Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

বৈজ্ঞানিক যন্ত্রপাতির নাম ও ব্যবহার


বৈজ্ঞানিক যন্ত্রপাতিব্যবহার
মিটার স্কেলদৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যন্ত্র
ভার্নিয়ার স্কেলদৈর্ঘ্য পরিমাপক যন্ত্র (মিলিমিটারের ভগ্নাংশ পর্যন্ত)
স্ক্রু গজতারের ব্যাসার্ধ, সরু চোঙের ব্যাসার্ধ ও ছোট দৈর্ঘ্য পরিমাপক যন্ত্র
স্লাইড ক্যালিপার্সবস্তুর দৈর্ঘ্য, চোঙ বা বেলনের উচ্চতা, ফাঁপা নলের অন্তঃব্যাস ও বহির্বাস, গোলকের ব্যাস নির্ণয় করা যায়
স্প্রিং নিক্তিসরাসরি বস্তুর ওজন নির্ণায়ক
তুলা যন্ত্রখুব অল্প পরিমাণ জিনিসের ভর সূক্ষ্মভাবে নির্ণয় করার যন্ত্র
জাইরোকম্পাসজাহাজের দিক নির্ণায়ক
অডিওমিটারশব্দের তীব্রতা নির্ণায়ক
অডিও ফোনকানে দিয়ে শোনার যন্ত্র
সিসমোগ্রাফ (Seismograph)ভূকম্পন তরঙ্গ পরিমাপক যন্ত্র
রিকটার স্কেলভূকম্পন তীব্রতা পরিমাপের একটি গাণিতিক স্কেল। এ স্কেলে ১ থেকে ১০ পর্যন্ত ভূমিকম্পের তীব্রতা ধরা হয়। ১৯৩৫ সালে সি.এফ. রিকটার এটি আবিষ্কার করেন ।
রেইনগেজবৃষ্টি পরিমাপক যন্ত্র
সেক্সট্যান্টসূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র
ক্রোনোমিটারদ্রাঘিমা নির্ণয়/ সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র
স্প্রিডোমিটারদ্রুতি পরিমাপক যন্ত্র
অ্যক্সিলারোমিটারত্বরণ পরিমাপক যন্ত্র
ভেলাটোমিটারবেগের পরিমাণ নির্ণায়ক
অ্যানিমোমিটারবাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপক যন্ত্র
ওডোমিটারমোটর গাড়ির গতি নির্ণায়ক
ট্যাকোমিটারউড়োজাহাজের গতি নির্ণায়ক
অ্যালটিমিটারউচ্চতা পরিমাপক যন্ত্র
ফ্যাদোমিটারসমুদ্রের গভীরতা মাপার যন্ত্র
ম্যানোমিটারগ্যাসের চাপ মাপার যন্ত্র
ব্যারোমিটারবায়ুমণ্ডলের চাপ (Atmospheric pressure) নির্ণায়ক
এনোমোমিটারবায়ুর গতিবেগ মাপক যন্ত্র
হাইগ্রোমিটারবায়ুতে আর্দ্রতা (Humidity) পরিমাপক যন্ত্র
হাইড্রোমিটারতরলের আপেক্ষিক গুরুত্ব (Specific gravity) বা ঘনত্ব নির্ণায়ক
হাইড্রোফোনপানির তলায় শব্দ নিরূপন যন্ত্র
ল্যাক্টোমিটারদুধের বিশুদ্ধতা নির্ণায়ক / তরল পদার্থের ঘনত্ব
ক্যালরিমিটারতাপ পরিমাপক যন্ত্র
থার্মোমিটারউষ্ণতা পরিমাপক যন্ত্র
থার্মোস্ট্যাটফ্রিজ, ইস্ত্রি, ওভেন ইত্যাদিতে স্থির তাপমাত্রা নিয়ন্ত্রণের যন্ত্র
পাইরোমিটারতারকাসমূহের (সূর্যের) উত্তাপ নির্ণায়ক
রোটামিটারতরলের প্রবাহ / flow of fluid নির্ণায়ক
টেনসিওমিটারতরলের পৃষ্ঠটান পরিমাপক যন্ত্র
অ্যামিটারবিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্র
গ্যালভানোমিটারক্ষুদ্র মাপের বিদ্যুৎ প্রবাহ নির্ণায়ক
ওহম মিটারপরিবাহীর রোধ নির্ণায়ক
ভোল্ট মিটারবৈদ্যুতিক বিভব বা চাপ পরিমাপক যন্ত্র
ইলেক্ট্রফেরাসবৈদ্যুতিক আবেশ দ্বারা চার্জ উৎপাদনের সরল যন্ত্র
ভ্যানডিগ্রাফবৈদ্যুতিক আবেশ দ্বারা চার্জ উৎপাদনের আধুনিক যন্ত্র
তড়িৎবীক্ষণ যন্ত্র / ইলেক্ট্রোস্কোপকোন বস্তুতে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণায়ক
স্ফিগমোম্যানোমিটারমানবেদেহের রক্তচাপ নির্ণায়ক
স্টেথোস্কোপহৃৎপিণ্ড ও ফুসফুসের শব্দ নিরূপক যন্ত্র
কার্ডিওগ্রাফহৃৎপিণ্ডের গতি নির্ণায়ক
ক্রেস্কোগ্রাফউদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক
ইনকিউবেটরডিম থেকে বাচ্চা ফুটানোর যন্ত্র
ড্রেজারপানির নিচে মাটি কাটার যন্ত্র
পাওয়ার থ্রেসারধান মাড়াইয়ের মেশিন
গ্রাডিমিটারপানির তলায় তেলের সঞ্চয় নির্ণায়ক যন্ত্র
জেনারেটরযান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরকরন যন্ত্র
পেরিস্কোপসাবমেরিন থেকে সমুদ্রের উপরের জাহাজ দেখার যন্ত্র
Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...