The Gender Change | Definition, Types , & List
What is gender?
নিচের উদাহরণগুলো পড়ঃ
He is a good man.
She is a good woman.
Biva looks after her (his নয় ) goats.
উপরের উদাহরণগুলোতে He, she, man, woman, her-এর ব্যবহার লক্ষ্য করেছ তো? প্রথম sentence-এ he ব্যবহৃত হয়েছে বলে man ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় বাক্যের subject হল she আর এজন্যেই woman ব্যবহৃত হয়েছে। Biva যেহেতু একটি মেয়ের নাম, সেহেতু his ব্যবহৃত না হয়ে her ব্যবহৃত হয়েছে। তাহলে দেখা গেল স্ত্রী বা পুরুষ বুঝাতে word এর ব্যবহারও পাল্টাতে হয়েছে। যেসব word দ্বারা স্ত্রী, পুরুষ ইত্যাদি লিঙ্গ ভেদ বুঝায় তাদেরকে বলে gender.
What in nature is called the different of sex is in grammar called the different of Gender - Nesfield.
Classification of Gender
Gender চার প্রকার। যথা :
1. Masculine gender (পুংলিঙ্গ)
2. Feminine gender (স্ত্রীলিঙ্গ)
3. Common gender (উভয়লিঙ্গ)
4. Neuter gender (ক্লীবলিঙ্গ)
DISCUSSION AND EXAMPLES (আলোচনা এবং উদাহরণ)
1. Masculine gender : যে সব word দিয়ে পুরুষ জাতি বুঝায় তাদের masculine gender হয় বা ঐ সব Noun বা Pronoun কে masculine noun বলে । যেমন : Rahin, father, uncle, he, grandfather, boy ইত্যাদি ।
2. Feminine gender : যে সব Noun বা Pronoun স্ত্রী জাতি বুঝায় তাদের feminine gender হয়। যেমন : Mother, grandmother, aunt, she, sister ইত্যাদি।
3. Common gender : যে সব word দিয়ে একই সাথে পুরুষ এবং স্ত্রী উভয়ই বুঝানো যায় তাদের common gender হয়। যেমন : student (ছাত্র/ছাত্রী), lawyer (উকিল), orphan (এতিম), parent (মা, বাবা), friend, cousin (চাচাত, খালাত, ফুফাত, মামাত ভাই বা বোন), person (ব্যক্তি নারী বা পুরুষ), they (তারা) ইত্যাদি।
4. Neuter gender : যে সব word স্ত্রী বা পুরুষ কোনটি না বুঝিয়ে অচেতন বস্তুকে বুঝায় তাদের neuter gender হয়। যেমন: Table, chair, sky, iron, it, that ইত্যাদি।
Gender Change List
Masculine Gender কে Feminine Gender-এ পরিবর্তনের নিয়ম :
সাধারণত চারটি প্রধান উপায়ে Masculine Gender-কে Feminine Gender-এ পরিবর্তন করা যায় :
1. ভিন্ন শব্দ ব্যবহার করে ।
2. Masculine Gender- এর সাথে 'ess' যোগ করে ।
3. Masculine Gender-এর আগে ও পরে পুরুষবাচক শব্দের পরিবর্তে স্ত্রীবাচক শব্দ যোগ করে ।
4. Masculine Gender- এর সাথে a , ine, trix যোগ করে ।
1. ভিন্ন শব্দ ব্যবহার করে ।
Masculine | Feminine |
---|---|
Father | Mother |
Sir | Madam |
Brother | Sister |
Bull, Ox | Cow |
Uncle | Aunt |
Dog | Bitch |
Nephew | Niece |
Fox | Vixen |
Husband | Wife |
Horse | Mare |
Man | Woman |
Boar (শূকর) | Sow (শূকরী) |
Male | Female |
Buck | Doe |
Gentleman | Lady |
Drake (পাঁতিহাস) | Duck |
Lord | Lady |
Drone (মৌমাছি) | Bee |
King | Queen |
Gander (রাজহাঁস) | Goose |
Bachelor | Maid |
Ram | Ewe |
Monk (সন্ন্যাসী) | Nun |
Stag (হরিণ) | Hind |
Widower (বিপত্মীক) | Widow |
Wizard (ডাইন) | Witch |
Beau (ফুলবাবু) | Belle |
Boy | Girl |
Bridegroom | Bride |
Cock | Hen |
Colt (অশ্বশাবক) | Filly |
Daddy | Mummy |
Hart (হরিণ) | Roe |
Lad | Lass |
Papa | Mamma |
Son | Daughter |
Swain (বনদেবতা) | Nymph |
Tailor | Seamstress |
2. Masculine Gender- এর সাথে 'ess' যোগ করে ।
A. Masculine-এর মূল শব্দের কোনরূপ পরিবর্তন না করে :
Masculine | Feminine |
---|---|
Author | Authoress |
Mayor | Mayoress |
Baron | Baroness |
Patron | Patroness |
Count | Countess |
Peer | Peeress |
Giant | Giantess |
Poet | Poetess |
Heir | Heiress |
Priest | Priestess |
Host | Hostess |
Prophet | Prophetess |
Jew | Jewess |
Shepherd | Shepherdess |
Lion | Lioness |
Steward | Stewardess |
Manager | Manageress |
Viscount | Viscountess |
God | Goddess |
B. Masculine Noun-এর শেষ syllable এর vowel বাদ দিয়ে ess যোগ করে :
Masculine | Feminine |
---|---|
Actor | Actress |
Prince | Princess |
Abbot (মঠাধ্যক্ষ) | Abbess |
Preceptor (উপদেষ্টা) | Preceptress |
Conductor | Conductress |
Seamster (দরজি) | Seamstress |
Duke | Duchess |
Songster (গায়ক) | Songstress |
Emperor | Empress |
Master | Mistress |
Enchanter(জাদুকর) | Enchantress |
Murderer | Murderess |
Governor | Governess |
Tempter(প্রলোভনকারী) | Temptress |
Benefactor | Benefactress |
Tiger | Tigress |
Hunter | Huntress |
Traitor (বিশ্বাসঘাতক) | Traitress |
Instructor | Instructress |
Waiter | Waitress |
Director | Directress |
Warder (প্রহরী) | Wardress |
Founder | Foundress |
Tutor | Tutress |
Inspector | Inspectress |
Sorcerer (জাদুকর) | Sorceress |
Nigro | Nigress |
Porter | Pottress |
C. Masculine Noun-এর সাথে অনিয়মিতভাবে ess যোগ করে :
Masculine | Feminine |
---|---|
Abbot | Abotess |
Master | Miss |
Master | Mistress |
3. Compound Noun এর Masculine অংশটির Feminine ব্যবহার করে :
(ক) প্রথমাংশ পরিবর্তন করে :
Masculine | Feminine |
---|---|
Mankind (মানসুলভ ) | Womankind |
Billy-goat | Nanny-goat |
Male-servant | Maid-servant |
Cock-sparrow | Hen-sparrow |
Duck-rabbit | Doe- rabbit |
He-goat | She-goat |
Bull-calf | Cow-calf |
He-bear | She-bear |
Brother-in-law | Sister-in-law |
He-ass | She-ass |
Father-in-law | Mother-in-law |
Male-child | Female-child |
Milkman (গোয়ালা) | Milkmaid |
Son-in-law | Daughter-in-law |
(খ) দ্বিতীয়াংশ Masculine পরিবর্তন করে :
Masculine | Feminine | |
---|---|---|
School-Master | School-mistress | |
Beggarman | Beggarmaid | |
Washerman | Washerwoman | |
Foster-father | Foster-mother | |
Landlord | Landlady | |
Gentleman | Gentlewoman | |
Godfather | Godmother | |
Grandpa | Grandma | |
Step-brother | Step-sister | |
Step-brother | Step-mother | |
Grandfather | Grandmother |
4. বিদেশী ভাষা হতে আগত Masculine Noun-কে a, trix , ine ইত্যাদি যোগ করে Feminine করা যায়।
Masculine | Feminine |
---|---|
Don | Dona, Donna |
Hero | Heroine |
Infant | Infanta |
Sultan | Sultana |
Administrator | Administratrix |
Executor | Executrix |
Testator | Testatrix |
Czar | Czarina |
কতগুলো Feminine Noun-এর কোন Masculine form নেই। এরা সর্বদাই Feminine রূপে ব্যবহৃত হয়। এদের নিত্য Feminine বলে ।
Amazon | Shrew |
Virgin | Nurse |
Blonde | Drab |
Siren | Coquette |
Flirt | Dowager |
Housewife | |
বি.দ্র. Blonde এর আর এক রূপ হচ্ছে Blond যা উভয়লিঙ্গ নির্দেশ করে । |
কতগুলো Masculine Noun আছে যাদের কোন Feminine form নেই ।
Captain | Judge |
Chairman | Coward |
Knight | Squire |
Parson |
কতগুলো Noun সর্বদা Common Gender-রূপে ব্যবহৃত হয়।
Baby | Cousin |
Child | Friend |
Pupil | Parent |
Infant | Person |
Spouse | Relative |
Orphan | Student |
Beggar | Enemy |
Writer |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. Which gender is the word 'orphan'? [৪৩তম বিসিএস ]
- neuter
- feminine
- Common
- masculine
২. Which one of the following is a common gender ? [ ৪১তম বিসিএস]
- king
- sovereign
- emperor
- queen
৩. Which one of the following words is masculine ? [ ৪০তম বিসিএস / বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর)-২১/ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (উচ্চমান সহকারী)-২১/ বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়ে অডিটর পদে নিয়োগ পরীক্ষা-২১ ]
- mare
- lad
- pillow
- pony
৪. What is the masculine gender of 'mare' ? [ ৩৪তম বিসিএস]
- Mermaid
- Bear
- Stallion
- Dog
৫. Which is the feminine form of 'Captain' ? [ কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস (সিজিএ), অডিটর-২২ ]
- Coward
- Knight
- Czarina
- None of them
৬. Identity the masculine gender ? [জীবন বীমা কর্পোরেশন (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) -২১ ]
- The Moon
- The Sun
- The Earth
- Spring
৭. The masculine gender of the word ‘spinster' is— [কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (উপ-সহকারী কৃষি কর্মকর্তা)-২১/ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী ২০১৭ ]
- unattached
- single
- bachelor
- divorced
৮. What is the masculine gender of 'mare' ? [ কারিগরি শিক্ষা অধিদপ্তর (হিসাব সহকারী/ অফিস সহকারী কাম of কম্পিউটার অপারেটর)-২১/ পরিবেশ অধিদপ্তরের অধীনে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা-২০২০/ জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা ২০১৫]
- Mermaid
- Horse
- Dog
- Bear
৯. Which one is the opposite gender 'Poet'? [শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহায়ক) -২১ ]
- Poetress
- Poetess
- Female
- Poet
১০. What is the feminine gender of 'Bullock' [ দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ (সহকারী ব্যবস্থাপক) -২১]
- filly
- heifer
- doe
- cow
১১. Select the masculine gender. [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ক্লার্ক-কাম-টাইপিস্ট)-২১/ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের এস্টিমেটর ২০১৮]
- duck
- ewe
- ram
- mare
১২. What is the masculine gender of 'filly' ? [ প্রবাসী কল্যাণ ব্যাংক (ক্যাশ অফিসার)-২১]
- Ram
- Colt
- Southern
- Buck
১৩. Choose my computer is out of order. Here computer is - [বাংলাদেশ টেলিভিশন (অফিস সহকারী) নিয়োগ পরীক্ষা-২১ ]
- Masculine gender
- Feminine gender
- neuter gender
- common gender
১৪. What is the feminine gender of the word ‘tiger’ ? [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ক্যাশিয়ার/ স্টোর কিপার)-২১/ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক – ২০১২]
- Tigress
- tigers
- tigres
- tigress
১৫. Which one is in 'feminine gender' form ? [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ল্যাবরেটরী সহকারী)-২১/ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ২০১৯ / পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা ২০১৮/ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী ২০১৬]
- nun
- boar
- drone
- emperor
১৬. Masculine gender for bee is- [ খাদ্য অধিদপ্তর (উচ্চমান সহকারী)-২১/ মেডিক্যাল ভর্তি পরীক্ষা ২০২১/ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (প্রকিউরমেন্ট অফিসার/ ইন্সপেক্টর)-২১/ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রদর্শক (সকল বিষয়)-২১/ সরকারি মাধ্যমিক বিদ্যালয়: সহকারী শিক্ষক ২০১৯/ প্রাক-প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫/পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার-২০১২, গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) - ২০১১]
- witch
- drone
- nun
- mare
১৭. Which one of the following is a masculine gender ? [ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (মেডিকেল অফিসার / এরোড্রোম সহকারী)-২১]
- doe
- wizard
- testatrix
- Friend
১৮. Which of the following in the feminine gender of 'Deer' ? [ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপক, ২০২১/ আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের অধীনে অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা-২০২০/ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) : ২০১৯ / পেট্রোবাংলা হিসাব সহকারী ২০১৯]
- Mate
- Duck
- Doe
- Buck
১৯. Opposite gender of 'Administrator' is— [ জীবন বীমা কর্পোরেশন (উচ্চমান সহকারী)-২১]
- Female Aduministrator
- Administratess
- Administratrix
- Administrix
২০. Which one is in feminine form ? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে ওয়ারলেস অপারেটর-২০২১]
- Deer
- Bee
- Bull
- Horse
২১. Identify masculine gender — [ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে সহকারী প্রোগ্রামার – ২০২০]
- Spinster
- Ewe
- Sow
- Stag
২২. Change the Gender --- Dog: [বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর নিয়োগ পরীক্ষা-২০২০ ]
- Bich
- Beach
- Vixen
- Bitch
২৩. Change the Gender – Fox. [ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর নিয়োগ পরীক্ষা-২০২০/ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর - ২০১৪]
- Foxen
- Foxin
- Ox
- Vixen
২৪. Which of the following in feminine gender ? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর পদে নিয়োগ পরীক্ষা-২০২০/ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের বিল্ডিং ওভারশিয়ার ২০১৮/ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার ২০১৮]
- host
- cock
- mare
- drake
২৫. Find out the masculine gender. [ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (DMLC) এর নিয়োগ পরীক্ষা ২০২১/ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এস্টিমেটর ২০১৯/ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) : ২০১৯ / বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি (G ইউনিট): ১৬-১৭ ]
- Drake
- Princess
- Ewe
- Nieces
২৬. ‘Duchess' is feminine of - [ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনঃ ১৩- ১৬তম গ্রেড এর কর্মচারী ২০১৯/তথ্য মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ক্যামেরাম্যান ২০১৯)/ প্রাক-প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫/উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা – ২০১০]
- Dutchman
- Duke
- Earl
- Dramatist
২৭. Feminine gender of 'Man' [ পরিবেশ অধিদপ্তরের অধীনে ল্যাবরেটরি এটেনডেন্ট পদে নিয়োগ পরীক্ষা-২০২০ ]
- Boy
- Girl
- Female
- Woman
২৮. The Feminine of `ram' is [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (দ্বিতীয় ধাপ) ২০১৯ ]
- Ewe
- Hind
- Mare
- Sow
২৯. The feminine form of the word 'Author' is: [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (প্রথম ধাপ) ২০১৯/ গণপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারী ২০১৬]
- Authors
- Authorss
- Authoress
- Authores
৩০. Which of the following word can be used as both masculine and feminine ? [ তথ্য মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ক্যামেরাম্যান ২০১৯/ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বিআরটিএ'র মোটরযান পরিদক ২০১৭]
- actor
- gander
- spinster
- spouse
৩১. Identify the feminine gender : [ সরকারি মাধ্যমিক বিদ্যালয়: সহকারী শিক্ষক ২০১৯ ]
- buck
- bitch
- groom
- actor
৩২. 'Wisdom' is an example of------- gender. [ বাংলাদেশ বেতার সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর/হিসাব সহকারী/অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ২০১৯]
- masculine
- feminine
- neuter
- common
৩৩. What is the feminine gender of 'swain' ? [ বাংলাদেশ বেতারের সহ-সম্পাদক ২০১৯/ সমাজসেবা অধিদপ্তরের হাউজ পেরেন্ট কাম টিচার ২০১৮]
- swainess
- witch
- nymph
- bitch
৩৪. What is the feminine gender of the word 'earl' ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার পরিকল্পনা সহকারী/পরিবার পরিকল্পনা পরিদর্শক ২০১৮ ]
- Lady
- queen
- countess
- heroine
৩৫. Which one of the following words is different form the others ? [পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার পরিকল্পনা সহকারী/পরিবার পরিকল্পনা পরিদর্শক ২০১৮ ]
- stag
- mare
- vixen
- witch
৩৬. Opposite gender of 'lady' is - [ জুডিশিয়াল সার্ভিস কমিশন গৃহীত জজ ৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা - ২০১৪]
- baroness
- lord
- duchess
- Laddie
৩৭. Which one of the following is a neuter gender ? [ যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার ২০১৮]
- student
- chairmany
- vixen
- table
৩৮. Which one of the following is a masculine gender ? [যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার ২০১৮ ]
- Cob
- Doe
- Roe
- Vixen
৩৯. Find out the feminine gender. [ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক ২০১৭ ]
- Tutor
- Duck
- Bachelor
- Prince
৪০. Which of the following is a common gender ? [ পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স (বাতিলকৃত) ২০১৭]
- prince
- ewe
- spouse
- mare
৪১. Which one is masculine gender ? [ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০১৭/ (প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উচ্চমান সহকারি কাম হিসাবরক্ষক নিয়োগ-২০১৭/ NSI -এর সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা-২০১৭ ]
- Cow
- Ox
- Bitch
- Hen
৪২. The masculine gender of the word ‘spinster' is- [ সাধারণ বীমা কর্পোরেশন (SBM) জুনিয়র অফিসার ২০১৬]
- unattached
- single
- bachelor
- free
৪৩. কোনটি স্ত্রীবাচক শব্দ ? [ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ ২০১৬]
- Moon
- Queen
- Boy
- None of these
৪৪. Which one is masculine gender ? [ জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা-২০১২, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা-২০১২]
- Cow Speed
- Bitch
- Ox
- Nun
৪৫. Which one is faminin gender ? [ জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা-২০১২, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা-২০১২]
- Colt
- Hart
- Friar
- Nun
৪৬. Which of the following is feminine gender ? [ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা, ঘ ইউনিটঃ ২০১০-১১]
- Drone
- Fox
- Hart
- Sow
৪৭. কোনটি পুংলিঙ্গ ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার সন্তান) – ২০১০ ]
- Girl
- Goose
- Man
- Mare
৪৮. What is the opposite gender of 'lad' ? [ উপজেলা / থানা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষাঃ ২০১০]
- boy
- guy
- lady
- Girl
৪৯. What is the masculine gender of 'Mare' ? [ সড়ক ও জনপথ' গণপূর্ত অধিদপ্তর উপ সহ-প্রকৌঃ (সিভিল) নিয়োগ পরিক্ষা-২০১০]
- Mermaid
- Stallion
- Dog
- Boar
৫০. Which one is Masculine Gender ? [ পরিবার কল্যাশ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী নিয়োগ পরীক্ষা- ২০১০]
- Heir
- Cow
- Niece
- Bee
৫১. Which is in masculine form ? [উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা – ২০১০ ]
- Roe
- Mare
- Niece
- Drake
৫২. Give the opposite gender of 'doctor’- [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট- ২০১০]
- Lady doctor
- Doctress
- Nurse
- Doctorex
৫৩. Which one is opposite gender of doctor ? [ বাংলাদেশ রেলওয়ের উপসহকারী (সিভিল) ২০১৬]
- lady doctor
- doctress
- nurse
- doctorex
৫৪. Which one is correct ? [ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ পরীক্ষা (NSI)-2017]
- I, you and he are present.
- You, he and I are present.
- You, he and I am present.
- He, you and I am present
৫৫. Choose the correct one: [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার-২০১৭]
- Let Ruma and I go
- Let Ruma and mine go
- Let Ruma and me go
- Let Ruma and myself go.
৫৬. Find out the correct sentence. [প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উচ্চমান সহকারি কাম হিসাবরক্ষক নিয়োগ-২০১৭ ]
- Iqbal was a poet and philosopher
- Iqbal was the poet and philosopher
- Iqbal was both the poet and philosopher
- Iqbal was a poet and philosopher
৫৭. Choose correct word for the gap: He and I— well. [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সহকারী পরিচালক ২০১৬/ বাংলাদেশ রেলওয়ের উপসহকারী (সিভিল) ২০১৬]
- are
- Is
- was
- am
৫৮. Choose the correct sentence: [সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার - ২০১৩ / টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক (আইন)-২০১৩ ]
- Let he and you be witness
- Let you and he be witness
- Let you and he be witnesses
- Let you and him be witnesses
৫৯. Which one of the following sentence is correct ? [ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার-২০১২]
- Each boy and each girl have pens.
- Each boy and each girl have a pen.
- Each boy and each girl has a pen.
- Each boy and each girl has had a pen.
৬০. কোনটি শুদ্ধ বাক্য ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (কোড: মেঘনা)-২০১২ ]
- I suffered from fever for a week.
- She found the boy crying.
- Let you and he be the witness.
- Rahim play everyday.
৬১. Which sentence is correct ? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারীর ইনস্ট্রাক্টর (পিইডিপি-৩)-২০১২ ]
- He is as good as I
- He is as good as mine
- He is as good as me
- He is as good me
৬২. My uncle decided to take ... and my sister to the market. [ শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি'র সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)-২০১১]
- I
- me
- mine
- myself
৬৩. He and I – well বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে [প্রাথমিক বিদ্যালয় সরকারী শিক্ষক-২০১০ ]
- Are
- is
- was
- am
৬৪. Choose the sentence with the correct agreement of pronouns --- [ পিএসসি কর্তৃক নির্ধারিত ১২টি পদে নিয়োগ পরীক্ষাঃ ০১ ]
- Rahim kindly helped you, me and him
- Rahim kindly helped you, him and me
- Rahim kindly helped me, him and you
- Rahim kindly helped him, you and me
৬৫. Choose the correct sentence. [প্রভাষক নিবন্ধন প্রত্যয়ন পরীক্ষা-২০১০ ]
- You, he and I am guilty
- You, he and I are guilty
- I, you and he are guilty
- He, I and you are guilty
৬৬. কোন বাক্যটি শুদ্ধ ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০৮]
- Fire and water do not agree.
- Bread and butter are his only food.
- Justice, as well as mercy, allow it.
- He and me were playing.
৬৭. Identify the correct sentence. [DU-A unit 08-09 ]
- I need some books and should not go to the library.
- I need some books and should go to the library.
- I do need books and should do the library.
- I need books and need library.
৬৮. Identify the correct sentence. [ DU-A unit 08-09]
- John has a brother and sister.
- John has brother and sister.
- John has brother and a sister.
- John has a brother and a sister.
৬৯. Which one of the following sentence is correct ? [ DU-C-Unit-99-00 ]
- Selim, you and I shall be punished
- I, you and Selim shall be punished
- You, me and Selim shall be punished
- You. Selim and I shall be punished
৭০. Which on the following is correct ? [ DU-C Unit-00-01 ]
- Pioneer men and women endured terrible hardships, and so do their children.
- Pioneer men and women endured terrible hardships, and neither did the children.
- Pioneer men and women endured terrible hardships, and also the children.
- Pioneer men and women endured terrible hardships, and so did their children.
৭১. Choose the correct sentence: [Rajshahi university-03-04 ]
- You, he and I were present in the class
- You, he and I was present in the class
- I you and he were present in the class
- He, you and I was present in the class
৭২. Choose the correct sentence. [ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সহ-পরিচালকঃ ০১]
- Let you and I go together
- Let I and you go together
- Let me and you go together
- Let I and you go together
৭৩. Choose the correct sentence – [১২তম বিসিএস, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক-৯২ ]
- Let he and you be witnesses
- Let you and him be witnesses
- Let you and he be witnesses
- Let you and he be witness
৭৪. Find out the correct sentence ? [ Dental-97 98]
- Five deers and ten sheeps are grazing in the field.
- Five deer and ten sheeps are grazing in the field.
- Five deers and ten sheep are grazing in the field.
- Five deer and ten sheep are grazing in the field.