Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

আঞ্চলিক বাণিজ্য চুক্তি

 আঞ্চলিক বাণিজ্য চুক্তি হলো দুই বা ততোধিক দেশের মধ্যে সম্পাদিত চুক্তি যা আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে তৈরি করা হয়। এই চুক্তির মাধ্যমে জোটভুক্ত দেশগুলো শুল্ক কমানো বা বিলুপ্ত করা, আমদানি-রপ্তানি নীতি সহজ করা, এবং বাণিজ্য সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা তৈরি করে।

উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি (NAFTA)

NAFTA এর পূর্ণরুপNorth American Free Trade Agreement
পরিচিতিউত্তর আমেরিকার একটি বাণিজ্যিক গোষ্ঠী
প্রতিষ্ঠাকাল● চুক্তি স্বাক্ষরিত হয়: ১৭ ডিসেম্বর, ১৯৯২
● চুক্তি কার্যকর হয়: ১ জানুয়ারি, ১৯৯৪
সদস্য দেশ৩টি। যথা- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো

USMCA

  • United States Mexico Canada agreement
  • চুক্তি স্বাক্ষর ৩০-১১-২০১৮ [খসড়া ৩০-০৯-২০১৮)
  • চুক্তি স্বাক্ষর হয় G 20 সম্মেলনের আগে।
  • আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে।
  • NAFTA এর পরিবর্তে নতুন বাণিজ্য চুক্তি। মেয়াদ ১৬ বছর NAFTA G20/ new NAFTA নামে পরিচিত

ইফটা (EFTA)

EFTA এর পূর্ণরুপEuropean Free Trade Association
পরিচিতিইউরোপের একটি বাণিজ্যিক গোষ্ঠী
সদস্য দেশ৪টি। আইসল্যান্ড, লিচেস্টেন, নরওয়ে, সুইজারল্যান্ড
প্রতিষ্ঠাকাল৩ মে, ১৯৬০

আফটা (AFTA)

পরিচিতিআসিয়ানভুক্ত দেশসমূহের মুক্ত বাণিজ্যিক এলাকা
পূর্ণরূপASEAN Free Trade Area
সদস্য দেশআসিয়ানভূক্ত ১০ টি দেশ
প্রতিষ্ঠাকাল২৮ জানুয়ারি, ১৯৯২ চুক্তি স্বাক্ষরত হয় এবং ১ জানুয়ারি, ২০০৩ চুক্তিটি কার্যকর হয়।

আপটা (APTA)

পূর্ণরূপAsia Pacific Trade Aggrement
অন্য নামব্যাংকক এগ্রিমেন্ট
সদস্য দেশবাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, চীন, থাইল্যান্ড এবং লাওস।
প্রতিষ্ঠাকাল১৯৭৫ সালে চুক্তি স্বাক্ষরত হয় এবং ১ জানুয়ারি, ২০০৬ চুক্তিটি কার্যকর হয়।

কমেসা (COMESA)

পূর্ণরূপCommon Market for Eastern and Southern Africa
সদস্য দেশপূর্ব ও দক্ষিণ আফ্রিকার ১৯ টি দেশের একটি বাণিজ্যিক ব্লক
সদর দপ্তরলুসাকা, জাম্বিয়া
প্রতিষ্ঠাকাল১৯৯৩ সালে চুক্তি স্বাক্ষরিত হয় এবং ৮ ডিসেম্বর, ১৯৯৪ চুক্তিটি কার্যকর হয়।

মার্কোসার (MERCOSUR)

পরিচিতিদক্ষিণ আমেরিকার বাণিজ্য ব্লক
প্রতিষ্ঠাকালTreaty of Asuncion (26 March 1991)
     ⇓
Protocol of Ouro reto (16 December 1994)
সদস্যপদ• Argentina
• Brazil
• Paraguay
• Uruguay
• Venezuela
সহযোগী সদস্য• Chile
• Bolivia
• Colombia
• Ecuador
• Peru
পর্যবেক্ষক• Mexico
• New Zealand
HeadquartersMontevideo, Uruguay
উদ্দেশ্যমুক্ত বাণিজ্য

BREXIT

  • (BREXIT) চুক্তি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ। যা সংক্ষেপে বেক্সিট নামে পরিচিত।
  • ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশ একে অন্যের সাথে ব্যবসা-বাণিজ্য করতে পারে এবং এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে, সেখানে বসবাস বা কাজ করতে পারে।
  • বৃটেন ১৯৭৩ সালে ইউরোপীয়ান ইকোনমিক কমিটির সাথে যুক্ত হয়। ২০১৬ সালে জুনে একটি গণ ভোট নিয়েছিলো যুক্তরাজ্য সেখানে ভোটাররা ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট দেন।

CPTPP

BREXIT পরবর্তী পরিকল্পনার আওতায় ১ ফেব্রুয়ারি ২০২১ যুক্তরাজ্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১১টি দেশ নিয়ে গঠিত মুক্ত বাণিজ্য অঞ্চল Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership (CPTPP)- যোগদানের জন্য আবেদন করে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের এই ১১টি দেশে প্রায় ৫০০ মিনিয়ন মানুষের বাজার রয়েছে, যা বিশ্বের আয়ের ১৩ শতাংশেরও বেশি উৎপাদন হয়। ৮ই মার্চ ২০১৮ স্বাক্ষরিত এবং ৩০ডিসেম্বর ২০১৮ কার্যকার হওয়া CPTPP বাণিজ্য চুক্তিতে ১১টি দেশ রয়েছে-অস্ট্রেলিয়া, ব্রুনেই, কানাডা, চিলি, জাপান, মালেশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনাম। এ চুক্তির মূল উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য থাকবে।

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...