Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

'ভাষা আন্দোলনভিত্তিক গ্রন্থ'থেকে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সমূহ!

 💥 ভাষা আন্দোলনভিত্তিক গ্রন্থ

🍁 ভাষা আন্দোলনের ওপর রচিত জহির রায়হানের গ্রন্থটির নাম কী? [বাংলাদেশ ট্যারিফ কমিশনের গবেষণা কর্মকর্তা -২০১৮] ➺ আরেক ফাল্গুন।

❐ কোন বিষয় নিয়ে আরেক ফাল্গুন উপন্যাসটি রচিত? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুপ্ত সংকেত পরিদপ্তরের সাইফার অফিসার-২০০৫] ➺ ভাষা আন্দোলন।

❐ ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত উপন্যাস কোনটি? [তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরে সহকারী তথ্য অফিসার-২০০৫] ➺ আরেক ফাল্গুন ।

❐ জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির পটভূমিকা হলো – [সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০০৭] ➺ একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন ।

❐ 'আরেক ফাল্গুন' উপন্যাসের বিষয়বস্তু কি? [শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি'র সহকারী ব্যবস্থাপক-২০১১] ➺ ভাষা আন্দোলন

❐ ‘আর্তনাদ' উপন্যাসের পটভূমি কী? [স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৭] ➺ ভাষা আন্দোলন । (শওকত ওসমান)

❐ ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? [নন-ক্যাডার: বাছাই পরীক্ষা ২০১৮; প্রশাসনিক কর্মকর্তা (মুক্তিযোদ্ধা কোটা)-২০১৮] ➺ ওষ্কার

❐ সেলিনা হোসেন রচিত নীচের গ্রন্থসমূহের মধ্যে কোনটি ভাষা আন্দোলন পটভূমিতে রচিত? [শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর হিসাব রক্ষক-২০২১] ➺ যাপিত জীবন

❐ জহির রায়হানের ‘আরেক ফাল্গুণ’ গ্রন্থে বর্ণিত হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় এর ব্যক্তিগত কর্মকর্তা-২০২২] ➺ ভাষা আন্দোলনের কথা ।

❐ 'কালো বরফ' উপন্যাস বিষয়: [৪০ তম বিসিএস] ➺ দেশভাগ] ➺

❐ 'কালো বরফ' রচনা করেন? [জনপ্রশাসন মন্ত্রণালয় বা ব্যক্তিগত কর্মকর্তা-২০১৬] ➺ মাহমুদুল হক

❐ ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির রচয়িতা কে? (প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (পদ্ম)-২০০৯] ➺ · জহির রায়হান ।

❐ ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটক কোনটি? [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর মিটার রিডার কাম ম্যাসেঞ্জার-২০২৩] ➺ কবর

❐ ভাষা আন্দোলন ভিত্তিক ‘কবর’ গ্রন্থটির রচয়িতা কে? [সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বিআরটিএ'র মোটরযান পরিদর্শক-২০১৮] ➺ মুনীর চৌধুরী ।

❐ কবর নাটকটির রচয়িতা কে? [রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক (শাপলা)-২০১১] ➺ মুনীর চৌধুরী ।

❐ কবর 'নাটক কোন পটভুমিতে রচিত? [বাংলাদেশ রেলওয়ের এর সহকারী কমান্ডেন্ট-2007] ➺ বায়ান্নর ভাষা আন্দোলন

❐ ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি? [৩৪ তম বিসিএস] ➺ · কবর

❐ 'কবর' নাটকটির বিষয়বস্তু কি? [বহিরাগত ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১৪] ➺ ভাষা আন্দোলন

❐ ভাষা আন্দোলনের পটভুমিকায় রচিত মুনীর চৌধুরীর নাটক কোনটি? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই জুনিয়র ইনস্ট্রাক্টর -২০১৬] ➺ কবর

❐ মুনীর চৌধুরীর 'কবর' নাটকের পরিপ্রেক্ষিত হচ্ছে - । [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৯] ➺ ভাষা আন্দোলন

❐ মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকটি কোন প্রেক্ষাপটে রচিত? [বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর সহকারী ইঞ্জিনিয়ার-২০২২] ➺ রাষ্ট্রভাষা আন্দোলন ।

❐ ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা নাটক – [পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-২০২২] ➺ কোনোটিই নয় (মানুষ / আলোছায়া / গরীবের ক্ষেত)

❐ ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম কবিতা কোনটি? [বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (ব্রিজ)-২০১৮] ➺ কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি।

❐ একুশের কবিতা “কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি” এর রচয়িতা কে? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার-২০১২] ➺ মাহাবুবুল আলম

❐ একুশের উপর সর্ব প্রথম কবিতা রচনা করেন – [জবি খ ইউনিট: ০৭-০৮] ➺ মাহবুব-উল আলম চৌধুরী

❐ ভাষা আন্দোলনভিত্তিক কবিতা কোনটি? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই জুনিয়র ইনস্ট্রাক্টর -২০১৬] ➺ একুশে ফেব্রুয়ারি

❐ ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? [৪১ তম বিসিএস-২০২১] ➺ স্মৃতিস্তম্ভ

❐ ‘একুশের গান’ কবিতার রচয়িতা কে? [পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট-২০২০] ➺ আব্দুল গাফফার চৌধুরী।

❐ 'একুশের গান' কবিতায় কোন প্রত্যয় ব্যক্ত হয়েছে? [সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এর জুনিয়র শিক্ষক-২০২৩] ➺ জাতির জাগ্রত প্রতিরোধ

❐ ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী? [৩৭ তম বিসিএস] ➺ হাসান হাফিজুর রহমান

❐ 'একুশে ফেব্রুয়ারি' গ্রন্থের সম্পাদক কে ছিলেন? [১৬তম বিসিএস] ➺ হাসান হাফিজুর রহমান

❐ “একুশে ফেব্রুয়ারি” কী ধরনের রচনা? [কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক-২০১৩] . কবিতা সংকলন/দলিলপত্র

❐ কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? [থানা নির্বাচন অফিসার: ০৪] ➺ একুশে ফেব্রুয়ারি

❐ রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন ‘একুশে ফেব্রুয়ারি' কে সম্পাদনা করেন? |দুর্নীতি দমন কমিশন এর ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর-২০১৯] ➺ ➟ হাসান হাফিজুর রহমান

❐ ‘পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি' গ্রন্থের রচয়িতা কে? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এডমিনিস্ট্রেশন অফিসার ও পার্সোনাল অফিসার-] ➺ বদরুদ্দীন উমর। ২০০৬]

❐ ভাষা আন্দোলন সম্পর্কে সবচেয়ে প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখক কে? [বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর এয়ারপোর্ট ফায়ার লিডার-২০২৪] ➺ বদরুদ্দিন ওমর

❐ ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র কোনটি? [দুর্নীতি দমন কমিশন (উপ-সহকারী পরিচালক)-২০২০] ➺ জীবন থেকে নেয়া ।

❐ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির রচয়িতা কে? [হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ) এর জুনিয়র অডিটর-২০২২] ➺ আবদুল গাফফার চৌধুরী।

❐ 'একুশে ফেব্রুয়ারি ' বিখ্যাত গানটির সুরকার কে? [৪০ তম বিসিএস] ➺ আলতাফ মাহমুদ

❐ “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী”- গানটির সুরকার কে? [প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক- ২০১২] ➺ আলতাফ মাহমুদ

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...