Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

বিশ্বের বৃহত্তম শহর / নগরী | মেটাসিটি ও মেগাসিটি

 

মেটাসিটি (Metacity) এবং মেগাসিটি (Megacity)

মেটাসিটি (Metacity): ২ কোটি বা ২০ মিলিয়নের অধিক জনসংখ্যাপূর্ণ মেট্রোপলিটন সিটিকে মেটাসিটি বলে। ইউনিসেফের তথ্যমতে, পৃথিবীতে বর্তমানে ৩টি মেটাসিটি আছে। যথা-

  1. টোকিও, জাপান
  2. দিল্লী, ভারত
  3. সাও পাওলো, ব্রাজিল

মেগাসিটি (Megacity): ১ কোটি বা ১০ মিলিয়নের অধিক জনসংখ্যাপূর্ণ মেট্রোপলিটন সিটিকে মেগাসিটি বলে। ইউনিসেফের তথ্যমতে, পৃথিবীতে বর্তমানে ২১টি মেগাসিটি আছে। যথা-

মেগাসিটিদেশKey Note
১. টোকিওজাপানএশিয়া তথ্য বিশ্বের সবচেয়ে জনবহুল নগরী। আয়তনে এশিয়ার বৃহত্তম নগরী।
২. দিল্লীভারতদক্ষিণ এশিয়ার সবচেয়ে জনবহুল নগরী।
৩. সাওপাওলোব্রাজিলদক্ষিণ আমেরিকার সবচেয়ে জনবহুল নগরী ।
৪. মুম্বাইভারতবিশ্বের সর্বাধিক ঘনবসতিপূর্ণ নগরী । প্রতি বর্গকিলোমিটারে ২৯৬৫০ জন লোক বাস করে।
৫. মেক্সিকো সিটিমেক্সিকোউত্তর আমেরিকা সবচেয়ে জনবহুল নগরী।
৬. নিউইয়র্কযুক্তরাষ্ট্রআয়তনে বিশ্বের বৃহত্তম নগরী।
৭. সাংহাইচীন-
৮. কলকাতাভারত-
৯. ঢাকাবাংলাদেশঢাকা বিশ্বের ৯তম মেগাসিটি
১০. বুয়েনস আয়ার্সআর্জেন্টিনাআয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম নগরী।
১১. করাচিপাকিস্তান-
১২. লস এনজেলসযুক্তরাষ্ট্র-
১৩. বেইজিংচীন-
১৪. রিও ডি জেনিরোব্রাজিল-
১৫. ম্যানিলাফিলিপাইন-
১৬. ওসাকাজাপান-
১৭. কায়রোমিশরজনসংখ্যা ও আয়তনে আফ্রিকার বৃহত্তম নগরী।
১৮. মস্কোরাশিয়াইউরোপের সবচেয়ে জনবহুল নগরী।
১৯. প্যারিসফ্রান্স-
২০. ইস্তাম্বুলতুরস্কএই নগরীটি এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে বিস্তৃত।
২১. লাগোসনাইজেরিয়া-
Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...