বিভিন্ন পরীক্ষায় 'কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম' থেকে বারবার আসা গুরুত্বপূর্ণ সব প্রশ্নাবলি🔥পরীক্ষার সাল উল্লেখপূর্বক!অসাধারণ নোট!
কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ছন্দে ছন্দে মনে রাখার অসাধারণ নোট
কাজী নজরুল ইসলাম
❏ জন্ম: ➺ ২৪ মে, ১৮৯৯ (১১ জ্যৈষ্ঠ, ১৩০৬) ✰
❏ জন্মস্থান: ➺ পশ্চিবঙ্গ বর্ধমান জেলার আসানসোল মহকুমার রানিগঞ্জ থানার (বর্তমান জামুরিয়া থানা) চুরুলিয়া গ্রামে।
❏ মৃত্যু: ➺ ২৯ আগস্ট, ১৯৭৬ (১২ ভাদ্র, ১৩৮৩) ৭৭ বছর বয়সে ঢাকা পিজি হাসপাতালে।
❏ মৃত্যুর কারণ: ➺ পিকস ডিজিজ নামক মস্তিষ্ক রোগ।
❏ পিতা: ➺ কাজী ফকির আহমদ ছিলেন মসজিদের ইমাম ও মাজারের খাদেম।
❏ মাতা: ➺ জাহেদা খাতুন।
❏ ডাক নাম: ➺ দুখু মিয়া, তারা খ্যাপা, নজর আলী, ব্যাঙাচি, নুরু, হৈ হৈ কাজী।
❏ ছদ্মনাম: ➺ ধূমকেতু, বনবুলবুল, সারথি, কহলনমিশ্র, পাইয়ানিয়ার, রূপকার। ✰
❏ সমাধী/কবর: ➺ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
❏ স্ত্রী: ➺ আশালতা সেনগুপ্ত। ডাকনাম-দুলি। বিয়ের পর নজরুল তাঁর নাম পাল্টে দেন-প্রমিলা। বিয়ে হয় ১৯২৪ সালে। ১ম স্ত্রী-নার্গিস (১৯২১) (মূল নাম সৈয়দা খাতুন) নজরুল ২৫ বছর বয়সে প্রমীলাকে বিয়ে করেন। (প্রমিলার বয়স-১৬)।
❏ ছেলে: ➺ প্রমিলার দুই ছেলে জীবিত ছিল-১। সব্যসাচী (আবৃত্তিকার)। কন্যা- খিলখিল কাজী ২। অনিরুদ্ধ (সুরকার)। কন্যা- অনিন্দিতা কাজী।
❏ শ্বশুরবাড়ি: ➺ কান্দিরপাড়, কুমিল্লা।
📚 শিক্ষা জীবন:
❏ ১০ বছর বয়সে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন ➺ ১৯০৯ সালে।
❏ ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর স্কুলে ৭ম শ্রেণিতে ভর্তি হন ➺ ১৯১৪ সালে।
❏ পশ্চিমবঙ্গের রানিগঞ্জ শিয়ারশোল রাজস্কুলে ৮ম শ্রেণিতে ভর্তি হন ➺ ১৯১৫ সালে।
❏ এখানে তিনি দশম শ্রেণিতে প্রি - টেস্ট পরীক্ষার সময় লেখাপড়া অসমাপ্ত রেখে সেনাবাহিনীতে যোগদেন ➺ ১৯১৭ সালে, ৪৯ নম্বর বাঙালি পল্টনে এবং করাচি যান।
📚 কর্ম জীবন:
❏ ১. ১৯০৮ সালে হাজি পলোয়ানের মাজারের সেবক এবং পির পুকুরের ➺ মসজিদে মুয়াজ্জিনের কাজ করেন।
❏ ২. (১৯০৯ ➺ ১০) লেটো গানের দলে যোগদেন। এ সময় তিনি অনেক ➺ পালাগান রচনা করেন।
❏ ৩. (১৯১১ ➺ ১৪) এক খ্রিষ্টান রেলওয়ে গার্ডের খানসামা এবং আসানসোলে এক রুটির দোকানে মাসিক ৫ টাকা বেতনে চাকরি করেন।
❏ ৪. ১৯১৩ সালে চা দোকানে চাকরি করার সময় আসানসোলের দারোগা রফিজ উল্লাহর সঙ্গে নজরুলের পরিচয় হয়। তাঁর সুবাদেই নজরুল
❏ ১৯১৪ সালে দরিরামপুর, ত্রিশাল স্কুলে ৭ম শ্রেণিতে ভর্তি হন। ১৯১৫ সালে রানিগঞ্জ, শিয়ারশোল রাজস্কুলে ৮ম শ্রেণিতে ভর্তি হন। এখানে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
❏ ৫. (১৯১৭ ➺ ১৯২০) সাল পর্যন্ত সেনাবাহিনীতে চাকুরি করেন। মোট আড়াই বছর। এ সময় তিনি কোয়াটার মাস্টার হাবিলদার পদে উন্নিত হয়েছিলেন। নজরুলের আনুষ্ঠানিক সাহিত্য চর্চা শুরু হয় করাচি সেনানিবাস।
❏ ৬. প্রথম মহাযুদ্ধ শেষে ১৯২০ সালে মার্চ মাসে নজরুল কোলকাতায় ফিরে সাহিত্যিক সাংবাদিক জীবন শুরু করেন।
📚 নজরুল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলি
❏ বাংলার নবজাগরণ আন্দোলনের পথিকৃৎ ➺ কাজী নজরুল ইসলাম।✰
❏ কাজী নজরুল ছিলেন মা বাবার সন্তান ➺ ৬ষ্ঠ।
❏ বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা ➺ কাজী নজরুল ইসলাম।✰
❏ রণসংগীত শিখা পত্রিকায় প্রকাশিত হয় ➺ ১৯২৮ সালে 'নতুনের গান'
❏ শিরোনামে। এটি 'সন্ধ্যা' কাব্যের অন্তর্গত। ✰
❏ 'চল চল চল' রণসঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় ➺ ১৩ জানু, ১৯৭২।
❏ যেকোনো রাষ্ট্রীয় সামরিক অনুষ্ঠানে রণ সংগীতের ➺ একুশ লাইন যন্ত্র সংগীত বাজানো হয়।
❏ রণ সঙ্গীত মুল কবিতার ➺ একুশ চরণ গৃহীত হয়।
❏ নজরুল গ্রামোফোন কোম্পানির সাথে যুক্ত হন ➺ ১৯২৮ সালে।
❏ নজরুল দার্জিলিং সফর করেন ➺ ১৯৩১ সালে।
❏ খিলাফত ও অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে প্রকাশিত হয় ➺ নবযুগ পত্রিকা।
❏ বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি বলা হয় ➺ নজরুলকে। কিন্তু প্রথম বিদ্রোহী কবি ➺ মধুসূদন দত্ত।
❏ 'ধূমকেতু' পত্রিকায় রবীন্দ্রনাথের বাণী ➺ আয় চলে আয়, রে ধূমকেতু/ আঁধারে বাঁধ অগ্নি সেতু। *
❏ আধুনিক বাংলা গানে 'বুলবুল' নামে খ্যাত ➺ কাজী নজরুল ইসলাম।
❏ বাংলাদেশে নজরুলের স্মৃতি বিজড়িত স্থান ➺ দরিরামপুর, কাজীর শিমলা (ময়মনসিংহ), দৌলতপুর (কুমিল্লা), কার্পাসডাঙা (চুয়াডাঙ্গা)।
❏ বাংলা ভাষায় প্রথম ইসলামি গানও গজল রচনা করেন ➺ নজরুল।
❏ নজরুল রচিত গানের সংখ্যা ➺ ৩০০০। এগুলো নজরুল সংগীত বা নজরুলগীতি নামে পরিচিত।
❏ বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক ➺ কাজী নজরুল ইসলাম।✰
❏ কাজী নজরুলের জানাজা অনুষ্ঠিত হয় ➺ সোহরাওয়ার্দী উদ্যানে।
❏ নজরুল সেনাবাহিনীতে যোগদান করেন ➺ ১৮ বছর বয়সে।✰
❏ কাজী নজরুল ফারসি ভাষা শেখেন ➺ রেজিমেন্টের এক মৌলভির কাছে।
❏ নজরুলের সাহিত্য চর্চার সূত্রপাত হয় ➺ করাচি সেনানিবাস।
❏ প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণের জন্য নজরুলের বাহিনী ইরাক যাওয়ার কথাছিল। কিন্তু যুদ্ধ থেমে যাওয়ার কারণে যাওয়া হয়নি।
❏ নজরুলের বন্ধু ও সহপাঠী ছিলেন ➺ ঔপন্যাসিক শৈলজানন্দ মুখোপাধ্যায়।
❏ কবি সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যুর পর কাজী নজরুল তিনটি কবিতা ও গান রচনা করেন ➺ ১। সত্যেন্দ্র প্রয়াণ ২। সত্য কবি ৩। সত্যেন্দ্র - প্রয়াণ - গীতি।
❏ নজরুল তাঁর প্রথম স্ত্রী নার্গিসকে চিঠি লেখেন ➺ ১৯৩৭ সালে।
❏ 'দৈনিক নবযুগ' পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন ➺ কাজী নজরুল ইসলাম। (এ পত্রিকার সাথে জড়িত ছিলেন কমরেড জাফফর আহমদ ও শেরে বাংলা ফজলুল হক।)
❏ নজরুলের মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় ➺ দুই দিনের।
❏ নজরুল পালাগান ও লেটোগানের দলে যোগদেন ➺ ১২ বছর বয়সে।
❏ কাজী নজরুল কংগ্রেসের রাজনীতিতে যোগদেন ➺ ১৯২৫ সালে ফরিদপুর কংগ্রেসের প্রাদেশিক সম্মেলনে।
❏ নজরুল ইসলাম ঢাকায় আসেন ➺ ১৯২৬ সালে। ✰
❏ নজরুল মোট ঢাকায় আসেন ➺ ১৩ বার।
❏ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নজরুল মোট আসেন ➺ ৫ বার। প্রথম আসেন ➺ ১৯২৬
❏ সর্বশেষ নজরুল ঢা.বিতে আসেন ➺ ১২ ডি. ১৯৪০।
❏ স্বাধীনতার পর প্রথম ঢাকায় আসেন ➺ ১৯৭২, ২৪ মে। (বাংলাদেশ সরকার কর্তৃক আনা হয়)। ধানমন্ডির ২৮ নম্বর সড়কের ৩৩০ বি নম্বর বাড়িতে স্থান দেয়া হয়। পরে এই বাড়িটি নজরুল ইন্সটিটিউটে উন্নত করা হয়।
❏ নজরুল মস্তিষ্কের ব্যাধিতেতে আক্রান্ত হন ➺ ১৯৪২ সালে। ✰
❏ নজরুল মস্তিষ্কের ব্যধিতে আক্রান্ত হন ➺ ৪৩ বছর বয়সে।
❏ নজরুলকে পিজি হাসপাতালে ভর্তি করা হয় ➺ ১৯৭৫, ২২ জুলাই, ১১৭ নম্বর কেবিনে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই কেবিনেই ছিলেন। ২৯ আগস্ট, ১৯৭৬ সালে মারা যান। ✰
❏ নজরুলকে 'প্রতিভাবান বাঙালি কবি' হিসেবে আখ্যায়িত করেন ➺ প্রফুল্ল চন্দ্ররায়
❏ ১৯২৯ সালে কোলকাতার অ্যালবার্ট হলে জাতীয় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে।
❏ প্রথম মুসলিম চলচ্চিত্রকার ➺ কাজী নজরুল ইসলাম। ✰
❏ নজরুলকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে ➺ কানাডায়।
❏ নজরুল অভিনীত চলচ্চিত্রের নাম ➺ 'ধ্রুব'। তিনি নারদের ভূমিকায় অভিনয় করেন।
❏ নজরুল পরিচালিত চলচ্চিত্রের নাম ➺ ধূপছায়া (১৯৩১) ✰
❏ নজরুলের দুটি কাব্য নিয়ে চলচ্চিত্র হয় ➺ 'লিচুচোর এবং খুকু ও কাঠবিড়ালী'।
❏ নজরুল যেসব চলচ্চিত্রের সাথে জড়িত ছিলেন ১. ধ্রুব; ২. পাতাল পুরী (১৯৩৫); ৩. বিদ্যাপতি; ৪. গ্রহের ফের; ৫. চৌরঙ্গী; ৬. সাপুড়ে; ৭. গোরা; ৮. নন্দিনী।
❏ 'বাঙালির বাংলা' গদ্যটির লেখক ➺ কাজী নজরুল ইসলাম। ✰
❏ ১৯২৩ সালে নজরুল আত্মপক্ষ সমর্থন করে চিফ ম্যাজিস্ট্রেটের আদালতে যে লিখিত জবানবন্দী প্রদান করেন তা 'রাজবন্দীর জবানবন্দী' নামে সাহিত্য মর্যাদা পেয়েছে।
❏ 'Give up hunger strike, our literature claims you' রবীন্দ্রনাথ এই টেলিগ্রামটি করেন ➺ নজরুলকে। হুগলি জেলে অনশনভঙ্গ করার জন্য।
❏ নজরুলের সাথে রবিঠাকুরের প্রথম সাক্ষাৎ হয় ➺ ১৯২১ শান্তিনিকেতনে।
❏ নজরুলকে জাতীয় কবির মর্যাদা দেয়া হয় ➺ ৪ মে ১৯৭২ এবং জাতীয় কবি হিসাবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় ➺ ১৫ ডি. ২০২৪
বিগত চাকরি পরীক্ষার প্রশ্নাবলি
১.'লেটো' কী? সমন্বিত ১০ ব্যাংকের অফিসার: ২৪।
ক. নজরুল সঙ্গীত
খ. রবীন্দ্র সঙ্গীত
গ. সারিগান
✓ ঘ. লোকগান
২.কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-২৪।
✓ ক. ১১ জ্যৈষ্ঠ
খ. ২২ শ্রাবণ
গ. ১২ ভাদ্র
ঘ. ২৫ বৈশাখ
৩.'ব্যাঙাচি' কার ছদ্মনাম? / জুনিয়র অডিটর: ২২।
ক. সমরেশ বসু
খ. কালী প্রসন্ন সিংহ
গ. সুকুমার রায়
✓ ঘ. কাজী নজরুল ইসলাম
৪.ভারত সরকার কোনলেখককে 'পদ্মভূষণ' উপাধিতে ভূষিত করেন?[রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার (ফাইন্যান্সিয়াল এনালিস্ট): ২০০
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
✓ খ. কাজী নজরুল ইসলাম
গ. শামসুর রাহমান
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৫.জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলার সমাধি কোথায়?[সিনিয়র স্টাফ নার্স: ২১/
ক. ঢাকা
খ. কুমিল্লা
✓ ঘ. ভারতের চুরুলিয়া
গ. মানিকগঞ্জ
৬. নিচের যেটি কাজী নজরুল ইসলামের প্রাপ্ত পুরস্কার বা উপাধি নয়-[সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার: ২১।
ক. পদ্মভূষণ
গ. একুশে পদক
খ. জগত্তারিণী পদক
✓ ঘ. মুক্তিযুদ্ধ সম্মাননা পদক
৭.ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি। গানটির গীতিকার কে? বেসামরিক বিমান চলাচল: ২৩]
✓ ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. ইমন সাহা
ঘ. মাজহারুল আনোয়ার
৮. কাজী নজরুল ইসলামের জন্মসন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী: ১৩/
ক. ১৮৬১
খ. ১৮৭৬
✓ গ. ১৮৯৯
ঘ. ১৮৮৬
৯. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সালে?[বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক: ১৬/
✓ ক. ১৩০৬
খ. ১৩০৮ গ. ১৩০৯
ঘ. ১৩১১
১০. কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক: ১৩।
ক. ১৮২৪-১৮৭৩ খ্রি.
গ. ১৮৬১-১৯৪১ খ্রি.
খ. ১৮৫৬-১৯৩৭ খ্রি.
✓ ঘ. ১৮৯৯-১৯৭৬ খ্রি.
১১. কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন? ৮িম বিজেএস (সহকারী জজ) পরীক্ষা: ১৩/
ক. ১৯৭৬ সালে
✓ গ. ১৯২৬ সালে
খ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৬২ সালে
১২. বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত? রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (শাপলা): ১১/
ক. চুরুলিয়া
✓ খ. দরিরামপুর
গ. শান্তিডাঙ্গা
ঘ. কালীগঞ্জ
১৩. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে? (সোনালি ব্যাংক লি. অফিসার: ১০।
✓ ক. কাজী নজরুল ইসলাম
গ. কায়কোবাদ
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. চন্দ্রাবতী
১৪. কোন সালে কাজী নজরুল ইসলাম ব্যাধিতে আক্রান্ত হয়ে বাক্শক্তি রহিত হন? - সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-১৯/
ক. ১৯২৯ সালে
✓ গ. ১৯৪২ সালে
খ. ১৯৩০ সারে
ঘ. ১৯২৮ সালে
১৫. 'জেন্দা' একটি- দুর্নীতি দমন কমিশনের ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর-১৯/
ক. গ্রন্থ
খ. জাতি
গ. ব্যক্তি
✓ ঘ. ভাষা
১৬. আমপারার কাব্যনুবাদ করেন- (ইসলামিক ব্যাংক সিনিয়র অফিসার-২২।
✓ খ. কাজী নজরুল
ক. গোলাম মোস্তফা
গ. ফররুখ আহমেদ
ঘ. আলী আহসান
১৭. কোন কবির স্মৃতিবিজড়িত ত্রিশাল থানাটি?- মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা-১৬/
✓ ক. কাজী নজরুল ইসলাম
গ. কায়কোবাদ
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. চন্দ্রাবতী
১৮. কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন? (জুনিয়র অডিটর (অর্থমন্ত্রণালয়)-১১/
✓ ক. ১৯৭৬
খ. ১৯৭৭
গ. ১৯৭৮
ঘ. ১৯৭৯
১৯. কাজী নজরুল ইসলামের মৃত্যুদিবস- সহকারী তথ্য অফিসার-১৩/
ক. ২৭শে আগস্ট
✓ খ. ২৯শে আগস্ট
গ. ২৩শে আগস্ট
ঘ. ২৫শে আগস্ট
২০. কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালে আরেকজন কবিও একই বছর জন্মগ্রহণ করেন, তিনি কে? পোস্ট মাস্টার জেনারেল এর কার্যালয়ের পোস্টাল অপারেটর-১৬/
ক. কালিদাস রায়
✓ খ. জীবনানন্দ দাশ
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. বন্দে আলী মিয়া
২১. কোন তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে অসেন? NSI সহকারী পরিচালক-১৫]
ক. ১৯৭২ সালের ১৪ই মে
✓ খ. ১৯৭২ সালের ২৪শে মে
গ. ১৯৭৪ সালের ১২ই মে
ঘ. ১৯৭৪ সালের ২২ শে মে
২২. ঢাকা বিশ্ববিদ্যালয় শাহি মসজিদ প্রাঙ্গণে যে কবি চিরনিদ্রায় শায়িত তাঁর নাম--- (হিসাব রক্ষণ কর্মকর্তা (ডাক ও টেলিযোগাযোগ): ২২।
ক. কবি রওশন জামিল
খ. কবি তালিম হোসেন
গ. কবি হুমায়ুন কবির
✓ ঘ. কাজী নজরুল ইসলাম
২৩. কাজী নজরুল ইসলামের রচনায় কোন চলচ্চিত্র নির্মিত হয়? বি. বাং. এয়ার, ম্যাটে, ম্যানেজ ২২।
ক. পাতালপুরী
খ. গ্রহের ফের
✓ গ. বিদ্যাপতি
ঘ. চৌরঙ্গী
২৪. কোন দেশে কাজী নজরুল ইসলামকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়? CAG এর অডিটর ২১/
ক. বাংলাদেশে
খ. যুক্তরাজ্যে
✓ গ. কানাডা
ঘ. ভারত
২৫. বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোন সালের কত তারিখে পরলোকগমন করেন? সহকারী তথ্য অফিসার ১৩।
ক. ১৯৭২ সালের ১৪ আগস্ট
খ. ১৯৭৪ সালের ০২ জানুয়ারি
✓ গ. ১৯৭৬ সালের ২৯ আগস্ট
ঘ. ১৯৭৭ সালের ২১ ফেব্রুয়ারি
২৬. কাজী নজরুল ইসলামের জন্মস্থান- জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক: ২৪।
ক. কুমিল্লা
খ. ত্রিশাল
✓ গ. বর্ধমান
ঘ. চট্টগ্রাম
২৭. কবি কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন? আইসিবি ব্যাংক ক্যাশিয়ার ১৮/
ক. রাখাকুড়া
খ. মাধবপুর
গ. আঁখারিতা
✓ ঘ. চুরুলিয়া
২৮. দুরারোগ্য ব্যাধির শিকার হয়ে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন কত বছর বয়সে? সহকারী তথ্য অফিসার ১৫।
✓ ক. তেতাল্লিশ
খ. একচল্লিশ
গ. বিয়াল্লিশ
ঘ. চল্লিশ
📚 সম্পাদিত পত্রিকা
১. দৈনিক নবযুগ (১৯২০)
২. ধূমকেতু (অর্ধ সাপ্তাহিক) (১৯২২)
৩. লাঙল (১৯২৫) (সাপ্তাহিক)
টেকনিক: নজরুল ‘নবযুগে’ ‘ধূমকেতুতে’ ‘লাঙল’ চালিয়েছিল।
❏ এক সময় পত্রিকায় নজরুলের নাম ছাপা হতো-=হাবিলদার কাজী নজরুল ইসলাম নামে।
❏ 'মুহাজিরীন' হত্যার জন্য দায়ী কে- =এই প্রবন্ধটি দৈনিক নবযুগ
❏ পত্রিকায় প্রকাশের জন্য নবযুগ পত্রিকার জামানত বাজেয়াপ্রাপ্ত হয়।
বিগত বিসিএস ও অন্যান্য পরীক্ষার প্রশ্নাবলি
১. নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ বাণী পাঠিয়েছিলেন? (৪৪তম বিসিএস)
ক. সবুজপত্র
গ. কল্লোল
খ. শনিবারের চিঠি
✓ ঘ. ধূমকেতু
২. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা নয় যেটি- বাংলাদেশ ব্যাংকের অফিসার-১৯।
ক. লাঙ্গল
✓ ঘ. বিজলি
খ. ধূমকেতু
গ. নবযুগ
ব্যাখ্যা: 'বিজলি' একটি সাপ্তাহিক পত্রিকা। এর সম্পাদক নলিকীকান্ত সরকার ও প্রবোধকুমার সান্যাল।
৩. নজরুল সম্পাদিত পত্রিকা কোনটি? পাওয়ার গ্রিড কোম্পানি-২৪]
ক. মাহেন ও
✓ গ. ধূমকেতু
খ. সওঘাত
ঘ. কালি কলম
📚 পুরস্কার/পদক/উপাধি ✰
নজরুলকে জাতীয় সংবর্ধনা দেয়া হয় ➺ ১৯২৯, ১৫ ডি. কোলকাতার অ্যালবার্ট হলে।
❏ নজরুলকে কোলকাতা বিশ্ববিদ্যালয় জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করেন ➺ ১৯৪৫ সালে।
❏ নজরুলকে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পদক দেয়া হয় ➺ ১৯৬০ সালে। ✰
❏ নজরুলকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট ডিগ্রি দেয়া হয় ➺ ১৯৬৯ সালে।
❏ নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট ডিগ্রি প্রদান করে ➺ ১৯৭৪ সালে, ৯ ডি.।
❏ নজরুলকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় ➺ ১৯৭৪ সালে।
❏ নজরুলকে বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদক প্রদান করা হয় ➺ ১৯৭৬ সালে। ✰
❏ নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় ➺ ১৯৭৬, ১৮ ফ্রে.।
❏ নজরুলকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয় ➺ ১৯৭৭ সালে। ✰
বিগত চাকরি পরীক্ষার প্রশ্নাবলি
১.কাজী নজরুল ইসলাম কোন সালে সাহিত্যে একুশে পদক পান? (সহকারী রাজস্ব কর্মকর্তা: ১৫; উত্তরা ব্যাংক: ২৪]
✓ ক. ১৯৭৬
খ. ১৯৭৭
গ. ১৯৭৮
ঘ. ১৯৭৯
২. ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে- অর্থ মন্ত্রণালয়ের অধীনে সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক: ১৭/
ক. ১৯৭৫ সালে
✓ খ. ১৯৭৪ সালে
গ. ১৯৭৩ সালে
ঘ. ১৯৭৬ সালে
৩. কোন কবিকে ভারত সরকার' 'পদ্মভূষণ' উপাধিতে ভূষিত করেন?
✓ ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
✓ গ. অমিয় চক্রবর্তী
ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
৪.কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কোন পুরস্কার প্রদান করা
হয়? বিএডিসি, উপসহ প্রকৌশলী- ২২/
ক. স্বাধীনতা পুরস্কার
✓ খ. একুশে পদক
গ. বাংলা একাডেমী পদক
ঘ. জাতীয় চলচ্চিত্র পুরস্কার
৫.কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা হয়- প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পরীক্ষা ১৭/
ক. পদ্মশ্রী
✓ খ. পদ্মভূষণ
গ. পদ্মবিভূষণ
ঘ. কোনোটিই নয়
৬. কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কোন সালে? ৫ম বিজেএস প্রাথমিক পরীক্ষা-১০/
ক. ১৯৭১
খ. ১৯৭৩
✓ গ. ১৯৭৪
❐ ঘ. ১৯৮০
📚 নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থ✰✰
❏ নজরুলের প্রথম প্রকাশিত রচনা/গল্প ➺ বাউণ্ডেলের আত্মকাহিনি।
❏ ১৯১৯ সালে ➺ সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। ✰
❏ নজরুলের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ/ গ্রন্থ ➺ ব্যাথার দান (১৯২২)।
❏ নজরুলের প্রথম প্রকাশিত কবিতা ➺ মুক্তি (১৯১৯) বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশ পায়
❏ নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ➺ অগ্নিবীণা (১৯২২) ✰
❏ নজরুলের প্রথম প্রকাশিত উপন্যাস/ পত্র উপন্যাস ➺ বাঁধনহারা (১৯২৭)।
❏ নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম ➺ তুর্কি মহিলার ঘোমটা খোলা (১৯১৯)। ✰
❏ নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ ➺ যুগবাণী (১৯২২)
❏ নজরুলের প্রথম প্রকাশিত নাটক ➺ ঝিলিমিলি।
❏ নজরুলের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ ➺ বিষের বাঁশি (১৯২৪)। ✰
❏ নজরুলের প্রথম বাজেয়াপ্ত গ্রন্থ/ প্রবন্ধ ➺ যুগবাণী (১৯২২) ✰
❏ নজরুলের প্রথম রেকর্ডকৃত নজরুল সংগীত- ➺ জাতের নামে বজ্জাতিসব।
❏ নজরুলের প্রথম রেকর্ডকৃত ইসলামি সংগীত ➺ ও মন রমজানের ঐরোজার শেষে.....।
বিগত বিসিএস ও অন্যান্য পরীক্ষার প্রশ্নাবলি
১.কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? ২২তম বিসিএস)
✓ ক. বাউন্ডুলের আত্মকাহিনী
খ. মুক্তি
গ. হেনা
ঘ. বিদ্রোহী
২. কাজী নজরুল ইসলামের 'অগ্নি-বীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি? [৩৮-তম ও ১০ম বিসিএস)
ক. বিদ্রোহী
✓ খ. প্রলয়োল্লাস
গ. আনন্দময়ী আগমনে
ঘ. চক্রবাক
৩. কাজী নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থ/কাব্যগ্রন্থের নাম কী? ২০তম বিসিএস)
✓ ক. অগ্নি-বীণা
গ. ভাঙার-গান
খ. বিষের বাঁশি
ঘ. প্রলয়োল্লাস
৪.বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় ১৩২৬ বঙ্গাব্দে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম- পোষ্টমাস্টার: ১৯/
ক. নারী
✓ খ. মুক্তি
গ. বিদ্রোহী
ঘ. বাতায়ন পাশে গুবাক তরুর সারি
৫. নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? ২০ তম বিসিএস।
ক. রাজবন্দীর জবানবন্দী খ. ব্যথার দান
✓ গ. অগ্নি-বীণা
ঘ. নবযুগ
📚 নজরুলের বাজেয়াপ্ত গ্রন্থ/ নিষিদ্ধকৃত গ্রন্থ
❏ নজরুলের মোট নিষিদ্ধকৃত গ্রন্থ হলো-৫টি।
❏ ১. যুগবাণী। (নিষিদ্ধ হয় ২৩ নভেম্বর ১৯২২)
❏ ২. বিষের বাঁশি। (নিষিদ্ধ হয় ২৪ অক্টোবর ১৯২৪)।
❏ ৩. ভাঙার গান। (নিষিদ্ধ হয় ১১ নভেম্বর ১৯২৪)
❏ ৪. প্রলয়শিখা। (নিষিদ্ধ হয় ১৭ সেপ্টেম্বর ১৯৩০)
❏ ৫. চন্দ্রবিন্দু (নিষিদ্ধ হয় ১৪ অক্টোম্বর ১৯৩১)। প্রত্যাহার করা হয় ১৯৪৫ সালে।
❏ টেকনিক: "ভাবির প্রাচুর্য নিষিদ্ধ"
❏ নজরুলের বাজেয়াপ্ত কবিতা: ১। রক্তাম্বরধারিনী মা ২। আনন্দময়ীর আগমনে ৩। বিদ্রোহীর কৈফিয়ত।
❏ 'আনন্দময়ীর আগমনের' জন্য নজরুলের কারাদণ্ড হয় ➺ ১ বছর।
❏ প্রলয় শিখা এবং চন্দ্রবিন্দু (সংগীত গ্রন্থ)র জন্য নজরুলের কারাদণ্ড হয় ➺ ৬ মাসের জেল। ✰
❏ বিষের বাঁশি, ভাঙার গান, যুগবাণী, আমার কৈফিয়ত (কবিতা). বাজেয়াপ্ত করে ➺ ব্রিটিশ সরকার।
❏ 'বিদ্রোহীর কৈফিয়ত' কবিতার জন্য কবি ➺ ১ বছর কারাবরণ করেন।
❏ নজরুল প্রথম গ্রেফতার হন ➺ ২৬ সেপ্টেম্বর ১৯২২, ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে কবিতা প্রকাশিত হলে। কুমিল্লা থেকে তিনি গ্রেফতার হন ➺ ২৩ নভেম্বর ১৯২২।
❏ নজরুল কারাগারে বসে জবানবন্দি লেখেন ➺ রাজবন্দির জবানবন্দি।
❏ নজরুল যখন আলীপুর সেন্ট্রাল জেলে বন্দি তখন রবীন্দ্রনাথ তাঁর 'বসন্ত' গীতিনাট্য নজরুলকে উৎসর্গ করেন ➺ ২২ জুন, ১৯২৩ সালে।
❏ এতে নজরুল উল্লাসিত হয়ে জেলখানায় বসে রচনা করেন কবিতা ➺ 'আজ সৃষ্টি সুখের উল্লাসে'। ✰
❏ হুগলি জেলে বসে নজরুল রচনা করেন ➺ 'এই শিকল পরা ছল মোদের এ শিকল পরা ছল' গানটি।✰
❏ বহরমপুর জেলে বসে নজরুল রচনা করেন ➺ 'জাতের নামে বজ্জাতি সবজাত-জালিয়াৎ খেলছে জুয়া' গানটি।
বিগত চাকরি পরীক্ষার প্রশ্নাবলি
১.কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি? বেজার কার্য সহকারী: ২৪]
ক. ভান্ডার গান
গ. বিষের বাঁশি
খ. প্রলয়শিখা
✓ ঘ. যুগবাণী
২.কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? /২৬/২২তম বিসিএস/
ক. বিদ্রোহী
✓ খ. আনন্দময়ীর আগমনে
গ. কাণ্ডারী হুশিয়ার
ঘ. অগ্রপথিক
৩.নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে? (সিএজি'র সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্কা ২২১
ক. অগ্নিবীণা
✓ খ. বিষের বাঁশি
গ. ব্যথার দান
ঘ. ছায়ানট
৪.সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ- উপজেলা সমাজসেবা অফিসার: ০৮/
ক. সর্বহারা
খ. জিঞ্জির
✓ গ. প্রলয়শিখা
ঘ. সাম্যবাদী
📚 উৎসর্গকৃত রচনা
❏ রচনা ➺ যাকে উৎসর্গ করেন
❏ সঞ্চিতা (কাব্যগ্রন্থ) ➺ রবীন্দ্রনাথ ঠাকুর
❏ অগ্নিবীণা (কাব্যগ্রন্থ) ➺ বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ
❏ বিষের বাঁশি (কাব্যগ্রন্থ) ➺ নজরুল প্রমীলার বিবাহের সহায়তাকারী মাসুদা খাতুন
❏ চিত্তনামা (কাব্যগ্রন্থ) ➺ প্রতিভা বসু রানু
❏ সর্বহারা (কাব্যগ্রন্থ) ➺ প্রমিলার কাকিমা বিরজা সুন্দরী দেবী
❏ ছায়ানট (কাব্যগ্রন্থ) ➺ বন্ধু মুজাফ্ফর আহমদ ও কুতুবউদ্দিন আহমেদ
❏ বুলবুল (গীত সংকলন) ➺ সংগীত শিল্পী দিলীপ কুমার রায়
❏ সন্ধ্যা (গীত সংকলন) ➺ মাদারীপুরের শান্তিসেনা ও বীর সেনা নায়কদের
❏ চোখের চাতক (গজল সংকলন) ➺ প্রতিভা বসু রানু
❏ সিন্ধু হিন্দোল (কাব্য) ➺ হাবিবুল্লাহ বাহার ও শামসুন নাহার
বিগত বিসিএস প্রশ্নাবলি
১. কবি কাজী নজরুল ইসলাম 'সঞ্চিতা' কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? ১৬তম বিসিএস)
ক. বারীন্দ্রকুমার ঘোষ
✓ খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. বিরজাসুন্দরী দেবী
ঘ. মুজাফ্ফর আহমদ
📚 নজরুলের উপন্যাস
❏ নজরুল মোট ৩টি উপন্যাস রচনা করেন। যথা: ১। বাঁধনহারা (১৯২৭) ২। মৃত্যুক্ষুধা (১৯৩০) ৩। কুহেলিকা (১৯৩১)। জীবনের জয়যাত্রা (১৯৩৯) নামে আরো একটি উপন্যাস প্রকাশ করেন, তবেএটি সার্থক উপন্যাস নয়।
❏ টেকনিক: 'বামুক'।(বাঁধন হারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা)।
❏ নজরুলের প্রথম উপন্যাস কোনটি? ➺ বাঁধনহারা✰
❏ নজরুলের বাঁধনহারা উপন্যাসটি প্রকাশিত হয় ➺ ১৯২৭ সালে মোসলেম
❏ ভারত পত্রিকায়।
❏ বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস ➺ বাঁধানহারা। এতে পত্র সংখ্যা- ➺ ১৮টি।
❏ বাঁধানহারা উপন্যাসের চরিত্র ➺ নুরুলহুদা, রাবেয়া, মাহবুবা, সাহসিকা।
❏ নজরুলের দ্বিতীয় প্রকাশিত উপন্যাস 'মৃত্যুক্ষুধা' প্রকাশিত হয় ➺ ১৯৩০ সালে সওগাত পত্রিকায়।
❏ নজরুলের শ্রেষ্ঠ উপন্যাসের নাম: ➺ মৃত্যুক্ষুধা। ✰
❏ নারীজীবনের দুর্বিষহ অভিজ্ঞতা এবং সমাজের বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে ➺ মৃত্যুক্ষুধা উপন্যাসে।
❏ 'মৃত্যুক্ষুধা' উপন্যাসের প্রধান চরিত্র ➺ রুবি, আনসার, মোয়াজ্জেম, মেজবউ।
❏ ময়মনসিংহের ত্রিশাল অঞ্চলের ক্ষুধা ও দারিদ্র্য পীড়িত মানুষের জীবন এবং অসহযোগ আন্দোলনের পটভূমিতে রচিত নজরুলের উপন্যাস ➺ মৃত্যুক্ষুধা।
❏ নজরুল রচিত 'মৃত্যুক্ষুধা' একটি ➺ সামাজিক উপন্যাস।
❏ মনে রাখতে হবে ➺ 'জীবনক্ষুধা' উপন্যাসটির রচয়িতা আবুল মনসুর আহমেদ।
❏ সশস্ত্র বিপ্লবের পটভূমিতে রচিত নজরুলের রাজনৈতিক উপন্যাস 'কুহেলিকা' প্রকাশ পায় ➺ ১৯৩১।✰
❏ নজরুলের কুহেলিকা উপন্যাসের নায়ক ➺ জাহাঙ্গীর।
❏ কুহেলিকা উপন্যাসের চরিত্র ➺ ১। জাহাঙ্গীর ২। তাহমিনা ৩। চম্পা।
❏ 'কুহেলিকা' উপন্যাসে নারী সম্পর্কে বলা হয়েছে ➺ ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে।
❏ ইহারা গহন-পথের কন্টক, রাজপথের দস্যু।
❏
বিগত বিসিএস ও অন্যান্য পরীক্ষার প্রশ্নাবলি
১.কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? (২৬তম ও ২৪তম বিসিএস)
✓ ক. মৃত্যুক্ষুধা
খ. আলেয়া
গ. ঝিলিমিলি
ঘ. মধুমালা
ব্যাখ্যা: আলেয়া, ঝিলিমিলি ও মধুমালা হলো নজরুল রচিত রাটক।
২. 'বাধনহারা' কাজী নজরুলের কোন ধরনের রচনা?/৩৯তম বিসিএস)
ক. ভ্রমণকাহিনী
✓ খ. উপন্যাস
গ. কবিতা
ঘ. নাটক
৩.কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? (৩৬তম বিসিএস)
ক. রিক্তের বেদন
খ. সর্বহারা
গ. আলেয়া
✓ ঘ. কুহেলিকা
৪.কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় কোনটি? নেসকোর সহকারী শিক্ষক: ২৪]
ক. কুহেলিকা
খ. মৃত্যুক্ষুধা
গ. বাঁধনহারা
✓ ঘ. ব্যথার দান
ব্যাখ্যা: 'ব্যথার দান' হলো কাজী নজরুল রচিত গল্পগ্রন্থ।
৫.নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত একটি পত্রোপন্যাস? তিতাস গ্যাস ১১/
✓ ক. বাঁধনহারা
খ. বসন্ত
গ. তাসের দেশ
ঘ. অগ্নিবীণা
৬. নজরুলের প্রথম উপন্যাস কোনটি? বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার (আইটি) : ১৬/
ক. লালসালু
✓ খ. বাঁধনহারা
গ. ব্যথার দান
ঘ. কোনোটিই নয়
৭.কাজী নজরুল ইসলামের 'মৃত্যুক্ষুধা' উপন্যাস কাদের পটভূমিতে রচিত? দুর্নীতি দমন কমিশন: ১৩/
ক. বিপ্লবীদের
খ. জমিদার শোষকদের
✓ গ. গরিব-দুঃখীদের
ঘ. নিগৃহীত মহিলাদের
৮. কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি? বিভিন্ন মাগলয়ের ব্যাক্তিগত কর্মকর্তা: ২২/
ক. মৃত্যুক্ষুধা
✓ খ. জীবনক্ষুধা
গ. বাঁধনহারা
ঘ. কুহেলিকা
ব্যাখ্যা: 'জীবনক্ষুধা' আবুল মনসুর আহমেদের উপন্যাস।
৯.কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি? (সমন্বতি ৯ ব্যাংকের অফিসার: ২২।
✓ ক. শিউলিমালা
খ. বাঁধনহারা
গ. মৃত্যুক্ষুধা
ঘ. কুহেলিকা
ব্যাখ্যা: 'শিউলিমালা' কাজী নজরুলের একটি গ্রল্পগ্রন্থ।
১০. কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি? পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জুনিয়র ইন্সট্রাক্টর-২০।
ক. বাঁধনহারা
✓ খ. অরণ্য নীলিমা
গ. মৃত্যুক্ষুধা
ঘ. কুহেলিকা
ব্যাখ্যা: 'অরণ্য নীলিমা' এটি আহসান হাবীব রচিত একমাত্র উপন্যাস।
১১. কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়? সহকারী রাজস্ব কর্মকর্তা (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী-১৫।
ক. বাঁধন হারা
খ. কুহেলিকা
✓ গ. নদী বক্ষে
ঘ. মৃত্যুক্ষুধা
ব্যাখ্যা: 'নদীবক্ষে' কাজী আব্দুল ওদুদ রচিত উপন্যাস।
১২. কাজী নজরুল ইসলামের 'মৃত্যু-ক্ষুধা' উপন্যাসের পটভূমিতে অঙ্কিত হয়েছে-জুনিয়র অডিটর: ১৫।
ক. নদীয়ার চাঁদ সড়কের জনজীবন
✓ খ. ময়মনসিংহের ত্রিশাল গ্রামের সাধারণ মানুষের জীবন
গ. কুমিল্লার দৌলতপুরের কৃষিজীবন
ঘ. হুগলীর তাজপুরের গ্রামীণ জীবন
ব্যাখ্যা: 'মৃত্যুক্ষুধা' উপন্যাসের পটভূমি কৃষ্ণনগরের চাঁদ সড়কের জনজীবন।
১৩. কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়?
ক. বাঁধনহারা
খ. মৃত্যুক্ষুধা
গ. কুহেলিয়া
✓ ঘ. আলেয়া
ব্যাখ্যা: 'আলেয়া' কাজী নজরুল রচিত নাটক।
📚 নজরুলের নাটক
১. ঝিলিমিলি (১৯৩০); ২. আলেয়া (১৯৩১) (গীতিনাট্য); ৩. পুতুলের বিয়ে (কিশোর নাট্য); ৪. মধুমালা (১৯৬০); ৫. ঝড় (কিশোর কাব্য নাটক)।
টেকনিক: আলেয়া, ঝিলিমিলি পুতুলের বিয়েতে মধুমালা শাড়ি পড়েছে।
বিগত চাকরি পরীক্ষার প্রশ্নাবলি
১. কাজী নজরুল ইসলামের 'আলেয়া' কোন ধরনের রচনা? (সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-১৯।
ক. কবিতা
খ. উপন্যাস
গ. গল্প
✓ ঘ. গীতিনাট্য
২. 'ঝিলিমিলি' নাটকটি কে লিখেছেন? (প্রাথমিক শিক্ষক ১০]
✓ ক. কাজী নজরুল ইসলাম
খ. ইব্রাহিম খাঁ
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. আকবর উদ্দিন
৩. কাজী নজরুল ইসলামের গ্রন্থগুলোর মধ্যে কোনটি নাটক নয়? বাংলাদেশ
কমার্স ব্যাংকের অফিসার-১০।
ক. ঝিলিমিলি
খ. পুতুলের বিয়ে
গ. আলেয়া
✓ ঘ. ছায়ানট
ব্যাখ্যা: 'ছায়ানট' হলো একটি কাব্যগ্রন্থ।
৪. কাজী নজরুল ইসলামের 'ঝিলিমিলি' কোন ধরনের গ্রন্থ? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জুনিয়র ইনস্ট্রাক্টর ১৬/
ক. উপন্যাস
✓ খ. নাটক
গ. কাব্য
ঘ. প্রবন্ধ
📚 নজরুলের অনুবাদ গ্রন্থ
১. রুবাইয়াত-ই-হাফিজ (১ম); ২. কাব্যে আমপারা; ৩. রুবাইয়াত-ই- ওমর খৈয়াম; ৪. মক্তব সাহিত্য (১৯৩৫); ৫. দিওয়ানে হাফিজ (১৯৩০)।
বিগত চাকরি পরীক্ষার প্রশ্নাবলি
১.'রুবাইয়াত-ই-হাফিজ' কোন ধরনের গ্রন্থ? (দুদক সহকারী পরিচালক: ২২।
ক. কাব্য
খ. নাটক
গ. কবিতা
✓ ঘ. অনুবাদগ্রন্থ
📚 নজরুলের জীবনী গ্রন্থ
১. মরুভাস্কর (১৯৫০) হজরত মুহম্মদ (স) এর জীবন ভিত্তিক।
২. চিত্তনামা (১৯২৫): দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জীবন ভিত্তিক।
বিগত চাকরি পরীক্ষার প্রশ্নাবলি
১.'মরুভাস্কর' কোন ধরনের রচনা? রুপালী ব্যাংক সিনিয়র অফিসার: ২৩]
ক. উপন্যাস
খ. নাটক
গ. প্রবন্ধ
❐ ✓ ঘ. জীবনীগ্রন্থ
📚 নজরুলের বিখ্যাত কাব্যগ্রন্থ
১. অগ্নিবীণা (১৯২২); ২. বিষের বাঁশি (১৯২৪); ৩. ভাঙার গান (১৯২৪); ৪. সাম্যবাদী (১৯২৫); ৫. সর্বহারা (১৯২৬); ৬. ফণি-মনসা (১৯২৭); ৭. জিঞ্জির (১৯২৮); ৮. সন্ধ্যা (১৯২৯); ৯. প্রলয় শিখা (১৯৩০); ১০. সঞ্চিতা (১৯২৮); ১১. নতুন চাঁদ; ১২. নির্ঝর (১৯৩৮) এগুলো বিদ্রোহ প্রধান কাব্য।
❏ টেকনিক: "অদোসাফ বিভাস প্রজিনিন" কাব্য।
❏ নজরুলের প্রেম প্রধানকাব্য:
❏ ১. দোলনচাঁপা (১৯২৩); ২. ছায়ানট ১৯২৫; ৩. পুবের হাওয়া; ৪. ঝিঙে ফুল; ৫. সিন্দু হিন্দোল (১৯২৭); ৬. চক্রবাক (১৯২৯); ৭.
❏ শেষ সওগাত (১৯৫৮)।
❏ কোনটি নজরুলের প্রেমের কাব্য? ➺ সিন্দুহিন্দোল। ✰
❏ কোনটি নজরুলের প্রেমের কাব্য? ➺ দোলনচাঁপা। ✰
❏ নজরুলের শিশুতোষ কাব্য: *
❏ ১. ঝিঙেফুল; ২. সাত ভাই চম্পা।
❏ অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা ➺ 'প্রলয়োল্লাস।
❏ দারিদ্র্য, অভিযান ও সিন্ধু' কবিতাগুলো ➺ সিন্ধু হিন্দোল কাব্যের।
❏ 'উমর ফারুক, ভীরু, অগ্রপথিক' কবিতাগুলো ➺ জিঞ্জির কাব্যের। ✰
❏ 'সব্যসাচী ও আশীর্বাদ' কবিতা দুটি ➺ ফণিমনসা কাব্যের অন্তর্গত।
❏ নজরুলের একটি জীবনী মূলক কাব্যগ্রন্থ হলো ➺ নতুন চাঁদ। ✰
❏ নজরুলের 'সাম্যবাদী' কবিতাটি প্রকাশিত হয় ➺ লাঙ্গল পত্রিকায়।
❏ 'চক্রবাক' কাব্যের অন্তর্গত কবিতা হলো ➺ বাতায়ন পাশে গুবাক তরুর
❏ সারি। এখানে 'গুবাক' শব্দের অর্থ ➺ সুপারি। ✰
❏ অগ্রপথিক কবিতাটি যে কাব্যের অন্তর্গত ➺ জিঞ্জির।
❏ 'জীবনবন্দনা' কবিতাটি যে কাব্যের অন্তর্গত ➺ সন্ধ্যা। ✰
❏ 'গাহি তাহাদেরই গান' যে কাব্যের অন্তর্গত ➺ সন্ধ্যা।
❏ 'মানুষ' কবিতাটি যে কাব্যের অন্তর্গত ➺ সাম্যবাদী। ✰
❏ 'সব্যসাচী' কবিতাটি যে কাব্যের অন্তর্গত ➺ ফণিমনসা। ✰
❏ 'মহররম' কবিতাটি যে কাব্যের অন্তর্গত ➺ -অগ্নিবীণা।
❏ বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় ১৩২৬ কাজী নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম ➺ মুক্তি।
❏ 'আনন্দময়ীর আগমনে' কবিতা রচনার জন্য ➺ নজরুলের কারাদণ্ড হয়েছিল।
❏ 'খেয়াপাড়ের তরণী' কবিতাটি-অগ্নিবীণা কাব্যের। ✰
❏ নজরুলের গুরুত্বপূর্ণ কিছু প্রেমের কবিতা-
❏ ১. বেদনা; ২. অভিমান; ৩. মরমী; ৪. চিরজনমের প্রিয়া; ৫. সাজিয়াছি মৃত্যুর উৎসবে; ৬. তুমি মোরে ভুলিয়াছ; ৭. আকরুন প্রিয়া।
মনে রাখতে হবে:
❏ মধুমালা (নাটক) ➺ কাজী নজরুলের।
❏ মধুমালা (নাটক) ➺ জসীম উদ্দীন। ✰
❏ মরুভাস্কর (কাব্য) ➺ কাজী নজরুল ইসলাম। ✰
❏ মরুভাস্কর (প্রবন্ধ) ➺ মো. ওয়াজেদ আলী।
❏ মরুশিখা (কাব্য) ➺ যতীন্দ্রনাথ সেনগুপ্ত।
❏ মরুমায়া (কাব্য) ➺ যতীন্দ্রনাথ সেনগুপ্ত।
❏ মরুসূর্য (কাব্য) ➺ আ.ন.ম. বজলুর রশীদ।
❏ মরু কুসুম (উপন্যাস) ➺ শাহাদাত হোসেন।
❏ মরুচন্দ্রিকা (কাব্য) ➺ কাজী কাদের নেওয়াজ।
❏ মরুদুলাল (গদ্যগ্রন্থ) ➺ গোলাম মোস্তফা।
❏ রাজবন্দীর জবানবন্দী (প্রবন্ধ) ➺ কাজী নজরুল ইসলাম।
❏ রাজবন্দীর রোজনামচা (প্রবন্ধ) ➺ শহীদুল্লা কায়সার। ✰
❏ পদ্মগোখরা (গল্প) ➺ কাজী নজরুল ইসলাম
❏ পদ্মরাগ (উপন্যাস) ➺ বেগম রোকেয়া। ✰
❏ পদ্মাবতী (নাটক) ➺ মধুসূদন দত্ত। *
❏ পদ্মাবতী (কাব্য) ➺ আলাওল।
❏ পদ্মাবতী (সমালোচনা মূলক গ্রন্থ) ➺ সৈয়দ আলী আহসান। ✰
❏ পদ্মা নদীর মাঝি (উপন্যাস) ➺ মানিক বন্দ্যোপাধ্যায়।
❏ পদ্মা মেঘনা যমুনা (উপন্যাস) ➺ আবু জাফর শামসুদ্দীন। ✰
❏ মৃত্যুক্ষুধা (উপন্যাস) ➺ কাজী নজরুল ইসলাম।
❏ জীবনক্ষুধা (উপন্যাস) ➺ আবুল মনসুর আহমদ।
❏ সাম্যবাদী (কাব্য) ➺ কাজী নজরুল ইসলাম।
❏ সাম্য (প্রবন্ধ) ➺ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
❏ ছায়ানট (কাব্য) ➺ কাজী নজরুল ইসলাম।
❏ ছায়াময়ী (কাব্য) ➺ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
বিগত বিসিএস প্রশ্নাবলি
১. 'ফণিমনসা'-কাব্যের রচয়িতা কে? [২৪তম বিসিএস)
✓ ক. কাজী নজরুল ইসলাম
খ. আহসান হাবীব
গ. সিকান্দার আবু জাফর
ঘ. হাসান হাফিজুর রহমান
২. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় 'কালাপাহাড়' কে স্মরণ করেছেন কেন? ৩৭তম বিসিএস)
ক. ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
✓ খ. প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
গ. প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
ঘ. ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
১৩. 'সর্বহারা' কাব্যগ্রন্থটির রচয়িতা কে? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (পর): ১২/
ক. গোলাম মোস্তফা
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কামিনী রায়
✓ ঘ. কাজী নজরুল ইসলাম
১৪. রক্ত ঝরাতে পারি না ত একা, তাই লিখে যাই এ রক্তে লেখা, উক্তিটি- সহকারী জজ-২০২২/
ক. বিদ্রোহী
✓ খ. আমার কৈফিয়ৎ
গ. সাম্যবাদী
ঘ. মানুষ
১৫. কোনটি নজরুল ইসলামের কাব্যগ্রন্থ? সহকারী থানা শিক্ষা অফিসার: ১২/
✓ ক. ছায়ানট
খ. মৃত্যুক্ষুধা
গ. ব্যথার দান
ঘ. শিউলিমালা
১৬. কাজী নজরুলের 'চল চল চল' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? পূবালি ব্যাংক লি. জুনিয়র অফিসার: ১৩/
ক. সিন্ধু হিন্দোল
খ. দোলন-চাঁপা
গ. ফণি-মনসা
✓ ঘ. সন্ধ্যা
১৭. 'চিত্তনামা' কাব্যগ্রন্থের রচয়িতা- ১২শ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা: ১৮।
ক. অমিয় চক্রবর্তী
খ. বিহারীলাল চক্রবর্তী
✓ গ. কাজী নজরুল ইসলাম
ঘ. চিত্তরঞ্জন দাস
উত্তর গ
১৮. সম্প্রতি কাজী নজরুল ইসলামের কোন কবিতার শতবর্ষ উদযাপিত হয়েছে? [GST-2022]
ক. নারী
খ. কামালপাশা
✓ গ. বিদ্রোহী
ঘ. আনন্দময়ীর আগমনে
১৯. 'আজি সৃষ্টি সুখের উল্লাসে' কবিতাটি কোন কাব্যের? পল্লী সফনা ব্যাংকের ক্যাশ সহকারী: ১৮।
ক. বিষের বাঁশি
খ. অগ্নিবীণা
✓ গ. দোলন-চাঁপা
ঘ. ফণি-মনসা
২০. 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের শেষ কবিতার নাম কী?/বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ব্যক্তিগত সহকারী: ১৯/
ক. আনোয়ার পাশা
খ. শাত-ইল-আরব
গ. কোরবানী
✓ ঘ. মোহররম
২১. সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? শিক্ষা অধিদপ্তর অফিস সহায়ক-২১।
✓ ক. কাজী নজরুল
খ. রবী ঠাকুর
গ. জসীম উদ্দীন
ঘ. রোকেয়া সাখওয়াত
২২. কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতার মূল সুর হচ্ছে-
✓ ক. বিদ্রোহি ও বিপ্লবের আবেগ
খ. স্বরাজ প্রতিষ্ঠা
গ. প্রেম
ঘ. প্রকৃতি বন্দনা
২৩. হাসি ও ব্যাঙ্গের নজরুল কাব্য- বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক: ১৪]
ক. পূবের হাওয়া
খ. ফণি-মনসা
গ. ভাঙার গান
✓ ঘ. চন্দ্রবিন্দু
২৪. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ? - প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পোউন্ডার-২০/
✓ ক. বিষের বাঁশী
খ. বন্দীর বন্দনা
গ. সন্দ্বীপের চর
ঘ. রূপসী বাংলা
২৫. 'ঝিঙে ফুল' কবিতার কবি হচ্ছেন সহকারী প্রকৌশলী (এলজিইডি)-১৫]
ক. নির্মলেন্দু গুণ
খ. গোলাম মোস্তফা
গ. কায়কোবাদ
✓ ঘ. কাজী নজরুল ইসলাম
২৬. ঢাকার নবাব পরিবারে এক মহিলার অংকিত ছবি দেখে কাজী নজরুল
ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন? প্রশাসনিক কর্মকর্তা (স্বরাষ্ট্র মন্ত্রণালয়-১৬/
ক. মহররম
খ. বিজয়িনী
✓ গ. খেয়াপারের তরণী
ঘ. আনন্দময়ীর অগামনে
২৭. কোনটি ঠিক?/সহকারী পরিচালক (বিমান ও পর্যটন)-১৫।
ক. তরঙ্গভঙ্গ (গল্প)
খ. কালের কলস (উপন্যাস)
গ. শাশ্বত বঙ্গ (নাটক)
✓ ঘ. সিন্ধু হিন্দোল (কাব্য)
২৮. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? সমাজসেবা অফিসার: ২২/
ক. দোলন চাঁপা
✓ খ. শেষ প্রশ্ন
গ. কুহেলিকা
ঘ. অগ্নিবীণা
ব্যাখ্যা: 'শেষ প্রশ্ন' শরৎচন্দ্র রচিত উপন্যাস।
২৯. কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি? /বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী ১৩/
ক. বেলা শেষের গান
খ. নিশান্তিকা
গ. হেমন্ত গোধুলী
✓ ঘ. পূবের হাওয়া
৩০. 'বিদ্রোহী' কবিতায় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার উৎস হলো- [BUP 23]
ক. পুরান
খ. ইতিহাস
গ. ঐতিহ্য
✓ ঘ. সবগুলো
৩১. কান্ডারি হুশিয়ার 'কবিতাটি' কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? ক্ষুদ্র কৃষক উন্নয়ন-২৩/
ক. অগ্নিবীণা
খ. ফণিমনসা
✓ গ. সর্বহারা
ঘ. ছায়ানট
৩২. কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি? বিটিভি উপ-সহ প্রকৌ: ২৩।
ক. হরতাল
খ. নিষিদ্ধ লোবান
✓ গ. প্রলয়-শিখা
ঘ. অনল প্রবাহ
৩৩. কাজী নজরুল ইসলাম 'অগ্নি-বীণা' কাব্য কাকে উৎসর্গ করেন- [বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী ১৭/
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. সুভাষচন্দ্র বসু
খ. চিত্তরঞ্জন দাশ
✓ ঘ. বারীন্দ্রকুমার ঘোষ
৩৪. 'বিষের বাঁশি' কাজী নজরুল রচিত একটি- (প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ১৩।
ক. গল্প
খ. উপন্যাস
✓ গ. কাব্য
ঘ. প্রবন্ধ
৩৫. 'নারী' কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সহকারী পরিবার পরিথল্পনা কর্মকর্তা ১৬/
ক. বিষের বাঁশি
খ. সর্বহারা
✓ গ. সাম্যবাদী
ঘ. সিন্ধু-হিন্দোল
৩৬. 'পূজারিণী' কবিতার লেখক কে? (পল্লী উন্নয়ন বোর্ড এর মাঠকর্মী ১৪।
✓ ক. কাজী নজরুল ইসলাম খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. আলাওল
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৩৭. কাজী নজরুলের 'মোহররম' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? [শ্রম পরিদপ্তরের জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা ১৯/
✓ ক. অগ্নি-বীণা খ. ছায়ানট গ. মালঞ্চ
ঘ. বুলবুল
৩৮. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক-১৯/
ক. সর্বহারা
✓ খ. ছায়াহরিণ
গ. ছায়ানট
ঘ. ভাঙার গান
ব্যাখ্যা: 'ছায়াহরিণ' আহসান হাবীব রচিত কাব্য।
৩৯. কোনটি নজরুল ইসলামের রচিত নয়? (জাতীয় সংষদ সচিবালয়ের সহকারী পরিচালক ১৬/
ক. ভাঙার গান
খ. সাম্যবাদী
✓ গ. অশ্রুমালা
ঘ. চন্দ্রবিন্দু
ব্যাখ্যা: 'অশ্রুমালা' কায়কোবাদ রচিত কাব্য।
নজরুলের বিখ্যাত
❐ পতি\বউ কথা কও, বউ কথা কও\কও কথা অভিমানিনী- ➺ কাজী নজরুল ইসলাম।✰
❏ 'রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ইদ' ➺ কাজী নজরুল ইসলাম।
❏ যাত্রীরা রাত্তিরে হতে এলো খেয়া পার\বজ্রেরি তুর্যে এ গর্জেছে কে আবার? ➺ খেয়াপাড়ের তরণী।
❏ বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার, ঐ হল পুণ্যের যাত্রীরা খেয়াপার। ➺ (খেয়াপাড়ের তরণী) ✰
❏ আমি বেদুঈন, আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। ➺ (বিদ্রোহী) ✰
❏ 'ফাঁসির মঞ্চে গেয়ে গেলো যারা জীবনের জয়গান'। ➺ (কাণ্ডারী হুশিয়ার)
❏ 'ভায়া লাফ দেয় তিন হাত, হেসে গান গায় দিনরাত'।
❏ 'বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী\অর্ধেক তার নর।' ➺ নারী।
❏ 'কাণ্ডারী এ তরীর পাকা মাঝি মাল্লা\দাঁড়ি মুখে সারিগান-লা শরীক আল্লাহ'। ➺ খেয়াপাড়ের তরণী।
❏ [এখানে 'দাঁড়ি মুখে' বলতে মাঝিদের মুখে বা দাঁড়বাহীদের মুখে বোঝানো হয়েছে]✰
❏ 'দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে' ➺ আমার কৈফিয়ৎ।✰
❏ 'মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য' ➺ বিদ্রোহী।
❏ 'নাচে পাপ-সিন্ধু তুঙ্গ তরঙ্গ, মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ'। ➺ (খেয়াপাড়ের তরণী)
❏ তুবও থামেনা যৌবনের বেগ, জীবনের উল্লাসে। ➺ (জীবন বন্দনা)
❏ কারার ঐ লৌহ কপাট, ভেঙ্গে ফেল কারার লোপাট ➺ ভাঙারগান।
❏ সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোন ভেদাভেদ নেই। ➺ (নারী)*
❏ আমি চাইনা বিচার হাশরে দিন, চাই করুণা তোমার ওগো হাকিম।
❏ আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ ➺ বিদ্রোহী।
❏ দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিল নীচে ফেলে। ➺ (কুলি মজুর) ✰
❏ রঙের খেলা খেলিতে খেলিতে তাহার উদয়, রঙ ছড়াইতে ছড়াইতে তাহার অস্ত। ➺ (যৌবনের গান)✰
❏ কোনো কালে একা হয়নিক জয়ী পুরুষের তরবারী\প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে, বিজয় লক্ষ্মী নারী ➺ নারী।
❏ বর্বর বলি যাহাদের গারি পাড়িল ক্ষুদ্রমনা,\কূপ-মঞ্জুক 'অসংযমী'র আখ্যা দিয়াছে যারে ➺ জীবনবন্দনা। ✰
❏ থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে ➺ সংকল্প।
❏ সাহেব কহেন, চমৎকার! সে চমৎকার!\মোসাহেব বলে, চমৎকার সে হতেই হবে যে! ➺ (তোষামোদ)
❏ আজি রক্ত-নিশি ভোরে, একি এ শুনি ওরে মুক্তি-কোলাহলবন্দী-শৃঙ্খলে -আজি রক্ত নিশি ভোরে।✰
❏ 'তোরা দেখে যা আমিনা মায়ের কোলে' (গান) ➺ নজরুল।
❏ 'মহররমের চাঁদ এল ঐ' (গান) ➺ নজরুল।
❏ নিঃশেষে নিশাচার গ্রাসে মহাবিশ্বে। ➺ (খেয়াপাড়ের তরণী) ✰
❏ আমি ভরা-তরী করি ভরা-ডুবি.......... আমি ধূর্জটি, ➺ (বিদ্রোহী)।
❏ মাথায় কাঁটা নিয়েছিলাম বলে ক্ষমা করোনি......তাই বুকের কাঁটা দিয়ে প্রায়শ্চিত্ত করলাম।
❏ এ কোন পাগল পথিক ছুটে এলো..... আঙ্গিনায়। ➺ (স্বদেশী গান)।
❏ ঘোররে ঘোররে আমার সাথে চর্কা ঘোর। ➺ (স্বদেশী গান)।
❏ আশিটা বছর কেটে গেলো আমি ডাকিনি তোমায় কভু। ➺ (মানুষ) ✰
❏ কোথা চেঙ্গিস, গজনী, মামুদ, কোথায় কালাপাহাড়। ➺ (মানুষ)।
❏ নীলশিয়া আসমান লালে লাল দুনিয়া আম্মা! ➺ (মোহররম)।
❏ নজরুল ধর্মীয় গান রচনা করেন ➺ প্রায় এক হাজার। ✰
❏ বিগত বিসিএস ও অন্যান্য পরীক্ষার প্রশ্নাবলি
১. 'ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ' গানটির রচয়িতা- ৪৬তম বিসিএস/
✓ ক. কাজী নজরুল ইসলাম
খ. গোলাম মোস্তফা
গ. জসীমউদ্দীন
ঘ. আব্বাসউদ্দীন আহমদ
২. "কাঁটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা, দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা।" উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? (বাতিলকৃত ২৪তম বিসিএস)
✓ ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. শেখ ফজলল করিম
ঘ. মোহিতলাল মজুমদার
৩. ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে"- কে এই দামাল ছেলে? ৪৩ তম বিসিএস)
ক. কাজী নজরুল ইসলাম
✓ খ. কামাল পাশা
গ. চিত্তরঞ্জন দাস
ঘ. যুভাষ বসু
৪. নতুন পৃথিবী সৃষ্টির পাথেয় এই তারুণ্যের সাধারণ বীমা কর্পোরেশন জুনিয়র অফিসার। ২৪/
ক. উচ্ছ্বাশ
✓ খ. উচ্ছ্বাস
গ. উচ্ছাস
ঘ. উৎচ্ছাস
৫. "গাহি সাম্যের গান ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান" কে বলেছেন? (দিনাজপুর পল্লিবিদ্যুৎ সমিতি: ২৪/
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. সমর সেন
✓ গ. কাজী নজরুল ইসলাম
ঘ. বিষ্ণু দে
৬. "আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস।" পঙ্ক্তিটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ? প্রাইমারি সহকারী শিক্ষক: ১৫]
✓ ক. বিদ্রোহী
গ. কাণ্ডারী হুশিয়ার
খ. সৃষ্টি সুখের উল্লাসে
ঘ. সাম্যবাদী
৭. "আমি... আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাত্রীর।" জনতা ব্যাংক লি. এক্সিকিউটিভ অফিসার: ১২]
ক. ঝঞ্ঝা
খ. হাম্বীর
গ. চিরদুর্দম
✓ ঘ. ধূর্জটি
২৩. আমি বেদুঈন, আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। পঙক্তিটির রচয়িতা কে? (প্রাথমিক প্রধান শিক্ষক (কর্ণফুলী) ১২১
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
✓ খ. কাজী নজরুল ইসলাম
গ. গোলাম মোস্তফা
ঘ. ফররুখ আহমদ
২৪. 'দেখিনু সেদিন রেলে, কুলি ব'লে এক বাবু সা'ব তার ঠেলে দিল নিচে ফেলে'। রচয়িতা কে? (প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (দজলা)-১৩)
✓ ক. কাজী নজরুল ইসলাম
খ. আহসান হাবীব
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. কবি সুফিয়া কামাল
২৫. 'তবুও থামে না যৌবন বেগ, জীবনের উল্লাসে'- এই চরণটির রচয়িতা নিম্নের কোন কবি?/উপজেলা স্বাস্থ্য সহকারী: ২২।
ক. সুফিয়া কামাল
✓ খ. কাজী নজরুল ইসলাম
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
২৬. 'দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে'- এই কবিতাংশটি কোন কবিতার অন্তর্গত? (সহকারী বিস্ফোরক পরিদর্শক-১৩/
ক. বিদ্রোহী
খ. কামাল পাশা
গ. অগ্রপথিক
✓ ঘ. আমার কৈফিয়ৎ
২৭. 'এ কী অপরূপ রূপে মা তোমার/হেরিনু পল্লি জননী' চরণটি কোন কবির? কর্মসংস্থান ব্যাংক অফিসার-২৩।
ক. আব্দুল হাকিম
✓ খ. কাজী নজরুল ইসলাম
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. ডি. এল. রায়
২৮. "অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কী করে? কার রচনার অংশ? প্রটোকল অফিসার-২৩।
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. শওকত ওসমান
✓ গ. কাজী নজরুল ইসলাম
ঘ. মুনীর চৌধুরী
২৯. 'ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি' গানটির গীতিকার কে? বিমান চলাচল কর্তৃপক্ষের এরোড্রাম সহকারী: ২৩/
✓ ক. কাজী নজরুল ইসলাম
খ. গাজী মাজহারুল আনোয়ার
গ. ইমন সাহা
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
৩০. 'ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়।'-কার রচনা থেকে নেওয়া হয়েছে? [ঢাবি (খ): ২৩-২৪]
ক. আবুল ফজল
✓ খ. কাজী নজরুল ইসলাম
গ. মোতাহের হোসেন চৌধুরী
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
৩১. 'মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম'- উক্তিটি কোন রচনার অন্তর্ভুক্ত? চবি (ঘ): ২৩-২৪)
✓ ক. আমার পথ
খ. মানব কল্যাণ
গ. আহ্বান
ঘ. বিলাসী