Taq Question
Definition: সাধারণত কথোপকথনের সময় বাক্যের শেষে যে সমর্থনসূচক প্রশ্ন যুক্ত করা হয় তাকে Tag Question বলে।
✔ Rule-01: Tag Question এর সময় positive বা affirmative statement এ negative tag এবং Negative statement এ affirmative tag ব্যবহৃত হয়। সেই সাথে statement এর শেষে কমা (,) এবং Tag question টির শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন-
01. He can go to the college by bus,----- ? [ DU 'A' 08-09 ]
(A) won't he (B) must he (C) can't he (D) will he
উত্তর: (C) can't he
02. We didn't play very well today, ----? [ DU. 'A' 07-08 ]
(A) did we (B) could we (C) should we (D) must we
উত্তর: (A) did we
✔ Rule-02: Negative Tag এ auxiliary verb গুলোর সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। যেমন-
পূর্ণরূপ | সংক্ষিপ্ত রূপ |
---|---|
am not | aren't |
is not | isn't |
are not | aren't |
do not | don't |
does not | doesn't |
did not | didn't |
was not | wasn't |
were not | weren't |
had not | hadn't |
have/has not | haven't/ hasn't |
shall not | shan't |
should not | shouldn't |
will not | won't |
would not | wouldn't |
may not | mayn't |
might not | mightn't |
can not | can't |
could not | couldn't |
must not | musn't |
need not | needn't |
01. They have tried but failed------? [ DU 13-14, Unit-B ]
(A) haven't they (B) aren't they (C) don't they (D) didn't they
উত্তর: (A) haven't they
02. I am just hopeless at telling jokes'------ [ CU 05-06 ]
(A) aren't I? (B) aren't? (C) amn't? (D) am I? (E) isn't?
উত্তর: (A) aren't I?
✔ Rule-03: বাক্যের Subject টি বস্তুবাচক/প্রাণীবাচক Singular নাম বুঝালে এদের পরিবর্তে শেষে it বসে।
Ex: The book is excellent,----? = isn't it?
❖ কিন্তু বস্তুবাচক এবং প্রাণীবাচক Plural নাম থাকলে এদের পরিবর্তে They বসে।
Ex: The books are old,-? = aren't they?
✔ Rule-04: বাক্যের subject Collective Noun যেমন (cattle, sheep, army, flock, audience, group, bundle, jury, nation, etc) এর পর plural verb থাকলে এদের পরিবর্তে They বসে।
Ex: The cattle are grazing in the field,----? = aren't they?
❖ কিন্তু Collective Noun এর পর Singular verb থাকলে এদের পরিবর্তে it বসে।
Ex: The team is disqualified,-----? [ DU, B Unit-2011-12 ]
(A) isn't it (B) wasn't (C) hasn't it (D) doesn't it
উত্তর: (A) isn't it
✔ Rule-05: বাক্যের Subject টি Material Noun (Milk, water, rice, oil, tea, ink, any gas, smoke, air, gold, coal, iron, wood etc.) থাকলে এদের পরিবর্তে it বসে।
Ex: Milk is white.---? = isn't it?
✔ Rule-06: বাক্যের subject টি Abstract Noun (Kindness, truthfulness, honesty, love, education, happiness etc.) থাকলে এদের পরিবর্তে it বসে।
Ex: Kindness is a great virtue,----? = isn't it?
✔ Rule-07: বাক্যের subject টি The baby, The little child, The little girl থাকলে এদের পরিবর্তে it বসে।
Ex: The baby is coming towards me.----? = isn't it?
✔ Rule-08: কিছু gerund বাচক শব্দ (Walking, swimming, smoking, etc.) বাক্যের প্রথমে থাকলে এদের পরিবর্তে it বসে ।
Ex: Walking is good for health, ---? = isn't it?
✔ Rule-09: Subject টি প্রাকৃতিক বস্তু (Moon, sun, river, hill, valley etc) থাকলে এদের পরিবর্তে it বসে।
Ex: The moon shines at night,----? = doesn't it
✔ Rule-10: দেশের নাম হলে it/she বসানো হয়।
Ex: Bangladesh is our motherland, ----? = isn't she/it?
এখানে she ব্যবহার করাই উত্তম কারণ বাংলাদেশ আমাদের মাতৃভূমি। আর "মা"কে she ধরে she বসানোই উত্তম তবে অন্য দেশের নামে দেয়া থাকলে সেখানে she নয় it বসাতে হবে।
Ex: India is our neighboring country,----? = isn't it?
✔ Rule-11: Allah এর নাম প্রথমে থাকলে শেষে He দিতে হয়।
Ex: Allah is almighty,....? isn't He?
✔ Rule-12: বাক্যে সাহায্যকারী verb এবং Modal Auxiliary verb দেয়া না থাকলে বাক্যটি present tense হলে do/does এবং past tense হলে did বসাতে হয়। যেমন-
Example:
01. Banks close at 4p.m.,---- ? = don't they
02. The girl broke the cup,---- ? = didn't she
03. She often visits her home town,-----? = doesn't she
✔ Rule-13: বাক্যের subject টি All of us, all of them, most of them, most of the people থাকলে শেষে they বসে।
Example:
All of them support him.----? = don't they?
Most of them were clever,----? = Weren't they?
✔ Rule-14: বাক্যের প্রথমে All, Everybody, Everyone, Somebody, Nobody, None, No, One, Neither এবং Plural নাম থাকলে শেষে They বসে।
Ex: Everybody went there,-----? didn't they?
✔ Rule-15: s/es যুক্ত দেখে অনেকেই does বসাতে চায় কিন্তু সব সময় হয় না। যেহেতু Everybody এর পরিবর্তে They বসে এবং they এরপর do বসে। তাই s/es যুক্ত থাকার পরও does হবে না।
❖ মূল কথা হচ্ছে প্রথমে Subject অনুযায়ী কি বসবে তা নির্ধারণ করে do/does/did বসাতে হবে।
Ex: Everyone likes the program,----? = don't they?:
✔ Rule-16: Negative Word বাক্যে থাকলে not যুক্ত করতে হয় না, positive tag হয়। এগুলো হচ্ছে Nobody, None, No one, neither, no, hardly, few, scarcely, seldom, barely, never, don't, nothing, not little ইত্যাদি ।
Ex: He never goes out with his dog,----? = does never he
✔ Rule-17: বাক্যের প্রথমে Nothing, Something, anything, everything থাকলে শেষে it হয়। Nothing থাকলে anything ও বসানো হয়।
Example:
Nothing is impossible,---? = is it?
Nothing is unnecessary,---? = is anything?
✔ Rule-18: কিছু কিছু verb আছে যাদের Present, Past এবং participle form একই। এগুলো নিচে দেওয়া হলো:
Present | Past | Past Participle |
---|---|---|
Put | Put | Put |
Cut | Cut | Cut |
Hurt | Hurt | Hurt |
Read | Read | Read |
Hit | Hit | Hit |
shut | shut | shut |
Wed | Wed | Wed |
Spread | Spread | Spread |
Ex: I cut the wood,---- ? don't?/didn't I?
❖ এখানে do / did দু'টিই বসানো যাবে যেহেতু Present এবং Past form একই।
Ex: She put her hand to my hand,-----? = don't?/didn't she?
এখানে Put না থেকে Puts থাকলে doesn't she হতো।
মনে রাখতে হবে (He, she, it এবং singular নাম) ছাড়া অন্য Sub: থাকলে do এবং did উভয়ই বসানো যায়।
✔ Rule-19: What যুক্ত Exclamatory বাক্যে it দিতে হয়।
Ex: What a nice book it is, -? = isn't it?
✔ Rule-20: আমরা জানি Man শব্দটি Singular কিন্তু Man দ্বারা যদি সমগ্র মানবজাতিকে বোঝায় তাহলে শেষে They বসে।
Ex: Man is mortal, --? = aren't they?
✔ Rule-21: Imperative বাকোর মাধ্যমে যদি কোন advice / order বোঝানো হয় তাহলে শেষে will you / Won't you? বসাতে হয়।
Example:
01. Shut the door,----? = won't you?
02. Come and see me tomorrow, ---? = will you?
✔ Rule-22: বাক্যের প্রথমে Let's/Let us থাকলে তা দ্বারা যদি কোন proposal বোঝায় শেষে Shall we? বসে।
Ex: Let's have a party,---? = shall we?
✔ Rule-23: বাক্যের প্রথমে it/there থাকলে it/there ই বসে ।
Ex:
It is new,---? = isn't it?
There are many stars in the sky,----? = aren't there?
✔ Rule-24 : বাক্যে pronoun এর antecedent ব্যবহৃত হলে antecedent টি যে pronoun কে নির্দেশ করে সেই pronoun অনুসারে tag question করতে হয়।
Ex: It is man who pollutes the environment,---? isn't he?
এখানে subject হচ্ছে man তাই he বসানো হয়েছে।
Ex: It is health which is wealth,---? = isn't it?
এখানে subject হচ্ছে health তাই it বসানো হয়েছে।
Ex: It is I who am a poor boy,----? = aren't I?
✔ Rule-25: If যুক্ত বাক্যের ২য় অংশ দেখে tag question বসাতে হয়।
Ex: If you study well, you will do better, ? = won't you?
If they came, I would go,----? = wouldn't I?
✔ Rule-26: Exclamatory বাক্যে যখন সাহায্যকারী verb দেয়া থাকে না সেখানে is ধরে নিতে হয় এবং এই সমস্ত বাক্যে সাহায্যকারী verb এরপর It ও ধরে নিতে হয়। যেমন:
Example:
How old, --? = isn't it?
What a strange, -- ? = isn't it?
❖ Tag Questions করার সময় যে জিনিসটি তোমার বেশি খেয়াল রাখতে হবে তা হলো বাক্যটিতে একটি না দুটি sentence দেয়া আছে। একটি দেয়া থাকলে স্বাভাবিকভাবে হবে। আর দুটি বাক্য দেয়া থাকলে ১ম বাক্যের নয় বরং ২য় বাক্যে tag negative নিতে হয়।
Ex: Nafeez is reading a book. He will go to college, ---? = won't he?
❖ এখানে দ্বিতীয় বাক্য অনুযায়ী সাহায্যকারী verb will এর tag Negative form won't বসানো হয়েছে।
You don't know our present state. Now father has maintain a very large family,...? = hasn't he?
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. He has a cold bath every morning, --- ? [ স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটর ২০১৮]
- does he
- doesn't he
- did not
- won't he
২. I am going to be invited too, – ? [ স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটর ২০১৮]
- am not I
- was not
- aren't I
- am I
৩. She won't dance in the party,---- [ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা (সাধারণ) ২০১৮]
- will she?
- will not she?
- would she?
- wouldn't she?
৪. Choose the correct tag question : 'I ought to complain,------ ? [ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৮]
- don't I
- shouldn't I
- won't I
- oughn't I
৫. Choose the correct question tag to complete the sentence below: 'You have deteced the problem already,—? [রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (ব্রিজ) ২০১৮ ]
- have you
- didn't you
- isn't it
- haven't you
৬. He used to work in the city,---- ? [ সমাজসেবা অধিদপ্তরের হাউজ পেরেন্ট কাম টিচার ২০১৮]
- had he
- does he
- has he
- didn't he
৭. She has been there before, --? [ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিগ্রাউন্ড সার্ভিস অ্যাসিসটেন্ট ২০১৮ ]
- hasn't she?
- isn't she?
- doesn't she?
- haden't she?
৮. Kaiser Huq writes in English - [সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার -২০১৩ ]
- don't he?
- doesn't he?
- didn't he?
- does he?
৯. Choose the appropriate tag of 'Don't make a noise' -? [ সাধারণ পুলের আওতায় বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার, উপসহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬]
- shan't you?
- do you?
- isn't it?
- will you?
১০. Choose the appropriate tag : He can go to University by bus, – ? [ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বিআরটিএ'র মোটরযান পরিদক ২০১৭ ]
- won't he
- must he
- can't he
- will he
১১. You'll remember to call me----. [পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তর পরিসংখ্যান কর্মকর্তা ২০১৭ ]
- will you?
- would you?
- won't you?
- wouldn't you?
১২. Choose the correct question tag to complete the sentence below: You have bought the book already,—? [স্বাস্থ্য মন্ত্রণালয়েল অধীনে সহকারী প্রকৌশলী (সিভিল) ১৭ ]
- isn't it
- haven't you
- didn't you
- did you
১৩. Open the door--? [ রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী ২০১৭ ]
- will you
- do you
- don't you
- haven't you
১৪. Which of these sentences is correct ? [ রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী ২০১৭ ]
- You would rather go yourself, had you?
- You would rather go yourself, had't you?
- You would rather go yourself, wouldn't you?
- You would rather go yourself, would you?
১৫. The boy was really lucky ---- ? To fill the gap we need- [ বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭]
- Did he?
- Didn't he?
- Was he?
- Wasn't he?
১৬. Add question tag to the following sentence : He is not a liar. [ বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ২০১৭ ]
- is he?
- isn't he?
- won't he?
- doesn't he?
১৭. Choose the correct words to fill in the blank : Everybody hates a liar --- ? [স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭ ]
- doesn't he
- don't he
- don't they
- isn't it
১৮. Chose the correct tag 'Anjuman knows how to swim ....? question, [মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (উচ্চমান সহকারী)-২১ ]
- don't she
- does she
- doesn't she
- do she
১৯. Choose the correct tag question of the sentence: Zahara knows how swim....... .? [ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর অধীনে সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগ পরীক্ষা-২০২০]
- don't she
- does she
- doesn't she
- do she
২০. Chose the correct tag question, 'Anjuman knows how to swim ....? [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ল্যাবরেটরী সহকারী)-২১]
- don't she
- does she
- doesn't she
- do she
২১. Choose the correct tag. I am going to fall in love— [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (মেডিকেল অফিসার/ এরোড্রোম সহকারী)-২১ ]
- I am not
- am n't I
- aren't I
- Both খ and গ
২২. Choose the appropriate question tag: You like vegetables, __? [পররাষ্ট্র মন্ত্রণালয় সুপারিনটেনডেন্ট ২০১৯ ]
- do you
- don't you
- aren't you
- isn't it
২৩. Choose the appropriate tag of 'Don't c) arent' you? make a noise, .............? [জীবন বীমা কর্পোরেশন (উচ্চমান সহকারী)-২১ ]
- will you
- shan't you
- do you
- isn't it
২৪. She looks very beautiful today, ____? [বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: সিকিউরিটি অফিসার ২০১৯ ]
- is it
- does she
- doesn't she
- isn't it
২৫. The right expression for 'Am I not?' [ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (নিরাপত্তা অফিসার)-২১ ]
- aren't I?
- am not?
- amn't?
- am not I?
২৬. Let's go to the play ground,-----.? [ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে থানা পরিসংখ্যান পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]
- shall we
- do we
- don't we
- aren't they
২৭. Choose the correct tag: [বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে থানা পরিসংখ্যান পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]
- Rabi is a good boy, is he?
- Rabi is a good boy, is it?
- Rabi is a good boy, has he?
- Rabi is a good boy, is not he?
২৮. Tag question of “All's well that ends well”. [বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে থানা পরিসংখ্যান পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]
- doesn't it
- does it
- isn't it
- Is it
২৯. He seems to be happy with his Tag Questions He achievement------? [উপজেলা/আরবান প্রোগ্রামঃ কো-অর্ডিনেটর ২০২০ ]
- wasn't he
- has he
- Isn't he
- doesn't he
৩০. Choose the correct tag: ’Let me do the work,—? [ শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৫]
- shall we
- isn't it
- will you
- shon't it
৩১. Which is correct. [পেট্রোবাংলা হিসাব সহকারী ২০১৯ ]
- Mr. Rahman teaches very well, isn't he?
- Mr. Rahman teaches very well, doesn't he?
- Mr. Rahman teaches very well, didn't he?
- Mr. Rahman teaches very well, weren't he?
৩২. It isn't very hot day,------? [বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: সিকিউরিটি অফিসার ২০১৯ ]
- isn't
- is it
- isn't it
- is it not
৩৩. Let's have a cup of tea, ----? Add a question tag to this sentence. [ বিআরডিবি'র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ২০১২]
- have we?
- haven't we?
- shall we?
- shan't we?
৩৪. Fill in the gap with appropriate question tag. I need some books, –? [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট ২০১৫]
- don't I
- do I
- need I
- needn't I