- মানব ক্রিয়াকলাপের বৈচিত্র্যপূর্ণ প্রকাশ এবং এ ধরণের কার্যক্রমের ফলে প্রাপ্ত পণ্য বা উৎপাদনই হল- শিল্প।
- অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, বাংলাদেশের জিডিপিতে শিল্পখাতের অবদান- ৩৭.৯৫%, সেবা খাতের অবদান- ৫১.০৪% এবং কৃষি খাতের অবদান- ১১.০২%।
- FBCCI (সদর দপ্তর: ঢাকা) বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন। এটি প্রতিষ্ঠিত হয়- ১৯৭৩ সালে।
- FBCCI এর পূর্ণরূপ- Federation of Bangladesh Chamber of Commerce and Industries. BSEC (Bangladesh Securities and Exchange Commission) হলো- বাংলাদেশের শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান।
- প্রথমে এর নাম ছিলো-Security Exchange Commission (SEC) যা প্রতিষ্ঠত হয় ১৯৯৩ সালে।
| মন্ত্রণালয় | বিভাগ |
| অর্থ মন্ত্রণালয় | অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪টি বিভাগ রয়েছে (অর্থ বিভাগ; অভ্যন্তরীণ সম্পদ বিভাগ; অর্থনৈতিক সম্পর্ক বিভাগ; আর্থিক বিভাগ।) |
| বাণিজ্য মন্ত্রণালয় | 'ট্যারিফ কমিশন', 'ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ', 'বাংলাদেশ চা বোর্ড', 'বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো', জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর |
| পরিকল্পনা মন্ত্রণালয় | পরিকল্পন, পরিসংখ্যান ও তথ্যব্যবস্থাপনা,বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ |
| অর্থ মন্ত্রণালয় | অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ |
| শিল্প মন্ত্রণালয় | বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন, বাংলাদেশ রসায়ন শিল্প কর্পোরেশন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটি শিল্প কর্পোরেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট |
- অর্থনৈতিক সমীক্ষা ২০২৪-এর তথ্য অনুযায়ী বাংলাদেশের জাতীয় আয়ে ২০২৩-২৪ অর্থবছরে (সাময়িক) শিল্প খাতের প্রবৃদ্ধির সবচেয়ে বেশি (৬.৬৬%)। একই সময়ে সেবা খাতের প্রবৃদ্ধির হার ৫.৮০% এবং কৃষি খাতের প্রবৃদ্ধির হার ৩.২১%।
- বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম-[৩৪তম বিসিএস) – বিএসইসি
- ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন- (৩৭তম বিসিএস) - বাণিজ্য মন্ত্রণালয়
- ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? [৪৬তম বিসিএস) – বাণিজ্য
তৈরি পোশাক শিল্প
- ১৯৮০ সাল পর্যন্ত কাঁচা পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি আয়ে শীর্ষ স্থান দখল করে ছিল। আশির দশকের শেষার্ধে পাট ও পাটজাত দ্রব্যের আয়কে অতিক্রম করে তৈরি পোশাক শিল্প (Ready Made Garments RMG) রপ্তানি আয়ে প্রথম স্থানে চলে আসে। সময়ের পরিক্রমায় দেশের তৈরি পোশাক আরও সম্প্রসারিত হয়ে ওভেন ও নিটিং উপখাতে বিভক্ত হয়।
- ১৯৭৮ সালে রিয়াজ গার্মেন্টস বাংলাদেশ থেকে প্রথম সরাসরি তৈরি পোশাক রপ্তানি করে।
- দেশ গার্মেন্টস বাংলাদেশের প্রথম শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। ১৯৮০ সালে প্রতিষ্ঠানটি উৎপাদনে যায়।
- ১৯৭৪ সালে উন্নয়নশীল দেশ হতে উন্নত দেশগুলিতে আরএমজি পণ্যের রপ্তানি নিয়ন্ত্রণ করতে MFA (The Multi Fibre Arrangement) চুক্তি স্বাক্ষরিত হয়।
- MFA এর অধীনে কোটা পদ্ধতি বাংলাদেশের জন্য আশীর্বাদ নিয়ে আসে।
- বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে একটি উল্লেখযোগ্য ‘কোটা’ রপ্তানির সুযোগ পায়।
- বাংলাদেশ থেকে আরএমজি পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করে যুক্তরাষ্ট্র।
- ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে কোটামুক্ত বাজারের পাশাপাশি GSP (Generalized System of Preferences) সুবিধা দেয়।
- WTO চুক্তি অনুসারে ২০০৫-এ কোটা পদ্ধতি উঠে যাওয়ায় বাংলাদেশি উদ্যোক্তরা পৃথিবীর অন্যান্য দেশেও তৈরি পোশাক রপ্তানির চেষ্টা চালাতে থাকে এবং সফলতা আসতে থাকে।
- দেশ ১৯৭৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা পেয়ে আসছে। বাংলাদেশের ৯৭ ভাগ পণ্য এই সুবিধা পেলেও বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকে এই সুবিধা পেত না।
- ২৪ নভেম্বর, ২০১২ ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশানস নামক পোশাক কারখানায় ভয়াবহ শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ২৭ জুন, ২০১৩ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের GSP অগ্নিকাণ্ড ঘটে।
- তাজরীনের পর ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানার প্লাজা ধসে সহস্রাধিক সুবিধা স্থগিত করা হয়।
- বাংলাদেশের তৈরি পোশাক কারখানাতে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গঠিত হয় যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রেতাদের জোট ‘অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি’ সংক্ষেপে অ্যালায়েন্স ।
পাট শিল্প
১৭ জুন , ১৯৫১ সালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার তীরে আদমজীনগরে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম পাটকল 'আদমজী জুট মিলা। এটি ছিল বিশ্বের বৃহত্তম পাটকল। স্বাধীনতার পর ১৯৭৪ সালের ২৬ মার্চ প্রেসিডেন্টের আদেশে মিলটি জাতীয়করণ করা হয় এবং মিল পরিচালনার দায়িত্ব দেয়া হয় বাংলাদেশ পাটকল কর্পোরেশনের হাতে। এর পর থেকে মিলাট ক্রমাগত লোকসান দিতে থাকে। অব্যাহত লোকসান এবং বিদ্যামান পরিস্থিতি বিবেচনাপূর্বক ২৫ জুন, ২০০২ পাটমন্ত্রী মিলটি বন্ধ করার সরকারি ঘোষণা দেয়। ৩০ জুন, ২০০২ দিবাগত রাত ১০ টায় মিলটি বন্ধ করে দেয়া হয়। সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায়। পাট উৎপাদনে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে পাবনা ও রাজবাড়ী।
- পাট উৎপাদনে বাংলাদেশ : ২য় এবং পাট রপ্তানিতে বাংলাদেশ প্রথম।
- প্রধান পাট শিল্প কেন্দ্র হল : নারায়ণগঞ্জ ও খুলনা।
- পাট মিশ্রিত সুতা জুটন আবিষ্কার করেন : ডঃ মোহাম্মদ সিদ্দিকুল্লা।
- জাতীয় পাট দিবস : ৬ মার্চ
- পাটের জীবন রহস্য উন্মোচন করেন : ডঃ মাকসুদুল আলম।
- জাতীয় পাট নীতি : ২০১১ সালে ঘোষণা করা হয়।
- পাট থেকে পলিথিন উদ্ভাবন করেন : ডঃ মোবারক আহমেদ খান।
- পাকিস্তানি আমলে পূর্ব বাংলায় পাটজাত দ্রব্য সামগ্রী ছিল একক বৃহত্তম শিল্প । এ দেশের পাটকলগুলো মূলত নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং খুলনা অঞ্চলে গড়ে উঠেছিল।
- নারায়ণগঞ্জকে এক সময় বলা হত ‘প্রাচ্যের ডান্ডি’ (স্কটল্যান্ডের ডান্ডির নামানুসারে)।
- পাকিস্তানের প্রথম পাটকল বাওয়া জুট মিলস লি. ১৯৫১ সালের মাঝামাঝি সময়ে তাদের উৎপাদন শুরু করে।
- একই বছর শেষের দিকে উৎপাদন শুরু করে পৃথিবীর বৃহত্তম পাটকল ‘আদমজী জুট মিল’ । এটি নারায়ণঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত ছিল।
- ১৯৭০ এর দশকে প্লাস্টিক ও পলিথিন পাটতন্ত্রর বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করলে পাটশিল্পের স্বর্ণযুগের অবসান হয়। ক্রমাগত লোকসানের কারণে ৩০ জুন, ২০০২ আদমজী পাটকল বন্ধ করে দেয়া হয় । বর্তমানে মিলটির এক নং ইউনিট রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় পরিণত করা হয়েছে।
ঔষধ শিল্প
- ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো- অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা।
- বাংলাদেশে প্রথম ঔষধ নীতি প্রণীত হয় ১৯৮২ সালে।
- ঔষধ নীতির কারণে বিদেশি ঔষধ কোম্পানির একচেটিয়া বাণিজ্য থেকে দেশীয় ঔষধ শিল্প মুক্তি পায়। পরবর্তীতে দেশীয় কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ও বেক্সিমকো বহিঃবির্শে যথেষ্ট সুনাম অর্জন করে।
- এদেশে ঔষধ রপ্তানির পথিকৃত স্কয়ার ফার্মাসিউটিক্যাল লি.। ১৯৮৭ সালে তারা সর্বপ্রথম ওষুধ রপ্তানি করে।
- ২০০৫ সালে দেশের প্রথম কোম্পানি হিসেবে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় বেক্সিমকো ফার্মা।
- সরকারি ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির সংখ্যা- ০২টি।
- প্যারাসিটামল সিরাপ তৈরির প্রধান উপাদান- প্যারা অ্যামিনো ফেনল।
- দেশের প্রথম ঔষধ পার্ক তৈরি করা হয়-মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউসিয়া এলাকায় ২০০ একর জমিতে ঔষধ শিল্পপার্ক স্থাপিত হচ্ছে।
- যুক্তরাষ্ট্রে ঔষুধ রপ্তানিকারক প্রতিষ্ঠান- 'বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড'।
- লন্ডনের স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি – বেক্সিমকো।
- বর্তমানে চাহিদার ৯৮% ঔষধ দেশে উৎপাদিত হয়।
সার শিল্প
| সার কারখানার নাম | অবস্থান | উৎপাদিত সার | Key points |
|---|---|---|---|
| ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লি. | ফেঞ্চুগঞ্জ, সিলেট | ইউরিয়া ও ASP | • বাংলাদেশের প্রথম সার কারখানা। • ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। |
| ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লি. | ঘোড়াশাল, নাসিংদী | ইউরিয়া | - |
| ট্রিপল সুপার ফসফেট কমপ্লেক্স লি. | পতেঙ্গা, চট্টগ্রাম | TSP, ASP | - |
| কর্ণফুলী ফার্টিলাইজার কো. লি. (Karnaphuly Fertilizer Company সংক্ষেপে KAFCO) | আনোয়ারা, চট্টগ্রাম | ইউরিয়া |
|
| জিয়া সার কারখানা কো. লি. | আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া | ইউরিয়া | - |
| পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লি. | পলাশ, নরসিংদী | ইউরিয়া | - |
| চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লি. | রাঙ্গাদিয়া, চট্টগ্রাম | ইউরিয়া | - |
| যমুনা ফার্টিলাইজার কো, লি. (১৯৯১ সালে চালু) | তারাকান্দি, জামালপুর | • বাংলাদেশের একমাত্র দানাদার ইউরিয়া সার প্রস্তুতকারী কারখানা।[নির্মানে সহায়তা করেন - জাপান] | • বাংলাদেশের বৃহত্তম সার কারখানা • বার্ষিক উৎপাদনক্ষমতা ৫ লক্ষ ৬১ হাজার মে. টন। |
| ডিএপি ফার্টিলাইজার কো, লি, | রাঙ্গাদিয়া, চট্টগ্রাম | DAP | - |
| জিঙ্ক সালফেট ফার্টিলাইজার কো. লি. | নাটোর | জিঙ্ক সালফেট | - |
| নর্থওয়েস্ট ফার্টিলাইজার কো. লি. | সিরাজগঞ্জ | ইউরিয়া | - |
| শাহজালাল ফার্টিলাইজার কো. লি. | ফেঞ্চুগঞ্জ, সিলেট | ইউরিয়া | • ভিত্তিপ্রস্তর: ২৪মার্চ ২০১২ |
- DAP = ডাই অ্যামোনিয়াম ফসফেট, SSP = সিঙ্গেল সুপার ফসফেট।
- আমাদের দেশে ইউরিয়া সার উৎপাদনের প্রধান কাঁচামাল হলো প্রাকৃতিক গ্যাস (মিথেন)।
- শাহজালাল ফার্টিলাইজার কো. লি. বাংলাদেশের বৃহত্তম সার কারখানা। বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫ লক্ষ ৮০ হাজার মেট্রিক টন ।
- যমুনা সার কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫ লক্ষ ৬১ হাজার মেট্রিক টন।
- কাফকো (কর্ণফুলী ফার্টিলাইজার কো. লি.) বাংলাদেশের একমাত্র রপ্তানিমুখী সার কারখানা। এটি বাংলাদেশ সরকার ও জাপানের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত।
- আয়তনে বৃহত্তম সার কারখানা- জামালপুরের যমুনা সার কারখানা (চালু হয় ২৬ ডিসেম্বর, ১৯৯১)।
- উৎপাদনে সবচেয়ে বড় সার কারখানা-শাহজালাল সার কারখানা, সিলেট।
- দেশে নাইট্রোজেন উৎপাদিত রাসায়নিক সারের চাহিদা সবচেয়ে বেশি।
- সরকারি সার কারখানা- ০৮টি।
চিনি শিল্প
- চিনি উৎপাদনের প্রধান কাঁচামাল- ইক্ষু।
- ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তানে চিনিকল ছিল- ৬টি।
- বাংলাদেশের বৃহত্তম চিনিকল চুয়াডাঙ্গার দর্শনাতে অবস্থিত- কেরু এন্ড কোং লিমিটেড।
- নাটোরের গোপালপুরে বাংলাদেশের প্রথম চিনিকল নর্থবেঙ্গল চিনিকল লি. প্রতিষ্ঠিত হয়- ১৯৩৩ সালে। সেতাবগঞ্জ চিনিকল অবস্থিত- সেতাবগঞ্জ, দিনাজপুর।
সিমেন্ট শিল্প
১৯৪০ সালে সুনামগঞ্জের ছাতকে স্থাপিত ছাতক সিমেন্ট কো. লি. বাংলাদেশের প্রথম সিমেন্ট কারখানা। বাংলাদেশে বর্তমানে ১৪ টি সিমেন্ট কারখানা রয়েছে। এর মধ্যে সরকারি ৫ টি । দেশে চাহিদার তুলনায় এখন অধিক সিমেন্ট উৎপাদিত হচ্ছে। বর্তমানে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার বৃহত্তম সিমেন্ট কারখানা লাফার্জ সুরমা সিমেন্ট ফ্যাক্টরি, ছাতক, সুনামগঞ্জ। উল্লেখযোগ্য কয়েকটি সিমেন্ট কারখানা হলো-
- ছাতক সিমেন্ট কারখানা : ছাতক , সুনামগঞ্জ
- লাফার্জ সিমেন্ট কারখানা : ছাতক , সুনামগঞ্জ
- জয়পুরহাট সিমেন্ট কারখানা , জয়পুরহাট
- চট্টগ্রাম সিমেন্ট কারখানা , চট্টগ্রাম
- মলা সিমেন্ট কারখানা , বাগেরহাট
- শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ , চট্টগ্রাম
- ইস্টার্ন সিমেন্ট কারখানা , নারায়ণগঞ্জ
- কনফিডেন্স সিমেন্ট কারখানা , চট্টগ্রাম
- সেনাকল্যাণ সিমেন্ট কারখানা , বাগেরহাট
- হোলসিম সিমেন্ট কারখানা , নারায়ণগঞ্জ
- মেঘনা সিমেন্ট কারখানা , নারায়ণগঞ্জ
- ছাতক সিমেন্ট কোম্পানি লি. বাংলাদেশের প্রথম সিমেন্ট কারখানা। কারখানাটি সুনামগঞ্জ জেলার সুরমা নদীর তীরে অবস্থিত। কারখানায় কাঁচামাল হিসেবে চুনাপাথর ব্যবহৃত হয়।
- লাফার্জ হোলসিম বাংলাদেশ লি. ফরাসি-স্প্যানিস যৌথ বিনিয়োগে স্থাপিত। কারখানার প্রধান কাঁচামাল চুনাপাথর।
- শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লি. মুন্সিগঞ্জে অবস্থিত। এটি বাংলাদেশের বৃহত্তম সিমেন্ট কারখানা।
গাড়ি শিল্প
চিনি শিল্প
- বাংলাদেশের প্রথম চিনিকল নর্থবেঙ্গল চিনিকল, গোপালপুর, নাটোর।
- বাংলাদেশের সবচেয়ে বড় চিনিকল কেরু এন্ড কোং, দর্শনা, চুয়াডাঙ্গা।
- বাংলাদেশে বর্তমানে ১৫ টি চিনিকল আছে।
- BSFIC = Bangladesh Sugar And Food Industries Corporation (স্বায়ত্তশাসিত) । এটি শিল্প মন্ত্রণালয়ের অধীন। ১৯৭৬ সালে ১লা জুলাই গঠিত হয়। এর অধীন চিনিকল ১৫টি এবং বি এস এফ আই সি এর সদর দপ্তর দিলকুশা ঢাকা।
- চিনি উৎপাদনের প্রধান কাঁচামাল- ইক্ষু।
- ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তানে চিনিকল ছিল- ৬টি।
- বাংলাদেশের বৃহত্তম চিনিকল চুয়াডাঙ্গার দর্শনাতে অবস্থিত- কেরু এন্ড কোং লিমিটেড।
- নাটোরের গোপালপুরে বাংলাদেশের প্রথম চিনিকল নর্থবেঙ্গল চিনিকল লি. প্রতিষ্ঠিত হয়- ১৯৩৩ সালে।
- সেতাবগঞ্জ চিনিকল অবস্থিত- সেতাবগঞ্জ, দিনাজপুর।
চামড়া শিল্প
- চামড়া ও চামড়াজাত দ্রব্য বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী রপ্তানি সামগ্রী। বাংলাদেশের ৯০% কালো ছাগল (Black Bengal) জাতের। কুষ্টিয়ার কালো ছাগলের চামড়া চমৎকার গঠন এবং প্রসার ক্ষমতার জন্য ‘কুষ্টিয়া গ্রেড’ বিশেষভাবে খ্যাত।
- ১৯৪০ সালে নারায়ণগঞ্জে প্রথম ট্যানারি স্থাপন করেন রণদাপ্রসাদ সাহা। চামড়া শিল্পের বেশির ভাগ ট্যানারি ছিল ঢাকার হাজারীবাগ এলাকায়। পরিবেশগত কারণে ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরে ধলেশ্বরী নদীর তীরে পরিবেশ বান্ধব পরিকল্পিত চামড়া শিল্প নগরীতে স্থানান্তরিত করা হয়েছে।
- বাংলাদেশে প্রথম ট্যানারি স্থাপিত হয়- নারায়ণগঞ্জে (১৯৫০)।
- নারায়ণগঞ্জ থেকে ট্যানারি কারখানা ঢাকার হাজারিবাগে আনা হয় ৩ অক্টোবর, ১৯৫১
- হাজারীবাগ থেকে ট্যানারী ৬৬ বছর পর ২০১৭ সালে স্থানান্তরিত হয়- সাভারের চামড়া শিল্প নগরীতে।
কাগজ শিল্প
- বাংলাদেশের কাগজকলগুলোর মধ্যে প্রথম ও বৃহত্তম- কর্ণফুলী কাগজকল। ১৯৫৩ সালে এটি স্থাপিত হয়।
- বাংলাদেশে বর্তমানে ৭ টি কাগজকল এবং ৪ টি হার্ডবোর্ড মিল আছে।
- বাংলাদেশের বৃহত্তম কাগজের কল ছিল খুলনার নিউজপ্রিন্ট মিল। ৩০ নভেম্বর, ২০০২ এটি বন্ধ করে দেওয়া হয়। এই মিলে সুন্দরবনের গেওয়া কাঠ কাঁচামাল হিসাবে ব্যবহৃত হত।
- বাংলাদেশে সর্বপ্রথম সবুজ পাট ব্যবহার করে কাগজের মণ্ড তৈরির প্রযুক্তি উদ্ভাবিত হয়।(সবুজ পাট প্রস্তাবক: প্রফেসর জহিরুদ্দিন)
- সবুজ পাট হতে জিপসাম বোর্ড ১৯৯৪ থেকে উৎপাদন শুরু হয়।
| নাম | অবস্থান | কাঁচামাল |
|---|---|---|
| কর্ণফুলী কাগজকল | চন্দ্রঘোনা, রাঙামাটি | বাঁশ ও নরম কাঠ |
| উত্তরবঙ্গ কাগজকল | পাকশী, পাবনা | চিনিকলগুলো থেকে প্রাপ্ত আখের ছোবড়া |
| সিলেট মণ্ড ও কাগজকল | ছাতক, সিলেট | নলখাগড়া ও ঘাস |
| বসুন্ধরা কাগজকল | নারায়ণগঞ্জ | আমদানিকৃত মণ্ড |
| বাংলাদেশের উল্লেখযোগ্য হার্ডবোর্ড মিল | ||
| খুলনা হার্ডবোর্ড মিল | খুলনা | সুন্দরবনের গেওয়া কাঠ |
জাহাজ শিল্প
| জাহাজ নির্মাণ কারখানা | অবস্থান | Key points |
|---|---|---|
| খুলনা শিপইয়ার্ড | খুলনা (লবণচরা) | বাংলাদেশের বৃহত্তম জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা (দেশের ১ম) |
| চট্টগ্রাম ডকইয়র্ড | চট্টগ্রাম (পতেঙ্গা) | - |
| নারায়ণগঞ্জ ডকইয়র্ড | নারায়ণগঞ্জ | - |
| ঢাকা ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস | ঢাকা (কেরানীগঞ্জ) | - |
| আনন্দ শিপইয়ার্ড লি. | নারায়ণগঞ্জ | ২০০৮ সালে বাংলাদেশ প্রথম জাহাজ রপ্তানি করে ডেনমার্কে। বাংলাদেশ থেকে রপ্তানিকৃত প্রথম জাহাজটির নাম ' স্টেলা মেরিস ' । নির্মাণকারী প্রতিষ্ঠান ছিল আনন্দ শিপইয়র্ড লি.। |
| কর্ণফুলী ডকইয়ার্ড অ্যান্ড মেরিন ওয়ার্কস প্রা. লি. | চট্টগ্রাম (পটিয়া) | - |
| এফ এন্ড এফ শিপিং রিসাইক্লিং | চট্টগ্রাম (সীতাকুন্ড) | - |
- বাংলাদশের বৃহত্তম জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা- খুলনা শিপইয়ার্ড।
- জাহাজ ভাঙ্গা শিল্পের সবচেয়ে বড় কেন্দ্র অবস্থিত- সিতাকুণ্ড, চট্টগ্রাম।
- জাহাজ ভাঙ্গা শিল্পে বাংলাদেশ বিশ্বে প্রথম।
- স্টেলা মেরিস নির্মাতা ও রপ্তানিকারক প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড (নারায়ণগঞ্জ)।
- বাংলাদেশ থেকে 'স্টেলা মেরিস' জাহাজ ১৫ মে ২০০৮ সালে ডেনমার্কে রপ্তানি করা হয়।
- প্রথম যুদ্ধজাহাজের নাম- বানৌজা পদ্মা এবং দ্বিতীয় যুদ্ধজাহাজ- বানৌজা সুরমা।
- যুদ্ধজাহাজকে ডাকা হয়-পেট্রল ক্রাফট নামে।
- বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজ- বানৌজা সমুদ্রজয়।
- ২৯ মার্চ, ২০১৪ যাত্রা শুরু করে দেশের তৈরি প্রথম যাত্রীবাহী জাহাজ- এমভি বাঙালি।
- চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লি. নির্মিত স্টিমার ‘এম ভি বাঙালি’ ২০১৪ সালে যাত্রা শুরু করে। ‘এম ভি বাঙালি’ দেশে তৈরি প্রথম যাত্রীবাহী জাহাজ।
অন্যান্য :
- বাংলাদেশের তেল শোধনাগার : ইস্টার্ন রিফাইনারী (পতেঙ্গা চট্টগ্রাম)
- বাংলাদেশের রেয়ন মিল : কর্ণফুলী রেয়ন মিল (চন্দ্রঘোনা, রাঙামাটি)
- বাংলাদেশের মেশিন টুলস ফ্যাক্টরী অবস্থিত : গাজীপুরে
- বাংলাদেশের অস্ত্র কারখানা অবস্থিত : গাজীপুরে
- বাংলাদেশের বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানা : চট্টগ্রাম স্টীল মিল (চট্টগ্রাম)
- বাংলাদেশের মোটর সাইকেলের সংযোগ কারখানা : এটলাস বাংলাদেশ লিমিটেড (টঙ্গী, গাজীপুর)
- বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত : টঙ্গী ও খুলনায়
- বাংলাদেশে প্রথম ট্যানারি স্থাপন করা হয় : নারায়ণগঞ্জে (১৯৫০ সালে)
- বাংলাদেশের প্রথম কয়লা শোধনাগার : বিরামপুর হার্ড কোক লি (দিনাজপুর)
- BSEC : বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (১৯৭৬) এর সদর দপ্তর ঢাকা। এর অধীনে বর্তমানে নয়টি প্রতিষ্ঠান রয়েছে।
- ঔষধ শিল্প: ঔষধ তৈরি, আমদানি ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ - ঔষধ প্রশাসন অধিদপ্তর। দেশে ঢাকা ও চট্টগ্রাম ড্রাগ টেস্টিং ল্যাব রয়েছে। ঔষধ রপ্তানি করে ১৫০ টির বেশি দেশে।
- ঔষধ পার্ক: গজারিয়া, মুন্সিগঞ্জ।
- দেশের একমাত্র তেল শোধনাগার 'ইস্টার্ন রিফাইনারি' অবস্থিত- চট্টগ্রামের পতেঙ্গায়
- বাংলাদেশের একমাত্র রেয়ন মিল- কর্নফুলী রেয়ন মিল, চন্দ্রঘোনা, রাঙামাটি।
- রেশম গবেষণা কেন্দ্র অবস্থিত ও সিল্ক উৎপন্ন হয়- রাজশাহীতে।
- দেশের একমাত্র অস্ত্র কারখানা এবং একমাত্র মেশিন টুলস ফ্যাক্টরি অবস্থিত- গাজীপুরে।
- ১৮৭০ সালে নীলফামারী জেলার সৈয়দপুরে ১১০ একর জমির উপর প্রতিষ্ঠিত হয় দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা- সৈয়দপুর রেলওয়ে কারখানা।
- বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত- টঙ্গী ও খুলনায়।
- BITAC- Bangladesh Industrial and Technical Assistance Center) বাংলাদশে আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন- REHAB, যার পূর্ণরূপ- Real Estate and Housing Association of Bangladesh।
- সর্বশেষ শিল্পনীতি প্রণীত হয়-২০২২ সালে।
- বর্তমানে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় অবস্থিত ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তিস্তা সোলার লিমিটেড। তবে অপশনে গাইবান্ধা না থাকায় ময়মনসিংহের সুতিয়াখালী ৫০ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট বেসরকারি খাতে নির্মিত সৌরবিদ্যুৎ প্রকল্পछ গ্রহণযোগ্য উত্তর।
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকারের পরিকল্পনার আওতায় এ সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয় ২০১৭ সালে। তবে দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয় নরসিংদী জেলায়।
- যমুনা সেতুর উপর দিয়ে রেলসংযোগ চালুর মাধ্যমে ঢাকার সাথে উত্তৱবঙ্গের সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠার জন্য টাঙ্গাইলে রেল সংযোগ স্থাপিত হয়। বাংলাদেশে প্রথম রেললাইন (ব্রডগেজ)স্থাপিত হয় ১৬ ফেব্রুয়ারি ১৮৬৪ খ্রিস্টাব্দ। প্রথম রেললাইন বসানো হয় দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত।
বাংলাদেশের আমদানি-রপ্তানিকরণ
বাংলাদেশের আমদানি পণ্য: চাল, গম, ডাল, তৈলবীজ, তুলা, অপরিশোধিত পেট্রোল ও পেট্রোলিয়ামজাত দ্রব্য, ভোজ্যতেল, সার, কৃষি ও শিল্প যন্ত্রপাতি, সুতা ইত্যাদি।
যেসব দেশ থেকে আমদানি করা হয় : চীন, ভারত, যুক্তরাষ্ট্রে, সিঙ্গাপুর, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি।
| বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা | ২০২০-২১* ('মিলিয়ন মার্কিন ডলার) | ২০১৯-২০ ('মিলিয়ন মার্কিন ডলার) |
|---|---|---|
| মোট আমদানি ব্যয় | ৪০, ০৬৯ | ৫৪,৭৮৫ |
| দেশওয়ারী আমদানি ব্যয় | ||
| চীন | ১০.৩৮৩ (প্রথম) | ১০.৫৭৩ (প্রথম) |
| ভারত | ৬, ৪২৪ (দ্বিতীয়) | ৫,০৮২ (দ্বিতীয়) |
| জাপান | ১৫৫৭ (৩য়) | ১৪৯২ (চতুর্থ) |
| সিঙ্গাপুর | ১৪২৯ (চতুর্থ) | ১২৮৮ (৫ম) |
| যুক্তরাষ্ট্র | ১৪০৫ (৫ম) | ২০৫০ (তৃতীয়) |
বাংলাদেশের রপ্তানি আয় :
- ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয়: ৩৩,৬৭৪.০৯ মিলিয়ন মার্কিন ডলার।
- ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা: ৪৮ বিলিয়ন মার্কিন ডলার।
- ২০১৯-২০ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত : তৈরি পোশাক (২৭,৯৪৯.১৯ মিলিয়ন মার্কিন ডলার)।
- বর্তমানে বাংলাদেশ ৭৫০টি পণ্য রপ্তানি করে।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২০-২১ অনুযায়ী :
- মোট রপ্তানী আয়: ৩৫,১৮০ মিলিয়ন মার্কিন ডলার
- রপ্তানীপণ্য:
ক) প্রাথমিক পণ্য: হিমায়িত খাদ্য ও জীবন্ত মাছ, কৃষিজাত পণ্য ।
খ) শিল্পজাত পণ্য: তৈরি পোষাক, নীটওয়্যার, হোম টেক্সটাইল, চামড়া ও চামড়া পণ্য, পাট ও পাটজাত পণ্য, হস্তশিল্পজাত পণ্য, রাসায়নিক দ্রব্য, প্রকৌশল সামগ্রী ও অন্যান্য শিল্প পণ্য। - বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তৈরি পোষাক থেকে। বাংলাদেশের মোট রপ্তানী আয়ে রেডিমেট গার্মেন্টস এর অংশ ৩৭.৫২%। নিটওয়্যার থেকে আসে প্রায় ৪৩.৬৭%।
- রপ্তানী আয়ের মধ্যে চামড়ার অবস্থান ৭ম।
- ২০২০-২১ সালে বাংলাদেশে সবচেয়ে বেশী রপ্তানী করে - যুক্তরাষ্ট্রে ও জার্মানিতে।
গার্মেন্টস শিল্প
মূলত ১৯৭৬ সাল থেকে পোশাক শিল্পের যাত্রা শুরু হলেও ১৯৮০ এর দশকের গোড়ার দিক থেকে বাংলাদেশে পোশাক শিল্পের উৎকর্ষ ও বিকাশ সাধিত হতে থাকে। ১৯৮৩ সালে এ শিল্পের সংখ্যা দাঁড়ায় ৫০টির মতো। ২০০১ সালের শেষ নাগাদ ওভেন, নিট, সোয়েটারসহ সর্বমোট তৈরি পোশাক শিল্পের কারখানার সংখ্যা ছিল ৩,০৬৭টি এবং কর্মজীবী মহিলাসহ শ্রমিকের সংখ্যা দাঁড়ায় ১৬ লাখের মতো। ১৯৮৩ থেকে ২০০১ সাল পর্যন্ত এ শিল্পে কর্মসংস্থানের সংখ্যা ১০ হাজার থেকে বৃদ্ধি পেয়ে প্রায় ১৬ লাখে পৌঁছেছে যা উৎপাদন খাতে নিয়োজিত মোট শ্রমিকের ১৫ শতাংশের অধিক। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) গবেষণার তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে পোশাক খাতে কাজ করছেন ৩২ লাখ শ্রমিক। ২০১৬ নাগাদ বাংলাদেশে রপ্তানীমুখী পোশাক শিল্পের সংখ্যা প্রায় ৪ হাজার। সদ্যসমাপ্ত ২০২৩ ক্যালেন্ডার বছরে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে ৪৭.৩৯ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ।
- বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প তৈরি পোশাক।
- ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করে ১৩,১৯৯ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় করে; যা মোট রপ্তানির ৩৭.৫২%।
- নীটওয়্যার থেকে ১৫,৩৬২ মিলিয়ন ইউএস ডলার (৪৩.৬৭%) রপ্তানি আয়।
- বাংলাদেশে তৈরি পোশাক মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডে রপ্তানি করা হয়। সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে।
- বর্তমানে রপ্তানিতে বাংলাদেশ ৩য় অবস্থানে রয়েছে (১ম চীন এবং ২য় ইউরোপিয়ান ইউনিয়ন)। বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ২য় এবং শীর্ষ স্থানে রয়েছে চীন । আর বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে চতুর্থ।
- তৈরি পোশাক শিল্প কোটামুক্ত বাজারে প্রবেশ করে : ১ জানুয়ারি, ২০০৫ সাল
- GSP এর পূর্ণরূপ- Generalized Scheme of Preferences
- GSP সুবিধা- এই সুবিধার আওতায় বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানিতে ১২.৫% হারে শুল্ক সুবিধা পায়।
- বর্তমানে বাংলাদেশ কতটি দেশে GSP সুবিধা পাচ্ছে : ৩৮টি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত (EU) ২৭টি দেশ এবং যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, জাপান, তুরস্ক, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, কানাডা ও চিলি। (সূত্র: সংসদে বাণিজ্যমন্ত্রী; ২০ জুন ২০১৯।]
বৈদেশিক সাহায্য ও বিনিয়োগ
বাংলাদেশ উন্নয়ন ফোরাম (Bangladesh Development Forum) : ১৯৭৪ সালের অক্টোবরে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ এইড গ্রুপ (Bangladesh Aid Group)। একই বছর ২৯ অক্টোবর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয় বাংলাদেশ এইড গ্রুপের প্রথম বৈঠক। এ বৈঠকের নেতৃত্ব দেয় বিশ্বব্যাংক। ১৯৯৭ সালে 'বাংলাদেশ এইড গ্রুপ' এর নতুন নামকরণ করা হয় 'প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ' (Paris Consortium Group)। ২০০২ সালে 'প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ' এর নাম পরিবর্তন করে 'বাংলাদেশ উন্নয়ন ফোরাম' করা হয় এবং ঘোষণা করা হয় পরবর্তী সকল বৈঠক প্যারিসের পরিবর্তে ঢাকায় অনুষ্ঠিত হবে। ২০০৩ সালে ঢাকায় বিডিএফ এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ২০০৫ সালে 'পিআরএস বাস্তবায়ন ফোরাম' নামে বিডিএফ এর বৈঠক অনুষ্ঠিত হয়। ২০১৮ সালে জানুয়ারি ঢাকায় এর বৈঠক হয়। ২০২০ সালের জানুয়ারিতে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফোরামের সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সদস্য সংখ্যা ২০টি । ৪টি দাতা সংস্থা এবং ১৬টি দেশ । এই ফোরামে অন্তর্ভূক্ত না থেকে ও বাংলাদেশকে সাহায্য প্রদান করে- চীন , ভারত , কুয়েত , পাকিস্তান , সৌদি আরব , সংযুক্ত আরব-আমিরাত , দক্ষিণ কোরিয়া , স্পেন , IDB ও OPEC .
- বাংলাদেশকে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য দেয় : IDA
- IDA ঋণ প্রদানের জন্য সারা বিশ্বে পরিচিত : Soft Loan window নামে
- IDA থেকে ঋণগ্রহণে বাংলাদেশের অবস্থান : ২য়
- বাংলাদেশের জন্য সর্ববৃহৎ দ্বিপাক্ষিক দাতা দেশ : জাপান
- জাপানের বৈদেশিক বাণিজ্য সংস্থা : জাইকা (JICA) Japan International Co - operation Agency. এটি ১৯৭৪ সাল থেকে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে।
- বাংলাদেশের মাথাপিছু বৈদেশিক ঋণ : ২৯২ মার্কিন ডলার বা ২৪,৮৯০ টাকা
- ২০২০ সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ : যুক্তরাষ্ট্র
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন-২০১৯ (World Investment Report-2019) :
- প্রকাশক : জাতিসংঘের শিল্প ও বাণিজ্য উন্নয়ন সংস্থা (UNCTAD)
- শীর্ষ বিনিয়োগকৃত খাত : বিদ্যুৎ
- বাংলাদেশে সরাসরি বিনিয়োগে শীর্ষদেশ : UK
- বাংলাদেশে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান : ইয়ংওয়ান (দক্ষিণ কোরিয়া)
রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (EPZ)
রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা, মুক্ত বাণিজ্য এলাকা হচ্ছে এমন একটি বিশেষ অর্থনৈতিক এলাকা যেখানে শুল্ক কর্তৃপক্ষের কোনরূপ হস্তক্ষেপ ছাড়াই পণ্য অবতরণ, বহন, উৎপাদন বা পুন:সংযোজন ও পুন:রপ্তানি করা যায়। এই অঞ্চলগুলো সাধারণত বাণিজ্যের জন্য ভৌগলিকভাবে সুবিধাজনক স্থান, যেমন: সমুদ্রবন্দর, বিমানবন্দর, জাতীয় সীমান্ত - প্রভৃতি এলাকায় গড়ে তোলা হয়। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১ অনুসারে , ইপিজেড-এ চালু শিল্পের মধ্যে তৈরি পোষাক শিল্পে সর্বোচ্চ বিনিয়োগ রয়েছে । বাংলাদেশে বর্তমানে সরকারি ৮টি EPZ রয়েছে। EPZ প্রধানমন্ত্রির কার্যালয় অধীন। ইপিজেড নিয়ন্ত্রণকারী সংস্থার নাম BEPZA . BEPZA চেয়ারম্যান প্রধানমন্ত্রি । BEPZA আইন পাশ ১৯৮০ সালে পাশ হয় (বেসরকারি EPZ আইন ২০০১)। বেজা ( BEZA ) সারাদেশে ৮৮টি অর্থনৈতিক জোন স্থাপনের অনুমতি পেয়েছে। যার মধ্যে ৫৯ টি সরকারি এবং ২৯টি বেসরকারি। BEZA প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীন। BEZA (Bangladesh Economic Zone authority) ২০৩০ সালের মধ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা। [ সর্ববৃহৎ মিরসরাই, চট্টগ্রাম ] এগুলো চার রকম হবে:
- সরকারি
- বেসরকারি
- PPP ভিত্তিতে
- বিদেশি
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর : চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুন্ড এবং ফেনীর সোনাগাজী উপজেলায় ৩০,০০০ একর জমিতে স্থাপিত হয়েছে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল (EZ) 'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর'। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ১০ কিলোমিটার এবং চট্টগ্রাম শহর থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত এ শিল্পনগরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সমুদ্রবন্দর, কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা ও পানি শোধনাগার, আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল স্থাপন করা হবে। ১৪ ডিসেম্বর ২০১৮ এ শিল্পনগরে প্রথম কারখানা হিসেবে আরমান ডেনিমের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়।
| ইপিজেড | Key Notes |
|---|---|
| চট্টগ্রাম ইপিজেড | • অবস্থান : দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম • আয়তন : ৪৫৩ একর • ১৯৮৩ সালে স্থাপিত হয় • বাংলাদেশের প্রথম ইপিজেড |
| ঢাকা ইপিজেড | • অবস্থান : গণকবাড়ী, আশুলিয়া থানা, সাভার, ঢাকা • আয়তন : ৩৫৬.২২ একর • ১৯৯৩ সালে প্রতিষ্ঠা করা হয় • দেশের দ্বিতীয় ইপিজেড (সরকারি বৃহত্তম) |
| মংলা ইপিজেড | • অবস্থান : মংলা বন্দর এলাকা, বাগেরহাট • আয়তন : ২৫৫.৪১ একর • ১৯৯৮ সালে স্থাপিত হয় |
| ঈশ্বরদী ইপিজেড | • অবস্থান : পাকশী, ঈশ্বরদী, পাবনা • আয়তন : ৩০৯ একর • ১৯৯৮ সালে স্থাপিত হয় |
| উত্তরা ইপিজেড | • অবস্থান : সোনারায়, নীলফামারী • আয়তন : ২১৩.৬৬ একর • বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ • এই বপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলটি ১৯৯৯ সালে স্থাপিত হয় |
| কুমিল্লা ইপিজেড | • অবস্থান : পুরাতন বিমানবন্দর এলাকা, কুমিল্লা • আয়তন : ২৬৭.৪৬ একর • ১৯৯৮ সালে স্থাপিত হয় |
| আদমজী ইপিজেড | • অবস্থান : আদমজী নগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ • আয়তন : ২৪৫.১২ একর • ২০০৬ সালে স্থাপিত হয় |
| কর্ণফুলী ইপিজেড | • অবস্থান : স্টীল মিল কলোনী, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম • আয়তন : ২০৯.০৬ একর • বাংলাদেশের সর্বশেষ ইপিজেড • ২০০৬ সালে স্থাপিত হয় |
| বেসরকারী ইপিজেডঃ ২টি | |
| রাঙ্গুনিয়া ইপিজেড (REPZ) | • অবস্থান : চট্টগ্রাম • বাংলাদেশের প্রথম বেসরকারী ইপিজেড • (১০ অক্টোবর, ১৯৯৯ সালে ভিত্তি প্রস্তুর স্থাপন) |
| কোরিয়ান ইপিজেড (KΕΡΖ) | • অবস্থান : চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় • আয়তন : দুই হাজার ৪৯২ একর • আয়তনের দিক হতে বাংলাদেশের বৃহত্তম ইপিজেড • (৩০ অক্টোবর, ১৯৯৯ সালে ভিত্তি প্রস্তুর স্থাপন) |
- চীনের অর্থনৈতিক অঞ্চল আনোয়ারা, চট্টগ্রাম
- জাপানের অর্থনৈতিক অঞ্চল শ্রীপুর, গাজীপুর
- সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি হয় ব্রাজিলে
- ১৫০টির বেশি দেশে ঔষধ রপ্তানি হচ্ছে
- দেশে ওষুধের আমদানি-রপ্তানি তৈরি পরিবেশন ও বিক্রয়-নিয়ন্ত্রক সরকার আইন প্রণয়ন করা হয় ১৯৪০ সালে
- ঔষধ অধ্যাদেশ জারি করা হয় ১৯৮২ সালে
- ঢাকায় ড্রাগ আদালত প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে
- বাংলাদেশ পোষাক রপ্তানীতে বিশ্বে ২য়
- বাংলাদেশ বস্ত্র আমদানিতে বিশ্বে ৪র্থ
BIDA ( বিনিয়োগ ) : বাংলাদেশে বিনিয়োগ বোর্ড গঠিত হয় ১৯৮৯ সালে । এটি প্রধানমন্ত্রির কার্যালয়ের অধীন । বর্তমান নাম BIDA ( Bangladesh Investment Development Authority ) । বাংলাদেশে PPP ( Public Private Partnership ) চালু হয় ১৫ মার্চ ২০১২ সালে ।
বাংলাদেশ ট্যারিফ কমিশনের (বিটিসি) : বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি সংবিধিবদ্ধ স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে । পুনর্গঠিত করা হয় ২৮ জুলাই ১৯৭৩ তারিখে। বাংলাদেশ ট্যারিফ কমিশনের (বিটিসি) নামকরণ করা হয় নভেম্বর ১৯৯২। বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন ১৯৯২ অনুযায়ী এটা এখন অসম প্রতিযোগিতা থেকে দেশীয় শিল্পের রক্ষা করার জন্য কাজ করে।
ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা
ব্যাংক সঞ্চয়ী এবং বিনিয়োগকারীর মাঝে সম্পদ সঞ্চালনে মধ্যস্থতাকারীর ভূমিকা যত দক্ষতার সাথে পালন করতে পারবে ততই বাড়তে থাকবে বিনিয়োগ। একটি দক্ষ ব্যাংকিং ব্যবস্থা বিনিয়োগে গতিপ্রবাহ আনার মাধ্যমে বিভিন্ন খাতে সুষ্ঠুভাবে সম্পদ বণ্টনে সহায়তা করতে পারে। বাংলাদেশের ব্যাংকসমূহকে মূলত দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে; তালিকাভুক্ত বা তফসিলি ও অ-তালিকাভুক্ত বা অ-তফসিলি ব্যাংক।
- বাংলাদেশে মোট তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা - ৬১টি
- ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে - ৩৪ টি
- রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংক- ৬টি
- বৈদেশিক ব্যাংক- ৯টি
- বিশেষায়িত ব্যাংক- ৩টি
- অ-তালিকাভুক্ত ব্যাংক - ৫টি
- বেসরকারি বাণিজ্যিক ব্যাংক-৪৩টি
বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম 'বাংলাদেশ ব্যাংক'। এর সদর দপ্তর মতিঝিল, ঢাকা । বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি গভর্নর । গভর্নরের মেয়াদকাল ৪ বছর । বাংলাদেশে IMF এর কার্যালয় বাংলাদেশ ব্যাংকের ৫ম তলায় অবস্থিত । বাংলাদেশে টাকার জাদুঘর অবস্থিত বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমী, মিরপুর । এই ব্যাংককে কেন্দ্র করে অন্যান্য ব্যাংকগুলি পরিচালিত হয় এবং সরকারি মুদ্রা নিয়ন্ত্রিত হয়। কেন্দ্রীয় ব্যাংক দেশের অন্যান্য ব্যাংকের শীর্ষে অবস্থান করে সেই দেশের আর্থিক বাজারকে নিয়ন্ত্রিত করে থাকে। এটি সরকারের ব্যাংকার হিসেবে কাজ করে। বাংলাদেশে নতুন নোট চালু করার ক্ষমতা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। এ ব্যাংক আমানত গ্রহণ ও ঋণ প্রদান করে না। ১৯৭২ এর আদেশ বলে বাংলাদেশে অবস্থিত সাবেক স্টেট ব্যাংক অব পাকিস্তানের সব দায়-দায়িত্ব নিয়ে ১৬ ডিসেম্বর '৭১ থেকে বাংলাদেশ ব্যাংক গঠিত হয়। প্রধান কার্যালয় ছাড়া এর ১০টি শাখা আছে যথাঃ ঢাকার মতিঝিল ও সদরঘাট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, বগুড়া, রংপুর এবং ময়মনসিংহ। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ একজন চেয়ারম্যান , একজন সদস্য সচিব , তিনজন পরিচালকসহ ১০ জনের সমন্বয়ে গঠিত হয় ।
ব্যাংক হার হচ্ছে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার। এ সুদ হারে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দিয়ে থাকে। এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রা যে মূল্য হারে বিনিময় হয়, তার নাম বিনিময় রেট।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদার । ২০২২ সালের ১২ জুলাই দ্বাদশ গভর্নর হিসেবে তিনি দায়িত্ব নেন। গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত তিনি অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর এ এন এম হামিদুল্লাহ।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক অধ্যাপিকা হান্নানা বেগম।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আতিউর রহমান কে গ্রিন গভর্নর বলা হয় ।
- বাংলাদেশ ব্যাংকের স্থপতি শফিউল কাদের।
- বাংলাদেশ ব্যাংকের পূর্বনাম State Bank of Pakistan
কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের কাজ: ১ টাকা, ২ টাকা এবং ৫ টাকার কাগুজে নোট ব্যতীত সকল কাগুজে নোট মুদ্রণ ও প্রচলন করে কেন্দ্রীয় ব্যাংক । এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং দেশের ব্যাংকগুলোর রিজার্ভ সংরক্ষণ করে থাকে । দেশের ঋণ নিয়ন্ত্রণ ও কেন্দ্রীয় ব্যাংকের হাতে । কেন্দ্রীয় ব্যাংক সর্বশেষ ঋণদাতা হিসেবে কাজ করে। এটি বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশী টাকার বিনিময় হার নির্ধারণ করে। এছাড়া এটি সরকারের কোষাগারের দায়িত্বও পালন করে থাকে।
মুদ্রানীতি: যে নীতির মাধ্যমে দেশের অর্থের সরবরাহ ও যোগান নিয়ন্ত্রণ করে তাকে আর্থিক নীতি বা মুদ্রানীতি বলে। বাংলাদেশে মুদ্রানীতি পরিচালনার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংক প্রতি অর্থ-বছরে দু'দফায় মুদ্রানীতি ঘোষণা করে। প্রথমে বাজেট প্রণয়নের পর জুলাই-ডিসেম্বর মেয়াদে মুদ্রানীতি ঘোষণা করে। পরবর্তীতে ডিসেম্বরের পর মুদ্রানীতি বাস্তবায়নের অবস্থা পর্যালোচনা এবং অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে ঘোষিত মুদ্রানীতি প্রয়োজন অনুযায়ী সংশোধন করে । মুদ্রানীতির অন্যতম কাজগুলো হলো মুদ্রানীতি নিয়ন্ত্রণে কাজ করা, ঋণের প্রক্ষেপনের মাধ্যমে সরকারি-বেসরকারি ঋণের যোগান ধার্য করা এবং মুদ্রার প্রচলন নিয়ন্ত্রণ করা।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি : ৪ ফেব্রুয়ারি ২০১৬ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক, নিউইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। এর মধ্যে শ্রীলঙ্কায় যায় দুই কোটি ডলার এবং ফিলিপাইনে ৮ কোটি ১০ লাখ ডলার। ১০ জনুয়ারি ২০১৯ ফিলিপাইনের আদালত ম্যানিলার রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের আরেক শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতার কারাদন্ড ও জরিমানা হয়।
২০০৩ সালে ৮ নভেম্বর ব্যাংক রেট ৬ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছিল। আবার, দীর্ঘ ১৭ বছর পর জুলাই, ২০২০ সালে ব্যাংক রেট ৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করা হয়।
বাংলাদেশের তফসিলভূক্ত ব্যাংক (Scheduled Banks in Bangladesh)
৬টি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক, ৪৩টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, ৩টি সরকারি বিশেষায়িত ব্যাংক ও ৯টি বিদেশি ব্যাংকসহ বাংলাদেশে মোট তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ৬১টি এবং অ-তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ৫টি। [৬১তম তফসিলি ব্যাংক - পিপলস ব্যাংক লিমিটেড] বেসরকারি তফসিলি ব্যাংক ৫২টি। তফসিলি ব্যাংক চার ধরনের-
- সরকারী বা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক - ০৬ টি
- সরকারী মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক - ০৩ টি
- স্থানীয় বেসরকারী বাণিজ্যিক ব্যাংক - ৪৩ টি
- বিদেশী বাণিজ্যিক ব্যাংক - ০৯ টি
ক) সরকারী বা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক (National Commercial Banks)
- সোনালী ব্যাংক লিমিটেড (১৯৭২) : বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক।
- জনতা ব্যাংক লিমিটেড (১৯৭২) : বাংলাদেশে প্রথম রেডিক্যাশ চালু করে।
- অগ্রণী ব্যাংক লিমিটেড (১৯৭২)
- রূপালী ব্যাংক লিমিটেড ( ১৯৭২): ব্যাংকটি সরকারী ও বেসরকারী যৌথ মালিকানাভূক্ত।
- বেসিক ব্যাংক লিমিটেড (১৯৮৯)
- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (BDBL) (২০১০)
খ) বিশেষায়িত ব্যাংক (Specialized Banks)
- বাংলাদেশ কৃষি ব্যাংক : ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক : ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- প্রবাসী কল্যাণ ব্যাংক :
গ) স্থানীয় বেসরকারী বাণিজ্যিক ব্যাংক (Local Private Commercial Banks)
- এবি ব্যাংক লিমিটেড (১৯৮২) : বাংলাদেশের প্রথম বেসরকারী ব্যাংক। ব্যাংকটির পূর্ব নাম আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড।
- পূবালী ব্যাংক (১৯৭২)
- উত্তরা ব্যাংক লিমিটেড (১৯৭২) : বাংলাদেশের প্রথম বিরাষ্ট্রীয়করণকৃত ব্যাংক।
- ন্যাশনাল ব্যাংক লিমিটেড (১৯৮৩)
- দি সিটি ব্যাংক লিমিটেড (১৯৮৩)
- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (১৯৮৩) : বাংলাদেশের প্রথম ইসলামী শরীয়াহভিত্তিক পরিচালিত ব্যাংক। বাংলাদেশের প্রথম সুদমুক্ত ব্যাংক। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশে প্রথম ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু করে।
- ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড (IFIC) (১৯৮৩): ব্যাংকটি দীর্ঘদিন মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে কাজ করে।
- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (UCB Bank) (১৯৮৩)
- আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড (১৯৮৭)
- ইস্টার্ন ব্যাংক লিমিটেড (১৯৯২)
- ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লি (১৯৯৩)
- প্রাইম ব্যাংক লিমিটেড (১৯৯৫)
- সাউথ-ইস্ট ব্যাংক লিমিটেড (১৯৯৫)
- ঢাকা ব্যাংক লিমিটেড (১৯৯৫)
- আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড (১৯৯৫)
- সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (১৯৯৫)
- মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড (১৯৯৯)
- ডাচ বাংলা ব্যাংক লিমিটেড (১৯৯৬) : বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং কার্যক্রম শুরু করে।
- স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড (১৯৯৯)
- ওয়ান ব্যাংক লিমিটেড (১৯৯৯)
- এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক লিমিটেড (১৯৯৯)
- বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (১৯৯৯)
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (১৯৯৯)
- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (১৯৯৯)
- দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড (১৯৯৯)
- ব্যাংক এশিয়া লিমিটেড (১৯৯৯)
- দি ট্রাস্ট ব্যাংক লিমিটেড (১৯৯৯)
- শাহজালাল ব্যাংক লিমিটেড (২০০১)
- যমুনা ব্যাংক লিমিটেড (২০০১)
- ব্র্যাক ব্যাংক লিমিটেড (২০০১)
- এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (২০১৩)
- সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড (২০১৩)
- ইউনিয়ন ব্যাংক লিমিটেড (২০১৩)
- মেঘনা ব্যাংক লিমিটেড (২০১৩)
- মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (২০১৩)
- দি ফারমার্স ব্যাংক লিমিটেড (২০১৩)
- এনআরবি ব্যাংক লিমিটেড (২০১৩)
- মধুমতি ব্যাংক লিমিটেড (২০১৩)
- এন আর বি গ্লোবাল ব্যাংক (২০১৩): বাংলাদেশের সর্বশেষ তফসিলভুক্ত ব্যাংক।
- সীমান্ত ব্যাংক (২০১৬)
- কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড (২০১৯) : বাংলাদেশের একটি তালিকাভুক্ত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশের ৫৯তম বাণিজ্যিক ব্যাংক হিসেবে কমিউনিটি ব্যাংক এর যাত্রা শুরু হয়। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট এই ব্যাংকটি পরিচালনা করে। তাদের পরিচালনা পর্ষদে র্যাব সদস্যরাও আছে। বর্তমানে ব্যাংকটি ৬৭ টি শাখার মাধ্যমে ব্যাংকিং সেবা দিচ্ছে। ব্যাংকটির প্রধান কার্যালয় পুলিশ প্লাজা কনকর্ড, গুলশান ১, ঢাকায় অবস্থিত। এর মাধ্যমে সারা দেশের পুলিশ সদস্যের বেতন দেওয়া হবে।
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক (২০২১)
- পিপলস ব্যাংক লিমিটেড : ক্রিকেটার সাকিব আল হাসান এবং তার মা শিরিন আক্তার ব্যাংকটির পরিচালক পদে আছেন।
ঘ) বিদেশী বাণিজ্যিক ব্যাংক (Foreign Commercial Banks)
- স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড (১৯০৫): বাংলাদেশে প্রথম বিদেশী ব্যাংক। বাংলাদেশে প্রথম মাস্টার কার্ড ও টেলি-ব্যাংকিং ব্যবস্থা চালু করে।
- হাবিব ব্যাংক (১৯৭৬)
- স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (১৯৭৫)
- কমার্শিয়াল ব্যাংক অব সিলোন লিমিটেড (২০০৩)
- ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান লিমিটেড (১৯৯৩)
- সিটি ব্যাংক এন.এ (১৯৯৫)
- উরি ব্যাংক (১৯৯৬)
- হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড (HSBC) (১৯৯৬)
- ব্যাংক আলফালাহ লিমিটেড (২০০৫)
ঙ) অ-তালিকাভুক্ত ব্যাংক (Non-scheduled Bank)
- আনসার ভিডিপি ব্যাংক (১৯৯৬)
- কর্মসংস্থান ব্যাংক (১৯৯৮): ১৯৯৮ সালে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। কর্মসংস্থান ব্যাংক আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে ঋণ দেয়।
- জুবিলী ব্যাংক
- গ্রামীণ ব্যাংক
- বাংলাদেশ সমবায় ব্যাংক
| বর্তমান নাম | পূর্ববর্তী নাম |
|---|---|
| সোনালী ব্যাংক | ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, প্রিমিয়ার ব্যাংক, ব্যাংক অব ভাওয়ালপুর |
| অগ্রণী ব্যাংক | হাবিব ব্যাংক, কমার্স ব্যাংক |
| জনতা ব্যাংক | ইউনাইটেড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক |
| রূপালী ব্যাংক | মুসলিম কমার্শিয়াল ব্যাংক, স্টান্ডার্ড ব্যাংক, অস্ট্রেলেশিয়া ব্যাংক |
| পূবালী ব্যাংক | দি ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক |
| উত্তরা ব্যাংক | দি ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড |
| আইসিবি ইসলামী ব্যাংক | দি ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেড / আল বারাকা ব্যাংক লিমিটেড |
| সোস্যাল ইসলামী ব্যাংক লি. | সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লি. |
সীমান্ত ব্যাংক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সীমান্ত ব্যাংক লিমিটেড (Shimanto Bank Limited) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০১৬ সালের জুলাইয়ে। ব্যাংকটির মালিক রাইফেলস কল্যাণ সংস্থা। পদাধিকার বলে ব্যাংকটির প্রধান। বিজিবি'র মহাপরিচালক।
পল্লী সঞ্চয় ব্যাংক : ২২ জুন ২০১৬ একযোগে দেশব্যাপী বিশেষায়িত এ ব্যাংকের ১০০ শাখায় কার্যক্রম শুরু হয়। ৩০ জুন ২০১৬ একটি বাড়ি একটি খামার প্রকল্প শেষ হওয়ার পর পুরো প্রকল্পটি পল্লী সঞ্চয় ব্যাংকে রূপান্তরিত হয়। বিলুপ্ত প্রকল্পের অনিষ্পন্ন কাজ ব্যাংক বাস্তবায়ন করবে। এ প্রকল্পের সদস্য রয়েছে ২৪ লাখ। প্রকল্পের সমিতি ও সদস্যদের নির্ধারিত মেয়াদ এবং শর্তসাপেক্ষে জামানতসহ বা ছাড়া ঋণ দিতে পারবে ব্যাংক।
এজেন্ট ব্যাংকিং: যেখানে ব্যাংকের কোনো শাখা নেই বা শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা অধিক ব্যয়বহুল ও অলাভজনক, এ রকম দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌছে দিতে ৯ সেপ্টেম্বর ২০১৩ এজেন্ট ব্যাংকিং নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি এজেন্ট ব্যাংকিং পরিচালনার জন্য নতুন করে আরো দুটি ব্যাংককে লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংক দুটি প্রাইম ব্যাংক এবং NRB গ্লোবাল ব্যাংক। এর মাধ্যমে দেশে এজেন্ট ব্যাংকিংয়ের লাইসেন্সপ্রাপ্ত ব্যাংকের সংখ্যা দাঁড়াল ২৮টি। তবে কার্যক্রম পরিচালনা করছে ২৪টি ব্যাংক।
প্রবাসী কল্যাণ ব্যাংক : বিদেশগামী কর্মী ও প্রত্যাগত কর্মীদের সামাজিকভাবে পুনর্বাসনের লক্ষ্যে সহজ শর্তে ঋণ প্রদান এবং সহজে দেশে রেমিট্যান্স আনয়নের লক্ষ্যে ২০ এপ্রিল ২০১১ চালু হয় প্রবাসী কল্যাণ ব্যাংক। বিশেষায়িত ব্যাংক হিসেবে যাত্রা শুরুর পর থেকে প্রবাসী কল্যাণ ব্যাংক বিদেশ গমনেচ্ছুদের জন্য অভিবাসন ঋণ এবং বিদেশ ফেরতদের জন্য পুনর্বাসন ঋণ দিয়ে আসছিল। ব্যাংকটির মূল ঋণ প্রোডাক্টই এ দুটি তফসিলভুক্ত না হওয়ায় এ ব্যাংকটি গ্রাহকদের কাছ থেকে কোনো আমানত সংগ্রহ করতে পারেনি। তবে এবার তফসিলভুক্ত হওয়ায় ব্যাংকটি প্রবাসীদের কাছ থেকে রেমিট্যান্স আহরণ এবং সব শ্রেণির গ্রাহক থেকে আমানত সংগ্রহ করে প্রবাসীদের মাঝে বিতরণের সুযাগে পাবেন। ২০১৬ সাল থেকে বাণিজ্যিক কার্যক্রমে আসার উদ্যোগ শুরু করে ব্যাংকটি।
ডিজিটাল ব্যাংক: নতুন প্রজন্মের আর্থিক চাহিদা পূরণে 'ডিজিটাল ব্যাংক' চালুর উদ্যোগ নেয় বেসরকারি খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া। ব্যাংকটির পরিচালনা পর্ষদ সম্প্রতি ডিজিটাল ব্যাংকিং সেবা দেয়ার জন্য নতুন একটি সহযোগী প্রতিষ্ঠান চালুর সিদ্ধান্ত নেয়। এটি হবে ব্যাংক এশিয়ার একটি সহযোগী প্রতিষ্ঠান, যার ৫১% শেয়ারের অংশীদার হবে। ব্যাংকটি বাকি শেয়ারের অংশীদার বিদেশি প্রযুক্তিবিদ, প্রতিষ্ঠান ও লেনদেন প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিলে ২০২০ সালের ডিসেম্বরে ব্যাংক এশিয়া নতুন ধারার এ ব্যাংক চালু করবে।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ : বাংলাদেশ পুলিশের নতুন বাণিজ্যিক ব্যাংক 'কমিউনিটি ব্যাংক বাংলাদেশ'। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড একটি তালিকাভুক্ত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশের ৫৯ তম বাণিজ্যিক ব্যাংক হিসেবে এটি যাত্রা শুরু করে। ব্যাংকটির প্রধান কার্যালয় পুলিশ প্লাজা কনকর্ড, গুলশান ১, ঢাকায় অবিস্থত। বর্তমানে ব্যাংকটি ৬৭টি শাখার মাধ্যমে ব্যাংকিং সেবা দিচেছ। পুলিশ কল্যাণ ট্রাস্টের মালিকানায় ব্যাংকটি প্রতিষ্ঠিত হলেও প্রচলিত অন্য বাণিজ্যিক ব্যাংকের মতোই এর কার্যক্রম পরিচালিত হবে। সব ধরনের গ্রাহক লেনদেন করতে পারবে এ ব্যাংকে। তবে পুলিশ সদস্যরা স্বল্পসুদে ঋণ নেয়ার সুবিধা পাবেন। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, ব্যাংকটির শহরে ৫০% ও মফস্বলে ৫০% শাখা হবে।
- ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (Non-Bank Financial Institution): বাংলাদেশে বর্তমানে লাইসেন্স প্রাপ্ত অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা ৩৪টি।
- ডাচ বাংলা ব্যাংক ৩১ মার্চ ২০১১ সালে বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং ব্যবস্থা চালু করে। উল্লেখ, DBBL ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা হলো Rocket. Brac ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা হলো Bkash. UCBL ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা হলো Ucash.
- বর্তমানে দেশে পূর্ণাঙ্গ শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংক ১১টি।
- ১ জানুয়ারি ২০২১ পূর্ণাঙ্গ ইসলামী শরীয়াহভিত্তিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে স্ট্যান্ডার্ড ব্যাংক লি.।
- ১৬ নভেম্বর ২০২০ কোন রাষ্ট্রীয় ও মালিকানাধীন ব্যাংক আনুষ্ঠানিকভাবে স্বয়ংক্রিয় চালান পদ্ধতি চালু করে: রূপালী ব্যাংক লিমিটেড।
গ্রামীণ ব্যাংক (Grameen Bank):
- ব্যাংকের প্রতিষ্ঠাতা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিষয়ের অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
- পরীক্ষামূলক যাত্রা: ১৯৭৬ সালে ক্ষুদ্র ও কৃষি ঋণদানের মাধ্যমে পরীক্ষামূলকভাবে চালুকৃত প্রকল্প। এই প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে কাজ শুরু হয় চট্টগ্রামের জোবরা গ্রামে।
- ব্যাংক হিসেবে যাত্রা: ১৯৮৩ সালের ২ অক্টোবর।
- উদ্দেশ্য: গ্রামের দরিদ্র, ভূমিহীন পুরুষ ও মহিলাদের জামানত ছাড়া ঋণ (ক্ষুদ্রঋণ) সুবিধা প্রদান করা।
- ২০০৬ সালে দারিদ্র বিমোচনে অবদান রাখায় গ্রামীন ব্যাংক এবং ড. মুহাম্মদ ইউনুস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- বাংলাদেশের বাইরে গ্রামীণ ব্যাংক তার কার্যক্রম চালায় মালয়শিয়ায়।
সাধারণ বীমা কর্পোরেশন : সাধারণ বীমা কর্পোরেশন বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় সাধারণ বা নন-লাইফ বীমা প্রতিষ্ঠান যা বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রতক্ষ্য নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হয়। এটি ১৯৭৩ সালের ১৪ মে বীমা কর্পোরেশন আইন ১৯৭৩ এর অধীনে গঠিত হয়।
ঋণ গ্রহণ : নিম্ন আয়, মধ্যম আয় এবং উচ্চ আয় প্রতিবছর এই তিন ধরনের দেশের তালিকা করে বিশ্বব্যাংক। মধ্যম আয়ের দেশগুলোকে নিম্ন মধ্যম আয় ও উচ্চ মধ্যম আয় এই দুই ভাগে ভাগ করা হয়েছে। বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ। বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (IDA) কাছ থেকে নিম্ন আয়ের দেশগুলো সহজ শর্তে ঋণ পায়। বাংলাদেশ IDA তহবিলের সবচেয়ে বড় ঋণগ্রহীতা।
- 'বীমা কর্পোরেশন বিল ২০১৯' জাতীয় সংসদে পাস হয় ৩০ এপ্রিল ২০১৯।
- বর্তমানে দেশে মোট বীমা কোম্পানির সংখ্যা ৮১টি।
- অগ্নি বীমার জনক- নিকোলাস বারবন।
- IDRA ( Insurance Development and Regulatory Authority ) : Insurance Development and Regulatory Authority বা বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হল ২০১০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের বীমা খাতের নিয়ন্ত্রণ ও উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত একটি সরকারী সংস্থা ।
| প্রস্তাবক দেশ | চীন |
|---|---|
| প্রস্তাবক | শি জিনপিং (চীন) |
| গঠিত হয় | ২৪ অক্টোবর ২০১৪ |
| সদর দপ্তর | বেইজিং, চীন |
| আর্টিকেল অব এগ্রিমেন্ট (AoA) স্বাক্ষরকারী দেশ | ৫০ টি |
| AIIB-তে বাংলাদেশের শেয়ার | ০.৬৭% |
| AIIB-তে সর্বাধিক শেয়ার | চীন |
বিষয়: সাধারণ জ্ঞান (বাংলাদেশ অংশ)
অধ্যায়: বাংলাদেশের শিল্প ও বানিজ্য MCQ প্রশ্ন উত্তর অনুশীলন
মোট প্রশ্ন: (১৩০)
১. ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ এর উৎপাদিত সার-এর নাম কোনটি ? [৩৫তম বি.সি.এস ]
- ইউরিয়া এবং এএসপি
- ইউরিয়া
- টিএসপি এবং এএসপি
- ডিএপি
২. ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ? [১৪তম বিসিএস বিসিআইসির সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) ২০১১ / প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাঃ ২০১২-সুরমা/ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক-২০১২ ]
- টিএসপি
- ইউরিয়া
- পটাশ
- এমোনিয়া সালফেট
৩. জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ? [২৪তম বিসিএস/১৬তম বিসিএস ]
- অ্যামোনিয়া
- টিএসপি
- ইউরিয়া
- সুপার ফসফেট
৪. বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত ? [১৪তম বিসিএস ]
- নারায়ণগঞ্জ
- কক্সবাজার
- চট্টগ্রাম
- খুলনা
৫. বাংলাদেশের চামড়া শিল্প নগরী কোথায় অবস্থিত ? [রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী ২০১৭ ]
- ধামরাই
- সাভার
- আশুলিয়া
- কামরাঙ্গীর চর
৬. বাংলাদেশের কোন শিল্পের সুনাম বহুকালের ? [সমবায় অধিদপ্তর (মাঠ সহকারি) পরীক্ষা ২০১৮ ]
- কারু শিল্প
- তাঁত শিল্প
- কাঁসা শিল্প
- মৃৎ শিল্প
৭. কোন জেলায় বেশি পাট উৎপন্ন হয় ? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সহকারী পরিচালক ২০১৬/সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ২০১৫ ]
- রংপুর
- ফরিদপুর
- ময়মনসিংহ
- নোয়াখালী
৮. বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি হয় কোন দেশে ? [ত্রয়োদশ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়- ২: ১৬/ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (গ ইউনিট): ১৪-১৫ ]
- যুক্তরাজ্য
- যুক্তরাষ্ট্র
- ব্রাজিল
- জাপান
৯. বাংলাদেশে কোন ধরনের শিল্পকারখানা স্থাপনের আগে ETP (Effluent Treatment Plant) বসানো জরুরি ? [মেডিকেল পরীক্ষা ১৬-১৭ ]
- কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প
- ট্যানারি শিল্প
- রেডিমেড গার্মেন্টস শিল্প
- পশু খামার শিল্প
১০. কত সালে বাংলাদেশে প্রথম কাগজকল স্থাপিত হয় ? [জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, খ ইউনিটঃ ০৫-০৬ ]
- ১৯৪৯ সালে
- ১৯৫০ সালে
- ১৯৫৩ সালে
- ১৯৫১ সালে
১১. চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি ? [১৪তম বিসিএস ]
- আখের ছোবরা
- বাঁশ
- জারুল গাছ
- নল-খাগড়া
১২. বাংলাদেশের কর্ণফুলি কাগজ মিলে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার হয় [প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষাঃ২০১২ কর্নফুলী/পরিবার পরিকল্পনা অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ২০১১ ]
- বাঁশ
- বেত
- গোলপাতা
১৩. কর্ণফুলী পেপার মিল কোথায় অবস্থিত ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাঃ২০১২ করতোয়া / রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইতিহাস বিভাগঃ ০৮-০৯ ]
- মংলা
- চট্টগ্রাম
- সিলেট
- কুমিল্লা
১৪. খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ ? [১৮তম বিসিএস ]
- চাপালিশ
- কেওড়া
- গেওয়া
- সুন্দরী
১৫. বাংলাদেশে চিনি কল কয়টি ? [খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শকঃ ০৯ ]
- ৫
- ৭
- ১০
- ১৫
১৬. যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ? [উপ-খাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষা ২০১১ ]
- ইউরিয়া
- এমপি
- টিএসপি
- কম্পোস্ট
১৭. KAFCO কোথায় অবস্থিত ? [আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রর ২০১৬/রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ব্যবস্থাপনা) : ০৭-০৮ ]
- পাবনা
- ঘোড়াশাল
- চট্টগ্রাম
- নারায়ণগঞ্জ
১৮. বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী কোথায় অবস্থিত ? [খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শকঃ ০৯/ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, খ ইউনিটঃ ০৭-০৮/কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাঃ ০৬-০1 ]
- রাঙ্গামাটি
- গাজীপুর
- সিলেট
- নারায়ণগঞ্জ
১৯. বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি কোথায় অবস্থিত ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২- সিলেট/জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিজ্ঞানঃ ০৯-১০ ]
- চট্টগ্রাম
- সিলেট
- ঢাকা
- রাজশাহী
২০. ২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত ? [বিসিএস-৪০তম, ২৪তম ]
- ৳ ৪০ বিলিয়ন মার্কিন ডলার
- ৳ ৪১ বিলিয়ন মার্কিন ডলার
- ৮ ৪২ বিলিয়ন মার্কিন ডলার
- ৮ ৪৩ বিলিয়ন মার্কিন ডলার
২১. ২০১৮-১৯ অর্থ বছরে রপ্তানি প্রনোদনা রাখা হয়েছে – [ ৪০তম বিসিএস]
- সাড়ে ৪ হাজার কোটি টাকা
- সাড়ে ৫ হাজার কোটি টাকা
- সাড়ে ৩ হাজার কোটি টাকা
- সাড়ে ৬ হাজার কোটি টাকা
২২. বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে – [৩৮তম বিসিএস ]
- ভারত থেকে
- চীন থেকে
- জাপান থেকে
- সিঙ্গাপুর থেকে
২৩. বাংলাদেশে সবচেয়ে বেশী রপ্তানী করে - [৩৭তম বিসিএস/ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ট্যারিফ কমিশনের গবেষণা কর্মকর্তা ২০১৮/ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা (সাধারণ) ২০১৮/ রাজশাহী বিশ্ববিদ্যালয় (এ ইউনিট) বিজোড় ২০১৫-১৬ ]
- চীন
- ভারত
- যুক্তরাষ্ট্র
- থাইল্যান্ড
২৪. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কি ? [৩৩তম বিসিএস/পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা:১২/অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী:১১/উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা:১০ ]
- প্রবাসী শ্রমিক
- পাট
- রেডিমেট গার্মেন্টস
- চামড়া
২৫. বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে ? / বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি আয় আসে কোন খাত থেকে ? [২৩তম বিসিএস/২২তম বিসিএ/২১তম বিসিএস/ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (চিফ এডিটর)-২১/ উপজেলা/আরবান প্রোগ্রামঃ কো-অর্ডিনেটর ২০২০/ আমদানী রপ্তানি অধিদপ্তর : উচ্চমান সহকারী ২০১৯/ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ঃ সহকারী শিক্ষক ২০১৯/সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০১৩/বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০১২/ জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক : ০৮-০৯ / বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর উচ্চামান সহকারী ২০১৭ ]
- Leather (চামড়া)
- Garments and Knitwear (পোষাক ও নীটওয়্যার)/ তৈরি পোশাক
- Shrimp (চিংড়ি মাছ)
- Jute (পাট)
২৬. পোশাক রপ্তানীতে বাংলাদেশ - [রাজশাহী বিশ্ববিদ্যালয় - ইউনিট E (গ্রুপ-১) ২০১৮-১৯/ হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউনিট G) বাণিজ্য ২০১৭-১৮ ]
- প্ৰথম
- দ্বিতীয়
- তৃতীয়
- চতুর্থ
২৭. দেশের রপ্তানী আয়ের মধ্যে চামড়ার অবস্থান কত ? [১৯তম বি সি এস ]
- ১ম
- ২য়
- ৩য়
- ৭ম
২৮. বাংলাদেশের মোট রপ্তানী আয়ের রেডিমেট গার্মেন্টস -এর অংশ কত ? [১৫তম বি সি এস ]
- ৭৫%
- ৫৬%
- ৩৭.৫২%
- ৬০%
২৯. কোন দেশের সাথে বাংলাদেশের বানিজ্য ঘাটতি সবচাইতে বেশি ? [সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা ২০২১ ]
- ভারত
- জাপান
- রাশিয়া
- চীন
৩০. কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নেই ? [রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ; ইউনিট-বি (গ্রুপ-১)-২০-২১ ]
- চীন
- ভারত
- পাকিস্তান
- ইসরাইল
৪১. What does GSP stand for ? [বাংলাদেশ ব্যাংক (সহকারী পরিচালক)-২১ ]
- Global server Position
- Gold Standard Principle
- Golden Service Point
- Generalized System of Preferences
৪২. বাংলাদেশের পোষাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশে ? [NSI-এর সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা-২০১৭ ]
- যুক্তরাষ্ট্র
- যুক্তরাজ্য
- জাপান
- চীন
৪৩. বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত ? [এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার-২১/ দুর্নীতি দমন কমিশনের অধীনে উপ-সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা-২০২০/ বরিশাল বিশ্ববিদ্যালয় (ঘ ইউনিট): ১৫-১৬ ]
- প্ৰথম
- দ্বিতীয়
- তৃতীয়
- চতুর্থ
৪৪. বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত- [ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, (খ ইউনিট): ১৪-১৫ ]
- ডান্ডি
- এডিনবরা
- মানচেস্টার
- শেফিল্ড
৪৫. বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি ? [১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়) -২০১৪/পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা ২০১২/ সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০১২ ]
- পাট
- তৈরি পোশাক
- চা
- মাছ
৪৬. বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রধান পণ্য কোনটি ? [উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ২০১০ ]
- পাট ও পাটজাত পণ্য
- চা
- হিমায়িত চিংড়ি
- তৈরি পোশাক
৪৭. বাংলাদেশ কোটাবিহীন বাজারে পোশাক রপ্তানি শুরু করে কোন সালে ? [ইসলামী বিশ্ববিদ্যালয় – বি ইউনিট (২য়) ২০১৮-১৯ ]
- ২০০৫ সালে
- ২০০৬ সালে
- ২০০৭ সালে
- ২০০৮ সালে
৪৮. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা ? [৩৪তম বিসিএস/ ২৫ তম বিসিএস/ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, (ঘ ইউনিট): ১৩-১৪ ]
- জিকা
- ইউ.এন .ডি.পি
- বিশ্বব্যাংক
- আই.এম.এফ
৪৯. বর্তমানে বাংলাদেশে বৃহৎ সাহায্য দানকারী দেশ কোনটি ? / বাংলাদেশের শীর্ষ দ্বিপাক্ষীয় উন্নয়ন সহযোগী দেশ কোনটি ? [২১তম বিসিএস/বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক-২০১৪/ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তাঃ ০৬ / পররাষ্ট্র মন্ত্রণালয়ঃ প্রশাসনিক কর্মকর্তা ২০১৯ ]
- জাপান
- জার্মানি
- যুক্তরাষ্ট্র
- যুক্তরাজ্য
৫০. বাংলাদেশে ‘জাইকা' কোন বিষয়ের উপর কাজ করেছে ? [তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে সহকারী প্রোগ্রামার - ২০২০ ]
- সার্বিক উন্নয়ন
- ধর্ম প্রচার
- জনসংখ্যা
- শিশু শিক্ষা
৫১. ২০১৮ সালে বাংলাদেশের কোন খাতটিতে সর্বোচ্চ বৈদেশিক বিনিয়োগ এসেছে ? [কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (CGDF)-এর কার্যালয়ের অধীন অডিটর ২০১৯ ]
- বিদ্যুৎ
- টেলিযোগাযোগ
- গ্যাস ও খনিজ
- বস্ত্র ও টেক্সটাইল
৫২. বাংলাদেশে সরাসরি সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ— [সাধারণ পুলের আওতায় বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার, উপসহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬ ]
- যুক্তরাজ্য
- জাপান
- চীন
- কানাডা
৫৩. বাংলাদেশের সর্বোচ্চ ঋণদাতা দেশ— [উপ-খাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষা ২০১১ ]
- মার্কিন যুক্তরাষ্ট্র
- জাপান
- সৌদি আরব
- দক্ষিণ কোরিয়া
৫৪. বাংলাদেশের জন্য সর্ব বৃহৎ দ্বিপাক্ষিক দাতা দেশ— [ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, খ ইউনিটঃ ০৭-০৮]
- জাপান
- জার্মানি
- মার্কিন যুক্তরাষ্ট্র
- যুক্তরাজ্য
৫৫. কোন সংগঠনটির নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয় ? [জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, খ ইউনিটঃ ০৬-০৭ ]
- এডিবি
- বিশ্বব্যাংক
- আইএমএফ
- আইডিএ
৫৬. প্রতিবছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে- [জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঘ ইউনিট : ০৭-০৮ ]
- ইউএনডিপি
- আঙ্কটাড
- বিশ্বব্যাংক
- ডব্লিউটিও
৫৭. বাংলাদেশে বর্তমানে ইপিজেড এলাকা কয়টি ? / বাংলাদেশে মোট সরকারি ইপিজেডের সংখ্যা কত ? [৩৭তম বিসিএস/ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ট্যারিফ কমিশনের গবেষণা কর্মকর্তা ২০১৮/ খুলনা বিশ্ববিদ্যালয় - সি ইউনিট ২০১৮-১৯ / বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট -২০১৯/১৬তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২: ২০১৯ ]
- ৪ টি
- ৬ টি
- ৮ টি
- ১০ টি
৫৮. বাংলাদেশের প্রথম ইপিজেড (EPZ) কোথায় স্থাপিত হয় ? [ ২০তম বিসিএস /১৬তম শিক্ষক নিবন্ধন, কলেজ/সমপর্যায়: ২০১৯/বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বিভিন্ন পদ ২০১৯/ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলা মহিলা কর্মকর্তাঃ ০৭]
- সাভার
- চট্টগ্রাম
- মংলা
- ঈশ্বরদী
৫৯. দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ কোন জেলায় অবস্থিত ? [শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক)-২১/ বাংলাদেশ গ্যাস ফিল্ড এসিস্ট্যান্ট কারিগরি কর্মকর্তা (সিভিল)-২১/ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা-২০২০/মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরঃ হিসাবরক্ষক ২০১৯ ]
- নীলফামারী
- মুন্সিগঞ্জ
- নারায়ণগঞ্জ
- পাবনা
৬০. বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোনটি ? [বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (প্রকিউরমেন্ট অফিসার/ ইন্সপেক্টর)-২১ ]
- আনোয়ারা
- মিরসরাই
- সীতাকুণ্ড
- কোনোটিই নয়
৬১. বাংলাদেশের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) কোথায় স্থাপিত হয় ? [বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB)-এর ডাটা এন্ট্রি অপারেটর ২০১৯ ]
- মংলা
- কুমিল্লা
- ঢাকা
- চট্টগ্রাম
৬২. 'Bangabandhu Sheikh Mujib Shilpa Nagar' is located on the mouth of: ? [বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (ইউতঅ)-এর সহকারী ব্যবস্থাপক ২০১৮ ]
- Feni river
- Meghna river
- Kirtankhola river
- Padma rivers
৬৩. BEPZA অর্থ কি ? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের স্টোরম্যান ২০১৮/ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (অর্থনীতি) : ০৭-০৮ ]
- Bangladesh Export Processing Zone Authority
- Bangladesh Export Processing Zone Area
- Bangladesh Export Procuring Zone Area
- Bangladesh Export Procuring Zone Authority
৬৪. BEPZA কোন মন্ত্রণালয়ের অধীন ? [যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউনিট F) ব্যবসায় শিক্ষা ২০১৭-১৮ ]
- প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়
- বাণিজ্য মন্ত্রণালয়
- শিল্প মন্ত্রণালয়
- পরিকল্পনা মন্ত্রণালয়
৬৫. উত্তরা EPZ কোথায় ? [শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি-এর সহকারী রসায়নবিদ ২০১৮ ]
- বগুড়া
- নীলফামারী
- ঈশ্বরদী
- চাপাইনবাবগঞ্জ
৬৬. BEZA has till now got approval to establish how many economic zone countrywide ? [বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA)-এর সহকারী ব্যবস্থাপক ২০১৮ ]
- ২৯
- ৫৯
- ৮৮
- ৯৫
৬৭. বাংলাদেশের প্রথম EPZ কোথায় গড়ে উঠেছে ? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার-২০১৭ ]
- নারায়ণগঞ্জ
- খুলনা
- চট্টগ্রাম
- সাভার
৬৮. বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি হয় কোন দেশে ? [জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬ ]
- যুক্তরাজ্য
- যুক্তরাষ্ট্র
- জাপান
- ব্রাজিল
৬৯. DEPZ কোথায় ? [পরিবার পরিকল্পনা অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ২০১১ ]
- ঈশ্বরদীতে
- পতেঙ্গায়
- সাভারে
৭০. ইপিজেড হলো- [ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ফিন্যান্স এন্ড ব্যাংকিং-অবাণিজ্য): ০৪-০৫]
- রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা
- রপ্তানি উন্নয়নকারী সংস্থা
- আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণকারী সংস্থা
- কোনোটিই নয়
৭১. বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল— [জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঘ ইউনিটঃ ০৭-০৮ ]
- কুমিল্লা
- সাভার
- চট্টগ্রাম
- ঈশ্বরদী
৭২. বাংলাদেশের অষ্টম ই.পি.জেড কোথায় অবস্থিত ? [কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাঃ ০৭-০৮ ]
- কুমিল্লায়
- কর্ণফুলী
- ঈশ্বরদীতে
- নীলফামারিতে
৭৩. বাংলাদেশের কোন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাকে (ইপিজেড) কৃষিভিত্তিক হিসেবে গণ্য করা হয়েছে ? [ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, খ ইউনিটঃ ০৭-০৮ ]
- উত্তরা
- কুমিল্লা
- বাগেরহাট
- ঈশ্বরদি
৭৪. বাংলাদেশে ই.পি.জেড নেইঃ [রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ, ২০০৮-২০০৯ ]
- কুমিল্লায়
- মংলায়
- ঈশ্বরদীতে
- রাজশাহীতে
৭৫. ইপিজেড-এ চালু শিল্পের মধ্যে সর্বোচ্চ বিনিয়োগ কোন শিল্পে ? [পরিকল্পনা মন্ত্রণালয় ডাটা প্রসেসিং অপারেটর ০২ ]
- তৈরি পোশাক শিল্পে
- বস্ত্ৰ শিল্পে
- ইলেক্ট্রনিক্স শিল্পে
- চামড়া শিল্পে
৭৬. ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন - [৩৭তম বিসিএস ]
- বাণিজ্য মন্ত্রণালয়
- পরিকল্পনা মন্ত্রণালয়
- অর্থ মন্ত্রণালয়
- শিল্প মন্ত্রণালয়
৭৭. BIDA এর পূর্ণরূপ কী ? [বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (চিফ এডিটর)-২১/ কর্মসংস্থান ব্যাংক নিয়োগ পরীক্ষা, সহকারী অফিসার (সাধারণ ও ক্যাশ)-২১ ]
- Bangladesh International Development Authority
- Bangladesh Investment Development Authority
- Bangladesh Investment Development Access
- Bangladesh Investigation Developing Authority
৭৮. BIDA এর পূর্বতন প্রতিষ্ঠানের নাম কী ছিল ? [বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সহকারী নিরাপত্তা কর্মকর্তা)-২১ ]
- বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
- বেসরকারি বিনিয়োগ বোর্ড
- বিনিয়োগ বোর্ড
- বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ
৭৯. বাংলাদেশে মুদ্রানীতি পরিচালনার দায়িত্ব কার ? [বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপক ২০২১/ পল্লী উন্নয়ন কর্মকর্তা: ০৯ ]
- বাংলাদেশ ব্যাংক
- বাণিজ্যিক ব্যাংকসমূহ
- অর্থ মন্ত্রণালয়
- বীমা কোম্পানিসমূহ
৮০. Which of the following is not function of the central bank of Bangladesh ? [বাংলাদেশ ব্যাংক (সহকারী পরিচালক)-২১ ]
- Setting monetary policy
- Regulating the banking sector
- Regulating the non-bank financial instruction
- Formulating fiscal policy
৮১. How Frequently does the central bank announce monetary policy in Bangladesh ? [ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (প্রবেশনারী অফিসার) ২০২১ ]
- Yearly
- Quarterly
- Monthly
- Half yearly
৮২. Who is the first female deputy governor of Bangladesh Bank ? [সমন্বিত ৫ ব্যাংক (ক্যাশ অফিসার)-২১ ]
- Shirin Akhter
- Humaira Azam
- Nazma Akhter
- Nazneen Sultana
৮৩. After how many years Bangladesh Bank has reduced the bank rate to stimulate the economy ? [বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]
- 15 years
- 17 years
- 19 years
- 20 years
৮৪. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি ? [কারিগরি শিক্ষা অধিদপ্তর (অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক)-২১/ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা (স্টোরম্যান/ডেসপ্যাচ রাইডার/ট্রাফিক হ্যান্ড)-২১/ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঘ ইউনিট-বাতিলকৃত) ২০১৮-১৯/ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ২০১৮ ]
- সোনালী ব্যাংক
- বাংলাদেশ ব্যাংক
- গ্রামীণ ব্যাংক
- সেন্ট্রাল ব্যাংক
৮৫. বাংলাদেশের কোন ব্যাংক নোট প্রচলন করতে পারে ? [বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা (সাধারণ) ২০১৮ ]
- সোনালী ব্যাংক
- জনতা ব্যাংক
- বাংলাদেশ ব্যাংক
- অগ্রণী ব্যাংক
৮৬. বাংলাদেশে টাকার জাদুঘর কোথায় অবস্থিত ? [ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, (ঘ ইউনিট): ১৪-১৫ ]
- বাংলাদেশ ব্যাংকের প্রধান শাখা, মতিঝিল
- বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমী, মিরপুর
- বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, মিরপুর
- বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ
৮৭. ব্যাংক রেট (সুদের হার) কি ? [ডাক বিভাগের পোস্টাল অপারেটর ২০১৬ ]
- বিনিয়োগ রেট
- কেন্দ্রীয় ব্যাংকের রেট
- বাণিজ্যিক ব্যাংকের রেট
- বিশেষায়িত ব্যাংকের রেট
৮৮. বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকার কত ? [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/ সহকারী পরিচালক (প্রশাসন) ২০১৬/প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩ ]
- ২ বছর
- ৩ বছর
- ৪ বছর
- ৫ বছর
৮৯. Bangladesh Bank was established on/ বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়- [Bangladesh Bank Assistant Director: 08 / Bangladesh Krishi Bank Assistant Officer : 07 ]
- 16 December, 1971
- 16 December, 1972
- 26 March, 1971
- 26 March, 1972
৯০. The previous name of Bangladesh Bank was:/ বাংলাদেশ ব্যাংকের পূর্বনাম কি ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালকঃ ০৬]
- State Bank of Pakistan
- Reserve Bank of Pakistan
- National bank of Pakistan
- Federal Bank of Pakistan
- Bank of Pakistan
৯১. বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য কত জন ? [উপ-খাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষা ২০১১ ]
- ১০ জন
- ১৩ জন
- ১৫ জন
- ২০ জন
৯২. বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক- [৩৮তম বিসিএস ]
- সীমান্ত ব্যাংক
- মেরিটাইম ব্যাংক
- প্রবাসী কল্যাণ ব্যাংক
- পদ্মা ব্যাংক
৯৩. বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে - [৩৭তম বিসিএস/ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (চিফ এডিটর)-২১/ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ট্যারিফ কমিশনের গবেষণা কর্মকর্তা ২০১৮ ]
- ব্র্যাক ব্যাংক
- ডাচ-বাংলা ব্যাংক
- এবি ব্যাংক
- সোনালী ব্যাংক
৯৪. কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে ? [২৭ তম বিসিএস ]
- ১৯৯৫ সালে
- ১৯৯৬ সালে
- ১৯৯৮ সালে
- ২০০১ সালে
৯৫. বাংলাদেশের প্রথম বেসরকারী ব্যাংক কোনটি ? [২৬তম বিসিএস/রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাঃ ২০১১/ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ব্যবস্থাপনা) : ০৭-০৮/ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (দর্শন) : ০৭-০৮/ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঘ ইউনিটঃ ০৭-০৮ ]
- ন্যাশনাল ব্যাংক
- আরব বাংলাদেশ ব্যাংক
- আই.এফ. আই. সি ব্যাংক
- দি সিটি ব্যাংক
৯৬. Name of the bank established under Bangladesh Police Welfare Trust— [সমন্বিত ৬ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান-২০২১ ]
- Mutual Trust Bank
- Community Bank Bangladesh Ltd.
- IFIC Bank
- Trust Bank Bangladesh Ltd.
৯৭. How many agent banks are there in Bangladesh ? [সমন্বিত ৫ ব্যাংক (ক্যাশ অফিসার)-২১ ]
- 24
- 25
- 26
- 27
৯৮. মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান ? [শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (হিসাব রক্ষক)-২১ ]
- সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
- ইনভেস্টমেন্ট কর্পোরেশন বোর্ড
- বাণিজ্যিক ব্যাংক
- কেন্দ্রীয় ব্যাংক
৯৯. বাংলাদেশের সর্বশেষ বাণিজ্যিক ব্যাংক কোনটি ? [বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বিভিন্ন পদ ২০১৯ ]
- মিডল্যান্ড ব্যাংক
- মধুমতি ব্যাংক
- পদ্মা ব্যাংক
- কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড
১০০. পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে ? [পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ২০১৭ ]
- ২০১৪
- ২০১৬
- ২০১৭
- কোনটি নয়
১০১. বাংলাদেশে বর্তমান তফসিলভুক্ত ব্যাংক কয়টি ? [বাংলাদেশ রেলওয়ের উপসহকারী (সিভিল) ২০১৬]
- ৪৮টি
- ৪৬টি
- ৫৯টি
- ৬৬টি
১০২. দেশের প্রথম এজেন্ট ব্যাকিং চালু করে কোন ব্যাংক ? [ঢাকা বিশ্ববিদ্যালয়-ঘ ইউনিট: ১৫-১৬ ]
- মার্কোন্টাইল ব্যাংক
- ব্যাংক এশিয়া
- ইস্টার্ন ব্যাংক
- ব্র্যাক ব্যাংক
১০৩. Bkash কোন ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে ? [১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়-২)-২০১৪ ]
- ব্র্যাক ব্যাংক
- গ্রামীণ ব্যাংক
- জনতা ব্যাংক
- ডাচ-বাংলা ব্যাংক
১০৪. বাংলাদেশের বৃহত্তম তফসিলী ব্যাংক কোনটি ? [কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাঃ ০৭-০৮ ]
- সোনালী ব্যাংক
- যমুনা ব্যাংক
- গ্রামীণ ব্যাংক
- ডাচ-বাংলা ব্যাংক
১০৫. বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক কোনটি ? [বিআরডিবি এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তাঃ ০৬ ]
- Sonali
- Rupali
- HSBC
- Standard-Grindlays
১০৬. বাংলাদেশে বর্তমান ..... টি জাতীয়করণকৃত বাণিজ্যিক ব্যাংক আছে- [জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঘ ইউনিটঃ ০৫-০৬ ]
- দুই
- তিন
- চার
- পাঁচ
১০৭. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক স্থাপিত হয়ঃ [রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ, ২০০৮-২০০৯ ]
- ১৯৮৫ সালে
- ১৯৬৮ সালে
- ১৯৭২ সালে
- ১৯৯১ সালে
১০৮. বাংলাদেশে কৃষি ঋণের প্রধান উৎস- [জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক : ০৮-০৯ ]
- গ্রাম্য মহাজন
- বাংলাদেশ কৃষি ব্যাংক
- আত্মীয় স্বজন-বন্ধু বান্ধব
- সমবায় ঋণদান সমিতি
১০৯. কর্মসংস্থান ব্যাংকের ঋণ দেয়ার উদ্দেশ্য- [বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তাঃ ০৬ ]
- আত্মকর্মসংস্থান সৃষ্টি করা
- শিল্পে বিনিয়োগ করা
- সমবায় আন্দোলন ত্বরান্বিত করা
- বেকার সমস্যার সমাধান করা
১১০. বাংলাদেশে প্রথম রেডিক্যাশ চালু করে- [রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (গণযোগাযোগ ও সাংবাদিকতা): ০৫-০৬ ]
- বাংলাদেশ ব্যাংক
- জনতা ব্যাংক
- অগ্রণী ব্যাংক
- ইসলামী ব্যাংক
১১১. বাংলাদেশের কোন ব্যাংক দীর্ঘদিন মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে ? [জাতীয় সংসদে সচিবালয়ে সহকারী গবেষণা অফিসারঃ ০৬ ]
- আরব-বাংলাদেশ ব্যাংক
- আইএফআইসি ব্যাংক
- চার্টার্ড ব্যাংক
- পূবালী ব্যাংক
১১২. বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা ? [২৬তম বিসিএস ]
- চাটার্ড ব্যাংক
- ন্যাশনাল ব্যাংক
- গ্রামীণ ব্যাংক
- এ, বি ব্যাংক
১১৩. গ্রামীণ ব্যাংক কোন ধরনের তালিকার অন্তর্ভুক্ত ? [১১তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল/সমপর্যায় ২) --২০১৪ ]
- তালিকাভুক্ত ব্যাংক
- বাণিজ্যিক ব্যাংক
- ক্ষুদ্র ব্যাংক
- ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান
- Note: গ্রামীণ ব্যাংক একটি তফসিল বহির্ভূত ব্যাংক। দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার উদ্দেশ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষ্যে ১৯৭৬ সালে একটি প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সূচনা ঘটে। ১৯৮৩ সালে রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে এটি প্রকল্পের অবয়ব ছেড়ে একটি বিশেষ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণদের জামানতবিহীন ক্ষুদ্র ঋণ প্রদান করতে এ ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করে আসছে
১১৪. গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন বছর ? [শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৫/ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঘ ইউনিটঃ ০৭-০৮/ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ব্যবস্থাপনা) : ০৭-০৮/ আমদানি-রপ্তানি অধিদপ্তরের নির্বাহী অফিসার ২০০৭/ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সহকারী পরিচালকঃ ০৬]
- ১৯৮৩
- ১৯৮২
- ১৯৭৬
- ১৯৯১
১১৫. কখন থেকে গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে ? [ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, খ ইউনিটঃ ০৭-০৮]
- ১৯৮৩
- ১৯৭৬
- ১৯৭৯
- ১৯৮০
১১৬. গ্রামীণ ব্যাংক-এর প্রতিষ্ঠাতা কে ? [রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ): ০৫-০৬ ]
- Fazle Hasan Abed (ফজলে হাসান আবেদ)
- Professor Mohammad Yunus (প্রফেসর মুহাম্মদ ইউনূস)
- Anisur Rahman (আনিসুর রহমান)
- Lutfor Rahman Sarker (লুৎফর রাহমান সরকার)
১১৭. বর্তমানে গ্রামীণ ব্যাংক ‘গ্রামীণ ব্যাংক প্রকল্প' রূপে কবে কাজ শুরু করে ? [উপজেলা পোস্টমাস্টার: ১০ ]
- ১৯৮৩ সালে
- ১৯৭২ সালে
- ১৯৭৬ সালে
- ১৯৭৩ সালে
১১৮. কোন ব্যাংকটি একটি বিশেষ ঋণদানকারী সংস্থা ? [মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ১১ ]
- সোনালী ব্যাংক
- জনতা ব্যাংক
- গ্রামীণ ব্যাংক
- অগ্রণী ব্যাংক
১১৯. গ্রামীন ব্যাংক বিশেষ বৈশিষ্ট্য কোনটি ? [রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (অর্থনীতি) : ০৭-০৮ ]
- আমানত গ্ৰহণ
- জামানত ছাড়া ঋণদান
- মুদ্রা বাজারের উন্নয়ন
- পুঁজিপতিদের ঋণদান
১২০. শান্তির জন্য নোবেল বিজয়ী ড. ইউনূস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন- [সহকারী জজ প্রিলিমিনারি টেস্ট-২০০৭ ]
- আনোয়ারা
- মহিপুর
- জোবরা
- কোনোটিই নয়
১২১. ড. মোঃ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি ? [আমদানি-রপ্তানি অধিদপ্তরের নির্বাহী অফিসার ২০০৭ ]
- দারিদ্রহীন বিশ্বের অভিমুখে
- সচ্ছল বাংলাদেশের সন্ধানে
- স্বনির্ভর স্বদেশের সন্ধানে
- দারিদ্রহীন বিশ্বের প্রয়াসে
১২২. গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে ? [আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ:২০০৭/সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক ২০০0 ]
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া
- ফিলিপাইন
- যুক্তরাষ্ট্র
১২৩. বর্তমান গ্রামীণ ব্যাংক ‘গ্রামীণ ব্যাংক প্রকল্প' রূপে কবে কাজ শুরু করে ? [ডাক অধিদপ্তরের উপজেলা পোস্ট মাস্টার ২০১০ ]
- ১৯৮৩ সালে
- ১৯৭২ সালে
- ১৯৭৩ সালে
- ১৯৭৬ সালে
১২৪. কৃষি উন্নয়নে সরকারি ক্ষুদ্র ঋণ প্রকল্পের নাম- [শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (হিসাব রক্ষক)-২১ ]
- পিআরএসপি
- পিকেএসএস
- পিডিবিএফ
- মাইক্রো ক্রেডিট
- ব্যাখ্যা: সঠিক উত্তর ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ)
১২৫. অগ্নি বীমার জনক কে ? [শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (হিসাব রক্ষক)-২১ ]
- ফিসার ব্ল্যাক
- উইলিয়াম ক্যারি
- নিকোলাস বারবন
- ইউজিন ফামা
১২৬. জীবন বীমা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয় ? [জীবন বীমা কর্পোরেশন (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক)-২১ ]
- ১৯৭২
- ১৯৭৩
- ১৯৭৫
- ১৯৯০
১২৭. সাধারণ বীমা কর্পোরশন কত সালে প্রতিষ্ঠা লাভ করে ? [সাধারণ বীমা কর্পোরেশন-২০১৯ ]
- ১৯৭৫
- ১৯৭৩
- ১৯৭১
- ১৯৭২
১২৮. ‘বীমা কর্পোরেশন বিল ২০১৯' জাতীয় সংসদে পাস হয় [সাধারণ বীমা কর্পোরেশন-২০১৯ ]
- ৩০ এপ্রিল ২০১৯
- ২৮ এপ্রিল ২০১৯
- ২০ এপ্রিল ২০১৯
- ২৫ এপ্রিল ২০১৯
১২৯. বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী সংস্থা কোনটি ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়, ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯]
- আইএফসি
- আইবিআরডি
- এশীয় উন্নয়ন ব্যাংক
- বিশ্বব্যাংক
১৩০. বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে নিচের কোন সংস্থাটি থেকে ? [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (NSI): সহকারী পরিচালক ২০১৯ ]
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
- আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA)
- এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)
- আন্তর্জাতিক পুঁকি বিনিয়োগ সংস্থা (IFC)