Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

কবি-সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনাম

কবি-সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনাম

কবি-সাহিত্যিকউপাধি
ঈশ্বরচন্দ্র শর্মাবিদ্যাসাগর, বাংলা গদ্যের জনক, বিরাম/যতি চিহ্নের প্রবর্তক ।
জীবনানন্দ দাশতিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি, প্রকৃতির কবি।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়সাহিত্য সম্রাট, বাংলার ওয়াল্টার স্কট, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক।
বিহারীলাল চক্রবর্তীবাংলা গীতিকবিতার জনক, ভোরের পাখি (গীতিকবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু ছিলেন তিনি। তাই রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে এ উপাধি দেন) ।
মাইকেল মধুসূদন দত্তবাংলা সাহিত্যে আধুনিকতার প্রবর্তক, সনেটের প্রবর্তক, অমিত্রাক্ষরের প্রবর্তক, দত্তকুলোদ্ভব কবি , বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি।কারণ সাহিত্যিক ও সামাজিক বিদ্রোহ তিনিই প্রথম করেছিলেন।
রবীন্দ্রনাথ ঠাকুরবিশ্বকবি (ব্রহ্মবান্ধব উপাধ্যায় তাঁকে এ উপাধি দেন), কবিগুরু, বাংলা ছোটগল্পের জনক।
সুফিয়া কামালজননী সাহসিকা, বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি ৷
কাজী নজরুল ইসলামবিদ্রোহী কবি, জাতীয় কবি
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়বাংলার মিল্টন (শেষ জীবনে অন্ধ হন।
রোকেয়া সাখাওয়াত হোসেননারী জাগরণের অগ্রদূত
আবদুল করিমসাহিত্য বিশারদ
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীস্বপ্নাতুর কবি
গোলাম মোস্তফাকাব্য সুধাকর
গোবিন্দচন্দ্র দাসস্বভাব কবি
জসীমউদ্দীনপল্লীকবি
জাহানারা ইমামশহিদ জননী
মুহম্মদ শহীদুল্লাহভাষাতত্ত্ববিদ
নজিবর রহমানসাহিত্যরত্ন
নুরন্নেছা খাতুনসাহিত্য সরস্বতী
প্যারীচাঁদ মিত্রবাংলা উপন্যাসের প্রতিষ্ঠাতা পুরুষ
প্রমথ চৌধুরীচলিত রীতির প্রবর্তক
সমর সেনআধুনিক যুগের নাগরিক কবি
সুধীন্দ্ৰনাথ দত্তক্লাসিক কবি
ঈশ্বরচন্দ্র গুপ্তযুগসন্ধিক্ষণের কবি
সুকান্ত ভট্টাচার্যকিশোর কবি
সুভাষ মুখোপাধ্যায়পদাতিক কবি
অনন্ত বড়ুবড় চণ্ডীদাস
আবদুল কাদিরছান্দসিক কবি
দিলওয়ারগণমানুষের কবি
কেদারনাথ বন্দ্যোপাধ্যায়দাদা মশাই
মধুসূদন মজুমদারদৃষ্টিহীন
বিদ্যাপতিমিথিলার কোকিল, কবিকণ্ঠহার
বিষ্ণু দেমার্কসবাদী কবি
ভারতচন্দ্ররায়গুণাকর, প্রথম নাগরিক কবি
মালাধর বসুগুণরাজ খান
মুকুন্দরাম চক্রবর্তীকবিকঙ্কন
মুকুন্দদাসচারণকবি
মোজাম্মেল হকশান্তিপুরের কবি
যতীন্দ্রনাথ সেনগুপ্তদুঃখবাদী কবি
রামনারায়ণতর্করত্ন
আলাওলমহাকবি
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়অপরাজেয় কথাশিল্পী
শামসুর রাহমাননাগরিক কবি
ফররুখ আহমদইসলামী রেনেসাঁর কবি
হাসন রাজামরমি কবি
হাবিবুর রহমানশিশু সাহিত্যিক
সত্যেন্দ্রনাথ দত্তছন্দের জাদুকর
বাহরাম খানদৌলত উজির
অমৃতলাল বসুরসরাজ
আবদুল হককলম সৈনিক
পঞ্চানন কর্মকারমল্লিক
মোহিতলাল মজুমদারসত্যসুন্দর দাস
শহিদুল জহিরডিমান্ডিং লেখক
প্রকৃত নামছদ্মনাম
অনন্ত বড়ুবড়ু চণ্ডীদাস
রবীন্দ্রনাথ ঠাকুরভানুসিংহ ঠাকুর
প্রমথ চৌধুরীবীরবল
প্যারীচাঁদ মিত্রটেকচাঁদ ঠাকুর
সমরেশ বসুকালকূট
বলাইচাদ মুখোপাধ্যায়বনফুল
মধুসূদন মজুমদারদৃষ্টিহীন
নারায়ণ গঙ্গোপাধ্যায়সুনন্দ
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়যাযাবর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়অনিলা দেবী
সুনীল গঙ্গোপাধ্যায়নীল লোহিত/নীল উপাধ্যায়/ সনাতন পাঠক
মীর মশাররফ হোসেনগাজী মিঞা/ গাজীমিয়া
শেখ আজিজুর রহমানশওকত ওসমান
কাজেম আল কোরেশীকায়কোবাদ
কালিপ্রসন্ন সিংহহুতুম পেঁচা
বিমল ঘোষমৌমাছি
রাজশেখর বসুপরশুরাম
অচিন্ত্য কুমার সেনগুপ্তনীহারিকা দেবী
নীহাররঞ্জন গুপ্তবানভট্ট
স্বামী কালিকানন্দঅবধূত
আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহশহীদুল্লা কায়সার
আখতারুজ্জামান ইলিয়াসমঞ্জু (ডাকনাম )
আবু জাফর শামসুদ্দিনঅল্পদর্শী
আরজ আলীআরজ আলী মাতুব্বর
কাজী নজরুল ইসলামদুখু মিয়া, নুরু
কামদারঞ্জন রায়উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়মানিক বন্দ্যোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ক্বচিতপ্রৌঢ়
আবুল কালাম শামসুদ্দীনশামসুদ্দীন আবুল কালাম
অমৃতলাল বন্দ্যোপাধ্যায়অমিয়া দেবী
আবু আবদার মোহাম্মদ জহিরুল্লাহজহির রায়হান
ইন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায়পঞ্চানন
আলাউদ্দিন আল আজাদবাদশা (ডাকনাম)
মনোয়ারা বেগম মনিসেলিনা পারভীন
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য
জয়েনউদ্দিন বিশ্বাসসরদার জয়েনউদ্দিন
মাইকেল মধুসূদন দত্তTimothy Penpoem
কাজী নজরুল ইসলামধূমকেতু
এম. ওবায়দুল্লাহআসকার ইবনে শাইখ
আবদুল মান্নান সৈয়দঅশোক সৈয়দ
অখিল নিয়োগীস্বপনবুড়ো
আবুল হোসেন মিয়াআবুল হাসান
অন্নদাশঙ্কর রায়লীলাময় রায়
গন্ধর্ব নারায়ণদীনবন্ধু মিত্র
কানাই শেখপাগলা কানাই
গৌরকিশোর ঘোষরূপদর্শী
জীবনানন্দ দাশশ্রী, কালপুরুষ
সুকুমার রায়উহ্যমান পণ্ডিত
হরিনাথ মজুমদারকাঙাল হরিনাথ
রোকনুজ্জামানদাদাভাই
মহাশ্বেতা দেবীসুমিত্রা দেবী
মনিরুজ্জামানহায়াৎ মাহমুদ
অহিদুর রেজাহাসন রাজা
অজিত দত্তরৈবতক
অমিতাভ চৌধুরীনিরপেক্ষ
আবুল ফজলশমসের উল আজাদ
কামিনি রায়জনৈক বঙ্গমহিলা
প্রেমেন্দ্র মিত্রকৃত্তিবাস ভদ্র
দ্বিজেন্দ্রনাথ ঠাকুরবঙ্গের রঙ্গ দর্শক
নীলিমা রায় চৌধুরীনীলিমা ইব্রাহিম
সতীনাথ ভাদুড়ীচিত্রগুপ্ত
মইনুদ্দিন আহমেদসেলিম আল দীন
রামমোহন রায়শিবপ্রসাদ রায়
সত্যেন্দ্রনাথ দত্তঅশীতিপর শর্মা
সৈয়দ আলী আহসানচেনাকণ্ঠ
সৈয়দ মুজতবা আলীমুসাফির, সত্যপীর
চারুচন্দ্র চক্রবর্তীজরাসন্ধ
জসীমউদ্দীনতুজাম্বর আলি
ঈশ্বরচন্দ্র গুপ্তভ্রমণকারী বন্ধু
সৈয়দ ওয়ালীউল্লাহআবু শরিয়া
মধুসূদন মজুমদারদৃষ্টিহীন

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. রূপসী বাংলার কবি- [ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার : ১৬]

  • জসীমউদ্দীন
  • জীবনানন্দ দাশ
  • কালিদাস রায়
  • সত্যেন্দ্রনাথ দত্ত

২. পাকিস্তান সরকারের দমননীতির প্রতিবাদ করায় 'সিতারা-এ-খেদমত' ও 'সিতারা-ই-ইমতিয়াজ' উপাধি পান কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • আবদুল কাদির
  • আবুল কালাম শামসুদ্দীন
  • আবুল কালাম আজাদ
  • আবদুল ওদুদ

৩. ‘কিশোর কবি’ কার উপাধি ? [ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA) | সহকারী ব্যবস্থাপক : ১৮ ]

  • সতেন্দ্রনাথ দত্ত
  • রাম নারায়ণ
  • আল মাহমুদ
  • সুকান্ত ভট্টাচার্য

৪. অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম ? [ উপজেলা/থানা শিক্ষা অফিসার : ০৪ ]

  • বঙ্কিমচন্দ্র
  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • মধুসূদন দত্ত
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৫. রামমোহন রায় কত সালে রাজা উপাধি পান ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ১৮১৭ সালে
  • ১৮৩০ সালে
  • ১৮৩৩ সালে
  • ১৮৩৯ সালে

৬. বাংলা ভাষায় প্রথম সার্থক ঔপন্যাসিক কে ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা : ১২]

  • প্যারীচাঁদ মিত্র
  • কালীপ্রসন্ন সিংহ
  • ভূ-দেব মুখোপাধ্যায়
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৭. বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে কে অগ্রদূত ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • বেগম শামসুন নাহার মাহমুদ
  • নবাব ফয়জুন্নেসা
  • বেগম সুফিয়া কামাল
  • বেগম রোকেয়া সাখাওয়াত

৮. বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি- [পরিকল্পনা মন্ত্রণালয়ের ডাটা প্রসেসিং অপারেটর : ০২ ]

  • কামিনী রায়
  • খালেদা এদিব চৌধুরী
  • বেগম সুফিয়া কামাল
  • নীলিমা ইব্রাহীম

৯. বাংলাদেশে ইসলামী রেনেসাঁর কবি কাকে বলা হয় ? [বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন - ঊর্ধ্বতন কর্মকর্তা : ১১ ]

  • তালিম হোসেন
  • ফররুখ আহমদ
  • আল মাহমুদ
  • কায়কোবাদ

১০. এঁরা পল্লীনিষ্ঠ কবি- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • জসীমউদ্দিন, রওশন ইয়াজদানী, জীবনানন্দ দাশ
  • জসীমউদ্দীন, বন্দে আলী মিয়া, আহসান হাবিব
  • জসীমউদ্দিন, কুমুদ রঞ্জন মল্লিক, বন্দে আলী মিয়া
  • জসীমউদ্দিন, কালিদাস রায়, আল মাহমুদ

১১. কোন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রবীন্দ্রনাথ ঠাকুরকে শান্তি নিকেতনে গিয়ে ডি লিট উপাধি প্রদান করে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • কলকাতা বিশ্ববিদ্যালয়
  • হার্বার্ড বিশ্ববিদ্যলয়
  • অক্সফোর্ড বিশ্ববিদ্যলয়

১২. বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে? অথবা, বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক কে ? [দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোর্ট পরিদর্শক : ২২ ]

  • বিহারীলাল চক্রবর্তী
  • চণ্ডীদাস
  • দৌলত কাজী
  • মাইকেল মধুসূদন দত্ত

১৩. ‘সাহিত্য সম্রাট’ কাকে বলা হয় ? [কৃষি ব্যাংক - কর্মকর্তা : ১৭ ]

  • মাইকেল মধুসূদন দত্ত
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১৪. বাংলা সাহিত্যে ‘ক্লাসিক কবি’ কার উপাধি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • বিষ্ণু দে
  • সুধীন্দ্রনাথ দত্ত
  • অমিয় চক্রবর্তী
  • সমর সেন

১৫. বাংলাদেশের জাতীয় কবি / বিদ্রোহী কবি কে ? [উপ-খাদ্য পরিদর্শক : ১২ ]

  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • কাজী নজরুল ইসলাম
  • ফররুখ আহমেদ
  • মাইকেল মধুসূদন দত্ত

১৬. সাহিত্য সম্রাট কার উপাধি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • মোহিতলাল মজুমদার
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • মধুসুদন দত্ত
  • কোনটিই নয়

১৭. বাংলা সাহিত্যের দিকপাল, যার উপাধি সঠিক নয়-- [পল্লী উন্নয়ন কর্মকর্তা : ০৬ ]

  • রবীন্দ্রনাথ ঠাকুর-বিশ্বকবি
  • কাজী নজরুল ইসলাম-বিদ্রোহী কবি
  • জসীমউদ্দীন-পল্লীকবি
  • শরচৎচন্দ্র চট্টোপাধ্যায়-সাহিত্য সম্রাট

১৮. 'রায় গুণাকর' কার কাব্য উপাধি ? [ গণযোগাযোগ প্রশিক্ষণ || সহকারী পরিচালক : ০১]

  • মালাধর বসু
  • মুকুন্দরাম
  • ভারতচন্দ্র
  • ময়ূর ভট্ট

১৯. চিত্তরঞ্জন দাসকে 'দেশবন্ধু' উপাধিতে ভুষিত করেন ? [ ইসলামী বিশ্ববিদ্যালয় ]

  • মহাত্মা গান্ধী
  • বাংলার জনসাধারণ
  • যুগান্তর দলের নেতা পুলিন দাস
  • ভারতীয় কংগ্রেস

২০. ‘কাব্যসুধাকর’ কার উপাধি ? [ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার : ১৮]

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • গোলাম মোস্তফা
  • আল মাহমুদ
  • শামসুর রাহমান

২১. ‘নাগরিক কবি’ কার উপাধি ? [ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির সহকারী ব্যবস্থাপক : ১৮]

  • বিষ্ণু দে
  • সুধীন দত্ত
  • অমিয় চক্রবর্তী
  • সমর সেন

২২. বাংলা সাহিত্যে ‘সাহিত্য বিশারদ’ কার উপাধি ? [ সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা : ১৩]

  • আবুদল করিমের
  • মুহম্মদ শহীদুল্লাহর
  • মোতাহের হোসেন চৌধুরীর
  • আবুল ফজলের

২৩. ‘মরমী কবি’ কে ? [ উপ-খাদ্য পরিদর্শক : ১২]

  • হাসন রাজা
  • সুলতান মিয়াজী
  • আলাউদ্দিন খাঁ
  • ঈসা খাঁ

২৪. ‘রায় গুণাকর’ কার কাব্য উপাধি ? [ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার : ১৮]

  • মালাধর বসু
  • মুকন্দরাম
  • ভারতচন্দ্র
  • ময়ুভট্ট

২৫. বাংলা সাহিত্যে কাকে ‘ছন্দের জাদুকর’ বলা হয় ? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট : ১৯ ]

  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • প্রমথ চৌধুরী
  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • শামসুর রহমান

২৬. শেখ ফজলল করিমের উপাধি কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • কাব্যরত্মাকর
  • সাহিত্য বিশারদ
  • সাহিত্য সরস্বতী
  • বিদ্যাবিনোদিনী

২৭. নিচের কোনজন শিশু সাহিত্যিক হিসাবে সমাদৃত ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • জহির রায়হান
  • মুনীর চৌদুরী
  • হাবিবুর রহমান
  • শহীদুল্লা কায়সার

২৮. আধুনিক বাংলা সাহিত্যের ‘প্রথম বিদ্রোহী কবি কে ? [ এনএসআই এর সহকারী পরিচালক : ১৫]

  • মাইকেল মধুসূদন দত্ত
  • কাজী নজরুল ইসলাম
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • ফররুখ আহমেদ

২৯. কাকে ‘বাংলা গদ্যের জনক’ বলা হয় ? [শ্রম পরিদপ্তরের জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা : ০৯ ]

  • কালি প্রসন্ন সিংহ
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • প্যারিচাঁদ মিত্র
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৩০. ব্রিটিশ সরকার কর্তৃক রবীন্দ্রনাথ কবে 'নাইটহুড' উপাধি পান ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ১৯১৫ সালের ১ জুন
  • ১৯১৫ সালের ২ জুন
  • ১৯১৫ সালের ৩ জুন
  • ১৯১৫ সালের ৫ জুন

৩১. হরপ্রসাদ শাস্ত্রী কত সালে 'মহামহোপাধ্যায়' উপাধি লাভ করে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ১৮৯৮ সালে
  • ১৯১১ সালে
  • ১৯১৬ সালে
  • ১৯২৩ সালে

৩২. ডঃ মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত- [ ১২ তম (বিশেষ) বিসিএস]

  • ভাষাতত্ত্ববিদ
  • সাহিত্যের ইতিহাস রচয়িতা
  • ইসলাম প্রচারক
  • সমাজ সংস্কারক

৩৩. ‘কবিকঙ্কণ’ কার উপাধি ? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক : ১০ ]

  • বিজয় গুপ্ত
  • দ্বিজ মাধব
  • মুকুন্দরাম চক্রবর্তী
  • ভারতচন্দ্র

৩৪. ‘পল্লীকবি’ উপাধি হলো- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • জসীম উদ্দীনের
  • জীবনানন্দ দাশের
  • হাসান হাফিজুর রহমানের
  • নজরুল ইসলামের

৩৫. দীনেশচন্দ্র সেনকে 'রায়বাহাদুর' উপাধিতে ভূষিত করেন কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • ভারত সরকার
  • কলকাতা বিশ্ববিদ্যালয়
  • বঙ্গীয় সাহিত্য পরিষদ
  • সংস্কৃত কলেজ

৩৬. বহুভাষাবিদ পণ্ডিত বলতে কার নাম প্রথমে মনে আসে- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • শেক্সপিয়ার
  • আলবার্টো মোরোভিয়া
  • চেখভ
  • শহীদুল্লাহ

৩৭. বাংলাদেশের জনগণের কাছে ‘জননী সাহসিকা’ অভিধায় অভিসিক্ত- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • কবি বেগম সুফিয়া কামাল
  • প্রফেসর ড. নীলিমা ইব্রাহিম
  • শহীদ জননী জাহানারা ইমাম
  • সাহিত্যিক ও সমাজকর্মী বেগম রোকেয়া

৩৮. ‘দত্তকুলোদ্ভব’ কবি কে ? [ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার : ০৯]

  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • সুধীন্দ্রনাথ দত্ত
  • মাইকেল মধুসূদন দত্ত
  • অজিত দত্ত

৩৯. যুগ সন্ধির কবি হলেন- [ গণযোগাযোগ প্রশিক্ষণ || সহকারী পরিচালক : ০১]

  • ভারতচন্দ্র রায়
  • ঈশ্বর চন্দ্র গুপ্ত
  • বিহারীলাল চক্রবর্তী
  • মাইকেল মধুসূদন দত্ত

৪০. গোলাম মোস্তফাকে কাব্য সুধাকর কে উপাধি দেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • বাংলা একাডেমী
  • বঙ্গীয় সাহিত্য পরিষদ
  • মুসলিম সাহিত্য সংঘ
  • যশোর সাহিত্য সংঘ

৪১. নজিবর রহমানের উপাধি কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • সাহিত্যসম্রাট
  • সাহিত্য বিশারদ
  • সাহিত্যরত্ম
  • তর্করত্ম

৪২. জীবনানন্দ দাশ প্রধানত- [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সহকারী/রাসায়নিক পরীক্ষক : ০২]

  • ছন্দের কবি
  • ভাবের কবি
  • প্রকৃতির কবি
  • মানুষের কবি

৪৩. জগদীশ চন্দ্র বসু কত সালে ভারত সরকার কর্তৃক নাইট উপাধি পান ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • ১৮৯৬ সালে
  • ১৯১২ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে

৪৪. ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে বক্তব্যটি সর্বাধিক গ্রহণযোগ্য ? [অর্থ মন্ত্রণালয়ের জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক : ০৭]

  • মধ্যযুগের ভাবধারায় পুষ্ট
  • আধুনিক যুগের লক্ষণাক্রান্ত
  • নারী শিক্ষা প্রসারের অগ্রগামী
  • দুই যুগের মিলনকারী

৪৫. বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি’ হিসাবে পরিচিত কে ? [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার : ০৫ ]

  • ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • ঈশ্বর পাটনী
  • চণ্ডীদাস
  • গোবিন্দচন্দ্র দাস

৪৬. তিমির হননের কবি কার উপাধি ? [পানি উন্নয়ন বোর্ড : ১৯ ]

  • গোলাম মোস্তফা
  • জীবনানন্দ দাশ
  • জসীমউদ্দীন
  • সুকান্ত ভট্টাচার্য

৪৭. দেবেন্দ্রনাথ ঠাকুরকে 'মহর্ষি' উপাধি দেন কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • দ্বারকানাথ ঠাকুর
  • ব্রিটিশ সরকার
  • ব্রাহ্ম সমাজ
  • ব্রাহ্মণ সমাজ

৪৮. ‘ চারণ কবি’ কে ? [ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা : ১৩]

  • জসীমউদ্দিন
  • মুকুন্দদাস
  • মোজাম্মেল হক
  • প্রমথ চৌধুরী

৪৯. বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি কে ? [দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক : ১৩ ]

  • গোবিন্দ্র চন্দ্র দাস
  • যতীন্দ্র নাথ সেনগুপ্ত
  • সুকান্ত ভট্রাচার্য
  • রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

৫০. “শহীদ জননী নামে কে বেশি পরিচিত ? [ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী : ১৩]

  • রাজিয়া মাহবুব
  • সুফিয়া কামাল
  • জাহানারা ইমাম
  • নুসরাত জাহান

৫১. নিচের কোনজন শিশু সাহিত্যিক হিসেবে সমাদৃত ? [সমাজ কল্যাণ অধিদপ্তরের সমাজ সংগঠক : ০৫ ]

  • জহির রায়হান
  • মুনীর চৌধুরী
  • হাবিবুর রহমান
  • শহীদুল্লা কায়সার

৫২. ‘ভানু সিংহ’ কার ছদ্মনাম ? [ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী : ১৬ ]

  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • প্রমথ চৌধুরী
  • টেকচাঁদ ঠাকুর

৫৩. ‘সুনন্দ’ কার ছদ্মনাম ছিল ? [ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অডিটর : ১১]

  • নারায়ণ গঙ্গোপাধ্যয়
  • মোজাম্মেল হক
  • রাজশেখর বসু
  • বিমল ঘোষ

৫৪. কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন ? [ ১৪ তম (বিশেষ) বিসিএস]

  • প্রমথ নাথ বিশী
  • প্রমথ চৌধুরী
  • প্রেমেন্দ্র মিত্র
  • প্রমথ নাথ বসু

৫৫. দৌলত উজির বাহরাম খানের প্রকৃত নাম কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • দৌলত উজির
  • বাহরাম খান
  • দৌলত উজির বাহরাম খান
  • দৌলত খান

৫৬. প্যারীচাঁদ মিত্র সাহিত্যে তার ছদ্মনাম ব্যবহার করতেন কেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • কোম্পানির শাসকদের ভয়ে
  • শখের বসে
  • সমাজ রীতিনীতিকে ব্যঙ্গ করার কারণে
  • রসবোধ সৃষ্টির জন্য

৫৭. বিনয়কৃষ্ঞ মুখোপাধ্যায় এর ছদ্মনাম কী ? [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক : ১৯ ]

  • বনফুল
  • যাযাবর
  • অবধূত
  • বীরবল

৫৮. সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কী ? [বাংলাদেশ ডাক বিভাগের মেইল অপারেটর : ১৯ ]

  • চেনাকন্ঠ
  • নীল লোহিত
  • কালকূট
  • কালপেঁচা

৫৯. ‘পরশুরাম’ কার ছদ্মনাম ? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৯ ]

  • সৈয়দ মুজতবা আলী
  • রাজশেখর বসু
  • মনোজ বসু
  • মানিক বন্দ্যোপাধ্যায়

৬০. ‘বাংলার স্কট ’ বলা হয় কাকে ? [ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা : ০৫]

  • বঙ্কিমচন্দ্রকে
  • শরৎচন্দ্রকে
  • রবীন্দ্রনাথকে
  • কাজী নজরুলকে

৬১. ‘বীরবল’ নিম্নোক্ত একজন লেখকের ছদ্ম নাম--- [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সহকারী/রাসায়নিক পরীক্ষক : ০২ ]

  • প্রমথ চৌধুরী
  • ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়
  • সুধীন্দ্রনাথ দত্ত
  • নবীনচন্দ্র সেন

৬২. কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কোনটি ? [ ডাক অধিদপ্তরের উপজেলা পোস্ট মাস্টার : ১০]

  • যাযাবর
  • অবধূত
  • ভানুসিংহ
  • হুতোম প্যাঁচা

৬৩. মোহিতলাল মজুমদারের ছদ্মনাম কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • প্রসন্নকুমার দাস
  • সত্যসুন্দর দাস
  • শ্যামাপ্রসাদ সেন
  • অর্পণা চৌধুরী

৬৪. ‘শান্তিপুরের কবি’ বলা হয়- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • বিভূতিভূষণকে বন্দ্যোপাধ্যায়কে
  • বিহারীলাল চক্রবর্তীকে
  • মোজাম্মেল হককে
  • কাজী ইমদাদুল হককে

৬৫. কোন লেখক ব্যক্তিগত রচনাগুলো ‘রৈবতক’ ছদ্মনামে লিখতেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • অজিত দত্ত
  • রামরাম বসু
  • অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
  • নবীনচন্দ্র সেন

৬৬. বাংলা সাহিত্যে কোন লেখক গাজী মিয়া নামে পরিচিত ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • কাজী নজরুল ইসলাম
  • মীর মশাররফ হোসেন
  • ইসমাইল হোসেন সিরাজী
  • সত্যেন্দ্রনাথ দত্ত

৬৭. কবি কায়কোবাদের আসল নাম কি ? [মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর : ১৪ ]

  • কাজেম আল কোরেশী
  • আবু নাসের কায়কোবাদ
  • কায়কোবাদ ইসলাম
  • আবুল হোসেন কায়কোবাদ

৬৮. ধূমকেতু কোন কবির ছদ্ম নাম ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের হিসাবরক্ষক/গুদাম রক্ষক/কোষাধ্যক্ষ : ১১ ]

  • জসীম উদ্দীন
  • জীবনানন্দ দাস
  • কাজী নজরুল ইসলাম
  • রামনিধি গুপ্ত

৬৯. কার মৃত্যুশয্যায় রবীন্দ্রনাথ তার স্যার উপাধি ত্যাগ করা প্রবাদলিপিটি পাঠ করেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • কাদম্বরী দেবী
  • কবির মেয়ের
  • রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের

৭০. ‘হুতোম প্যাঁচা’ কার ছদ্মনাম ? [রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক- ক্যাশিয়ার : ১০ ]

  • কালী প্রসন্ন সিংহ
  • বলাইাঁদ মুখোপাধ্যায়
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • প্রমথ চৌধুরী

৭১. ‘বনফুল’- কার ছদ্মনাম ? [২৬ তম বিসিএস ]

  • প্রমথ চৌধুরী
  • বলাই চাঁদ মুখোপাধ্যায়
  • যতীন্দ্রমোহন বাগচী
  • মোহিতলাল মজুমদার

৭২. গীতিকাব্যে ভোরের পাখি কে ? [ ১১ তম বিসিএস]

  • ঈশ্বরগুপ্ত
  • রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  • বিহারীলাল
  • রবীন্দ্রনাথ

৭৩. কার ছদ্মনাম 'টেকচাঁদ ঠাকুর'? [ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন(PSC)-এর সহকারী পরিচালক : ০৬]

  • রাজা রামমোহন রায়
  • মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
  • প্যারীচাঁদ মিত্র
  • প্রমথ চৌধুরী

৭৪. প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি ? [ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স (বাতিলকৃত) : ১৭ ]

  • আবুল ফজল
  • আব্দুল হাই
  • কাজেম আল কুরায়েশী
  • শেখ আজিজুর রহমান

৭৫. ‘মৌমাছি’ কার ছদ্মনাম ? [ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়]

  • বিমল ঘোষ
  • সমরেশ মজুমদার
  • চারুচন্দ্র চক্রবতী
  • বুদ্ধদেব বসু

৭৬. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 'অতি অল্প হইল', 'আবার অতি অল্প হইল' ইত্যাদি গ্রন্থগুলো কি নামে প্রকাশ করেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • সাগর
  • কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য
  • চন্দ্র
  • কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য

৭৭. প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ? [অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার : ১৭ ]

  • হুতোম প্যাঁচা
  • টেকচাঁদ ঠাকুর
  • বনফুল
  • নীললোহিত

৭৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন গ্রন্থটি ছদ্মনামে লেখেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ব্রজবিলাস
  • বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কি না এতদ্ববিষয়ক প্রস্তাব
  • বহু বিবাহ রহিত হওয়া উচিত কি না এতদ্ববিষয়ক বিচার
  • শকুন্তলা

৭৯. রাজশেখর বসুর ছদ্মনাম হলো- [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট : ২৪ ]

  • বনফুল
  • গাজী মিয়া
  • পরশুরাম
  • নীললোহিত

৮০. বিহারীলাল চক্রবর্তীকে ‘ভোরের পাখি’ উপাধি দিয়েছেন কে ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার : ১২]

  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • গোবিন্দচন্দ্র দাস
  • লর্ড কার্জন

৮১. 'যাযাবর' কার ছদ্মনাম ? [ জাতীয় সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ২৩]

  • বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
  • কালিপ্রসন্ন সিংহ
  • স্বামী কালিকানন্দ
  • অচিন্ত্যকুমার সেন

৮২. ‘দাদা ভাই’র আসল নাম কী ? [ সোনালী,জনতা,অগ্রণী ও রুপালী ব্যাংক সিনিয়র অফিসার : ৯৯]

  • আলমুতী শরফুদ্দীন
  • শওকত ওসমান
  • কাজী মোতাহের হোসেন
  • রোকনুজ্জামান খান

৮৩. 'বনফুল' -এর প্রকৃত নাম কি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
  • অন্নদাশঙ্কর রায়
  • বলাইচাঁদ মুখোপাধ্যায়
  • বুদ্ধদেব বসু

৮৪. বাংলা সাহিত্যে ‘গাজী মিঞা’ কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • মীর মশাররফ হোসেন
  • কায়কোবাদ
  • আবুল মনসুর আহমদ
  • আবুল ফজল

৮৫. ‘বাংলার মিল্টন’ কার উপাধি ? [ দুদকের কনস্টেবল : ২২ ]

  • জসীমউদ্দীন
  • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • হেমচন্দ্র চট্টোপাধ্যায়
  • সুকান্ত ভট্টাচার্য

৮৬. ‘পাঠকের মৃত্যু’র রচয়িতা বনফুলের প্রকৃত নাম- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  • বলাইচাঁদ মুখোপাধ্যায়
  • রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
  • বুদ্ধদেব বসু

৮৭. ‘যাযাবর’ ছদ্মনামের অন্তরালে আত্মগোপন করে আছেন- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • বলাইচাঁদ মুখোপাধ্যায়
  • বিনয় মুখোপাধ্যায়
  • সুনীল গঙ্গোপাধ্যায়
  • সৈয়দ মুজতবা আলী

৮৮. ‘কালকূট’ কোন লেখকের ছদ্মনাম ? [পূবালী ব্যাংক সিনিয়র অফিসার : ১১ ]

  • প্যারীচাঁদ মিত্র
  • কালিপ্রসন্ন সিংহ
  • নীহারঞ্জন গুপ্ত
  • সমরেশ বসু

৮৯. ‘বীরবল’ ছদ্মনামে কে লিখতেন ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • মুনীর চৌধুরী
  • সমরেশ বসু
  • প্রমথ চৌধুরী

৯০. ‘সনাতন পাঠক’ কোন সাহিত্যিকের ছদ্মনাম ? [ সিজিডিএফ এর অডিটর : ১৯ ]

  • সমরেশ বসু
  • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
  • সুনীল গঙ্গোপাধ্যায়
  • প্রেমেন্দ্র মিত্র

৯১. বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি ? [ সিজিডিএফ এর অডিটর : ১৪ ]

  • যাযাবর
  • পরশুরাম
  • জরাসন্ধ
  • বনফুল

৯২. ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কোন ছদ্মনামে সাহিত্য রচনায় প্রয়াসী হয়েছিলেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • প্রমথনাথ শর্মা
  • প্রমথনাথ বিশি
  • গোলকনাথ শর্মা
  • কাশীনাথ শর্মা

৯৩. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • পরশুরাম
  • নীললোহিত
  • ভানুসিংহ
  • গাজী মিয়া

৯৪. বাংলা গীতি কবিতায় ‘ভোরের পাখি’ কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • বিহারীলাল চক্রবর্তী
  • প্যারীচাঁদ মিত্র
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৯৫. ‘অশোক সৈয়দ’ কার ছদ্মনাম ? [ ৩১ তম বিসিএস ]

  • আব্দুল মান্নান সৈয়দ
  • সৈয়দ আজিজুল হক
  • আবু সয়ীদ আইয়ুব
  • সৈয়দ শামসুল হক

৯৬. 'বীরবল' কার ছদ্মনাম ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • কাজী নজরুল ইসলাম
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • প্রমথ চৌধুরী
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৯৭. ‘কালকুট’ ছদ্মনামে কে লিখতেন ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • বিহারীলাল চক্রবর্তী
  • সমরেশ বসু
  • প্রেমাঙ্কুর অতর্থী
  • সত্যেন বসু

৯৮. ‘দৃষ্টিহীন’ কার ছদ্মনাম ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক : ১৪]

  • প্যারিচাঁদ মিত্র
  • মধুসূদন দত্ত
  • মধুসূদন মজুমদার
  • বিহারীলাল চক্রবর্তী

৯৯. জরাসন্ধ কার ছদ্মনাম ? [তথ্য মন্ত্রণালয়ের অধীন টেলিভিশন প্রকৌশলী : ০৪ ]

  • চারুচন্দ্র চক্রবর্তী
  • সমরেশ বসু
  • বিমল ঘোষ
  • অচিন্ত্যকুমার সেনগুপ্ত

১০০. ছদ্মনামসহ মূল নাম কোনটি সঠিক ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • প্রমথ চৌধুরী-পরশুরাম
  • রাজশেখর বসু-বীরবল
  • সমরেশ বসু-কালকুট
  • মীর মশাররফ হোসেন-কায়কোবাদ

১০১. কালীপ্রসন্ন সিংহের হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটি কোন ছদ্মনামে প্রকাশিত হয়েছিল ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • হুতোম প্যাঁচা
  • প্যাঁচা
  • কেপি সিংহ
  • হুতোমী

১০২. ‘নীল লোহিত’ কার ছদ্মনাম ? [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক ( মিসিসিপি ) : ১৩ ]

  • সমরেশ মজুমদার
  • সুনীল গঙ্গোপাধ্যায়
  • রাজ শেখর বসু
  • সমর সেন

১০৩. বাংলা সাহিত্যে ‘কিশোর কবি’ নামে পরিচিত কে ? [ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA) | সহকারী ব্যবস্থাপক : ১৮]

  • সুধীন্দ্রনাথ দত্ত
  • আবদুল কাদির
  • বিষ্ণু দে
  • সুকান্ত ভট্টাচার্য

১০৪. ’সত্যসুন্দর দাস’ কার ছদ্মনাম ? [ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জেনারেল ম্যানেজার : ২২]

  • চারুচন্দ্র মুখোপাধ্যায়
  • মোহিতলাল মজুমদার
  • কালীকানন্দ
  • বিমল ঘোষ

১০৫. ‘নীহারিকা দেবী’ ছদ্মনামে কে লিখতেন ? [ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক : ২১]

  • অরুন্ধতী রায়
  • কামিনী রায়
  • প্রমথ চেীধুরী
  • অচিন্ত্যকুমার সেনগুপ্ত

১০৬. ‘দৃষ্টিপাতে’র লেখক যাযাবরের আসল নাম কী ? [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা : ২৩]

  • বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
  • আবদুল কাদির
  • বিনয়কৃষ্ঞ মুখোপাধ্যায়
  • হুমায়ুন আহমেদ

১০৭. ‘কালপুরুষ’ কোন লেখকের ছদ্মনাম ? [সমন্বিত ৭ ব্যাংকের অফিসার : ২৩ ]

  • সমরেশ বসু
  • জীবনানন্দ দাশ
  • রাজশেখর বসু
  • আলী আহসান

 

Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...