Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

Tag question করার ৩০ টি সহজ নিয়ম📖৫টি উদাহরণ (3 Rules)📕শর্টকাট টেকনিক!

Tag question Rules for Spoken English

▣ Tag question কাকে বলে?

যে সকল বাক্যের শেষাংশে সমর্থন সূচক প্রশ্ন সংযোগ করা হয় তাকে Tag question বা জুড়ন প্রশ্ন বলে। Tag question শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া আর এর অপর নাম হলো mini question।

▣ Tag question কত প্রকার এবং কী কী?

▣ Tag question দুই প্রকার।

▣ i. Affirmative tag question

▣ ii. Negative tag question

Tag question গঠনের নিয়ম এবং tag question example

▣ 1. প্রথমে মূল Sentence টি অপরিবর্তিত অবস্থায় বসবে + Comma(,) + Tag question + ? বসবে।

▣ 2. Tag question করার সময় প্রদত্ত Sentence টি Affirmative হলে সেক্ষেত্রে Negative tag হবে আবার যদি Sentence টি Negative হয় তাহলে Affirmative tag হবে।


 

📚 3. Tag question এর কর্তা সবসময় Pronoun হয়।

▣ Example:

▣ He is a teacher, isn’t he?

☞ হি ইজ আ টিচার, ইজ়ন্ট হি?

➺ তিনি একজন শিক্ষক, তাই না?

▣ He is not a teacher, is he?

☞ হি ইজ নট আ টিচার, ইজ হি?

➺ তিনি একজন শিক্ষক নন, তাই তো?


 

📚 Negative tag question করার ক্ষেত্রে Verb সমূহের Short form

▣ am not = aren’t / ain’t

▣ is not = isn’t

▣ are not = aren’t

▣ was not = wasn’t

▣ were not = weren’t

▣ have not = haven’t

▣ has not = hasn’t

▣ had not = hadn’t

▣ do not = don’t

▣ does not = doesn’t

▣ did not = didn’t

▣ shall not = shan’t

▣ will not = won’t

▣ can not = can’t

▣ could not = couldn’t

▣ should not = shouldn’t

▣ would not = wouldn’t

▣ may not = mayn’t

▣ must not = mustn’t

▣ might not = mightn’t

▣ dare not = daren’t

▣ ought not = oughtn’t

▣ need not = needn’t

▣ Note: am not এবং are not উভয় ক্ষেত্রে short form হিসেবে aren’t ব্যবহারই যুক্তিযুক্ত।

▣ এখন আমরা tag question rules এবং ব্যতিক্রম tag question এবং সাথে tag question examples সহ জানব।


 

📚 1. সাহায্যকারী Verb যুক্ত Sentence কে Tag question করতে হলে প্রদত্ত sentence এর সাহায্যকারী Verb যুক্ত হয়। আর আমরা আগেই জেনেছি Affirmative sentence এর ক্ষেত্রে Negative tag এবং Negative sentence এর ক্ষেত্রে Affirmative tag বসে। এবং কর্তা সবসময় Pronoun হয়।

▣ I am a student, aren’t I?

☞ আই অ্যাম আ স্টুডেন্ট, আর্ন্ট আই?

➺ আমি একজন ছাত্র, তাই না?

▣ Ali has bought a phone, hasn’t he?

☞ আলি হ্যাজ বট আ ফোন, হ্যাজ়ন্‌ট হি?

➺ আলি একটি ফোন কিনেছে, তাই না?

▣ We can do the work, can’t we?

☞ উই ক্যান ডু দ্য ওয়ার্ক, ক্যান্‌ট উই?

➺ আমরা কাজটি করতে পারি, তাই না?

▣ Nargis can’t swim, can she?

☞ নারগিস ক্যান্‌ট সুইম, ক্যান শি?

➺ নারগিস সাঁতার কাটতে পারে না, তাই তো?

▣ They should learn English, shouldn’t they?

☞ দে শুড লার্ন ইংলিশ, শুডন্‌ট দে?

➺ তাদের ইংরেজি শেখা উচিত, তাই না?


 

📚 2. যদি কোনো sentence এ সাহায্যকারী verb না থাকে শুধু মূল verb থাকে, তখন tag question গঠনে don’t / doesn’t, didn’t ব্যবহার করতে হয়। Present indefinite tense এর ক্ষেত্রে don’t / doesn’t এবং Past indefinite tense এর ক্ষেত্রে didn’t হবে।

▣ They play football, don’t they?

☞ দে প্লে ফুটবল, ডোন্‌ট দে?

➺ তারা ফুটবল খেলে, তাই না?

▣ Ali lives in Dhaka, doesn’t he?

☞ আলি লিভ্‌স ইন ঢাকা, ডাজ়ন্‌ট হি?

➺ আলি ঢাকায় থাকে, তাই না?

▣ I ate rice, didn’t I?

☞ আই এইট রাইস, ডিডন্‌ট আই?

➺ আমি ভাত খেয়েছি, তাই না?

▣ You don’t go there, do you?

☞ ইউ ডোন্‌ট গো দেয়ার, ডু ইউ?

➺ আপনি সেখানে যান না, তাই তো?

▣ He bought a computer, didn’t he?

☞ হি বট আ কম্পিউটার, ডিডন্‌ট হি?

➺ তিনি একটি কম্পিউটার কিনেছিলেন, তাই না?

▣ Ali doesn’t like this job, does he?

☞ আলি ডাজ়ন্‌ট লাইক দিস জব, ডাজ হি?

➺ আলি এই কাজটি পছন্দ করে না, তাই তো?



 

📚 3. সাহায্যকারী Verb যুক্ত exclamatory sentence এর ক্ষেত্রে প্রদত্ত sentence এর সাহায্যকারী Verb গুলো পূর্বের মতোই বসবে এবং subject noun এর পরিবর্তে pronoun টি বসবে।

▣ How handsome the boy is, isn’t he?

☞ হাউ হ্যান্ডসম দ্য বয় ইজ, ইজ়ন্‌ট হি?

➺ ছেলেটি কত সুন্দর, তাই না?

▣ What a lovely place it is, isn’t it?

☞ হোয়াট আ লাভলি প্লেস ইট ইজ, ইজ়ন্‌ট ইট?

➺ এটি কত সুন্দর একটি জায়গা, তাই না?

▣ How talkative he was, wasn’t he?

☞ হাউ টকেটিভ হি ওয়াজ়, ওয়াজ়ন্‌ট হি?

➺ সে কত কথা বলতো, তাই না?

▣ Hurrah! We have won the game, haven’t we?

☞ হুরrah! উই হ্যাভ ওন দ্য গেম, হ্যাভন্‌ট উই?

➺ হুরrah! আমরা খেলা জিতেছি, তাই না?



 

📚 4. মূল Verb যুক্ত exclamatory sentence এর ক্ষেত্রে tense অনুযায়ী don’t / doesn’t, didn’t ব্যবহার করতে হয়।

▣ How nicely Ali sings, doesn’t he?

☞ হাউ নাইসলি আলি সিংজ়, ডাজ়ন্‌ট হি?

➺ আলি কত সুন্দর করে গান গায়, তাই না?

▣ How beautiful the girl looks, doesn’t she?

☞ হাউ বিউটিফুল দ্য গার্ল লুকস, ডাজ়ন্‌ট শি?

➺ মেয়েটি কত সুন্দর দেখাচ্ছে, তাই না?

▣ Oh! I lost my wallet, didn’t I?

☞ ওহ! আই লস্ট মাই ওয়ালেট, ডিডন্‌ট আই?

➺ ওহ! আমি আমার মানিব্যাগ হারিয়েছি, তাই না?



 

📚 5. যদি exclamatory sentence এ subject ও verb না থাকে তাহলে প্রদত্ত Sentence টি বুঝে subject ও verb ধরে নিয়ে Tag গঠন করতে হয়। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই tag করতে হবে isn’t it ব্যবহার করে।

▣ How funny, isn’t it?

☞ হাউ ফানি, ইজ়ন্‌ট ইট?

➺ কত মজার, তাই না?

▣ How nice, isn’t it?

☞ হাউ নাইস, ইজ়ন্‌ট ইট?

➺ কত সুন্দর, তাই না?

▣ What a pity, isn’t it?

☞ হোয়াট আ পিটি, ইজ়ন্‌ট ইট?

➺ কত দুঃখজনক, তাই না?


 

📚 6. Imperative sentence এর ক্ষেত্রে order বা advice বুঝালে tag question করতে হয় will you / won’t you ব্যবহার করে। আবার যদি কোনো কিছু করতে অনুরোধ করা হয় তখন অর্থ অনুসারে অর্থাৎ ভাবার্থ অনুযায়ী will / would / can / could / can’t বসাতে পারি।

▣ Be honest, won’t you?

☞ বি অনেস্ট, ওয়োন্‌ট ইউ?

➺ সৎ হও, তাই তো?

▣ Close the door please, will you?

☞ ক্লোজ দ্য ডোর প্লিজ, উইল ইউ?

➺ দরজা বন্ধ করুন দয়া করে, ঠিক তো?

▣ Give me a phone, can you?

☞ গিভ মি আ ফোন, ক্যান ইউ?

➺ আমাকে একটি ফোন দিন, পারবেন?


 

📚 7. Imperative sentence যদি Let us অর্থাৎ Let’s দিয়ে শুরু হয় তাহলে tag question করার সময় shall we ব্যবহার করতে হয়।

▣ Let us go there, shall we?

☞ লেট আস গো দেয়ার, শ্যাল উই?

➺ আমরা সেখানে যাই, ঠিক তো?

▣ Let’s go out for a walk, shall we?

☞ লেট’স গো আউট ফর আ ওয়াক, শ্যাল উই?

➺ আমরা একটু হাঁটতে যাই, ঠিক তো?

▣ Let’s be honest, shall we?

☞ লেট’স বি অনেস্ট, শ্যাল উই?

➺ আমরা সৎ হই, ঠিক তো?


 

📚 8. আবার Imperative sentence এ যদি Let এর পরে me, him, her, them, Ali ইত্যাদি থাকে তাহলে tag question করতে হয় will you ব্যবহার করে।

▣ Let them play football, will you?

☞ লেট দেম প্লে ফুটবল, উইল ইউ?

➺ তাদের ফুটবল খেলতে দাও, ঠিক তো?

▣ Let Ali do the work, will you?

☞ লেট আলি ডু দ্য ওয়ার্ক, উইল ইউ?

➺ আলিকে কাজটি করতে দাও, ঠিক তো?

▣ Let me learn English, will you?

☞ লেট মি লার্ন ইংলিশ, উইল ইউ?

➺ আমাকে ইংরেজি শিখতে দাও, ঠিক তো?


 

📚 9. যদি Don’t দিয়ে sentence শুরু হয় তাহলে tag question করতে হবে will you ব্যবহার করে।

▣ Don’t tell a lie, will you?

☞ ডোন্‌ট টেল আ লাই, উইল ইউ?

➺ মিথ্যে বলো না, ঠিক তো?

▣ Don’t be dishonest, will you?

☞ ডোন্‌ট বি ডিসঅনেস্ট, উইল ইউ?

➺ অসৎ হয়ো না, ঠিক তো?

▣ Don’t forget me, will you?

☞ ডোন্‌ট ফরগেট মি, উইল ইউ?

➺ আমাকে ভুলে যেয়ো না, ঠিক তো?


 

📚 10. Complex sentence এর ক্ষেত্রে main/principal clause এর subject অনুযায়ী tag question করতে হয়।


 

📚 Note: যদি দুই বাক্যের মাঝখানে Joining word থাকে তাহলে প্রথম বাক্যটির tag question করতে হবে। কিন্তু প্রথম বাক্যের শুরুতে যদি Joining word থাকে তাহলে ২য় বাক্যটির tag question করতে হবে।

▣ We like him because he is honest, don’t we?

☞ উই লাইক হিম বিকজ হি ইজ অনেস্ট, ডোন্‌ট উই?

➺ আমরা তাকে পছন্দ করি কারণ সে সৎ, তাই না?

▣ If you do the work, you will earn money, won’t you?

☞ ইফ ইউ ডু দ্য ওয়ার্ক, ইউ উইল আর্ন মানি, ওয়োন্‌ট ইউ?

➺ তুমি যদি কাজটি করো, তবে তুমি টাকা উপার্জন করবে, তাই না?

▣ I am sure that Ali will come today, aren’t I?

☞ আই অ্যাম শিওর দ্যাট আলি উইল কাম টুডে, আর্ন্ট আই?

➺ আমি নিশ্চিত যে আলি আজ আসবে, তাই না?


 

📚 11. যদি Need মূল verb হিসেবে ব্যবহৃত হয় এবং বাক্যটি present indefinite tense হয় তাহলে don’t / doesn’t ব্যবহার করতে হবে। আবার, Need যদি modal auxiliary verb হিসেবে ব্যবহৃত হয় তাহলে tag question করতে হবে needn’t ব্যবহার করে।

▣ I need a phone, don’t I?

☞ আই নিড আ ফোন, ডোন্‌ট আই?

➺ আমার একটি ফোন দরকার, তাই না?

▣ He needs a computer, doesn’t he?

☞ হি নিডস আ কম্পিউটার, ডাজ়ন্‌ট হি?

➺ তার একটি কম্পিউটার দরকার, তাই না?

▣ I need to do the work, don’t I?

☞ আই নিড টু ডু দ্য ওয়ার্ক, ডোন্‌ট আই?

➺ আমার কাজটি করা দরকার, তাই না?

▣ I need do the work, needn’t I?

☞ আই নিড ডু দ্য ওয়ার্ক, নিডন্‌ট আই?

➺ আমার কাজটি করা দরকার, তাই না?

▣ I need fulfill my dream, needn’t I?

☞ আই নিড ফুলফিল মাই ড্রিম, নিডন্‌ট আই?

➺ আমার স্বপ্ন পূরণ করা দরকার, তাই না?


 

📚 12. কোন Sentence এর Subject যদি everybody / somebody / anybody / everyone / someone / anyone / nobody / no one / none ইত্যাদি হয় তাহলে এদের পরিবর্তে tag question এর subject টি they হবে।

▣ Everyone goes to the office, don’t they?

☞ এভ্রিওয়ান গোজ় টু দ্য অফিস, ডোন্‌ট দে?

➺ সবাই অফিসে যায়, তাই না?

▣ Every mother loves her child, don’t they?

☞ এভ্রি মাদার লাভস হার চাইল্ড, ডোন্‌ট দে?

➺ প্রতিটি মা তার সন্তানকে ভালোবাসে, তাই না?

▣ Every student is going to school, aren’t they?

☞ এভ্রি স্টুডেন্ট ইজ গোইং টু স্কুল, আর্ন্‌ট দে?

➺ প্রতিটি ছাত্র স্কুলে যাচ্ছে, তাই না?

▣ Nobody loves the dishonest, do they?

☞ নোবডি লাভস দ্য ডিসঅনেস্ট, ডু দে?

➺ কেউ অসৎ ব্যক্তিকে ভালোবাসে না, তাই তো?

▣ No one likes a liar, do they?

☞ নো ওয়ান লাইকস আ লায়ার, ডু দে?

➺ কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না, তাই তো?


 

📚 13. কোন Sentence এর Subject যদি everything / anything / something / nothing ইত্যাদি হয় তাহলে এদের পরিবর্তে tag question এর subject টি it হবে।

▣ Everything is possible, isn’t it?

☞ এভ্রিথিং ইজ পসিবল, ইজ়ন্‌ট ইট?

➺ সবকিছুই সম্ভব, তাই না?

▣ Nothing looks bad here, does it?

☞ নাথিং লুকস ব্যাড হিয়ার, ডাজ় ইট?

➺ এখানে কিছুই খারাপ দেখায় না, তাই তো?

▣ Nothing is impossible for me, is it?

☞ নাথিং ইজ ইমপসিবল ফর মি, ইজ় ইট?

➺ আমার জন্য কিছুই অসম্ভব নয়, তাই তো?


 

📚 14. There যুক্ত sentence এর ক্ষেত্রে tag question করতে হয় there কে subject হিসেবে ব্যবহার করে।

▣ There is a phone on the table, isn’t there?

☞ দেয়ার ইজ আ ফোন অন দ্য টেবল, ইজ়ন্‌ট দেয়ার?

➺ টেবিলের উপর একটি ফোন আছে, তাই না?

▣ There is something wrong with Ali, isn’t there?

☞ দেয়ার ইজ সামথিং রং উইথ আলি, ইজ়ন্‌ট দেয়ার?

➺ আলির সাথে কিছু একটা সমস্যা আছে, তাই না?

▣ There are a lot of students, aren’t there?

☞ দেয়ার আর আ লট অব স্টুডেন্টস, আর্ন্‌ট দেয়ার?

➺ এখানে অনেক ছাত্র আছে, তাই না?


 

📚 15. কোন Sentence এর Subject যদি all of us / everyone of us / most of us / many of us / some of us / one of us / none of us ইত্যাদি হয় তাহলে এদের পরিবর্তে tag question এর subject টি we হবে।

▣ All of us organized the party, didn’t we?

☞ অল অব আস অর্গানাইজড দ্য পার্টি, ডিডন্‌ট উই?

➺ আমরা সবাই পার্টির আয়োজন করেছিলাম, তাই না?

▣ Most of us can do the work, can’t we?

☞ মোস্ট অব আস ক্যান ডু দ্য ওয়ার্ক, কান্‌ট উই?

➺ আমাদের মধ্যে বেশিরভাগই কাজটি করতে পারি, তাই না?


 

📚 যদি all of us এর পরিবর্তে all of you হয় অর্থাৎ us এর পরিবর্তে you থাকলে tag question এর subject টি you হবে।

▣ All of you should do the work, shouldn’t you?

☞ অল অব ইউ শুড ডু দ্য ওয়ার্ক, শুডন্‌ট ইউ?

➺ তোমাদের সবাইকে কাজটি করা উচিত, তাই না?

▣ Many of you can earn money, can’t you?

☞ ম্যানি অব ইউ ক্যান আর্ন মানি, কান্‌ট ইউ?

➺ তোমাদের মধ্যে অনেকে টাকা উপার্জন করতে পারো, তাই না?


 

📚 আবার যদি all of us এর পরিবর্তে all of them হয় অর্থাৎ us এর পরিবর্তে them থাকলে tag question এর subject টি they হবে।

▣ Most of them will go to the office, won’t they?

☞ মোস্ট অব দেম উইল গো টু দ্য অফিস, ওয়োন্‌ট দে?

➺ তাদের মধ্যে বেশিরভাগই অফিসে যাবে, তাই না?

▣ All of them aren’t students, are they?

☞ অল অব দেম আরন্‌ট স্টুডেন্টস, আর দে?

➺ তাদের সবাই ছাত্র নয়, তাই তো?


 

📚 16. We ব্যতীত কোনো sentence এর subject যদি plural হয় তাহলে tag question করতে হবে they ব্যবহার করে।

▣ Birds can fly, can’t they?

☞ বার্ডস ক্যান ফ্লাই, কান্‌ট দে?

➺ পাখিরা উড়তে পারে, তাই না?

▣ Fishes can swim, can’t they?

☞ ফিশেস ক্যান সুইম, কান্‌ট দে?

➺ মাছেরা সাঁতার কাটতে পারে, তাই না?

▣ Students weren’t ready to go there, were they?

☞ স্টুডেন্টস ওয়ারন্‌ট রেডি টু গো দেয়ার, ওয়ার দে?

➺ ছাত্ররা সেখানে যেতে প্রস্তুত ছিল না, তাই তো?


 

📚 17. কোনো মূল sentence এর subject ও auxiliary verb সংক্ষিপ্ত আকারে থাকলে, প্রথমে সংক্ষিপ্ত আকারের সঠিক রূপটি নিশ্চিত করতে হবে তারপর tag question করতে হবে।

▣ They’re going to college, aren’t they?

☞ দেয়ার গোইং টু কলেজ, আর্ন্‌ট দে?

➺ তারা কলেজে যাচ্ছে, তাই না?

▣ He’d go there, wouldn’t he?

☞ হি’ড গো দেয়ার, উডন্‌ট হি?

➺ সে সেখানে যেত, তাই না?

▣ He’d gone there, hadn’t he?

☞ হি’ড গন দেয়ার, হ্যাডন্‌ট হি?

➺ সে সেখানে গিয়েছিল, তাই না?


 

📚 18. যে সকল sentence এর মধ্যে never, hardly, rarely, scarcely, seldom, few, little, barely, neither, nobody, nothing, none ইত্যাদি অর্থাৎ Negative শব্দ থাকলে tag question সবসময় ‘হ্যাঁ’ বোধক হবে।

▣ He has few books, has he?

☞ হি হ্যাজ ফিউ বুকস, হ্যাজ হি?

➺ তার কয়েকটি বই আছে, তাই না?

▣ There is no money in my pocket, is there?

☞ দেয়ার ইজ নো মানি ইন মাই পকেট, ইজ় দেয়ার?

➺ আমার পকেটে কোনো টাকা নেই, তাই তো?

▣ He never tells a lie, does he?

☞ হি নেভার টেলস আ লাই, ডাজ় হি?

➺ সে কখনো মিথ্যা বলে না, তাই তো?

▣ I know little about it, do I?

☞ আই নো লিটল এবাউট ইট, ডু আই?

➺ আমি এটি সম্পর্কে খুব কম জানি, তাই না?

▣ Ali hardly speaks the truth, does he?

☞ আলি হার্ডলি স্পিকস দ্য ট্রুথ, ডাজ় হি?

➺ আলি খুব কমই সত্য বলে, তাই তো?


 

📚 আবার কিন্তু a few, a little থাকলে tag question ‘না’ বোধক হবে।

▣ I have a few friends, don’t I?

☞ আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, ডোন্‌ট আই?

➺ আমার কয়েকজন বন্ধু আছে, তাই না?

▣ He is a little boy, isn’t he?

☞ হি ইজ আ লিটল বয়, ইজ়ন্‌ট হি?

➺ সে একটি ছোট ছেলে, তাই না?


 

📚 19. কোনো sentence এ As well as, along with, together with, accompanied by, in addition to, including with, and not, surrounded by ইত্যাদি দ্বারা দুটি subject যুক্ত হলে প্রথম subject অনুযায়ী tag question করতে হবে।

▣ Ali as well as his sister came here, didn’t he?

☞ আলি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সিস্টার কেম হিয়ার, ডিডন্‌ট হি?

➺ আলি এবং তার বোন এখানে এসেছিল, তাই না?

▣ He along with me has read the book, hasn’t he?

☞ হি অ্যালং উইথ মি হ্যাজ রেড দ্য বুক, হ্যাজন্‌ট হি?

➺ সে আমার সঙ্গে বইটি পড়েছে, তাই না?


 

📚 20. Not only……but also, not…..but, either…..or, neither…..nor এবং or দ্বারা দুটি subject যুক্ত হলে দ্বিতীয় subject অনুযায়ী tag question করতে হবে।

▣ Not only Nargis but also Ali is intelligent, isn’t he?

☞ নট অনলি নার্গিস বাট অলসো আলি ইজ ইন্টেলিজেন্ট, ইজ়ন্‌ট হি?

➺ শুধু নার্গিস নয়, আলিও বুদ্ধিমান, তাই না?

▣ Neither Ali nor his friends did the work, did they?

☞ নীদার আলি নর হিজ ফ্রেন্ডস ডিড দ্য ওয়ার্ক, ডিড দে?

➺ আলি এবং তার বন্ধুরা কেউ কাজটি করেনি, তাই তো?


 

📚 21. কোনো বাক্যের শুরুতে Adjective এর আগে the বসলে tag question এর subject হিসেবে they বসবে।

▣ The poor lead a miserable life, don’t they?

☞ দা পুয়ার লিড আ মিজারেবল লাইফ, ডোন্ট দে?

➺ গরীবেরা দুঃখজনক জীবন যাপন করে, তাই না?

▣ The rich don’t always lead a happy life, do they?

☞ দা রিচ ডোন্ট অলওয়েজ লিড আ হ্যাপি লাইফ, ডু দে?

➺ ধনীরা সবসময় সুখী জীবন যাপন করে না, তাই না?

▣ The poor are not always happy, are they?

☞ দা পুয়ার আর নট অলওয়েজ হ্যাপি, আর দে?

➺ গরীবেরা সবসময় সুখী নয়, তাই না?


 

📚 22. কোনো sentence এর Subject বস্তু, স্থান, পশু-পাখি অর্থাৎ ব্যক্তিবিহীন হলে tag question এর subject হিসেবে it বসবে। কিন্তু subject টি plural হলে they হবে।

▣ The phone is mine, isn’t it?

☞ দা ফোন ইজ মাইন, ইজ়ন্ট ইট?

➺ ফোনটি আমার, তাই না?

▣ The sun gives us light, doesn’t it?

☞ দা সান গিভস আস লাইট, ডাজন্ট ইট?

➺ সূর্য আমাদের আলো দেয়, তাই না?

▣ The cow is a useful animal, isn’t it?

☞ দা কাউ ইজ আ ইউসফুল এনিমাল, ইজ়ন্ট ইট?

➺ গরুটি একটি উপকারী প্রাণী, তাই না?

▣ Fishes can not fly, can they?

☞ ফিশেস ক্যান নট ফ্লাই, ক্যান দে?

➺ মাছেরা উড়তে পারে না, তাই না?


 

📚 23. Common gender ‘Man’ যখন Singular noun হিসেবে ব্যবহৃত হবে তখন tag question এর subject টি he হবে এবং A man / The man এরূপ ক্ষেত্রেও he হবে।

▣ Man is mortal, isn’t he?

☞ ম্যান ইজ মরটাল, ইজ়ন্ট হি?

➺ মানুষ মরণশীল, তাই না?

▣ The man is not poor, is he?

☞ দা ম্যান ইজ নট পুয়ার, ইজ হি?

➺ লোকটি গরীব নয়, তাই না?


 

📚 24. কোনো sentence এর subject হিসেবে this বা that থাকলে tag question এর subject টি it হবে। আর যদি these বা those হয় তাহলে they হবে।

▣ This is not an English book, is it?

☞ দিস ইজ নট অ্যান ইংলিশ বুক, ইজ় ইট?

➺ এটি একটি ইংরেজি বই নয়, তাই না?

▣ That is my computer, isn’t it?

☞ দ্যাট ইজ মাই কম্পিউটার, ইজ়ন্ট ইট?

➺ এটি আমার কম্পিউটার, তাই না?

▣ These books are mine, aren’t they?

☞ দিস বুকস আর মাইন, আরন্ট দে?

➺ এই বইগুলো আমার, তাই না?

▣ Those lands were ours, weren’t they?

☞ দোজ ল্যান্ডস ওয়ার আওয়ার্স, ওয়ারন্ট দে?

➺ ঐ জমিগুলো আমাদের ছিল, তাই না?


 

📚 25. I, we, you এই সকল pronoun গুলো Proper noun হিসেবে sentence এর subject হলে tag question এর subject টি it হবে।

▣ ‘I’ is a pronoun, isn’t it?

☞ আই ইজ আ প্রোনাউন, ইজ়ন্ট ইট?

➺ 'আমি' একটি সর্বনাম, তাই না?

▣ ‘You’ is a pronoun, isn’t it?

☞ ইউ ইজ আ প্রোনাউন, ইজ়ন্ট ইট?

➺ 'তুমি' একটি সর্বনাম, তাই না?


 

📚 26. কোনো sentence এ দেশের নাম subject হিসেবে ব্যবহৃত হলে tag question এর subject টি she হবে। তবে it বসালেও হবে।

▣ Bangladesh is a small country, isn’t she?

☞ বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, ইজ়ন্ট শি?

➺ বাংলাদেশ একটি ছোট দেশ, তাই না?

▣ Bangladesh has a Bengali Muslim majority, hasn’t she?

☞ বাংলাদেশ হ্যাজ আ বেঙ্গলি মুসলিম মেজরিটি, হ্যাজ়ন্ট শি?

➺ বাংলাদেশে একটি বাঙালি মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই না?


 

📚 27. Abstract noun দ্বারা যুক্ত sentence কে tag question করতে হয় it ব্যবহার করে।

▣ The mother rose in her, didn’t it?

☞ দা মাদার রোজ ইন হার, ডিডন্ট ইট?

➺ মাতৃত্ব তার মধ্যে জেগে উঠেছিল, তাই না?

▣ Honesty is the best policy, isn’t it?

☞ অনেস্টি ইজ দা বেস্ট পলিসি, ইজ়ন্ট ইট?

➺ সততা সর্বোত্তম নীতি, তাই না?

▣ Health is wealth, isn’t it?

☞ হেলথ ইজ ওয়েলথ, ইজ়ন্ট ইট?

➺ স্বাস্থ্যই সম্পদ, তাই না?

▣ Kindness is a great virtue, isn’t it?

☞ কিন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু, ইজ়ন্ট ইট?

➺ দয়া একটি মহান গুণ, তাই না?


 

📚 28. কোনো sentence এ subject হিসেবে One থাকলে tag question করতে হয় he ব্যবহার করে।

▣ One can not do the work, can he?

☞ ওয়ান ক্যান নট ডু দা ওয়ার্ক, ক্যান হি?

➺ একজন কাজটি করতে পারে না, তাই না?

▣ One should do one’s duty, shouldn’t he?

☞ ওয়ান শুড ডু ওয়ান'স ডিউটি, শুডন্ট হি?

➺ একজনের নিজের কর্তব্য পালন করা উচিত, তাই না?

▣ One can do it, can’t he?

☞ ওয়ান ক্যান ডু ইট, ক্যান্ট হি?

➺ একজন এটি করতে পারে, তাই না?


 

📚 29. Wish করা বোঝালে অর্থাৎ Good morning, Thank you, Happy birthday থাকলে, সাধারণত এগুলোর tag question হয় না তবুও যদি কোনো বইয়ে বা প্রশ্নে থাকে তাহলে এর সঠিক উত্তর don’t I হবে।

▣ Good morning, don’t I?

☞ গুড মর্নিং, ডোন্ট আই?

➺ সুপ্রভাত, তাই না?

▣ Thank you, don’t I?

☞ থ্যাঙ্ক ইউ, ডোন্ট আই?

➺ ধন্যবাদ, তাই না?

▣ Happy birthday, don’t I?

☞ হ্যাপি বার্থডে, ডোন্ট আই?

➺ শুভ জন্মদিন, তাই না?


 

📚 30. কোনো sentence এ subject হিসেবে Allah, God, Creator থাকলে tag question এর subject টি He হবে এবং Capital letter দিয়ে লিখতে হবে।

▣ Allah won’t excuse a sinner, will He?

☞ আল্লাহ ওন্ট এক্সকিউজ আ সিনার, উইল হি?

➺ আল্লাহ একজন পাপীকে ক্ষমা করবেন না, তাই না?

▣ Allah is one, isn’t He?

☞ আল্লাহ ইজ ওয়ান, ইজ়ন্ট হি?

➺ আল্লাহ একজন, তাই না?


 

📚 ব্যতিক্রম tag question

▣ I have to do the work, don’t I?

☞ আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক, ডোন্ট আই?

➺ আমার কাজটি করতে হবে, তাই না?

▣ I don’t have to do the work, do I?

☞ আই ডোন্ট হ্যাভ টু ডু দা ওয়ার্ক, ডু আই?

➺ আমার কাজটি করতে হবে না, তাই না?

▣ Ali has to go there, doesn’t he?

☞ আলি হ্যাজ টু গো দেয়ার, ডাজন্ট হি?

➺ আলিকে সেখানে যেতে হবে, তাই না?

▣ Ali doesn’t have to go there, does he?

☞ আলি ডাজন্ট হ্যাভ টু গো দেয়ার, ডাজ হি?

➺ আলিকে সেখানে যেতে হবে না, তাই না?

▣ He had to go to the office, didn’t he?

☞ হি হ্যাড টু গো টু দা অফিস, ডিডন্ট হি?

➺ তাকে অফিসে যেতে হয়েছিল, তাই না?

▣ He didn’t have to go to the office, did he?

☞ হি ডিডন্ট হ্যাভ টু গো টু দা অফিস, ডিড হি?

➺ তাকে অফিসে যেতে হয়নি, তাই না?

▣ Note: আমরা জানি have, has, had মূল verb হিসেবে sentence এ ব্যবহৃত হলে tag question করার সময় sentence টি Affirmative হলে don’t / doesn’t / didn’t এবং sentence টি Negative হলে do / does/ did হয়। এখানে have to, has to, had to থাকার কারনে have, has, had মূল verb হিসেবে ব্যবহৃত হয়েছে।

▣ আবার যদি sentence এ “am to, is to, are to” এবং এদের Negative form “am not to, is not to, are not to” অর্থাৎ am, is, are মূল verb হিসেবে sentence এ ব্যবহৃত হয় তাহলে tag question করতে হবে Affirmative এর ক্ষেত্রে isn’t / aren’t এবং Negative এর ক্ষেত্রে am / is / are ব্যবহার করে।

▣ Ali is to do the work, isn’t he?

☞ আলি ইজ টু ডু দা ওয়ার্ক, ইজ়ন্ট হি?

➺ আলিকে কাজটি করতে হবে, তাই না?

▣ He is not to do the work, is he?

☞ হি ইজ নট টু ডু দা ওয়ার্ক, ইজ হি?

➺ তাকে কাজটি করতে হবে না, তাই না?

▣ Tag question exercise

▣ i. A student should read the texts again and again, ………….?

▣ ii. Time and tide wait for none, ………..?

▣ iii. Rivers run fast, ………….?

▣ iv. Dirty water is not good, ………….?

▣ v. There is a little water in this pond, ………..?

▣ vi. Ali and Nargis will go to Dhaka, …………?

▣ vii. He has to lead a miserable life, ………..?

▣ viii. One lie begets hundred lies, ………..?

▣ ix. Please, don’t waste your time, …………?

▣ x. I have to work hard for whatever I want to be. Because success in life depends on hard work, …………?

▣ Note: Full Stop (.) দিয়ে একাধিক sentence একসাথে যুক্ত থাকলে (অর্থ বুঝে) শেষের sentence টি থেকে tag question এর উত্তর করতে হবে।

▣ Tag question answers: (i). shouldn’t he (ii). do they (iii). don’t they (iv). is it (v). isn’t there (vi). won’t they (vii). doesn’t he (viii). doesn’t it (ix). will you (x). doesn’t it

▣ Tag question answer

▣ কথপোকথনের সময় tag question এর উত্তর দেওয়া যতটা সহজ মনে হয় ততটাও সহজ নয়। বুঝলে আবার সহজ। কিভাবে সহজেই tag question এর উত্তর দিতে পারেন তা নিয়েই নিচে উদাহরণের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হলো।

▣ 1. Coal is black, isn’t it? (কয়লা কালো, তাই না?)

= Yes, it is.

▣ 2. Coal isn’t black, is it? (কয়লা কালো নয়, তাই না?)

= Yes, it is!

▣ 3. Coal is white, isn’t it? (কয়লা সাদা, তাই না?)

= No, it isn’t!

▣ 4. Coal isn’t white, is it? (কয়লা সাদা নয়, তাই না?)

= No, it isn’t.

▣ উপরের সকল উত্তরগুলোই সঠিক। বিভ্রান্তিতে পড়ে গেলেন। সমস্যা নেই আমরা একটা একটা করে বিস্তারিত জানব তাহলে সকল বিভ্রান্তি চলে যাবে।

▣ নাম্বার 1: Coal is black, isn’t it? (কয়লা কালো, তাই না?) আমরা সকলেই জানি কয়লা কালো এজন্য উত্তরে বলতে পারি, Yes, it is black. (হ্যাঁ, এটা কালো।) এখানে

▣ (it is black এই বাক্যকে সংক্ষেপে বলার জন্য it is বলা হয়।) সুতরাং সঠিক উত্তর হলো Yes, it is.

▣ নাম্বার 2: Coal isn’t black, is it? (কয়লা কালো নয়, তাই না?) এখানে আমরা যদি উত্তরে No বলি তাহলে উত্তর ভুল। মনে রাখার বিষয় উত্তরে No বললে বাকি উত্তরটুকু Negative হবে। আবার উত্তরে Yes বললে বাকি উত্তরটুকু Positive হবে। এটাই মেইন শর্ত। এই শর্ত বুঝলে সহজেই উত্তর দিতে পারব। সুতরাং উত্তরে যদি No বলি তাহলে পুরো উত্তরটুকু হবে No, it isn’t! মানে {No, it isn’t black. (না, এটা কালো নয়।)} কয়লা যেহেতু কালো সুতরাং এটা ভুল উত্তর। সঠিক উত্তর হলো Yes, it is. মানে {Yes, it is black. (হ্যাঁ, এটা কালো।)}

▣ নাম্বার 3: Coal is white, isn’t it? (কয়লা সাদা, তাই না?) কয়লা যেহেতু সাদা নয় সুতরাং আমরা সহজেই এর উত্তর বলতে পারি, No, it isn’t. মানে {No, it isn’t white. (না, এটা সাদা নয়।)}

▣ নাম্বার 4: Coal isn’t white, is it? (কয়লা সাদা নয়, তাই না?) এখানে আমরা উত্তরে যদি Yes বলি তাহলে উত্তর ভুল। কারণ Yes বললে বাকি উত্তরটুকু positive হবে। সুতরাং Yes, it is! মানে {Yes, it is white. (হ্যাঁ, এটা সাদা।) কয়লা যেহেতু সাদা নয় সুতরাং উত্তর ভুল} সঠিক উত্তর হলো No, it isn’t. মানে {No, it isn’t white. (না, এটা সাদা নয়।)} আশা করি বুঝতে পেরেছেন।

▣ Note: “Tag question” affirmative নাকি negative সেটা দেখার বিষয় নয়। প্রথমে ভালো ভাবে অর্থ বুঝতে হবে তারপর উত্তর দিতে হবে। উত্তরে Yes বললে বাকিটুকু positive উত্তর হবে। আর উত্তরে No বললে বাকিটুকু negative উত্তর হবে। আর শুধুমাত্র Yes / No না বলে যেন প্রশ্নদাতা সহজেই উত্তর বুঝতে পারে সেভাবেই উত্তর দিতে হবে। আশা করি, এখন থেকে tag question answer দিতে পারব। 

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...