সাধু ও চলিত ভাষার পার্থক্য-বাংলা ভাষারীতি

সূচিপত্র

আমাদের আজকের টপিক বাংলা ভাষার রীতি। আমার মনে হয় এই প্রসঙ্গটি নিয়ে প্রশ্ন করলেই সবাই এক বাক্যে বলে দিবে সাধু ও চলিত। অর্থাৎ খুব কমন টপিক, তাই না? কিন্তু আমি এমন ও দেখেছি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক পরীক্ষার্থীই এই টপিকে ও ভুল করে বসেন। আপনারা বলতে পারেন এটা হেয়ালী ভাবে হয়ে থাকে। কিন্তু না এটা আসলে জানার অভাবের কারণেই হয়ে থাকে।আর তাই আজ আমরা সাধু ও চলিত কি এবং সাধু ও চলিত ভাষার পার্থক্য এ টু জেড জানার চেষ্টা করব। সেই সাথে বাংলা ভাষা সম্পর্কে ও যৎসামান্য জানব । তা না হলে বিষয়টা পুরোপুরি অনুধাবন এবং হৃদয়ঙ্গম করতে পারব না। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের বিষয়টির আদ্যোপান্ত।

বাংলা ভাষা

মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কত কিছুই না করে, তাই না? কখনো অঙ্গভঙ্গি, কখনো ইশারা, ইঙ্গিত আবার কখনো বা কন্ঠধ্বনির সাহায্যে উচ্চারিত ধ্বনি বা ধ্বনির সমষ্টি। কন্ঠধ্বনি ছাড়া বাকি সবকিছু যেমন হাত,পা, মুখ এবং চোখ ইত্যাদি অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে মানুষ ইঙ্গিত করে থাকে। কন্ঠধ্বনির সাহায্যে মানুষ যত বেশি পরিমাণ মনোভাব প্রকাশ করতে পারে, অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে ততটা পারে না। কন্ঠধ্বনি বলতে মুখগহ্বর,কন্ঠ,নাক,ঠোট ইত্যাদির সাহায্যে উচ্চারিত বোধগম্য ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বোঝায়। এই ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়। বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। আর তাই ভাষার সংজ্ঞায় আমরা বলতে পারি “মনের ভাব প্রকাশের জন্য, বাগ্যন্ত্রের সাহায্যে উচ্চারিত ধধ্বনির দ্বারা নিষ্পন্ন কোন বিশেষ জনসমাজে ব্যবহৃত, স্বতন্ত্রভাবে অবস্থিত, তথা বাক্যে প্রযুক্ত, শব্দ সমষ্টিকে ভাষা বলে। ভাষার মূল উপাদান ধ্বনি। তবে ভাষার মেীলিক উপাদান শব্দ আর ভাষার প্রাণ হলো অর্থপূর্ণ বাক্য। বাক্য ভাষার মূল উপকরণ । কারণ একটি সম্পূর্ণ বাক্যই ভাষার প্রাণ । বাক্য ব্যতীত ভাষা প্রাণহীন। এখানে মনে রাখতে হবে মূল উপাদান এবং মৌলিক উপাদান । মেীলিক উপাদান শব্দ কারণ শব্দেই প্রথম অর্থের সংশ্লিষ্টতা দেখা যায়। ভাষার প্রধান উদ্দেশ্য যেহেতু অর্থবাচকতা প্রকাশ করা,সেহেতু শব্দ ভাষার মেীলিক উপাদান। প্রত্যেক ভাষারই ৪টি মেীলিক অংশ থাকে।যথা: ক.ধ্বনি খ. শব্দ গ.অর্থ ঘ.বাক্য। দেশ,কাল ও পরিবেশভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে। ভাষা ও ব্যাকরণের মধ্যে ভাষা আগে সৃষ্টি হয়েছে।মূলত ভাষাকে শাসন করার জন্যই ব্যাকরণের সৃষ্টি। বাংলাদেশ ছাড়া ও পশ্চিমবঙ্গ,ত্রিপুরা,বিহার,উাড়ষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলের মানুষের ভাষাবাংলা ভাষা। বাংলা ভাষার মূল বৈশিষ্ট্যসমূহ হল অর্থদ্যোতকতা,মানুষের কন্ঠনিঃসৃত ধ্বনি এবং জনসমাজে ব্যবহারের যোগ্যতা। বাক্য ভাষার মূল উপকরণ।কারণ একটি সম্পূর্ণ বাক্যই ভাষার প্রাণ।বাক্য ব্যতীত ভাষা প্রাণহীন। ভাষার গুরুত্বপূর্ণ ওয়েবসাইট এথনোলগের ২০২০ সালের ২২তম সংস্করণের পরিসংখ্যান আমাদের জানাচ্ছে, পৃথিবীজুড়ে মোট বাংলাভাষীদের সংখ্যা প্রায় ২৬ কোটি ৫০ লাখের কিছু বেশি। মাতৃভাষা হিসেবে বিশ্ব-ভাষা তালিকায় বাংলার অবস্থান পঞ্চম এবং ব্যবহারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা সারা বিশ্বের সপ্তম প্রধান ভাষা । তবে ভাষা গবেষকদের ধারণা এর পরিমাণ ২৮ কোটি হবে । পৃথিবীর প্রায় ৩ শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে ।

বাংলা ভাষারীতি- সাধু ও চলিত ভাষা

সাধু ও চলিত ভাষার পার্থক্য জানার আগে আমরা সাধু ও চলিত ভাষা কী তা ভাল ভাবে জানব।আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি? তখন কি উত্তর দিবেন? হয়ত বলবেন সাধু ও চলিত রীতি।কিন্তু না বাংলা ভাষার মৌলিক রূপ হচ্ছে দুইটি। যথা: ১. মৌখিক বা কথ্য (চলিত ও আঞ্চলিক বা উপভাষা) ও ২. লৈখিক বা লেখ্য (সাধু ও চলিত)। বাংলা ভাষার মেীখিক রুপ আবার দুই ধরনের যথা চলিত ভাষা ও আঞ্চলিক বা উপভাষা। লৈখিক রুপ ও আবার দুই ধরনের যথা সাধু ও চলিত। সাধু ও চলিত হচ্ছে বাংলা ভাষার রীতি। সাধু ভাষা প্রাচীনকাল থেকেই সাহিত্যের ভাষা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে এটি মানুষের দৈনন্দিন জীবনের শুরু থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সাধু ভাষা ছিল সাহিত্যিক ও কৃত্রিম ভাষা। সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা হিসেবে অভিহিত করা হয়।

১৮০০ সালে বাংলা সাহিত্যের আধুনিক যুগ সূচিত হয়। মূলত এ সময়ই সাধু ভাষার আবির্ভাব কাল । উনিশ শতকের শুরুর দিকে ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে বাংলা গদ্য চর্চা শুরু হয়। ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক প্রণয়নে উইলিয়াম কেরি উইলিয়াম কেরি ও তার সহকর্মীগণ গদ্যের প্রয়োজন উপলব্ধি করেন এবং তাদের প্রচেষ্টায় গদ্যের আবির্ভাব হয়। বাংলা গদ্যের প্রথম যুগে সাধু রীতির ব্যাপক প্রচলন ছিল। রাজা রামমোহন রায় প্রথম সাধু ভাষার প্রয়োগ করেন। তিনি তাঁর "বেদান্ত গ্রন্থ" রচনাটিতে প্রথম সাধু ভাষা ব্যবহার করেছিলেন।

সাধু ভাষার সংজ্ঞা হিসেবে বলা যায় যে ভাষা রীতিতে ক্রিয়া ও সর্বনাম পদের পূর্ণরুপ ব্যবহার করা হয় তাকে সাধু ভাষা বলে। সাধারণত সাধু ভাষায় ক্রিয়া ও সর্বনাম পদগুলো দীর্ঘতর হয়। সহজে আমরা এই জিনিসটাকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকি সাধু ও চলিত ভাষার পার্থক্য নির্ণয় করার জন্য। যা মোটে ও কাম্য নয়। প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যিক নিদর্শনে সাধুভাষার প্রভাব ছিল স্পষ্ট। উনিশ শতকের দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলা সাহিত্যে 'চলিত ভাষা'র প্রচলন শুরু হতে থাকে। তৎকালীন সময়ের কিছু গদ্যলেখক পণ্ডিতি সাহিত্যের বেড়াজাল থেকে বেরিয়ে এসে আপামর জনসাধারণের ‘কথ্য ভাষায় সাহিত্য রচনায় ব্রতী হন এবং সফল হন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রমথ চৌধুরী । তিনিই প্রথম চলিত ভাষায় সাহিত্য রচনা শুরু করেন এবং 'সবুজপত্র' (১৯১৪) সাহিত্য পত্রিকার মাধ্যমে চলিত রীতিকে সাহিত্যের ভাষা হিসেবে প্রতিষ্ঠার আন্দোলন করেন। যার কারণে তাকে চলিত রীতির প্রবর্তক বলা হয়।সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে। চলিত ভাষার আদর্শরূপ থেকে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। চলিত ভাষার অন্যতম বৈশিষ্ট্য প্রমিত উচ্চারণ। কলকাতা অঞ্চলের মেীখিক ভাষাকে ভিত্তি করে চলিত ভাষা গড়ে উঠেছে। চলিত ভাষারীতির প্রবর্তনে প্রমথ চৌধুরীর অবদান অনস্বীকার্য। আঞ্চলিক ভাষা কী? বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষের মুখের ভাষাকে আঞ্চলিক ভাষা বলে। আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা। আক্ষরিক অর্থে উপভাষা বলতে ‘ভাষা'র চেয়ে একটু নিম্ন বা কিছুটা কম মর্যাদাসম্পন্ন ভাষাকে বোঝায়। পৃথিবীর সব ভাষারই উপভাষা আছে। বাংলা ভাষার উপভাষা মোট ৫টি। যথা:

ক. রাঢ়ি (পশ্চিম ও মধ্যবঙ্গ),
খ. ঝাড়খণ্ডি (দক্ষিণ-পশ্চিমবঙ্গ, সিংভূম, মানভূম, পুরুলিয়া অঞ্চল)
গ. বরেন্দ্র (উত্তরবঙ্গ),
ঘ. বঙ্গালি (পূর্ব ও দক্ষিণ-পূর্ববঙ্গ, বাংলাদেশ) ও
ঙ. কামরুপি ( উত্তর-পূর্ববঙ্গ,কোচবিহার,কাছাড়)

সাধু রীতি ও চলিত ভাষার পার্থক্য

সাধু ভাষাচলিত ভাষা
সাধু রীতি ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিতচলিত রীতি পরিবর্তনশীল
এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুলএ রীতি তদ্ভব শব্দবহুল
সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী অর্থাৎ বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য সাধু ভাষা উপযোগী নয়।এ রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় উপযোগী
এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলেএ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে
সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহার করা হয়সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়
সাধু ভাষায় ধ্বন্যাত্নক শব্দের প্রাধান্য নেইচলিত ভাষায় ধ্বন্যাত্নক শব্দের প্রাধান্য আছে। যেমন-হনহন,ঝনঝন,গনগনে ইত্যাদি।
সাধু ও চলিত রীতিতে অভিন্নরুপে ব্যবহৃত হয় একমাত্র পদ অব্যয়। বাক্যে ব্যবহার করার সময় যে পদের কোনো পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে।



 

সাধু ও চলিত ভাষার বিভিন্ন পদের রূপভেদ

সাধু ভাষাচলিত ভাষা
বিশেষ্য পদ
জুতাজুতো
জোসনা/জ্যোৎস্নাজোছনা
তুলাতুলো
পূজাপূজো
মস্তকমাথা
সুতাসুতো
সর্পসাপ
হস্তহাত
বিশেষণ পদ
কিয়ৎক্ষণকিছুক্ষণ
বন্যবুনো
রঙ্গিনরঙিন
সাতিশয়অত্যন্ত
শুষ্ক/শুকনাশুকনো
সর্বনাম পদ
উহাওটা
তাহাকেতাকে
তাঁহারতাঁর
তাঁহারাতাঁরা
অব্যয় (অনুসর্গ)
অপেক্ষাচেয়ে
পূর্বেইআগেই
সহিতসাথে
হইতেহতে
দ্বারাদিয়ে
নিমিত্তজন্য/জন্যে
ব্যতীতছাড়া
ক্রিয়া পদ
আসিয়াএসে
করিলকরল
করিয়াকরে
খুলিয়াখুলে
দেন নাইদেন নি
হউকহোক
দেখিয়াদেখে
পড়িলপড়ল
পড়িয়াছেনপড়েছেন
ফুটিয়াফুটে
রহিয়াছেরয়েছে
হইয়াহয়ে
লিখালেখা

সাধু ও চলিত ভাষার বাক্যে প্রয়োগ

সাধু ভাষায়চলিত ভাষায়
যে কথা একবার জমিয়ে বলা গিয়াছে, তাহার পর তা ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না’ ।যে কথা একবার জমে বলা গেছে, তার পর তা ফেনিয়ে ব্যাখ্যা করা চলে না ।
অতঃপর তাহারা চলিয়া গেল ।তারপর তারা চলে গেল ।
এইরূপ সাদৃশ্য অনেক চক্ষে পড়িবে।এরকম সাদৃশ্য অনেক চোখে পড়বে।
সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না।সে আসবে বলে ভরসাও করছি না।
ভাষা ও বাংলা ভাষা mcq প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (১১৮)

১. ভাষা কী? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২০০৬]

  • শব্দের উচ্চারণ
  • ধ্বনির উচ্চারণ
  • বাক্যের উচ্চারণ
  • ভাবের উচ্চারণ

২. নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি? [এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার: ২০১৯,প্রা:স:শিক্ষক: ২০০৫]

  • ভাষা
  • শব্দ
  • ধ্বনি
  • বাক্য

৩. মনের ভাব প্রকাশের মাধ্যম কোনটি? [পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী: ১৩]

  • চিত্র
  • ভাষা
  • ইঙ্গিত
  • আচরণ

৪. মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনির সমষ্টিকে বলে- [সহকারী উপজেলা শিক্ষা অফিসার: ০৫]

  • বর্ণ
  • শব্দ
  • বাক্য
  • ভাষা

৫. ভাষার মেীলিক অংশ কয়টি? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ১৯]

  • ৪টি
  • ৬টি
  • ২টি
  • কোনোটিই নয়

৬. প্রত্যেক ভাষারই তিনটি মেীলিক অংশ হলো- [এনএসআই এর সহকারী পরিচালক: ১৭]

  • ধ্বনি,শব্দ,বাক্য
  • ধ্বনি,শব্দ,বর্ণ
  • শব্দ,বাক্য,সমাস
  • উপসর্গ,অনুসর্গ,শব্দ

৭. ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? [১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১৪]

  • ব্যাকরণ
  • ভাষা
  • ব্যাকরণ ও ভাষা
  • কোনোটিই নয়

৮. কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • অর্থদ্যোতকতা
  • জনসমাজে ব্যবহার যোগ্যতা
  • মানুষের কন্ঠনিঃসৃত ধ্বনি
  • ইশারা বা অঙ্গভঙ্গি

৯. দেশ-কাল-পরিবেশভেদে কিসের পার্থক্য ঘটে? [পল্লি বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক: ১৩]

  • ধ্বনির
  • ভাষার
  • অর্থের
  • শব্দের

১০. ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কী বলে? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]

  • শ্বাসনালী
  • গলনালি
  • বাগযন্ত্র
  • স্বরযন্ত্র

১১. কোন ভাষারীতির কোন ধরাবাধা নিয়ম নেই? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • আঞ্চলিক/উপভাষা
  • সাধুভাষা
  • চলিত ভাষা
  • পালি ভাষা

১২. বাংলা ভাষায় সাধুরীতির আগমন যে ভাষা থেকে? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • আঞ্চলিক ভাষা
  • উর্দু ভাষা
  • সংস্কৃত ভাষা
  • হিন্দি ভাষা

১৩. বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে ড. মুহাম্মদ শহীদুল্লাহর মত হচ্ছে- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • গৌড়ীয় অপভ্রংশ
  • মাগধী অপভ্রংশ
  • গৌড় অপভ্রংশ
  • প্রাচীন অবহট্ঠ

১৪. কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয়? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ক্রিয়াপদের সঙ্কুচিত রূপ ব্যবহৃত হয়
  • তদ্ভব, অর্ধতৎসম, দেশি ও বিদেশী শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশি
  • তৎসম শব্দের প্রয়োগ বেশী
  • সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়

১৫. সাধু ভাষায় কোন পদ বিশেষ রীতি মেনে চলে? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • বিশেষ্য ও বিশেষণ
  • সর্বনাম ও ক্রিয়া
  • বিশেষ্য ও ক্রিয়া
  • ক্রিয়া ও বিশেষণ

১৬. বাংলা ভাষার উৎপত্তিকাল- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • সপ্তম শতাব্দী
  • অষ্টম শতাব্দী
  • নবম শতাব্দী
  • দশম শতাব্দী

১৭. ভাষার কোন রীতি কৃত্রিমতা বর্জিত ? [এক্সিম ব্যাংক লিঃ অফিসার: ১১]

  • চলিত রীতি
  • সাধু রীতি
  • কথ্যরীতি
  • কোনটাই নয়

১৮. বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • বিশেষ্য ও সর্বনাম এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
  • বিশেষ্য ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
  • সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
  • সর্বনাম ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে

১৯. নিচের কোনটি সাধু রীতির উদাহরণ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • আমি তার সাথে দেখা করলাম
  • সে গতকাল ঢাকা গিয়েছিল
  • মিনা তাহাকে দেখিয়াছে
  • সেদিন তারা গেল

২০. নিচের কোনটি চলিত রীতির শব্দ? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক: ১৩]

  • তুলা
  • শুকনো
  • পড়িল
  • সহিত

২১. ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহৃত হয় ? [খাদ্য অধিদপ্তর খাদ্য পরিদর্শক: ১১]

  • কথ্য রীতি
  • আঞ্চলিক রীতি
  • সাধু রীতি
  • চলিত রীতি

২২. কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (রাইন) : ১৩]

  • কথ্য ভাষায়
  • সাধু ভাষায়
  • আঞ্চলিক ভাষায়
  • চলিত ভাষায়

২৩. আঞ্চলিক ভাষার অপর নাম কি? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • কথ্যভাষা
  • উপভাষা
  • সাধু ভাষা
  • চলিত ভাষা

২৪. প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কয়টি? [১৩ তম প্রভাষক নিবন্ধন : ১৬ , জনতা ব্যাংক লিঃ সিনিয়র অফিসার: ১১]

  • চারটি
  • পাঁচটি
  • ছয়টি
  • সাতটি

২৫. বাংলা ভাষার উৎস কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ইন্দো-এশিয়ান
  • ইন্দো-অস্ট্রেলিয়ান
  • ইন্দো-আফ্রিকান
  • ইন্দো-ইউরোপীয়ান

২৬. কোন ভাষারীতিতে দেশী শব্দের প্রয়োগ বেশি দেখা যায়? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • আঞ্চলিক কথ্য রীতিতে
  • চলিত রীতিতে
  • সাধু রীতিতে
  • কোনটি না

২৭. বাংলা ভাষায় কোন রীতি সুনির্দিষ্ট ব্যাকরণের অনুসারী ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • চলিত রীতি
  • সাধু রীতি
  • আঞ্চলিক রীতি
  • কথ্য রীতি

২৮. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় ? [৩৯তম বিসিএস]

  • বিশেষ্য ও বিশেষণ
  • ক্রিয়া ও সর্বনাম
  • বিশেষ্য ও ক্রিয়া
  • বিশেষণ ও ক্রিয়া

২৯.লেখ্য ভাষার রূপ দুটির নাম কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • সাধু ও আঞ্চলিক
  • সাধু ও চলিত
  • চলিত ও আঞ্চলিক
  • আঞ্চলিক ও আন্তর্জাতিক

৩০. কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • লেখন নির্ভরশীলতা
  • গুরুগম্ভীর
  • কথন নির্ভরশীলতা
  • উপরের সবকটি

৩১. ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী ? [এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার: ১৯]

  • চলিত রীতি
  • আঞ্চলিক রীতি
  • কথ্যরীতি
  • সাধুরীতি

৩২. ‘একদা মরণ-সমুদ্রের বেলাভূমিতে দাঁড়াইয়া কোন এক আরবীয় সাধক বলিয়াছিলেন’ -- এ বাক্যাংশটি কোন রীতিতে লিখিত ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • চলিত রীতি
  • সাধু রীতি
  • মিশ্র রীতি
  • বিদেশী রীতি

৩৩. বাংলা ভাষার কোন রীতির সুনির্দিষ্ট ব্যাকরণ রয়েছে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • কথ্য রীতির
  • আঞ্চলিক রীতির
  • লেখ্য রীতির
  • সাধুরীতির

৩৪. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী ? [ ১৮তম বিসিএস]

  • কবিতার পঙ্ক্তিতে
  • গানের কলিতে
  • গল্পের বর্ণনায়
  • নাটকের সংলাপে

৩৫. নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয় ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশী
  • সর্বনামের পূর্ণরূপ ব্যবহার করা হয় না
  • চলতি ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়
  • নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য চলিত ভাষা অত্যন্ত উপযোগী

৩৬. ‘তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন, শুধুমাত্র মণিষী-বাক্যেই তো জীবম্মৃত যুবসমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে।’ চলিত রীতিতে লেখা বাক্যটিতে ভুলের সংখ্যা- [ বাংলাদেশ কৃষি ব্যাংক সিনিয়র অফিসার : ১২]

  • সাত
  • নয়
  • আট
  • দশ

৩৭. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য- [ ১৬তম বিসিএস]

  • বাক্যের সরল ও জটিল রূপ
  • শব্দের রূপগত ভিন্নতায়
  • তৎসম অর্ধতৎসম শব্দের ব্যবহার
  • ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়

৩৮. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট ? [৯ম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৩]

  • চলিত ভাষা
  • কথ্য ভাষা
  • লেখ্য ভাষা
  • সাধু ভাষা

৩৯. চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি ? [পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস: ২৩]

  • সর্বজনগ্রাহ্য, মার্জিত ও গতিশীল
  • পদবিন্যাস সুনির্দিষ্ট
  • তৎসম শব্দের আধিক্য
  • গুরুগম্ভীর, দুর্বোধ্য, মন্থর

৪০. ‘তোমাকে দেখে খুবই খুশি হলাম’ এই বাক্যটি কোন ভাষারীতিতে লেখা ? [বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান জুনিয়র অ্যাসিসট্যান্ট অফিসার: ১৪]

  • সাধু
  • চলিত
  • আঞ্চলিক
  • কথ্য

৪১. কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • তৎসম শব্দবহুলতা
  • তদ্ভব শব্দবহুলতা
  • প্রাচীনতা
  • অমার্জিতা

৪২. ‘বন্য’ শব্দটির চলিত রূপ কোনটি ? [স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী: ১৯]

  • বন্যে
  • বুনো
  • বনো
  • বন্য

৪৩. ভাষার কোন রীতি পরিবর্তনশীল ? [৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১০]

  • সাধু রীতি
  • আঞ্চলিক রীতি
  • চলিত রীতি
  • কথ্য রীতি

৪৪. ‘পার হইয়া’- এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তরিত করলে কি হবে ? [উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ০৯]

  • পার হয়ে
  • পারায়ে
  • পেরিয়ে
  • পার হইয়ে

৪৫. ‘উহা’ কোন রীতির শব্দ ? [সওজ গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ( সিভিল ) : ০১]

  • সাধু
  • চলিত
  • উভয় রীতির
  • আঞ্চলিক

৪৬. চলিত ভাষার পথিকৃৎ কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • মধুসূদন দত্ত
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • প্যারীচাঁদ মিত্র
  • প্রমথ চৌধুরী

৪৭.‘যে কথা একবার জমিয়ে বলা গিয়াছে, তাহার পর তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না।’ --- চলতি ভাষায় এ বাক্যে ভুলের সংখ্যা কয়টি ? [পিএসসি কর্তৃক নির্ধারিত ১২ টি পদ : ০১]

৪৮. শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কে ? [তিতাস গ্যাসের টেকনিশিয়ান: ২৩]

  • বাবা
  • আত্মীয় স্বজন
  • শিক্ষক
  • মা

৪৯. কোনটি সাধুরীতির শব্দ ? [৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১১]

  • আজ
  • মিনতি
  • জল
  • জোসনা

৫০. কোনটি চলিত রূপ ? [১০ম বেসরকারী প্রভাষক নিবন্ধন : ১৪]

  • তুলা
  • তুলি
  • তুলো
  • তুলী

৫১. সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না ? [৮ম বেসরকারী প্রভাষক নিবন্ধন : ১২]

  • বিশেষ্য
  • সর্বনাম
  • অব্যয়
  • ক্রিয়া

৫২. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয় ? [১৫তম প্রভাষক নিবন্ধন নিবন্ধন: ১৯]

  • অব্যয়
  • সম্বোধন
  • সর্বনাম
  • ক্রিয়া

৫৩. ‘অতঃপর বিভ্রান্তমুক্ত হয়ে রোগগ্রস্ত পিতা পুত্র সম্বন্ধে যা জানিতেন সবই খুলে বলিলেন।’-এ সাধু ভাষার বাক্যটিতে ভুলের সংখ্যা কয়টি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • চার
  • পাঁচ
  • ছয়
  • সাত

৫৪. কোন ভাষা-রীতিতে এ প্রশ্ন লেখা হয়েছে ? [মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক: ০৩]

  • সাধু রীতি
  • চলিত রীতি
  • মিশ্র রীতি
  • লৌকিক রীতি

৫৫. 'পূর্বেই' শব্দটির চলিত রূপ কোনটি ? [বন অধিদপ্তরের অফিস সহায়ক: ২৩]

  • পূর্বে
  • পূর্ব
  • পূব
  • আগেই

৫৬. বাংলা ভাষার প্রধান দুইটি রুপ কী কী ? [বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক : ০১]

  • লেখ্য ও আঞ্চলিক
  • আঞ্চলিক ও সর্বজনীন
  • কথ্য ও আঞ্চলিক
  • মৌখিক ও লৈখিক

৫৭. বাংলা ভাষার মৌলিক রুপ কয়টি/ বাংলা ভাষারীতির কয়টি রুপ ? [জনতা ব্যাংক লিঃ সিনিয়র অফিসার: ১১]

৫৮. ভাষার মেীলিক রীতি কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • বক্তৃতার রীতি
  • লেখার রীতি
  • কথা বলার রীতি
  • লেখার ও বলার রীতি

৫৯. সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরুপে বিদ্যমান ? [১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৫]

  • আঞ্চলিক
  • উপভাষা
  • লেখ্য
  • কথ্য

৬০. কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য ? [১০ম বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১৪]

  • গাম্ভীর্য
  • ব্যাকরণ অনুসরণ করে চলে
  • তৎসম শব্দের বহুল ব্যবহার
  • প্রমিত উচ্চারণ

৬১. উপভাষা কোনটি ? [উপজেলা সমাজসেবা অফিসার : ০৬]

  • সাহিত্যের ভাষা
  • পাঠ্যপুস্তকের ভাষা
  • অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা
  • লেখ্য ভাষা

৬২. বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে ? [জাতীয় সংসদ সচিবালয়ে সহকারী পরিচালক :০৬]

  • চলিত ভাষা
  • সাধু ভাষা
  • উপভাষা
  • মিশ্র ভাষা

৬৩. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য ? [পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক : ১৩]

  • আভিজাত্যের অধিকারী
  • পরিবর্তনশীল
  • গুরুগম্ভীর
  • অপরবির্তনীয়

৬৪ . তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয় ? [২৯ তম বিসিএস]

  • চলিত রীতি
  • সাধু রীতি
  • চলিত রীতি
  • আঞ্চলিক রীতি

৬৫. নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী ? [১৫তম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১৯]

  • শুকনো
  • সাথে
  • জুতা
  • বুনো

৬৬. বিশুদ্ধ চলিত ভাষা কোনটি ? [বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল অপারেটর :১৯]

  • সামনে একটা বাঁশ বাগান পড়ল।
  • সামনে একটি বাঁশ বাগান পড়ল।
  • সামনে একটা বাঁশ বাগান পড়িল।
  • সম্মুখে একটা বাঁশ বাগান পড়ল।

৬৭.‘লিখিতেছিলেন’ শব্দটির চলিত রুপ কোনটি ? [এনএসআই এর ওয়াচার কনস্টেবল :১৯]

  • লিখতেছিলেন
  • লিখছিলেন
  • লিখেছিলেন
  • লিখছিলাম

৬৮ . ‘দেখিয়া’ শব্দের চলিত রুপ কোনটি ? [এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার : ১৯]

  • দেখে
  • দেখিল
  • দেখিয়াছি
  • দেখাইয়া

৬৯. লোকজ শব্দ ‘দইয়ল’ এর প্রমিত রুপ হলো- [রুপালি ব্যাংকের অফিসার : ১৯]

  • দেওয়াল
  • দয়াল
  • দোয়েল
  • দইওয়ালা

৭০.‘ভাঙ্গাইত’ এই সাধু ক্রিয়াপদের চলিত রুপ কী ? [দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অডিটর : ১৯]

  • ভাঙ্গত
  • ভাঙতো
  • ভাঙ্গতো
  • ভাঙ্গিত

৭১. বাংলা সাধু ভাষা বলতে বোঝায়— [পরিবার পরিকল্পনা অধিদপ্তরের হিসাব রক্ষক : ১১]

  • সাধু পুরুষদের ব্যবহৃত ভাষা
  • তৎসম শব্দবহুল ভাষা রীতি
  • কবিতা রচনার ভাষা
  • প্রবন্ধ রচনার ভাষা

৭২. সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি ? [রাবি: ১৪-১৫]

  • দেশি
  • বিদেশি
  • তৎসম
  • তদ্ভব

৭৩. সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি ? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ; ১৩]

  • গুরুচন্ডাল
  • গুরুগম্ভীর
  • অবোধ্য
  • দুর্বোধ্য

৭৪. নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি ? [১৩তম শিক্ষক নিবন্ধন: ১৫]

  • সাধু
  • চলিত
  • আঞ্চলিক
  • মিশ্র

৭৫. ক্রিয়া,সর্বনাম ও অনুসর্গের পূর্ণরুপ ব্যবহৃত হয়— [ ১২তম বেসরকারি প্রভাষক নিবন্ধন : ১৫]

  • চলিত ভাষারীতিতে
  • সাধু ভাষারীতিতে
  • সমাজ উপভাষায়
  • আঞ্চলিক উপভাষায়

৭৬. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য- [৩৯তম,১৬তম ও ১৫তম বিসিএস]

  • তৎসম ও তদ্ভব শব্দের ব্যবহার
  • ক্রিয়াপদ ও সর্বনাম পদের রুপে
  • শব্দের কথ্য ও লেখ্য রুপে
  • বাক্যের সরলতা ও জটিলতায়

৭৭. চলিত ভাষার নিম্নের কোনটির রুপ সংক্ষিপ্ত হয় ? [৯ম বেসরকারী প্রভাষক নিবন্ধন : ১৩]

  • অনুসর্গ
  • বিশেষ্য
  • অব্যয়
  • উপসর্গ

৭৮. বুনো কোন ভাষারীতির শব্দ ? [৮ম বেসরকারি শিক্ষক নিবন্ধন : ১২]

  • সাধু ভাষা
  • কথ্য ভাষা
  • আঞ্চলিক ভাষা
  • চলিত ভাষা

৭৯. চকিত হইয়া” শব্দটির চলিত রুপ- [পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী সচিব/সহকারী পরিচালক : ১৩]

  • চকিত হয়ে
  • চকিত হইয়া
  • চকিতে
  • চমকে

৮০. “ছড়ালে” এর সাধু রুপ— [পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী সচিব/সহকারী পরিচালক( প্রশাসন ) : ১৩]

  • ছড়াইলে
  • ব্যাপ্তিলে
  • ব্যাপ্ত হইলে
  • ছড়াইয়া দিলে

৮১. ‘জুতো’ শব্দটি কোন ভাষারীতির ? [১১ম বেসরকারী প্রভাষক নিবন্ধন : ১৪]

  • সাধু
  • চলিত
  • প্রাকৃত
  • কোল

৮২. ‘মোগো’ আঞ্চলিক রুপের শিষ্ট পদ্যরুপ- [বাংলাদেম রেলওয়ে সহকারী কমান্ডেন্ট : ০৭]

  • আমাদিগের
  • মোদের
  • আমরা
  • আমাদের

৮৩. সাধু ভাষার ‘ঙ্গ’ এর স্থলে চলিত ভাষায় কোন কোমল রুপ ব্যবহার হয় ? [ প্রবাসী কল্যাণ ব্যাংক লিঃ অফিসার ( ক্যাশ ) : ১৪ ]

৮৪. অদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ ? [১৩ম বেসরকারী প্রভাষক নিবন্ধন : ১৬]

  • চলিত
  • সাধু
  • প্রাকৃত
  • কোল

৮৫. কোন বাক্যটিতে সাধু ও চলিত রীতির মিশ্রণ ঘটেছে ? [পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক : ০৯]

  • পাখি সব করে রব
  • অতঃপর তারা চলিয়া গেল
  • ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
  • উদ্ভিদের প্রাণ আছে

৮৬. সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ৯৭]

  • এখানে সে ফিরে আসে নি
  • সে আসিবে বলিয়া ভরসা ও করিতেছি না
  • তিনি মূর্ছিত হয়ে পড়েছেন
  • তুমি তার কথা বিশ্বাস করো না।

৮৭. কোন বাক্যটি প্রমিত চলিত রীতিতে লেখা হয়েছে ? [পিটিআই এর ইন্সট্রাক্টর : ১৯]

  • খেয়ে দেয়ে শুয়ে পড়লাম
  • খাইয়া দাইয়া শুইয়া পড়িলাম
  • খাইয়া দাইয়া শুয়ে পড়লাম
  • খেয়ে দেয়ে শুইয়া পড়লাম

৮৮. মানুষের দেহের যে সব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে ? [৪২তম বিসিএস]

  • বাক প্রত্যঙ্গ
  • অঙ্গধ্বনি
  • স্বরতন্ত্রী
  • নাসিকাতন্ত্র

৮৯. ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা ? [প্রাথমিক সহকারী শিক্ষক: ২২]

  • ষষ্ঠ
  • সপ্তম
  • চতুর্থ
  • পঞ্চম

৯০. নিচের কোনটির সাহায্যে মানুষ সূক্ষ্মাতি-সূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করতে পারে ? [পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট: ২৩]

  • ইঙ্গিতের সাহায্যে
  • কণ্ঠধ্বনির সাহায্যে
  • চিত্রাঙ্কনের সাহায্যে
  • ইশারার সাহায্যে

৯১. ভাষাকে কিসের বাহন বলা হয় ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস: ২৩]

  • ভাবের
  • অন্তরের
  • ধ্বনির
  • কাজের

৯২. ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহার করা হয় ? [খাদ্য অধিদপ্তর খাদ্য পরিদর্শক: ১১]

  • কথ্য রীতি
  • আঞ্চলিক রীতি
  • সাধু রীতি
  • চলিত রীতি

৯৩. 'সাধুভাষা' পরিভাষাটি প্রথম ব্যবহার করেন- [৮ম বেসরকারী প্রভাষক নিবন্ধন: ১২]

  • রাজা মনিমোহন রায়
  • রাজা রামমোহন রায়
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • অক্ষয় কুমার দত্ত

৯৪. কোন লেখক চলিত ভাষাকে মান ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন ? [ঢাকা বিশ্ববিদ্যালয় (ঘ-ইউনিট): ৯৫-৯৬]

  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
  • প্রমথ চৌধুরী
  • বুদ্ধদেব বসু

৯৫. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট ? [৯ম বেসরকারী শিক্ষক নিবন্ধন: ১৩/৬ষ্ঠ বেসরকারী শিক্ষক নিবন্ধন: ১০]

  • চলিত রীতি
  • কথ্য রীতি
  • লেখ্য রীতি
  • সাধু রীতি

৯৬. ভাষার কোন রীতি পরিবর্তনশীল ? [ ৬ষ্ঠ বেসরকারী প্রভাষক নিবন্ধন: ১০]

  • সাধু রীতি
  • চলিত রীতি
  • কথ্য রীতি
  • লেখ্য রীতি

৯৭. চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি ? [বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চ-ইউনিট): ১৩-১৪]

  • আভিজাত্যপূর্ণ
  • পদবিন্যাস সুনির্দিষ্ট
  • কাঠামো অপরিবর্তিত
  • কৃত্রিমতা বর্জিত

৯৮. নিচের কোনটি সাধুরীতির বৈশিষ্ঠ্য নয় ? [সোনালী ব্যাংকের অ্যাসিসটেন্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর: ২০]

  • তৎসম শব্দ বহুল
  • তদ্ভব শব্দ বহুল
  • সংলাপের অনুপযোগী
  • শব্দবিন্যাস সুনির্দিষ্ট

৯৯. চলিত রীতির শব্দ কোনটি ? [১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন (২): ১৪]]

  • শুষ্ক
  • শুকনা
  • তুলা
  • তুলো

১০০. বাংলা ভাষার রীতি কয়টি ? [পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট:২০]

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

১০১. আঞ্চলিক ভাষার অপর নাম কী ? [মাউশি'র হিসাব সহকারী: ২৩ / ডাক বিভাগের পোস্টম্যান: ২২]

  • কথ্য ভাষা
  • উপভাষা
  • সাধু ভাষা
  • চলিত ভাষা

১০২. বাঙ্গালি জাতির মাতৃভাষা কোনটি ? [ পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট: ২০]

  • উর্দু
  • ইংরেজি
  • আরবি
  • বাংলা

১০৩. বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে ? [সমন্বিত ৫ ব্যাংকের অফিসার (ক্যাশ): ২২/ এনআরবিসি ব্যাংকের প্রবেশনারী অফিসার: ২১]

  • উইলিয়াম কেরি
  • এডওয়ার্ড ডিমোক
  • শ্যামাচরণ গঙ্গোপাধ্যায়
  • প্রমথ চৌধুরী

১০৪. 'গুলি' শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয় ? [এনএসআই এর কম্পিউটার অপারেটর: ২১]

  • কথ্য রীতি
  • আঞ্চলিক রীতি
  • আধুনিক রীতি
  • সাধু রীতি

১০৫. মানুষের ভাষাকে 'সাধু ভাষা' হিসেবে প্রথম অভিহিত করেন ? [বেসামরিক বিমান চলাচলের ইন্সপেক্টর: ২১]

  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • রাজা রামমোহন রায়
  • প্যারীচাঁদ মিত্র

১০৬. বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রচলিত উপভাষার নাম কী ? [বাখরাবাদ গ্যাস ফিল্ডের সহকারী ব্যবস্থাপক: ২১]

  • পশ্চিমী
  • পূর্বী
  • বরেন্দ্রি
  • রাঢ়ি

১০৭. 'বঙ্গালি' উপভাষা অঞ্চল কোনটি ? [৪২তম বিসিএস]

  • নদীয়া
  • ত্রিপুরা
  • পুরুলিয়া
  • বরিশাল

১০৮. চলিত ভাষার সৃষ্টি হয়েছে- [ ডাক অধিদপ্তরের হিসাব সহকারী: ২২]

  • ১৫৫৪ সালে
  • ১৯১৪ সালে
  • ১৮১৪ সালে
  • ১৯৫৪ সালে

১০৯. বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে ? [ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিস সহায়ক: ২]

  • মিশ্র ভাষা
  • সাধু ভাষা
  • চলিত ভাষা
  • উপভাষা

১১০. বাঙালী জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা রীতির নাম কি ? [যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা: ২২]

  • কথ্য ভাষা
  • আদর্শ রীতি
  • আদর্শ কথ্য রীতি
  • আদর্শ ভাষা রীতি

১১১. ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল ? [ ১৭তম শিক্ষক নিবন্ধন: ২২ ]

  • সাধুরীতি
  • চলিতরীতি
  • কথ্যরীতি
  • লেখ্যরীতি

১১২. বাংলা ভাষার সর্বজন গ্রাহ্য লিখিত রূপ কোনটি ? [যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার: ২২]

  • চলিত রীতি
  • কাব্য রীতি
  • প্রমিত রীতি
  • সাধুরীতি

১১৩. বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক কথ্য রীতি / উপভাষার নাম কি ? [বাংলাদেশ ব্যাংকের অফিসার: ২২]

  • বাঙ্গালি
  • পূর্বি
  • বরেন্দ্রি
  • কামরূপি

১১৪. সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি দেখা যায় ? [বাংলাদেশ ব্যাংকের অফিসার: ২২]

  • বিশেষ্য ও ক্রিয়া
  • বিশেষণ ও ক্রিয়া
  • বিশেষ্য ও বিশেষণ
  • ক্রিয়া ও সর্বনাম

১১৫. বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি ? [সওজের উপ-সহকারী প্রকৌশলী: ২২]

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

১১৬. 'সবুজপত্র' পত্রিকা বাংলা সাহিত্যে কোন ভাষারীতির প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে ? [টিটিসি'র ইন্সট্রাক্টর: ২২]

  • সাধুভাষা
  • চলিত ভাষা
  • উপভাষা
  • আঞ্চলিক ভাষা

১১৭. ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয় ? [ রেলওয়ের গার্ড: ২২]

  • প্রতি ভাষা
  • উপভাষা
  • উপজাতীয় ভাষা
  • আঞ্চলিক ভাষা

১১৮. “ভাষা চিন্তার শুধু বাহনই নয় , চিন্তার প্রসূতি ও । “ মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের ? [৪৫তম বিসিএস]

  • সুনীতিকুমার চট্রোপাধ্যায়
  • মুহম্মদ শহীদুল্লাহ
  • মুহম্মদ এনামুল হক
  • ড. সুকুমার সেন

 

Premium By Raushan Design With Shroff Templates
Link copied to clipboard.