Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

Parts of Speech (১৮৬৮ টি) - পর্ব - ৬

১. Noun of the word 'brief' is-

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক - আলফা- ১৮.০৪.১৪

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

Brief হল Adjective, এর noun হলো brevity, এর মানে সংক্ষিপ্ততা। সাধারণত শব্দের শেষে ness, tion, ty, sion, sure, er, or, ment, th, ance, ence, ism, ness, age, ure, ief, hood, dom, ship, cy, sy, ar, kin প্রভৃতি suffix যুক্ত থাকলে, সেগুলো noun হিসেবে বিবেচিত হয়।

স্পেশাল ব্যাখ্যাঃ

📖Brevity (noun) সংক্ষিপ্ততা: Brevity is the soul of wit, স্বল্পস্থায়িত্ব।

Brief (adjective) (briefer, briefest) সংক্ষিপ্ত; ক্ষণিক।

to be brief অল্প সময়ের মধ্যে বলা।

in brief সংক্ষেপে; অল্প কথায়।

briefly (adverb) সংক্ষেপে।

briefness [Uncountable noun] সংক্ষিপ্ততা।

brevity

shortness

briefly

None of these

২. Beauty is truth . Here 'Beauty' is _____ .

৯ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-২৩.০৮.১৩ 📖 ৮ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-৩১.০৮.১২ 📖 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৪ম পর্যায়] ২৮. ০৬.১৯

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Abstract Noun : যে Noun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুুর গুণ, অবস্থা বা কাজের নাম প্রকাশ করে তাকে Abstract Nounবলে । যেমন : Goodness, Kindness, Happiness, Beauty ইত্যাদি। Beauty nounটি বস্তুর গুন নির্দেশ করছে ।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝'Beauty is truth'. Here ' Beauty' is - an abstract noun.

❐ Abstract Noun:

❐ যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবন দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।

a pronoun

an abstract noun

a collective noun

৩. The boy writes well . Here 'well' is a/an ____ .

৯ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-২৩.০৮.১৩

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖Adverb : যে Word কোন Verb, Adjective বা অন্য কোন Adverb কে modify করে তাকে Adverb বলে ।

যেমন : The boy writes well. 'well' শব্দটি 'verb' কে modify করছে।

adjective

adverb

verb

noun

৪. Every man is potential . Here 'Every' is a/an _____ .

৯ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-২৩.০৮.১৩

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖যে Word দ্বারা Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, পরিমান ও সংখ্যা বুঝায় তাকে Adjective বলে । 'Every' man এর সংখ্যা নির্দেশ করছে ।

noun

adjective

pronoun

adverb

৫. The verb of the word fool is-

৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরিক্ষা-২৪.০৮.১৩

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Fool - বোকা। (Noun)

Befool - কাউকে বোকা বানানো। (Verb)

Foolish - বোকা। (Adjective)

Foul - অন্যায়। (Adjective)

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Fool

[ফুল] (noun) (১) বোকা; মুঢ়; মূর্খ; হাবা; ভ্যাবা।

❐ As a noun: A person who lacks good judgment.

Example: My friend Saif is a great fool!

❐ As a verb: Make a fool or dupe of.

Example: You can't fool me!

❐ সুতরাং, Fool শব্দটির noun ও verb রূপ একই।

তবে কিছু কিছু বইয়ে fool এর verb form হিসেবে befool পাওয়া যায়।

এক্ষেত্রে -

Oxford Dictionary, Cambridge Dictionary, এবং Accessible Dictionary by Bangla Academy অনুসারে fool এর noun ও verb form একই। এবং এসকল Dictionary তে 'Befool' শব্দ পাওয়া যায় না।

Merriam Webster dictionary তে যে Befool শব্দটি পাওয়া যায় সেটি আলাদা শব্দ। এটি - প্রতারিত/বিভ্রান্ত করা অর্থে ব্যবহৃত হয়।

তাছাড়া, Merriam Webster dictionary তে fool লিখে সার্চ দিলেও এর verb form হিসেবে Fool ই দেখায়।

মূল পরীক্ষার অপশনে fool এবং befool দুইটিই দেয়া থাকলে সঠিক উত্তর হবে - fool.

আর যদি অপশনে fool না থাকে শুধু befool থাকে তাহলে befool উত্তর করা যেতে পারে।

fool

befool

foolish

foul

৬. The word "Intolerable" is ----

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(BARD)-এর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা-০৬.০১২.১৩

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Intolerable ( adjective):

unable to be endured.

"the intolerable pressures of his work

স্পেশাল ব্যাখ্যাঃ

📖intolerable (adjective) অসহ্য; দুঃসংবাদ; দুর্বিষহ; অসহনীয়: intolerable heat/insolence; an intolerable place.

intolerably (adverb) অসহ্যরকম, অসহনীয়রূপে ইত্যাদি।

verb

conjunction

adjective

adverb

৭. 'Joy' শব্দটির adjective হচ্ছে-

প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০১৩ (মেঘনা) ☞14.4.13 📖 প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -করতোয়া- ০৮.০১.১০

 English Language and Literature 

 ১

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Joy (noun) - আনন্দ; গভীর হর্ষ:

❐ এর adjective form হচ্ছে - Joyous।

❐ Joyous শব্দের অর্থ full of happiness and joy.

▣ অন্য অপশন গুলোর মধ্যে -

▣ jolly (adjective) হাসিখুশি; প্রফুল্ল; কিঞ্চিৎ মাতাল; সুন্দর; বলিষ্ঠ।

▣ enjoy (verb) - উপভোগ করা; আনন্দলাভ করা

▣ Joyfull শব্দটির বানান সঠিক নয়।

Joyous

Joyfull

Jolly

Enjoy

৮. 'Recognise' শব্দটির noun হচ্ছে—

প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০১৩ (মেঘনা) ☞14.4.13 📖 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (অফিস সহায়ক) 31-10-2020 📖 কারিগরি শিক্ষা অধিদপ্তর- বিভিন্ন পদ(কর্মচারী) 8.21

 English Language and Literature 

 ১

স্পেশাল ব্যাখ্যাঃ

📝▣ 'Recognise'/ 'Recognize' (verb)

1. identify from knowledge of appearance or character.

2. acknowledge the existence, validity, or legality of.

❐ এর noun form হচ্ছে - Recognition.

▣ Recognition (noun)

1. identification of someone or something or person from previous encounters or knowledge.

2. acknowledgement of the existence, validity, or legality of something.

▣ Recognisable - adjective:

▣ Recognising gerund or present participle

Recognision

Recognition

Recognisable

Recognising

৯. 'Accept' শব্দটি Noun হবে-

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০১৩ (সুরমা) ☞14.4.13 📖 প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -কপোতাক্ষ- ০৮.০১.১০ 📖 পরিকল্পনা মন্ত্রণালয়ের ডাটা প্রসেসিং অপারেটর-১৮.১১.০২

 English Language and Literature 

 ০

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Accept (verb) - ) নেওয়া; গ্রহণ করতে▣ সম্মত হওয়া।

❐ এর noun form হচ্ছে - Acceptance - গ্রহণ; স্বীকার।

▣ অন্য অপশন গুলোর মধ্যে -

খ) Acception - বলে কোনো শব্দ হয় না।

গ) Accepted (adjective) গৃহীত, স্বীকৃত, প্রচলিত।

ঘ) Acceptable (adjective) গ্রহণযোগ্য; সন্তোষজনক।

Acceptance

Acception

Accepted

Acceptable

১০. 'Courage' শব্দটির Verb হবে—

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০১৩ (বুড়িগঙ্গা) ☞14.4.13

 English Language and Literature 

 ০

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Courage শব্দের অর্থ সাহস; মনোবল.

❐ এটি একটি noun.

❐ এর verb form হচ্ছে - encourage - উৎসাহিত করা।

▣ অন্য অপশন গুলোর মধ্যে -

❐ The Adjective form of 'courage' is- courageous - যার অর্থ - সাহসী; নির্ভয়; বীরত্বপূর্ণ।

❐ Couragefull ব্লে কোনো শব্দ হয় না।

Encourage

Courageous

Couragefull

Courage

১১. কোনটি Abstract Noun ?

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০১৩ (বুড়িগঙ্গা) ☞14.4.13 📖 রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক -শাপলা- ০৯.১২.১১ 📖 পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা(FWV) প্রশিক্ষণার্থী-১.১৫

 English Language and Literature 

 ০

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Abstract Noun: Abstract Noun:

❐ Abstarct Noun হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না; গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বুঝা যায়।

❐ প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Height - উচ্চতা হচ্ছে Abstract Noun.

▣অন্য অপশন গুলোর মধ্যে -

ক) Man - পুরুষমানুষ বা পুরুষজাতি - এর সাধারণ নাম।

খ) Jury -বিচারকমণ্ডলী, যা একটি সমষ্টিকে বুঝায়, তাই এটা Collective Noun.

গ) Long - লম্বা; দীর্ঘ হচ্ছে Adjective.

Man

Jury

Long

Height

১২. ‘Slave’ শব্দটির Abstract Noun হবে-

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ২০১৩ (শীতলক্ষ্যা) ☞14.4.13

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

উক্ত শব্দের শেষে ry যুক্ত হয়েছে, তাই এটা Abstract Noun।

ব্যাখ্যাকারী : 

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 Slave 

❐ English Meaning: a person who is forced to work for and obey another and is considered to be their property; an enslaved person.

❐ Bangla Meaning: ক্রীতদাস; কেনা গোলাম।

▣ এর Abstract noun হচ্ছে - Slavery (দাসত্ব)

▣ Abstract Noun: 

▣ Abstract Noun হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না; গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বুঝা যায়।

▣ Slavery দ্বারা দাসত্ব বা ক্রীতদাসের অবস্থা বোঝায় তাই এটি - Abstract Noun.

Slave

slaverer

Slaves

Slavery

১৩. কোনটি Collective noun?

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ২০১৩ (শীতলক্ষ্যা) ☞14.4.13 📖 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৪ম পর্যায়] ২৮. ০৬.১৯ 📖 প্রাথমিক সহকারী শিক্ষক ➺২০০৬ (রাজশাহী বিভাগ) ☞1.12.06

 English Language and Literature 

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 

▣ Collective Noun:

▣ A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.

▣ যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।

▣ অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।

▣ কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.

▣ library contains many books that's why it is a collective noun.

❐ অন্য অপশন গুলোর মধ্যে - 

▣ Boy, Books এবং Mouth হচ্ছে common noun.

❐  - Common Noun: A common noun is one which is common to each member of class of persons or things.

▣ যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।

Boy

Library

Books

Mouth

১৪. ‘Passion’ শব্দটির adjective হচ্ছে -

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ২০১৩ (যমুনা) ☞14.4.13

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

  Passion অর্থ আবেগ, এটি একটি noun এবং এর adjective  form হচ্ছে Passionate যার অর্থ  -কামুক

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 Passion (Uncountable noun, countable noun)

❐ English meaning: A very powerful feeling, for example of sexual attraction, love, hate, anger, or other emotion.

❐ বাংলা অর্থ: বিশেষত প্রেম, ঘৃণা বা ক্রোধের তীব্র অনুভূতি, প্রবল অনুরাগ, উৎসাহ, ঘৃণা, ক্রোধ।

❐ 

▣ 'Passion' শব্দটির Adjective হচ্ছে - Passionate.

❐ Passionate অর্থ: আবেগপ্রবণ, প্রবল আবেগপূর্ণ।

❐ Other option: 

 ➾ Pastoral (Adjective)

❐ বাংলা অর্থ: মেষপালক ও পল্লিজীবনবিষয়ক।

 ➾ Emotion (Uncountable noun)

❐ বাংলা অর্থ: আবেগ, অনুভূতি।

Passionate

Passionful

Pastoral

Emotion

১৫. ‘Refuse’ শব্দটির Noun হচ্ছে -

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ২০১৩ (যমুনা) ☞14.4.13 📖 প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -করতোয়া- ০৮.০১.১০

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

Refuse অর্থ  প্রত্যাখান করা, ( এটি একটি verb) কিন্তু Refuse এর noun  হচ্ছে  Refusal যার অর্থ  প্রত্যাখান

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 Refuse (verb)

❐ English meaning: To say that you will not do or accept something, unwilling to accept.

❐ বাংলা অর্থ: প্রত্যাখ্যান/অগ্রাহ্য/অস্বীকার করা; অসম্মত হওয়া।

❐ 

▣ Refuse এর Noun হচ্ছে Refusal.

❐ Synonyms: Decline (প্রত্যাখ্যান), Deny (অসত্য বলে ঘোষণা করা), Disallow (অনুমতি না- দেওয়া), Disapprove (অনুমোদন না-করা)।

❐ Antonyms: Let (অনুমতি দেওয়া), Permit (অনুমতি দান করা), Allow (অনুমতি দেওয়া), Grant (স্বীকার করা বা মেনে নেওয়া)।

Refusement

Refuse

Refusal

Refusing

১৬. ‘Heart’ শব্দটির adjective হচ্ছে-

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ২০১৩ (করতোয়া) ☞14.4.13 📖 12th BCS General Apr, 1991 📖 টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক(আইন)-১৫.০৩.১৩

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

 heart হচ্ছে noun; hearten হলো heart এর verb;  heartly এর কোনো ব্যবহার নেই এবং (ঘ) heartily হচ্ছে heart এর Adverb form

ব্যাখ্যাকারী : 

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -

❆ ক) Heart (noun) আবেগ-অনুভূতি, বিশেষত প্রেমানুভূতির উৎস; হৃদয়; প্রাণ;হৃৎপিণ্ড ; হৃদ্‌যন্ত্র; রক্তাশয়।

❆ খ) Hearten (verb) - উৎসাহ দেওয়া; উল্লসিত করা।

❆ গ) Heartening (adjective) - উৎসাহব্যঞ্জক; উল্লাসজনক।

❆ ঘ) Heartful - (কোন শব্দ নেই)

▣ সুতরাং, The adjective of the word 'Heart' is 'Heartening'.

Heart

Hearten

Heartier

Heartening

১৭. Still waters run deep. এখানে "Still" শব্দটি--

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক - হোয়াংহো- ০৮.১১.১৩

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖Still waters run deep. এখানে "Still" শব্দটি-- Adjective.

এটি মূলত প্রবাদ বাক্য। এখানে Waters হলো noun এবং still শব্দটি waters কে modify করেছে। তাই still 'adjective' হিসেবে গণ্য হবে।

Noun

১৮. He kept the fast for a week. এখানে "fast" শব্দটি---

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক - হোয়াংহো- ০৮.১১.১৩

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖He kept the fast for a week. এখানে "fast" শব্দটি-- Noun.

এই বাক্যে 'fast' noun হিসেবে ব্যবহৃত হয়েছে। যার অর্থ উপবাস বা রোজা। এটি verb হিসেবেও ব্যবহৃত হয় (উপবাস করা বা রোজা রাখা)।

Noun

Pronoun

Adjective

Adverb

১৯. What is the noun form of "Accept

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক - রাইন- ০৮.১১.১৩

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Accept হলো verb, Acceptance হলো noun.

স্পেশাল ব্যাখ্যাঃ

📝  Accept (verb transitive), (verb intransitive) 

❐ নেওয়া; গ্রহণ করতে সম্মত হওয়া/ একমত হওয়া; রাজি হওয়া/ স্বীকার করা/ মেনে নেওয়া।

❐ এর noun form হচ্ছে acceptance- গ্রহণ; স্বীকার।

❆ - অথবা Acceptability - গ্রহণযোগ্যতা।

▣ অন্যদিকে, ▣ Acceptable (adjective) গ্রহণযোগ্য; সন্তোষজনক।

▣ Acceptably বলে কোনো শব্দ হয় না।

Acceptable

Acceptably

Acceptance

Acceptablying

২০. A rolling stone gathers no moss. What "rolling" is?

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক - রাইন- ০৮.১১.১৩

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Verb+ing কোনো noun (stone) কে modify করলে তাকে participle বলে।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝  ‘A rolling stone gathers no moss'. Here 'rolling' is - Participle.

▣ Participle: কোন verb এর সাথে ing যুক্ত হয়ে যখন একই সাথে verb এবং adjective এর কাজ করে তখন তাকে Participle বলে।

❐ প্রশ্নে উল্লেখিত বাক্যে 'roll' verb এর সাথে ing যোগ হয়ে adjective হিসেবে কাজ করেছে।

▣ তাই 'rolling' একটি Participle.

▣ উল্লেখ্য, যদি প্রশ্নে Participle না থাকে তখন Adjective উত্তর হবে।

Gerund

Verbal noun

Participle

Adjective

২১. The adjective took place long ago. Here the word 'ago' is a/an

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক - রাইন- ০৮.১১.১৩

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖'ago' এখানে verb কে modify করছে, তাই adverb হিসেবে গণ্য হবে।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 The accident took place long ago. Here the word 'ago' is an- Adverb.

❐ যেসব word noun বা pronoun ছাড়া অন্য যেকোন parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে adverb বলে।

❐ প্রশ্নে উল্লেখিত ago হলো Adverb of time.

❐ এই ধরনের Adverb গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়।

❐ এটি সাধারণত 'When' বা 'কখন' দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়।

❐ একে কখন দ্বারা প্রশ্ন করলে 'ago' উত্তর পাওয়া যায়, যার অর্থ আগে।

▣ Adverb of time:

❆ যে adverb কোনকিছু কখন/কোন সময়ে ঘটেছে তা বর্ণনা/উল্লেখ করে তাকে Adverb of time বলে।

❐ এটা sentence এর শুরুতে অথবা শেষে ব্যবহৃত হয় ।

❐ Adverbs of time: Yesterday, today, afterward, always, immediately, last month, now, soon, etc. are common.

যেমন:- 

❐ I will go to the varsity today.

❐ Akash came here yesterday.

Adjective

২২. Noun of the word 'rely' is-

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক - রাইন- ০৮.১১.১৩

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Rely হলো verb, Reliance হলো noun.

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 Rely (verb transitive) - নির্ভর/ভরসা করা।

❐ এর দুইটি noun form হতে পারে -

❆ 1. Reliance - আস্থা; ভরসা; বিশ্বাস।

❆ 2. Reliability(noun) [Uncountable noun] নির্ভরযোগ্যতা; বিশ্বাসযোগ্য

▣ Reliment - বলে কোনো শব্দ নেই।

reliment

reliance

rely

None

২৩. What kind of noun is "cattle"?

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক - মিসিসিপি- ০৮.১১.১৩

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖kind of noun "cattle" is Collective.

Collective Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি কে বুঝায়। যেমন, Club, Army, Class, Family, Cattle, etc.

স্পেশাল ব্যাখ্যাঃ

📝এখানে Cattle হচ্ছে Collective noun.

Collective noun:

❐ যে noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বুঝায় তাকে Collective Noun বলে।

❐ এখানে 'cattle' দ্বারা গবাদিপশুর পালকে বুঝাচ্ছে।

❐ তাই 'cattle' হচ্ছে Collective Noun.

Collective

Meterial

২৪. Which is the noun of the word "Beautiful"?

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক - মিসিসিপি- ০৮.১১.১৩

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖the noun of the word "Beautiful" is Beauty.

Beauty- noun, Beautify- verb, Beautiful- Adjective, Beautifully- Adverb.

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Beautiful শব্দটির noun form হচ্ছে Beauty.

Beauty (noun):

▣ English Meaning- The qualities in a person or thing that as a whole give pleasure to the senses.

▣ Bengali Meaning- সৌন্দর্য।

Beautious

Beauty

Beautifully

Beautify

২৫. Noun of the word "Deny" is--

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক - মিসিসিপি- ০৮.১১.১৩ 📖 প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক -নাগালিঙ্গম- ১২.১০.১২ 📖 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৪ম পর্যায়] ২৮. ০৬.১৯

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Noun of the word "Deny" is-- Denial.

Deny- verb যার অর্থ : অস্বীকার করা, অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, অগ্রাহ্য করা, ত্যাজ্য করা, অননুমোদন করা, অসত্য বলে ঘোষণা করা।

Denial- noun যার অর্থ : অস্বীকার, অস্বীকার, প্রত্যাখ্যান, অপলাপ, নেতিবাচক উত্তর, অগ্রাহ্যতা, ত্যাগ, বর্জন, অসত্য বলিয়া ঘোষণা, অননুমোদন

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Deny শব্দটির noun হচ্ছে Denial.

Denial (Noun):

▣ English Meaning- An unwillingness to grant something asked for.

▣ Bengali Meaning- অস্বীকার; প্রত্যাখ্যান; ব্যপনয়ন।

❐ Example Sentence: She issued a flat denial of the charges made against her.

Denial

Deniable

Refuse

২৬. Adjective of the word "Ox' is--

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক - ভলগা- ০৮.১১.১৩

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖'Ox' শব্দটির অর্থ ষাঁড়। Ox এর adjective form হবে Bovine- গবাদিপশু সংক্রান্ত।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 Ox

▢Meaning: an adult animal of the cattle family, esp. a male that has had its sexual organs removed.

▢Options,

❏ Cowly: wrong word

❏ Bovine: connected with cows, or like a cow because of being slow or stupid

❏ Oxen: plural of ox

❏ Oxy: wrong word


Cowly

Bovine

Oxen

Oxy

২৭. Which is the noun of the word "Try"?

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক - ভলগা- ০৮.১১.১৩

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Try শব্দটির অর্থ চেষ্টা করা। এটি হলো verb। Trial শব্দটির অর্থ পরীক্ষা। এটি হলো noun।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 Try [verb]

▢Meaning: to test something to see if it is suitable or useful or if it works.

▢Options,

▣ Trying: 

❏ Present participle of try.

❏ [adjective] annoying and difficult [other word]

❏ Trial: a test, usually over a limited period of time, to discover how effective or suitable something or someone is. [noun]


Trying

Triable

Trial

None of them

২৮. The word "massacre" is--

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক - দানিয়ুব- ০৮.১১.১৩ 📖 ঢাকা বিশ্ববিদ্যালয়➟2010➯ঘ ইউনিট 📖 রাজশাহী বিশ্ববিদ্যালয়➟2017➯F ইউনিট

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖The word "massacre" is-- Both noun and verb.

massacre শব্দটির অর্থ হচ্ছে : হত্যাকাণ্ড, হত্যাকাণ্ড, সংহার, সর্বসংহার, অবৈধ হত্যা, এককালে অনেকের জীবনসংহার, বেপরোয়া হত্যাকাণ্ড। সুতরাং এই শব্দটি noun এবং verb উভয়ই।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Massacre শব্দটি noun ও verb হিসাবে ব্যবহার হয়।

▣ Massacre (noun) নির্বিচারে; নৃশংস হত্যাকাণ্ড।

▣ Massacre (verb transitive) নির্বিচারে; নৃশংসভাবে হত্যা করা।

Noun

Verb

Adjective

Both noun and verb

২৯. Down went the Titanic. the word "Down" is

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক - দানিয়ুব- ০৮.১১.১৩ 📖 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়➟2014➯G ইউনিট 📖 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক-১.০৭

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖এখানে Down শব্দটি Adverb । গতি নির্দেশক ক্রিয়াপদের সাথে উচ্চ অবস্থান থেকে নিম্ন অবস্থানে বোঝাতে Down ব্যবহৃত হয়।

যেমন: The sen went down.

স্পেশাল ব্যাখ্যাঃ

📌📝Down went the Titanic বা The Titanic went down.

এখানে Down adverb, কারণ down এখানে verb (went) কে modify করছে।

Preposition

Noun

adverb

Adjective

৩০. Honesty is the best policy. বাক্যে "honesty" শব্দটি

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক - দাজলা- ০৮.১১.১৩ 📖 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়➟2013➯B2-ইউনিট 📖 কুমিল্লা বিশ্ববিদ্যালয়➟2012➯B ইউনিট

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Honesty is the best policy. বাক্যে "honesty" শব্দটি- Abstract noun.

কোন ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বা অবস্থার নাম বোঝালে Abstract noun হয়। এগুলো চোখে দেখা যায় না, শুধু অনুভূতির সাহায্যে উপলব্ধি করা যায়।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 

▣ Abstract noun: 

▣ এটি হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে।

▣ এর কোন বাহ্যিক অস্তিত্ব নেই ও ছোঁয়া যায় না।

▣ গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না।

▣ এটি শুধু কল্পনা দ্বারা বুঝা যায়।

▣ Honesty শব্দটি Abstract noun হিসেবে ব্যবহার হয়ে থাকে কারণ তার কোন বাহ্যিক অস্তিত্ব নেই ও ছোঁয়া যায় না।

Proper noun

Collective noun

Abstract noun

৩১. This necklace is made by gold. বাক্যে "gold" শব্দটি

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক - দাজলা- ০৮.১১.১৩

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖This necklace is made by gold. বাক্যে "gold" শব্দটি- Material noun.

যে noun দ্বারা কোন বস্তুর মূল উপাদান বোঝায় যা কখনো গণনা করা যায় না কেবল ওজন বা পরিমাপ করা যায় তাকে Material noun বলে।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 Gold is a - Materiel noun.

❐ 

▣ Materiel noun: 

▣ যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।

▣ Material noun সাধারণত uncountable noun হয়।

▣ একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।

▣ Gold (সোনা) হলো Material noun, কারণ এটি পদার্থ বা বস্তু বাচক এবং একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।

▣ আরো উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Oil etc.

Proper noun

৩২. Anita is a good girl"বাক্যে "girl" শব্দটি-

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক - ঝিলাম- ০৮.১১.১৩ 📖 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়➟2013➯B2-ইউনিট 📖 কুমিল্লা বিশ্ববিদ্যালয়➟2012➯B ইউনিট

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Anita is a good girl"বাক্যে "girl" শব্দটি-Common noun.

'girl' এখানে common noun হিসেবে ব্যবহৃত হয়েছে। কোন কিছুর সাধারণ নাম বুঝালে common noun হয়।

স্পেশাল ব্যাখ্যাঃ

📖A noun that names a general class of persons, places or things is a common noun. Example: girl, boy, cricketer, footballer, man, poet, dress, flower, planet, member, month, office etc.

Proper noun

Material noun

৩৩. Ali saw a flock of sheep বাক্যে "flock" শব্দটি-

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক - ঝিলাম- ০৮.১১.১৩

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Ali saw a flock of sheep বাক্যে "flock" শব্দটি- Collective noun.

'A flock of sheep' একপাল ভেঁড়া। flock দ্বারা কিছু সংখ্যক ভেঁড়ার সমষ্টিকে বুঝানো হয়েছে, তাই collective noun হবে।

স্পেশাল ব্যাখ্যাঃ

📖যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে। অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে। যেমন - Committee, Cattle, Army, Audience, Crowd, Class, Group, Family, Flock, Fleet, Jury, Herd, People, Public, Team ইত্যাদি।

Proper noun

Common noun

Material noun

৩৪. Which of the sentence is correct?

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, টেলিফোন ইঞ্জিনিয়ার ও সহকারী কম্পিউটার প্রগ্রামার-১৩.১২.১৩

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖option এ absent এর পর 'in' হয় না। হবে from.

thief থাকায় famous হবে না। notorious হবে।

illegible শব্দটি যথাযথ নয়।

এখানে cowards die many times before their death.সঠিক। 

স্পেশাল ব্যাখ্যাঃ

📖অপশন ক তে absent in না হয়ে from হবে৷ খ অপশনটি ঠিক আছে। অপশন গ তে famous না হয়ে notorious হওয়া উচিত৷ অপশন ঘ তে illegible - অস্পষ্ট, দুষ্পাঠ্য শব্দটি যথাযথ নয়। ঘ তে 'eligible (for) উপযুক্ত; যোগ্য; যোগ্যতাসম্পন্ন' হলে সঠিক হতো৷

One of the boys was absent in the class.

Cowards die many time before their death.

He is a famous theif.

Only graduates are illegible for the post.

৩৫. What is the adjective of the word "Heart"?

টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক(আইন)-১৫.০৩.১৩ 📖 12th BCS General Apr, 1991 📖 মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা-২৯.০৩.০৭

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖Noun

Verb

Adjective

Adverb

Heart

Hearten

Hearty/Heartening

Heartily

Heart

Hearten

Heartening

Heartful

৩৬. "May Allah help you"- what kind of sentence is this?

টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক(আইন)-১৫.০৩.১৩

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖May দিয়ে বাক্য শুরু হলে তাকে Optative Sentence বলে । এই sentence দ্বারা সাধারণত মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয় ।

Optative

Imperative

Assertive

Exclamatory

৩৭. What is the verb of the word "Shortly"?

টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক(আইন)-১৫.০৩.১৩ 📖 12th BCS General Apr, 1991 📖 কুমিল্লা বিশ্ববিদ্যালয়➟2016➯A ইউনিট

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖Shortly-সংক্ষেপে, অল্প কথায়।

Short- ছোট, খাটো, (adjective)।

Shorter- অপেক্ষাকৃত ছোট (Adjective)। Shorten- ছোট করা, সীমিত করা, সংক্ষিপ্ত করা (এটি Verb)।

Shortness- ছোটত্ব, খাটত্ব (Noun)।

Short

Shorter

Shorten

Shortnes

৩৮. Who, What, Which are --

টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক(আইন)-১৫.০৩.১৩

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖Who, What, Which Relative pronoun এবং Interrogative pronoun উভয়েই হয় । প্রদত্ত option গুলোর মধ্যে Interrogative pronoun নাই বিধায় সঠিক উত্তর হবে Relative pronoun.

Demonstrative pronoun

Relative pronoun

Reflexive

Indefinite pronoun

৩৯. What is the noun of the word "Waste"?

টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক(আইন)-১৫.০৩.১৩ 📖 12th BCS General Apr, 1991 📖 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়➟2014➯D ইউনিট

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖Noun

verb

adjective

adverb

Wastage

Waste

Wasteful

Wastefully

Waste

Wasting

Wastage

Wasteful

৪০. A rolling stone gathers no moss. What is "rolling"?

টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক(আইন)-১৫.০৩.১৩ 📖 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৪ম পর্যায়] ২৮. ০৬.১৯ 📖 দুর্নীতি দমন কমিশন (উপ-সহকারী পরিচালক) 07-02-2020

 English Language and Literature 

 ১

ব্যাখ্যাঃ

🔖উল্লিখিত Sentence টিতে ' rolling ' Present Participle হিসেবে ব্যবহৃত হয়েছে । verb- এর সাথে ing যুক্ত হয় যখন Verb ও Adjective- এর কাজ করে, তখন তাকে Present Participle বলে ।

Gerund

Participle

Adjective

Verbal Noun

৪১. Which is the Noun of the word "Beautiful"?

টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক(আইন)-১৫.০৩.১৩ 📖 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ সহকারী রাসায়নিক পরীক্ষক-১২.০২

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖Noun

Verb

Adjective

Adverb

Beauty

Beautify

Beautiful

Beautifully

Beautiful

Beauty

Beautifully

Beauteous

৪২. We shall not see his like again . Here 'like' is a/an _____ .

৮ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-৩১.০৮.১২

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Like can be used as a noun meaning "preference" or "kind".

For example,

She had many likes and dislikes.

We'll never see the like again.

স্পেশাল ব্যাখ্যাঃ

📝We shall not see his like again. Here 'like' is a - Noun

❐ Like can be used as a noun meaning "preference" or "kind".

❐ প্রদত্ত বাক্যে like দ্বারা preference হিসাবে ব্যবহৃত হয়েছে।

❐ তাই এটি noun

Adverb

Noun

Preposition

Adjective

৪৩. What is the noun form of 'know' ?

৮ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-৩১.০৮.১২

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Noun

Verb

Adjective

Adverb

Knowledge

Know

Knowledgeable

Knowledgeably

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Knowing এবং known- এই শব্দ দুটি noun হিসেবে ব্যবহৃত হতে পারে। এগুলোকে -ing যোগ করে এবং past participle form-এ এনে noun বানানো হচ্ছে।

❐ কিন্তু knowledge হল know-এর সবচেয়ে প্রচলিত noun রূপ।

❐ Oxford, Cambridge বা Merriam-Webster - dictionary এর Entry গুলোতে knowledge শব্দটি সরাসরি Noun হিসেবে অন্তর্ভূক্ত।

তাই, সঠিক উত্তর - Knowledge.

Knowing

Knowledge

Known

Knowledge able

৪৪. Shahed did not join the army . Here the word 'army' is _____ .

৮ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-৩১.০৮.১২

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Collective Noun ( সমষ্টিবাচক বিশেষ্য ) : যে Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তুু বা প্রাণীর সমষ্টিকে বুঝায় তাকে Collective Noun বলে। যেমন : Class, Army, Club, Family ইত্যাদি ।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Shahed did not join the army. Here the word 'army' is - a collective noun।


▣ Collective Noun:

❐ Collective Noun বলতে নির্দিষ্ট কোনকিছুর দল বা সমষ্টিকে বোঝায়।

❐ যেমন: Army - Army means a group of soldiers. 

❐ তাই Army হচ্ছে Collective noun.

an abstract noun

a common noun

a collective noun

a material noun

৪৫. Piya has slept only three hours . Which part of speech is the word 'only' here ?

৮ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-৩১.০৮.১২ 📖 রাজশাহী বিশ্ববিদ্যালয়➟2017➯C ইউনিট 📖 37th BCS General Sep, 2016

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Only শব্দটি স্বাভাবিকভাবে Adjective হলেও এখানে adverb। কারণ প্রদত্ত বাক্যে hours হলাে Noun এবং এর পূর্বে অবস্থানকারী three হল numeral adjective এবং এর পূর্বে only ব্যবহৃত হওয়ায় তা determiner-এর কাজ করছে অর্থাৎ Adjective-টিকে modify বা বিশেষিত করছে। যে শব্দ Noun/Pronoun-কে বিশেষিত করে তা adiective এবং যে শব্দ noun/pronoun ছাড়া অন্য যে কোনাে Parts of Speech বা কোনাে বাক্যকে বিশেষিত করে তাই Adverb।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Only শব্দটি স্বাভাবিকভাবে Adjective.

❐ কিন্তু প্রদত্ত বাক্যে তা হচ্ছে Adverb

কারণ প্রদত্ত বাক্যে hours হলো Noun এবং এর পূর্বে অবস্থানকারী three হল numeral adjective এবং এর পূর্বে only ব্যবহৃত হওয়ায় তা determiner - এর কাজ করছে অর্থাৎ Adjective - টিকে modify বা বিশেষিত করছে। 

❐ যে শব্দ Noun/Pronoun - কে বিশেষিত করে তা adjective এবং যে শব্দ noun/pronoun ছাড়া অন্য যে কোনো Parts of Speech বা কোনো বাক্যকে বিশেষিত করে তাই Adverb.

A noun

An adjective

An adverb

A preposition

৪৬. Choose the adjective of the word 'Contribution'.

৮ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরিক্ষা-০১.০৯.১২

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖contribution-Noun -অবদান

contribute-verb-চাঁদা দেয়া

contributional-adjective -সাহায্যকারী

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Contribution (Noun) - দান; অংশগ্রহণ; যা প্রদান করা হয়।

❐ এর adjective form হচ্ছে - Contributory (সহায়ক)

❐ Contribute (verb) - কোনো ব্যাপারে অন্যদের সঙ্গে কিছু দেওয়া বা অংশগ্রহণ করা; যেমন চাঁদা দেওয়া; সাময়িকপত্রে লেখা দেওয়া; কোনো সংগঠনে সাহায্য করা

Contributative

Contributory

Contributional

Contribute

৪৭. Which is the adjective of the word "befool"?

সহকারী শিক্ষা অফিসার-২০.0৯.১২

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖Befool শব্দটি একটি verb , যার অর্থ হলো 'বোকা বানানো' প্রশ্নপত্রে Befool -এর Adjective জানতে চাওয়া হয়েছে, যা হবে foolish . সুতরাং সঠিক উত্তর হবে (গ) । (ক) -তে প্রদত্ত fool শব্দটি একটি Noun , (খ) -তে প্রদত্ত befoolen শব্দটি befool verb টির past participle এবং (ঘ)- তে প্রদত্ত fooler ভুল শব্দ।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 Befool: [verb]

English meaning: to make a fool of.

Bangla meaning: বোকা বানানো।

▣ অপশনগুলোর মধ্যে -

ক) fool: a person who behaves in a silly way without thinking: noun.

খ) befoolen: wrong word.

গ) foolish: unwise, stupid, or not showing good judgment: adjective.

ঘ) fooler: one that fools: noun."

fool

befoolen

foolish

fooler

৪৮. The adjective form of the Noun "Night" is ____

বিআরডিবি'র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা-২৭.০১.১২ 📖 Rural Development Board - Officer - 27.01.12

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖Night শব্দটির ajdective জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে (ক) Nasal- নাক সংক্রান্ত (খ) তে প্রদত্ত Nominal- নাম সংক্রান্ত (গ) তে প্রদত্ত Nocturnal- নিশাচর এবং (ঘ) তে প্রদত্ত Naval- নৌ সংক্রান্ত। সুতরাং (গ) সঠিক উত্তর।

Nasal

Nominal

Nocturnal

Naval

৪৯. My, our, her are _____

বিআরডিবি'র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা-২৭.০১.১২ 📖 Rural Development Board - Officer - 27.01.12

 English Language and Literature 

 ১

ব্যাখ্যাঃ

🔖কোনো Pronoun এর Possessive যখন Adjective এর মতো কাজ করে তখন তাকে dative case বলে। এক্ষেত্রে (খ) সঠিক উত্তর।

nominative case

dative case

objective case

possessive case

৫০. He took shelter under a tree. Here the verb "took" is ______

বিআরডিবি'র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা-২৭.০১.১২

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖যে verb- এর object থাকে তা transitive. এখানে He took অর্থাৎ সে নিল। যদি প্রশ্ন হয় সে ‘কি নিল?’ এখন আমরা বলব Shelter. সুতরাং (ক) সঠিক উত্তর।

transitive

intransitive

Both 'a' and 'b'

Neither 'a' and 'b'

৫১. কোনটি Material Noun?

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -সুরমা- ২৪.০২.১২

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Material Noun is- Wood.

Material Noun হল পদার্থ বাচক বিশেষ্য যা গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়। option গুলোর মধ্যে (ক) wood একটি পদার্থ বাচক বিশেষ্য।

Wood এর অর্থ: কাঠ, বন, তক্তা, কাট, জ্বালানি কাষ্ঠ, অরণ্য, কাঠ, কাষ্ঠ, দারূ, কুঁজবন, কুঁজ, তরূদল, কুঁজকানন, বৃক্ষরাজি।

স্পেশাল ব্যাখ্যাঃ

📖সে সকল noun দ্বারা কোন পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদেরকে সংখ্যা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায় তাদেরকে Material Noun বলে। 

যেমন- Paper, Wood, Salt, Milk, Water, Gold, Iron, Diamond, Rice, Oil, Brick ইত্যাদি।

Wood

Mouth

Team

Knife

৫২. কোনটি Collective Noun?

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -সুরমা- ২৪.০২.১২

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Collective Noun is- Team.

Collective Noun বলতে সমষ্টিবাচক শব্দকে বুঝায় . Option গুলোতে team দ্বারা সমষ্টি বোঝায়। For example: a team of players. তাই Team একটি collective noun.

স্পেশাল ব্যাখ্যাঃ

📖যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে। 

অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে। 

যেমন - Committee, Cattle, Army, Audience, Crowd, Class, Group, Family, Flock, Fleet, Jury, Herd, People, Public, Team ইত্যাদি।

June

Team

month

Envelope

৫৩. 'In black and white' এর অর্থ ----

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -সুরমা- ২৪.০২.১২ 📖 কুমিল্লা বিশ্ববিদ্যালয়➟2014➯A ইউনিট 📖 প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) -হেমন্ত- ১৩.০৮.১০

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖'In black and white' এর অর্থ --- In writing.

'In black and white' phrase- টির অর্থ লিখিত আকারে (In writing).

For example : submit your player in black and white.

স্পেশাল ব্যাখ্যাঃ

📖In black and white: in writing or print.

বাংলা অর্থঃ লিখিতভাবে।

Synonyms: in print, printed, written down, set down, on paper, committed to paper, recorded, on record, documented, clearly/plainly/explicitly defined.

'I wish to see the proposals in black and white.'

'I had to believe it, because it was there in writing.'

In writing

False

Verbally

৫৪. Noun of the word 'poor' is ----

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -মেঘনা- ২৪.০২.১২ 📖 সিনিয়র অফিসার (টেক্সটাইল) - 06.11.20

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Noun of the word 'poor' is ---- Poverty.

Poor একটি adjective যার অর্থ হলো দরিদ্র, গরিব, অভাবগ্রস্ত।

এর noun হলো Poverty শব্দটির অর্থ : দারিদ্র্য, অভাব, অনটন, ক্ষুদ্রতা, দারিদ্র্য, আকিঁচন, ঘাটতি, অসচ্ছলতা, নিকৃতি, দারিদ্রতা, কার্পণ্য, দরিদ্রতা, ত্রুটি, দরিদ্রাবস্থা, গরিবানা, মন্দতা, ক্রুটি।

স্পেশাল ব্যাখ্যাঃ

(noun) [Uncountable noun]

কোনো কাঙ্ক্ষিত গুণ বা উপাদানের অভাব (লক্ষণীয় যে 'poverty' সাধারণত ‘দারিদ্র্য’ বোঝায়); দীনতা; দৈন্য; হীনতা; অপকৃষ্টতা: the poorness of the soil মাটির রুক্ষতা/অনুর্বরতা।

Poority

Poverty

Poorify

Poorness

৫৫. Verb of the word 'new' is ----

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -মেঘনা- ২৪.০২.১২

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Verb of the word 'new' is ---- Renew.

new শব্দটি adjective যার অর্থ। : নতুন, অভূতপূর্ব, সাম্প্রতিক, আধুনিক, নব, তাজা, টাটকা, নূতন, নবীন, নয়া, অভিনব, অভ্যগ্র, নতুন, নব্য, নয়া, নুতন, প্রথম, ভিন্ন

Renew শব্দটি verb এর অর্থ : পুনরারম্ভ করা, নূতন হত্তয়া, পুনরারম্ভ করা, পুনর্জন্ম প্রদান করা, পুনর্জীবন দান করা, নতুন জীবন দেওয়া, নতুনের মতো করা, জীবন ফিরিয়ে দেওয়া, নতুন করা, পুনরায় নূতন করা, নবজীবন পাত্তয়া, পুনরারম্ভ হত্তয়া, নবজীবন দেত্তয়া, পুনরধিকার করা।

স্পেশাল ব্যাখ্যাঃ

📖Renew (verb transitive) 

❏(১) পুনরায় নতুন করা; নবজীবন ও বীর্য দান করা; নবায়িত করা: renew one’s youth, নবযৌবন লাভ করা।

with renewed enthusiasm, নব উৎসাহে।

❏(২) পুনরায় পাওয়া, দেওয়া, করা বা বলা; নবায়ন করা: renew a lease/licence.

❏(৩) (একই জাতীয় বস্তু দিয়ে) শূন্যতা পূর্ণ করা: renew one’s supplies of victuals.

Renewable [রিন্যিঊআব্▫ল্] (adjective) নবায়নযোগ্য।

Renewal [রিন্যিঊআল্ America(n) রিনূআল্▫] (noun) [uncountable noun] নবায়ন; পুনরারম্ভ; নবায়িত কিছু।

Newness (noun) নতুনত্ব; অভিনবত্ব।

Anew (adverb) পুনরায়; আবার; নতুন করে।

Newly (adverb) (১) সম্প্রতি; ইদানীং; অধুনা; হালে: a newly married couple.

Newly-wed (noun) নবপরিণীত (ব্যক্তি)।

Anew

Newness

Newly

Renew

৫৬. Which is the verb of the word 'false'

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -পদ্মা- ২৪.০২.১২

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖'False' শব্দটি adjective। এর verb form হল 'falsify'। 'fy' suffix- ব্যবহার করে আমরা verb গঠন করতে পারি। যেমন- beautify, magnify ইত্যাদি।

স্পেশাল ব্যাখ্যাঃ

📖False (adjective) ভ্রান্ত; মিথ্যা; প্রতারণামূলক।

Falsehood [noun] [countable noun] মিথ্যা; মিথ্যা বিবরণ; মিথ্যাভাষণ; মিথ্যাকথন।

Falsify (verb transitive) (past tense past participle falsified)

❏(১) জাল করা; to falsify records.

❏(২) মিথ্যা বর্ণনা করা; অসত্যভাবে তুলে ধরা: to falsify a story.

Falsity (noun)

❏(১) [uncountable noun] মিথ্যা; ভ্রান্তি।

❏(২) [countable noun] (plural falsities) মিথ্যা, প্রতারণামূলক বা বিশ্বাসঘাতকতামূলক কর্ম, আচরণ, বিবৃতি ইত্যাদি।

Falsehood

Falsen

Falsify

Falsity

৫৭. কোনটি Abstract Noun?

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -কর্ণফুলী- ২৪.০২.১২

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Abstract Noun is- Strength.

Abstract Noun বলতে গুণবাচক বিশেষ্য বুঝায়। option গুলোর মধ্যে একমাত্র গ) Strength দ্বারাই গুণের নাম বোঝায়। Strength শব্দটির অর্থ : শক্তি, বল, জোর, শক্তি, অনুবল, কুদরত, পরাক্রম, প্রবলতা, সৈন্যবল, প্রতিরোধশক্তি, শক্তিমত্তা।

স্পেশাল ব্যাখ্যাঃ

📖Strength শব্দের অর্থ শক্তি, শক্তিমত্তা; তেজ। এটি Abstract noun.

Abstract Noun হচ্ছে -

যে Noun কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে, যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না, কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায়।

যেমন - Honesty, Boyhood, Justice, Slavery ইত্যাদি।

Elephant

Harbour

Strength

Dhaka

৫৮. কোনটি Common Noun?

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -কর্ণফুলী- ২৪.০২.১২

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Common Noun is- Bank.

Truth, Victory ও length তিনটি abstract noun. Option (খ) Bank দ্বারা একজাতীয় বস্তু বুঝায় বলে এটি common noun.

স্পেশাল ব্যাখ্যাঃ

📖যে Noun দ্বারা একই জাতীয় কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বুঝায় তাকেই Common Noun বলে । 

যেমন, Bank, Student, Book, Dog, Flower etc.

Truth

Bank

Victory

Lenght

৫৯. কোনটি Common Noun?

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -করতোয়া- ২৪.০২.১২

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Common noun বা জাতিবাচক বিশেষ্য দ্বারা একজাতীয় ব্যক্তি বা বস্তু বোঝায়। প্রশ্নের option গুলোর মধ্যে (খ) Shamim --proper noun, (গ) Class -- collective noun, (ঘ) Team -- collective noun, (ক) Pupils (ছাত্র-ছাত্রীরা) ই -- common noun.

স্পেশাল ব্যাখ্যাঃ

📖Pupils- Common Noun

Shamim- Proper Noun

Class- Collective Noun

Team- Collective Noun

যে সকল Noun দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝিয়ে একজাতীয় সকলকেই বোঝায় তাদেরকে Common Noun বলে।

সংখ্যায় একের অধিক বলে এদেরকে গণনা করা যায়।

যেমন- man, boy, girl, teacher, student, city, king, country, river ইত্যাদি।

Pupils

Shamim

Class

Team

৬০. কোনটি Collective Noun?

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -করতোয়া- ২৪.০২.১২

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Collective Noun Committee.

Collective Noun দ্বারা সমষ্টি বাদল বুঝায়। Option গুলোর মধ্যে একমাত্র (ঘ) Committee দ্বারাই সমষ্টি বোঝায়। তাই Committee (কমিটি, সমিতি, আযোগ, কমিটি, কর্মিদল, পরিষদ, সভা) শব্দটি Collective Noun. সুতরাং সঠিক উত্তর (ঘ)।

স্পেশাল ব্যাখ্যাঃ

📖যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।

অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।

যেমন - Family, Committee, Army, Council, Audience, Department, Minority, Crowd, Senate, Society, Group, Team, Cattle, Pack, Company, Jury, Corporation, Majority, Police, Gang, Navy, Library, Class, Public, Infantry, Orchestra ইত্যাদি।

Truth

Harbour

Bank

Committee

৬১. কোনটি Abstract Noun?

প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক -বাগানবিলাস- ১২.১০.১২

 English Language and Literature 

 ৪

ব্যাখ্যাঃ

🔖যে Noun দ্বারা কোন ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে Abstract Noun বলে। যেমন, Liberty, anger, freedom, kindness, love, humility, happiness, beauty, ইত্যাদি।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝  Abstract Noun:

❆ "An Abstract Noun is usually the name of a quality, action or considered apart from the object to which it belongs." 

❏  Wren & Martin. 

▣ Abstract Noun হলো বস্তু নিরপেক্ষ গুণ, কাজ বা অবস্থার নাম।

▣ Example:

❏ Honesty is the best policy. 

❏ Beauty is truth.

❏ Kindness is a great virtue. 

❏ He burst into laughter.

❏ He has been brave since his boyhood.

▣ ⇒ এখানে, 'honesty', 'beauty', 'kindness', 'laughter' boyhood' শব্দগুলি কোন গুণ, কাজ বা অবস্থার নাম বোঝাচ্ছে। তাই এগুলি Abstract Noun.

▣ অপশন আলোচনা:

❆ ⇒ City (Common Noun) - শহর।

❆ ⇒ Boy (Common Noun) - বালক।

❆ ⇒ Obey (Verb) - মান্য করা।

❆ ⇒ Humility (Abstract Noun) - নম্রতা; ভদ্রতা।

▣ 

City

Boy

Obey

Humility

৬২. কোনটি Common Noun?

প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক -বাগানবিলাস- ১২.১০.১২

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖যে Noun দ্বারা একই জাতীয় কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বুঝায় তাকেই Common Noun বলে । যেমন, Student, Book, Dog, Human, Flower etc.

স্পেশাল ব্যাখ্যাঃ

📝  Common Noun:

❆ ⇒ "A common noun is a name given in common to every person or thing of the same class or king." - Wren & Martin. 

❆ ⇒ যে word শ্রেণীবাচক বা জাতিবাচক সাধারণ নামকে বোঝায়, তাকে Common Noun বলে।

▣ প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 

❆ ক) Starve (verb)- ) ক্ষুধাজনিত কারণে মৃত্যুমুখে পতিত হওয়া বা করা।

❆ খ) Pirate (noun) - জলদস্যু; জলদস্যুর জাহাজ।

❆ গ) Human ( Adjective) - মানুষ বা মনুষ্যজাতি সম্বন্ধীয়; মানবীয়; মানবিক; মানুষি।

❆ ঘ) Roguery (Abstract noun) -  বদমায়েশি; দুষ্টামি।

▣ সুতরাং, বোঝা যাচ্ছে যে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Pirate হচ্ছে common noun, কারণ এটি জলদস্যুদের সাধারণ নাম নির্দেশ করছে।

❏ যে noun কোন এক শ্রেণির ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।

Starve

Pirate

Human

Roguery

৬৩. কোনটি Material Noun?

প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক -নাগালিঙ্গম- ১২.১০.১২ 📖 রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক -শিউলি- ০৯.১২.১১ 📖 সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী-৫.১৬

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

যে Noun দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছুর নাম বোঝায় সেটাই Material Noun।

plate(থালা) বললে আমরা একটি প্লেটকে বুঝি। কিন্তু Salt বললে কোনো একটি জিনিসকে বুঝি না যা গণনা করা যায়।এক কণা লবণকে আমরা Salt বলি না,বলি অসংখ্য লবণের কণার সমষ্টিকে।

এভাবেই Paper,Oil,Water,Milk ইত্যাদি হলো Material Noun এর উদাহরণ।

ব্যাখ্যাকারী : 

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Materiel noun 

▣ যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।

▣ Material noun সাধারণত uncountable noun হয়।

▣ একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।

▣ Paper হলো Material noun, কারণ এটি পদার্থ বা বস্তু বাচক এবং একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।

▣ আরো উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Oil etc.

Book

Paper

Ring

River

৬৪. Deny শব্দের noun হবে----

প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক -নাগালিঙ্গম- ১২.১০.১২ 📖 প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক - মিসিসিপি- ০৮.১১.১৩ 📖 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৪ম পর্যায়] ২৮. ০৬.১৯

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Noun of the word "Deny" is-- Denial.

Deny- verb যার অর্থ : অস্বীকার করা, অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, অগ্রাহ্য করা, ত্যাজ্য করা, অননুমোদন করা, অসত্য বলে ঘোষণা করা।

Denial- noun যার অর্থ : অস্বীকার, অস্বীকার, প্রত্যাখ্যান, অপলাপ, নেতিবাচক উত্তর, অগ্রাহ্যতা, ত্যাগ, বর্জন, অসত্য বলিয়া ঘোষণা, অননুমোদন

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Deny শব্দটির noun হচ্ছে Denial. 

▣ Denial (Noun): 

❐ English Meaning: An unwillingness to grant something asked for. 

❐ Bengali Meaning: অস্বীকার; প্রত্যাখ্যান; ব্যপনয়ন। 

❐ Example Sentence: She issued a flat denial of the charges made against her.

▣ অন্য অপশন,

▣ Refuse: প্রত্যাখ্যান/অগ্রাহ্য/অস্বীকার করা; অসম্মত হওয়া। [ভিন্ন শব্দ] 

▣ Deny: [verb]

▣ Deniable: [adjective]

Refuse

Denial

Deny

Deniable

৬৫. কোনটি Abstract Noun?

প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক -ক্রিসানথিমাম- ১২.১০.১২

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖যে Noun দ্বারা কোন ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে Abstract Noun বলে। যেমন, Liberty, anger, freedom, kindness, love, anency, happiness, beauty, ইত্যাদি।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝- Agency is a Abstract Noun.

❐ Agency (noun) (plural agencies) 

(১) নিযুক্তক বা এজেন্টের ব্যবসা ও ব্যবসার স্থান; নিযুক্তক স্থান: travel agencies; an employment agency, নিয়োগ এজেন্সি। 

(২) [Uncountable noun] the agency of ক্রিয়া; মাধ্যমে; সহায়তায়: 

❐ Small stones made smooth and round through the agency of water. 

❐ He got the contract through/by the agency of friends.

❐ infant (noun) is a common noun.

(১) শিশু; (আইন সম্বন্ধীয়) অপ্রাপ্তব্যবহার; অপ্রাপ্তবয়স্ক।

❐ anxious(adjective) 

(১) anxious (about/at/for) উদ্বিগ্ন; চিন্তিত: I am anxious about my daughter’s safety. 

(২) উদ্বেগপূর্ণ; শঙ্কাকুল: to have had an anxious time.

❐ grand (adjective) 

(১) (সরকারি পদবিতে) প্রধান; সর্বোচ্চ: Grand Master, a grand master, দাবার শিরোপাধারী বা চ্যাম্পিয়ন। Grand Vizier, তুর্কি প্রধানমন্ত্রীর প্রাক্তন খেতাব। 

(২) সর্বাধিক গুরুত্বপূর্ণ: The grand finale, সাড়ম্বর বা গুরুগম্ভীর পরিসমাপ্তি; the grand staircase/entrance, বৃহৎ ভবন বা অট্টালিকার সোপান/প্রবেশপথ। 

(৩) মহিমান্বিত; চমৎকার: a grand performance. 

(৪) আত্মম্ভরি: He went about in a grand manner. 

(৫) (কথ্য) অত্যন্ত উপভোগ বা মজাদার: They had a grand time. 

(৬) পূর্ণ, পূর্ণাঙ্গ: a grand orchestra, সর্বপ্রকার বাদ্যযন্ত্রসমন্বিত অকেস্ট্রা; the grand total, grand result পূর্ণাঙ্গ ফলাফল। 

(৭) উন্নত নৈতিক গুণে বলীয়ান: Hajee Mohsin had a grand character.

Agency

Infant

Anxious

Grand

৬৬. কোনটি Reflexive Pronoun?

প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক -ক্রিসানথিমাম- ১২.১০.১২ 📖 হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়➟2017➯ইউনিট : A 📖 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৪ম পর্যায়] ২৮. ০৬.১৯

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖যে pronoun গুলো personal pronoun এর 1st এবং 2nd person এর possessive adjective এবং 3rd person এর objective এর সাথে self (singular) এবং selves (plural) যুক্ত হয়ে গঠিত হয় এবং subject ও object একই বক্তিকে বােঝায় তাদেরকে Reflexive pronoun বলে। যেমন: myself, ourselves, yourself, yourselves, himself, herself, itself, themselves etc. বাক্যে এরা যদি verb এবং preposition এর পরে বসে তবে Reflexive pronoun এবং noun এবং pronoun এর পরে বসলে এরা emphatic pronoun.

স্পেশাল ব্যাখ্যাঃ

📝-কর্তা ও কর্ম এক হলে Reflexive Pronoun হয়.

Singular - Plural

Myself Ourselves

Yourself Yourselves

Himself Themselves

Herself Themselves

❐ personal pronoun: I, we, you, he, she, they. এরা বাক্যে ব্যক্তির পরিবর্তে বসে।

❐ Interrogative pronoun: who, whose, whom, which, wthat. এগুলি প্রশ্ন করার জন্য বাক্যের প্রথমে বসে।

❐ Relative pronoun: who, whose, whom, which, that. এগুলি বাক্যের মাঝে বসে Relation তৈরি করে।

❐ Distributive Pronoun: each, either, neither.

Each

Who

Myself

He

৬৭. 'The bird sings sweetly.'বাক্যে ' sweetly' শব্দটি হচ্ছে---

প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক -ক্যামেলিয়া- ১২.১০.১২ 📖 জগন্নাথ বিশ্ববিদ্যালয়➟2007➯C ইউনিট 📖 হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়➟2013➯A ইউনিট

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖'sweetly' শব্দটি একটি Adverb । যেসব word দ্বারা noun বা pronoun ব্যতীত অন্য কোন শব্দ বা বাক্য বা বাক্যাংশকে modify করে সেগুলোকে Adverb বলে। এখানে 'sweetly' শব্দটি verb কে modify করছে বিধায় এটি Adverb।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 'The bird sings sweetly.' -  প্রদত্ত বাক্যে sweetly শব্দটি একটি adverb.

❏ কারণ, এটি sings verb কে modify করেছে।

❏ কোন word যদি verb, adjective, adverb কে modify করে তাহলে তা Adverb হয়।

❏ তাই প্রদত্ত বাক্যে sweetly শব্দটি হচ্ছে Adverb, যার অর্থ মধুরভাবে।

▣ Adverb of manner দ্বারা বোঝায় কিভাবে কাজ টা সংঘটিত হচ্ছে বা কাজের ধরন কে বোঝায়। 

❏ যেহেতু প্রদত্ত প্রশ্নে, বলা হচ্ছে, পাখিরা মধুরভাবে গান গায়।  অর্থাৎ পাখিরা কিভাবে গান গায় তা বলা হচ্ছে।

❏ তাই এটি adverb of manner. 

A verb

An adjective

An adverb

A conjunction

৬৮. The word 'independence' is:

জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা-০৩.০৮.১২

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Independence শব্দটি Noun এবং এর verb হলো independ, Adjective হলো independent এবং Adverb হলো independently। সুতরাং সঠিক উত্তর (খ)।

স্পেশাল ব্যাখ্যাঃ

📖Independence- the fact or state of being independent. 

It is a noun.

a verb

a noun

a preposition

an adjective

৬৯. What is the noun form of 'stupid'?

জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা-০৩.০৮.১২

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Stupid শব্দটি মূলত adjective এবং এর বাংলা হলো নির্বোধ। প্রদত্ত option গুলোর মধ্যে (ক) তে প্রদত্ত sti[odotu হলো Noun যার অর্থ নির্বুদ্ধিতা, (খ) তে প্রদত্ত Idiot শব্দটি adjective এবং এর অর্থ নির্বোধ, (গ) তে প্রদত্ত stulpendous একটি adjective যার অর্থ বিশাল এবং (ঘ) তে প্রদত্ত stupefy হলো একটি verb যার অর্থ বোকা বানানো। সুতরাং সঠিক উত্তর (ক)।

স্পেশাল ব্যাখ্যাঃ

📖Stupid - adjective; Stupid - Noun 

stupidity - noun.

Stupidity

Idiot

Stupendous

Stupefy

৭০. The word 'respond' is:

জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা-০৩.০৮.১২ 📖 ঢাকা বিশ্ববিদ্যালয়➟2015➯খ ইউনিট 📖 ঢাকা বিশ্ববিদ্যালয়➟2006➯ঘ ইউনিট

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖প্রশ্নে ‘respond’ অর্থাৎ ‘সাড়া দেয়া’। Option (ক), (গ) এবং (ঘ) সঠিক ন্য। কারণ সাড়া দেয়া বলতে কোনো কাজ করা বুঝায় অর্থাৎ verb. তাই সঠিক উত্তর হলো (খ) ।

স্পেশাল ব্যাখ্যাঃ

📖Respond - say something in reply. 

It is a verb.

an adjective

a verb

a noun

an adverb

৭১. Which is the noun of the word 'beautiful'?

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার-২৬.০৫.১২

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖Beautiful: (Adjective) pleasing the senses or mind aesthetically.

"beautiful poetry"

Beauty:(Noun): beauty; plural noun: beauties

beauty

beauteous

beautiful

beautifully

৭২. Choose the adjective form of the following words:

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার-২৬.০৫.১২ 📖 এন.এ.টি.পি ~ মাঠ সহকারী ~ ১১.০১.১৯ 📖 মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় মাঠ সহকারী ১১.০১.১৯

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Exciting: (adjective) causing great enthusiasm and eagerness.

"one of the most exciting matches I've ever seen"

Similar: thrilling, exhilarating, stirring, rousing, stimulating, intoxicating

Excite

Exciting

Excitement

Excitingly

৭৩. Fill in the gap of the following sentence with the correct form of verb: She____ home yesterday

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার-২৬.০৫.১২ 📖 29th BCS General Aug, 2009 📖 ঢাকা বিশ্ববিদ্যালয়➟1996➯খ ইউনিট

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖has come - সঠিক না কারন এটা present perfect tense এর গঠন।

had come - সটিক নয়। কারন এটি past Perfect tense এর গঠন।

have come - সঠিক নয়।

Come - সঠিক। কারন এটি past form.

has come

had come

have come

came

৭৪. He is a Justice of the High Court . Here 'Justice' is a/an _____ noun .

৭ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-০২.১২.১১ 📖 DPE ২০১৪(৪র্থ পর্যায়) - সহকারী শিক্ষক -০১.০৬.১৮ 📖 বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (থানা পরিসংখ্যান) 11-01-2020

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖He is a justice of high court.Here, justice is a "common" noun because -

The noun "justice" is a common noun as a general word for a judge or a magistrate ; a general word for a quality of fairness and reason; a word for any justice of any kind.

স্পেশাল ব্যাখ্যাঃ

📝He is a justice of the High Court. Here `Justice' is a - common noun.

❐ Abstract noun:

অবস্তুগত ধারনা বা গুণকে নির্দেশ করে, যার বাহ্যিক অবস্থান নেই কেবল অনুভব করা যায়।

❐ Common Noun: নির্দিষ্ট কোনকিছুর নামকে নির্দেশ না করে কোনকিছুর সাধারণ নামকে নির্দেশ করে।

❐ Justice (noun) - ন্যায়পরায়ণতা, যথাযথ আচরণ:

সুতরাং, Justice যদি ন্যায়পরায়ণতা অর্থে ব্যবহৃত হয় তাহলে এটি একটি abstract noun.

❐ কিন্তু justice যদি - কোন কিছুর সাধারণ নাম হিসেবে ব্যবহৃত হয় তবে তা Common Noun হিসেবে বিবেচ্য হবে।

যেমনঃ

❐ বিচারব্যবস্থা; : a court of justice, বিচারালয়। 

❐ সুপ্রিম কোর্টের বিচারক: Chief Justice. 

❐ Justice of the peace বিচারক।

❐ যেহেতু প্রদত্ত প্রশ্নে, He is a justice of the High Court বা তিনি হাইকোর্টের বিচারপতি দ্বারা তাকে বিচারপতি হিসেবে নির্দেশ করা হয়েছে তাই এই বাক্যে justice একটি Common Noun.

abstract

material

proper

common

৭৫. He raised his hand. Here 'raised' is a _____ verb.

৭ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-০২.১২.১১

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖He raised his hand.Here, raised is a transitive verb because -

Transitive Verb: যে verb একাকী sentence এর অর্থ সম্পূর্ণ করতে পারে না, অর্থকে সম্পূর্ণ করতে অন্য কোন word এর সাহায্য গ্রহণ করতে হয় তাকে Transitive verb বলে। এখানে, raised verb টি sentence এর অর্থ একাকী প্রকাশ করতে পারে না, তাই object (his hand) ব্যবহার হয়। তাই raised - transitive verb.

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Causative verb:

যে Verb এর Object টাই মূলত Subject সেটাই Causative verb. Subject এর কাজ হচ্ছে Object কে দিয়ে সেটা করিয়ে নেয়া। 

এটা ২ ভাবে গঠিত হয়।

যথা-

১. অন্য Verb ব্যবহার করে। যেমন- 

Dive ➞ ডুব দেয়া ⇒ dip - ডুবানো, নিমজ্জিত করা। 

Eat - খাওয়া ⇒ feed- খাওয়ানো। 

Rise - উঠা ⇒ Raise - উঠানো।

❐ ২. অন্যের দ্বারা করানোর জন্য অর্থহীনভাবে একটি make/ have/ get/ cause ইত্যাদি Causative Verb হিসেবে - Object এর পূর্বে ব্যবহার করা এবং অর্থগতভাবে যেটা মূল Verb সেটাকে Object এর পরে ব্যবহার করা। যেমন- I make him do the work.

এখানে make Causative Verb. পাশাপাশি গঠনগতভাবে এটাই মূল Verb. আর do-টা মূলত Bare Infinitive অর্থাৎ- উহ্য to + Verb. কিন্তু বাংলায় এটাই মূল Verb এর মত ব্যবহৃত হবে। কিন্তু অর্থ ‘করা’ না হয়ে ‘করানো’ হবে।

❐ =

Copulative verb:

Copulative verb হচ্ছে এমন verb যা subject এবং subjective complement এর মাঝে একটি link বা সম্পর্ক তৈরী করার জন্য আসে।

❐ এর দ্বারা কোনো action বোঝায় না বরং 'হওয়া', 'পরিণত হওয়া' এরূপ অর্থ প্রকাশ করে।

❐ Copulative verb এর অপর নাম liking verb.

উদাহরণ: The dog went mad.

❐ Cognate verb:

যেসব Intransitive verb সমজাতীয় noun কে object হিসেবে গ্রহণ করে transitive verb এ রূপান্তরিত হয় তাদেরকে Cognate verb বলে।

আর এই verb এর object কে Cognate object বলে।

উদাহরণ: I dreamt a ridiculous dream.

❐ Factitive verb:

যখন কোন transitive verb সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য একটি complement কে object হিসেবে গ্রহণ করে, তখন তাকে Factitive verb বলে। আর complement টি কে Factitive object বলে।

উদাহরণ: We elected him MP.

copulative

causative

৭৬. An adverb does not modify ______ .

৭ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-০২.১২.১১

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖An Adverb is a word that modifies a verb (he sings loudly), an adjective ( very tall), another adverb (ended too quickly). so, the answer is "Noun".

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Adverb হচ্ছে এমন একধরনের word যেটি বাক্যস্থিত Noun and pronoun ব্যতীত যেকোনো parts of speech কে অথবা একটি গোটা বাক্যকে modify বা বিশেষিত করতে পারে।

অর্থাৎ, An adverb does not modify - nouns.

❐ যেমনঃ

❐ Zerin runs quickly - এই বাক্যে quickly হচ্ছে adverb কারন তা verb, runs কে modify করেছে।

❐ He walks very slowly - এই বাক্যে very is an adverb that modifies the word slowly, an adverb.

❐ Rina is very beautiful - very modifies beautiful, an adjective.

❐ Unfortunately, he could not continue his studies. - এই বাক্যে Unfortunately modifies the whole sentence.

nouns

adjectives

verbs

adverbs

৭৭. Which pen do you want ? Here 'which' is a/an _____ .

৭ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-০২.১২.১১ 📖 41th BCS General Mar, 2021 📖 জীবন বীমা কর্পোরেশন (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) 03-09-2021

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Which pen do you want?

এখানে which একটি adjective কারণ এটি noun (pen) কে modify করছে।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Which pen do you want? Here 'which' is a/an - adjective.

❐ Noun এর পূর্বে সাধারণত adjective বসে ঐ noun কে modify করে।

❐ Which সাধারণত Pronoun, কিন্তু noun এর পুর্বে কোনো pronoun বসলে সেটিকে adjective হিসেবে গণ্য করা হয়।

❐ তাই which/whichever এগুলো noun এর পুর্বে বসে noun কে modify করে, তখন তাদের কে adjective হিসাবে অভিহিত করা হয়।

adjective

pronoun

conjunction

interjection

৭৮. which one is a collective noun?

৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরিক্ষা-০২.১২.১১

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Friendship and doctor is common noun.honesty is abstract noun.

Gang is colletive noun.

স্পেশাল ব্যাখ্যাঃ

📝উল্লেখিত প্রশ্নে Gang হচ্ছে Collective Noun.

▣ Collective Noun:

A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.

Example: Gang, crowd, mob, team, flock, herd, army, fleet, jury, family, nation parliament committee etc.

❐ Gang শব্দের অর্থ দল, যেটা দিয়ে সমষ্টি বুঝায়, তাই এটা Collective Noun.

❐ অন্যান্য অপশনের মধ্যে-

Friendship & Honesty হচ্ছে Abstract Noun.

Doctor হচ্ছে Common Noun.

friendship

gang

doctor

honesty

৭৯. The adjective of the word 'authority' is :

৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরিক্ষা-০২.১২.১১

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

Definition of authoritative (adjective)- having due authority; having the sanction or weight of authority: an authoritative opinion.

ব্যাখ্যাকারী : 

স্পেশাল ব্যাখ্যাঃ

📝প্রদত্ত প্রশ্নে 'authority' এর adjective হচ্ছে Authoritative.

▣ Authoritatively হচ্ছে adverb.

▣ Author হচ্ছে noun & verb.

authorise

author

authoritatively

authoritative

৮০. Which is the noun of the word 'Enter'?

সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক .১১

 English Language and Literature 

 ১

ব্যাখ্যাঃ

🔖Enter অর্থ- ভেতরে প্রবেশ করা ; entry (প্রবেশ ) হচ্ছে noun; entrance (প্রবেশদ্বার) হচ্ছে noun, enter এর অর্থের সাথে entry এর অর্থের মিল আছে। তাই সঠিক উত্তর (খ) ।

Entrop

Entry

Entrance

Enterity

৮১. Which is the noun of the word 'Hate'?

সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক .১১

 English Language and Literature 

 ২

ব্যাখ্যাঃ

🔖Hate (ঘৃণা করা) হচ্ছে verb . Hate -এর Noun হচ্ছে hatred (ঘৃণা); adjective হচ্ছে Hateful (ঘৃণা) ; Ha table (ঘৃণাযোগ্য) হচ্ছে adjective .Hates বলে কোনো শব্দ নেই। সুতরাং সঠিক উত্তর (ক) ।

Hatred

Hateful

Hateous

Hatable

৮২. What kind of noun is 'cattle'?

সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক .১১

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Cattle অর্থ - গবাদি পশু । এটি collective noun. তাই সঠিক উত্তর (গ) । যে Noun এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বুঝায় তাকে collective Noun বলে। যেমন - Army, Team , Flock ইত্যাদি।

স্পেশাল ব্যাখ্যাঃ

📖A collective noun is a noun that names a group of people or things.

Cattle: a group of animals that includes cows, buffalo, and bison, that are often kept for their milk or meat

Proper

৮৩. "The day of my sister's marriage is drawing near".The underlined word is a/an--

সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক .১১ 📖 ঢাকা বিশ্ববিদ্যালয়➟2015➯ঘ ইউনিট 📖 ঢাকা বিশ্ববিদ্যালয়➟2008➯খ ইউনিট

 English Language and Literature 

 ৩

ব্যাখ্যাঃ

🔖Here 'near' is an adverb because it has modified the verb 'drawing. Correct answer is (গ)।

adjective

verb

adverb

preposition

৮৪. কোনটি Material Noun?

রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক -শিউলি- ০৯.১২.১১

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

যেসব noun কোনো পদার্থের সমুদয় অংশকে এককভাবে বোঝায় এবং তার অন্তর্গত কোনো খণ্ড বা অংশকে বোঝায় না তাদেরকে Material Noun বলে। এগুলোকে গণনা করা যায় না, অন্য কোনোভাবে পরিমাপ করা যায়। যেমন— diamond, gold. iron, wheat, salt, flour, milk, tea, coffee, water etc.

ব্যাখ্যাকারী : 

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Paper হচ্ছে Material noun। 

◻️ 

পদার্থ বাচক বা উপাদান জাতীয় যেকোন কিছুর নামকেই Material noun বলে।

Paper দ্বারা উপাদান নির্দেশ করে তাই এটি Material noun.

Book, River, Ring এগুল দ্বারা কোন কিছুর সাধারন নামকে বোঝানো হয়েছে।

নির্দিষ্ট কোনকিছুর নামকে নির্দেশ না করে কোনকিছুর সাধারণ নামকে নির্দেশ করলে তাদেরকে Common Noun বলে।

Book

Ring

River

Paper

৮৫. কোনটি Collective Noun?

রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক -শিউলি- ০৯.১২.১১

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

যে noun  দ্বারা সমষ্টি বুঝায় তাকে collective noun বলে। Class হলো অনেকগুলো ছাত্র-ছাত্রীর সমষ্টি। তাই সঠিক উত্তর  class.

ব্যাখ্যাকারী : 

স্পেশাল ব্যাখ্যাঃ

📝মূলত, Collective Noun বলতে নির্দিষ্ট কোনকিছুর দল বা সমষ্টিকে বোঝায়।

Class দ্বারা সমষ্টি নির্দেশ করে, তাই এটি Collective Noun.

❐ 

◻️ অন্যদিকে,

❐ Bashar দ্বারা ব্যক্তির নির্দিষ্ট নাম বুঝিয়েছে তাই Proper Noun.

❐ Island দ্বারা দ্বীপপুঞ্জের সাধারন নাম বোঝানোয় Commo Noun.

❐ Youth দ্বারা বাহ্যিক অস্তিত্ব নেই এমন কিছু বোঝানো হয়েছে তাই Abstract Noun.

Bashar

Class

Youth

Island

৮৬. কোনটি Abstract Noun?

রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক -শাপলা- ০৯.১২.১১

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖যার কোন অস্তিত্ব নেই, ধরা, ছোঁয়া বা দেখা যায় না অর্থাৎ যা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করতে হয় তাই Abstract Noun। যেমন: Liberty, anger, freedom, kindness, love, happiness, beauty, height.

স্পেশাল ব্যাখ্যাঃ

📝প্রদত্ত প্রশ্নে Height হচ্ছে Abstract Noun.

▣ Abstract Noun:

❐ যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবন দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।

Example: Height, Goodness, Kindness, Whiteness, Hardness, Brightness, honesty, Wisdom, Bravery etc.

Man

Height

Jury

Long

৮৭. কোনটি Collective Noun?

রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক -শাপলা- ০৯.১২.১১

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Collective Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি কে বুঝায়। যেমন, Club, Army, Class, Family, library.

স্পেশাল ব্যাখ্যাঃ

📖যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে। 

অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।

যেমন - Family, Committee, Army, Council, Audience, Department, Minority, Crowd, Senate, Society, Group, Team, Cattle, Pack, Company, Jury, Corporation, Majority, Police, Gang, Navy, Library, Class, Public, Infantry, Orchestra ইত্যাদি।

Girl

Books

Library

Soldiers

৮৮. Noun - কয় প্রকার ?

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী-০৩.০৬.১১ 📖 সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক .১১

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖Noun : যে Word দ্বারা কোন কিছুর নাম বুঝায় তাকে Noun বলে ।

যথা : Rahim, Man, Ball, Pen, Dog, Hen, Bag ইত্যাদি ।

Noun এর প্রকারভেদ : Noun পাঁচ প্রকার ।

যথা:

Proper Noun

Common Noun

Collective Noun

Material Noun

Abstract Noun

৫ প্রকার

৬ প্রকার

৪ প্রকার

৩প্রকার

৮৯. "Act" শব্দটির verb হচ্ছে-

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী-০৩.০৬.১১

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖Act একটি Noun যার অর্থ আচারণ করা। Act এর Verb হলো Enact.

Enact

Action

acted

actress

৯০. True শব্দটির Noun হচ্ছে-

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী-০৩.০৬.১১

 English Language and Literature 

 ০

Truly

Truth

Truthfully

Truthfulness

৯১. "See" শব্দটির Noun -

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী-০৩.০৬.১১

 English Language and Literature 

 ০

Sight

Sought

Seen

Scene

৯২. The door opened automatically.The verb in this sentence is -

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক-০৬.০৫.১১

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖যে verb-এর পর কর্ম (object) থাকে তাকে transitive verb (সকর্মক ক্রিয়া) বলে। যে verb এর পর কোনো object থাকে না তাকে intransitive verb বলে। এখানে, Open verb এর পরে কোনো object নেই। তাই তা intransitive verb. সুতরাং উত্তর (খ)।

Transative verb

intransitive verb

neither Transative and nor intransitive

linking

৯৩. 'Hurrah'! We have won the game .(Match the best alternative that correspond to the quotations word)

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-২৪.০৬.১১ 📖 43th BCS General Oct, 2021 📖 সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক .০১

 English Language and Literature 

 ২

ব্যাখ্যাঃ

🔖Hurrah(an interjection) :

exclamation: hurrah; exclamation: hooray; exclamation: hurray

used to express joy or approval.

'Hurrah'! We have won the game.

A conjunction

an interjection

An adverb

৯৪. Tareq was a 'Bright' student. (Match the best alternative that correspond to the quotations word)

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-২৪.০৬.১১

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖Adjective: bright; comparative adjective: brighter; superlative adjective: brightest

intelligent and quick-witted.

Example: Tareq was a 'Bright' student.

Noun

Adjective

Adverb

৯৫. The boy is very 'Meritorious'. (Match the best alternative that correspond to the quotations word)

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-২৪.০৬.১১

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖Meritorious( Adjective): deserving reward or praise.

(of an action or claim) likely to succeed on the merits of the case.

Example: The boy is very 'Meritorious'

A noun

A verb

An adjective

৯৬. 'Which' book do you want ? (Match the best alternative that correspond to the quotations word)

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-২৪.০৬.১১ 📖 43th BCS General Oct, 2021 📖 সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক .০১

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖Which (pronoun ): determiner

asking for information specifying one or more people or things from a definite set.

'Which' book do you want ?

An adjective

A verb

A pronoun

৯৭. Which is correct ?

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-২৪.০৬.১১ 📖 43th BCS General Oct, 2021 📖 সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক .০১

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖কিছু common noun এর গঠন singular এর মত হলেও এগুলো plural হিসেবে ব্যবহৃত হয়।যেমন – the rich, the poor, the virtuous, the pious.- The pious are happy. (Pious are হয়নি)- The virtuous are blessed.

Pious man is happy

Pious are happy

The pious are happy

৯৮. What parts of speech is 'Beauty'?

গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-২৬.০৮.১১ 📖 হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়➟2014➯B ইউনিট

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖Beauty (সৌন্দর্য) হচ্ছে noun। Beauty-এর verb হচ্ছে beautify, adjective হচ্ছে beautiful এবং adverb হচ্ছে beautifully। তাই Correct answer (খ)।

Adjective

noun

Pronoun

Verb

৯৯. Which parts of speech is the word "Obstinacy"?

গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-২৬.০৮.১১ 📖 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়➟2011➯G ইউনিট 📖 রাজশাহী বিশ্ববিদ্যালয়➟2011➯A5 ইউনিট

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖Obstinacy(একগুয়েমি) হচ্ছে noun । এর adjective হচ্ছে হলো- সুতরাং সঠিক উত্তর (গ)।

Pronoun

Adjective

Noun

Adverb

১০০. What kind of noun is 'Honesty'?

গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-২৬.০৮.১১

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖Honesty হচ্ছে abstract noun (ভাববাচক বা গুণবাচক বিশেষ্য) । abstract noun চোখে দেখা যায় না । এটা অনুভূতির সাহায্যে উপলব্ধি করতে হয়। যেমন- Happiness, Truth etc। তাই সঠিক উত্তর (গ)।

Proper

Common

Abstract

Material

১০১. "The program was telecast live", Here What parts of speech is 'Live'?

গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-২৬.০৮.১১ 📖 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়➟2011➯G ইউনিট 📖 রাজশাহী বিশ্ববিদ্যালয়➟2010➯D ইউনিট

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖Live শব্দটি verb, adjective, verb হিসেবে ব্যবহৃত হয়। যেমন- Verb: Both her children still live at home. Adjective: We saw a live (জীবিত) rattlesnake! Adverb: The speechwas broadcast live (সরাসরি). ‘The programme was telecast live’ (সরাসরি) বাক্যটিতে live শব্দটি adverb হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ, live adverb হিসেবে telecast verb- কে modify করেছে। সুতরাং সঠিক উত্তর (খ)।

Veb

Adverb

Adjective

Noun

১০২. Which word is not an adjective?

গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-২৬.০৮.১১

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖Solar (adj)- সূর্য সংক্রান্ত, সৌর; Polar (adj)- মেরুসম্বন্ধীয়, মেরু; Linear (adj)- রৈখিক, রেখা সংক্রান্ত; Hammer (n) হাতুড়ি। এখানে Hammer হলো noun. অন্য শব্দ তিনটি হলো adjective । সঠিক উত্তর (ঘ)।

Solar

Polar

Linear

Hammer

১০৩. Which word is not a noun?

গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-২৬.০৮.১১ 📖 প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক - ২৭.০৬.১৫

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖articulation অর্থ- স্পষ্ট উচ্চারণ; Simulation অর্থ- ভান, অনুকরণ; Defame (v) মানহানি করা; Indemnity অর্থ- নিরাপত্তা, ক্ষতিপুরণ। এখানে Defame হলো verb । অন্য শব্দ তিনটি হলো noun । তাই সঠিক উত্তর (গ)।

স্পেশাল ব্যাখ্যাঃ

📖Defame (verb) - damage the good reputation of (someone); slander or libel.

Indemnity (noun) - security or protection against a loss or other financial burden.

Articulation (noun) - the formation of clear and distinct sounds in speech.

Simulation (noun) - imitation of a situation or process.

Articulation

Simultion

Defame

Indemnity

১০৪. Which is the verb form of the word 'ability' ?

৬ষ্ঠ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-১১.১২.১০

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Ability (সামর্থ্য, সক্ষমতা) হচ্ছে noun এর adjective হচ্ছে able (সমর্থ, সক্ষম); adverb হচ্ছে ably (সক্ষমতার সঙ্গে); verb হচ্ছে enable (সক্ষম করা)। তাই (খ)-ই সঠিক উত্তর।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Ability এর verb form হচ্ছে - Enable.

Enable (verb):

English Meaning - To provide with the means or opportunity.

Bengali Meaning - সক্ষম করা; ক্ষমতা প্রদান করা।

Example Sentence : Answering these questions enables experiential scalability.

❐ Ability (noun):

English Meaning - The quality or state of being able.

Bengali Meaning - সামর্থ্য; সক্ষমতা।

Example Sentence : She has shown some ability with foreign languages.

ableness

enable

ably

able

১০৫. He ran a race . Here 'ran' is a _____ verb .

৬ষ্ঠ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-১১.১২.১০

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖যখন কোনাে Intransitive verb তার সমজাতীয় nounকে object হিসেবে গ্রহণ করে transitive রূপে ব্যবহৃত হয় তখন তাকে cognate verb । যেমন: Maria sings a song. He died a painful death. তাই (গ)-ই correct answer

স্পেশাল ব্যাখ্যাঃ

📝এখানে 'ran' হচ্ছে Cognate verb.

Cognate Verb :

❐ যে verb এর object তারই একটি রূপ, তাকে Cognate Verb বলে। আর এই object কে বলা হয় Cognate object.

যেমন: He ran a race.

❐ এই Sentence টির object হচ্ছে 'race', যার অর্থ 'run' এর মত।

causative

copulative

cognate

factitive

১০৬. Which is the past form of the verb 'wring' ?

৬ষ্ঠ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-১১.১২.১০

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Wring - অর্থ মোড়ানো , পাকানো । Wring- এর past and past participle for হচ্ছে wrung, সুতরাং option (খ)-ই সঠিক উত্তর।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Wring (verb):

English Meaning - To squeeze or twist especially so as to make dry or to extract moisture or liquid.

Bengali Meaning - মোচড়ানো; ঘোরানো; পাকানো।

Wrung (past form), Wrung ( past participle).

Wrang

Wrung

Wranged

Wringed

১০৭. He tried all plans .(Negative)

৬ষ্ঠ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা-১১.১২.১০

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖(গ) grammatically ভুল । (খ) ও (গ) অর্থ change হয়ে যায়। সুতরাং correct answer (ক)।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Affirmative Sentence কে Negative Sentence এ রূপান্তর করার সময় উক্ত Sentence এর মধ্যে অবস্থিত Affirmative শব্দটির Negative রূপ বসাতে হয় এবং উক্ত Negative শব্দটির পূর্বে not বসাতে হয়।

❐ তাই সঠিক উত্তরটি হবে: He tried no plan untried.

He tried no plan untried .

He tried no plan .

He untried all plans .

He did not try all plans .

১০৮. The noun form of the word 'Hate' is____

৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরিক্ষা-১০.১২.১০

 English Language and Literature 

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Hate শব্দটির বাংলা অর্থ ঘৃণা করা; অত্যন্ত অপছন্দ করা।

এর Noun - Harted যার বাংলা অর্থ ঘৃণা.

Hatefully - adverb.

Hateful

Hatred

Hatefully

Hated

১০৯. Which one is an abstract noun?

৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরিক্ষা-১০.১২.১০

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

Hood , common noun এর সাথে যুক্ত হয়ে abstract noun তৈরি হয়। Example: Father থেকে fatherhoodMother থেকে motherhoodBrother থেকে brotherhoodEtc . 

ব্যাখ্যাকারী : 

স্পেশাল ব্যাখ্যাঃ

📌📝Honesty and Childhood এই দুইট Abstract Noun ।

Abstract noun:

অবস্তুগত ধারনা বা গুণকে নির্দেশ করে, যার বাহ্যিক অবস্থান নেই কেবল অনুভব করা যায়।

Honesty and Childhood অবস্তুগত ধারনা বা গুণকে নির্দেশ করে, যার বাহ্যিক অবস্থান নেই কেবল অনুভব করা যায়।

আরো কিছু Abstract Noun এর উদাহরণ -

Happiness, Motherhood etc are feelings which can not be touched.

বাকি অপশন গুলোর মধ্যে Flock and Cattle হচ্ছে Collective Noun যেহেতু এদের দ্বারা কোন কিছুর সমষ্টি নির্দেশ করে।

Child

Honesty

Flock

Cattle

১১০. Which word is both a noun and a verb?

৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরিক্ষা-১০.১২.১০ 📖 বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিস সহকারী-১০.১২

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖একমাত্র Brush দ্বারা noun and verb বুঝায়। brush অর্থ মাজনি, পরিষ্কারক আবার brush মানেই পরিষ্কার করা।

অফশনে বাকি গুলো শুধু noun.

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Advice - উপদেশ , একটি Noun.

Belief - বিশ্বাস , একটি Noun

Practice - অনুশীলন একটি Noun.

Brush - as a Noun means ব্রাশ; বুরুশ; ঝাড়ু; মার্জনী অর্থাৎ কোনো জিনিসের নাম।

❐ Brush - as a verb means ব্রাশ, তুলি, ঝাড়ু ইত্যাদি ব্যবহার করা; পরিষ্কার/মসৃণ করা; ঘষা; মাজা করা।

❐ Example :

I brush my teeth regularly (verb).

I have many painting brushes (Noun).

advice

practice

belief

brush

১১১. this is the fashion of the day .here fashion is a---

সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী-৩১.১২.১০

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖Fashion (চলতি প্রথা বা রীতি) হচ্ছে noun.

noun

pronoun

verb

১১২. which one is noun?

সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী-৩১.১২.১০

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖Cute (আকর্ষণীয়; সুন্দর) হচ্ছে adjective; Acute (তীক্ষ্ণ; তিব্র) এবং Mute (নীরব; নিঃশব্দ) ও adjective; flute (বাঁশি) হচ্ছে noun তাই সঠিক উত্তর (গ)।

Cute

Acute

Flute

Mute

১১৩. The word "empower" is--

সহকারী শিক্ষা অফিসার-২৪.১২.১০ 📖 ঢাকা বিশ্ববিদ্যালয়➟2015➯খ ইউনিট 📖 ঢাকা বিশ্ববিদ্যালয়➟2006➯ঘ ইউনিট

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖Power (ক্ষমতা) হচ্ছে noun. এর verb হচ্ছে empower ( ক্ষমতা প্রদান করা) . Empower এর Noun হচ্ছে empowerment (ক্ষমতায়ন) । Power এর adjective হচ্ছে Powerful (ক্ষমতাশালী) । তাই (খ) -ই সঠিক উত্তর ।

an adjective

a verb

an adverb

a noun

১১৪. The Charity of Hatem Tai is known to all. The word charity is ---

সহকারী শিক্ষা অফিসার-২৪.১২.১০

 English Language and Literature 

 ১

ব্যাখ্যাঃ

🔖কোনো Noun এর শেষে 'it' থাকলে তা abstract noun হয়। যেমন - clarity, rarity, magnanimity, mendacity, veracity. তাই 'charity' abstract noun. Charity (বদান্যতা) এর adjective হচ্ছে charitable (বদান্যতা ) এবং adverb হচ্ছে charitably.

material noun

common noun

abstract noun

collective noun

১১৫. Which form of the word is adjective?

শিক্ষা অফিসার-২৫.০৬.১০

 English Language and Literature 

 ১

ব্যাখ্যাঃ

🔖Resolve (v)- মীমাংসা করা ; (n) দৃঢ়সংকল্প; Resolve শব্দটি verb এবং Noun উভয় হিসেবেই ব্যবহৃত হয়। Resolute হচ্ছে adjective যার অর্থ - দৃঢ়প্রতিজ্ঞ; Resolution হচ্ছে noun যার অর্থ - দৃঢ়প্রতিজ্ঞ; Resolution হচ্ছে noun যার অর্থ -মীমাংসা বা প্রস্তাব । Resolutely হচ্ছে adverb যার অর্থ- দৃঢ়প্রতিজ্ঞভাবে । তাই এখানে খ -ই correct Answer .

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Options,

ক) Resolve: [verb]

English meaning: to solve or end a problem or difficulty.

Bangla meaning: সিদ্ধান্ত গ্রহণ করা; স্থির করা।

❏ খ) Resolute: (adjective) 

English meaning: determined in character, action, or ideas.

Bangla meaning: দৃঢ়সংকল্প।

❏ গ) Resolution: (noun) 

English meaning: an official decision that is made after a group or organization has voted.

Bangla meaning: দৃঢ়তা; সংকল্পে অটলতা অথবা সাহসিকতা।

❏ ঘ) Resoulutely: Wrong word."

Resolve

Resolute

Resolution

Resoulutely

১১৬. What is the adjective of "marriage"?

শিক্ষা অফিসার-২৫.০৬.১০

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖Nuptial (adj) অর্থ- বৈবাহিক, অর্থাৎ connect with marriage. এটি marriage. (বিবাহ) -এর adjective. তাই ঘ ই correct Answer.

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Marriage: [noun]

English meaning: a legally accepted relationship between two people in which they live together, or the official ceremony that results in this.

Bangla meaning: বিবাহ; বিয়ে; বিবাহিত অবস্থা। 

❏ Options,

ক) Marring: present participle of mar: to spoil something, making it less good or less enjoyable. [ভিন্ন শব্দ]

❏ খ) Enmarry: Wrong word.

❏ গ) Marry: [verb]

English meaning: to become the legally accepted husband or wife of someone in an official or religious ceremony.

❏ ঘ) Nuptial:

English meaning: belonging or relating to a marriage or to the state of being married: [adjective]

Bangla meaning: বিয়েসংক্রান্ত।

❏ অর্থাৎ বোঝা যাচ্ছে the adjective of 'marriage' is - Nuptial."

Marring

Enmarry

Marry

Nuptial

১১৭. Which is the adjective form of the word "Heaven"?

বেসরকারি শিক্ষক নিবন্ধন ➺ ২০১০ স্কুল পর্যায় (বিশেষ) ☞26.6.10 📖 বিশেষ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (এবতেদায়ী প্রধান, জুনিয়র মৌলভী, জুনিয়র শিক্ষক ও ক্বারি)- ২৬.০৬.১০

 English Language and Literature 

 ১

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Heaven:

English meaning: (in some religions) the place believed to be the home of God where good people go when they die, sometimes imagined to be in the sky.

Bangla meaning: স্বর্গ; স্বর্গলোক; জান্নাত; পরলোক; লোকান্তর

▣ প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে,

❐ Heavenly:

Meaning: স্বর্গীয়।

▣ উল্লেখিত প্রশ্নের অপশন গুলোর বাকি কোন শব্দই সঠিক নয়।

Heavenness

Heavinity

Heavenly

Heavened

১১৮. Who is the man that came to you? Here 'that' is a/an-

বেসরকারি শিক্ষক নিবন্ধন ➺ ২০১০ স্কুল পর্যায় (বিশেষ) ☞26.6.10 📖 বিশেষ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (এবতেদায়ী প্রধান, জুনিয়র মৌলভী, জুনিয়র শিক্ষক ও ক্বারি)- ২৬.০৬.১০ 📖 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক-১.০৭

 English Language and Literature 

 ০

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Relative pronoun: 

❐ যে Pronoun কোন Noun-এর পরে বা পাশাপাশি বসে ঐ Noun-এর সাথে সম্পর্ক সৃষ্টি করে একটি বাকাংশের (Clause) সূচনা করে, তাকে Relative Pronoun বলে। - যেমন: Who, Whom, Which, Whose এবং That.

▣ That-এর পূর্বে থাকা ব্যক্তি, বস্তু ইত্যাদির সাথে সম্পর্ক সৃষ্টি করবে।

❐ উল্লেখিত বাক্যে that পূর্বে থাকা 'man' এর সাথে বাক্যের পরের অংশের সম্পর্ক স্থাপন করে।

▣ That Demonstrative ও Relative দুই ধরনের Pronoun এর মতোই কাজ করে।

▣ Demonstrative pronoun:

❐ যে Pronoun কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নির্দেশক হিসাবে Noun-এর পরিবর্তে বসে বা ব্যবহৃত হয়, তাকেই Demonstrative Pronoun বলে।

❐ বাক্যে যে সকল শব্দ Demonstrative Pronoun হিসাবে ব্যবহৃত হয়, তারা হলো: This, These, That, Those.

❐ That is his book. ➯ সেগুলি তার বই।

▣ তাই বলা যায়, that 'Demonstrative pronoun' হিসেবে ব্যবহার হলেও এই বাক্যে তা Relative pronoun হিসেবেই বসেছে।

Relative pronoun

১১৯. The accident took place long ago.Here "ago" is a/an-

বেসরকারি শিক্ষক নিবন্ধন ➺ ২০১০ স্কুল পর্যায় (বিশেষ) ☞26.6.10 📖 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়➟2011➯G ইউনিট 📖 রাজশাহী বিশ্ববিদ্যালয়➟2011➯A5 ইউনিট

 English Language and Literature 

 ০

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Adverb:

❐ যেসব word noun বা pronoun ছাড়া অন্য যেকোন parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে adverb বলে।

▣ প্রশ্নে উল্লেখিত never হলো Adverb of time.

❐ এই ধরনের Adverb গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়।

❐ এটি সাধারণত 'When' বা 'কখন' দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়।

❐ একে কখন দ্বারা প্রশ্ন করলে 'ago' উত্তর পাওয়া যায়, যার অর্থ আগে।

❐ তাই সঠিক উত্তর হবে, Adverb.

Adjective

Pronoun

১২০. The accident took place long ago . Here 'ago' is a/an _____ .

বিশেষ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (এবতেদায়ী প্রধান, জুনিয়র মৌলভী, জুনিয়র শিক্ষক ও ক্বারি)- ২৬.০৬.১০ 📖 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়➟2011➯G ইউনিট 📖 রাজশাহী বিশ্ববিদ্যালয়➟2011➯A5 ইউনিট

 English Language and Literature 

 ১

ব্যাখ্যাঃ

এখানে verb form হলো took. Ago  শব্দটি verb কে modify করছে তাই ago এখানে adverb হিসেবে কাজ করছে।

ব্যাখ্যাকারী : 

Adjective

Adverb

Noun

Pronoun

১২১. Who is the man that came to you ? Here 'that' is a/an ______ .

বিশেষ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (এবতেদায়ী প্রধান, জুনিয়র মৌলভী, জুনিয়র শিক্ষক ও ক্বারি)- ২৬.০৬.১০ 📖 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক-১.০৭

 English Language and Literature 

 ১

ব্যাখ্যাঃ

🔖Pronoun List:

Relative

Who, Whom, That, Which, Whoever, Whomever

Demonstrative

Such, This, That, These, Those, None, Neither

Indefinite

Anybody, Anyone, Anything, Each, Each one, Either, Neither, Everybody, Everyone, Everything, Nobody, No one, Nothing, Somebody, Someone, Something, Both, Many, Few, All, Most, None, Some

Interrogative

what, which, who, whom, whose

Indefinite pronoun

Demonstrative pronoun

Interrogative pronoun

Relative pronoun

১২২. Fire burns . Here 'burns' is a/an _____ verb .

বিশেষ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (এবতেদায়ী প্রধান, জুনিয়র মৌলভী, জুনিয়র শিক্ষক ও ক্বারি)- ২৬.০৬.১০

 English Language and Literature 

 ১

ব্যাখ্যাঃ

🔖Transitive verbs (সকর্মক ক্রিয়া) require an object to complete their meaning.

If someone says:

She likes. (incomplete - incorrect)

You probably think … She likes WHAT? (What does she like?)

Like is a transitive verb so we need an object after the verb.

She likes chocolate.

Intransitive verbs (অকর্মক ক্রিয়া) cannot have a direct object after them.

An intransitive verb expresses an action that is complete in itself and it doesn’t need an object to receive the action.

The baby smiled.

Fire burns.

Smile, burn is an Intransitive verb so we don’t need an object after the verb.

Causative

Intransitive

Copulative

Transitive

১২৩. Though he is rich , he is unhappy . Here 'Though' is a/an ____ .

বিশেষ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (এবতেদায়ী প্রধান, জুনিয়র মৌলভী, জুনিয়র শিক্ষক ও ক্বারি)- ২৬.০৬.১০ 📖 রাজশাহী বিশ্ববিদ্যালয়➟2012➯A5 ইউনিট 📖 38th BCS General Dec, 2017

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖Although and though both mean 'in spite of something'. They are subordinating conjunctions.

This means that the clause which they introduce is a subordinate clause, which needs a main clause to make it complete.

Example:

[main clause]

Everyone enjoyed the trip to the final

[subordinate clause]

although we lost the match!

Though he is rich, he is unhappy.

Preposition

Noun

Conjunction

Adverb

১২৪. Without health there is no happiness--এখানে ' happiness' শব্দটি কোন প্রকারের Noun?

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -সুরমা- ০৮.০১.১০

 English Language and Literature 

ব্যাখ্যাঃ


যেসব noun বা বিশেষ্য পদ কোন ব্যক্তি, বস্তুর, স্থান সম্পর্কে এমন কিছু ধারণা, অনুভূতি বা বৈশিষ্ট্যকে নির্দেশ করে যা ইন্দ্রিয়গ্রাহ্য নয় তাদেরকে Abstract Noun বা ভাববাচক/ গুণবাচক বিশেষ্য পদ বলা হয়ে থাকে

ব্যাখ্যাকারী : 

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Abstract Noun: 

▣ যে সব noun অবস্তুগত ধারনা বা গুণকে নির্দেশ করে, যার বাহ্যিক অবস্থান নেই কেবল অনুভব করা যায়।

▣ Infancy, Love & Happiness এই noun গুলোর কোন বাহ্যিক অস্তিত্ব নেই বা ধরা, ছোঁয়া যায় না, কেবল অনুভব করা যায়, তাই এরা Abstract Noun.

❐ আরো  কিছু  Abstract Noun এর উদাহরণ - 

▣ Freedom

▣ Motherhood

▣ courage

▣ Kindness, etc.

Proper

Collective

Abstract

১২৫. 'Beggar' শব্দটির Abstract form হবে--

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -সুরমা- ০৮.০১.১০

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

"Beggary " অর্থ চরম দারিদ্র্য।

"Beggary " অর্থ চরম দারিদ্র্য।

ব্যাখ্যাকারী : 

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Beggar

❐ English meaning: a poor person who lives by asking others for money or food

❐ Bangla meaning: ভিক্ষুক; যে ভিক্ষা করে জীবন চালায়; খুব দরিদ্র ব্যক্তি।

▣ Beggar শব্দটির Abstract form হবে  - Beggary.

▣ Beggarhood, Beggarship, Beggarness বলে কোন শব্দ নেই।

▣  Abstract Noun: 

▣ যে সব noun অবস্তুগত ধারনা বা গুণকে নির্দেশ করে, যার বাহ্যিক অবস্থান নেই কেবল অনুভব করা যায়।

Beggarhood

Beggary

Beggarship

Beggarness

১২৬. He was only a yard off me এখানে ' off ' শব্দটি--

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -সুরমা- ০৮.০১.১০ 📖 খুলনা বিশ্ববিদ্যালয়➟2016➯A ইউনিট 📖 হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়➟2016➯F ইউনিট

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖preposition হতে হলে এর পর noun /pronoun থাকতে হয় এখানে off+me(pronoun)

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 Preposition:

▣ A preposition is a word which is used before a noun, pronoun or noun phrase to express its relation with some other word in a sentence.

▣ A word that connects a noun, a noun phrase, or a pronoun to another word, esp. to a verb, another noun, or an adjective.

▣ Prepositions indicate relationships between other words in a sentence.

❐ সাধারণত উৎস বা নেতিবাচক অবস্থান বুঝাতে off ব্যবহৃত হয়।

❐ He was only a yard off me.

❐ অর্থাৎ সে আমার থেকে মাত্র এক গজ দূরে ছিল।

▣ এই বাক্যে "off" দ্বারা He এর সাথে "me" এর কতো দূরে রয়েছে সেই সম্পর্ক প্রকাশ করছে।

❐  In this case, "off" is showing the spatial relationship between "He" and "me." It tells us how far apart they are from each other.

Adverb

Conjunction

Adjective

১২৭. I will watch while you sleep.--- এখানে ' while' শব্দটি--

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -সুরমা- ০৮.০১.১০ 📖 রাজশাহী বিশ্ববিদ্যালয়➟2012➯A5 ইউনিট 📖 38th BCS General Dec, 2017

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

ব্যাখ্যাঃ

While দ্বারা দুটি বাক্য যুক্ত হয়েছে। 

ব্যাখ্যাকারী : 

স্পেশাল ব্যাখ্যাঃ

📝সঠিক উত্তর হবে - Conjunction

▣ I will watch while you sleep. Here, ‘while’ is - Conjunction.

▣ Conjunction:

▣ Parts of Speech এর যে Word গুলো দুই বা ততোধিক word, phrase, clause বা sentence কে যুক্ত করে তাকে Conjunction বলে।

▣ দুইটি Sentence এর মধ্যে সংযোগ স্থাপনের জন্য Conjunction ব্যবহৃত হয়

▣ “I will watch” এবং “you sleep” দুইটি বাক্য Conjunction “while” দ্বারা যুক্ত হয়েছে।

Noun

Adverb

Preposition

Conjunction

১২৮. Dhaka is a big City, এখানে 'City' শব্দটি কোন প্রকারের Noun?

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -তিস্তা- ০৮.০১.১০ 📖 10th BCS General Apr, 1989 📖 10th BCS General Apr, 1989

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖প্রদত্ত বাক্যটিকে 'city'একটি common noun । কারণ city' বলতে সকল নগরীর সাধারণ নাম কে বোঝায় তাই এটি একটি common noun প্রত্যেক নগরী আলাদা proper noun থাকতে পারে, যেমন- Dhaka, London, Paris ইত্যাদি। এক্ষেত্রে দ্বিতীয় option টি সঠিক।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Common Noun:

❐ যে noun কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বুঝায় তাকে Common Noun বলে।

❐ Common Noun দ্বারা নির্দিষ্ট কোনো কিছুর নাম বুঝায় না।

Dhaka is a big City এই sentence- টিতে 'City' দ্বারা শহর বুঝাচ্ছে, কোনো নির্দিষ্ট শহরের নাম বুঝাচ্ছে না। তাই এখানে 'City' শব্দটি Common Noun.

Proper

Common

Collective

Material

১২৯. 'King' শব্দটির Abstract form হবে--

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -তিস্তা- ০৮.০১.১০

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖'King' শব্দটির সাথে 'ship' suffix টি যোগ করে kingship করে king শব্দটিকে abstract noun এ পরিণত করা হয়। এক্ষেত্রে, প্রথম option টি সঠিক।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝King শব্দটির Abstarct form হবে Kingship.

Kingship: রাজত্ব।

Kingship শব্দটি Abstract Noun হিসেবে ব্যবহৃত হয়।

Abstract Noun:

❐ Abstarct Noun হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না; গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বুঝা যায়।

Kingship বা রাজত্ব দ্বারা রাজার অবস্থান, মর্যাদা বা ব্যক্তিত্ব বুঝায়, তাই এটি Abstarct Noun.

Kingship

King

Kinghood

উপরের কোনোটিই নয়

১৩০. Suddenly one of the wheels came off, এখানে 'off' শব্দটি---

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -তিস্তা- ০৮.০১.১০ 📖 ইসলামী বিশ্ববিদ্যালয়➟2015➯C ইউনিট 📖 খুলনা বিশ্ববিদ্যালয়➟2016➯A ইউনিট

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖এখানে Come off একটি phrasal verb । আরেকটি verb এরপরে preposition যুক্ত হয়ে phrasal verb গঠনের সময় preposition টি adverb/ adverbial/adverb participle হিসেবে ব্যবহৃত হয়। তাই এখানে of preposition না হয়ে adverb হিসেবে কাজ করেছে। সুতরাং এক্ষেত্রে এটি adverb এবং তাই দ্বিতীয় option টি correct।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝এখানে Come off(সম্পন্ন হওয়া) একটি phrasal verb।

❐ Verb এর পর Preposition যুক্ত হয়ে যদি একটি unique অর্থ দেয় যা idiomatic বা non-idiomatic হতে পারে, তাহলে তাকে phrasal verb বলে।

❐ Phrasal verb গঠনের সময় preposition টি adverb হিসেবে ব্যবহৃত হয়।

❐ তাই এখানে 'off' শব্দটি হচ্ছে Adverb.

Adjective

Adverb

Preposition

Pronoun

১৩১. The up train is late.--- এখানে ' up' শব্দটি--

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -তিতাস- ০৮.০১.১০ 📖 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়➟2011➯G ইউনিট 📖 রাজশাহী বিশ্ববিদ্যালয়➟2011➯A5 ইউনিট

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖'Up' মূলত preposition হলেও এখানে 'train' noun টির পূর্বে বসে এই noun কে qualify কড়াই এটি adjective এ পরিণত হয়েছে। তাই এক্ষেত্রে চতুর্থ option টি সঠিক। বাকিগুলো সঠিক নয়।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝প্রশ্ন প্রদত্ত বাক্যে up হচ্ছে adjective.

❐ up মূলত একটি preposition হলেও এই বাক্যে up- train(noun) কে modify করেছে। তাই up এখানে adjective.

Noun

Pronoun

Adverb

Adjective

১৩২. Sit down and rest a while.--- এখানে ' while' শব্দটি--

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -তিতাস- ০৮.০১.১০

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖'While' মূলত conjunction হিসাব ব্যবহৃত হয়। কিন্তু এখানে rest verb এর abject হিসাবে ব্যবহৃত হওয়ায় তা একটি noun এ পরিণত হয়েছে। এই while এর পূর্বে article 'a' ব্যবহৃত হয়েছে। এটি লক্ষ্য করলেও বোঝা যায় যে, 'while' শব্দটি এখানে noun হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং এক্ষেত্রে প্রথম option টি সঠিক।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝একটি বাক্যে While noun, conjunction, adverb হিসেবে ব্যবহৃত হতে পারে।

❐ বাক্যে while এর position অনুযায়ী এটি noun, conjunction নাকি adverb তা বোঝা যায়।

❐ এই বাক্যে while বাক্যের শেষে বসায় তা preposition হবে না , নিয়মানুযায়ী তা adverb হওয়ার কথা।

❐ কিন্তু এই বাক্যে 'While' refers to a 'period of time'.

❐ It functions as a noun as it names a 'period of time'. Nouns name things, here it names a certain amount of time.

❐ তাই সঠিক উত্তর - Noun.

Noun

Pronoun

Adjective

Adverb

১৩৩. 'Hand' শব্দটির Verb হচ্ছে-----

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -করতোয়া- ০৮.০১.১০

 English Language and Literature 

স্পেশাল ব্যাখ্যাঃ

📝  Hand

❆ Meaning: the part of the body at the end of the arm that is used for holding, moving, touching, and feeling things.

❆ Options,

❐ Handle: verb, noun

❐ Handly: wrong word

❐ Hand: noun

❐ Enhand: wrong word

Handle

Handly

Hand

Enhand

১৩৪. 'Laugh' শব্দটির Noun হচ্ছে-----

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -কপোতাক্ষ- ০৮.০১.১০ 📖 বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিস সহকারী-১০.১২

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖'Laugh' শব্দটির noun form হচ্ছে-Laughter

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Laugh (verb) - শব্দ করে হাসা।

Laughing (adjective) - হাস্যময়, হাস্যোদ্রেককর ইত্যাদি

laughable (adjective) - হাস্যকর; কৌতুকজনক।

Laughter (noun) - হাস্য; সশব্দ হাসি।

Laugh

Laughing

Laughable

Laughter

১৩৫. 'Accept' শব্দটির Noun হচ্ছে-----

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -কপোতাক্ষ- ০৮.০১.১০

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Accept verb এরপরে 'ance' প্রত্যয় বা suffix যোগ করে noun করা হয়। সেক্ষেত্রে accept + ance = Acceptance. সুতরাং দেখা যায় যে প্রথম option টি সঠিক।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Accept (verb) - নেওয়া; গ্রহণ করতে সম্মত হওয়া; একমত হওয়া; রাজি হওয়া; স্বীকার করা; মেনে নেওয়া

Acceptance (noun) - গ্রহণ; স্বীকার।

Accepted (adjective) - গৃহিত।

Acceptable (adjective) - গ্রহণযোগ্য; সন্তোষজনক।

Acception - বানানটি শুদ্ধ নয়।

Acceptance

Accepted

Acception

Acceptable

১৩৬. 'Envy' শব্দটির Adjective হচ্ছে-----

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -কপোতাক্ষ- ০৮.০১.১০ 📖 রাজশাহী বিশ্ববিদ্যালয়➟2012➯F ইউনিট

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Envy শব্দটিকে adjective করার সময় এর সাথে 'ous' suffix জব করে adjective করা হয়। সেক্ষেত্রে- Env+ I (y)+ ous- Envious. সুতরাং সঠিক option টি হবে দ্বিতীয় টি বাকিগুলো ভুল।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Envy (noun, verb) - ঈর্ষা; পরশ্রীকাতরতা। হিংসা করা।

Envious (adjective) - হিংসুক; পরশ্রীকাতর।

Jealous (adjective) ঈর্ষাকাতর, ঈর্ষাপরায়ণ। (কিন্তু এটি Envy এর adjective form নয়)।

Enviably - adverb

Envity - বানানটি শুদ্ধ নয়।

Envity

Envious

Jealous

Enviable

১৩৭. 'True' শব্দটির Noun হচ্ছে-----

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -ইছামতি- ০৮.০১.১০

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

Truth ( v.t. , n. )

🔉 ট্র্রথ্‌,ট্রথ্‌ ➯ সত্য

📝 English Meaning: ❏ a fact that has been verified

❏ conformity to reality or actuality

❏ a true statement

❏ the quality of being near to the true value

❏ United States abolitionist and feminist who was freed from slavery and became a leading advocate of the abolition of slavery and for the rights of women (1797-1883

❏ the quality or state of being true.

✐ Bangla Synonym: সত্যবাদিতা, সত্য ঘ্টনা ইত্যাদি, সত্য, সত্যতা, সত্য বিশ্বাস, প্রমিতি, প্রমা, ঋত, বাস্তবিকতা, যথার্থতা, যথাযথতা, বিশ্বস্ততা, নির্ভুলতা, অটলতা, সত্য বিবৃতি, তত্ত্ব, জ্ঞান, ন্যায়, নির্ভূলতা

 📜 Enlish Synonym: veracity, truthfulness, verity, sincerity, candor, honesty, accuracy, correctness, validity, factuality, authenticity

 📜 Example: ❏ It is in fact the truth : she\"s told the story so many times she now thinks she made it up.

❏ I think there may be an element of truth to that, but I also think it goes slightly deeper than that.

❏ As Mark Twain once said, " Why shouldn\"t truth be stranger than fiction?

❏ to hide the truth from sb

❏ From it beginnings this government has had a tenuous relationship with truth .

❏ he had to accept the truth of her accusation

 📜 Antonym: falsity, untruth, falsehoodfalsityinaccuracy

 📜 Bangla Details: 📝(plural truths [ট্রুথ্‌জ্‌]) ১ [uncountable noun] সত্যতা; যথার্থতা: the truth of a statement.

❏ moment of truth সংকট, পরীক্ষা বা আত্মোপলব্ধির মুহূর্ত; সত্যোপলব্ধির মুহূর্ত।

❏ ২ [uncountable noun] সত্য; সত্য কথা: tell the truth.

❏ to tell the truth … (স্বীকারোক্তিতে ব্যবহৃত গৎ) সত্যি বলতে: To tell the truth I do not remember your name.

❏ in truth (সাহিত্যিক) প্রকৃতপক্ষে; বস্তুত; বাস্তবিক।

❏ ৩ [countable noun] সত্য; তথ্য: the truths of religion/science.

❏ truthful [ট্র্রথ্‌ফ্‌ল্] ১ (ব্যক্তি) সত্যনিষ্ঠ; সত্যপরায়ণ; সত্যবাদী; সত্যসন্ধ।

❏ ২ (উক্তি) সত্য।

❏ truthfully [ট্র্রথ্‌ফালি]  (adverb) সত্য করে; সত্যনিষ্ঠার সঙ্গে।

❏ truthfulness (noun) সত্যনিষ্ঠা; সত্যপরায়ণতা; সত্যবাদিতা।

 📜 Grammar Details: 

🎯Noun

সত্য ➯ fact, truth, right, reality, troth, sooth

❏ তত্ত্ব ➯ theory, reality, truth, philosophy, doctrine, search

❏ জ্ঞান ➯ knowledge, wisdom, sense, cognition, cognizance, judgment

❏ সত্যতা ➯ authenticity, nature, truth

❏ সত্য বিশ্বাস ➯ truth

❏ প্রমিতি ➯ measure, truth, conviction, proof

❏ প্রমা ➯ truth

❏ ঋত ➯ supreme being, god, truth

❏ বাস্তবিকতা ➯ reality, historicity, real, truth, sooth

❏ যথার্থতা ➯ truth, exactness, exactitude, rightness

❏ বিশ্বস্ততা ➯ trust, faith, fidelity, truth

❏ যথাযথতা ➯ accuracy, rigor, precision, propriety, exactness, exactitude

❏ সত্য বিবৃতি ➯ truth

❏ অটলতা ➯ firmness, fixation, steadiness, truth, stolidness, obstinacy

❏ নির্ভুলতা ➯ exactness, precision, exactitude, truth

❏ ন্যায় ➯ justice, right, equity, righteousness, honesty, impartiality

ব্যাখ্যাকারী : 

স্পেশাল ব্যাখ্যাঃ

📝True - adjective - সত্য; যথার্থ।

এর noun form হচ্ছে - Truth - সত্যতা; যথার্থতা।

Truthful হচ্ছে adjective এবং এর noun হচ্ছে Truthfulness - সত্যনিষ্ঠা; সত্যপরায়ণতা; সত্যবাদিতা।

❐ সুতরাং সঠিক উত্তর - Truth.

Truly

Truthful

Truthfulness

Truth

১৩৮. The idiom 'In black and white' এর অর্থ ----

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -ইছামতি- ০৮.০১.১০

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

'Black & white' এর বাংলা অর্থ 'লিখিতভাবে’।অথবা 'in writing'. প্রশ্নের অপশনের অন্য গুলো ভুল দেয়া।

ব্যাখ্যাকারী : 

স্পেশাল ব্যাখ্যাঃ

📝The idiom 'In black & white'- এর অর্থ - In writing

Black-and- white

English Meaning: being in writing or print.

Bangla Meaning: লিখিত বা মুদ্রিত

Ex. Sentence: 2. The contract should be in black-and-white to avoid misunderstanding.

Bangla Meaning: ২. ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য চুক্তিটি লিখিত হওয়া উচিত।

Thmporary

False

Verbally

In writing

১৩৯. 'Study' শব্দটির Adjective হচ্ছে-----

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -ইছামতি- ০৮.০১.১০

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Studious – অধ্যয়নরত, পড়ুয়া

Persevering- অধ্যবসায়ী

Stupidity- বোকামি

Study- অধ্যয়ন

তাই, সঠিক উত্তর =Studious

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Study - noun - অধ্যয়ন; বিদ্যাভ্যাস; পাঠ; পর্যেষণা

Study -verb - অধ্যয়ন করা; পড়া, সতর্কতার সঙ্গে পরীক্ষা করা; পর্যবেক্ষণ করা; খুঁটিয়ে দেখা.

এর adjective হচ্ছে - Studious - অধ্যয়নশীল; অধ্যয়নপর; অধ্যয়নপরায়ণ; অধ্যয়নাসক্ত; পড়ুয়া।

❐ প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে -

persevering (adjective)

Stupidity (noun) মূঢ়তা; নির্বুদ্ধিতা; বোকামি; বুদ্ধিজড়তা।

Studious

Persevering

Stupidity

Study

১৪০. 'Fly' শব্দটির Noun হচ্ছে-----

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -ইছামতি- ০৮.০১.১০

 English Language and Literature 

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Fly - verb - ওড়া; উড়াল দেওয়া; উড়ে যাওয়া।

এর noun form হচ্ছে - Flight উড্ডয়ন/ উড়াল/ পলায়ন।

❐ প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে -

Fleet - Noun - এক অধিনায়কের আজ্ঞাধীন রণতরিসমূহ; কোনো দেশের সমস্ত রণতরি; নৌবহর।

Flew - past tense of fly.

Plight

Fleet

Flew

Flight

১৪১. 'Compel' শব্দটির Noun হচ্ছে-----

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক -ইছামতি- ০৮.০১.১০

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

Compelness শব্দটি সঠিক নয়।Tranquil এর অর্থ শান্ত।Compel শব্দটির Past form হচ্ছে Compelled

ব্যাখ্যাকারী : 

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Compel - (verb transitive) - (কাউকে বা কোনো কিছু করতে) বাধ্য করা; বাধ্য করানো/ জোর করে আদায় করা।

এর noun form হচ্ছে - Compulsion বলপ্রয়োগে বাধ্য করা; জবরদস্তি; নিপীড়ন, শাসন; বাধ্যবাধকতা।

❐ প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে -

Compelness বলে কোনো শব্দ নেই।

Tranquil (adjective) শান্ত; চুপচাপ।

Compelled (verb)বাধ্য করা; বাধ্য করানো।

Compelness

Compulsion

tranquil

Compelled

১৪২. 'In black and white'--- phrase --টির অর্থ কি?

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) -হেমন্ত- ১৩.০৮.১০

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖'In black and white'- phrase টির অর্থ হলো- লিখিতভাবে। এখানে দ্বিতীয় option এর in writing এর অর্থ লিখিতভাবে। প্রথম option এর verbally যার অর্থ মৌখিকভাবে এবং তৃতীয় ও চতুর্থ option এর শব্দ দুটির অর্থ যথাক্রমে সমসাময়িক এবং মিথ্যা সুতরাং বলা যায় যে দ্বিতীয় option টি সঠিক।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝In black and white phraseটির-

English Meaning: in writing or print / in terms of clearly defined opposing principles or issues.

Bangla Meaning: কোনো কিছু লিখিতভাবে পেশ করা

❐ Ex. Sentence: I had to believe it, because it was there in black and white.

Bangla Meaning: আমাকে এটা বিশ্বাস করতে হয়েছে কারণ তা সেখানে লিখিত আকারে ছিলো।

Verbally

In writing

Temporary

False

১৪৩. I spent----with the patient বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) -হেমন্ত- ১৩.০৮.১০ 📖 ইসলামী বিশ্ববিদ্যালয়➟2013➯F ইউনিট 📖 23rd BCS General Mar, 2001

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖some time- কিছু সময়;

sometimes- মাঝে মাঝে;

sometime- অনির্দিষ্ট কোন সময়ে।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Sometimes - মাঝে মাঝে ;

sometime - কোন এক সময় ;

some time - কিছু সময়, খানিকটা সময়.

❐ বাক্যের অর্থ- আমি রোগীটির সাথে খানিকটা সময় ব্যয় করেছিলাম৷

তাই some time ই সঠিক উত্তর।

sometimes

some time

sometime

some times

১৪৪. This ring is made of gold --বাক্য ' gold' শব্দটি কোন প্রকারের Noun?

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) -হেমন্ত- ১৩.০৮.১০ 📖 38th BCS General Dec, 2017 📖 প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) -বসন্ত- ১৩.০৮.১০

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖এই প্রশ্নে gold একটি material noun। কারণ যে noun কোন পদার্থের সমুদয় অংশকে এককভাবে বোঝায় এবং তার অন্তর্গত কোন খন্ড বা অংশকে বোঝায় না তাকে material noun বলে। এই noun যে বস্তু কে নির্দেশ করে তাকে গণনা করা যায় না অন্যভাবে পরিমাপ করা যায় মাত্র। সুতরাং gold একটি material noun। অর্থাৎ তৃতীয় option টি সঠিক।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝Gold is a - Materiel noun.

▣ Materiel noun

❐ যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।

❐ Material noun সাধারণত uncountable noun হয়। 

❐ একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।

❐ gold (চিনি) হলো Material noun, কারণ এটি পদার্থ বা বস্তু বাচক এবং একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।

❐ আরো উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Oil etc.

১৪৫. 'Our team is better than yours' --বাক্য ' team' শব্দটি কোন প্রকারের Noun?

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) -হেমন্ত- ১৩.০৮.১০ 📖 38th BCS General Dec, 2017 📖 প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) -বসন্ত- ১৩.০৮.১০

 English Language and Literature 

ব্যাখ্যাঃ

🔖Team শব্দটি দ্বারা সমষ্টিগত ভাবে কোন player দের দল কে বোঝাচ্ছে। সুতরাং যে noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির সমষ্টিকে বোঝায় তাকে collective noun বলে। যেহেতু এখানে team দ্বারা এক জাতীয় player দের সমষ্টিগত ভাবে বুঝাচ্ছে সেহেতু team শব্দটি collective noun । এক্ষেত্রে দ্বিতীয় option টি সঠিক।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝এখানে, 'team' শব্দটি Collective noun

Collective noun:A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.

যে সব বিশেষ্য পদ ব্যক্তি, বস্তু কিংবা প্রানীর সমষ্টি বা দলকে বোঝায় তাদেরকে Collective Noun বা সমষ্টিবাচক বিশেষ্য বলা হয়।

Example:

Crowd, mob, team, flock, herd, army, fleet, jury, family, nation parliament committee etc.

Common noun

Collective noun

১৪৬. Truth must prevail in the long run--বাক্য ' truth' শব্দটি কোন প্রকারের Noun?

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) -বসন্ত- ১৩.০৮.১০

 English Language and Literature 

 ২

ব্যাখ্যাঃ

🔖যার কোন অস্তিত্ব নেই, ধরা, ছোঁয়া বা দেখা যায় না অর্থাৎ যা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করতে হয় তাই Abstract Noun। যেমন: Truth, beauty, honesty, kindness, Charity, forgiveness, happiness, victory, wisdom.

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 ❖ Abstract noun:

❏ এটি হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে।

❏ এর কোন বাহ্যিক অস্তিত্ব নেই ও ছোঁয়া যায় না।

❏ গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না।

❏ এটি শুধু কল্পনা দ্বারা বুঝা যায়।

▣ 'Truth must prevail in the long run' বাক্যে, Truth(সত্যতা; যথার্থতা) শব্দটি Abstract noun হিসেবে ব্যবহার হয়ে থাকে কারণ তার কোন বাহ্যিক অস্তিত্ব নেই ও ছোঁয়া যায় না।

▣ প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো:

▣ Common Noun:

❏ A common noun is one which is common to each member of class of persons or things.

যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।

▣ Collective noun:

❏ যে সকল noun দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে তাদেরকে Collective noun বলে।

❏ A collective noun is a noun that refers to a group (of people, animals, things, etc.)

▣ Materiel noun

❏ যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।

❏ Material noun সাধারণত uncountable noun হয়। একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।

❏ উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood etc.

১৪৭. 'The police dispersed the crowd'--বাক্য ' crowd' শব্দটি কোন প্রকারের Noun?

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) -বসন্ত- ১৩.০৮.১০

 English Language and Literature 

 ৩

ব্যাখ্যাঃ

🔖Collective Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি কে বুঝায়। যেমন, Club, Army, Class, Family, এখানে, Crowd শব্দটি দ্বারা অনেক লোকের সমষ্টিকে বুঝিয়েছে।

স্পেশাল ব্যাখ্যাঃ

📝 ❖ Collective noun:

❏ যে সকল noun দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে তাদেরকে Collective noun বলে।

❏ A collective noun is a noun that refers to a group (of people, animals, things, etc.)

❏ Example: flock, cavalry, crowd, gang, infantry, navy, audience etc.

▣ The police dispersed the crowd বাক্যে 'crowd' শব্দটি Collective noun.

▣ প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো:

▣ Common Noun: 

❏ A common noun is one which is common to each member of class of persons or things.

যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।

▣ Materiel noun

❏ যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।

❏ Material noun সাধারণত uncountable noun হয়। একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।

❏ আরো উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood etc.

▣ Abstract Noun:

❏ যে noun কোনো অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে এবং যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই, তাকে Absract noun বলে।

যেমন: Honesty, boyhood, justice, heroism ইত্যাদি।

Common noun

Collective noun

Material noun

Abstract noun

১৪৮. Which one is common noun?

পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী-৫.১১.১০ 📖 বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (পরিসংখ্যান সহকারী) 17-01-2020

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖যে noun কোনো এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে Common noun বলে। এখানে Salt হলো material noun. Army সমষ্টি অর্থে collective noun, studentship গুন অর্থে abstract noun, infant অর্থ শিশু। Common noun- এর সংজ্ঞানুসারে (ঘ) সঠিক উত্তর।

Salt

Army

Studentship

Infant

১৪৯. "Advice" this word belongs to -

পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী-৫.১১.১০ 📖 ঢাকা বিশ্ববিদ্যালয়➟2015➯ঘ ইউনিট 📖 ঢাকা বিশ্ববিদ্যালয়➟2008➯খ ইউনিট

 English Language and Literature 

 ০

ব্যাখ্যাঃ

🔖Advice অর্থ উপদেশ। এটি বিশেষ্য (noun) আর যখন বানান হবে Advise তখন এর অর্থ দাঁড়ায় উপদেশ দেয়া যা ক্রিয়া (verb) হিসেবে ব্যবহৃত হয়। অতএব, সঠিক উত্তর (ঘ)।

verb

adverb

adjective

noun

১৫০. This is his pen What kind of adjective 'his' is?

সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক .০৯

 English Language and Literature 

 ৯

ব্যাখ্যাঃ

কোন pronoun যখন noun এর পূর্বে বসে adjective এর কাজ করে তখন তাকে pronominal adjective বলে।যেমন :  that,these,what,whose,each,every,my,our,his ইত্যাদি।

ব্যাখ্যাকারী : 

Numeral adjective

Pronominal adjective

Quantitative adjective

Descriptive

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...