Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

সংখ্যা সম্পর্কিত সকল অংকের সহজ কৌশল

“সংখ্যায়ন” অধ্যায়টি আসলে পাটিগণিতের নির্দিষ্ট কোন অধ্যায় নয়।তবে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় এ জাতীয় ২/১ টি অংক প্রায় প্রতি পরীক্ষায়ই আসে।তাই এ জাতীয় অংক যাতে সরাসরি কমন পড়ে এবং সবগুলো কৌশলই যাতে আপনি রপ্ত করতে পারেন সেজন্যই অধ্যায়টি সংখ্যায়ন নাম দিয়ে আলাদাভাবে তুলে ধরেছি আপনাদের সামনে।আশা করছি অনেক উপকৃত হবেন এ অধ্যায়টির মাধ্যমে।

দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বা পার্থক্য দেওয়া থাকলে

সূত্র-১: দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বা পার্থক্য দেওয়া থাকলে, বড় সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে-
বড় সংখ্যা = বর্গের অন্তর + ১

সূত্র-২: দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বা পার্থক্য দেওয়া থাকলে, ছোট সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে-
ছোট সংখ্যা = বর্গের অন্তর - ১

১. দুটি ক্রমিক পূর্ণ বর্গসংখ্যার বর্গের অন্তর ৯৩ হলে সংখ্যাদ্বয় কত ? [ উপজেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা পরীক্ষা-২০০৭]

উত্তরঃ (ক) ৪৬,৪৭

Explanation:
শর্ট টেকনিক:
বড় সংখ্যা
বর্গের অন্তর + ১
৯৩+ ১
৯৪
= ৪৭
ছোট সংখ্যা
বর্গের অন্তর - ১
৯৩ - ১
৯২
= ৪৬
সুতরাং সংখ্যাদ্বয় যথাক্রমে ৪৬ ও ৪৭ ।

২. দুটি ক্রমিক পূর্ণ বর্গসংখ্যার বর্গের অন্তর ১৯৯, বড় সংখ্যাটি কত ? [২২তম বিসিএস]

উত্তরঃ (ঘ) ১০০

Explanation:
শর্ট টেকনিক:
বড় সংখ্যা
বর্গের অন্তর + ১
১৯৯+১
২০০
= ১০০

৩. দুটি ক্রমিক পূর্ণ র্বসংখ্যার বর্গের অন্তর যদি ৪৭ হয় তবে বড় সংখ্যাটি কত ? [জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক-২০০৯]

উত্তরঃ (ক) ২৪

Explanation:
শর্ট টেকনিক:
বড় সংখ্যা
বর্গের অন্তর + ১
৪৭+১
৪৮
= ২৪

৪. কোন দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর যদি ৪৭ হয় তবে সংখ্যা দুইটি কত? [ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা পরীক্ষা-২০০৯]

উত্তরঃ (ক) ২৩ এবং ২৪

Explanation:
শর্ট টেকনিক:
বড় সংখ্যা
বর্গের অন্তর + ১
৪৭+ ১
৪৮
= ২৪
ছোট সংখ্যা
বর্গের অন্তর - ১
৪৭ - ১
৪৬
= ২৩
সুতরাং সংখ্যাদ্বয় যথাক্রমে ২৩ ও ২৪ ।

৫.দুইটির ধারাবাহিক সংখ্যার বর্গের পার্থক্য ৩৩। ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (ভলগা)-২০১৫]

উত্তরঃ (গ) ১৬

Explanation:
ক্ষুদ্রতম সংখ্যা
বর্গের অন্তর - ১
৩৩ - ১
৩২
= ১৬

৬. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৯১। সংখ্যা দুটি কি কি ? [প্রাথমিক সহকারী শিক্ষক(মুক্তিযোদ্ধা)-২০১০ ]

উত্তরঃ (ক) ৪৫,৪৬

Explanation:
শর্ট টেকনিক:
বড় সংখ্যা
বর্গের অন্তর + ১
৯১+ ১
৯২
= ৪৬
ছোট সংখ্যা
বর্গের অন্তর - ১
৯১ - ১
৯০
= ৪৫
সুতরাং সংখ্যাদ্বয় যথাক্রমে ৪৫ ও ৪৬ ।

যত বড়.....তত ছোট/ যত ছোট .... তত বড় উল্লেখ থাকলে

সূত্র-৩: যত বড়.....তত ছোট/ যত ছোট .... তত বড় উল্লেখ থাকলে, সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে--,
সংখ্যাটি = প্রদত্ত সংখ্যা দুটির যোগফল

১. একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট । সংখ্যাটি কত ? [ ২২তম বিসিএস]

উত্তরঃ (খ) ৭৩৫

Explanation:
নির্ণেয় সংখ্যাটি
১ম সংখ্যা+ ২য় সংখ্যা
৬৫০+ ৮২০
১৪৭০
= ৭৩৫

২. একটি সংখ্যা ৯৯৯ থেকে যত ছোট ৭৯৭ থেকে তত বড়। সংখ্যাটি কত ? [ খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদশক -২০১১]

উত্তরঃ (খ) ৮৯৮

Explanation:
নির্ণেয় সংখ্যাটি
১ম সংখ্যা+ ২য় সংখ্যা
৯৯৯+ ৭৯৭
১৭৯৬
= ৮৯৮

৩. একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড় ৮৩০ থেকে তত ছোট । সংখ্যাটি কত ? [বিএসটিই এর অফিস সহকারী-২০১১]

উত্তরঃ (ঘ) ৭৮৬

Explanation:
নির্ণেয় সংখ্যাটি
১ম সংখ্যা+ ২য় সংখ্যা
৭৪২+ ৮৩০
১৫৭২
= ৭৮৬

৪. একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি, ৫৫ থেকে তত কম । সংখ্যাটি কত ? [ আইন,বিচার ও সংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা -২০১২]

উত্তরঃ (গ) ৪৩

Explanation:
নির্ণেয় সংখ্যাটি
১ম সংখ্যা+ ২য় সংখ্যা
৩১+ ৫৫
৮৬
= ৪৩

৫. একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত । ছোট সংখ্যাটি কত ? [ ৩০ তম বিসিএস]

উত্তরঃ (খ) ৩৪১

Explanation:
নির্ণেয় সংখ্যাটি
১ম সংখ্যা+ ২য় সংখ্যা
৩০১+ ৩৮১
৬৮২
= ৩৪১

৬. একটি সংখ্যা ৫৬০ থেকে যত কম, ৩৮০ থেকে তার সাড়ে তিনগুণ বেশি। সংখ্যাটি কত ? [থানা শিক্ষা কর্মকর্তা-২০১০]

উত্তরঃ (গ) ৫২০

Explanation:
মনে করি.
সংখ্যাটি ৫৬০ থেকে ১ একক কম এবং ৩৮০ থেকে সাড়ে তিন একক বেশী ।
তাই সাড়ে চার একক = ৫৬০- ৩৮০ = ১৮০
অতএব, এক একক = ৪০
সুতরাং সংখ্যাটি ৫৬০-৪০ = ৫২০
অথবা
এটা অপশন যাচাইয়ের মাধ্যমে সমাধান দ্রুত ও সহজ হবে।
অপশন অনুযায়ী ধরি,সংখ্যাটি ৫২০।
৫২০ সংখ্যাটি ৫৬০ থেকে ৪০ কম।কিন্তু ৫২০-৩৮০ = ১৪০।
এখানে ৪০ এর সাড়ে তিনগুণ হচ্ছে ১৪০।
অর্থাৎ ৫২০ সংখ্যাটি ৫৬০ থেকে যত কম, ৩৮০ থেকে তার সাড়ে তিনগুণ বেশি।

দুটি সংখ্যার গুণফল এবং একটি সংখ্যা দেওয়া থাকলে

সূত্র-৪: দুটি সংখ্যার গুণফল এবং একটি সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে-
অপর সংখ্যাটি = দুইটি সংখ্যার গুণফলএকটি সংখ্যা

১. দুটি সংখ্যার গুণফল ২৩০৪। একটি সংখ্যার ৪ গুণ ৯৬ হলে, অপর সংখ্যাটি কত ? [সাব রেজিঃ -২০০১]

উত্তরঃ (গ) ৯৬

Explanation:
শর্ট টেকনিক:
এখানে, একটি সংখ্যা হবে = ৯৬ ÷ ৪ = ২৪।যেহেতু সংখ্যাটির চারগুণ ৯৬।
অপর সংখ্যাটি = দুইটি সংখ্যার গুণফল ÷ একটি সংখ্যা = ২৩০৪ ÷ ২৪ = ৯৬ ।

২. ২টি সংখ্যার গুণফল ৮.৮। একটি সংখ্যা ২.৭৫, অপর সংখ্যাটি কত ? [বিজেএস পরীক্ষা-২০০৬]

উত্তরঃ (ক) ৩.২০

Explanation:
শর্ট টেকনিক:
অপর সংখ্যাটি = দুইটি সংখ্যার গুণফল ÷ একটি সংখ্যা = ৮.৮ ÷ ২.৭৫ = ৩.২ ।

সংখ্যা সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান

১. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত ? [ ৬ষ্ঠ সহকারি জজ নিয়োগ পরীক্ষা-২০১১]

উত্তরঃ (গ) ১৮

Explanation:
ধরি, সংখ্যাটি = ‘ক’
প্রশ্নমতে, ৩ক+২ক = ৯০
বা, ৫ক = ৯০
বা,ক = ৯০÷৫=১৮
সুতরাং সংখ্যাটি = ১৮

২. একটি ঋণাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ১৫ যোগ করলে ৪১৫ হয়। সংখ্যাটি কত ? [পরিদর্শক (জাতীয় রাজস্ব বোড) -২০১০]

উত্তরঃ (খ) ১০

Explanation:
ধরি, ঋণাত্মক সংখ্যাটি = -ক
প্রশ্নমতে, (-২ক) +১৫ = ৪১৫
বা , (২ক) = ৪১৫-১৫
বা, (২ক) = ৪০০
বা, (২ক) = (২০)
বা, ২ক = ২০
বা,ক = ১০
সুতরাং সংখ্যাটি = ১০

৩. দু’টি সংখ্যার বর্গের সমষ্টি ৪১, সংখ্যা দু’টির গুণফল ২০। সংখ্যা দু’টির বর্গের বিয়োগফল কত ? [৭ম বেসরকরি প্রভাষক নিবন্ধন পরীক্ষা-২০১১]

উত্তরঃ (খ) ৯

Explanation:
মনে করি , সংখ্যা দুটি যথাক্রমে a ও b ।
প্রশ্নমতে, a2 + b2 = ৪১ আবার, ab = ২০
আমরা জানি, (a+b)2 = a2 + b2 + 2ab
বা, (a+b)2 = ৪১ + ২×২০
বা, (a+b)2 = ৮১
বা, (a+b)2 = (৯)
বা, a+b = ৯
আবার, (a-b)2 = a2 + b2 - 2ab
বা, (a-b)2 = ৪১ - ২×২০
বা, (a-b)2 = ৪১ - ৪০
বা, (a-b)2 = ১
বা, a-b = ১
সুতরাং a2 - b2 = (a+b)(a-b)
বা, a2 - b2 = ৯×১ = ৯
অর্থাৎ সংখ্যা দু’টির বর্গের বিয়োগফল = ৯

মুখে মুখে সমাধান : এখানে, + = ৪১ আবার, ৪×৫ = ২০।
সুতরাং সংখ্যা দু’টি হচ্ছে ৪ ও ৫।
তাই সংখ্যা দু’টির বর্গের বিয়োগফল =  - = ৯।

৪. পরপর দশটি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে,শেষ ৫টির যোগফল কত ? [ অর্থ মন্ত্রণালয়ের অডিটর পদে নিয়োগ পরীক্ষা-২০১১]

উত্তরঃ (খ) ৫৮৫

Explanation:
মনে করি,
প্রথম সংখ্যাটি = x
প্রশ্নমতে , x+x+ ১+x+ ২+x+ ৩+x+ ৪ = ৫৬০
বা, ৫x+১০ = ৫৬০
বা, ৫x = ৫৫০
বা, x = ১১০
.’. শেষ ৫ টি সংখ্যার যোগফল
= x+৫+x+৬+x+৭+x+৮+x+৯
= ৫x+৩৫
= (৫×১১০)+৩৫ [ x এর মান ১১০ বসিয়ে]
= ৫৮৫
অথবা
মুখে মুখে সমাধান: এরকম থাকলে শেষ পদসংখ্যাকে বর্গ করে প্রথম যোগফলের সাথে যোগ করলেই শেষ সংখ্যা গুলোর যোগফল পাওযা যাবে।যেমন  = ২৫।
সুতরাং শেষ ৫টির যোগফল = ৫৬০+২৫ = ৫৮৫

৫. ৩টি সংখ্যার গুণফল ২১৬। দুইটি সংখ্যা ৮ এবং ৯ হলে, তৃতীয় সংখ্যাটি কত ? [সহকারী উপ-খাদ্য পরিদশক (বাতিল)পদে নিয়োগ পরীক্ষা-২০১১]

উত্তরঃ (ক) ৩

Explanation:
৩টি সংখ্যার গুণফল ২১৬
দুইটি সংখ্যার গুণফল = ৮×৯ = ৭২
তৃতীয় সংখ্যাটি = ২১৬÷৭২ = ৩

৬. ৩টি সংখ্যার গড় ৩৩। দুইটি সংখ্যা ২৪ এবং ৪২ হলে অপর সংখ্যাটি কত ? [ উপ-খাদ্য পরিদশক (বাতিল)পদে নিয়োগ পরীক্ষা-২০১১]

উত্তরঃ (ঘ) ৩৩

Explanation:
৩টি সংখ্যার গড় ৩৩
৩টি সংখ্যার সমষ্টি = ৩৩×৩ = ৯৯
২ টি সংখ্যার সমষ্টি = ২৪+৪২ = ৬৬
অপর সংখ্যাটি = ৯৯-৬৬ = ৩৩

৭. একটি সংখ্যার বর্গমূলের সাথে ৯ যোগ করলে যোগফল ১৪ হয় সংখ্যাটি কত ? [সহকারী উপ-খাদ্য পরিদশক (বাতিল)পদে নিয়োগ পরীক্ষা-২০১১]

উত্তরঃ (খ) ২৫

Explanation:
ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,√ক+৯ = ১৪
বা, √ক= ১৪-৯ = ৫
বা, ক = ২৫ [ উভয়পক্ষকে বর্গ করে ]
সুতরাং সংখ্যাটি = ২৫

৮. ২টি সংখ্যার যোগফল ১৩০ এবং বিয়োগফল ১০ হলে বৃহত্তম সংখ্যাটি কত? [উপ-খাদ্য পরিদশক (বাতিল)পদে নিয়োগ পরীক্ষা-২০১১]

উত্তরঃ (খ) ৭০

Explanation:
মনে করি, সংখ্যা দুটি যথাক্রমে x ও y
প্রশ্নমতে, x + y = ১৩০………………(1)
x - y = ১০……………………………(2)
(1) + (2) করে পাই,
২x = ১৪০
বা, x = ১৪০÷২
বা, x = ৭০
(1) নং হতে পাই, y = ১৩০ - ৭০
সুতরাং y = ৬০
সুতরাং সংখ্যা দুটি যথাক্রমে ৭০ ও ৬০।
অতএব, বৃহত্তম সংখ্যাটি ৭০।
মুখে মুখে সমাধান:
২টি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকলে যোগফল ও বিয়োগফলকে যোগ করে দুই দ্বারা ভাগ করলে বড় সংখ্যাটি পাওয়া যায়।
আবার যোগফল ও বিয়োগফলকে বিয়োগ করে দুই দ্বারা ভাগ করলে ছোট সংখ্যাটি পাওয়া যায়।
তাই বৃহত্তম সংখ্যাটি
১৩০+১০
১৪০
= ৭০

৯. যদি দুটি সংখ্যার গুণফল ৯৬ এবং যোগফল ২২ হয় তবে ছোট সংখ্যাটি কত ? [ উপ-সহকারি পরিচালক (দুদক) নিয়োগ পরীক্ষা-২০১০]

উত্তরঃ (খ) ৬

Explanation:
ধরি, বড় সংখ্যাটি x
ছোট সংখ্যাটি y
প্রশ্নমতে, xy = ৯৬
x + y = ২২…………(1)
আমরা জানি, (x-y)2=(x+y)2-4xy
বা, (x - y)2(২২)−৪×৯৬
বা, (x - y)2 = ৪৮৪ − ৩৮৪
সুতরাং x−y = √১০০ = ১০.........(2)
(i) + (ii) করে পাই ,
বা, ২x = ৩২
সুতরাং x = ১৬
সুতরাং ছোট সংখ্যা, y = ৯৬÷১৬ = ৬
সুতরাং সঠিক উত্তর (খ)।
মুখে মুখে সমাধান:
মনে করি, ছোট সংখ্যাটি = x, বড় সংখ্যাটি = y
প্রশ্নমতে, xy = ৯৬ এবং x+y = ২২
বা, ৬×১৬ = ৯৬ এবং ৬+১৬ = ২২
তাই ছোট সংখ্যাটি ৬ এবং বড় সংখ্যাটি ১৬ ।

১০. দুটি সংখ্যার গুণফল ২৬৮৮ এবং ভাগফল  , সংখ্যা দুটি কত ? [ বিজেএস পরীক্ষা-২০১১]

উত্তরঃ (গ) ৪৮,৫৬

Explanation:
মনে করি,সংখ্যা দুটি ৬ক এবং ৭ক
প্রশ্নমতে,৬ক×৭ক = ২৬৮৮
বা, ৪২ = ২৬৮৮
বা,  = ২৬৮৮÷৪২ = ৬৪
বা,ক = ৮, [ উভয়পক্ষকে বর্গমূল করে ]
সুতরাং সংখ্যা দুটি যথাক্রমে ৬×৮ = ৪৮ এবং ৭×৮ = ৫৬

১১. দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক ২। বড় সংখ্যাটির সঙ্গে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল ১৩ হয়। সংখ্যা দুটি কত ? [ পিএসসি এর সহকারি পরিচালক পরীক্ষা-২০০১]

উত্তরঃ (ক) ৭,৩

Explanation:
মনে করি, বড় সংখ্যাটি = x
ছোট সংখ্যাটি = y
প্রশ্নমতে,
x-y2=2
এবং x + 2 y = 13  4 + y + 2 y = 13  3 y = 9  y = 3 ( i )    x = 4 + 3 = 7
সুতরাং, সংখ্যাদ্বয় ৭ ও ৩
মুখে মুখে সমাধান:
তবে এটি অপশনভিত্তিক সমাধান করলে দ্রুত ও সহজ হবে।
তাই অপশনের সাথে মিলিয়ে যাচাই করতে হবে ।
যে অপশনে শর্ত মিলবে সেটিই উত্তর। এখানে প্রথম অপশন,৭-৩ = ৪ যার অর্ধেক ২।
আবার ৭+(২×৩) = ১৩।
প্রথম অপশনে অংকের শর্ত ঠিক আছে। তাই সংখ্যাদ্বয় ৭ ও ৩ ।

১২. কোন সংখ্যার এক পঞ্চমাংশের সাথে ৪ বৃদ্ধি করলে সংখ্যাটির মান ঐ সংখ্যার এক চতুর্থাংশের চেয়ে ১০ কমে যায়। সংখ্যাটি কত ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসিনিক কর্মকর্তা নিয়োগ পরীক্ষা -২০১১]

উত্তরঃ (গ) ২৮০

Explanation:
মনে করি,সংখ্যাটি = ক
প্রশ্নমতে,  + ৪ =  - ১০
বা,  -  = ৪ + ১০
বা, ৫ক - ৪ক২০ = ১৪
বা, ২০ = ১৪
বা, ক = ২৮০
সুতরাং সংখ্যাটি ২৮০ ।

১৩. তিনটি ক্রমিক পূর্ণসংখ্যা নির্ণয় করুন, যাদের প্রথম দুইটির গুণফল শেষ দুইটির গুণফল অপেক্ষা ১০ কম। [ সমাজ কল্যাণ অফিসার নিয়োগ-২০১০]

উত্তরঃ (ক) ৪,৫,৬

Explanation:
মনে করি,তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ক, ক+১,ক+২
প্রশ্নমতে, ক( ক+১)+১০= (ক+১)(ক+২)
বা, +ক+১০ = +২ক+ক+২
বা,১০ = ২ক+২
বা,২ক =১০-২
বা,ক = ৪
সুতরাং তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ৪,৫,৬

১৪. একটি সংখ্যার অর্ধেক তার এক- তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত ? [ সমাজ কল্যাণ অফিসার নিয়োগ-২০১০]

উত্তরঃ (ঘ) ১০২

Explanation:
মনে করি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,  -  = ১৭
বা, ৩ক - ২ক = ১৭
বা,  = ১৭
বা,  = ১৭
বা, ক = ১০২
সুতরাং সংখ্যাটি = ১০২ ।

১৫. দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫১। তাদের পার্থক্যের এক চতুর্থাংশ ১৩। সংখ্যা দুটি কত ? [শ্রম অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক পরীক্ষা-২০০১]

উত্তরঃ (খ) (৭৭,২৫)

Explanation:
মনে করি, সংখ্যা দুটি যথাক্রমে ক ও খ
শর্তমতে, ক + খ = ৫১
বা, ক + খ = ১০২.........(১)
আবার, ক - খ = ১৩
বা, ক -খ = ৫২..........(২)
১নং + ২নং ,
২ক = ১৫৪
বা, ক = ৭৭
১নং - ২নং,
২খ = ৫০
বা, খ = ২৫
সংখ্যা দুটি যথাক্রমে ৭৭ ও ২৫

১৬. দুটি সংখ্যার বর্গের সমষ্টি ১৩ এবং সংখ্যা দুটির গুণফল ৬ হলে সংখ্যা দুটির বর্গের অন্তর কত ? [সমাজ কল্যাণ সংগঠক শহর সেবা পরীক্ষা-২০০৭]

উত্তরঃ (খ) ৫

Explanation:
এখানে, + = ১৩ এবং ২×৩ = ৬। অতএব, সংখ্যা দুটি ২ ও ৩ । তাই সংখ্যা দুটির বর্গের অন্তর =  -  = ৫।

১৭. একটি ধনাত্মক সংখ্যার সাথে ৪ যোগ করে যোগফলকে বর্গ করলে ৬২৫ হয়। সংখ্যাটি কত ? [সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পরীক্ষা -২০০৫]

উত্তরঃ (গ) ২১

Explanation:
মনে করি, ধনাত্মক সংখ্যাটি = ক
প্রশ্নমতে, (ক+৪) = ৬২৫
বা,ক+৪ = ২৫[ বর্গমূল করে]
বা,ক =২১
সুতরাং সংখ্যাটি = ২১

১৮. দুই অংকের কোন সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৫, সংখ্যাটির সাথে ৯ যোগ করলে অংকদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত ? [সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পরীক্ষা -২০০৭]

উত্তরঃ (গ) ২৩

Explanation:
এটা অপশনভিত্তিক সমাধান করলে দ্রুত ও সহজ হবে।
যে অপশনে শর্ত মিলবে সেটিই উত্তর। (গ) অপশনে আছে ২৩ ।
এখানে ২ এবং ৩ অঙ্ক দ্বয়ের সমষ্টি = ২ + ৩ = ৫
২৩ এর সাথে ৯ যোগ করলে হয় = ২৩ + ৯ = ৩২
অতএব, ২৩ আবার স্থান বিনিময় করলেও হয় ৩২
তাহলে, সংখ্যাটি হবে ২৩।

১৯. একটি সংখ্যার ২০ শতাংশের ৮০ শতাংশ যদি ১২.৮ হয় সংখ্যাটি কত ? [বি.আর.ডি.বি. এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা-২০০৭]

উত্তরঃ (ঘ) ৮০

Explanation:
এটি ও অপশনের সাথে মিলিয়ে যাচাই করলে দ্রুত ও সহজ হবে।যে অপশনে শর্ত মিলবে সেটিই উত্তর। এখানে ৮০ এর ২০ শতাংশ ১৬,আবার, ১৬ এর ৮০ শতাংশ হয় ১২.৮। তাই ৮০ সঠিক উত্তর।

২০. কোন সংখ্যার  অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির  অংশ হবে। সংখ্যাটি কত ? [২৬ তম বিসিএস/ প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৯ (৩য় ধাপ)]

উত্তরঃ (খ) ২৪

Explanation:
এটি ও অপশনের সাথে মিলিয়ে যাচাই করলে দ্রুত ও সহজ হবে।যে অপশনে শর্ত মিলবে সেটিই উত্তর।
এখানে, ২৪ এর  অংশ = ১২।১২ এর সাথে ৬ যোগ করলে ১৮ হয়।যা ২৪ সংখ্যাটির  অংশ। তাই ২৪ ই সঠিক উত্তর।

২১. কোন সংখ্যার দ্বিগুণের সাথে ৩ যোগ করলে যোগফল সংখ্যাটি থেকে ৭ বেশি হয়। সংখ্যাটি কত ? [ পরিদর্শক(জাতীয় রাজস্ব বোর্ড) নিয়োগ-২০১০]

উত্তরঃ (গ) ৪

Explanation:
এটি ও অপশনের সাথে মিলিয়ে যাচাই করতে হবে।যে অপশনে শর্ত মিলবে সেটিই উত্তর। এখানে,৪ এর দ্বিগুণ = ৮ । এর সাথে ৩ যোগ করলে ১১ হয়। যা ৪ থেকে ৭ বেশি হয়। তাই ৪ ই সঠিক উত্তর।

২২. কোন সংখ্যা হতে ১৭৫ বিয়োগ করে ১৩০ যোগ করলে ২৯৭ হবে ? [ উপজেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা পরীক্ষা-২০০৭]

উত্তরঃ (খ) ৩৪২

Explanation:
মনে করি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে, ক-১৭৫+১৩০ = ২৯৭
বা,ক-৪৫ = ২৯৭
বা, ক = ২৯৭+৪৫
বা,ক = ৩৪২
সুতরাং সংখ্যাটি ৩৪২

২৩. একটি সংখ্যার ১২% নিলে ৯৬ পাওয়া যায়, সংখ্যাটি কত ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পরীক্ষা-২০০৪]

উত্তরঃ (ঘ) ৮০০

Explanation:
একটি সংখ্যার ১২% নিলে ৯৬ পাওয়া যায় ।
অর্থাৎ ১২% = ৯৬
১% = ৯৬১২
১০০% = ৯৬১২ ×১০০ = ৮০০

২৪. একটি সংখ্যার এক- চতুর্থাংশ হতে ৪ বিয়োগ করলে ২০ হয়। সংখ্যাটি কত? [ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী প্রধান পরিদর্শক পরীক্ষা-২০০৯]

উত্তরঃ (ঘ) ৯৬

Explanation:
মনে করি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,  - ৪ = ২০
বা,  = ২০+৪ = ২৪
বা,ক = ৯৬
সুতরাং সংখ্যাটি ৯৬

২৫. কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১২ এবং ১৬ দ্বারা ভাগ করলে অবশিষ্ট হবে যথাক্রমে ৫ এবং ৯ ? [ উপজেলা পোস্ট মাস্টার নিয়োগ পরীক্ষা-২০১০]

উত্তরঃ (ঘ) ৪১

Explanation:
১২-৫ = ৭ এবং ১৬-৯ = ৭ [ উভয় ক্ষেত্রে বিয়োগফল ৭]
১২ এবং ১৬ এর ল.সা.গু.= ৪৮
সুতরাং সংখ্যাটি = ৪৮- ৭ = ৪১

২৬. ২৫ থেকে কোন সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি অপেক্ষা ৫ বেশি হবে ? [ সার্কেল এডজুটেন্ট নিয়োগ-২০১০]

উত্তরঃ (গ) ১০

Explanation:
মনে করি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে, ২৫-ক = ক+৫
বা, ২৫-৫ = ক+ক
বা, ২ক = ২০
বা, ক = ২০÷২ = ১০
সুতরাং সংখ্যাটি ১০

২৭. একটি সংখ্যা ঐ সংখ্যার ২০% অপেক্ষা ৪০ বেশি। সংখ্যাটি কত? [সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পরীক্ষা -২০০৯]

উত্তরঃ (খ) ৫০

Explanation:
মনে করি, সংখ্যাটি = ক
∴ ক এর ২০% = ২০ক১০০
প্রশ্নমতে, ২০ক১০০ +৪০ = ক
বা, ২০ক+ ৪০০০ = ১০০ক
বা, ৮০ক = ৪০০০
বা, ক = ৪০০০÷৮০ = ৫০

২৮. কোন সংখ্যা থেকে ৪ বিয়োগ করলে বিয়োগফল ঐ সংখ্যার বিপরীত সংখ্যার ২১ গুণ হয়। সংখ্যাটি কত ? [সমাজ কল্যাণ সংগঠক শহর সেবা পরীক্ষা-২০০৯]

উত্তরঃ (খ) ৭

Explanation:
মনে করি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,ক-৪ =  ×২১
বা ক-৪ = ২১
বা, - ৪ক - ২১ = ০
বা,-৭ক+৩ক-২১ = ০
বা,ক(ক-৭)+৩(ক-৭) = ০
বা, (ক-৭)(ক+৩) = ০
∴ ক = ৭
সুতরাং সংখ্যাটি = ৭

২৯. কোন সংখ্যার অর্ধেকের বর্গ থেকে সংখ্যাটি বাদ দিলে ৪৮ হয়। স্যংখাটি কত ? [শ্রম অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক পরীক্ষা-২০১১]

উত্তরঃ (গ) ১৬

Explanation:
এটি ও অপশনের সাথে মিলিয়ে যাচাই করতে হবে। যে অপশনে শর্ত মিলবে সেটিই উত্তর।
এখানে, ১৬ এর অর্ধেক ৮ এবং ৮ এর বর্গ ৬৪।
৬৪ থেকে ১৬ সংখ্যাটি বাদ দিলে ৪৮ হয়। তাই ১৬ ই সঠিক উত্তর।

৩০. কোন সংখ্যার চার পঞ্চমাংশ ঐ সংখ্যার দুই তৃতীয়াংশ এর চেয়ে ৮ বেশী। সংখ্যাটি কত ? [ বিজেএস পরীক্ষা-২০১১]

উত্তরঃ (খ) ৬০

Explanation:
মনে করি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে, ৪ক - ২ক = ৮
বা, ১২ক-১০ক১৫ = ৮
বা, ২ক১৫ = ৮
বা ২ক = ১২০
বা,ক = ৬০
∴ সংখ্যাটি = ৬০

৩১. কোন সংখ্যার তিন চতুর্থাংশ ঐ সংখ্যার দুই তৃতীয়াংশ অপেক্ষা ৫ বেশি । সংখ্যাটি কত ? [সাব রেজিঃ -২০০১]

উত্তরঃ (ঘ) ৬০

Explanation:
মনে করি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে, ৩ক - ২ক = ৫
বা, ৯ক-৮ক১২ = ৫
বা, ১২ = ৫
বা ক = ৬০
∴ সংখ্যাটি = ৬০

৩২. একটি সংখ্যা ঐ সংখ্যার চার সপ্তমাংশ অপেক্ষা ১৮ বেশি। সংখ্যাটি কত ? [বি.আর.ডি.বি. এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা-২০০৯]

উত্তরঃ (গ) ৪২

Explanation:
মনে করি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে, ১৮+ ৪ক = ক
বা,৭ক-৪ক = ১২৬
বা,ক = ৪২
সুতরাং সংখ্যাটি ৪২

৩৩. ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯, তাদের সমষ্টি কত? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক-২০১৯( ২য় ধাপ)]

উত্তরঃ (খ) ১০৭

Explanation:
ব্যাখ্যা: ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ সে সকল সংখ্যাগুলো হল ১৯,২৯,৫৯।এদের সমষ্টি ১০৭।

৩৪. ভাজক ভাগফলের ১০ গুণ, ভাজক ০.৫ হলে ভাজ্য কত? [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৯(৩য় ধাপ)]

উত্তরঃ (ক) ০.০২৫

Explanation:
ব্যাখ্যা: ভাজক = ০.৫ এবং ভাগফল = ০.৫÷১০ = ০.০৫
ভাজ্য = ০.৫×০.০৫ = ০.০২৫

৩৫. ছয়টি পরপর পূর্ণ সংখ্যা দেয়া আছে। ১ম তিনটির যোগফল ২৭ হলে শেষ ৩টির যোগফল কত? [প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৯(৪র্থ ধাপ)]

উত্তরঃ (ক) ৩৬

Explanation:
সমাধানঃ-মনে করি,
প্রথম সংখ্যাটি = x
প্রশ্নমতে , x+x+ ১+x+ ২ = ২৭
বা, ৩x+৩ = ২৭
বা, ৩x = ২৪
বা, x = ৮
.’. শেষ ৩ টি সংখ্যার যোগফল
= x+৩+x+৪+x+৫
= ৩x+১২
= (৩×৮)+১২ [ x এর মান ৮ বসিয়ে]
= ৩৬
অথবা
মুখে মুখে সমাধান: এরকম থাকলে শেষ পদসংখ্যাকে বর্গ করে প্রথম যোগফলের সাথে যোগ করলেই শেষ সংখ্যা গুলোর যোগফল পাওযা যাবে।যেমন  = ৯।
সুতরাং শেষ ৩টির যোগফল = ২৭+৯ = ৩৬

৩৬. দু’টি সংখ্যার বর্গের সমষ্টি ২৫০, সংখ্যা দু’টির গুণফল ১১৭। সংখ্যা দু’টি কি কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৯(৪র্থ ধাপ)]

উত্তরঃ (ঘ) ১৩,৯

Explanation:
ব্যাখ্যা: এখানে, ১৩+ = ২৫০
আবার, ১৩×৯ = ১১৭। সুতরাং সংখ্যা দু’টি হচ্ছে ১৩ ও ৯।

৩৭. একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ৭৮ বেশি হলে, সংখ্যাটি কত? [ প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৯(৪র্থ ধাপ)]

উত্তরঃ (ঘ) ৯

Explanation:
ব্যাখ্যা: ৯ এর বর্গ ৮১ এবং বর্গমূল ৩। অতএব, ৮১ - ৩ = ৭৮ ।

৩৮. দুটি সংখ্যার যোগফল ৫৫ এবং বড়টির ৫ গুণ ছোট সংখ্যাটির ৬ গুণের সমান।সংখ্যা দুটি হবে-- [ প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৯ (৪র্থ ধাপ)]

উত্তরঃ (গ) ৩০,২৫

Explanation:
ব্যাখ্যা: এখানে অপশনভিত্তিক যাচাই করাই সবচেয়ে দ্রুত হবে।প্রশ্নের প্রথম শর্ত প্রথম তিনটি অপশনের সাথে মিলে যায়।৪নং অপশনের সাথে মিলে নি। তাই ৪নং অপশন বাদ। এখন (গ) অপশনের ছোট সংখ্যা ২৫ এর ৬ গুণ = ১৫০ , আবার, বড় সংখ্যা ৩০ এর ৫ গুণ = ১৫০।তাই অপশন (গ) ই সঠিক উত্তর।

৩৯. কোনো সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি? [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাবরক্ষক-২৯.১১.২০১৯]

উত্তরঃ (ঘ) ৭০

Explanation:
ধরি,সংখ্যাটি = ক
প্রশ্নমতে, ক এর ৪০% +৪২ = ক
বা, ক এর ৪০১০০ + ৪২ = ক
বা, ৪০ক১০০ + ৪২ = ক
বা, ক - ৪০ক১০০ = ৪২
বা, ১০০ক -৪০ক১০০ = ৪২
বা, ৬০ক১০০ = ৪২
বা, ৬০ক = ৪২০০
বা, ক = ৪২০০÷৬০
বা, ক = ৭০
সুতরাং সংখ্যাটি = ৭০

৪০. তিনটি সংখ্যার গুণফল ৯৭২।ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যার এক-তৃতীয়াংশ এবং মধ্যম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার  গুণ।সংখ্যা তিনটির যোগফল কত? [ এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার-০১.১১.২০১৯]

উত্তরঃ (ঘ) ৩৩

Explanation:
মনে করি , বৃহত্তম সংখ্যাটি = ক
ক্ষুদ্রতম সংখ্যাটি = 
এবং মধ্যম সংখ্যাটি =  ×  = 
প্রশ্নমতে, ক×  ×  = ৯৭২
বা,  = ৯৭২
বা,  = ৯৭২×৬ = ৫৮৩২
বা, ক = ১৮ [ ঘনমূল করে]
সংখ্যা তিনটি যথাক্রমে = ১৮, ১৮ = ৬, ১৮ = ৯
এদের যোগফল = ১৮+৬+৯ = ৩৩

৪১. কোনো সংখ্যার তিন-অষ্টমাংশের সাথে এর দ্বিগুণের দুই- পঞ্চমাংশ যোগ করলে যা হয় তা মূল সংখ্যাটি থেকে ২১ বেশি। সংখ্যাটির তিন পঞ্চমাংশ কত? [ এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার-০১.১১.২০১৯]

উত্তরঃ (ঘ) ৭২

Explanation:
মনে করি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে, ৩ক + ২ক ×  = ক + ২১
বা, ৩ক + ৪ক = ক + ২১
বা, ১৫ক + ৩২ক৪০ = ক + ২১
বা, ৪৭ক৪০ = ক + ২১
বা, ৪৭ক = ৪০ক+৮৪০
বা, ৭ক = ৮৪০
বা, ক = ৮৪০÷৭ = ১২০
সুতরাং সংখ্যাটির তিন পঞ্চমাংশ = ১২০× = ৭২

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...