পানিপথ : পানিপথ উত্তর-পশ্চিম ভারতের হরিয়ানা রাজ্যের একটি শহর। এটি দিল্লি থেকে ৯০ কিমি, উত্তরে যমুনা নদীর তীরে অবস্থিত। এখানে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে পানিপথের যুদ্ধ হিসেবে খ্যাত তিনটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়।
পানিপথের যুদ্ধসমূহ :
- পানিপথের প্রথম যুদ্ধ : ↓
প্রতিপক্ষ : বাবর এবং ইব্রাহিম লোদী ↓
সময়কাল : ১২ এপ্রিল, ১৫২৬ ↓
ফলাফল : ইব্রাহীম লোদী পরাজিত ও নিহত হন। দিল্লির সালতানাতের পতন হয় এবং উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। বাবুর এই যুদ্ধে কামান ব্যবহার করেন। এটি ভারতের ইতিহাসে কোনো যুদ্ধে প্রথম কামান ব্যবহার। - পানিপথের দ্বিতীয় যুদ্ধ : ↓
প্রতিপক্ষ : আকবর সেনাপতি বৈরাম খান এবং আফগান নেতা হিমু ↓
সময়কাল : ১৫৫৬ সাল ↓
ফলাফল : হিমু পরাজিত ও নিহত হন। এ যুদ্ধের ফলে আকবর দিল্লি অধিকার করেন। এ যুদ্ধে জয়লাভের ফলে ভারতীয় উপমহাদেশে মুঘল আফগান সংঘর্ষের অবসান ঘটে। - পানিপথের তৃতীয় যুদ্ধ : ↓
প্রতিপক্ষ : আহমদ শাহ আবদালি মারাঠা ↓
সময়কাল : ১৭৬১ সাল ↓
ফলাফল : আহমদ শাহ আবদালি মারাঠাদিগকে পরাজিত করেন।
মুঘল সাম্রাজ্যের বংশ তালিকা
- সম্রাট জহির উদ্দিন মুহম্মদ বাবর ( মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা) (১৫২৬ – ১৫৩০ খ্রি.)
- সম্রাট হুমায়ুন (১৫৩০ – ১৫৪০ খ্রি.)
- সম্রাট আকবর (১৫৫৬ – ১৬০৫ খ্রি.)
- সম্রাট জাহাঙ্গীর (১৬০৫ – ১৬২৭ খ্রি.)
- সম্রাট শাহজাহান (১৬২৮ – ১৬৫৮ খ্রি.)
- সম্রাট আওরঙ্গজেব (১৬৫৮ – ১৭০৭ খ্রি.)
- সম্রাট বাহাদুর শাহ (১৭০৮ – ১৭১২ খ্রি.)
- সম্রাট জাহান্দার শাহ (১৭১২ – ১৭১৩ খ্রি.)
- সম্রাট ফাররুকশিয়ার (১৭১৩ – ১৭১৯ খ্রি.)
- সম্রাট রাফি-উদ-দারজাত (২৮ ফেব্রুয়ারি – ৬ জুন ১৭১৯ খ্রি.)
- সম্রাট দ্বিতীয় শাহজাহান (৬ জুন ১৭১৯ – ১৯ সেপ্টেম্বর ১৭১৯ খ্রি.)
- সম্রাট মোহাম্মদ শাহ (১৭১৯ – ১৭৪৮ খ্রি.)
- সম্রাট আহমদ শাহ বাহাদুর (১৭৪৮ – ১৭৫৪ খ্রি.)
- সম্রাট দ্বিতীয় আলমগীর (১৭৫৪ – ১৭৫৯ খ্রি.)
- সম্রাট তৃতীয় শাহজাহান ( ১০ ডিসেম্বর ১৭৫৯ – ১০ অক্টোবর ১৭৬০ খ্রি.)
- সম্রাট দ্বিতীয় শাহ আলম ( ১৭৬০ – ১৮০৬ খ্রি.)
- সম্রাট মোহাম্মদ শাহ বাহাদুর ( ৩১ জুলাই ১৭৮৮ – ২ অক্টোবর ১৭৮৮ খ্রি.)
- সম্রাট দ্বিতীয় আকবর শাহ ( ১৮০৬ – ১৮৩৭ খ্রি.)
- সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ (১৮৩৭ – ১৮৫৭ খ্রি.)
| পরিচিত নাম | জন্মের সময় নাম |
|---|---|
| সম্রাট জহির উদ্দিন মুহম্মদ বাবর | জহিরউদ্দিন মোহাম্মদ |
| সম্রাট হুমায়ুন | নাসির উদ্দিন মুহাম্মদ হুমায়ুন |
| সম্রাট আকবর | জালাল-উদ্দিন-মোহাম্মদ |
| সম্রাট জাহাঙ্গীর | নুরুদ্দিন মোহাম্মদ সেলিম |
| সম্রাট শাহজাহান | শাহাবুদ্দিন মোহাম্মদ খুররাম |
| সম্রাট আওরঙ্গজেব | মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব |
| সম্রাট বাহাদুর শাহ | কুতুব উদ্দিন মোহাম্মদ মোয়াজ্জেম শাহ আলম |
| সম্রাট জাহান্দার শাহ | মাজ উদ্দিন জাহান্দার শাহ বাহাদুর |
| সম্রাট ফাররুকশিয়ার | ফররুখসিয়ার |
| সম্রাট রাফি-উদ-দারজাত | রাফি উল-দারজাত |
| সম্রাট দ্বিতীয় শাহজাহান | রাফি উদ-দৌলত |
| সম্রাট মোহাম্মদ শাহ | রশান আক্তার বাহাদুর |
| সম্রাট আহমদ শাহ বাহাদুর | আহমেদ শাহ বাহাদুর |
| সম্রাট দ্বিতীয় আলমগীর | আজিজ-উদ-দীন |
| সম্রাট তৃতীয় শাহজাহান | মহি উল মিল্লাত |
| সম্রাট দ্বিতীয় শাহ আলম | আলী গহর |
| সম্রাট মোহাম্মদ শাহ বাহাদুর | বিদার বক্ ত |
| সম্রাট দ্বিতীয় আকবর শাহ | মির্জা আকবর |
| সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ | আবু জাফর সেরাজ উদ্দিন মোহাম্মদ বাহাদুর শাহ জাফর |
জহির উদ্দিন মুহম্মদ বাবর (১৫২৬-১৫৩০ )
১৪৮৩ সালে বাবর মধ্য এশিয়ার বর্তমান রুশ-তুর্কিস্তানের অন্তর্গত ফারগানায় জন্মগ্রহণ করেন। তিনি পিতার দিক হতে তৈমুর লঙ এবং মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। তিনি ছিলেন ফারগানার যুবরাজ। পিতার মৃত্যু হলে মাত্র ১২ বছর বয়সে তিনি পিতৃসিংহাসনে অধিষ্ঠিত হন। জ্ঞাতিশত্রুদের আক্রমণে সিংহাসনচ্যুত ও ত্যক্ত-বিরক্ত হয়ে তিনি পূর্বদিকে গমন করেন এবং ১৫০৪ সালে কাবুল দখল করে নিজেকে বাদশাহ ঘোষণা করেন । দিল্লীর শাসনকর্তা ইব্রাহীম লোদীর জ্ঞাতিশত্রু পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লোদী বাবরকে ভারতবর্ষ আক্রমনের আহবান জানালে বাবর বিনা বাধায় ১৫২৫ সালে পাঞ্জাব দখল করেন। ১৫২৬ সালের ২১ এপ্রিল বাবর দিল্লীর অদূরে পানিপথের প্রান্তরে ইব্রাহীম লোদীর মুখোমুখি হন। এ যুদ্ধে বাবর ভারতীয় উপমহাদেশে প্রথম কামানের ব্যবহার করেন । ইব্রাহীম লোদী পরাজিত ও নিহত হলে বাবর দিল্লী অধিকার করেন এবং নিজেকে সমগ্র হিন্দুস্তানের বাদশাহ হিসেবে ঘোষণা করেন। তিনি ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা । ১৫২৭ সালে রাজপুত রানা সংগ্রাম সিংহকে পরাজিত করে দিল্লীতে মুঘল সম্রাজ্যের ভিত প্রতিষ্ঠা করেন। ১৫৩০ সালে বাবর মারা যান। তিনি ' তুযুক-ই-বাবর ' নামে আত্মজীবনী রচনা করেছিলেন যা ফরাসি ভাষায় রচিত।
নাসির উদ্দিন মুহম্মদ হুমায়ূন (১৫৩০-১৫৪০)
বাবুরের মুত্যুর পর তাঁর জ্যেষ্ঠ পুত্র হুমায়ূন দিল্লীর সিংহাসনে আরোহন করেন। ১৫৩৮ খ্রিস্টাব্দে সম্রাট হুমায়ূন বাংলা প্রবেশ করেন এবং গৌড় অধিকার করেন। তিনি গৌড় নগরের অপরূপ সৌন্দর্য এবং এর অপরূপ জলবায়ুর উৎকর্ষ দেখে মুগ্ধ হন। তিনি গৌড় নগরীর নাম পরিবর্তন করে 'জান্নাতাবাদ'/ জান্নাতুল সুবাহ রাখেন। তিনি বাংলায় আটমাস অবস্থান করে দিল্লীর দিকে যাত্রা করেন। কিন্তু পথিমধ্যে বক্সারের নিকটবর্তী চৌসা নামক স্থানে শেরশাহ হুমায়ূনকে অতর্কিত আক্রমণ করেন। চৌসারের যুদ্ধে (১৫৩৯ সাল) পরাজিত হয়ে হুমায়ূন কোনক্রমে প্রাণ নিয়ে দিল্লী পৌঁছেন। পরের বছর (১৫৪০ সাল) শের শাহের বিরুদ্ধে আবার অভিযান পরিচালনা করেন। কিন্তু কনৌজের নিকট বিলগ্রামের যুদ্ধে তিনি আবার পরাজিত হন। বিজয়ী শেরশাহ দিল্লীর সিংহাসনে আরোহণ করেন। শেরশাহ ভারতে পাঠান শাসন প্রতিষ্ঠা করেন। পারস্য সম্রাটের সহায়তায় হুমায়ূন ১৫৫৫ সালে পুনরায় দিল্লী দখল করেন। ১৫৫৬ সালে দিল্লীর অদূরে তাঁর নির্মিত দীন পানাহ দূর্গের পাঠাগারের সিড়ি থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়।
মসলিন : মসলিন তুলার আশ থেকে প্রস্তুত করা এক ধরনের সূক্ষ্ম কাপড় বিশেষ। বাংলার ইতিহাসে মসলিন বলতে তৎকালীন ঢাকা এবং ঐ পাশ্ববর্তী এলাকায় উৎপাদিত অতি সূক্ষ্ম কাপড়কে বোঝানো হতো। এটি "ঢাকাই মসলিন" নামে বিশ্বব্যাপী খ্যাত ছিল। মসলিন শব্দের উৎপত্তির উৎস অস্পষ্ট হলেও নামটি যে ইউরোপীয়দের দেয়া সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। মসলিন মুঘল সম্রাটদের বিলাসের বস্তু ছিল।
শেরশাহ (শুর শাসন) - (১৫৪০-১৫৫৫)
শেরশাহ (১৫৪০-১৫৪৫) : শের খান প্রথম জীবনে বিহারের শাসনকর্তা সুলতান মুহম্মদের অধীনে চাকরি গ্রহণ করেন। পরবর্তীতে তিনি মুঘল সম্রাট বাবরের অধীনে চাকরি গ্রহণ করেন এবং বাবরের বিরাগভাজন হয়ে পলায়ন করে পুনরায় সুলতান মুহম্মদের অধীনে চাকরি গ্রহণ করেন। সুলতান মুহম্মদের মৃত্যুর পর তিনি বিহারের প্রকৃত শাসনকর্তা হয়ে বসেন। ১৫৩৮ সালে তিনি বাংলার সুলতান গিয়াসউদ্দিন মাহমুদকে পরাজিত করে বাংলা দখল করেন। ১৫৩৯ সালে চৌসারের যুদ্ধে হুমায়ূনকে পরাজিত করে শেরখান 'শেরশাহ' উপাধি নেন। তিনি নিজেকে বিহারের স্বাধীন সুলতান হিসাবে ঘোষণা করেন। ১৫৪০ সালে তিনি বাংলা দখল করেন। একই বছর তিনি হুমায়ূনকে পরাজিত করে দিল্লী অধিকার করে উপমহাদেশে আফগান সম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার প্রকৃত নাম ফরিদ খান । ১৫৪৫ সালে বারুদ বিস্ফোরণে তিনি নিহত হন।
- গ্রান্ড ট্রাঙ্ক রোড: তিনি ' সড়ক ই আজম ' বাংলাদেশের সোনারগাঁ থেকে লাহোর পর্যন্ত ৪৮৩০ কি.মি. (৩০০০ মাইল) দীর্ঘ একটি মহাসড়ক নির্মাণ করেন। পরবর্তীতে ইংরেজগণ এ রাস্তা সংস্কার করে নাম দেয় 'গ্রান্ড ট্রাঙ্ক রোড '।
- ডাক ব্যবস্থার উন্নয়ন: তিনি ডাক ব্যবস্থার উন্নতির জন্য ঘোড়ার মাধ্যমে ডাক আনা নেওয়ার ব্যবস্থা করেন।
- কবুলিয়ত ও পাট্টা: শেরশাহ কবুলিয়ত (চুক্তি দলিল) ও পাট্টার (ভূমি স্বত্বেও দলিল) প্রচলন করেন। কৃষকগণ তাদের অধিকার ও দায়িত্ব বর্ণনা করে সরকারকে কবুলিয়ত নামে দলিল সম্পাদন করে দিত আর সরকার পক্ষ থেকে জমির উপর জনগণের স্বত্ব স্বীকার করে নিয়ে পাট্টা দেওয়া হত।
- দাম মুদ্রাঃ শেরশাহ মুদ্রাব্যবস্থার সংস্কার করেন। তিনি 'দাম' নামক রূপার মুদ্রার প্রচলন করেন।
মুঘল সাম্রাজ্য (দ্বিতীয় পর্যায়)
সম্রাট জালাল উদ্দিন আকবর (১৫৫৬-১৬০৫ সাল)
১৫৫৬ সালের ১৪ ফেব্রুয়ারি মাত্র ১৩ বছর বয়সে আকবর দিল্লীর সিংহাসনে আরোহন করেন। হুমায়ূনের মৃত্যুর পর বৈরাম খান আকবরের রাজপ্রতিনিধি নিযুক্ত হন। এজন্য আকবর অনুরাগবশত তাকে Lord Father বা খান ই বাবা বলে ডাকতেন। হুমায়ূনের মৃত্যুর পর হিমু দিল্লীর মুঘল শাসনকর্তাকে পরাজিত করে দিল্লী ও আগ্রা অধিকার করেন এবং স্বাধীনভাবে রাজত্ব শুরু করেন।
- আকবরের উদার নীতি: অমুসলমানদের উপর ধার্য সামরিক করকে জিজিয়া কর বলে। সম্রাট আকবর রাজপুত ও হিন্দুদের বন্ধুত্ব অর্জন করার জন্য তীর্থ ও জিজিয়া কর রহিত করেন। তিনি রাজপুত কন্যা যোধাবাঈকে বিবাহ করেন। তিনি রাজপুতদের বিভিন্ন উচ্চপদে অধিষ্ঠিত করেন।
- আকবরের ধর্মমত: ১৫৮২ খ্রিস্টাব্দে সকল ধর্মের সার সম্বলিত 'দীন-ই- ইলাহী' নামক নতুন একেশ্বরবাদী ধর্মমত প্রবর্তন করেন।
- আকবরের চরিত্র ও কৃতিত্ব: সম্রাট আকবরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করে। আকবর ১৫৭৬ সালে বাংলা জয় করেন। সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য সম্রাট আকবর সাম্রাজ্যকে ১৫টি প্রদেশে ভাগ করেন। রাজকর্মচারীদের সুবিন্যস্ত করার জন্য তিনি মনসবদারী প্রথা চালু করেন। সম্রাটের রাজসভার সদস্যদের মধ্য আবুল ফজল, ফৈজী, টোডরমল, বীরবল, মানসিংহ প্রভৃতি ব্যক্তিবর্গের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। রাজস্ব মন্ত্রী টোডরমল রাজস্ব ক্ষেত্রে সংস্কারের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন। আবুল ফজল রচিত বিখ্যাত গ্রন্থ 'আইন-ই-আকবরি'। আকবরের রাজসভার গায়ক ছিলেন তানসেন। তানসেনকে 'বুলবুল-ই-হিন্দ' বলা হয়। আকবরের রাজসভার বিখ্যাত কৌতুককার ছিলেন বীরবল। তার আমলে নির্মিত হয় ফতেহপুর সিকরি।
- আকবরের সময় সমগ্র বঙ্গদেশ - 'সুবহ-ই-বাঙ্গালাহ' নামে পরিচিত ছিল।
- 'বুলান্দ দরওয়াজা' - এর নির্মাতা সম্রাট আকবর।
- অমৃতসর স্বর্ণমন্দির - এর নির্মাতা সম্রাট আকবর।
- আকবরের সমাধি - সেকেন্দ্রায়।
- বাংলাদেশে বার ভূঁইয়াদের অভ্যুত্থান ঘটে - সম্রাট আকবরের সময়।
সেলিম নূর উদ্দিন মুহম্মদ জাহাঙ্গীর (১৬০৫-১৬২৭ সাল)
সম্রাট জাহাঙ্গীরের সাথে নূরজাহানের বিবাহ মুঘল সাম্রাজ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি অপূর্ব রূপবতী ও গুণবর্তী মহিলা ছিলেন। নূরজাহানের বাল্য নাম ছিল মেহেরুন নেছা। সম্রাট আকবর বাংলা জয় করলেও সারা বাংলায় মুঘল শাসন সুপ্রতিষ্ঠিত হয়নি। সম্রাট জাহাঙ্গীর বাংলায় মুঘল শাসন সুপ্রতিষ্ঠিত করেন। সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক গ্রন্থ 'তুজুক-ই-জাহাঙ্গীর' ।
- জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে ইংরেজদের আগমন ঘটে।
- নিজের নামে মুদ্রা প্রচলন করেন।
- তিনি আগ্রার দূর্গ নির্মান করেন।
- বাংলা দখল করার জন্য সুবাদার ইসলাম খান চিশতীকে (বাংলার প্রথম মুঘল সুবাদার) তিনি বাংলায় প্রেরন করেন ।
শাহজাহান ওরফে খুররম (১৬২৮-১৬৫৮ সাল)
তিনি মুঘল বংশের পঞ্চম শাসক। মমতাজ মহল ছিলেন সম্রাট শাহজাহানের স্ত্রী। শাহজাহান তার স্ত্রীকে প্রাণাধিক ভালবাসতেন। সম্রাজ্ঞী ১৬৩১ সালে চতুর্দশ সন্তান জন্মদানকালে শেষ নিঃশেষ ত্যাগ করেন। সম্রাট তার প্রিয়তমার মৃত্যুতে গভীর আঘাত পান। তিনি আগ্রার যমুনা নদীর তীরে পত্নীপ্রেমের অক্ষয়কীর্তি 'তাজমহল ' নির্মাণ করেন। তাজমহলের স্থপতি ওস্তাদ ঈশা খাঁ। বলদেব দাস ছিলেন তাজমহল নির্মাণকার্যে নিযুক্ত বাঙালি স্থপতি। মণি মুক্তা খচিত স্বর্ণমণ্ডিত ময়ূর সিংহাসন সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি। সম্রাট শাজাহানের মুকুটে বিশ্ববিশ্রুত অপূর্ব 'কোহিনুর' হীরা শোভা বর্ধন করত। ১৭৩৯ সালে পারস্যের সম্রাট নাদির শাহ দুর্বল মুঘল সম্রাট মুহাম্মদ শাহ এর আমলে এ হীরা পারস্যে নিয়ে যায়। এটি বর্তমানে ইংল্যান্ডের রানীর রাজপ্রাসাদে শোভা পাচ্ছে । সম্রাট শাহজাহান দিল্লীতে লাল কেল্লা, জাম-ই-মসজিদ, দিওয়ান-ই- আম, দিওয়ান-ই-খাস, আগ্রায় মতি মসজিদ এবং লাহোরে সালিমার উদ্যান নির্মাণ করেন। এজন্য তাঁকে Prince of Builders বলা হয়। এ সময় সম্রাটের অনুমতিক্রমে ইংরেজরা বাংলায় 'পিপিলাই' নামক স্থানে প্রথম সরাসরি বাণিজ্য কুঠি বা বাণিজ্যকেন্দ্র স্থাপন করে। সম্রাট শাহজাহানের চার পুত্র হল দারা, সুজা, আওরঙ্গজেব ও মুরাদ।
আওরঙ্গজেব (১৬৫৮-১৭০৭ সাল)
শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের গর্ভে চারপুত্র ও দুইকন্যা জন্মগ্রহণ করেছিলেন। পুত্রদের নাম দারা, সুজা, আওরঙ্গজেব ও মুরাদ। কন্যাদের নাম ছিল জাহান আরা ও রওশন আরা। ভ্রাতৃযুদ্ধে জাহান আরা দারার পক্ষ এবং রওশন আরা আওরঙ্গজেবের পক্ষ সমর্থন করে। যুদ্ধে অপর ভাইদের পরাজিত করে আওরঙ্গজেব ক্ষমতা দখল করেন। সম্রাট শাজাহান তাঁর পুত্র আওরঙ্গজেবকে যোগ্যতার স্বীকৃতিস্বরূপ 'আলমগীর' নামক তরবারী প্রদান করেন। সম্রাট আওরঙ্গজেব অতিশয় ধর্মপ্রাণ মুসলমান ছিলেন। এজন্য তাঁকে 'জিন্দাপীর' বলা হয়। তিনি জিজিয়া কর পুনঃস্থাপন করেন। তাঁর সময়ে সুবাদার শায়েস্তা খান বাংলা থেকে পর্তুগীজদের বিতাড়িত করেন।
মুহম্মদ শাহ
দুর্বল ও অকর্মণ্য মুঘল সম্রাট মুহম্মদ শাহ এর আমলে (১৭৩৯ খ্রিস্টাব্দে) পারস্যের নাদির শাহ ভারত আক্রমণ করেন। নাদিরশাহ ভারত হতে মহামূল্যবান কোহিনূর হীরা, ময়ূর সিংহাসন এবং প্রচুর ধনরত্ন পারস্যে নিয়ে যান। কোহিনূর হীরা বর্তমানে ইংল্যান্ডের রাণীর রাজপ্রাসাদে শোভা পাচ্ছে। ময়ূর সিংহাসন বর্তমানে আছে ইরানে।
আহমদ শাহ আবদালীর ভারত আক্রমণ : আহমদ শাহ আবদালি নাদির শাহের সেনাপতি ছিলেন। তিনি নাদিরশাহের মৃত্যুর পর আফগানিস্তানের অধিপতি হন । তিনি মুহম্মদ শাহের রাজত্বকালে ভারত আক্রমণ করেন কিন্তু পরাজিত হন। এ পরাজয়ের শোধ নেওয়ার জন্য তিনি আরও তিনবার ভারত আক্রমণ করেন।
দ্বিতীয় বাহাদুর শাহ (১৮৩৭-১৮৫৭)
শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। সিপাহী বিদ্রোহের পর ১৮৫৮ সালে তাঁকে রেঙ্গুনে (বর্তমান ইয়াঙ্গুনে) নির্বাসন দেওয়া হয়। ১৮৬২ সালে তিনি রেঙ্গুনে নির্বাসিত অবস্থায় মৃত্যুবরণ করেন। রেঙ্গুনেই তাঁকে সমাহিত করা হয়।
অধ্যায়: মুঘল সাম্রাজ্যের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (৭৩)
১. নিম্নের মোঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন ? [৩৮তম বিসিএস/ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (আই ইউনিট) আইন অনুষদ ২০১৮-১৯ ]
- আকবর
- বাবর
- শাহজাহান
- হুমায়ুন
২. কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ' ? [১০তম বিসিএস/ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (হিসাব রক্ষক)-২১/ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: সিকিউরিটি অফিসার ২০১৯/প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (দাজলা): ১৩/ [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (রাইন): ১৩/প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (বসন্ত):১০ ]
- বাবর
- হুমায়ূন
- আকবর
- জাহাঙ্গীর
৩. কোন আমলে প্রাচীন বাংলার গৌরব 'মসলিন কাপড় ঢাকায় তৈরি হত ? [শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহায়ক)--২১/ রাজশাহী বিশ্ববিদ্যালয়, A-ইউনিট (গ্রুপ-৩)-২০-২১/ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/ সহকারী পরিচালক (প্রশাসন) ২০১৬ ]
- পাল আমলে
- মুঘল আমলে
- সেন আমলে
- ইংরেজ আমলে
৪. বঙ্গাব্দ সন কোন সনে প্রবর্তিত হয় ? [বাংলাদেশ বেতারের সহ-সম্পাদক ২০১৯ ]
- ১৪৯২
- ১৫৯৮
- ১৫৮৪
- ১৪৮৫
৫. কোন মুঘল সম্রাট তার শাসনকালে বাংলায় প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়েছিলেন ? [ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পিএসসি'র সহকারী পরিচালক ২০১৬ ]
- সম্রাট হুমায়ুন
- সম্রাট আকবর
- সম্রাট জাহাঙ্গীর
- সম্রাট আওরঙ্গজেব
৬. মুঘল শাসনামলের কোন ক্রমটি ঠিক আছে ? [জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, (ঘ ইউনিট): ১৩-১৪ ]
- বাবর-হুমায়ুন-জাহাঙ্গীর-আকবর
- বাবর- জাহাঙ্গীর-হুমায়ুন- আকবর
- বাবর-হুমায়ুন-আকবর - জাহাঙ্গীর
- বাবর-আকবর -জাহাঙ্গীর -হুমায়ুন
৭. কোনটি মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল ? [পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবারকল্যাণ পরিদর্শিকা (FWV) পশিক্ষণার্থী-১৩ ]
- মসলিন
- জামদানি
- নকশিকাঁথা
- খাট-পালঙ্ক
৮. কোন মুঘল সম্রাট প্রথম বাংলা জয় করেন ? [রাজশাহী বিশ্ববিদ্যালয় (ক ইউনিট): ১৩-১৪ ]
- বাবর
- হুমায়ুন
- আকবর
- জাহাঙ্গীর
৯. বাবর দিল্লির সিংহাসন অধিকার করেন – [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ইতিহাস): ১২-১৩ ]
- ১৫২২ সালে
- ১৫২৪ সালে
- ১৫২৮ সালে
- ১৫২৬ সালে
১০. কোন যুদ্ধে ইব্রাহিম লোদী বাবরের কাছে পরাজিত হয় ? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ইতিহাস): ১৩-১৪ ]
- খানুয়ার যুদ্ধে
- পানি পথের প্রথম যুদ্ধে
- প্রথম যুদ্ধে তরাইনের যুদ্ধে
- পানি পথের দ্বিতীয় যুদ্ধে
১১. মুঘল সম্রাট বাবরের পুরো নাম কি ? [বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক ২০১১ ]
- তৈমুর লং
- জহিরউদ্দীন
- জালালউদ্দীন
- সামসুদ্দীন
১২. Who was the founder of Mughal emperor ? / ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ? [Trust Bank Ltd. Trainee Asst. Cash Officer:12 / সেকেন্ডারি এডুকেশন সেক্টর প্রোগ্রাম উপজেলা/থানা একাডেমিক সুপারভাইজার ২০১৫ ]
- বাবুর
- আকবর
- হুমায়ূন
- শেরশাহ
১৩. মোঘল বংশের প্রতিষ্ঠাতা কে ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাঃ২০১২ করতোয়া ]
- বাবর
- হুমায়ুন
- শাহজাহান
- আকবর বাবর
১৪. উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন— [রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইতিহাস বিভাগঃ ০৮-০৯ ]
- ১৫১৬ সালে
- ১৫২২ সালে
- ১৫২৬ সালে
- ১৫২৮ সালে
১৫. কোন যুদ্ধের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের পত্তন ঘটেছিল ? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইতিহাস বিভাগ: ০৯-১০ ]
- পানিপথের প্রথম যুদ্ধ
- পানিপথের দ্বিতীয় যুদ্ধ
- দ্বিতীয় তরাইনের যুদ্ধ
- পানিপথের তৃতীয় যুদ্ধ
১৬. প্রথম পানি পথের যুদ্ধ কখন হয় ? [ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ইতিহাস) : ০৭-০৮/ শ্রম অধিদরের রেজিষ্টারঃ ০০]
- ১৫৫৬ খ্রিস্টাব্দে
- ১৬২১ খ্রিস্টাব্দে
- ১৫২৬ খ্রিস্টাব্দে
- ১৫৩৬ খ্রিস্টাব্দে
১৭. ১৫২৬ খ্রিস্টাব্দে পানি পথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২-ঢাকা ]
- রানা প্রতাপ সিংহ
- ইব্রাহিম লোদি
- শিবাজি
- বৈরাম খাঁ
১৮. ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয় ? [ জাতীয় বিশ্ববিদ্যালয়, মানবিকঃ ০৩-০৪]
- পলাশীর যুদ্ধে
- চৌসারের যুদ্ধে
- পানিপথের প্রথম যুদ্ধে
- পানিপথের দ্বিতীয় যুদ্ধে
১৯. পানিপথ অবস্থিত -- [সাব-রেজিস্ট্রারঃ ০১ ]
- মুলতানের অদূরে
- পেশোয়ারের অদূরে
- দিল্লির অদূরে
- কাবুলের অদূরে
২০. পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে ? [কর্মসংস্থান ব্যাংকের সহকারী অফিসারঃ ০১ ]
- মেঘনা
- গঙ্গা
- যমুনা
- সিন্ধু
২১. মুঘল সম্রাটদের মধ্যে আত্মজীবনী রচনা করেছিলেন- [ জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক : ০৮-০৯ ]
- বাবুর
- আকবর
- শাহজাহান
- আওরঙ্গজেব
২২. মোঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন ? [মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষকঃ ০৩ ]
- বাবুর
- হুমায়ুন
- বৈরাম খাঁ
- জাহাঙ্গীর
২৩. সম্রাট শাহজাহান মুঘল বংশের কততম শাসক ? [ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, খ ইউনিটঃ ০৫-০৬ ]
- তৃতীয়
- চতুর্থ
- পঞ্চম
- ষষ্ঠ
২৪. শাহজাহানের কনিষ্ঠ পুত্র- [রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ইতিহাস) : ০৭-০৮ ]
- দারা
- মুরাদ
- সুজা
- আওরঙ্গজেব
২৫. কে বাদশাহ আলমগীরের ভাই ছিলেন না ? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, খ ইউনিটঃ ০৩-০৪ ]
- সুজা
- মুরাদ
- শেরশাহ
- দারা
২৬. Who was the last mughal Emperor ? / Who was the last Emperor of mughal Reign ? / শেষ মোগল সম্রাট কে ছিলেন ? [SIBL Probationary Officer: 13/RAKUB Senior Officer: 11/Grameen Bank Senior Officer:10 ] [ Rupali Bank Ltd. Senior Officer : 10/ Banglalesh Shilpa Bank recruitment test: 04 / PKSF Assisant Manager: 14 / ঢাকা বিশ্ববিদ্যালয়-খ ইউনিট: ১৬ ১৭/জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ইতিহাস) : ১৩-১৪ / রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ইসলামী ইতিহাস) : ০৮-০৯ ]
- Humayan (হুমায়ন)
- Bahadur Shah (বাহাদুর শাহ)
- Shahjahan (শাহজাহান)
- Akbar (আকবর)
২৭. Which of the following was not a Mughal Emperor? / নিচের কোন ব্যক্তি মোঘল সম্রাট ছিলেন না ? [Standrd Bank Officer: 06 ]
- Akbar (আকবর)
- Bahadur Shah (বাহাদুর শাহ)
- Isha Khan (ঈসা খান)
- Babar (বাবুর )
২৮. কোন মোঘল সম্রাট বাংলাকে ‘জান্নাতুল সুবাহ' (বা স্বর্গীয় প্রদেশ) বলে আখ্যায়িত করেছিলেন ? [শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ ০৭-০৮ ]
- বাবর
- হুমায়ূন
- আকবর
- জাহাঙ্গীর
২৯. ভারত উপমহাদেশের ডাক ব্যবস্থার প্রবর্তক কে ? [ ডাক বিভাগের পোস্টাল অপারেটর ২০১৬ ]
- শেরশাহ
- সম্রাট আকবর
- লর্ড ক্লাইভ
- সম্রাট বাবর
৩০. ভারতীয় উপমহাদেশে প্রথম কখন ও কার আমলে ডাক সার্ভিস চালু হয় ? [ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাঃ ০৫-০৬ ]
- শের শাহ
- শায়েস্তা খাঁ
- নুসরত শাহ
- সিরাজউদ্দৌলা
৩১. ভারতীয় উপমহাদেশে ঘোড়ার ডাকের প্রচলন কে করেন ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাঃ ২০১২ - মেঘনা/ কর্নফুলী/জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মানবিকঃ ০৬-০৭ /চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঘ ইউনিটঃ ০৬-০৭ ]
- সম্রাট আকবর
- সম্রাট শাহজাহান
- শেরশাহ
- লর্ড কর্নওয়ালিস
৩২. গ্রান্ডট্রাঙ্ক রোডের নির্মাতা কে ? [জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঘ ইউনিটঃ ০৫-০৬/ ইসলামী ব্যাংক সহকারী অফিসার (গ্রেড-৩): ০৫ ]
- বাবর
- আকবর
- শাহজাহান
- শেরশাহ
৩৩. বিখ্যাত ‘গ্রান্ড ট্রাঙ্ক’ রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে ? [আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিবঃ ০৬ ]
- কুমিল্লা জেলার দাউদকান্দি
- ঢাকা জেলার বারিধারা
- যশোর জেলার ঝিকরগাছা
- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও
৩৪. কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক- [রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ইতিহাস) : ০৭-০৮ ]
- বাবর
- হুমায়ূন
- শেরশাহ
- আকবর
৩৫. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন - / Which Mughal Emperor initiated the celebration of Bengali new year ? / Who introduced Bengali New year (Beginning of 1st Baishakh ) ? [২৬তম বিসিএস/ পরিবেশ অধিদপ্তরের অধীনে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা-২০২০/ বাংলাদেশ ডাক বিভাগ পোষ্টাল অপারেটর ২০১৯/সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এস্টিমেটর ২০১৯/ তথ্য মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ক্যামেরাম্যান ২০১৯/ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (প্রথম ধাপ) ২০১৯/ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার ২০১৭/বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড - ২০১৬/ বাংলাদেশ ডাক বিভাগ (মেট্রোপলিটন সার্কেল) পরিদর্শক ২০১৬/জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পিএসসি'র সহকারী পরিচালক ২০১৬/পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শক (FWV) প্রশিক্ষণার্থী ২০১৫/দ্বাদশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন পরীক্ষা (স্কুল পর্যায়) ২০১৫/বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান এসিস্টেন্ট অফিসার -২০১৪/জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ( বাংলা) : ১৩-১৪//প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২-রাজশাহী / Southeast Bank Ltd. Officer : 11/ Sonali, Janata, Agrani Bank Ltd. Senior Officer:08 / IFIC Bank Ltd. Officer (Cash): 13 ]
- আকবর
- ইলিয়াস শাহ
- লক্ষণ সেন
- বিজয় সেন
৩৬. বাংলা সনের প্রবর্তক কে ? [৩১তম বিসিএস/ পররাষ্ট্র মন্ত্রণালয়ঃ প্রশাসনিক কর্মকর্তা ২০১৯/ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: সিকিউরিটি অফিসার ২০১৯/ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইট্রাক্টর (ইলেকট্রিক্যাল, কম্পিউটার, সিভিল ও ইলেক্ট্রনিড) টিটিসি ২০১৮/ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০১৩/পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা ২০১২/বিআরডিবি'র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০১২/ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, (ক ইউনিট): ১০-১১/ Or, Who introduced the Bangla calendar? [ Bank Asia Ltd. MTO:11 ]
- লক্ষণ সেন
- সম্রাট আকবর
- আবুল ফজল
- বখতিয়ার খলজি
৩৭. সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য সম্রাট আকবর সাম্রাজ্যকে কতটি প্রদেশে ভাগ করেন ? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট বি (কলা ও মানববিদ্যা অনুষদ) অনার্স ভর্তি পরীক্ষা: ২০২০-২১ ]
- ৫টি
- ১০ টি
- ১৫ টি
- ২০টি
৩৮. ফতেহপুর সিকরি কোন মোগল শাসকের আমলে নির্মিত ? [ঢাকা বিশ্ববিদ্যালয় (চ ইউনিট) ২০১৮-১৯ ]
- শাহজাহান
- হুমায়ুন
- আকবর
- জাহাঙ্গীর
৩৯. ভারতের শেষ মোগল সম্রাট ছিলেন - [ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ও সামাজিক বিজ্ঞান (অধিভুক্ত ৭ কলেজ) ২০১৮-১৯ ]
- বাহাদুর শাহ জাফর
- হুমায়ুন
- শাহজাহান
- আকবর
৪০. ‘তাজমহল' -কে প্রতিষ্ঠা করেন ? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ( কলা ও মানবিক অনুষদ): ১২-১৩ ]
- আকবর
- জাহাঙ্গীর
- শাহজাহান
- আওরঙ্গজেব
৪১. ফতেহপুর সিকরী মোঘল সম্রাট জাহাঙ্গীরের সমাধি কোথায় ? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ( প্রত্নতত্ত্ব) : ১৩-১৪ ]
- শাহজাহান
- হুমায়ূন
- আকবর
- জাহাঙ্গীর
৪২. ‘ময়ূর' সিংহাসন' এর নির্মাতা- [কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক-১৩/জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ইতিহাস) : ০৭-০৮ ]
- আকবর
- শাহজাহান
- হুমায়ূন
- আওরঙ্গজেব
৪৩. সম্রাট আকবরের সমাধি কোথায় ? [ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, (ঘ ইউনিট): ১৪-১৫ ]
- সেকান্দ্রা
- আগ্রা
- অমরকোট
- ফতেহপুর সিকরী
৪৪. মোঘল সম্রাট জাহাঙ্গীরের সমাধি কোথায় ? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (প্রত্নতত্ত্ব) : ১৩-১৪ ]
- দিল্লিতে
- আগ্রায়
- লাহোরে
- পাঞ্জাবে
৪৫. সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন ? [কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স-এর কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর-২০১৪ ]
- দারা
- শাহ সুজা
- মুরাদ
- আওরঙ্গজেব
৪৬. ময়ূর সিংহাসন-এর নির্মাতা- [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক-২০১৩/রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ইতিহাস) : ০৭-০৮ ]
- আকবর
- শাহজাহান
- হুমায়ুন
- আওরঙ্গজেব
৪৭. আগ্রার দুর্গের নির্মাতা কে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (হেমন্ত):১০]
- সম্রাট শাহজাহান
- সম্রাট হুমায়ুন
- সম্রাট আওরঙ্গজেব
- সম্রাট জাহাঙ্গীর
৪৮. চারপুত্রের পিতা চিংকিং রোয়াজের মৃত্যুর পর গোত্র প্রধান হওয়ার লড়াইয়ে বিজয়ী হন তৃতীয় পুত্র মংশিং রোয়াজা। এর সাথে যে ভারত সম্রাটের সিংহাসনে আসীন হওয়ার ঘটনার মিল আছে, তিনি হলেন— [ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ইতিহাস) : ১৩-১৪]
- আকবর
- আওরঙ্গজেব
- শাহজাহান
- বাবর
৪৯. শাহজাহানের কন্যা জাহান আরা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন ? [রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ইতিহাস) : ০৮-০৯]
- মুরাদ
- সুজা
- দারা
- আওরঙ্গজেব
৫০. আলমগীরনগর কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল ? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ( প্রত্নতত্ত্ব) : ১২-১৩ ]
- পাণ্ডুয়া
- বিহার
- লক্ষণাবতী
- কুচবিহার
৫১. আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স ছিল— [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে মেডিকেল অফিসারঃ ০৩ ]
- ১৭ বছর
- ১৬ বছর
- ১৩ বছর
- ১৪ বছর
৫২. কোন যুদ্ধে আকবর দিল্লি জয় করেন ? [রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ইতিহাস) : ০৭-০৮ ]
- পানিপথের প্রথম যুদ্ধ
- পানিপথের দ্বিতীয় যুদ্ধ
- খনুয়ার যুদ্ধ
- হলদিঘাটের যুদ্ধ
৫৩. পানি পথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে সংঘটিত হয় ? [জাতীয় বিশ্ববিদ্যালয়, মানবিকঃ ০৪-০৫ ]
- ১৫২৬
- ১৫২৫
- ১৫৫৬
- ১৭৬৩
৫৪. কোন সনে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন ? [জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, খ ইউনিটঃ ০৭-০৮ ]
- ১৫৭৫
- ১৫৭২
- ১৫৫৬
- ১৫৭৬
৫৫. “Din-i-Ilahi” was the name of a-- /'দীন-ই-ইলাহী' প্রবর্তন করেন— [Al-Arafah Islami Bank Ltd. MTO: 10/রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ইতিহাস) : ০৭-০৮/সাব-রেজিস্ট্রারঃ ০১ ]
- সম্রাট জাহাঙ্গীর
- সম্রাট শাহজাহান
- সম্রাট আকবর
- সম্রাট আওরঙ্গজেব
৫৬. টোডরমেলের নাম কোন সংস্কারের সঙ্গে জড়িত ? [রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইতিহাস বিভাগঃ ০৮-০৯ ]
- ধৰ্মীয়
- সামরিক
- রাজস্ব
- সামাজিক
৫৭. টোডরমল কে ? [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নৃবিজ্ঞান বিভাগ: ০৯-১০ ]
- আকবরের ধর্মমন্ত্রী
- আকবরের অর্থমন্ত্রী
- আকবরের পরিকল্পনা মন্ত্রী
- আকবরের সমরমন্ত্রী
৫৮. এ দেশের সরকারি কাজে ‘ফারসি’ ভাষা চালু করেন কে ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাঃ২০১২ করতোয়া ]
- হুসেন শাহ
- সম্রাট জাহাঙ্গীর
- রাজা টোডরমল
- ইংরেজরা
৫৯. Ain-i-Akbori is written by –/ ঐতিহাসিক গ্রন্থ ‘আইন-ই-আকবরি' -এর রচয়িতা কে ? [ শাহজালাল ইসলামী ব্যাংক সহকারী অফিসারঃ ০৩ / কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স এর কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর : ১৪/টেলিফোন বোর্ডের সহকারী পরিচালকঃ ০৪ ]
- Ferdausi (ফেরদৌসি)
- Abul Fazal (আবুল ফজল)
- Ghalib (গালিব)
- None of the above
৬০. কোন মুঘল সম্রাট “জিজিয়া কর' রহিত করেন ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাঃ২০১২-সুরমা]
- হুমায়ুন
- আকবর
- শাহজাহান
- আওরঙ্গজেব
৬১. “জিজিয়া’ ছিল- [ জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক : ০৮-০৯]
- বাণিজ্য কর
- অমুসলমানদের উপর ধার্য ভূমি কর
- উৎসব কর
- অমুসলমানদের উপর ধার্য সামরিক কর
৬২. কোন মোঘল সম্রাটের সময় সাম্রাজ্যের সর্বাপেক্ষা বেশি বিস্তার ঘটে ? [ জাতীয় বিশ্ববিদ্যালয়, মানবিকঃ ০৩- ০৪]
- বাবর
- আকবর
- আওরঙ্গজেব
- শাজাহান
৬৩. ‘বুলবুল-ই-হিন্দ' কাকে বলা হয় ? [জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালকঃ ০৬/ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, খ ইউনিটঃ ০৪-০৫ ]
- তানসেনকে
- আমীর খসরুকে
- আবুল ফজলকে
- গালিবকে
৬৪. ভারতের যে সম্রাটকে ‘আলমগীর' বলা হতো- [পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালকঃ ০০ ]
- শাহজাহান
- বাবর
- বাহাদুর শাহ
- আওরঙ্গজেব
৬৫. শাহজাহানের কন্যা জাহান আরা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন ? [রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ: ০৮-০৯ ]
- মুরাদ
- সুজা
- দারা
- আওরঙ্গজেব
৬৬. নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কোন সালে ? [বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালকঃ ৯০ ]
- ১৭৬১
- ১৭৯৩
- ১৭৩৯
- ১৭৬০
৬৭. যে বিদেশী রাজা ভারতের কোহিনুর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন- [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সহকারী পরিচালকঃ ০৬/ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন রিসার্চ অফিসারঃ ০৬/ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, খ ইউনিটঃ ০৪-০৫ ]
- আহমদ শাহ আবদালি
- নাদির শাহ
- দ্বিতীয় শাহ আব্বাস
- সুলতান মাহমুদ
৬৮. তৃতীয় পানি পথের যুদ্ধে কে কাকে পরাজিত করে ? [শ্রম অধিদরের রেজিষ্ট্রারঃ ০০ ]
- বাবর ইব্রাহীম লোদীকে
- আকবর হিমুকে
- আকবর রানা প্রতাপকে
- আহমদ শাহ আবদালি মারাঠাদিগকে
৬৯. পানি পথের তৃতীয় যুদ্ধ হয়— [ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, খ ইউনিটঃ ০৫-০৬/ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঘ ইউনিটঃ ০৩-০৪ ]
- ১৫২৬ সালে
- ১৫৫৬ সালে
- ১৭৬১ সালে
- ১৭৬৫ সালে
৭০. মারাঠা শাসকের উপাধি ছিল- [রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইতিহাস বিভাগঃ ০৮-০৯ ]
- রাজা
- পেশোয়া
- সম্রাট
- বাদশাহ
৭১. শেষ মুঘল সম্রাটের নাম কি ? [ঢাকা বিশ্ববিদ্যালয় (ঘ ইউনিট-বাতিলকৃত) ২০১৮-১৯/ রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইতিহাস বিভাগঃ ০৮-০2 ]
- আওরঙ্গজেব
- ফররুক শাহ
- দ্বিতীয় বাহাদুর শাহ
- শায়েস্তা খান
৭২. দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয়- [ [রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ইতিহাস) : ০৭-০৮ ]
- গোয়ায়
- আন্দামানে
- থাইল্যান্ডে
- রেঙ্গুনে
৭৩. শেষ মোঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাঃ ২০১৫ / জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-সহকারী পরিচালকঃ ০১ ]
- দিল্লি
- আগ্ৰা
- ইয়াঙ্গুন
- লাহোর