Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

'বাংলা গল্প বা ছোট গল্প'থেকে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সমূহ!

 💥 বিখ্যাত গল্প বা ছোট গল্প

🍁 নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা? [খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা- ২০০১।] ➺ ক্ষুধিত পাষাণ

❐ 'দুধেভাতে উৎপাত' গল্পগ্রন্থের রচয়িতা – [২৩ তম বিসিএস] ➺ আখতারুজ্জামান ইলিয়াস

❐ কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি? [স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এর ইলেক্ট্রিশিয়ান-2003] ➺ পদ্মগোখরা

❐ নিচের কোন গল্পটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৪] ➺ পদ্ম গোখরা ৷

❐ 'ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দু:খ-কথা' ছোট গল্প সম্পর্কে এ মন্তব্য কার? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- 2004] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর

❐ কথাসাহিত্য বলতে কোনটি বোঝায়? [বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সহকারী সুপারিনটেনডেন্ট অব সার্ভে:-২০০৫] ➺ ছোটগল্প ও উপন্যাস ।

❐ রবীন্দ্রনাথের কোন গল্পটিতে মুসলমান চরিত্র আছে? [জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক-২০০৬] ➺ কাবুলিওয়ালা।

❐ ‘দুধ-ভাতে উৎপাত' আখতারুজ্জামান ইলিয়াস এর একটি = (সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৭] ➺ গল্পগ্রন্থ ।

❐ “দেনা পাওনা" গল্পটির রচয়িতা কে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (খুলনা বিভাগ)-২০০৭] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর ।

❐ রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি? [সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা সমাজসেবা অফিসার-২০০৮] ➺ ক্ষুধিত পাষান

❐ কাজী নজরুল ইসলামের প্রথম গল্প কোনটি? [Sonali, Janata, Agrani & Rupali Bank Ltd. & RAKUB Officer Recruitment-2008] ➺ বাউণ্ডেলের আত্মকাহিনী

❐ “একাত্তরের যীশু” গল্পটির রচয়িতা কে? [সরকারী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ (দড়াটানা)] ➺ শাহরিয়ার কবির।

❐ সূর্যগ্রহণ গল্পটি কে রচনা করেছেন? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-20091] ➺ জহির রায়হান

❐ “আত্মজা ও একটি করবী গাছ” কার লেখা গল্প? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট-২০১০] ➺ হাসান আজিজুল হক] ➺

❐ “পথ জানা নাই” গল্পটি কার লেখা? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট-২০১০] ➺ শামসুদ্দীন আবুল কালাম

❐ কাজী নজরুল ইসলাম রচিত 'ব্যথার দান' কোন শ্রেনীর রচনা? [Bangladesh Bank Officer (Cash)-2011] ➺ গল্প

❐ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোটগল্প কোনটি? [কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক-২০১৩] ➺ · ভিখারিনী] ➺

❐ 'দোজখের ওম' গল্পগ্রন্থটি কার রচনা? [প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, টেলিফোন ইঞ্জিনিয়ার ও সহকারী কম্পিউটার প্রগ্রামার-২০১৩] ➺ আখতারুজ্জামান ইলিয়াস

❐ বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি? [১১ তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা-২০১৪] ➺ ছোটগল্প (বাংলা সাহিত্যের প্রাচীন শাখা কাব্য । আধুনিক বাংলা সাহিত্যের নিদর্শন ছোটগল্প, নাটক, উপন্যাস । তবে আধুনিকতম শাখা হচ্ছে ছোটগল্প)

❐ শরৎচন্দ্রের ছোটগল্প কোনটি? [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা-২০১৫] ➺ মহেশ

❐ হাসান আজিজুল হক রচিত ছোট গল্পগ্রন্থ কোনটি? [শিক্ষা মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়' উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৫] ➺ তৃষ্ণা

❐ 'মিলির হাতে স্টেনগান' গল্পটি কার লেখা? [৩৫ তম বিসিএস] ➺ আখতারুজ্জামান ইলিয়াস

❐ 'নয়নচারা' কোন শ্রেনীর রচনা? [আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার-২০১৬] ➺ গল্প (সৈয়দ ওয়ালীউল্লাহ)

❐ 'ডাকহরকরা' গল্পটির রচয়িতা কে? [পোস্ট মাস্টার জেনারেল (পূর্বাঞ্চল, চট্টগ্রাম) এর কার্যালয়ের পোস্টাল অপারেটর-২০১৬] ➺ তারাশঙ্কর বন্দোপাধ্যায়

❐ পদ্ম-গোখরো' গল্পটির রচয়িতা কে? [পোস্ট মাস্টার জেনারেল (পূর্বাঞ্চল, চট্টগ্রাম) এর কার্যালয়ের পোস্টাল অপারেটর-২০১৬] ➺ কাজী নজরুল ইসলাম

❐ কোনটি রবীন্দ্রনাথের ছোটগল্প নয়? [রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী-২০১৭] ➺ দুরবস্থা ।

❐ ‘পোস্টমাস্টার’ ছোট গল্পটির রচয়িতা কে? [গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফটম্যান-২০১৭] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর ।

❐ সেলিনা হোসেন রচিত গল্প হচ্ছে – [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা (মুক্তিযোদ্ধা)-২০১৮] ➺ মানুষটি ।

❐ আখতারুজ্জামান ইলিয়াস রচিত ‘রেইনকোট' গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত? [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা (সাধারণ)-] ➺ ২০১৮] ➺ একাত্তরের মুক্তিযুদ্ধ।

❐ সেলিনা হোসেন রচিত গল্পগ্রন্থ কোনটি? [ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের এস্টিমেটর-২০১৮] ➺ খোল করতাল ।

❐ ব্যথার দান গল্প গ্রন্থের লেখক কে? [কারিগরি শিক্ষা অধিদপ্তরের জুনিয়র ইন্সট্রাক্টর-২০১৮)] ➺ কাজী নজরুল ইসলাম ।

❐ কোনটি রবীন্দ্রনাথের ছোটগল্প নয়? [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর এর ব্যক্তিগত কর্মকর্তা-২০১৯] ➺ দুরবস্থা (একরাত্রি, দুরাশা, মাস্টারমশাই)।

❐ নিচের কোন গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় কর্তৃক রচিত? [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এর সহকারী পরিচালক-২০১৯] ➺ অতসী মামী ।

❐ 'সমুদ্রের স্বাদ' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি -[বাংলাদেশ ব্যাংক এর অফিসার (সাধারণ)-২০১৯] ➺ গল্পগ্রন্থ

❐ কোনটি গল্পগ্রন্থ – [জীবন বীমা কর্পোরেশন (উচ্চমান সহকারী)-২০২১] ➺ শিউলিমালা

❐ কবি সুফিয়া কামাল রচিত গ্রন্থসমূহের মধ্যে নীচের কোনটি গল্পগ্রন্থ? [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক- ২০২১] ➺ কেয়ার কাঁটা

❐ ‘মহাপতঙ্গ’ গল্পগ্রন্থটি কার লেখা? [শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-২০২১] ➺ আবু ইসহাক

❐ সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহুর্তের রূপায়ণ? [খাদ্য অধিদপ্তর এর সহকারী উপ-খাদ্য পরিদর্শক-২০২১] ➺ ছোটগল্প

❐ কোনটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্পগ্রন্থ? [খাদ্য অধিদপ্তর এর স্প্রেম্যান-২০২২] ➺ নামহীন গোত্রহীন (হাসান আজিজুল হক)

❐ ‘অন্য ঘরে অন্য স্বর' গল্পগ্রন্থের রচয়িতা – [পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-২০২২] ➺ আখতারুজ্জামান ইলিয়াস ।

❐ ‘প্রাগৈতিহাসিক' গল্পটি কার রচনা? [বিভিন্ন মন্ত্রণালয় এর সহকারী ম্যানটেনেন্স প্রকৌশলী-২০২২] ➺ মানিক বন্দোপাধ্যায় ।

❐ কাজী নজরুল ইসলামের 'রিক্তের বেদন' কোন ধরনের রচনা? [সংসদ সচিবালয় এর ব্যাক্তিগত কর্মকর্তা (নন ক্যাডার)-২০২৩] ➺ গল্পগ্রন্থ

❐ ‘গড্ডলিকা’ ছোট গল্প কার রচিত? [বাংলাদেশ ব্যাংক এর অফিসার (ক্যাশ)-২০২৩] ➺ রাজশেখর বসু

❐ ‘মুসলমানীর গল্প' এর রচয়িতা কে? [বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) এর প্রটোকল অফিসার-২০২৩] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর

❐ 'মুক্তিযুদ্ধের গল্প' এর লেখক কে? [মোংলা বন্দর কর্তৃপক্ষ এর জুনিয়র আউটডোর এসিস্টেন্ট-২০২৩] ➺ মনিহায়দার/শামসুর রহমান/রফিক আহমদ/হাসিনা আহমেদ

❐ 'রেইনকোট' কার লেখা ছোটগল্প? [বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর স্টাফ অফিসার-২০২৩] ➺ আখতারুজ্জামান ইলিয়াস

❐ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গল্প নয়? [Janata Bank PLC Officer (Rural Credit)-২০২৩] ➺ অনিবার্ণ (একরাত্রি/নষ্টনীড়/সমাপ্তি)

❐ নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা? [বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর এরোড্রাম সহকারী/সহকারী প্রকৌশলী (সিভিল)/সহকারী প্রকৌশলী (ই/এম)-২০২৩] ➺ ক্ষুধিত পাষাণ

❐ রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন? [৪৫ তম বিসিএস] ➺ ১৬ বছর

❐ নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়? [৪৫ তম বিসিএস] ➺ ইছামতি

❐ 'অতসী মামী' কোন ধরনের রচনা? [পররাষ্ট্র মন্ত্রণালয় এর সুপারিনটেনডেন্ট-২০২৪] ➺ ছোটগল্প] ➺

❐ কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? [৪৬ তম বিসিএস] ➺ শহীদুল জহির

❐ রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পেই মুসলমান চরিত্র রয়েছে? [পিএসসি কর্তৃক নির্ধারিত ১২ টি পদের নিয়োগ পরীক্ষা-২০০১] ➺ ক্ষুধিতপাষাণ, মুকুট ও সুভা ।

❐ “জিবরাইলের ডানা” গল্পের রচয়িতা কে? [জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট-2005] ➺ শাহেদ আলী

❐ যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে? [সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৭] ➺ হৈমন্তী ।

❐ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম গল্পের নাম-[প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক-২০১২] ➺ মন্দির

❐ 'ইঁদুর' কার বিখ্যাত ছোটগল্পের নাম? [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা-২০১২] ➺ · সোমেন চন্দ

❐ 'শিউলি-মালা' গল্পের লেখক কে? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট/উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা/সহকারী অ্যাডজুটেন্ট- ২০১৫] ➺ কাজী নজরুল ইসলাম

❐ 'প্রাগৈতিহাসিক' গল্পের রচয়িতা – [Bangladesh Bank Assistant Director- 2016] ➺ মানিক বন্দোপাধ্যায়

❐ ‘নয়নচারা’ গল্পের লেখক কে? [তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভির সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৭] ➺ সৈয়দ ওয়ালীউল্লাহ ।

❐ ‘জোঁক’ ছোটগল্পের রচয়িতা কে? [বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা-২০১৭] ➺ আবু ইসহাক ।

❐ বাংলা ছোটগল্পের জনক কাকে বলা হয়? [নির্বাচন কমিশন সচিবালয় এর উচ্চমান সহকারী-২০১৮] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর

❐ সামন্তবাদ ও পুঁজিবাদের দ্বন্দ্ব দেখা যায় কোন গল্পে? [বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)-২০২১] ➺ জলসাঘর (তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়)

❐ বাংলা ছোটগল্পের পথিকৃৎ - [পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-২০২২] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর ।

❐ রবীন্দ্রনাথ রচিত 'কাবুলীওয়ালা' গল্পে কাবুলীওয়ালার নিজ দেশ কোনটি? [স্বাস্থ্য অধিদপ্তর এর মেডিকেল টেকনোলজিস্ট-২০২৩] ➺ আফগানিস্তান

❐ রবীন্দ্রনাথ রচিত 'কাবুলীওয়ালা' গল্পে কাবুলীওয়ালার নিজ দেশ কোনটি? [স্বাস্থ্য অধিদপ্তর এর মেডিকেল টেকনোলজিস্ট-২০২৩] ➺ আফগানিস্তান

❐ নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? [৩৫ তম বিসিএস] ➺ সোমেন চন্দ

❐ 'ঠাকুরমার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন? [৩০ তম বিসিএস] ➺ রূপকথা

❐ “ঠাকুরমার ঝুলি” কার লেখা? [জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট-2005] ➺ দক্ষিণারঞ্জন মিত্র

❐ 'আত্মঘাতী বাঙালি' কার রচিত গ্রন্থ? [২০ তম বিসিএস] ➺ নীরদচন্দ্র চৌধুরী

❐ 'হাঁসুলী বাঁকের উপকথা' কার লেখা?। পরে মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি'র সহকারী ব্যবস্থাপক - তারাশঙ্কর বন্দোপাধ্যায়

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...