Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০০

 

১. কাজী নজরুল ইসলাম রচিত নয় কোন গ্রন্থটি ?

  •  ব্যথার দান
  •  নীল দর্পণ
  •  অগ্নিবীণা
  •  রাজবন্দীর জবানবন্দী
ব্যাখ্যা: নীল দর্পণ' গ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়। এটি দীনবন্ধু মিত্র রচিত একটি নাটক। এছাড়া, ব্যথার দান (গল্প), অগ্নিবীণা (কাব্য) ও রাজবন্দীর জবানবন্দী (প্রবন্ধ)- এই তিনটি গ্রন্থই কাজী নজরুল ইসলামের লেখা।

২. প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি ?

  •  আবুল ফজল
  •  আব্দুল হাই
  •  কাজেম আল কুরায়শী
  •  শেখ আজিজুর রহমান
ব্যাখ্যা: প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। তিনি ১৯১৭ সালের ২ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, স্মৃতিকথা, রম্যরচনা, রাজনৈতিক লেখা ও শিশু-কিশোর সাহিত্য রচনা করেছেন। মুক্তচিন্তার বুদ্ধিজীবী হিসেবেও 1 তিনি সমধিক পরিচিত ছিলেন। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে রয়েছে জননী, ক্রীতদাসের হাসি, রাজা উপাখ্যান, জাহান্নাম হইতে বিদায়, আর্তনাদ ইত্যাদি। কাজেম আল কুরায়শী হল কায়কোবাদের প্রকৃত নাম ।

৩. কোন বানানটি শুদ্ধ ?

  •  বুদ্ধিজিবী
  •  বুদ্ধিজীবী
  •  বুদ্ধিজীবি
  •  বুদ্ধীজীবী
ব্যাখ্যা: বুদ্ধিজীবী' বানানটি শুদ্ধ। 'বুদ্ধিজীবী' শব্দটিতে 'জ' এবং 'ব'- এই উভয় বর্ণেই দীর্ঘ ঈ-কার (ী) রয়েছে।

৪. “যিনি ভাল ব্যাকরণ জানেন”- এক কথায় কি হয় ?

  •  ব্যাকরণ বিশেষজ্ঞ
  •  ব্যাকরণবিদ
  •  বৈয়াকরণ
  •  বৈয়াকরণিক
ব্যাখ্যা: “যিনি ভাল ব্যাকরণ জানেন” তাকে এক কথায় ‘বৈয়াকরণ’ বলা হয়।

৫. “ Water, water everywhere not a drop to drink” occurs in---

  •  The Ancient Mariner
  •  To Skylark
  • The Paradise Lost
  • The Cloud
ব্যাখ্যা: “ Water, water everywhere not a drop to drink” Samuel Taylor Coleridge এর বিখ্যাত কবিতা “The Rime of the Ancient Mariner” এ পাওয়া যায়। এটি একটি বিখ্যাত লাইন যা প্রায়শই এমন পরিস্থিতিতে ব্যবহৃত হয় যেখানে প্রচুর পরিমাণে কিছু পাওয়া যায়, তবুও প্রয়োজনীয় জিনিসটি অপ্রাপ্য থাকে। কবিতাটিতে, একজন নাবিক এবং তার সঙ্গীরা একটি জাহাজে আটকা পড়ে, যা একটি শান্ত সমুদ্রে স্থির হয়ে যায়। চারদিকে শুধু লবণাক্ত জল, কিন্তু পান করার মতো এক ফোঁটাও জল নেই। এই লাইনটি তাদের চরম হতাশা এবং তৃষ্ণার প্রতীক।

৬. “ If I knew this before” is an

  •  Assertive Sentence
  •  Optative Sentence
  •  Imperative Sentence
  •  Exclamatory Sentence
ব্যাখ্যা: বাক্যটির বাংলা অর্থ হলো: যদি আমি এটা আগে জানতাম । “If I knew this before” বাক্যটি একটি Optative Sentence হিসেবে বিবেচিত হতে পারে। কারণ বাক্যটিতে অতীত অভিজ্ঞতা নিয়ে একটি ইচ্ছা বা আশা প্রকাশ পায়। বক্তা আগে কিছু জানলে ভিন্নভাবে প্রতিক্রিয়া জানাতেন, যা একটি অপূর্ণ ইচ্ছা বা অনুশোচনাকে নির্দেশ করে। Optative Sentence শুধুমাত্র ইচ্ছা প্রকাশ করে না, বরং এর সাথে আবেগও জড়িত থাকে। এই বাক্যটিতেও অনুশোচনা বা আফসোসের আবেগ প্রকাশ পায়। তবে, বাক্যটির গঠন এবং ব্যবহারের পরিপ্রেক্ষিতে, এটিকে Exclamatory Sentence হিসেবেও গণ্য করা যেতে পারে। কারণ এটি বিস্ময় বা আবেগের তীব্রতাও প্রকাশ করে। তবে বাক্যটিতে যেহেতু Exclamation mark নেই তাই এটিকে Optative Sentence হিসেবে নেওয়াই যুক্তিযুক্ত ।

৭. The Correct passive form of the Sentence “I have written a letter” is-

  •  A letter was written by me.
  •  A letter has been written by me.
  •  A letter is being written by me.
  •  A letter was being written by me.
ব্যাখ্যা: Present perfect এর passive এ have /has + been + verb in past participle বসে।

৮. Choose the correct Sentence :

  •  I , you and he were present in the class.
  •  You , he and I were present in the class.
  •  You , he and I was present in the class.
  •  He , you and I was present in the class.
ব্যাখ্যা: ইংরেজি ব্যাকরণে, যখন একটি বাক্যে একাধিক কর্তা (Subject) থাকে, তখন তাদের ক্রম একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে। এই নিয়মটি হলো: দ্বিতীয় পুরুষ (You) , তৃতীয় পুরুষ (He/She/It/They) , প্রথম পুরুষ (I/We) বা সংক্ষেপে 231 . অর্থাৎ, বাক্যটিতে যদি ‘আমি’, ‘তুমি’ এবং ‘সে’ থাকে, তবে তাদের ক্রম হবে ‘তুমি, সে এবং আমি’ । এছাড়াও, কর্তার সংখ্যা একের বেশি হলে, ক্রিয়ার বহুবচন রূপ ব্যবহার করতে হয়। তাই, ‘was’ এর পরিবর্তে ‘were’ ব্যবহার করা হয়েছে। সুতরাং, সঠিক বাক্যটি হলো: ‘You, he and I were present in the class.’ যার বাংলা অর্থ হলো, ‘তুমি, সে এবং আমি ক্লাসে উপস্থিত ছিলাম।’

৯. ডেঙ্গু ভাইরাসবাহী মশা হল-

  •  এ্যানোফিলিস
  •  এডিস ইজিপটাই
  •  কিউলেক্স
  •  কোনটাই নয়
ব্যাখ্যা: ডেঙ্গু ভাইরাসবাহী মশা হল এডিস ইজিপটাই। ডেঙ্গু ভাইরাস এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায় এবং পরিষ্কার জমে থাকা পানিতে বংশবৃদ্ধি করে। ডেঙ্গু জ্বর একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায়। এডিস মশা চার ধরনের ডেঙ্গু ভাইরাস (ডিইএনভি ১, ডিইএনভি ২, ডিইএনভি ৩, ডিইএনভি ৪) বহন করে।

১০. গ্রিনিচে যখন রবিবার সকাল ৬টা তখন ১৮০° পূর্ব ও পশ্চিম দ্রাঘিমার সময় যথাক্রমে-

  •  রবিবার দুপুর ১২টা ও শনিবার সকাল ৬টা
  •  রবিবার সন্ধ্যা ৬টা ও শনিবার দুপুর ১২টা
  •  রবিবার ১২টা ও শনিবার রাত ১২টা
  •  রবিবার সন্ধ্যা ৬টা ও শনিবার সন্ধ্যা ৬টা
ব্যাখ্যা: সঠিক উত্তর: রবিবার সন্ধ্যা ৬টা ও শনিবার সন্ধ্যা ৬টা।
পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে।
প্রতি ১ ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য ৪ মিনিট।
১৮০ ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য ১২ ঘণ্টা (১৮০ × ৪) = ৭২০ মিনিট = ১২ ঘণ্টা)।
পূর্ব দ্রাঘিমায় সময় যোগ হয় এবং পশ্চিম দ্রাঘিমায় সময় বিয়োগ হয়।
গ্রিনিচে যখন রবিবার সকাল ৬টা, তখন ১৮০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় সময় হবে রবিবার সন্ধ্যা ৬টা (সকাল ৬টা + ১২ ঘণ্টা)।
এবং ১৮০ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় সময় হবে শনিবার সন্ধ্যা ৬টা (সকাল ৬টা - ১২ ঘণ্টা)।

১১. বাংলাদেশের প্রধানতম খনিজ পদার্থ কোনটি ?

  •  কঠিন শিলা
  •  কয়লা
  •  প্রাকৃতিক গ্যাস
  •  লবণ
ব্যাখ্যা: বাংলাদেশের প্রধানতম খনিজ পদার্থ হলো প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি বাংলাদেশের জ্বালানি এবং বিদ্যুৎ চাহিদার একটি বড় অংশ পূরণ করে। এছাড়াও, বাংলাদেশে কয়লা, চুনাপাথর, কঠিন শিলা এবং অন্যান্য খনিজ পদার্থও পাওয়া যায়। তবে, প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ।

১২. বাংলাদেশে ধান চাষ করা হয় মোট আবাদী জমির-

  •  ৬০%
  •  ৭০%
  •  ৮০%
  •  ৯০%
ব্যাখ্যা: বাংলাদেশে ধান চাষ করা হয় মোট আবাদী জমির প্রায় ৮০%। ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য এবং দেশের কৃষি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের আবহাওয়া ধান চাষের জন্য অত্যন্ত উপযোগী। দেশের প্রায় সব অঞ্চলেই ধান চাষ করা হয়। তবে, কিছু কিছু অঞ্চলে ধানের উৎপাদন বেশি হয়। ধান বাংলাদেশের মানুষের জীবনযাত্রার সাথে ওতোপ্রোতভাবে জড়িত। ধান শুধু খাদ্য নয়, এটি বাংলাদেশের সংস্কৃতিরও একটি অংশ। বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানে ধান ও চালের ব্যবহার দেখা যায়।

১৩. রেডক্রসের প্রতিষ্ঠাতা হলেন -

  •  ব্যাডেন পাওয়েল
  •  পল. পি. হ্যারিস
  •  হেনরী ডুনান্ট
  •  আলফ্রেড নোবেল
ব্যাখ্যা: রেডক্রসের প্রতিষ্ঠাতা হলেন হেনরি ডুনান্ট। হেনরি ডুনান্ট ১৮২৮ সালের ৮ মে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন সুইস ব্যবসায়ী ও সমাজকর্মী। ১৮৫৯ সালে সলফেরিনোর যুদ্ধে আহত সৈন্যদের দুর্দশা দেখে তিনি গভীরভাবে মর্মাহত হন এবং তাদের সাহায্যের জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের ধারণা পোষণ করেন। তার উদ্যোগে ১৮৬৩ সালে জেনেভায় একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রেডক্রস প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। রেডক্রসের লক্ষ্য হলো যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতে আহত, অসুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করা। রেডক্রস নিরপেক্ষতা, মানবতা, ঐক্য, স্বেচ্ছাসেবা, সার্বজনীনতা, স্বাধীনতা এবং নিরপেক্ষতার সাতটি মূলনীতির ওপর ভিত্তি করে পরিচালিত হয়। হেনরি ডুনান্ট ১৯০১ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তার জন্মদিন ৮ মে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস হিসেবে পালিত হয়।

১৪. ২০০০ সালের ‘ উইম্বলডন টেনিস’ প্রতিযোগিতায় মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছেন-

  •  ভেনাস উইলিয়ামস
  •  লিন্ডসে ডেভেনপোর্ট
  •  সেরেনা উইলিয়ামস
  •  মার্টিনা হিনগিস
ব্যাখ্যা: ২০০০ সালের ‘উইম্বলডন টেনিস’ প্রতিযোগিতায় মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছেন ভেনাস উইলিয়ামস। ভেনাস উইলিয়ামস একজন মার্কিন পেশাদার টেনিস খেলোয়াড়। তিনি ২০০০ সালে উইম্বলডন প্রতিযোগিতায় মহিলা এককের শিরোপা জিতেছিলেন। তিনি তার ক্যারিয়ারে মোট সাতটি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জিতেছেন।

১৫. দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী ?

  •  কামরুল হাসান
  •  শিল্পাচার্য জয়নুল আবেদীন
  • মর্তুজা বশীর
  • এস, এম, সুলতান
ব্যাখ্যা: শিল্পাচার্য জয়নুল আবেদীন দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন। ১৯৪৩ সালের বাংলার দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ না খেয়ে মারা যায়। সেই সময়ের মর্মস্পর্শী দৃশ্যগুলো জয়নুল আবেদীন তার তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তোলেন। তার আঁকা দুর্ভিক্ষের চিত্রমালা বিশ্বব্যাপী প্রশংসিত হয় এবং তাকে একজন বিখ্যাত শিল্পী হিসেবে পরিচিত করে তোলে। জয়নুল আবেদীনের আঁকা দুর্ভিক্ষের কিছু উল্লেখযোগ্য চিত্রকর্ম হলো: দুর্ভিক্ষ-চিত্রমালা , সংগ্রাম , সাঁওতাল রমণী , ঝড় , কাক , বিদ্রোহী ইত্যাদি। জয়নুল আবেদীন শুধু দুর্ভিক্ষের চিত্রকর্মই আঁকেননি, তিনি বাংলাদেশের প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতি নিয়েও অনেক ছবি এঁকেছেন। তিনি বাংলাদেশের শিল্পকলা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

১৬. বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত ?

  •  টাঙ্গন
  •  সাঙ্গু
  •  কর্ণফুলি
  •  নাফ
ব্যাখ্যা: বাংলাদেশ ও মায়ানমার নাফ নদী দ্বারা বিভক্ত। নাফ নদী বাংলাদেশ ও মায়ানমারের মধ্যবর্তী সীমানা নির্দেশ করে। নদীটি আরাকান পাহাড় থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নদীটির দৈর্ঘ্য প্রায় ৫৬ কিলোমিটার। নাফ নদী বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নদী। এটি দুই দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। এছাড়াও, নদীটি মৎস্য আহরণের জন্য গুরুত্বপূর্ণ।

১৭. a + b = 5 এবং ab = 6 হলে , a3+b3 এর মান কত ?

  •  30
  •  35
  •  40
  •  45
ব্যাখ্যা: দেওয়া আছে ,
a + b = 5
এবং ab = 6
প্রদত্ত রাশি = a3+b3
(a+b)3-3ab(a+b)
53-3×6×5
= 125 - 90
= 35

১৮. ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বাড়নো হল। < ACD = 105° হলে < BAC + < ABC = কত ?

  •  90°
  •  75°
  •  180°
  •  105°
ব্যাখ্যা: ত্রিভুজের বহিঃস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
এখানে, < ACD বহিঃস্থ কোণ এবং < BAC ও < ABC অন্তঃস্থ কোণ।
তাই, < ACD = < BAC + < ABC
যেহেতু, < ACD = 105°
সুতরাং, < BAC + < ABC = 105°

১৯. তিন জনের মধ্যে ৭৫০ টাকা ৩:৫:৭ অনুপাতে ভাগ করে দিলে ভাগের টাকার অংশগুলো হবে--

  •  ১২০, ২৩০, ৪০০
  •  ১৩০, ২৮০, ৩৪০
  •  ১৫০, ২৫০, ৩৫০
  •  ২০০, ২৫০, ৩০০
ব্যাখ্যা: অনুপাতের যোগফল = ৩ + ৫ + ৭ = ১৫
প্রথম ভাগের অংশ = ৭৫০ এর ১৫ = ১৫০ টাকা
দ্বিতীয় ভাগের অংশ = ৭৫০ এর ১৫ = ২৫০ টাকা
তৃতীয় ভাগের অংশ = ৭৫০ এর ১৫ = ৩৫০ টাকা
সুতরাং, তিনজনের মধ্যে ৭৫০ টাকা ৩:৫:৭ অনুপাতে ভাগ করে দিলে ভাগের টাকার অংশগুলো হবে ১৫০ টাকা, ২৫০ টাকা এবং ৩৫০ টাকা।

২০. একজন দোকানদার ৮% লাভে একাট জিনিস ৫৪০ টাকায় বিক্রি করলে জিনিসটির ক্রয় মূল্য হবে-

  •  ৪০০ টাকা
  •  ৪৫০ টাকা
  •  ৫০০ টাকা
  •  ৫৫০ টাকা
ব্যাখ্যা: ধরি, জিনিসটির ক্রয়মূল্য ১০০ টাকা।
৮% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ৮ = ১০৮ টাকা।
যদি বিক্রয়মূল্য ১০৮ টাকা হয়, তাহলে ক্রয়মূল্য = ১০০ টাকা।
যদি বিক্রয়মূল্য ১ টাকা হয়, তাহলে ক্রয়মূল্য = ১০০১০৮ টাকা।
যদি বিক্রয়মূল্য ৫৪০ টাকা হয়, তাহলে ক্রয়মূল্য = ১০০ × ৫৪০১০৮ = ৫০০ টাকা ।
সুতরাং, জিনিসটির ক্রয়মূল্য ৫০০ টাকা।

২১. “নীল নবঘনে আষাঢ় গগনে
তিল ঠাঁই আর নাহিরে
ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে”
পংক্তিটি কার লেখা ?

  •  সত্যেন্দ্রনাথ দত্ত
  •  কাজী নজরুল ইসলাম
  •  সিকান্দার আবু জাফর
  •  রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা: প্রশ্নের কবিতাংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'আষাঢ়' কবিতা থেকে নেয়া হয়েছে।

২২. “বিষাদ-সিন্ধু”-এর রচয়িতা কে ?

  •  কায়কোবাদ
  •  ইসমাইল হোসেন সিরাজী
  •  মীর মশাররফ হোসেন
  •  মোজাম্মেল হক
ব্যাখ্যা: “বিষাদ-সিন্ধু”-এর রচয়িতা মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১১) ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। কারবালার যুদ্ধকে 1 কেন্দ্র করে মীর মশাররফ হোসেন রচনা করেন তাঁর বিখ্যাত উপন্যাস বিষাদ সিন্ধু। এই উপন্যাসের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন। মীর মশাররফ হোসেনের অন্যান্য উল্লেখযোগ্য রচনাগুলো হলো: গাজী মিয়ার বস্তানী , জমিদার দর্পণ , উদাসীন পথিকের মনের কথা , বসন্তকুমারী নাটক , এর উপায় কি? ইত্যাদি ।

২৩. যে সব ক্ষেত্রে সন্ধি নিয়মানুসারে হয় না তাকে বলে-

  •  স্বরসন্ধি
  •  ব্যঞ্জন সন্ধি
  •  নিপাতনে সিদ্ধ সন্ধি
  •  বিসর্গ সন্ধি
ব্যাখ্যা: যে সব ক্ষেত্রে সন্ধি নিয়মানুসারে হয় না তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। নিপাতনে সিদ্ধ সন্ধির কিছু উদাহরণ: কুলটা , গবাক্ষ , মার্তণ্ড , ষোড়শ ও বনস্পতি ।

২৪. বিশেষণ পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি ?

  •  লাল লাল ফুল
  •  জ্বর জ্বর লাগছে
  •  গ্রামে গ্রামে যাব
  •  ভাইয়ে ভাইয়ে যুদ্ধ
ব্যাখ্যা: বিশেষণ পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ হলো 'লাল লাল ফুল'। এখানে, 'লাল' শব্দটি একটি বিশেষণ পদ, যা ফুলের রঙ বোঝাতে ব্যবহৃত হয়েছে। এই বিশেষণ পদটি দ্বিরুক্ত হয়ে ফুলের রঙের তীব্রতা বা আধিক্য প্রকাশ করছে। অন্যান্য উদাহরণগুলো দ্বিরুক্ত হলেও সেগুলো বিশেষণ পদযোগে গঠিত নয়:
• জ্বর জ্বর লাগছে: এখানে 'জ্বর' একটি বিশেষ্য পদ।
• গ্রামে গ্রামে যাব: এখানে 'গ্রাম' একটি বিশেষ্য পদ।
• ভাইয়ে ভাইয়ে যুদ্ধ: এখানে 'ভাই' একটি বিশেষ্য পদ।
সুতরাং, সঠিক উত্তর হলো 'লাল লাল ফুল'।

২৫. বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কবে ?

  •  ১৯৭৩
  •  ১৯৭৪
  • ১৯৭৫
  • ১৯৭৬
ব্যাখ্যা: বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন ১৯৭৪ সালে জারি করা হয়।

২৬. “To be or not to be, that is the question” a quotation from-

  •  King Lear
  •  Hamlet
  •  Tempest
  •  Julius Caesar
ব্যাখ্যা: “To be or not to be, that is the question” is a famous quotation from William Shakespeare's play Hamlet.

২৭. Who, What, Which, Whom are-

  •  Demonstrative Pronoun
  •  Reflexive Pronoun
  •  Relative Pronoun
  •  Indefinite Pronoun
ব্যাখ্যা: Who, what, which, whom প্রভৃতি যদি বাকোর শুরুতে বসে তাহলে Interrogative pronoun আর যদি রাক্যের মাঝখানে বসে তাহলে তা Relative pronoun হবে।

২৮. He said to me, “How long will you stay here ?” -
The indirect form of the sentence is-

  •  He asked me how long I would stay here
  •  He asked me how long I will stay there
  •  He asked me how long I would stay there
  •  He asked me how long would I stay these
ব্যাখ্যা: The correct indirect form of the sentence is: He asked me how long I would stay there.

২৯. আমার যদি পাখির মত ডানা থাকত! -বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কর-

  •  Had I the wings of a bird!
  •  If I would have the wings of a bird!
  •  I wish that I would have the wings of a bird!
  •  If I could fly like a bird!
ব্যাখ্যা: সঠিক ইংরেজি অনুবাদ হলো: Had I the wings of a bird!

৩০. বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী 'CIH' ভাইরাস কত তারিখে কম্পিউটার আক্রমণ করে ?

  •  ২৬ এপ্রিল '৯৮
  •  ২৬ মে '৯৮
  •  ২৬ এপ্রিল '৯৯
  •  ২৬ মে '৯৯
ব্যাখ্যা: বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী ‘CIH’ ভাইরাস ২৬ এপ্রিল ১৯৯৯ তারিখে কম্পিউটার আক্রমণ করে। সিআইএইচ (CIH) ভাইরাস, যা চেরনোবিল ভাইরাস নামেও পরিচিত, একটি অত্যন্ত ক্ষতিকর কম্পিউটার ভাইরাস। এটি তাইওয়ানের চেন ইং-হাও নামক একজন ছাত্র কর্তৃক ১৯৯৮ সালে তৈরি করা হয়েছিল। ১৯৯৯ সালের ২৬ এপ্রিল এটি বিশ্বব্যাপী কম্পিউটারে আক্রমণ করে এবং ব্যাপক ক্ষতি সাধন করে।

৩১. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি ?

  •  হাতিয়া
  •  সন্দ্বীপ
  •  কুতুবদিয়া
  •  সেন্ট মার্টিন দ্বীপ
ব্যাখ্যা: বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্ট মার্টিন দ্বীপ। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রবাল দ্বীপ হলো এমন এক ধরনের দ্বীপ যা প্রবাল নামক একপ্রকার সামুদ্রিক প্রাণীর কঙ্কাল ও অন্যান্য জৈব উপাদান থেকে গঠিত। প্রবাল মূলত একপ্রকার সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী। এরা সাধারণত উষ্ণ ও অগভীর সমুদ্রে বাস করে। প্রবাল পলিপ নামে পরিচিত ছোট ছোট প্রাণী একত্রিত হয়ে প্রবাল কলোনি তৈরি করে। এই কলোনিগুলো ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে বিশাল প্রবাল প্রাচীর বা দ্বীপ গঠন করে। সেন্ট মার্টিন দ্বীপে প্রায় ৬৬ প্রজাতির প্রবাল, ১৮৭ প্রজাতির শামুক-ঝিনুক, ১৫৩ প্রজাতির সামুদ্রিক শৈবাল, ১৫৭ প্রজাতির গুপ্তজীবী উদ্ভিদ, ২৪০ প্রজাতির সামুদ্রিক মাছ, ৪ প্রজাতির উভচর ও ১২০ প্রজাতির পাখি পাওয়া যায়। সেন্ট মার্টিন দ্বীপকে স্থানীয়ভাবে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রবাল দ্বীপ দেখা যায়। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর। এছাড়াও মালদ্বীপ, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনেক প্রবাল দ্বীপ রয়েছে।

৩২. বাংলাদেশ আইসিসি-এর সহযোগী সদস্যপদ লাভ করে কত সালে ?

  •  ১৯৭৭
  •  ১৯৭৮
  •  ১৯৭৯
  •  ১৯৮০
ব্যাখ্যা: বাংলাদেশ ১৯৭৭ সালে আইসিসি-এর সহযোগী সদস্যপদ লাভ করে। ২৬ জুলাই, ১৯৭৭ সালে বাংলাদেশ আইসিসি (ICC)-এর সহযোগী সদস্যপদ লাভ করে। এর মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ পায়। ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত হয় ১৯৭২ সালে। বাংলাদেশ ১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে। বাংলাদেশ ২০০০ সালে আইসিসি'র দশম টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা লাভ করে।

৩৩. UNESCO পুরো লিখলে হয়--

  •  United Nations Emergency Social and Cultural Organistion
  •  United Nations Essential Scientific and Community Organisation
  •  United Nations Educational, Scientific and Cultural Organisation
  •  United Nations Estabilshment for Scientific and Commercal Organisation
ব্যাখ্যা: UNESCO এর পূর্ণরূপ হলো United Nations Educational, Scientific and Cultural Organisation.

৩৪. নীল আর্মস্ট্রং ও অলড্রিন চাঁদে পদার্পণ করেন কত সালে ?

  •  ১৯৬৮
  •  ১৯৬৯
  •  ১৯৭০
  •  ১৯৭১
ব্যাখ্যা: নীল আর্মস্ট্রং ও অলড্রিন ১৯৬৯ সালে চাঁদে পদার্পণ করেন। ১৯৬৯ সালের ২০ জুলাই, নীল আর্মস্ট্রং এবং এডউইন অলড্রিন অ্যাপোলো ১১ মিশনে চাঁদে অবতরণ করেন। নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম পা রাখেন এবং ঐতিহাসিক উক্তি করেন, “এটি একজন মানুষের জন্য ছোট একটি পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য বিশাল এক লাফ।”

৩৫. বাংলাদেশে প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত ?

  •  ৪-৫ বছর
  •  ৫-৯ বছর
  • ৩-৯ বছর
  • ৬- ১১ বছর
ব্যাখ্যা: বাংলাদেশের প্রাথমিক স্তরে শিক্ষার জন্য শিশুদের নির্ধারিত বয়সসীমা হলো ৬ থেকে ১১ বছর। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক এবং সরকারি নীতিমালা অনুযায়ী ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা বিনামূল্যে নিশ্চিত করা হয়েছে।

৩৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন্ তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন ?

  •  ১ জানুয়ারী , ৭২
  •  ১০ জানুয়ারী , ৭২
  •  ২৩ মার্চ , ৭২
  •  ১৭ এপ্রিল , ৭২
ব্যাখ্যা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারী স্বদেশ প্রত্যাবর্তন করেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে এই বিজয় পূর্ণতা লাভ করে। দীর্ঘ নয় মাস পাকিস্তানের কারাগারে বন্দী থাকার পর, ১৯৭২ সালের ১০ জানুয়ারি তিনি স্বাধীন স্বদেশে ফিরে আসেন।

৩৭. 1 - a² + 2ab - b² এর উৎপাদকসমূহ কোনটি ?

  •  (1 + a - b)(1 - a + b)
  •  (1 + a + b)(1 - a + b)
  •  (1 + a + b)(1 - a - b)
  •  (1 - a + b)(1 - a - b)
ব্যাখ্যা: 1 - a² + 2ab - b²
= 1 - (a² - 2ab + b²)
= 1 - (a - b)²
= (1 + a - b)(1 - a + b)

৩৮. ∪ = (1, 2, 3, 4, 5, 6) , A = (1, 2, 3) , B = ( 2, 4 ,6) হলে A' ∩ B' হবে -

  •  (2,4)
  •  (5,6)
  •  (5)
  •  (6)
ব্যাখ্যা: দেওয়া আছে ,
U = (1, 2, 3, 4, 5, 6)
A = (1, 2, 3)
B = (2, 4, 6)
প্রথমে, A' এবং B' বের করতে হবে।
A' = U - A = (4, 5, 6)
B' = U - B = (1, 3, 5)
এখন, A' ∩ B' বের করতে হবে।
A' ∩ B' = (4, 5, 6) ∩ (1, 3, 5) = (5)
সুতরাং, A' ∩ B' = (5)

৩৯. একটি বৃত্তের ব্যাসার্ধ অপর 'একটি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হলে প্রথমটির ক্ষেত্রফল দ্বিতীয়টির ক্ষেত্রফলের কত গুণ হবে ?

  •  ২
  •  ৪
  •  ৮
  •  ১৬
ব্যাখ্যা: ধরি, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ = r
তাহলে, প্রথম বৃত্তের ব্যাসার্ধ = 2r
দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল = πr²
প্রথম বৃত্তের ক্ষেত্রফল = π(2r)² = 4πr²
সুতরাং, প্রথম বৃত্তের ক্ষেত্রফল দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফলের ৪ গুণ।

৪০. পাঁচ সন্তানের বয়সের গড় ৭ বছর এবং পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বছর। পিতার বয়স কত ?

  •  ৩৩ বছর
  •  ৪৩ বছর
  •  ৫৩ বছর
  •  ৬৩ বছর
ব্যাখ্যা: পাঁচ সন্তানের বয়সের সমষ্টি ( ৫ × ৭ ) = ৩৫ বছর
পিতাসহ তাদের বয়সের সমষ্টি ( ৬ × ১৩ ) = ৭৮ বছর
∴ পিতার বয়স ( ৭৮ - ৩৫ ) = ৪৩ বছর

খ. অংশ (রচনামূলক)-৪০

[দ্রষ্টব্য: ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রশ্নের নিচে ফাঁকা জায়গায় উত্তর লিখুন । ]

৪১. ইংরেজিতে অনুবাদ করুন :
  • ক. চন্দ্র যেন রাতের প্রদীপ।
    Ans: The moon is as the lamp of the night.
  • খ. তার কথায় আমি না হেসে পারলাম না।
    Ans: I could not but laugh to her words.
  • গ. চাঁদ অথবা তারা কিছুই আকাশে দৃশ্যমান ছিল না।
    Ans: Neither the moon nor stars were visible in the sky.
  • ঘ. তুমি কি কাল বাড়ি যাচ্ছ?
    Ans: Are you going home tomorrow?
  • ঙ. বলা সহজ কিন্তু করা কঠিন।
    Ans: It is easy to say, but difficult to do.
  • চ. মেয়েটিকে নাচের পোষাকে কত সুন্দর দেখায়!
    Ans: How beautiful the girl looks wearing on dancing dress!
  • ছ. আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেন ছেড়ে দিল।
    Ans: No sooner had we reached the station the train left.
  • জ. গত কয়েকদিন যাবতৎ প্রবল বৃষ্টি হচ্ছে।
    Ans: It has been toont raining severly for last few days.
৪২. বাংলায় অনুবাদ করুন:
  • ক. We could not be satisfied at his conduct.
    উত্তর: আমরা তার আচরণে সন্তুষ্ট হতে পারলাম না।
  • খ. Bangladesh is a populous country, isn't she?
    উত্তর: বাংলাদেশ জনবহুল দেশ, তাই নয় কি?
  • গ. The sun had set before he reached home.
    উত্তর: সে বাড়ি পৌঁছার পূর্বে সূর্য অস্ত গেল।
  • ঘ. Example is better than precept.
    উত্তর: উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত ভাল।
  • ঙ. The man seems to be tired.
    উত্তর: লোকটিকে ক্লান্ত মনে হচ্ছে।
  • চ. Alas!, What will happen to me!
    উত্তর: হায়! আমার কি হবে।
  • ছ. The child is growing up day by day.
    উত্তর: শিশুটি দিনে দিনে বড় হচ্ছে।
  • জ. It takes two to make quarrel.
    উত্তর: এক হাতে তালি বাজে না।
৪৩. নিচের যে-কোন একটি বিষয় অবলম্বনে বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন :
  • ক. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা
  • খ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  • গ. নারী শিক্ষা
৪৪. নিচের যে-কোন একটি বিষয় অবলম্বনে ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন :
  • ক. Family Planning
  • খ. A Rainy Day
  • গ. A Village Market.
৪৫. Change the following sentences as directed:
  • ক. I entered the room and switched on the right. (Simple sentence)
    - Entering the room, I switched on the light.
  • খ. The teacher said, "Keep quite, my dear boys". (Indirect narration)
    - The teacher ordered the boys to keep quite.
  • গ. Dhaka is the largest city in Bangladesh. (Positive degree)
    - Dhaka is as large as any other city in Bangladesh.
  • ঘ. Coloumbus discovered America. (Passive voice)
    - America was discovered by Coloumbus.
  • ঙ. The Padma is a big river. (Exclamatory sentence)
    - What a big river the Padma is!
৪৬. ভাব ঠিক রেখে নিচের বাক্যগুলোকে নির্দেশমত পরিবর্তন করুন :
  • ক. শিক্ষক তাকে শ্রেণীকক্ষের বাইরে যেতে নির্দেশ দিলেন। (প্রত্যক্ষ উক্তি)
    শিক্ষক বললেন, 'বাইরে যাও।"
  • খ. রহিম এ মোকদ্দমায় সাক্ষী দিবে। (শুদ্ধ বাক্য)
    – রহিম এ মোকাদ্দমায় সাক্ষ্য দিবে।
  • গ. আয় অনুসারে যে ব্যয় করে। (এক কথায় প্রকাশ)
    – মিতব্যয়ী।
  • ঘ. আমি চাঁদ দেখেছি। (কর্ম বাচ্য)
    – আমার কর্তৃক চাঁদ দেখা হয়েছে।
  • ঙ. সে বৃক্ষ হইতে অবতরণ করিল। (চলিত রীতি)
    - সে গাছ হতে নামল।
৪৭. একটি কাজ ক ১০ দিনে এবং খ ১৫ দিনে করতে পারে। তারা একত্রে ২ দিন কাজ করার পর ক চলে গেল। খ অবশিষ্ট কাজ কত দিনে শেষ করতে পারবে ?

ধাপ ১: ক ও খ এর ১ দিনের কাজ নির্ণয় করা
ক ১০ দিনে করে ১ অংশ কাজ
ক ১ দিনে করে ১/১০ অংশ কাজ
খ ১৫ দিনে করে ১ অংশ কাজ
খ ১ দিনে করে ১/১৫ অংশ কাজ
ধাপ ২: ক ও খ এর ২ দিনের কাজ নির্ণয় করা
ক ও খ ১ দিনে করে (১/১০ + ১/১৫) অংশ কাজ = (৩ + ২)/৩০ অংশ কাজ = ৫/৩০ অংশ কাজ = ১/৬ অংশ কাজ
ক ও খ ২ দিনে করে (১/৬) × ২ অংশ কাজ = ১/৩ অংশ কাজ
ধাপ ৩: অবশিষ্ট কাজ নির্ণয় করা
অবশিষ্ট কাজ = ১ - ১/৩ অংশ কাজ = ২/৩ অংশ কাজ
ধাপ ৪: খ এর অবশিষ্ট কাজ শেষ করার সময় নির্ণয় করা
খ ১/১৫ অংশ কাজ করে ১ দিনে
খ ২/৩ অংশ কাজ করে ১ × ১৫ × ২/৩ দিনে = ১০ দিনে।
উত্তর: খ অবশিষ্ট কাজ ১০ দিনে শেষ করতে পারবে।

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...