১০০ টি ‘Right Form of Verbs Exercise’ সঠিক উত্তরের কারণ এনালাইসিস, নিয়ম, বাক্য গঠন ফরম্যাট, বাংলা অর্থ ! 📚 শিখার জন্য ‘Right Form Of Verbs’ এর স্পেশাল নোট দেওয়া হল!
১০০ টি ‘Right Form Of Verbs Exercise’ সঠিক উত্তরের কারণ এনালাইসিস, নিয়ম, বাক্য গঠন ফরম্যাট, বাংলা অর্থ ও স্পেশাল নোট সহ দেওয়া হলো + 📚 শিখার জন্য ‘Right Form Of Verbs’ এর স্পেশাল নোট দেওয়া হল।
❐ He usually goes to school by bus. (go)
➺ সে সাধারণত বাসে করে স্কুলে যায়।
নিয়মঃ চিরন্তন সত্য অথবা কারো অভ্যাসগত কাজ বুঝালে Verb এর Present Indefinite Tense হয়।
Structure: Subject + মূল verb এর present form + Extension.
নোট: Subject 3rd Person & Singular Number হলে verb এর সাথে s / es যোগ করতে হয়।
❐ The sun rises in the east. (rise)
➺ সূর্য পূর্ব দিকে উদিত হয়।
নিয়মঃ চিরন্তন সত্য বা প্রাকৃতিক ঘটনা বুঝালে Verb এর Present Indefinite Tense হয়।
Structure: Subject + মূল verb এর present form + Extension.
নোট: Subject 3rd Person & Singular Number হলে verb এর সাথে s / es যোগ করতে হয়।
❐ They are playing football now. (play)
➺ তারা এখন ফুটবল খেলছে।
নিয়মঃ বর্তমানে চলমান কোনো কাজ বুঝালে Present Continuous Tense হয়।
Structure: Subject + am/is/are + verb এর present participle (verb + ing) + Extension.
❐ She has completed her homework. (complete)
➺ সে তার বাড়ির কাজ শেষ করেছে।
নিয়মঃ কোনো কাজ সম্প্রতি শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বর্তমানে বিদ্যমান বুঝালে Present Perfect Tense হয়।
Structure: Subject + has/have + verb এর past participle + Extension.
❐ I went to the market yesterday. (go)
➺ আমি গতকাল বাজারে গিয়েছিলাম।
নিয়মঃ অতীতের কোনো কাজ বুঝালে Past Indefinite Tense হয়।
Structure: Subject + verb এর past form + Extension.
❐ Water boils at 100°C. (boil)
➺ পানি ১০০° সেলসিয়াসে ফোটে।
নিয়মঃ চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য বুঝালে Verb এর Present Indefinite Tense হয়।
Structure: Subject + মূল verb এর present form + Extension.
নোট: Subject 3rd Person & Singular Number হলে verb এর সাথে s / es যোগ করতে হয়।
❐ She has been working for three hours. (work)
➺ সে তিন ঘণ্টা ধরে কাজ করছে।
নিয়মঃ কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে বুঝালে Present Perfect Continuous Tense হয়।
Structure: Subject + has/have + been + verb এর present participle (verb + ing) + Extension.
❐ They were watching TV when I called them. (watch)
➺ আমি তাদের কল করার সময় তারা টিভি দেখছিল।
নিয়মঃ অতীতে কোনো কাজ চলছিল এমন সময়ে অন্য একটি কাজ ঘটলে Past Continuous Tense হয়।
Structure: Subject + was/were + verb এর present participle (verb + ing) + Extension.
❐ He does not like coffee. (not like)
➺ সে কফি পছন্দ করে না।
নিয়মঃ বর্তমানের কোনো অভ্যাস বা সাধারণ সত্যকে নেতিবাচকভাবে প্রকাশ করতে Present Indefinite Tense হয়।
Structure: Subject + do/does + not + মূল verb + Extension.
❐ I will go there tomorrow. (go)
➺ আমি আগামীকাল সেখানে যাব।
নিয়মঃ ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বুঝালে Future Indefinite Tense হয়।
Structure: Subject + shall/will + মূল verb + Extension.
❐ The train arrived at the station. (arrive)
➺ ট্রেনটি স্টেশনে পৌঁছেছিল।
নিয়মঃ অতীতের কোনো কাজ বুঝালে Past Indefinite Tense হয়।
Structure: Subject + verb এর past form + Extension.
❐ He is cooking dinner now. (cook)
➺ সে এখন রাতের খাবার রান্না করছে।
নিয়মঃ বর্তমানে চলমান কোনো কাজ বুঝালে Present Continuous Tense হয়।
Structure: Subject + am/is/are + verb এর present participle (verb + ing) + Extension.
❐ The baby was sleeping when I arrived. (sleep)
➺ আমি আসার সময় শিশুটি ঘুমাচ্ছিল।
নিয়মঃ অতীতে কোনো কাজ চলছিল এমন সময়ে অন্য একটি কাজ ঘটলে Past Continuous Tense হয়।
Structure: Subject + was/were + verb এর present participle (verb + ing) + Extension.
❐ She will have finished her work by tomorrow. (finish)
➺ সে আগামীকাল তার কাজ শেষ করে ফেলবে।
নিয়মঃ ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে বুঝালে Future Perfect Tense হয়।
Structure: Subject + shall/will + have + verb এর past participle + Extension.
❐ We have known each other for years. (know)
➺ আমরা বহু বছর ধরে একে অপরকে চিনি।
নিয়মঃ অতীতে শুরু হওয়া কাজ এখনও চলছে বুঝালে Present Perfect Tense হয়।
Structure: Subject + has/have + verb এর past participle + Extension.
❐ The children are going to school. (go)
➺ বাচ্চারা স্কুলে যাচ্ছে।
নিয়মঃ বর্তমানে চলমান কোনো কাজ বুঝালে Present Continuous Tense হয়।
Structure: Subject + am/is/are + verb এর present participle (verb + ing) + Extension.
❐ He studies hard for exams. (study)
➺ সে পরীক্ষার জন্য কঠোর পড়াশোনা করে।
নিয়মঃ চিরন্তন সত্য অথবা কারো অভ্যাসগত কাজ বুঝালে Verb এর Present Indefinite Tense হয়।
Structure: Subject + মূল verb এর present form + Extension.
নোট: Subject 3rd Person & Singular Number হলে verb এর সাথে s / es যোগ করতে হয়।
❐ The teacher was teaching when the bell rang. (teach)
➺ ঘন্টা বাজার সময় শিক্ষক পড়াচ্ছিলেন।
নিয়মঃ অতীতে কোনো কাজ চলছিল এমন সময়ে অন্য একটি কাজ ঘটলে Past Continuous Tense হয়।
Structure: Subject + was/were + verb এর present participle (verb + ing) + Extension.
❐ They have been playing for two hours. (play)
➺ তারা দুই ঘণ্টা ধরে খেলছে।
নিয়মঃ কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে বুঝালে Present Perfect Continuous Tense হয়।
Structure: Subject + has/have + been + verb এর present participle (verb + ing) + Extension.
❐ The flowers bloom in spring. (bloom)
➺ ফুলগুলি বসন্তে ফোটে।
নিয়মঃ চিরন্তন সত্য বা প্রাকৃতিক ঘটনা বুঝালে Verb এর Present Indefinite Tense হয়।
Structure: Subject + মূল verb এর present form + Extension.
নোট: Subject 3rd Person & Singular Number হলে verb এর সাথে s / es যোগ করতে হয়।
❐ He speaks English fluently. (speak)
➺ সে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলে।
নিয়মঃ চিরন্তন সত্য অথবা কারো অভ্যাসগত কাজ বুঝালে Verb এর Present Indefinite Tense হয়।
Structure: Subject + মূল verb এর present form + Extension.
নোট: Subject 3rd Person & Singular Number হলে verb এর সাথে s / es যোগ করতে হয়।
❐ They did not see him at the party. (not see)
➺ তারা পার্টিতে তাকে দেখেনি।
নিয়মঃ অতীতের কোনো কাজকে নেতিবাচকভাবে প্রকাশ করতে Past Indefinite Tense হয়।
Structure: Subject + did + not + মূল verb + Extension.
❐ I had eaten before he came. (eat)
➺ সে আসার আগে আমি খেয়ে নিয়েছিলাম।
নিয়মঃ অতীতে একটি কাজ অন্য কাজের আগে শেষ হলে Past Perfect Tense হয়।
Structure: Subject + had + verb এর past participle + Extension.
❐ Birds fly in the sky. (fly)
➺ পাখিরা আকাশে উড়ে।
নিয়মঃ চিরন্তন সত্য বা প্রাকৃতিক ঘটনা বুঝালে Verb এর Present Indefinite Tense হয়।
Structure: Subject + মূল verb এর present form + Extension.
❐ She washes her clothes every Saturday. (wash)
➺ সে প্রতি শনিবার তার কাপড় ধোয়।
নিয়মঃ চিরন্তন সত্য অথবা কারো অভ্যাসগত কাজ বুঝালে Verb এর Present Indefinite Tense হয়।
Structure: Subject + মূল verb এর present form + Extension.
নোট: Subject 3rd Person & Singular Number হলে verb এর সাথে s / es যোগ করতে হয়।
❐ He is reading a book now. (read)
➺ সে এখন একটি বই পড়ছে।
নিয়মঃ বর্তমানে চলমান কোনো কাজ বুঝালে Present Continuous Tense হয়।
Structure: Subject + am/is/are + verb এর present participle (verb + ing) + Extension.
❐ The doctor has treated many patients. (treat)
➺ ডাক্তার অনেক রোগীকে চিকিৎসা করেছেন।
নিয়মঃ কোনো কাজ সম্প্রতি শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বর্তমানে বিদ্যমান বুঝালে Present Perfect Tense হয়।
Structure: Subject + has/have + verb এর past participle + Extension.
❐ The car will be repaired by tomorrow. (repair)
➺ গাড়িটি আগামীকাল ঠিক হয়ে যাবে।
নিয়মঃ ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হবে বুঝালে Future Simple Tense (Passive Voice) হয়।
Structure: Subject + shall/will + be + verb এর past participle + Extension.
❐ They were laughing when I entered. (laugh)
➺ আমি ঢোকার সময় তারা হাসছিল।
নিয়মঃ অতীতে কোনো কাজ চলছিল এমন সময়ে অন্য একটি কাজ ঘটলে Past Continuous Tense হয়।
Structure: Subject + was/were + verb এর present participle (verb + ing) + Extension.
❐ It was raining heavily yesterday. (rain)
➺ গতকাল ভারী বৃষ্টি হচ্ছিল।
নিয়মঃ অতীতে কোনো কাজ চলছিল বুঝালে Past Continuous Tense হয়।
Structure: Subject + was/were + verb এর present participle (verb + ing) + Extension.
❐ We have been waiting for an hour. (wait)
➺ আমরা এক ঘণ্টা ধরে অপেক্ষা করছি।
নিয়মঃ কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে বুঝালে Present Perfect Continuous Tense হয়।
Structure: Subject + has/have + been + verb এর present participle (verb + ing) + Extension.
❐ He did not attend the meeting. (not attend)
➺ সে মিটিংয়ে উপস্থিত ছিল না।
নিয়মঃ অতীতের কোনো কাজকে নেতিবাচকভাবে প্রকাশ করতে Past Indefinite Tense হয়।
Structure: Subject + did + not + মূল verb + Extension.
❐ She goes to the gym regularly. (go)
➺ সে নিয়মিত জিমে যায়।
নিয়মঃ চিরন্তন সত্য অথবা কারো অভ্যাসগত কাজ বুঝালে Verb এর Present Indefinite Tense হয়।
Structure: Subject + মূল verb এর present form + Extension.
নোট: Subject 3rd Person & Singular Number হলে verb এর সাথে s / es যোগ করতে হয়।
❐ I am trying to understand the problem. (try)
➺ আমি সমস্যাটি বোঝার চেষ্টা করছি।
নিয়মঃ বর্তমানে চলমান কোনো কাজ বুঝালে Present Continuous Tense হয়।
Structure: Subject + am/is/are + verb এর present participle (verb + ing) + Extension.
❐ They have learned the lesson. (learn)
➺ তারা পাঠটি শিখেছে।
নিয়মঃ কোনো কাজ সম্প্রতি শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বর্তমানে বিদ্যমান বুঝালে Present Perfect Tense হয়।
Structure: Subject + has/have + verb এর past participle + Extension.
❐ The meeting will start at 10 am. (start)
➺ মিটিংটি সকাল ১০টায় শুরু হবে।
নিয়মঃ ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বুঝালে Future Indefinite Tense হয়।
Structure: Subject + shall/will + মূল verb + Extension.
❐ The dog is barking loudly. (bark)
➺ কুকুরটি জোরে জোরে ঘেউ ঘেউ করছে।
নিয়মঃ বর্তমানে চলমান কোনো কাজ বুঝালে Present Continuous Tense হয়।
Structure: Subject + am/is/are + verb এর present participle (verb + ing) + Extension.
❐ He has left the office. (leave)
➺ সে অফিস থেকে চলে গেছে।
নিয়মঃ কোনো কাজ সম্প্রতি শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বর্তমানে বিদ্যমান বুঝালে Present Perfect Tense হয়।
Structure: Subject + has/have + verb এর past participle + Extension.
❐ They had completed their work before the deadline. (complete)
➺ সময়সীমার আগে তারা তাদের কাজ শেষ করেছিল।
নিয়মঃ অতীতে একটি কাজ অন্য কাজের আগে শেষ হলে Past Perfect Tense হয়।
Structure: Subject + had + verb এর past participle + Extension.
❐ He does not agree with you. (not agree)
➺ সে তোমার সাথে একমত নয়।
নিয়মঃ বর্তমানের কোনো অভ্যাস বা সাধারণ সত্যকে নেতিবাচকভাবে প্রকাশ করতে Present Indefinite Tense হয়।
Structure: Subject + do/does + not + মূল verb + Extension.
❐ The movie ended late at night. (end)
➺ সিনেমাটি গভীর রাতে শেষ হয়েছিল।
নিয়মঃ অতীতের কোনো কাজ বুঝালে Past Indefinite Tense হয়।
Structure: Subject + verb এর past form + Extension.
❐ I was walking when I saw him. (walk)
➺ আমি হাঁটছিলাম যখন তাকে দেখলাম।
নিয়মঃ অতীতে কোনো কাজ চলছিল এমন সময়ে অন্য একটি কাজ ঘটলে Past Continuous Tense হয়।
Structure: Subject + was/were + verb এর present participle (verb + ing) + Extension.
❐ She will have been working for six hours by then. (work)
➺ তখন পর্যন্ত সে ছয় ঘণ্টা ধরে কাজ করছে।
নিয়মঃ ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে বুঝালে Future Perfect Continuous Tense হয়।
Structure: Subject + shall/will + have + been + verb এর present participle (verb + ing) + Extension.
❐ We were planning to go out. (plan)
➺ আমরা বাইরে যাওয়ার পরিকল্পনা করছিলাম।
নিয়মঃ অতীতে কোনো কাজ চলছিল বুঝালে Past Continuous Tense হয়।
Structure: Subject + was/were + verb এর present participle (verb + ing) + Extension.
❐ The book is being read by many students. (read)
➺ বইটি অনেক ছাত্রছাত্রী পড়ছে।
নিয়মঃ বর্তমানে কোনো কাজ চলছে (Passive Voice) বুঝালে Present Continuous Tense হয়।
Structure: Subject + am/is/are + being + verb এর past participle + Extension.
❐ He does not remember the incident. (not remember)
➺ সে ঘটনাটি মনে রাখতে পারে না।
নিয়মঃ বর্তমানের কোনো অভ্যাস বা সাধারণ সত্যকে নেতিবাচকভাবে প্রকাশ করতে Present Indefinite Tense হয়।
Structure: Subject + do/does + not + মূল verb + Extension.
❐ They have been studying since morning. (study)
➺ তারা সকাল থেকে পড়ছে।
নিয়মঃ কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে বুঝালে Present Perfect Continuous Tense হয়।
Structure: Subject + has/have + been + verb এর present participle (verb + ing) + Extension.
❐ She looked sad after the exam. (look)
➺ পরীক্ষা শেষে সে দুঃখিত লাগছিল।
নিয়মঃ অতীতের কোনো অবস্থা বুঝালে Past Indefinite Tense হয়।
Structure: Subject + verb এর past form + Extension.
❐ He is going to buy a new car. (buy)
➺ সে একটি নতুন গাড়ি কিনতে যাচ্ছে।
নিয়মঃ ভবিষ্যতে কোনো কাজ করার পরিকল্পনা বা ইচ্ছা বুঝালে "be going to" ব্যবহার করা হয়।
Structure: Subject + am/is/are + going to + মূল verb + Extension.
❐ They will be leaving soon. (leave)
➺ তারা শীঘ্রই চলে যাবে।
নিয়মঃ ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বুঝালে Future Continuous Tense হয়।
Structure: Subject + shall/will + be + verb এর present participle (verb + ing) + Extension.
❐ The train has left the station. (leave)
➺ ট্রেনটি স্টেশন ছেড়ে গেছে।
নিয়মঃ কোনো কাজ সম্প্রতি শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বর্তমানে বিদ্যমান বুঝালে Present Perfect Tense হয়।
Structure: Subject + has/have + verb এর past participle + Extension.
❐ He did not finish his work on time. (not finish)
➺ সে সময়মতো তার কাজ শেষ করেনি।
নিয়মঃ অতীতের কোনো কাজকে নেতিবাচকভাবে প্রকাশ করতে Past Indefinite Tense হয়।
Structure: Subject + did + not + মূল verb + Extension.
❐ They will visit their grandparents next week. (visit)
➺ তারা পরের সপ্তাহে তাদের দাদা-দাদির সাথে দেখা করবে।
নিয়মঃ ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বুঝালে Future Indefinite Tense হয়।
Structure: Subject + shall/will + মূল verb + Extension.
❐ The teacher has been teaching for ten years. (teach)
➺ শিক্ষক দশ বছর ধরে পড়াচ্ছেন।
নিয়মঃ কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে বুঝালে Present Perfect Continuous Tense হয়।
Structure: Subject + has/have + been + verb এর present participle (verb + ing) + Extension.
❐ She had known him for years before they met. (know)
➺ তারা দেখা করার আগে সে তাকে বহু বছর ধরে চিনত।
নিয়মঃ অতীতে একটি কাজ অন্য কাজের আগে শেষ হলে Past Perfect Tense হয়।
Structure: Subject + had + verb এর past participle + Extension.
❐ The birds were chirping in the morning. (chirp)
➺ পাখিরা সকালে চিৎকার করছিল।
নিয়মঃ অতীতে কোনো কাজ চলছিল বুঝালে Past Continuous Tense হয়।
Structure: Subject + was/were + verb এর present participle (verb + ing) + Extension.
❐ He always tells the truth. (tell)
➺ সে সবসময় সত্য বলে।
নিয়মঃ চিরন্তন সত্য অথবা কারো অভ্যাসগত কাজ বুঝালে Verb এর Present Indefinite Tense হয়।
Structure: Subject + মূল verb এর present form + Extension.
নোট: Subject 3rd Person & Singular Number হলে verb এর সাথে s / es যোগ করতে হয়।
❐ The baby is crying now. (cry)
➺ শিশুটি এখন কাঁদছে।
নিয়মঃ বর্তমানে চলমান কোনো কাজ বুঝালে Present Continuous Tense হয়।
Structure: Subject + am/is/are + verb এর present participle (verb +
❐ I have never seen the sea before. (see)
➺ আমি আগে কখনও সমুদ্র দেখিনি।
নিয়মঃ অতীতে কোনো অভিজ্ঞতা বুঝালে Present Perfect Tense হয়।
Structure: Subject + has/have + verb এর past participle + Extension.
❐ They did not attend the event last week. (not attend)
➺ তারা গত সপ্তাহে ইভেন্টে অংশ নেয়নি।
নিয়মঃ অতীতের কোনো কাজকে নেতিবাচকভাবে প্রকাশ করতে Past Indefinite Tense হয়।
Structure: Subject + did + not + মূল verb + Extension.
❐ He was reading when I entered the room. (read)
➺ আমি ঘরে ঢোকার সময় সে পড়ছিল।
নিয়মঃ অতীতে কোনো কাজ চলছিল এমন সময়ে অন্য একটি কাজ ঘটলে Past Continuous Tense হয়।
Structure: Subject + was/were + verb এর present participle (verb + ing) + Extension.
❐ The students are learning a new lesson. (learn)
➺ ছাত্ররা একটি নতুন পাঠ শিখছে।
নিয়মঃ বর্তমানে চলমান কোনো কাজ বুঝালে Present Continuous Tense হয়।
Structure: Subject + am/is/are + verb এর present participle (verb + ing) + Extension.
❐ She has gone to the market. (go)
➺ সে বাজারে গিয়েছে।
নিয়মঃ কোনো কাজ সম্প্রতি শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বর্তমানে বিদ্যমান বুঝালে Present Perfect Tense হয়।
Structure: Subject + has/have + verb এর past participle + Extension.
❐ We were planning a trip last month. (plan)
➺ আমরা গত মাসে একটি ভ্রমণের পরিকল্পনা করছিলাম।
নিয়মঃ অতীতে কোনো কাজ চলছিল বুঝালে Past Continuous Tense হয়।
Structure: Subject + was/were + verb এর present participle (verb + ing) + Extension.
❐ They are going to visit their relatives. (visit)
➺ তারা তাদের আত্মীয়দের দেখতে যাচ্ছে।
নিয়মঃ ভবিষ্যতে কোনো কাজ করার পরিকল্পনা বা ইচ্ছা বুঝালে "be going to" ব্যবহার করা হয়।
Structure: Subject + am/is/are + going to + মূল verb + Extension.
❐ The teacher was explaining the lesson. (explain)
➺ শিক্ষক পাঠটি ব্যাখ্যা করছিলেন।
নিয়মঃ অতীতে কোনো কাজ চলছিল বুঝালে Past Continuous Tense হয়।
Structure: Subject + was/were + verb এর present participle (verb + ing) + Extension.
❐ The storm caused a lot of damage. (cause)
➺ ঝড় অনেক ক্ষতি করেছে।
নিয়মঃ অতীতের কোনো কাজ বুঝালে Past Indefinite Tense হয়।
Structure: Subject + verb এর past form + Extension.
❐ She has lived in this city for five years. (live)
➺ সে পাঁচ বছর ধরে এই শহরে বাস করছে।
নিয়মঃ কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে বুঝালে Present Perfect Tense হয়।
Structure: Subject + has/have + verb এর past participle + Extension.
❐ I will help you with your homework. (help)
➺ আমি তোমার বাড়ির কাজে সাহায্য করব।
নিয়মঃ ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বুঝালে Future Indefinite Tense হয়।
Structure: Subject + shall/will + মূল verb + Extension.
❐ They have been preparing for the exam. (prepare)
➺ তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে।
নিয়মঃ কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে বুঝালে Present Perfect Continuous Tense হয়।
Structure: Subject + has/have + been + verb এর present participle (verb + ing) + Extension.
❐ He did not answer my question. (not answer)
➺ সে আমার প্রশ্নের উত্তর দেয়নি।
নিয়মঃ অতীতের কোনো কাজকে নেতিবাচকভাবে প্রকাশ করতে Past Indefinite Tense হয়।
Structure: Subject + did + not + মূল verb + Extension.
❐ The children were playing in the park. (play)
➺ বাচ্চারা পার্কে খেলছিল।
নিয়মঃ অতীতে কোনো কাজ চলছিল বুঝালে Past Continuous Tense হয়।
Structure: Subject + was/were + verb এর present participle (verb + ing) + Extension.
❐ She writes in her journal every day. (write)
➺ সে প্রতিদিন তার ডায়েরিতে লেখে।
নিয়মঃ চিরন্তন সত্য অথবা কারো অভ্যাসগত কাজ বুঝালে Verb এর Present Indefinite Tense হয়।
Structure: Subject + মূল verb এর present form + Extension.
নোট: Subject 3rd Person & Singular Number হলে verb এর সাথে s / es যোগ করতে হয়।
❐ The dog has found the bone. (find)
➺ কুকুরটি হাড় খুঁজে পেয়েছে।
নিয়মঃ কোনো কাজ সম্প্রতি শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বর্তমানে বিদ্যমান বুঝালে Present Perfect Tense হয়।
Structure: Subject + has/have + verb এর past participle + Extension.
❐ I have not met him before. (not meet)
➺ আমি তাকে আগে কখনও দেখিনি।
নিয়মঃ অতীতে কোনো অভিজ্ঞতা বুঝালে Present Perfect Tense হয়।
Structure: Subject + has/have + not + verb এর past participle + Extension.
❐ They will arrive tomorrow morning. (arrive)
➺ তারা আগামীকাল সকালে পৌঁছাবে।
নিয়মঃ ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বুঝালে Future Indefinite Tense হয়।
Structure: Subject + shall/will + মূল verb + Extension.
❐ She was singing a song when I arrived. (sing)
➺ আমি আসার সময় সে একটি গান গাইছিল।
নিয়মঃ অতীতে কোনো কাজ চলছিল এমন সময়ে অন্য একটি কাজ ঘটলে Past Continuous Tense হয়।
Structure: Subject + was/were + verb এর present participle (verb + ing) + Extension.
❐ He does not understand the topic. (not understand)
➺ সে বিষয়টি বোঝে না।
নিয়মঃ বর্তমানের কোনো অভ্যাস বা সাধারণ সত্যকে নেতিবাচকভাবে প্রকাশ করতে Present Indefinite Tense হয়।
Structure: Subject + do/does + not + মূল verb + Extension.
❐ The sun has set already. (set)
➺ সূর্য ইতিমধ্যে অস্ত গেছে।
নিয়মঃ কোনো কাজ সম্প্রতি শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বর্তমানে বিদ্যমান বুঝালে Present Perfect Tense হয়।
Structure: Subject + has/have + verb এর past participle + Extension.
❐ I am preparing for my final exam. (prepare)
➺ আমি আমার চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি।
নিয়মঃ বর্তমানে চলমান কোনো কাজ বুঝালে Present Continuous Tense হয়।
Structure: Subject + am/is/are + verb এর present participle (verb + ing) + Extension.
❐ She had written a letter before I called her. (write)
➺ আমি তাকে কল করার আগে সে একটি চিঠি লিখেছিল।
নিয়মঃ অতীতে একটি কাজ অন্য কাজের আগে শেষ হলে Past Perfect Tense হয়।
Structure: Subject + had + verb এর past participle + Extension.
❐ We were discussing our plans. (discuss)
➺ আমরা আমাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলাম।
নিয়মঃ অতীতে কোনো কাজ চলছিল বুঝালে Past Continuous Tense হয়।
Structure: Subject + was/were + verb এর present participle (verb + ing) + Extension.
❐ He speaks French very well. (speak)
➺ সে ফরাসি খুব ভালোভাবে বলতে পারে।
নিয়মঃ চিরন্তন সত্য অথবা কারো অভ্যাসগত কাজ বুঝালে Verb এর Present Indefinite Tense হয়।
Structure: Subject + মূল verb এর present form + Extension.
নোট: Subject 3rd Person & Singular Number হলে verb এর সাথে s / es যোগ করতে হয়।
❐ They had gone before we arrived. (go)
➺ আমরা আসার আগে তারা চলে গিয়েছিল।
নিয়মঃ অতীতে একটি কাজ অন্য কাজের আগে শেষ হলে Past Perfect Tense হয়।
Structure: Subject + had + verb এর past participle + Extension.
❐ The boy is cleaning his room now. (clean)
➺ ছেলেটি এখন তার ঘর পরিষ্কার করছে।
নিয়মঃ বর্তমানে চলমান কোনো কাজ বুঝালে Present Continuous Tense হয়।
Structure: Subject + am/is/are + verb এর present participle (verb + ing) + Extension.
❐ I will have completed my work by tonight. (complete)
➺ আমি রাতের মধ্যে আমার কাজ শেষ করব।
নিয়মঃ ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে বুঝালে Future Perfect Tense হয়।
Structure: Subject + shall/will + have + verb এর past participle + Extension.
❐ She has been singing for an hour. (sing)
➺ সে এক ঘণ্টা ধরে গান গাইছে।
নিয়মঃ কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে বুঝালে Present Perfect Continuous Tense হয়।
Structure: Subject + has/have + been + verb এর present participle (verb + ing) + Extension.
❐ They were talking when I entered the room. (talk)
➺ আমি ঘরে ঢোকার সময় তারা কথা বলছিল।
নিয়মঃ অতীতে কোনো কাজ চলছিল এমন সময়ে অন্য একটি কাজ ঘটলে Past Continuous Tense হয়।
Structure: Subject + was/were + verb এর present participle (verb + ing) + Extension.
❐ The car was repaired last week. (repair)
➺ গাড়িটি গত সপ্তাহে মেরামত করা হয়েছিল।
নিয়মঃ অতীতে কোনো কাজ সম্পন্ন হয়েছে (Passive Voice) বুঝালে Past Indefinite Tense হয়।
Structure: Subject + was/were + verb এর past participle + Extension.
❐ He did not believe the news. (not believe)
➺ সে খবরটি বিশ্বাস করেনি।
নিয়মঃ অতীতের কোনো কাজকে নেতিবাচকভাবে প্রকাশ করতে Past Indefinite Tense হয়।
Structure: Subject + did + not + মূল verb + Extension.
❐ They are planning a vacation next month. (plan)
➺ তারা পরের মাসে একটি ছুটির পরিকল্পনা করছে।
নিয়মঃ বর্তমানে চলমান কোনো কাজ বুঝালে Present Continuous Tense হয়।
Structure: Subject + am/is/are + verb এর present participle (verb + ing) + Extension.
❐ She has just left the office. (leave)
➺ সে মাত্র অফিস থেকে বেরিয়েছে।
নিয়মঃ কোনো কাজ সম্প্রতি শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বর্তমানে বিদ্যমান বুঝালে Present Perfect Tense হয়।
Structure: Subject + has/have + just + verb এর past participle + Extension.
❐ The book was written by a famous author. (write)
➺ বইটি একজন বিখ্যাত লেখক লিখেছিলেন।
নিয়মঃ অতীতে কোনো কাজ সম্পন্ন হয়েছে (Passive Voice) বুঝালে Past Indefinite Tense হয়।
Structure: Subject + was/were + verb এর past participle + Extension.
❐ I have been waiting for you. (wait)
➺ আমি তোমার জন্য অপেক্ষা করছি।
নিয়মঃ কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে বুঝালে Present Perfect Continuous Tense হয়।
Structure: Subject + has/have + been + verb এর present participle (verb + ing) + Extension.
❐ They did not complete their homework. (not complete)
➺ তারা তাদের বাড়ির কাজ শেষ করেনি।
নিয়মঃ অতীতের কোনো কাজকে নেতিবাচকভাবে প্রকাশ করতে Past Indefinite Tense হয়।
Structure: Subject + did + not + মূল verb + Extension.
❐ He was running when he slipped. (run)
➺ সে দৌড়াচ্ছিল যখন সে পড়ে গিয়েছিল।
নিয়মঃ অতীতে কোনো কাজ চলছিল এমন সময়ে অন্য একটি কাজ ঘটলে Past Continuous Tense হয়।
Structure: Subject + was/were + verb এর present participle (verb + ing) + Extension.
❐ The children have drawn beautiful pictures. (draw)
➺ বাচ্চারা সুন্দর ছবি এঁকেছে।
নিয়মঃ কোনো কাজ সম্প্রতি শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বর্তমানে বিদ্যমান বুঝালে Present Perfect Tense হয়।
Structure: Subject + has/have + verb এর past participle + Extension.
❐ She will help you tomorrow. (help)
➺ সে তোমাকে আগামীকাল সাহায্য করবে।
নিয়মঃ ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বুঝালে Future Indefinite Tense হয়।
Structure: Subject + shall/will + মূল verb + Extension.
❐ They had been studying all night. (study)
➺ তারা সারারাত পড়ছিল।
নিয়মঃ অতীতে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলছিল বুঝালে Past Perfect Continuous Tense হয়।
Structure: Subject + had + been + verb এর present participle (verb + ing) + Extension.
❐ The flowers are blooming beautifully. (bloom)
➺ ফুলগুলি সুন্দরভাবে ফুটছে।
নিয়মঃ বর্তমানে চলমান কোনো কাজ বুঝালে Present Continuous Tense হয়।
Structure: Subject + am/is/are + verb এর present participle (verb + ing) + Extension.
ইংরেজী শিখার জন্য গুরুত্বপূর্ণ্ Right Form of Verbs এর সঠিক ব্যবহার
🔥Rule:-1 : Subject যদি 3rd person ও singular number হয় এবং verb যদি present indefinite tense হয়, তাহলে verb-এর শেষে s বা es যোগ করতে হয় । যেমন:
❐ The boy plays football. ➺ বালকটি বল খেলে ।
❐ She eats rice. ➺ সে ভাত খায় ।
❐ Karim goes to school. ➺ করিম স্কুলে যায় ।
🔥Rule:-2 : Universal truth (চিরন্তন সত্য ) , Habitual fact ( অভ্যাসগত কর্ম ) বুঝালে verb –টি present indefinite tense-এর হয় । যেমন:
❐ The sun rises in the East. ➺ সূর্য পূর্ব দিকে উঠে ।
❐ The earth moves round the sun. ➺ পৃথিবী সূযের্র চারিদিকে ঘুরে ।
❐ Ice melts by heat. ➺ তাপে বরফ গলে ।
🔥Rule:-3 : কোন সময়ের উল্লেখ থাকে না এমন sentence –এ যদি always, regularly, sometimes, often, generally, daily, everyday, occasionally, usually, normally ইত্যাদি থাকে তবে এক্ষেত্রে present indefinite tense- হয় । যেমন:
❐ He always disturbs me. ➺ সে আমাকে সবর্দা বিরক্ত করে ।
❐ A good boy prepares his lessons regularly. ➺ ভালো ছেলে নিয়মিত তার পাঠ প্রস্তুত রাখে ।
❐ He goes to school daily. ➺ সে প্রতিদিন স্কুলে যায় ।
🔥Rule:-4: Be verb বিহীন বাক্যকে Negative বা Interrogative করতে হলে Tense ও Subject অনুসারে do, does , did ব্যবহার করতে হয় । যেমন: ছকের মাধ্যমে বুঝানো হলো :
❐ Sentence without “Be verb”
❐ The girl sings a song. ➺ বালিকাটি গান করে ।
❐ The girl sings a song. ➺ বালিকাটি গান করে ।
❐ He came home yesterday. ➺ সে গতকাল বাড়ী আসিয়াছিল ।
❐ He came home yesterday. ➺ সে গতকাল বাড়ী আসিয়াছিল ।
❐ Negative / Interrogative sentence
❐ Does the girl sing a song? ➺ বালিকাটি কি গান করে?
❐ The girl does not sing a song. ➺ বালিকাটি গান করে না ।
❐ Did he come home yesterday? ➺ সে কি গতকাল বাড়ী আসিয়াছিল ?
❐ He did not come home yesterday. ➺ সে গতকাল বাড়ী আসে নাই ।
🔥Rule:-5 : Interrogative sentence-এ যদি what, when, where, who, which, whose, why, how থাকে তাহলে subject-এর পূর্বে Tense ও person অনুযায়ী “to be verb” যোগ করতে হয় । যেমন:
❐ Why does Mrs. Salma look so angry? ➺ মিসেস সালমা খুব রাগান্বিত কেন ?
❐ What do you want? ➺ তুমি কি চাও ?
❐ Where do you go? ➺ তুমি কোথায় যাও?
❐ Note: উপরোক্ত বাক্যসমূহে Bold mark যুক্ত শব্দসমূহ হলো “to be verb “
🔥 Rule:-6 : বতর্মানে কাজ চলছে এমন কোন কাজ বুঝাতে verb-এর present continuous tense হয় । এক্ষেত্রে বতর্মান সময়ের যেমন now, at this moment ইত্যাদি উল্লেখ থাকে । যেমন:
❐ She is singing a song now. ➺ সে এখন গান করিতেছে ।
❐ They are watching TV at this moment. ➺ এই মূহূর্তে তারা টিভি দেখিতেছে ।
❐ Karim is playing football now. ➺ করিম এখন খেলতেছে ।
🔥Rule:-7: কোন sentence-এ যদি auxiliary verb যেমন has, have, had থাকে , তাহলে এর পরে main verb-এর past participle form বসে । যেমন :
❐ He has done the work. ➺ সে কাজটি করিয়াছে ।
❐ We have made him captain. ➺ আমরা তাকে দলনেতা বানালাম ।
❐ The patient had died before the doctor came. ➺ ডাক্তার আসিবার পূরবেই রোগী মারা গেল ।
🔥Rule:-8 : বাক্যে যদি just, just now, already, yet, ever, lately, recently ইত্যাদি থাকে , তাহলে sentence-টি present perfect tense হয় । যেমন:
❐ I have seen him recently. ➺ সম্প্রতি আমি তাকে দেখিয়াছি ।
❐ Have you ever been to Dhaka? ➺ তুমি কি কখনও ঢাকায় গিয়েছো ?
❐ He has gone out just now. ➺ সে এই মাত্র বাহিরে গেল ।
🔥Rule:-9 : অতীত নিদের্শক শব্দ বা phrase যেমন: yesterday, ago, long since, last night ইত্যাদি থাকলে verb-এর past form হয় । অর্থাৎ sentence-টি past indefinite হবে। যেমন:
❐ He left home last night. ➺ গত রাতে সে বাড়ী ছেড়ে চলে গেল ।
❐ Father came home yesterday. ➺ বাবা গতকাল বাসায় এসেছে ।
❐ I saw you long ago. ➺ আমি তাকে অনেক দিন আগে দেখেছিলাম ।
❐ Note: উপরোক্ত বাক্যসমূহে Bold mark যুক্ত শব্দসমূহ হলো “past form verb “
🔥Rule:-10: No sooner had……..than, scarcely had…..when/before, hardly had……when/than ইত্যাদি থাকলে 1st clause-এর verb-টি past participle হবে এবং 2nd clause –এর verb-টি past form হবে ।অথার্ৎ 1st clause-টি হবে past perfect tense এবং 2nd clause-টি হবে past indefinite tense । যেমন:
❐ No sooner had he seen the police than he ran away. ➺ সে পুলিশ দেখা মাত্র সে পলায়ন করিল ।
❐ Scarcely had you gone to market when it began to rain. ➺ তুমি বাজারে যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়েছিল ।
❐ Scarcely had you gone to market before it began to rain. ➺ তুমি বাজারে যাওয়ার আগেই বৃষ্টি শুরু হয়েছিল ।
❐ Hardly had our principal entered the classroom when/than we stood up. ➺ আমাদের অধ্যক্ষ শ্রেণী কক্ষে প্রবেশ করতে না করতেই আমরা দাড়িয়েছিলাম ।
🔥Rule:-11 : বাক্যে যদি “Since” থাকে তাহলে “Since”-এর আগের clause-টি যদি present indefinite or present perfect tense হয় তাহলে “Since”- এর পরের clause-টি past indefinite tense হবে । যেমন:
❐ It is many years since I came to Dhaka. ➺ আমি অনেকদিন আগে ঢাকা আসিয়াছিলাম ।
❐ Many years have passed since his father died. ➺ অনেক দিন হলো তার বাবা মারা গেছেন ।
❐ It is many years since I met you. ➺ অনেক দিন হলো তার সাথে আমার দেখা হয়েছিল ।
🔥Rule:-12 : বাক্যে যদি “Since” থাকে তাহলে “Since”-এর আগের clause-টি যদি past indefinite tense হয় তাহলে “Since”- এর পরের clause-টি past perfect tense হবে । যেমন:
❐ It was many years since I had met him. ➺ অনেক বছর হলো তার সাথে দেখা করেছিলাম ।
❐ It was long since he had seen me. ➺ অনেক আগে সে আমাকে দেখেছিল ।
❐ It was many years since he had come to our home. ➺ অনেক বছর হলো সে আমাদের বাড়ীতে এসেছিল ।
🔥Rule:-13 : বাক্যে “before”-এর আগের clause-টি past perfect tense হলে পরের clause-টি past indefinite tense হয় । আবার বাক্যে “after”-এর আগের clause-টি past indefinite tense হলে পরের clause-টি past perfect tense হয় । যেমন:
❐ The patient had died before the doctor came. ➺ ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল ।
❐ The patient died after the doctor had come. ➺ ডাক্তার আসিবার পর রোগী মারা গেল ।
❐ The students had stood up before the teacher came into classroom. ➺ শিক্ষক শ্রেণী কক্ষে প্রবেশ করার আগেই ছাত্ররা দাড়ায়েছিল ।
🔥Rule:-14: যদি কোন simple sentence- এ দুইটি verb থাকে তাহলে একটি হয় main verb এবং অন্যটি হয় infinitive verb বা to verb হয় । কোন কোন সময় to verb না হয়ে verb-এর সাথে ing যোগ হয় । যেমন:
❐ I saw him going. ➺ আমি তাকে যাইতে দেখিলাম ।
❐ I don’t want to leave this place. ➺ আমি এই জায়গা ত্যাগ করতে চাই না ।
❐ I want to go. ➺ আমি যেতে চাই ।
❐ Note: উপরোক্ত বাক্যসমূহে saw, want এগুলো হলো main verb, আর going (to go), to leave, to go এই গুলো হলো to verb।
🔥Rule-15: had better, had rather, would better, would rather, let, must, need, dare ইত্যাদি পর প্রদত্ত verb এর present form হয় এবং verb-এর পূর্বে to থাকলে উক্ত to উঠে যায় । যেমন:
❐ You had better go home. ➺ তোমার বরং বাড়ী যাওয়াই ভালো ।
❐ I will not let you enter the classroom. ➺ আমি তোমাকে শ্রেণী কক্ষে প্রবেশ করতে দিব না ।
❐ I would rather go to school. ➺ আমার বরং স্কুলেই যাওয়া ভালো ।
🔥Rule:-16: Sentence-এর শুরুতে would that থাকলে subject-এর পরে could বসে এবং প্রদত্ত verb-এর present form হয় । যেমন:
❐ Would that I could go to college. ➺ আমি যদি স্কুলে যেতে পারতাম ।
❐ Would that I could be a king. ➺ আমি যদি রাজা হতে পারতাম ।
❐ Would that I could help the poor. ➺ আমি যদি গরীবদের সাহায্য করতে পারতাম ।
🔥Rule:-17. “to be এবং having –এর পর মূল verb-এর past participle form হয় । যেমন:
❐ He ran away having taken money. ➺ সে টাকা নিয়ে পলায়ন করিল ।
❐ The principal desired the notice to be hung. ➺ অধক্ষ্য মনে করেছিল নোটিসটি টানানো হউক।
❐ This work can be done. ➺ এই কাজটি করা যেতে পারে ।
🔥Rule:-18: যদি Sentence- এ একটি main verb এবং অন্যটি to verb/infinitive verb থাকে, তাহলে to verb/infinitive verb-এর পূর্বে mind, worth, without, past, cannot help, could not help, with a view to, look forward to, would you mind, get used to এবং preposition থাকলে উক্ত verb-সাথে ing যোগ করতে হয় । যেমন:
❐ I went to the library with a view to reading there. ➺ পড়ার জন্য আমি লাইব্রেরীতে গিয়েছিলাম।
❐ I did never thought of going to the cinema. ➺ আমি সিনেমায় যাবো কখনও ভাবিনী ।
❐ Would you mind opening the door? ➺ দরজাটি কি দয়া করে খুলবেন ?
🔥Rule:-19 : বাক্যে It is high time, it is time, wish, fancy ইত্যাদি থাকলে এর পরের verb-টি past form হয় । যেমন:
❐ I fancy I turned pale. ➺ আমার মনে হয় আমি ফ্যাকাশে হয়ে গেছি ।
❐ It is high time he changed his bad habits. ➺ সঠিক সময়ে সে তার বদ অভ্যাস ত্যাগ করেছে ।
❐ I wish I sang a song. ➺ আমি যদি গান গাইতে পারতাম ।
🔥Rule:--20: As though, as if, wish ইত্যাদি থাকলে এর পরের subject-টির পরে to be verb হিসেবে “were” বসে । যেমন:
❐ I wish I were a king. ➺ আমি যদি রাজা হতাম ।
❐ He talks as if he were a leader. ➺ সে এমনভাবে কথা বলে যেন সে একজন নেতা ।
❐ The man talks as though he were a teacher. ➺ লোকটি এমনভাবে কথা বলে যেন সে একজন শিক্ষক ।
🔥Rule:-21: As though, as if এর প্রথম অংশ present indefinite tense হলে এর পরের অংশটি past indefinite হয়। আবার প্রথম অংশটি যদি past indefinite tense হয় তাহলে এর পরের অংশটি past perfect tense হয় ।
❐ He speaks as though he knew everything. ➺ সে এমনভাবে কথা বরে যেন সে সবকিছু জানে ।
❐ He talks as if he knew nothing. ➺ সে এমনভাবে বলে যেন সে কিছুই জানে না ।
❐ She prevented as though he had not spoken. ➺ সে এমন ভান করে যেন সে বলে নাই ।
🔥Rule:-22 : Every, each, one of থাকলে verb-এর singular number হয় । যেমন:
❐ One of the boys was absent yesterday. ➺ গতকাল বালকদের মধ্যে একজন অনুপস্থিত ছিল ।
❐ Everybody loves flower. ➺ প্রত্যেকেই ফুল ভালবাসে ।
❐ Each of the girls will get prize. ➺ বালিকাদের প্রত্যেকেই পুরস্কার পাবে ।
🔥Rule:-23 : can, could, may, might, shall should, will, would ইত্যাদি auxiliary verb হিসেবে ব্যবহৃত হলে এর মূল verb-টি present form এর হয় । যেমন :
❐ You may come tomorrow. ➺ তুমি আগামীকাল আসতে পারো ।
❐ He can do the work. ➺ সে কাজটি করতে পারে ।
❐ One should take care of one’s health. ➺ স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া উচিত ।
🔥Rule:-24: বাক্যে যদি next day, next week, next month, next year ইত্যাদি উল্লেখ থাকে এবং 1st clause – টির verb যদি past form-এর হয় সেক্ষেত্রে 2nd clause-টির verb –এর আগে would বা should বসে এবং verb-টি present form-এর হয় । যেমন:
❐ He said that he would go home the next day. ➺ সে বলিল যে সে পরের দিন বাড়ী যাবে ।
❐ Karim said that he should prepare his lesson next week. ➺ করিম বলিল যে পরের সপ্তাহে সে তার পাঠতৈরী করবে ।
❐ I said to him that I would come to Bangladesh next month. ➺ আমি তাকে বলিলাম যে আমি পরের মাসে বাংলাদেশে আসবো ।
🔥Rule:-25: am, is, are, was, were ইত্যাদি to be verb –এর পর passive voice-এর ক্ষেত্রে main verb-টি past participle হয় । যেমন:
❐ The book was read. ➺ বইটি পড়া হয়েছিল ।
❐ The book was stolen. ➺ বইটি চুরি হয়েছিল ।
❐ The sum is done. ➺ অংকটি করা হয়েছে ।
🔥Rule:-26: If + present indefinite tense + Future indefinite tense অথার্ৎ if clause-টি যদি present indefinite tense হয় তাহলে পরের clause-টি অথার্ৎ main / principal clause-টি Future indefinite tense হবে । যেমন:
❐ If he works hard, he will shine in life. ➺ সে যদি কঠোর পরিশ্রম করে তাহলে সে জীবনে উন্নতি করিবে ।
❐ If you run in the rain, you will catch cold. ➺ তুমি যদি বৃষ্টিতে দৌড়াদৌড়ি কর তাহলে তোমার সর্দি লাগবে ।
❐ If it rains, I will not go out. ➺ যদি বৃষ্টি হয় তাহলে আমি বাইরে য়াবো না ।
🔥Rule:-27: If + past indefinite + past conditional (Subject+would /could/might + মূল verb-এর present form ).
অথার্ৎ If clause-টি past indefinite tense হলে principal clause-টির subject-এর পরে would/could/might এবং এর পরে main verb-এর present form বসে। যেমন:
❐ If he came, I would go. ➺ যদি সে আসতো তাহলে আমি যেতাম ।
❐ If I had a typewriter, I would type myself. ➺ যদি আমার টাইপরাইটার থাকতো তাহলে আমি নিজেই টাইপ করতাম ।
❐ I would help him if he wanted. ➺ যদি সে চাইতো তাহলে আমি তাকে সাহায্য করতাম ।
🔥Rule:-28: If + past perfect tense + Perfect conditional ( would have /could have / might have + main verb –এর participle form ).
অথার্ৎ If clause-টি past perfect tense হলে principal clause-এর subject-এর পরে would have /could have / might have বসে এবং main verb-টি past participle হয় । যেমন:
❐ If I had seen him, I might have told him the matter. ➺ আমি যদি তাকে দেখতাম তাহলে বিষয়টি তাকে বলতাম ।
❐ If you had started earlier, you would have caught the bus. ➺ যদি তুমি তাড়াতাড়ি শুরু করতে তাহলে বাসচট ধরতে পারতে ।
❐ I would bought a car if you had told me before. ➺ যদি তুমি আগে বলতে তাহলে আমি একটি গাড়ি কিনতাম ।
🔥Rule:-29: Had + subject + past participle দ্বারা কোন sentence শুরু হলে অপরটি perfect conditional হয় অথার্ৎ subject-এর পর would have / could have / might have বসে এবং এর পরের main verb-টি past participle হয় । যেমন:
❐ Had I been a king , I would have helped the poor. ➺ আমি যদি রাজা হতাম তাহলে গরীবদের সাহায্য করতাম ।
❐ Had I possessed vast property, I would have established a college. ➺ আমি যদি বিশাল সম্পত্তির মালিক হতাম তাহলে একটি কলেজ প্রতিষ্ঠা করতাম ।
❐ Had I been a rich man, I would have helped you. ➺ আমি যদি ধনী হতাম তাহলে তোমাকে সাহায্য করতাম ।
🔥Rule-30: দুইটি clause –এর মধ্যে যেটিতে If + subject + were থাকে সেটি subordinate clause এবং অপরটি principal clause । এক্ষেত্রে principal clause –এর subject-এর পরে would / could / might বসে এবং এর পরে main verb –টি present form-এর হয় ।
বিঃদ্রঃ – would/could/might এর পরিবর্তে would have/could have/might have বসাতে পারি এবং পরে main verb-এর past participle হবে । যেমন:
❐ If I were a bird, I would fly. ➺ আমি যদি পাখী হতাম তাহলে আমি উড়তাম ।
❐ If I were a bird , I would have flown. ➺ আমি যদি পাখী হতাম তাহলে আমি উড়তাম ।
❐ If I were a king, I would help the poor. ➺ আমি যদি রাজা হতাম তাহলে আমি গরীবদের সাহায্য করতাম
❐ If I were a king, I would have helped the poor. ➺ আমি যদি রাজা হতাম তাহলে আমি গরীবদের সাহায্য করতাম ।
🔥Rule:-31: কোন কাজ পূর্বে শুরু হয়ে এখনও পযর্ন্ত চলতেছে বুঝালে verb-এর present perfect continuous tense হয় । যেমন:
❐ I have been reading for three hours. ➺ আমি তিন ঘন্টা যাবৎ পড়িতেছি ।
❐ It has been raining since morning. ➺ সকাল থেকে বৃষ্টি হচ্ছে ।
❐ He has been working for two hours. ➺ সে দুই ঘন্টা যাবৎ কাজ করিতেছে ।
🔥Rule:-32: Have, has, had, get, got ইত্যাদি verb গুলো যখন কোন sentence-এর মধ্যে causative verb –এর কাজ করে তখন এদের পরের verb-টি past participle হয় । যেমন:
❐ I got the work done by him. ➺ আমি কাজটি তাকে দিয়ে করায়ে নিয়েছি ।
❐ I had my rice cooked. ➺ আমি ভাত পাকায়ে নিয়েছি ।
❐ I got my cloth washed by someone. ➺ আমি কাউকে দিয়ে আমার কাপড় পরিস্কার করে নিয়েছি ।
🔥Rule:-33: Lest যুক্ত sentence- এ lest-এর পরে যে subject থাকে তার পরে should/might বসে । যেমন:
❐ He ran fast lest he should miss the train. ➺ সে দ্রুত দৌড়ায়েছিল পাছে না ট্রেন না পায় ।
❐ Study hard lest you might get less marks. ➺ কঠোর লেখাপড়া করে পরে না নম্বর কম পাও ।
❐ Call me twice in a day lest you should/might forget me. ➺ আমাকে দিনে দুই বার ফোন দিও পরে না তুমি আমাকে ভূলে যাও ।
🔥Rule:-34: While –এর পরের verb-টির সাথে “ing” যোগ করতে হয় । While –এর পরে যদি subject থাকে তাহলে while-এর অংশটি past continuous tense হয় । যেমন:
❐ While walking in the garden, a snake bit him. ➺ বাগানে হাটা অবস্থায় তাকে সাপে কামড় দিয়েছিল ।
❐ While he was walking in the garden, a snake bit him. ➺ যখন সে বাগানে হাটতেছিল তখন তাকে সাপে কামড় দিয়েছিল
🔥Rule:-35: কোন sentence-এর verb তার subject-এর number এবং person অনুযায়ী ব্যবহৃত হয় অথার্ৎ subject singular হলে verb-ও singular হয় এবং subject plural হলে verb-ও plural হয় । যেমন:
❐ The color of his eyes is blue. ➺ তার চোখের রং নীল ।
❐ The players in the field are strong. ➺ মাঠের খেলোয়ারগণ শক্তিশালী ।
🔥Rule:-36: একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বুঝালে subject দেখতে plural হলেও verb singular হয় । যেমন:
❐ Fifty miles is a long way . ➺ পঞ্চাশ মাইল একটি দীর্ঘ পথ ।
❐ Fifty Kgs. of rice is enough. ➺ পঞ্চাশ কেজি চাউল যথেষ্ট ।
🔥Rule:-37 : কোন sentence যদি there দিয়ে শুরু হয় এবং তার পরে যদি singular number থাকে তাহলে there-এর পরে singular verb বসে । আর plural number থাকলে there-এর পরে plural verb বসে । যেমন:
❐ There is a high school in our village. ➺ আমাদে গ্রামে একটি উচ্চ বিদ্যালয় আছে ।
❐ There are two high schools in our village. -–আমাদে গ্রামে দুইটি উচ্চ বিদ্যালয় আছে ।