কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬)
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সত্য প্রকাশের দুরন্ত সাহস নিয়ে আমৃত্যু সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার ও প্রতিবাদী। এ জন্য তাঁকে বাংলা সাহিত্যের ‘বিদ্রোহী কবি' বলা হয়। আবার একই সাথে কোমল দরদি মন নিয়ে ব্যথিত ও বঞ্চিত মানুষের পাশে থেকেছেন তিনি। এক হাতে বাঁশি আরেক হাতে রণতূর্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন, আর এসেই প্রচলিত শিল্পধারাসমূহকে পাল্টে দিয়ে নতুন বিষয় ও নতুন শব্দে বাংলা সাহিত্য ও সংগীতকে করেছেন সমৃদ্ধতর । কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক । বাংলা ভাষায় তিনি প্রথম ইসলামি গান ও গজল রচনা করেছেন।
কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম
| সাহিত্যিক উপাদান | সাহিত্যিক তথ্য |
|---|---|
| জন্ম | কাজী নজরুল ইসলাম ২৪ মে, ১৮৯৯ সালে (বাংলা- ১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন । |
| পিতা-মাতা | তাঁর পিতা কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন । (কাজী ফকির আহমেদ এর ২য় স্ত্রী জাহেদা খাতুন)। জাহেদা খাতুনের চার পুত্রের অকাল মৃত্যুর পর নজরুলের জন্ম হয় বলে তার নাম রাখা হয়- দুখু মিয়া। বাল্যকালে তাঁকে ‘ত্যারা ক্ষ্যাপা' ও ‘নজর আলী' নামেও ডাকা হতো। সাহিত্যে তিনি ‘নুরু’ নামও ব্যবহার করেছেন। মাত্র ৮ বছর বয়সে পিতার মৃত্যু (১৯০৭) হলে তিনি চরম দারিদ্র্যে নিপতিত হন । |
| রাজনীতি | কাজী নজরুল ইসলাম ১৯২৫ সালে মহাত্মা গান্ধীর মাধ্যমে কংগ্রেসের রাজনীতিতে যোগদান করেন। কংগ্রেসের অঙ্গসংগঠন ‘মজুর স্বরাজ পার্টি'র অন্যতম প্রতিষ্ঠাতা নজরুল ১৯২৬ সালের নভেম্বর মাসে ফরিদপুর থেকে বঙ্গীয় বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তমিজুদ্দীন খানের নিকট পরাজিত হন । |
| জাতীয় সংবর্ধনা | ১৫ ডিসেম্বর, ১৯২৯ সালে কাজী নজরুল ইসলামকে কলকাতার অ্যালবার্ট হলে জাতীয় সংবর্ধনা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে আচার্য প্রফুল্লচন্দ্র রায় তাঁর সভাপতির ভাষণে নজরুলকে ‘প্রতিভাবান বাঙালি কবি' বলে আখ্যায়িত করেন। |
| অসুস্থতা | ১০ অক্টোবর, ১৯৪২ সালে মাত্র তেতাল্লিশ বছর বয়সে দূরারোগ্য (পিক্স ডিজিজ) ব্যাধিতে আক্রান্ত হওয়ায় এই ঋদ্ধ ও সম্ভাবনাময় জীবন আমৃত্যু নির্বাক হয়ে যায় । |
| বাংলা একাডেমির প্রকাশনা | কাজী নজরুল ইসলামের সমগ্র রচনাবলি বাংলা একাডেমি থেকে ‘নজরুল রচনাবলি' (২০০৫) নামে ১২ খণ্ডে প্রকাশিত । |
| প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ | নজরুল ১৯০৯ সালে গ্রামের মক্তব থেকে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। |
| লেটো গানের দলে | তিনি ১৯০৯-১৯১০ সালে লেটো গানের দলে ছিলেন। নজরুলের চাচা কাজী বজলে করিম লেটো গানের দলের ওস্তাদ ছিলেন। এ গানের দলে তিনি পালা গান রচনা করতেন। নজরুলের লেটোগানে পারদর্শিতা দেখে সে সময়কার লেটোদলের বিখ্যাত কবিয়াল শেখ চাকার তাঁকে ‘ব্যাঙাচি’ বলে ডাকতেন। (পরবর্তীতে ১০ সালের শেষে রুটির দোকানে কাজ নেন)। |
| লেটো কী | বাংলার রাঢ় অঞ্চলের কবিতা, গান ও নৃত্যের মিশ্র আঙ্গিক চর্চার ভ্রাম্যমান নাট্যদল। |
| ৭ম শ্রেণিতে ভর্তি | ১৯১৪ সালে আসানসোলে রুটির দোকানে কাজ করার সময় তাঁর গান শুনে মুগ্ধ হয়ে আসানসোল থানার দারোগা কাজী রফিজউদ্দিন ময়মনসিংহের ত্রিশাল বাজারের নিকটবর্তী কাজী সিমলা গ্রামের দরিরামপুর স্কুলে ৭ম শ্রেণিতে ভর্তি করান। |
| সেনাবাহিনিতে যোগদান | ১৯১৭ সালে শিয়ারশোল স্কুলে ১০ম শ্রেণির প্রি-টেস্ট দিয়ে সেনাবাহিনীর সৈনিক পদে ৪৯ নম্বর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান এবং ১৯২০ এর শুরুতে বাঙালি রেজিমেন্ট ভেঙে দেয়া হলে তিনি করাচি ত্যাগ করে কলকাতায় এসে ৩২ নং কলেজ স্ট্রিটের ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি'র অফিসে আশ্রয় গ্রহণ করেন। |
| দাম্পত্য জীবন | ১৮ জুন, ১৯২১ সালে কুমিল্লার দৌলতপুরে আলা আকবর খানের বোনের মেয়ে সৈয়দা খাতুন ওরফে নার্গিসের সাথে কবির বিবাহ সম্পন্ন হয়। কিন্তু কাবিনের শর্তে আলী আকবর খান নজরুলকে ঘরজামাই থাকার শর্ত জুড়ে দেন যা তিনি কোনোভাবেই মানতে না পেরে বাসর রাতেই দৌলতপুর ছেড়ে চলে যান। দীর্ঘ ১৬ বছর পর ১৯৩৭ সালে তিনি নার্গিসকে একটি চিঠি লেখেন । নজরুল কুমিল্লার কান্দিরপাড়ে গিয়ে ইন্দ্রকুমার সেনগুপ্তের বাড়িতে থাকতেন। ইন্দ্রকুমার সেনগুপ্তের ভ্রাতুষ্পুত্রী, গিরিবালা দেবীর (বিরজাসুন্দরীর জা) কন্যা আশালতার সাথে নজরুলের প্রণয় জন্মে। ২৪ এপ্রিল, ১৯২৪ সালে [সূত্র: বাংলা একাডেমি চরিতাভিধান] নজরুল আশালতা সেনগুপ্তাকে বিয়ে করেন। আশালতার ডাক নাম ছিল দুলি, তাই তারে আদর করে দোলন বা দুলু নামে ডাকা হতো। বিয়ের পর নজরুল নাম রাখেন প্রমীলা । কাজী নজরুল ইসলামের পুত্র কৃষ্ণ মোহম্মদ ও অরিন্দম খালেদ বুলবুলের অকাল প্রয়াণের পর কাজী সব্যসাচী (১৯২৯-১৯৭৯) ও কাজী অনিরুদ্ধ (১৯৩১-১৯৭৪) বেঁচে ছিলেন। কাজী সব্যসাচী ছিলেন আবৃত্তিকার এবং তাঁর কন্যার নাম খিলখিল কাজী। কাজী অনিরুদ্ধ ছিলেন সুরকার এবং তাঁর কন্যার নাম অনিন্দিতা কাজী । |
| সম্পাদনা | নজরুল ‘দৈনিক নবযুগ” (১২ জুলাই, ১৯২০) পত্রিকার যুগ্ম-সম্পাদক ছিলেন। এ পত্রিকার সাথে কমরেড মুজাফ্ফর আহমদ ও শেরে বাংলা এ. কে ফজলুল হক যুক্ত ছিলেন। এটি ছিল সান্ধ্য পত্রিকা। ১৯৪০ সালের অক্টোবর মাসে ‘দৈনিক নবযুগ' পত্রিকা প্রকাশিত হলে তিনি এর সম্পাদক নিযুক্ত হন । তাছাড়া তিনি ‘ধূমকেতু’- ১৯২২ (অর্ধ-সাপ্তাহিক) এবং লাঙ্গল (১৯২৫) পত্রিকার সম্পাদনা করতেন। ‘ধূমকেতু' পত্রিকায় দেশের মুক্তির দিশারি হিসেবে ‘অনুশীলন' ও 'যুগান্তর' দলের সন্ত্রাসবাদী আন্দোলনকে উৎসাহ প্রদান ও ভারতের পূর্ণ স্বাধীনতা দাবি করে তৎকর্তৃক বহু অগ্নিঝরা সম্পাদকীয়, কবিতা ও প্রবন্ধ প্রকাশ করেন। ১৯২৩ সালে ব্রিটিশ সরকার এ পত্রিকা নিষিদ্ধ করেন। ‘ধূমকেতু’ পত্রিকায় রবীন্দ্রনাথের ‘আয় চলে আয়রে ধূমকেতু / আঁধারে বাঁধ অগ্নিসেতু....’ এই বাণী ছাপা হয়। |
| নজরুলের প্রথম প্রকাশিত রচনাবলির নাম | |
| প্রথম প্রকাশিত রচনা/গল্প | ‘বাউণ্ডেলের আত্নকাহিনি' (১৯১৯)। এটি ‘সওগাত' পত্রিকার মে-জুন সংখ্যায় প্রকাশিত হয় । |
| প্রথম প্রকাশিত কবিতা | ‘ মুক্তি ’ (১৯১৯)। এটি ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা'র জুলাই-আগস্ট সংখ্যায় প্রকাশিত হয়। |
| প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ | ‘অগ্নিবীণা' (সেপ্টেম্বর, ১৯২২)। কবি এ কাব্যটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন। এ কাব্যে মোট ১২টি কবিতা আছে। এর বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’, এটি ‘সাপ্তাহিক বিজলী’ পত্রিকার ২২ ডিসেম্বর (১৯২১)-জানুয়ারি (১৯২২) সংখ্যায় প্রকাশিত হয় । ‘বিদ্রোহী' কবিতাটি অসহযোগ আন্দোলনের (১৯২০-২২) প্রেক্ষাপটে লেখা। ‘ অগ্নিবীণা ' কাব্যের প্রথম কবিতা ‘ প্রলয়োল্লাস'। |
| প্রথম প্রকাশিত প্রবন্ধ | ‘তুর্কিমহিলার ঘোমটা খোলা' (১৯১৯)। এটি ‘ সওগাত ’ পত্রিকার কার্তিক সংখ্যায় (অক্টোবর-নভেম্বর) প্রকাশিত হয় । |
| প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ | ‘ যুগবাণী ’ (অক্টোবর, ১৯২২) |
| প্রথম প্রকাশিত নাটক | ‘ঝিলিমিলি' (১৯৩০) |
| প্রথম প্রকাশিত গ্রন্থ/ গল্পগ্রন্থ | ‘ব্যথার দান' (১৯২২) |
| প্রথম প্রকাশিত উপন্যাস | ‘ বাঁধনহারা ' (১৯২৭) |
| কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম | |
| নিষিদ্ধ গ্রন্থ | সাহিত্য সমালোচক শিশির কর ‘নিষিদ্ধ নজরুল' নামক গ্রন্থে ৫টি গ্রন্থের কথা উল্লেখ করেছেন। যথা: ‘ যুগবাণী ' (নিষিদ্ধ- ২৩ নভেম্বর, ১৯২২। নিষেধাজ্ঞা প্রত্যাহার: ১৯৪৭), ‘ বিষের বাঁশি' (নিষিদ্ধ- ২২ অক্টোবর, ১৯২৪। নিষেধাজ্ঞা প্রত্যাহার- ২৭ এপ্রিল, ১৯৪৫), ‘ভাঙার গান' (নিষিদ্ধ- ১১ নভেম্বর, ১৯২৪), ‘প্রলয়শিখা’ (নিষিদ্ধ- ১৭ সেপ্টেম্বর, ১৯৩০), ‘ চন্দ্ৰবিন্দু' (নিষিদ্ধ- ১৪ অক্টোবর, ১৯৩১)। গ্রন্থ হিসেবে ‘অগ্নিবীণা' কাব্যটি কখনো নিষিদ্ধ হয়নি। এ কাব্যের ‘রক্তাম্বরধারিণী মা' কবিতাটি নিষিদ্ধ হয়। ‘ধূমকেতুর’ পূজা (২২ সেপ্টেম্বর) সংখ্যায় রাজনৈতিক কবিতা ‘আনন্দময়ীর আগমনে' প্রকাশিত হলে পত্রিকার এ সংখ্যা নিষিদ্ধ হয় এবং নজরুল ইসলাম গ্রেফতার হন। এ কবিতা রচনার জন্য কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের আদালতে (ব্রিটিশ সরকার) রাজদ্রোহের অভিযোগে কবিকে ১ বছর সশ্রম কারাদণ্ড দেন (৮ জানুয়ারি, ১৯২৩)। |
| কাব্যগ্রন্থ | কাজী নজরুল ইসলামের মোট কাব্য সংখ্যা ২২টি। ‘দোলনচাঁপা’ (অক্টোবর, ১৯২৩): কাজী নজরুল ইসলাম রাজবন্দি থাকা অবস্থায় কাব্যটি প্রকাশিত হয়। এটি প্রেমের কাব্য। তাঁর স্ত্রী দুলির নামানুসারে এ কাব্যের নামকরণ করেন। এ কাব্যের প্রথম কবিতা ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে'। বেলাশেষে, পূবের হাওয়া, চোখের চাতক, অবেলার ডাক, পূজারিণী ইত্যাদি এ কাব্যের অন্যতম কবিতা । ‘বিষের বাঁশি’ (আগস্ট, ১৯২৪): ২২ অক্টোবর, ১৯২৪ সালে গ্রন্থটি নিষিদ্ধ হয়। পরবর্তীতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল ২৭ এপ্রিল, ১৯৪৫ সালে। এটি তিনি উৎসর্গ করেন এদেশের নারী অধিকার আন্দোলনের অগ্রনায়িকা মিসেস এম. রহমানকে (মোসাম্মদ মাসুদা খাতুন)। ‘ভাঙার গান' (আগস্ট, ১৯২৪): এটি মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। ‘ছায়ানট' (১৯২৪): এটি উৎসর্গ করেন মুজাফ্ফর আহমদ ও কুতুবউদ্দীন আহমদকে । ‘চিত্তনামা’ (১৯২৫): দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জীবনীভিত্তিক গ্রন্থ। ১৯২৫ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ দার্জিলিঙে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে শোকার্ত কবি অর্ঘ্য, অকাল- সন্ধ্যা, সান্ত্বনা, রাজভিখারি নামে কয়েকটি কবিতা লেখেন। ‘ইন্দ্ৰপতন' কবিতায় কবি মহানবীর সাথে চিত্তরঞ্জনকে তুলনা করে কবিতা লেখেন । ‘জন্মিলে তুমি মোহাম্মদের আগে হে পুরুষবর কোরানে ঘোষিত তোমার মহিমা হতে পয়গাম্বর।' এ কবিতাটি প্রকাশিত হওয়ার সাথে সাথে মুসলিমরা কবির ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। পরবর্তীতে এটির সংশোধিত রূপ প্রকাশ পায়। কাব্যটি উৎসর্গ করেন চিত্তরঞ্জন দাশের স্ত্রী বাসন্তী দেবীকে। বাসন্তী দেবীকে তিনি মা বলে ডাকতেন । ‘ঝিঙেফুল' (১৯২৬): শিশুতোষ কাব্য। এটি উৎসর্গ করেন বীর বাদলকে । ‘সাতভাই চম্পা' (১৯২৬): শিশুতোষ কাব্য । ‘সর্বহারা' (১৯২৬): এ কাব্যের বিখ্যাত কবিতা ‘কাণ্ডারী হুশিয়ার'। এটি উৎসর্গ করেন বিরজাসুন্দরী দেবীকে। ‘সিন্ধু হিন্দোল' (১৯২৭): এ কাব্যের বিখ্যাত কবিতা ‘দারিদ্র্য’। এটি উৎসর্গ করেন হাবীবুল্লাহ বাহার শামসুন্নাহার মাহমুদকে । ‘সঞ্চিতা' (১৯২৮): বিভিন্ন কাব্যের বাছাইকৃত কবিতা সংকলন। এতে মোট ৭৮টি কবিতা ও গান সংকলিত হয়েছে। তিনি এটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন এবং উৎসর্গপত্রে লিখেন : “ বিশ্বকবিসম্রাট রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীশ্রীচরণারবিন্দেষু' । ‘ চক্রবাক’ (১৯২৯): চট্টগ্রামে অবস্থানকালে লেখা অধিকাংশ কবিতা এতে স্থান পায়। তিনি এটি উৎসর্গ করেন তৎকালিন ঢাকা ইন্টারমেডিয়েট কলেজের (বর্তমান- ঢাকা কলেজ) অধ্যক্ষ সুরেন্দ্রনাথ মৈত্রকে। ‘ সন্ধ্যা' (১৯২৯): এ কাব্যের অন্যতম কবিতা ‘চল্ চল্ চল্’ । ১৯২৮ সালের ফেব্রুয়ারি মাসে 'মুসলিম সাহিত্য সমাজ' এর দ্বিতীয় বার্ষিক সম্মেলনে যোগদানের জন্য নজরুল ঢাকায় আসেন। তখন তিনি সৈয়দ আবুল হেসেনের সরকারি বাসা বর্ধমান হাউসে (বর্তমান- বাংলা একাডেমি) অবস্থানকালে এ গানটি রচনা করেন। এটি প্রথম ‘নতুনের গান' শিরোনামে ‘শিখা’ পত্রিকায় ১৯২৮ (বাংলা- ১৩৩৫) সালে প্রকাশিত হয়। এটি উৎসর্গ করেন মাদারীপুরের শান্তিসেনাদেরকে। ১৯৭২ সালের ১৩ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ কবিতার / গানের ২১ চরণ বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় । ‘ প্রলয়শিখা' (১৯৩০): এ কাব্যের জন্য কবি ৬ মাস কারাভোগ করেন। ‘ মরুভাস্কর' (১৯৫০): এটি হযরত মুহাম্মাদ (স) এর জীবনীভিত্তিক গ্রন্থ। এটি ৪টি সর্গে ১৮টি খণ্ড-কবিতা নিয়ে রচিত। ‘শেষ সওগাত' (১৯৫৮): এ কাব্যের ভূমিকা লেখেন প্রেমেন্দ্র মিত্র । ‘সাম্যবাদী' (ডিসেম্বর, ১৯২৫), ‘ফণি-মনসা' (১৯২৭), ‘ জিঞ্জির' '(১৯২৮), ‘পূবের হাওয়া' (১৯২৫), ‘ নির্ঝর’ (১৯৩৯), ‘নতুন চাঁদ' (১৯৩৯)। |
| উপন্যাস | নজরুলের উপন্যাস ৩টি ‘বাঁধনহারা' (১৯২৭): এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস। ১৯২১ সাল থেকে এটি ধারাবাহিকভাবে ‘মোসলেম ভারত' পত্রিকায় ছাপা হয়। পত্রিকায় প্রকাশিত এ উপন্যাসের কিছু অংশ ১৯২৭ সালে গ্রন্থাকারে প্রকাশের সময় বাদ পড়ে যায়। পরবর্তীতে তা খুঁজে পাওয়া গেলে ১৯ মে, ২০০৬ সালে দৈনিক 'প্রথম আলো' পত্রিকায় প্রকাশিত হয়। এ গ্রন্থের পত্র সংখ্যা ১৮টি। নুরুর সাথে মাহবুবার প্রণয় এবং বিয়ের উদ্যোগ অনেক এগিয়ে গেলে হঠাৎ নুরু পালিয়ে গিয়ে সৈনিক জীবন গ্রহণ করে। যদিও এর পেছনে দেশ ও জাতির ক্রান্তিকালীন কোনো তাগিদ ছিলনা। অনেকের মতে, এ উপন্যাসের নুরুই নজরুল। চরিত্র: নুরুল হুদা, মাহবুবা, সাহসিকা, রাবেয়া। ‘মৃত্যুক্ষুধা' (১৯৩০) : ত্রিশাল গ্রাম ও অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে এটি রচিত। এটি ১৯২৪ সাল থেকে ধারাবাহিকভাবে ‘সওগাত' পত্রিকায় প্রকাশিত হয় এবং গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৩০ সালে। (সুত্র: বাংলা একাডেমি চরিতাভিধান। ‘ কুহেলিকা' (১৯৩১): ১৯২৭ সাল থেকে পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৩১ সালে। এটি রাজনৈতিক উপন্যাস। কারণ, নায়ক জাহাঙ্গীরের মাধ্যমে স্বদেশী আন্দোলনকে সশস্ত্র বিপ্লবকে উপস্থাপন করা হয়েছে। এ উপন্যাসের বিখ্যাত উক্তি- ‘নারী কুহেলিকা, ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন-পথের কন্টক, রাজপথের দস্যু।' |
| গল্পগ্রন্থ | নজরুলের গল্পগ্রন্থগুলো: ‘ব্যথার দান’ (ফেব্রুয়ারি, ১৯২২): এটি তাঁর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ। এতে মোট ৬টি গল্প আছে- ব্যথার দান, হেনা, অতৃপ্ত কামনা, বাদল-বরিষণে, ঘুমের ঘোরে, রাজবন্দীর চিঠি। ‘রিক্তের বেদন' (১৯২৫): প্রতিটি গল্পই সমকালীন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এ গ্রন্থের গল্পসমূহ হলো: রিক্তের বেদন , বাউণ্ডেলের আত্মকাহিনী, মেহের-নেগার, সাঁঝের তারা, রাক্ষুসী, সালেক, স্বামীহারা, দুরন্ত পথিক। গল্পগুলোর প্রধান বিষয় প্রেম। ‘শিউলিমালা” (১৯৩১): এ গ্রন্থের গল্পগুলো হলো: পদ্ম- গোখরা, জিনের বাদশা, অগ্নি-গিরি, শিউলিমালা। |
| নাট্যগ্রন্থ | নজরুলের নাট্যগ্রন্থগুলো: ‘ ঝিলিমিলি' (১৯৩০): এটি ঝিলিমিলি, সেতুবন্ধ ও শিল্পী নামের ৩টি নাটকের সংকলন এবং প্রথম নাট্যগ্রন্থ। ‘ আলেয়া' (১৯৩১), ‘ মধুমালা' (১৯৫৯), ‘ `পুতুলের বিয়ে'। |
| প্রবন্ধগ্রন্থ | নজরুল রচিত প্রবন্ধগ্রন্থগুলো: ‘রাজবন্দীর জবানবন্দী' (০৭/০১/১৯২৩): এটি তিনি জেলে বসে লেখেন। ‘ধূমকেতু' পত্রিকায় 'আনন্দময়ীর আগমনে' কবিতা প্রকাশিত হলে তা নিষিদ্ধ হয় এবং নজরুলকে গ্রেফতার করা হয়। হুগলী জেলে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে নজরুল অনির্দিষ্ট কালের জন্য অনশন শুরু করেন। এ অবস্থায় নজরুলকে রবীন্দ্রনাথ টেলিগ্রাম পাঠান- 'Give up hunger strike, our literature claims you. কিন্তু ঠিকানা না থাকায় জেল কর্তৃপক্ষ সে চিঠি রবীন্দ্রনাথের নিকট ফেরত পাঠায়। এ সময়ে রবীন্দ্রনাথ তাঁর ‘বসন্ত' নাটকটি নজরুলকে উৎসর্গ করেন। কুমিল্লার বিরজাসুন্দরী দেবীর অনুরোধে তিনি ৩৯ দিন পর অনশন ভঙ্গ করেন। জেলে থাকা অবস্থায় কর্তৃপক্ষ তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি তা মাত্র ৪ পৃষ্ঠায় লিখিতভাবে আদালতে উপস্থাপন করেন, এটাকেই বলা হয় ‘রাজবন্দীর জবানবন্দী'। এ প্রবন্ধে তিনি নিজেকে ‘বিদ্রোহী কবি' হিসেবে উল্লেখ করেন। তিনি লিখেছেন- “শুনেছি, আমার বিচারক একজন কবি। শুনে আনন্দিত হয়েছি। বিদ্রোহী কবির বিচার বিচারক কবির নিকট।” পরবর্তীতে তিনি জেল থেকে ১৫ অক্টোবর, ১৯২৩ সালে মুক্তি পান । ‘যৌবনের গান’ : ১৯৩২ সালে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজ কাজী নজরুল ইসলামকে অভিনন্দন জানাতে গেলে তাদের উদ্দেশ্যে তিনি যে ভাষণ দিয়েছিলেন, তারই পরিমার্জিত ও লিখিত রূপ ‘যৌবনের গান' । ‘যুগবাণী' (১৯২২), ‘রুদ্রমঙ্গল' (১৯২৩), ‘দুর্দিনের যাত্রী' (১৯২৬)। |
| সংগীতগ্রন্থ | নজরুলের সংগীতগ্রন্থসমূহ: ‘ বুলবুল ' (১ম খণ্ড-১৯২৮, ২য় খণ্ড-১৯৫২), ‘ চোখের চাতক ’ (১৯২৯), ‘ নজরুল গীতিকা ' (১৯৩০), ‘ নজরুল স্বরলিপি' (১৯৩১), ‘ চন্দ্ৰবিন্দু’ (১৯৩১), ‘ সুরসাকী’ (১৯৩১), ‘ জুলফিকার' (১৯৩২), ‘ বনগীতি' (১৯৩২), ‘ গুলবাগিচা’ (১৯৩৩), ‘ গানের মালা' (১৯৩৪), ‘ গীতি শতদল' (১৯৩৪), ‘ সুরলিপি' (১৯৩৪), ‘ সুর-মুকুর' (১৯৩৪), ‘ রাঙা জবা’। |
| অনুবাদ গ্রন্থ | নজরুলের অনুবাদ গ্রন্থের নাম : ‘রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম' : ইরানের জীবনবাদী কবি ওমর খৈয়ামের কবিতা অনুবাদ করেন কাজী নজরুল ইসলাম। ডিসেম্বর, ১৯৫৯ সালে গ্রন্থটি প্রকাশিত হয়। সৈয়দ মুজতবা আলী এর ভূমিকা লেখেন। ‘রুবাইয়াৎ-ই-হাফিজ' (১৯৩০) । |
| চলচ্চিত্র | নজরুল পরিচালিত চলচ্চিত্র ‘ ধূপছায়া’ (১৯৩১)। নজরুল অভিনীত চলচ্চিত্র- ধ্রুব। কানাডায় নজরুলকে নিয়ে ফিলিপ স্পারেল ' নজরুল ' নামে চলচ্চিত্র নির্মাণ করেন। |
| রণসংগীত | বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম।তার রচিত "চল্ চল্ চল্, ঊর্ধগগনে বাজে মাদল" বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে গৃহীত। |
| বাংলাদেশের নাগরিকত্ব | ১৯৭২ সালের ২৪ মে কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি' ঘোষণা করা হয় এবং মৃত্যুর ছয়মাস পূর্বে ১৮ ফেব্রুয়ারি, ১৯৭৬ সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। |
| পদক ও সম্মাননা | নজরুল যেসব পদক পান: ‘জগত্তারিনী স্বর্ণপদক'- ১৯৪৫ (কলকাতা বিশ্ববিদ্যালয়), ‘পদ্মভূষণ’- ১৯৬০ (ভারত সরকার), ‘ডি.লিট’- ১৯৬৯ (রবীন্দ্রভারতী), ‘ডি.লিট’- ১৯৭৪ (ঢাকা বিশ্ববিদ্যালয়), ‘একুশে পদক’- ১৯৭৬ (বাংলাদেশ সরকার)। |
| বিখ্যাত পঙক্তি | ১.কোন কালে একা হয়নি ক' জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে, বিজয়-লক্ষ্মী নারী। (নারী) ২. তবুও থামে না যৌবন বেগ, জীবনের উল্লাসে। (জীবন-বন্দনা) ৩.রমযানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ । (নজরুলগীতি) ৪.মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য । (বিদ্রোহী) ৫. আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহা-প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস!(বিদ্রোহী) ৬. আমি ধূর্জটি, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর । আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাত্রীর। (বিদ্রোহী) ৭. আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিশ । (বিদ্রোহী) ৮. সাম্যের গান গাই- আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই । (নারী) ৯. গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান। (জীবন বন্দনা) ১০. গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান। (মানুষ) ১১. দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার। (কাণ্ডারী হুশিয়ার) ১২. কাণ্ডারী এ তরীর পাকা মাঝি মাল্লা, দাঁড়ী মুখে সারিগান- লা শরীক আল্লাহ । (খেয়াপারের তরণী) ১৩. দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে । (আমার কৈফিয়ৎ) ১৪. ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান । (কাণ্ডারী হুশিয়ার) ১৫. হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান। তুমি মোরে দানিয়াছ, খ্রীস্টের সম্মান কণ্টক-মুকুট শোভা। (দারিদ্র্য) ১৬. বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানিনী, সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী । (নজরুলগীতি) ১৭. নাচে পাপ-সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ! মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ! ১৮. নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে। (খেয়াপারের তরণী) ১৯. বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। (নারী) ২০. দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিল নীচে ফেলে । (কুলি-মজুর) ২১. কাঁটা-কুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা, দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা। (দারিদ্র্য) ২২. চাষী ওরা, নয়কো চাষা, নয়কো ছোট লোক । ২৩. সাহেব কহেন, “চমৎকার! সে চমৎকার!” মোসাহেব বলে, “চমৎকার সে হতেই হবে যে। (সাহেব ও মোসাহেব) |
| মৃত্যু | তিনি ২৯ আগস্ট, ১৯৭৬ সালে (বাংলা- ১২ই ভাদ্র, ১৩৮৩) সকাল ১০টা ১০মিনিটে মাত্র ৭৭ বছর বয়সে ঢাকার পিজি হাসপাতালে ইহলোক ত্যাগ করেন । তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে বিকেল ৫.৩০ ঘটিকায় সমাধিস্থ করা হয়। |
‘অগ্নিবীণা' কাব্যগ্রন্থের পরিচয়
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা' (সেপ্টেম্বর, ১৯২২)। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে মানবতার অবক্ষয় এবং ভারতের স্বাধিকার আন্দোলনের পটভূমিতে তিনি 'অগ্নিবীণা' কাব্য রচনা করেন। কাব্যটিতে ভারতীয় পুরাণ এবং পশ্চিম এশীয় ঐতিহ্য ব্যবহার করেছেন দক্ষতার সাথে। এ কাব্যের অন্যতম কবিতা 'বিদ্রোহী'। এ কবিতার জন্যই তাকে 'বিদ্রোহী কবি' বলা হয়। 'প্রলয়োল্লাস' এ কাব্যের প্রথম কবিতা এবং শেষ কবিতা 'মোহররম'। 'বিদ্রোহী', ‘রক্তাম্বরধারিণী মা', ‘আগমনী', 'ধূমকেতু', ‘কামালপাশা', ‘আনোয়ার’, ‘রণভেরী', 'সাত-ইল-আরব', ‘খেয়াপারের তরণী’, ‘কোরবানী’, ‘মোহররম'- এ ১২টি কবিতার সমন্বয়ে ‘অগ্নিবীণা' কাব্যটি কলকাতার আর্য পাবলিশিং হাউস থেকে প্রকাশিত হয়। কাব্যটির প্রথম সংস্করণের প্রচ্ছদ পরিকল্পনায় ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। কবি এটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।
‘সাম্যবাদী' কাব্যগ্রন্থের পরিচয়
কাজী নজরুল ইসলামের অসাধারণ ও মানবতাবাদী কাব্যগ্রন্থ 'সাম্যবাদী' ১৯২৫ খ্রিস্টাব্দের ডিসেম্বরে প্রকাশিত হয়। ‘সাম্যবাদী', ‘ঈশ্বর', 'মানুষ', 'বারাঙ্গনা', 'কুলি-মজুর', 'নারী' ইত্যাদি কবিতার সমন্বয়ে রচিত এ কাব্য। কাব্যটিতে সমাজের অসাম্য, গরিবদের প্রতি নির্যাতন ও অবহেলা, ধর্ম প্রভৃতি বিষয় নিয়ে বিপ্লবাত্মক বক্তব্য তুলে ধরেছেন। এ কাব্যের বিখ্যাত উক্তি-
মানুষেরে ঘৃণা করি,
ও কারা কোরান বেদ বাইবেল চুম্বিছে মরি মরি,
ও মুখ হইতে কেতাব-গ্রন্থ নাও জোড় করে কেড়ে,
যাহারা আনিল গ্রন্থ-কেতাব সেই মানুষেরে মেরে
পূজিছে গ্রন্থ ভণ্ডের দল- মূর্খরা সব শোনো
মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনে নি মানুষ কোনো ।
‘মৃত্যুক্ষুধা' উপন্যাসের পরিচয়
ব্রিটিশ শাসিত ভারতবর্ষের আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট, চল্লিশের দশকের ভঙ্গুর ও বিপর্যস্ত সময়কে বাস্তব অভিজ্ঞতার আলোকে তুলে ধরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচনা করেন বিখ্যাত উপন্যাস ‘মৃত্যুক্ষুধা' (১৯৩০)। কৃষ্ণনগরের চাঁদসড়কের দরিদ্র হিন্দু-মুসলিম-খ্রিস্টান সম্প্রদায়ের দারিদ্র্য ও দুঃখে ভরা জীবন নিয়ে উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে। উপন্যাসের অন্যতম চরিত্র গজালের মা চাঁদসড়কের বস্তিতে বাস করে। তার তিন ছেলে যৌবন বয়সে মারা যায়। মৃত ছেলেদের বিধবা স্ত্রী আর তাদের প্রায় এক ডজন ছেলে-মেয়ে নিয়ে তার সংসার। ছোট ছেলে প্যাকালে রাজমিস্ত্রির কাজ করে সবার ভরণ-পোষণের চেষ্টা করে। উপন্যাসের প্রথম অংশে দেখা যায়, এসব অভাব- অনটনের মধ্যে খ্রিস্টান কুর্শি ও প্যাঁকালে একে অপরকে প্রচণ্ড ভালোবাসে এবং ভালোবাসার জন্য প্যাকালে ধর্মান্তরিত হয়। উপন্যাসের দ্বিতীয় অংশে আমরা দেখতে পাই, আনসার ও রুবির প্রসঙ্গ। সমগ্র উপন্যাসের যোগসূত্র মেজে বউ । শেষে দেখা যায়, অভাবের তাড়নায় মেজো বউ খ্রিস্টান হয় এবং বরিশালে নিজের জীবন কাটিয়ে দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু সন্তানদের টানে তাকে বস্তিতে ফিরে আসতে হয়। অন্যদিকে প্যাঁকালেকে খাঁন বাহাদুর সাহেব কুড়ি টাকা বেতনের চাকরি দিলে সে কুর্শিকে নিয়ে মুসলমান হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় । এখানেই উপন্যাসের কাহিনির পরিসমাপ্তি।
কাজী নজরুলের বিদ্রোহের নানা দিক
বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আগমন ঘটে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অনিশ্চয়তা ও বিশৃঙ্খল অবস্থার মধ্যে। যেখানে প্রতিটি স্তরে নিপীড়িত জনগণের দীর্ঘশ্বাস দেশের বাতাসকে বিষাক্ত করেছে; জাতীয় জীবনে ঘুটঘুটে অন্ধকার বিরাজিত। তিনি লেখনি ধারণ করলেন, যাতে প্রবল প্রতিবাদের সুর ধ্বনিত হয়। ‘অগ্নিবীণা', ‘সর্বহারা’, ‘প্রলয়শিখা’, ‘ফণীমনসা' ইত্যাদি কাব্যগ্রন্থে নজরুলের স্বাদেশিকতা ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে। তিনি বিধাতার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন। এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়।
‘নজরুলের ঢাকায় আগমন
কাজী নজরুল ইসলাম অবিভক্ত বাংলার স্বদেশি নেতা হেমন্তকুমার সরকারের সাথে ১৯২৬ সালের জুন মাসের শেষ সপ্তাহে প্রথম ঢাকায় আসেন। তিনি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন সলিমুল্লাহ মুসলিম হলে অনুষ্ঠিত মুসলিম সাহিত্য সমাজের চতুর্থ বৈঠকে অংশগ্রহণ করার জন্য।
১৯৪০ সালের ১২ ডিসেম্বর কাজী নজরুল ইসলাম সর্বশেষ সুস্থ থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন। ঢাকায় নজরুলের প্রথম লেখা কবিতা ‘অভিযান’, যা ‘সিন্ধু- হিন্দোল' কাব্যে অন্তর্ভুক্ত হয়। তিনি মোট ঢাকা আসেন ১৩ বার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন মোট ৫ বার ।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয় ? [ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা : ০৩]
- রক্তরাগ
- সিন্ধু হিন্দোল
- ছায়ানট
- অগ্নিবীণা
২. কোনটি নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ ? [ সহকারী থানা শিক্ষা অফিসার : ১২]
- ছায়ানট
- মৃত্যুক্ষুধা
- ব্যথার দান
- শিউলিমালা
৩. বঙ্গী মুসলিম সাহিত্য পত্রিকায় ১৩২৬ বঙ্গাব্দে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- নারী
- মুক্তি
- বিদ্রোহী
- বাতায়নের পাশে গুবাক তরুর সারি
৪. কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচনা নয় ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ছায়ানট
- দোলনচাঁপা
- মহাশ্মশান
- সিদ্ধু হিন্দোল
৫. ‘বিষের বাঁশী’ কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন ? [খাদ্য পরিদর্শক : ০৯ ]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- জসীমউদ্দীন
- কাজী নজরুল ইসলাম
- বন্দে আলী মিয়া
৬. কাজী নজরুল ইসলামের বিদ্রোহ ভাবমূলক' কাব্য কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- দোলনচাঁপা
- ছায়ানট
- সিন্ধুহিন্দোল
- বিষের বাঁশী
৭. 'বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার, ঐ হল পুণ্যের যাত্রীরা খেয়া পার।' -এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- কাজী নজরুল ইসলাম
- বেগম সুফিয়া কামাল
- শেখ ফজলুল করিম
- সুকান্ত ভট্টাচার্য
৮. নিচের কোনটি কাজী নজরুলের গানের বই ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- ঝিঙেফুল
- চন্দ্রবিন্দু
- মরু-ভাস্কর
- চক্রবাক
৯. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- কুহেলিকা
- সিন্ধু হিন্দোল
- পদ্মগোখরা
- রিক্তের বেদন
১০. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি ? [ ৩৬তম বিসিএস ]
- কুহেলিকা
- সর্বহারা
- আলেয়া
- রিক্তের বেদন
১১. ‘ঝিঙেফুল’ কবিতার কবি হচ্ছেন- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- নির্মলেন্দু গুণ
- গোলাম মোস্তফা
- কায়কোবাদ
- কাজী নজরুল ইসলাম
১২. নজরুলের প্রথম উপন্যাস কোনটি ? [ বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার (আইটি) : ১৬ ]
- লালসালু
- বাঁধনহারা
- ব্যথার দান
- কোনটিই নয়
১৩. কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি ? [ ৩২তম বিসিএস ]
- পদ্মরাগ
- পদ্মগোখরা
- পদ্মপুরাণ
- পদ্মাবতী
১৪. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি ? [ ২৬তম বিসিএস ]
- মৃত্যুক্ষুধা
- আলেয়া
- ঝিলিমিলি
- মধুমালা
১৫. কোন কবিতাটি অগ্নিবীণা কাব্যের নয় ? [ জাতীয় সংসদ সচিবালায়ের সহকারী পরিচালক-১২.০৬.২০০৬ ]
- প্রলয়োল্লাস
- ধূমকেতু
- রণভেরী
- যৌবনের গান
১৬. নজরুলের 'বিদ্রোহী' কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয় ? [ জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা:১২]
- সাপ্তাহিক বিজলীতে
- মাসিক মোসলেম ভারতে
- দৈনিক ছোলতানে
- দৈনিক নবযুগে
১৭. সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ- [উপজেলা সমাজসেবা অফিসার : ০৮ ]
- সর্বহারা
- জিঞ্জির
- প্রলয়শিখা
- সাম্যবাদী
১৮. নারী 'কবিতাটি নজরুলের কোন কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত ? [ সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা:১৬]
- বিষের বাঁশি
- সর্বহারা
- সাম্যবাদী '
- সিন্ধু-হিন্দোল
১৯. ”মরুভাস্কর” কার রচনা ? [ জাতীয় সংসদ সচিবালায়ের সহকারী পরিচালক: ০৬]
- মোজাম্মেল হক
- নজরুল ইসলাম
- কায়কোবাদ
- ইসমাইল হোসেন সিরাজী
২০. কাজী নজরুর ইসলামের ' চল চল চল' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ? [ পূবালী ব্যাংক জুনিয়র অফিসার : ১৩]
- সিন্ধু হিল্লোল
- দোলন চাঁপা
- সন্ধ্যা
- ফনিমনসা
২১. 'বাঁধন হারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা ? [ ৩৯তম বিসিএস (বিশেষ) ]
- ভ্রমণ কাহিনী
- উপন্যাস
- নাটক
- কবিতা
২২. বাঁধনহারা উপন্যাসের রচয়িতা কে ? [ SESIP উপজেলা একাডেমিক সুপারভাইজার :১৫]
- নজরুল ইসলাম
- মুনীর চৌধুরী
- কায়কোবাদ
- বেগম রোকেয়া
২৩. নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত একটি পত্রোপন্যাস ? [ তিতাস গ্যাস : ১১ ]
- বাঁধনহারা
- বসন্ত
- তাসের দেশ
- অগ্নিবীণা
২৪. 'শিউলি-মালা' গল্পের লেখক কে ? [ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা/সহকারী অ্যাডজুটেন্ট:১৫]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- প্রভাত কুমার মুখোপাধ্যায়
- কাজী নজরুল ইসলাম
- প্রমথ চৌধুরী
২৫. ”পদ্মগোখরা” গল্পটির রচয়িতা কে ? [ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল) : ১৭ ]
- কাজী নজরুল ইসলাম
- রোকেয়া সাখাওয়াত হোসেন
- মীর মশাররফ হোসেন
- ইসমাইল হোসেন সিরাজী
২৬. কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ কোনটি ? [মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রদর্শক : ১৩ ]
- রাজবন্দীর রোজনামচা
- দুর্দিনের যাত্রী
- দুর্দিনের দিনলিপি
- জাপান যাত্রী
২৭. ‘মন্দির ও মসজিদ‘ প্রবন্ধটি লিখেছেন - [ জনতা ব্যাংক এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার : ১৫]
- কাজী নজরুল ইসলাম
- সৈয়দ মুজতবা আলী
- কাজী আবদুল ওদুদ
- রোকেয়া সাখাওয়াত হোসেন
২৮. কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি ? [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার:১৬ ]
- শিউলিমালা
- অগ্নিবীণা
- রুদ্রমঙ্গল
- ব্যথার দান
২৯. রুদ্রমঙ্গল কী ধরনের রচনা ? [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা:১৫ ]
- উপন্যাস
- কাব্য
- নাটক
- প্রবন্ধ
৩০. কাজী নজরুল ইসলামের “ঝিলিমিলি” গ্রন্থ খানি- [ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক:১২ ]
- কাব্য
- নাটক
- উপন্যাস
- সংগীত
৩১. কোনটি নজরুল ইসলামের রচিত নয় ? [ জাতীয় সংসদ সচিবালায়ের সহকারী পরিচালক:০৬]
- ভাঙ্গার গান
- সাম্যবাদী
- অশ্রুমালা
- চন্দ্রবন্দিু
৩২. নিচের কোনটি কাজী নজরুলের কাব্যানুবাদ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- রুবাইয়াৎ-ই-মজলিস
- রুবাইয়াৎ-ই-জাকির
- রুবাইয়াৎ-ই-হাফিজ
- রুবাইয়াৎ-ই-মোসলেম
৩৩. কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি ? [ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৫ ]
- অগ্নিবীণা
- বিষের বাঁশী
- কুহেলিকা
- দোলন চাঁপা
৩৪. কাজী নজরুল ইসলামের শিল্পীজীবন কত বছর ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- ২১ বছর
- ২২ বছর
- ২৩ বছর
- ২৪ বছর
৩৫. কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল ? [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহ কো- অডিনেটর : ১৯ ]
- বিষের বাঁশী
- অগ্নিবীণা
- মৃত্যুক্ষুধা
- পুবের হাওয়া
৩৬. ‘ফণিমনসা’ কাব্যের রচয়িতা কে ? [ বাতিলকৃত ২৪তম বিসিএস]
- কাজী নজরুল ইসলাম
- আহসান হাবীব
- সিকানদার আবু জাফর
- হাসান হাফিজুর রহমান
৩৭. কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয় ? [জেলা প্রাথমিক শিক্ষা অফিসার : ৯৩ ]
- ১৯৭২ সালে
- ১৯৭৩ সালে
- ১৯৭৪ সালে
- ১৯৭৫ সালে
৩৮. কবি নজরুল ইসলামের কোন কবিতাটির জন্যে বৃটিশ সরকার তা বাজেয়াপ্ত করেন ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- নতুন চাঁদ
- বিদ্রোহী
- দারিদ্র্য
- আনন্দময়ীর আগমনে
৩৯. কবি নজরুল অসুস্থ হন কত খ্রিস্টাব্দে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ১৯৪০
- ১৯৪১
- ১৯৪২
- ১৯৪৩
৪০. কাজী নজরুল ইসলামের গ্রন্থগুলোর মধ্য কোনটি নাটক নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ঝিলিমিলি
- পুতুলের বিয়ে
- আলেয়া
- ছায়ানট
৪১. নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্য ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- শেষের কবিতা
- দিবারাত্রির কাব্য
- দোলনচাঁপা
- বাংলার কাব্য
৪২. 'সঞ্চিতা' কাব্যগ্রন্থ কোন কবি লিখেছেন ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- জীবনানন্দ দাস
- শামসুর রহমান
৪৩. নজরুলের 'ব্যথার দান' কবে প্রকাশিত হয় ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ১৯২২ সালে
- ১৯২৫ সালে
- ১৯৩০ সালে
- ১৯৩২ সালে
৪৪. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের বই কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- অগ্নিবীণা
- মৃত্যুক্ষুধা
- বুলবুল
- ঝিঙেফুল
৪৫. কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত ? [ থানা প্রকৌশলী সিভিল : ৯৯]
- অগ্নিবীণা
- ফণিমনসা
- সর্বহারা
- ছায়ানট
৪৬. কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী' কবিতায় উল্লেখকৃত 'শাক্যমুনি' কে ? [ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যসহকারী: ২৩]
- গৌতম বুদ্ধ
- যিশু খ্রিষ্ট
- চৈতন্য
- অতীশ দীপঙ্কর
৪৭. ‘অগ্নিবীণা’ কাব্যের কবিতা সংখ্যা – [ পিএসসির সহকারী পরিচালক : ১৬]
- ১২
- ১৪
- ১৯
- ১৭
৪৮. ত্রিশালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির নাম কী ? [জাতীয় সংসদ সচিবালায়ের সহকারী পরিচালক:০৬ ]
- কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
- কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
- কবি নজরুল বিশ্ববিদ্যালয়
- কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
৪৯. 'চিত্তনামা' কাব্যগ্রন্থের রচয়িতা __ [ ১২তম বিজেএস (সহকারী জজ) :১৮ ]
- চিত্তরঞ্জন দাস
- অমিয় চক্রবর্তী
- বিহারীলাল চক্রবর্তী
- কাজী নজরুল ইসলাম
৫০. 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের শেষ কবিতার নাম কী ? [ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ব্যক্তিগত সহকারী :১৯]
- আনোয়ার পাশা
- শাত -ইল-আরব
- কোরবানী
- মোহররম
৫১. নিচের কোনটি কবি নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা ? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক :১৯]
- ধূমকেতু
- সমকাল
- মোসলেম ভারত
- সবুজ পত্র
৫২. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় -- [ প্রবাসী কল্যাণ ব্যাংক অফিসার : ১৪]
- ছায়ানট
- মধুমালা
- ব্যথার দান
- সবগুলোই
৫৩. দুরারোগ্য ব্যাধির শিকার হয়ে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন কত বছর বয়সে ? [উত্তরা ব্যাংক সহকারী অফিসার : ১৭ ]
- তেতাল্লিশ
- একচল্লিশ
- বিয়াল্লিশ
- চল্লিশ
৫৪. কোন সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাকশক্তিরহিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন ? [বাংলাদেশ রেলওয়ে | উপ-সহকারী প্রকৌলশী(ব্রিজ) :১৮ ]
- ১৯৪২ সালে
- ১৯২৮ সালে
- ১৯২৯ সালে
- ১৯৩০ সালে
৫৫. কাজী নজরুল ইসলামের 'আলেয়া' কোন ধরনের রচনা ? [মাধ্যমিক সহকারী শিক্ষক: ১৯ ]
- কবিতা
- উপন্যাস
- গল্প
- গীতিনাট্য
৫৬. কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতার মূল সুর হচ্ছে - [ পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা :১৯]
- বিদ্রোহ ও বিপ্লবের আবেগ
- স্বরাজ প্রতিষ্ঠা
- প্রেম
- প্রকৃতি বন্দনা
৫৭. একই সনে জন্মগ্রহণ করেছেন যে দুই কবি - [ রুপালী ব্যাংক অফিসার : ১৯]
- মাইকেল মধুসূদন দত্ত ও ঈশ্বরচন্দ্র গুপ্ত
- রবীন্দ্রনাথ ঠাকুর ও দ্বিজেন্দ্রলাল রায়
- কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশ
- সত্যেন্দ্রনাথ দত্ত ও জসীমউদ্দীন
৫৮. ‘তুর্কি মহিলার ঘোমটা খোলা’-কার রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- কাজী নজরুল ইসলাম
- কাজী ইমদাদুল হক
- মোজাম্মেল হক
- শেখ ফজলুল করিম
৫৯. জাতীয় কবির রচনা হল- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- বেণু ও বীণা
- চন্দ্রবিন্দু
- স্মরগরল
- নিশান্তিকা
৬০. অগ্নিবীণা কাব্য কে রচনা করেন ? [ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক : ১৩]
- কবি কাজী নজরুল ইসলাম
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- আবু ইসহাক
- কাজী ইমদাদুল হক
৬১. কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল ? [ ২৬তম বিসিএস ]
- বিদ্রোহী
- আনন্দময়ীর আগমনে
- কাণ্ডারী হুশিয়ার
- অগ্রপথিক
৬২. কাজী নজরুল ইসলামের 'মহররম' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ? [ শ্রম পরিদপ্তরের জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা : ০৯]
- অগ্নিবীণা
- ছায়ানট
- মালঞ্চ
- বুলবুল
৬৩. কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত ? [ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সহকারী রয়সায়নবিদ : ০১]
- আজিমপুরের কবরস্থানে
- মীরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
- বনানীতে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে
৬৪. কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয় ? [ থানা শিক্ষা অফিসার : ০৪]
- যুক্তরাজ্য
- কানাডা
- যুক্তরাষ্ট্র
- ভারত
৬৫. নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি ? [ ২০তম বিসিএস]
- রাজবন্দীর জবানবন্দী
- ব্যথার দান
- অগ্নিবীণা
- নবযুগ
৬৬. কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- অগ্নিবীণা
- দোলনচাঁপা
- চক্রবাক
- বলাকা
৬৭. কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা ‘মুক্তি’ কত সালে প্রকাশিত হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- ১৯১৮ সালে
- ১৯১৯ সালে
- ১৯২০ সালে
- ১৯২২ সালে
৬৮. ‘খেয়া পারের তরণী’ কবিতার কবি কে ? [উপজেলা শিক্ষা অফিসার : ০৪ ]
- গোলাম মোস্তফা
- কায়কোবাদ
- সানাউল হক
- কাজী নজরুল ইসলাম
৬৯. কোনটি নজরুলের রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- শিশু ভোলানাথ
- লীলাবতী
- চোখের ছাতক
- বালুচর
৭০. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা : ১৯]
- বিষের বাঁশী
- বিদ্রোহী
- অগ্নিবীণা
- রুবাইয়াৎ-ই-হাফিজ
৭১. ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভূক্ত ? [ ২৬তম বিসিএস]
- সাম্যবাদী
- বিষের বাঁশী
- সিন্ধুহিন্দোল
- নতুন চাঁদ
৭২. কোনটি ঠিক ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- তরঙ্গভঙ্গ [ গল্প ]
- কালের কলস [ উপন্যাস ]
- শাশ্বত বঙ্গ [ নাটক ]
- সিন্ধু হিন্দোল [ কাব্য ]
৭৩. কাজী নজরুল ইসলাম কোন সালে সাহিত্যে একুশে পদক পান ? [ সহকারী রাজস্ব কর্মকর্তা : ১৫ ]
- ১৯৭৮
- ১৯৭৭
- ১৯৭৬
- ১৯৭৯
৭৪. 'রুদ্রমঙ্গল' কার লেখা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- কাজী নজরুল ইসলাম
- ভারতচন্দ্র রায়
- ইসমাইল হোসেন সিরাজী
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
৭৫. কাজী নজরুল ইসলাম রচিত ‘ঝিঙেফুল’ কোন শ্রেণীর কবিতা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- বিদ্রোহপ্রধান
- প্রেমপ্রধান
- শিশুতোষ
- শোকগাঁথা
৭৬. কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ছায়ানট
- বুলবুল
- আলেয়া
- কুহেলিকা
৭৭. 'বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে ,মৃত্যুকে আকড়াইয়া পড়িয়া থাকে' - উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশবিশেষ ? [প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) সহকারী পরিচালক :১৯ ]
- দুরন্ত পথিক
- আঠারো বছর বয়স
- চলে মুসাফির
- যৌবনের গান
৭৮. ‘বাতায়ন পাশে গুবাক তরুর সারি’ কাজী নজুল ইসলামের এ কবিতায় গুবাক শব্দের অর্থ – [থানা সহকারী শিক্ষা অফিসার : ০৪ ]
- খেজুর
- নারিকেল
- ঝাউ
- সুপারি
৭৯. নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে যেটি গল্পগ্রন্থ সেটির নাম লিখুন [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- সাত সাগরের মাঝি
- পদ্মা নদীর মাঝি
- শিউলিমালা
- শেষের কবিতা
৮০. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- সর্বহারা
- ছায়া হরিণ
- ছায়ানট
- ভাঙার গান
৮১. কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন সালে প্রকাশিত হয় ? [ সহকারী জজ : ০৮]
- ১৯২৬
- ১৯২৫
- ১৯২২
- ১৯২১
৮২. বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস কোনটি ? [নির্বাচন কমিশনের অফিস সহায়ক: ২৩ ]
- মৃত্যুক্ষুধা
- বাঁধনহারা
- কুহেলিকা
- যোগাযোগ
৮৩. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- দোলনচাঁপা
- পুনশ্চ
- রৌদ্র করোটিতে
- ব্রজাঙ্গনা
৮৪. কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য- [ মাধ্যমিক সহকারী শিক্ষক : ০৯]
- অগ্নিবীণা
- বিষের বাঁশী
- ভাঙার গান
- সিন্ধু হিন্দোল
৮৫. কাজী নজরুল ইসলামের জন্মস্থান- [ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহ কো- অডিনেটর : ১৭]
- কুমিল্লা
- ত্রিশাল
- বর্ধমান
- চট্টগ্রাম
৮৬. কাজী নজরুল ইসলামের জন্মসন- [ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী : ১৩]
- ১৮৬১
- ১৮৭৬
- ১৮৯৯
- ১৮৮৬
৮৭. কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন ? [ ৮ম বিজেএস : ১৩ ]
- ১৯৭৬ সালে
- ১৯৭৪ সালে
- ১৯২৬ সালে
- ১৯৬২ সালে
৮৮. ধূমকেতু কোন কবির ছদ্মনাম ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে হিসাবরক্ষক/গুদাম রক্ষক/কোষাধ্যক্ষ:১১]
- জসিমউদদীন
- জীবনানন্দ দাশ
- কাজী নজরুল ইসলাম
- শামসুর রহমান
৮৯. কাজী নজরুলণ ইসলামের জন্মতারিখ কোনটি ? [ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক : ১০]
- ১১ জ্যৈষ্ঠ
- ২২ শ্রাবণ
- ১২ ভাদ্র
- ২৫ বৈশাখ
৯০. কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি ? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক : ১৩ ]
- ১৮২৪-১৮৭৩ খ্রিঃ
- ১৮৫৬-১৯৩৭ খ্রিঃ
- ১৮৬১-১৯৪১ খ্রিঃ
- ১৮৯৯- ১৯৭৬ খ্রিঃ
৯১. বাংলাদেশের জাতীয় কবি কে ? [ স্বাস্থ্য অধিদপ্তরের অধীন স্বাস্থ্য সহকারী: ০৪]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- ফররুখ আহমেদ
- মাইকেল মধুসূদন দত্ত
৯২. কাজী নজরুল ইসলাম রচিত 'রাজবন্দীর জবানবন্দী' একটি--- [কারা তত্ত্বাবধায়ক : ১৩ ]
- নাটক
- প্রবন্ধগ্রন্থ
- গল্প
- উপন্যাস
৯৩. বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ? [ ৩১তম বিসিএস]
- অগ্নিবীণা
- বিষের বাঁশী
- দোলনচাঁপা
- বাঁধনহারা
৯৪. বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত ? [রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক (শাপলা) : ১১ ]
- চুরুলিয়া
- দরিরামপুর
- শান্তিডাঙ্গা
- কালীগঞ্জ
৯৫. ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রী প্রদান করে- [ সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক : ০৭ ]
- ১৯৭৫ সালে
- ১৯৭৪ সালে
- ১৯৭৩ সালে
- ১৯৭৬ সালে
৯৬. ‘ঝিলিমিলি’ নাটকটি কে লিখেছেন ? [ ডাক অধিদপ্তরের পোস্টাল অপারেটর : ১৬]
- কাজী নজরুল ইসলাম
- ইব্রাহিম খাঁ
- রবীন্দ্রনাথ ঠাকুর
- আকবর উদ্দিন
৯৭. কোন কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- বিদ্রোহী
- ধূমকেতু
- ১৪০০ সালে
- পূজারিণী
৯৮. ঢাকা বিশ্ববিদ্যালয় শাহী মসজিদ প্রাঙ্গণে যে কবি চিরনিদ্রায় শায়িত তাঁর নাম- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- কবি রওশন জামিল
- কবি তালিম হোসেন
- কবি হুমাউন কবির
- কবি কাজী নজরুল ইসলাম
৯৯. 'চক্রবাক' গ্রন্থটির রচয়িতা কে ? [ সড়ক ও জনপদ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী : ১০]
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- বেগম সুফিয়া কামাল
- আহসান হাবিব
১০০. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গ্রন্থখানির নাম চিহ্নিত করুন [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- সাঁঝের বেলা
- অগ্নিবীণা
- মায়া কাজল
- ছায়ানীড়
১০১. কাজী নজরুল ইসলামে রচিত নয় কোন গ্রন্থটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ব্যথার দান
- নীল দর্পণ
- অগ্নিবীণা
- রাজবন্দীর জবানবন্দী
১০২. কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ? [ সাব রেজিস্ট্রার : ০৩]
- প্রবাসী
- ভারতবর্ষ
- লাঙ্গল
- বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা
১০৩. কাজী নজরুল ইসলাম ১৯১৭ সালে সেনাবাহিনীর কোন পল্টনে যোগদান করেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- ৪৮ নং বাঙালি পল্টন
- ৪৯ নং বাঙালি পল্টন
- ৪৮ নং পূর্বাঞ্চল পল্টন
- ৪৯ নং উর্দু পল্টন
১০৪. কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কোন সনে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- ১৯৭১ সালে
- ১৯৭৩ সালে
- ১৯৭৪ সালে
- ১৯৮০ সালে
১০৫. কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ১৯৭৬ সালে
- ১৯৭৭ সালে
- ১৯৭৮ সালে
- ১৯৭৯ সালে
১০৬. ব্যাথার দান কি ? কে লেখেন ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- গল্প, নজরুল ইসলাম
- গল্প, রবীন্দ্রনাথ ঠাকুর
- কবিতা, আলাওল
- প্রবন্ধ, বঙ্কিমচন্দ্র
১০৭. কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম প্রণীত ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- সাম্য
- অনল প্রবাহ
- শিকওয়া
- সাম্যবাদী
১০৮. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ ? [২১তম বিসিএস ]
- বিষের বাঁশি
- বন্দীর বন্দনা
- সন্দ্বীপের চর
- রূপসী বাংলা
১০৯. কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসের পটভূমিতে অঙ্কিত হয়েছে- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- নদীয়ার চাঁদ সড়কের জনজীবন
- ময়মনসিংহের ত্রিশাল গ্রামের সাধারণ মানুষের জীবন
- কুমিল্লার দৌলতপুরের কৃষিজীবন
- হুগলীর তাজপুরের গ্রামীণ জীবন
১১০. কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস কাদের পটভূমিতে রচিত ? [দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক :১৩ ]
- বিপ্লবীদের
- জমিদার শোষকদের
- গরিব-দুঃখীদের
- নিগৃহীত মহিলাদের
১১১. The poem 'Bidrohi' was written by:/ ‘বিদ্রোহী’ কবিতার কবি কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- Robindronath Togore
- Kazi Najrul Islam
- Josim Uddin
- Shamsur Rahman
১১২. ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন ? [বাতিলকৃত ২৪তম বিসিএস ]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- সত্যেন্দ্রনাথ দত্ত
- কাজী নজরুল ইসলাম
- জীবনানন্দ দাশ
১১৩. কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- বিদ্যাপতি
- গুলবাগিচা
- কুহেলিকা
- যুগবাণী
১১৪. কবে, কোথায় প্রথম আন্তর্জাতিক নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয় ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ৮ জুন, ২০০৫, ঢাকা
- ১১ জুন, ২০০৫, কোলকাতা
- ১৫ জুন, ২০০৫, কোলকাতা
- ১২ জুন, ২০০৫, ঢাকা
১১৫. কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয় ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- অগ্নিবীণা
- বিষের বাঁশী
- সাম্যবাদী
- মৃত্যুক্ষুধা
১১৬. 'অগ্নিবীণা' কাব্য উৎসর্গ করা হয়- [ পিএসসি'র জুনিয়র ইন্সট্রাক্টর:২৩ ]
- শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়কে
- শ্রী বারীন্দ্রকুমার ঘোষকে
- শ্রীকৃষ্ণ মজুমদারকে
- রবীন্দ্রনাথ ঠাকুরকে
১১৭. কাজী নজরুল ইসলামের পিতা ছিলেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- দরিদ্র কৃষক
- যাত্রাদলের ম্যানেজার
- মাজারের খাদেম
- রুটির দোকানদার
১১৮. কোন গল্পটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- পদ্মগোখরা
- জোঁক
- সমাপ্তি
- প্রাগৈতিহাসিক
১১৯. কাজী নজরুল ইসলামের 'বুলবুল' কি ধরনের গ্রন্থ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- গানের বই
- উপন্যাস
- নাটক
- কবিতার বই
১২০. 'ব্যথার দান' নজরুলের ইসলামের একটি- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- উপন্যাস
- নাটক
- গদ্যকাব্য
- প্রবন্ধ
১২১. কোন গ্রন্থটি কাজি নজরুল ইসলাম রচিত নয় ? [ সমাজসেবা অফিসার : ০৬ ]
- অগ্নিবীণা
- কুহেলিকা
- শেষ প্রশ্ন
- দোলনচাঁপা
১২২. নিচের কোন গল্পটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- পদ্ম গোখরা
- কাবুলি ওয়ালা
- বই কেনা
- জোঁক
১২৩. বাংলাদেশের রণসংগীত কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ? [ স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনিশিয়ান: ২৩]
- অগ্নিবীণা
- বিষের বাঁশী
- প্রলয় শিখা
- সন্ধ্যা
১২৪. ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশিত হয় কত সালে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- ১৯২১ জানুয়ারি
- ১৯২২ জানুয়ারি
- ১৯২১ ডিসেম্বর
- ১৯২২ ডিসেম্বর
১২৫. ‘বিদ্রোহী’ কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়েছে ? [৪০তম বিসিএস ]
- ১৯২৩ সন
- ১৯২১ সন
- ১৯১৯ সন
- ১৯১৮ সন
১২৬. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে ? [ পেট্রোবাংলার হিসাব সহকারী : ১৯]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- আল মাহমুদ
- আবুল হোসেন
১২৭. ‘ব্যথার দান’ বইয়ের লেখক কে ? [খাদ্য পরিদর্শক : ০০ ]
- কাজী নজরুল ইসলাম
- জহির রায়হান
- শওকত ওসমান
- কবি জসীম উদ্দীন
১২৮. কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- বাঁধনহারা
- আলালের ঘরের দুলাল
- রূপের নেশা
- দুর্গেশনন্দিনী
১২৯. কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি ? [বাংলাদেশ টেলিভিশনের উপ-সহকারী প্রকৌশলী: ২৩ ]
- হরতাল
- নিষিদ্ধ লোবান
- প্রলয় শিখা
- অনল প্রবাহ
১৩০. কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যটি প্রকাশিত হয়- [দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক : ০৪ ]
- ১৯২০ সালে
- ১৯২১ সালে
- ১৯২২ সালে
- ১৯২৩ সালে
১৩১. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম ? [ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর : ১১ ]
- বিদ্রোহী
- মুক্তি
- জিঞ্জির
- ছায়ানট
১৩২. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় 'কালাপাহাড়'র কে স্মরণ করেছেন কেন ? [ ৩৭তম বিসিএস ]
- ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
- ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
- প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
- প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
১৩৩. কাজী নজরুল ইসলাম রচিত ‘ব্যথার দান’ কোন শ্রেণীর রচনা ? [বাংলাদেশ ব্যাংক অফিসার (ক্যাশ) : ১১ ]
- গল্প
- কবিতা
- নাটক
- গান
১৩৪. কবি কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন ? [ ১৬তম বিসিএস]
- রবীন্দ্র কুমার ঘোষ
- রবীন্দ্রনাথ ঠাকুর
- বীরজাসুন্দরী দেবী
- মুজাফফর আহমদ
১৩৫. ‘দুর্দিনের যাত্রী’ গ্রন্থের রচয়িতা কে ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৪]
- কাজী নজরুল ইসলাম
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- আবুল ফজল
- আবুল মনসুর আহমদে
১৩৬. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সালে ? [ বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক : ০৬]
- ১৩০৬
- ১৩০৮
- ১৩০৯
- ১৩১১
১৩৭. নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- দুর্দিনের যাত্রী
- ফণি-মনসা
- ব্যথার দান
- ধূমকেতু
১৩৮. কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছেন- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- সঞ্চিতা
- ব্যাথার দান
- বিষের বাঁশি
- রাজবন্দীর জবানবন্দী
১৩৯. কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয় ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- অগ্নিবীণা
- কুহেলিকা
- পথের পাঁচালী
- দোলনচাঁপা
১৪০. কাজী নজরুল ইসলাম লিখেছেন- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- গীতাঞ্জলি
- মার্চ পাস্ট
- রাখালী
- মাল্যদান
১৪১. কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি ? [২০তম বিসিএস ]
- অগ্নিকোণ
- মরুশিখা
- মরুসূর্য
- রাঙা জবা
১৪২. অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা – [ ৩৮তম বিসিএস ]
- অগ্রপথিক
- বিদ্রোহী
- প্রলয়োল্লাস
- ধূমকেতু
১৪৩. কাজী নজরুল ইসলামের জীবনাবাসন হয় কত সালে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- ১৯৭৬, ১২ আগস্ট
- ১৯৭৬, ২১ আগস্ট
- ১৯৭৬, ২৭ আগস্ট
- ১৯৭৬, ২৬ আগস্ট
১৪৪. ‘শিউলিমালা’ কাজী নজরুল ইসলাম রচিত কোন শ্রেণীর রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- উপন্যাস
- গল্প
- কাব্য
- প্রবন্ধ
১৪৫. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি ? [ ২২তম বিসিএস ]
- মুক্তি
- বাউণ্ডেলের আত্মকাহিনী
- হেনা
- বিদ্রোহী
১৪৬. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ব্যথার দান
- বসন্ত প্রয়াণ
- ধান কন্যা
- শেষ খেলা
১৪৭. 'বহু যুবককে দেখিয়াছি -যাহাদের যৌবনের উর্দির নীচে বার্ধক্যের কঙ্কাল মুর্তি'-এই উক্তিটি কোন লেখকের ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- ফররুখ আহমদ
১৪৮. “ভায়া লাফ দেয় তিন হাত, হেসে গান গায় দিন রাত”- ছড়াটি কার সম্পর্কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- জসীম উদ্দীন
- পাগলা কানাই
- লালন শাহ
- কাজী নজরুল ইসলাম
১৪৯. বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোন সালের কত তারিখে পরলোকগমণ করেন ? [ সহকারী তথ্য অফিসার : ১৩ ]
- ১৯৭২ সালের ১৪ আগস্ট
- ১৯৭৪ সালের ০২ জানুয়ারি
- ১৯৭৬ সালৈর ২৯ আগস্ট
- ১৯৭৭ সালের ২১ ফেব্রুয়ারি
১৫০. ‘বাতায়ন পাশে গুবাক তরুর সারি’ কবিতাটি কে রচনা করেন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- সোমনাথ লাহিড়ী
- কবি কায়কোবাদ
- কাজী নজরুল ইসলাম
- কাজী কাদের নওয়াজ
১৫১. ঢাকার নবাব পরিবারে এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন ? [ নির্বাচন কমিশন সচিবালয়ে প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা : ০৬]
- খেয়াপারের তরণী
- আনন্দময়ীর আগমনে
- মহররম
- বিজয়িনী
১৫২. কোনটি কাজী নজরুল ইসলাম কর্তৃক সম্পাদিত পত্রিকা নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ধূমকেতু
- শিখা
- দৈনিক নবযুগ
- লাঙল
১৫৩. কাজী নজরুল ইসলামের মৃত্যুক্ষুধা উপন্যাসের প্রকাশকাল কত ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ১৯২২
- ১৯৩২
- ১৯৩০
- ১৯২৬
১৫৪. বাংলা সাহিত্যের 'বিদ্রোহী কবি' কে ? [ খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক/অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক : ১২ ]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- মামসুর রাহমান
- আল মাহমুদ
১৫৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পরলোক গমনের বাংলা সন কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- ১৩৮১ বঙ্গাব্দ
- ১৩৮২ বঙ্গাব্দ
- ১৩৮৩ বঙ্গাব্দ
- ১৩৮৪ বঙ্গাব্দ
১৫৬. কোনটি কাজী নজরুল ইসলামরে রচিত উপন্যাস নয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- রিক্তের বেদন
- মৃত্যুক্ষুধা
- বাঁধনহারা
- কুহেলিকা
১৫৭. কোনটি কাজী নজরুল ইসলামরে রচিত উপন্যাস নয় ? [ সহকারী রাজস্ব কর্মকর্তা : ১৫ ]
- বাঁধনহারা
- মৃত্যুক্ষুধা
- নদীবক্ষে
- কুহেলিকা
১৫৮. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্য নিষিদ্ধ হয় ? [ ২৫তম বিসিএস ]
- বিদ্রোহী
- আনন্দময়ীর আগমণে
- প্রলয়োল্লাস
- রক্তাম্বরধারিনী মা
১৫৯. ‘রাজবন্দীর জবানবন্দী’-কার রচনা ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ০৮]
- সৈয়দ শামসুল হক
- আল মাহমুদ
- নির্মলেন্দু গুণ
- কাজী নজরুল ইসলাম
১৬০. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- জননী
- চন্দ্রনাথ
- জীবনক্ষুধা
- মৃত্যুক্ষুধা
১৬১. ‘দোলনচাঁপা’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক (কপোতাক্ষ) : ১০]
- যতীন্দ্র মোহন বাগচী
- কালিদাস রায়
- কাজী নজরুল ইসলাম
- গোলাম মোস্তফা
১৬২. কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- কবিতা
- পত্রিকা
- উপন্যাস
- ছোটগল্প
১৬৩. নজরুল ইসলামের নাটক কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- সিন্ধু-হিন্দোল
- বাঁধন হারা
- রিক্তের বেদন
- ঝিলিমিলি
১৬৪. কাজী নজরুলের কাব্যগ্রন্থ নয় কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ছায়ানট
- সর্বহারা
- সাম্যবাদী
- বুলবুল
১৬৫. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় ? [ ৩৬তম বিসিএস]
- চক্রবাক
- বালুচর
- ছায়ানট
- রুদ্রমঙ্গল
১৬৬. কাজী নজরুল রচিত নাটক নয় কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- আলেয়া
- শিউলিমালা
- পুতুলের বিয়ে
- ঝিলিমিলি
১৬৭. ‘সর্বহারা’ কাব্যের রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক (পদ্ম) : ১২]
- সুকান্ত ভট্টাচার্য
- সুভাষ মুখোপাধ্যায়
- কাজী নজরুল ইসলাম
- ফররুখ আহমদ
১৬৮. ‘রমযানের ঐ রোযার শেষে এল খুশির ঈদ’ গানটির রচয়িতা কে ? [ পিএসসির সহকারী পরিচালক : ০৪]
- গোলাম মোস্তফা
- কাজী নজরুল ইসলাম
- ফররুখ আহমেদ
- কায়কোবাদ
১৬৯. ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশীর, আর হাতে রণতুর্য’ নজরুল ইসলামের- [ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক : ০৭]
- ‘প্রলয়োল্লাস’ কবিতার একটি চরণ
- ‘বিদ্রোহী’ কবিতার একটি চরণ
- ‘খেয়াপারের তরণী’ কবিতার একটি চরণ
- ‘শাতিল আরব’ কবিতার একটি চরণ
১৭০. ‘গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান’। পঙক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত কোন কবিতার অংশ ? [ বাংলাদেশ ব্যাংক অফিসার : ১৫]
- নারী
- সাম্যবাদী
- জীবন-বন্দনা
- মানুষ
১৭১. দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার’ গানটির রচয়িতা কে ? [ কর্মসংস্থান ব্যাংক ডাটা এন্ট্রি অপারেটর : ১১]
- সুকান্ত ভট্টাচার্য
- নজরুল ইসলাম
- ইসমাইল হোসেন সিরাজী
- ফররুখ আহমেদ
১৭২. ‘সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ-রমণী কোন ভেদাভেদ নেই’। কবিতাংশটির রচয়িতা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক ( ধানসিড়ি ) : ০৮ ]
- বেগম সুফিয়া কামাল
- শেখ ফজলুল করিম
- বিহারীলাল চক্রবর্তী
- কবি কাজী নজরুল ইসলাম
১৭৩. নিচের উদ্ধৃতাংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেয়া হয়েছে? ‘কাণ্ডারীএ তরীর পাকা মাঝি মাল্লা দাঁড়ী মুখে সারিগান-লা শরীক আল্লাহ’। [ সমাজসেবা অফিসার : ০৬]
- কাণ্ডারী হুঁশিয়ার
- খেয়া পারের তরণী
- সিদ্ধু : প্রথম তরঙ্গ
- সিন্ধু : দ্বিতীয় তরঙ্গ
১৭৪. ‘আমি চিরদুর্দম দুর্বিনীতি, নৃশংস, মহা-প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস’। পঙ্ক্তি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ০১]
- বিদ্রোহী
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- কাণ্ডারী হুশিয়ার
- সাম্যবাদী
১৭৫. আমি ..........., আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাত্রীর। [জনতা ব্যাংক এক্নিকিউটিভ অফিসার : ১২ ]
- ঝঞ্ঝা
- হাম্বীর
- চিরদুর্দম
- ধূর্জটি
১৭৬. “ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান?” পঙক্তিটির রচয়িতা কে ? [ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (বুড়িগঙ্গা) : ১৩ ]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- ফররুখ আহমেদ
- গোলাম মোস্তফা
১৭৭. ‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান। তুমি মোরে দানিয়াছ খ্রীস্টের সম্মান কণ্টক মুকুট শোভা।’ - কবিতাংশটুকু কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ বিশেষ ? [ প্রাথমিক প্রধান শি ক্ষক (বেলী) : ০৯]
- দারিদ্র্য
- দরিদ্র
- অগ্নিবীণা
- মহররম
১৭৮. ‘বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী।’-এই কবিতাংশটুকুর কবি কে ? [ ১৪তম বিসিএস]
- বেনজির আহমেদ
- কাজী নজরুল ইসলাম
- জীবনানন্দ দাস
- শামসুর রহমান
১৭৯. নাচে পাপ-সিন্ধু তুঙ্গ তরঙ্গ। মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ । নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে। পংক্তিটি কোন কবির রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক (সুরমা) : ১০]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- শামসুর রাহমান
- ফররুখ আহমদ
১৮০. ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।’ কবিতাংশটুকু কোন কবির লেখা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ৯৫ ]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- গোলাম মোস্তফা
- বেগম সুফিয়া কামাল
১৮১. দেখিনু সেদিন রেলে কুলি ব'লে এক বাবু সা'ব তারে ঠেলে দিল নীচে ফেলে! -পঙ্ক্তিটির রচয়িতা কে ? [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক ( দাজলা ) : ১৩ ]
- কাজী নজরুল ইসলাম
- সত্যেন্দ্রনাথ দত্ত
- আহসান হাবীব
- কবি জসীমউদ্দীন
১৮২. 'কাঁটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা।' --এ উদ্ধিতাংশটি কোন কবির রচনা ? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক(নাগালিঙ্গম) : ১২ ]
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- ফজলল করিম
- মোহিতলাল মজুমদার
১৮৩. ‘এ ধরার মাখে তুলিয়া নিনাদ চাহিনা করিত বাদ প্রতিবাদ।’ কোন কবির উক্তি ? [সহকারী আবহাওয়াবিদ : ০০ ]
- সত্যেন্দ্রনাথ দত্ত
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- শামসুর রহমান
১৮৪. ‘চাষী ওরা, নয়কো চাষা, নয়কো ছোট লোক’ বলেছেন- [ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক : ১৩ ]
- কবি ইকবাল
- নজরুল ইসলাম
- গোলাম মোস্তফা
- জসীমউদ্দীন
১৮৫. 'আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি '। চরণটি কোন কবিতার ? [ স্বাস্থ্য মন্ত্রণালয় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর :১৯]
- ধূমকেতু
- বীরাঙ্গনা
- শিখা
- বিদ্রোহী
১৮৬. ”আজি সৃষ্টি সুখের উল্লাসে” কবিতাটি কোন কাব্যের ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) : ১৭ ]
- বিষের বাঁশি
- ফণিমনসা
- দোলনচাঁপা
- ভাঙার গান
১৮৭. 'বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কংকাল মূর্তি'- উক্তিটি কোন রচনার অংশ ? [ বি এডিসি সহকারী অ্যাকাউন্ট অফিসার : ১৯]
- দুরন্ত পথিক
- রাজবন্দীর জবানবন্দী
- যৌবনের গান
- জীবন বন্দনা
১৮৮. ”চাষী ওরা, নয়কো চাষা, নয়কো ছোটলোক” বলেছেন-- [ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক:১৩]
- সুকান্ত ভট্টাচার্য
- কাজী নজরুল ইসলাম
- গোলাম মোস্তফা
- জসীমউদ্দীন
১৮৯. ’ভোর হলো দোর খোল/খুকুমনি ওঠো রে’ - কবিতার কবি কে ? [পিএসসি পিটিআই এর শিক্ষক : ১৯ ]
- মোহিতলাল মজুমদার
- সত্যেন্দ্রনাথ দত্ত
- কুসুম কুমারী দাশ
- কাজী নজরুল ইসলাম
১৯০. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা নয় যেটি- [ বাংলাদেশ ব্যাংকের অফিসার : ১৯]
- লাঙ্গল
- ধূমকেতু
- নবযুগ
- বিজলী
১৯১. জেন্দা' একটি- [ দুর্নীতি দমন কমিশনের ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর : ১৯ ]
- গ্রন্থ
- জাতি
- ব্যক্তি
- ভাষা
১৯২. 'নারী' কবিতার রচয়িতা কে ? [ পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট: ২০]
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কামিনী রায়
- কায়কোবাদ
১৯৩. কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি ? [ পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জুনিয়র ইন্সট্রাক্টর : ২০ ]
- বাঁধনহারা
- অরণ্য নীলিমা
- মৃত্যুক্ষুধা
- কুহেলিকা
১৯৪. কোন কবিকে ভারত সরকার 'পদ্মভূষণ' উপাধিতে ভূষিত করেন ? [ দুদকের উপ-সহকারী পরিচালক: ২০ ]
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- অমিয় চক্রবর্তী
- দ্বিজেন্দ্রলাল রায়
- কাজী নজরুল ইসলাম ও অমিয় চক্রবর্তী
১৯৫. ভারত সরকার কোন লেখককে 'পদ্মভূষণ' উপাধিতে ভূষিত করেন ? [ রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার (ফাইন্যান্সিয়াল এনালিস্ট): ২০]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- শামসুর রাহমান
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৯৬. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলার সমাধি কোথায় ? [ সিনিয়র স্টাফ নার্স: ২১]
- ঢাকা
- কুমিল্লা
- মানিকগঞ্জ
- ভারতের চুরুলিয়া
১৯৭. সঞ্চিতা, সঞ্চয়িতা লেখকের নাম যথাক্রমে- [ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হিসাব সহকারী: ২১]
- রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম
- কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য
- কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর
- সুকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর
১৯৮. কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয় ? [৪১তম বিসিএস ]
- বিষের বাঁশি
- যুগবাণী
- ভাঙার গান
- প্রলয় শিখা
১৯৯. 'মৃত্যুক্ষুধা' উপন্যাসটি কার লেখা ? [খাদ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী: ২২/ বিসিক এর প্রমোশন অফিসার: ২১ ]
- হুমায়ূন আহমেদ
- রবীন্দ্রনাথ ঠাকুর
- কাজী নজরুল ইসলাম
- ইমদাদুল হক মিলন
২০০. কোনটি গল্পগ্রন্থ ? [ জীবন বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী: ২১]
- মধুমালা
- শেষ প্রশ্ন
- শিউলিমালা
- বাঁধনহারা
২০১. নিচের যেটি কাজী নজরুল ইসলামের প্রাপ্ত পুরস্কার বা উপাধি নয়- [ সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার: ২১]
- পদ্মভূষণ
- জগত্তারিণী পদক
- একুশে পদক
- মুক্তিযুদ্ধ সম্মাননা পদক
২০২. কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত 'ধূমকেতু' কোন ধরনের প্রকাশনা ? [ প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র অফিসার: ২১]
- কবিতা
- পত্রিকা
- উপন্যাস
- ছোটগল্প
২০৩. নিচের কবিতাগুলোর মধ্যে কোনটি কাজী নজরুল ইসলাম রচিত নয় ? [ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক: ২১ ]
- মানুষ
- খেয়াপারের তরুণী
- আসমানী
- কুলি-মজুর
২০৪. নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্যভাবনার ধারক ? [ ৪৪তম বিসিএস]
- বিষের বাঁশী
- অগ্নিবীণা
- সিন্ধু-হিন্দোল
- চক্রবাক
২০৫. নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ বাণী পাঠিয়েছিলেন ? [ ৪৪তম বিসিএস ]
- সবুজপত্র
- শনিবারের চিঠি
- কল্লোল
- ধূমকেতু
২০৬. নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে ? [ সিএজি'র সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক: ২২ ]
- অগ্নিবীণা
- বিষের বাঁশি
- ব্যথার দান
- ছায়ানট
২০৭. 'সাম্যবাদী' কবিতার কবি কে ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ২২]
- সুকান্ত ভট্টাচার্য
- সমরেশ বসু
- কাজী নজরুল ইসলাম
- সুভাষ মুখোপাধ্যায়
২০৮. 'দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাবার' পঙ্ক্তিতে 'কান্তার' শব্দের অর্থ কি ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ২২]
- রাস্তা
- নদী
- বনজঙ্গল
- আকাশ
২০৯. 'অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর'- কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২২ ]
- নারী
- সাম্যবাদী
- মানুষ
- সব্যসাচী
২১০. কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২২ ]
- মৃত্যুক্ষুধা
- জীবনক্ষুধা
- বাঁধনহারা
- কুহেলিকা
২১১. ’এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।’- কার লেখা ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২২ ]
- আহসান হাবীব
- আবু জাফর ওবায়দুল্লাহ
- শামসুর রাহমান
- কাজী নজরুল ইসলাম
২১২. কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি ? [ সমন্বিত ৯ ব্যাংকের অফিসার: ২২]
- শিউলিমালা
- বাঁধনহারা
- মৃত্যুক্ষুধা
- কুহেলিকা
২১৩. কাজী নজরুল ইসলামের বিদ্রোহমূলক কাব্য- [ স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা: ২২]
- অগ্নিবীণা
- দোলনচাঁপা
- ছায়ানট
- চক্রবাক
২১৪. নিচের কোনটি নজরুল ইসলামের রচনা ? [ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার: ২২ ]
- গোরা
- আনন্দমঠ
- কবি
- বাঁধনহারা
২১৫. কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কোন পুরস্কার প্রদান করা হয় ? [বিএডিসি'র উপ-সহকারী প্রকৌশলী: ২২ ]
- স্বাধীনতা পুরস্কার
- একুশে পদক
- বাংলা একাডেমি পদক
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার
২১৬. কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা নয় ? [ টিটিসি'র ইন্সট্রাক্টর: ২২]
- আরেক ফাল্গুন
- ব্যথার দান
- রিক্তের বেদন
- মৃত্যুক্ষুধা
২১৭. কাজী নজরুল ইসলামের রচনায় কোন চলচ্চিত্র নির্মিত হয় ? [ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট: ২২]
- পাতালপুরী
- গ্রহের ফের
- বিদ্যাপতি
- চৌরঙ্গী
২১৮. আমপারার কাব্যানুবাদ করেন- [ ইসলামী ব্যাংকের ফিল্ড অফিসার:২২ ]
- গোলাম মোস্তফা
- কাজী নজরুল ইসলাম
- ফররুখ আহমদ
- সৈয়দ আলী আহসান
২১৯. 'তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব- সে ভরসা আজ মিছে' কবিতার চরণ দু'টি কার লেখা ? [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা: ২২]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- সুকান্ত ভট্টাচার্য
- মধুসূদন দত্ত
- কাজী নজরুল ইসলাম
২২০. 'রক্ত ঝরাতে পারি না ত একা, তাই লিখে যাই এ রক্ত- লেখা,' এই চরণদ্বয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ ? [ সহকারী জজ: ২২ ]
- বিদ্রোহী
- আমার কৈফিয়ৎ
- সাম্যবাদী
- মানুষ
২২১. কোনটি নজরুলের প্রবন্ধগ্রন্থ ? [ স্থলবন্দর কর্তৃপক্ষের ক্যাশিয়ার: ২২]
- কুহেলিকা
- বিষের-বাঁশী
- রুদ্র-মঙ্গল
- রিক্তের বেদন
২২২. কাজী নজরুল ইসলাম রচিত নিচের কোন গ্রন্থ একজন রাজনৈতিক নেতাকে উপলক্ষ্য করে রচিত ? [ স্থলবন্দর কর্তৃপক্ষের ক্যাশিয়ার: ২২ ]
- অগ্নিবীণা
- বুলবুল
- জিঞ্জীর
- চিত্তনামা
২২৩. একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী-জননী। ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী।- বিখ্যাত এই চরণ দুইটির রচয়িতার নাম- [তাঁত বোর্ডের বিভিন্ন পদ: ২২ ]
- রবীন্দ্রনাথ ঠাকুর
- দ্বিজেন্দ্রলাল রায়
- কাজী নজরুল ইসলাম
- অতুলপ্রসাদ সেন
২২৪. 'আমার পথ' প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে ? [৪৫তম বিসিএস ]
- যুগ-বাণী
- রুদ্র-মঙ্গল
- দুর্দিনের যাত্রী
- রাজবন্দির জবানবন্দি
২২৫. কাজী নজরুল ইসলামের 'রিক্তের বেদন' কোন ধরনের রচনা ? [ জাতীয় সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২৩]
- গল্পগ্রন্থ
- কাব্যগ্রন্থ
- উপন্যাস
- নাটক