কবি সাহিত্যিকদের বিখ্যাত উক্তি
| বিখ্যাত উক্তি | কবি / সাহিত্যিক / বক্তা |
|---|---|
| ১. যতদিন রবে পদ্মা-মেঘনা-গৌরি-যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। | অন্নদাশঙ্কর রায় |
| ২. আধুনিক সভ্যতা দিয়েছে বেগ, নিয়েছে আবেগ। | বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় |
| ৩. জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। | স্বামী বিবেকানন্দ |
| ৪. লোকে বলে, বলে-রে, ঘর-বাড়ি ভালা না আমার। | হাসন রাজা |
| ৫. মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয় । | হেমচন্দ্র বন্দোপধ্যায় |
| ৬. কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদুর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর। | শেখ ফজলুল করিম |
| ৭. সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন হউক দূর অকল্যাণ সকল অশোভন। | শেখ ফজলুল করিম |
| ৮. লাগলে মাথায় বৃষ্টি-বাতাস উল্টে কি যায় সৃষ্টি আকাশ? | শেখ ফজলুল করিম |
| ৯. বাঁচতে হলে লাঙ্গল ধর রে এবার এসে গাঁয়। | শেখ ফজলুল করিম |
| ১০. চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে? কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কভু আশীবিষে দংশেনি যারে। | কৃষ্ণচন্দ্র মজুমদার |
| ১১. যে জন দিবসে মনের হরষে, জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার, দেখিবে না আর, নিশীথে প্রদীপ ভাতি। | কৃষ্ণচন্দ্র মজুমদার |
| ১২. কাঁটা হেরি ক্ষান্ত কেন কমলতুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে? | কৃষ্ণচন্দ্র মজুমদার |
| ১৩. কেন পান্থ ক্ষান্থ হও হেরি দীর্ঘ পথ উদ্যম বিহনে কার পুরে মনোরথ। | কৃষ্ণচন্দ্র মজুমদার |
| ১৪. ফুল ফুলতুলতুল গা ভেজা শিশিরে, বুলবুল মশগুল কার গান গাহিরে । | কালীপ্রসন্ন ঘোষ |
| ১৫. পারিবনা একথাটি বলিও না আর, কেন পারিবেনা তাহা ভাব একবার, পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, পার কি না পার কর যতন আবার একবার না পারিলে দেখ শতবার । | কালীপ্রসন্ন ঘোষ |
| ১৬. বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে। | রজনীকান্ত সেন |
| ১৭. কত রাজ্য,কত রাজা গড়িছ নিরবে হে পূজ্য, হে প্রিয়। একত্বে বরেণ্য তুমি, শরণ্য এককে, আত্মার আত্মীয়। | অক্ষয়কুমার বড়াল |
| ১৮. নানান দেশের নানা ভাষা, বিনে স্বদেশি ভাষা, পুরে কি আশা? (টপ্পা গান) | রামনিধি গুপ্ত |
| ১৯. বাংলার কাব্য বাংলার ভাষা মিটায় আমার প্রাণের পিপাসা, সে দেশ আমার নয় গো আপন, যে দেশে বাঙালি নেই। | রামনিধি গুপ্ত |
| ২০. মোদের গরব, মোদের আশা আ মরি বাংলা ভাষা। | অতুলপ্রসান সেন |
| ২১. ফাঁসির মঞ্চ গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি' অলক্ষ্যে দাঁড়ায়েছে তা’রা, দিবে কোন বলিদান? | রবীন্দ্রনাথ ঠাকুর |
| ২২. “হে মোর চিত্ত, পূণ্য তীর্থে এই ভারতের মহামানবের সাগরতীরে।” | রবীন্দ্রনাথ ঠাকুর |
| ২৩. তোমার ন্যায়ের দন্ড প্রত্যেকের করে অর্পণ করেছে নিজে প্রত্যেকের পরে দিয়েছে শাসনভার হে রাজাধিরাজ । | রবীন্দ্রনাথ ঠাকুর |
| ২৪. সেদিন উতলা প্রাণে, হৃদয় মগন গানে, কবি এক জাগে; কত কথা পুষ্প প্রায়, বিকশি তুলিতে চায় কত অনুরাগে । | রবীন্দ্রনাথ ঠাকুর |
| ২৫. তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ তাই তব জীবনের বথ পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার বারংবার চিহ্ন তব পড়ে আছে তুমি হেথা নাই । | রবীন্দ্রনাথ ঠাকুর |
| ২৬. দেবতারে যাহা দিতে পারি, দিই তাই প্রিয়জনে প্রিয়জনে যাহাদিতে পাই তাই দেব দেবতারে । | রবীন্দ্রনাথ ঠাকুর |
| ২৭. বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়। | রবীন্দ্রনাথ ঠাকুর |
| ২৮. সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানি ক্ষয়। | রবীন্দ্রনাথ ঠাকুর |
| ২৯. খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে। একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধাতার মনে । | রবীন্দ্রনাথ ঠাকুর |
| ৩০. ওরে নবীন' ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা। | রবীন্দ্রনাথ ঠাকুর |
| ৩১. মরণ রে, তুঁহু মম শ্যামসমান। মেঘবরণ তুজ, শেঘ জটাজুন্ট, রক্ত কমলকর, রক্ত অধরপুট, তাপ বিমোচন করুন কোর তব মৃত্যু-অমৃত করে দান । তুঁহু মম শ্যামসমান । | রবীন্দ্রনাথ ঠাকুর |
| ৩২. খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে। একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধাতার মনে । | রবীন্দ্রনাথ ঠাকুর |
| ৩৩. যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি, এবার পুঁজায় তারি আপনারে দিতে চাই বলি । | রবীন্দ্রনাথ ঠাকুর |
| ৩৪. উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই, ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই-তার ক্ষয় নাই । | রবীন্দ্রনাথ ঠাকুর |
| ৩৫. মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। | রবীন্দ্রনাথ ঠাকুর |
| ৩৬. ছিপখান তিন দাড় তিনজন মাল্লা চৌপর দিন ভর দ্যায় দূর পাল্লা। | সত্যেন্দ্রনাথ দত্ত |
| ৩৭. মধুর চেয়ে আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধূলা খাঁটি সোনার চেয়ে খাঁটি | সত্যেন্দ্রনাথ দত্ত |
| ৩৮. জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি দুটি যদি জোটে ফুল কিনে নেও হে অনুরাগী । | সত্যেন্দ্রনাথ দত্ত |
| ৩৯. কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ান কি মানুষের শোভা পায় । | সত্যেন্দ্রনাথ দত্ত |
| ৪০. কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল? কোন দেশেতে চলতে গেলে দলতে হয়রে দুর্বা কমল? | সত্যেন্দ্রনাথ দত্ত |
| ৪১. এমন যদি হত ইচ্ছে হলেই আমি হতাম প্রজাপতির মত। | সুকুমার বড়ুয়া |
| ৪২. ধরণীর কোন এক দীনতম গৃহে যদি জন্মে প্রেয়সী আমার, সে বালিকা বক্ষে তার রাখিবে সঞ্চয় করি সুধার ভাণ্ডার আমারি লাগিয়া। | মোহিতলাল মজুমদার |
| ৪৩. পাখি সব করে রব রাতি পোহাইল। | মদনমোহন তর্কালঙ্কার |
| ৪৪. সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি। | মদনমোহন তর্কালঙ্কার |
| ৪৫. স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়? | রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় |
| ৪৬. করিতে পারিনা কাজ সদা ভয় সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে । | কামিনী রায় |
| ৪৭. পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও, তার মত সুখ কোথাও কি আছে ? আপনার কথা ভুলিয়া যাও । | কামিনী রায় |
| ৪৮. আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী 'পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। | |
| ৪৯. একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, ভুল করেছে যারা, সবাই ভুক্তভোগী বটে। | আবুল হোসেন মিয়া |
| ৫০. একটু খানি স্নেহের কথা, একটু ভালোবাসা গড়তে পারে এই দুনিয়ায় শান্তি সুখের বাসা। | আবুল হোসেন মিয়া |
| ৫১. লোকে কয়, কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে? বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে। | সুকুমার রায় |
| ৫২. বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কন, বলতে পারিস সূর্যি কেন ওঠে? | সুকুমার রায় |
| ৫৩. বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই? | যতীন্দ্রমোহন বাগচী |
| ৫৪. ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই । | যতীন্দ্রমোহন বাগচী |
| ৫৫. আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। | কুসুমকুমারী দাশ |
| ৫৬. ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। | রফিক আজাদ |
| ৫৭. আমার স্বপ্ন হোক ফসলের সুষম বন্টন। | সমর সেন |
| ৫৮. এখানে যারা প্রাণ দিয়েছে রমনার উর্দ্ধমুখী কৃষ্ণচূড়ার নীচে, সেখানে আমি কাঁদতে আসিনি। | মাহবুবুল আলম চৌধুরী |
| ৫৯. মার চোখে নেই অশ্রু কেবল অনলজ্বালা, দু'চোখে তাঁর শত্রু হননের আহবান। | মোহাম্মদ মনিরুজ্জামান |
| ৬০. আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি' | ড. মুহম্মদ শহীদুল্লাহ |
| ৬১. সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই | চন্ডীদাস |
| ৬২. কেমনে ধরিব হিয়া | চন্ডীদাস |
| ৬৩. সকল দেশের রানী সে যে - আমার জন্মভূমি | দ্বিজেন্দ্রলাল রায় |
| ৬৪. কতরূপ স্নেহ করি, দেশের কুকুর ধরি, বিদেশের ঠাকুর ফেলিয়া। | ঈশ্বরচন্দ্র গুপ্ত |
| ৬৫. আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় | ঈশ্বরচন্দ্র গুপ্ত |
| ৬৬. নগরের লোক সব এই কয় মাস । তোমার কৃপায় করে মহাসুখে বাস । | ঈশ্বরচন্দ্র গুপ্ত |
| ৬৭. তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন । | আবদুল হাকিম |
| ৬৮. যেই দেশে সেই কাব্যে কহে নরগণ । সেই বাক্যে বুঝে প্রভু আপে নিরঞ্জন । | আবদুল হাকিম |
| ৬৯. বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে, কিন্তু সে স্নেহের তৃষ্ণা মিটে কার চলে? | মাইকেল মধুসূদন দত্ত |
| ৭০. জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা হবে? | মাইকেল মধুসূদন দত্ত |
| ৭১. ঊর্ধ্ব শির যদি তুমি কুল মনে ধনে; করিওনা ঘৃণা তব নীচ শির জনে । | মাইকেল মধুসূদন দত্ত |
| ৭২. বন্ধু তোমার ছাড় উদ্বেগ, সূতীক্ষ্ম কর চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত। | সুকান্ত ভট্টাচার্য |
| ৭৩. কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানার যাবেই পৌঁছে ভোরে। | সুকান্ত ভট্টাচার্য |
| ৭৪. এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান; জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত ধ্বংসস্তু-পিঠে চলে যেতে হবে আমাদের। | সুকান্ত ভট্টাচার্য |
| ৭৫. এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। | সুকান্ত ভট্টাচার্য |
| ৭৬. যে শিশু ভূমিষ্ট হল আজ রাতে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক । | সুকান্ত ভট্টাচার্য |
| ৭৭. এ নদীর পাশে মজা নদী বার মাস বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে । | সুকান্ত ভট্টাচার্য |
| ৭৮. ‘ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’ | সুকান্ত ভট্টাচার্য |
| ৭৯. “ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।“ | মোতাহের হোসেন চৌধুরী |
| ৮০. আহা,কি মধুর ওই আযানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ, নাচিল ধমনী । | কায়কোবাদ |
| ৮১. আমি তো পাগল হয়ে যাই যে মধুর তানে কি যে এক আকর্ষণে ছুটে যাই মুগ্ধ মনে । | কায়কোবাদ |
| ৮২. ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।' | কাজী নজরুল ইসলাম |
| ৮৩. ‘তবুও থামে না যৌবন বেগ, জীবনের উল্লাসে’ | কাজী নজরুল ইসলাম |
| ৮৪. আমি বেদুঈন, আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। | কাজী নজরুল ইসলাম |
| ৮৫. নাচে পাপ-সিন্ধু তুঙ্গ তরঙ্গ। মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ। নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে। | কাজী নজরুল ইসলাম |
| ৮৬. হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান । তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান কণ্টক মুকুট শোভা । | কাজী নজরুল ইসলাম |
| ৮৭. গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান ।” | কাজী নজরুল ইসলাম |
| ৮৮. গাহি তাহাদের গান বিশ্বের সাথে জীবনের পথে যারা আজি আগুয়ান । | কাজী নজরুল ইসলাম |
| ৮৯. কাটাকুঞ্জে বসি তুই গাঁতাবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা । | কাজী নজরুল ইসলাম |
| ৯০. থাকব নাক বন্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে । | কাজী নজরুল ইসলাম |
| ৯১. সাহেব কহেন, “চমৎকার! সে চমৎকার ! মোসাহেব বলে, “চমৎকার সে হতেই হবে যে।' হুজুরের মতে অমত কার? | কাজী নজরুল ইসলাম |
| ৯২. “চাষী ওরা, নয়কো চাষা, নয়কো ছোটলোক” | কাজী নজরুল ইসলাম |
| ৯৩. মেঘ বৃষ্টি আলোর দেশে নদী চলে জমিন ঘেষে । | ফররুখ আহমদ |
| ৯৪. “সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে' | জীবনানন্দ দাশ |
| ৯৫. ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাই না আর’ | জীবনানন্দ দাশ |
| ৯৬. আমারে ছাড়িয়া এত ব্যাথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমিয়ে রয়েছে নিঝঝুম নিরালায় ! | জসীম উদ্দিন |
| ৯৭. বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ | জসীম উদ্দিন |
| ৯৮. এতটুকু তারে ঘরে এনছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক । | জসীম উদ্দিন |
| ৯৯. পার্শ্বে জ্বলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল; আঁধারের সাথে যুঝিয়া তাহার ফুরায়ে এসেছে তেল । | জসীম উদ্দিন |
| ১০০. মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়েতে নিভিয়ে গেছে দারুণ অভাব আসি । | জসীম উদ্দিন |
| ১০১. সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা । | জসীম উদ্দিন |
| ১০২. এ আমার ছোট ছেলে, যে নেই এখন, পাথরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে বছর- তিনেক আগে কাক-ডাকা গ্রীষ্মের দুপুরে । | শামসুর রাহমান |
| ১০৩. তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। | শামসুর রাহমান |
| ১০৪. এই নিয়েছে ঐ নিল যাঃ কান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে । কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে, আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে । | শামসুর রাহমান |
| ১০৫. স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন | শামসুর রাহমান |
| ১০৬. ‘আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।’ | শামসুর রাহমান |
| ১০৭. বাতাবী নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? | বেগম সুফিয়া কামাল |
| ১০৮. এইতো হেমন্ত দিন, দিল নব ফসল সম্ভার অঙ্গনে অঙ্গনে ভরি, এই রূপ আমার বাংলার | বেগম সুফিয়া কামাল |
| ১০৯. রইব না আর ঘরের কোণে বাহির হব দূর ভবনে । | গোলাম মোস্তফা |
| ১১০. “মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।” | মীর মশাররফ হোসেন |
| ১১১. রোগকে ঘৃণা করা যায়, রোগীকে কেন | হুমায়ুন আহমেদ |
| ১১২. মানুষ মরে গেলে পচে যায় ,বেঁচে থাকলে বদলায় | মুনীর চৌধুরী |
| ১১৩. ‘যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা | নির্মলেন্দু গুণ |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
মোট প্রশ্ন: (১৬৬)
১. ‘বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ’ কোন কবির কবিতায় আছে ? [ আনসার-ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট : ০৫]
- রজনীকান্ত সেন
- বেগম সুফিয়া কামাল
- যতীন্দ্রনাথ বাগচী
- যতীন্দ্রমোহন বাগচী
২. ‘শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রঙ।’-রচয়িতা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- নির্মলেন্দু গুণ
- সিকান্দার আবু জাফর
- শামসুর রহমান
- হায়াৎ মাহমুদ
৩. ‘কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্হ-নরক, মানষেতে সুরাসুর।’ পঙ্ক্তির রচয়িতা কে ? [ ১৬ তম বিসিএস]
- মীর মশাররফ হোসেন
- নজীবর রহমান
- শওকত ওসমান
- ফজলল করিম
৪. ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া --- [ ১৭তম বিসিএস ]
- মুকুন্দরাম চক্রবর্তী
- ভারতচন্দ্র রায়
- মদনমোহন তর্কালংকার
- কামিনী রায়
৫. ‘একখানি ছোটো খেত, আমি একেলা’- রবীন্দ্রনাথের কোন কবিতার চরণ ? [ ৩৬ তম বিসিএস]
- চিত্রা
- বলাকা
- সোনার তরী
- সাধারণ মেয়ে
৬. দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার’ গানটির রচয়িতা কে ? [ কর্মসংস্থান ব্যাংক ডাটা এন্ট্রি অপারেটর : ১১ ]
- সুকান্ত ভট্টাচার্য
- নজরুল ইসলাম
- ইসমাইল হোসেন সিরাজী
- ফররুখ আহমেদ
৭. ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’-পঙক্তিটি কার ? [স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স : ১৬ ]
- কাজী নজরুল ইসলামের
- বুদ্ধদের বসুর
- অমিয় চক্রবর্তীর
- সুকান্ত ভট্টাচার্যের
৮. ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’ উক্তিটির প্রকৃত তাপৎর্য হচ্ছে --- [ ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা : ১০]
- আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
- বনের পশু বনে থাকতেই ভালবাসে
- জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
- প্রকৃতির রূপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম
৯. ‘এই বাঙ্গালায় তোমাকেই আসতে হবে হে স্বাধীনতা’ উক্তিটি কার ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- শামসুর রাহমান
- হাসান হাফিজুর রহমান
- সৈয়দ শামসুল হক
- আশরাফ সিদ্দিকী
১০. ‘দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে’ এই কবিতাংশটি কোন কবিতার অন্তর্গত ? [ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহকারী বিস্ফোরক পরিদর্শক : ০৩]
- বিদ্রোহী
- কামাল পাশা
- অগ্রপথিক
- আমার কৈফিয়ৎ
১১. ‘বাশরি আমার হারিয়ে গেছে বালুর চরে, কেমনে পশবি গোধন লইয়া গোয়াল ঘরে।’ এটি কোন কবির রচনা ? [কর্মসংস্থান ব্যাংকের সহকারী অফিসার (সাধারণ/ক্যাশ) : ২৩ ]
- কবি গোবিন্দ চন্দ্র দাশ
- কবি ইদ্রিস আলী
- কবি নজরুল ইসলাম
- কবি জসীম উদ্দীন
১২. ‘বড়র পিরীতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি ক্ষণেক চাঁদ’-চরণ দুটি কার রচনা ? [ সহকারী আবহাওয়াবিদ : ০৪]
- আলাওল
- ভারতচন্দ্র রায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
- শেখ ফজলুল করিম
১৩. ‘খাঁচার ভিতর অচিন পাখী কেমনে আসে যায়’-এ পঙক্তিটি- [ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী প্রধান পরিদর্শক : ০৯]
- বাউল পদাবলীর অন্তর্গত
- শক্তি পদাবলীর অন্তর্গত
- বৈষ্ণব পদাবলীর অন্তর্গত
- কোনটিই নয়
১৪. “কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল”- উদ্ধৃতাংশটি রবি ঠাকুরের কোন গল্প থেকে নেয়া হয়েছে ? [ এলজিইডির সহকারী পরিচালক : ০৫]
- শেষের কথা
- করুণা
- কাবুলিওয়ালা
- হৈমন্তী
১৫. ‘মানুষ যা চায় ভুল করে চায় যা পায় তা চায় না’ --- কার কথা ? [ পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ে সহকারী সচিব : ০৫]
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
- রবীন্দ্রনাথ ঠাকুর
- শেক্সপিয়ার
- কবি কায়কোবাদ
১৬. ‘পথিক তুমি পথ হারাইয়াছ?’ উদ্ধৃতাংশটুকু কোন গ্রন্থের ? [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক : ০৭]
- কপালকুণ্ডলা
- শ্রীকান্ত
- কৃষ্ণকান্তের উইল
- উদাসীন পথিকের মনের কথা
১৭. ‘এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।’--- চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ১৮]
- পুরাতন ভৃত্য
- নিস্ফল উপহার
- দুই বিঘা জমি
- দেবতার গ্রাস
১৮. ‘এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুরের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক’ পঙক্তিটি কোন কবিতার অংশ ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( তিস্তা ) : ১০ ]
- নিমন্ত্রণ
- কবর
- পল্লী জননী
- পাস্কেল
১৯. ‘দন্ডিতের সাথে দণ্ড দাতা কাঁদে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার’-কবিতাংশটির রচয়িতা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ইসমাইল হোসেন সিরাজী
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- গোলাম মোস্তফা
২০. 'পাহাড় সমান ঢেউয়ের বুকে নৌকা আমার ভাসে, মেঘ-মুকুলের পাহাড় থেকে ঝড়ের ঝাপটা আসে।' -এই কবিতাংশটুকু কোন কবির রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- সুফিয়া কামাল
- শামসুর রাহমান
- আবু জাফর ওবায়দুল্লাহ
- আহসান হাবিব
২১. ‘হায়রে, তাহার বউমার প্রতি বাবার সেই মধুমাখা পঞ্চস্বর এবার এমন বাজখাই খাদে নামিল কেমন করিয়া?’ উদ্ধতাংশটুকু প্রবন্ধকার কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
- রবীন্দ্রনাথ ঠাকুর
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২২. ‘তোমাকে দেখব বলে যতোবারই চোখ খুলতে বাইছি ততোবারই রক্তের ঝাপটায় সব গুলিয়ে একাকার হয়ে যাচ্ছে।’ উক্তিটি কার ? [ কর্মসংস্থান ব্যাংক এসিস্ট্যান্ট অফিসার : ০১]
- ইব্রাহীম কার্দি
- দিলীপ
- মন্নুবেগ
- জরিনা
২৩. ‘আমার ঘরের চাবি পরের হাতে’- গানটির রচয়িতা কে ? [ ৩৮ তম বিসিএস ]
- লালন শাহ্
- হাসন রাজা
- পাগলা কানাই
- রাধারমণ দত্ত
২৪. ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’- কার রচনা ? [ খাদ্য অধিদপ্তরের অধীন খাদ্য/উপ-খাদ্য পরিদর্শক : ১১]
- কানাহরি দত্ত
- ভারতচন্দ্র রায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
২৫. ‘মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর’ এই পঙক্তি কার রচনা ? [ ১৬ তম (বিশেষ) বিসিএস ]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- শেখ ফজলুল করিম
- শামসুর রহমান
২৬. ‘বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতাবিসর্জনের কাহিনী লিখতে হইবে সে কথা কে জানিত।’-এই বাক্যটি কোন লেখায় আছে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- যৌবনের গান
- বিলাসী
- হৈমন্তী
- কোনটিই নয়
২৭. 'ঈশ্বরগুপ্তের কাব্য চালের কাঁটায়, রান্না ঘরের ধূঁয়ায়, নাটুরে মাঝির ধ্বজির ঠেলায়... পাঠার মজ্জায়' উক্তিটি কার ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- রবীন্দ্রনাথ ঠাকুরের
- সুনীতিকুমারের
- মুহাম্মদ শহীদুল্লাহর
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
২৮. ‘এ যে দুর্লভ, এ যে মানবী, ইহাররহস্যের কি অন্ত আছে?’ এই উক্তিটি কার ? [ কর্মসংস্থান ব্যাংক এসিস্ট্যান্ট অফিসার : ০১]
- প্রমথ চৌধুরী
- রবীন্দ্রনাথ ঠাকুর
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২৯. “সম্মুখে শান্তি পারাবার ভাসাও তরী হেকর্ণধার তুমি হবে চিরসাথী লও লও হে ক্রোড়পতি অসীমের পথে জ্বলিব জ্যোতি ধ্রুবতারার।” উদ্ধৃতাংশটুকুর রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
- দ্বিজেন্দ্রলাল রায়
- সতোন্দ্রনাথ দত্ত
- রবীন্দ্রনাথ ঠাকুর
৩০. “পেচাঁ রাষ্ট্র করে দেয় পেলে কোন ছুতা জান না আমার সঙ্গে সূর্যের শক্রতা।” --- এর মূল প্রতিপাদ্য কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- অপরকে দুশমন মনে করা
- হীনমন্যতা
- বাগাড়ম্বর
- নিজের ঢোল নিজে পেটানো
৩১. বিদ্যে বোঝায় বাবুমশাই চড়ি শখের বোটে মাঝিরে কন, বলতে পারিস সূর্যি কেন ওঠে? -এই উদ্ধৃতাংশটুকু কোন কবির রচনা ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ( পদ্ম ) : ০৯]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- সুকুমার রায়
- ফররুখ আহমদ
- সত্যেন্দ্রনাথ দত্ত
৩২. 'আশরাফ' মুসলমানের ভাষা উর্দূ এবং 'আতরাফ' মুসলমানের ভাষা বাংলা।' উক্তিটি কার ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- নবাব আবদুল লতিফ
- স্যার সৈয়দ আহমেদ
- গোলাম আজম
- ড. মুহম্মদ শহীদুল্লাহ
৩৩. যে বইতে যাযাবর বলেছেন ‘আধুনিক সভ্যতা দিয়েছে বেগ, নিয়েছে আবেগ’ তার নাম কী ? [ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা: ০৩ ]
- বৃষ্টিপাত
- কৃষ্টিপাত
- জামপাত
- দৃষ্টিপাত
৩৪. ’আগে কি সুন্দর দিন কাটাইতাম’-- এই গানটির সুরকার কে ? [ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার : ১৭]
- শাহ আবদুল করিম
- সত্য সাহা
- সঞ্জীব চৌধুরী
- বাপ্পা মজুমদার
৩৫. ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল’ -গানটির গীতিকার কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- নজরুল ইসলাম বাবু
- মোহাম্মদ মনিরুজ্জামান
- গোবিন্দ দাস
- শামসুর রাহমান
৩৬. ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।’ গানটির রচয়িতা ও সুরকার হলেন শিল্পী- [পল্লী উন্নয়ন বোর্ড - সহকারী অফিসার : ০৬ ]
- আব্দুল লতিফ
- আব্দুল করিম
- লুৎফর রহমান
- হাসান আলী
৩৭. ‘আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা ও সুরকার হলেন যথাক্রমে- [গণপূর্ত অধিদপ্তরের কম্পিউটার অপারেটর : ১৬ ]
- গোবিন্দচন্দ্র ও আলতাফ মাহমুদ
- আলতাফ মাহমুদ ও আবদুল গাফফার চৌধুরী
- আবদুল গাফফার চৌধুরী ও আলতাফ মাহমুদ
- আল মাহমুদ ও আলতাফ মাহমুদ
৩৮. “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়”- চরণটি কার ? [ ১২ তম বিসিএস]
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
- মধুসূদন দত্ত
- হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- রঙ্গলাল বন্দোপ্যাধ্যায়
৩৯. ‘গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা। -এই উদ্ভৃতাংশটি কোন কবির রচনা ? [বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৮ ]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- নবীনচন্দ্র সেন
- গোলাম মোস্তফা
- সুফী মোতাহার হোসেন
৪০. ‘এনেছিলে সাথে করে মৃতুহীন প্রাণ, মরণে তাই তুমি করে গেলে দান।’ কবিশুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উদ্দেশ্য করে কথাগুলো লিখেছিলেন ? [ সহকারী পরিসংখ্যান কর্মকর্তা: ৯৮]
- সত্যেন্দ্রনাথ দত্ত
- আশুতোষ মুখোপাধ্যায়
- নবীনচন্দ্র
- চিত্তরঞ্জন দাস
৪১. আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান! না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এ উদ্ধৃতাংশটুকু কোন কবির রচনা ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (পদ্মা) : ০৯ ]
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- সুকান্ত ভট্টাচার্য
- কবি গোলাম মোস্তফা
৪২. বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান-- বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান।। পঙ্ক্তিটির রচয়িতা কে ? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক ( সুরমা) :১৩ ]
- গোলাম মোস্তফা
- সুফিয়া কামাল
- সত্যেন্দ্রনাথ দত্ত
- রবীন্দ্রনাথ ঠাকুর
৪৩. ঠাই না ঠাই না, ছোট সে তরী/ আমারি সোনার ধান নিয়েছি ভরি। এটি কোন কবিতার অংশ ? [বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক অফিসার : ১৬ ]
- রবীন্দ্রনাথ ঠাকুরঃ সোনার তরী
- কবি জসীমদ্দীনঃ কবর
- কবি নজরুল ইসলামঃ সর্বহারা
- কবি রবীন্দ্রনাথ ঠাকুরঃ হিং টিং ছট
৪৪. “সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি” চরণ দুটির রচয়িতা কে ? [৩০ তম ও ৪০ তম বিসিএস ]
- চণ্ডীচরণ মুনশী
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- মদনমোহন তর্কালঙ্কার
৪৫. ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরেন নাই’ উক্তিটি কোন গল্প লেখকের ? [পল্লী উন্নয়ন কর্মকর্তা: ০৬ ]
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়
- মানিক বন্দোপাধ্যায়
- বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
৪৬. ‘খাঁচার ভিতর অচিন পাখি’-পঙক্তিটির উৎস কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- হাসন রাজার গান
- রবীন্দ্র সঙ্গীত
- ভজন
- লালন গীতি
৪৭. ‘রমযানের ঐ রোযার শেষে এল খুশির ঈদ’ গানটির রচয়িতা কে ? [পিএসসির সহকারী পরিচালক : ০৪ ]
- গোলাম মোস্তফা
- কাজী নজরুল ইসলাম
- ফররুখ আহমেদ
- কায়কোবাদ
৪৮. এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।-পংক্তিটি কোন কবির রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক (তিস্তা) : ১০]
- কাজী নজরুল ইসলাম
- কবি জসীম উদদীন
- আবদুল কাদির
- সুফিয়া কামাল
৪৯. ‘সই কেমনে ধরিব হিয়া আমার বুঁধূয়া আন বাড়ি যায় আমরি আঙিনা দিয়া” কার রচনা ? [বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর সিনিয়র একাউন্টস ক্লার্ক : ২২ ]
- চণ্ডীদাস
- বিদ্যাপতি
- জ্ঞানদাস
- গোবিন্দ দাস
৫০. ‘নিঃশেষে নিশাচর নিশাচর, গ্রামে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃশেষে।’- কবিতাংশটুকু কোন কবির লেখা ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( সুরমা ) : ১০]
- বন্দে আলী মিয়া
- কাজী নজরুল ইসলাম
- ফররুখ আহমেদ
- সত্যেন্দ্রনাথ দত্ত
৫১. বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা ‘আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ’ । পংক্তিটির রচয়িতা কে? [ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক (শাপলা) :১১]
- জসীমউদ্দীন
- আবদুল কাদির
- সত্যেন্দ্রনাথ দত্ত
- নবীনচন্দ্র সেন
৫২. 'এ গাঁর চাষী নিঘুম রাতে বাঁশের বাঁশীর সুরে ওইনা গাঁয়ের মেয়ের সাথে গহন ব্যথায় ঝুঁরে! চরণ দুটি যে বিখ্যাত রচনার অন্তর্গত - [ রুপালী ব্যাংক অফিসার : ১৯ ]
- নকশী কাঁথার মাঠ
- মহুয়া
- চক্রবাক
- দেওয়ানা মদিনা
৫৩. ’বাড়ির কাছে আরশীনগর, সেথায় এক পড়শী বসত করে’ ......... এই পঙতিটি কার লেখা ? [ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার : ১৭ ]
- পাগলা কানাই
- সিরাজ সাঁই
- লালন শাহ
- মদন বাউল
৫৪. ‘পরের মাসদেড়ে ভিটেমাটি ছেড়ে বাহির হইনু পথে- করিল ডিক্রি, সবই বিক্রির মিথ্যা দেনার খতে।’ পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন কবিতার অংশ ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ( শাপলা ) : ০৯]
- চিত্রা
- পুরান ভৃত্য
- দুই বিঘা জমি
- দিন শেষে
৫৫. “আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেনা দেনা”- চরণ দু’টির রচয়িতা কে ? [ উপজেলা/থানা শিক্ষা অফিসার : ০৪]
- প্রমথ চৌধুরী
- নির্মলেন্দু গুণ
- হাছন রাজা
- লালন শাহ
৫৬. নিচের উদ্ধৃতাংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেয়া হয়েছে? ‘কাণ্ডারীএ তরীর পাকা মাঝি মাল্লা দাঁড়ী মুখে সারিগান-লা শরীক আল্লাহ’। [ সমাজসেবা অফিসার : ০৬]
- কাণ্ডারী হুঁশিয়ার
- খেয়া পারের তরণী
- সিদ্ধু : প্রথম তরঙ্গ
- সিন্ধু : দ্বিতীয় তরঙ্গ
৫৭. ‘আবার আসিব ফেরে ধান সিঁড়ি নদীর তীরে’ কোন কবির কবিতা থেকে নেওয়া ? [ ৬ষ্ঠ বিজেএস : ১১]
- মাইকেল মদুসূদন দত্ত
- রবীন্দ্রনাথ ঠাকুর
- জীবনানন্দ দাস
- সুনীল গঙ্গোপাধ্যায়
৫৮. ‘আমাদের স্বপ্ন হোক ফসলের সুষম বন্টন’ -কোন কবি বলেছেন ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২২]
- সুকান্ত ভট্টাচার্য
- সমর সেন
- জসীমউদ্দীন
- আল মাহমুদ
৫৯. '..... মাইকেল -রবীন্দ্রনাথ-নজরুল ইসলাম আমার মাতৃভাষা।' উক্তিটি __ [বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৮ ]
- মুহম্মদ শহীদুল্লাহর
- মুহম্মদ আবদুল হাই -এর
- মুনীর চৌধুরীর
- মুহম্মদ এনামুল হকের
৬০. ‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য; তার চেয়ে বেশী সত্য আমরা বাঙালি’- উক্তিটি করেন- [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ২২ ]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- ড. মুহম্মদ শহীদুল্লাহ
- মাওলানা আকরাম খাঁ
৬১. “সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন হউক দূর অকল্যাণ সকল অশোভন।” চরণ দুটি কার লেখা ? [ ১৫ তম বিসিএস]
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- গোলাম মোস্তফা
- শেখ ফজলল করিম
৬২. কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?- কার লেখা ? [ ৩৩ তম বিসিএস]
- কৃষ্ণচন্দ্র মজুমদার
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
- কামিনী রায়
- যতীন্দ্র মোহন বাগচী
৬৩. ‘সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ-রমণী কোন ভেদাভেদ নেই’। কবিতাংশটির রচয়িতা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক ( ধানসিড়ি ) : ০৮ ]
- বেগম সুফিয়া কামাল
- শেখ ফজলুল করিম
- বিহারীলাল চক্রবর্তী
- কবি কাজী নজরুল ইসলাম
৬৪. ‘তবুও থামে না যৌবন বেগ, জীবনের উল্লাসে’-এই চরণটির রচয়িতা নিম্নের কোন কবি ? [ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী : ১০]
- সুফিয়া কামাল
- কাজী নজরুল ইসলাম
- সুকান্ত ভট্টাচার্য
- কোনটিই নয়
৬৫. ‘আজ হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি, আমার............. কৌতুহলভরে। শূন্যস্থানে প্রচলিত শব্দটি চিহ্নিত করুন ? [ বিআরসি অফিসার : ৯৮]
- রচনাখানি
- কবিতাখানি
- গ্রন্থখানি
- কাব্যখানি
৬৬. আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?-‘ভিখারী রাঘব’ কে ? [সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার : ১০ ]
- রাবণ
- মেঘনাধ
- রাম
- বিভীষণ
৬৭. ‘সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি’- কোন কবি একথা বলেছিলেন ? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক : ১৫]
- সুকান্ত ভট্টাচার্য
- বুদ্ধদেব বসু
- জীবনানন্দ দাশ
- কামিনী রায়
৬৮. “ধনধান্য পুষ্পে ভরা” দেশাত্মবোধক গানটির রচয়িতা কে ? [ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন জুনিয়র অডিটর : ১১]
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- দ্বিজেন্দ্রলাল রায়
- গোবিন্দ দাস
৬৯. ‘এ ধরার মাখে তুলিয়া নিনাদ চাহিনা করিত বাদ প্রতিবাদ।’ কোন কবির উক্তি ? [সহকারী আবহাওয়াবিদ : ০০ ]
- সত্যেন্দ্রনাথ দত্ত
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- শামসুর রহমান
৭০. 'কাঁটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা।' --এ উদ্ধিতাংশটি কোন কবির রচনা ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক(নাগালিঙ্গম) : ১২]
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- ফজলল করিম
- মোহিতলাল মজুমদার
৭১. ‘যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।’ এ পংক্তি দু’টি কোন কবিতা হতে উদ্ধৃত করা হয়েছে ? [ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক : ১১]
- রামনিধি গুপ্ত
- আলাওল
- আব্দুল হাকিম
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
৭২. ‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান। তুমি মোরে দানিয়াছ খ্রীস্টের সম্মান কণ্টক মুকুট শোভা।’ - কবিতাংশটুকু কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ বিশেষ ? [প্রাথমিক প্রধান শিক্ষক (বেলী) : ০৯ ]
- দারিদ্র্য
- দরিদ্র
- অগ্নিবীণা
- মহররম
৭৩. ‘নমো নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি’ উদ্ধৃতাংশের লেখক- [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক: ৯৯]
- বঙ্কিমচন্দ্র
- সুফিয়া কামাল
- জীবনানন্দ দাশ
- রবীন্দ্রনাথ
৭৪. গাহি তাহাদের গান- ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান।-পংক্তিটি কোন কবির রচনা ? [ বাংলাদেশ ব্যাংক অফিসার : ১৫ ]
- কাজী নজরুল ইসলাম
- কায়কোবাদ
- গোলাম মোস্তফা
- সত্যেন্দ্রনাথ দত্ত
৭৫. মেঘনা নদী দেবো পাড়ি কল-অলা এক নায়ে। আবা আমি যাবে আমার পাহাড়তলী গাঁয়ে। --- উপরোক্ত পঙক্তিটি কোন কবির রচনা ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক(শিউলী) : ০৯ ]
- সুফিয়া কামাল
- জসীম উদ্দীন
- আহসান হাবীব
- শামসুর রাহমান
৭৬. ‘শিশুরাজ্যে এই মেয়েটি একট ছোটখাট বর্গির উপদ্রব বলিলে হয়’। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ ? [ ২৭তম বিসিএস]
- একরাত্রি
- শুভা
- সমাপ্তি
- পোস্টমাস্টার
৭৭. ‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ এই পঙক্তিটি নিচের একজনের লেখা- [ ১৭ তম বিসিএস]
- লালন শাহ
- সিরাজ সাঁই
- মদন বাউল
- পাগলা কানাই
৭৮. 'তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা' --কার রচনা ? [বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৩ ]
- রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
- শামসুর রাহমান
- মুনীর চৌধুরী
- কাজী নজরুল ইসলাম
৭৯. 'এ আমার ছোট ছেলে, যে নেই এখন, পাথরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে বছর-তিনেক আগে কাক-ডাকা গ্রীষ্মের দুপুরে'।----পঙ্ক্তিগুলো কোন কবির রচনা ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (বাগানবিলাস) : ১২]
- জীবনানন্দ দাশ
- শামসুর রাহমান
- সুকান্ত ভট্টাচার্য
- মোহাম্মদ মনিরুজ্জামান
৮০. ‘পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি” কার রচনা ? [ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স : ১৬]
- সিকানদার আবু জাফর
- হাসান হাফিজুর রহমান
- সুকুমার রায়
- সুকান্ত ভট্টচার্য
৮১. ‘নীল নবঘনে আষাঢ় গগনে ..... ঠাঁই আর নাহিরে।’ [ কর্মসংস্থান ব্যাংক ডাটা এন্ট্রি অপারেটর :১১]
- তিল
- এতটুকু
- বিন্দু
- সামান্য
৮২. ‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।’ - পঙক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্য থেকে নেয়া ? [১০ তম বিজেএস (সহকারী জজ) ]
- চিত্রা
- কড়ি ও কোমল
- সন্ধ্যাসঙ্গীত
- শেষ লেখা
৮৩. ‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।’ চরণ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতায় উল্লেখ আছে ? [ ১০ম বিজেএস : ১৬ ]
- সোনার তরী
- নূতন
- প্রাণ
- পুরাতন
৮৪. ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন’- স্বাধীনতা বিরোধ শক্তির পুনরুত্থানে রচিত ‘বাতাসে লাশের গন্ধ’ কবিতার বহুল উচ্চারিত এই পঙ্ক্তির বিক্ষুব্ধ কবির নাম- [ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব (ড্রাফটিং)- : ০৫ ]
- নির্মলেন্দু গুন
- শামসুর রহমান
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
- মহাদেব সাহা
৮৫. ‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’ --- এই কবিতাংশটুকুর কবি কে ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক : ০৯ ]
- শামসুর রাহমান
- সুফিয়া কামাল
- জীবনানন্দ দাশ
- কাজী নজরুল ইসলাম
৮৬. ‘তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন” উক্তিটি কার ? [ ৩২ তম (বিশেষ) বিসিএস]
- কাজী নজরুল ইসলাম
- বঙ্কিম চট্টোপাধ্যায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৮৭. ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’ কার লেখা ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৮ ]
- মাইকেল মধুসূদন দত্ত
- জসীমউদ্দিন
- জীবনানন্দ দাস
- সত্যেন্দ্রনাথ দত্ত
৮৮. ‘আমি চিরদুর্দম দুর্বিনীতি, নৃশংস, মহা-প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস’। পঙ্ক্তি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ০১]
- বিদ্রোহী
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- কাণ্ডারী হুশিয়ার
- সাম্যবাদী
৮৯. ‘তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি’- রবীন্দ্রনাথের কোন্ কাব্যের কবিতা ? [ ২৬ তম (বিশেষ) বিসিএস ]
- পূরবী
- শেষলেখা
- আকাশ প্রদীপ
- সেঁজুতি
৯০. দেখিনু সেদিন রেলে কুলি ব'লে এক বাবু সা'ব তারে ঠেলে দিল নীচে ফেলে! -পঙ্ক্তিটির রচয়িতা কে ? [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক ( দাজলা ) : ১৩ ]
- কাজী নজরুল ইসলাম
- সত্যেন্দ্রনাথ দত্ত
- আহসান হাবীব
- কবি জসীমউদ্দীন
৯১. আমি ..........., আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাত্রীর। [ জনতা ব্যাংক এক্নিকিউটিভ অফিসার : ১২]
- ঝঞ্ঝা
- হাম্বীর
- চিরদুর্দম
- ধূর্জটি
৯২. 'কাঁটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা।' --এ উদ্ধিতাংশটি কোন কবির রচনা ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক(নাগালিঙ্গম) : ১২ ]
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- ফজলল করিম
- মোহিতলাল মজুমদার
৯৩. ‘যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই’- উক্তিটি কোন লেখকের লেখা প্রবন্ধে পাওয়া যায় ? [ আমদানি রপ্তানি অধিদপ্তরের নির্বাহী অফিসার : ০৭]
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
- মোহাম্মদ বরকতুল্লাহ
- মোতাহের হোসেন চৌধুরী
৯৪. ‘রূপ লাগি আখি ঝুরে শুনে মন ভোর’ কার রচনা ? [২৬ তম (বিশেষ) বিসিএস ]
- চণ্ডিদাস
- জ্ঞানদাস
- বিদ্যাপতি
- লোচনদাস
৯৫. ‘যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি।’ এই পঙ্ক্তিটি কোন কবির থেকে নেয়া হয়েছে ? [ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা: ১৫]
- কৃষ্ণচন্দ্র মজুমদার
- রবীন্দ্রনাথ ঠাকুর
- চণ্ডীদাস
- কামিনী রায়
৯৬. “ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান?” পঙক্তিটির রচয়িতা কে ? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (বুড়িগঙ্গা) : ১৩]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- ফররুখ আহমেদ
- গোলাম মোস্তফা
৯৭. “........ কে হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে ভালবাসে।” কবিতাংশটি কোন কবির রচনা ? [ তথ্য মন্ত্রণালয়ের টেলিভিশন প্রকৌশলী : ০৪]
- বিষ্ণু দে
- জীবনান্দ দাশ
- যতীন্দ্রমোহন বাগচী
- কামিনী রায়
৯৮. ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’--- এই উক্তিটি কার ? [ পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যক্তিগত কর্মকর্তা : ১৯]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- মোহাম্মদ লুৎফর রহমান
- প্রমথ চৌধুরী
৯৯. 'সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে',---- কবিতাংশটি কার লেখা ? [পরিবার পরিকল্পনা সহকারী/পরিদর্শক : ১৮ ]
- জীবনানন্দ দাশ
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- আল মাহমুদ
১০০. ‘সই কে শুনাইল শ্যাম নামে’ পদটির রচয়িতা কে ? [৪র্থ বিজেএস (সহকারী জজ) ]
- চণ্ডীদাস
- দ্বিজ চণ্ডীদাস
- জ্ঞানদাস
- গোবিন্দ দাস
১০১. ‘মোদের গরব, মোদর আশা অ মরি বাংল ভাষা।’ রচয়িতা কে ? [১২ তম বিসিএস ]
- রামনিধি গুপ্ত
- রবীন্দ্রনাথ ঠাকুর
- অতুল প্রসাদ সেন
- সত্যেন্দ্রনাথ দত্ত
১০২. ‘সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা’- রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা ? [ ২৫তম বিসিএস]
- বলাকা
- সোনার তরী
- চিত্রা
- পুনশ্চ
১০৩. ‘খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হইল দোঁহে, কি ছিল বিধাতার মনে’ কবিতাংশটুকুর রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক(করতোয়া) :১২ ]
- সুকুমার রায়
- কাজী নজরুল ইসলাম
- সত্যেন্দ্রনাথ দত্ত
- রবীন্দ্রনাথ ঠাকুর
১০৪. ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।’- উক্তিটির রচয়িতা কে ? [ ৪র্থ বিজেএস (সহকারী জজ) ]
- রামমোহন রায়
- চন্ডীদাস
- কাজী নজরুল ইসলাম
- স্বামী বিবেকানন্দ
১০৫. “কবিতায় আর কি লিখব? যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ।” উল্লেখিত কবিতাংশটি কোন কবিতার অংশ ? [ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক : ০০]
- স্বাধীনতা তুমি
- দুর্মর
- শহীদ স্মরণে
- বাংলা আমার
১০৬. ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ বাংলার সাহিত্যের কোন কাব্যে বাঙালির এ প্রার্থনা ধ্বনিত হয়েছে ? [ বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক:১১]
- অন্নদামঙ্গল
- পদ্মাবতী
- অশ্রুমালা
- লাইলী-মজনু
১০৭. ‘বাংলা কাব্য বাংলার ভাষা মিটায় আমার প্রাণের পিপাসা, সে দেশ আমার নয় গো আপন, যে দেশে বাঙালি নেই।’ এ পঙ্ক্তিটি কোন কবির কবিতা থেকে উদ্ধৃত করা হয়েছে ? [ রেলওয়ে সহকারী কমান্ডেট : ০০]
- আলাওল
- রামনধি গুপ্ত
- আব্দুল হাকিম
- কায়কোবাদ
১০৮. ‘পথিক তুমি পথ হারাইয়াছ’-কে কাকে বলেছিল ? [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সহকারী/রাসায়নিক পরীক্ষক : ০২]
- সীমার হোসেন (রাঃ) কে
- আলেয়া সিরাজকে
- কপালকুণ্ডলা নবকুমারকে
- উপরের কোনটিই নয়
১০৯. ‘ঘুম থেকে জেগে বৈশাখি ঝড়ে কুড়ায়েছি ঝড়া আম’ এই লাইনটির লেখক বা কবি কে ? [ বাংলাদেশ কমার্স ব্যাংক অফিসার : ০০]
- বেগম সুফিয়া কামাল
- সুফিয়া আহম্মেদ
- আহসান হাবীব
- সানাউল হক
১১০. ‘একি আকস্মাৎ হোল বজ্রপাত! কি আর লিখিবে কবি। বঙ্গের ভাস্কর প্রতিভা আকর অকালো লুকানো ছবি।’ এই ছন্দ দুটি কোন কবির লেখা ? [উপজেলা/থানা শিক্ষা অফিসার : ৯৯ ]
- ফররুখ আহমেদ
- ইসমাইল হোসেন সিরাজী
- কায়কোবাদ
- গোলাম মোস্তফা
১১১. 'কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা' -এই উদ্ধৃতাংশটি কোন্ কবির রচনা ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ( শিউলী ) : ০৯ ]
- কাজী নজরুল ইসলাম
- মাইকেল মধুসূদন দত্ত
- সুকান্ত ভট্টচার্য
- বেনজীর আহমেদ
১১২. 'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে' -এই চরণটি কার লেখা ? [ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী নিরাপত্তা কর্মকর্তা : ২১]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- জীবনানন্দ দাশ
- ফররুখ আহমদ
১১৩. ‘সমবেত সকলের মতো আমি গোলাপ ফুল খুব ভালবাসি, রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে, আমিযেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।’ উদ্ধৃতটি কোন কবির কবিতাংশ ? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক : ৯৯ ]
- হুমায়ুন আজাদ
- নির্মলেন্দু গুণ
- রফিক আজাদ
- মহাদেব সাহা
১১৪. লোকে বলে, বলেরে ঘর বাড়ি ভালা না আমার” এ মরমি গানটি কার ? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ( ঢাকা) :০৩ ]
- লালন
- হাসন রাজা
- পাগলা কানাই
- ফকির আলমগীর
১১৫. 'ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো' এর রচয়িতা কে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( চট্র্রগ্রাম ) : ০৭]
- মরতুজা আহমদ
- শামসুর রাহমান
- রফিক আজাদ
- আখতারুজ্জামান ইলিয়াস
১১৬. ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত - উক্তিটি কার ? [ রুপালী ব্যাংক জুনিয়র অফিসার : ১৩]
- জীবনানন্দ দাস
- কামিনী রায়
- কাজী নজরুল ইসলাম
- সুভাষ মুখোপাধ্যায়
১১৭. যতদিন রবে পদ্ম-মেঘনা-গৌরী-যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান' ----এই অমর চরণ দুটি কে লিখেছেন ? [ পূবালী ব্যাংক সহকারী অফিসার ( ক্যাশ ) : ১৯ ]
- শামসুর রাহমান
- অন্নদাশঙ্কর রায়
- জসীমউদ্দীন
- নির্মলেন্দু গুণ
১১৮. ‘হায়রে কোথা সে বিদ্যা, যে বিদ্যা বলে দূরে থাকি পার্থরথী তোমার চরণে।’ উদ্ধৃত চরণ দুটির কবি কে ? [ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক : ৯৪]
- রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
- কায়কোবাদ
- ফররুখ আহমেদ
- মাইকেল মধুসূদন দত্ত
১১৯. ‘মধুর চেয়ে আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি’ কবিতার এই অংশ বিশেষের রচয়িতা কে ? [ ১৭ তম বিসিএস]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- মোহাম্মদ মনিরুজ্জামান
- সত্যেন্দ্রনাথ দত্ত
- নির্মলেন্দু গুণ
১২০. ‘আমরা সবাই রাজা আামদের এই রাজার রাজত্বে’ এই পঙ্ক্তিটির রচয়িতা কে ? [ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক : ১৩]
- কাজী নজরুল ইসলাম
- সত্যেন্দ্রনাথ দত্ত
- সিকানদার আবু জাফর
- রবীন্দ্রনাথ ঠাকুর
১২১. ‘জন্মই আমার আজন্ম পাপ’-উক্তিটি কার ? [বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক অফিসার : ১০ ]
- কবির চৌধুরী
- তসলিমা নাসরিন
- শামসুর রাহমান
- দাউদ হায়দার
১২২. ‘বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী।’-এই কবিতাংশটুকুর কবি কে ? [১৪তম বিসিএস ]
- বেনজির আহমেদ
- কাজী নজরুল ইসলাম
- জীবনানন্দ দাস
- শামসুর রহমান
১২৩. আমার স্বপ্ন হোক ফসলের সুষম বণ্টন- কোন কবি বলেছেন ? [ নির্বাচন কমিশন সচিবালয়ে প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তা : ০৬]
- সুকান্ত ভট্টাচার্য
- সমর সেন
- জসীমউদ্দীন
- আল মাহমুদ
১২৪. ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’ এ প্রার্থনাটি করেছে- [ ২৩তম বিসিএস]
- ভাঁড়ুদত্ত
- চাঁদ সওদাগর
- ঈশ্বরী পাটনী
- নলকুবের
১২৫. ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল’- পদটির রচয়িতা কে ? [ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা : ১৮]
- জ্ঞানদাস
- বিদ্যাপতি
- চণ্ডীদাস
- গোবিন্দাদাস
১২৬. ‘পথিক তুমি পথ হারাইয়াছ? কথাটি কার ? [ ১৬ তম (বিশেষ) বিসিএস]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- মীর মোশাররফ হোসেন
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১২৭. ‘যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি, এবার পূঁজায় তারি আপনার দিতে চাই বলি।’ চরণটির রচয়িতা--- [ বাংলাদেশ বেতার সহ-সম্পাদক : ১৯ ]
- অমিত রায়
- জীবনানন্দ দাশ
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কবি কালিদাস
১২৮. ‘হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে (অবোধ আমি) অবহেলা করি পরধন লোভে মত্ত, করিনু গমন পরদেশ।’ কোন কবির রচিত কবিতা থেকে নেওয়া হয়েছে ? [ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় অডিটর : ১৯ ]
- গোবিন্দ চন্দ্র দাশ
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- রবীন্দ্রনাথ ঠাকুর
- মধুসূদন দত্ত
১২৯. ‘সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই’- কে বলেছেন ? [ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, টেলিফোন ইঞ্জিনিয়ার ও সহকারী কম্পিউটার প্রগ্রামার-১৩]
- চণ্ডীদাস
- বিদ্যাপতি
- রামকৃষ্ণ পরমহংস
- বিবেকানন্দ
১৩০. ‘চাষী ওরা, নয়কো চাষা, নয়কো ছোট লোক’ বলেছেন- [ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক : ১৩]
- কবি ইকবাল
- নজরুল ইসলাম
- গোলাম মোস্তফা
- জসীমউদ্দীন
১৩১. ‘হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তেরে বরিয়া তুমি বলবে না কি তব বন্দনায়? উদ্ধৃতাংশের রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১০]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- মাহমুদা খাতুন সিদ্দিকা
- শামসুর রাহমান
- বেগম সুফিয়া কামাল
১৩২. ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?’-উক্তিটি কার ? [ জনতা ব্যাংক অফিসার : ১২ ]
- রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের
- মোহিতলাল মজুমদারের
- কৃষ্ণচন্দ্র মজুমদারের
- সুরেন্দ্রনাথ মজুমদারের
১৩৩. 'একখানি ছোট ক্ষেত আমি একেলা'- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ ? [ ৩৬তম বিসিএস ]
- সোনার তরী
- চিত্রা
- মানসী
- বলাকা
১৩৪. 'আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি '। চরণটি কোন কবিতার ? [স্বাস্থ্য মন্ত্রণালয় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর :১৯ ]
- ধূমকেতু
- বীরাঙ্গনা
- শিখা
- বিদ্রোহী
১৩৫. 'বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কংকাল মূর্তি'- উক্তিটি কোন রচনার অংশ ? [বিএডিসি সহকারী অ্যাকাউন্ট অফিসার :১৯ ]
- দুরন্ত পথিক
- রাজবন্দীর জবানবন্দী
- যৌবনের গান
- জীবন বন্দনা
১৩৬. ”চাষী ওরা, নয়কো চাষা, নয়কো ছোটলোক” বলেছেন-- [ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক:১৩]
- সুকান্ত ভট্টাচার্য
- কাজী নজরুল ইসলাম
- গোলাম মোস্তফা
- জসীমউদ্দীন
১৩৭. 'বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে ,মৃত্যুকে আকড়াইয়া পড়িয়া থাকে' - উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশ বিশেষ? [ প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) সহকারী পরিচালক :১৯]
- দুরন্ত পথিক
- আঠারো বছর বয়স
- চলে মুসাফির
- যৌবনের গান
১৩৮. ’ভোর হলো দোর খোল/খুকুমনি ওঠো রে’ - কবিতার কবি কে ? [ পিএসসি পিটিআই এর শিক্ষক : ১৯]
- মোহিতলাল মজুমদার
- সত্যেন্দ্রনাথ দত্ত
- কুসুম কুমারী দাশ
- কাজী নজরুল ইসলাম
১৩৯. ‘মরণ রে, তুঁহু মম শ্যাম সমান’ পঙ্ক্তিটির রচয়িতা কে ? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (ঝিলাম) :১৩]
- অতুল প্রসাদ সেন
- মুকুন্দরাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- শেখ ফজলুল করিম
১৪০. ‘ধরণীর কোন এক দীনতম গৃহে যদি জন্মে প্রেয়সী’ কার লেখা ? [শ্রম অধিদপ্তরের রেজিস্ট্রার : ০০ ]
- মোহিতলাল মজুমদার
- দীননাথ সেন
- কবি রবীন্দ্রনাথ ঠাকুর
- কবি কাজী নজরুল ইসলাম
১৪১. আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে।- কবিতাটির রচয়িতা কে ? [রুপালী ব্যাংক জুনিয়র অফিসার : ১৩ ]
- কুসুমকুমারী দেবী
- স্বর্ণময়ী দেবী
- কামিনী রায়
- বেগম রোকেয়া
১৪২. ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশীর, আর হাতে রণতুর্য’ নজরুল ইসলামের- [পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক : ০৭ ]
- ‘প্রলয়োল্লাস’ কবিতার একটি চরণ
- ‘বিদ্রোহী’ কবিতার একটি চরণ
- ‘খেয়াপারের তরণী’ কবিতার একটি চরণ
- ‘শাতিল আরব’ কবিতার একটি চরণ
১৪৩. নিচের উদ্ধৃতাংশ কবি শামসুর রাহমানের কোন কবিতা হতে নেয়া হয়েছে? ‘পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্ত বুলন্ত ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে, নতুন নিশানা উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক এই বাংলায় তোমাকেই আসতে হবে। [পিএসসি কর্তৃক ১২টি পদ : ০১ ]
- স্বাধীনতা তুমি
- গর্জে উঠো স্বাধীনতা
- গুড মর্নিং বাংলাদেশ
- তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা
১৪৪. ‘আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এ ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।’- পঙ্ক্তিটির রচয়িতা কে ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ( খুলনা):০৬ ]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- মোজাম্মেল হক
- মোহিতলাল মজুমদার
১৪৫. “কাণ্ডারী এ তরীর পাকা মাঝিমাল্লা, দাঁড়ী-মুখে সারি গান লা-শরীক আল্লাহ।”- এখানে দাঁড়ী-মুখে বলতে কি বোঝানো হয়েছে ? [মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন জুনিয়র অডিটর- ১১ ]
- দাড়িমণ্ডিত মুখে
- দাড়িবাঁধা মুখে
- দৃঢ়-কঠিন মুখে
- দাঁড়বাহীদের মুখে
১৪৬. ‘গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান’। পঙক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত কোন কবিতার অংশ ? [ বাংলাদেশ ব্যাংক অফিসার : ১৫]
- নারী
- সাম্যবাদী
- জীবন-বন্দনা
- মানুষ
১৪৭. “শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখ, এক বিন্দু দিলেম শিশির।” এ অংশটুকুর মূল প্রতিপাদ্য ? [ ১৩ তম বিসিএস]
- প্রতিদান
- প্রত্যুপকার
- অকৃতজ্ঞতা
- অসহিষ্ণুতা
১৪৮. ‘গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়।’ উদ্ধৃত বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘শেষের কবিতা’ উপন্যাসের কোন চরিত্রের বক্তব্য ? [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)-১৬]
- অমিত রায়
- লাবণ্য
- শোভন লাল
- কেতকী
১৪৯. ‘এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর।’ -- লিখেছেন ? [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)-১৬]
- চণ্ডীদাস
- বিদ্যাপতি
- রবীন্দ্রনাথ
- কাজী নজরুল ইসলাম
১৫০. 'ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর এ সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।' -কে বলেছেন ? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মেঘনা)- ১২]
- মোতাহের হোসেন চৌধুরী
- রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
- প্রমথ চৌধুরী
- কাজী আব্দুল ওদুদ
১৫১. ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেক আমরা পরের তরে।’ পঙ্ক্তিদ্বয় কোন কবিতা হতে নেওয়া হয়েছে ? [ ফিমেল সেকেন্ডোরি এডুকেশন প্রজেক্ট অফিসার : ৯৯ ]
- মানুষকে
- শহীদ স্মরণে
- পরার্থে
- মানব কল্যাণ
১৫২. ‘এখানে যারা প্রাণ দিয়েছে রমনার উর্দ্ধৃমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি।’ এর রচয়িতা কে ? [ ১২ তম বিসিএস ]
- জহির রায়হান
- গাফফার চৌধুরী
- শামসুর রহমান
- মাহবুব আলম চৌধুরী
১৫৩. ‘সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না’ বলেছেন- [ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা : ০৩]
- শরৎচন্দ্র
- নজরুল ইসলাম
- বঙ্কিমচন্দ্র
- রবীন্দ্রনাথ
১৫৪. নাচে পাপ-সিন্ধু তুঙ্গ তরঙ্গ। মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ । নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে। পংক্তিটি কোন কবির রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক (সুরমা) : ১০]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- শামসুর রাহমান
- ফররুখ আহমদ
১৫৫. ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ’-কার উক্তি ? [ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপ-আঞ্চলিক ব্যবস্থাপক : ১৩]
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- মীর মোশাররফ হোসেন
- রবীন্দ্রনাথ ঠাকুর
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৫৬. ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।’ কবিতাংশটুকু কোন কবির লেখা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ৯৫ ]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- গোলাম মোস্তফা
- বেগম সুফিয়া কামাল
১৫৭. এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি’- পঙ্ক্তিটির রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- কাজী নজরুল ইসলাম
- সৈয়দ শামসুল হক
- জীবনানন্দ দাস
- সুকান্ত ভট্টাচার্য
১৫৮. বিদ্যা বোঝাই বাবু মশাই চড়ি শকের বোটে মাঝিরেকন, “বলতে পারিস সূর্যি কেন উঠে? চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে? ----- এই উদ্ধৃতাংশটি কোনকবির রচনা ? [ দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক: ০৩]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- সুকুমার রায়
- ফররুখ আহমেদ
- সত্যেন্দ্রনাথ দত্ত
১৫৯. ‘পাখি সব করে রব রাতি পোহাইল’ পংক্তির রচয়িতা কে ? [ ২৭ তম বিসিএস ]
- রামনারায়ণ তর্করত্ন
- বিহারী লাল
- কৃষ্ণচন্দ্র মজুমদার
- মদনমোহন তর্কালংকার
১৬০. পাখির ..... মত চোখ তুলে বলেছিল নাটোরের বনলতা সেন।” [ কর্মসংস্থান ব্যাংক ডাটা এন্ট্রি অপারেটর : ১১]
- বাসার
- চোখের
- নীড়ের
- দৃষ্টির
১৬১. 'পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন' এখানে 'নীড়' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে ? [ ১৩তম বেসরকারি প্রভাষক নিবন্ধন:১৬ ]
- নান্দনিক
- আশ্রয়
- রহস্যময়
- পাখির বাসা
১৬২. ‘সতত হে নদ, তুমি পড় মোর মনে। সতত তোমার কথা ভাবি এ ভাবি এ বিরলে।’ চরণ দুটি কবি কে ? [ডাক অধিদপ্তরের এস্টিমেটর :২০১৮ ]
- মোহিতলাল মজুমদার
- সুকান্ত ভট্টাচার্য
- সত্যেন্দ্রনাথ দত্ত
- মাইকেল মধুসূদন দত্ত
১৬৩. “নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা? পঙক্তিটির রচয়িতা কে ? [ এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার : ১৯ ]
- আবদুল হাকিম
- অতুল প্রসাদ সেন
- রামনিধি গুপ্ত
- শেখ ফজলল করিম
১৬৪. ” কাঁটা হেরি ক্ষান্ত কেন...... তুলিতে “- [ জনতা ব্যাংক অফিসার : ১২ ]
- কুসুম
- পুষ্প
- কমল
- গোলাপ
১৬৫. “স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে” - এ শ্লোকের রচয়িতা কে ? [ সোনালী ও জনতা ব্যাংকের অফিসার ( আইট ) : ২০]
- ভতৃহরি
- স্বামী সদানন্দ
- চাণক্য পন্ডিত
- স্বামী দয়ানন্দ
১৬৬. “কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি”- এই কবিতাটির রচয়িতা কে ? [ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সাভিস অ্যাসিসট্যান্ট : ২২]
- জহির রায়হান
- শামসুর রহমান
- মাহবুব উল আলম
- সৈয়দ শামসুল হক