ্টি করা হয় ?

  •  ১৯৭৪ সালে
  •  ১৯৯০ সালে
  •  ১৯৯২ সালে
  •  ১৯৯৪ সালে
ব্যাখ্যা: প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ ১৯৯২ সালে সৃষ্টি করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গঠিত হয় ২০০৩ সালে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গঠিত হয় ১৯৮১ সালে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মিরপুরে অবস্থিত।

২৪. জাতীয় কর্মপরিকল্পনায় ২০০০ সালের মধ্যে প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণকরণের হার শতকরা কত ভাগে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ?

  •  ৬০%
  •  ৭০%
  •  ৭৫%
  •  ৮০%
ব্যাখ্যা: জাতীয় কর্মপরিকল্পনায় ২০০০ সালের মধ্যে প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণকরণের হার শতকরা ৭৫ ভাগে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

২৫. বর্তমানে জাতিসংঘের মহাসচিব কে ?

  •  বুট্টোস খালি
  •  কফি আনান
  • নেলসন ম্যান্ডেলা
  • এমেকা এনিআওকে
ব্যাখ্যা: প্রশ্নের সময় অনুযায়ী জাতিসংঘের মহাসচিব ছিলেন কফি আনান । তবে জাতিসংঘের বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও গুতেরেস। তিনি পর্তুগালের নাগরিক। ২০১৭ সালের ১ জানুয়ারি তিনি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

২৬. 'শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত-

  •  উপন্যাসের নাম
  •  কবিতার নাম
  •  গল্প সংকলনের নাম
  •  নাটকের নাম
ব্যাখ্যা: 'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাসের নাম। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস। ১৯২৭ সালের (১৩৩৪ বঙ্গাব্দের ভাদ্র) থেকে ১৯২৮ সাল (১৩৩৪ বঙ্গাব্দের চৈত্র) পর্যন্ত প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল।

২৭. 'ইউসুফ-জুলেখা' কার রচনা ?

  •  জয়েনউদ্দীন
  •  সৈয়দ হামজা
  •  দৌলত কাজী
  •  শাহ মুহম্মদ সগীর
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মুহাম্মদ সগীরের রচিত একটি বিখ্যাত প্রণয়কাব্য ইউসুফ জুলেখা। তবে তিনি ছাড়াও আব্দুল হাকিম, গরীবুল্লাহ, ফকির মুহম্মদ সহ আরও অনেকে ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন।

২৮. কোনটি শুদ্ধ ?

  •  বিদ্যান ব্যক্তিরা দারিদ্রতার শিকার হন
  •  বিদ্বান ব্যক্তিরা দারিদ্র্যের শিকার হন
  •  বিদ্যান ব্যক্তিরা দারিদ্র্যতার শিকার হন
  •  বিদ্বান ব্যক্তিরা দারিদ্রের স্বীকার হন
ব্যাখ্যা: সঠিক বাক্যটি হলো: বিদ্বান ব্যক্তিরা দারিদ্র্যের শিকার হন। ‘বিদ্যান’ শব্দটি ভুল, সঠিক শব্দ ‘বিদ্বান’। ‘দারিদ্র্যতা’ শব্দটি ভুল, সঠিক শব্দ ‘দারিদ্র্য’। ‘দারিদ্রের স্বীকার’ বাক্যটি ভুল, সঠিক বাক্য ‘দারিদ্র্যের শিকার’।

২৯. বাংলাদেশের ১৯৯৬-৯৭ সালের বাজেটে শিক্ষাখাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে ?

  •  ৩,৯৫২ কোটি টাকা
  •  ২,৭১৪ কোটি টাকা
  •  ২,২৭১ কোটি টাকা
  •  ২,২৪০ কোটি টাকা
ব্যাখ্যা: বাংলাদেশের ১৯৯৬-৯৭ সালের বাজেটে শিক্ষাখাতে ২,২৭১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।

৩০. ৮ জন লোক যে কাজ ১২ দিনে করতে পারে ৬ জন লোক সেই কাজ কত দিনে করতে পারবে ?

  •  ১০ দিনে
  •  ১৫ দিনে
  •  ১৬ দিনে
  •  ২০ দিনে
ব্যাখ্যা: এখানে কাজের পরিমাণ একই আছে, শুধু লোকের সংখ্যা পরিবর্তন হচ্ছে। তাই, লোকসংখ্যা কমলে কাজের দিন বাড়বে।
৮ জন লোক কাজ করে ১২ দিনে।
১ জন লোক কাজ করে (১২ x ৮) দিনে = ৯৬ দিনে।
৬ জন লোক কাজ করে (৯৬ ÷ ৬) দিনে = ১৬ দিনে।
সুতরাং, ৬ জন লোক সেই কাজ ১৬ দিনে করতে পারবে।

৩১. a - {- (a + 1)} = কত ?

  •  a + 1
  •  a - 1
  •  1
  • a
ব্যাখ্যা: a - {a - (a + 1)}
= a - {a - a - 1}
= a - { - 1}
= a + 1

৩২. Pay the bill today - বাক্যটির Passive voice কি হবে ?

  •  The bill is to be paid today
  •  Let the bill be paid today
  •  The bill will be paid today
  •  The bill may be paid today
ব্যাখ্যা: সঠিক উত্তর হলো: Let the bill be paid today. এটি একটি ইম্পারেটিভ (Imperative) বাক্য, এবং ইম্পারেটিভ বাক্যকে প্যাসিভ করার নিয়ম হলো ‘Let’ দিয়ে শুরু করা, তারপর object, তারপর ‘be’, এবং সবশেষে verb এর past participle form বসানো।

৩৩. সাধু ভাষায় কোন্ বাক্যটি শুদ্ধ ?

  •  এখানে সে ফিরে আসেনি
  •  তিনি মূর্ছিত হয়ে পড়েছেন
  •  সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
  •  তুমি তার কথা বিশ্বাস করো না
ব্যাখ্যা: সাধু ভাষায় শুদ্ধ বাক্যটি হলো: সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না।

৩৪. মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত-

  •  ঘর থেকে ছাড়া - ঘর ছাড়া
  •  অরুণের মত রাঙা - অরুণ রাঙা
  •  হাসিমাখা মুখ - হাসিমাখা
  •  ক্ষণব্যাপী স্থায়ী - ক্ষণস্থায়ী
ব্যাখ্যা: ঘর থেকে ছাড়া - ঘর ছাড়া - ৫মী তৎপুরুষ সমাস
অরুণের মত রাঙা - অরুণরাঙা - উপমান কর্মধায় সমাস
হাসি মাখা মুখ- - হাসিমুখ'- মধ্যপদলোপী কর্মধারয় সমাস
ক্ষণব্যাপী স্থায়ী - ক্ষণস্থায়ী - দ্বিতীয়া তৎপুরুষ সমাস

৩৫. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবোধক ?

  •  বুদ্ধির ঢেঁকি, গোবর গণেশ
  •  খয়ের খা, ঢাকের কাঠি
  • ঘোড়ার ডিম, কাঁঠালের আমসত্ব
  • গদাই লস্করী চাল, গজেন্দ্র গমন
ব্যাখ্যা: বাগধারা যুগলদের মধ্যে “বুদ্ধির ঢেঁকি, গোবর গণেশ “ সর্বাধিক সমার্থবোধক। কারণ এই দুটি বাগধারার অর্থই “নির্বোধ বা বোকা” ।

৩৬. পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে ৭৫ ও ১৫ বছর। ৫ বৎসর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল ?

  •  ৩:১
  •  ১:৪
  •  ৫:১
  •  ৭:১
ব্যাখ্যা: এখানে,
পিতার বর্তমান বয়স = ৭৫ বছর
পুত্রের বর্তমান বয়স = ১৫ বছর
৫ বছর পূর্বে পিতার বয়স ছিল (৭৫-৫) বছর = ৭০ বছর
৫ বছর পূর্বে পুত্রের বয়স ছিল (১৫-৫) বছর = ১০ বছর
সুতরাং, ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৭০:১০, যা সরল করলে দাঁড়ায় ৭:১।

৩৭. কোনটি শুদ্ধ বানান ?

  •  Compulsary
  •  Univarsel
  •  Primery
  •  Education
ব্যাখ্যা: সঠিক বানানটি হলো Education. Compulsary এর সঠিক বানানট হলো: Compulsory , Univarsel এর সঠিক বানানট হলো: Universal , Primery এর সঠিক বানানট হলো: Primary.

৩৮. He was equal-- the task' শূন্যস্থানে কোনটি বসবে ?

  •  of
  •  for
  •  to
  •  with
ব্যাখ্যা: সঠিক উত্তর হলো 'to'। সম্পূর্ণ বাক্যটি হবে: He was equal to the task. বাক্যটির অর্থ হলো: তিনি কাজটি করতে সক্ষম ছিলেন।

৩৯. 'সমাচার দর্পণ' পত্রিকার সম্পাদক কে ?

  •  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  •  উইলিয়াম কেরী
  •  মাইকেল মধুসূদন দত্ত
  •  ক্লার্ক মার্শম্যান
ব্যাখ্যা: সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন ক্লার্ক মার্শম্যান। সমাচার দর্পণ ছিল বাংলা ভাষার প্রথম সংবাদপত্র। এটি ১৮১৮ সালের ২৩ মে শ্রীরামপুর মিশন থেকে প্রথম প্রকাশিত হয়। জন ক্লার্ক মার্শম্যান এই পত্রিকার সম্পাদক ছিলেন। তবে, সে সময়ের খ্যাতিমান বাঙালি পণ্ডিতেরা এই পত্রিকার সম্পাদনার সাথে যুক্ত ছিলেন। এদের মধ্যে ছিলেন জয়গোপাল তর্কালঙ্কার, তারিণীচরণ শিরোমণি প্রমুখ।

৪০. 'পূর্বে ছিল এখন নেই।' এক কথায় কি হয় ?

  •  অভূতপূর্ব
  •  অচিন্তিতপূর্ব
  •  ভূতপূর্ব
  •  অদৃষ্টপূর্ব
ব্যাখ্যা: “পূর্বে ছিল এখন নেই” - এক কথায় এর উত্তর হবে “ভূতপূর্ব” । অভূতপূর্ব: যা আগে কখনো ঘটেনি। অচিন্তিতপূর্ব: যা আগে কখনো চিন্তা করা হয়নি। অদৃষ্টপূর্ব: যা আগে কখনো দেখা যায়নি।

৪১. x4 কে x4 x4 দ্বারা গুণ করলে গুণফল কত হয় ?

  •  x36
  •  x5
  •  x8
  •  2x36
ব্যাখ্যা: x4×x4=x4+4=x8

৪২. একটি টেলিভিশনের ক্রয়মূল্য ৬,০০০ টাকা। টেলিভিশনটি কত মূল্যে বিক্রয় করলে বিক্রেতার ৬০% লাভ হবে ?

  •  ৮,০০০
  •  ৯,০০০
  •  ৯,৬০০
  •  ১০,০০০
ব্যাখ্যা: ক্রয়মূল্য ১০০ টাকা হলে,
৬০% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৬০) টাকা = ১৬০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১৬০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১৬০১০০ টাকা
ক্রয়মূল্য ৬০০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১৬০ × ৬০০০১০০ টাকা = ৯৬০০ টাকা

৪৩. He reads the book -বাক্যটির Interrogative কি হবে ?

  •  Is he reading the book ?
  •  Does'nt he read the book ?
  •  Does he read the book ?
  •  Isn't he reading the book ?
ব্যাখ্যা: সঠিক উত্তর হলো: Does he read the book ?

৪৪. 'Habit' শব্দটির Verb form কি ?

  •  Habitable
  •  Habitation
  •  Habitual
  •  Habituate
ব্যাখ্যা: “Habit” শব্দটির verb form হলো “Habituate” ।

৪৫. 2x + 1 এর বর্গ কত ?

  •  4x2 + 4x + 2
  •  4x2 + 2x + 1
  • 2x2 + 4x + 1
  • 4x2 + 4x + 1
ব্যাখ্যা: 2x + 1 এর বর্গ
= (2x + 1)²
= (2x)² + 2.2x.1 + (1)²
= 4x² + 4x + 1

৪৬. ত্রিভুজের যে-কোন দুইটি বহিঃস্থ কোণের সমষ্টি-

  •  দুই কোণের সমান
  •  দুই সমকোণের ছোট
  •  দুই সমকোণের বৃহত্তর
  •  এক সমকোণ
ব্যাখ্যা: ত্রিভুজের যে কোনো দুইটি বহিঃস্থ কোণের সমষ্টি দুই সমকোণের বৃহত্তর। ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয়, তাকে বহিঃস্থ কোণ বলে।

৪৭. শেক্সপিয়ার রচিত নাটক কোনটি ?

  •  You never can tell
  •  As you like it
  •  The way of the world
  •  Man in his Human
ব্যাখ্যা: উইলিয়াম শেক্সপিয়রের রচিত নাটকগুলোর মধ্যে “As you like it” অন্যতম। উইলিয়াম শেক্সপিয়র ছিলেন একজন ইংরেজ কবি, নাট্যকার এবং অভিনেতা। তাকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ লেখক এবং বিশ্বের সেরা নাট্যকার হিসেবে গণ্য করা হয়। তাকে ইংল্যান্ডের জাতীয় কবি এবং “বার্ড অব অ্যাভন” নামে ডাকা হয়। তার বিদ্যমান রচনাবলীর মধ্যে রয়েছে ৩৯টি নাটক, ১৫৪টি সনেট, ৩টি দীর্ঘ আখ্যানমূলক কবিতা, এবং অন্যান্য কবিতা। তার নাটকগুলো প্রধানত কমেডি, হিস্টোরি এবং ট্র্যাজেডি এই তিনটি ভাগে বিভক্ত। তার ট্র্যাজেডিগুলোর মধ্যে হ্যামলেট, ওথেলো, কিং লিয়ার এবং ম্যাকবেথ অন্যতম।

৪৮. 'Today he is in high spirits' -'in high spirit' idiom এর অর্থ কি ?

  •  Joyful
  •  Angry
  •  Intoxicated
  •  Emotional
ব্যাখ্যা: “In high spirits” idiom-টির অর্থ হলো “Joyful” (আনন্দিত)। তাই, “Today he is in high spirits” বাক্যটির অর্থ হবে, “আজ তিনি খুব আনন্দিত।”

৪৯. নিচের বানানগুলির কয়টি শুদ্ধ ?
marrige, possession, begining, believe, receive, indispensilde

  •  ১টি
  •  ২টি
  •  ৩টি
  •  ৪টি
ব্যাখ্যা: এখানে possession, believe ও receive এ তিনটি বানান শুদ্ধ।

৫০. ইখতিয়ারউদ্দীন মোহাম্মদ বখতিয়ার খলজী কোন্ সালে বঙ্গ বিজয় করেন ?

  •  ৯৭৫ সালে
  •  ১২০৫ সালে
  •  ১৩৩৮ সালে
  •  ১৫০৮ সালে
ব্যাখ্যা: ইখতিয়ারউদ্দীন মোহাম্মদ বখতিয়ার খলজী ১২০৫ সালে বঙ্গ বিজয় করেন। বখতিয়ার খলজী ছিলেন একজন তুর্কি-আফগান সামরিক জেনারেল। তিনি ঘুরি সুলতান মুহাম্মদ ঘোরীর সেনাবাহিনীতে কাজ করতেন। তিনি ১২০৪ থেকে ১২০৬ সালের মধ্যে বাংলা জয় করেন। তিনি নদীয়া আক্রমণ করে রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন এবং বাংলা দখল করেন। বখতিয়ার খলজীর বঙ্গ বিজয় মধ্যযুগীয় বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এর ফলে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়।

খ. অংশ (রচনামূলক)-৫০

[দ্রষ্টব্য: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রশ্নের নিচে ফাঁকা জায়গায় উত্তর লিখুন । ]

৫১. ইংরেজিতে অনুবাদ করুন :১০
  • ক. সকলের নিয়মিত ব্যায়াম করা উচিত।
  • Ans. Everybody should take regular exercise.
  • খ. ব্যায়ামের সুফল অনেক।
  • Ans. There are many good effects of exercise.
  • গ. সুস্বাস্থ্যের জন্য ঘুম, খাদ্য ও বিনোদন যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন ব্যায়ামও।
  • Ans. As sleep, food and recreation are necessary for good health, so also exercise is necessary.
  • ঘ.ব্যায়াম দেহ পেশীকে সবল করে এবং ধমণীতে রক্ত প্রবাহকে স্বাভাবিক রাখে।
  • Ans. Exercise makes muscles of a body strong and keeps the circulation of blood in veins normal.
  • ঙ. ব্যায়াম হজমশক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠবদ্ধতা দূর করে।
  • Ans. Exercise increases digestion power and removes constipation.
  • চ. সকাল বা সন্ধ্যায় উন্মুক্ত স্থানে নিয়মিত হাঁটাও একটি চমৎকার ব্যায়াম।
  • Ans. Regular walking in open place either in the morning or in the evening is also an excellent exercise.
  • ছ. হাঁটলে মন প্রফুল্ল হয়।
  • Ans. Mind becomes cheerful due to walking.
  • জ. সন্ধ্যাবেলায় হাঁটলে রাতে চমৎকার ঘুম হয়।
  • Ans. Walking in the evening brings sound sleep at night.
  • ঝ. যারা মানসিক পরিশ্রম করে তাদের জন্য ব্যায়াম খুব প্রয়োজন ।
  • Ans. Those who perform mental labour, exercise is very necessary for them.
  • ঞ. ব্যায়াম ক্লান্তি দূর করে মনকে সতেজ করে।
  • Ans. Exercise removes fatigue and makes mind energetic.
৫২. একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে অবস্থিত সামন্তরিক- ক্ষেত্রসমূহের ক্ষেত্রফল সমান।

প্রমাণ: ধরা যাক, ABCD এবং ABEF দুটি সামন্তরিক ক্ষেত্র একই ভূমি AB এর উপর এবং একই সমান্তরাল রেখা AB ও FC এর মধ্যে অবস্থিত। আমাদের প্রমাণ করতে হবে যে, ক্ষেত্রফল(ABCD) = ক্ষেত্রফল(ABEF)।

বিশ্লেষণ:

  • ত্রিভুজ ADF এবং ত্রিভুজ BCE এর মধ্যে,
    • AD = BC (সামন্তরিকের বিপরীত বাহু)
    • AF = BE (সামন্তরিকের বিপরীত বাহু)
    • ∠DAF = ∠CBE (অনুরূপ কোণ, যেহেতু AD || BC এবং AF || BE)
  • সুতরাং, ত্রিভুজ ADF ≅ ত্রিভুজ BCE (বাহু-কোণ-বাহু সর্বসমতা অনুসারে)
  • অতএব, ক্ষেত্রফল(ADF) = ক্ষেত্রফল(BCE)
  • এখন, ক্ষেত্রফল(ABCD) = ক্ষেত্রফল(ABED) + ক্ষেত্রফল(BCE)
  • এবং, ক্ষেত্রফল(ABEF) = ক্ষেত্রফল(ABED) + ক্ষেত্রফল(ADF)
  • যেহেতু ক্ষেত্রফল(ADF) = ক্ষেত্রফল(BCE), তাই,
  • ক্ষেত্রফল(ABCD) = ক্ষেত্রফল(ABEF)

সুতরাং, একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে অবস্থিত সামন্তরিক-ক্ষেত্রসমূহের ক্ষেত্রফল সমান।

৫৩. কোন পরীক্ষায় বাংলায় ৭০% ও ইংরেজিতে ৬০% পাশ করে। উভয় বিষয়ে ৫০% পাশ করালে উভয় বিষয়ে শতকরা কত ভাগ ফেল করবে ?

উত্তর: ধরি, পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১০০ জন।
বাংলায় পাশ করেছে ৭০ জন।
ইংরেজিতে পাশ করেছে ৬০ জন।
উভয় বিষয়ে পাশ করেছে ৫০ জন।
এখন, শুধু বাংলায় পাশ করেছে (৭০ - ৫০) = ২০ জন।
শুধু ইংরেজিতে পাশ করেছে (৬০ - ৫০) = ১০ জন।
মোট পাশ করেছে (২০ + ১০ + ৫০) = ৮০ জন।
সুতরাং, উভয় বিষয়ে ফেল করেছে (১০০ - ৮০) = ২০ জন।
শতকরা হিসেবে ফেল করেছে = ২০১০০ × ১০০ = ২০%।
অতএব, উভয় বিষয়ে শতকরা ২০ ভাগ ফেল করবে।

৫৪. 'গ্রীন হাউজ' প্রতিক্রিয়া কি তা বর্ণনা করুন।

উত্তর: গ্রিনহাউস প্রতিক্রিয়া একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যা পৃথিবীর বায়ুমণ্ডলে সংঘটিত হয়। এই প্রক্রিয়ায়, বায়ুমণ্ডলের কিছু গ্যাস সূর্যের তাপ আটকে রাখে, ফলে পৃথিবী উষ্ণ থাকে। এই গ্যাসগুলোকে গ্রিনহাউস গ্যাস বলা হয়। সূর্যের আলো পৃথিবীর পৃষ্ঠে পৌঁছায় এবং কিছু আলো পৃষ্ঠ দ্বারা শোষিত হয়, যা পৃথিবীকে উত্তপ্ত করে। উত্তপ্ত পৃথিবী ইনফ্রারেড বিকিরণ আকারে তাপ নির্গত করে। গ্রিনহাউস গ্যাসগুলো, যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং জলীয় বাষ্প, এই ইনফ্রারেড বিকিরণ শোষণ করে। শোষিত তাপ বায়ুমণ্ডলে আটকে থাকে, যা পৃথিবীকে আরও উষ্ণ করে তোলে। এই প্রক্রিয়াটি একটি গ্রিনহাউসের মতো কাজ করে, যেখানে কাঁচ সূর্যের আলো প্রবেশ করতে দেয় কিন্তু তাপকে পালাতে বাধা দেয়। গ্রিনহাউস প্রতিক্রিয়া না থাকলে পৃথিবীর তাপমাত্রা অনেক ঠান্ডা থাকত, যা জীবনের জন্য প্রতিকূল হতো। এটি পৃথিবীর তাপমাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে, যা জীবনের জন্য অপরিহার্য। মানুষের কার্যকলাপ, যেমন জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং বন উজাড়, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। এর ফলে গ্রিনহাউস প্রভাব বৃদ্ধি পাচ্ছে, যা বিশ্ব উষ্ণায়নের দিকে পরিচালিত করছে। বিশ্ব উষ্ণায়ন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, চরম আবহাওয়া এবং বাস্তুতন্ত্রের পরিবর্তন সহ বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে।

৫৫. নিচের যে-কোন একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা লিখুন।
  • ক. বেকার সমস্যা
  • খ. যৌতুক প্রথা।

উত্তর:
ক. বেকার সমস্যা

বেকারত্ব একটি জটিল আর্থ-সামাজিক সমস্যা, যা কোনো দেশের উন্নয়নের পথে প্রধান অন্তরায় হিসেবে কাজ করে। বাংলাদেশেও বেকারত্বের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। প্রতি বছর বিপুল সংখ্যক তরুণ শিক্ষা জীবন শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশ করতে ব্যর্থ হচ্ছে, যা দেশের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

বেকারত্বের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে জনসংখ্যার আধিক্য, কর্মসংস্থানের অভাব, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, এবং দক্ষ জনশক্তির অভাব। আমাদের শিক্ষা ব্যবস্থা প্রায়োগিক শিক্ষার পরিবর্তে তাত্ত্বিক শিক্ষার ওপর বেশি জোর দেয়, ফলে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে না। এছাড়াও, শিল্প ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থা তাল মিলিয়ে চলতে পারছে না, যার ফলে অনেক শিক্ষিত তরুণও বেকার থেকে যাচ্ছে।

বেকারত্বের কারণে সমাজে নানা ধরনের নেতিবাচক প্রভাব দেখা যায়। বেকারত্বের ফলে তরুণদের মধ্যে হতাশা, অস্থিরতা, এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। এটি সামাজিক বৈষম্য বাড়ায় এবং অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করে। বেকারত্ব দূরীকরণে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবারের সদস্যদেরও ভূমিকা রাখতে হবে।

সরকারকে কর্মসংস্থান সৃষ্টিতে আরও বেশি মনোযোগী হতে হবে। শিল্প ও প্রযুক্তির উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে এবং তরুণদের জন্য প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির ব্যবস্থা করতে হবে। শিক্ষা ব্যবস্থায় প্রায়োগিক শিক্ষার ওপর জোর দিতে হবে এবং শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে হবে এবং তরুণদের জন্য ইন্টার্নশিপ ও প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করতে হবে। পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে এবং তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বেকারত্বের এই সমস্যা সমাধান করা সম্ভব।

খ. যৌতুক প্রথা

যৌতুক প্রথা একটি প্রাচীন ও ঘৃণ্য সামাজিক ব্যাধি, যা আজও আমাদের সমাজে গভীরভাবে প্রোথিত। এটি মূলত বিবাহের সময় বরপক্ষ কর্তৃক কনেপক্ষের কাছ থেকে অর্থ, সম্পত্তি বা অন্যান্য মূল্যবান সামগ্রী দাবি করাকে বোঝায়। এই কুপ্রথা নারীর মর্যাদা ও মানবাধিকারের চরম লঙ্ঘন করে, এবং সমাজে নানাবিধ নেতিবাচক প্রভাব ফেলে।

যৌতুক প্রথার মূল কারণগুলোর মধ্যে রয়েছে সামাজিক কুসংস্কার, নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি, এবং অর্থনৈতিক নিরাপত্তাহীনতা। অনেক পরিবার মনে করে যে মেয়েকে বিয়ে দেওয়ার সময় যৌতুক দিলে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। এছাড়াও, আর্থিক দুর্বলতার কারণে অনেক পরিবার বাধ্য হয়ে যৌতুক দিতে রাজি হয়। যৌতুকের কারণে নারীরা শারীরিক, মানসিক ও অর্থনৈতিক নির্যাতনের শিকার হয়। অনেক ক্ষেত্রে, যৌতুকের দাবিতে নারীদের হত্যা পর্যন্ত করা হয়। এটি পারিবারিক সহিংসতা বাড়ায় এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করে।

যৌতুক প্রথা নির্মূলের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। শিক্ষা ও গণমাধ্যমের মাধ্যমে মানুষকে এই কুপ্রথার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে হবে। নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে হবে, যাতে তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে। আইন প্রয়োগকারী সংস্থাকে যৌতুকবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে যৌতুক প্রথার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই সামাজিক অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

৫৬. Change the following sentences into the Voice as directed:
  • a. Who taught you Mathematics ? (Passive)
  • Ans. By whom were you taught Mathematics.
  • b. I was much displeased at his behaviour. (Active)
  • Ans. His behaviour displeased me much.
  • c. Let the chair be taken to the classroom. (Active)
  • Ans. Take the chair to the classroom.
  • d. We must obey his arder. (Passive)
  • Ans. His order must be obeyed by us.
৫৭. Narrate the following in the Speech as directed.
  • a. The host politely asked me if I would ite to have a cup of tea. (Direct)
  • Ans. The host politely said to me, "Will you like to have a cup of tea?"
  • b. The teacher said, "My boys! never waste your time if you are to shine in life." (Indirect)
  • Ans. Addressing his boys, the teacher advised them never to waste their time if they were to shine in life.
  • c. He exclamied that it was a splendid sight. (Direct)
  • Ans. He said, "What a splendid sight it is! of. He said. "How splendid sight it is!".
  • d. "I will punish you, "He said to me in anger. (Indirect)
  • Ans. He told me in anger that he would punish
৫৮. বাংলা অনুবাদ করুন:
  • ক. In order to improve your power of expression you should read widely and carefully.
  • উত্তর: প্রকাশ ক্ষমতার উৎকর্ষ সাধনের উদ্দেশ্যে তোমাদের ব্যাপকভাবে এবং সতর্কভাবে পড়া উচিত।
  • খ. Use a good dictionary 'to help you with the exact meanings and uses of words.
  • উত্তর: শব্দের সঠিক অর্থ এবং এর প্রয়োগে তোমরা একটি ভাল অভিধান ব্যবহার কর।
  • গ. Always remember that regular practice is essential if you are to learn to write well.
  • উত্তর: সর্বদা স্মরণ রেখ নিয়মিত অনুশীলন ভালভাবে লিখতে শেখার জন্য অপরিহার্য।
  • ঘ. You learn to write by wirting.
  • উত্তর: লেখনের দ্বারা তোমরা লেখতে শেখ।
  • ঙ. It is no good writing for inspiration.
  • উত্তর: প্রেরণার জন্য অপেক্ষা করা ভাল নয়।
  • চ. Even with the most famous writers, inspiration is rare.
  • উত্তর: এমনকি সর্বাধিক বিখ্যাত লেখকগণের মধ্যে প্রেরণা বিরল।
  • ছ. Writing is ninety percent hard work and one percent inspiration.
  • উত্তর: লেখন শতকরা নব্বই ভাগ কঠিন কাজ এবং শতকরা এক ভাগ প্রেরণা।
Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...