বিশ্বের অমীমাংসিত ভূখন্ড/অঞ্চল


 

নামঅবস্থান
সেনকাকু দ্বীপপুঞ্জ / (চীনে নাম দিওয়াউ)পূর্বচীন সাগর
তাকেশিমা দ্বীপপুঞ্জ (কোরীয় নাম দোকদা)জাপান সাগর
প্যারাসেলসদক্ষিণ চীন সাগর
আবু মুসা দ্বীপপারস্য উপসাগর
স্প্রাটলি দ্বীপপুঞ্জদক্ষিণ চীন সাগর
নানশা দ্বীপপুঞ্জদক্ষিণ চীন সাগর
কুড়িল ও শাখালিন দ্বীপপুঞ্জপ্রশান্ত মহাসাগর
ক্রিমিয়া উপদ্বীপকৃষ্ণসাগর
পেরেজিল দ্বীপ (মরক্কোতে লায়লা দ্বীপ নাম)জিব্রাল্টার প্রণালী
নাগোর্নো কারা বাখআজারবাইজানের মাঝে অবস্থিত
নিউমুর/পূর্বাশাহাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত
শাত-ইল-আরববিবাদমান নদী দোজলা ও ফোরাত এর মিলিত প্রবাহ। ১৯৮০-৮৮ ইরাক-ইরান যুদ্ধ হয়।
গোলান মালভূমিতৃতীয় আরব ইসরাইল যুদ্ধ ১৯৬৭ সালে ইসরাইল এটি দখল নেয়।
পানমুনজাম-
সিয়াচেন হিমবাহ-
লাদাখ-
সিনাই উপদ্বীপআকাবা উপসাগর ও সুয়েজ খালের মাঝে অবস্থান।
ইম্ফলভারতের মনিপুর রাজ্যের রাজধানী।
মংডুবাংলাদেশ ও মায়ানমার সীমান্তে অবস্থিত।
দোকলামভুটান চীন ও ভারত সীমান্তে।
গুয়াতানামাবে-
সাইপ্রাস-
কালাপানিনেপালের ডারকুলা/ দারচুলা জেলা এবং ভারতের পিথরাগোর জেলার মাঝখানে অবস্থিত।
নেপালের অভিযোগ১৯৬২ সালে চীনের সাথে ভারতের সীমান্ত যুদ্ধের পর থেকে বর্তমানে কালাপানি অঞ্চলটি ইন্দো-তিব্বতিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্সের দ্বারা দখলকৃত হয়ে আছে।
সমস্যা সৃষ্টির পূর্ব কথা১৮১৬ সালে তৎকালীন ব্রিটিশ ভারত এবং নেপালের মধ্যে একটি চুক্তি হয় যেখানে কালি নদীকে ভারত সংলগ্ন দক্ষিণ নেপালের অংশ বলে স্বীকার করা হয়। কিন্তু পরবর্তীতে এই ম্যাপটি ব্রিটিশ জরিপকারীদের দ্বারা অঙ্কিত হয় যেখানে নদীটির সীমানাকে আলাদা করে দেখানো হয়। ব্রিটিশদের এই দ্বান্দ্বিক বিভাজনের কারণেই ভারত ও নেপালের মধ্যে কালাপানি সমস্যা লেগেই আছে।
Premium By Raushan Design With Shroff Templates
Link copied to clipboard.