⛳Number বা বচন পরিবর্তন করার সহজ ও শর্টকাট নিয়ম… জাদুকরি টেকনিক.! 🔥 ১/২ মার্ক কমন ইনশাআল্লাহ। সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ!
❐ BCS সহ প্রায় সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় Number থেকে প্রায়ই question set করা হয়ে থাকে। Number এর ক্ষেত্রে দেখা যায় যে, Singular ও Plural number এর ব্যতিক্রম form গুলোই বেশি এসে থাকে ।
📖 Rule-1: এমন কতগুলো Noun আছে যাদের মধ্যকার Vowel পরিবর্তন করে Plural করা হয়। এগুলো হলো-
❐ Singular ➺ Plural
❐ Foot (পায়ের পাতা) ➺ Feet
❐ Goose (রাজহংসী) ➺ Geese
❐ Louse (উকুন) ➺ Lice
❐ Man (মানুষ) ➺ Men
❐ Mouse (ইঁদুর) ➺ Mice
❐ Tooth (দাঁত) ➺ Teeth
❐ Woman (মহিলা) ➺ Women
📖 Rule-2 : কোন Noun এর শেষে যদি f বা fe থাকে তাহলে Plural করার সময় f/fe এর স্থলে ves হয়। এগুলো হলো-
❐ Singular ➺ Plural
❐ Half (অর্ধেক) ➺ Halves
❐ Knife (ছুরি) ➺ Knives
❐ Leaf (পাতা) ➺ Leaves
❐ Loaf (খণ্ডরুটি) ➺ Loves
❐ Self (নিজ) ➺ Selves
❐ Thief (চোর) ➺ Thieves
❐ Wife (স্ত্রী) ➺ Wives
📖 Rule 3 : কিন্তু Noun এর শেষে ief, off, oof, erf, rife, iff, arf, urf, ulf, afe ইত্যাদি থাকে এদের পরে শুধু 's' যুক্ত হয়। এগুলো হলো-
❐ Singular ➺ Plural
❐ Cliff (পর্বত চূড়া) ➺ Cliffs
❐ Dwarf (বেটে) ➺ Dwarfs
❐ Gulf (উপসাগর) ➺ Gulfs
❐ Hoof (প্রাণীর খুর) ➺ Hoofs
❐ Roof (ছাদ) ➺ Roofs
❐ Safe (সিন্ধুক) ➺ Safes
❐ Scarf (ওড়না) ➺ Scarfs
❐ Scoff (উপহাস) ➺ Scoffs
❐ Reef (পর্বত শ্রেণি) ➺ Reefs
❐ Chief (প্রধান) ➺ Chiefs
📖 Rule - 4 : কতগুলো Noun দেখতে Singular মনে হলেও এরা মূলত Plural এবং যদি Sentence এর Subject হিসেবে বসে তাহলে Verb plural হয়। এগুলে হলো people, mankind, aristocracy, gentry (ভদ্রসম্প্রদায়), nobility, peasantry (কৃষক সম্প্রদায়), kattle, poultry, majority, tenantry (প্রজাকুল), public, clerge (যাজক সম্প্রদায়), vermin (ইদুর সম্প্রদায়), Government, police ইত্যাদি।
মনে রাখার কৌশল : সাইফুল ময়ুরীকে নিয়ে পালিয়ে Peasantry এর Cattle এর ঘরে প্রবেশ করল। সেখানে Vermin এর যন্ত্রণায় ময়ূরী চিৎকার করতে শুরু করল। তখন আশে পাশ থেকে Children রা চলে আসল। Children দের দেখে সেখানে People, Aristocracy, Nobility, Folk সবাই জমায়েত হল। তারপর সাইফুল ও ময়ূরী হাতে নাতে ধরা পড়ল। তারপর তাদের বিয়ের জন্যে Clergy কে নিয়ে আসা হল কিন্তু সাইফুল এর পকেটের Circumstances ভাল নয় শুধু Poultry ও Vegetables বিক্রির কিছু টাকা ছিল। অবশেষে তাই দিয়ে বিয়ে হলো দুইজনের ।
📖 Rule - 5 : কতগুলো Noun দেখতে Plural মনে হলেও এরা মূলত Singular এবং Singular অর্থে ব্যবহৃত হয় । এদের পর Verb singular হয় । এগুলো হলো - Economics, physics, mathematics, politics, news, innings (feft), optics, ethics, wages, athletics, electronics, statistics, gallows ইত্যাদি।
❐ 1. Which of the following words is singular?
(ক) Bushes (খ) Roofs (গ) Boxes (ঘ) Physics Show Answer
❐ উত্তরঃ (ঘ) Physics
❐ 2. Economics----my favourite subject.
(ক) is (খ) are (গ) was (ঘ) were Show Answer
❐ উত্তরঃ (ক) is
📖 Rule - 6 : কতগুলো Noun এর Singular এবং Plural একই হয়। এগুলো হলো- Deer, sheep, canon (কামান), pair (জোড়া), gross (বারো ডজন), pice (পাইস), apparatus (যন্ত্রপাতি), species (জাতি), swine (শুকুরানী), salmon (এক প্রকার মাছ), stone (পাথর), troop (সৈন্যদল) ইত্যাদি ।
❐ 1. 'Canon' শব্দটির বহুবচন----
(ক) canones (খ) canons (গ) canon (ঘ) cannons Show Answer
❐ উত্তরঃ (গ) canon
❐ 2. 'Deer' এর plural form-
(ক) Deer (খ) Deers (গ) Deerers (ঘ) Dearine Show Answer
❐ উত্তরঃ (ক) Deer
📖 Rule—7 : কতগুলো Noun আছে যাদের Singular এ একটি অর্থ এবং Plural এর দুটি অর্থ হয় । এগুলো হলো-
❐ Singular ➺ Plural
❐ Arm (বাহু) ➺ Arms- (বাহুসমূহ) ☞ Arms- (অস্ত্রশস্ত্র)
❐ Colour (রঙ) ➺ Colours- (রঙসমূহ) ☞ Colours- (পতাকাসমূহ)
❐ Circumstance (ঘটনা) ➺ Circumstances – (ঘটনাসমূহ) ☞ Circumstances- (অবস্থানসমূহ)
❐ Manner (প্রক্রিয়া) ➺ Manners – (প্রক্রিয়াসমূহ) ☞ Manners- (আচরণ)
❐ Custom (রীতিনীতি) ➺ Customs- (রীতিনীতিসমূহ) ☞ Customs-( শুল্ক )
❐ Effect (ফলাফল) ➺ Effects- (ফলাফলসমূহ) ☞ Effects- (অস্থাবর সম্পত্তি)
❐ Pain (ব্যাথা) ➺ Pains- (ব্যাথাসমূহ) ☞ Pains- (ক্লেশ)
❐ Letter (চিঠি) ➺ Letters- (চিঠিসমূহ) ☞ Letters- (বিদ্বান)
❐ Part (অংশ ) ➺ Parts- (অংশ সমূহ) ☞ Parts- ( গুণ )
❐ Premise (প্রস্তাব) ➺ Premises-(প্রস্তাবগুলো) ☞ Premises- (প্রাঙ্গণ/বাসস্থান)
❐ Quarter (এক চতুর্থাংশ) ➺ Quarters- (এক চতুর্থাংশগুলো) ☞ Quarters- (বাসা)
❐ Number (সংখ্যা) ➺ Numbers-( সংখ্যাগুলো) ☞ Numbers- (কবিতা)
❐ Spectacle (দৃশ্য ) ➺ Spectacles- (দৃশ্যাবলি) ☞ Spectacles- (চশমা)
📖 Rule-8 : কতগুলো Noun আছে যাদের Singular এ এক রকম অর্থ এবং Plural অন্যরকম অর্থ হয়। এগুলো হলো-
❐ Singular ➺ Plural
❐ Advice- (উপদেশ) ➺ Advices- (সংবাদ বা তথ্য)
❐ Air- (বাতাস, আকাশ) ➺ Airs- (গর্বিতভাব)
❐ Corn- (শস্য) ➺ Corns- (পায়ের কড়া)
❐ Good- (ভালো) ➺ Goods- (মালপত্র)
❐ Iron- (লোহা) ➺ Irons- (লোহার শিকল)
❐ Machinery - (যন্ত্রপাতি) ➺ Machineries - (যন্ত্রাংশ)
❐ Respect - (শ্রদ্ধা) ➺ Respects - (অত্যাধিক শ্রদ্ধার প্রকাশ)
❐ Return - (প্রত্যাবর্তন) ➺ Returns - (বিবরণী)
❐ Sand - (বালি) ➺ Sands - (বালিময় স্থান)
📖 Rule-9: কতগুলো Noun আছে যাদের Singular এ দুটি অর্থ এবং Plural এ একটি অর্থ হয়। এগুলো হলো-
❐ Singular ➺ Plural
❐ Abuse (অপব্যবহার) ☞Abuse (তিরস্কার) ➺ Abuses
❐ Force - (সৈন্য) ☞Force - (শক্তি) ➺ Forces
❐ Gain - (লাভ) ☞Gain (অর্জন ➺ Gains
❐ Horse - ( ঘোড়া) ☞Horse - (অশ্বারোহী সৈন্যদল) ➺ Horses
❐ Issue - (ফল) ☞Issue - (সন্তানসন্তুতি) ➺ Issues
❐ People - (জাতি) ☞People - (লোকজন) ➺ Peoples
❐ Practice - (অভ্যাস) ☞Practice - (ব্যবসা) ➺ Practices
❐ Wood (বন) ☞Wood (কাঠ) ➺ woods
📖 Rule-10 : Compound Noun গুলোকে শুধু মূল শব্দটিকে Plural করতে হবে ।
❐ Singular ➺ Plural
❐ Father-in-law ➺ Fathers-in-law
❐ Commander-in-chief ➺ Commanders-in-chief
❐ Son-in-law ➺ Sons-in-law
📖 Rule- 11 : যে সব Noun এর শেষে um আছে তদস্থলে সাধারণত a বসালে plural হয় ।
❐ Singular ➺ Plural
❐ Datum (তথ্য, উপাত্ত ) ➺ Data
❐ Medium (মাধ্যম) ➺ Media
❐ Agendum ( আলোচ্য বিষয় ) ➺ Agenda
❐ Memorandum (স্মারকলিপি) ➺ Memoranda
❐ Referendum (গণভোট) ➺ Referenda
❐ Erratum (শুদ্ধিপত্র) ➺ Errata
❐ Bacterium (জীবাণু) ➺ Bacteria
❐ Ultimatum (চরমপত্র/ শেষ শর্ত) ➺ Ultimata/ Ultimatum
❐ Aquarium ( কাঁচের মৎস্যাধার) ➺ Aquaria/ Aquariums
❐ Corrigendum ( শুদ্ধিপত্র ) ➺ Corrigenda
❐ Cranium (মাথার খুলি) ➺ Crania/ Craniums
❐ Curriculum (পাঠ্যক্রম) ➺ Curricula
❐ Addendum (পরিশিষ্ট, সংযোজন) ➺ Addenda
❐ Dictum (সত্য বাণী, নীতিবাক্য) ➺ Dicta
❐ Encomium (উচ্চ প্রশংসা) ➺ Encomia/ Encomiums
❐ Epithalamium ( বিবাহের গান ) ➺ Epithalamia, Epithalamiums
❐ Excemplum (দৃষ্টান্ত, উদাহরণ) ➺ Excempla
❐ Exordium (ভূমিকা ) ➺ Exordia/ Exordiums
❐ Flagellum ( অবলম্বন) ➺ Flagella/ Flagellums
❐ Gymnasium (ব্যায়ামগার ) ➺ Gymnasia/ Gymnnasiums
❐ Hilum (ডিম্বনাভি) ➺ Hila
❐ Hypogastrium ( উদরের মধ্যস্থলের নিম্নাংশ) ➺ Hypogastria
❐ Idolum (ভাবমূর্তি) ➺ Idola
❐ Optimum ( সর্বানুকূল অবস্থা) ➺ Optima
❐ Ovum (ডিম্বাণু) ➺ Ova
❐ Radium ( তেজস্ক্রিয় ধাতু বিশেষ ) ➺ Radia
❐ Symposium ( আলোচনা সভা ) ➺ Symposia
❐ Fulcrum ( অবলম্বন ) ➺ Fulcra / fulcrums
❐ Note : নিয়ম বহির্ভূত গুরুত্বপূর্ণ Plural form হলো।
Formula(singular) = formulae/ formulas (Plural)
📖 Rule-12 : যে সব Noun এর শেষে us আছে তদস্থলে সাধারণত i বসালে plural হয়। অথবা us এর সাথে es যোগ করতে হবে।
❐ Singular ➺ Plural
❐ Focus ( কেন্দ্র ) ➺ Foci/Focuses
❐ Alumnus ( প্রাক্তন ছাত্র ) ➺ Alumni
❐ Genius ( প্রতিভা ) ➺ Genii/Geniuses
❐ Radius ( ব্যাসার্ধ) ➺ Radii/Radiuses
❐ Locus (সঞ্চারপথ) ➺ Loci
❐ Syllabus (পাঠ্যসূচি) ➺ Syllabi/Syllabuses
❐ Terminus (শেষপ্রান্ত) ➺ Termini/Terminuses
❐ Stimulus ( উদ্দীপক) ➺ Stimuli
❐ Exceptions:
❐ Genus ( গণ ) ➺ Genera
❐ Corpus (লেখা সঙ্কলন) ➺ Corporal/Corpuses
📖 Rule-13: Singular number এর শেষে is থাকলে plural করার ক্ষেত্রে is এর পরিবর্তে es বসে ।
❐ Singular ➺ Plural
❐ Analysis-বিশ্লেষণ ➺ Analyses
❐ Axis-অক্ষ ➺ Axes
❐ Basis-ভিত্তি ➺ Bases
❐ Crisis-সংকট ➺ Crises
❐ Diagnosis-রোগ নির্ণয় ➺ Diagnoses
❐ Hypothesis - অনুমান ➺ Hypotheses
❐ Oasis - মরূদ্যান ➺ Oases
❐ Thesis - প্রবন্ধ ➺ Theses
❐ Parenthesis- বন্ধনী ➺ Parentheses
❐ Synopsis - সংক্ষিপ্তসার ➺ Synopses
📖 Rule-14 : Singular number এর শেষে u থাকলে plural করার সময় এর সাথে x অথবা s যোগ করতে হবে।
❐ Singular ➺ Plural
❐ Adieu (বিদায়) ➺ Adieux/ Adieus
❐ Bandeau (চুলের ফিতা) ➺ Bandeaux
❐ Bureau ( দপ্তর ) ➺ Bureaux/ Bureaus
❐ Flambeau (মশাল) ➺ Flambeaux/Flambeaus
❐ Milieu (পারিপার্শ্বিকতা) ➺ Millieux
❐ Plateau ( মালভূমি) ➺ Plateaux/ Plateaus
📖 Rule-15 : যে সব Noun এর শেষে ex/ix থাকে এর স্থলে সাধারণত ices বসালে Plural হয় ।
❐ Singular ➺ Plural
❐ Appendix (পরিশিষ্ট) ➺ Appendices/ Appendixes (in books)
❐ Index (সূচক, নির্ঘণ্ট) ➺ Indices
❐ Radix (উৎস) ➺ Radices
❐ Vertex (শীর্ষ) ➺ Vertices/ Vertexes
📖 Rule 16 : যে সব Noun এর শেষে on থাকে এর স্থলে সাধারণত a বসালে plural হয় ।
❐ Singular ➺ Plural
❐ Criterion ➺ Criteria
❐ Phenomenon ➺ Phenomena
📖 Rule- 17 : অন্যভাবেও Singular number থেকে Plural number হতে পারে।
❐ Singular ➺ Plural
❐ Bandit (দস্যু) ➺ Banditti/ Bandits
❐ Cherub (স্বর্গীয় দূত) ➺ Cherubim/ Cherubs
❐ Madame (ভদ্র মহিলা) ➺ Mesdames
❐ Seraph (দেবদূত) ➺ Seraphim/ Seraphs
📖 Rule- 18 : কতকগুলো Noun সবসময় Plural রূপে ব্যবহার হয় এবং এসকল Noun এর কোন Singular হয় না। Noun গুলো নিম্নরূপ:
❐ Noun ➺ বাংলা অর্থ
❐ Aborigines ➺ আদিবাসী
❐ Entrails ➺ নাড়ীভূড়ি
❐ Alms ➺ ভিক্ষা
❐ Amends ➺ ক্ষতিপূরণ
❐ Measles ➺ হাম
❐ Annals ➺ ইতিবৃত্ত/বর্ষপঞ্জি
❐ Ashes ➺ ছাই
❐ Mumps ➺ গালফোলা রোগ
❐ Nuptials ➺ বিবাহ
❐ Assets ➺ সম্পত্তি
❐ Obsequies ➺ শেষ কৃত্য
❐ Auspices ➺ পৃষ্ঠপোষকতা
❐ Odds ➺ শত্রু সকল
❐ Bellows ➺ হাপর
❐ Proceeds ➺ আয়
❐ Scissors ➺ কাঁচি
❐ Billiards ➺ এক প্রকার খেলা
❐ Bowels ➺ অস্ত্র
❐ Dregs ➺ তলানি
❐ Shears ➺ কাস্তে
❐ Spectacles ➺ চশমা
❐ Eaves ➺ ঘরের ছাঁইচ
❐ Thanks ➺ ধন্যবাদ
❐ Funds ➺ টাকা
❐ Vitals ➺ জীবনীশক্তি
❐ Goods ➺ মালপত্র
❐ Wages ➺ বেতন
❐ Oats ➺ যব
❐ Barracks ➺ ব্যারাক
❐ Outskirts ➺ প্রান্তদেশ
❐ Crossroads ➺ রাস্তার সংযোগস্থল
❐ Regards ➺ শুভেচ্ছা
❐ Remains ➺ অবশিষ্টাংশ
❐ Savings ➺ সঞ্চয়
❐ Headquarters ➺ সদর দফতর
❐ Means ➺ আয়
❐ Surroundings ➺ পরিবেষ্টন
❐ Picture মানে অংকন করা ফটো আর ছবি। আবার Picture মানে film/movie ও হতে পারে। The pictures অর্থ the cinema/ the movies.
যেমন: I can't see you in the picture. ( ফটো )
Inc : He will go to the picture to see Hamlet.
Cor : He will go to the pictures to see Hamlet.
Out of spirits (not 'out of spirit) এর অর্থ 'in bad mood/temper'.
Inc : John is out of spirit.
Cor : John is out of spirits.
Note: Out of doors (not 'out of door') একটি idiom যার অর্থ ঘরের বাইরে বা খোলা জায়গায় ।
Inc : Mary has gone out of door.
Cor : Mary has gone out of doors.
Mark অর্থ sign চিহ্ন; spot বা দাগ, Marks অর্থ পরীক্ষার প্রাপ্ত নম্বর ও হতে পারে; আবার চিহ্নসমূহ বা দাগসমূহ হতে পারে।
যেমন -: How did you get that mark on your shirt?
Inc : He has obtained full mark.
Cor : He has obtained full marks.
আদেশ বুঝাতে Orders আর বিন্যাস বা ক্রম বুঝাতে Order বসে । যেমন :
My notes are in order.
Inc : The Judge gave order to release the prisoner.
Cor : The Judge gave orders to release the prisoner.
আমরা যদি বলি He is thirteen years old. তাহলে এখানে years হবে। কিন্তু যদি old এরপর noun থাকে তাহলে শুধু year হবে। এক্ষেত্রে 'thirteen-year-old' একটি compound adjective.
Inc : I saw a thirteen-years old boy swimming in the river.
Cor : I saw a thirteen-year-old boy swimming in the river.
কাজ বুঝালে Work সব সময়ই Singular হবে। কিন্তু যদি সাহিত্যকর্ম বা কারখানা বুঝায় তাহলে Works হবে।
Inc : He has a lot of works to do today.
Cor : He has a lot of work & to do today.
Inc : The work of Shakespeare is read all over the world.
Cor : The works of Shakespeare are read all over the world.
⛳Number পরিবর্তন করার শর্টকাট নিয়ম।
📖 সাধারণ শব্দ বা s/h দ্বারা সমাপ্ত Noun গুলোর Singular - Plural করার সাধারণ নিয়ম ও ব্যতিক্রম নিয়ম : ❐ সাধারণ নিয়ম : সাধারণত Singular noun এর সাথে s যোগ করে এবং যে noun গুলোর শেষে ch, 'ক' এর মত উচ্চারণ হয় সেগুলোর সাথে s যোগ করে plural করা হয়। যেমন—
❐ Singular ➺ Plural
❐ Bag (থলে) ➺ Bags
❐ Doll (পুতুল) ➺ Dolls
❐ Boy (বালক) ➺ Boys
❐ Toy (খেলনা) ➺ Toys
❐ Monarch (মোনার্ক : সম্রাট) ➺ Monarchs
❐ Stomach (পাকস্থলি) ➺ Stomachs
📖 পার্থক্য / ব্যতিক্রম নিয়ম : Singular noun এর শেষে s, ss, sh, ch (ch –চ এর মত উচ্চারণ হলে), x, z ইত্যাদি থাকলে es যোগ করে plural করা হয়। যেমন—
❐ Singular ➺ Plural
❐ Fox (খেঁকশিয়াল) ➺ Foxes
❐ Glass (গ্লাস) ➺ Glasses
❐ Bus (বাস) ➺ Buses
❐ Box (বাক্স) ➺ Boxes
❐ Loss (হারানো) ➺ Losses
❐ Fez (টুপি) ➺ Fezzes / Fezes
❐ Branch (শাখা) ➺ Branches
❐ Dish (থালা) ➺ Dishes
📖 ইংরেজিতে f দ্বারা সমাপ্ত Noun গুলোর Singular - Plural করার সাধারণ নিয়ম ও ব্যতিক্রম নিয়ম : সাধারণ নিয়ম : Singular noun এর শেষে f বা fe থাকলে এদের স্থলে ves দিলে plural হয়৷
❐ Singular ➺ Plural
❐ Theif (চোর) ➺ Thieves
❐ Leaf (পাতা) ➺ Leaves
❐ Loaf (খন্ড) ➺ Loaves
❐ Life ➺ Lives
❐ Calf (বাছুর) ➺ Calves
❐ Wife (স্ত্রী) ➺ Wives
❐ Prince ➺ Princes
❐ Half ➺ Halves
❐ Self (নিজ) ➺ Selves
❐ Knife (চাকু) ➺ Knives
❐ Wolf ➺ Wolves
❐ Piece ➺ Pieces
📖 ব্যতিক্রম নিয়ম : তবে নিচের Noun গুলো f, fe, ef থাকলেও s যোগ করে plural হয়।
❐ Singular ➺ Plural
❐ Cheif (প্রধান) ➺ Chiefs
❐ Proof (প্রমাণ) ➺ Proofs
❐ Gulf (উপসাগর) ➺ Gulfs
❐ Belief ➺ Beliefs
❐ Cliff (খাড়া উচু পাহাড়) ➺ Cliffs
❐ Hoof (খুর) ➺ Hoofs
❐ Dwarf (বামন) ➺ Dwarfs
❐ Scarf (ওড়না) ➺ Scarfs
❐ Roof (ছাদ) ➺ Roofs
📖 ব্যতিক্রম
❐ Scarf (ওড়না) ➺ Scarves
❐ Hoof (খুর) ➺ Hooves
📖 ইংরেজিতে O দ্বারা সমাপ্ত Noun গুলোর Singular — Plural করার সাধারণ ও ব্যতিক্রম নিয়ম : ❐ সাধারণ নিয়ম : Noun এর শেষে Consonant + O থাকলে es যোগ করে plural করা হয়।
❐ Singular ➺ Plural
❐ Echo (প্রতিধ্বনি) ➺ Echoes
❐ Cargo (মালপত্র) ➺ Cargoes
❐ Tornado (ঘূর্ণিঝড়) ➺ Tornadoes
❐ Hero (নায়ক) ➺ Heroes
❐ Zero (শূন্য) ➺ Zeroes
❐ Volcano (আগ্নেয়গিরি) ➺ Volcanoes
❐ Tomato (টমেটো) ➺ Tomatoes
📖 ব্যতিক্রম
❐ Mosquito (মশা) ➺ Mosquitoes / Mosquitos
❐ Calico (বিছানার চাদর) ➺ Calicos / Calicoes
📖 ব্যতিক্রম নিয়ম :Vowel + O থাকলে S যোগ করে Plural করা হয়।
❐ Singular ➺ Plural
❐ Bamboo (বাঁশ) ➺ Bamboos
❐ Radio (বেতার যন্ত্র) ➺ Radios
❐ Cuckoo (কোকিল) ➺ Cuckoos
❐ Studio (চিত্রকরের কর্মশালা) ➺ Studios
📖 ব্যতিক্রম
❐ Photo (ছবি) ➺ Photos
❐ Canto (কবিতার খণ্ড) ➺ Cantos
❐ Piano (বাদ্যযন্ত্র) ➺ Pianos
❐ Halo (জ্যোতির্মন্ডল) ➺ Halos
📖 ইংরেজিতে Y দ্বারা সমাপ্ত Noun গুলোর Singular — Plural করার সাধারণ ও ব্যতিক্রম নিয়ম : ❐ সাধারণ নিয়ম : Noun এর শেষে Consonant + y থাকলে y এর পরিবর্তে ies যোগ করে plural করা হয়।
❐ Singular ➺ Plural
❐ Lady (ভদ্র মহিলা) ➺ Ladies
❐ Army (সেনাবাহিনী) ➺ Armies
❐ Baby (শিশু) ➺ Babies
❐ Spy (গোয়েন্দা) ➺ Spies
❐ Fly (মাছি) ➺ Flies
❐ Fly (উড়া) ➺ Flies
📖 ব্যতিক্রম নিয়ম : Noun এর শেষে vowel + y থাকলে, s যোগ করে plural করা হয়।
❐ Singular ➺ Plural
❐ Toy (খেলনা) ➺ Toys
❐ Day (দিন) ➺ Days
❐ Key (চাবি) ➺ Keys
❐ Attorney (আমমোক্তার) ➺ Attorneys
❐ Boy (বালক) ➺ Boys
❐ Way (পথ) ➺ Ways
❐ Play (খেলা) ➺ Plays
📖 ইংরেজি শব্দের অন্তর্গত Vowel / Consonant পরিবর্তন করে Singular — Plural করার নিয়ম : কিছু শব্দ vowel পরিবর্তনে plural হয়। যেমন :
❐ Singular ➺ Plural
❐ Woman (মহিলা) ➺ Women
❐ Goose (রাজহংস) ➺ Geese
❐ Foot (পায়ের পাতা) ➺ Feet
❐ Man (পুরুষ) ➺ Men
❐ Tooth (দাঁত) ➺ Teeth
📖 ব্যতিক্রম
❐ Brahman (ধর্ম যাজক শ্রেণী) ➺ Brahmans
❐ German ➺ Germans
📖 কিছু শব্দ vowel ও Consonant পরিবর্তনে plural হয়। যেমন :
❐ Singular ➺ Plural
❐ Mouse ➺ Mice
❐ Ox (ষাঁড়) ➺ Oxen
❐ Louse (উকুন) ➺ Lice
❐ Dormouse (অলস প্রাণী) ➺ Dormice
📖 ব্যতিক্রম (ren, ne, ce যুক্ত হয়ে plural হয়)
❐ Singular ➺ Plural
❐ Child (শিশু) ➺ Children
❐ Die (মুদ্রা তৈরির ছাঁচ) ➺ Dice/ Dies
❐ Cow (গরু) ➺ Kine/ Cows
📖 যে Noun গুলো সর্বদা Singular হয়, এরূপ Noun List দেখুন :
❐ সর্বদা Singular Noun List : Uncountable Noun গুলো সর্বদা Singular number হিসেবে ব্যবহৃত হয়। এদের সাথে s যোগ হয় না কারণ এরা plural হয় না। যেমন— Information (তথ্য, Bread (রুটি), Soap (সাবান), Alphabet (বর্ণমালা), Abuse (অপব্যবহার), Furniture (আসবাবপত্র), Equipment (সরঞ্জাম), poetry, scenery, advice etc.
📖 যে Noun গুলো সর্বদা Plural হয়, এরূপ Noun List দেখুন :
❐ সর্বদা Plural Noun List : Aborigines (আদিবাসি), scissors (কাঁচি), bowels (নাড়িভূঁড়ি), vitals (জীবনীশক্তি), savings (সঞ্চয়), nuptials (বিবাহ), tidings (সংবাদ), trousers (পাজামা), Spectacles (চশমা), assets, belongings (অধিকার ভুক্ত জিনিস), riches (সম্পদ), amends (ক্ষতিপূরণ), alms (ভিক্ষার কাপড়, খাদ্য ইত্যাদি জিনিসপত্র)।
❐ গল্পের আকারে সহজেই উপরের শব্দগুলো মনে রাখুন— (গল্পের noun গুলো সর্বদা plural number হিসেবে ব্যবহৃত হয়, এদের কোন singular রূপ নেই।
❐ গল্প : Aborigines (আদিবাসি) –রা scissors (কাঁচি) দিয়ে bowels (নাড়িভূঁড়ি) কেটে খায়। আর vitals (জীবনীশক্তি) savings (সঞ্চয়) করে। একদিন এক nuptials (বিবাহ) অনুষ্ঠান থেকে tidings (সংবাদ) এল তাদেরকে সেখানে যেতে হবে। তাই তারা trousers (পাজামা) ও spectacles (চশমা) পড়ে সেখানে গেল। তারপর সকল assets, belongings (অধিকার ভুক্ত জিনিস) ও riches (সম্পদ) নিয়ে চলে এলো। এই বিপদে লোকজন amends (ক্ষতিপূরণ) হিসেবে alms (ভিক্ষার কাপড়, খাদ্য ইত্যাদি জিনিসপত্র) দিয়ে কোনো মতে সমাধান করলো।
❐ [নোট : Beggar অর্থ ভিক্ষুক আর alms অর্থ ভিক্ষার কাপড়, খাদ্য ইত্যাদি জিনিসপত্র।]
❐ Attention : Pants, trousers, spectacles (চশমা), scissors (কাঁচি) ইত্যাদির ২ টি অংশ থাকে বিধায় এরা plural হিসেবে বিবেচ্য।
📖 শব্দের শেষে ' S ' থাকলেও Singular আবার ' S ' না থাকলেও Plural এরূপ Noun List দেখুন :
❐ Noun + ' S/es ' : আমরা সাধারণভাবে জানি যে কোন noun এর সাথে s/es থাকলে উক্ত noun টি Plural কিন্তু এরূপ অনেক noun আছে যেগুলোর সাথে ' s ' থাকলেও singular (noun / number)। আবার এরূপ অনেক noun আছে যেগুলোর সাথে " s " না থাকলেও plural (noun / number) ; এরূপ number গুলোর উদাহরণ নিম্নে দেওয়া হল—
📖 শব্দের শেষে ' S ' থাকলেও Singular noun/ number :
❐ News (সংবাদ)
❐ Statistics (পরিসংখ্যান)
❐ Semantics (অর্থতত্ত্ব)
❐ Physics (পদার্থ)
❐ Linguistics (ভাষা বিজ্ঞান)
❐ Athletes (ক্রিয়া অনুশীলন)
❐ Mathematics (গণিত)
❐ Ethics (নীতিবিদ্যা)
❐ Economies (অর্থনীতি)
❐ Civics (পৌরণীতি)
❐ Optics (আলোকবিদ্যা)
❐ Phonetics (ধ্বনিতত্ব)
❐ Gallows (ফাঁসি কাষ্ঠ)
❐ Innings (পর্ব)
❐ Politics (রাজনীতি)
📖 শব্দের শেষে ' S ' না থাকলেও plural noun / number :
❐ People (লোকজন)
❐ Public (লোকজন)
❐ Majority (অধিকাংশ)
❐ Perfumery (সুগন্ধি দ্রব্য সমূহ)
❐ Government (সরকার জোট)
❐ Peasantry (কৃষক সম্প্রদায়)
❐ Gentry (ভদ্র সম্প্রদায়)
❐ Police (পুলিশ)
❐ Mankind (মানবজাতি)
❐ Gentry (ভদ্র সম্প্রদায়)
❐ Cattle (গবাদি পশুর দল)
❐ Aristocracy (অভিজাত সম্প্রদায়)
❐ Children (শিশুরা)
❐ Clergy (ধর্ম যাজক)
❐ Vermin (কীটপতঙ্গ)
❐ Poultry (হাঁস মুরগী)
❐ Off-spring (সন্তান - সন্তুতি)
❐ নোট : Gallows শব্দটি plural ও হতে পারে। বিভিন্ন বিষয় শাস্ত্র / বিদ্যা / নীতি / তত্ত্ব / রোগ / খেলার ইত্যাদি নামের শেষে ' S ' থাকলেও তা Sungar হয়। যেমন— Billiards (এক প্রকার খেলা)।
❐ সতর্ক থাকবেন যেখানে : উপরের সকল শব্দগুলো বাক্যে ব্যবহার হলে অর্থ অনুসারে কিন্তু Singular / Plural যে কোনটি হতে পারে। যেমন :
❐ Majority are here.
❐ The majority of foods is spoiled.
❐ People Vs Public : মনে রাখবেন People সর্বদা Plural হবে। আর Public শব্দটিকে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ব্যাকরণবিদগণ singular বা plural উভয় হিসেবে ব্যবহার দেখিয়েছেন। যেমন :
❐ Public is agree to accept this Rule.
❐ Public are dispersed by the police.
❐ তাই পরীক্ষায় বিভিন্ন প্রশ্নে শব্দটি পেলে অবস্থা বুঝে কখন কোন অর্থে অর্থাৎ না বিবেচনা করে উত্তর করবেন।
📖 'Zero plural' / নিজেই Singular নিজেই Plural হয়? এরূপ Noun গুলোর List দেখুন :
❐ 'Zero Plural Noun List' : এরূপ অনেক Noun আছে যেগুলোর সাথে 's/es' থাকুক বা না থাকুক এরা নিজেরাই কখনো Singular আবার কখনো Plural হয়ে যায়। তবে এদের সামনে সংখ্যাবাচক শব্দ বা Determiner দেখে বুঝা যায় এরা singular নাকি plural, যেমন— Sheep নিজেই singular আবার নিজেই plural, তবে one / 1 sheep হলো singular এবং Five / 5 Sheep এভাবে লিখলেই plural হবে। (Sheep শব্দের সাথে s যোগের দরকার হয় না।) এরকম আরো গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ নিচে দেখুন :
❐ Singular ➺ Plural
❐ Sheep (ভেড়া) ➺ Sheep
❐ Deer (হরিণ) ➺ Deer
❐ Pair (জোড়া) ➺ Pair
❐ Dozen (আক্ষরিক অর্থে ১২) ➺ Dozen
❐ Gross (১২ ডজন) ➺ Gross
❐ Score (আক্ষরিক অর্থে ২০) ➺ Score
❐ Fish (মাছ) ➺ Fish (es)
❐ Hundred (শতক) ➺ Hundred
❐ Thousand (হাজার) ➺ Thousand
❐ Million (দশ লক্ষ) ➺ Million
❐ Billion (একশ কোটি) ➺ Billion
❐ Corps (সৈন্যের ভাগ) ➺ Corps
❐ Species (প্রজাতি) ➺ Species
❐ Swine (শূকর) ➺ Swine
❐ Public (জনগণ) ➺ Public
❐ Cannon (ক্যানন : কামান) ➺ Cannon / Cannons
❐ Aircraft (বিমান) ➺ Aircraft
❐ নোট : Hundred, Thousand, Million, Billion শব্দগুলো অর্নিদিষ্ট সংখ্যক অর্থ দিতে এদের সাথে ' S ' যোগ করা হয়। যেমন—
❐ Thousands of people were present in Bangabandhu's Speech on 7 march in 1971.
❐ হাজার হাজার লোক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে উপস্থিত ছিল।
📖 ইংরেজি বর্ণ, সংখ্যা, সংক্ষিপ্ত নাম এবং প্রতীকগুলো Plural করার নিয়ম কী?
❐ নিয়ম : ইংরেজি বর্ণ, সংখ্যা, সংক্ষিপ্ত নাম এবং প্রতীকের শেষে apostrophe ('s) যোগ করে Plural করা হয়। যেমন— one t = ১ টা টি এবং five t's = টিগুলো ইত্যাদি।
❐ Singular ➺ Plural
❐ Ten ➺ ten's
❐ t ➺ t's
❐ 2 ➺ 2's
❐ BBA ➺ BBA's
❐ MBA ➺ MBA's
📖 ব্যতিক্রম : ১ — Advanced Learner দের জন্য : নিম্নের Uncountable Noun গুলোর সাথে S যুক্ত হলে অর্থ পরিবর্তন হয়ে Plural হয়। নিম্নে এরকম কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ তুলে ধরা হলো :
❐ Singular ➺ Plural
❐ Advice (উপদেশ) ➺ Advices (সংবাদ / তথ্য)
❐ Iron (লোহা) ➺ Irons (লোহার শিকল)
❐ Quarter (এক চতুর্থাংশ) ➺ Quarters (ত্রৈমাসিক)
❐ Air (বাতাস) ➺ Airs (গর্বিতভার)
❐ Return (প্রত্যাবর্তন) ➺ Returns (বিবরণী)
❐ Sand (বালি) ➺ Sands (মরুভূমি)
📖 ব্যতিক্রম : ২ — Advanced Learner দের জন্য : নিম্নের Noun গুলোর সাথে S যুক্ত হলে দ্বৈত অর্থে পরিবর্তন হয়ে Plural হয়। নিম্নে এরকম কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ তুলে ধরা হলো :
❐ Singular ➺ Plural
❐ Arm (বাহু) ➺ Arms (বাহুগুলো / অস্ত্রশস্ত্র)
❐ Custom (রীতি) ➺ Customs (রীতিসমূহ / শুল্ক)
❐ Minute (মিনিট) ➺ Minutes (মিনিটগুলো / সভার কার্যবিবরণী)
📖 Italy, Hebrew এবং French শব্দের Singular – Plural এর উদাহরণ দেখুন :
❐ Singular ➺ Plural
❐ Seraph (দেবদূত, এটি Hebrew শব্দ) ➺ Seraphim / Seraphs (দেবদূতরা)
❐ Bandit (জলদস্যু, এটি ইতালিয়ান শব্দ) ➺ Banditti / Bandits (জলদস্যুরা)
❐ Mr. (জনাব) ➺ Messrs (সর্বজনাব)
❐ Brother (ভাই) ➺ Brethren (ভ্রাতৃবৃন্দ)
❐ Madam / Mrs. (বেগম, এটি ফ্রেঞ্চ শব্দ) ➺ Mesdames, Madams
❐ Cherub (সুন্দর শিশু, এটি Hebrew শব্দ) ➺ Cherubim (সুন্দর শিশুরা)
❐ Mister (জনাব) ➺ Misters (সর্বজনাব)
❐ সতর্ক থাকুন : Mister Mistress feminine.
📖 Compound Noun এর Singular — Plural এর উদাহরণ দেখুন :
❐ Singular ➺ Plural
❐ Father in law ➺ Fathers in law
❐ Brother in law ➺ Brothers in law
❐ Woman novelist ➺ Women novelists
❐ Maid servant ➺ Maid servants
❐ Commander in cheif ➺ Commanders in cheif
❐ Advanced Learner –দের জন্যে : কিছু Feminine শব্দের Plural রূপ যেগুলো Confusion তৈরি করে :
❐ Singular ➺ Plural
❐ Actress (অভিনেত্রী) ➺ Actresses
❐ Princess (রাজকুমারী) ➺ Princesses
📖 Pronoun এর Singular — Plural রূপগুলো দেখান :
❐ Singular ➺ Plural
❐ I ➺ We
❐ Me ➺ Us
❐ My ➺ Our
❐ Mine ➺ Ours
❐ Myself ➺ Ourselves
❐ You ➺ You
❐ Your ➺ Your
❐ Yours ➺ Yours
❐ Yourself ➺ Yourselves
❐ He/She/It ➺ They
❐ Him/Her/it ➺ Them
❐ His/Her/its ➺ Their
❐ His/Hers ➺ Theirs
❐ Himself/Herself ➺ Themselves
❐ নোট : It শব্দের Plural — They ; it শব্দের Plural — them ; It শব্দের Possesive — its ; আর It's = It is ; সুতরাং its আর it's এক নয়। আবার Capital letter এর It আর Small letter এর it এক বিষয় নয়। (সতর্ক থাকুন)।
📖 এবার আরো কিছু Singular Pronoun দেখুন : anyone, anybody, anything, none, someone, somebody, something, no one, nobody, nothing, everyone, everybody, everything, each, one, every, either, neither, this, that ইত্যাদি।
📖 এবার আরো কিছু Plural Pronoun দেখুন : ❐ All, Some, these, those, several, different, both, many, few ইত্যাদি।
❐ এবার একটি মজার জিনিস জানুন :
❐ 'Singular ও Plural' শব্দ ২ টি সাধারণত Adjective। তবে এরা noun হিসেবেও ব্যবহৃত হতে পারে। সেক্ষেত্রে আবার এদের 'Singular থেকে Pluar' হতে পারে। তখন Singular শব্দটি নিজেই singular আর এর plural রূপ হলো singulars এবং 'Plural' শব্দের singular রূপ হলো plural এবং এর plural রূপ হলো 'plurals'।
❐ Q : 'Singular' শব্দের Plural কী?
❐ A : Singulars.
❐ Q : 'Plural' শব্দের Plural কী?
❐ A : Plurals.
❐ Singular ➺ Plural
❐ Singular ➺ Singulars
❐ Plural ➺ Plurals
⛳ Number পরিবর্তনের স্পেশাল কয়েকটি নিয়ম ও জাদুকরি টেকনিক.!
📖 যে-সব Singular Number এর শেষে “U” আছে; সে-সব Singular Number কে Plural Number করতে “U” এর পর “X” যুক্ত করতে হবে।
❐ Singular ➺ অর্থ ➟ Plural
❐ Adieu ➺ বিদায় ➟ Adieux
❐ Bureau ➺ দপ্তর ➟ Bureaux
❐ Gateau ➺ শৌখিন পীঠা বিশেষ ➟ Gateaux
📖 যে-সব Singular Noun এর শেষে “ON” আছে; সে-সব Singular Noun কে Plural Noun করতে “ON” এর পরিবর্তে “A” যুক্ত করতে হবে।
❐ Singular ➺ অর্থ ➟ Plural
❐ Criterion ➺ মাপদণ্ড ➟ Criteria
❐ Phenomenon ➺ ঘটনা ➟ Phenomena
📖 যে-সব Singular Number এর শেষে “IX” ও “EX” আছে; সে-সব Singular Number কে Plural Number করতে “IX” ও “EX” এর পরিবর্তে “ICES” যুক্ত করতে হবে।
❐ Singular ➺ অর্থ ➟ Plural
❐ Apex ➺ চূড়া ➟ Apices
❐ Appendix ➺ পরিশিষ্ট ➟ Appendices
❐ Index ➺ সূচি, ঘাত ➟ Indices
❐ Radix ➺ সংখ্যা পদ্ধতির ভিত্তি ➟ Radices
❐ Vertex ➺ শীর্ষ বিন্দু ➟ vertices
📖 “US” যুক্ত Noun কে Plural করার নিয়ম ▣ যে-সব Singular Number এর শেষে “US” আছে;সে-সব Singular Number কে Plural Number করতে “US” এর পরিবর্তে “I” যুক্ত করতে হবে।
❐ Singular ➺ অর্থ ➟ Plural
❐ Alumnus ➺ শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র ➟ Alumni
❐ Focus ➺ আলো, তাপ ইত্যাদির মিলনবিন্দু ➟ Foci
❐ Fungus ➺ ছত্রাক ➟ Fungi
❐ Magus ➺ যার জাদুকরী ক্ষমতা আছে ➟ Magi
❐ Meniscus ➺ তরুণাস্থির পাতলা পর্দা ➟ Menisci
❐ Nucleus ➺ মূলাধার ➟ Nuclei
❐ Radius ➺ ব্যাসার্ধ ➟ Radii
❐ Syllabus ➺ পাঠ্যসূচি ➟ Syllabi
❐ Terminus ➺ বাস বা বিমানের চলার শেষ স্থান ➟ Termini
❐ Villus ➺ ভিলাস ➟ Villi
📖 “IS” যুক্ত Noun কে Plural করার নিয়মঃ ▣ যে-সব Singular Number এর শেষে “IS” আছে; সে-সব Singular Number কে Plural Number করতে “IS” এর পরিবর্তে “ES” যুক্ত করতে হবে। Example:
❐ Singular ➺ Meaning ➟ Plural
❐ Analysis ➺ বিশ্লেষণ ➟ Analyses
❐ Axix ➺ অক্ষ ➟ Axes
❐ Basis ➺ ভিত্তি ➟ Bases
❐ Crisis ➺ সংকট ➟ Crises
❐ Diagnosis ➺ রোগ নির্ণয় ➟ Diagnoses
❐ Hypothesis ➺ অনুমান ➟ Hypotheses
❐ Oasis ➺ মরূদ্যান ➟ oases
❐ Thesis ➺ প্রবন্ধ ➟ Theses
❐ Parenthesis ➺ বন্ধনী ➟ Parentheses
❐ Synopsis ➺ সংক্ষিপ্তসার ➟ Synopses
📖 “A” যুক্ত Noun কে Plural করার নিয়ম ▣ যে-সব Singular Number এর শেষে “A” আছে; সে-সব Singular Number কে Plural Number করতে “A” এর পর “E” যুক্ত করলে Plural হয়। এ শব্দগুলো সাধারণত ল্যাটিন থেকে এসেছে।
❐ Singular ➺ অর্থ ➟ Plural
❐ Alumana ➺ শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রী ➟ Alumanae
❐ Fibula ➺ অনুজঙ্ঘাস্থি ➟ Fibulae
❐ Formula ➺ সূত্র ➟ Formulae
❐ Hyperbola ➺ পরাবৃত্ত ➟ Hyperbolae
❐ Maxilla ➺ চোয়াল ➟ Maxillae
❐ Nebula ➺ নীহারিকা ➟ Nebulae
❐ Persona ➺ ভাবনার অভিব্যক্তি ➟ Perinea
❐ Pleura ➺ ফুসফুসীয় পর্দা ➟ Pleurae
❐ Pupa ➺ শুঁয়াপোকা ➟ Pupae
❐ Tibia ➺ জঙ্ঘাস্থি ➟ Tibiae
❐ Vertebra ➺ কশেরুকা ➟ vertebrae
📖 “UM” যুক্ত Noun কে Plural করার নিয়ম ▣ যে-সব Singular Number এর শেষে “UM” আছে; সে-সব Singular Number কে Plural Number করতে “UM” এর পরিবর্তে “A” যুক্ত করতে হবে।
❐ বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে ১ টি।
❐ Singular ➺ অর্থ ➟ Plural
❐ Addendum ➺ সংযোজন ➟ Addenda
❐ Agendum ➺ আলোচ্য সূচি ➟ Agenda
❐ Datum ➺ তথ্য, উপাত্ত ➟ Data
❐ Dictum ➺ বাণী, নীতিবাক্য, অনুশাসন ➟ Dicta
❐ Erratum ➺ লেখা অথবা ছাপার ভুল ➟ Errata
❐ Ileum ➺ ক্ষুদ্রান্তরের তৃতীয়াংশ ➟ Ilea
❐ Maximum ➺ কোন কিছুর সর্বোচ্চ পরিমাণ ➟ Maxima
❐ Medium ➺ মাধ্যম ➟ Media
❐ Memorandum ➺ স্মারক ➟ Memoranda
❐ Millenium ➺ সহস্রাব্দ ➟ Millenia
❐ Minimum ➺ কোন কিছুর সর্বনিম্ন পরিমাণ ➟ Minima
❐ Optimum ➺ সবথেকে অনুকূল ➟ Optima
❐ Ovum ➺ ডিম্বাণু (৩৯তম বিসিএস প্রিলিমিনারি) ➟ ova
❐ Perineum ➺ পেরিনিয়াম ➟ Perinea
❐ Quantum ➺ ক্ষুদ্র পরিমাণ তড়িৎ চৌম্বকীয় শক্তি ➟ Quanta
❐ Rectum ➺ মলনালী ➟ Recta
❐ Referendum ➺ গণভোট ➟ Referenda
❐ Residuum ➺ অবশেষ ➟ Residua
❐ Serum ➺ রক্তের পাতলা স্বছ অংশ, রক্তাম্বু ➟ Sera
📖 যে সকল Noun এর Singular ও Plural এ ভিন্ন অর্থ হয় ▣ কতকগুলো Noun আছে যাদের একবচনে এক রকম অর্থ বহুবচনে তার ভিন্ন অর্থ।
❐ Singular ➺ অর্থ ➟ Plural ➺ অর্থ
❐ advice ➺ উপদেশ ➟ advices ➺ ব্যবসায়ের সংবাদ
❐ air ➺ বাতাস ➟ airs ➺ গর্বিতভাব
❐ corn ➺ শস্য ➟ corns ➺ পায়ের কড়া
❐ good ➺ ভাল ➟ goods ➺ মালপত্র
❐ iron ➺ লোহা ➟ irons ➺ লোহার শিকল
❐ return ➺ প্রত্যাবর্তন ➟ returns ➺ বিবরণী
❐ sand ➺ বালি ➟ sands ➺ বালিময় স্থান
📖 যে সকল Noun এর দুটি করে Singular আছে ▣ কতকগুলো Noun এর দুটি Singular form আছে, কিন্তু একটি Plural হয়।
❐ Singular ➺ প্রথম অর্থ ➺ দ্বিতীয় অর্থ ➟ Plural ➺ অর্থ
❐ abuse ➺ দুর্ব্যবহার ➺ তিরস্কার ➟ abuses ➺ দুর্ব্যবহারসমূহ
❐ foot ➺ পা ➺ পদাতিক সৈন্য ➟ feet ➺ পাগুলো
❐ force ➺ সৈন্য ➺ শক্তি ➟ forces ➺ সৈন্যদল
❐ horse ➺ ঘোড়া ➺ অশ্বারোহী সৈন্য ➟ horses ➺ ঘোড়াগুলো
❐ issue ➺ সন্তান ➺ ফল ➟ issues ➺ ফলসমূহ
❐ light ➺ প্রদীপ ➺ আলো ➟ lights ➺ প্রদীপসমূহ
❐ people ➺ জাতি ➺ লোকজন ➟ peoples ➺ জাতি সমূহ
❐ powder ➺ ঔষধের মাত্রা ➺ চূর্ণ ➟ powders ➺ ঔষধের মাত্রাগুলো
❐ practice ➺ অভ্যাস ➺ ব্যবসা ➟ practices ➺ অভ্যাসগুলো
❐ wood ➺ কাঠ ➺ বন ➟ woods ➺ অনেকগুলো বন
📖 যে সকল Noun এর দুটি করে Plural আছে ▣ কতকগুলো Noun এর দুটি Plural Form হয়, যাদের ভিন্ন ভিন্ন অর্থ হয়।
❐ Singular ➟ Plural-1 ➺ Plural-2
❐ Brother ভাই ➟ Brothers-সহোদরভাই গণ ➺ Brethren-প্রতিবেশী ভাইগন
❐ Beef-গোমাংস ➟ Beefs-বিভিন্ন প্রকার গোমাংস ➺ Beeves- ষাঁড়গুলো
❐ Cloth-কাপর ➟ Clothes- খণ্ড কাপরগুলো ➺ Cloths- পোশাক
❐ Die- মুদ্রা ছাঁচ ➟ Dies-মুদ্রার ছাঁচগুলো ➺ Dice- পাশা খেলার গুটিগুলো
❐ Fish-মাছ ➟ Fish- একজাতীয় অনেক মাছ ➺ Fishes – বিভিন্ন জাতের অনেক মাছ
❐ Genius- প্রতিভাবান ব্যক্তি ➟ Geniuses- প্রতিভাবান ব্যক্তিগণ ➺ Genii – ভূত
❐ Index- সূচিপত্র ➟ Indexes-সূচিপত্রগুলো ➺ Indices- বীজগণিতের ঘাত
❐ shot-গুলি ➟ shot-গুলিগুলো ➺ shots- গুলিছোড়ার সংখ্যা
❐ sail-পাল ➟ sail- জাহাজের সংখ্যা ➺ sails- পালগুলো
❐ staff-লাঠি ➟ staffs- কর্মচারীর সংখ্যা ➺ staves- লাঠিগুলো
❐ penny- পেনি(ইংল্যান্ডের টাকা) ➟ pennies- ঐ মুদ্রার সংখ্যা ➺ pence- মোট মূল্য
📖 যে সকল Noun এর Plural এর দুটি অর্থ হয় ▣ কতকগুলো Noun এর Singular form এর একটি অর্থ থাকলেও , Plural – এ দুটি অর্থ হয়।
❐ Singular ➺ অর্থ ➟ Plural ➺ প্রথম অর্থ ➺ দ্বিতীয় অর্থ
❐ arm ➺ বাহু ➟ arms ➺ বাহুগুলো ➺ অস্ত্রশস্ত্র
❐ circumstance ➺ ঘটনা ➟ circumstances ➺ ঘটনাগুলো ➺ অবস্থা
❐ color ➺ রঙ ➟ colors ➺ রঙগুলো ➺ পতাকা
❐ custom ➺ রীতি ➟ customs ➺ রীতিগুলো ➺ শুল্ক
❐ effect ➺ ফলাফল ➟ effects ➺ ফলাফল সমূহ ➺ অস্থাবর সম্পত্তি
❐ letter ➺ চিঠি ➟ letters ➺ চিঠিসমূহ ➺ বিদ্বান
❐ manner ➺ ধরন বা কায়দা ➟ manners ➺ কায়দাগুলো ➺ আচরণ
❐ minute ➺ মিনিট ➟ minutes ➺ মিনিটগুলো ➺ সভার কার্যবিবরণ
❐ number ➺ সংখ্যা ➟ numbers ➺ সংখ্যাগুলো ➺ কবিতা
❐ pain ➺ ব্যাথা ➟ pains ➺ ব্যাথাগুলো ➺ কষ্ট-ক্লেশ
❐ part ➺ অংশ ➟ parts ➺ অংশগুলো ➺ গুণ
❐ premise ➺ প্রস্তাব ➟ premises ➺ প্রস্তাবগুলো ➺ স্থান
❐ quater ➺ চার ভাগের একভাগ ➟ quaters ➺ একচতুর্থাংশগুলো ➺ বাসা
❐ spectacle ➺ দৃশ্য ➟ spectacles ➺ দৃশ্যগুলো ➺ চশমা
📖 যে সকল Noun সবসময় Plural অর্থে ব্যবহার হয় ▣ এই বিশেষ্যপদগুলো দেখতে এক বচনের মত হলেও এদের অর্থ বহুবচনে হয়। তাই কোন বাক্যে এরা কর্তা হিসাবে ব্যবহার হলে Verb Plural হবে।
❐ Word ➺ Meaning
❐ Aristocracy ➺ অভিজাত সম্প্রদায়
❐ artillery ➺ আগ্নেয়াস্ত্রসকল
❐ Cattle ➺ গবাদি পশু
❐ Circumstance ➺ পরিস্থিতি
❐ Clergy ➺ যাজক সম্প্রদায়
❐ Gentry ➺ ভদ্র সম্প্রদায়
❐ Government ➺ সরকার
❐ Majority ➺ সংখ্যাগুরু
❐ Mankind ➺ মানবজাতি
❐ Nobility ➺ কুলীন সম্প্রদায়
❐ Peasantry ➺ কৃষক সম্প্রদায়
❐ People ➺ মনুষ্যজাতি
❐ perfumery ➺ সুগন্ধি
❐ Police ➺ পুলিশ
❐ Poultry ➺ হাঁস মুরগী
❐ Public ➺ জনগন
❐ Tenantry ➺ প্রজাকুল
❐ Vermin ➺ ইঁদুর গোষ্ঠী
📖 যে সকল Noun এর কোন Singular রূপ নেই ▣ নিচের বিশেষয়পদগুলো দেখতেও Plural, এদের কোন Singular Form ও নেই।
❐ Word ➺ Meaning
❐ aborigines ➺ আদিম অধিবাসি
❐ alms ➺ ভিক্ষা
❐ annals ➺ ইতিবৃত্ত
❐ assets ➺ সম্পদ
❐ auspices ➺ অনুকূল
❐ bellows ➺ হাপর
❐ dregs ➺ তলানি
❐ entrails ➺ নাড়িভুঁড়ি
❐ environs ➺ শহরতলি
❐ fetters ➺ শিকল
❐ measles ➺ হাম
❐ mumps ➺ গলাফোলা
❐ nuptials ➺ বিয়ে
❐ odds ➺ বাধা বিপত্তি
❐ politics ➺ রাজনীতি
❐ proceeds ➺ আয়
❐ scissors ➺ কাঁচি
❐ shears ➺ কাস্তে
❐ spectacles ➺ চশমা
❐ tidings ➺ সংবাদ
❐ vitals ➺ জীবনী শক্তি
❐ wages ➺ মজুরি
📖 যে সকল Noun দেখতে Plural হলেও singular ▣ আমরা জানি s/es যোগকরে কোন Noun এর Plural করতে হয়। তার মানে s/es যুক্ত থাকলে তা Plural. কিন্তু সবসময় এ কথা সত্য নয়। যেমন নয় নিচের Noun গুলোর ক্ষেত্রে।
❐ Word ➺ Meaning
❐ economics ➺ অর্থনীতি
❐ gallows ➺ ফাঁসিকাষ্ঠ
❐ innings ➺ ক্রিকেটের ইনিংস
❐ mathematics ➺ গণিতশাস্ত্র
❐ news ➺ সংবাদ
❐ optics ➺ আলোকবিজ্ঞান
❐ physics ➺ পদার্থ বিদ্যা
❐ smallpox ➺ গুটিবসন্ত
📖 যে সকল Noun এর কোন Plural Form নেই ▣ এ সকল Noun এর কোন Plural Form নেই। তাই এই Noun গুলো সবসময় Singular Form এ ব্যবহার হয়।
❐ Word ➺ Meaning
❐ Bread ➺ রুটি
❐ expenditure ➺ ব্যয়
❐ furniture ➺ আসবাবপত্র
❐ machinery ➺ যন্ত্রপাতি (24তম বিসিএস প্রিলিমিনারি)
❐ poetry ➺ কাব্য, কবিতা লেখার কৌশল
❐ scenery ➺ দৃশ্য (24তম বিসিএস প্রিলিমিনারি)
❐ stationery ➺ লেখার বস্তু( লক্ষ্য করুন stationary=স্থির।)
📖 যে সকল Noun এর Singular এবং Plural একই ▣ নিচের Noun গুলোর Singular Number ও Plural Number একই। তাই বাক্যে ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে যাতে কোন ভাবে এগুলোর Plural করে না ফেলি।
❐ Word ➺ Meaning
❐ Aircraft ➺ উড়োজাহাজ
❐ apparatus ➺ যন্ত্রপাতি
❐ Cannon ➺ কামান( তবে শব্দটির s যোগে Plural ও প্রচলিত)
❐ corps ➺ সৈন্যদল
❐ deer ➺ হরিণ
❐ Dozen ➺ ১২টি।
❐ gross ➺ ১২ ডজন
❐ means ➺ উপায়
❐ Mews ➺ আস্তাবলের মত দেখতে বাড়ি ঘরের সারি
❐ pice ➺ পয়সা
❐ salmon ➺ সালমন মাছ
❐ series ➺ শ্রেণি
❐ sheep ➺ ভেরা
❐ species ➺ প্রজাতি
❐ Swine ➺ শুকুর( তবে শব্দটির s যোগে Plural ও প্রচলিত)
⛳ উপরের নিয়মের গুরুত্বপূর্ণ অনেকগুলো উদাহরণ (যেগুলো বিগত চাকরী পরীক্ষায় এসেছিল) একসাথে নিচে দেওয়া হলো—
❐ Singular ➺ Plural
❐ Addendum (পরিশিষ্ট) ➺ Addenda
❐ Agendum (আলোচ্যসূচি) ➺ Agenda
❐ Alluvium (পলিমাটি) ➺ Alluvia
❐ Alumnus (প্রাক্তন ছাত্র) ➺ Alumni
❐ Calculus (গণিতের শাখা) ➺ Calculi
❐ Aquarium (কাঁচের মৎসাধার) ➺ Aquaria / Aquariums
❐ Axis (অক্ষ) ➺ Axes
❐ Bacterium (অণুজীব) ➺ Bacteria
❐ Basis (ভিত্তি) ➺ Bases
❐ Corrigendum (সংশোধিত বিষয়) ➺ Corrigenda
❐ Crisis (অভাব) ➺ Crises
❐ Criterion (মানদন্ড) ➺ Criteria
❐ Diagnosis (রোগ নির্ণয়) ➺ Diagnoses
❐ Dictum (নীতি বাক্য) ➺ Dicta
❐ Encomium (প্রশংসা সূচক বাক্য) ➺ Encomia
❐ Erratum (ছাপার ভুল) ➺ Errata
❐ Exemplum (উদাহরণ) ➺ Exempla
❐ Flambeau (আলোর মশাল) ➺ Flambeaus
❐ Focus (কেন্দ্র) ➺ Foci / Focuses
❐ Stratum (শিলার স্তর) ➺ Strata
❐ Genius (প্রতিভা) ➺ Genii / geniuses
❐ Gymnasium (ব্যায়ামাগার) ➺ Gymnasia
❐ Hypotheses (অনুমান) ➺ Hypotheses
❐ Medium (গণমাধ্যম) ➺ Mediums / Media
❐ Memorandum (স্মারকলিপি) ➺ Memoranda
❐ Nucleus (পরমাণু) ➺ Neclei
❐ Oasis (মরুদ্যান) ➺ Oases
❐ Optimum (সর্বোচ্চ) ➺ Optima
❐ Ovum (ডিম্বানু) ➺ Ova
❐ Plectrum (হাতির দাঁতের খন্ড) ➺ Plectra
❐ Radius (ব্যাসার্ধ) ➺ Radii / Radiuses
❐ Radix (উৎস) ➺ Radicss
❐ Spectrum (আলোকছটা) ➺ Spectra
❐ Stimulus (উদ্দীপক) ➺ Stimuli
❐ Syllabus (পাঠ্যসূচী) ➺ Syllabi / Syllabuses
❐ Symposium (আলোচনা সভা) ➺ Symposia
❐ Synopsis ➺ Synopses
❐ Terminus (প্রান্তিক / শেষ) ➺ Termini
❐ Ultimatum (চরমপত্র) ➺ Ultimatums / Ultamata
❐ Vertex (শীর্ষ) ➺ Vertices
⛳ বিগত চাকরী পরীক্ষায় আসা কিছু উদাহরণ
❐ Singular ➺ Meaning ➟ Plural
❐ Addendum ➺ সংযোজন ➟ Addenda
❐ Adieu ➺ বিদায় ➟ Adieux
❐ Agendum ➺ আলোচ্য সূচি ➟ Agenda
❐ Alga ➺ শৈবাল ➟ Algae
❐ Alibi ➺ ওজর, অজুহাত ➟ Alibis
❐ Alumna ➺ শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রী ➟ Alumanae
❐ Alumnus ➺ শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র ➟ Alumni
❐ Ameba ➺ অ্যামিবা ➟ Amoebae
❐ Amoeba ➺ অ্যামিবা ➟ Amoebas
❐ Analysis ➺ বিশ্লেষণ ➟ Analyses
❐ Apex ➺ শীর্ষ বিন্দু ➟ Apices
❐ Appendix ➺ পরিশিষ্ট ➟ Appendices
❐ Armchair ➺ আরামকেদারা ➟ Armchairs
❐ Axis ➺ অক্ষরেখা ➟ Axes
❐ Bacterium ➺ ব্যক্টেরিয়া ➟ Bacteria
❐ Bandit ➺ ডাকাত ➟ Bandits
❐ Basis ➺ ভিত্তি ➟ Bases
❐ Belief ➺ বিশ্বাস ➟ Beliefs
❐ Bookcase ➺ বইয়ের তাক ➟ Bookcases
❐ Brother-in-low ➺ শালা ➟ Brothers-in-low
❐ Bureau ➺ ব্যুরো, দপ্তর ➟ Bureaus/Bureaux
❐ Cannon ➺ কামান ➟ cannon, cannons
❐ Cannula ➺ ক্যানিউলা ➟ Cannulae
❐ Canto ➺ সর্গ, অধ্যায় ➟ Cantos
❐ Cherub ➺ অনিন্দ্যসুন্দর শিশু ➟ Cherubium
❐ Child ➺ শিশু ➟ Children
❐ Cliff ➺ উঁচু খাড়া পাহার ➟ Cliffs
❐ Commander-in-chief ➺ সর্বাধিনায়ক ➟ Commanders-in-chief
❐ Compendium ➺ সংক্ষিপ্তসার ➟ Compendia/Compendiums
❐ Continuum ➺ কোন কিছু যা একটানা চলে ➟ Continua
❐ Crisis ➺ সংকট ➟ Crises
❐ Criterion ➺ মানদণ্ড ➟ Criteria
❐ Curriculum ➺ পাঠ্যসূচি ➟ Curricula
❐ Datum ➺ তথ্য, উপাত্ত ➟ Data
❐ Dictum ➺ বাণী, নীতিবাক্য, অনুশাসন ➟ Dicta
❐ Dormouse ➺ ইঁদুর সদৃশ্য প্রাণি কিন্তু ইঁদুর অপেক্ষা ছোট ➟ Dormice
❐ Dwarf ➺ বামন ➟ Dwarfs
❐ Erratum ➺ লেখা অথবা ছাপার ভুল ➟ Errata
❐ Father-in-low ➺ শ্বশুর ➟ Fathers-in-low
❐ Fibula ➺ অনুজঙ্ঘাস্থি ➟ Fibulae/Fibulas
❐ Focus ➺ আলো, তাপ ইত্যাদির মিলনবিন্দু ➟ Foci
❐ Foot ➺ পা ➟ Feet
❐ Forget-me-not ➺ একটি নীল রঙের ফুলের নাম ➟ Forget-me-nots
❐ Formula ➺ সুত্র ➟ Formulae
❐ Fungus ➺ ছত্রাক ➟ Fngi
❐ Gateau ➺ শৌখিন পীঠা বিশেষ ➟ Gateaux
❐ Genie ➺ দৈত্য ➟ Genii/Genies
❐ Genus ➺ প্রাণি বা উদ্ভিদের গণ ➟ Genera
❐ Goose ➺ রাজহংসী ➟ Geese
❐ Handful ➺ একমুঠ ➟ Handfuls
❐ Hoof ➺ খুর ➟ Hoofs
❐ Hyperbola ➺ পরাবৃত্ত ➟ Hyperbolas/Hyperbolae
❐ Hypothesis ➺ প্রকল্প, উপপ্রেমেয় ➟ Hypotheses
❐ Ileum ➺ ক্ষুদ্রান্তরের তৃতীয়াংশ ➟ Ilea
❐ Index ➺ সূচি, সূচক ➟ Indices
❐ Knight-templar ➺ নাইট টেম্পলার ➟ Knights-templars
❐ Locus ➺ সঠিক স্থান ➟ Loci
❐ Lord-justice ➺ ইংল্যান্ডের আপিল বিভাগের বিচারপতি ➟ Lords-justices
❐ Louse ➺ উকুন ➟ Lice
❐ Singular ➺ Meaning ➟ Plural
❐ Mafioso ➺ মাফিয়া সদস্য ➟ Mafiosi
❐ Magus ➺ যার জাদুকরী ক্ষমতা আছে ➟ Magi
❐ Maid Servant ➺ কাজের মেয়ে ➟ Maid servants
❐ Man ➺ পুরুষ মানুষ ➟ Men
❐ Man-servant ➺ কাজের ছেলে ➟ Men-servants
❐ Maxilla ➺ চোয়াল ➟ Maxillae
❐ Maximum ➺ কোন কিছুর সর্বোচ্চ পরিমাণ ➟ Maxima
❐ Medium ➺ মাধ্যম ➟ Media
❐ Memorandum ➺ স্মারক ➟ Memoranda
❐ Meniscus ➺ তরুণাস্থির পাতলা পর্দা ➟ Menisci
❐ Millenium ➺ সহস্রাব্দ ➟ Millenia
❐ Minimum ➺ কোন কিছুর সর্বনিম্ন পরিমাণ ➟ Minima
❐ Miscellany ➺ বিবিধ ➟ Miscellanea
❐ Mouse ➺ ইঁদুর ➟ Mice
❐ Myeloma ➺ এক ধরনের ক্যান্সার যা টিউমার হিসাবে দেখা দেয়। ➟ Myelomas
❐ Nebula ➺ নীহারিকা ➟ Nebulae
❐ Nova ➺ নবজ্যোতিষ্ক ➟ Novas/Novae
❐ Nucleus ➺ মূলাধার ➟ Nuclei
❐ Oasis ➺ মরূদ্যান ➟ Oases
❐ Optimum ➺ সবথেকে অনুকূল ➟ Optima
❐ Ovum (39তম বিসিএস প্রিলিমিনারি) ➺ ডিম্বাণু ➟ Ova
❐ Ox ➺ ষাঁড় ➟ Oxen
❐ Parenthesis ➺ বন্ধনী ➟ Parentheses
❐ Passer by ➺ পথিক ➟ Passers by
❐ Penny ➺ বৃটিশ মুদ্রা ➟ Pennies/Pence
❐ Perineum ➺ পেরিনিয়াম ➟ Perinea
❐ Persona ➺ ভাবনার অভিব্যক্তি ➟ Personas/Personae
❐ Phenomenon ➺ ঘটনা ➟ Phenomena
❐ Photo ➺ ছবি ➟ Photos
❐ Piano ➺ পিয়ানো ➟ Pianos
❐ Pleura ➺ ফুসফুসীয় পর্দা ➟ Pleurae
❐ Pupa ➺ শুঁয়াপোকা ➟ Pupae
❐ Quantum ➺ ক্ষুদ্র পরিমাণ তড়িৎ চৌম্বকীয় শক্তি ➟ Quanta
❐ Radius ➺ বাসার্ধ ➟ Radii
❐ Radix ➺ সংখ্যা পদ্ধতির ভিত্তি ➟ Radices
❐ Rectum ➺ মলনালী ➟ Rectums/Recta
❐ Reef ➺ শৈলশিরা, শৈলশ্রেণি ➟ Reefs
❐ Referendum ➺ গণভোট ➟ Referenda
❐ Reign of terror ➺ ত্রাসের রাজত্ব ➟ Reigns of terror
❐ Residuum ➺ অবশেষ ➟ Residua
❐ Roof ➺ ছাদ ➟ Roofs
❐ Safe ➺ সিন্দুক ➟ Safes
❐ Schema ➺ ছক, রূপরেখা ➟ Schemata/Schemas
❐ Semi ➺ অর্ধবৃত্ত ➟ Semis
❐ Seraph ➺ সর্বোচ্চ শ্রেণির ফেরাস্তাদের যেকোন একজন ➟ Seraphim
❐ Serum ➺ রক্তের পাতলা স্বছ অংশ, রক্তাম্বু ➟ Sera/Serums
❐ Ski ➺ আকাশ ➟ Skis
❐ Solo ➺ একক সঙ্গীত ➟ Solos
❐ Spoonful ➺ এক চামুচ পরিমাণ ➟ Spoonfuls
❐ Step Brother ➺ সৎ ভাই ➟ Step Brothers
❐ Swine ➺ শুকুর, বরাহ ➟ Swine/Swines
❐ Syllabus ➺ পাঠ্যসূচি ➟ Syllabi
❐ Synopsis ➺ রূপরেখা বা সারাংশ ➟ Synopses
❐ Synthesis ➺ সংশ্লেষণ ➟ Syntheses
❐ Tempo ➺ সঙ্গীত বা কাজের লয় ➟ Tempi/Tempos
❐ Terminus ➺ বাস বা বিমানের চলার শেষ স্থান ➟ Termini
❐ Thesis ➺ অভিসন্দর্ভ, প্রতিপাদ্ ➟ য Theses
❐ Tibia ➺ জঙ্ঘাস্থি ➟ Tibiae
❐ Tooth ➺ দাঁত ➟ Teeth
❐ Vertebra ➺ কশেরুকা ➟ vertebrae
❐ Vertex ➺ শীর্ষবিন্দু ➟ vertices
❐ Villus ➺ ভিলাস ➟ Villi
❐ Woman ➺ নারী ➟ Women
❐ Woman servant ➺ কাজের মহিলা ➟ Women Servants