Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্য!

এক নজরে ভারত-

❐ স্বাধীনতা লাভ করে ➺ ১৫ আগস্ট ১৯৪৭
❐ সীমান্ত ➺ ~15,106 কিমি(পাকিস্তানের সাথে ~3,323 কিমি)
❐ রাজধানী ➺ নয়াদিল্লি (New Delhi)
❐ মুদ্রার নাম ➺ ভারতীং কপি (INR)
❐ প্রধানমন্ত্রী ➺ নরেন্দ্র মোদি (Narendra Modi)
❐ রাষ্ট্রপতি ➺ দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)
❐ নিউক্লিয়ার ওয়ারহেড ➺ আনুমানিক ১৭২ (২০২৫)
❐ Global Fire Power 2025 (বৈশ্বিক সামরিক শক্তি সূচক) ➺ ৪র্থ স্থান (১৪৫ টি দেশের মধ্যে।(Score: ➺ 0.1184)

এক নজরে পাকিস্তান

❐ স্বাধীনতা লাভ করে ➺ ১৪ আগস্ট ১৯৪৭
❐ সীমান্ত ➺ ~6,774 কিমি (ভারতের সাথে ~3,323 কিমি)
❐ রাজধানী ➺ ইসলামাবাদ (Islamabad)
❐ মুদ্রার নাম ➺ পাকিস্তানি রুপি (PKR)
❐ প্রধানমন্ত্রী ➺ শাহবাজ শরীফ (Shehbaz Sharif) (2025 পর্যন্ত)
❐ রাষ্ট্রপতি ➺ আসিফ আলভি (Asif Ali Zardari) (2024 পুননির্বাচিত)
❐ নিউক্লিয়ার ওয়ারহেড ➺ আনুমানিক ১৭০ (২০২৫)
❐ Global Fire Power 2025 (বৈশ্বিক সামরিক শক্তি সূচক) ➺ ১২ তম স্থান ১৪৫ টি দেশের মধ্যে।(Score: ➺ 0.2513)

▣ কাশ্মীর
❐ ১৯৪৭ সালে কাশ্মীর (জম্মু কাশ্মীর ও লাদাখ) ভারতের অন্তর্ভুক্ত হয়। তৎকালীন সময়ে অনুচ্ছেদ ৩৭০ এর মাধ্যমে কাশ্মীর বিশেষ মর্যাদা ও সায়ত্বশাসন ভোগ করলেও ২০১৯ সালের ৩১ অক্টোবর উত্থাপিত বিল অনুসারে ৩৭০ অনুচ্ছেদ বাতিল হয় ও কাশ্মীর আংশিক সায়ত্ত্বশাসন হারায়।
▣ কাশ্মীরের বর্তমান বিভাজন
❐ ভারত (জম্মু-কাশ্মীর ও লাদাখ)
❐ পাকিস্তান (আজাদ কাশ্মীর, গিলগিট-বালতিস্তান)
❐ চীন (আকলাই চিন)।

▣ পাক-ভারত যুদ্ধসমূহ
❐ সাল ➺ ১৯৪৭
❐ যুদ্ধ/ ঘটনা ➺ প্রথম পাক-ভারত যুদ্ধ
❐ বিবরণ ➺ কাশ্মীর দখল নিয়ে যুদ্ধ: ➺ জাতিসংঘে হস্তক্ষেপ; LoC নির্ধারিত
❐ চুক্তি / সমঝোতা ➺ জাতিসংঘ যুদ্ধবিরতি প্রস্তাব (1949)
❐ সাল ➺ ১৯৬৫
❐ যুদ্ধ/ ঘটনা ➺ দ্বিতীয় পাক-ভারত যুদ্ধ
❐ বিবরণ ➺ পাকিস্তানের অনুপ্রবেশ; ট্যাংক যুদ্ধ; বড় ধরনের ক্ষয়ক্ষতি
❐ চুক্তি / সমঝোতা ➺ তাসকন্দ চুক্তি (Tashkent Agreement, 1966)
❐ সাল ➺ ১৯৭১
❐ যুদ্ধ/ ঘটনা ➺ বাংলাদেশ মুক্তিযুদ্ধ
❐ বিবরণ ➺ ভারত-পাকিস্তান যুদ্ধঃ বাংলাদেশ স্বাধীন
❐ চুক্তি / সমঝোতা ➺ শিমলা চুক্তি (Simla Agreement, 1972)
❐ সাল ➺ ১৯৯৯
❐ যুদ্ধ/ ঘটনা ➺ কারগিল যুদ্ধ
❐ বিবরণ ➺ পাকিস্তানি সেনা অনুপ্রবেশ; কারগিল সেক্টরে যুদ্ধ; ভারত জয়ী
❐ চুক্তি / সমঝোতা ➺ কোন আনুষ্ঠানিক চুক্তি হয়নি; কূটনৈতিক চাপের মুখে পাকিস্তান সেনা প্রত্যাহার করে
❐ সাল ➺ ২০২৫
❐ যুদ্ধ/ ঘটনা ➺ সম্ভাব্য সাইবার/নিউক্লিয়ার উত্তেজনা
❐ বিবরণ ➺ আধুনিক প্রযুক্তি ও সীমান্ত উত্তেজনা
❐ চুক্তি / সমঝোতা ➺ ট্রাম্পের উদ্যোগে সাময়িক যুদ্ধবিরতি, তবে উত্তেজনা এখনো বিদ্যমান, কোন শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি।
▣ ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান ভারতের ৫ টি বিমান ধ্বংস করে 
❐ ৩ টি ফ্রান্সের তৈরী ➺ রাফায়েল বিমান, 
❐ ১ টি রাশিয়ার তৈরীকৃত ➺ সুপারম্যানুভেরেবল সুখই সু-৩০ এবং 
❐ ১ টি চতুর্থ প্রজন্মের রাশিয়ান ➺ মিগ-২৯
▣ Dassault Rafale
❐ উৎপাদনকারী দেশ: ➺ ফ্রান্স
❐ বিমান ধরন: ➺ মাল্টিরোল ফাইটার
❐ সুবিধা:
❐ অত্যাধুনিক AESA রাডার
❐ Meteor দূরপাল্লার এয়ার-টু-এয়ার মিসাইল
❐ Hammer গাইডেড বোম্ব
❐ Stealth ডিজাইন ও সুপিরিয়র ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম
❐ অভিযানে ভূমিকা: ➺ প্রথম সারির আক্রমণকারী, সীমান্ত পেরিয়ে গভীর লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলার জন্য ব্যবহার
▣ Sukhoi Su-30MKI
❐ উৎপাদনকারী দেশ: ➺ রাশিয়া (ভারতে HAL দ্বারা সংযোজিত)
❐ বিমান ধরন: ➺ এয়ার সুপিরিয়রিটি ফাইটার
❐ সুবিধা:
❐ শক্তিশালী AL-31FP থ্রাস্ট ভেক্টর ইঞ্জিন
❐ Multitarget tracking
❐ BrahMos সুপারসনিক ক্রুজ মিসাইল বহনে সক্ষম
❐ অভিযানে ভূমিকা: ➺ শত্রুপক্ষের প্রতিরক্ষা ভেদ করতে ও ফ্ল্যাঙ্ক সুরক্ষার জন্য ব্যবহৃত হয়
▣ MiG-29 UPG
❐ উৎপাদনকারী দেশ: ➺ রাশিয়া
❐ ধরণ: ➺ মিডিয়াম রেঞ্জ এয়ার-টু-এয়ার ফাইটার
❐ সুবিধা:
❐ উন্নত রাডার ও অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা
❐ MiG-29UPG সংস্করণে নাইট অপারেশন সক্ষমতা
❐ অভিযানে ভূমিকা: ➺ দ্রুতগতির স্ক্র্যাম্বলার হিসেবে ব্যবহৃত হয়, আকাশ প্রতিরক্ষায় সহায়ক
❐ ২২ এপ্রিল ২০২৫ 
❐ পেহেলগাম (কাশ্মীরি শব্দ অর্থ পশুপালকদের গ্রাম)
❐ ঘটনা ➺ কাশ্মীরের পেহেলগামে হামলা ➺ দ্য রেজিস্ট্যান্ট ফন্ট (যা কাশ্মীর ফন্ট নামেও পরিচিত) ভারতশাসিত কাশ্মীর অঞ্চলে পর্যটকদের উপর হামলা করে, ফলে পুনরায় পাক-ভারত যুদ্ধের সূত্রপাত ঘটে।
❐ অপারেশন সিঁদুর ➺ ১০ মে ২০২৫ ➺ ভারতীয় বাহিনী পাকিস্তান আক্রমণ করে। ভারত সিন্ধু চুক্তি লঙ্ঘন করে।
❐ অপারেশন Bunyan Ul marsoos (আরবীয় শব্দ) "a solid structure"/"a wall made of lead" ➺ ০৭ মে ২০২৫ ➺ পাকিস্তান ভারতের বিমান ঘাটিতে আক্রমণ করে।
❐ বিবরণ
❐ ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর বিশ্বব্যাংকের মধ্যস্ততায় ভারত ও পাকিস্তানের মধ্যে (ভারতের পক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু এবং পাকিস্তানের পক্ষ তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খান) সিন্ধু অববাহিকায় ৬ টি নদীর পানিবণ্টন চুক্তি স্বাক্ষর করে।

▣ রেখার নাম (Boundary/Line) ➺ দেশসমূহ (Between Countries)
❐ র‍্যাডক্লিফ লাইন (Radcliffe Line) ➺ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ (India, Pakistan and Bangladesh)
❐ লাইন অব কন্ট্রোল (LOC) ➺ ভারত ও পাকিস্তান (India and Pakistan)
❐ লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC) ➺ ভারত ও চীন (India and China)
❐ ম্যাকমোহন লাইন (McMahon Line) ➺ ভারত ও চীন (India and China)
❐ ডুরান্ড লাইন (Durand Line) ➺ পাকিস্তান ও আফগানিস্তান (Pakistan and Afghanistan)
❐ ওয়াখান করিডোর (Wakhan Corridor) ➺ তাজিকিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও চীন (Pakistan, Tajikistan, Afganistan and China)
❐ ২৪তম সমান্তরাল রেখা (24th Parallel) ➺ ভারত ও পাকিস্তান (India and Pakistan) [Note: ➺ Unofficial ceasefire proposal line]

▣ ভারত ও পাকিস্তানের বেসামরিক-সামরিক জনশক্তি~ গ্লোবাল ফায়ারপাওয়ার সূচক ২০২৫

▣ ভারত 
❐ জনসংখ্যা ➺ ১৪০ কোটি
❐ সক্রিয় সেনা ➺ ১৪.৬০ লাখ
❐ রিজার্ভ সেনা ➺ ১১.৬০ লাখ
❐ আধা সামরিক বাহিনীর সদস্য ➺ ২৫.৩০ লাখ
❐ মোট সামরিক জনবল ➺ ৫১ লাখ
❐ প্রতিরক্ষা বাজেট (২০২৫-২৬) ➺ ৭৯০০ কোটি ডলার
স্থলবাহিনী
❐ ট্যাংক ➺ ৪৬১৪টি
❐ সাঁজোয়া যান ➺ ১৫১২৪৮টি
❐ কামান ➺ ৯৭১৯টি
❐ বিশেষ বাহিনী-প্যারা এসএফ, ঘাতক ফোর্স ও এমএআরসিওএস
❐ এয়ারক্রাফট রয়েছে ➺ ২,২২৯টি।
❐ যুদ্ধবিমান রয়েছে ➺ ৫১৩টি।
❐ হেলিকপ্টার রয়েছে ➺ ৮৯৯টি । 
❐ অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ➺ ৮০টি।
▣ পাকিস্তান
❐ জনসংখ্যা ➺ ২৫.২০ কোটি
❐ সক্রিয় সেনা ➺ ৬.৫৪ লাখ
❐ রিজার্ভ সেনা ➺ ৬.৫০ লাখ
❐ আধা সামরিক বাহিনী আনুমানিক উল্লেখযোগ্য মোট সামরিক জনবল ➺ ১৭ লাখ
❐ প্রতিরক্ষা বাজেট ➺ ১০০০-১২০০ কোটি ডলার
স্থলবাহিনী
❐ ট্যাংক ➺ ৩৭৪২টি
❐ সাঁজোয়া যান ➺ ৫০০০০ (আনুমানিক)
❐ কামান ➺ ৪৪৭২টি (৩৭৫ স্বয়ংক্রিয় হাউইটজারসহ)
❐ বিশেষ বাহিনী-এসএসজি, এসএসজি নৌ ওস্পেশাল সার্ভিস উইং
❐ এয়ারক্রাফট রয়েছে ➺ ১,৩৯৯টি।
❐ অন্যদিকে যুদ্ধবিমান ➺ ৩২৮টি।
❐ পাকিস্তানের হেলিকপ্টার রয়েছে ➺ ৩৭৩টি। 
❐ অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ➺ ৫৭টি।

❐ ভারত কতৃক পাকিস্তানে পরিচালিত অপারেশনের নাম কী? ➺ অপারেশন সিন্দুর (৭ মে,২০২৫)
❐ পাকিস্তান কতৃক ভারতে পরিচালিত অপারেশন এর নাম কি? ➺ অপারেশন বানিয়ান-উন-মারসুস (আরবি শব্দ। যার অর্থ - অভেদ্য প্রাচীর) [১০ মে, ২০২৫]
❐ ভারত-পাকিস্তান যুদ্ধে মধ্যস্থতায় ভূমিকা রাখে কোন দেশ? ➺ যুক্তরাষ্ট্র [প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প]
❐ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর হয় কবে? ➺ ১০ মে, ২০২৫
❐ বানিয়ান উন মারসুস শব্দটি কুরআনের কোন সূরা থেকে নেয়া? ➺ সূরা আস-সাফ
❐ ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী কে? ➺ যথাক্রমে নরেন্দ্র মোদি ও শাহবাজ শরীফ
❐ এ পর্যন্ত ভারত-পাকিস্তান যুদ্ধ হল কয়টি? ➺ ৫ টি (১৯৪৭, ১৯৬৫,, ১৯৭১, ১৯৯৯, ২০২৫)
❐ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলা করে কবে? ➺ ২২ এপ্রিল, ২০২৫ (নিহত-২৬)
❐ ভারত ও পাকিস্তানের সেনাপ্রধান কে কে? ➺ যথাক্রমে উপেন্দ্র দ্বিবেদী ও আসীম মুনির
❐ ভারত-পাকিস্তান প্রথম যুদ্ধ কবে হয়েছিল? ➺ ১৯৪৭-৪৮ সালে
❐ ভারত-পাকিস্তান দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? ➺ ১৯৬৫ সালে
❐ ভারত-পাকিস্তান তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? ➺ ১৯৭১ সালে
❐ ১৯৭১ সালের যুদ্ধের প্রধান কারণ কী ছিল? ➺ পূর্ব পাকিস্তানে বাঙালিদের উপর পাকিস্তানি দমন-পীড়ন
❐ ১৯৭১ সালের যুদ্ধের ফলাফল কী ছিল? ➺ বাংলাদেশের স্বাধীনতা
❐ ১৯৯৯ সালে কোন সংঘর্ষ ভারত-পাকিস্তান সম্পর্ককে উত্তপ্ত করে তোলে? ➺ কারগিল যুদ্ধ
❐ কারগিল যুদ্ধ কতদিন স্থায়ী ছিল? ➺ মে থেকে জুলাই, ১৯৯৯ (প্রায় ২ মাস)
❐ ভারত-পাকিস্তান যুদ্ধগুলোর প্রধান বিরোধপূর্ণ অঞ্চল কোনটি? ➺ কাশ্মীর
❐ কারগিল যুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ➺ অটল বিহারি বাজপেয়ী
❐ কারগিল যুদ্ধে পাকিস্তানের সেনাপ্রধান কে ছিলেন? ➺ পারভেজ মোশাররফ
❐ ভারত-পাকিস্তান ১৯৬৫ সালের যুদ্ধের ফলাফল কী ছিল? ➺ তাশখন্দ চুক্তি (উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়)
❐ তাশখন্দ চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? ➺ উজবেকিস্তানের তাশখন্দে (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন)
❐ ১৯৪৭-৪৮ সালের যুদ্ধের ফলাফল কী ছিল? ➺ জাতিসংঘ হস্তক্ষেপ করে যুদ্ধ বন্ধ করে এবং কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়
❐ কোন ভারতীয় জেনারেল ১৯৭১ সালের যুদ্ধে নেতৃত্ব দেন? ➺ জেনারেল মানেকশ
❐ ভারত-পাকিস্তান যুদ্ধগুলো সাধারণত কী নিয়ে সংঘটিত হয়? ➺ কাশ্মীর ও রাজনৈতিক আধিপত্য নিয়ে
❐ ২০২৫ সালের ভারত-পাকিস্তান সর্বশেষ যুদ্ধ কত তম? ➺ ৫ম তম
❐ ভারত-পাকিস্তানের ৫ম তম যুদ্ধ বিরতিতে মধ্যস্তা করেন কোন দেশ? ➺ মার্কিন যুক্তরাষ্ট্র
 

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...