Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ

 বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ

  • জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো প্রদানকারী রাষ্ট্র : চীন
  • বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে : ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে (২৯তম অধিবেশনে)
  • বাংলাদেশ জাতিসংঘের সদস্য : ১৩৬ তম
  • বাংলাদেশের সাথে যে দুটি দেশ সদস্য পদ লাভ করে : গ্রানাডা (১৩৭ তম) ও গিনি বিসাউ (১৩৮ তম)
  • জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি : হুমায়ূন রশীদ চৌধুরী, ১৯৮৬ সালে, ৪১তম অধিবেশনে
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি : আনোয়ারুল করিম চৌধুরী, ২০০১ সালের জুন মাসের জন্য
  • বাংলাদেশ নিরাপত্তা পরিষদ (স্বস্তি পরিষদ) এর অস্থায়ী সদস্যপদ লাভ করে : ২ বার। যথা-
    ক) ১৯৭৯-১৯৮০ সালে
    খ) ২০০০-২০০১ সালে
  • জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ দেন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর, ২৯ তম অধিবেশনে
  • বাংলাদেশ সফরকারী জাতিসংঘের মহাসচিব : ৪ জন। যথা-
    ১) কুর্ট ওয়াল্ড হেইম-১৯৭৩ সালে
    ২) পেরেজ দ্য কুয়েলার-১৯৮৯
    ৩) কফি আনান-২০০১
    ৪) বান কি মুন ২০০৮ এবং ২০১১ সালে
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্য মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষালম্বন করে : রাশিয়া (সোভিয়েত ইউনিয়ন)
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্য মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করে : যুক্তরাষ্ট্র ও চীন
  • স্বাধীনতা যুদ্ধের জন্য অর্থ সংগ্রহের জন্য কবিতা পাঠের আয়োজন করেন : ইয়েভগেনি ইয়েভ তুসোস্কোর (রাশিয়া)
    এলেন গিনেসবার্গ (যুক্তরাষ্ট্র)
  • ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন : সাইমন ড্রিং (জন্ম: ১১ জানুয়ারি ১৯৪৫ ইংল্যান্ডের ফাকেনহাম)। ২৫ মার্চের গণহত্যার খবর সর্বপ্রথম বিশ্ব দরবারে তুলে ধরেন ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং। ২৫ মার্চে তিনি সামরিক আইন তোয়াক্কা না করে হোটেল ইন্টারকন্টিনেন্টলে লুকিয়ে লুকিয়ে সংবাদ সংগ্রহ করে ৩০ মার্চ 'ট্যাংকস ক্র্যাশ ইন রিভোল্ট' শিরোনামে দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশ করেন।
Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...