Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

৩০০টি অধিক গুরুত্বপূর্ণ Idiom & Phrase (মনে রাখার সহজ কৌশল ও টেকনিক সহকারে) [লিখিত পরীক্ষার জন্য শতভাগ কমন উপযোগী]

 এই গুরুত্বপূর্ণ Idiom & Phrase গুলো ...বিসিএস ,ব্যাংক জব, ইউনিভার্সিটি ভর্তি, আইবিএ, আইবিএ-এমবিএ, এমবিএ, জিআরই এর পরীক্ষার জন্য খুব ইম্পরট্যান্ট …

এই Idiom & Phrase গুলোই যে কোন পরীক্ষায় বিভিন্ন ভাবে প্রয়োগ হয় ...

আপনি যে কোন ইংলিশ অনুচ্ছেদ বা রচনা বানায় লিখতে পারবে ...এবং যে কোন অনুবাদ বা ট্রান্সলেশন খুব সহজে করতে পারবেন ।

📖 A

❐ A bed of roses ➺ এর অক্ষরানুবাদ হলো একটি গোলাপের বিছানা। যার ভাবানুবাদ হলো আরামদায়ক কোন বিষয়/ ইংরেজিতে comfortable / A life only of joy and happiness comfortable situation small bed; এখন এটাকে না-বোধক আকারে লিখতে হবে। be + not a bed of roses হয় অর্থাৎ আরামদায়ক নয় বা কঠিন/ Life is a painful journey।

❐ A fish out of water ➺ পানির বাহিরে মাছ অর্থাৎ এর ভাবার্থ হলো মাছ যেমন পানি ছাড়া থাকলে বিপদে থাকে বা অস্বস্তিকর অবস্থায় পড়ে যায়। তাই এর অর্থ হলো : মানুষের জন্য প্রতিকূল বা কষ্টের কোন অবস্থা। অর্থাৎ In an uneasy situation তথা অস্বস্তিকর অবস্থা।

❐ A dime a dozen ➺ dime মানে ১০ পয়সার মুদ্রা। তাহলে দশ পয়সার মুদ্রায় এক ডজন (১২ টি) পাওয়া যায়; যার ভাবার্থ হলো অল্প পয়সায় অনেক কিছু। ১০ পয়সার ১২ টি। অতএব A dime a dozen মানে স্বল্প মূল্যের সাধারণ কিছু/ সহজলভ্য কোন বস্তু ইত্যাদি।

❐ At large ➺ বিশালভাবে, বিস্তৃতভাবে কোন সীমানা পাওয়া যায়; যার ভাবার্থ হলো স্বাধীনতা/ স্বাধীন; সাধারণভাবে অবাধে চলাফেরা, মুক্ত ইত্যাদি। ইংরেজিতে freely, in general, free ইত্যাদি।

❐ At home ➺ এর ৩ টি অর্থ হতে পারে। ১. দক্ষ/ skilled/ experts ২. পরিচিত/ familiar with ৩. আরামদায়ক/ at ease/ comfortable এখন পরীক্ষার হলে একাধিক অপশন থেকে সঠিক উত্তর করতে ৩ নং কে প্রাধান্য বেশি দিতে আমার পরামর্শ রইলো।

❐ Apple of discord ➺ এখানে Apple of discord এর অক্ষর অনুবাদ হলো "বিরোধের আপেল" এবং এর ভাবানুবাদ হলো কোন ভালো বিষয় বা সম্পত্তি নিয়ে কারো মধ্যে বিরোধ না মতভেদ। ইংরেজিতে বলা যায়: object of quarrel/ object of dispute/ a matter of dispute/ bone of contention ইত্যাদি।

❐ Man Compare Tips ➺ আপনার পরিচিত কোনো মানুষের স্বভাব idioms এর অর্থের সাথে মিলিয়ে পড়ুন।

❐ At daggers drawn ➺ At daggers drawn [Dagger : খঞ্জর/ দুধারি ছোরা, drawn : টানা/ আঁকা] দেখেন যে চাকু দিয়ে উভয় দিকে কাটা হয় অর্থাৎ, ঘোর বিবাদমান, চরম শত্রুতাপূর্ণ অবস্থা। ইংরেজিতে In a state of hostility, on the point of fighting, in a state of violent enmity ইত্যাদি।

❐ At a stretch ➺ stretch মানে প্রসারিত করা বা অবিরাম; সুতরাং at a stretch মানে একটানা, লাগাতার, একেবারে চেষ্টায়। ইংরেজিতে without stopping/ break, with one effort ইত্যাদি।

❐ A piece of cake ➺ A piece of cake (এক টুকরো কেক খাওয়া সহজ কাজ তাই এর ভাবার্থ হলো সহজ কাজ); আরামদায়ক/ অত্যন্ত সহজ কাজ। something is very easy; an easy task, something which is very easy to do, খুব সহজ কাজ।

❐ A bolt from the blue ➺ A bolt (বজ্র) from the blue (আকাশ). তাহলে এর ভাবার্থ হলো আকাশ থেকে বজ্রপাত আসা, যা কেউ প্রত্যাশা করে না। তাই এই phrase টির ভাবার্থ হলো an unexpected calamity/ অপ্রত্যাশিত দুর্যোগ, A sudden unfortunate/ হঠাৎ দুর্ভাগ্য; হঠাৎ বিপদ নেমে আসা।

❐ Achilles heel ➺ Achilles heel (এ্যাসিলেস হিল) মানে weak point তথা দুর্বলতা বা ত্রুটি। মনে রাখুন : বিখ্যাত গ্রিক বীর Achilles পরাজিত হয়েছিল তার পায়ের গোড়ালিতে তীর প্রবেশে সেই অর্থে এর ভাবার্থ হলো দুর্বল জায়গা। The fault which is small but can cause a person's fall.

❐ A herculean task ➺ হারকিউলিকস ছিলেন বিখ্যাত গ্রিক যোদ্ধা যিনি কঠিন কঠিন কাজগুলো করতে পারতেন। task মানে কাজ।

Hints : পাথর সরানো হলো একটা herculean task; এভাবে মনে রাখতে পারেন। সুতরাং Herculean task এর ভাবার্থ হলো : a very difficult task, task accomplished with great difficulty, a very difficult job ইত্যাদি।

❐ A man of straw ➺ straw মানে খড়কুটা, idioms টির অক্ষরানুবাদ হলো খড়কুটার লোক; যার ভাবার্থ হলো: worthless man = অপদার্থ লোক, Good for nothing, Unimportant = গুরুত্বহীন লোক। a man who no substance ইত্যাদি।


 

📖 B

❐ Black sheep ➺ ভেড়া সাধারণত সাদা বা সাদা স্বর্ণালী হয় কিন্তু যখন কোন ভেড়া কালো হয় তখন এটাকে সবগুলো ভেড়ার মধ্যে কুলাঙ্গার বা অপরাধীর মতো লাগে। সুতরাং যে কোনো পরিবারের সকল সদস্যের ভেতর একজন যখন ভিন্ন স্বভাবের হয় তখন তাকে Black sheep / কুলাঙ্গার / Bad person / Wicked man ইত্যাদি বলা হয়।

❐ Break the ice ➺ এর অর্থ হলো দীর্ঘ নিরবতা ভঙ্গ করা অথবা বিব্রতকর অবস্থা কাটিয়ে প্রথমে কথা বলতে শুরু করা / to be the first to beginning/ to start a conversation

❐ By Fits and starts ➺ fits and starts এর আক্ষরিক অনুবাদ হলো : (মানানসই এবং শুরু/ বের হওয়া) ; দেখুন মানুষ অফিসিয়াল/ আনুষ্ঠানিক পোশাকে মাঝেমধ্যে বাহিরে যায়। অর্থাৎ ইহা অনিয়মিত ঘটে। তাই এই phrase টির ভাবার্থ হলো : অনিয়মিতভাবে / not continuously / irregularly / At irregular intervals ইত্যাদি।


 

❐ Blue blood এবং Bad blood

❐ Blue blood ➺ নীল রক্ত যা সহজে পাওয়া যায় না। একইভাবে অভিজাত শ্রেণির লোকজন সমাজে সহজে পাওয়া যায় না। এরূপ জন্যে এই phrase টির ভাবার্থ হলো— অভিজাত্য / অভিহাত শ্রেণী / noble birth; aristocracy ইত্যাদি।

❐ Bad blood ➺ এই Phrase টির অক্ষরানুবাদ হলো খারাপ রক্ত যা মানুষের ক্ষতি করে বিধায় phrase টির ভাবার্থ : শত্রুতা / enmity / ill feeling / মনোমালিন্য / ক্ষতিকর/ animosity ইত্যাদি।


 

❐ Bear market এবং Bull market

❐ Bear market ➺ bear অর্থ— ভল্লুক। তাই ভাবুন bear বা ভল্লুক দেখতে অনেক ছোট / কম / নিম্নগামী তাই এই Bear market phrase টির ভাবার্থ হলো : মন্দা বাজার / falling prize / Bearish / মূল্য কমে যাওয়া।

❐ Bull market ➺ অপরদিকে bull অর্থ— ষাড় যা দেখতে ভল্লুকের চেয়ে বড় / উর্ধ্বগামী / তেজী তাই bull market এর ভাবার্থ হলো : তেজি বাজার / rising prize / মূল্য বেড়ে যাওয়া।

Note ➺ Phrase টি সাধারণত শেয়ার বাজারের/ stock market এর মূল্য উঠানামার সাথে জড়িত।

❐ Burning question ➺ Burn অর্থ— আগুনে পোড়া; আর burning question এর অক্ষরানুবাদ হল : পুড়ছে এমন প্রশ্ন বা বিষয়। আর এর ভাবানুবাদ হলো : A hotly discussed question / An important question / An important issue / Much talked about, সবচেয়ে আলোচিত বিষয় ইত্যাদি।

❐ By leaps and bounds ➺ By leaps and bounds এর সাধারণ অর্থ হলো : লাফিয়ে এবং লাফিয়ে চলা; তাই এর ভাবার্থ হলো : দ্রুত গতিতে / rapidly / at rapid rates ইত্যাদি।

❐ Big guns ➺ Big guns এর অর্থ : সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বা ক্ষমতাশালী / প্রভাবশালী / A leading man, famous political person / important person – নেতৃত্ব স্থানীয় ব্যক্তি।

❐ Bird's eye view ➺ Bird's eye view এর সাধারন অর্থ হলো : পাখির চোখে দেখা। আর পাখি সাধারণভাবে চোখে হালকা দোখতে পায়। বিধায় এই idiom টির আসল অর্থ হলো : a rough idea / ভাসা ভাসা কোন দৃশ্য/ভাসা ভাসা পড়া / ভাসা ভাসা দেখা / to view in general from above ইত্যাদি।


 

📖 C

❐ Capital punishment ➺ Death penalty, Death sentence। Capital punishment এর আক্ষরিক অনুবাদ করলে হবে 'সর্ব্বোচ্চ শাস্তি'। সুতরাং এটা এভাবেই মনে রাখা যায়।

❐ Call to mind ➺ Keep or bear in mind, Remember অর্থাৎ কাউকে স্মরণ করা। মনে রাখার কৌশল : আমাদের যখন কাউকে মনে পড়ে তাকে আমরা মোবাইলে কল করি। সুতরাং মনে পড়লে কল করা বা Call to mind।

❐ Cut off a corner ➺ কোনাকুনি পার হওয়া দ্রুত যাওয়ার জন্যে বা to take a short cut (সংক্ষিপ্ত পথে চলা)।

❐ Cat's sleep ➺ Pretention of sleep বা ফন্দি আটা বা ভান করা। কথায় আছে বিড়াল তপস্যা মানে হলো ধৈর্য নিয়ে থাকা। খুব বেশি সময় ধৈর্য ধরে থাকলে মনে হবে ঘুমিয়ে বা নেতিয়ে গেছে। মনে রাখার কৌশলঃ বিড়ালের ঘুম মানেই ফন্দি আটা বা Cat's sleep।

❐ Come to light ➺ Become known বা To publishpublish অর্থাৎ কোনোকিছু প্রকাশ পাওয়া। অন্ধকার থেকে আলোতে আসলে সবকিছু দেখা যায় বা প্রকাশ পায়। তারমানে আলোতে আসলে দেখতে পাওয়া যায় অর্থাৎ Come to light।

❐ Culpable homicide ➺ আইনত দণ্ডনীয় কিন্তু ইচ্ছাকৃত নয় এমন নরহত্যা।


 

📖 D

❐ Dog days ➺ এর অর্থ হলো Hot weather বা সবচেয়ে উষ্ণতম বা গরম দিন, দুঃসময়। কিন্তু যদি আক্ষরিক অনুবাদ করি তবে Dog days মানে 'কুকুর দিন' অর্থাৎ একটা কথা মনে আসে আমরা যখন কাউকে কুকুর বলে গালি দেই তারমানে সে খুব খারাপ। মনে রাখার সহক কৌশল: দিনের আবহাওয়া যখন গরম/ খারাপ/ Hot থাকে, তখন ঐ দিনটাকে বলা হয় Dog days

টিপস ➺ Dog days – বছরের উষ্ণতম সময় (জুলাই-আগস্ট)

❐ A Dark (coloured) Horse ➺ মনে রাখার কৌশল : A Dark Horse বা A Dark coloured Horse এই phrase টির dark অর্থ অন্ধকার বা কালো আর বাস্তবে কালো ঘোড়া নাই বললেই চলে এখন বা আমাদের কাছে কালো ঘোড়া অদেখা/ অপরিচিত। সুতরাং A Dark Horse অর্থ- অপরিচিত/ Unfamiliar/ Strange man/ অজানা অতীত/ অজানা গুণাগুণ সম্পন্ন মানুষ/ An unknown quality ইত্যাদি।

❐ Down to earth ➺ ধরুন, কাউকে মাটি বা পৃথিবীর নিচে রাখা হলে অর্থাৎ তিনি মারা গেছেন। আর বাস্তবতা বলে কেউ মারা গেলে তাকে মাটির নিচে রাখা হয়। সুতরাং Down to earth অর্থ বাস্তবতা বা Realistic

❐ Devil's Advocate ➺ Devil মানে শয়তান আর Advocate এর কাজ হচ্ছে কাউকে সাহায্য বা সহায়তা করা। এখন শয়তানে কাজই হচ্ছে খারাপ বা কুকর্মে সাহায্য করা। এভাবে মনে রাখুন : শয়তান কখনো ভালো কাজে সাহায্য করে না।

❐ Debut ➺ In reality, বাস্তবতা বা Down to earth

❐ Die in cast ➺ the decision that cannot be changed বা গৃহিত সিদ্ধান্ত বদলানো সম্ভব নয়।


 

📖 E

❐ Early bird / (An) early bird ➺ যে ব্যক্তি সকাল সকাল বা খুব ভোরে ঘুম থেকে ওঠে (An early riser)। মনে রাখুন : ভোরবেলা সমস্ত প্রাণীকুলের মধ্যে পাখি সকলের আগে উঠে কিচিরমিচির করে। তারমানে Early bird / (An) early bird মানে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা।

❐ Eat drink and be merry ➺ খাও দাও ফূর্তি করো এমন ধরনের ব্যক্তি epicurean : যে ইন্দ্রিয় সুখে বিশ্বাসী।

❐ Eat humble pie ➺ (Apologise) অপমান হজম করে মাফ চাওয়া।

❐ Eat into vitals ➺ (Interrupted) কোনো কিছুর মাঝখানে বাধাগ্রস্ত করা।

❐ Embrace a habit ➺ (to eagerly engage in it) কোনো কিছুর মাঝে দৃঢ়ভাবে নিয়োজিত করা অর্থাৎ to engage in it.

❐ En route ➺ (on the way) পথে।

❐ End in smoke ➺ (Fail) ব্যর্থ হওয়া বা ফলপ্রসূ না হওয়া। এমসিকিউ অপশনে সাধারণত end in nothing, to terminate without producing any result বা Come to nothing থাকে।

❐ Ended in Fiasco ➺ সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়া বা Complete failure

❐ Enough is enough ➺ যথেষ্ট পরিমাণ বা হওয়া। সাধারণ কথাবার্তায় আজকাল এটি অনেক ব্যবহৃত হয়। অর্থাৎ, ইহাই যথেষ্ট বা পর্যাপ্ত হয়েছে এখন বন্ধ করতে হবে বা আর নয় (Something to stop)

❐ Error of judgement ➺ ভুল সিদ্ধান্ত বা বাজে সিদ্ধান্ত।

❐ Escape by a hair's breadth ➺ কোনো মতে বা অল্পের জন্যে রক্ষা পাওয়া। He escaped by a hair's breadth. অর্থাৎ, সে অল্পের জন্যে রক্ষা পেল।

❐ Etc. / et cetera ➺ (et cetera) ইত্যাদি। আমরা সাধারণত অতিরিক্ত বা আরো কিছু আছে এমন মেনশনে Etc ব্যবহার করে থাকি।

❐ Every inch ➺ top to bottom, entirely, completely, পুরোপুরি, আপাদমস্তক বা সম্পূর্ণভাবে।

❐ Eye to eye ➺ একমত পোষণ করা (adhering to the same view).


 

📖 F

❐ Face the nusic ➺ পরীক্ষা বা বিপদের সময়ে ভীত না হয়ে তা সমাধান করা।

❐ Face to face - in person ➺ স্বয়ং উপস্থিত হয়ে কথাবার্তা বলা।

❐ Fag end ➺ কোনো কিছুর শেষ অংশ / সিগারেটের মোতা। ধূমপান করার পর সিগারেটের যে অংশ অবশিষ্ট থাকে অর্থাৎ অবশিষ্ট শেষাংশ।

❐ Fall a victim to ➺ কোনো ক্ষতির শিকার হওয়া, To be injured, Damaged or killed by something.

❐ Fish in trouble waters ➺ ঘোলা জলে মাছ শিকার করা, নিজের সুবিধার জন্যে আদায় করা, Take advantage to disturbed situation, To make a personal profit out of disturbance.

❐ First language ➺ মাতৃভাষা, প্রধান ভাষা বা যে ভাষা আমরা প্রথমে শুনি। Mother tongue, Main language.

❐ Fair play vs Foul play☛

❐ Fair play ➺ খেলার নিয়ম অনুসারে খেলা।

❐ Foul play ➺ প্রতারণাপূর্ণ কাজ, অসদাচরণ, Unfair act.


 

❐ Fish out water vs To fish in a trouble water

❐ Fish out water ➺ অস্বস্তিকর অবস্থা, In an uneasy situation। টিপস: মাছ পানির উপরে থাকলে তার অবস্থা বিপদজনক হয়।

❐ To fish in a trouble water ➺ মানে To take advantage of disturbed situation অর্থাৎ এলোমেলো অবস্থার সুযোগ নেওয়া।

❐ Few and far between ➺ আমরা জানি, few মানে কম/ নাবোধক আর far মানে অনেক দূরে অর্থাৎ দুজনের মাঝে খুব কম থেকে খুব বেশির মাঝামাঝি। এভাবে ভাবুন দূরত্ব বেশি তাই অনেকদিন পরপর দেখা হয়। তাই এই Phrase এর বাংলা কদাচিৎ/ খুবই কম/ অনেক দূরে/ Very few/ Very rarely/ Not frequent/ Rare/ দীর্ঘ সময় পর/ দীর্ঘসূত্রিকা।


 

📖 G

❐ Green horn ➺ এরকম করে মনে রাখুন: Green মানে সবুজ আর horn মানে শিং, যখন কোনো প্রাণীর নতুন শিং গজায় তখন এটি নরম বা কাঁচা থাকে। এরূপ অর্থের সাথে মানুষের কোনো কাজের শুরুতে যে কম দক্ষতা থাকে তাকে বুঝানে হয়। অর্থাৎ Green horn মানে অনভিজ্ঞ কোন ব্যক্তি (Inexperienced)

❐ Give my right arm ➺ মানে কোনো কিছু পাওয়ার জন্যে Sacrifice বা ত্যাগ স্বীকার করতে রাজি থাকা।/ Do absolutely anything.

❐ Gala day বা A gala day ➺ আনন্দের দিন, উৎসবের দিন। A day of festivity

❐ Get along with ➺ To adjust বা তাল মিলিয়ে চলা।

❐ Get wind of something ➺ Hear of something বা আভাস পাওয়া।

❐ Go all Out ➺ Try hard বা সর্বশক্তি দিয়ে চেষ্টা করা।

❐ Good terms ➺ Warm relationship / সুসম্পর্ক / উষ্ণ সম্পর্ক।

❐ Give up the host ➺ To die বা মারা যাওয়া।


 

📖 H

❐ Heart and Soul ➺ এগুলো মানব জীবনের সবচেয়ে বড় কোন অংশ। যখন বলা হয় কেউ কোনো কাজে Heart and Soul চেষ্টা করছে, তার মানে হল সে প্রাণপনে বা জীবন দিয়ে চেষ্টা করছে। Heart and Soul এর অন্যান্য অর্থ হল : Earnestly, Completely, With utmost effort. অত্যন্ত আন্তরিকতার সাথে, With all energy (সর্বশক্তিতে) ইত্যাদি।

❐ Half the battle ➺ Substantial asset বা গুরুত্বপূর্ণ।

❐ Hand about ➺ কোনোকিছুর আশেপাশে ঘুরাঘুরি করা।

❐ Hanging fire ➺ Going on slow বা ধীর গতিতে কোন কাজ চলা।

❐ Harp on the same strings ➺ Repeat tediously বা বিরক্তিকর পুনরাবৃত্তি করা, বিরক্তি নিয়ে বারবার বলা।

❐ Have axe to grind ➺ ব্যক্তিস্বার্থ জড়িত থাকা।

❐ Have eyes at the back of the head ➺ সবকিছুতে নজর থাকা।

❐ Have full hands ➺ কোনো কিছুতে এতটাই ব্যস্ত থাকা যে অন্য কোনো কিছু করার সময় নেই।

❐ Have your cake and eat it (too) ➺ Have it both ways; একটি জিনিসের যতগুলো সুবিধা আছে তার সবগুলোই নেওয়ার চেষ্টা করা মানে গাছেরও খাওয়া এবং তলারও কুড়ানো।

❐ Have something in common ➺ চরিত, আগ্রহ, অভিজ্ঞতা অথবা অন্য কোনো বৈশিষ্ট্য কারো সাথে মিল থাকা।

❐ Head over heels in love ➺ প্রচুর ভালবাসা, আন্তরিকতা।

❐ Hire a man ➺ কাউকে কোনো বিশেষ কাজে নিযুক্ত করা।

❐ Hit below the belt ➺ Hit unfairly, mainly in Boxing give a foul blow বা প্রতিযোগীতায় অসৎ উপায় অবলম্বন করা।

❐ Hobson's choice ➺ No choice, যে ক্ষেত্রে পছন্দ করার মতন কোনো বিকল্প উপায় থাকে না।


 

📖 I

❐ In no time ➺ খুব দ্রুত অর্থাৎ, Very quickly। সাধারণ ভাবেই ভাবুন, আমরা অনেক সময় বলে থাকি তাড়াতাড়ি কাজ করো সময় নেই। অর্থাৎ খুব দ্রুত/শীঘ্রই বুঝাতে In no time ইউস করতে হয়। এর অন্যান্য সমার্থক শব্দ: Very soon/ Soon/ in a relatively short time/ very quickly

❐ In a short ➺ সংক্ষেপে, Briefly, In a word। এটি কমিউনিকেটিভ ল্যাংগুয়েজে এখন অনেকটা কমন হয়ে গেছে।

❐ In cold blood ➺ ঠান্ডা মাথায়, Without provocation।

❐ In high spirits ➺ অতি উৎসাহী, উদ্বিগ্ন, চিন্তিত।

❐ In leaps and bounds ➺ দ্রুত গতিতে।

❐ In turn ➺ Insure, দো-মনা।

❐ In the guise of ➺ Pretentiously বা ছদ্মবেশে।

❐ In the long run ➺ Ultimately বা পরিশেষে।


 

📖 J

❐ Jack of all trades ➺ All knowing বা সবজান্তা, Someone who can do many different types of things।

❐ Jaundiced eye ➺ Jealously অর্থাৎ, হিংসা বা ঈর্ষা করা, বিকৃত দৃষ্টিভঙ্গি।

❐ Jog trot ➺ Slow motion বা ধীর গতিতে চলা।

❐ Jump through hoops ➺ To do something complicated অর্থাৎ জটিল করা।


 

📖 K

❐ Kiss the dust ➺ Surrender, আত্মসমর্পণ করা, নিহিত হওয়া, বিজয়ীর কাছে আত্মসমর্পণ করা। এটিকে Kiss in the ground ও বলা যায়। সুতরাং Kiss the dust এবং Kiss in the ground একই অর্থ প্রদান করে মনে রাখুন।

❐ Kith and kin ➺ এভাবে মনে রাখুনঃ Kith মানে পরিচিত জন, আর kin মানে কুটুম বা আত্মীয়। তাহলে এই শব্দ দুটি একসাথে এড করলে বাংলা অর্থ দাঁড়ায় আত্মীয় স্বজন বা পরিচিত জন। যেমন— All my kith and kin left me (আমার সকল আত্মীয় স্বজন আমাকে ত্যাগ করলো।)

❐ Keep an eye ➺ কেন কিছু বা কারো উপর নজর রাখা।

❐ Keep one's head ➺ Keep clam বা শান্ত থাকা/শান্ত রাখা।

❐ Keep our fingers crossed ➺ To hope that things will happen in the way that you want them to. অর্থাৎ, যেমন চাই তেমন একটা আশা করা।

❐ Keep the wolf from the door ➺ Keep away from extreme poverty। মানে ক্ষুধার জ্বালা মেটানো, দরিদ্রতা ঠেকানো।

❐ Keep your chin up ➺ Be cheerful, কঠিন অবস্থাতেও হাসিখুশি থাকা।

❐ Know how ➺ Knowledge বা বাস্তব জ্ঞান।

❐ Kick the bucket ➺ Die বা মারা যাওয়া।


 

📖 L

❐ Lingua Franca ➺ এটি গুরুত্বপূর্ণ একটি idioms তাই এটি ভালো করে মনে রাখুন। Lingua Franca এখানে দুটি শব্দ আছে এবং তাদের মূল উৎস ইতালিয়ান ও পর্তুগিজ। এই phrase টি ১১শ শতক থেকে আজ পর্যন্ত বহুল পরিচিত যা আন্তর্জাতিক বাণিজ্য ও যোগাযোগের সাথে জড়িত। যখন কোথাও একাধিক ভাষার মানুষের মধ্যে যোগাযোগ দরকার হয়; তখন সবাই যেন বুঝতে পারে এমন একটি ভাষার প্রয়োজন হয়। আর এই ভাষাটিকে বলা হয় Lingua Franca। সুতরাং এটি একটি ল্যাগুয়েজ। এই Phrase টির আরো বিকল্প কিছু নাম হলঃ Bridge language, Common language, Trade language, Link language, Auxiliary language, Vehicular language, Mixed language ইত্যাদি।

❐ Lachrymose (ল্যাকরিমস) nature ➺ Prone to tear, কান্না প্রবণ, খুব সহজেই কান্না করে এমন।

❐ Lame excuse ➺ Bad plea, বাজে ওজর, মিথ্যা ওজুহাত

❐ Lead story ➺ সংবাদ শিরোনাম, Important news

❐ Lend me your ears ➺ মনোযোগ দেয়া।

❐ Leave no stobe unturned ➺ Try every possible way, চেষ্টার ত্রুটি না করা।

❐ Let something run its course ➺ To let something finish in its natural time.

❐ Let the grass grow under his feet ➺ সময় অপচয় না করা, অযথা সময় নষ্ট না করা।

❐ Let the things slide ➺ Ignore, অজানা রাখা, অবহেলা করা।

❐ Life and death ➺ জীবন মরণ চেষ্টা, ব্যাপক উৎসাহ বা আগ্রহ নিয়ে কাজ করা।

❐ Life and soul ➺ Main support, জীবনে বেঁচে থাকার প্রধান উপাদান।

❐ Loaves and fishes ➺ Personal gains, নিজস্ব স্বার্থ।

❐ Logger heads ➺ দা কুমড়া সম্পর্ক।

❐ Long face ➺ A sad face, বিমর্ষ চেহারা।

❐ Lose heart ➺ Be disheartened, হতাশ হওয়া।


 

📖 M

❐ A man of letters / A man of parts ➺ A man of letters এর মানে বিদ্বান, পণ্ডিত, জ্ঞানী, মেধাবী ব্যক্তি আর A man of parts মানে একজন ব্যক্তির অনেকগুলো গুণ থাকা। অর্থাৎ দুটি phrase প্রায় একই অর্থ নির্দেশ করতেছে।

❐ Maiden speech/ Maiden voyages/ Maiden century ➺ এখানে Maiden speech শব্দটি ব্যবহৃত হয় যখন কোন British Parliament Member উক্ত পার্লামেন্টে তার প্রথম বক্তৃতা দেয়। আসলে Maiden অর্থ প্রথম/1st কোন কাজ করা। যেমন— Maiden voyages মানে ১ম যাত্রা আর Maiden century মানে ১ম শতক (১০০)।

❐ Mad about ➺ মরিয়া হয়ে কোনো বিষয়ে মনোযোগ বা নজর দেওয়া।

❐ Make friends with (sb) ➺ কারো সাথে বন্ধুত্ব করা, বন্ধু হওয়া।

❐ Man does not live by bread alone ➺ Man needs other things too/ বেঁচে থাকার জন্যে মানুষের খাদ্য ব্যতিত আরো অন্যান্য অনেক কিছুর দরকার হয়।

❐ Man wicked ➺ (হাড়ে হাড়ে বা সম্পূর্ণভাবে বজ্জাত বা খারাপ) যেমন: সে হাড়ে হাড়ে বা সম্পূর্ণভাবে একজন বজ্জাত বা খারাপ লোক। He is a man of wicked.

❐ Meet one's waterloo ➺ Finally and crashingly defeated in a contest অর্থাৎ পুরোপুরি বা সম্পূর্ণভাবে কোনো প্রতিযোগিতায় চূড়ান্তরূপে পরাজিত/ পরাস্ত হওয়া।

❐ Moot point ➺ An undecided matter বা অমিমাংসিত/বিবাদের বিষয়।

❐ Move heaven to earth ➺ Try one's best to make the utmost efforts/যথাসাধ্য চেষ্টা করা।

❐ Men of light and leading ➺ Renowned man অর্থাৎ খ্যাতিমান ও নেতৃত্বস্থানীয়।

❐ Make out ➺ প্রতিপাদন করা বা প্রমাণ করা; যা prove দ্বারা প্রকাশ পায়।


 

📖 N

❐ Now and then ➺ Collins ডিকশনারী অনুসারে Now and then/ Now and again/ Every now and then/ Every now and again সবগুলোর অর্থ হচ্ছে: কখনও কখনও/ মাঝে মাঝে/ Occasionally/ Sometimes/ Irregularly ইত্যাদি।

❐ জেনে রাখুন : কখনো কখনো আপনাকে কনফিউজড করার জন্যে অপশনে Often/ Daily/ Regularly/ Repeatedly/ বারবার ঘটে এমন/ প্রায়/ Frequently/ Always ইত্যাদি থাকতে পারে যেগুলো মূলত Once and againagain এর অর্থ নির্দেশ করে। সুতরাং এ ব্যাপারে লক্ষ্য রাখবেন।

❐ Narrow escape ➺ দূর্ঘটনা থেকে অল্পের জন্যে বেঁচে যাওয়া।

❐ Nip in the bud☛ (Verb) - Destroy in the initial (অঙ্কুরে বিনষ্ট হওয়া), Destroy at the very beginning/ To be stopped in the begging.

❐ Null and void ➺ Invalid, বাতিল, অকেকো, নষ্ট।

❐ Numbskull ➺ Stupid person, নির্বোধ ব্যক্তি।

❐ Nurse a grudge ➺ মনে মনে শত্রুতা পোষণ করা।


 

📖 O

❐ Out and out ➺ Out and out এর অক্ষরানুবাদ হলো বাইরে এবং বাইরে। তারমানে যতদূর সম্ভব কোন কিছু/ অর্থাৎ সম্পূর্ণভাবে। তাই এর সঠিক ভাবার্থ হলো- Completely/ Absolutely/ In every respect/ Thoroughly/ Totally.

❐ Odds and ends ➺ এটা সেটা/ Trifle things, Scraps, ছোটো-ছোটো জিনিস।

❐ Off late/ of late ➺ Certainly, অবশ্যই।

❐ Off the record ➺ Confidential statement (গোপন বিবৃতি)।

❐ Off and on ➺ Occasionally, মাঝেমধ্যে/ Every now and then.

❐ Olive branch ➺ Bear symbol of peace (শান্তির প্রতীক বহন করা)।

❐ On purpose ➺ Internationally/ Deliberately/ Writingly, ইচ্ছাকৃতভাবে।

❐ On the contray ➺ Just opposite, বিপরীত পক্ষে।

❐ On the eve of eye ➺ Just before, প্রাক্কালে।

❐ On the horizon ➺ Likely to happen soon/ খুব দ্রুত ঘটতে যাচ্ছে এমন।

❐ On the spur of the moment ➺ Under the impulse of the moment, মূহুর্তের উত্তেজনায়।

❐ On the wane ➺ হ্রাসমান, Declining

❐ Once and again ➺ Repeatedly, Often, বারবার ঘটে এমন।

❐ Once in a blue moon ➺ Very rarely, কালেভদ্রে, কদাচিত।

❐ Out and about ➺ Active, সক্রিয়।

❐ Out and away ➺ Many times, অনেকবার।

❐ Out and out ➺ Thoroughly, খুঁটিনাটি, সম্পূর্ণরূপে।

❐ Out of date ➺ Out of fashion, অপ্রচলিত।

❐ Out of the wood ➺ Free from danger, বিপদমুক্ত।

❐ Over and again ➺ Once more/দ্বিতীয় বার থেকে শুরু করা, পুনরায় বা ২য়বার শুরু করা।

❐ Over and out ➺ End of the message.

❐ Over head and ears ➺ Deeply, গভীরভাবে।

❐ Over the top ➺ অতিরিক্ত/ বাড়াবাড়ি/ তার সাথে আরো/ Excessive।

❐ Owing to ➺ Because of, কারণে।


 

📖 R

❐ Raised his eyebrow ➺ অবজ্ঞা করা, ভ্রু-কুচকানো।

❐ For the rainy day ➺ A difficult day, খারাপ/কঠিন সময়।

❐ Rank and file ➺ Common men, সাধারণ লোক।

❐ Read between the lines ➺ গভীর মনোযোগ দিয়ে পড়া।

❐ Red handed ➺ With proof, হাতে নাতে ধরা।

❐ Red letter day ➺ Memorable day, স্মরণীয় দিন, A day of rejoicing, Bright day.

❐ Red rag to a bull ➺ A source of great irritation, ক্ষেপিয়ে দেওয়ার কারণ।

❐ Red tape ➺ Official formalities, লাল ফিতার দৌরাত্ম, লাল ফিতার বাঁধন, আমলাতান্ত্রিকতা বা এর ত্রুটি।

❐ Resolve a problem ➺ Find an answer.

❐ Riding for a fall ➺ Behaving such a way that his fall is fure, পতনের পথে অগ্রসর হওয়া/ বেপরোয়া কাজ।

❐ Road block ➺ বাঁধা/ প্রতিবন্ধকতা, Obstacle

❐ Round table conference ➺ রাজনৈতিক, ব্যবসায়িক বা অন্যান্য আলোচনা যেখানে প্রত্যেকের সমমর্যাদা ও অধিকার থাকে।

❐ Round the clock ➺ Twenty-four hours, সমস্ত দিন।

❐ Rule of thumb ➺ চলতি রীতি।

❐ Ruling passion ➺ Motive that dominates a person's life, উজ্জীবনী শক্তি যা কারো জীবনে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করে।

❐ Run counter ➺ Contradict, অস্বীকার করা।

❐ Run riot ➺ ধৃষ্টতা, কোন কিছুর তোয়াক্কা না করা, আইন না মানা।


 

📖 S

❐ Sit on the fence ➺ Sit on the fence এই phrase টিতে Sit মানে বসা আর fence মানে বেড়া। এখন বেড়া বা সীমানায় বসে থাকা মানে হচ্ছে এপাশ/ওপাশ কোনো পাশে না গিয়ে নিরপেক্ষ অবস্থানে থাকা। বাস্তবে আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা বিপদে এদিক ওদিক না থেকে নিরপেক্ষ থাকে। এই phrase টির আরো কিছু সমার্থক হল: To be impartial, To remain neutral, Remain neutral in dispute ইত্যাদি।

❐ Sine die ➺ অনির্দিষ্ট কাল, অনির্দিষ্ট সময়ের জন্যে কোনো কাজ/ সভা/ সংসদ/ ব্যবসা ইত্যাদি বন্ধ থাকা। Uncertain period, Adjourned indefinitely, Indefinite period, Uncertain ইত্যাদি।

❐ A snake in the grass ➺ ঘাস মানুষকে বসার সুন্দর জায়গা দেয় কিন্তু ঘাসের মধ্যে সাপ থাকলে তা মানুষকে কামড় দিয়ে মানুষের ক্ষতি করে থাকে। একরকম রূপে আপনার অনেক বন্ধু আছে যারা আপনার ক্ষতি করতে পারে বা চায়। এরূপ অর্থে phrase টির ভাবার্থ: লুকানো শত্রু, বন্ধুবেশে শত্রু, গুপ্ত শত্রু, Hidden enemy ইত্যাদি।

❐ Set free ➺ Liberate, মুক্ত করা।

❐ Seventh heaven ➺ In a state of supreme happiness.

❐ Silver lining ➺ Hope / আশা।

❐ Sine die ➺ অনির্দিষ্ট কাল/সময়। Uncertain period.

❐ Skim through ➺ ভাসা ভাসা পড়া।

❐ Slip of the tongue ➺ A slight mistake in speaking, কথা বলায় সামান্য ভুল।

❐ Slow coach ➺ অলস ব্যক্তি, Lazy person

❐ Smell a rat ➺ Suspect something wrong, অন্যায় কিছু সম্পর্কে সন্দেহ করা।

❐ Soft soap ➺ Flattery, তোষামোদ।

❐ Soul of wit ➺ অল্প কথায় বুঝানো বা বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া।

❐ Spectator sports ➺ আনন্দদায়ক কোনো খেলা যেখানে অনেক দর্শক থাকে।

❐ Square meal ➺ Full meal, পেট ভরা আহার।

❐ Stand out ➺ অসাধারণ/ বিশেষ ব্যক্তিতে পরিবর্তীত হওয়া/ বিশিষ্ট হওয়া।

❐ Status quo ➺ Maintain, পরিস্থিতি মোকাবিলা করা।

❐ Stay the course ➺ হাল না ছাড়া বা শেষ পর্যন্ত লেগে থাকা।

❐ Steer clear of ➺ Avoid, এড়িয়ে চলা।

❐ Stone's throw ➺ Within very short distance, অতি নিকটে।

❐ Stood me up ➺ নিজ ইচ্ছায় দেখা করার কথা বলে দেখা না করা।

❐ Straw for ➺ কারো পক্ষ নেওয়া।

❐ Straw vote/ poll ➺ Unofficial survey/ poll of public opinion, জনগণের মতামত জানার জন্যে ভোট বা জরিপ।

❐ Struck in ➺ জ্যামে আটকে থাকা।

❐ Stuff and nonsense ➺ Bad / মন্দ বা খারাপ।

❐ Swan song ➺ Last work / শেষ কর্ম, কোনো লেখক বা শিল্পীর শেষ কর্ম।

❐ To see eye with ➺ To agree with, একইভাবে কারো সাথে মিলে যাওয়া।


 

📖 T

❐ (A) tenure position ➺ কোনো কাজ বা চাকুরিতে স্থায়ী থাকা।

❐ Take after ➺ সদৃশ হওয়া, Similarity between two persons.

❐ Take full advantage ➺ সর্বোত্তম ব্যবহার করা, সঠিকভাবে কাজে লাগানো।

❐ Take one to task ➺ তিরষ্কার করা, Rebuke.

❐ Take somebody for cruising ➺ To provide entertainment.

❐ Take the bull by the horns ➺ এভাবে মনে রাখুন: ষাঁড়ের শিং ধরে টানা। অর্থঃ সাহসের সাথে শত্রুর মোকাবিলা করা, To challenge the enemy with courage.

❐ Take to heart ➺ Cut to the quick, মর্মাহত হওয়া।

❐ Taken aback ➺ অবাক হওয়া, To be surprised.

❐ Talk out ➺ আলোচনা করে সমাধান বা মীমাংসা করা।

❐ Talk through one's hat ➺ অজ্ঞতাবশত কারো সম্পর্কে না জেনে কথা বলা।

❐ That is to say ➺ একদম সঠিকভাবে বলতে গেলে, More accurately.

❐ The bottom line ➺ The most important thing, অধিক গুরুত্বপূর্ণ বিষয়।

❐ The coast is clear ➺ প্রত্যক্ষ বা মূল্য নির্ধারিত যেখানো কোনো বিপদ/সমস্যা নেই।

❐ The gift of the gab ➺ বাকপটুতা, বাচাল, চাটুকায়, শব্দবহুল।

❐ The last straw ➺ ক্ষুদ্র কিন্তু অতিরিক্ত বোঝা, Small but additional burden.

❐ The pros and cons ➺ Good and evil, For and against a thing, খুঁটিনাটি, কোনোকিছুর পক্ষে - বিপক্ষে।

❐ Three score ➺ Three times twenty (৩ বার ২০ = ৬০)

❐ Through and through ➺ Out and out, সম্পূর্ণভাবে, Completely

❐ Throw cold water ➺ Discourage, নিরুৎসাহিত করা।

❐ Time and again ➺ বারবার

❐ Tittle tattle ➺ Gossip, খোশগল্প।

❐ To be in the swim ➺ To be a part if, বিশেষ কোনো চলমান বিষয়ে জড়িত হওয়া।

❐ To be partial of something ➺ কোনোকিছু তে যুক্ত হওয়া, পছন্দ করা বা পক্ষপাত করা।

❐ To blaze a/an ___ trail ➺ To initate work in a movement, কাজের ক্ষেত্রে প্রাথমিক উদ্যোগ নেওয়া।

❐ To do away with ➺ To get rid of, মুক্ত হওয়া।

❐ To drive him ➺ কাউকে কোনো বিষয়ে জোর দিয়ে বলা।

❐ To kick the bucket ➺ পটল তোলা / মারা যাওয়া।

❐ To leave no stone unturned ➺ চেষ্টার ত্রুটি না করা, To try in all possible ways.

❐ To leave someone in the lurch ➺ বিপদের সময় কাউকে ছেড়ে যাওয়া।

❐ To lighten the atmosphere ➺ চারিদিকের উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করা, Ease a tense situation, উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করা।

❐ To lose heart ➺ হতাশ হওয়া, To lose courage.

❐ To make clean breast of ➺ To confess without reserve/ পুরোপুরি স্বীকার করা।

❐ To pour oil in trouble water ➺ শান্তনা দেওয়া।

❐ To read between the lines ➺ Extract hidden meaning, To read carefully, To find out any hidden meaning, Read critically.

❐ To turn over a new leaf ➺ Begin a new phase of life, নতুনের সূচনা, ভালোর জন্যে নতুনভাবে জীবনের নতুন কোনো উন্নত অধ্যায় শুরু করা।

❐ Tom, Dick and Harry ➺ Ordinary or a common man.

❐ Tongue in cheek ➺ Humorously, রসিকতা করে, কৌতুক ভরে।

❐ Toot your own horn ➺ Blow/Trump/ নিজের ঢাক নিজে পেটানো।

❐ Tooth and nail ➺ কোনো কিছুর সমাধান খোঁজা।

❐ Tooth for tooth ➺ To take Revenge, অন্যায়ের প্রতিশোধ।

❐ Turn a deaf ear to ➺ Pay no attention, Disregard, মনোযোগ না দেওয়া।

❐ Turn off ➺ Make someone's angry, কাউকে রাগান্বিত করা।

❐ Turns head ➺ গভীর মনোযোগ দেওয়া, Attract a lot of attention.

❐ Two left feet ➺ Not good at dancing/কোনো কাজে অদক্ষ, কারো দুটি বাম পা আছে, মানে অসুবিধাজনক কিছু। তাই এর অর্থঃ কেউ কোনো কাজে অদক্ষ।


 

📖 U

❐ Unauthorized trespass ➺ Illegal entrance, অবৈধ প্রবেশাধিকার।

❐ Up and doing ➺ Active, উদ্যোগী, তৎপর।

❐ Upper hand ➺ কারো চেয়ে বেশি সুবিধা/ কর্তৃত্ব।

❐ Uproar ➺ হৈ-হুল্লোর, হট্টগোল, Hue and cry।

❐ Ups and downs ➺ Rise and fall, উত্থান পতন।


 

📖 V

❐ Value judgement ➺ judgement based on personal views, ব্যক্তিত্ব নির্ণয়।

❐ Vice versa ➺ Orally, মৌখিক পরীক্ষা।

❐ Vote rigging ➺ Making vote forgery, ভোট জালিয়াতি করা।


 

📖 W

❐ (give) Wide Berth ➺ Keep away from/ দূরে থাকা।

❐ Wash one's hands of ➺ দায় বা সংশ্লিষ্টতা অস্বীকার করা।

❐ Wash your dirty linen in public ➺ জনসম্মুখে ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করা।

❐ Watch out ➺ Be cautious, সতর্ক হওয়া।

❐ Weal and woe ➺ Joy and sorrow, সুখ-দুঃখ।

❐ Wear and tear ➺ depreciation, ব্যবহারজনিত ক্ষয়, মূল্যহ্রাস, ব্যবসার ভাষায় অবচয়।

❐ Wear your heart on your sleeve ➺ নিজের অনুভূতি অন্যের কাছে স্পষ্ট করে দেওয়া, Allowing others to see one's feeling

❐ Weed out ➺ To get rid of, মুক্ত হওয়া।

❐ White collar job ➺ Job without manual labour, শারিরীক শ্রম বিহীন কাজ।

❐ White elephant ➺ ব্যয়সাপেক্ষ মালিকানা, Costly unprofitable undertaking

❐ Widow's mite ➺ Small contribution of a poor man, গরিবের ক্ষুদ্র দান।

❐ Wild goose chase ➺ A work without success/ Useless pursuit, ব্যর্থ চেষ্টা।

❐ Wipe out ➺ Annihilate, পরিপূর্ণরূপে ধ্বংস হওয়া।

❐ With a grain of ➺ পুরোপুরি গ্রহন না করা।

❐ With a view to ➺ উদ্দেশ্য।

❐ With flying colors ➺ ভাল ফলাফল নিয়ে বিজয়ী হওয়া, বিজয়ী হওয়া।

❐ With open arms ➺ Warmly, খোলাহাতে, মনখোলা হাতে, সাদরে গ্রহণ করা।

❐ Within a single generation ➺ A short time, সংক্ষিপ্ত সময়।

❐ Without fail ➺ সর্বদা, অবশ্যই, ব্যর্থতা ছাড়াই।

❐ Without issue ➺ childless/ have no children/ no offspring, নিঃসন্তান।

❐ Women of colour ➺ Black women

❐ Worth his salt ➺ A highly paid worker, উচ্চ পারিশ্রমিক প্রাপ্ত কর্মী।

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...