প্ৰবন্ধ কী
ব্যক্তির চিন্তা যখন সুসংহত গদ্য কাঠামো পায় এবং বিভিন্ন যুক্তি দ্বারা তা প্রতিষ্ঠিত হয় তাকে প্রবন্ধ বলে। সহজ কথায় কোনো বিষয়ের ওপর বুদ্ধিভিত্তিক আলোচনাই প্রবন্ধ । প্রবন্ধের সূচনা হয় উনিশ শতকের মাঝামাঝিতে। বাংলা প্রবন্ধ সাহিত্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত ফোর্ট উইলিয়াম কলেজ ।
বাংলা প্রবন্ধ সম্পর্কিত কিছু তথ্য
- বাংলা প্রবন্ধধারার প্রবর্তক রাজা রামমোহন রায় ।
- কথ্যরীতিতে প্রথম প্রবন্ধ রচয়িতা প্যারীচাঁদ মিত্র ।
- প্রথম সমাজসংস্কারমূলক প্রবন্ধ রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
- বাংলা প্রবন্ধ সাহিত্যে প্রথম জীবনচরিত রামরাম বসুর ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র' (১৮০১)। এটি বাঙালির লেখা, বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত গ্রন্থ।
বিখ্যাত বাংলা প্রবন্ধগ্রন্থ ও রচয়িতা
| প্রাবন্ধিক | প্রবন্ধগ্রন্থের নাম |
|---|---|
| বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | ‘কমলাকান্তের দপ্তর’, ‘সাম্য’, ‘লোকরহস্য’, ‘কৃষ্ণচরিত’, ‘বিজ্ঞানরহস্য’, ‘মুচিরাম গুড়ের জীবনচরিত’ । |
| রবীন্দ্রনাথ ঠাকুর | ‘বিবিধপ্রসঙ্গ' (১৮৮৩): প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ । ‘কালান্তর’, ‘পঞ্চভূত’, ‘বিচিত্ৰপ্ৰবন্ধ’, ‘সাহিত্য’, ‘মানুষের ধর্ম’, ‘সভ্যতার সংকট' । |
| কাজী নজরুল ইসলাম | ‘তুর্কমহিলার ঘোমটা খোলা' (১৯১৯): প্রথম প্রকাশিত প্রবন্ধ । ‘রাজবন্দীর জবানবন্দী’, ‘যুগবাণী’, ‘রুদ্রমঙ্গল’, ‘দুর্দিনের যাত্রী’। |
| শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | ‘নারীর মূল্য’, ‘তরুণের বিদ্রোহ'। |
| মুহম্মদ আবদুল হাই | ‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’, ‘সাহিত্য ও সংস্কৃতি’, ‘ভাষা ও সাহিত্য' |
| ড. মুহম্মদ এনামুল হক | ‘আরাকান রাজসভায় বাংলা সাহিত্য': এটি আবদুল করিম সাহিত্য বিশারদ সহযোগে রচিত। ‘মনীষা মঞ্জুষা’ |
| আবদুল করিম সাহিত্য বিশারদ | ‘পদ্মাবতী’, ‘সত্যনারায়ণের পুঁথি’, ‘গোরক্ষ বিজয়’ |
| আব্দুল্লাহ আল মুতী | ‘সাগরের রহস্যপুরী’, ‘এসো বিজ্ঞানের রাজ্যে’, ‘রহস্যের শেষ নেই’, ‘আবিষ্কারের নেশায়। |
| বদরুদ্দীন উমর | ‘সংস্কৃতির সংকট’, ‘সাম্প্রদায়িকতা’, ‘সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা'। |
| মোহাম্মদ বরকতুল্লাহ | ‘নয়া জাতির স্রষ্টা হজরত মোহম্মদ’, ‘পারস্য প্রতিভা' । |
| ড. আহমদ শরীফ | ‘বিচিত চিন্তা’, ‘সাহিত্য সংস্কৃতি চিন্তা’, ‘স্বদেশ অন্বেষা', ‘যুগ যন্ত্রণা', ‘কালিক ভাবনা’, ‘বাঙালি ও বাংলা সাহিত্য’, ‘স্বদেশ চিন্তা’, ‘বিশ শতকের বাঙালি’, ‘সংস্কৃতি’। |
| কালী প্রসন্ন ঘোষ | ‘প্রভাত চিন্তা', ‘নিভৃত চিন্তা', 'নিশীথ চিন্তা' । |
| গোপাল হালদার | ‘সংস্কৃতির রূপান্তর’, ‘বাঙালির সংস্কৃতির রূপ’। |
| আবদুস সাত্তার | ‘অরণ্য জনপদে’, ‘অরণ্য সংস্কৃতি' |
| মোতাহের হোসেন চৌধুরী | ‘সংস্কৃতি কথা', 'সভ্যতা' । |
| আখতারুজ্জামান ইলিয়াস | ‘সংস্কৃতির ভাঙ্গা সেতু' |
| গুলবদন বেগম | ‘হুমায়ুন নামা’ |
| জগদীশচন্দ্র বসু | ‘অব্যক্ত’ |
| ড. আনিসুজ্জামান | ‘স্বরূপের সন্ধানে' |
| আকবর আলী খান | ‘পরার্থপরতার অর্থনীতি' |
| ড. মুহম্মদ ইউনুস | ‘দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে’ |
| খান মুহম্মদ মঈনুদ্দিন | ‘যুগস্রষ্টা নজরুল' |
| যতীন সরকার | ‘সাহিত্যের কাছে প্রত্যাশা |
| ডা. লুৎফর রহমান | ‘মহৎ জীবন’, ‘মানব জীবন’, ‘উন্নত জীবন’ |
| আনিসুজ্জামান | ‘কাল নিরবধি’ (আত্মজীবনী) |
| নীহাররঞ্জন রায় | ‘বাঙ্গালীর ইতিহাস' |
| নীরদচন্দ্র চৌধুরী | ‘আত্মঘাতী বাঙালী' |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. 'পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি' গ্রন্থের রচয়িতা কে ? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন অ্যাডমিনিস্ট্রেশন অফিসার ও পার্সোনাল অফিসার : ০৬]
- অলি আহাদ
- বদরুদ্দীন ওমর
- ভাষা সৈনিক মাহবুবুল আলম চৌধুরী
- আহমদ ছফা
২. ‘মানবজীবন’, ‘মহৎজীবন’, ‘উন্নতজীবন’, প্রভৃতি গ্রন্থের রচয়িতা- [ ১৭ তম বিসিএস ]
- এস ওয়াজেদ আলী
- এয়াকুব আলী চৌধুরী
- মোঃ লুৎফর রহমান
- মোঃ ওয়াজেদ আলী
৩. ‘পরার্থপরতার অর্থনীতি’র লেখক কে ? [ পিএসসির ১২ টি পদ : ০১]
- আকবর আলী খান
- ড. মুহম্মদ ইউনুস
- ড. দেবপ্রিয় ভট্টাচার্য
- ড. আতিয়ার রহমান
৪. ‘প্রভাত চিন্তা’, ‘নিভৃত চিন্তা’, ‘নিশীথ চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা – [ ১৫ তম বিসিএস]
- কালীপ্রসন্ন সিংহ
- কালীপ্রসন্ন ঘোষ
- কৃষ্ণচন্দ্র মজুমদার
- এস. ওয়াজেদ আলী
৫. ‘হুমায়ুন নামা’ এর রচয়িতা- [ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের থানা প্রকৌশলী : ৯৯]
- নূরজাহান
- গুলবদন বেগম
- হুমায়ুন
- আবুল ফজল
৬. 'এসো বিজ্ঞানের রাজ্যে'র লেখক কে ? [ বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক : ১১]
- আবদুল হাই
- আবদুল্লাহ আল মুতী
- জাফর ইকবাল
- আবু জাফর শামসুদ্দীন
৭. 'বীরবলের হালখাতা' কার রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- আবু সায়ীদ আইয়ুব
- মোহিতলাল মজুমদার
- প্রমথ চৌধুরী
- আবদুল করিম সাহিত্য বিশারদ
৮. 'একুশে ফেব্রুয়ারি' সংকলনটি প্রকাশিত হয় কত সালে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ১৯৫১
- ১৯৫২
- ১৯৪৭
- ১৯৫৩
৯. এস ওয়াজেদ আলী রচিত গ্রন্থ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- ভবিষ্যতের বাঙালি
- আত্নঘাতী বাঙালি
- বাংলায় ব্রতকথা
- বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়
১০. 'কাব্যমালঞ্চ' সংকলিত গ্রন্থটি কার দ্বারা সংকলিত ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- জসীমউদ্দীন
- জীবনানন্দ দাশ
- আবদুল হাকিম
- আবদুল কাদির
১১. ‘স্বরূপের সন্ধানে’- প্রবন্ধ গ্রন্থের রচয়িতা- [ সহকারী আবহাওয়াবিদ : ০৭]
- ড. মুহম্মদ শহীদুল্লাহ
- মোতাহের হোসেন চৌধুরী
- ড. মুহম্মদ এনামূল হক
- ড. আনিসুজ্জামান
১২. ড. মুহম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি ? [ আমদানি-রপ্তানি অধিদপ্তরের অফিসার : ০৭ ]
- দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে
- সচ্ছল বাংলাদেশের সন্ধানে
- স্বনির্ভর স্বদেশের
- দারিদ্রহীন বিশ্বের প্রয়াসে
১৩. কোন গ্রন্থটি টলস্টয়ের রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- ড. জিভাগো
- মা
- ফাউস্ট
- আনা কারেনি না
১৪. 'সংস্কৃতির কথা' গ্রন্থটির রচয়িতার নাম ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- মোতাহের হোসেন চৌধুরী
- গোপাল হায়দার
- আবুল ফজল
- সৈয়দ ওয়ালীউল্লাহ
১৫. বাংলা সাহিত্যের পুরাবৃত্ত গ্রন্থটির রচয়িতা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- গোপাল হালদার
- ড. মুহাম্মদ এনামুল হক
- নুরুল মোমেন
- ড. ওয়াকিল আহমেদ
১৬. কলিঙ্গ পুরস্কার লাভ করেন যে বাঙালি বৈজ্ঞানিক- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- কুদরত-ই-খুদা
- জগদীশচন্দ্র বসু
- আল-মুতি-শরফুদ্দীন
- মেঘনাদ সাহা
১৭. ‘সংস্কৃতির সংকট’ গ্রন্থটির রচয়িতার নাম কী ? [ তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা: ৯৭]
- মোতাহের হোসেন চৌধুরী
- গোপাল হালদার
- আবুল ফজল
- সৈয়দ ওয়ালী উল্লাহ
১৮. কোন গ্রন্থটি মোতাহের হোসেন চৌধুরী রচিত ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- সাহিত্য চর্চা
- শাশ্বত বঙ্গ
- কালের যাত্রার ধ্বনি
- সংস্কৃতির কথা
১৯. বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে ? [ ১৮ তম বিসিএস]
- নীহাররঞ্জন রায়
- আর. সি. মজুমদার
- অধ্যাপক আব্দুল করিম
- অধ্যাপক সুনীতি সেন
২০. ' আত্মঘাতী বাঙালি' কার রচিত গ্রন্থ ? [২০ তম বিসিএস ]
- অশোক মিত্র
- দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
- নীরদচন্দ্র চৌধুরী
- অতুল সুর
২১. 'সাহিত্যের কাছে প্রত্যাশা' কার লেখা বই ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১৬ ]
- আহমদ রফিক
- বদরুদ্দীন উমর
- যতীন সরকার
- সিরাজুল ইসলাম চৌধুরী
২২. 'নয়নচারা' গল্পটি কার রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- আবু ইসহাক
- সৈয়দ ওয়ালীউল্লাহ
- মাহবুবুল আলম
- মানিক বন্দ্যোপাধ্যায়
২৩. 'যুগস্রষ্টা নজরুল' গ্রন্থটি কার লেখা ? [ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন পার্সোনাল অফিসার : ০৬]
- কবি আতাউর রহমান
- কবি বেনজীর আহমেদ
- মাহমুদ নূরুল হুদা
- খান মুহাম্মদ মঈন উদ্দীন
২৪. আলাওলের ‘পদ্মাবর্তী’ পুঁথি সম্পাদনা করেছেন- [ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক : ৯৯ ]
- ড. আহমদ শরীফ
- ড. সুকুমার সেন
- ড. মুহম্মদ এনামূল হক
- আব্দুল করিম সাহিত্য বিশারদ
২৫. 'কাল নিরবধি' গ্রন্থটি যার আত্মজীবনী ? [সোনালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৮ ]
- মুস্তফা নূরউল ইসলাম
- আনিসুজ্জামান
- আবদুল্লাহ আবু সাঈদ
- মাহমুদুল হক
২৬. কোনটি মোতাহের হোসেন চৌধুরীর উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- সংস্কৃতির কথা
- শিক্ষা ও মনুষ্যত্ব
- শিক্ষার লক্ষ্য
- সভ্যতা ও সুখ
২৭. 'তোষামদ ও রাজনীতির ভাষা' কোন ধরনের গ্রন্থ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- ব্যাকরণ-বিষয়ক
- গদ্যগ্রন্থ
- রম্যরচনা
- নাটক
২৮. 'আমার যত কথা ' গ্রন্থের লেখকের নাম – [ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা : ১৯]
- হাসান হাফিজুর রহমান
- গোলাম সারওয়ার
- সেলিনা হোসেন
- আবদুল গাফ্ফার চৌধুরী
২৯. ‘সংস্কৃতির রূপান্তর’ গ্রন্থটির রচয়িতা কে ? [ সোনালী,জনতা,অগ্রণী ও রুপালী ব্যাংক অফিসার : ৯৯]
- গোপাল হালদার
- সুফিয়া কামাল
- শহীদুল্লাহ কায়সার
- আলতাফ মাহমুদ
৩০. নিচের কোনটি বদরুদ্দীন উমর রচিত গ্রন্থ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- রক্তাক্ত মানচিত্র
- সীমান্ত শিবির
- প্রতিধ্বনিগণ
- ভাষা আন্দোলন
৩১. ‘ভাষা আন্দোলনের আদিপর্ব’ প্রবন্ধ গ্রন্থটির লেখক- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- বদরুদ্দীন উমর
- আবুল ফজল
- আবদুল হক
- সৈয়দ শামসুল হক
৩২. ‘বটতলার উপন্যাস’ গ্রন্থের লেখকের নাম কি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- দিলারা হাশেম
- রাজিয়া খান
- রিজিয়া রহমান
- সেলিনা হোসেন
৩৩. 'শিক্ষার লক্ষ্য' মোতাহের হোসেন চৌধুরীর কোন ধরনের রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- উপন্যাস
- প্রবন্ধ
- নাটক
- প্রহসন
৩৪. ‘যুদ্ধ পূর্ব বাংলাদেশ’ চরিত্রের দিক হতে কোন ধরনের সাহিত্যকর্ম ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- প্রবন্ধ
- গল্প
- উপন্যাস
- প্রবন্ধ গবেষণা
৩৫. 'কয়েকটি গান' ও 'গীতিপুঞ্জ' কোন কবির গানের সংকলন ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- অতুলচন্দ্র গুপ্ত
- অতুল প্রসাদ সেন
- অচিন্ত্যকুমার
- কাজী নজরুল ইসলাম
৩৬. ‘কালের দর্পণে স্বদেশ’ প্রবন্ধগ্রন্থের রচয়িতা হলেন- [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ড. নীলিমা ইব্রাহীম
- ড. আহমদ শরীফ
- সৈয়দ আলী আহসান
- ড. আশরাফ সিদ্দিকী
৩৭. বর্তমান বিশ্বে 'নিউ সিল্ক রোড 'এর প্রবক্তা--- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- জাপান
- ভারত
- আফগানিস্তান
- চীন
৩৮. কোনটি বুদ্ধদেব বসুর স্মৃতিকথামূলক গ্রন্থ ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- সব পেয়েছির দেশ
- কলকাতার ইলেকট্রা ও সত্যসন্ধ
- পৃথিবীর পথে
- আমার ছেলেবেলা
৩৯. আবদুল করিম সাহিত্য বিশারদ- এর 'ইসলামাবাদ' প্রবন্ধের বিষয় বস্তু কি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ইসলাম ধর্মের ইতিহাস
- চট্টগ্রামের সচিত্র ইতিহাস
- পশ্চিম পাকিস্তানের ইতিহাস
- মধ্যপ্রাচ্যের ইতিহাস
৪০. 'The Art Of War' গ্রন্থের রচয়িতা--- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- ক্লজউইজ
- সুন জু
- আলফ্রেড মাহান
- কৌটিল্য
৪১. 'জাতীয় রাজনীতিঃ ১৯৪৫ থেকে ৭৫' গ্রন্থটির রচয়িতা কে ? [ ]
- আবুল মনসুর আহমদ
- অলি আহাদ
- আবদুল গাফফার চৌধুরী
- মুনতাসির মামুন
৪২. ড. আনিসুজ্জামান রচিত ‘আঠারো শতকের বাংলা চিঠি’ কোন ধরনের রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- গল্পগ্রন্থ
- কাব্য উপন্যাস
- প্রবন্ধগ্রন্থ
- উপন্যাস
৪৩. 'শিক্ষা ও সভ্যতা' গ্রন্থের রচয়িতা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- অতুলচন্দ্র গুপ্ত
- প্রমথ চৌধুরী
- কাজী মোতাহর হোসেন
- বদরুদ্দীন ওমর
৪৪. ‘বাংলার লোকসংস্কৃতি’ প্রবন্ধগ্রন্থের রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- আনিসুজ্জামান
- মনিরুজ্জামান
- রফিকুল ইসলাম
- ওয়াকিল আহমদ
৪৫. দেবেন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- বাংলা ভাষায় সংস্কৃত ব্যাকরণ
- ব্রাক্ষ ধর্ম
- ব্রাহ্মবিবাহ প্রণালী
- সবগুলো
৪৬. 'অ-তে অজগর' কার লেখা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- আল মাহমুদ
- শহীদুল্লা কায়সার
- আবদুল মান্নান সৈয়দ
- শওকত ওসমান
৪৭. অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ক্ষীরের পুতুল
- ভুত পত্নীর দেশ
- রংবেরং
- তিনটিই
৪৮. আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থ কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- লোকায়ত বাংলা
- সাম্প্রদায়িকতা
- বিচিত্র চিন্তা
- বিচিত্র কথা
৪৯. প্রবোধ কুমার সান্যাল রচিত গল্পগ্রন্থ কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- রাশিয়ার ডায়েরী
- আঁকাবাঁকা
- প্রিয়বান্ধবী
- যাযাবর
৫০. ‘সংস্কৃতির সংকট’ প্রবন্ধ গ্রন্থটি রচনা করেছেন- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- বদরুদ্দিন উমর
- সৈয়দ শামসুল হক
- মোহাম্মদ মনিরুজ্জামান
- আবুল কালাম মনজুর মোরশেদ
৫১. ‘হঠাৎ আলোর ঝলকানি’ কোন জাতীয় রচনা ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- কাব্যগ্রন্থ
- গল্পগ্রন্থ
- উপন্যাস
- প্রবন্ধগ্রন্থ
৫২. ‘বিদায় হজ্জ্ব’ গ্রন্থের রচয়িতা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- এস ওয়াজেদ আলী
- ইয়াকুব আলী চৌধুরী
- মোঃ লুৎফর রহমান
- মোঃ বরকতুল্লাহ
৫৩. কোনটি মুহম্মদ এনামূল হকের রচনা ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ভাষার ইতিবৃত্ত
- আধুনিক ভাষাতত্ত্ব
- মনীষা মঞ্জুষা
- বাংলাদেশের আঞ্চলিক ভাষা
৫৪. অজিত দত্তের একমাত্র গবেষণাগ্রন্থ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- জনান্তিকে
- সরস প্রবন্ধ
- কথা ভারতী
- বাংলা সাহিত্যে হাস্যরস
৫৫. 'The Song of India' গ্রন্থের রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- অমর্ত্য সেন
- এ পি জে আবদুল কালাম
- সরোজিনী নাইডু
- মহাত্মা গান্ধী
৫৬. 'পলাশীর যুদ্ধ' বইটি কে রচনা করেন ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ডি এল রায়
- এন সি ঘোষ
- কালিদাস রায়
- চন্দ্রশেখর
৫৭. কোন গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- বিলাতের পত্র
- পথে-প্রবাসে
- অবিশ্বাস্য
- ইয়োরোপা
৫৮. ‘বাঙালি ও বাঙলা সাহিত্য’-গ্রন্থের রচয়িতা হলেন- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- মুহম্মদ শহীদুল্লাহ
- মুহম্মদ আব্দুল হাই
- সৈয়দ আলী আহসান
- আহমদ শরীফ
৫৯. 'Poverty and Famines' গ্রন্থের রচয়িতা কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- অমর্ত্য সেন
- গুনার মিরডাল
- মাইকেল লিফট
- উইলিয়াম রস্টো
৬০. আবুল কালাম শামসুদ্দীনের লেখা প্রবন্ধ কোনটি ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- ত্রিস্রোত
- তরঙ্গ
- দৃষ্টিকোণ
- কচিপাতা
৬১. বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- রবীন্দ্রনাথ ঠাকুর
- প্রমথ চৌধুরী
- রামসুন্দর ত্রিবেদী
৬২. ‘পারস্য প্রতিভা’ গ্রন্থের রচয়িতা কে ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- মাওলানা আকরাম খাঁ
- ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
- মোঃ আব্দুল হাই
- মোঃ বরকতুল্লাহ
৬৩. ড. আব্দুল্লাহ আল মুতী শরফুদ্দীন রচিত বই-- [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
- আজব প্রাণী আজব গাছ
- সাগরের রহস্যপুরী
- জলে-ডাঙ্গায়
- বাঘের ঘরে ঘোগের বাস
৬৪. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- রুহু চণ্ডালের হাড়
- কৈবর্ত খণ্ড
- ফুল বউ
- অলীক মানুষ
৬৫. অতুলচন্দ্র গুপ্তের 'কাব্য জিজ্ঞাসা' কোন জাতীয় গ্রন্থ ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- ট্র্যাজেডিমূলক
- রসতত্ত্বমূলক
- বীরত্বপূর্ণ
- শৃঙ্গার রসপূর্ণ
৬৬. ভাষা আন্দোলন সম্পর্কে সবেচেয় প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখক কে ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
- বশীর আল-হেলাল
- ড. রফিকুল ইসলাম
- বদরুদ্দীন উমর
- ড. আহমদ শরীফ
৬৭. ‘বিদ্যাসাগর ও বাঙালি সমাজ’ গ্রন্থের রচয়িতা কে ? [ ৪৫তম বিসিএস]
- বিনয় ঘোষ
- সুবিনয় ঘোষ
- বিনয় ভট্রাচার্য
- বিনয় বর্মণ