Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

প্রবন্ধ কী? বিখ্যাত বাংলা প্রবন্ধগ্রন্থ ও রচয়িতা

প্ৰবন্ধ কী

ব্যক্তির চিন্তা যখন সুসংহত গদ্য কাঠামো পায় এবং বিভিন্ন যুক্তি দ্বারা তা প্রতিষ্ঠিত হয় তাকে প্রবন্ধ বলে। সহজ কথায় কোনো বিষয়ের ওপর বুদ্ধিভিত্তিক আলোচনাই প্রবন্ধ । প্রবন্ধের সূচনা হয় উনিশ শতকের মাঝামাঝিতে। বাংলা প্রবন্ধ সাহিত্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত ফোর্ট উইলিয়াম কলেজ

বাংলা প্রবন্ধ সম্পর্কিত কিছু তথ্য

  • বাংলা প্রবন্ধধারার প্রবর্তক রাজা রামমোহন রায়
  • কথ্যরীতিতে প্রথম প্রবন্ধ রচয়িতা প্যারীচাঁদ মিত্র
  • প্রথম সমাজসংস্কারমূলক প্রবন্ধ রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • বাংলা প্রবন্ধ সাহিত্যে প্রথম জীবনচরিত রামরাম বসুর ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র' (১৮০১)। এটি বাঙালির লেখা, বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত গ্রন্থ।

বিখ্যাত বাংলা প্রবন্ধগ্রন্থ ও রচয়িতা

প্রাবন্ধিকপ্রবন্ধগ্রন্থের নাম
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়‘কমলাকান্তের দপ্তর’, ‘সাম্য’, ‘লোকরহস্য’, ‘কৃষ্ণচরিত’, ‘বিজ্ঞানরহস্য’, ‘মুচিরাম গুড়ের জীবনচরিত’ ।
রবীন্দ্রনাথ ঠাকুর‘বিবিধপ্রসঙ্গ' (১৮৮৩): প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ ।
‘কালান্তর’, ‘পঞ্চভূত’, ‘বিচিত্ৰপ্ৰবন্ধ’, ‘সাহিত্য’, ‘মানুষের ধর্ম’, ‘সভ্যতার সংকট' ।
কাজী নজরুল ইসলাম‘তুর্কমহিলার ঘোমটা খোলা' (১৯১৯): প্রথম প্রকাশিত প্রবন্ধ । ‘রাজবন্দীর জবানবন্দী’, ‘যুগবাণী’, ‘রুদ্রমঙ্গল’, ‘দুর্দিনের যাত্রী’।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়‘নারীর মূল্য’, ‘তরুণের বিদ্রোহ'।
মুহম্মদ আবদুল হাই‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’, ‘সাহিত্য ও সংস্কৃতি’, ‘ভাষা ও সাহিত্য'
ড. মুহম্মদ এনামুল হক‘আরাকান রাজসভায় বাংলা সাহিত্য': এটি আবদুল করিম সাহিত্য বিশারদ সহযোগে রচিত। ‘মনীষা মঞ্জুষা’
আবদুল করিম সাহিত্য বিশারদ‘পদ্মাবতী’, ‘সত্যনারায়ণের পুঁথি’, ‘গোরক্ষ বিজয়’
আব্দুল্লাহ আল মুতী‘সাগরের রহস্যপুরী’, ‘এসো বিজ্ঞানের রাজ্যে’, ‘রহস্যের শেষ নেই’, ‘আবিষ্কারের নেশায়।
বদরুদ্দীন উমর‘সংস্কৃতির সংকট’, ‘সাম্প্রদায়িকতা’, ‘সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা'।
মোহাম্মদ বরকতুল্লাহ‘নয়া জাতির স্রষ্টা হজরত মোহম্মদ’, ‘পারস্য প্রতিভা' ।
ড. আহমদ শরীফ‘বিচিত চিন্তা’, ‘সাহিত্য সংস্কৃতি চিন্তা’, ‘স্বদেশ অন্বেষা', ‘যুগ যন্ত্রণা', ‘কালিক ভাবনা’, ‘বাঙালি ও বাংলা সাহিত্য’, ‘স্বদেশ চিন্তা’, ‘বিশ শতকের বাঙালি’, ‘সংস্কৃতি’।
কালী প্রসন্ন ঘোষ‘প্রভাত চিন্তা', ‘নিভৃত চিন্তা', 'নিশীথ চিন্তা' ।
গোপাল হালদার‘সংস্কৃতির রূপান্তর’, ‘বাঙালির সংস্কৃতির রূপ’।
আবদুস সাত্তার‘অরণ্য জনপদে’, ‘অরণ্য সংস্কৃতি'
মোতাহের হোসেন চৌধুরী‘সংস্কৃতি কথা', 'সভ্যতা' ।
আখতারুজ্জামান ইলিয়াস‘সংস্কৃতির ভাঙ্গা সেতু'
গুলবদন বেগম‘হুমায়ুন নামা’
জগদীশচন্দ্র বসু‘অব্যক্ত’
ড. আনিসুজ্জামান‘স্বরূপের সন্ধানে'
আকবর আলী খান‘পরার্থপরতার অর্থনীতি'
ড. মুহম্মদ ইউনুস‘দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে’
খান মুহম্মদ মঈনুদ্দিন‘যুগস্রষ্টা নজরুল'
যতীন সরকার‘সাহিত্যের কাছে প্রত্যাশা
ডা. লুৎফর রহমান‘মহৎ জীবন’, ‘মানব জীবন’, ‘উন্নত জীবন’
আনিসুজ্জামান‘কাল নিরবধি’ (আত্মজীবনী)
নীহাররঞ্জন রায়‘বাঙ্গালীর ইতিহাস'
নীরদচন্দ্র চৌধুরী‘আত্মঘাতী বাঙালী'

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. 'পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি' গ্রন্থের রচয়িতা কে ? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন অ্যাডমিনিস্ট্রেশন অফিসার ও পার্সোনাল অফিসার : ০৬]

  • অলি আহাদ
  • বদরুদ্দীন ওমর
  • ভাষা সৈনিক মাহবুবুল আলম চৌধুরী
  • আহমদ ছফা

২. ‘মানবজীবন’, ‘মহৎজীবন’, ‘উন্নতজীবন’, প্রভৃতি গ্রন্থের রচয়িতা- [ ১৭ তম বিসিএস ]

  • এস ওয়াজেদ আলী
  • এয়াকুব আলী চৌধুরী
  • মোঃ লুৎফর রহমান
  • মোঃ ওয়াজেদ আলী

৩. ‘পরার্থপরতার অর্থনীতি’র লেখক কে ? [ পিএসসির ১২ টি পদ : ০১]

  • আকবর আলী খান
  • ড. মুহম্মদ ইউনুস
  • ড. দেবপ্রিয় ভট্টাচার্য
  • ড. আতিয়ার রহমান

৪. ‘প্রভাত চিন্তা’, ‘নিভৃত চিন্তা’, ‘নিশীথ চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা – [ ১৫ তম বিসিএস]

  • কালীপ্রসন্ন সিংহ
  • কালীপ্রসন্ন ঘোষ
  • কৃষ্ণচন্দ্র মজুমদার
  • এস. ওয়াজেদ আলী

৫. ‘হুমায়ুন নামা’ এর রচয়িতা- [ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের থানা প্রকৌশলী : ৯৯]

  • নূরজাহান
  • গুলবদন বেগম
  • হুমায়ুন
  • আবুল ফজল

৬. 'এসো বিজ্ঞানের রাজ্যে'র লেখক কে ? [ বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক : ১১]

  • আবদুল হাই
  • আবদুল্লাহ আল মুতী
  • জাফর ইকবাল
  • আবু জাফর শামসুদ্দীন

৭. 'বীরবলের হালখাতা' কার রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • আবু সায়ীদ আইয়ুব
  • মোহিতলাল মজুমদার
  • প্রমথ চৌধুরী
  • আবদুল করিম সাহিত্য বিশারদ

৮. 'একুশে ফেব্রুয়ারি' সংকলনটি প্রকাশিত হয় কত সালে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • ১৯৫১
  • ১৯৫২
  • ১৯৪৭
  • ১৯৫৩

৯. এস ওয়াজেদ আলী রচিত গ্রন্থ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ভবিষ্যতের বাঙালি
  • আত্নঘাতী বাঙালি
  • বাংলায় ব্রতকথা
  • বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়

১০. 'কাব্যমালঞ্চ' সংকলিত গ্রন্থটি কার দ্বারা সংকলিত ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • জসীমউদ্দীন
  • জীবনানন্দ দাশ
  • আবদুল হাকিম
  • আবদুল কাদির

১১. ‘স্বরূপের সন্ধানে’- প্রবন্ধ গ্রন্থের রচয়িতা- [ সহকারী আবহাওয়াবিদ : ০৭]

  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • মোতাহের হোসেন চৌধুরী
  • ড. মুহম্মদ এনামূল হক
  • ড. আনিসুজ্জামান

১২. ড. মুহম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি ? [ আমদানি-রপ্তানি অধিদপ্তরের অফিসার : ০৭ ]

  • দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে
  • সচ্ছল বাংলাদেশের সন্ধানে
  • স্বনির্ভর স্বদেশের
  • দারিদ্রহীন বিশ্বের প্রয়াসে

১৩. কোন গ্রন্থটি টলস্টয়ের রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ড. জিভাগো
  • মা
  • ফাউস্ট
  • আনা কারেনি না

১৪. 'সংস্কৃতির কথা' গ্রন্থটির রচয়িতার নাম ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • মোতাহের হোসেন চৌধুরী
  • গোপাল হায়দার
  • আবুল ফজল
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

১৫. বাংলা সাহিত্যের পুরাবৃত্ত গ্রন্থটির রচয়িতা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • গোপাল হালদার
  • ড. মুহাম্মদ এনামুল হক
  • নুরুল মোমেন
  • ড. ওয়াকিল আহমেদ

১৬. কলিঙ্গ পুরস্কার লাভ করেন যে বাঙালি বৈজ্ঞানিক- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • কুদরত-ই-খুদা
  • জগদীশচন্দ্র বসু
  • আল-মুতি-শরফুদ্দীন
  • মেঘনাদ সাহা

১৭. ‘সংস্কৃতির সংকট’ গ্রন্থটির রচয়িতার নাম কী ? [ তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা: ৯৭]

  • মোতাহের হোসেন চৌধুরী
  • গোপাল হালদার
  • আবুল ফজল
  • সৈয়দ ওয়ালী উল্লাহ

১৮. কোন গ্রন্থটি মোতাহের হোসেন চৌধুরী রচিত ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • সাহিত্য চর্চা
  • শাশ্বত বঙ্গ
  • কালের যাত্রার ধ্বনি
  • সংস্কৃতির কথা

১৯. বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে ? [ ১৮ তম বিসিএস]

  • নীহাররঞ্জন রায়
  • আর. সি. মজুমদার
  • অধ্যাপক আব্দুল করিম
  • অধ্যাপক সুনীতি সেন

২০. ' আত্মঘাতী বাঙালি' কার রচিত গ্রন্থ ? [২০ তম বিসিএস ]

  • অশোক মিত্র
  • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
  • নীরদচন্দ্র চৌধুরী
  • অতুল সুর

২১. 'সাহিত্যের কাছে প্রত্যাশা' কার লেখা বই ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৬ ]

  • আহমদ রফিক
  • বদরুদ্দীন উমর
  • যতীন সরকার
  • সিরাজুল ইসলাম চৌধুরী

২২. 'নয়নচারা' গল্পটি কার রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • আবু ইসহাক
  • সৈয়দ ওয়ালীউল্লাহ
  • মাহবুবুল আলম
  • মানিক বন্দ্যোপাধ্যায়

২৩. 'যুগস্রষ্টা নজরুল' গ্রন্থটি কার লেখা ? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন পার্সোনাল অফিসার : ০৬]

  • কবি আতাউর রহমান
  • কবি বেনজীর আহমেদ
  • মাহমুদ নূরুল হুদা
  • খান মুহাম্মদ মঈন উদ্দীন

২৪. আলাওলের ‘পদ্মাবর্তী’ পুঁথি সম্পাদনা করেছেন- [ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক : ৯৯ ]

  • ড. আহমদ শরীফ
  • ড. সুকুমার সেন
  • ড. মুহম্মদ এনামূল হক
  • আব্দুল করিম সাহিত্য বিশারদ

২৫. 'কাল নিরবধি' গ্রন্থটি যার আত্মজীবনী ? [সোনালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৮ ]

  • মুস্তফা নূরউল ইসলাম
  • আনিসুজ্জামান
  • আবদুল্লাহ আবু সাঈদ
  • মাহমুদুল হক

২৬. কোনটি মোতাহের হোসেন চৌধুরীর উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • সংস্কৃতির কথা
  • শিক্ষা ও মনুষ্যত্ব
  • শিক্ষার লক্ষ্য
  • সভ্যতা ও সুখ

২৭. 'তোষামদ ও রাজনীতির ভাষা' কোন ধরনের গ্রন্থ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ব্যাকরণ-বিষয়ক
  • গদ্যগ্রন্থ
  • রম্যরচনা
  • নাটক

২৮. 'আমার যত কথা ' গ্রন্থের লেখকের নাম – [ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৯]

  • হাসান হাফিজুর রহমান
  • গোলাম সারওয়ার
  • সেলিনা হোসেন
  • আবদুল গাফ্ফার চৌধুরী

২৯. ‘সংস্কৃতির রূপান্তর’ গ্রন্থটির রচয়িতা কে ? [ সোনালী,জনতা,অগ্রণী ও রুপালী ব্যাংক অফিসার : ৯৯]

  • গোপাল হালদার
  • সুফিয়া কামাল
  • শহীদুল্লাহ কায়সার
  • আলতাফ মাহমুদ

৩০. নিচের কোনটি বদরুদ্দীন উমর রচিত গ্রন্থ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • রক্তাক্ত মানচিত্র
  • সীমান্ত শিবির
  • প্রতিধ্বনিগণ
  • ভাষা আন্দোলন

৩১. ‘ভাষা আন্দোলনের আদিপর্ব’ প্রবন্ধ গ্রন্থটির লেখক- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • বদরুদ্দীন উমর
  • আবুল ফজল
  • আবদুল হক
  • সৈয়দ শামসুল হক

৩২. ‘বটতলার উপন্যাস’ গ্রন্থের লেখকের নাম কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • দিলারা হাশেম
  • রাজিয়া খান
  • রিজিয়া রহমান
  • সেলিনা হোসেন

৩৩. 'শিক্ষার লক্ষ্য' মোতাহের হোসেন চৌধুরীর কোন ধরনের রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • উপন্যাস
  • প্রবন্ধ
  • নাটক
  • প্রহসন

৩৪. ‘যুদ্ধ পূর্ব বাংলাদেশ’ চরিত্রের দিক হতে কোন ধরনের সাহিত্যকর্ম ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • প্রবন্ধ
  • গল্প
  • উপন্যাস
  • প্রবন্ধ গবেষণা

৩৫. 'কয়েকটি গান' ও 'গীতিপুঞ্জ' কোন কবির গানের সংকলন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • অতুলচন্দ্র গুপ্ত
  • অতুল প্রসাদ সেন
  • অচিন্ত্যকুমার
  • কাজী নজরুল ইসলাম

৩৬. ‘কালের দর্পণে স্বদেশ’ প্রবন্ধগ্রন্থের রচয়িতা হলেন- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • ড. নীলিমা ইব্রাহীম
  • ড. আহমদ শরীফ
  • সৈয়দ আলী আহসান
  • ড. আশরাফ সিদ্দিকী

৩৭. বর্তমান বিশ্বে 'নিউ সিল্ক রোড 'এর প্রবক্তা--- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • জাপান
  • ভারত
  • আফগানিস্তান
  • চীন

৩৮. কোনটি বুদ্ধদেব বসুর স্মৃতিকথামূলক গ্রন্থ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • সব পেয়েছির দেশ
  • কলকাতার ইলেকট্রা ও সত্যসন্ধ
  • পৃথিবীর পথে
  • আমার ছেলেবেলা

৩৯. আবদুল করিম সাহিত্য বিশারদ- এর 'ইসলামাবাদ' প্রবন্ধের বিষয় বস্তু কি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • ইসলাম ধর্মের ইতিহাস
  • চট্টগ্রামের সচিত্র ইতিহাস
  • পশ্চিম পাকিস্তানের ইতিহাস
  • মধ্যপ্রাচ্যের ইতিহাস

৪০. 'The Art Of War' গ্রন্থের রচয়িতা--- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ক্লজউইজ
  • সুন জু
  • আলফ্রেড মাহান
  • কৌটিল্য

৪১. 'জাতীয় রাজনীতিঃ ১৯৪৫ থেকে ৭৫' গ্রন্থটির রচয়িতা কে ? [ ]

  • আবুল মনসুর আহমদ
  • অলি আহাদ
  • আবদুল গাফফার চৌধুরী
  • মুনতাসির মামুন

৪২. ড. আনিসুজ্জামান রচিত ‘আঠারো শতকের বাংলা চিঠি’ কোন ধরনের রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • গল্পগ্রন্থ
  • কাব্য উপন্যাস
  • প্রবন্ধগ্রন্থ
  • উপন্যাস

৪৩. 'শিক্ষা ও সভ্যতা' গ্রন্থের রচয়িতা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • অতুলচন্দ্র গুপ্ত
  • প্রমথ চৌধুরী
  • কাজী মোতাহর হোসেন
  • বদরুদ্দীন ওমর

৪৪. ‘বাংলার লোকসংস্কৃতি’ প্রবন্ধগ্রন্থের রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • আনিসুজ্জামান
  • মনিরুজ্জামান
  • রফিকুল ইসলাম
  • ওয়াকিল আহমদ

৪৫. দেবেন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • বাংলা ভাষায় সংস্কৃত ব্যাকরণ
  • ব্রাক্ষ ধর্ম
  • ব্রাহ্মবিবাহ প্রণালী
  • সবগুলো

৪৬. 'অ-তে অজগর' কার লেখা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • আল মাহমুদ
  • শহীদুল্লা কায়সার
  • আবদুল মান্নান সৈয়দ
  • শওকত ওসমান

৪৭. অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • ক্ষীরের পুতুল
  • ভুত পত্নীর দেশ
  • রংবেরং
  • তিনটিই

৪৮. আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থ কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • লোকায়ত বাংলা
  • সাম্প্রদায়িকতা
  • বিচিত্র চিন্তা
  • বিচিত্র কথা

৪৯. প্রবোধ কুমার সান্যাল রচিত গল্পগ্রন্থ কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • রাশিয়ার ডায়েরী
  • আঁকাবাঁকা
  • প্রিয়বান্ধবী
  • যাযাবর

৫০. ‘সংস্কৃতির সংকট’ প্রবন্ধ গ্রন্থটি রচনা করেছেন- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • বদরুদ্দিন উমর
  • সৈয়দ শামসুল হক
  • মোহাম্মদ মনিরুজ্জামান
  • আবুল কালাম মনজুর মোরশেদ

৫১. ‘হঠাৎ আলোর ঝলকানি’ কোন জাতীয় রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • কাব্যগ্রন্থ
  • গল্পগ্রন্থ
  • উপন্যাস
  • প্রবন্ধগ্রন্থ

৫২. ‘বিদায় হজ্জ্ব’ গ্রন্থের রচয়িতা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • এস ওয়াজেদ আলী
  • ইয়াকুব আলী চৌধুরী
  • মোঃ লুৎফর রহমান
  • মোঃ বরকতুল্লাহ

৫৩. কোনটি মুহম্মদ এনামূল হকের রচনা ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • ভাষার ইতিবৃত্ত
  • আধুনিক ভাষাতত্ত্ব
  • মনীষা মঞ্জুষা
  • বাংলাদেশের আঞ্চলিক ভাষা

৫৪. অজিত দত্তের একমাত্র গবেষণাগ্রন্থ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • জনান্তিকে
  • সরস প্রবন্ধ
  • কথা ভারতী
  • বাংলা সাহিত্যে হাস্যরস

৫৫. 'The Song of India' গ্রন্থের রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • অমর্ত্য সেন
  • এ পি জে আবদুল কালাম
  • সরোজিনী নাইডু
  • মহাত্মা গান্ধী

৫৬. 'পলাশীর যুদ্ধ' বইটি কে রচনা করেন ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • ডি এল রায়
  • এন সি ঘোষ
  • কালিদাস রায়
  • চন্দ্রশেখর

৫৭. কোন গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • বিলাতের পত্র
  • পথে-প্রবাসে
  • অবিশ্বাস্য
  • ইয়োরোপা

৫৮. ‘বাঙালি ও বাঙলা সাহিত্য’-গ্রন্থের রচয়িতা হলেন- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • মুহম্মদ শহীদুল্লাহ
  • মুহম্মদ আব্দুল হাই
  • সৈয়দ আলী আহসান
  • আহমদ শরীফ

৫৯. 'Poverty and Famines' গ্রন্থের রচয়িতা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • অমর্ত্য সেন
  • গুনার মিরডাল
  • মাইকেল লিফট
  • উইলিয়াম রস্টো

৬০. আবুল কালাম শামসুদ্দীনের লেখা প্রবন্ধ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ত্রিস্রোত
  • তরঙ্গ
  • দৃষ্টিকোণ
  • কচিপাতা

৬১. বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • প্রমথ চৌধুরী
  • রামসুন্দর ত্রিবেদী

৬২. ‘পারস্য প্রতিভা’ গ্রন্থের রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • মাওলানা আকরাম খাঁ
  • ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
  • মোঃ আব্দুল হাই
  • মোঃ বরকতুল্লাহ

৬৩. ড. আব্দুল্লাহ আল মুতী শরফুদ্দীন রচিত বই-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]

  • আজব প্রাণী আজব গাছ
  • সাগরের রহস্যপুরী
  • জলে-ডাঙ্গায়
  • বাঘের ঘরে ঘোগের বাস

৬৪. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • রুহু চণ্ডালের হাড়
  • কৈবর্ত খণ্ড
  • ফুল বউ
  • অলীক মানুষ

৬৫. অতুলচন্দ্র গুপ্তের 'কাব্য জিজ্ঞাসা' কোন জাতীয় গ্রন্থ ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • ট্র্যাজেডিমূলক
  • রসতত্ত্বমূলক
  • বীরত্বপূর্ণ
  • শৃঙ্গার রসপূর্ণ

৬৬. ভাষা আন্দোলন সম্পর্কে সবেচেয় প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখক কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]

  • বশীর আল-হেলাল
  • ড. রফিকুল ইসলাম
  • বদরুদ্দীন উমর
  • ড. আহমদ শরীফ

৬৭. ‘বিদ্যাসাগর ও বাঙালি সমাজ’ গ্রন্থের রচয়িতা কে ? [ ৪৫তম বিসিএস]

  • বিনয় ঘোষ
  • সুবিনয় ঘোষ
  • বিনয় ভট্রাচার্য
  • বিনয় বর্মণ
Full Stack Web Developer & Content Creator

Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...