Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

জীববিজ্ঞানের শাখা

জীবের যে দুটি ধরন আমরা চারপাশে তাকালেই দেখতে পাই, সেগুলো হলো উদ্ভিদ এবং প্রাণী। তাই বহুদিন পর্যন্ত জীববিজ্ঞান পাঠের সুবিধার জন্য একে দুটি শাখায় ভাগ করে নেওয়ার প্রচলন ছিল: উদ্ভিদবিজ্ঞান এবং প্রাণিবিজ্ঞান। এ রীতি এখনও কিছুটা চালু আছে। যদিও জীববিজ্ঞান আজ এতটাই বিস্তৃতি লাভ করেছে যে শুধু দুটি শাখায় ভাগ করে এখন এর পাঠ আর চলবে না। এমন অনেক জীব আছে যা উদ্ভিদ বা প্রাণী কোনোটাই নয়। যেমন: ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি। আবার কখনো কখনো প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস প্রভৃতির কোনো সাধারণ বৈশিষ্ট্যকে একসাথে বিশ্লেষণ করার দরকার হয়, তখন আর জীবের ধরনভিত্তিক শাখা লাগসই হয় না। তাই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞান এখন বহুসংখ্যক শাখায় বিভক্ত হয়েছে। জ্ঞানের প্রায় প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত শাখাগুলোকে ভৌত বা মৌলিক এবং ফলিত এই দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। জীববিজ্ঞানও তার ব্যতিক্রম নয়। ভৌত শাখা বলতে সেসব শাখা বোঝানো হয়, যেখানে তার তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করাটা প্রয়োগ- সংক্রান্ত দিকের তুলনায় বেশি গুরুত্ব পায়। আর যেখানে প্রয়োগটাই বড়, সেটা হচ্ছে ফলিত শাখা।
 জীববিজ্ঞানের শাখা

ভৌত জীববিজ্ঞান

ভৌত জীববিজ্ঞান শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এতে সাধারণত নিচে উল্লিখিত বিষয়গুলো আলোচনা করা হয়:

  • Entomology : কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যা
  • Embryology : ভ্রুন সম্পর্কিত বিদ্যা। ভ্রুনের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন ও পরিপূর্ণ বিকাশ এ শাখার আলোচ্য বিষয়।
  • Genetics : জীনতত্ত্ব বা বংশগতি বিদ্যা। বংশগত গুণাবলি এক বংশ হতে অন্য বংশে কিভাব সঞ্চারিত হয় তার রীতি নীতি, সংকর প্রজনন ইত্যাদি এ শাখার আলোচ্য বিষয়।
  • Morphology : অঙ্গ সংস্থানবিদ্যা। জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এ শাখার আলোচ্য বিষয়। দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহিঃ অঙ্গসংস্থান (External Morphology) এবং দেহের অভ্যন্তরীণ বর্ণনার বিষয়কে অন্তঃ অঙ্গসংস্থান (Internal Morphology) বলা হয়।
  • Anatomy : শারীরস্থান বিদ্যা। ব্যবচ্ছেদের পর প্রাণিদেহের আভ্যন্তরীণ গঠন, বিভিন্ন তন্ত্রের অবস্থান এ শাখায় আলোচনা করা হয়।
  • Physiology : শারীরবিদ্যা। জীবদেহের নানা অঙ্গপ্রত্যঙ্গের জৈবরাসায়নিক কার্যাদি, যেমন: শ্বসন, রেচন, সালোকসংশ্লেষণ ইত্যাদি বিষয় এ শাখায় আলোচনা করা হয়। এছাড়া জীবের যাবতীয় শারীরবৃত্তীয় কাজের বিবরণ এ শাখায় পাওয়া যায়।
  • Cytology : কোষবিদ্যা । জীবদেহের কোষের গঠন, কার্যাবলি ও বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা এ শাখার বিষয়।
  • Histology : টিস্যু তত্ত্ব। জীবদেহের বিভিন্ন টিস্যুর আণুবীক্ষণিক গঠন, অবস্থান ও কাজ নিয়ে আলোচনা করা হয়।
  • Ecology : বাস্তুসংস্থানবিদ্যা। বাসস্থান বা পরিবেশের সাথে প্রাণীর মিথোস্ক্রিয়া, জীবকূলের মধ্য পারস্পরিক সম্পর্ক এ শাখার আলোচ্য বিষয়।
  • Evolution : বিবর্তন বা অভিব্যক্তি বিদ্যা। প্রাণির উৎপত্তি, ধারাবাহিক পরিবর্তন ও বিকাশ সম্বন্ধে আলোচনা করা হয়।
  • Taxonomy : শ্রেণিবিন্যাসবিদ্যা। বিভিন্ন প্রাণির নামকরণ ও শ্রেণীবিভাগ ইত্যাদির রীতিনীতি এ শাখার আলোচ্য বিষয়।
  • Toxicology : বিষ সম্পর্কিত বিদ্যা।
  • Herpetology : উভচর ও সরীসৃপ বিষয়ক বিদ্যা।
  • Ornithology : পাখি সম্পর্কিত বিদ্যা।
  • Ichthyology : মাছ সম্পর্কিত বিদ্যা
  • Anthropology : মানুষের উৎপত্তি ও বিকাশ সম্বন্ধীয় বিজ্ঞান।
  • Microbiology : অণুজীব বিষয়ক বিজ্ঞান।
  • Virology : ভাইরাস সম্পর্কিত বিজ্ঞান।
  • Bacteriology : ব্যাকটেরিয়া সম্পর্কিত বিজ্ঞান।
  • ফাইকোলজী : শৈবাল সম্পর্কিত বিজ্ঞান।
  • Mycology : ছত্রাক সম্পর্কিত বিজ্ঞান।
  • Parasitology : পরজীবী সম্পর্কিত বিজ্ঞান।
  • Helminthology : কৃমি সম্পর্কিত বিজ্ঞান।
  • Genetics : বংশগতিবিদ্যা বা জেনেটিক্স । জিন ও জীবের বংশগতিধারা সম্পর্কে এ শাখায় আলোচনা করা হয়।
  • Endocrinology : এন্ডোক্রাইনোলজি । জীবদেহে হরমোনের (hormone) কার্যকারিতা বিষয়ক আলোচনা এ শাখার বিষয়।
  • Biogeography : জীবভূগোল । এ শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি এবং অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয়। এটি জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের শ্রেণিবিভাগ সম্পর্কিত বিদ্যা।

ফলিত জীববিজ্ঞান

  • এপিকালচার (Apiculture) : মৌমাছি পালন বিজ্ঞান।
  • এভিকালচার (Aviculture) : পাখি পালন বিজ্ঞান।
  • পিসিকালচার (Pisciculture/Fishery) : মৎস্যচাষ বিজ্ঞান।
  • সেরিকালচার (Sericulture) : রেশম চাষ বিজ্ঞান।
  • প্রনকালচার (Prawn cultue) : চিংড়ি চাষ বিষয়ক বিজ্ঞান।
  • পার্ল কালচার (Pearl cullure) : মুক্তা চাষ বিষয়ক বিজ্ঞান।
  • ফ্রগ কালচার (Frog culture) : ব্যাঙ চাষ বিষয়ক বিজ্ঞান
  • অ্যানিম্যাল হাজবেনড্রি (Animal husbandry): গবাদি পশুপালন বিদ্যা।
  • পোলট্রি ফার্মিং (Paultry Farming) : হাসমুরগি পালন বিদ্যা।
  • হর্টিকালচার (Horticulture) : উদ্যান পালন বিদ্যা।
  • জীবাশ্মবিজ্ঞান ( Palaeontology ) : প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান।
  • জীবপরিসংখ্যানবিদ্যা (Biostatistics): জীবপরিসংখ্যান-বিষয়ক বিজ্ঞান।
  • পরজীবীবিদ্যা (Parasitology): পরজীবিতা, পরজীবী জীবের জীবনপ্রণালি এবং রোগ সম্পর্কিত বিজ্ঞান।
  • মৎস্যবিজ্ঞান (Fisheries): মাছ, মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান।
  • বনবিজ্ঞান (Forestry): বন, বন সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান।

চিকিৎসা বিজ্ঞান (Medical Science):

মানবদেহ, রোগ, চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। নিচে এর শাখাগুলোর নাম :

  • Osteology : হাড় বিষয়ক চিকিৎসা বিজ্ঞান।
  • Opthalmology : চোখ বিষয়ক চিকিৎসা বিজ্ঞান।
  • Radiology : রঞ্জন রশ্মি সম্পর্কিত বিজ্ঞান।
  • Dermatology : চর্ম বিষয়ক চিকিৎসা বিজ্ঞান ।
  • Neurology : স্নায়ু সম্পর্কিত চিকিৎসা বিজ্ঞান।
  • Nephrology : রেচনতন্ত্র সম্পর্কিত চিকিৎসা বিজ্ঞান।
  • Paediatrics : শিশুদের চিকিৎসা বিজ্ঞান।
  • Geriatrics : বয়স্ক ব্যক্তিদের সম্পর্কিত রোগকে বলে জেরিয়াট্রিক্স।

অন্যান্য

  • Archaeology : প্রত্নতত্ত্ব, মানুষ ও প্রাচীন ধ্বংসাবশেষ সম্বন্ধীয় বিজ্ঞান।
  • Astrology : নক্ষত্র দেখে ভবিষ্যৎবাণী করার শাস্ত্র।
  • Astromony : জ্যোতিষ শাস্ত্র, সূর্য, চাঁদ নক্ষত্র, গ্রহ সম্বন্ধীয় বিজ্ঞান।
  • Geology : ভূতত্ত্ববিদ্যা।
  • Meteorology : আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত বিজ্ঞান।
  • Philately : ডাকটিকিট সংগ্রহ সম্পর্কিত বিজ্ঞান।
  • Philogy : ভাষা সম্পর্কিত বিজ্ঞান।
  • Aeronautics : বিমান চালনা বিদ্যা।
  • Agriculture : কৃষিবিজ্ঞান । কৃষিবিষয়ক বিজ্ঞান।
  • Genetic Engineering : জিনপ্রযুক্তি । জিনপ্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান।
  • Biochemistry : প্রাণরসায়ন । জীবের প্রাণরাসায়নিক কার্যপ্রণালি, রোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান।
  • Environmental Science : পরিবেশবিজ্ঞান । পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান।
  • Marine Biology : সামুদ্রিক জীববিজ্ঞান । সামুদ্রিক জীব সম্পর্কিত বিজ্ঞান।
  • Biotechnology : জীবপ্রযুক্তি । মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান।
  • Pharmacy : ফার্মেসি । ঔষধশিল্প ও প্রযুক্তিবিষয়ক বিজ্ঞান।
  • Wildlife : বন্য প্রাণিবিদ্যা । বন্যপ্রাণী বিষয়ক বিজ্ঞান।
  • Bioinformatics : বায়োইনফরমেটিকস্ । কম্পিউটার প্রযুক্তিনির্ভর জীববিজ্ঞানভিত্তিক তথ্য, যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান।
Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...