আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ
সূচিপত্র
প্রাচীন সভ্যতা বলতে বোঝায় মানব ইতিহাসের সেই সময়কালকে যখন মানুষ স্থায়ী বসতি স্থাপন, কৃষি, পশুপালন, লিখন পদ্ধতি, এবং জটিল সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা তৈরি করে। আনুমানিক ৫০০০ বছর পূর্বে সভ্যতার গোড়াপত্তন হয়। এ সময় থেকে মানুষ লিখতে শুরু করে। অধিকাংশ প্রাচীন সভ্যতা নদীকেন্দ্রিক বা কৃষির উপর নির্ভর করে গড়ে উঠে। প্রাচীন সভ্যতা সমূহের মধ্যে উল্লেখযোগ্য হল-
- মেসোপটেমীয় সভ্যতা
- মিসরীয় সভ্যতা
- চৈনিক সভ্যতা
- সিন্ধু সভ্যতা
- ইজিয়ান সভ্যতা
- ফিনিশীয় সভ্যতা
- পারস্য সভ্যতা
- হিব্রু সভ্যতা
- গ্রীক সভ্যতা
- রোমান সভ্যতা
- মায়া সভ্যতা
- নারা সভ্যতা
আদিম মানব
প্রায় ১ কোটি ২০ লাখ বছর আগে মানুষ গাছের শাখা থেকে ভূমিবাসী হয়। প্রাচীন যে প্রায়-মানবের মাথার খুলি ও হাড়গোড় পাওয়া গেছে তারা অস্ট্রালোপিথেকাস নামে পরিচিত। এরা আফ্রিকায় বাস করত।। ১৯৭৪ সালে ইথিওপিয়ায় প্রায় সম্পূর্ণ অস্ট্রালোপিথিকাস লুসির কঙ্কাল আবিষ্কৃত হয়। এরা দু পায়ে হাটত এবং এদের মগজ ছিল খুবই ছোট। আদি মানুষের সবচেয়ে অগ্রসর অংশটি হোমো ইরেক্টাস নামে পরিচিত। এদের নিদর্শন পাওয়া গিয়েছে এশিয়ায় ও আফ্রিকায়। হোমো বর্গের আরেকটি প্রাগ্রসর অংশ বা প্রজাতি হচ্ছে হোমো স্যাপিয়েন্স। এদের উদ্ভব দুলাখ বছর আগে। এদের একটি টাইপ নিয়ান্ডারথাল মানব উত্তর ইউরোপে বাস করত।
প্রায় ৪০,০০০ বছর আগে বিশ্বে প্রায়-মানব ক্রোমানিয়া মানব ইউরোপের পশ্চিম দিকে যাত্রা শুরু করে। এরা যেসব পশু শিকার করত সেগুলোর ছবি এঁকে রাখত। অস্ত্র তৈরির জন্য ব্যবহার করত পাথর, হাড় অথবা কাঠ। মানুষ খ্রিস্টপূর্ব আট হাজার বছরের আগে চাষাবাদ করতে শেখেনি । বিশ্বের বিভিন্ন স্থানে আদি মানবের কঙ্কালের সন্ধান পাওয়া যায়। ১৮৯১ সালে ইন্দোনেশিয়ায়র জাভায় আদি মানবের মাথার খুলি আবিষ্কৃত হয় । পূর্ব জাভার সোলো নদীর তীরে এ মাথার খুলি পাওয়া যায়। হাইডেলবার্গ মানবের নিচের চোয়ালের হাড় আবিষ্কার করেন একজন জার্মান গবেষক ১৯০৭ সালে।
জাভা মানব → হেইডেলবার্গ মানব → পিকিং মানব → অস্ট্রালোপিতিসিন্স লুসি
- জাভা মানব : ১৮৯১ সালে ইন্দোনেশিয়ার অন্তর্গত পূর্ব জাভার সোলো নদীর তীরে প্রাগৈতিহাসিক মানুষের মাথার খুলি আবিষ্কৃত হয়। এই আদি মানবের নাম দেওয়া হয় জাভা মানব।
- হেইডেলবার্গ মানব : ১৯০৭ সালে জার্মানির হেইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের জনৈক অধ্যাপক প্রাগৈতিহাসিক মানুষের নিচের চোয়ালের হাড় আবিষ্কার করেন এবং নামকরণ করেন 'হেইডেলবার্গ মানব'।
- পিকিং মানব : ১৯২৯ সালে পিকিংয়ের [আধুনিক বেইজিং] নিকট পাওয়া যায় প্রাগৈতিহাসিক মানুষের মাথার খুলি। এ আদি মানুষের নাম দেওয়া হয় পিকিং মানব।
- অস্ট্রালোপিতিসিন্স লুসি : ১৯৭৪ সালের ২৪ নভেম্বর ইথিওপিয়ায় ৩.২ মিলিয়ন বছরের পুরোনো কংকাল আবিষ্কৃত হয়। কংকালটির নামকরণ করা হয় লুসি [Lucy]। এর স্পেসিস: Australopithecus afarensis .
মেসোপটেমীয় সভ্যতা
মেসোপটেমীয় সভ্যতা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা । আনুমানিক খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে মিশরে যখন নগর সভ্যতা গড়ে উঠেছিল, তখন প্রায় একই সময়ে আজকের ইরাক অঞ্চলে গড়ে উঠে আরো কিছু উন্নত নগর সভ্যতা। টাইগ্রিস ও ইউফ্রেটিস [বর্তমানে দোজলা ও ফোরাত] নদীর উর্বর তীরাঞ্চলে সময়ের পরিবর্তনে বেশ কয়েকটি সভ্যতার বিকাশ ঘটে। এদের ভিন্ন ভিন্ন নাম থাকলেও একই ভূখণ্ডে গড়ে উঠায় একত্রিতভাবে এ সভ্যতাসমূহকে বলা হয় মেসোপটেমীয় সভ্যতা। 'মেসোপটেমিয়া' একটি গ্রিক শব্দ। এর অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। মেসোপটেমিয়ার পূর্বে টাইগ্রিস এবং পশ্চিমে ইউফ্রেটিস নদী প্রবাহিত। মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভূক্ত রয়েছে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসেরীয় সভ্যতা ও ক্যালডীয় সভ্যতা।
[বেশিরভাগ এলাকা ছিল বর্তমান ইরাক; এছাড়া ইরান, তুরস্ক, সিরিয়াও এর মাঝে ছিল]
[ ক ] সুমেরীয় সভ্যতা [The Sumerian Civilization] : মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে তুলেছিল সুমেরীয়গণ। সুমেরীয়দের আদিবাস ছিল এলামের পাহাড়ি অঞ্চলে। খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দে এদের একটি শাখা মেসোপটেমিয়ার দক্ষিণে বসতি গড়ে তোলে।
- সুমেরীয়দের আয়ের মূল উৎস ছিল কৃষি। তারা উন্নত সেচব্যবস্থা গড়ে তুলেছিল।
- সুমেরীয়গণ 'কিউনিফর্ম' (Cuneifom) নামে একটি নতুন লিপির উদ্ভাবন করে। কিউনিফর্মকে বলা হয় অক্ষরভিত্তিক বর্ণলিপি Letter Based alphabet]। সুমেরীয়দের বর্ণমালার কোন কোনটি দেখতে ইংরেজি বর্ণমালার V এর মত।
- জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকার আবিষ্কার সুমেরীয়দের গুরুত্বপূর্ণ অবদান।
- সভ্যতায় সুমেরীয়দের সবচেয়ে বড় অবদান 'চাকা' [Wheel] আবিষ্কার।
- পাটিগণিতের গুণ পদ্ধতি আবিষ্কার
- তাদের প্রধান দেবতা ছিল নাগাল। জিগুরাত তাদের ধর্ম মন্দির।
[ খ ] ব্যাবিলনীয় সভ্যতা [The Babylonian Civilization] : সিরিয়ার মরুভূমি অঞ্চলের অ্যামোরাইট জাতি আনুমানিক ২০৫০ খ্রিষ্টপূর্বাব্দে মেসোপটেমিয়া অঞ্চলে একটি নগর সভ্যতা গড়ে তোলে। ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি ছিলেন বিখ্যাত আমোরাইট নেতা হাম্বুরাবি।
- ব্যাবিলনীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান আইনের ক্ষেত্রে। আইন সংকলক হিসাবে হাম্মুরাবি অমর হয়ে আছেন।
- সুমেরীয়দের অনুকরণে তাঁরা সাহিত্য রচনা করে। কিউনিফর্ম লিপিতে লেখা হয় বিখ্যাত মহাকাব্য 'গিলগামেশ' [Gilgamesh]
- পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় ব্যাবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে। এটি ছিল ভ্রমণকারীদের পথ নির্দেশ করার জন্য সহজ ও সরল প্রকারের মানচিত্র।
[ গ ] অ্যাসেরীয় সভ্যতা [ The Assyrian Civilization] : ব্যাবিলন থেকে প্রায় দুইশত মাইল উত্তরে টাইগ্রিস নদীর তীরে 'আশুর' নামে একটি সমৃদ্ধ শহর গড়ে উঠে। আসিরীয় সম্রাট নিজেকে মনে করতেন সূর্যদেবতা 'শামসের' প্রতিনিধি। ইতিহাসে আসিরিয়ার পরিচয় সামরিক রাষ্ট্র হিসাবে। তারাই প্রথমে 'লোহার অস্ত্রে' সজ্জিত বাহিনী গঠন করে এবং যুদ্ধরথের ব্যবহার করে।
- আসিরীয়রা প্রথম বৃত্তকে ৩৬০ ডিগ্রি তে ভাগ করে।
- পৃথিবীকে সর্বপ্রথম তারা অক্ষাংশ [Latitudes] ও দ্রাঘিমাংশে [Longitudes) ভাগ করেছিল।
- ৬১২ খ্রিস্টপূর্ব-তে এই সভ্যতার পতন হয়।
[ ঘ ] ক্যালডীয় সভ্যতা [The Chaldean Civilization] : ব্যাবিলন শহরকে কেন্দ্র করে গড়ে উঠায় ক্যালডীয় সভ্যতা ইতিহাসে 'নতুন ব্যাবিলনীয় সভ্যতা' নামেও পরিচিত। ক্যালডীয় সভ্যতার স্থপতি ছিলেন সম্রাট নেবুচাদনেজার।
- সম্রাট নেবুচাদনেজারের সম্রাজ্ঞী খুব পছন্দ করতেন বাগান করতে। তাঁরই উৎসাহে সম্রাট নগর দেওয়ালের উপর তৈরি করলেন আশ্চর্য সুন্দর এক বাগান। ইতিহাসে যা 'ঝুলন্ত উদ্যান' নামে পরিচিত। 'ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান' [The Hanging Garden of Babylon] প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি।
- ক্যালডেরীয়রাই প্রথম সপ্তাহকে ৭ দিনে বিভক্ত করে। আবার প্রতিদিনকে ১২ জোড়া ঘন্টায় ভাগ করার পদ্ধতি বের করে। বছরের দৈর্ঘ্যও তারা বের করতে পেরেছিল।
- ক্যালডেরীয়রা ১২ টি নক্ষত্রপুঞ্জের সন্ধান পান। তা থেকে ১২ টি রাশিচক্রের [12 Zodiac Circles] সৃষ্টি হয়।
- পারস্যের আক্রমণে এই সভ্যতার পতন হয়।
প্রাচীন মিশরীয় সভ্যতা
মিশরে নগর সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে। নীল নদকে কেন্দ্র করে মিশরের এ সভ্যতা গড়ে উঠেছিল বলে গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস মিশরকে বলেছেন 'নীল নদের দান' [Gift of the Nile]। এ সময় মিশর [নগর সভ্যতার সূচনা এখানে ] কতগুলো ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। এগুলোকে বলা হত 'নোম'। ৩২০০ খ্রিস্টপূর্বাব্দে 'মেনেস' নামের এক রাজা সমগ্র মিশরকে একত্রিত করে একটি নগর রাষ্ট্র গড়ে তোলেন। দক্ষিণ মিশরের 'মেম্ফিস' হয় এর রাজধানী। এভাবে মিশরে রাজবংশের সূচনা হয়।
- ধর্মঃ ফারাও চতুর্থ আমেনহোটেপ বহুদেবতার পরিবর্তে একমাত্র সূর্যদেবতার আরাধনার কথা প্রচার করেন। সূর্যদেবতার নাম দেওয়া হয় 'এটন'। দেবতার নামের সাথে মিল রেখে তিনি নিজের নাম রাখেন 'ইখনাটন'। এভাবে ইখনাটন সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম ঈশ্বরের ধারণা দেন।
- স্থাপত্য ও ভাস্কর্যঃ প্রাচীন মিশরের রাজাদের বলা হত 'ফারাও' [Pharaoh]। মিশরীয়রা মৃত্যুর পর আরেকটি জীবনের অস্তিত্বের প্রতি বিশ্বাসী ছিল। সে জীবনেও রাজা হবেন ফারাও। তাই ফারাওর মৃতদেহ সংরক্ষণের জন্য তৈরি করা হয় পিরামিড। মিশরের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে ফারাও খুফুর পিরামিড। খুফুর পিরামিড গড়ে উঠেছিল তের একর জায়গা জুড়ে। এর উচ্চতা ছিল প্রায় সাড়ে চারশত ফুট। মিশরীয় ভাস্করদের সবচেয়ে বড় গৌরব 'স্ফিংস' তৈরিতে। বহুখণ্ড পাথরের গায়ে ফুটিয়ে তোলা হত এ ভাস্কর্য। স্ফিংসের দেহ সিংহের আকৃতির, আর মাথা ছিল ফারাওয়ের। ফারাওদের আভিজাত্য শক্তির প্রতীক ছিল এ মূর্তি।
- লিখন পদ্ধতির উদ্ভাবনঃ মিশরীয়রা একটি লিখন পদ্ধতি উদ্ভাবন করে। প্রথম দিকে ছবি এঁকে এঁকে মিশরীয়রা মনের ভাব প্রকাশ করত। এক একটি ছবি ছিল এক একটি অক্ষরের প্রতীক। তাই এ লেখার নাম দেওয়া হয় চিত্রলিপি [Pictograph]। অক্ষরভিত্তিক মিশরীয় এ চিত্রলিপিকে বলা হয় 'হায়ারোগ্লিফিক' [Hierogryphic]। গ্রিক শব্দ 'হায়ারোগ্লিফিক’ অর্থ পবিত্রলিপি। 'প্যাপিরাস' নামক এক ধরনের নল গাছের বাকল দিয়ে তারা সাদা রঙের কাগজও তৈরি করত।
- বিজ্ঞানঃ মিশরীয়রা সর্বপ্রথম ১২ মাসে ১ বছর, ৩০ দিনে ১ মাস এই গণনারীতি চালু করেন। যেহেতু ফারাও মৃত্যুর পর পরকালে রাজা হবেন সেহেতু তাঁর মৃতদেহকে পচন থেকে রক্ষার জন্য মিশরীয় বিজ্ঞানীরা মমি তৈরি করতে শেখেন। ৩৬৫ দিনে বছর গণনা শুরু করে।
সিন্ধু সভ্যতা
মিশর ও মেসোপটেমিয়ায় যখন গড়ে উঠেছিল নগর সভ্যতা, প্রায় কাছাকাছি সময়ে ভারতবর্ষেও গড়ে উঠেছিল নগর সভ্যতা। এটি ব্রোঞ্জযুগের সভ্যতা। এখানে লোহার কোন জিনিস পাওয়া যায়নি। প্রাচীন সভ্যতা আবিষ্কৃত হয় ১৯২১ সালে। সভ্যতাটি সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল বলে এটি 'সিন্ধু সভ্যতা' নামে পরিচিত। দ্রাবিড় জাতি এ সভ্যতা গড়ে তুলেছিল বলে মনে করা হয়। হরপ্পা নগরীটি গড়ে উঠেছিল সিন্ধুর উপনদী রাভী'র তীরে। এটি অবস্থিত বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। আর মূল সিন্ধুনদের তীরে এক বর্গমাইল এলাকা জুড়ে গড়ে উঠেছিল মহেঞ্জোদারো নগরী। ১৯২২ সালে পাকিস্তানের লারকানা জেলায় মাটি খুঁড়ে আবিষ্কার করা হয় মহেঞ্জোদারো নগরীর ধবংসাবশেষ। সিন্ধু সভ্যতার আবিষ্কারক জন মার্শাল, দয়ারাম সাহনী ও রাখালদাস বন্দ্যোপাধ্যায়। সিন্ধু সভ্যতায় পাওয়া সীল ও মাটির পাত্রের সাথে মেসোপটেমিয়া/ সুমেরীয় সভ্যতার দ্রব্যের মিল আছে। 'নৃত্যরত নারী' এই সভ্যতার শিল্প নিদর্শন।
- নগর পরিকল্পনাঃ সভ্যতার ইতিহাসে সিন্ধু সভ্যতা পরিকল্পিত একটি নগরীর ধারণা দিয়েছে। উভয় শহরে রাস্তার দুপাশে দোতলা তিনতলা বাড়ি ছিল। প্রতি বাড়িতে ছিল চৌবাচ্চাসহ গোছলখানা, কূপ। দুইটি শহরেই পাকা নর্দমা ছিল।
- পেশাঃ সিন্ধু সভ্যতার বেশিরভাগ লোক কৃষিকাজ করত।
- পরিমাপ পদ্ধতিঃ সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অবদান হল পরিমাপ পদ্ধতি উদ্ভাবন করা। দ্রব্য ওজনের জন্য নগরবাসী বিভিন্ন পরিমাপের বাটখারা ব্যবহার করত। দৈর্ঘ্য পরিমাপের জন্য তারা বিভিন্ন স্কেল ব্যবহার করত।
- সীলমোহরঃ মহেঞ্জোদারো ও হরপ্পায় হাড় ও পাথরের তৈরি সীলমোহর পাওয়া গেছে।
- সিন্ধু সভ্যতা ধ্বংসের কারণঃ সিন্ধু সভ্যতার পতন শুরু হয় আনুমানিক ২৭৫০ খ্রিস্টপূর্বাব্দে । কিভাবে সিন্ধু সভ্যতার ধ্বংস হয় সে বিষয়ে পণ্ডিতগণ সঠিক কোন সিদ্ধান্তে আসতে পারেননি। হয়তো বাহিরের কোন শত্রুর আক্রমণ অথবা প্রচন্ড কোন ভূমিকম্প বা ভয়াবহ কোন বন্যার ফলে এ সভ্যতা ধ্বংস হয়ে যায়।
ফিনিশীয় সভ্যতা
লেবানন পর্বত এবং ভূমধ্যসাগরের মাঝামাঝি এক ফালি সরু ভূমিতে ফিনিশীয় রাষ্ট্র গড়ে উঠেছিল। কৃষিকাজ করার মত এখানে উর্বর জমি ছিল না। তাদের আয়ের একমাত্র উৎস ছিল বাণিজ্য।
- ফিনিশীয়দের অবদান : প্রাচীন সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের পরিচয় শ্রেষ্ঠতম নাবিক ও জাহাজ নির্মাতা হিসাবে। ধ্রুবতারা [North Star] দেখে তারা দিক নির্ণয় করত। এ কারণে ধ্রুবতারা অনেকের কাছে 'ফিনিশীয় তারা' [Phonecian Star] নামে পরিচিত ছিল।
- সাংস্কৃতিক উন্নতি : সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান হল বর্ণমালা [Alphabet] এর উদ্ভাবন। তারা ২২ টি ব্যঞ্জনবর্ণেও [Consonants] উদ্ভাবন করে। আধুনিক বর্ণমালার সূচনা হয় এখান থেকে। ফিনিশীয়দের উদ্ভাবিত বর্ণমালার সাথে পরবর্তীতে গ্রিকরা স্বরবর্ণ [Vowels] যোগ করে বর্ণমালাকে সম্পূর্ণ করে।
- কারিগরি দক্ষতা : ফিনিশীয়রা মাটির পাত্র তৈরি করতে পারত। দক্ষতার সাথে কাপড় তৈরি ও রং করতে পারত। ইউরোপীয়রা এদের কাছে কাগজ, কলম, বালির ব্যবহার শেখে।
পারস্য সভ্যতা
আজকের ইরান প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল। [একে প্রথম পারস্য সাম্রাজ্যও বলা হয় ] খ্রিস্টপূর্ব ২০০০ অব্দ থেকে ৬০০ অব্দের মধ্য এখানে আর্যরা এক উন্নত সভ্যতা গড়ে তোলে। এ সভ্যতার অধিবাসীরা সামরিক শক্তিতে খ্যাতিমান ছিল। সভ্যতার ইতিহাসে দুইটি ক্ষেত্রে পারসীয়দের অবদান ছিল গুরুত্বপূর্ণ। প্রথমটি সুষ্ঠ ও দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা এবং দ্বিতীয়টি ধর্মীয় ক্ষেত্রে নতুন ধারণা নিয়ে আসা। জরথুষ্ট্র নামে পারস্যে এক ধর্মগুরু ও দার্শনিকের আবির্ভাব ঘটে। জরথুষ্ট্র কর্তৃক প্রবর্তিত ধর্ম 'জরথুষ্ট্রবাদ' নামে পরিচিত। পারস্যের ইতিহাসে কাইরাস ও দারিয়ুস ছিলেন সবচেয়ে সফল শাসক। ৩৩০ খ্রিষ্টপূর্বাব্দে গ্রিক বীর আলেকজান্ডার অধিকার করে নেন সমগ্র পারস্য সাম্রাজ্যকে।
হিব্রু সভ্যতা
প্যালেস্টাইনের জেরুজালেম নগরীকে কেন্দ্র করে হিব্রু সভ্যতার বিকাশ ঘটেছিল। হিব্রু কোন জাতির নাম নয়। 'হিব্রু' একটি সেমাটিক ভাষা। এ ভাষায় কথা বলা লোকেরাই হিব্রু নামে পরিচিত। হিব্রুদের আদিবাস ছিল আরব মরুভূমিতে। বর্তমান ইসরাইলের অধিবাসীরা হিব্রুদের বংশধর। হিব্রুরা তাদের অবদানের পুরোটাই রেখেছে ধর্মীয় ক্ষেত্রে। হিব্রুরা সর্বপ্রথম একেশ্বরবাদের কথা ব্যাপকভাবে প্রচার করে। অবশ্য অনেককাল পূর্বে মিশরের ফারাও ইখনাটন এক দেবতার আরাধনার আহবান জানিয়েছিলেন। কিন্তু তা তেমন জনপ্রিয় হতে পারেনি। হিব্রুদের নবী হযরত মুসা [আ.], হযরত দাউদ (আ.) এবং হযরত সুলায়মান [আ.] মানুষের প্রচলিত ধর্মীয় চেতনায় নতুন আলোড়ন তোলেন।
প্রাচীন চৈনিক সভ্যতা
তিনটি অঞ্চলে প্রাচীন চৈনিক সভ্যতা বেড়ে উঠতে থাকে। প্রথমটি হোয়াংহো [Yellow river/ পীত নদী ] নদীর তীরে, দ্বিতীয়টি ইয়াংসিকিয়াং নদীর তীরে আর তৃতীয়টি দক্ষিণ চীনে গড়ে উঠেছিল।
দর্শনঃ চীনের প্রাচীনতম দার্শনিক ছিলেন লাওৎসে। তাঁর মতবাদের নাম ছিল তাওবাদ। চীনের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী দার্শনিক ছিলেন কনফুসিয়াস [৫৫১-৪৭৯ খ্রি.পূ.]। কনফুসিয়াসের প্রধান অনুসারী ছিলেন মেনসিয়াস। কনফুসিয়াসের দর্শন ধর্মে পরিণত হয় ২০৬ B.C.তে। চীনা জনগোষ্ঠী নৃতাত্ত্বিকভাবে মঙ্গোলীয় বংশোদ্ভূত।
ইজিয়ান সভ্যতা
গ্রিস ও এশিয়া মাইনরকে পৃথক করেছে ইজিয়ান সাগর। এই ইজিয়ান সাগর জুড়ে ছিল ছোট বড় অনেক দ্বীপ। ইজিয়ান সাগরের দ্বীপমালা ও এশিয়া মাইনরের উপকূলে একটি উন্নত নগর সভ্যতা গড়ে উঠে। ইতিহাসে এ সভ্যতা ইজিয়ান সভ্যতা নামে পরিচিত। গ্রিসে সভ্যতা গড়ে তোলার প্রস্তুতিপর্ব ছিল এ সভ্যতা। ১২০০ খ্রিষ্টপূর্বাব্দে ইজিয়ান সভ্যতার পতন ঘটে। গ্রীক কবি হোমারের ইলিয়ড ও ওডিসি থেকে এই সভ্যতার তথ্য পাওয়া যায়।
গ্রিক সভ্যতা
গ্রিসের ভৌগোলিক পরিবেশ ছিল একটু ভিন্ন ধরনের। এ অঞ্চলে অনেকগুলো পাহাড় দাঁড়িয়ে ছিল দেয়ালের মত। ফলে ক্ষুদ্র ক্ষুদ্র বেশ কয়েকটি অঞ্চলে ভাগ হয়ে যায় দেশটি। এ ছোট দেশগুলোর নাম হয় নগর রাষ্ট্র। এদের মধ্যে নেতৃস্থানীয় ছিল স্পার্টা ও এথেন্স। স্পার্টা ছিল একটি সামরিক নগর রাষ্ট্র। রাষ্ট্রনেতারা ছিল স্বৈরাচারী। পক্ষান্তরে প্রতিবেশী এথেন্স ছিল গণতান্ত্রিক রাষ্ট্র। রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণের অধিকার থাকলে সে ব্যবস্থাকে বলে গণতন্ত্র। প্রাচীন পৃথিবীতে এথেন্সই সর্বপ্রথম গণতন্ত্রের সূচনা করে। রাষ্ট্র পরিচালনায় তখন দুইটি সংসদ ছিল। গোত্র প্রধানদের নিয়ে গড়া সংসদকে বলা হত 'এরিওপেগাস' এবং সাধারণ নাগরিকদের সমিতিকে বলা হত 'একলেসিয়া'। এথেন্সে চূড়ান্তভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন পেরিক্লিস। পেরিক্লিস এথেন্সের ক্ষমতায় আসেন ৪৬০ B.C.তে।
পেলোপনেসীয় যুদ্ধঃ স্পার্টা ও এথেন্স উভয় দেশ একে অন্যের শত্রু ছিল। এথেন্স তার বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে একটি জোট গঠন করে। এর নাম হয় 'ডেলিয়ান লীগ'। অন্যদিকে স্পার্টা তাঁর বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে গঠন করে আরেকটি জোট। এ জোটের নাম হয় 'পেলোপনেসীয় লীগ'। এক সময় এই দুই জোটের মধ্য যুদ্ধ বেধে যায়। ইতিহাসে এ যুদ্ধ 'পেলোপনেসীয় যুদ্ধ' নামে পরিচিত। ৪৬০ থেকে ৪০৪ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত মোট তিনবার যুদ্ধ হয়। এ যুদ্ধে চূড়ান্ত পতন ঘটে এথেন্সের।
ভৌগোলিক অবস্থান: ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে দুইটি সংস্কৃতির নাম জড়িয়ে আছে। একটি 'হেলেনিক' [Hellenic] এবং অন্যটি 'হেলেনিস্টিক' [Hellenistic]| গ্রিসের প্রধান শহর এথেন্সে শুরু থেকেই যে সংস্কৃতি গড়ে উঠেছিল, তাকে বলা হয় হেলেনিক সংস্কৃতি। গ্রিস উপদ্বীপ ছিল এ সংস্কৃতির মূল কেন্দ্র। খ্রিষ্টপূর্ব ৩৩৭ অব্দ পর্যন্ত হেলেনিক সভ্যতা টিকে ছিল। এ সময় মিশরের আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে গ্রিক সংস্কৃতি ও অগ্রিক সংস্কৃতির মিশ্রণে এক নতুন সংস্কৃতির জন্ম হয়। ইতিহাসে এ সংস্কৃতির পরিচয় হয় হেলেনিস্টিক সংস্কৃতি নামে।
সভ্যতায় গ্রিসের অবদান
দর্শনঃ গ্রিকদের সবচেয়ে বড় অবদান ছিল দর্শন চর্চায়। প্রথম দিকের বিখ্যাত দার্শনিক ছিলেন থ্যালেস। থ্যালেস কল্পকাহিনীর বদলে প্রথম সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেন। ধীরে ধীরে গ্রিসে এক ধরনের যুক্তিবাদী দার্শনিকের আবির্ভাব ঘটে। এঁদের বলা হত সফিস্ট। সক্রেটিস ছিলেন এ দার্শনিকদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান। আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা ছিল তাঁর শিক্ষার মূল উদ্দেশ্য। অন্যায় শাসনের প্রতিবাদ করার শিক্ষা দেন তিনি। এতে শাসক শ্রেণী ভীত হয়ে পড়ে। ৩৯৯ খ্রিস্টপূর্বাব্দে শাসক গোষ্ঠী এ মহান দার্শনিককে হেমলক লতার তৈরি বিষ খাইয়ে হত্যা করে।
শিক্ষক | ছাত্র |
---|---|
সক্রেটিস | প্লেটো |
প্লেটো | এরিস্টটল |
এরিস্টটল | সম্রাট আলেকজান্ডার |
সক্রেটিসের ছাত্র দার্শনিক প্লেটো গ্রিক দর্শনকে চরম উন্নতির দিকে নিয়ে যান। তিনি তাঁর চিন্তাগুলো ধরে রাখেন 'রিপাবলিক' নামক গ্রন্থ রচনা করে। তিনি সক্রেটিসের শিক্ষার বক্তব্যগুলো নিয়ে 'ডায়ালগস অব সক্রেটিস' নামে আরেকটি গ্রন্থ রচনা করেন। প্লেটো ৩৮৫ খ্রিষ্টপূর্বাব্দে দর্শনের স্কুল 'akademia' প্রতিষ্ঠা করেছিলেন। প্লেটোর ছাত্র এরিস্টটল একজন বড় দার্শনিক ছিলেন। তাঁর একটি বিখ্যাত গ্রন্থের নাম 'পলিটিক্স'। 'লাইসিয়াম' হল এরিস্টটল এর প্রতিষ্ঠান।
- ধর্ম: গ্রিকরা বহুদেবতায় বিশ্বাসী ছিল। গ্রিকদের প্রধান দেবতা ছিলেন জিউস। দেবতা এপোলো ও দেবী এথেনাও ছিলেন বিশেষ গুরুত্বপূর্ণ। গ্রিকবাসী বিশ্বাস করত দেবতাদের বাস উত্তর গ্রিসে অলিম্পাস পর্বতের চূড়ায়।
- সাহিত্য: গ্রিক মহাকবি হোমার হাজার হাজার বছরের পুরোনো কাহিনী নিয়ে রচনা করেন মহাকাব্য 'ইলিয়ড' আর 'ওডিসি' । গ্রিসের সবচেয়ে জনপ্রিয় নাট্যকার ছিলেন 'এস্কাইলাস'। তাঁর বিখ্যাত দুইটি নাটকের নাম 'প্রমেথিউস বাউন্ড' ও 'আগামেমনন'। নাট্যকার সফোক্লিস একশটিরও বেশি নাটক লেখেন। এর মধ্যে জনপ্রিয় দুইটি হচ্ছে 'এন্টিগনে' ও 'ইলেক্ট্রা'। সফোক্লিসের বিখ্যাত ট্রাজেডি 'রাজা ঈদিপাস'। ইতিহাস রচনার ক্ষেত্রেও সমান কৃতিত্ব ছিল গ্রিকদের। গ্রিক ইতিহাসবেত্তা হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। অন্য খ্যাতিমান ইতিহাসবিদ ছিলেন 'থুকুডাইডিস'। তাঁকে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয়।
- অলিম্পিক খেলা : অলিম্পিক খেলা শুরু হয় ৭৭৬ খ্রিষ্টপূর্বাব্দে। প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত এ খেলায় বিভিন্ন নগর রাষ্ট্রের খেলোয়াড়রা অংশ নিত। এ খেলার সূত্র ধরে পারস্পরিক শত্রুতার বদলে গ্রিকদের মধ্যে সাংস্কৃতিক ঐক্য গড়ে উঠে।
- বিজ্ঞান : গ্রিক বিজ্ঞানীরা পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন। তারাই প্রথম প্রমাণ করেছিলেন যে পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়। বিখ্যাত গ্রিক গণিতবিদ 'পিথাগোরাস' খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে জন্ম নিয়েছিলেন। খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে জন্ম নেন বিজ্ঞানী 'এনাক্সাগোরাস'। চিকিৎসাবিজ্ঞানী হিপোক্রেটিস যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। গণিতের জ্যামিতি (উপপাদ্য) তার অবদান।
- স্থাপত্য ও ভাস্কর্য: কয়েকজন খ্যাতিমান গ্রিক ভাস্কর হচ্ছেন মাইনর, ফিদিয়াস এবং প্রাকসিটেলেস।
গ্রিক দেবী বা দেবতার নাম | পরিচিতি |
---|---|
আফ্রোডায়িট [Aphrodite) | ভালবাসা, রোমাঞ্চ এবং সৌন্দর্যের দেবী |
অ্যাপোলো [Apollo] | সূর্য, আলো, চিকিৎসাবিদ্যা এবং সঙ্গীতের দেবতা |
এরিস [Ares] | যুদ্ধদেবতা |
আরটেমিস [Artemis] | শিকার, বন, উর্বরতা এবং চাঁদের দেবী |
এথেনা [Athena] | প্রজ্ঞার দেবী। [ জিউসের কন্যা ] |
ডিমিটার [Demeter] | কৃষি বিষয়ক দেবী |
হারমেস [Hermes] | ব্যবসা বিষয়ক দেবতা [রোমান নাম মারকারি] |
হেরা [Hera ] | বিবাহ বন্ধন অটুট রাখার দেবী। [জিউসের স্ত্রী] |
জিউস [Zeus] | দেবতাদের রাজা [ প্রধান দেবতা ] |
রোমান সভ্যতা
ইতালির পশ্চিমাংশে অবস্থিত ছোট্ট শহর রোমকে কেন্দ্র করে রোমান সভ্যতার বিকাশ ঘটেছিল। ইন্দো-ইউরোপীয় গোষ্ঠীর একদল মানুষ ২০০০ খ্রিষ্টপূর্বাব্দে উত্তর ইতালিতে বসতি গড়ে তোলে। এদের বলা হত ল্যাটিন। ক্রমে এদের ভাষা 'ল্যাটিন ভাষা' নামে পরিচিতি পায়। ল্যাটিন রাজা রোমিউলাস একটি নগরীর পত্তন করেন। রাজার নামেই নগরীর নাম হয় রোম। দাসশ্রমের উপর নির্ভরশীল ছিল রোমের অর্থনীতি। দাসদের উপর অমানবিক অত্যাচার করা হত। অবশেষে স্পার্টাকাস নামক একজন দাসের নেতৃত্বে সংঘটিত হয় দাস বিদ্রোহ। বিদ্রোহী দাসরা দুইবছর দক্ষিণ ইতালিতে টিকে ছিল। স্পার্টাকাস ৭১ খ্রিস্টপূর্বাব্দে নিহত হলে দাস বিদ্রোহের অবসান হয়।
রোমের সবচেয়ে খ্যাতিমান সম্রাট ছিলেন জুলিয়াস সিজার। তিনি ৪৬ খ্রিষ্টপূর্বাব্দে রোমের সম্রাট হন। কিন্তু রোমে ক্ষমতার দ্বন্দ্ব ও ষড়যন্ত্র প্রবল হতে থাকলে ব্রটাস ও ক্যাসিয়াস নামের দুই অভিজাতের হাতে জুলিয়াস সিজার নিহত হন। এবার গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে রোম। অবশেষে তিন নেতা একযোগে ক্ষমতায় আসেন। এরা হলেন অক্টেভিয়াস সিজার, মার্ক এন্টনি এবং লেপিডাস। এ তিনজনের একত্র শাসনকে ইতিহাসে 'ত্রয়ী শাসন' বলা হয়। ত্রয়ী শাসন বেশিদিন টেকেনি। অক্টেভিয়াস সিজার প্রথমে পরাজিত করেন লেপিডাসকে। এন্টনি মিশরের রাজকন্যা ক্লিওপেট্রাকে বিয়ে করে শক্তি সঞ্চয় করেছিলেন। কিন্তু তিনিও পরাজিত হন অক্টেভিয়াস সিজারের হাতে। এভাবে রোমান সম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হয়ে অক্টেভিয়াস সিজার অগাস্টাস সিজার উপাধি গ্রহণ করেন। অগাস্টাস সিজারের রাজত্বকালের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল খ্রিস্টধর্মের প্রবর্তক যীশুখ্রিস্টের জন্ম। অগাস্টাস সিজার ১৪ সালে মারা যান। ৪৭৬ খ্রিষ্টাব্দে রোমান সম্রাজ্যের পতন হয়। শেষ রোমান সম্রাট ছিলেন রোমিউলাস অগাস্টুলাস।
- রোমান রাজা কনস্টানটাইন দ্য গ্রেট খ্রিষ্টান ধর্মকে রাষ্ট্র ধর্মের মর্যাদা দেয়া হয়।
- রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে ০৬ B.C.তে।
- দর্শন: রোমের সবচেয়ে জনপ্রিয় দার্শনিক মতবাদের নাম 'স্টোয়িকবাদ'। এ দর্শনের উন্নয়নের পিছনে তিন ব্যক্তির বিশেষ ভূমিকা ছিল। এরা ছিলেন ধনী রোমান 'সেনেকা', অন্যজন এক দাস 'এপিকটেটাস' এবং শেষ ব্যক্তিত্ব হলেন রোমান সম্রাট 'মার্কাস অরেলিয়াস'। তাঁরা মনে করতেন, সুখ লাভ করার জন্য প্রয়োজন শৃঙ্খলা ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা এবং সত্যবাদী হওয়া।
- সাহিত্য: এ যুগের কবি হোরাস ও ভার্জিল যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। ভার্জিলের মহাকাব্য 'ঈনিড' বহুভাষায় অনূদিত হয়েছে। ওভিদ [তার বিখ্যাত পত্রকাব্য 'Heroides'] ও লিভি এ যুগের অন্য দুই খ্যাতিমান কবি। বিখ্যাত ইতিহাসবিদ ট্যাসিটাস এ যুগে রোমে জন্ম নিয়েছিলেন।
- স্থাপত্য ও ভাস্কর্য: রোমের একটি বিখ্যাত স্থাপত্য নিদর্শন হচ্ছে সম্রাট হাড্রিয়ানের তৈরি ধর্মমন্দির 'প্যানথিয়ন'। কলোসিয়াম নামে রোমে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় নাট্যশালা তৈরি হয়েছিল। এখানে একসাথে ৫৬০০ দর্শক বসতে পারত।
- আইন: রোমানদের সবচেয়ে বড় কৃতিত্ব আইনের ক্ষেত্রে। বার্জেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান সর্বপ্রথম সম্পূর্ণ রোমান আইন সংকলিত করেন। আইনের ক্ষেত্রে আধুনিক বিশ্ব সম্পূর্ণভাবে রোমান আইনের উপর নির্ভরশীল। সংকলন করা হয় ১২টি ব্রেঞ্জের পাত্রে।
বাইজেন্টাইন সাম্রাজ্যের অপর নাম হচ্ছে পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য। ইসলামী বিশ্বে এই সাম্রাজ্য 'রুম' নামে পরিচিত ছিল। রোমান সম্রাট প্রথম কন্সট্যান্টাইন [রাজত্বকাল: ৩০৬-৩৩৭ খ্রি.] ছিলেন প্রথম বাইজেন্টাইন সম্রাট। তিনিই ৩৩০ খ্রিষ্টাব্দে রোম থেকে তার রাজধানী বাইজেন্টিয়ামে সরিয়ে আনেন এবং এ শহরকে কনস্টান্টিনোপল নামে পুনর্গঠিত করেন।
ইনকা সভ্যতা
ইনকা সভ্যতা গড়ে উঠেছিল- দক্ষিণ আমেরিকায়। পেরুর দক্ষিণাংশে শক্তিশালী ইনকা সভ্যতার বিকাশ ঘটেছিল। ইনকা সভ্যতার ব্যাপ্তিকাল ছিল ১৪৩৮-১৫৩২ খ্রিষ্টাব্দ পর্যন্ত। ইনকা সভ্যতার শক্তিশালী সম্রাটগণ তাদের বাসস্থান হিসাবে মাচুপিচু নগরী গড়ে তুলেছিলেন। এই সভ্যতার কেন্দ্র ছিল আন্দিয়ান পর্বতমালা। Manco Capac কে ইনকা সাম্রাজ্যের/ সভ্যতার স্থপতি বলে। ইনকা সভ্যতা বর্তমান পেরু, ইকুয়েডর, বলিভিয়া, আর্জেন্টিনা ও চিলির একটি বড় অংশ জুড়ে বিস্তৃত ছিল।
হিট্রাইট সভ্যতা
এই সভ্যতার লোকেরা ১ম লোহার ব্যবহার শুরু করে। এরা বাস করত এশিয়া মাইনরে। এ অঞ্চলেই ১২০০ B.C. তে লৌহযুগের সূচনা হয়। হিট্রাইট সাম্রাজ্য পরিচালনা করে ১৬০০ - ১২০০ B.C. পর্যন্ত। ১৯০৬ সালে এশিয়া মাইনরের খননকালে হিট্রাইটের অস্তিত্ব পাওয়া যায়। [এশিয়া মাইনরের অপর নাম Anatolia]
মায়া সভ্যতা
মায়া সভ্যতা বিরাজমান ছিল বর্তমান যুগের মধ্য আমেরিকার এক বিস্তীর্ণ অঞ্চলজুড়ে। খ্রিষ্টপূর্ব ২০০০ অব্দে মেক্সিকোর জুকাটান উপদ্বীপ থেকে মায়া সভ্যতার যাত্রা শুরু, যা বর্তমানের গুয়েতেমালা, বেলিজ, এলসালভাদর এবং হন্ডুরাস জুড়ে প্রসারিত হয়েছিল।
প্রাচীন সভ্যতা মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রাচীন সভ্যতাগুলি আমাদের পূর্বপুরুষদের অসাধারণ জ্ঞান, দক্ষতা, এবং সৃজনশীলতার প্রমাণ। প্রাচীন সভ্যতা সম্পর্কে জানা আমাদের নিজেদের এবং আমাদের বিশ্ব সম্পর্কে আরও ভালভাবে বুঝতে সাহায্য করে।
প্রাচীন সভ্যতা
ð বিশ্ব
সভ্যতার যাত্রা শুরু হয় আনুমানিক খ্রিস্টপূর্ব
৫০০০ অব্দে। পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলো হলো-
০১. মেসোপটেমিয়া ০২. মিশরীয় ০৩. চৈনিক
০৪. সিন্ধু ০৫. ফিনিশীয় ০৬. পারস্য ০৭. হিব্রু ০৮.
গ্রিক ০৯. রোমান ১০. মায়া ১১. নারা ১২.
ইনকা
ð সভ্যতা: মানুষের চেষ্টার ফলে বিজ্ঞান ও কলাকৌশলগত নতুন নতুন আবিষ্কার ঘটে। সংস্কৃতির এই ধরনের উন্নতির অবস্থাকে সভ্যতা বলে।
ð প্রথম সভ্যতার সূচনা হয়- আগুন ও
হাতিয়ার ব্যবহারের ফলে
মেসোপটেমিয়া সভ্যতা
ð পৃথিবীর প্রাচীনতম সভ্যতা।
ð বর্তমান অবস্থান: ইরাক, ইরান, সিরিয়া, তুরস্ক
ও কুয়েতের কিছু অংশ।
ð গ্রিক 'মেসোপটেমিয়া' অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি/অঞ্চল।
ð 'মেসোপটেমীয়' এলাকার বেশির ভাগ বর্তমান কোন দেশে? – ইরাক।
ð গড়ে ওঠে টাইগ্রিস (দজলা) ও
ইউফ্রেটিস (ফোরাত) নদীর উর্বর তীরাঞ্চলে।
ð মেসোপটেমিয়ার অন্তর্ভুক্ত সভ্যতাঃ
১। সুমেরীয় সভ্যতা ২। ব্যাবিলনীয় সভ্যতা ৩। অ্যাসেরীয়
সভ্যতা ৪। ক্যালডীয় সভ্যতা ৫। আক্কাদায়ী সভ্যতা।
সুমেরীয় সভ্যতা (The Sumerian Civilization)
ð মেসোপটেমিয়ায় পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও প্রধান সভ্যতা গড়ে তুলেছিল- সুমেরীয়গণ।
ð সুমেরীয়দের আদিবাস ছিল- এলামের
পাহাড়ি অঞ্চলে।
ð আদি অবস্থান ছিল: ইরাকে
ð আনুমানিক ২০০০ খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে এলামীয় সম্প্রদায়ের মানুষের
আক্রমণে সুমেরীয় সত্যতার পতনের সূচনা হয়।
ð আয়ের মূল উৎস ছিল- কৃষি।
ð তারা উন্নত সেচ ব্যবস্থা গড়ে
তুলেছিল। সুমেরীয় সভ্যতার লোকেরা রোদে শুকানো ইট বা পোড়া ইট দিয়ে ঘরবাড়ি নির্মাণ করতেন।
ð তাদের তৈরি নগর দেবতার মন্দিরগুলিকে জিগুরাট বা স্বর্গের পাহাড় বলা হতো।
ð সুমেরীয় সমাজ ব্যবস্থায় ভূস্বামীদের
বলা হতো 'লুগাস'।
ð সুমেরীয়দের অবদানঃ সবচেয়ে বড় অবদান- 'চাকা'
(Wheel) আবিষ্কার (সর্বপ্রথম গাড়ি ও রথে চাকাব্যবহার করে)।
ð বর্গমূল ও ঘনমূল এর গাণিতিক পদ্ধতি আবিষ্কার করেন।
ð সিল মোহর তৈরি করেন।
ð পৃথিবীর প্রথম আইন Code Of
Ur-Nammu রচিত হয়।
ð চাঁদের আবর্তনের ভিত্তিতে চন্দ্রমাসের
প্রচলন। অর্থাৎ চন্দ্রপঞ্জিকার (Lunar Calendar) আবিষ্কার।
ð সর্বপ্রথম লিখন পদ্ধতি (চিত্রলিপি
ও কিউনিফর্ম লিপি) আবিষ্কার।
ð 'কিউনিফর্ম' (Cuneiform) হলো অক্ষরভিত্তিক বর্ণলিপি (৩২টি)।
ð কিউনিফর্মের বর্ণগুলো দেখতে কোন কোনটা ইংরেজি 'V' (ভি) অক্ষরের মতো মনে হতো।
ð এ সভ্যতায় প্রচলিত কিউনিফর্ম লিপির পাঠোদ্ধার করেন- স্যার হেনরি ক্রেসউইক রোলিনসন (১৮২৭ খ্রিস্টাব্দে)।
ð 'কিউনিফর্ম' লিপিতে সুমেরীয়দের
দ্বারা লেখা হয় বিখ্যাত মহাকাব্য 'গিলগামেশ'
(Gilgamesh)।
ð The oldest book of the world is- Gilgamesh
ð ৩০টি নগররাষ্ট্র নিয়ে প্রথম সম্রাজ্য প্রতিষ্ঠা করেন- ডুঙ্গি
ð নগররাষ্ট্রের প্রধানের পদবী
ছিল- পাতেশি
ব্যাবিলনীয় সভ্যতা (The Babylonian Civilization)
ð গড়ে তোলে: সিরিয়ার অঞ্চলের মরুভূমি অ্যামোরাইট জাতি।
আনুমানিক ২০৫০খ্রিষ্টাব্দ পূর্বাব্দে।
ð ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি অ্যামোরাইট নেতা হাম্মুরাবি (Hammurabi)।
ð তিনি ছিলেন- পৃথিবীর ১ম লিখিত আইন
প্রণেতা।
ð এই সভ্যতায় প্রণীত হয়েছিল- আইন সংক্রান্ত 'হাম্মুরাবি কোড'।
ð 'হাম্মুরাবি কোড' হলো- মোট ২৮২টি আইনের সংকলন
যা পৃথিবীর অন্যতম প্রাচীন লিখিত আইন সংকলন
হিসেবে পরিচিত। এই আইনের মূল কথা হলো
"An
eye for an eye"(
চোখের বদলে চোখ)
ð ব্যাবিলনীয়দের দৈনন্দিন জীবনে ব্যবহৃত ভাষা-'আক্কাদীয়ান ভাষা'।
ð বর্তমানে এই নিদর্শনগুলো সংরক্ষিত আছে- প্যারিসের ল্যুভর জাদুঘরে।
ð পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়- ব্যাবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে।
ð এটি ছিল ভ্রমণকারীদের পথ নির্দেশ করার জন্য সহজ-সরল প্রকারের মানচিত্র।
অ্যাসেরীয় সভ্যতা (The Assyrian Civilization)
ð গড়ে উঠে: ব্যাবিলন থেকে ২০০ মাইল উত্তরে
টাইগ্রিস নদীর তীরে
ð টাইগ্রিস নদীর তীরে 'আশুর'
নামে একটি সমৃদ্ধ শহর গড়ে উঠে।
ð ইতিহাসে অ্যাসেরীয়রা পরিচিত- সামরিক
রাষ্ট্র হিসেবে(গোলন্দাজ বাহিনী গঠনের কারণে) । তারাই প্রথমে লোহার অস্ত্রে সজ্জিত
বাহিনী গঠন করে এবং যুদ্ধরথের ব্যবহার
করে।
ð অ্যাসেরীয়রা বৃত্তকে ৩৬০০
তে ভাগ করে। ব্রোঞ্জের ভাস্কর্য
তৈরি করে।
ð পৃথিবীকে তারা সর্বপ্রথম অক্ষাংশ
এবং দ্রাঘিমাংশ (Latitudes and Longitudes) অনুযায়ী ভাগ করেছিলো।
ক্যালডীয় সভ্যতা (The Chaldean Civilization)
ð ক্যালডীয়দের অবদানঃ সপ্তাহকে ৭ দিনে বিভক্ত করে।
ভাগ্যে বিশ্বাসী ছিলেন।
ð প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টায়
ভাগ করা।
ð ১২টি নক্ষত্রপুঞ্জের সন্ধান পান তা থেকে ১২ টি রাশিচক্রের (12 Zodiac Circles) সৃষ্টি হয়।
ð ব্যাবিলন শহরকে কেন্দ্র করে গড়ে ওঠায় এ সভ্যতা পরিচিত হয়- 'নতুন ব্যাবিলনীয় সভ্যতা' নামে।
ð এ সভ্যতার স্থপতি ছিলেন- সম্রাট
নেবুচাদনেজার। তাঁর অমর কীর্তি- 'ব্যাবিলনের
শূন্য উদ্যান' (The Hanging Garden of Babylon) নির্মাণ। সম্রাজ্ঞীর উৎসাহে সম্রাট নগর দেওয়ালের উপর তৈরি করেছিলেন আশ্চর্য সুন্দর এক বাগান।
ð ব্যাবিলনের শূন্য উদ্যান- প্রাচীন সপ্তাশ্চর্যের একটি। 'ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান' কোন দেশে অবস্থিত?
–ইরাক।
মিশরীয় সভ্যতা
ð মিশরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে- খ্রিস্টপূর্ব
৫০০০ অব্দে নীল নদের তীরে।
ð এ সভ্যতা স্থায়ী হয়েছিল- ২৫০০ বছরেরও
বেশি।
ð গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস মিশরকে-
নীলনদের দান বলেছেন।
ð নীল নদের সর্প বলা হয়- মিশরের রাণী ক্লিওপেট্রাকে।
ð সমগ্র মিশরকে একত্রিত করেন-রাজা
মেনেস।
ð মেনেসের শাসনকালে রাজধানী ছিল- মেম্ফিস।
ð এ সভ্যতার অবদানঃ সবচেয়ে বড় অবদান
হলো- পিরামিড তৈরি।
ð মিশরের সবচেয়ে বড় পিরামিড মিশরের
রাজা ফারাও বা রাজা খুফুর পিরামিড।
ð এ পিরামিডে রাজা খুফুর সমাধি
অবস্থিত।
ð পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড- The Great Pyramid of Cholula (মেক্সিকো)।
ð মিশরীয়রা ছবি ও সংকেতের সাহায্যে
প্রচলন করেন- হায়ারোগ্লিফিকস
(Hieroglyphics) লিপি।
ð তাঁরা পাল তোলা বড় নৌকা, ১২ মাসে
বছর, ৩০ দিনে মাস, ৩৬৫ দিনে সাল গণনা,
মৃৎপাত্র তৈরির যন্ত্র, ঢাল-তলোয়ার, তীরধনুক প্রভৃতির প্রচলন করেন।
ð চিকিৎসা শাস্ত্রে প্রথম তারাই "মেটেরিয়া মেডিকা” বা ঔষধের তালিকা
প্রণয়ন করে।
ð জাহাজ নির্মাণ শিল্পের জন্য মিশর প্রসিদ্ধ ছিল।
ð গাছের বাকল থেকে তারা তৈরি করেন- 'প্যাপিরাস' নামক
কাগজ। প্যাপিরাস নলখাগড়া লিপি নামক জাতীয়
গাছের বাকল দিয়ে সাদা রঙের কাগজ তৈরি।
ð তাদের সবচেয়ে বড় কৃতিত্ব 'স্ফিংস'
তৈরিতে। বহুখণ্ড পাথরের গায়ে ফুটিয়ে তোলা হতো এ ভাস্কর্য।
ð মিশরের প্রথম নরপতি এবং পুরোহিত:
নরামার বা মেনেস (তিনি প্রথম ফারাও
মর্যাদা লাভ করে)।
ð ফারাও রাজাদের মৃতদেহ সংরক্ষণের জন্য তৈরি করা হয়- পিরামিড।
চৈনিক সভ্যতা/চীনা সভ্যতা
ð চৈনিক সভ্যতা গড়ে ওঠে- চীনের হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীর উর্বর অঞ্চলে।
ð চীনের সমাজব্যবস্থা বিভক্ত ছিল- চার
স্তরে। যথা- রাজা, বুদ্ধিজীবী, জনগণ, ক্রীতদাস।
ð চার স্তরের প্রথম স্তরে ছিল-রাজা।
ð চীনারা তাদের রাজাকে 'ঈশ্বরের পুত্র'(Son of God) মনে করত।
ð চীনা জনগোষ্ঠী মূলত মঙ্গোলীয় বংশোদ্ভূত।
ð চীনারা ব্রোঞ্জের ব্যবহার জানত।
ð তারা ঘোড়ায় টানা রথ ব্যবহার
করত।
ð ঘুড়ির উৎপত্তি- প্রাচীন চীনে।
ð কনফুসিয়াস ছিলেন চীনের সবচেয়ে প্রভাবশালী
দার্শনিক।
ð কনফুসিয়াসের দর্শন ধর্মে পরিণত হয় খ্রিস্টপূর্ব ২০৬ অব্দে।
ð চীনের মহাপ্রাচীর নির্মাণ
(দৈর্ঘ্য- ২১,১৯৬ কি.মি.)। এটি সর্ববৃহৎ স্থাপনা।
ð আইডিওগ্রাফ নামক লিখন পদ্ধতি উদ্ভাবন
করেন।
ð চীনা উপকথা অনুযায়ী প্রথম মানুষ-পানকু
ð প্রাচীনতম দার্শনিক ছিলেন - লাউস/লাওৎসে।
ð প্রাচীন চীনের বিখ্যাত সমর নায়ক, যুদ্ধকৌশলী ও দার্শনিক হলেন-সুন সু (Sun Tzu)
ð চীনা রাজবংশের সবচেয়ে পুরাতন রাজবংশ - শাং রাজবংশ।
সিন্ধু সভ্যতা
ð বর্তমান পাকিস্তানের উত্তর-পূর্ব থেকে প্রবাহিত হয়েছে বিশাল সিন্ধু নদ যা দক্ষিণে আরব সাগরে পতিত হয়েছে।
ð সিন্ধু নদের উত্তর-পূর্বে পাঞ্জাবে
ছিল হরপ্পা নগরীর অবস্থান।
ð আর দক্ষিণে লারকানা জেলায় সিন্ধু
নদীর উপনদী 'রাভীর' তীরে গড়ে ওঠে মহেঞ্জোদারো (অর্থ-মৃতের ঢিবি) নগরী।
ð এ সভ্যতা গড়ে ওঠে- পাকিন্তানের
বিশাল সিন্ধু নদের তীরে হরপ্পা ও মহেঞ্জোদারো
(Mohenjo Daro) এবং আরো ছোটবড় একশত শহর ও গ্রাম নিয়ে।
ð মহেঞ্জোদারো অর্থ- মৃতের ঢিবি।
মহেঞ্জোদারোতে পাওয়া গেছে- গোসলখানা।
ð সিন্ধু সভ্যতা (Sindh Civilization) ছিল- তাম্র/ব্রোঞ্জ যুগীয় সভ্যতা (৩৫০০ খ্রিস্টপূর্বাব্দ)।
ð এ সভ্যতা প্রতিষ্ঠা করেন- দ্রাবিড়গণ।
নগরীটি গড়ে ওঠে- সিন্ধুর উপনদী ইরাবতীর তীরে।
ð সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন- জন
মার্শাল, দয়ারাম সাহনী এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
ð ১৯২২ সালে প্রত্নতত্ত্ববিদরা মাটি খুঁড়ে এ সভ্যতার
নিদর্শন দেখতে পান।
ð মাটি খুঁড়ে খোঁজ পাওয়া প্রথম নগরীটির
নাম--হরপ্পা।
ð খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে উত্তর-পশ্চিম দিক থেকে আগত আর্যদের আক্রমণে এই
সভ্যতা ধ্বংস হয়ে যায়।
ð সিন্ধু সভ্যতার অবদান- পরিমাপন
পদ্ধতি। যেমন- ওজন পরিমাপের জন্য বাটখারা
এবং দৈর্ঘ্য পরিমাপের জন্য স্কেলের ব্যবহার।
ð হরপ্পা শহরটি গড়ে উঠে: উত্তর পূর্ব পাঞ্জাবে সিন্ধু
নদের উপনদী রাভী'র তীরে। হরপ্পার বর্তমান
অবস্থান- পাকিস্তানে।
ð মহেঞ্জোদারো শহরটি গড়ে উঠে: সিন্ধু নদের তীরে।
ð সভ্যতার ইতিহাসে প্রথম পরিকল্পিত নগরায়নের ধারণা দেয়-সিন্ধু সভ্যতা ।
ð অর্থনৈতিক অবস্থা ছিল - কৃষি নির্ভর।
ð প্রধান বৈশিষ্ট্য ছিল - পয়ঃনিষ্কাশন
ব্যবস্থা।
ফিনিশীয় সভ্যতা
ð ফিনিশীয় সভ্যতা গড়ে উঠে লেবানন
ও ভূ-মধ্যসাগরের মাঝামাঝি অঞ্চলে।
ð আলেকজান্ডারের হাতে ফিনিশীয়দের পতন ঘটে।
ð সভ্যতার ইতিহাসে তাদের পরিচয় হলো- শ্রেষ্ঠ নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে।
ð এদের মূল পেশা ছিল- বাণিজ্য।
ð ফিনিশীয় নাবিকরা ধ্রুবতারা
(Pole star) দেখে রাতে জাহাজ চালাতে পারতেন। এ কারণে ধ্রুবতারার অপর নাম- ফিনিশীয় তারা।
ð এরা উদ্ভাবন করে-২২টি ব্যঞ্জনবর্ণের
সমন্বয়ে ফিনিশীয় বর্ণমালা (Phoenician alphabet)।
ð আধুনিক বর্ণমালার সূচনা এখান থেকেই। এরা কালি, কলম, কাগজের ব্যবহার জানত।
ð ২০০৫ সালে ইউনেস্কো ফিনিশীয় ভাষাকে 'Intermational
Documentary Heritage' হিসেবে 'Memory
of the World Register' এ নিবন্ধিত করে।
পারস্য সভ্যতা
ð পারস্য (বর্তমান ইরান) সভ্যতা-খ্রিস্টপূর্ব
২০০০ অব্দে মরুভূমির উত্তরেববিস্তীর্ণ
উর্বর ভূমিতে আর্যরা গড়ে তোলেন।
ð তাদের প্রধান অবদান হলো- দক্ষ ব্যবস্থাপনা
গড়ে তোলা।
ð পারস্যরা লিপি লিখনে ৩৯টি কিউনিফর্ম
ব্যবহার করত। দিনপঞ্জি আবিষ্কার করেন
সম্রাট দারিয়ুস।
ð দারিযুস ছিলেন- পারস্যের বিখ্যাত সম্রাট।
পারস্য সভ্যতার অপর নাম- একমেনিড সভ্যতা।
ð পারস্যরা সর্বশক্তিমান প্রভুকে বলত আহুরা মাজদা।
ð জরথুন্ত্র নামক ধার্মিক ও দার্শনিক নতুন ধর্ম জরথুস্ট্রবাদ প্রবর্তন করেন।
ð খ্রিস্টপূর্ব ৩৩০ অব্দে গ্রিক
বীর আলেকজান্ডার পারস্য দখল করেন।
ð এই সভ্যতা গড়ে তোলেন আর্যরা।
এই সভ্যতার অপর নাম অ্যাকামেনিড সভ্যতা
।
ð পারস্যের ইতিহাসে সবচেয়ে সফল শাসক ছিল সম্রাট দারিয়ুস ।
হিব্রু সভ্যতা
ð প্যালেস্টাইনের জেরুজালেম নগরীকে কেন্দ্র করে হিব্রু
সভ্যতার বিকাশ ঘটেছিল।
ð হিব্রু মূলত একটি সেমেটিক ভাষার
নাম, এটি কোন জাতির নাম নয়।
ð তবে হিব্রু অর্থ 'নিচ বংশের লোক'
বা 'যাযাবর'।
ð বর্তমান ইসরাইলের অধিবাসীরা
হচ্ছে হিব্রুদের বংশধর।
ð জেরিকো শহরটি ইসরাইলে অবস্থিত। এখানে
নগর সভ্যতার পত্তন হয়েছিল।
ð হিব্রুদের প্রধান অবদান- ধর্মের
ক্ষেত্রে। হিব্রুরা ছিল ইহুদি ধর্মাবলম্বী।
বিশ্বে একেশ্বরবাদের কথা ব্যাপকভাবে প্রচার
করে।
গ্রিক সভ্যতা
ð ইউরোপ মহাদেশের গ্রিস অঞ্চলটিতেই ইউরোপের ইতিহাস প্রথম সভ্যতার উন্মেষ ঘটে।
ð গ্রিক সভ্যতা দুই ভাগে বিভক্ত।
যথা- ক্রিট দ্বীপের মিনোয়ান সভ্যতা (৩০০০-১৪০০
খ্রিস্টপূর্ব পর্যন্ত) ও গ্রিসের মূল ভূখণ্ডের দক্ষিণ অঞ্চলের ইজিয়ান সভ্যতা (১৬০০-১১০০ খ্রিস্টপূর্ব পর্যন্ত)।
ð রোমানরা 'হেলাস' দেশকে গ্রিক নামে রূপান্তরিত করে।
ð গ্রিসের লোকেরা অতীতে নিজেদেরকে- 'হেলেনিক'
বলত। আর হেলেনিস্টিক সংস্কৃতির জন্ম
হয়- মিশরের আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে
গ্রিক সভ্যতার সাথে অন্য সংস্কৃতির মিশ্রণে।
ð গ্রিক সভ্যতা মূলত- স্পার্টা ও
এথেন্সকেন্দ্রিক।
ð নগররাষ্ট্র দুটোর মধ্যে স্পার্টা
ছিল-সামরিক নগররাষ্ট্র।
ð এথেন্স ও স্পার্টার মধ্যে সংগঠিত লোমহর্ষক যুদ্ধের
নাম ছিলো- পেলোপনেসিয়ার যুদ্ধ
(Pelopennsian war)। এ যুদ্ধে পতন ঘটে এথেন্সের।
ð নগররাষ্ট্র 'এথেন্স'-এ সূচিত
হয়- পৃথিবীর 'প্রাচীনতম গণতন্ত্র'। তাই
গ্রিসকে বলা হয়- 'গণতন্ত্রের সূতিকাগার'।
ð এথেন্সের গোত্রপ্রধানদের নিয়ে গঠিতসংসদকে
বলা হত- 'এরিওপেগাস'।
ð প্রাচীন গ্রিসে যে অসংখ্য নগর রাষ্ট্র গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম ছিল-
স্পার্টা এবং এথেন্স
ð স্পার্টা ও এথেন্স উভয় দেশ একে অন্যের শত্রু ছিল।
ð এথেন্স তার বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে একটি জোট গঠন করে যার নাম- ডেলিয়ান লীগ
ð স্পার্টা তার বন্ধু রাষ্ট্রগুলো নিয়ে যে জোট গঠন করে তার নামপেলোপনেসীয় লীগ।
ð এই ২ জোটের মধ্যে যে যুদ্ধ হয় তার নাম- পেলোপনেসীয় যুদ্ধ (খ্রিস্টপূর্ব ৫ম শতকে)
ð প্রাচীন গ্রীসে প্রথম গণতন্ত্রের সূচনা হয়- এথেন্সে। এথেন্সে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করেন- পেরিক্লিস।
@ ট্রয় নগরী
ð ইতিহাস বিখ্যাত ট্রয় নগরীর রাজপুত্র
প্যারিস, স্পার্টার রাজা মেনেলাউসের
স্ত্রী হেলেনকে পালিয়ে নিয়ে আসলে ট্রয় যুদ্ধ শুরু হয়।
ð ট্রয় নগরীর সাথে মহাবীর হেক্টরের
বীরত্ব ও আত্মত্যাগের ইতিহাস জড়িয়ে
রয়েছে।
ð সুন্দরী হেলেনকে কেন্দ্র করে
সংঘটিত এ যুদ্ধে হেক্টরকে পরাস্ত করে গ্রিকরা
ট্রয় নগরী দখল করে।
ð খ্রিস্টপূর্ব ১১৯৪-১১৮৪ সালে সংঘটিত
ট্রয়ের যুদ্ধে এই নগরী ধ্বংস হয়।
ð ট্রয় নগরী ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী
স্থান।
ð ১৮৭০ সাল থেকে খননের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত ট্রয়কে খুঁজে বের করেন জার্মান ব্যবসায়ী ও প্রত্নতত্ত্ববিদ হাইনরিশ শ্লিমান।
ð ব্রোঞ্জ যুগের এক প্রসিদ্ধ শহর ট্রয়। এজিয়ান সাগরের উপকূলে অবস্থিত
এ শহর জড়িয়ে আছে মানব সভ্যতার সূচনা এবং বিস্তারের সঙ্গে। খ্রিস্টপূর্ব ৩০০০ সালের দিকে গড়ে ওঠে এ নগরী। হোমারের গল্পের মাধ্যমে পরিচিত হয়ে ওঠে পৃথিবীর
ইতিহাসের অন্যতম এক যুদ্ধের সঙ্গে।
ð এই যুদ্ধ পরিচিত ট্রোজান যুদ্ধ
নামে, যা স্থায়ী হয়েছিল দীর্ঘ দশ বছর।
গ্রিসের ঐতিহাসিক শহরটির নাম স্পার্টা।
ð গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে? - প্রাচীন গ্রীস।
ð ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? – তুরস্কে।
@ দর্শনশাস্ত্র
ð সাংস্কৃতিক উন্নয়নে বিশ্ব সভ্যতায় গ্রিকদের সবচেয়ে বড় অবদান ছিল দর্শন চর্চায়।
ð দার্শনিক সক্রেটিস ছিলেন এ
সভ্যতার-শ্রেষ্ঠ দার্শনিক। তিনি যুক্তিবাদী দর্শন প্রবর্তন করেন।
ð সক্রেটিসকে হেমলক বিষ পানে হত্যা করা হয়।
ð Republic' গ্রন্থের লেখক প্লেটো ছিলেন-
সক্রেটিসের শিষ্য।
ð প্লেটো খ্রিস্টপূর্ব ৩৮৫ সালে দর্শনের স্কুল একাডেমিয়া (Akademia) প্রতিষ্ঠা করেন।
ð গ্রিসের চার বিখ্যাত গুরু-শিষ্য SPAA (S = সক্রেটিস P =প্লেটো A = এরিস্টটল A = আলেকজান্ডার)
ð প্লেটোর ছাত্র ছিলেন- এরিস্টটল।
ð এরিস্টটল The Politics, The Ethics, The Logic গ্রন্থের লেখক এরিস্টটল প্রতিষ্ঠা করেন- লাইসিয়াম (Lyceum)।
ð তিনি ছিলেন- গ্রিক বীর আলেকজান্ডারের
শিক্ষক।
ð থ্যালেস ছিলেন- গ্রিক সভ্যতার বিখ্যাত দার্শনিক।
@ ইতিহাস - হেরোডোটাস প্রথম তাঁর Histories গ্রন্থে 'History' শব্দ ব্যবহার করেন। তাঁকে বলা হয়
ইতিহাসের জনক।
@ বিজ্ঞান - বিখ্যাত গণিতবিদ 'পিথাগোরাস'
এবং চিকিৎসাবিজ্ঞানী 'হিপোক্রিটাস' ঐ সময়ের
গ্রিসের বিজ্ঞানী।
@ খেলাধুলা - গ্রিসে প্রাচীন অলিম্পিক
শুরু হয়- ৭৭৬ খ্রিস্ট পূর্বাব্দে।
@ সাহিত্য ও সংস্কৃতি
প্রাচীন গ্রিসের মহাকবি হোমার রচনা করেছেন- 'ইলিয়ড' ও 'ওডিসি' নামক দুটি মহাকাব্য।
গ্রিক পুরাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ট্রয়
যুদ্ধের অবলম্বনে রচিত।
গ্রিক কবি হোমারের ইলিয়াড মহাকাব্য থেকে ইজিয়ান
সভ্যতার তথ্য পাওয়া যায়।
বিয়োগান্ত নাটকের জনক এসকাইলাস এ সময়ের। তাঁর নাটক রমিথিউস বাউন্ড, আগামেমনন।
গ্রিকরা দেবদেবীতে বিশ্বাসী ছিল। গ্রিকদের প্রধান দেবতা ছিল জিউস। অন্যান্য
দেবতাদের মধ্যে-
বিবাহের
দেবী |
'হেরা' (জিউসের বোন ও স্ত্রী) |
সূর্য,
চিকিৎসা ও সঙ্গীতের দেবতা |
'অ্যাপোলো' |
ভালবাসা
ও সৌন্দর্যের দেবী |
'অ্যাফ্রোদিতি' |
শিকার
ও উর্বরতার দেবী |
'আরটেমিস' |
কৃষি দেবী |
'ডিমিটার' |
যুদ্ধ দেবতা |
'এরিস' |
মিনোয়ান সভ্যতা - আর্থার ইভান্স
১৮৯৯ সালে ক্রিট সভ্যতার ধ্বংসাবশেষ খোঁড়াখুঁড়ি করে আবিষ্কার করেন এ সভ্যতা। খ্রিস্টপূর্ব
২৫০০ অব্দে প্রতিষ্ঠিত হয়- রাজধানী 'ক্লসস'।
এ নগরী খ্রিস্টপূর্ব ১৪০০ অব্দে আগুনে পুড়ে
যায়।
ইজিয়ান সভ্যতা - এই সভ্যতাটি ইউরোপের ইজিয়ান সাগরের নিকটবর্তী
দ্বীপকে কেন্দ্র করে এ সভ্যতার গোড়াপত্তন ঘটে। এ সময়ে লিখন পদ্ধতি আবিষ্কৃত হয় এবং রঙিন দেয়ালচিত্র ও মৃৎশিল্পের সন্ধান পাওয়া যায়।
রোমান সভ্যতা
ð ইতালির রোমকে কেন্দ্র করে খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে ইতালির টাইবার নদীর দক্ষিণ তীরে প্রাচীন যুগে বিখ্যাত
রোমান সভ্যতার সূত্রপাত হয়। সাতটি পর্বতের
মধ্যবর্তী সমতল ভূমি নিয়ে রোম নগরী গঠিত হয়। তাই রোম নগরী পরিচিত সাত পাহাড়ের নগরী হিসেবে।
ð এটি ছিল নগরকেন্দ্রিক সভ্যতা।
@ জুলিয়াস সিজার:
ð ইতালির রোমকে কেন্দ্র করে খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে ইতালির টাইবার নদীর দক্ষিণ
তীরে প্রাচীন যুগে বিখ্যাত রোমান সভ্যতার সূত্রপাত হয়। জুলিয়াস সিজার ছিলেন- রোমের সম্রাট। জুলিয়াস সিজার সহজে ব্রিটেন দখল করে বলেছিলেন, 'Veni, Vidi, Vici' যার অর্থ 'এলাম, দেখলাম ও জয় করলাম'।
ð রোমান সম্রাট ও রোমান প্রজাতন্ত্রের একনায়ক হিসেবে খ্যাত জুলিয়াস সীজার
খ্রিস্টপূর্ব ১০০ অব্দে রোমের Subura নামক
স্থানে জন্মগ্রহণ করেন। তিনি খ্রিস্টপূর্ব ৪৪
অব্দে মারা যান।
ð মহাবীর জুলিয়াস সিজারের ভাগ্নে
ছিলেন- অগাস্টাস সিজার। জুলিয়াস সিজারের
কোন ছেলে না থাকায় তিনি ভাগ্নে অগাস্টাস সিজারকে তার উত্তরাধিকার মনোনয়ন করেন।
@ অগাস্টাস সিজার:
ð রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট
ছিলেন অগাস্টাস সিজার। ৪৪ খ্রিস্টপূর্বাব্দে
জুলিয়াস সিজার নিহত হলে ক্ষমতা আসে অক্টোভিয়াসের
হাতে। ক্ষমতা গ্রহণের পর দেশে চলমান নানা গোলযোগ খুবই দক্ষতার সাথে মোকাবিলা করেন।
ð খ্রিস্টপূর্ব ২৭ অব্দে রোমে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন অগাস্টাস সিজার। অগাস্টাস সিজারের আসল নাম
ছিল- গাইয়াস অক্টাভিয়াস।
ð রাজতন্ত্র প্রতিষ্ঠা করলেও প্রথমদিকে নিজেকে সম্রাট বলেননি সিজার। শেষ জীবনে
এসে তিনি নিজের রোমের প্রথম সম্রাট দাবী করেন।
ð অগাস্টাস সিজারের শাসনামলে- যিশু
খ্রিস্ট জন্মগ্রহণ করেন। কিংবদন্তি ল্যাটিন রাজা রোমিউলাস এই নগরীর পত্তন করেন তাই তাঁর নামানুসারে তিনি নগরটির নামকরণ
করেন রোম।
@ আইন সংকলন:
ð রোমানদের সবচেয়ে বড় কৃতিত্ব- আইনের
ক্ষেত্রে। 'বার বিধি' (The Twelve
Tables) কে রোমান আইনের ভিত্তি বলা
হয়।
ð ১২টি ব্রোঞ্জের পাতে 'বার বিধি'
(The Twelve Tables) রোমান আইন সংকলন করেন।
ð সর্বপ্রথম রোমান আইন সংকলন করেন- সম্রাট
জাস্টিনিয়ান।
@ প্রথম কনস্ট্যান্টাইন:
ð বাইজেন্টাইন সাম্রাজ্যের অপর নাম হচ্ছে পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য। ইসলামী বিশ্বে এই নাম সাম্রাজ্য 'রোম' নামে পরিচিত ছিল।
ð রোমান সম্রাট প্রথম কনস্ট্যান্টাইন
ছিলেন প্রথম বাইজেন্টাইন সম্রাট।
ð তিনিই ৩৩০ খ্রিস্টাব্দে রোম
থেকে তার রাজধানী বাইজেন্টাইনে সরিয়ে
আনেন এবং এ শহরকে কনস্ট্যান্টিনোপল নামে
পুনর্গঠিত করেন। ৪৭৬ খ্রিস্টাব্দে জার্মানদের
নিকট রোমান সাম্রাজ্যের পতন ঘটলেও এর পূর্বাঞ্চল
বাইজেন্টাইন নামে অক্ষত থেকে যায়।
ð কনস্ট্যান্টিনোপল কেন্দ্র করে ১৪৫৩ সাল পর্যন্ত বাইজেন্টাইন সাম্রাজ্য বজায়
ছিল।
ð তুর্কি সুলতান দ্বিতীয় মেহমেদ আল
ফাতিহের নিকট কনস্ট্যান্টিনোপলের পতন ঘটে।
মায়া সভ্যতা
ð খ্রিস্টপূর্ব ১০০০ অব্দে মধ্য আমেরিকার বর্তমান বেলিজে মায়া সভ্যতার সবচেয়ে
প্রাচীন নিদর্শন পাওয়া যায়।
ð মধ্য আমেরিকার মেক্সিকো, গুয়েতেমালা,
হন্ডুরাস, এল সালভাদরের ১০০০ কিলোমিটার জুড়ে ছিল মায়া
সভ্যতা।
ð জ্যোতির্বিদ্যা, গণিত, সৌর ক্যালেন্ডার
প্রণয়ন, পাথরের মন্দির নির্মাণ এ সভ্যতার নিদর্শন।
নারা সভ্যতা
ð খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে জাপানে
এ সভ্যতা দেখা দেয়।
ð বৌদ্ধদের প্রভাবিত বৌদ্ধ সংস্কৃতির
উৎকর্ষ ছিল এ সভ্যতার প্রধান সভ্যতা বিষয়।
ð এ সময় বৌদ্ধ সংস্কৃতির উৎকর্ষ সাধিত হয় এবং প্যাগোডা নির্মিত হয়।
ইনকা সভ্যতা
ð পেরুর দক্ষিণাঞ্চলে (দক্ষিণ আমেরিকা) এ সভ্যতার
বিকাশ ঘটে।
ð ব্যাপ্তিকাল ছিল: ১৪৩৮-১৫৩৩।
ð এ সভ্যতার সম্রাটগণ তাদের বসবাসের জন্য মাচু-পিচু নগরী তৈরি করেন।
ð এটিকে সবচেয়ে আধুনিক সভ্যতা বিবেচনা
করা হয়।
ð ইনকা সভ্যতার সর্বশ্রেষ্ঠ আবিষ্কার জলের সাহায্যে সেচ পদ্ধতি।
ð ইনকা সভ্যতার সরকারি নাম- ক্যাচুয়া।
দক্ষিণ আমেরিকায় গড়ে ওঠা ইনকা সভ্যতার স্থপতি ছিলেন মানকো কাপেন।
অ্যাজটেক সভ্যতা
ð উৎপত্তিস্থল ও বর্তমান অবস্থান - মেক্সিকো
ও গুয়েতেমালা। সাল -১৩ শতকে
ð অবদান - কৃষি প্রধান ও ধর্ম নিরপেক্ষ।
আকসুম সভ্যতা
ð উৎপত্তিস্থল ও বর্তমান অবস্থান - আফ্রিকার ইথিওপিয়া, সুদান, ইরিত্রিয়া ও এশিয়ার ইয়েমেনে।
ð সাল – আবিষ্কৃত হয়: ২০১৯ সালে।
ð অবদান - নগর
ও বাণিজ্য কেন্দ্র।
ð সম্পর্ক ছিল: রোম, চীন ও প্রাচীন
পারস্যের সাথে।
ð বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড কোন দেশে রয়েছে? – সুদান।
ð পারস্যের বর্তমান নাম কী? – ইরান।
প্রাচীনকালের বিখ্যাত ব্যক্তিবর্গ
@ হেরোডোটাস - ঐতিহাসিক হেরোডোটাস ইতিহাসের জনক
হিসেবে খ্যাত। তিনি সর্বপ্রথম History শব্দটি
ব্যবহার করেন। তার রচিত বই-এর নাম 'ইতিবৃত্ত'
(Histories).
@ হাম্বুরাবি - ব্যাবিলনের রাজা ছিলেন। তাঁর
অধীন লোকদের কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে রাখার লক্ষ্যে আইন প্রণয়ন করে ‘Code of Hammurabi' নামে একটি বিশাল বই রচনা
করেন। ২৮২ ধারা বিশিষ্ট এ আইন গ্রন্থটি
পৃথিবীর প্রথম আইন গ্রন্থ হিসেবে স্বীকৃত।
@ ক্লিওপেট্রা - দ্বাদশ টলেমীর কন্যা ছিলেন ক্লিওপেট্রা।
সর্পদংশনে আত্মহত্যা করেন। তিনি 'সার্পেন্ট
অব নাইল' নামে পরিচিত।
@ ডেভিড - ইসরাইলের প্রাচীন রাজা। ফিলিস্তিনি বীর গোলিয়াথকে পরাজিত করে তিনি খ্রিস্টপূর্ব ১০০০ অব্দে জেরুজালেমে
ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তিনি ইসলাম ধর্ম অনুযায়ী নবী হযরত দাউদ (আঃ)।
@ নেবুচাঁদনেজার - খ্রিস্টপূর্ব ৬০৫-৫৬২ সময়ে
তিনি ছিলেন ব্যাবিলনের সম্রাট। এসময়ে তিনি তাঁর স্ত্রীর মনোরঞ্জনের জন্য 'ব্যাবিলনের শূন্য উদ্যান' তৈরি করেন।
জেনে রাখুন
@ আলেকজান্দ্রিয়া - মিশরের আলেকজান্দ্রিয়ায় হেলেনিস্টিক
সভ্যতা গড়ে উঠেছিল। হেলেনিস্টিক সভ্যতা গড়ে তোলেন ম্যাসিডোনিয়ার অধিপতি আলেকজান্ডার
দ্যা গ্রেট।
@ জাভা মানব - ১৮৯১ সালে ইন্দোনেশিয়ার অন্তর্গত পূর্ব জাভায় প্রাগৈতিহাসিক
মানুষের খুলি আবিষ্কৃত হয়। এই আদি মানবের
নাম দেওয়া হয় 'জাভা মানব'।
@ পিকিং মানব - বর্তমান বেইজিং বা পিকিং-এর
নিকট পাওয়া প্রাগৈতিহাসিক মানুষের মাথার খুলিকে 'পিকিং মানব' বলা হয়।
@ হাইডেলবার্গ মানব - জার্মানির হাইডেলবার্গ
বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক আদি মানবের নিচের চোয়াল আবিষ্কার করেন। এই আদি মানবের
নাম দেওয়া হয় 'হাইডেলবার্গ মানব'।
আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ MCQ প্রশ্ন উত্তর অনুশীলন
১. মানব সভ্যতা শুরু হয় কী দিয়ে ? [৮ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা: ০৮ ]
- শিল্প থেকে
- আগুনের ব্যবহার থেকে
- জঙ্গল থেকে
- কৃষি থেকে
২. মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে ? [ঢাবি (চ ইউনিট): ১৫-১৬ ]
- লোহা
- পিতল
- তামা
- ব্রোঞ্জ
৩. আধুনিক সভ্যতার ভিত্তি কোনটি ? [কৃষি প্রশিক্ষণ একাডেমির নার্স: ১৯ ]
- স্বর্ণ
- ব্রোঞ্জ
- তাম্র
- লৌহ
৪. প্রথম কোথায় লোহা আবিষ্কৃত হয় ? [গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার: ১৩ ]
- গ্রিসে
- এশিয়া মাইনরে
- ইতালিতে
- মিশরে
৫. জাভা মানব কোথায় পাওয়া যায় ? [কুবি (মানবিক): ০৮-০৯ ]
- ইন্দোনেশিয়ায়
- জার্মানিতে
- চীনে
- ভারতে
৬. হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায় ? [কুবি (বিবিএ): ০৮-০৯ ]
- ইতালিতে
- জার্মানিতে
- ভারতে
- চীনে
৭. প্রায় সম্পূর্ণ 'অস্ট্রালোপিতিসিন্স লুসি'র কংকাল ১৯৭৪ সালে নিচের কোন দেশে আবিষ্কৃত হয় ? [মেডিকেল: ০৯-১০ ]
- কেনিয়া
- ইরিত্রিয়া
- ইথিওপিয়া
- তানজানিয়া
৮. সংস্কৃতি হলো একটি – [ঢাবি (খ ইউনিট): ০৪-০৫ ]
- বিনোদন মাধ্যম
- জীবন প্রণালি
- শিল্পকলা
- নাট্যকলা
৯. সংস্কৃতি বলতে কি বোঝায় ? [থানা ও জেলা সমাজসেবা অফিসার: ৯৯ ]
- উন্নত জীবন-যাত্রা
- সার্বিক জীবনাচরণ
- মার্জিত আচরণ
- শিল্প ও সাহিত্য
১০. সংস্কৃতি বলতে কোনটিকে বোঝায় ? [জাবি (নাটক ও নাট্যতত্ত্ব): ১৩-১৪ ]
- সিনেমা
- নাচ ও গান
- প্রতিটি মানুষের ব্যক্তিগত আচরণ সমষ্টি
১১. নিম্নের কোনটি সর্বজনীন সাংস্কৃতিক উপাদান নয় ? [শাবিপ্রবি (অ ইউনিট): ১১-১২] ]
- ভাষা
- কম্পিউটার
- সুনামি
- বাসস্থান
১২. বস্তুগত সংস্কৃতির উদাহরণ নয় [শাবিপ্রবি (বি ইউনিট): ০৬-০৭ ]
- ঘরবাড়ি
- মোবাইল সেট
- ভাষা
- কম্পিউটার
১৩. বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা (oldest civilization) কোথায় গড়ে উঠেছিল ? [৪৫তম বিসিএস / ২৪তম বিসিএস ]
- মেসোপটেমীয়
- মিশরীয়
- চৈনিক
- পারসিক
১৪. কোন সভ্যতাটি প্রাচীনতম ? [বিসিক এর প্রমোশন অফিসার: ২১ ]
- গ্রিক সভ্যতা
- সিন্ধু সভ্যতা
- সুমেরীয় সভ্যতা
- মিশরীয় সভ্যতা
১৫. কোনটি সবচেয়ে প্রাচীন সভ্যতা ? [ডাক বিভাগের উপজেলা পোস্টমাস্টার: ১৬ ]
- মিশরীয়
- গ্রিক
- চৈনিক
- পারস্য
১৬. মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কোথায় ? [ ৩৯তম বিসিএস (বিশেষ) ]
- ইয়াংসিকিয়াং নদীর তীরে
- টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
- নীলনদের তীরে
- হোয়াংহো নদীর তীরে
১৭. দজলা ও ফোরাত নদীর অববাহিকায় কোন সভ্যতা গড়ে উঠেছে ? [জবি (ই ইউনিট): ১৬-১৭ ]
- মিশরীয় সভ্যতা
- মেসোপটেমীয় সভ্যতা
- ইনকা সভ্যতা
- সিন্ধু সভ্যতা
১৮. ৬. 'মেসোপটেমিয়া' এলাকার বেশির ভাগ বর্তমান কোন দেশে ? [১৮তম বিসিএস ]
- ইরাক
- ইরান
- তুরস্ক
- সিরিয়া
১৯. মেসোপটেমিয়ার বর্তমান নাম কি ? [কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা : ২১ ]
- সিরিয়া
- মরক্কো
- ইরাক
- লেবানন
২০. আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক ও কুয়েত- এই রাষ্ট্রগুলো প্রাচীন কোন সভ্যতার অংশ ? [ ঢাবি (খ ইউনিট) ১৩-১৪]
- মিশরীয় সভ্যতা
- মেসোপটেমীয় সভ্যতা
- সিন্ধু সভ্যতা
- রোমান সভ্যতা
২১. সেচ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি ? [ জাবি (নৃবিজ্ঞান বিভাগ) : ০৯-১০ ]
- সিন্ধু
- গ্রিক
- রোমান
- মেসোপটেমীয়
২২. সভ্যতার সূত্রপাত হয় কোন জাতিগোষ্ঠীর মাধ্যমে ? [ রাবি ( আই ইউনিট) : ১৪-১৫]
- ব্যবিলন
- সুমেরীয়
- মিশর
- চীন
২৩. সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল ? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (শীতলক্ষ্যা): ১৩ ]
- মেসোপটেমিয়ায়
- পারস্যে
- মিশরে
- রাশিয়ায়
২৪. কিউনিফর্ম কী ? [রাবি (এ ইউনিট) : ১৯-২০ ]
- জ্যামিতিক নকশা
- লিখন পদ্ধতি
- চৈনিক অক্ষর
- পাথর নকশা
২৫. কিউনিফর্ম কী ? [জাককানইবি (এ ইউনিট): ১৯-২০ ]
- মিশরীয় লিপি
- ফিনিশীয় লিপি
- সুমেরীয় লিপি
- গ্রিক লিপি
২৬. পাঠোদ্ধারকৃত সর্বপ্রাচীন লিপির নাম ? [ চবি (চ ইউনিট ) : ১২-১৩ ]
- ফারসি লিপি
- হায়ারোগ্লিফিক্স লিপি
- কিউনিফর্ম লিপি
- হিব্রু লিপি
২৭. কোন মহাকাব্যটি 'কিউনিফর্ম' লিপিতে রচিত ? [ইবি (বি ইউনিট) : ০৯-১০ ]
- শাহনামা
- গিলগামেশ
- রামায়ন
- মহাশ্মশান
২৮. প্রথম 'চাকা' এর ব্যবহার প্রচলন করে- [ রাবি (ইতিহাস বিভাগ) : ০৮-০৯ ]
- মিশরীয়রা
- সুমেরীয়রা
- ব্যাবিলনীয়রা
- ক্যালডীয়রা
২৯. ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা কে ? [রাবি (আইন বিভাগ ) : ০৫-০৬ ]
- জুলিয়াস সিজার
- সম্রাট আলেকজান্ডার
- হাম্বুরাবি
- এরিস্টটল
৩০. আইন সংক্রান্ত হাম্বুরাবি কোড কোন সভ্যতার সময়ে প্রণীত হয়েছিল ? [চবি (ই ইউনিট) : ১৩-১৪ ]
- ব্যাবিলনীয় সভ্যতা
- চৈনিক ভাতা
- গ্রিক সভ্যতা
- ভারতীয় সভ্যতা
৩১. কোন প্রাচীন সভ্যতায় 'হাম্বুরাবির আইন' প্রচলিত হয়েছিল ? [ ঢাবি (চ ইউনিট) : ১৪-১৫ ]
- মায়া
- মেসোপটেমীয়
- মিশরীয়
- গ্রিক
৩২. পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইনের প্রচলন হয় ? [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা তত্ত্বাবধায়ক : ২০০৫ (সাথী) ]
- স্পেন
- ব্যাবিলন
- গ্রিস
- তেহরান
৩৩. 'ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান' কোন দেশে অবস্থিত ? [১০ম বিসিএস ]
- ইরান
- ইরাক
- তুরস্ক
- সিরিয়া
৩৪. 'ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান' কে গড়ে তুলেছিল ? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (সুরমা) : ১৩ ]
- নেবুচাঁদ নেজার
- সাইরাস
- র্যামজেজ
- দারিউস
৩৫. পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়- [রাবি (সি-ইউনিট) : ২৩-২৪ ]
- চীনের প্রাচীরের কাছে
- ব্যাবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে
- দক্ষিণ আফ্রিকার ভিক্টেরিয়া প্রদেশে
- ইরানের সিরাজ শহরের ধ্বংসাবশেষে
৩৬. কোন জাতি বৃত্তকে প্রথম ৩৬০ ডিগ্রিতে ভাগ করে ? [গণযোগায়োগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার: ১৩ ]
- ক্যালডীয়রা
- আসিরীয়রা
- গ্রিকরা
- ব্যাবিলনীয়রা
৩৭. নিম্নের কোন সভ্যতায় প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টায় বিভক্ত করা হয় ? [মেডিকেল : ১০-১১ ]
- রোমান
- গ্রিক
- ক্যালডীয়
- পারস্য
৩৮. কারা সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে ? [গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথা অফিসার: ১৩ ]
- মিশরীয়রা
- গ্রিকরা
- ক্যালডীয়রা
- ককেসীয়রা
৩৯. সাত দিনে ১ সপ্তাহ প্রচলন করে কোন জাতি ? [ রাবি (আই ইউনিট) : ১৭-১৮ ]
- সুমেরীয়
- ব্যবিলনীয়
- অ্যাসিরীয়
- ক্যালডীয়
৪০. মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ছিল ? [পরিবেশ অধিদপ্তরের কম্পিউটার অপারেটর: ২০ ]
- গঙ্গা
- নীল নদ
- হোয়াংহো
- রাইন
৪১. কোন দেশকে নীল নদের দেশ বলা হয় ? [জেলা প্রশাসকের কার্যালয় নাজির-কাম ক্যাশিয়ার: ১৮ ]
- মিশর
- ইরান
- ইরাক
- কুয়েত
৪২. প্রথম একেশ্বরবাদী ধর্ম কোনটি ? [রাবি (ইতিহাস বিভাগ): ০৮-০৯ ]
- হিব্রু ধর্ম
- প্রাচীন মিশরীয় ধর্ম
- ইসলাম ধর্ম
- খ্রিষ্ট ধর্ম
৪৩. 'নেফারতিতি' ভাস্কর্যটি কোন সভ্যতার ? [ ঢাবি (চ ইউনিট): ২০-২১]
- হেলেনীয় সভ্যতা
- সিন্ধু সভ্যতা
- মিশরীয় সভ্যতা
- আসিরীয় সভ্যতা
৪৪. হায়রোগ্লিফিক হলো [ঢাবি অধিভুক্ত ৭ কলেজ (খ ইউনিট) : ১৯-২০ ]
- একটি জাতির নাম
- একটি লিখন পদ্ধতির নাম
- একটি দেশের নাম
- একটি মূর্তির নাম
৪৫. Hieroglyph লেখার রূপটি কোন সভ্যতার ? [চবি (ডি ইউনিট) : ১৯-২০ ]
- মিশরীয় সভ্যতা
- মেসোপটেমীয় সভ্যতা
- গ্রিক সভ্যতা
- সিন্ধু সভ্যতা
৪৬. মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কী বলা হয় ? [ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কমিউনিটি অর্গানাইজার : ২৩]
- ওডিসি
- হায়ারোগ্লিফিক
- প্যাপিরাস
- ক্যলিওগ্লাফি
৪৭. মিশরীয়রা লেখার জন্য কি ব্যবহার করতো ? [জাককানইবি (এপি ইউনিট : ১৮-১৯ ]
- কাপড়
- প্যাপিরাস
- ভূঞ্জপাতা
- তালপাতা
৪৮. প্যাপিরাস কী ? [রাবি (এ ইউনিট) : ১৯-২০ ]
- চিত্র
- লেখনী
- নলখাগড়া
- গুপ্ত সংকেত
৪৯. মিশরীয় সভ্যতার নিদর্শন যেটি- [ ঢাবি অধিভুক্ত ৭ কলেজ (খ ইউনিট) : ২০-২১ ]
- প্যাপিরাস
- গ্রেট ওয়াল
- কিউনিফর্ম
- পার্থেনন
৫০. মিশরীয় চিত্রকলা ছিল ? [জাবি (সি ইউনিট) : ১৮-১৯ ]
- ত্রিমাত্রিক
- দ্বিমাত্রিক
- বহুমাত্রিক
- কোনোটিই নয়
৫১. 'বুক অব ডেথ' কোন সাহিত্যের আদিতম নিদর্শন ? [ জাবি (সি৯ ইউনিট) : ১৫-১৬ ]
- ভারতীয়
- মেসোপটেমীয়
- চীন
- মিশরীয়
৫২. প্রাচীন মিশরের স্থাপত্য বিদ্যার অন্যতম নিদর্শন - [জাবি (সি৩ ইউনিট) : ১৫-১৬ ]
- রোজেটা পাথর
- স্ফিংস
- পিরামিড
- প্যাপিরাস
৫৩. পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ কোনটি ? [ রাবি ( এফ ইউনিট) : ১৭-১৮ ]
- পিরামিড
- তাজমহল
- আইফেল টাওয়ার
- কুতুবমিনার
৫৪. পিরামিড হচ্ছে বিশাল পাথরের তৈরি [ চবি ( বি-১ ইউনিট ) : ২১-২২]
- ত্রিভুজ আকৃতির মন্দির
- ত্রিভুজ আকৃতির সমাধি
- চতুর্ভুজ আকৃতির ভবন
- বিশাল পাথরের মন্দির
৫৫. গ্রেট পিরামিড অব গিজা তৈরি হয়েছিল ? [ জাবি ( সি ইউনিট) : ২১-২২]
- ২৬০০ খ্রিষ্টপূর্বাব্দে
- ১৪৫০ খ্রিষ্টপূর্বাব্দে
- ৬০০ খ্রিষ্টপূর্বাব্দে
- ৪০০০ খ্রিষ্টপূর্বাব্দে
৫৬. Where is the pyramid of Giza situated ? [Global Islami Bank Ltd. Probationary Officer: 21 ]
- Egypt
- Sudan
- France
- Turkey
৫৭. স্ফিংকস কোথায় অবস্থিত ? [রাবি (ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ): ০৫-০৬ ]
- মিশর
- লিবিয়া
- মরক্কো
- ইতালি
৫৮. প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয় ইংরেজি সালে- [পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা: ০১ ]
- ১৮৭৮ সালে
- ১৯২২ সালে
- ১৯৩৪ সালে
- ১৯৪৬ সালে
৫৯. বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড কোন দেশে রয়েছে ? [ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. সার্ভেয়ার: ২৪]
- মেক্সিকো
- সুদান
- মিশর
- ইরাক
৬০. The largest pyramid of the world is located in - [Combined 7 Banks Officer (Cash): 23 ]
- Peru
- Egypt
- Mexico
- Nijeria
৬১. 'পিরামিড অব দ্যা সান' কোথায় অবস্থিত ? [ঢাবি (চ ইউনিট): ১৫-১৬ ]
- মিশর
- পেরু
- মেক্সিকো
- জাপান
৬২. ১২ মাসে ১ বছর, ৩০ দিনে ১ মাস এই গণনা রীতি কাদের দ্বারা সূচিত ? [ঢাবি (খ ইউনিট): ০৫-০৬ ]
- গ্রিক
- মিশরীয়
- খ্রিষ্টান
- ফরাসি
৬৩. দক্ষিণ এশিয়ার প্রথম নগরায়ণ- [জাবি (সি ইউনিট): ১৬-১৭ ]
- সিন্ধু অববাহিকা
- গঙ্গেয় অববাহিকা
- মেঘনা অববাহিকা
- কাবেরী অববাহিকা
৬৪. সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ? [ জাককানইবি (বি ইউনিট): ১৪-১৫]
- গঙ্গা
- কালিন্দী
- সিন্ধু
- যমুনা
৬৫. হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসাবে পরিচিত ? [ইসলামি ব্যাংক বাংলাদেশ লি. ফিল্ড অফিসার: ২২ ]
- ক্যালডীয় সভ্যতা
- অ্যাসিরীয় সভ্যতা
- সিন্ধু সভ্যতা
- ইনকা সভ্যতা
৬৬. হরপ্পা কোথায় অবস্থিত ? [জবি (সি ইউনিট) : ১৬-১৭ ]
- ভারত
- পাকিস্তান
- আফগানিস্তান
- কোনোটিই না
৬৭. মহেঞ্জোদারো শব্দটির অর্থ- [জবি (সি) ইউনিট) : ২০-২১ ]
- মৃতের ঢিবি
- মৃতের ডিপি
- মৃতের টিবি
- মৃতের ঢিপি
৬৮. Mohenjo-daro & Harappa civilization is nearly: [IFIC Bank Proationary Officer: 96 ]
- One thousand years old
- Two thousand years old
- One & half thousand years old
- Three & half thousand years old
৬৯. মহেঞ্জোদারো সভ্যতা কোথায় অবস্থিত ? [ NSI কম্পিউটার টেকনিশিয়ান : ২১ ]
- পাঞ্জাব প্রদেশে
- সিন্ধু প্রদেশে
- আফগানিস্থানে
- পেশোয়ার প্রদেশে
৭০. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ? [ জাবি ( ডি ইউনিট) : ১৭-১৮ ]
- তাম্র যুগের
- শহরভিত্তিক যুগের
- সুমেরীয় যুগের
- আর্য যুগের
৭১. সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোনটির ব্যবহার জানতো না ? [রাবি (ইতিহাস বিভাগ) : ০৮-০৯ ]
- প্রশাসনিক ব্যবস্থা
- জল নিষ্কাশন ব্যবস্থা
- লিখন পদ্ধতি
- লোহার অস্ত্র
৭২. Indus Civilization (সিন্ধু সভ্যতা) belongs to - [JU (C Unit): 16-17 ]
- Stone Age
- Armenian Age
- Bronze Age
- Iron Age
৭৩. সিন্ধু সভ্যতা ধ্বংস হয় ? [রাবি (ইউনিট A-২) : ২১-২২ ]
- ১০০০ খ্রিষ্টপূর্বাব্দে
- ২০০০ খ্রিষ্টপূর্বাব্দে
- ১৫০০ খ্রিষ্টপূর্বাব্দে
- ২৫০০ খ্রিষ্টপূর্বাব্দে
৭৪. সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা- [জাবি (আইন ইউনিট) : ২০-২১ ]
- আর্যগণ
- কৃষাণগণ
- শকগণ
- দ্রাবিড়গণ
৭৫. সিন্ধু সভ্যতা প্রথম কে আবিষ্কার করেন ? [ রাবি ( এ ইউনিট): ১১-১২ ]
- কানিংহাম
- রাখালদাস বন্দ্যোপাধ্যায়
- রমেশচন্দ্র মজুমদার
- এ, এইস, দাসী
৭৬. সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে ? [রাবি (আই ইউনিট) : ১৫-১৬ ]
- ১৯২০ সালে
- ১৯২২ সালে
- ১৯২৯ সালে
- ১৯৩২ সালে
৭৭. সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল ? [ খুবি (খ ইউনিট) : ১৭-১৮ ]
- আইন ও প্রশাসন
- পয়নিষ্কাশন ব্যবস্থা
- শিল্পকলা ও স্থাপত্য
- লিখন পদ্ধতি
৭৮. সিন্ধু সভ্যতায় প্রাপ্ত সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন কোনটি ? [ জাবি ( সি ইউনিট) : ১৫-১৬ ]
- মৃৎ পাত্র
- পুতুল
- সীল মোহর
- ভাস্কর্য
৭৯. প্রাচীন কোন সভ্য দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায় ? [ শ্রম অধিদপ্তরের অফিসার: ৯৪ ]
- ব্যাবিলন
- গ্রিস
- মিশর
- চীন
৮০. কোন সভ্যতায় পরিমাপ পদ্ধতির উদ্ভাবন হয় ? [BIWTA ওয়্যারহাউজ: ২৪ ]
- রোমান সভ্যতায়
- গ্রিক সভ্যতায়
- মিশরীয় সভ্যতায়
- সিন্ধু সভ্যতায়
৯১. বর্তমান ইসরায়েলের অধিবাসীরা কাদের বংশধর ? [দুর্নীতি দমন ব্যুরোর উপ সহকারী পরিদর্শক: ০৪ ]
- পারসিকদের
- হিব্রুদের
- আরবিয়দের
- মিশরীয়দের
৯২. Chinese civilization belongs to- [JU (C Unit): 16-17 ]
- Copper Age
- Bronze Age
- Iron Age
- None
৯৩. চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল- [রাবি (ইতিহাস) : ০৭-০৮ ]
- হোয়াংহো নদীর মোড়ে
- ইয়াংসি নদীর অববাহিকায়
- ইয়ালু নদের মোড়ে
- পীত সাগরের তীরে
৯৪. কোন নদীর তীরে চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল ? [রাবি (ইতিহাস বিভাগ): ০৮-০৯ ]
- হান
- পীত
- ইয়াংসী
- স্যালুউইন
৯৫. লাও সে (Lao Tzu) কে ছিলেন ? [চবি (চ ইউনিট): ১৪-১৫ ]
- দার্শনিক ও কবি
- রাজনৈতিক নেতা ও সাহিত্যিক
- শিল্পী ও কবি
- সম্রাট ও শিল্পী
৯৬. কনফুসিয়াস নামটি কোন দেশের সাথে সম্পর্কযুক্ত ? [ রাবি (ভূগোল ও পরিবেশ বিদ্যা): ০৫-০৬ ]
- জাপান
- চীন
- থাইল্যান্ড
- কোরিয়া
৯৭. চীনের বিখ্যাত দার্শনিক হলেন [রাবি (খ ইউনিট) : ১৬-১৭ ]
- কনফুসিয়াস
- মাও সেতুং
- হো চি মিন
- দালাই লামা
৯৮. কনফুসিয়াস কে ছিলেন ? [ BPSC'র সিনিয়র স্টাফ নার্স : ২৪]
- চীনা দার্শনিক
- ভিয়েতনামের নেতা
- চীনের সম্রাট
- মঙ্গোলীয় নেতা
৯৯. 'The Art of War' গ্রন্থের রচয়িতা- [৩৫তম বিসিএস ]
- ক্লজউইজ
- আলফ্রেড মাহান
- সুন জু
- কৌটিল্য
১০০. কোন দেশের রাজাকে 'Son of God' বলা হতো ? [১২তম শিক্ষক নিবন্ধন স্কুল (পর্যায়-২) : ১২ ]
- ভুটান
- নেপাল
- জাপান
- চীন
১০১. What is the largest man made structure of the world ? / পৃথিবীতে মনুষ্য নির্মিত সর্ববৃহৎ স্থাপনা কোনটি ? [SIBL MTO: 11 ]
- Taj Mahal
- Pyramid of Giza
- The Eiffel Tower
- The Great Wall of China
১০২. চীনের মহাপ্রাচীর চীন দেশের যে সীমান্তে অবস্থিত- [বেরোবি (এ ইউনিট): ১৩-১৪ ]
- উত্তর
- দক্ষিণ
- পূর্ব
- পশ্চিম
১০৩. চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত ? [ জীবন বীমা'র উচ্চমান সহকারী: ২১]
- ৬৫০০ কি.মি.
- ৮৮৫০ কি.মি.
- ৭৮১০ কি.মি.
- ৯০১০ কি.মি.
১০৪. Which desert does 'The great Wall of China' Pass through ? [SIBL Probatinary officer: 21 ]
- Sahara
- Simpson Desert
- Gobi Desert
- Atacama
১০৫. চাঁদে দাড়িয়ে কি দেখা যায় ? [ইবি (বি ইউনিট): ১৩-১৪ ]
- হিমালয় পর্বত
- চীনের প্রাচীর
- সাহারা মরুভূমি
- বঙ্গোপসাগর
১০৬. প্রাচীন সভ্যতাগুলো গড়ে উঠার ক্ষেত্রে সর্বাধিক রেখেছিল - [ঢাবি (চ ইউনিট): ১২-১৩ ]
- পাহাড়
- নদী
- বনাঞ্চল
- তৃণভূমি
১০৭. কোনটি নদীমাতৃক সভ্যতা নয় ? [শাবিপ্রবি (খ ইউনিট): ০৩-০৪ ]
- সিন্ধু
- ব্যবিলনীয়
- রোমান
- চৈনিক
১০৮. 'গ্রিক' ও 'গ্রিস' শব্দ দুটি যথাক্রমে [ রাবি (ক ইউনিট): ১৩-১৪]
- দেশ ও জাতি
- জাতি ও দেশ
- দুটি দেশ
- জন্তু ও দেশ
১০৯. প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল কোন সাগরকে কেন্দ্র করে ? [রাবি (৪ ইউনিট): ১৩-১৪ ]
- ভূমধ্যসাগর
- কাস্পিয়ান
- বাল্টিক সাগর
- লোহিত সাগর
১১০. ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে কোন দুটি সংস্কৃতির নাম জড়িত ? [চবি (ঘ ইউনিট): ০২-০৩ ]
- হেলেনিক ও মিনায়
- হেলেনিক ও হেলেনিস্টিক
- মিনীয় ও এচিয়ান
- এচিয়ান ও হেলেনিস্টি
- ইরাক
- সিরিয়া
- গ্রিস
- মিশর
১১২. গ্রিসের পূর্ব নাম কি ছিল ? [দুর্নীতি দমন কমিশনে সহকারী পরিচালক: ২০ ]
- থালাস
- মেসিডোনিয়া
- হেলাস
- থামাস
১১৩. নগর রাষ্ট্রের প্রচলন ছিল কোথায় ? [মাভাবিপ্রবি (ডি ইউনিট): ১১-১২ ]
- ব্যাবিলন
- মেসোপটেমিয়া
- গ্রিস
- মিশর
১১৪. মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন ? [ চবি (খ ইউনিট): ০৮-০৯ ]
- ব্যাবিলন
- থেসালোনিকি
- আঙ্কারা
- এথেন্স
১১৫. স্পার্টা কোন দেশের নগর ছিল ? [ জাককানইবি ( সি ইউনিট) : ০৮-০৯ ]
- এথেন্স
- প্রাচীন গ্রিস
- প্রাচীন ইতালি
- প্রাচীন রোম
১১৬. পেলোপনেশীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ? [চবি (বি ইউনিট): ১৯-২০ ]
- এথেন্স ও স্পার্টার মধ্যে
- এথেন্স ও করিন্থ-এর মধ্যে
- করিন্থ ও করথিয়ার মধ্যে
- করিন্থ ও স্পার্টার মধ্যে
১১৭. 'এশিয়া মাইনর' বলা হয় কোন দেশকে ? [ BRTA মোটরযান পরিদর্শক: ২৩ ]
- মিয়ানমার
- ভিয়েতনাম
- সিঙ্গাপুর
- তুরস্ক
১১৮. Helen of Troy was wife of- [বাংলাদেশ ডাক বিভাগের মেইল অপারেটর: ২৩ ]
- Agamemnon
- Achilles
- Menelaus
- Ulysses
১১৯. গ্রিক সৌন্দর্য দেবী- [ঢাবি (চ ইউনিট): ১৩-১৪ ]
- এথেনা
- ভেনাস
- হেলেনা
- আফ্রোদিতি
১২০. গ্রিক পুরাণে 'ভালবাসার দেবতা' কে ছিলেন ? [ জবি (খ ইউনিট): ১০-১১]
- আফ্রোডিটি
- এথেনা
- হেরা
- ভেনার
- নেফের তিতি
- মিথুন
- এপোলো
- মাইকেরী নূস
১২২. কাকে গ্রিকদের 'ফার্টিলিটির দেবী' বলা হয় ? [মেডিকেল: ০৯-১০ ]
- সিরেস
- এরিস
- অ্যাজটেক
- আরটেমিস
১২৩. In Greek mythology, 'Nike' is the goddess of- [Janata Bank Ltd. Executive Officer: 17 ]
- health
- speed
- victory
- wealth
১২৪. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় ? [ ৪৫তম বিসিএস/১৯তম বিসিএস/১০ম বিসিএস/ রাবি (ইউনিট A): ২৩-২৪ ]
- গ্রিসে
- ইটালিতে
- তুরস্কে
- স্পেনে
১২৫. সফিস্ট সম্প্রদায়ের উদ্ভব হয়েছে কোন দেশে ? [ জাবি (দর্শন বিভাগ): ০৯-১০]
- ভারত
- ইংল্যান্ড
- গ্রিস
- মিশর
১২৬. “Man is the measure of all things” উক্তিটি কার ? [ চবি (ঘ ইউনিট): ০৯-১০]
- প্রোটাগোরাস
- জর্জিয়াস
- স্বামী বিবেকানন্দ
- আল্লামা ইকবাল
১২৭. সক্রেটিসকে হেমলক পানে হত্যা করা হয়- [ শ্রম অধিদপ্তরের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো উপ-পরিচালক: ০১ ]
- সেন্ট হেলেনায়
- গ্রিসে
- রোমে
- ফ্রান্সে
১২৮. হেমলক কী ধরনের গাছ ? [রাবি (এ-১ ইউনিট): ২০-২১ ]
- ঝোপঝাড়
- ঘাস
- গুল্মজাতীয়
- কোনটিই নয়
১২৯. I to die, you to live- which is better only God knows! উক্তিটি কার ? [শাবিপ্রবি (এ ইউনিট): ১৮-১৯ ]
- প্লেটো
- অ্যারিস্টটল
- সক্রেটিস
- পিথাগোরাস
১৩০. Who said “An unexamined life is not worth living” ? [Standard Bank Ltd. Probationary Officer: 10 ]
- Aristotle
- Plato
- Socrates
- Zeno
- Plato
- Aristotle onassis
- Socrates
- Aristotle
১৩২. 'Know thyself' is written by- [SESDP এর প্রেগ্রাম গবেষণা কর্মকর্তা: ১৫ ]
- Aristotle
- Plato
- Socrates
- Homer
১৩৩. 'নিজেকে জানো' উক্তিটি কার ? [KGDCL এর সার্ভেয়ার: ২৪ ]
- সক্রেটিস
- প্লেটো
- এরিস্টটল
- হেরাক্লিটাস
১৩৪. Plato was a citizen of - / দার্শনিক প্লেটো কোন দেশের নাগরিক ছিলেন ? [Bangladesh Bank Senior Officer: 06 / রাবি (বি ইউনিট): ২০-২১]
- আলবেনিয়া
- তুর্কি
- গ্রিস
- মিশর
১৩৫. প্লেটোর শিক্ষক কে ছিলেন ? [বশেমুরবিপ্রবি (ই ইউনিট): ১৩-১৪ ]
- এরিস্টটল
- সোলন
- আলেকজান্ডার
- সক্রেটিস
১৩৬. Academy was established by- [RU (Political Science): 08-09 ]
- Socrates
- Plato
- Aristotle
- Rousseau
১৩৭. 'Republic' গ্রন্থটির রচয়িতা কে ? [৪৬তম বিসিএস ]
- বার্কলে
- জন লক
- ডেকার্ট
- প্লেটো
১৩৮. 'আর্দশ রাষ্ট্র' ধারণাটি- [ ঢাবি; অধিভুক্ত ৭ কলেজ ( -জ (খ ইউনিট): ১৯-২০]
- প্লেটোর
- সেবেসের
- সক্রেটিসের
- সোলনের
১৩৯. 'দার্শনিক রাজা'র শাসনের কথা কে বলেছেন ? [মাভাবিপ্রবি (ডি ইউনিট): ১৫-১৬ ]
- সক্রেটিস
- প্লেটো
- অ্যারিস্টটল
- রুশো
১৪০. “দি লজ” গ্রন্থের রচয়িতা কে ? [ইবি (সি ইউনিট): ১০-১১ ]
- পলিবিয়াস
- এরিস্টটল
- প্লেটো
- জন লক
১৪১. Virtue is knowledge-কার বিখ্যাত উক্তি ? [রাবি (ইউনিট A): ২৩-২৪ ]
- প্লেটো
- সক্রেটিস
- এরিস্টটল
- রুশো
১৪২. 'Virtue is knowledge and Education is the main thing acquire virtue' কার উক্তি ? [IU (C Unit): 07-08 ]
- এরিস্টটল
- ম্যাকাইভেলি
- প্লেটো
- রুজভেল্ট
১৪৩. 'জ্ঞানই পূণ্য' (Knowledge is virtue) - কে বলেছেন ? [ ৪৫তম বিসিএস]
- প্লেটো
- সক্রেটিস
- অ্যারিস্টটল
- হেগেল
১৪৪. 'শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো আত্মা ও দেহের সুষম বিকাশ সাধন' কে বলেছেন ? [সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক: ২৪ ]
- এরিস্টটল
- সক্রেটিস
- প্লেটো
- ম্যাকেয়াভেলি
১৪৫. মহাবীর আলেকজান্ডারের শিক্ষক ছিলেন কে ? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা: ২২ ]
- সফোক্লিস
- অ্যারিস্টটল
- প্লেটো
- সক্রেটিস
১৪৬. 'লজিক' বা 'তর্কশাস্ত্রের' জন্ম হয়েছে [ ঢাবি (খ ইউনিট): ০৪-০৫]
- পোল্যান্ডে
- ইংল্যান্ডে
- জার্মানিতে
- গ্রিসে
১৪৭. যুক্তিবিদ্যার জনক - [ঢাবি (খ ইউনিট): ১৭-১৮ ]
- জন স্টুয়ার্ট মিল
- জেরেমি বেনথাম
- আই. এম. কপি
- এরিস্টটল
১৪৮. 'দ্যা পলিটিক্স' গ্রন্থের লেখক- [ সমন্বিত ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অফিসার (জেনারেল): ২৪/ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অফিস সহকারী: ২৩]
- এরিস্টটল
- সক্রেটিস
- প্লেটো
- ম্যাকিয়াভেলী
১৪৯. কোন মহান দার্শনিক 'লাইসিয়াম' নামে একটি শিক্ষা কেন্দ্র স্থাপন করে ছিলেন ? [বেবিচক এর সিনিয়র অফিসার: ২১ ]
- সক্রেটিস
- প্লেটো
- এরিস্টটল
- ভলতেয়ার
১৫০. “Man is a political animal”- who said this ? / মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব- উক্তিটি কার ? [৩৬তম বিসিএস / রাবি (ডি ইউনিট): ১৮-১৯ ]
- Dante
- Plato
- Aristotle
- Socrates
১৫১. “Man without society is either a beast or a God”- the author of the statement is- / “যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা।” উক্তিটি কার ? [Jahangirnagar University (F Unit): 18-19 / মাভাবিপ্রবি (ডি ইউনিট): ১১-১২ ]
- প্লেটো
- এরিস্টটল
- জনলক
- রুশো
১৫২. মানুষ কি ধরনের জীব ? [জাবি (বি ইউনিট): ১৫-১৬ ]
- সামাজিক ও রাজনৈতিক
- রাজনৈতিক ও অর্থনৈতিক
- ঐতিহাসিক ও অর্থনৈতিক
- রাজনৈতিক ও ঐতিহাসিক
১৫৩. 'মানুষ সামাজিক জীব'- এ কথাটি কে বলেছেন ? [কুবি (বিইউনিট): ১৩-১৪] ]
- ম্যাকাইভার
- এরিস্টটল
- রুশো
- হবস
১৫৪. 'মানুষ প্রকৃতিগতভাবেই রাজনীতির কবি'- কে বলেছেন ? [ঢাবি (খ ইউনিট): ০৬-০৭ ]
- আলেকজান্ডার
- সক্রেটিস
- প্লেটো
- এরিস্টটল
১৫৫. গ্রিসের দার্শনিক নন- [ রাবি (এ ইউনিট): ১৮-১৯]
- অ্যারিস্টটল
- প্লেটো
- সক্রেটিস
- ভলটেয়ার
১৫৬. কোন তিনজন দার্শনিককে Wise men of the old বলা হয় ? [জবি (ডি ইউনিট): ১৫-১৬ ]
- হবস, লক ও রুশো
- সক্রেটিস, প্লেটো ও অগাস্টিন
- সক্রেটিস, প্লেটো ও এরিস্টটল
- প্লেটো, এরিস্টটল ও ম্যাকিয়াভেলি
১৫৭. প্রাচীন গ্রিসের অন্ধ মহাকবির নাম কী ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের উপসহকারী প্রোগামার: ১৬]
- হোমার
- দান্তে
- সফোগক্লিস
- দ্যা ভিঞ্চি
১৫৮. হোমার কোন ভাষার কবি ? [জাককানইবি (এপি ইউনিট): ১৮-১৯ ]
- ইংরেজি
- ল্যাটিন
- স্প্যানিশ
- গ্রিক
১৫৯. হোমারের মহাকাব্যের নাম কী ? [রাবি (আই ইউনিট): ১৭-১৮ ]
- ইলিয়ড
- ওডিসি
- ইনিট
- ইডিপাস
১৬০. Who composed the Iliad ? / 'ইলিয়াড' কে রচনা করেন ? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২২ ]
- John Milton
- Virgil
- Plato
- Homer
১৬১. The famous book (epic) 'Odyssey' is written by -/ বিখ্যাত গ্রন্থ 'ওডিসি' এর রচয়িতা- [বেরোবি (খ ইউনিট): ১২-১৩ ]
- Shakespeare
- Homer
- Keats
- Bayron
১৬২. যে শব্দযুগল পরস্পর-সম্পর্কিত নয় [ ঢাবি (খ ইউনিট): ১৭-১৮ ]
- টলেমি ও ভূগোল
- সক্রেটিস ও দর্শন
- হোমার ও উপন্যাস
- ইউক্লিড ও জ্যামিতি
১৬৩. সফোক্লিস কোন দেশের নাট্যকার ? [জাবি (সি৭ ইউনিট): ১৫-১৬ ]
- ফ্রান্স
- গ্রিস
- ইতালি
- জার্মানি
১৬৪. সফোক্লিস রচিত নাটক কোনটি ? [চবি (বি ইউনিট): ১০-১১ ]
- দি বার্ডস
- মিডিয়া
- ইলেক্ট্রা
- আগামেনন
১৬৫. 'ইডিপাস' কী ? [রাবি (আই ইউনিট): ১৪-১৫ ]
- সামুদ্রিক প্রাণী
- উপন্যাস
- জলজ প্রাণী
- নাটক
১৬৬. 'রাজা ইডিপাস' নাটকের রচিয়তা- [জাবি (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ): ০৯-১০ ]
- সফোক্লিস
- শেক্সপিয়ার
- মলিয়ের
- টমাস কীড
১৬৭. গ্রিক নাট্যকার কে ? [জাবি (সি ইউনিট): ১৬-১৭ ]
- তেরেন্স
- ইউরিপিদিস
- স্যামুয়েল বেকেট
- টি. এস. এলিয়ট
১৬৮. ইতিহাসের জনক (Father of history) কে ? [ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের মাঠ সংগঠক: ২৩ ]
- যুসিডাইজিস
- হেরোডোটাস
- এরিস্টটল
- টয়েনবি
১৬৯. হেরোডোটাস- এর জন্মভূমি- [ঢাবি (খ ইউনিট): ১৪-১৫ ]
- ইতালি
- গ্রিস
- স্পেন
- মিশর
১৭০. The author of 'The History of the Peloponnesian War'- [PBLtd. Senior Officer: 17 ]
- Machiavelli
- Socrates
- Thucydides
- Aristotle
১৭১. বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক - [রাবি (এ-১ ইউনিট): ১২-১৩ ]
- হেরোডোটাস
- থুকি-ডাইডিস
- লিভি
- কার্ল মার্ক্স
১৭২. History শব্দটি উৎপত্তি কোন ভাষা থেকে ? [জাবি (সি ইউনিট): ১৯-২০ ]
- গ্রিক
- ফরাসি
- রোমান
- সংস্কৃত
১৭৩. 'Histories' গ্রন্থটি লেখা হয় - [জাবি (সি ইউনিট): ১৬-১৭ ]
- মধ্যযুগে
- আধুনিকযুগে
- প্রাচীনযুগে
- রেনেসাঁযুগে
১৭৪. 'Histories' গ্রন্থ লিখেন ? [জাবি (সি ইউনিট): ১৬-১৭ ]
- একজন গ্রিক
- একজন পারসিক
- একজন ইংরেজ
- একজন ভারতীয়
১৭৫. 'Histories' গ্রন্থের বিষয়বস্তু [জাবি (সি ইউনিট): ১৬-১৭ ]
- পিলোপনেসিয়া যুদ্ধ
- গ্রিক-পারসিক যুদ্ধ
- এথেন্স স্পার্টা যুদ্ধ
- গ্রিক-রোমান যুদ্ধ
১৭৬. প্রাচীন গ্রিসে চিত্রকর্ম অঙ্কন করা হতো [ঢাবি (চ ইউনিট): ১৪-১৫ ]
- প্যাপিরাসে
- মৃৎপাত্রের গায়ে
- কাঠের ওপর
- কাপড়ের ওপর
১৭৭. পৃথিবীর মানচিত্র প্রথম কারা অঙ্কন করেন ? / Who constructed the first map of the world ? [জীবন বীমা কর্পোরেশনে উচ্চমান সহকারী: ২১ / KU (B Unit): 05-06]
- মিশরীয়রা
- রোমানরা
- গ্রিকরা
- ভারতীয়রা
১৭৮. Pythagoras was a Greek - [10 Banks and Financial Institutions Officer (General): 24 ]
- Philosopher
- Mathematician
- Accountant
- a & b
১৭৯. প্রথমে অলিম্পিক খেলা কোথায় শুরু হয়েছিল ? [গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার: ১৩ ]
- রোমে
- গ্রিসে
- মিশরে
- ইতালিতে
১৮০. গ্রিসে কখন প্রথম অলিম্পিক খেলা শুরু হয় ? [ইবি (গ/ঙ ইউনিট): ০৩-০৪ ]
- খ্রিষ্টপূর্ব ৪০০০
- খ্রিষ্টপূর্ব ৭৬৬
- খ্রিষ্টপূর্ব ৭৭৬
- খ্রিষ্টপূর্ব ৩৯৯
১৮১. 'পার্থেনন' কী ? [ চবি (বি২ ইউনিট): ১০-১১]
- গীর্জা
- মন্দির
- প্রসাদ
- স্মৃতিসৌধ
১৮২. The term 'Agora' means ancient - [Jahangirnagar University (C Unit): 16-17 ]
- Greek market
- Roman market
- Roman Stadium
- Greek theater
১৮৩. 'Agora' শব্দের অর্থ কোনটি ? [রাবি (খ ইউনিট): ১১-১২ ]
- মুদিখানা
- পণ্যগার
- পণ্য
- মুক্তাঞ্চল
১৮৪. 'সব জ্ঞানীদের গুরু' কাকে বলা হয় ? [চবি (খ১ ইউনিট): ১৩-১৪ ]
- প্লেটো
- রুশো
- সক্রেটিস
- মন্টেস্কু
১৮৫. দার্শনিকদের ক্ষেত্রে কোনটি কালানুক্রমিক সঠিক বিন্যাস ? [চবি (বি ইউনিট): ১৯-২০ ]
- প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস
- সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো
- সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটল
- অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস