💥 বিখ্যাত চরিত্র ও তার স্রষ্টা
🍁 রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পেই মুসলমান চরিত্র রয়েছে? [পিএসসি কর্তৃক নির্ধারিত ১২ টি পদের নিয়োগ পরীক্ষা-২০০১] ➺ ক্ষুধিতপাষাণ, মুকুট ও সুভা ।
❐ 'রাজলক্ষ্মী' চরিত্রর স্রষ্টা ঔপন্যাসিক – [১১তম বিসিএস] ➺ শরৎচন্দ্র
❐ 'ঠক চাচা' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? [১৫তম বিসিএস] ➺ আলালের ঘরের দুলাল
❐ 'রোহিনী' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? [১৬তম বিসিএস] ➺ কৃষ্ণকান্তের উইল
❐ চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? [২৩ তম বিসিএস] ➺ মনসামঙ্গল
❐ রোহিণী- বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র? [২৩ তম বিসিএস] ➺ কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
❐ হেমাঙ্গিনী ও কাদম্বিনী কোন বিখ্যাত গল্পে দুই চরিত্র? [দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক-২০০৩] ➺ মেজদিদি ।
❐ নন্দিনী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখার প্রধান চরিত্র? [শ্রম অধিদপ্তরে শ্রম কর্মকর্তা এবং জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা-২০০৩] ➺ রক্তকরবী।
❐ কোনটি মনসা মঙ্গলের চরিত্র? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2004] ➺ লক্ষ্মীন্দর
❐ 'ঠকচাচা' চরিত্রটি কোন উপন্যাসের? [২৬ তম বিসিএস] ➺ আলালের ঘরের দুলাল
❐ 'জয়গুন' কোন উপন্যাসের চরিত্র? [২৬ তম বিসিএস] ➺ সূর্য-দীঘল বাড়ী
❐ অভয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর কোন উপন্যাসের চরিত্র? [শ্রম মন্ত্রণালয়ের সহকারী পরিচালক-২০০৫] ➺ শ্রীকান্ত ।
❐ কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়? [পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ে সহকারী সচিব-২০০৫] ➺ সুরবালা । (অচলা/পার্বতী/রাজলক্ষ্মী)
❐ কোন চরিত্রটি ‘লালসালু’ উপন্যাসে নেই? [পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা-২০০৬] ➺ করিমা বিবি।(রহীমা/জমিলা/আমেনা বিবি
❐ ‘বাকের ভাই’ চরিত্রটি আমরা কোথায় দেখতে পাই? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এডমিনিস্ট্রেশন অফিসার ও পার্সোনাল অফিসার-২০০৬] ➺ টিভি সিরিয়াল ‘কোথাও কেউ নেই' তে ।
❐ ‘পদ্মা নদীর মাঝিতে' কোন চরিত্রটি নেই? [জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক-২০০৬] ➺ বাসু ।
❐ রবীন্দ্রনাথের কোন গল্পটিতে মুসলমান চরিত্র আছে? [জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক-২০০৬] ➺ কাবুলিওয়ালা ।] ➺
❐ কোনটি ‘লালসালু' উপন্যাসের চরিত্র নয়? [বাংলাদেশ টেলিভিশনের অডিয়েন্স রিসার্চ অফিসার-২০০৬] ➺ মাজেদা।(জমিলা/মজিদ/আমেনা)
❐ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহেশ গল্পের প্রধান চরিত্র কে? [পরিবেশ ও বন মন্ত্রণালয়ের রিসার্চ অফিসার; তারিখঃ ২২.০৯.২০০৬] ➺ গফুর।
❐ “রতন" চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র? [সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (রাজশাহী বিভাগ) ২০০৬] ➺ পোস্টমাস্টার ।
❐ বিদ্রোহী বালিকা বধূ জমিলা কোন উপন্যাসের চরিত্র? [অর্থ মন্ত্রণালয়ের জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক-২০০৭] ➺ লাল সালু
❐ 'অন্নদা দিদি' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র? [পরিবেশ অধিদপ্তরের সহ-পরিচালক ও রিসার্স অফিসার-২০০৭] ➺ শ্রীকান্ত
❐ বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2008] ➺ ইন্দ্ৰনাথ
❐ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র? [২৮ তম বিসিএস] ➺ রাধাকৃষ্ণের প্রেমের দূতী
❐ মধুসূদন নিচের যে উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র - [Sonali, Janata & Agrani Bank Officer (Cash Recruitment)- 2008] ➺ যোগাযোগ
❐ "রোহিণী" চরিত্রটি কোন উপন্যাসের? [ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ডাক অধিদপুরের উপজেলা পোস্ট মাস্টার-২০১০] ➺ কৃষ্ণকান্তের উইল
❐ “জাগো বাহে কুণ্ঠে সবাই” এই অবিস্মরণীয় আহ্বান উচ্চারণ করে কোন চরিত্রটি? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট-২০১০] ➺ সৈয়দ শামসুল হকের “নূরুল দীনের সারাজীবন” নাটকের নূরুল দীন
❐ কোন উপন্যাসের মূল চরিত্র জয়গুণ? [উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা-২০১০] ➺ সূর্যদীঘল বাড়ী
❐ 'কপিলা' কোন উপন্যাসের চরিত্র? [সড়ক ও জনপথ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী-২০১০] ➺ পদ্মা নদীর মাঝি
❐ 'অপু ও দুর্গা' চরিত্র দুটি কোন উপন্যাসের? [পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১১] ➺ পথের পাঁচালি
❐ অমিত ও লাবণ্য চরিত্র দুটির রচয়িতা কে? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১১] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর
❐ 'অপু' কোন উপন্যাসের চরিত্র? [৬ষ্ঠ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-২০১১] ➺ পথের পাঁচালী
❐ 'ঠকচাচা' চরিত্রটি কোন গ্রন্থভুক্ত? [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা-২০১২] ➺ আলালের ঘরের দুলাল
❐ জসীমউদ্দীনের ‘আসমানী' চরিত্রটির বাড়ি কোথায়? [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার-২০১২] ➺ ফরিদপুর
❐ ‘বেহুলা’ চরিত্রটি কোন মঙ্গলকাব্যের সম্পদ? সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (20-09-2012)] ➺ মনসামঙ্গল
❐ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বিষবৃক্ষ' উপন্যাসের চরিত্র কোনটি? [৩৩ তম বিসিএস] ➺ কুন্দনন্দিনী
❐ “মনসামঙ্গল” কাব্যের চরিত্র- [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১৩] ➺ বেহুলা লখিন্দর
❐ মতিন ও কমল নামের চরিত্রকে কেন্দ্র করে একটি শিশুর আত্মানুসন্ধান প্রকাশিত হয় হুমায়ূন আহমেদের কোন উপন্যাসে? [৮ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-২০১৩] ➺ কে কথা কয়
❐ কোন গল্পটিতে মুসলমান চরিত্র আছে? [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা-২০১৫] ➺ কাবুলিওয়ালা
❐ 'নবকুমার' কোন উপন্যাসের চরিত্র? [জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৫] ➺ কপালকুণ্ডলা
❐ ‘কপালকুন্ডলা’ উপন্যাসের নায়কের নাম কি? [পরিবেশ ও বন মন্ত্রণালয়ের রিসার্চ অফিসার; তারিখঃ ২২.০৯.২০০৬] ➺ নবকুমার ।
❐ 'শশী' ও 'কুমুদ' বাংলা সাহিত্যের কোন বিখ্যাত উপন্যাসের দু'টি চরিত্র? [Bangladesh Bank Officer-2015] ➺ পুতুল নাচের ইতিকথা
❐ 'বড়ায়ি' কোন কাব্যের চরিত্র? ['জনপ্রশাসন মন্ত্রণালয়'র সহকারী পরিচালক-২০১৬] ➺ শ্রীকৃষ্ণকীর্তন
❐ “কাদম্বিনী” চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী উপজেলা /থানা শিক্ষা অফিসার-২০১৬] ➺ জীবিত ও মৃত
❐ 'কোনটি বিষাদ সিন্ধু' উপন্যাসের চরিত্র নয়? [জনপ্রশাসন মন্ত্রণালয়'র ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬] ➺ কুবের (জয়নব, কাসেম, হোসেন)
❐ 'ফুল্লবর' চরিত্রটি মধ্যযুগে কোন কাব্যে পাওয়া যায়? [জনপ্রশাসন মন্ত্রণালয়'র প্রশাসনিক কর্মকর্তা-২০১৬] ➺ চন্ডীমন্ডল
❐ নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের 'ঘরে বাইরে' উপন্যাসের? [৩৬ তম বিসিএস] ➺ নিখিলেস-বিমলা
❐ মঙ্গলকাব্যের কোন চরিত্রটি ‘দেবতা-বিরোধী' বলে পরিচিত? [স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৭] ➺ চাঁদ সওদাগর ।
❐ ‘মজিদ’ কোন উপন্যাসের চরিত্র? [স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং সেবা অধিদপ্তরের মিডওয়াইফ-২০১৭] ➺ লালসালু ।
❐ মীর মশাররফ হোসেন রচিত ‘বিষাদ সিন্ধু' উপন্যাসের চরিত্র নয় কোনটি? [বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার-২০১৭] ➺ ইব্রাহিম কার্দি ।
❐ ‘পদ্মা নদীর মাঝি' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র – [বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-২০১৭] ➺ কুবের।
❐ ‘বড়ায়ি’ কোন কাব্যের চরিত্র? [রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী-২০১৭] ➺ শ্রীকৃষ্ণকীর্তন।
❐ ‘ভিখু ও পাঁচী’ চরিত্র দুটি পাওয়া যায় কার রচনায়? [রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী-২০১৭] ➺ মানিক বন্দ্যোপাধ্যায় ৷
❐ ‘ফটিক’ চরিত্রটি কোন ছোট গল্পের মূল চরিত্র? [গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফটম্যান-২০১৭] ➺ ছুটি ।
❐ ‘লাবণ্য’ কোন উপন্যাসের চরিত্র? [কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা-২০১৭] ➺ শেষের কবিতা
❐ ‘চণ্ডীমঙ্গল' কাব্যে কোন চরিত্রটি পাওয়া যায়? [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা (মুক্তিযোদ্ধা)-২০১৮] ➺ ফুল্লরা ।
❐ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘বিষবৃক্ষ’ উপন্যাসে কোন চরিত্রটি পাওয়া যায়? [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা (মুক্তিযোদ্ধা)-২০১৮] ➺ সূর্যমুখী।
❐ ‘ইন্দ্রনাথ’ শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? [বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিভিন্ন পদ-২০১৮] ➺ শ্রীকান্ত ।
❐ রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পেই মুসলমান চরিত্র রয়েছে? [পিএসসি কর্তৃক নির্ধারিত ১২ টি পদের নিয়োগ পরীক্ষা-২০০১] ➺ ক্ষুধিতপাষাণ, মুকুট ও সুভা ।
❐ 'টেনিদা' যে সাহিত্যিকের কিশোরপাঠ্য লেখার কেন্দ্রীয় চরিত্র [Assistant Director (General)-২০১৮] ➺ নারায়ণ গঙ্গোপাধ্যায়
❐ ‘কাদম্বিনী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের চরিত্র? [বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এর সম্প্রসারণ অফিসার/পরিদর্শন অফিসার/অন্যান্য পদ-২০১৮] ➺ কোনটিই নয় (জীবিত ও মৃত)।
❐ 'ভাঁড়ুদত্ত' চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে? [পিটিটিআই ইন্সট্রাক্টর-২০১৯] ➺ চণ্ডীমঙ্গল কাব্যে
❐ শরৎচন্দ্র সৃষ্ট ‘অভয়া' চরিত্রটি কোন উপন্যাসের? [ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির অ্যাসিসটেন্ট কমপ্লেইন সুপারভাইজার-২০১৯] ➺ শ্রীকান্ত ।
❐ মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তর নাটকের চরিত্র নয় কোনটি? (পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-২০১৯] ➺ মারওয়ান (সুজাউদৌলা, জোহরা, ইব্রাহীম কার্দি )
❐ ‘তিলোত্তমা’ কোন উপন্যাসের প্রাণ চরিত্র? [হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ), অডিটর - ২০২০] ➺ দুর্গেশনন্দিনী।
❐ 'রূপাই' জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের চরিত্র? | স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তর এর সিনিয়র স্টাফ নার্স-২০২১] ➺ নক্সী কাঁথার মাঠ
❐ ‘নদের চাঁদ' কোন পালা গানের চরিত্র? (সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (জুনিয়র শিক্ষক)-২০২১] ➺ মহুয়া
❐ রবীন্দ্রনাথের ‘ক্ষুধিত পাষাণ' এর একটি চরিত্র — [রেলপথ মন্ত্রণালয় এর কম্পিউটার অপারেটর-২০২১] ➺ মেহের আলি
❐ 'নবীন মাধব' কোন উপন্যাসের চরিত্র? [জীবন বীমা কর্পোরেশন (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক)-২০২১] ➺ নীলদর্পণ
❐ বিমলা-কুমুদিনী' কোন দুটি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র? [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-(NSI) Assistant Director, Research officer & Assistant Programmer-2021] ➺ ঘরে-বাইরে, যোগাযোগ
❐ দুখিরাম রুই ও ছিদাম রুই চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের? [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক-২০২১] ➺ শাস্তি
❐ ‘তাতারী’ কোন উপন্যাসের চরিত্র? [বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)-২০২১] ➺ ক্রীতদাসের হাসি
❐ ‘অচলা’ নিচের কোন উপন্যাসের প্রধান চরিত্র? [শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর উপ সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল-২০২১] ➺ গৃহদাহ
❐ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়' গল্পের একটি বিখ্যাত চরিত্র – [৪১ তম বিসিএস-২০২১] ➺ চারুলতা
❐ সৈয়দ ওয়ালীউল্লাহর ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রটি পাওয়া যায়? [বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর সহকারী ইঞ্জিনিয়ার-২০২২] ➺ রহিমা ।
❐ ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র? [বন অধিদপ্তর এর বিভিন্ন পদ-২০২২] ➺ সমাপ্তি ।
❐ ‘মনোরমা’ বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? [৪৪ তম বিসিএস] ➺ মৃণালিনী
❐ ‘খোকা’ ও রঞ্জু’ মাহমুদুল হক এর কোন উপন্যাসের চরিত্র? [৪৪ তম বিসিএস] ➺ জীবন আমার বোন
❐ বাংলা উপন্যাস সহিত্যে ‘মজিদ' চরিত্রটি কোন উপন্যাসিকের সৃষ্টি? [বাংলাদেশ টেলিভিশন'র উপ-সহকারী প্রকৌশলী-২০২৩] ➺ সৈয়দ ওয়ালীউল্লাহ
❐ অমিত ও ‘লাবন্য' চরিত্র দুটির রচয়িতা কে? [প্রাণিসম্পদ অধিদপ্তর এর অফিস সহকারী কাম কম্পিউটার মূদ্রাক্ষরিক-২০২৩] ➺ রবীন্দ্রনাথ
❐ শরৎচন্দ্রের 'দেবদাস' উপন্যাসের প্রধান নারী চরিত্র কোনটি? [প্রবাসী কল্যান ব্যাংক এর অফিস সহায়ক-২০২৩] ➺ পার্বতী
❐ মঙ্গলকাব্যের ব্যক্তিত্বময়ী নারীচরিত্র - [কারিগরি শিক্ষা অধিদপ্তর এর ইন্সট্রাক্টর-২০২৩] ➺ ফুল্লরা
❐ নারী চরিত্র মুখ্য উপন্যাস হলো- [ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এর টেকনিক্যাল অফিসার-২০২৩] ➺ আগুনপাখি
❐ ‘রাইচরণ” কোন নাটকের চরিত্র? [সমন্বিত ব্যাংক অফিসার (ক্যাশ)-২০২৩] ➺ খোকাবাবুর প্রত্যাবর্তন
❐ মানিক বন্দ্যোপাধ্যায় সৃষ্ট চরিত্র কুবের ও কপিলার সঙ্গে কোন নদীর নাম জড়িত? [বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ'র মোটরযান পরিদর্শক-২০২৩] ➺ পদ্মা
❐ ‘সুরবালা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র? [বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক (AD)-২০২৩] ➺ একরাত্রি
❐ কোনটি শরৎচন্দ্র-সৃষ্ট চরিত্র নয়? [বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর জেলা ক্রিড়া অফিসার-২০২৩] ➺ শ্রীবিলাস (সব্যসাচী/ কিরণময়ী/ইন্দ্রনাথ)
❐ 'হুরমতি' কোন উপন্যাসের চরিত্র? [সরকারি শারীরিক শিক্ষা কলেজ এর প্রভাষক-২০২৩] ➺ সংশপ্তক
❐ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'মহেশ' গল্পের প্রধান চরিত্র কে? [সরকারি শারীরিক শিক্ষা কলেজ এর প্রভাষক-২০২৩] ➺ গফুর
❐ শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? [৪৫ তম বিসিএস] ➺ চতুরঙ্গ
❐ নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়-প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(২য় ধাপ) -২০২৪] ➺ সুরবালা (সাবিত্রী/গফুর/ষোড়শী)
❐ 'ভূপতি' রবীন্দ্রনাথ ঠাকুর এর কোন গল্পের চরিত্র? [সমন্বিত ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এর অফিসার (জেনারেল)-২০২৪] ➺ নষ্টনীড়
❐ 'অন্নদা বিবি' কোন উপন্যাসের চরিত্র? [পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. এর উপ-সহকারী প্রকৌশলী-২০২৪] ➺ শ্রীকান্ত
❐ 'ইন্দির ঠাকরুন' বাংলা কোন উপন্যাসের চরিত্র? [বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং)-২০২৪] ➺ পথের পাঁচালী
❐ 'মোদাচ্ছের পীর' চরিত্রটিকে কোন্ গ্রন্থে পাওয়া যায়? [বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর সিনিয়র স্টাফ নার্স-২০২৪] ➺ লালসালু
❐ রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? [৪৬ তম বিসিএস] ➺ রক্তকরবী
❐ ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? [৪৬ তম বিসিএস] ➺ কমলাকান্ত
❐ 'কবর' নাটকটিতে কয়টি চরিত্রের বিকাশ লক্ষ্য করা যায়? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001] ➺ চারটি
❐ ‘নিমচাঁদ’ চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে – [সাব-রেজিস্ট্রার পদে নিয়োগ পরীক্ষা-২০০১] ➺ সধবার একাদশী
❐ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম – [১৩ তম বিসিএস] ➺ গোবিন্দলাল ও রোহিনী
❐ রবীন্দ্রনাথের ‘চোখের বালি' উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম = [খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা— ২০০৪] ➺ মহেন্দ্র ও বিনোদিনী
❐ গৃহদাহ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি? (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC) এর সহকারী পরিচালক; তারিখঃ ০৮.১২.২০০৬] ➺ সুরেশ ও অচলা ।
❐ ‘চন্দরা' চরিত্রের স্রষ্টা কে? [৩৮ তম বিসিএস] ➺ রবীন্দ্রনাথ ঠাকুর
❐ 'জটায়ু' চরিত্রের স্রষ্টা- [বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং)-২০২৪] ➺ সত্যজিৎ রায়
❐ মঙ্গলকাব্যে কোন দুই দেবতার প্রাধান্য বেশি? [৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা-২০১২] ➺ মনসা ও চন্ডী
❐ ধনপতি সওদাগর কোন নগরের অধিবাসী ছিলেন? [শ্রম পরিদপ্তরে জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা-২০০৯] ➺ উজানীনগর
❐ ‘অভীক’ রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? [৪৪ তম বিসিএস] ➺ রবিবার
❐ ‘চন্দরা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের চরিত্র? [জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ট্রেনিং অফিসার: ২২] ➺ শাস্তি
❐ 'কুমুদিনী' কোন উপন্যাসের নায়িকা? [আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার-২০১২] ➺ যোগাযোগ
❐ ফটিক চরিত্রটি আমরা রবীন্দ্রনাথের কোন গল্পে পাই? [জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ড্রাফটম্যান-১৭] ➺ ছুটি
❐ “অপর্ণা” রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (১৭ জেলা)-২০১৫] ➺ বিসর্জন |
❐ ‘শর্মিলী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের নায়িকা? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ঢাকা বিভাগ)—২০০৮] ➺ দুইবোন ।
❐ বিষাদসিন্ধু উপন্যাসের নায়কের নাম লিখুন। [পরিবেশ ও বন মন্ত্রণালয়ের রিসার্চ অফিসার; তারিখঃ ২২.০৯.২০০৬] ➺ ইমাম হোসেন।
❐ কোন চরিত্রটি ‘বিষাদসিন্ধু’ গ্রন্থের অন্তর্গত নয়? [বাংলাদেশ কর্মকমিশন বাছাই পরীক্ষা-২২] ➺ রাধা (হাসান/হোসেন/মারোয়ান)
❐ লালসালু উপন্যাসে ‘প্রাণধর্মের সহজ প্রকাশের প্রতীক নারীচরিত্র – [ঢাবি খ ইউনিট: ২১-২২] ➺ জমিলা
❐ নবাব সিরাজউদ্দৌলার চরিত্র নির্ভর নাটক রচনা করেন কে? [চবি ডি ইউনিট: ২০-২১] ➺ সিকান্দার আবু জাফর
❐ রেইনকোট গল্পের প্রধান চরিত্র কোনটি? [চবি ডি ইউনিট: ২০-২১] ➺ নুরুল হুদা
❐ চাঁদ সওদাগর কোন মঙ্গলকাব্যের নায়ক? [সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা সমাজসেবা অফিসার-২০০৮] ➺ মনসামঙ্গল
❐ "নদেরচাঁদ" কোন গীতিকার নায়ক? [শ্রম পরিদপ্তরে জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা-২০০৯] ➺ মহুয়া
❐ ‘নক্সী কাঁথার মাঠ' কাব্যের নায়িকার নাম কী? বাংলাদেশ রেলওয়ে এর খালাসী-২০২২] ➺ সাজু (নায়ক-রূপাই)
❐ সৈয়দ ওয়ালীউল্লাহর 'চাঁদের অমাবস্যা' উপন্যাসের নায়ক? [বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPSC) এর জুনিয়র ইন্সট্রাক্টর-২০২৩] ➺ আরেফ আলী
❐ শশী ও কুসুম কোন উপন্যাসের নায়ক-নায়িকা? [সরকারি শারীরিক শিক্ষা কলেজ এর প্রভাষক-২০২৩] ➺ পুতুল নাচের ইতিকথা
❐ 'অনিলা' কোন গল্পের নায়িকা? [ডাক অধিদপ্তর এর উপজেলা পোস্টমাস্টার-২০২৪] ➺ পয়লা নম্বর