Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

পরমাণু অস্ত্র, জীবাণু অস্ত্র ও রাসায়নিক অস্ত্র চুক্তি

 

স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়-১ জুলাই, ১৯৬৮
কার্যকর হয়৫ মার্চ, ১৯৭০
যে সকল দেশ স্বাক্ষর করেনিভারত, পাকিস্তান, ইসরাইল
যে দেশ নিজেকে প্রত্যাহার করে নিয়েছেউত্তর কোরিয়া (২০০৩ সালে)
বিষয়বস্তুপারমাণবিক অস্ত্রের বিস্তার সীমিতকরণ।
স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়-২৪ সেপ্টেম্বর, ১৯৯৬
কার্যকর হয়এখনও হয়নি।
যে সকল গুরুত্বপূর্ণ দেশ স্বাক্ষর করেনি -ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া
বিষয়বস্তুপারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ
স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়১০ এপ্রিল, ১৯৭২
কার্যকর হয়২৬ মার্চ, ১৯৭৫
যে সকল দেশ স্বাক্ষর করেনিইসরাইল, ক্যামেরুন, অ্যাঙ্গোলা, অ্যান্ডোরা, চাঁদ, ইরিত্রিয়া প্রভৃতি
বিষয়বস্তুসব ধরনের জীবাণু ও বিষাক্ত অস্ত্রের উন্নয়ন, উৎপাদন, মজুদ নিষিদ্ধকরণ এবং ধ্বংস সাধন
খসড়া চূড়ান্ত করা হয়৩ সেপ্টেম্বর, ১৯৯২
স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়১৩ জানুয়ারি, ১৯৯৩
কার্যকর হয়২৭ এপ্রিল, ১৯৯৭
যে সকল দেশ স্বাক্ষর করেনিঅ্যাঙ্গোলা, মিশর, উত্তর কোরিয়া, সোমালিয়া এবং সিরিয়া।
বিষয়বস্তুসব ধরনের রাসায়নিক অস্ত্রের মজুদ ও উৎপাদন নিষিদ্ধ করা ও হস্তান্তর নিষিদ্ধকরণ
অন্য নামঅটোয়া চুক্তি (Ottawa Treaty)
স্থানঅটোয়া, অন্টারিও, কানাডা
স্বাক্ষরকাল৩ ডিসেম্বর, ১৯৯৭
কার্যকর হয়১ মার্চ, ১৯৯৯
যে সকল দেশ স্বাক্ষর করেনিচীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, ইসরাইল প্রভৃতি।
বিষয়বস্তুস্থলমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন ও হস্তান্তর নিষিদ্ধকরণ
স্বাক্ষরকাল২৬ মে, ১৯৭২
পক্ষসমূহযুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন ।
১৩ জুন ২০০২ যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় ।
স্বাক্ষরকাল২৩ নভেম্বর, ১৯৭৪
পক্ষসমূহযুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন
স্বাক্ষরকাল১৮ জুন, ১৯৭৯
পক্ষসমূহযুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন (মার্কিন সিনেট এ চুক্তিটি অনুমোদন করেনি)
স্বাক্ষরকাল৩১ জুলাই, ১৯৯১
পক্ষসমূহযুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন
বিষয়বস্তুকৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
স্বাক্ষরকাল৩ জানুয়ারি, ১৯৯৩
পক্ষসমূহযুক্তরাষ্ট্র ও রাশিয়া
বিষয়বস্তুকৌশলগত অস্ত্র হ্রাস সংক্রন্ত চুক্তি
স্বাক্ষরকাল৮ এপ্রিল, ২০১০: চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে
পক্ষসমূহযুক্তরাষ্ট্র ও রাশিয়া
বিষয়বস্তুকৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি চুক্তি অনুযায়ী, দুই দেশ ১,৫৫০ টির বেশি নিউক্লিয়ার ওয়ারহেড মজুত রাখতে পারবে না।
মেয়াদ১০ বছর [ ৫ ফেব্রুয়ারি, ২০১১ থেকে ৫ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত।]

২৬ জানুয়ারি ২০২১ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তিটি ৫ বছর সম্প্রসারণের বিষয়ে একমত হন। New START-এর মেয়াদ বৃদ্ধির জন্য মার্কিন কংগেসের কোনো অনুমোদনের প্রয়োজন পড়ে না। তবে রাশিয়ার আইনসভা অনুমোদন নিতে হয়। ২৭ জানুয়ারি ২০২১ রাশিয়ার আইনসভা সর্বসম্মতিক্রমে পাঁচ বছরের জন্য চুক্তিটি সম্প্রসারণের পক্ষে অনুমোদন দেয়। ২৯ জানুয়ারি ২০২১ ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্র সম্প্রসারণ চুক্তিতে স্বাক্ষর করেন। ফলে ৫ ফেব্রুয়ারি ২০২৬ New START চুক্তির মেয়াদ শেষ হবে।

অপর নামNuclear Weapon Ban Treaty
স্বাক্ষরকাল০৭ জুলাই, ২০১৭ (বাংলাদেশ স্বাক্ষর: ২০ সেপ্টেম্বর , ২০১৭)
পক্ষসমূহজাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রথম পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি।
ICAN পারমাণবিক নিরস্ত্রীকরণে কাজ করছে (২০১৭ সালে শান্তিতে নোবেল পেয়েছে)।
Joint Comprehensive Plan of Action (JCPOA) চুক্তি স্বাক্ষর হয়১৪ জুলাই ২০১৫ সালে
স্থানঅস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়
ইরানের সাথে পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়ছয়টি দেশের মধ্যে
যারা স্বাক্ষর করেছিলেনইরান, P5+ ১ বা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স ও জার্মানি।

চুক্তি অনুযায়ী ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে বেরিয়ে এসেছিল এবং এর বিনিময়ে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। তবে, সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্য দেশের তীব্র বিরোধিতা সত্ত্বেও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ১৯ সেপ্টেম্বর, ২০২০ সালে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পূর্নবহালের ঘোষণা দেন।

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...